চাঁপাইনবাবগঞ্জে প্রতিষ্ঠান পর্যায়ে দক্ষতা প্রতিযোগিতার উদ্বোধন

চাঁপাইনবাবগঞ্জে প্রতিষ্ঠান পর্যায়ে দক্ষতা প্রতিযোগিতার উদ্বোধন জেলা শহরের আলীনগরে অবস্থিত চাঁপাইনবাবগঞ্জ সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজে প্রতিষ্ঠান পর্যায়ে দক্ষতা প্রতিযোগিতা-২০২৫ এর উদ্ভোধন করা হয়েছে। আজ সকালে কলেজ প্রঙ্গনে অধ্যক্ষ ফাতেমা খানমের সভাপতিত্বে বেলুন উড়িয়ে প্রতিযোগিতার উদ্বোধন করেন অনুষ্ঠানে প্রধান অতিথি জেলা প্রশাসক আব্দুস সামাদ। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) তরিকুল ইসলাম, শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী আনোয়ার হোসেন, এবং ASSET প্রকল্পের প্রোগ্রাম অফিসার প্রকৌশলী জাহিদুল ইসলাম। এছাড়া অত্র প্রতিষ্ঠানের চিফ ইন্সট্রাক্টর, ইন্সট্রাক্টর, জুনিয়র ইন্সট্রাক্টরসহ শিক্ষার্থীরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের অধীন কারিগরি শিক্ষা অধিদপ্তর এবং Accelerating and Strengthening Skills for Economic Transformation (ASSET) প্রকল্পের আওতায় প্রতিযোগিতার আয়োজন করা হয়। এই কর্মসূচি সারাদেশব্যাপী একযোগে অনুষ্ঠিত হচ্ছে। প্রতিযোগিতায় ৪টি ট্রেডের প্রতিটিতে ৬ জন করে মোট ২৪ জন প্রতিযোগী অংশগ্রহণ করেন। প্রতিযোগিতা শেষে প্রতিটি ট্রেড থেকে ১ জন করে শিক্ষার্থী আঞ্চলিক পর্যায়ে অংশগ্রহণের জন্য নির্বাচিত হন এবং অংশগ্রহণকারী সবাইকে সার্টিফিকেট প্রদান করা হয়। এই প্রতিযোগিতার মাধ্যমে শিক্ষার্থীদের মেধা ও উদ্ভাবনী শক্তি বিকাশের সুযোগ তৈরি হয়েছে বলে আয়োজকরা আশা করছেন।
চাঁপাইনবাবগঞ্জে পরিচ্ছন্নতা বিষয়ক স্বাস্থ্য সচেতনতামূলক বিশেষ কর্মশালা

চাঁপাইনবাবগঞ্জে পরিচ্ছন্নতা বিষয়ক স্বাস্থ্য সচেতনতামূলক বিশেষ কর্মশালা চাঁপাইনবাবগঞ্জে গার্ল ইন স্কাউটদের নিয়ে ব্যক্তিগত পরিচ্ছন্নতা বিষয়ক স্বাস্থ্য সচেতনতামূলক বিশেষ কর্মশালা বুধবার অনুষ্ঠিত হয়েছে। শহরের হরিপুর বালিকা উচ্চ বিদ্যালয়ে বেলা ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত এ কর্মশালায় নারী শিক্ষার্থীদের ব্যক্তিগত পরিচ্ছন্নতা সম্পর্কে ধারণা দেন গাইনি বিশেষজ্ঞ ড. জান্নাতুল ফেরদৌস সোনিয়া। সুস্থ থাকতে, ব্যক্তিগত পরিচ্ছন্নতা সম্পর্কে সচেতনতাকে গুরুত্ব দিয়ে শিক্ষার্থীদের মধ্যে সচেতনতা বাড়াতে গার্ল ইন স্কাউটের উপদল নেতা কোর্সের দ্বিতীয় দিনে এ বিশেষ কর্মশালার আয়োজন করা হয়। এতে বিশেষ অতিথি ছিলেন এসএমসির কর্মকর্তা মুহম্মদ হাবিবুর রহমান। এর আগে সকালে প্রার্থনা সংগীতের মধ্য দিয়ে শুরু হয় কোর্র্সের দ্বিতীয় দিনের কার্যক্রম। এতে দড়ির বিভিন্ন কাজ, প্রতিকূল পরিবেশে বিভিন্ন বাধা অতিক্রম করে এগিয়ে চলার কৌশল ও প্রাথমিক চিকিৎসায় করণীয় বিষয়ে হাতেকলমে জ্ঞান অর্জন করেন স্কাউট সদস্যরা। হরিপুর বালিকা উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণীর শিক্ষার্থী উনাইশা মাহজুবা জানান, অনেক কিছুই জানতে পেরেছি। বয়ঃসন্ধিকালের পরিবর্তনসহ ব্যক্তিগত পরিচ্ছন্নতার বিষয়গুলো খুব সহজভাবে আমাদের সামনে উপস্থাপন করা হয়েছে। এছাড়া আমরা স্কাউটিংয়ের বিভিন্ন বিষয় সম্পর্কে জানতে পেরেছি। হাতেকলমে এ শিক্ষা আমাদের আগামী দিনে নিজ নিজ দল পরিচালনার ক্ষেত্রে ভূমিকা রাখবে। ভোলাহাট উপজেলার বজরাটেক সবজা পাইলট উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণীর শিক্ষার্থী ও ভোলাহাট মহানন্দা মুক্ত স্কাউট গ্রুপের সদস্য সাহিদা খাতুন বলেন, আজকে অনেক মজা হয়েছে, অনেক ভালো লেগেছে। অনেক কিছুই শিখতে পেরেছি। চাঁপাইনবাবগঞ্জের আলীনগর উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণীর শিক্ষার্থী ইসরাত জাহান জানান, আমরা ব্যক্তিগত পরিচ্ছন্নতার অনেক বিষয় জানতাম না। আজকের অনুষ্ঠানের মাধ্যমে জানতে পেরেছি। এর মাধ্যমে আমরা সবাই উপকৃত হবো। চাঁপাইনবাবগঞ্জ জেলা স্কাউটস সম্পাদক গোলাম রশিদ জানান, উপদল নেতা কোর্সসম্পন্নকারী স্কাউট সদস্যরা আগামীতে তাদের দল পরিচলনার দক্ষতা অর্জন করবে। যা গার্ল ইন স্কাউটের কার্যক্রমকে গতিশীল করতে ভূমিকা রাখবে।
চাঁপাইনবাবগঞ্জে তারুণ্যের উৎসব উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

চাঁপাইনবাবগঞ্জে তারুণ্যের উৎসব উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ চাঁপাইনবাবগঞ্জে ‘এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই’- এই প্রতিপাদ্যে তারুণ্যের উৎসব-২০২৫ উপলক্ষে উদ্ভাবনী ধারণা উপস্থাপন আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসনের আয়োজনে ও সদর উপজেলা প্রশাসনের বাস্তবায়নে বুধবার দুপুর ১টায় উপজেলা পরিষদের হলরুমে এ উদ্ভাবনী আলোচনা সভা ও পুরস্কার বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাজশাহীর অতিরিক্ত বিভাগীয় কমিশনার (উন্নয়ন ও আইসিটি) মো. রেজাউল আলম সরকার। সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মো. আব্দুস সামাদ। বিশেষ অতিথি ছিলেন- চাঁপাইনবাবগঞ্জ জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. আফাজ উদ্দিন ও অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) তরিকুল ইসলাম। স্বাগত বক্তব্য দেনÑ সদর উপজেলা নির্বাহী অফিসার মোছা. তাছমিনা খাতুন। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, শিক্ষা শুধু চাকরি পাওয়ার জন্য নয়। শিক্ষা বহুমুখী জ্ঞান অর্জন করার জন্য। অ্যাকাডেমিক শিক্ষার পাশাপাশি ছাত্র-ছাত্রীদেরকে বহুমুখী শিক্ষায় শিক্ষিত হতে হবে, পাশাপাশি কারিগরি ও এরকম নতুন কিছু উদ্ভাবনী আবিষ্কার করতে হবে।
চক্ষু হাসপাতালে রোগীদের জন্য রেকর্ড ক্লিপ ফাইল চালু

চক্ষু হাসপাতালে রোগীদের জন্য রেকর্ড ক্লিপ ফাইল চালু চাঁপাইনবাবগঞ্জ চক্ষু হাসপাতালে চিকিৎসা সংক্রান্ত কাগজপত্র রোগীরা যাতে সহজে সংরক্ষণ করতে পারে সে লক্ষে রেকর্ড ক্লিপ ফাইল চালু হয়েছে। বুধবার থেকে চক্ষু হাসপাতালে এ কার্যক্রম শুরু হয়। বেলা ১১টায় এক রোগীর হাতে রেকর্ড ক্লিপ ফাইল তুলে দেয়ার মধ্য দিয়ে এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন জাতীয় অন্ধ কল্যাণ সমিতির চাঁপাইনবাবগঞ্জ শাখার চেয়ারম্যান প্রকৌশলী একেএম খাদেমুল ইসলাম। এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেনÑ জেলা অন্ধ কল্যাণ সমিতির কোষাধ্যক্ষ মো. ইকবাল হোসেন, হাসপাতালের চক্ষু বিশেষজ্ঞ ও সার্জন ডা. ইমরান জাভেদ, প্রশাসনিক কর্মকর্তা মো. ইউসুফ আলী, সুপারভাইজার মনিরুল ইসলাম সেলিমসহ আরো অনেকে। চেয়ারম্যান একেএম খাদেমুল ইসলাম জানান, মাত্র ১০০ টাকাতে চাঁপাইনবাবগঞ্জের মানুষকে চক্ষু সেবা দেয়া হয় এই হাসপাতাল থেকে। এই টাকার মধ্যে দুটি পরীক্ষা-নিরীক্ষাসহ চিকিৎসক দেখানো হয়। তিনি বলেন, এর আগে পরীক্ষা-নিরীক্ষার কাগজ ও চিকিৎসাপত্র রোগীদের হাতে ধরিয়ে দেয়া হতো। কিন্তু বেশিরভাগ রোগী সেগুলো ফাইল না করার কারণে হারিয়ে ফেলেন এবং পরবর্তীতে সঙ্গে নিয়ে আসতে পারতেন না। সেই জায়গা থেকে ব্যবস্থাপত্রসহ আনুষঙ্গিক কাগজপত্র রোগীরা যাতে সহজে সংরক্ষণ করতে পারে, সেজন্য রেকর্ড ক্লিপ ফাইল চালু করা হলো। চক্ষু হাসপাতালের প্রতিষ্ঠাতা খাদেমুল ইসলাম আরো বলেন, এই হাসপাতালে গড়ে প্রতিদিন আড়াই শতাধিক রোগী চক্ষু সেবা নিয়ে থাকেন। হাসপাতালে সেবার মান বৃদ্ধিসহ আধুনিক চিকিৎসার জন্য নতুন নতুন উদ্যোগ নেয়া হচ্ছে। উদ্যোগের অংশ হিসেবে এরই মধ্যে দুই বছরব্যাপী প্রায় আড়াই হাজার দুস্থ ও গরিব রোগীর সম্পূর্ণ বিনামূল্যে চোখের ছানি অপারেশনের জন্য এরই মধ্যে দৃষ্টি উন্নয়ন সংস্থার সঙ্গে অন্ধ কল্যাণ সমিতির চুক্তি স্বাক্ষরিত হয়েছে। সাধারণ মানুষকে অবহিত করতে এরই মধ্যে মসজিদে মসজিদে চিঠি দেয়া হয়েছে। শিগগিরই এর কার্যক্রম শুরু হবে।
চাঁপাইনবাবগঞ্জে মডেল প্রেস ক্লাবের ষষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

চাঁপাইনবাবগঞ্জে মডেল প্রেস ক্লাবের ষষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী পালিত চাঁপাইনবাবগঞ্জে মডেল প্রেস ক্লাবের ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী আলোচনা সভা, কেক কাটা ও শুভেচ্ছা বিনিময়ের মধ্য দিয়ে উদ্যাপন করা হয়েছে। ৭ বছরে পর্দাপণ উপলক্ষে বুধবার বেলা ১১টায় শহরের বিশ্বরোড মোড়ে মডেল প্রেস ক্লাবের হল রুমে এসবের আয়োজন করা হয়। আলোচনা সভায় শুভেচ্ছা বক্তব্য দেন- চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার সাবেক মেয়র আলহাজ মাওলানা মো. আব্দুল মতিন, দৈনিক চাঁপাই দর্পণ’র প্রকাশক ও সম্পাদক এবং চ্যানেল আইয়ের জেলা প্রতিনিধি মো. আশরাফুল ইসলাম রঞ্জু, ডিবিসি টেলিভিশনের জেলা প্রতিনিধি মো. জহুরুল হক, দৈনিক ভোরের দর্পণ পত্রিকার গোমস্তপুর উপজেলা প্রতিনিধি ও স্বাধীন প্রেস ক্লাবের সভাপতি মো. আলাউদ্দিন পারভেজ। সভাপতিত্ব করেন মডেল প্রেস ক্লাবের সভাপতি ও আনন্দ টেলিভিশনের জেলা প্রতিনিধি ফেরদৌস সিহানুক শান্ত। সঞ্চালনা করেন মডেল প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ও দৈনিক বাংলাদেশের খবরের জেলা প্রতিনিধি বদিউজ্জামান রাজাবাবু। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- গ্লোবাল টেলিভিশনের ফারুক হোসেন, সময় টিভির জাহাঙ্গীর আলম, অনলাইন টেলিভিশন প্রহর টিভির জেলা প্রতিনিধি রিপন জামান, মডেল প্রেস ক্লাবের সহ-সাধারণ সম্পাদক ও দৈনিক বাংলাদেশ সমাচারের স্টাফ রিপোর্টার মনোয়ার হোসেন রুবেলসহ সব সদস্য। সভার শুরুতে আমন্ত্রিত অতিথিদের ফুলেল শুভেচ্ছা জানানো হয়। শেষে ক্লাবের সাবেক সদস্য প্রয়াত অ্যাডভোকেট সৈয়দ শাহজামালের রুহের মাগফিরাত কামনা করে দোয়া করা হয়।
চাঁপাইনবাবগঞ্জে গণতন্ত্র উৎসব অনুষ্ঠিত

চাঁপাইনবাবগঞ্জে গণতন্ত্র উৎসব অনুষ্ঠিত চাঁপাইনবাবগঞ্জে শান্তি, সম্প্রীতি ও গণতান্ত্রিক চর্চার লক্ষে নবাবগঞ্জ সরকারি কলেজ মাঠে গণতন্ত্র উৎসব-২০২৫ (যুব ক্যাম্পেইন) অনুষ্ঠিত হয়েছে। বুধবার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) নাকিব হাসান তরফদার। এর আগে সকালে বের হওয়া বর্ণাঢ্য শোভাযাত্রায় অংশ নেন জেলা প্রশাসক আব্দুস সামাদ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আস্থা নাগরিক প্ল্যাটফর্মের সভাপতি শাহ আলম। বিশেষ অতিথির বক্তব্য দেন- নবাবগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর আব্দুল আওয়াল। স্বাগত বক্তব্য দেন- ডেমোক্রেসিওয়াচের নির্বাহী পরিচালক ওয়াজেদ ফিরোজ। অলোচনা শেষে অতিথিবৃন্দ নাগরিক প্ল্যাটফর্মের বিভিন্ন স্টল পরিদর্শন করেন। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- ক্লাস্টার কো-অর্ডিনেটর মহিউদ্দিন মইন, জেলা সমন্বয়কারী রেজাউল করিম, মনিটরিং অ্যান্ড রিপোটিং কো-অর্ডিনেটর জাহাঙ্গীর আলম, রংপুর জেলা সমন্বয়কারী নাছিমা বেগম, আস্থা প্রকল্পের এসএফও নাদিমা বেগম, নাগরিক প্ল্যাটফর্মের সদস্য জোনাব আলী, মোস্তাক হোসেনসহ আরো অনেকে। ডেমোক্রেসিওয়াচের সহযোগিতায় গণতন্ত্র দিবসের আয়োজন করে জেলা প্রশাসন এবং আস্থা-নাগরিক প্ল্যাটফর্ম ও যুব ফোরাম। বিকেলে কুইজ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করা হয়। পরে যুব ফোরামের সদস্যদের ও স্থানীয় ব্যান্ডের পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। গণতন্ত্র উৎসবের উদ্দেশ্য হচ্ছে শান্তি, সম্প্রীতি, অহিংস সমাজ গঠন ও গণতন্ত্রের চর্চার বিষয়বস্তুকে কেন্দ্র করে একটি সচেতনতা ক্যাম্পেইন আয়োজনের মাধ্যমে যুব-তরুণদের এবং আদিবাসী ও পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে সংবেদনশীল করার উদ্দেশ্যে ক্যাম্পেইনের মাধ্যমে প্রচারণা ও সচেতনতা গড়ে তোলা।
চরবাগডাঙ্গা ইউনিয়নে ট্রাক্টর চাপায় মাদ্রাসা শিক্ষার্থী নিহত

চরবাগডাঙ্গা ইউনিয়নে ট্রাক্টর চাপায় মাদ্রাসা শিক্ষার্থী নিহত চাঁপাইনবাবগঞ্জে ট্রাক্টর চাপায় ইমন আলী (১৩) নামে মাদ্রাসার শিক্ষার্থী নিহত হয়েছেন। বুধবার সকালে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার চরবাগডাঙ্গা ইউনিয়নের গোঠাপাড়া মোড়ে এই দুর্ঘটনা ঘটে। নিহত ইমন সদর উপজেলার শাহজাহানপুর মুন্সিপাড়ার আব্দুল জাব্বারের ছেলে ও চরবাগডাঙ্গা সেরাজুল হোদা লতিফিয়া নুরিয়া ইসলামিয়া ও হাফিজিয়া মাদ্রাসার শিক্ষার্থী। চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) রইস উদ্দিন জানান, সকালে বাড়ি থেকে বাইসাইকেল নিয়ে মাদ্রাসায় যাচ্ছিল ইমন। এ সময় চরবাগডাঙ্গা গোঠাপাড়া মোড়ে ট্রাক্টর ইমনকে চাপা দিলে সে ঘটনাস্থলে মারা যায়। এ ঘটনায় থানায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান ওসি।
চাঁপাইনবাবগঞ্জ সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজে অভিভাবক সমাবেশ ও পুরস্কার বিতরণ

চাঁপাইনবাবগঞ্জ সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজে অভিভাবক সমাবেশ ও পুরস্কার বিতরণ কারিগরি শিক্ষা নিন, বদলে যাবে আপনার দিন- স্লোগানে চাঁপাইনবাবগঞ্জ সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজে অভিভাবক সমাবেশ এবং বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। আজ সকালে কলেজের মাঠ প্রাঙ্গণে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অত্র প্রতিষ্ঠানের অধ্যক্ষ ফাতেমা খানম। এতে আরও উপস্থিত ছিলেন ইন্সট্রাক্টর, জুনিয়র ইন্সট্রাক্টর, অভিভাবক ও শিক্ষার্থীবৃন্দ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ইন্সট্রাক্টর (নন-টেক) বাংলা নূর নবী। এতে বক্তব্য দেন অধ্যক্ষ ফাতেমা খানম, চীফ ইন্সট্রাক্টর (কম্পিউটার) এম. এম. মাসুদ রানা এবং ইন্সট্রাক্টর (রসায়ন) আব্দুর রাজ্জাক। অভিভাবকদের পক্ষ থেকে বক্তব্য দেন মোহাম্মদ বিন আউয়াল। বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় ৩০টি ইভেন্টে শিক্ষার্থীরা অংশগ্রহণ করে। প্রতিযোগিতায় প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারীদের মাঝে পুরস্কার বিতরণ করেন অধ্যক্ষ ফাতেমা খানম। অনুষ্ঠানে অধ্যক্ষ ফাতেমা খানম অভিভাবকদের উদ্দেশ্যে বলেন, শিক্ষার্থীদের নিয়মিত পড়াশোনার প্রতি মনোযোগী রাখতে এবং প্রতিষ্ঠানের নিয়ম মেনে চলতে উৎসাহিত করতে হবে। তিনি আরও ঘোষণা করেন যে, শিক্ষার্থীরা যেন প্রতিষ্ঠানে মোবাইল ফোন না নিয়ে আসে এবং পুরো ক্যাম্পাস ধূমপান মুক্ত রাখা হবে। অনুষ্ঠানের শেষ পর্বে মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনার মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।
নানা আয়োজনে চাঁপাইনবাবগঞ্জে স্থানীয় সরকার দিবস উদযাপন

নানা আয়োজনে চাঁপাইনবাবগঞ্জে স্থানীয় সরকার দিবস উদযাপন চাঁপাইনবাবগঞ্জের নাচোলে ও সদর উপজেলার বারঘরিয়ায় ‘জাতীয় স্থানীয় সরকার দিবস-২০২৫’ উদ্যাপিত হয়েছে। মঙ্গলবার এ উপলক্ষে র্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়। নাচোল উপজেলা প্রশাসনের আয়োজনে স্থানীয় সরকার দিবসের আলোচনা সভা বেলা ১১টার দিকে পরিষদের মিনি কনফারেন্স রুমে অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন নাচোল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সফিকুল ইসলাম। স্বাগত বক্তব্য দেন- এলজিইডি ইঞ্জিনিয়ার সাহিনুল ইসলাম। আলোচনায় সমাজসেবা অফিসার সোহেল রানা, প্রাথমিক শিক্ষা অফিসার মৃনাল কান্তি, পিআইও দুলাল উদ্দিন, পল্লী সঞ্চয় ব্যাংক কর্মকর্তা হাবিবুর রহমান, জনস্বাস্থ্য প্রকৌশল কর্মকর্তা মাহবুব আলমসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা ও বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন বিআরডিবি অফিসার হারুন অর রশিদ। আলোচনা শেষে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে পৌর এলাকার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। এদিকে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার ৪নং বরঘরিয়া ইউনিয়ন পরিষদের উদ্যোগে স্থানীয় সরকার দিবস যথাযথ মর্যাদায় উদ্যাপিত হয়েছে। স্থানীয় সরকার ব্যবস্থার গুরুত্ব তুলে ধরতে এবং ইউনিয়নের সামগ্রিক উন্নয়ন কার্যক্রম সম্পর্কে জনগণকে অবহিত করতে দিনব্যাপী নানা আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বারঘরিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হারুন-অর-রশিদ। অনুষ্ঠানে ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা হাসান হাফিজুর রহমান ইউনিয়নের উন্নয়ন প্রকল্পসমূহ সম্পর্কে বিস্তারিত তুলে ধরেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- গীতিকার ও বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দীন জাহাঙ্গীর কলেজের শিক্ষক জনাব আলী। এছাড়া অনুষ্ঠানে ইউনিয়ন পরিষদের সদস্য মোহাম্মদ আব্দুল্লাহ, তাসিকুল ইসলাম, মো. আব্দুল মালেক, মো. সবুজ মিঞা, মো. নাসিম আলী, মোসা. সুলেখা বেগম, মোসা. নাসরিন বেগম পপি এবং ইউনিয়ন পরিষদরে হিসাব সহকারী কাম কম্পিউটার অপারেটর মো. আল আমীন উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, জনপ্রতিনিধি, সাংবাদিক ও সাধারণ জনগণ উপস্থিত ছিলেন। আলোচনা শেষে স্থানীয় উন্নয়ন কার্যক্রমের চিত্র প্রদর্শনী এবং জনসচেতনতামূলক কার্যক্রম পরিচালিত হয়।
কৃষ্ণগোবিন্দপুর বালিকা উচ্চ বিদ্যালয়ে বিদায় বরণ

কৃষ্ণগোবিন্দপুর বালিকা উচ্চ বিদ্যালয়ে বিদায় বরণ চাঁপাইনবাবগঞ্জের ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান কৃষ্ণগোবিন্দপুর বালিকা উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও ৬ষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীদের বরণ ও বার্ষিক পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে বিদ্যালয় প্রাঙ্গণে রানীহাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রহমত আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন- সাবেক সংসদ সদস্য হারুনুর রশীদ হারুন, সদর উপজেলা নির্বাহী অফিসার তাছমিনা খাতুন। স্বাগত বক্তব্য দেন- কৃষ্ণগোবিন্দপুর বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মারিনা শিরিন। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন- কৃষ্ণগোবিন্দপুর ডিগ্রি কলেজের অধ্যক্ষ রফিউজ্জামান, সাবেক অধ্যক্ষ মোহাম্মদ নূহ, বীর মুক্তিযোদ্ধা গোলাম রাব্বানী, শিক্ষক তরিকুল আলম, সমাজসেবক মনিমুল হক।