ইসিসিসিপি-ড্রাউট প্রকল্পের উদ্যোগে খরা মোকাবেলায় টেকসই কৃষির প্রশিক্ষণ

ইসিসিসিপি-ড্রাউট প্রকল্পের উদ্যোগে খরা মোকাবেলায় টেকসই কৃষির প্রশিক্ষণ বরেন্দ্র অঞ্চলে জলবায়ু পরিবর্তনের নেতিবাচক প্রভাব মোকাবেলায় খরা সহনশীল কৃষি প্রযুক্তি বিস্তারের লক্ষ্যে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার ঝিলিম ইউনিয়নে দিনব্যাপী প্রশিক্ষণের আয়োজন করা হয়েছে। আজ সকালে ঝিলিম ইউনিয়ন পরিষদে এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। এক্সটেনডেড কমিউনিটি ক্লাইমেট চেঞ্জ প্রজেক্ট-ড্রাউট প্রকল্পের আওতায়, পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন পিকেএসএফ ও গ্রীণ ক্লাইমেট ফান্ড জিসিএফ এর সহযোগিতায় প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটি এ প্রশিক্ষণের আয়োজন করে। প্রশিক্ষণে অংশগ্রহণ করেন ২০ জন সিসিএজি সদস্য। এ সময় সিসিএজি সদস্যদের জলবায়ু পরিবর্তনের প্রভাব, এর প্রতিকারমূলক ব্যবস্থা, টেকসই কৃষি অনুশীলন ও খরা সহনশীল কৃষি কৌশল সম্পর্কে ধারণা প্রদান করা হয়। একইসাথে খরা সহিষ্ণু ফল ও ফসল নির্বাচন, বসতবাড়ির উঠানবাগান তৈরি, ভার্মিকম্পোস্ট প্রস্তুত এবং পানি সংরক্ষণ কৌশল নিয়ে হাতে-কলমে নির্দেশনা দেওয়া হয়। কর্মশালায় উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের চাঁপাইনবাবগঞ্জ হর্টিকালচার সেন্টারের হর্টিকালচার অফিসার কৃষিবিদ মোঃ শামসুদ্দোহা ও উপ-সহকারী কৃষি কর্মকর্তা মোঃ কাইজুর এবং প্রকল্পের মনিটরিং ও ইভালুয়েশন অফিসার কৃষিবিদ ফয়জুল হক। বরেন্দ্র অঞ্চলের বাস্তব জলবায়ুগত চ্যালেঞ্জ তুলে ধরে করণীয় সম্পর্কে গুরুত্বপূর্ণ বক্তব্য দেন প্রকল্প সমন্বয়কারী বকুল কুমার ঘোষ। প্রশিক্ষণের অন্যতম বিষয় ছিল পরিবেশবান্ধব কৃষি বিস্তারে জৈব সার ব্যবহারে কৃষকদের উৎসাহ দেওয়া। এই লক্ষ্যে ভার্মিকম্পোস্ট তৈরির উপায় ও উপকারিতা বিস্তারিতভাবে আলোচনা করা হয়। পাশাপাশি প্রয়াসের ইসিসিসিপি-ড্রাউট প্রকল্পের আওতায় চালু থাকা ঋণ কার্যক্রম সম্পর্কেও অবহিত করেন ইউনিট-১২ এর শাখা ব্যবস্থাপক মোছাঃ ইতিআরা খাতুন । কর্মশালায় সহযোগিতা করেন সিএমও জেনারেল মোঃ ওবাইদুল বারি এবং প্রশিক্ষণ কার্যক্রম সমন্বয় করেন প্রকল্প সমন্বয়কারী। প্রশিক্ষণে অংশগ্রহণকারী সদস্যরা জানান, এ ধরনের উদ্যোগ তাদের খরা পরিস্থিতিতে কৃষি অভিযোজন এবং নতুন প্রযুক্তিনির্ভর কৃষি পদ্ধতি গ্রহণে অনুপ্রাণিত করবে।

চাঁপাইনবাবগঞ্জে পৃথক ২ টি অভিযানে হেরোইনসহ ৩ জন মাদক কারবারী গ্রেফতার

চাঁপাইনবাবগঞ্জে পৃথক ২ টি অভিযানে হেরোইনসহ ৩ জন মাদক কারবারী গ্রেফতার চাঁপাইনবাবগঞ্জে পৃথক ২ টি অভিযানে ১৪০ গ্রাম হেরোইনসহ ৩ জন মাদক কারবারীকে গ্রেফতার করেছে র‌্যাব-৫। র‌্যাবের পাঠানো প্রেস বিজ্ঞপ্তি থেকে জানানো হয় গতকাল ভোলাহাট থানার গোহালবাড়ী ইউপির বিরেশ্বরপুর উত্তরটলা গ্রাম থেকে আসামী আলমগীর হোসেন ওরফে আলমকে নিজ বসত বাড়ীর ভিতরে তার হেফাজত থেকে ৩৫ গ্রাম হেরোইন এবং সেইদিনিই সদর থানার চর ইসলামপুর গ্রাম থেকে আসাদুল হক, ও সোহেল রানাকে ১০৫ গ্রাম হেরোইনসহ গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামী ও উদ্ধারকৃত আলামত পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য ভোলাহাট ও সদর থানায় হস্তান্তর করা হয়।

চাঁপাইনবাবগঞ্জে একদিনে আরো ৭ জন ডেঙ্গু আক্রান্ত

চাঁপাইনবাবগঞ্জে একদিনে আরো ৭ জন ডেঙ্গু আক্রান্ত চাঁপাইনবাবগঞ্জে গত ২৪ ঘণ্টায় নতুন করে আরো ৭ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন। তাদের মধ্যে ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালের আন্তঃবিভাগে ২ জন ও বহির্বিভাগে ২ জন, শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১ জন, নাচোল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১ জন ও ভোলাহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১ জন শনাক্ত হয়েছেন। বর্তমানে বিভিন্ন হাসপাতালে ভর্তি আছেন ১৩ জন রোগী। ভর্তি রোগীদের মধ্যে ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালে ৯ জন, শিবগঞ্জ ও ভোলাহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১ জন করে ও গোমস্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ২ জন রোগী ভর্তি রয়েছেন। অন্যদিকে জেলা হাসপাতালে ৫ জন, শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে ১ জন ও নাচোল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে থেকে ১ জন রোগীকে ছাড়পত্র দেয়া হয়েছে। সিভিল সার্জন অফিস ও ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালের ডেঙ্গুবিষয়ক প্রতিদিনের প্রতিবেদনে আজ এই তথ্য জানানো হয়েছে।    

সুজনের শিবগঞ্জ শাখার সভাপতি আকবর আলী আর নেই

সুজনের শিবগঞ্জ শাখার সভাপতি আকবর আলী আর নেই শিবগঞ্জ উপজেলার বিশিষ্ট শিক্ষাবিদ, সমাজসেবক ও সংগঠক আলহাজ আকবর আলী ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। আজ দুপুরে তিনি রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ইন্তেকাল করেন। মরহুম আলহাজ আকবর আলী সুশাসনের জন্য নাগরিক (সুজন)-এর শিবগঞ্জ উপজেলা শাখার সভাপতি, সুহৃদ সমাবেশ শিবগঞ্জ উপজেলা শাখার উপদেষ্টা এবং শিবগঞ্জ স্নাতক মহাবিদ্যালয়ের বাংলা বিভাগের অবসরপ্রাপ্ত সহকারী অধ্যাপক ছিলেন। শিক্ষা ও সমাজ উন্নয়নে তার ভূমিকা এলাকাবাসীর মাঝে বিশেষভাবে স্মরণীয় হয়ে থাকবে। শিবগঞ্জের মারকাজ মসজিদের অন্যতম প্রতিষ্ঠাতা তিনি। এছাড়া মসজিদ, মাদ্রাসাসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান গড়তে অগ্রণী ভূমিকা পালন করেছেন। আজ এশার নামাজের পর শিবগঞ্জ পৌরসভা সংলগ্ন মারকাজ মসজিদ প্রাঙ্গণে তার জানাজার নামাজ অনুষ্ঠিত হয় এবং সেখানেই দাফন সম্পন্ন করা হয়। মৃত্যুকালে তিনি স্ত্রী, ৩ কন্যা সন্তানসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। সহকর্মী, শিক্ষার্থী ও স্থানীয় বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠন গভীর শোক প্রকাশ করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।  

শিবগঞ্জ সাহিত্য মঞ্চ’র ২য় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

শিবগঞ্জ সাহিত্য মঞ্চ’র ২য় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন শিবগঞ্জ উপজেলার সাহিত্য সংগঠন ‘সাহিত্য মঞ্চ, শিবগঞ্জ’র দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। সেই সঙ্গে সাহিত্য ও সংস্কৃতির বিভিন্ন শাখায় বিশেষ অবদান রাখায় জেলার ৯ জনকে সম্মাননা দেয়া হয়েছে। শিবগঞ্জ উপজেলা পরিষদের সভাকক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাহিত্য মঞ্চের সভাপতি বিশিষ্ট সাহিত্য ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব শাহ নাওয়াজ গামা। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন— কবি ও নজরুল গবেষক সরকারের অবসরপ্রাপ্ত অতিরিক্ত সচিব আমিনুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন— গবেষক ও কলামিস্ট জাহাঙ্গীর সেলিম, সাংবাদিক ও কলামিস্ট সামসুল ইসলাম টুকু, কবি ও কথা সাহিত্যিক আনিফ রুবেদ, কবি ও ছড়াকার এনামুল হক তুফান। শুভেচ্ছা বক্তব্য বক্তব্য দেন— সাহিত্য মঞ্চের সহসভাপতি ছড়াকার সাইদুর রহমান দুলা। অন্যদের মধ্যে বক্তব্য দেন— ডা. রবিউল ইসলাম, আইটি উদ্যোক্তা সাহাদাত হোসেন, কবি ও কথাসাহিত্যিক রেহেনা বিথী, অধ্যাপক মনিরুল ইসলাম মনি, গম্ভীরার নানা মাহবুবুল আলম ও নাতি ফাইজুর রহমান মানি, আল বশরী সোহান। আবৃত্তি করেছেন— রুদ্র বারি, হালিম মোল্লা কাব্য, পাণ্ডব মনদেহী, করিম মোল্লা, তারেক মাহমুদ, শাহরিয়ার বিন মিজানুর ও ইহান আরভিন। সংগীত পরিবেশন করেন, মুনিরা, বিথী, নাইম, ফারজানা ও আলিউল আজিম। অনুষ্ঠান সঞ্চলনা ও সাবির্ক ব্যবস্থাপনায় ছিলেন সাহিত্য মঞ্চের সাধারণ সম্পাদক প্রাবন্ধিক ও কলাম লেখক আব্দুল্লাহ আল মামুন সাহেদ। অনুষ্ঠানের ফাঁকে কবি আমিনুল ইসলামের লেখা ‘কাশবনে কুড়িয়ে পাওয়া কবিতা’ গ্রন্থের মোড়ক উন্মোচন করা হয়।

ভোলাহাট সীমান্তে ৩১৯০ পিস নেশাজাতীয় ট্যাবলেট জব্দ

ভোলাহাট সীমান্তে ৩১৯০ পিস নেশাজাতীয় ট্যাবলেট জব্দ ভোলাহাট উপজেলা সীমান্তে বিজিবির অভিযানে ৩ হাজার ১৯০ পিস ভারতীয় নেশাজাতীয় ‘টেনসিউইন’ নামক ট্যাবলেট জব্দ হয়েছে। তবে এ ঘটনায় কেউ আটক হয় নি। বিজিবি জানায়, গতকাল গভীর রাতে গোপন খবরের ভিত্তিতে চাঁনশিকারী বিওপির একটি টহল দল ভোলাহাট সদর ইউনিয়নের চামুচা গ্রামের গড়ের মাঠ নাম স্থানে একটি আখক্ষেতে অভিযান চালায়। অভিযানে প্লাস্টিকের বস্তায় রাখা ৩ হাজার ১৯০ পিস টেনসিউইন ট্যাবলেট পাওয়া যায়। আজ সকালে চাঁপাইনবাবগঞ্জের মহানন্দা ব্যাটালিয়নের (৫৯বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া বলেন, জব্দকৃত ট্যাবলেট ভোলাহাট থানায় জমা করা হবে।

চতুর্থবার রহনপুরে হিফজুল কুরআন প্রতিযোগিতা অনুষ্ঠিত

চতুর্থবার রহনপুরে হিফজুল কুরআন প্রতিযোগিতা অনুষ্ঠিত গোমস্তাপুরে চতুর্থবার হিফজুল কুরআন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। রহনপুর কুরআনের আলো সংগঠনের আয়োজনে গতকাল দিনব্যাপী রহনপুর জনতা উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়। রহনপুর কুরআনের আলোর সংগঠনের উপদেষ্টা ও অবসরপ্রাপ্ত মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের উপ-পরিচালক আব্দুস সাত্তার বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, রহনপুর পূর্ণভবা মহানন্দা আইডিয়াল কলেজের সহকারী অধ্যাপক ড. মিজানুর রহমান। প্রতিযোগীতা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি দন্ত চিকিৎসক রবিউল ইসলাম, সাধারণ সম্পাদক নেস মোহাম্মদ মন্টু, সাবেক কাউন্সিলর ইউসুফ আলিসহ বিভিন্ন মাদ্রাসার প্রধান, ব্যবসায়ী, হাফেজ ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। হিফজল কোরআন প্রতিযোগিতায় বিভিন্ন জেলার ১৫ টি মাদ্রাসার শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। পরে গতকাল রাতে বিজয়ীদের হাতে পুরস্কার প্রদান করেন অতিথিরা।

চাঁপাইনবাবগঞ্জে ছাদ থেকে পড়ে স্কুল শিক্ষার্থীর মৃত্যু

চাঁপাইনবাবগঞ্জে ছাদ থেকে পড়ে স্কুল শিক্ষার্থীর মৃত্যু সদর উপজেলায় একতলা ভবনের ছাদ থেকে পড়ে সানজিদা আক্তার সাথী ওরফে যুথী নামের এক কিশোরির মৃত্যু হয়েছে। সে বারঘরিয়া ইউনিয়নের চামাগ্রাম এলাকার জুয়েল ইসলামের মেয়ে এবং চামাগ্রাম হেনা উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেণীর শিক্ষার্থী। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, আজ দুপুর ১২টার দিকে একই এলাকায় নানা খাইরুল ইসলামের বাড়ির ছাদে একটি নির্মানাধীণ ্ঘরের একপাশের দেয়ালে ভর দিয়ে পাশের আমগাছের পাতা ছিঁড়ছিল যুথী। এক পর্যায়ে ওই দেয়াল ভেঙ্গে নীচে পড়ে যায়। এতে ঘটনাস্থল থেকে উদ্ধার করে তাকে জেলা হাসপাতালে নেয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসার পর উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হলে পথেই তার মৃত্যু হয়। সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহীন আকন্দ জানান, যুথীর বাবা-মায়ের বিচ্ছেদে সে মায়ের সাথে নানার বাড়িতেই থাকত। খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধারের পর প্রয়োজনীয় আইনী ব্যবস্থা গ্রহণ শেষে আবেদনের প্রেক্ষিতে পরিবারের নিকট হস্তান্তর করেছে। এ ঘটনায় থানায় একটি অপমৃুত্য মামলা হয়েছে।

ভোলাহাটে হেরোইনসহ স্বামী ও স্ত্রী আটক

ভোলাহাটে হেরোইনসহ স্বামী ও স্ত্রী আটক ভোলাহাটে বসত বাড়িতে খুচরা ও পাইকারি ভিত্তিতে হেরোইন বিক্রয়কালে ১৬৫ গ্রাম মাদক বিক্রেতা স্বামী ও স্ত্রীকে আটক করেছে র‌্যাব-৫। আটককৃতরা হলো গোয়ালবাড়ী ইউপি’র সুরানপুর গ্রামের রবিউল ইসলাম ও তার স্ত্রী ময়না। র‌্যাবের পাঠানো প্রেস বিজ্ঞপ্তি থেকে জানানো হয় গতকাল সন্ধ্যায় র‌্যাবের একটি আভিযানিক দল রবিউল এর বাড়িতে অভিযান চালালে ঘরের ভিতর থেকে ১৬৫ গ্রাম হেরোইনসহ তাদের আটক করে। আটককৃত আসামী ও উদ্ধারকৃত আলামত পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য ভোলাহাট থানায় হস্তান্তর করা হয় বলে জানায় র‌্যাব।

পর্দা নামলো আন্তঃকলেজ ফুটবল টুর্নামেন্টের : আলীনগর স্কুল অ্যান্ড কলেজ চ্যাম্পিয়ন

পর্দা নামলো আন্তঃকলেজ ফুটবল টুর্নামেন্টের : আলীনগর স্কুল অ্যান্ড কলেজ চ্যাম্পিয়ন চাঁপাইনবাবগঞ্জে শুক্রবার আন্তঃকলেজ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া অফিসের ব্যবস্থাপনায় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয় অয়োজিত এ খেলায় ২-০ গোলে নবাবগঞ্জ সরকারি কলেজকে পরাজিত করে আলীনগর স্কুল অ্যান্ড কলেজ চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে। টুর্নামেন্টের সর্বোচ্চ গোলদাতা হয়েছেন নবাবগঞ্জ সরকারি কলেজের খেলোয়াড় মো. আইয়ুব ও টুর্নামেন্টের সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন আলীনগর স্কুল অ্যান্ড কলেজের খেলোয়াড় মো. রাকিবুল হাসান। খেলা শেষে উভয়দলের মধ্যে ট্রফি ও পুরস্কার বিতরণ করা হয়। অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে এই পুরস্কার বিতরণ করেন সদর উপজেলা নির্বাহী অফিসার মারুফ আফজাল রাজন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা ক্রীড়া অফিসার আবু জাফর মাহমুদুজ্জামান। অনুষ্ঠানে জেলা ক্রীড়া সংস্থার সদস্যসহ ক্রীড়াসংগঠকগণ উপস্থিত ছিলেন। টুর্নামেন্টে জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ১০টি ফুটবল দল অংশগ্রহণ করে।