চাঁপাইনবাবগঞ্জে অপারেশন ডেভিল হান্টের অভিযানে দুজন আটক

চাঁপাইনবাবগঞ্জে অপারেশন ডেভিল হান্টের অভিযানে দুজন আটক চাঁপাইনবাবগঞ্জে অপারেশন ডেভিল হান্টের অভিযানে দুজন আটক হয়েছেন। মঙ্গলবার সকালে তাদেরকে আটক করা হয়। আটককৃতরা হলেন- জেলার সদর উপজেলার আমনুরা কলোনিপাড়ার গোলাম মোর্তুজার ছেলে মো. জনি (৩৫) ও আমনুরা টঙ্কপাড়ার সাইফুল ইসলামের ছেলে আসমাউল হোসেন (২০)। এই তথ্য নিশ্চিৎ করে সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মতিউর রহমান বলেন আজ মঙ্গলবার সকালের দিকে অপারেশন ডেভিল হান্ট পরিচালনা করা হয়। অভিযানকালে দেশীয় তৈরি চোলাইমদ বিক্রির অভিযোগে মো. জনি ও আসমাউল হোসেনকে গ্রেপ্তার করা হয়েছে। পরে তাদেরকে থানায় সোপর্দ করা হয়। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে আগাকামীকাল (আজ বুধবার) আদালতে সোপর্দ করা হবে।
চাঁপাইনবাবগঞ্জে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে এক যুবকের যাবজ্জীবন কারাদন্ড

চাঁপাইনবাবগঞ্জে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে এক যুবকের যাবজ্জীবন কারাদন্ড চাঁপাইনবাবগঞ্জে ৭শ ৭০ গ্রাম হেরোইন, বিক্রয়ের উদ্দেশ্যে নিজ হেফাজতে রাখার অভিযোগে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দায়েরকৃত একটি মামলায় নিহার কান্ত দাস নামে এক যুবককে যাবজ্জীবন কারাদন্ড, সেইসাথে পাঁচ হাজার টাকা অর্থদন্ড অনাদায়ে আরও ছয়মাস কারাদন্ডের আদেশ দিয়েছেন আদালত। আজ বিকেলে চাঁপাইনবাবগঞ্জের দায়রা জজ মিজানুর রহমান একমাত্র আসামীর উপস্থিতিতে আদেশ প্রদান করেন। দন্ডিত নিহার রাজশাহীর তানোর উপজেলার পালপাড়া হিন্দুপাড়া গ্রামের নিমাই কান্ত দাসের ছেলে। মামলার বিবরণ ও আদালত সূত্রে জানা যায় এবং রাষ্ট্রপক্ষের আইনজীবী (পিপি) আব্দুল ওয়াদুদ জানান, ২০২১ সালের ১২ আগষ্ট চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার ঝিলিম ইউনিয়নের কেন্দুল মোড়ে র্যাব-৫ এর অভিযানে ৭৭০ গ্রাম হেরোইনসহ হাতেনাতে আটক হন নিহার। এ ঘটনায় ওইদিন নিহারকে একামাত্র আসামী করে চাঁপাইনবাবগঞ্জ সদর থানায় মামলা করেন র্যাব-৫ এর তৎকালীন ডিএডি মোক্তার হোসেন। ২০২১ সালের ১৪ সেপ্টেম্বর মামলার তদন্ত কর্মকর্তা ও সদর থানার তৎকালীন উপ-পরিদর্শক ওসমান গণি একমাত্র নিহারকে অভিযুক্ত করে আদালতে মামলার চার্জশীট দাখিল করেন। ৭ জনের সাক্ষ্য, প্রমাণ ও শুনানী শেষে আদালত আজ নিহারকে দোষি সাব্যস্ত করে সাজা ঘোষণা করেন। আসামীপক্ষে মামলা পরিচালনা করেন এড. রবিউল ইসলাম।
গোমস্তাপুরে এক কবিরাজের ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার

গোমস্তাপুরে এক কবিরাজের ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে আব্দুল মতিন (৪৫) নামে এক গ্রাম্য কবিরাজের ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রবিবার দিবাগত রাত ১২টার দিকে চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার চৌডালা ইউনিয়নের হরিনগর গ্রামের শুকুর উদ্দিনের ঘরের ভেতর থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত ব্যক্তি চৌডালা ইউনিয়নের সাহেব গ্রামের জয়নালের ছেলে। গোমস্তাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) রইস উদ্দিন ও স্থানীয়রা জানান, আব্দুল মতিন গ্রামে গ্রামে ঘুরে সরিষার তেল বিক্রি করার পাশাপাশি কবিরাজি করতেন। রবিবার রাতে শুকুর উদ্দিন নামের এক ব্যক্তির বাড়িতে তার (শুকুর উদ্দিন) স্ত্রীর ‘জ্বিন-ভূত’ রোগের চিকিৎসা দিতে গিয়ে হয়তো অসামাজিক কাজে লিপ্ত হন। ওসি বলেন, ধারণা করা হচ্ছে সে কারণেই তাকে কুপিয়ে হত্যা করা হয়েছে। মরদেহটির শরীরে বিভিন্ন জায়গা কোপানোর চিহ্ন রয়েছে। ওসি আরো বলেনÑ সোমবার সকালে ঘরের ভেতরে মরদেহ দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতাল মর্গে পাঠায়। এ ঘটনার পর থেকে শুকুর উদ্দিন ও তার স্ত্রীসহ পরিবার পলাতক রয়েছে। এ ঘটনায় থানায় মামলা হবে বলেও জানান ওসি।
চাঁপাইনবাবগঞ্জে জাতীয় ভোটার দিবস উদযাপন

চাঁপাইনবাবগঞ্জে জাতীয় ভোটার দিবস উদযাপন তোমার আমার বাংলাদেশে, ভোট দিব মিলেমিশে-স্লোগানে চাঁপাইনবাবগঞ্জে জাতীয় ভোটার দিবস উদযাপিত হয়েছে। আজ সকালে দিবসটি উদযাপন উপলক্ষে জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে বেলুন উড়িয়ে শোভাযাত্রা শুরু হয়। শোভাযাত্রাটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক ঘুরে একই স্থানে এসে শেষ হয়। পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা নির্বচান অফিসার রেজাউল করিমের সভাপতিত্বে¡ অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক নাকিব হাসান তরফদার, ইসলামিক ফাউন্ডেশন চাঁপাইনবাবগঞ্জের উপ-পরিচালক গোলাম মোস্তফা, এক্সিম ব্যাংক কৃষি বিশ^বিদ্যালয়ের রেজিষ্ট্রার (ভারপ্রাপ্ত) মুসা নাজুল বাপ্পি, অতিরিক্ত নির্বাচন কর্মকর্তা শহিদুল ইসলাম প্রামানিকসহ অন্যরা। অনুষ্ঠানে বক্তারা বলেন, ভোটার হওয়া এবং ভোট দেওয়া প্রত্যেক নাগরিকের সাংবিধানিক অধিকার। নির্বাচনে ভোটাধিকার প্রয়োগের মাধ্যমেই একজন নাগরিক দেশের শাসন ব্যবস্থায় অংশগ্রহণ করে থাকেন। তাই ভোটার হওয়ার সময় সঠিক তথ্য ও নির্ভূল তথ্য দেয়া উচিত। গোমস্তাপুর: গোমস্তাপুরে জাতীয় ভোটার দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে শোভাযাত্রা ও আলোচনার সভার আয়োজন করা হয়। আজ সকালে শোভাযাত্রাটি উপজেলা চত্বর থেকে বের হয়ে ওই এলাকার সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। পরে উপজেলা পরিষদ সভাকক্ষে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার নিশাত আনজুম অনন্যা। এসময় আরো উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কৃৃষ্ণ চন্দ্র, উপজেলা কৃষি কর্মকর্তা তানভীর আহমেদ সরকার, নির্বাচন কর্মকর্তা তোফায়েল আহমেদ, আনসার ও ভিডিও কর্মকর্তা ফরহাদ আলম চৌধুরী, পল্লী উন্নয়ন কর্মকর্তা রাইসুল, ডিএসবির উপপরিদর্শক আনিসুর রহমান, উপজেলা প্রেসক্লাবের সভাপতি আতিকুল ইসলাম আজমসহ অন্যরা। শিবগঞ্জ: শিবগঞ্জেও জাতীয় ভোটার দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে আজ সকালে উপজেলা প্রশাসন ও উপজেলা নির্বাচন অফিসের আয়োজনে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালী বের হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা প্রশাসনের হলরুমে আলোচনা সভায় মিলিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আজাহার আলীর সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য দেন, উপজেলা নির্বাচন কর্মকর্তা শাহ্ মোহাম্মদ আবুল কালাম আজাদ, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. শাহদাৎ হোসেন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা নুরুল ইসলাম, উপজেলা রোভার স্কাউটের সহসভাপতি রবিউল ইসলাম, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকারী শাহাদাত ও উপজেলা নির্বাচন অফিসের অফিস সহকারী কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক সামিউল আলমসহ অন্যরা। এছাড়া উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। শেষে ভোটার তালিকায় নাম অন্তর্ভুক্ত করার জন্য উপজেলার বিভিন্ন এলাকায় ২২ জনকে নতুন ভোটারের ছবি তোলাসহ বিভিন্ন সেবা দেওয়া হয়।
শিবগঞ্জে কিশোরি গৃহবধুকে হত্যার অভিযোগ, আটক ৩

শিবগঞ্জে কিশোরি গৃহবধুকে হত্যার অভিযোগ, আটক ৩ শিবগঞ্জ উপজেলার ধাইনগর ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের ছোট মহেষপুর গ্রামে স্বামীর বাড়িতে আনিলা খাতুন সাথী নামে নববিবাহিতা এক কিশোরি গৃহবধুকে গলাকেটে হত্যার অভিযোগ উঠেছে তার স্বামীর পরিবারের বিরুদ্ধে। সাথীর পরিবার দাবি করেছে, স্বামীর পরিবারের হাতে খুন হয়েছে সাথী। তবে সাথীর স্বামীর পরিবার পুলিশের নিকট দাবি করেছে যে,সাথী আত্মহত্যা করেছে। পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, আজ সকালে স্বামী আশিক আলীর বাড়িতে এ ঘটনার পর পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য সাথীর স্বামী,শ্মশুর আনারুল ইসলাম ও শাশুড়ি তাকলিমা খাতুনকে আটক করেছে। শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ(ওসি) গোলাম কিবরিয়া বলেন, শনিবার সকাল ৯টা থেকে ১০টার মধ্যে ঘটনাটি ঘটে বলে সাথীর স্বামীর পরিবার পুলিশকে জানিয়েছে। সে সময় বাড়িতে সাথীর শাশুড়ি তাকলিমা খাতুন ও ননদ আসিফা(৭) ছাড়া আর কেউ ছিল না। সাথীর স্মামী ও শ্মশুর কাজের জন্য বাইরে ছিল। তারা কৃষিকাজে জড়িত। পরে পুলিশ সংবাদ পেয়ে ঘটনাস্থলে পৌঁছে সাথীর গলাকাটা মরদেহ এবং গলাকাটায় ব্যবহৃত হাসুয়াটি উদ্ধার করে। পারিবারিক কলহের জেরে ঘটনাটি ঘটে বলে ধারণা করা হচ্ছে। মাত্র ২ মাস পূর্বে জেলার সদর উপজেলার চরবাগডাঙ্গা গ্রামের আনিকুল ইসলামের মেয়ে সাথীর বিয়ে হয়। ওসি আরও বলেন, প্রাথমিক তদন্তের পর পুলিশের ধারণা সাখীকে হত্যা করা হতে পারে। কাজে যাবার আগে আশিকের পরিবারের একাধিক সদস্য মিলে সাথীকে হত্যা করে থাকতে পারে। ঘটনার তদন্ত চলছে। সাথীর কোন পরকীয়া প্রেমিক ছিল কিনা সেটিও খতিয়ে দেখা হচ্ছে। মরদেহ সন্ধ্যায় ময়নাতদন্তের জন্য জেলা হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। মামলার বিষয়টি প্রক্রিয়াধীণ। সংশ্লিষ্ট ইউপি চেয়ারম্যান আব্দুল লতিফ ও ইউপি সদস্য আব্দুল মালেক বলেন,সকাল ১০টার পর বিষয়টি জানজানি হয়। বাল্যবিয়ের শিকার মেয়েটি বাকবিতন্ডার এক পর্যায়ে শাশুড়ির হাতে খুন হন, আবার নিজ্ইে আত্মহত্যা করেছে, এমন দুরকমই শোনা গেছে। মেয়েটির পরকীয়া প্রেমের ব্যাপারেও শোনা গেছে।
গোমস্তাপুরে এসএসসি পরিক্ষার্থীদের বিদায় ও কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা

গোমস্তাপুরে এসএসসি পরিক্ষার্থীদের বিদায় ও কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা গোমস্তাপুর উপজেলার আলিনগর স্কুল ও কলেজে এসএসসি পরিক্ষার্থীদের বিদায় ও কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। আজ সকালে স্কুল প্রাঙ্গনে এই উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার নিশাত আনজুম অনন্যা। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন আলিনগর স্কুল ও কলেজের অধ্যক্ষ রবিউল আওয়াল। অন্য অতিথিদের মধ্যে বক্তব্য দেন মাধ্যমিক শিক্ষা অফিসার মুসাহাক আলি, অবসরপ্রাপ্ত শিক্ষক সেতাউর রহমান, শাহজাহান আলী, পিটিআই সভাপতি মসিউর রহমান, কৃষি ব্যাংক রহনপুর শাখা বাব্যস্থাপক আতিকুর রহমান, বিদায়ী ছাত্রী সিফা খাতুন, সাফিয়া তাহসিন, ছাত্র আব্দুস সামাদসহ অন্যান্যরা। আলোচনা শেষে কৃতি শিক্ষার্থীদের মধ্য সম্মাননা ক্রেস্ট বিতরণ করা হয়।
শিবগঞ্জ বিজিবি’র অভিযানে স্মার্টফোন জব্দ

শিবগঞ্জ বিজিবি’র অভিযানে স্মার্টফোন জব্দ শিবগঞ্জ উপজেলার মনোহরপুর সীমান্তে বিজিবির অভিযানে অবৈধ ও চোারাচালানকৃত ৩০টি ভারতীয় স্মার্টফোন সেট জব্দ করা হয়েছে। তবে এই অভিযানে কেউ আটক হয় নি। বিজিবি জানায়, গোপন তথ্যের ভিত্তিতে দুর্লভপুর ইউনিয়নের ঝাইলপাড়া এলাকায় সীমান্তবর্তী পদ্মা নদীর চরে অভিযান চালিয়ে লুকিয়ে রাখা স্মার্টফোনগুলো জব্দ করা হয়। আজ দুপুর সোয়া ১২টার দিকে চাঁপাইনবাবগঞ্জ ৫৩ বিজিবি ব্যাটালিয়নের পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে অভিযান সম্পর্কে জানানো হয়। ৫৩ বিজিবি অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মনির-উজ-জামান জানা, চোরাচালানের জন্য আনা স্মার্টফোনগুলো চাঁপাইনবাবগঞ্জ শুল্ক কার্যালয়ে জমা করার বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।
বাল্যবিয়ে প্রতিরোধে গম্ভীরা ও প্রচারণা

বাল্যবিয়ে প্রতিরোধে গম্ভীরা ও প্রচারণা চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার ঝিলিম ইউনিয়নের আমনুরা কে এম উচ্চ বিদ্যালয় মাঠে আজ বিকেলে ঐতিহ্যবাহী গম্ভীরার মাধ্যমে বাল্যবিয়ে প্রতিরোধে প্রচারণা কর্মসূচি পালিত হয়েছে। এসময় আলোচনা সভা, কুইজ প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণেরও আয়োজন করা হয়। আন্তর্জাতিক সংস্থা ফুড ফর দি হাংরি’র (এফএইচ) চাঁপাইনবাবগঞ্জ এরিয়ার ঝিলিম কমিউনিটি এ অনুষ্ঠানের আয়োজন করে। এতে প্রায় ২০০ শিক্ষক-শিক্ষার্থী ও বিভিন্ন শ্রেণী-পেশার নারী-পুরুষ অংশ নেন। বিকেল সোয়া ৩টায় সংস্থার বাল্যবিয়ে প্রতিরোধ কমিটির সভাপতি আব্দুল হামিদের সভাপতিত্বে এ অনুষ্ঠান শুরু করা হয়। এতে সূচনা বক্তব্য দেনÑ এফএইচের কমিউনিটি টিম লিডার রাজিয়া জান্নাত। অন্যদের মধ্যে বক্তব্য দেনÑ কমিটির সহসভাপতি ও আমনুরা আদর্শ বালিকা উচ্চ বিদ্যালযের প্রধান শিক্ষক কুদরত-ই-খুদা, সংস্থার ঝিলিম কমিউনিটির সিনিয়র এনিমেটর আনোয়ার হোসেন। বক্তারা বলেন, বাল্যবিয়ে একটি সামাজিক ব্যাধি। বাল্যবিয়ের ফলে আমাদের সমাজ ও দেশ থেকে অনেক মেধাবী সন্তান ঝরে পড়ছে। পিছিয়ে যাচ্ছে আমাদের সমাজ ও দেশ। বাল্যবিয়ের ফলে নারীর অধিকার ঠিকমত বাস্তবায়িত হচ্ছে না। মেয়েরা যদি শিক্ষিত না হয়, তবে আমরা পিছিয়ে যাবো। বাল্যবিয়ের ফলে অনেক নারীর জীবনও নষ্ট হয়ে যাচ্ছে। আমাদের সকলকে নিজ নিজ জায়গা থেকে বাল্যবিয়ে প্রতিরোধ করতে হবে। আলোচনা শেষে বাল্যবিয়ের কুফল ও প্রতিরোধে করণীয় বিষয়ে সচেতনতা বৃদ্ধিতে চাঁপাইনবাবগঞ্জের ঐতিহ্যবাহী গম্ভীরা পরিবেশন করা হয়। শেষে বাল্যবিয়ে প্রতিরোধে করণীয় শীর্ষক কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়। বিজয়ীদের পুরস্কার দেয়া হয়। অনুষ্ঠান সঞ্চালনা করেন সংস্থার চাইল্ড প্রমোটর রেনু হেমব্রম।
মারা গেছেন স্কুলশিক্ষক শ্যাম টুডু

মারা গেছেন স্কুলশিক্ষক শ্যাম টুডু চাঁপাইনবাবগঞ্জে সাঁওতাল জনগোষ্ঠীর নেতৃস্থানীয় ব্যক্তি ও স্কুলশিক্ষক শ্যাম টুডু (৭৭) আজ বিকেল ৩টার দিকে মারা গেছেন। তিনি বার্ধক্যজনিত বিভিন্ন রোগে ভুগছিলেন। মৃত্যকালে তিনি স্ত্রী, চার ছেলে, তিন মেয়ে ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। আগামীকাল বেলা ১২টায় পারিবারিক সমাধিক্ষেত্রে তাকে সমাহিত করা হবে। শ্যাম টুডু সদর উপজেলার ঝিলিম ইউপির জলাহার গ্রামের বাসিন্দা ও গ্রামের জলাহার প্রাথমিক বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা এবং উত্তরবঙ্গ আদিবাসী ফোরামের সাধারণ সম্পাদক, সর্বোচ্চ আদালতের আইনজীবী প্রভাত টুডুর পিতা। তাঁর মৃত্যুতে উত্তরবঙ্গ আদিবাসী ফোরামের পক্ষ থেকে গভীর শোক প্রকাশ করা হয়েছে।
চাঁপাইনবাবগঞ্জে “ক্যারিয়ার ফেস্টিভাল” বা “সম্ভাবনার উৎসব” অনুষ্ঠিত

চাঁপাইনবাবগঞ্জে “ক্যারিয়ার ফেস্টিভাল” বা “সম্ভাবনার উৎসব” অনুষ্ঠিত চাঁপাইনবাবগঞ্জে “ক্যারিয়ার ফেস্টিভাল” বা “সম্ভাবনার উৎসব” অনুষ্ঠিত হয়েছে। আজ সকাল ৯:৩০ মিনিট থেকে শুরু হয়ে ক্যারিয়ার ফেস্টিভাল চলে বিকেল ৩টা পর্যন্ত। জেলার হরিমোহন সরকারী উচ্চ বিদ্যালয়ের মাঠ প্রাঙ্গনে এই উৎসব অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসনের সার্বিক সহযোগিতায়, জাতিসংঘ জনসংখ্যা তহবিলের (ইউএনএফপিএ) আর্থিক ও কারিগরী সহায়তায়, দিনব্যাপী এই ফেস্টিভালের আয়োজন করে জেলা মহিলা বিষয়ক অধিদপ্তর ও মাধ্যমিক জেলা শিক্ষা অফিস। জাতিসংঘ জনসংখ্যা তহবিল- ইউএনএফপিএ টেকনিক্যাল অফিসার সুরাইয়া সুলতানার সঞ্চালনায় ফেস্টিভালে উপস্থিত ছিলেন, ঢাকা বিভাগীয় মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের যুগ্মসচিব ফিরোজ উদ্দিন খলিফা, রাজশাহী বিভাগের অতিরিক্ত বিভাগীয় কমিশনার ও যুগ্মসচিব মোহাম্মদ হাবিবুর রহমান, চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট আব্দুস সামাদ। এসময় জেলা প্রশাসক বলেন, শুধু পড়াশোনা জানলেই আর ভালো ছাত্র-ছাত্রী হলেই যে, সেই জীবনে বড় হবে, বড় কিছু করতে পারবে সেটা কিন্তু নয়। বেশী পড়াশোনা ছাড়াও জীবনে এমন অনেক কিছুই করা যায় , যা অনেক সম্মানের। শুধু নিজের প্রতিভাকে ভালো কাজের জন্য বিকশিত করতে হবে। আমাদের সবার মধ্যেই সেই পটেনশিয়াল আছে। শৃধু সঠিক সময়ে সেটা বিকশিত হওয়ার সুযোগ তৈরী করে দিতে হবে। কারণ আমাদের প্রত্যেকের মাঝেই আলাদা আলাদা সম্ভাবনা আছে। তাই যদি আমরা আমাদের লক্ষকে স্থির করতে পারি, তাহলে অবশ্যই আমরা আমাদের লক্ষ্যে পৌঁছাতে পারবো। কাজেই শুধু পড়াশোনা না, ডাক্তার, ইঞ্জিনিয়ার ছাড়াও এমন অনকে প্রফেশন আছে, যার যেদিকে আগ্রহ আমাকে চেষ্টা করতে হবে, সেটাকেই সর্ব্বোচ্চ পর্যায়ে নিয়ে যাওয়ার জন্য। তাহলেই আমরা সফল হবো। আর আমাদেরকে প্রকৃত অর্থে মানুষ হতে হবে। আমরা যদি প্রকৃত অর্থে মনুষত্ববোধ সম্পন্ন আলোকিত মানুষ হতে পারি, তাহলেই আমদের স্বার্থকতা আমাদের আজকের এই আয়োজনের স্বার্থকতা। ফেস্টিভালের শুরুতেই স্বাগত বক্তব্যে, জাতিসংঘ জনসংখ্যা তহবিল -টঘঋচঅ এর প্রোগ্রাম এসিস্ট্যান্ট- আবু নাসের বলেন, কেন বাংলাদেশে বাল্যবিয়ে এতো বেশী। বিশেষ করে নারী এবং মেয়ে শিশুদের প্রতি সহিংসতা সেটা কেনো এতো বেশী। সেই কারণটা হচ্ছে যে, আমরা আমাদের মেয়েদেরকে-নারীদেরকে সমানভাবে পুরুষদের মতো, তাদের যে ইকুয়্যাল ক্যাপাবিলিটি, যে সম্ভাবনা, যে সামর্থ আছে সেভাবে দেখিনা এবং এই ধারণাটা যে শুধু পুরুষদের মধ্যে তা না, এটা আমাদের সামাজিকিকরণ যে প্রক্রিয়া সেটার কারণে আমাদের নারীদের মানসিকতার মধ্যেও অনেকটা গেঁথে দিই। বিশেষ করে কিশোর-কিশোরীদের আপনাদের যে ক্যাপাবিলিটি সেটা যাতে আপনারা ভালো করে জানতে পারেন, যে মানুষগুলো এখানে আজকে আপনাদেরকে কাউন্সিলিং দিচ্ছেন, ইনফরমেশন দিয়ে সমৃদ্ধ করছেন, প্রতিটি মানুষই কিন্তু আপনারা দেখবেন যে, উনারা কিন্তু খুব বেশী দূর থেকে আসেননি। উনারা সবাই আপনাদের সমাজের, আপনাদের আশেপাশের, আপনার-আমার মতোই মানুষ। উনারা যদি পারেন আপনাদের এই বাস্তবতা থেকে উঠে গিয়ে নিজেকে গড়তে পারেন, তাহলে আপনারা কেনো পারবেন না। জীবনে দেখবেন প্রচুর সফল মানুষ আছেন, শুধু এইসব সেক্টরেই আপনাদের সম্ভাবনাটা লিমিটেড না, এটা হচ্ছে যে একটা শুরু, যেখান থেকে আপনারা জানলেই কিভাবে আপনি কোথায় গিয়ে নিজের প্রতিভাকে তুলে ধরবেন। আপনারা একার থেকে জানলেন যে, সবাইকে যে শুদু ডাক্তার, ইঞ্জিনিয়ার হতে হবে, রকেট সায়িন্টিস্ট হতে হবে এমনটা না, এমন হতে হবেনা। পৃথিবীতে অজস্্র প্রফেশন আছে, আপনার নিজের চাহিদা, নিজের যে ইচ্ছা, নিজের যে শক্তি, যে জায়গাটাতে আপনার সম্ভাবনা বেশী, সেই খানেই আপনি নিজেকে বিকশিত করতে পারবেন। আমরা আমাদের স্বপ্নের কথা কখনো খুলে বলিনা। আজকের এই আয়োজনের মূল লক্ষই হচ্ছেঝ, আমরা চাই আপনারা আপনাদের নিজের স্বপ্নের কথাটা জানুন, আরো ভালোভাবে ডিফাইন্ড করুন এবং আপনার পরিবারের যে মানুষ গুলোর সমর্থন আপনার সবথেকে বেশী দরকার, সেই সম্ভাবনার শিখরে পৌঁছানোর জন্য, সেই মানুষগুলোর সাথে কথা বলুন। আর আপনারা বাবা-মায়েরাও, শিক্ষকরা আপনারাও আপনাদের সন্তানের সেই সম্ভাবনাময় স্বপ্নটাকে পূরণ করতে সব্বোচ্চ সহযোগীতা করুন। এসময় আরও উপস্থিত ছিলেন, জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক সাহিদা আখতার, হরিমোহন সরকারি উচ্চ বিদ্যালয় ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক রুবিনা আনিস সহ প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ। উল্লেখ্য, “ক্যারিয়ার ফেস্টিভাল” বা “সম্ভাবনার উৎসব”-এ কিশোর-কিশোরী, অভিভাবক ও শিক্ষক সহ প্রায় ৬’শ নারী অংশগ্রহন করেন। এতে ২০ টি স্টলে প্রত্যেক অংশগ্রহনকারী তাদের ক্যারিয়ারের চ্যালেঞ্জ এবং সাফল্যের গল্প শেয়ার করেন, যা অন্যান্য কিশোর-কিশোরীদের তাদের ভবিষ্যৎ ক্যারিয়ার গঠনে দিক-নির্দেশনা দিয়ে অনুপ্রাণিত করবে।