01713248557

শিবগঞ্জে জোড়া খুনের মামলায় গ্রেপ্তার আরও ৪; ৫দিনের রিমান্ড আবেদন

শিবগঞ্জে জোড়া খুনের মামলায় গ্রেপ্তার আরও ৪; ৫দিনের রিমান্ড আবেদন   শিবগঞ্জে প্রতিপক্ষের গুলি,ককটেল ও ধারাল অস্ত্রের হামলায় গত ২৫ জুন জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান আব্দুস সালাম ও তার বন্ধু নয়ালাভাঙ্গা ইউনিয়নের হরিনগর উচ্চ বিদ্যালয়ের  সহকারী শিক্ষক আব্দুল মতিনকে হত্যা মামলায় আরও ৪ জন গ্রেপ্তার হয়েছে। গতকাল রাতে জেলার নাচোল উপজেলার ফতেপুর ইউনিয়নের শ্যামপুর গ্রামের একটি পেয়ারা বাগান হতে এজাহারনামীয় আসামী  ও শিবগঞ্জের নয়ালাভাঙ্গা ইউনিয়নের আবুল হোসেনের ছেলে. বাবুল ঝাপড়া ওরফে বাবু, একই এলাকার মৃত কাবির ঝাপড়ার ছেলে রুহল আমিন ঝাপড়া এবং আসামী তাবজুর হোসেনের ছেলে আব্দুল মান্নানকে গ্রেপ্তার করা হয়। এছাড়া  ঐ রাতে অপর আসামী আখতারুজ্জামানের ছেলে ওসমান আলীকে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়। আজ বিকেলে গ্রেপ্তার ৪ জনকে আদালতে পাঠানো হয়েছে। এ নিয়ে ওই মামলায় এ পর্যন্ত ৪ জন এজাহারনামীয়সহ ৬ জনকে গ্রেপ্তার করল পুলিশ। গ্রেপ্তারকৃতদের ৫ দিনের রিমান্ড আবেদন করা হয়েছে। মামলার তদন্ত কর্মকর্তা(আইও) ও শিবগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) সুকোমল চন্দ্র দেবনাথ বলেন, গত ২৭জুন রাতে রানীহাটীতে ওই ঘটনার পরদিন শিবগঞ্জ থানায় মামলা করেন নিহত সালামের স্ত্রী ফেরদৌসী বেগম। এরপর থেকেই পুলিশের একাধিক দল গ্রেপ্তার অভিযান চালাচ্ছে।  

ভোলাহাটে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ

ভোলাহাটে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ ভোলাহাটে ২০২৩-২৪ অর্থ বছরে খরিফ-২ মৌসুমে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায়, রোপা আমন ধানের (উফশী) আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষে ক্ষুদ্র ও পান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়। আজ উপজেলা কৃষি অধিদপ্তরের আয়োজনে উপজেলা কৃষি অফিস চত্বরে ভোলাহাট উপজেলা নির্বাহী অফিসার তাহমিদা আক্তারের সভাপতিত্বে, অনুষ্ঠানে স্থানীয় সংসদ সদস্য মু. জিয়াউর রহমান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সার ও বীজ বিতরন করেন। এতে স্বাগত বক্তব্য দেন, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ সুলতান আলী। আলোচনা সভায় অন্যান্যের মধ্যে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান কামাল উদ্দিন, মহিলা ভাইস চেয়ারম্যান শাহাজাদী বিশ্বাস, গোহালবাড়ী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ইয়াসিন আলী শাহ, চাঁপাইনবাবগঞ্জ জেলা আওয়ামীলীগের সভাপতি আব্দুল খালেক। এ সময় উপজেলার ৪ টি ইউনিয়নের ৪’শ জন কৃষকের মাঝে ৫ কেজি ধানের বীজ, ১০কেজি ডিএপি, ১০কেজি এমওপি বিনামূল্যে দেয়া হয়।

চাঁপাইনবাবগঞ্জে সাঁওতাল বিদ্রোহ দিবস পালিত

চাঁপাইনবাবগঞ্জে সাঁওতাল বিদ্রোহ দিবস পালিত চাঁপাইনবাবগঞ্জে ১৬৯তম সাঁওতাল বিদ্রোহ দিবস উপলক্ষে র‌্যালি, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান রবিবার অনুষ্ঠিত হয়েছে। একই অনুষ্ঠানে ৮০ জন আদিবাসী শিক্ষার্থীর মধ্যে সরকারি উপবৃত্তি ও ৭ জন আদিবাসী শিক্ষার্থীকে বাইসাইকেল দেয়া হয়েছে। দিনব্যাপী সদর উপজেলার গোবরাতলা ইউনিয়নের দেলবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে এসব অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সদর উপজেলার গ্রাম উন্নয়ন সংগঠনের সভাপতি মি. কর্নেলিউস মুরমুর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান নাসরিন আখতার, চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা নির্বাহী অফিসারের প্রতিনিধি ও প্রশাসনিক কর্মকর্তা আব্দুল অহাব, গোবরাতলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রবিউল ইসলাম টিপু, উত্তরবঙ্গ আদিবাসী ফোরাম কেন্দ্রীয় কমিটির সভাপতি মি. হিংগু মুরমু, উত্তরবঙ্গ আদিবাসী ফোরাম চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার সভাপতি মি. লুইস টুডু, আমারক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মি. মদন হাসদা, নারী নেত্রী অলকা সরেন ও এসআইএল ইন্টারন্যাশনাল বাংলাদেশ’র চাঁপাইনবাবগঞ্জ এরিয়া ম্যানেজার নিকোলাস মুরমু। আলোচনা সভায় আদিবাসীদের প্রধান সমস্যা সংবলিত স্মারকলিপি জেলা প্রশাসক বরাবরে সদর উপজেলা নির্বাহী অফিসারের মাধ্যমে প্রেরণের জন্য সদর উপজেলা প্রশাসনিক কর্মকর্তা আব্দুল অহাবের কাছে জমা দেয়া হয়। এসআইএল বাংলাদেশ’র সহযোগিতায় দিনব্যাপী এসব কর্মসূচির আয়োজন করে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার গ্রাম উন্নয়ন সংগঠনের নেতৃবৃন্দ। কর্মসূচিতে সদর উপজেলার গোবরাতলা, বালিয়াডাঙ্গা ও ঝিলিম ইউনিয়নের ক্ষুদ্র নৃগোষ্ঠীর শিক্ষার্থী, অভিভাবক ও নেতৃবৃন্দ অংশ নেন।

চাঁপাইনবাবগঞ্জে ছয়জন পেলেন শুদ্ধাচার পুরস্কার

চাঁপাইনবাবগঞ্জে ছয়জন পেলেন শুদ্ধাচার পুরস্কার ‘সোনার বাংলা গড়ার প্রত্যয় : জাতীয় শুদ্ধাচার কৌশল’- এই প্রতিপাদ্যে চাঁপাইনবাবগঞ্জে শুদ্ধাচার পুরস্কার প্রদান অনুষ্ঠান রবিবার অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসনের আয়োজনে ছয়জনকে এই পুরস্কার প্রদান করা হয়েছে। জেলা প্রশাসনের আইসিটি ল্যাবে অনুষ্ঠিত পুরস্কার প্রদান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক এ কে এম গালিভ খাঁন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেনÑ স্থানীয় সরকার, চাঁপাইনবাবগঞ্জের উপপরিচালক দেবেন্দ্র নাথ উরাঁও; অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আহমেদ মাহবুব-উল-ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আসিফ আহমেদ, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) পাপিয়া সুলতানা। শুদ্ধাচার পুরস্কারপ্রাপ্তরা হলেন- অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আহমেদ মাহবুব-উল-ইসলাম, সদর উপজেলা নির্বাহী অফিসার মোছা. তাছমিনা খাতুন, নাচোল উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ের অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক মো. কাওসার জামান, জেলা প্রশাসকের কার্যালয়ের শিক্ষা ও কল্যাণ শাখার অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক মো. আব্দুর রহমান, নেজারত শাখার প্রসেস সার্ভার মো. মজিবুর রহমান, ভোলাহাট উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ের প্রসেস সার্ভার মোহা. জয়নাল আবেদীন জনি। এছাড়াও জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসারগণের মধ্যে ২০২৪-২৫ অর্থবছরের জন্য বার্ষিক কর্মসম্পাদন চুক্তি (এপিএ) এবং অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) ও সহকারী কমিশনার (ভূমি)গণের মধ্যে ২০২৪-২৫ অর্থবছরের জন্য বার্ষিক কর্মসম্পাদন চুক্তি স্বাক্ষরিত হয়েছে। জেলা প্রশাসন এসব অনুষ্ঠানের আয়োজন করে।

চাঁপাইনবাবঞ্জে পৃথক হত্যা ও অস্ত্র মামলায় ২ জনের যাবজ্জীবন চাঁপাইনবাবগঞ্জে দুটি পৃথক হত্যা ও অস্ত্র মামলায় নাসিম আলী ও জাহিরুল ইসলাম নামে দুজনকে যাবজ্জীবন কারাদন্ডের আদেশ দিয়েছে আদালত। সেই সাথে হত্যা মামলায় নাসিমকে ৫০ হাজার টাকা অর্থদন্ড অনাদায়ে আরও ২ বছর বিনাশ্রম কারাদন্ডের আদেশ দেয় আদালত। অপরদিকে অস্ত্র মামলায় জাহিরুলকে পৃথক অপর এক ধারায় আরও ৭ বছর কারাদন্ডের আদেশ দেয় আদালত। আদেশে উল্লেখ করা হয় জাহিরুলকে যাবজ্জীবন দন্ড ভোগের পর ৭ বছর দন্ড ভোগ করতে হবে। আজ চাঁপাইনবাবগঞ্জের সিনিয়র দায়রা জজ হিসেবে হত্যা মামলার ও সিনিয়র ষ্পেশাল ট্রাইবুনাল-১ এর বিচারক হিসেবে অস্ত্র মামলার রায় ঘোষণা করেন মোহা: আদীব আলী। এ সময় উভয় আসামী অনুপস্থিত(পলাতক) ছিলেন। হত্যা মামলায় দন্ডিত নাসিম জেলার শিবগঞ্জ উপজেলার তর্তিপুর আলীডাঙ্গা গ্রামের মো. সেসরুলের ছেলে। হত্যার শিকার রংমিস্ত্রী জিয়াউর রহমান টকিন তর্তিপুরের মানিরুল ইসলামের ছেলে। অস্ত্র মামলায় দন্ডিত জাহিরুল জেলার গোমস্তাপুর উপজেলার চৌডালা ইউনিয়নের নন্দলালপুর গ্রামের সাদিকুল ইসলাম কুলুর ছেলে। রাষ্টপক্ষের আইনজীবী(পিপি) নাজমুল আজম হত্যা মামলার ব্যাপারে বলেন, ২০১৭ সালের ৮ সেপ্টেম্বর রাতে মোবাইল কেড়ে নেবার জন্য বাড়ির নিকটে টকিনকে লঠি দিয়ে পিটিয়ে হত্যা করে নাসিম ও তার এক কিশোর সহযোগি। এ ঘটনায় পরদিন শিবগঞ্জ থানায় অজ্ঞাতনামাদের আসামী করে মামলা করেন টকিনের পিতা মানিরুল ইসলাম। মামলার তদন্ত কর্মকর্তা ও জেলা গোয়েন্দা পুলিশের তৎকালীন উপ-পরিদর্শক আবু আবদুল্লাহ জাহিদ ২০১৭ সালের ৩১ অক্টোবর ওই দুজনকে অভিযুক্ত করে আদালতে র্চার্জশীট দাখিল করেন। ১৮ জনের সাক্ষ্য, প্রমাণ ও শুনানী শেষে আদালত রবিবার নাসিমকে দোষি সাব্যস্ত করে সাজা প্রদান করেন। মামলার কিশোর আসামীর বিচার শিশু আদালতে চলছে। আসামীপক্ষে মামলা পরিচালনা করেন এড. শফিক এনায়েতুল্লাহ। অস্ত্র মামলার ব্যাপারে পিপি বলেন, ২০২২ সালের ৩১ মে রাতে চাঁপাইনবাবগঞ্জ র‌্যাব ক্যাম্পের অভিযানে ২টি পিস্তল, ২টি ম্যাগজিন ও ৬ রাউন্ড গুলিসহ গোমস্তাপুরের বোয়ালিয়া ইউনিয়নের সড়গ্রাম বালিকা বিদ্যালয় এলাকা থেকে জাহিরুল গ্রেপ্তার হয়। এ ঘটনায় পরদিন গোমস্তাপুর থানায় র‌্যাবের তৎকালীন উপ-পরিদর্শক আকরামুল হক জাহিরুলকে একমাত্র আসামী করে মামলা করেন। মামলার তদন্ত কর্মকর্তা ও গোমস্তাপুর থানার ওসি দিলীপ কুমার দাস ২০২২ সালের ৩০ জুন বিক্রির উদ্দেশ্যে বেআইনি অস্ত্র হেফাজতে রাখায় একমাত্র জাহিরুলকে অভিযুক্ত করে আদালতে চার্জশীট দাখিল করেন। ৯ জনের সাক্ষ্য,প্রমাণ ও শুনানী শেষে আদালত জাহিরুলকে দোষি সাব্যস্ত করে সাজা দেন । আসামী পক্ষে মামলা পরিচালনা করেন এড. রেজাউল আহসান রহিম।

রেডিও মহানন্দার উপদেষ্টা কমিটির সভা অনুষ্ঠিত রেডিও মহানন্দা ৯৮.৮ এফএম এর উপদেষ্টা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। আজ সকালে সদর উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ের সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত সংশোধিত কমিউনিটি রেডিও স্থাপন, সম্প্রচার ও পরিচালনা নীতিমালা-২০২২ এর আওতায় অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন- সদর উপজেলা নির্বাহী অফিসার ও রেডিও মহানন্দার উপদেষ্টা কমিটির সভাপতি তাছমিনা খাতুন। সভায় আরো উপস্থিত ছিলেন- সদর উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান তোসিকুল আলম বাবুল, সদর মডেল থানার পুলিশ পরিদর্শক-তদন্ত এসএম নুরুল কাদির সৈকত, সহকারী উপজেলা শিক্ষা অফিসার মো. আব্দুল লতিফ, জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক সাহিদা আক্তার, সদর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর স্যানিটারী ইন্সপেক্টর তাজকেরাতন নেসা, চাঁপাইনবাবগঞ্জ চেম্বার অব কমার্সের সাবেক পরিচালক মো. শহীদুল ইসলাম শহীদ, সহকারী উপজেলা যুব উন্নয়ন অফিসার মোহা: সালেহউদ্দীন, এবং জেলা তথ্য অফিসের প্রতিনিধ অলিউল ইসলামসহ অন্যরা। এসময় আরো উপস্থিত ছিলেন, প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটির প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক এবং রেডিও মহানন্দার প্রধান নির্বাহী কর্মকর্তা হাসিব হোসেন, রেডিও মহানন্দার উপদেষ্টা কমিটির সদস্য সচিব ও স্টেশন ম্যানেজার আলেয়া ফেরদৌস, প্রযোজক(অনুষ্ঠান ও খবর) নয়ন আলী, সহকারি টেকনিক্যাল অফিসার শাহরিয়ার শিমুল ও সহকারী প্রযোজক(অনুষ্ঠান ও খবর)উম্মে আয়েশা সিদ্দিকা। সভায় মানব পাচার প্রতিরোধ, মাদকাসক্তের কুফল, বাল্যবিয়ে বন্ধসহ অন্যান্য বিষয়ে অনুষ্ঠান নির্মানের উপর গুরুত্বারোপ করা হয়। এছাড়াও শিক্ষামূলক ভিডিও কন্টেন্ট, নাটক ও গম্ভীরার মাধ্যমে সচেতনতামূলক বার্তা সম্প্রচারের বিষয়ে আলোচনা করা হয়।

শিবগঞ্জে জোড়া খুনের ঘটনায় বায়ান্ন জনের নাম উল্লেখ করে মামলা, দুজন গ্রেপ্তার

শিবগঞ্জে জোড়া খুনের ঘটনায় বায়ান্ন জনের নাম উল্লেখ করে মামলা, দুজন গ্রেপ্তার চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার রানীহাটিতে দুর্বৃত্তদের হামলায় জেলা পরিষদ সদস্য ও নয়ালাভাঙ্গা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুস সালাম এবং স্কুলশিক্ষক আব্দুল মতিন নিহতের ঘটনায় ৫২ জনকে আসামি করে মামলা দায়ের করা হয়েছে। দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত শুক্রবার রাতে মামলাটি দায়ের করেন নিহত আব্দুস সালামের স্ত্রী ফেরদৌসী বেগম। মামলার প্রধান আসামি করা হয়েছে নয়ালাভাঙ্গা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও শিবগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সভাপতি আশরাফুল হককে। গ্রেপ্তার দুজন হলেনÑ মামলার প্রধান আসামি আশরাফুল হকের স্ত্রী আনোয়ারা বেগম আম্বিয়া (৪৫) ও ঘোড়াপাখিয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. আশরাফুল হক। শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) সাজ্জাদ হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, জেলা পরিষদ সদস্য আব্দুস সালাম ও স্কুলশিক্ষক আব্দুল মতিন হত্যার ঘটনায় ৫২ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরো ২০-২৫ জনকে আসামি করে মামলা দায়ের করা হয়েছে। মামলাটি দায়ের করেন নিহত আব্দুস সালামের স্ত্রী ফেরদৌসী বেগম। মামলায় নয়ালাভাঙ্গা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আশরাফুল হককে প্রধান আসামি করা হয়েছে। শিবগঞ্জ থানা ও ডিবি পুলিশের যৌথ অভিযানে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। বাকি আসামিদের ধরতে অভিযান চলছে। উল্লেখ্য, গত বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে শিবগঞ্জ উপজেলার রানীহাটি কলেজের সামনে সঙ্গীদের নিয়ে বসে থাকা অবস্থায় দুর্বৃত্তদের হামলায় নিহত হন জেলা পরিষদ সদস্য ও নয়ালাভাঙ্গা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুস সালাম। এসময় গুরুতর আহতাবস্থায় হাসপাতালে নেয়ার পথে মারা যান হরিনগর উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক আব্দুল মতিন। এঘটনায় আহত হন আরো দুজন।

গোদাগাড়ীতে র‌্যাবের অভিযান: প্রায় দুই কেজি হেরোইনসহ গ্রেপ্তার ১

গোদাগাড়ীতে র‌্যাবের অভিযান: প্রায় দুই কেজি হেরোইনসহ গ্রেপ্তার ১ র‌্যাব-৫, চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের সদস্যরা অভিযান চালিয়ে প্রায় দুই কেজি হেরোইনসহ একজনকে গ্রেপ্তার করেছেন। গ্রেপ্তার হওয়া ব্যক্তি জেলার নাচোল উপজেলার খলশি বাজার এলাকার মো. নজরুল ইসলামের ছেলে মো. জাহাঙ্গীর (২৫)। শনিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে র‌্যাব এই তথ্য জানিয়েছে। র‌্যাব-আরো জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাবের একটি দল গত শুক্রবার রাত ৯টায় রাজশাহীর গোদাগাড়ী উপজেলার চাঁপাইনবাবগঞ্জ-রাজশাহী মহাসড়কের ডাইংপাড়া এলাকায় মাদকবিরোধী অভিযান চালায়। এসময় সেখানে একটি অটোগাড়ি তল্লাশি করে ১ কেজি ৮৯৪ গ্রাম হেরোইনসহ মো. জাহাঙ্গীরকে গ্রেপ্তার করা হয়। এ ব্যাপারে রাজশাহী জেলার গোদাগাড়ী থানায় একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে বলে র‌্যাব জানায়।

চাঁপাইনবাবগঞ্জে তৃতীয় জেলা কাব হলিডেতে কাবদের মিলনমেলা

চাঁপাইনবাবগঞ্জে তৃতীয় জেলা কাব হলিডেতে কাবদের মিলনমেলা চাঁপাইনবাবগঞ্জে তৃতীয় জেলা কাব হলিডে অনুষ্ঠিত হয়েছে। এতে জেলার ৪০টি শিক্ষাপ্রতিষ্ঠানের ২৫০ কাব সদস্য অংশগ্রহণ করেন।  শনিবার সকালে শহরের নামোশংকরবাটী উচ্চ বিদ্যালয়ে এ আয়োজনের উদ্বোধন করেন সদর উপজেলা নির্বাহী অফিসার মোছা. তাছমিনা খাতুন। নামোশংকরবাটী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আসলাম কবীরের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য দেনÑ নামোশংকরবাটী উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মোহা. মার্শাল, চাঁপাইনবাবগঞ্জ জেলা স্কাউটস সম্পাদক গোলাম রশিদ। এছাড়া জেলা স্কাউটস সহকারী কমিশনার আসরাফুল আম্বিয়া সাগর, রিনা আখতার জাহান, নুরুল ইসলাম, সদর উপজেলা সম্পাদক গোলাম সারওয়ার, উপজেলা কাব লিডার রকিব উদ্দিন আহমেদসহ অন্যরা উপস্থিত ছিলেন। দিনব্যাপী আয়োজনে শিক্ষার্থীরা আনন্দের সঙ্গে কাবিং কার্যক্রমে অংশ নিয়ে তাদের দক্ষতা অর্জন করেন; যা তাদের আগামী শাপলা অ্যাওয়ার্ড অর্জনে ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেন আয়োজকরা।

ডিএনসির অভিযান: শিবগঞ্জে ফেনসিডিলসহ দুজন আটক

ডিএনসির অভিযান: শিবগঞ্জে ফেনসিডিলসহ দুজন আটক চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার উজিরপুর ইউনিয়নের ছত্রাজিতপুর টাওয়ারপাড়া এলাকায় মাদকবিরোধী অভিযান চালিয়েছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, চাঁপাইনবাবগঞ্জ জেলা কার্যালয়ের সদস্যরা। অভিযানে ১০০ বোতল ফেনসিডিলসহ দুজনকে আটক করা হয়। সংস্থাটির জেলা কার্যালয়ের ক-সার্কেলের পরিদর্শক মো. ইলিয়াস হোসেন তালুকদার জানান, আজ শনিবার বিকেল ৩টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে ছত্রাজিতপুর টাওয়ারপাড়ায় অভিযান চালানো হয়। এসময় মো. লালচাঁন আলী (৩৪) ও উত্তর উজিরপুর এলাকার মো. নাইমুল হক (৫৮)’র বাড়ি হতে ১০০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। এ ঘটনায় টাওয়ারপাড়ার মো. রুস্তম আলীর ছেলে মো. লালচাঁন আলী ও উত্তর উজিরপুর গ্রামের মৃত মহসিন আলীর ছেলে মো. নাইমুল হককে আটক করা হয়। তাদের বিরুদ্ধে শিবগঞ্জ থানায় পৃথক ২টি মামলা দায়েরের প্রস্তুতি চলছে জানান ইলিয়াস হোসেন তালুকদার।