01713248557

চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার ৩টি ওয়ার্ডে ৪টি সিসি রাস্তা নির্মাণের উদ্বোধন

চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার ৩টি ওয়ার্ডে ৪টি সিসি রাস্তা নির্মাণের উদ্বোধন চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার ৩, ৪ ও ৭ নম্বর ওয়ার্ডে ২০২৩-২০২৪ অর্থ বছরে উপজেলা উন্নয়ন সহায়তা তহবিল খাতে বরাদ্দকৃত প্রকল্পের আওতায় ৪টি সিসি রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে। আজ সকালে এর উদ্বোধন করেন চাঁপাইনবাবগঞ্জ সদর আসনের সংসদ সদস্য আব্দুল ওদুদ। এসময় উপস্থিত ছিলেন ৭নং ওয়ার্ডের কাউন্সিলর নুরুল ইসলাম মিনহাজ, চাঁপাইনবাবগঞ্জ জেলা ঠিকাদার সমিতির সাবেক সাধারণ সম্পাদক ও বিশিষ্ট ব্যবসায়ী রুহুল আমিন রাসেলসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা। রাস্তা ৪টি হচ্ছে ৩ নম্বর ওয়ার্ডের গাবতলা মহল্লায় ২ টি রাস্তা, ৩ নম্বর ওয়ার্ডের ঢাবপাড়া মহল্লায় ১টি ও ৭ নম্বর ওয়ার্ডের নামোরাজরামপুর হালুয়াবান্দা মহল্লায় ১টি। রাস্তাগুলো নির্মাণের ফলে ওইসব এলাকার বাসিন্দাদের দুর্ভোগ লাঘব হবে। এই চারটি রাস্তা নির্মাণে ব্যয় হবে আনুমনিক ২০ লক্ষ ৫০ হাজার টাকা।

সদর উপজেলায় টাকা ও হেরোইনসহ আটক ১

সদর উপজেলায় টাকা ও হেরোইনসহ আটক ১ সদর উপজেলায় পদ্মার দূর্গম চরে মাটির নীচে পুঁতে রাখা ২ কেজি হেরোইন ও নগদ ৫৩ হাজার টাকাসহ এক যুবককে আটক করেছে র‌্যাব। আটকব্যক্তি সদর উপজেলার মধ্যচর রুবেলপাড়া গ্রামের মনিরুল ইসলামের ছেলে কবির। র‌্যাবের পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, নিজবাড়িতে মাদকদ্রব্য বিক্রির উদ্যেশ্যে মজুদ আছে এমন সংবাদের ভিত্তিতে আজ সকালে রুবেলপাড়া গ্রামে অভিযান চালনো হয়। অভিযান চালিয়ে কবিরের বাড়ির আঙ্গিনায় খড়ের স্তুপের নীচ থেকে ওই হেরোইন উদ্ধার হয়। এ ঘটনায় চাঁপাইনবাবগঞ্জ সদর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

চাঁপাইনবাবগঞ্জে সংঘবদ্ধ ধর্ষণের পর হত্যা ও মরদেহ গুমের দায়ে ২ জনের যাবজ্জীবন চাঁপাইনবাবগঞ্জে সেমালী খাতুন ওরফে কান্দুনী নামে এক নারীকে একাধিকবার সংঘবদ্ধ ধর্ষণ, ধর্ষণ শেষে ধারাল অস্ত্র দিয়ে গলা কেটে বিচ্ছিন্ন করে হত্যা ও হত্যার পর, মরদেহ গুমের অভিযোগে দন্ডবিধি এবং নারী ও শিশু নির্যাতন দমন আইনে দায়েরকৃত একটি মামলায় ৩ জনকে যাবজ্জীবন কারাদন্ড, সেই সাথে দন্ডিত দু’জনকে ১ লক্ষ টাকা করে অর্থদন্ড ও একজনকে ১০ হাজার টাকা অর্থদন্ডের আদেশ দিয়েছে আদালত। আচ দুপুরে দুপুরে চাঁপাইনবাবগঞ্জের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনালের বিচারক-সিনিয়র জেলা ও দায়রা জজ নরেশ চন্দ্র সরকার আসামীদের উপস্থিতিতে আদেশ প্রদান করেন। দন্ডিতরা হলেন-চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলার বালুটুঙ্গী গ্রামের মৃত গামজাদের ছেলে জাক্কার, একই গ্রামের মৃত মিয়ারুদ্দীনের ছেলে মুনসুর আলীও মুশরীভুজা গ্রামের আব্দুল কারীমের ছেলে মফিদুল ইসলাম ওরফে সাহিরুল। এদের মধ্যে জাক্কার ও মফিদুলকে ১ লক্ষ টাকা এবং মুনসুরকে ১০ হাজার টাকা অর্থদন্ড করেন ট্রাইবুনাল। নিহত সেমালী ভোলাহাটের ঘাইবাড়ী গ্রামের এন্তাজ আলীর মেয়ে। মামলার বিবরণ ও আদালত সূত্রে জানা যায় এবং রাষ্ট্রপক্ষের আইনজীবী (ষ্পেশাল পিপি) এনামুল হক বলেন,২০২০ সালের ১৭ আগষ্ট সকালে ভোলাহাটের দলদলি ইউনিয়নের রাঙ্গামাইটা বিলে ঘাস কাটতে গিয়ে নিখোঁজ হন তালাক প্রাপ্তা সেমালী। পরদিন ১৮ আগষ্ট সকালে ওই বিলের ধানক্ষেতের ভেতর একটি আমগাছের নীচে তাঁর মস্তকবিহীন মরদেহ উদ্ধার হয়। মাথা পাওয়া যায় বেশ কয়েক গজ দূরে। এ ঘটনায় ওইদিন তাঁর মেয়ে ভোলাহাট থানায় অজ্ঞাতনামাদের আসামী করে মামলা করেন। মামলার তদন্ত কর্মকর্তা(আইও) ও ভোলাহাট থানার তৎকালীন পরিদর্শক আনোয়ার হোসেন ২০২০ সালের ৩১ ডিসেম্বর তদন্তে প্রাপ্ত ওই তিন আসামীকে অভিযুক্ত করে আদালতে চার্জশীট দাখিল করেন। ১৩ জনের সাক্ষ্য, প্রমাণ ও শুনানী শেষে ট্রাইবুনাল ওই ৩ জনকে দোষী সাব্যস্ত করে সাজা ঘোষণা করেন। আসামীপক্ষে মামলা পরিচালনা করেন এ্যাড. তসিকুল ইসলাম, আব্দুল বারীসহ অন্যরা।

চাঁপাইনবাবগঞ্জে হরিজন সম্প্রদয়ের মাঝে বেঞ্চ সরবরাহ ও অন্যান্য উপকরণ বিতরণ

চাঁপাইনবাবগঞ্জে হরিজন সম্প্রদয়ের মাঝে বেঞ্চ সরবরাহ ও অন্যান্য উপকরণ বিতরণ ২০২৩-২০২৪ অর্থবছরে উপজেলা উন্নয়ন সহায়তা তহবিল খাতে বরাদ্দকৃত প্রকল্পে চাঁপাইনবাবগঞ্জ কোর্ট বাগানের হরিজন সম্প্রদয়ের মধ্যে বেঞ্চ সরবরাহ ও আসবাবপত্রসহ বিভিন্ন উপকরণ বিতরণ করা হয়েছে। আজ বিকেলে রেলস্টেশন বস্তি এলাকায় এসব আসবাবপত্র ও অন্যান্য উপকরণ বিতরণ করেন, চাঁপাইনবাবগঞ্জ সদর-৩ আসনের সংসদ সদস্য আব্দুল ওদুদ। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর চাঁপাইনবাবগঞ্জ সদর এর আয়োজনে বিতরণ অনুষ্ঠানে অন্যানের মাঝে উপস্থিত ছিলেন, চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা প্রকৌশলী সাদরুল ইসলাম, সহকারী প্রকৌশলী আখতারুজ্জামান, চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক ও জেলা ঠিকাদার সমিতির সাবেক সাধারণ সম্পাদক রুহুল আমিন রাসেল। বিতরণ অনুষ্ঠান পূর্বে হরিজনদের বিভিন্ন সমস্যা নিয়ে বক্তব্য রাখেন, মুক্তা। বিভিন্ন উপকরনের মধ্যে ছিল বেঞ্চ, চেয়ার, ডেগচি, থালাবাসনসহ অন্যান্য উপকরণ।

নাচোলে সাওতাল বিদ্রোহ দিবসের ১৬৯ তম বার্ষিকী উদযাপন

  নাচোলে সাওতাল বিদ্রোহ দিবসের ১৬৯ তম বার্ষিকী উদযাপন   নাচোল উপজেলায় ঐতিহাসিক সাঁওতাল বিদ্রোহ দিবসের ১৬৯ তম বার্ষিকী উদযাপন হয়েছে। আজ বিকালে বৃষ্টি মাথায় নিয়ে নেজামপুর ইউনিয়নের ফুলকুঁড়ি গ্রামে ফুলকুঁড়ি আদিবাসী স্মৃতি সংঘের সহযোগিতায় নাচোল শাখা জাতীয় আদিবাসী পরিষদ  এ অনুষ্ঠান আয়োজন করে। দিবসটি উপলক্ষে আলোচনা সভা ও র‌্যালী অনুষ্ঠিত হয়। ফুলকুঁড়ি আদিবাসী স্মৃতি সংঘের কার্যালয়ে আদিবাসী নেতা টুনু পাহানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য দেন সুভাস চন্দ্র হেমব্রম, নরেশ হাসদা, স্মৃতি পাহান, ওয়াজেদ পারভেজ, জয়নাল আবেদীন, তরুন উরাওসহ অন্যরা। বিপুল সংখ্যক নারী-পুরষ সমাবেশে বক্তারা বলেন, ১৮৫৫ সালে বিট্রিশ সা¤্রাজ্যবাদী সরকারের শোষণের বিরুদ্ধে সাঁওতাল বিদ্রোহের মাধ্যমে যে সংগ্রাম শুরু হয়েছিল তা আজও চলছে। কাজেই সংগ্রামও চলবে। বিদ্রোহের অবিসংবদিত নেতা সিধু-কানুকে স্মরণ করে বক্তরা  আদিবাসী হিসাবে সাংবিধানিক স্বীকৃতি, সমতলের আদিবাসীদের জন্য পৃথক মন্ত্রণালয়, স্বাধীন ভূমি কমিশন গঠনসহ ১৯৫০ সালের রাষ্ট্রীয় প্রজাস্বত্ব আইনের ৯৭ ধারা কার্যকরের দাবি জানান। সভাশেষে র‌্যালী বের করা হয়।

চাঁপাইনবাবঞ্জে পল্লীবিদ্যূৎ সমিতির কর্মকর্তা-কর্মচারীদের কর্মবিরতি

চাঁপাইনবাবঞ্জে পল্লীবিদ্যূৎ সমিতির কর্মকর্তা-কর্মচারীদের কর্মবিরতি   বিদ্যুৎ ব্যবস্থা ও জরুরী গ্রাহকসেবা চালু রেখে কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে চাঁপাইনবাবগঞ্জ পল্লী বিদ্যূৎ সমিতির কর্মকর্তা-কর্মচারীরা অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি পালন শুরু করেছে। আজ সকালে জেলা শহরের নয়াগোলা এলাকায় সমিতির সদর দপ্তরে শুরু হওয়া কর্মবিরতিতে সমিতির সকল স্তরের কর্মকর্তা-কর্মচারীরা অংশ নেন। একই সাথে সমিতির অন্তর্গত সকল জোনাল ও সাব-জোনাল অফিসসমূহেও কর্মসূচী পালন করা হয়। দেশের ৮০টি সমিতির তত্বাবধানকারী পল্ল বিদ্যুতায়ন বোর্ড (আরআইবি) কর্তৃপক্ষের বিরুদ্ধে বৈষম্যর অভিযোগ এনে ও বৈষম্য অবসানের দাবিতে কর্মসূচী পালন করছে সকল সমিতির কর্মকর্তা-কর্মচারীরা। সমিতির সদর দপ্তরে এ উপলক্ষে আয়োজিত সমাবেশে বক্তব্য দেন বিলিং সহকারী শারমীন আক্তার, লাইনম্যান সাজ্জাদ হোসেন, মিটার রিডার একরামুল ইসলাম, কর্মকর্তা আমিনুল রসুল, সুভন কুমার মহন্ত প্রমুখ। বক্তরা বলেন, পল্লী বিদ্যুতায়ন বোর্ড অধীনস্থ সমিতি সমূহের কর্মীদের সাথে যে আচরণ করছে তা অমানবিক ও দূ:খজনক। এ ব্যাপারে বিভিন্নভাবে বারবার প্রতিবাদ করা হলেও কোন লাভ হয় নি। এমনকি বোর্ড প্রধানমন্ত্রী, বিদ্যূৎ বিভাগের নির্দেশনা অমান্য করে দমন ও নিপীড়ন চালাচ্ছে। এসবের অবসান না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে বলে হুশিয়ারি দেন বক্তরা। আন্দোলনের বিষয়টি স্বীকার করে সমিতির জিএম ছানোয়ার হোসেন বলেন, এ ব্যাপারে একটি সমাধানে আসার জন্য আগামী ৫ জুলাই শুক্রবার বিদ্যুৎ বিভাগের সিনিয়র সচিব ও আরইবি চেয়ারম্যানের সাথে প্রতি সমিতি থেকে একজন করে সমন্বয়কারী নিয়ে বৈঠক অনুষ্ঠিত হবে। বৈঠকে পল্লী বিদ্যূৎ সমিতির কর্মকর্তা-কর্মচারীদের সমস্যা ও দাবি নিয়ে বিস্তারিত আলোচনা করা হবে।

গোমস্তাপুরে ফেনসিডিলসহ নীলফমারারীর যুবক আটক

গোমস্তাপুরে ফেনসিডিলসহ নীলফমারারীর যুবক আটক   গোমস্তাপুরে সড়কে চেকপোষ্ট বসিয়ে একটি অটোরিক্সাযোগে পাচারকালে ৩০৫ বোতল ফেনসিডিলসহ নীলফমারীর যুবককে আটক করেছে র‌্যাব। সে ডোমার থানার সুধুর আড্ডা আন্ধারের মোড় এলাকার মৃত মোকসেদের ছেলে শাহীন। গতকাল রাতে চৌডালা ই্উনিয়নের শুক্রবাড়ী গরিয়া বাজার এলাকায় জেলার শিবগঞ্জের কানসাট থেকে গোমস্তাপুরগামী  সড়কের উপর অভিযানটি চালানো হয়। আজ সকালে চাঁপাইনবাবগঞ্জ র‌্যাব ক্যাম্পের প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, শাহীন একজন পেশাদার মাদক ব্যবসায়ী। দীর্ঘদিন যাবৎ  সকলের চোখ ফাঁকি দিয়ে চাঁপাইনবাবগঞ্জের সীমান্ত এলাকা থেকে মাদক সংগ্রহ করে দেশের বিভিন্ন স্থানে সরবরাহে জড়িত। গোয়েন্দা খবরের ভিত্তিতে র‌্যাব গতকাল রাতে তাকে গ্রেপ্তার করে। এ ঘটনায় গোমস্তাপুর থানায় মামলা হয়েছে বলে জানায় র‌্যাব।

গোমস্তাপুরে কৃষকের মাঝে বিনামূল্যে কৃষি  প্রণোদনা বিতরণ

গোমস্তাপুরে কৃষকের মাঝে বিনামূল্যে কৃষি  প্রণোদনা বিতরণ গোমস্তাপুরে চলতি ২০২৩-২৪ অর্থবছরে ৩১ হাজার ৮৬০ জন তালিকাভুক্ত কৃষকের মাঝে বিনামূল্যে কৃষি  প্রণোদনা বিতরন। গ্রাম,পাড়া-মহল্লা থেকে এসে নিজ দায়িত্বে এই প্রণোদনা নিয়ে  গেছেন তারা। এর মধ্যে উপজেলা কৃষি বিভাগের তত্বাবধানে নারী কৃষকদেরও তালিকা অনুযায়ী সুষ্ঠুভাবে সার-বীজ বিতরণ করা হয়। এদিকে প্রণোদনার ফসল করে অনেক কৃষক লাভবান হয়েছেন। সরকারি এই প্রণোদনা পেয়ে তারা উচ্ছ্সিত হয়েছেন। উপজেলা কৃষি বিভাগ জানিয়েছেন, চলতি অর্থবছরে তালিকাভূক্ত কৃষকদের মধ্যে আউস ধানের প্রণোদনা পেয়েছেন ৬ হাজার ৫০০ জন, আমন ধানের ১৬০০ জন। প্রণোদনা হিসেবে তাদেরকে জনপ্রতি ৫ কেজি বীজ, ১০  কেজি করে ডিএপি ও এমওপি সার বিতরণ করা হয়। এছাড়াও বোরো মৌসুমে ৫ হাজার জনকে ২ কেজি করে হাইব্রিড ও ৬ হাজার ১০০ জনকে ৫ কেজি করে উফসী জাতের বীজ, ১০ কেজি করে ডিএপি ও এমওপি সার পেয়েছেন। সরিষা প্রণোদনা পেয়েছেন ৬ হাজার ৯৫০ জন, গম ৩ হাজার জন, ভুট্টা ৯০০ জন, মাসকালাই ১ হাজার ২০০ জন, খেসারী ২০০ জন, মসুর ১৫০ জন, মুগ ১১০ জন ও শীতকালীন পেঁয়াজ ১৫০ জনকে প্রণোদনা দেওয়া হয়েছে। দোষীমনি কাঁঠাল গ্রামের কৃষক আবুল কালাম বলেন লিজসহ ৪ বিঘা জমিতে আউস ধান চাষাবাদ করেছেন। এর মধ্যে তিনি ১ বিঘার জন্য প্রনোদনা হিসেবে ৫ কেজি ধানের বীজ, ১০ কেজি করে ডিএপি ও এমওপি সার পেয়েছেন। ওই বীজ বপন করে ভালো চারা তৈরি হয়েছে। রোপনকৃত চারা জমিকে ভাল  হয়েছে। ফসল উৎপাদন ভাল হবে বলে তিনি ধারণা করছেন । এভাবে সরকার বিনামূল্যে বীজ ও সার দিলে কৃষকরা উপকৃত হবে। বাইরুল,সালাম,এমদাদুল, রবিউল ইসলামসহ অনেক কৃষক জানান, তারাও বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার পেয়েছেন। বীজগুলো মান ভাল। বাইরের বীজ কিনলে অনেকসময় ভাল হয়না। আমরা নিজ খরচে উপজেলা কৃষি অফিস থেকে এই প্রণোদনা নিয়ে এসেছি। ৫ জনের গ্রুপ করে আমাদের বীজ ও দুই রকমের সার দিয়েছে। তাজকেরা নামে এক নারী কৃষক জানান, তিনি মেয়ে হিসেবে বিনামূল্যে বীজ ও সার পেয়ে বেশ খুশি। তিনি কখন ভাবিনি এগুলো পাব। তার বিলে ও বরিন্দে জমি রয়েছে। যার জমি রয়েছে তারা সবাই পাবে এটা তার প্রত্যাশা। ফখরুদ্দিন নামে এক কৃষক বলেন, কৃষি অফিস থেকে এক বিঘা জমির জন্য সরিষার বীজ ও সার পেয়েছেন। সার কিনতে হয়নি। ভাল উৎপাদন হয়েছে। কৃষি বিভাগের কর্মকর্তারা তাকে কখন কি করতে হবে সেটার পরামর্শ দিয়েছিলেন। আমন প্রণোদনা নিতে আসা বৃদ্ধ নুরুল ইসলাম বলেন, বিনামূল্যে বীজ ও সার পেয়ে আনন্দ মনে হয়েছে। কিন্তু এই বয়সে কৃষি অফিসে এসে নিতে কষ্ট হচ্ছে। তবে কষ্ট হলেও প্রকৃত কৃষকরাই পাচ্ছেন। যেকেউ নিতে পারছেন না। সরকার আমাদের মত কৃষকদের প্রণোদনার মাধ্যমে সহযোগিতা করছেন।  গোমস্তাপুর ইউনিয়নের ব্লকের উপসহকারী কৃষি কর্মকর্তা শেখ আল  ফুয়াদ জানান, কৃষি প্রণোদনা পেয়ে কৃষকরা উপকৃত হচ্ছেন। এসব বীজ পেয়ে কৃষকরা মাঠে চাষাবাদ করছেন। ভাল ফলনে তাদেরকে পরামর্শ দেওয়া হচ্ছে।  গোমস্তাপুর উপজেলা কৃষি কর্মকর্তা  তানভীর আহমেদ সরকার বলেন,  উপজেলার ৩১ হাজার ৮৬০জন কে চলতি অর্থবছরে বিভিন্ন ধরণের বীজ ও সার পেয়েছেন। বিনামূল্যে এসব পাওয়ার কৃষকরা উপকৃত হয়েছেন। উপজেলায় লক্ষ্যমাত্রার চেয়ে বেশি উৎপাদন হচ্ছে ধান, গম, সরিষাসহ বিভিন্ন ধরণের ফসল। এতে করে বিভিন্ন ফসলের চাষাবাদ বৃদ্ধি পাচ্ছে। তিনি  আর ও জানান সঠিক সময়ে সঠিক  সঠিক কৃষককে  কৃষি বান্ধব সরকারের প্রণোদনা  তুলে দিতে বদ্ধপরিকর  উপজেলা প্রশাসন  ও কৃষি বিভাগ প্রণোদনা বাস্তবায়নে কাজ করে যাচ্ছে। এ বিষয়ে প্রণোদনা  কমিটির সভাপতি  ও উপজেলা নির্বাহী অফিসার  নিশাত আনজুম অনন্যা বলেন মাঠ পর্যায়ে উপসহকারী কৃষি কর্মকর্তাগণ যাচাই বাছাইপূর্বক প্রকৃত কৃষকদের তালিকা প্রণয়ন করে এবং কমিটির সর্বসম্মতিতে অনুমোদনপূর্বক প্রকৃত কৃষকদের মাঝে কৃষি প্রণোদনা  বিতরণ করা হয়। এক্ষেত্রে, সরকারের  কৃষি বিভাগের বরাদ্দসমূহ নীতিমালার আলোকে  সুষ্ঠুভাবে  কৃষকদের মাঝে বন্টন করা হয় ।      

আলোকিত প্রজন্ম গড়তে অভিভাবকদের ভূমিকা গুরুত্বপূর্ণ বলেছেন-জিয়াউল হক

আলোকিত প্রজন্ম গড়তে অভিভাবকদের ভূমিকা গুরুত্বপূর্ণ বলেছেন-জিয়াউল হক   চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার চরমোহনপুর উচ্চ বিদ্যালয়ে অভিযাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আজ অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড রাজশাহীর বিদ্যালয় পরিদর্শক জিয়াউল হক। তিনি তাঁর বক্তব্যে বলেন-আজকের প্রন্মকে আলোকিত প্রজন্ম হিসেবে গড়ে তোলার ক্ষেত্রে শুধু শিক্ষক বা ম্যানেজিং কমিটিই নয়-অভিভাবকদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। কারণ, আজকাল সন্তানদের মোবাইল ফোন দেয়া হচ্ছে, সেই ফোন দিয়ে তারা কী শিক্ষামূলক কিছু দেখছে না কী অকারণে সময় নষ্ট করছে, তা অভিভাবকদের দেকভাল করতে হবে। আপনাদের সন্তানরা কার সঙ্গে মিসছে, সৎসঙ্গে মিশছে কী না, কে কি করছে, কতটা সময় পড়া শোনা করছে, ঠিক মতন পড়ছে কী না, বিদ্যালয়ে ঠিক মতন যাচ্ছে কী না-তা দেখার দায়িত্ব অভিভাবকদের। সেই সঙ্গে মাদকাসক্ত হচ্ছে কী না সে বিষয়টিও দেখতে হবে। এছাড়াও পাড়া প্রতিবেশীদেরও একটা ভূমিকা রয়েছে। তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন-জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহামনের স্বপ্নের সোনার বাংলা গড়ে তাঁরই কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০৪১ সালের মধ্যে ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত স্মার্ট বাংলাদেশ গড়ার যে ঘোষণা দিয়েছেন তার কারিগর আজকের শিক্ষার্থীরা। তাই তোমাদের মানবিক মানুষ হিসেবে গড়ে উঠতে হবে। গুণগত মানসম্পন্ন পাঠদানে শিক্ষকদের প্রতি আহ্বান জানান তিনি। বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সভাপতি সফিকুল আলম ভোতার সভাপতিত্বে অনুষ্ঠিত এই সমাবেশে আরো বক্তব্য দেন চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার ওয়ার্ড কাউন্সিলর ইব্রাহিদ আলীসহ অন্যরা। সূচনা বক্তব্য দেন, বিদ্যালয়টির প্রধান শিক্ষক রফিকুল ইসলাম।

জেলা ট্রাক ও কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নেরমৃত সদস্যের পরিবারকে অনুদানের টাকা প্রদান

জেলা ট্রাক ও কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের মৃত সদস্যের পরিবারকে অনুদানের টাকা প্রদান     চাঁপাইনবাবগঞ্জ জেলা ট্রাক, ট্যাংকলরি ও কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের ৭ জন মৃত সদস্যের পরিবারকে ৪ লাখ ৪০ হাজার টাকার চেক প্রদান করা হয়েছে। মৃত সদস্যদের মধ্যে রাজশাহীর গোদাগাড়ীর রফিকুল ইসলামের স্ত্রী এবং চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জের হাসেন আলী ও সদর উপজেলার আমনুরার আসগার আলীর স্ত্রীকে এককালীন ৬০ হাজার টাকা করে প্রদান করা হয়। এছাড়া জেলাশহরের লাখেরাজপাড়ার শওকত আলী টুলুর স্ত্রীকে, ভুতপুকুরের লালচাঁনের মাকে ও ফকিরপাড়ার নাসির উদ্দিনের স্ত্রীকে ৭০ হাজার টাকা করে এবং লাহারপুরের দিলিপ কুমার দাসের স্ত্রীকে ৫০ হাজার টাকা এককালীন প্রদান করা হয়। অন্যদিকে সংগঠনটির সদস্যদের ১৪ জন কন্যাসন্তান ও ১ জন পুত্রসন্তানের বিয়েতে ব্যয় নির্বাহের জন্য ৩ লাখ ৯০ হাজার টাকার চেক প্রদান করা হয়। আজ চাঁপাইনবাবগঞ্জ সদর আসনের সংসদ সদস্য আব্দুল ওদুদ প্রধান অতিথি হিসেবে উপকারভোগীদের হাতে চেকগুলো তুলে দেয়ার পাশাপাশি অনুষ্ঠানে বক্তব্য দেন। সংগঠনটির সভাপতি সাইদুর রহমানের সভাপতিত্বে চেক বিতরণ অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য দেন- জেলা সড়ক পরিবহন মালিক গ্রুপের সভাপতি আমিনুল ইসলাম সেন্টু। সূচনা বক্তব্য দেন- জেলা ট্রাক, ট্যাংকলরি ও কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আনারুল ইসলাম আনার। এসময় সংগঠনটির অন্য নেতারা উপস্থিত ছিলেন।