ইসলামপুরে নিরাপদ আম উৎপাদন বিষয়ে কর্মশালা

ইসলামপুরে নিরাপদ আম উৎপাদন বিষয়ে কর্মশালা চাঁপাইনবাবগঞ্জে ‘আম রপ্তানির জন্য চুক্তিবদ্ধ চাষের মাধ্যমে উত্তম কৃষিচর্চা (জিএপি ও হ্যাজার্ড অ্যানালাইসিস ক্রিটিক্যাল পয়েন্টের (এইচএসিসিপি) মাধ্যমে নিরাপদ আম উৎপাদন এবং এর প্রক্রিয়াজাতকরণ পণ্যের প্রশিক্ষণ কর্মশালা-২০২৫’ অনুষ্ঠিত হয়েছে। বুধবার জেলার সদর উপজেলার ইসলামপুর ইউনিয়ন পরিষদের সম্মেলন কক্ষে এই প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। বাংলাদেশ ম্যাংগো প্রডিউসার মার্চেন্টস অ্যাসোসিয়েশনের উদ্যোগে এবং বিজনেস প্রমোশন কাউন্সিল, বাণিজ্য মন্ত্রণালয়ের সার্বিক সহযোগিতায় দিনব্যাপী অনুষ্ঠিত কর্মশালায় প্রধান অতিথির বক্তব্য দেন- ইসলামপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মো. মনিরুল ইসলাম। বাংলাদেশ ম্যাংগো প্রডিউসার মার্চেন্টস অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক আলহাজ মো. শুকুরুদ্দীনের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় বিশেষ অতিথি ছিলেন- চাঁপাইনবাবগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সাবেক সহসভাপতি মো. মনোয়ারুল ইসলাম ডালিম, বাংলাদেশ ম্যাংগো প্রডিউসার মার্চেন্ট অ্যাসোসিয়েশনের সাবেক সাধারণ সম্পাদক এম কোরাইশী মিলুসহ অন্যরা। প্রশিক্ষণ কর্মশালার প্রধান আলোচক ছিলেন- কৃষি সম্প্রসারণ অধিদপ্তর জেলা কার্যালয়ের শস্য বিশেষজ্ঞ কৃষিবিদ ড. জহুরুল ইসলাম। কর্মশালায় মানবদেহের জন্য ক্ষতিকর কেমিকেলমুক্ত আম উন্নত পদ্ধতিতে উৎপাদন, আমের রোগ-পোকা দমন ও পরিচর্যার মাধ্যমে ফলন বৃদ্ধি এবং আম ও আমজাত পণ্য রপ্তানির সুযোগ বৃদ্ধিকরণের অঙ্গীকার ব্যক্ত করেন উপস্থিত ৭০ জন আমচাষি ও ব্যবসায়ীরা। প্রশিক্ষণ কর্মশালায় সর্বস্তরের আমচাষি ও ব্যবসায়ীরা ছাড়াও স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

বরেন্দ্র অঞ্চলে খরাসহ জলবায়ু পরিবর্তন মোকাবিলায় কাজ করছে পিকেএসএফ

বরেন্দ্র অঞ্চলে খরাসহ জলবায়ু পরিবর্তন মোকাবিলায় কাজ করছে পিকেএসএফ পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশনের (পিকেএসএফ) চেয়ারম্যান ও সাবেক অর্থ সচিব জাকির আহমেদ খান বলেছেন, বাংলাদেশ সরকারের পাশাপাশি পিকেএসএফও খরাসহ জলবায়ু পরিবর্তন মোকাবিলায় নানা ধরনের পদক্ষেপ গ্রহণ করেছে। এরই ধারাবাহিকতায় গ্রিন ক্লাইমেট ফান্ড এর অর্থায়নে ‘এক্সটেনডেন্ট কমিউনিটি ক্লাইমেট চেঞ্জ প্রজেক্ট-ড্রাউট’ শীর্ষক প্রকল্প বাস্তবায়ন করছে। এ প্রকল্পের প্রধান লক্ষ্য হলো, সমন্বিত পানি ব্যবস্থাপনার মাধ্যমে বরেন্দ্র অঞ্চলের খরাপীড়িত জনগোষ্ঠীর অভিযোজন সক্ষমতা বৃদ্ধি করার চেষ্টা করা। তিনি বলেন, বাংলাদেশ সরকারের পানিসম্পদ পরিকল্পনা সংস্থার সাম্প্রতিক গবেষণায় দেখা গেছে, রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ এবং নওগাঁ জেলার ৪৭টি ইউনিয়ন অতিউচ্চ পানি সংকটাপন্ন এলাকা, ৪০টি ইউনিয়ন উচ্চ পানি সংকটাপন্ন এলাকা এবং আরো ৬৭টি ইউনিয়ন মধ্যম পানি সংকটাপন্ন এলাকা হিসেবে চিহ্নিত করা হয়েছে। বুধবার রাজশাহী বিভাগীয় কমিশনার সম্মেলন কক্ষে ইসিসিসিপি-ড্রাউট প্রকল্পের কর্মকা- নিয়ে অনুষ্ঠিত পরামর্শ কর্মশালায় প্রধান অতিথির বক্তব্য জাকির আহমেদ খান এসব কথা বলেন। বিভাগীয় কমিশনার খোন্দকার আজিম আহমেদ এনডিসির সভাপতিত্বে কর্মশালায় বিশেষ অতিথি ছিলেন- পিকেএসএফ’র উপ-ব্যবস্থাপনা পরিচালক ড. ফজলে রাব্বি ছাদেক আহমাদ। কর্মশালায় সরকারি বিভিন্ন দপ্তরের প্রতিনিধি, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, পিকেএসএফের সহযোগী সংস্থার প্রতিনিধি, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার প্রতিনিধিবৃন্দ অংশগ্রহণ করেন। কর্মশালাটি আয়োজনে সার্বিক সহায়তা প্রদান করে প্রকল্প বাস্তবায়নকারী সংস্থা প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটি। কর্মশালায় প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটির প্রতিষ্ঠা ও নির্বাহী পরিচালক হাসিব হেসেনসহ ইসিসিসিপি-ড্রাউট প্রকল্পের ১৮টি বাস্তবায়নকারী সংস্থার নির্বাহী পরিচালক এবং প্রকল্পের অন্য কর্মকর্তারাও অংশগ্রহণ করেন। প্রধান অতিথি জাকির আহমেদ খান বলেন, জলবায়ু পরিবর্তন মোকাবিলায় যে কয়েকটি আন্তর্জাতিক তহবিলের সংস্থান রয়েছে; তার মধ্যে জলবায়ু পরিবর্তন বিষয়ক জাতিসংঘ ফ্রেমওয়ার্ক কনভেনশনের আওতায় অন্যতম দুটি তহবিল হচ্ছে- গ্রিন ক্লাইমেট ফান্ড জিইএস অ্যাডপ্টেশন ফান্ড। আপনারা জেনে আনন্দিত হবেন, পিকেএসএফ এ-দুটি তহবিলের ন্যাশনাল এনটিটি হিসেবে কাজ করার স্বীকৃতি পেয়েছে। তিনি ইসিসিসিপি-ড্রাউট প্রকল্পটি বাস্তবায়নে মাঠপর্যায়ের সকল স্তরের প্রতিনিধিদের আন্তরিক সহযোগিতা কামনা করেন। অনুষ্ঠানের সভাপতি খোন্দকার আজিম আহমেদ এনডিসি বলেন, পিকেএসএফ কর্তৃক বাস্তবায়নাধীন ইসিসিসিপি-ড্রাউট প্রকল্পের মাধ্যমে পুকুর ও খাল পুনঃখনন, কৃত্রিমভাবে ভূগর্ভস্থ পানি পুনঃভরণ, খরাসহিষ্ণু ফসলের চাষ সম্প্রসারণ এবং জলবায়ু পরিবর্তন মোকাবিলায় সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের সক্ষমতা বৃদ্ধিমূলক কর্মকাণ্ড বাস্তবায়ন করা হবে। এই কর্মকাণ্ডগুলো সুষ্ঠুভাবে বাস্তবায়িত হলে রাজশাহী, নওগাঁ ও চাঁপাইনবাবগঞ্জ জেলার দীর্ঘমেয়াদি খরা মোকাবিলায় উল্লেখযোগ্য ভূমিকা রাখবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। খোন্দকার আজিম আহমেদ প্রকল্পটি সুষ্ঠুভাবে বাস্তবায়নে সংশ্লিষ্ট সকল জেলা প্রশাসক, ইউএনও, এসিল্যান্ডসহ সর্বস্তরের প্রশাসনিক, স্থানীয় জনপ্রতিনিধি ও জনসাধারণকে সহযোগিতার আহ্বান জানান। কর্মশালায় পিকেএসএফের কার্যক্রম এবং প্রকল্পের লক্ষ্য, উদ্দেশ্য ও সার্বিক কর্মকাণ্ডের ওপর তথ্য উপাত্ত উপস্থাপন করেন পিকেএসএফের উপ-ব্যবস্থাপনা পরিচালক (পরিবেশ ও জলবায়ু পরিবর্তন এবং গবেষণা) ড. ফজলে রাব্বি ছাদেক আহমাদ। সূচনা বক্তব্য দেন- রাজশাহীর অতিরিক্ত বিভাগীয় কমিশনার (উন্নয়ন ও আইসিটি) ও স্থানীয় সরকার বিভাগের পরিচালক মো. রেজাউল আলম সরকার। উল্লেখ্য, বরেন্দ্র অঞ্চলের খরা মোকাবিলায় পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) গ্রিন ক্লাইমেট ফান্ড (জিসিএফ)’র আর্থিক সহায়তায় ইসিসিসিপি-ড্রাউট প্রকল্পটি রাজশাহী, নওগাঁ এবং চাঁপাইনবাবগঞ্জ জেলার ১৪টি উপজেলায় বাস্তবায়ন করছে। প্রকল্পটি বরেন্দ্র অঞ্চলের খরা মোকাবিলায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে আশা করা হচ্ছে। এই প্রকল্পের মাধ্যমে ভূউপরিস্থ পানি সংরক্ষণ ও ভূগর্ভস্থ পানির রিচার্জ বৃদ্ধির মাধ্যমে গৃহস্থালি কাজ ও কৃষি জমিতে সেচের পানির জোগান বৃদ্ধি করা হবে।

মাসুদ-উল-হক ইনস্টিটিউট : শেষ হয়েছে অ্যাথলেটিকস প্রতিযোগিতা

মাসুদ-উল-হক ইনস্টিটিউট : শেষ হয়েছে অ্যাথলেটিকস প্রতিযোগিতা চাঁপাইনবাবগঞ্জে বালক-বালিকাদের অ্যাথলেটিকস প্রতিযোগিতা বুধবার শেষ হয়েছে। জেলার সদর উপজেলার ঝিলিম ইউনিয়নের আতাহারে মাসুদ-উল-হক ইনস্টিটিউট মাঠে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। শেষ দিনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অ্যাথলেটিকস প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করেন জেলা তথ্য অফিসার রুপ কুমার বর্মন। জেলা ক্রীড়া অফিসার আবু জাফর মাহমুদুজামানের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন- মাসুদ-উল-হক ইনস্টিটিউটের প্রধান শিক্ষক মো. নাসিউল আলম। প্রতিযোগিতায় বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ৯০ জন শিক্ষার্থী অংশগ্রহণ করেন। সমাপনী অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান থেকে আগত শিক্ষকম-লী, ক্রীড়া সংগঠক, জেলা ক্রীড়া অফিস ও জেলা ক্রীড়া সংস্থার কর্মকর্তা ও মাসুদ-উল-হক ইনস্টিটিউটের শিক্ষক উপস্থিত ছিলেন। বাংলাদেশ ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসূচি ২০২৪-২৫ অর্থবছরের আওতায় চাঁপাইনবাবগঞ্জ জেলা ক্রীড়া অফিস এই প্রশিক্ষণের আয়োজন করে।

রাজশাহী-ঢাকা পর্যন্ত চলা ৪ আন্ত:নগর ট্রেনের রুট চাঁপাইনবাবগঞ্জ পর্যন্ত বর্ধিত করার দাবিতে রেলপথ অবরোধ

রাজশাহী-ঢাকা পর্যন্ত চলা ৪ আন্ত:নগর ট্রেনের রুট চাঁপাইনবাবগঞ্জ পর্যন্ত বর্ধিত করার দাবিতে রেলপথ অবরোধ রাজশাহী-ঢাকা পর্যন্ত চলাচলকারী ৪টি আন্ত:নগর ট্রেন সিল্কসিটি, পদ্মা, ধুমকেতু ও মধুমতি’র রুট চাঁপাইনবাবগঞ্জ পর্যন্ত বর্ধিত করা সহ ৮ দফা দাবিতে দাবিতে চাঁপাইনবাবগঞ্জ রেলওয়ে স্টেশনে রেলপথ অবরোধ ও মানববন্ধন কর্মসূচী পালিত হয়েছে। আজ সকালে সুশাসনের জন্য নাগরিক-সুজন জেলা শাখা এই কর্মসূচী পালন করে। বিভিন্ন সংগঠন, মহল সহ নানা শ্রেণী পেশার মানুষ ঘন্টারও বেশী সময়ের এই কর্মসূচীতে অংশ নেয়। কর্মসূচী চলাকালে বক্তরা বলেন, বর্তমানে ঢাকা থেকে রাজশাহী পর্যন্ত চলাচলকারী পাঁচটি আন্ত:নগর ট্রেনের মধ্যে একমাত্র বনলতা চাঁপাইনবাবগঞ্জ পর্যন্ত চলে। অথচ নাগরিক কমিটি সহ বিভিন্ন মহল দীর্ঘদিন থেকে সকল ট্রেনই চাঁপাইনবাবগঞ্জ থেকে চালাানোর দাবিতে আন্দোলন করছে। অথচ দাবিটি পূরণ না হওয়ায় ২৫ লক্ষাধিক জনসংখ্যার জেলাবাসীকে বিভিন্ন দূর্ভোগ পোহাতে হচ্ছে। আম,সোনামসজিদ স্থলবন্দর সহ বিভিন্ন দিকে সমৃদ্ধ ও সম্ভাবনার জেলাবাসী নিরাপদ আধুনিক যোগাযোগ সেবা থেকে বঞ্চিত হচ্ছে। বক্তব্য দেন সুজনের জেলা সম্পাদক মনোয়ার হোসেন, জেলা চেম্বার সিনিয়র সহ-সভাপতি খাইরুল ইসলাম, সদর উপজেলা পরিষদ সাবেক চেয়ারম্যান মোখলেসুর রহমান, জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন আহব্বায়ক আব্দুর রাহিম, সাবেক কাউন্সিলর শাহনেওয়াজ খান সিনা ও রবিউল ইসলাম, জামায়াত নেতা আব্দুল আলীম ও গোলাম রাব্বানী।সুজন সম্পাদক বলেন,চাঁপাইনবাবগঞ্জ ষ্টেশন মাষ্টার কর্মসূচীর ব্যাপারে রেলের উর্ধতণ কর্তৃপক্ষকে জানিয়েছেন।কর্তৃপক্ষ এ ব্যাপারে ঢাকা বা রাজশাহী রেল ভবনে কর্মর্কর্তাদের সাথে যোগাযোগের পরামর্শ দিয়েছেন। অবিলম্বে সুজনের একটি প্রতিনিধিদল কর্তৃপক্ষের সাথে আলোচনা করবে। ৮ দফার অন্য দাবিগুলো হচ্ছে- চাঁপাইনবাবগঞ্জ পর্যন্ত নতুন ডবল লাইন নির্মাণ, চাঁপাইনবাবগঞ্জ রেলওয়ে ষ্টেশনের প্লাটফর্ম আধুনিকায়ন, জেলার রহনপুর রেলওয়ে শুল্ক ষ্টেশনকে পূর্ণাঙ্গ রেলবন্দর ঘোষণা, সকল আন্ত:নগর ট্রেনের জন্য রহনপুর পর্যন্ত কানেকটিং ট্রেন চালু, সদর উপজেলার আমনুরা বাইপাস ষ্টেশনে যাত্রাবিরতি রাখা,আমনুরাকে আধুনিক জংশনে রুপান্তর এবং ঢাকা থেকে নাটোর,রাজশাহী ও চাঁপাইনবাবগঞ্জ সদর হয়ে জেলার সোনামসজিদ স্থলবন্দর পর্যন্ত মহাসড়ককে ৬ লেনে উন্নত করা। এদিকে ৪টি ট্রেন চাঁপাইনবাবগঞ্জ পর্যন্ত চালানোর দাবিতে আগামীকাল সকাল ১০টায় চাঁপাইনবাবগঞ্জ রেলষ্টেশনে অবস্থান, শান্তিপূর্ণ রেলপথ অবরোধ এবং জেলা প্রশাসককে স্মারকলিপি প্রদান কর্মসূচী পালন করবে চাঁপাইনবাবগঞ্জ জেলা সমিতি, বলে জানিয়েছেন সমিতি সম্পাদক এড.দেলায়ার হোসেন। এদিকে আজকের কর্মসূচীর কারণে চাঁপাইনবাবগঞ্জ থেকে রাজশাহীগামী ১২৮ ডাউন মল্লিকা কমিউটার ট্রেনটি সোয়া ১০টার পরিবর্তে আধাঘন্টা পর পৌনে ১১টার দিকে ষ্টেশন ছেড়ে যায়।

চাঁপাইনবাবগঞ্জে বীর মুক্তিযোদ্ধা সোনার উদ্দিনের ইন্তেকাল,রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

চাঁপাইনবাবগঞ্জে বীর মুক্তিযোদ্ধা সোনার উদ্দিনের ইন্তেকাল,রাষ্ট্রীয় মর্যাদায় দাফন শিবগঞ্জ উপজেলার বীর মুক্তিযোদ্ধা এবং অবসরপ্রাপ্ত পুলিশ সদস্য সোনার উদ্দিন (৮০) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি অইন্না ইলাহি রাজিউন)। গতকাল রাত ১১টার দিকে শিবগঞ্জের দূর্লভপুর ইউনিয়নের পিয়ালিমারি গ্রামে নিজ বাসভবনে বার্ধক্যজনিত কারণে তিনি মারা যান। মৃত্যুকালে তিনি তিন ছেলে,তিন মেয়ে সহ বহু গূণগ্রাহি রেখে গেছেন। আজ সকাল ১১টায পিয়ালিমারি সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অব অনার প্রদানের পর জানাজা নামাজ শেষে পারিবারিক গোরস্থানে তাঁর দাফন সম্পন্ন হয়। দাফন অনুষ্ঠানে অংশ নেন শিবগঞ্জের সহকারী কমিশনার(ভূমি) তৌফিক আজিজ, শিবগঞ্জ থানার পরিদর্শক(তদন্ত) এস এম শাকিল রেজা, বীর মুক্তিযোদ্ধা মশিউর রহমান বাচ্চু,গোলাম মোস্তফা, জব্দুল হক,উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড সভাপতি মাহবুবুর রহমান মিজান সহ স্থানীয় গণ্যমান্য ব্যাক্তিবর্গ।

শিবগঞ্জে আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা

শিবগঞ্জে আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা শিবগঞ্জে আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার আজাহার আলীর সভাপতিত্বে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার ভূমি তৌফিক আজিজ, শিবগঞ্জ কামিল মাদ্রাসার অধ্যক্ষ জোবদুল হক, শিবগঞ্জ থানার ওসি গোলাম কিবরিয়া, উপজেলা সিনিয়র মৎস্য অফিসার সঞ্জয় কুমার সরকার, উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার মিজানুর রহমান, উপজেলা প্রকৌশলী হারুন অর রশিদ, উপজেলা মহিলা বিষয়ক অফিসার উম্মে সুমাইয়া খাতুন, শাহাবাজপুর ইউনিয়নের চেয়ারম্যান নিজামুল হক রানা, চককীর্তি ইউনিয়নের চেয়ারম্যান আনোয়ার হাসান আনু মিয়া, দূর্লভপুর ইউনিয়নের চেয়ারম্যান গোলাম আজম, শ্যামপুর ইউনিয়নের চেয়ারম্যান রবিউল ইসলাম, মোবারকপুর ইউনিয়নের চেয়ারম্যান মাহামুদুল হক হায়দারী সহ উপজেলার সকল দপ্তরের অফিসারগণ। সভায় উপজেলার বিভিন্ন সড়কের যানজট, অবৈধ স্থাপনা, পানি নিস্কাসন, মাদক, বাল্য বিয়ে, চোরাচালান রোধ ও কিশোর গাং দমন সহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়।

মায়ের সঙ্গে আম কুড়াতে গিয়ে ব*জ্রপাতে প্রা*ণ গেল ছেলের

মায়ের সঙ্গে আম কুড়াতে গিয়ে ব*জ্রপাতে প্রা*ণ গেল ছেলের চাঁপাইনবাবগঞ্জে মায়ের সঙ্গে বাগানে আম কুড়াতে গিয়ে বজ্রপাতে মো. মিজান নামে এক যুবকের মৃত্যু হয়েছে। আজ সন্ধ্যা ছয়টার দিকে জেলা শহরের গুলবাঘ ফুলকুড়ি এলাকার একটি আম বাগানে ঘটনা ঘটে। মৃত মিজান চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার গুলবাগ ফুলকুঁড়ি মহল্লার মনোয়ার হোসেনের ছেলে। স্থানীয়রা জানান, সন্ধ্যার সময় বাড়ির পাশের আম বাগানে মায়ের সাথে আম কুড়াতে গিয়েছিলেন মো. মিজান। এ সময় হঠাৎ ঝড়ো হাওয়ার সঙ্গে বজ্রপাত হলে মাটিতে লুটিয়ে পড়েন তিনি। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ২৫০ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতালে নিয়ে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। প্রয়োজনীয় আইনী ব্যবস্থাগ্রহণ শেষে পরিবারের আবেদনের প্রেক্ষিতে স্বজনদের কাছে মরদেহ হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছেন চাঁপাইনবাবগঞ্জ সদর থানার ওসি মতিউর রহমান। এ ব্যাপারে একটি অপমৃত্যু মামলা হয়েছে।

চাঁপাইনবাবগঞ্জে বাল্যবিবাহ এবং শিশুদের প্রতি সহিংসতা বন্ধ করার বিষয়ে স্থানীয় জনপ্রতিনিধি প্রভাববিস্তারকারী স্টেকহোল্ডার-অংশীজনদের সাথে সংলাপ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

চাঁপাইনবাবগঞ্জে বাল্যবিবাহ এবং শিশুদের প্রতি সহিংসতা বন্ধ করার বিষয়ে; স্থানীয় জনপ্রতিনিধি প্রভাববিস্তারকারী স্টেকহোল্ডার-অংশীজনদের সাথে সংলাপ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত আজ সকালে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার আমনুরা মিশন মাঠে “বাল্যবিবাহ এবং শিশুদের প্রতি সহিংসতা বন্ধ করার বিষয়ে স্থানীয় জনপ্রতিনিধি প্রভাববিস্তারকারী স্টেকহোল্ডার-অংশীজনদের সাথে সংলাপ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এনএজিআর-ন্যাশনাল এজেন্সি ফর গ্রিণ রিভ্যুলেশন সংস্থার নির্বাহী পরিচালক স্টেফান সরেন এর সভাপতিত্বে এই সংলাপ ও মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা সমাজসেবা কর্মকর্তা কাঞ্চন কুমার দাস, ইউনিসেফ স্ট্রেংদেনিং সোশাল এন্ড বিহেভিয়ার চেঞ্জ প্রকল্পের প্রোগ্রাম অফিসার উত্তম মন্ডল, আমনুরা আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ কুদরত-ই-খুদা, ৩নং ঝিলিম ইউপি মেম্বার ও প্যানেল চেয়ারম্যান মোঃ মাসুদ পারভেজ, মহিলা মেম্বার মোসাঃ জোহরা বেগম, ও মেম্বার মোঃ বাদশা, এফএইচ এসোশিয়েশন চাঁপাইনবাবগঞ্জ এরিয়া ম্যানেজার রিপন কিস্কু প্রমুখ।   সংলাপ ও মতবিনিময় সভায় ৩নং ঝিলিম ইউনিয়ন পরিষদের ছয়টি গ্রামের দেড়শতাধিক স্থানীয় জনগণ অংশগ্রহন করেন। সংলাপ ও মতবিনিময়ে স্থানীয় জনগন সমাজসেবা কর্মকর্তার কাছে তাদের বিধবা ভাতা, দুঃস্থ ও অসহায়দের বিভিন্ন সুবিধা এবং দরিদ্র আদিবাসী শিক্ষার্থীদের বিভিন্ন সুযোগ সুবিধা কিভাবে পাওয়া যায় সে সম্পর্কে কথা বলেন। এছাড়াও সদর উপজেলা সমাজসেবা কর্মকর্তার কাছে তাদের বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন। সভায় প্রধান অতিথি কাঞ্চন কুমার দাস একজন বিধবা দুস্থ মাতা ও একজন প্রতিবন্ধি বয়স্ক মহিলাকে তাদের সমস্যার কথা শুনে আশু ভাতা প্রদানের সুযোগ করে দেওয়ার জন্য আশ্বাস দেন। এছাড়াও তিনি সকলকে বাল্যবিবাহ বন্ধ এবং শিশুর প্রতি সহিংসতা রোধ করার জন্য শপথ করান। এই “বাল্যবিবাহ এবং শিশুদের প্রতি সহিংসতা বন্ধ করার বিষয়ে স্থানীয় জনপ্রতিনিধি প্রভাববিস্তারকারী স্টেকহোল্ডার/অংশীজনদের সাথে সংলাপ ও মতবিনিময় সভাটি চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা সমাজসেবা, এনএজিআর – ন্যাশনাল গ্রিণ রিভ্যুলেশন সংস্থা, ও ইউনিসেফ স্ট্রেংদেনিং সোশাল এন্ড বিহেভিয়ার চেঞ্জ প্রকল্পের এবং ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর যৌথ আয়োজনে সম্পন্ন হয়। এনএজিআর প্রোগ্রাম ম্যানেজার প্রদীপ হেমব্রমের সঞ্চালনা এই মতবিনিময় সভায় আরও অংশগ্রহন করেন শিক্ষক, শিক্ষার্থী, স্থানীয় জন প্রতিনিধিসহ বিভিন্ন পেশা শ্রেণির জনগণ ।

চাঁপাইনবাবগঞ্জে রাজশাহী-ঢাকা পর্যন্ত চলা ৪ আন্ত:নগর ট্রেনের রুট চাঁপাইনবাবগঞ্জ পর্যন্ত বর্ধিত করার দাবিতে; পরপর দুদিন রেলপথ অবরোধের ডাক

চাঁপাইনবাবগঞ্জে রাজশাহী-ঢাকা পর্যন্ত চলা ৪ আন্ত:নগর ট্রেনের রুট চাঁপাইনবাবগঞ্জ পর্যন্ত বর্ধিত করার দাবিতে; পরপর দুদিন রেলপথ অবরোধের ডাক রাজশাহী-ঢাকা পর্যন্ত চলাচলকারী ৪টি আন্ত:নগর ট্রেন সিল্কসিটি, পদ্মা, ধুমকেতু ও মধুমতি’র রুট চাঁপাইনবাবগঞ্জ পর্যন্ত বর্ধিত করার দাবিতে রেলপথ অবরোধ, চাঁপাইনবাবগঞ্জ রেলওয়ে স্টেশন প্ল্যাটফর্মে মানববন্ধন, অবস্থান ও জেলা প্রশাসককে স্মারককলিপি প্রদান কর্মসূচী’র ডাক দিয়েছে দুটি সংগঠন। সংগঠন দুটি হচ্ছে সুশাসনের জন্য নাগরিক-সুজন এর জেলা শাখা এবং চাঁপাইনবাবগঞ্জ জেলা সমিতি,ঢাকা। আগামীকাল সুজন এবং পরদিন ১৫ মে বৃহস্পতিবার চাঁপাইনবাবগঞ্জ জেলা সমিতি, ঢাকা পরপর দুদিন নিজ নিজ কর্মসূচী পালন করবে বলে জানিয়েছেন দুই সংগঠনের নেতৃবৃন্দ। ফলে পরপর দুদিন চাঁপাইনবাবগঞ্জে রেলপথ অবরোধ করা হবে। বিভিন্ন সংগঠন, মহল সহ নানা শ্রেণী পেশার সাধারণ মানুষও এসব কর্মসূচীতে সাড়া দিয়েছে। কর্মসূচী সফল করতে অনুষ্ঠিত হয়েছে সংবাদ সম্মেলন,চলছে মাইকিং, গণসংযোগ, মতবিনিময় সভা এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক প্রচারণা। নেতৃবৃন্দ বলছেন, বর্তমানে ঢাকা থেকে রাজশাহী পর্যন্ত চলাচলকারী পাঁচটি আন্ত:নগর ট্রেনের মধ্যে একমাত্র বনলতা চাঁপাইনবাবগঞ্জ পর্যন্ত চলে। অথচ নাগরিক কমিটি সহ বিভিন্ন মহল দীর্ঘদিন থেকে সকল ট্রেনই চাঁপাইনবাবগঞ্জ থেকে চালাানোর দাবিতে আন্দোলন করছে। অথচ দাবিটি পূরণ না হওয়ায় ২৫ লক্ষাধিক জনসংখ্যার জেলাবাসীকে বিভিন্ন দূর্ভোগ পোহাতে হচ্ছে। আম সহ বিভিন্ন দিকে সমৃদ্ধ ও সম্ভাবনার জেলাবাসী নিরাপদ আধুনিক যোগাযোগ সেবা থেকে বঞ্চিত হচ্ছে। আজ এক সংবাদ সম্মেলনে আগামীকাল কর্মসূচীর ব্যাপারে সুজন জেলা সম্পাদক মনোয়ার হোসেন বলেন, গত ৭ মে সুজন সকল ট্রেন চালুসহ ৮ দফা দাবিতে মানবন্ধন ও স্মারকলিপি প্রদান কর্মসূচী পালন করে। দাবি পূরণে দেয়া হয় ৭ দিনের আল্টিমেটাম। কিন্তু এ ব্যাপারে সংশ্লিস্ট কর্তৃপক্ষের সুনিদিষ্ট আশ^াস না মেলায় পূর্বঘোষিত কর্মসূচী অনুযায়ী আগামীকাল সকাল সাড়ে ৯টায় রেল স্টেশনে মানববন্ধন ও রেলপথ অবরোধ কর্মসূচী পালন করা হবে। এদিকে, চাঁপাইনবাবগঞ্জ জেলা সমিতি,ঢাকার সাধারণ সম্পাদক এড. দেলোয়ার হোসেন বলেন, ঢাকা থেকে রাজশাহী পর্যন্ত চলা সকল আন্ত:নগর ট্রেনের রুট চাঁপাইনবাবগঞ্জ পর্যন্ত বর্ধিত করার দাবিতে রেলওয়ে ষ্টেশনে অবস্থান,শান্তিপূর্ণ রেলপথ অবরোধ ও জেলা প্রশাসককে স্মারলিপি প্রদান কর্মসূচীর ব্যাপারে আগামীকাল দুপুরে চাঁপাইনবাবগঞ্জের সাংবাদিকদের সাথে মতবিনিময় করা হবে। পরে ১৫ মে বৃহস্পতিবার সকাল ১০টায় কর্মসূচী পালন করা হবে।

প্রফেসর এলতাসউদ্দিন আর নেই

প্রফেসর এলতাসউদ্দিন আর নেই দেশের প্রথিতযশা শিক্ষাবিদ, গবেষক, লেখক প্রফেসর মুহম্মদ এলতাসউদ্দিন ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহে ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। রবিবার বেলা ১২টা ৫ মিনিটে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯৫ বছর। মরহুমের ইচ্ছে অনুযায়ী গ্রামের বাড়ি চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার চাঁদলাই গ্রামে বাবার কবরের পাশে দাফন করা হবে বলে পরিবার সূত্রে জানা গেছে। মরহুমের ছেলে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ফিশারিজ ডিপার্টেমেন্টের প্রফেসর মো. আফজাল হোসাইন জানান, আজ রবিবার বাদ এশার বনানী চেয়ারম্যানবাড়ী জামে মসজিদে প্রথম জানাজা, আগামীকাল সোমবার সকাল ৯টায় রাজশাহী টিটি কলেজ মসজিদে দ্বিতীয় জানাজা এবং চাঁপাইনবাবগঞ্জস্থ চাঁদলাই গ্রামে বড় মসজিদ প্রাঙ্গণে বাদ জোহর তৃতীয় জানাজা শেষে তাঁর দাফন সম্পন্ন হবে। ১৯৩১ সালে চাঁপাইনবাবগঞ্জ শহরের চাঁদলাই গ্রামে সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহণ করেন এলতাসউদ্দিন। তাঁর পিতা এসাহাক মন্ডল ও মা আফরোজা বেগম। ১৯৪৮ সালে ম্যাট্রিকুলেশন পরীক্ষায় প্রথম বিভাগে প্রথম হন তিনি।