চাঁপাইনবাবঞ্জ সীমান্তে বিজিবি’র অভিযানে ১০টি ভারতীয় মহিষ জব্দ

চাঁপাইনবাবঞ্জ সীমান্তে বিজিবি’র অভিযানে ১০টি ভারতীয় মহিষ জব্দ চাঁপাইনবাবগঞ্জের সদর উপজেলার চরবাগডাঙ্গা সীমান্তে অভিযান চালিয়ে অবৈধ ও চোরাচালানকৃত ১০টি ভারতীয় মহিষ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। তবে এ ঘটনায় কেউ আটক হয় নি। বিজিবি জানায়, আজ ভোররাত পৌনে ৩টার দিকে চরবাগডাঙ্গা ইউনিয়নের সাদ্দামের চর এলাকার সীমান্তবর্তী একটি মাঠে ভারত হতে চোরাচালানের উদ্দেশ্যে এনে বেঁেধ রাখা মহিষগুলো মালিকবিহীন অবস্থায় খুঁজে পাবার পর জব্দ করে বিজিবি। আজ সকাল পৌনে ১১টার দিকে চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়নের (৫৩বিজিবি) পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, বৃহস্পতিবার ভোররাতে চরবাগডাঙ্গা বিওপি’র একটি টহলদল নিয়মিত টহল পরিচালনাকালে সাদ্দমের চর এলাকা দিয়ে গবাদিপশু চোরাচালান হতে পারে মর্মে গোয়েন্দা তথ্য পাওয়া যায়। এ তথ্য পাবার পরপরই টহল দল ওই এলাকায় পৌঁছে অভিযান চালিয়ে সীমান্ত চোরাচালানে আনা ১০টি ভারতীয় মহিষ জব্দ করে। ৫৩ বিজিবি অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মনির-উজ-জামান বলেন, জব্দ মহিষগুলো চাঁপাইনবাবগঞ্জ শুল্ক কার্যালয়ে জমা দেয়া হবে। বিজিবি সীমান্তে চোরাচালান বন্ধে সর্বদা সচেষ্ট রয়েছে বলেও জানান অধিনায়ক মনির-উজ-জামান।
চাঁন্দলাই নূরানী একাডেমি’র বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও মেধাবী শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

চাঁন্দলাই নূরানী একাডেমি’র বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও মেধাবী শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ অনুষ্ঠিত চাঁন্দলাই নূরানী একাডেমি’র শিক্ষার্থীদের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও মেধাবী শিক্ষার্থীদের পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। আজ বিকেলে নূরানী একাডেমি চত্বরে চাঁন্দলাই জামে মসজিদ কমপ্লেক্সের সভাপতি আজ আলাউদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চাঁপাইনবাবগঞ্জ নবাবগঞ্জ সদর আসনের সাবেক সংসদ সদস্য অধ্যাপক লতিফুর রহমান। বিশেষ অতিথি ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী ও ফার্টিলাইজার এসোসিয়েশন চাঁপাইনবাবগঞ্জ জেলার সভাপতি মোঃ আকবর হোসেন, জেলা জামায়াতের আমির মাওলানা আবুজার গিফারী। অন্যানের মধ্যে বক্তব্য দেন, অবসরপ্রাপ্ত সামরিক বাহিনী কল্যাণ সমিতির প্রতিষ্ঠাতা সভাপতি আলহাজ্ব মোঃ সাইদুজ্জামান, চাঁন্দলাই জামে মসজিদ কমপ্লেক্সের সেক্রেটারি আব্দুর রাকিব এবং স্বাগত বক্তব্য রাখেন চাদলাই নূরানী একাডেমীর প্রধান শিক্ষক মাওলানা মোঃ ওবাইদুর রহমান।
সদর উপজেলায় আন্তঃইউনিয়ন ফুটবল টুর্নামেন্ট শুরু

সদর উপজেলায় আন্তঃইউনিয়ন ফুটবল টুর্নামেন্ট শুরু চাঁপাইনবাবগঞ্জে ‘এসো দেশ বদলাই-পৃথিবী বদলাই’ স্লোগানকে সামনে রেখে আন্তঃইউনিয়ন ফুটবল টুর্নামেন্ট-২০২৫ শুরু হয়েছে। তারুণ্যের উৎসব উপলক্ষে বুধবার থেকে সদর উপজেলা পরিষদ এই টুর্নামেন্টের আয়োজন করেছে। বিকেল ৪টায় হরিমোহন সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে টুর্নামেন্টের উদ্বোধন করেন সদর উপজেলা নির্বাহী অফিসার মোছা. তাছমিনা খাতুন। এসময় উপস্থিত ছিলেন- হরিপুর উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. কাশেদ আলীসহ অন্যরা। উদ্বোধনী দিনের প্রথম খেলায় অংশগ্রহণ করে চরবাগডাঙ্গা ইউনিয়ন পরিষদ বনাম বালিয়াডাঙ্গা ইউনিয়ন পরিষদ। খেলায় চরবাগডাঙ্গা ইউনিয়ন পরিষদ ৩-০ গোলে বালিয়াডাঙ্গা ইউনিয়ন পরিষদ দলকে পরাজিত করে। একই দিনের অপর খেলায় ঝিলিম ইউনিয়ন বনাম সুন্দরপুর ইউনিয়ন পরিষদ অংশগ্রহণ করে। নির্ধারিত সময়ে উভয় দল ১টি করে গোল পেলে খেলা টাইব্রেকারে গড়ায়। টাইব্রেকারে ৫-৪ গোলে ঝিলিম ইউনিয়ন পরিষদ দল জয়লাভ করে। খেলা পরিচালনার দায়িত্বে ছিলেন- মো. মিনাজুল ইসলাম, মো. তৌফিজুর রহমান পুতুল, মো. শামীম খান, মো. আনিসুর রহমান। সদর উপজেলার ১৪টি ইউনিয়ন পরিষদ এই খেলায় অংশগ্রহণ করছে। ইউনিয়ন পরিষদগুলো হচ্ছে- বালিয়াডাঙ্গা, গোবরাতলা, ঝিলিম, বারোঘরিয়া, মহারাজপুর, রানীহাটি, চরঅনুপনগর, দেবীনগর, আলাতুলী, শাহজাহানপুর, ইসলামপুর, চরবাগডাঙ্গা, নারায়ণপুর ও সুন্দরপুর ইউনিয়ন পরিষদ।
চাঁপাইনবাবগঞ্জে ১০ দিনব্যাপী বিসিক উদ্যোক্তা মেলা শুরু

চাঁপাইনবাবগঞ্জে ১০ দিনব্যাপী বিসিক উদ্যোক্তা মেলা শুরু তারুণ্যের উৎসব-২০২৫ উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জে ১০ দিনব্যাপী বিসিক উদ্যোক্তা মেলা শুরু হয়েছে। ‘এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই’- স্লোগানকে সামনে রেখে বুধবার বিকেলে জেলাশহরের পুরাতন স্টেডিয়ামে বেলুন উড়িয়ে এ মেলার উদ্বোধন করেন রাহশাহী বিভাগের অতিরিক্ত বিভাগীয় কমিশনার (রাজস্ব) মোহাম্মদ হাবিবুর রহমান। বিসিক জেলা কার্যালয়ের সহকারী মহাব্যবস্থাপক মো. আবু হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন- পুলিশ সুপার মো. রেজাউল করিম, চাঁপাইনবাবগঞ্জ সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. বিপ্লব কুমার মজুমদার, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. নাকিব হাসান তরফদার। সূচনা বক্তব্য দেন- বিসিক জেলা কার্যালয়ের সম্প্রসারণ কর্মকর্তা আব্দুর রহিম। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, বর্তমান পৃথিবী বদলাতে ভূমিকা রাখছেন তরুণ উদ্যোক্তারাই। আর এ তরুণ উদ্যোক্তাদের প্রমোট করছে বিসিক। ইকো ফ্রেন্ডলি বা মাদকমুক্ত ব্যবসা। বিসিক যুবকদের প্রশিক্ষণ দিয়ে বেকারত্ব দূরীকরণে ভূমিকা রাখছে। আশা করি, এই মেলা তরুণ উদ্যোক্তাদের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। ১০ দিনব্যাপী বিসিক উদ্যোক্তা মেলায় মোট ৫০টি স্টল রয়েছে।
চাঁপাইনবাবগঞ্জে শিশু সুরক্ষায় যুব ক্লাব ও ফোরামের সদসদের সাথে সভা অনুষ্ঠিত

চাঁপাইনবাবগঞ্জে শিশু সুরক্ষায় যুব ক্লাব ও ফোরামের সদসদের সাথে সভা অনুষ্ঠিত চাঁপাইনবাবগঞ্জে শিশু সুরক্ষার উদ্দেশ্যে যুব ক্লাব ও ফোরামের সদসদের সক্ষমতা বৃদ্ধিতে যুব সমর্থকদের বৃহত্তর নেটওয়ার্ক বৃদ্ধির উদ্যোগে সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে সদর উপজেলার শিবতলায় এই সভা অনুষ্ঠিত হয়। ইউনিসেফের সহায়তায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের স্ট্রেংদেনিং সোশ্যাল অ্যান্ড বিহেভিয়ার চেঞ্জ প্রকল্প সংলাপের আয়োজন করে। সংলাপে উপস্থিত ছিলেন, চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার সাবেক কাউন্সিলর আনোয়ারা বেগম ও আব্দুল খালেক, এসএসবিসি প্রকল্পের প্রতিনিধি মো. আব্দুর রহিমসহ বিভিন্ন যুব ফোরাম ও ক্লাবের সদস্যরা। শেষে অংশগ্রহণকারীরা বাল্যবিয়েকে লালকার্ড প্রদর্শন করেন।
চাঁপাইনবাবগঞ্জে গ্রাম আদালত জেন্ডার চ্যাম্পিয়ন বিষয়ক যুব কর্মশালা

চাঁপাইনবাবগঞ্জে গ্রাম আদালত জেন্ডার চ্যাম্পিয়ন বিষয়ক যুব কর্মশালা চাঁপাইনবাবগঞ্জে গ্রাম আদালত জেন্ডার চ্যাম্পিয়ন বিষয়ক যুব কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। আজ সকালে জেলা প্রশাসকের কার্যালয়ে ৫ উপজেলা থেকে যুব সংগঠন, যুব আত্মকর্মী, নারী উদ্যোক্তা, প্রশিক্ষণার্থীসহ যুব ও যুব মহিলাদের অংশ গ্রহণে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক (ভারপ্রাপ্ত) নাকিব হাসান তরফদারের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, চাঁপাইনবাবগঞ্জ জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক আব্দুল মান্নান, জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সাহিদা বেগম, জেলা তথ্য অফিসার রূপ কুমার বর্মন, জেন্ডার স্পেশালিস্ট ইউএনডিপি প্রতিনিধি শামীমা আকতার শাম্মি, বাংলাদেশে গ্রাম আদালত সক্রিয়করণ তৃতীয় পর্যায় প্রকল্পের চাঁপাইনবাবগঞ্জ জেলা সমন্বয়কারী হাফিজ আল আসাদ। কর্মশালায় অংশগ্রহণকারী বক্তারা বলেন, গ্রাম আদালতে নারীর সুবিচার প্রাপ্তিতে যুবরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে ‘স্থানীয় জনগণ বিশেষ করে নারী ও প্রান্তিক জনগোষ্ঠী (নৃ-গোষ্ঠী, প্রতিবন্ধী ব্যক্তি ও অন্যান্য পিছিয়ে পড়া জনগোষ্ঠী) মধ্যে গ্রাম আদালত ও এর বিভিন্ন সুবিধা সম্পর্কে সচেতনতা বৃদ্ধিতে যুবরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রনালয় এর আওতাধীন স্থানীয় সরকার বিভাগ, ইউএনডিপি ও ইউরোপিয়ান ইউনিয়ন এর যৌথ অর্থায়নে “বাংলাদেশে গ্রাম আদালত সক্রিয়করণ (৩য় পর্যায়) প্রকল্প’ আয়োজিত এই কর্মশালায়, চাঁপাইনবাবগঞ্জ জেলার বিভিন্ন উপজেলা থেকে ৪০ জন যুব প্রতিনিধি অংশগ্রহণ করেন।
চাঁপাইনবাবগঞ্জ সরকারি মহিলা কলেজে পিঠা মেলা

চাঁপাইনবাবগঞ্জ সরকারি মহিলা কলেজে পিঠা মেলা চাঁপাইনবাবগঞ্জ সরকারি মহিলা কলেজে ‘এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই’ স্লোগানে উৎসবমুখর পরিবেশে পিঠা মেলা অনুষ্ঠিত হয়েছে। তারুণ্যের উৎসব উপলক্ষে এই পিঠা মেলার আয়োজন বলে জানানো হয়। চাঁপাইনবাবগঞ্জ সরকারি মহিলা কলেজ প্রাঙ্গণে আজ দিনভর চলা এই পিঠা মেলায় কলেজের শিক্ষক-শিক্ষার্থীদের পাশাপাশি বিভিন্ন অতিথি ও দর্শনার্থীদের আগমনে মেলাজুড়ে দেখা যায় উপচেপড়া ভিড়। পিঠা উৎসবকে আরো প্রাণবন্ত করে তুলতে আয়োজন করা হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। কলেজ অধ্যক্ষ ড. বিপ্লব কুমার মজুমদার বলেন, পড়াশোনার পাশাপাশি সহ-শিক্ষা কার্যক্রমেরর অংশ হিসেবেই এ পিঠা উৎসবের আয়োজন। শিক্ষার্থীরাও বিভিন্ন ধরনের পিঠার সঙ্গে নিজেদেরকে পরিচিত করতে পারবে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- চাঁপাইনবাবগঞ্জ সদর আসনের সাবেক সংসদ সদস্য অধ্যাপক লতিফুর রহমান, মাওলানা আবুজার গিফারী, অবসরপ্রাপ্ত অধ্যক্ষ সাইদুর রহমান, সিটি কলেজের অধ্যক্ষ তরিকুল আলম সিদ্দিকী নয়ন, শাহ নেয়ামতুল্লাহ কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. কামরুজ্জামান, অবসরপ্রাপ্ত শিক্ষক শাহ্ আলমসহ বিশিষ্ট ব্যক্তিরা।
স্কাউটারদের মধ্যে গাছের চারা বিতরণ

স্কাউটারদের মধ্যে গাছের চারা বিতরণ ‘এসো দেশ বদলাই-পৃথিবী বদলাই’- এই স্লোগানে চাঁপাইনবাবগঞ্জে বন বিভাগের সহযোগিতায় দুই শতাধিক গাছের চারা বিতরণ করেছে সদর উপজেলা প্রশাসন। তারুণ্যের উৎসব উপলক্ষে স্কাউটারদের মধ্যে এই চারা বিতরণ করা হয়। আজ সকালে প্রধান অতিথি হিসেবে চারাগুলো বিতরণ করেন সদর উপজেলা নির্বাহী অফিসার তাছমিনা খাতুন। এসময় সামাজিক বনায়ন ও নার্সারি প্রশিক্ষণ কেন্দ্রের সহকারী বন সংরক্ষক নায়েমা আক্তার, উপজেলা বন কর্মকর্তা সতেন্দ্র নাথ সরকারসহ অন্যরা উপস্থিত ছিলেন। উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় চত্বরে চারাগুলো বিতরণ করা হয়।
কিডস ভ্যালি স্কুলে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা

কিডস ভ্যালি স্কুলে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার বেলেপুকুর মহল্লায় অবস্থিত কিডস ভ্যালি স্কুলের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। আজ সকালে এই প্রতিযোগিতার আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্বে করেন স্কুলের ম্যানেজিং কমিটির সভাপতি আলহাজ মহিবুর রহমান কামাল। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- চাঁপাইনবাবগঞ্জে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি)’র নির্বাহী প্রকৌশলী আনোয়ার হোসেন, বিশিষ্ট আইনজীবী এফ কে এম লুৎফর রহমান ফিরোজ, বিশিষ্ট চিকিৎসক ডা. ইসমাইল হোসেন, এলজিইডি’র সহকারী প্রকৌশলী শহীদুজ্জামান, পৌরসভার সাবেক কাউন্সিলর রবিউল ইসলাম রবি, সাংবাদিক মিজানুর রহমান কুটু। এছাড়াও উপস্থিত ছিলেন- বেলেপুকুর কিডস ভ্যালি স্কুলের ম্যানেজিং কমিটির সহসভাপতি সাইনুল ইসলাম, সদস্য দেলোয়ার হোসেন, ওবায়দুল হক, শামসুল হুদা সনি, প্রধান শিক্ষক জালাল উদ্দিনসহ অন্যরা। অনুষ্ঠান সঞ্চালনা করেন স্কুলটির শিক্ষিকা সুফিয়া। বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় ১১টিরও বেশি ইভেন্টে শিক্ষার্থীরা অংশগ্রহণ করে। পরে অতিথিদের হাত থেকে পুরস্কার গ্রহণ করে শিক্ষার্থীরা।
গোমস্তাপুরে তারুণ্য উৎসব ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

গোমস্তাপুরে তারুণ্য উৎসব ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ গোমস্তাপুরে তারুণ্য উৎসব ক্রীড়া প্রতিযোগিতার সমাপণী খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা। আজ বিকেলে আহম্মদী বেগম সরকারী উচ্চ বিদ্যালয় মাঠে সমাপণী খেলা অনুষ্ঠিত হয়। খেলা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন উপজেলা নির্বাহী অফিসার নিশাত আনজুম অনন্যা। এসময় উপস্থিত ছিলেন, পার্বতীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন, চৌডালা ইউপি চেয়ারম্যান গোলাম কিবরিয়া হাবিব, রহনপুর ইউপি চেয়ারম্যান মনিরুজ্জামান সোহরাব, যুব উন্নয়ন কর্মকর্তা মো: পারভেজ, সমাজসেবা কর্মকর্তা নুরুল ইসলাম, উপজেলা প্রেসক্লাবের সভাপতি আতিকুল ইসলাম আজমসহ অন্যরা। প্রতিযোগিতার ক্রিকেট খেলায় রহনপুর পৌরসভা চ্যাম্পিয়ন ও রানার্সআপ হয়েছেন পার্বতীপুর ইউনিয়ন, ব্যাডমিন্টনে রাধানগর ইউনিয়ন চ্যাম্পিয়ন ও রহনপুর পৌরসভা রানার্সআপ হয়েছেন। এছাড়া ফুটবল খেলায় চৌডালা ইউনিয়ন ১-০ গোলে রহনপুর ইউনিয়নকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়েছেন। পরে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা।