01713248557

চাঁপাইনবাবগঞ্জে পল্লী বিদ্যুৎ সমিতি চুক্তিভিত্তিক কর্মকর্তা-কর্মচারীদের কর্মবিরতি ৫ দিন পার হলো

চাঁপাইনবাবগঞ্জে পল্লী বিদ্যুৎ সমিতি চুক্তিভিত্তিক কর্মকর্তা-কর্মচারীদের কর্মবিরতি ৫ দিন পার হলো চাকরি স্থায়ীকরণের দাবিতে অনির্দিষ্টিকালের জন্য কর্মবিরতি পালন করছেন চাঁপাইনবাবগঞ্জে পল্লী বিদ্যুৎ সমিতির চুক্তিভিত্তিক কর্মকর্তা ও কর্মচারীরা। সারাদেশের মতন রবিবার পঞ্চম দিনেও সকাল থেকে তারা এ কর্মসূচি পালন করেন। জেলাশহরের নয়াগোলা পল্লী বিদ্যুৎ সমিতির সদর দপ্তরের সামনে তারা ব্যানার-ফেস্টুন নিয়ে অবস্থান করেন তারা। দাবি আদায়ে বিভিন্ন প্লাকার্ড-ব্যানার প্রদর্শন করে ‘চুক্তি থেকে মুক্তি চাই’- এ স্লোগানে সরব ছিলেন তারা। কর্মসূচি চলাকালীন বক্তব্য দেন- আন্দোলনের প্রধান সমন্বয়ক চাঁপাইনবাবগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির ডিজিএম (সদর-কারিগরি) মো. ফিরোজ জামান, নাচোল অফিসের ডিজিএম মো. আব্দুর রহিম, এজিএম (আইটি) আহমদ সালমান তারেক, এজিএম (ইঅ্যান্ডসি) জুবায়ের আহমদ, এজিএম (ওএন্ডএম) শোভন কুমার মহন্ত, সাহাপাড়া অফিসের এজিএম কালিপদ সরকার, মহারাজপুরের এজিএম আমিনুর রসুল ওপেল, শিবগঞ্জ অফিসের এজিএম সোহরাব হোসেন রাজু, জুনিয়র ইঞ্জিনিয়ার সোহেল রানা তরফদার, জুনিয়র ইঞ্জিনিয়ার হাসান আলী মোল্লা, মিটার রিডার মো. আলাউদ্দিনসহ অন্যরা। উল্লেখ্য, গ্রাহকদের জরুরি বিদ্যুৎ পরিষেবা চালু রেখে তারা এই আন্দোলন চালিয়ে যাচ্ছেন। কর্মসূচি থেকে অভিন্ন চাকরি বিধি বাস্তবায়ন ও সকল চুক্তিভিত্তিক কর্মকর্তা ও কর্মচারীদের অবিলম্বে চাকরি স্থায়ীকরণের দাবি জানান বক্তারা।

প্রয়াসের মাসিক সমন্বয় সভা: সংস্থার কার্যক্রম এগিয়ে নেয়ার আহ্বান

প্রয়াসের মাসিক সমন্বয় সভা: সংস্থার কার্যক্রম এগিয়ে নেয়ার আহ্বান   চাঁপাইনবাবগঞ্জে প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটির মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকালে জেলাশহরের বেলেপুকুরে অবস্থিত প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটির প্রধান কার্যালয়ের নকীব হোসেন মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। দিনব্যাপী অনুষ্ঠিত এই সভায় সভাপতিত্ব করেন সংস্থাটির প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক হাসিব হোসেন। প্রয়াসের পরিচালক পঙ্কজ কুমার সরকারের সঞ্চালনায় সভায় উপস্থিত ছিলেন- প্রয়াসের পরিচালক (মানবসম্পদ প্রশাসন ও প্রশিক্ষণ বিভাগ) আলেয়া ফেরদৌস, যুগ্ম পরিচালক নাসের উদ্দিন, সিনিয়র সহকারী পরিচালক আবুল খায়ের খান, সহকারী পরিচালক জুলফিকার আলী ও মমিনুল ইসলাম, কনিষ্ঠ সহকারী পরিচালক মু. তাকিউর রহমান ও ফারুক আহমেদ, তানভির আহম্মেদ রিয়াদ, ফিরোজ আলম, আবুল কালাম আজাদসহ সকল জোনপ্রধান, আঞ্চলিক ও ইউনিট ব্যবস্থাপকরা। সভায় প্রয়াসের চলমান কার্যক্রম ও সংস্থার কর্মকর্তাদের দক্ষতা বৃদ্ধি বিষয়ে আলোচনা হয়। সেই সাথে সংস্থার কার্যক্রম দক্ষতার সঙ্গে এগিয়ে নিতে উপস্থিত কর্মকর্তাদের দিকনির্দেশনা দেন প্রয়াসের প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক হাসিব হোসেন। এছাড়াও চলতি মাস থেকে নতুন যোগ দেওয়া প্রয়াসের পরিচালক পঙ্কজ কুমার সরকারকে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানানো হয়। এদিকে প্রয়াসের ইউনিট-৬২ মহিষবাথানে কর্মরত থাকা প্রশিক্ষণার্থী জুনিয়র অফিসার জসিম উদ্দিন গত ৪ জুলাই সড়ক দুর্ঘটনায় মারা যাওয়ায় সভায় শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানানো হয় এবং তার স্মরণে ১ মিনিট নীরবতা পালন করা হয়।

বীর শ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সেতুতে টোল বৃদ্ধির প্রতিবাদে রিকশা চালকদের অবরোধ

বীর শ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সেতুতে টোল বৃদ্ধির প্রতিবাদে রিকশা চালকদের অবরোধ চাঁপাইনবাবগঞ্জের বীর শ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সেতুতে টোল বৃদ্ধির প্রতিবাদে সড়ক অবরোধ করেছেন রিকশা চালকরা। শনিবার দুপুর ১২টার থেকে মহানন্দা সেতুর টোলপ্লাজা এলাকায় তারা এ প্রতিবাদ কর্মসূচি পালন করেন। এসময় সড়কের দুদিকে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। পরে পুলিশ সদস্যরা এসে পূর্বে টোল আদায় করা হবে এমন আশ্বাস দিলে তারা অবরোধ তুলে নেন এবং যানচলাচল স্বাভাবিক হয়। সেতুটিতে রিকশা প্রতি টোল ৫ টাকা থেকে বৃদ্ধি করে ১০ টাকা নেয়ায় রিকশা চালকরা একজোট হয়ে প্রতিবাদ করে সড়কে অবস্থান নেন। এ বিষয়ে চাঁপাইনবাবগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মেহেদী হাসান জানান, রিকশা চালকরা প্রায় ৫০ মিনিট সড়ক অবরোধ করে রাখে, খবর পেয়ে পুলিশ গিয়ে তাদের বুঝিয়ে সড়ক থেকে সরিয়ে দিয়ে পরিস্থিতি স্বাভাবিক করে। বীর শ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সেতুর টোল আদায়ের দায়িত্বে থাকা ঠিকাদারি প্রতিষ্ঠানের অন্যতম অংশীদার ও চাঁপাইনাবগঞ্জ চেম্বারের সভাপতি আব্দুল ওহেদ জানান, সড়ক ও জনপথ বিভাগের সিডিউল অনুযায়ী রিকশার টোল নির্ধারণ করা আছে ১০ টাকা, আমরা নির্ধারিত হারেই টোল আদায় করছিলাম। রিকশা চালকরা এর প্রতিবাদ করেছে, বিষয়টি নিয়ে আমরা রিকশা চালক সমিতির নেতৃবৃন্দের সাথে আলোচনায় বসে একটা সমাধান করব।

অহরিজন পরিচ্ছন্নতাকর্মীর নিয়োগ বাতিলের দাবিতে বঞ্চিত হরিজনদের সংবাদ সম্মেলন

অহরিজন পরিচ্ছন্নতাকর্মীর নিয়োগ বাতিলের দাবিতে বঞ্চিত হরিজনদের সংবাদ সম্মেলন চাঁপাইনবাবগঞ্জে ২৫০ শয্যাবিশষ্ট জেলা হাসপাতালে সরকারি পরিপত্র উপেক্ষা করে আউটসোসিংয়ের মাধ্যমে ৬ জন অহরিজন পরিচ্ছন্নতাকর্মী নিয়োগ দেয়া হয়েছে বলে অভিযোগ করেছেন হরিজন নেতারা। ওই ৬জনের নিয়োগ বাতিলের দাবি জানিয়ে তারা সাংবাদিক সম্মেলন করেছেন। শনিবার সকাল সাড়ে ১০ টায় চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রেসক্লবে অনুষ্ঠিত সাংবাদিক সম্মেলনে বাংলাদেশ হরিজন ঐক্য পরিষদ চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখা এই দাবি জানায়। সাংবাদিক সম্মেলনে অভিযোগ করা হয়, সম্প্রতি ২৫০ শয্যাবিশষ্ট জেলা হাসপাতালের পরিচ্ছন্নতা কর্মী নিয়োগে হরিজন সম্প্রদায়ের অনেক প্রার্থী থাকলেও তাদের কাউকেই নেয়া হয়নি। লিখিত বক্তব্যে জানানো হয়, সরকারি পরিপত্রে পরিচ্ছন্নতা কর্মী নিয়োগের ক্ষেত্রে ৮০ ভাগ হরিজন সম্প্রদায় থেকে নেয়ার যে বিধান আছে তা মানা হয়নি। গত ২৯ জুন হাসপাতালে আউটসোসিংয়ের মাধ্যমে ৬ জন পরিছন্নতা কর্মী নিয়োগ দেয়া হলেও হরিজন সম্প্রদায়ের একজনকেও নেয়া হয়নি। এর মাধ্যমে হরিজনদেরকে তাদের অধিকার থেকে বঞ্চিত করা হয়েছে। লিখিত বক্তব্য পাঠ করেন সংগঠনটির উপদেষ্টা শ্রী রথিন দাস রুবেল। সাংবাদিক সম্মেলনে বাংলাদেশ হরিজন ঐক্য পরিষদ চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার সভাপতি শ্রী রাজেন হরিজন, সাধারণ সম্পাদক শ্রী জেন্টু হরিজনসহ অন্যরা উপস্থিত ছিলেন। এসময় হরিজনদের দাবির সঙ্গে একাত্মতা ঘোষণা করে বক্তব্য দেন. বাংলাদেশ পুজা উদযাপন পরিষদ চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার সভাপতি ডাবলু কুমার ঘোষ, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ জেলা শাখার সাধারণ সম্পাদক দিলিপ কুমার রায়, বাংলাদেশ ব্রাহ্মন সংসদের জেলা সভাপতি শ্রী বিধান ভট্টাচার্য। এ বিষয়ে চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মাসুদ পারভেজ জানান, আউটসোসিংয়ের মাধ্যমে লোকবল নিয়োগ দেয়া হয়েছে। আউটসোসিংয়ের লোকবল নিয়োগের ক্ষেত্রে আমরা ঠিকাদার নির্বাচন করি। এরপর ঠিকাদার লোকবল সরবরাহ করেন, নিয়োগের বিষয়টি পুরোপুরি ঠিকাদারের ওপর। হাসপাতালের চাহিদার বিপরীতে ঠিকাদারের কাছ থেকে লোকবল বুঝে নেয়ার বাইরে আমার কোনো দায়িত্ব নেই। হাসপাতালে বিভিন্ন পদে আউটসোসিংয়ের লোকবল সরবরাহ করা ঠিকাদার আশরাফুল ইসলাম জানান, সকল বিধি বিধান মেনেই টে-ারে অংশ নিয়ে লোকবল সরবরাহের কাজটি পেয়েছি। লোকবল সরবরাহের ক্ষেত্রে কোনো ধরনের অনিয়ম ও দুনীতি করা হয়নি। হরিজনদের না নেয়া প্রসঙ্গে তিনি বলেন, তারা (হরিজনরা) আগে যোগাযোগ করেনি, নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর এখন বলছে।

চাঁপাইনবাবগঞ্জে দ্রুতই শুরু হবে পর্যটন কেন্দ্রের অবকাঠামো নির্মাণ কাজ: পর্যটন সচিব মোকাম্মেল হোসেন

চাঁপাইনবাবগঞ্জে দ্রুতই শুরু হবে পর্যটন কেন্দ্রের অবকাঠামো নির্মাণ কাজ: পর্যটন সচিব মোকাম্মেল হোসেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব মোকাম্মেল হোসেন চাঁপাইনবাবগঞ্জে মহানন্দায় বাংলাদেশ পর্যটন কর্পোরেশন কর্তৃক গৃহীত শেখ হাসিনা সেতু সংগ্ন এলাকায় পর্যটন কেন্দ্র নির্মাণ প্রকল্প পরিদর্শন করেছেন। এসময় তিনি জানিয়েছেন এর অবকাঠামো নির্মাণ কাজ আগামী সেপ্টম্বর-অক্টোবর মাস থেকেই শুরু হবে এবং দ্রুত সময়ের মধ্যে সকল কাজ শেষ করে পর্যটন কেন্দ্রটি চালু করা হবে। আজ সকালে পরিদর্শনকালে তিনি এ কথা জানান। এ সময় চাঁপাইনবাবগঞ্জ সদর আসনের সংসদ সদস্য আব্দুল ওদুদ, বাংলাদেশ ট্যুরিজম বোর্ড এর প্রধান নির্বাহী কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) আবু তাহের মুহাম্মদ জাবের, চাঁপাইনবাবগঞ্জের জেলা প্রশাসক এ কে এম গালিভ খাঁন, স্থানীয় সরকার, চাঁপাইনবাবগঞ্জের উপপরিচালক দেবেন্দ্র নাথ উরাঁও, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আসিফ আহমেদ, সদর উপজেলা নির্বাহী অফিসার মোছা. তাছমিনা খাতুন, ‘শেখ হাসিনা’ সেতু পর্যটন কেন্দ্রের প্রকল্প পরিচালক মো. জিয়াউল হক, জেলা গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. মোস্তাফিজুর রহমানসহ অন্যরা। পরিদর্শনকালে সচিব মো. মোকাম্মেল হোসেন চলমান কাজগুলো দ্রুত সম্পন্ন করার জন্য সংশ্লিষ্টদের নির্দেশ দেন। এসময় সংসদ সদস্য মো. আব্দুল ওদুদ পর্য়টন কেন্দ্রটি সম্পর্কে সচিবকে অবহিত করেন। সচিব মোকাম্মেল হোসেন পরে জেলা প্রশাসনের কালেক্টরেট শিশু পার্ক ও নাচোলে ইলা মিত্র সংগ্রহশালা পরিদর্শন করেন। প্রথমে তিনি কালেক্টরেট শিশু পার্কটি ঘুরে দেখেন এবং ভূয়সী প্রশংসা করে বলেন এই শিশু পার্কে চাঁপাইনবাবগঞ্জ জেলাসহ দেশের বিভিন্ন অঞ্চলের ইতিহাস ঐতিহ্য ফুটিয়ে তোলা হয়েছে। এটি শিশুদের চিত্তবিনোদনের পাশাপাশি দেশের ইতিহাস ঐতিহ্য সর্ম্পকে ইতিবাচক ভূমিকার রাখবে। এসময় আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আহমেদ মাহবুব-উল-ইসলাম। পরে তিনি জেলার নাচোল উপজেলার নেজামপুর ইউনিয়নে রাওতাড়া গ্রামে নির্মিত “ইলা মিত্র সংগ্রহশালা” পরিদর্শন করেন।

চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার ৩টি ওয়ার্ডে ৪টি সিসি রাস্তা নির্মাণের উদ্বোধন

চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার ৩টি ওয়ার্ডে ৪টি সিসি রাস্তা নির্মাণের উদ্বোধন চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার ৩, ৪ ও ৭ নম্বর ওয়ার্ডে ২০২৩-২০২৪ অর্থ বছরে উপজেলা উন্নয়ন সহায়তা তহবিল খাতে বরাদ্দকৃত প্রকল্পের আওতায় ৪টি সিসি রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে। আজ সকালে এর উদ্বোধন করেন চাঁপাইনবাবগঞ্জ সদর আসনের সংসদ সদস্য আব্দুল ওদুদ। এসময় উপস্থিত ছিলেন ৭নং ওয়ার্ডের কাউন্সিলর নুরুল ইসলাম মিনহাজ, চাঁপাইনবাবগঞ্জ জেলা ঠিকাদার সমিতির সাবেক সাধারণ সম্পাদক ও বিশিষ্ট ব্যবসায়ী রুহুল আমিন রাসেলসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা। রাস্তা ৪টি হচ্ছে ৩ নম্বর ওয়ার্ডের গাবতলা মহল্লায় ২ টি রাস্তা, ৩ নম্বর ওয়ার্ডের ঢাবপাড়া মহল্লায় ১টি ও ৭ নম্বর ওয়ার্ডের নামোরাজরামপুর হালুয়াবান্দা মহল্লায় ১টি। রাস্তাগুলো নির্মাণের ফলে ওইসব এলাকার বাসিন্দাদের দুর্ভোগ লাঘব হবে। এই চারটি রাস্তা নির্মাণে ব্যয় হবে আনুমনিক ২০ লক্ষ ৫০ হাজার টাকা।

সদর উপজেলায় টাকা ও হেরোইনসহ আটক ১

সদর উপজেলায় টাকা ও হেরোইনসহ আটক ১ সদর উপজেলায় পদ্মার দূর্গম চরে মাটির নীচে পুঁতে রাখা ২ কেজি হেরোইন ও নগদ ৫৩ হাজার টাকাসহ এক যুবককে আটক করেছে র‌্যাব। আটকব্যক্তি সদর উপজেলার মধ্যচর রুবেলপাড়া গ্রামের মনিরুল ইসলামের ছেলে কবির। র‌্যাবের পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, নিজবাড়িতে মাদকদ্রব্য বিক্রির উদ্যেশ্যে মজুদ আছে এমন সংবাদের ভিত্তিতে আজ সকালে রুবেলপাড়া গ্রামে অভিযান চালনো হয়। অভিযান চালিয়ে কবিরের বাড়ির আঙ্গিনায় খড়ের স্তুপের নীচ থেকে ওই হেরোইন উদ্ধার হয়। এ ঘটনায় চাঁপাইনবাবগঞ্জ সদর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

চাঁপাইনবাবগঞ্জে সংঘবদ্ধ ধর্ষণের পর হত্যা ও মরদেহ গুমের দায়ে ২ জনের যাবজ্জীবন চাঁপাইনবাবগঞ্জে সেমালী খাতুন ওরফে কান্দুনী নামে এক নারীকে একাধিকবার সংঘবদ্ধ ধর্ষণ, ধর্ষণ শেষে ধারাল অস্ত্র দিয়ে গলা কেটে বিচ্ছিন্ন করে হত্যা ও হত্যার পর, মরদেহ গুমের অভিযোগে দন্ডবিধি এবং নারী ও শিশু নির্যাতন দমন আইনে দায়েরকৃত একটি মামলায় ৩ জনকে যাবজ্জীবন কারাদন্ড, সেই সাথে দন্ডিত দু’জনকে ১ লক্ষ টাকা করে অর্থদন্ড ও একজনকে ১০ হাজার টাকা অর্থদন্ডের আদেশ দিয়েছে আদালত। আচ দুপুরে দুপুরে চাঁপাইনবাবগঞ্জের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনালের বিচারক-সিনিয়র জেলা ও দায়রা জজ নরেশ চন্দ্র সরকার আসামীদের উপস্থিতিতে আদেশ প্রদান করেন। দন্ডিতরা হলেন-চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলার বালুটুঙ্গী গ্রামের মৃত গামজাদের ছেলে জাক্কার, একই গ্রামের মৃত মিয়ারুদ্দীনের ছেলে মুনসুর আলীও মুশরীভুজা গ্রামের আব্দুল কারীমের ছেলে মফিদুল ইসলাম ওরফে সাহিরুল। এদের মধ্যে জাক্কার ও মফিদুলকে ১ লক্ষ টাকা এবং মুনসুরকে ১০ হাজার টাকা অর্থদন্ড করেন ট্রাইবুনাল। নিহত সেমালী ভোলাহাটের ঘাইবাড়ী গ্রামের এন্তাজ আলীর মেয়ে। মামলার বিবরণ ও আদালত সূত্রে জানা যায় এবং রাষ্ট্রপক্ষের আইনজীবী (ষ্পেশাল পিপি) এনামুল হক বলেন,২০২০ সালের ১৭ আগষ্ট সকালে ভোলাহাটের দলদলি ইউনিয়নের রাঙ্গামাইটা বিলে ঘাস কাটতে গিয়ে নিখোঁজ হন তালাক প্রাপ্তা সেমালী। পরদিন ১৮ আগষ্ট সকালে ওই বিলের ধানক্ষেতের ভেতর একটি আমগাছের নীচে তাঁর মস্তকবিহীন মরদেহ উদ্ধার হয়। মাথা পাওয়া যায় বেশ কয়েক গজ দূরে। এ ঘটনায় ওইদিন তাঁর মেয়ে ভোলাহাট থানায় অজ্ঞাতনামাদের আসামী করে মামলা করেন। মামলার তদন্ত কর্মকর্তা(আইও) ও ভোলাহাট থানার তৎকালীন পরিদর্শক আনোয়ার হোসেন ২০২০ সালের ৩১ ডিসেম্বর তদন্তে প্রাপ্ত ওই তিন আসামীকে অভিযুক্ত করে আদালতে চার্জশীট দাখিল করেন। ১৩ জনের সাক্ষ্য, প্রমাণ ও শুনানী শেষে ট্রাইবুনাল ওই ৩ জনকে দোষী সাব্যস্ত করে সাজা ঘোষণা করেন। আসামীপক্ষে মামলা পরিচালনা করেন এ্যাড. তসিকুল ইসলাম, আব্দুল বারীসহ অন্যরা।

চাঁপাইনবাবগঞ্জে হরিজন সম্প্রদয়ের মাঝে বেঞ্চ সরবরাহ ও অন্যান্য উপকরণ বিতরণ

চাঁপাইনবাবগঞ্জে হরিজন সম্প্রদয়ের মাঝে বেঞ্চ সরবরাহ ও অন্যান্য উপকরণ বিতরণ ২০২৩-২০২৪ অর্থবছরে উপজেলা উন্নয়ন সহায়তা তহবিল খাতে বরাদ্দকৃত প্রকল্পে চাঁপাইনবাবগঞ্জ কোর্ট বাগানের হরিজন সম্প্রদয়ের মধ্যে বেঞ্চ সরবরাহ ও আসবাবপত্রসহ বিভিন্ন উপকরণ বিতরণ করা হয়েছে। আজ বিকেলে রেলস্টেশন বস্তি এলাকায় এসব আসবাবপত্র ও অন্যান্য উপকরণ বিতরণ করেন, চাঁপাইনবাবগঞ্জ সদর-৩ আসনের সংসদ সদস্য আব্দুল ওদুদ। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর চাঁপাইনবাবগঞ্জ সদর এর আয়োজনে বিতরণ অনুষ্ঠানে অন্যানের মাঝে উপস্থিত ছিলেন, চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা প্রকৌশলী সাদরুল ইসলাম, সহকারী প্রকৌশলী আখতারুজ্জামান, চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক ও জেলা ঠিকাদার সমিতির সাবেক সাধারণ সম্পাদক রুহুল আমিন রাসেল। বিতরণ অনুষ্ঠান পূর্বে হরিজনদের বিভিন্ন সমস্যা নিয়ে বক্তব্য রাখেন, মুক্তা। বিভিন্ন উপকরনের মধ্যে ছিল বেঞ্চ, চেয়ার, ডেগচি, থালাবাসনসহ অন্যান্য উপকরণ।

নাচোলে সাওতাল বিদ্রোহ দিবসের ১৬৯ তম বার্ষিকী উদযাপন

  নাচোলে সাওতাল বিদ্রোহ দিবসের ১৬৯ তম বার্ষিকী উদযাপন   নাচোল উপজেলায় ঐতিহাসিক সাঁওতাল বিদ্রোহ দিবসের ১৬৯ তম বার্ষিকী উদযাপন হয়েছে। আজ বিকালে বৃষ্টি মাথায় নিয়ে নেজামপুর ইউনিয়নের ফুলকুঁড়ি গ্রামে ফুলকুঁড়ি আদিবাসী স্মৃতি সংঘের সহযোগিতায় নাচোল শাখা জাতীয় আদিবাসী পরিষদ  এ অনুষ্ঠান আয়োজন করে। দিবসটি উপলক্ষে আলোচনা সভা ও র‌্যালী অনুষ্ঠিত হয়। ফুলকুঁড়ি আদিবাসী স্মৃতি সংঘের কার্যালয়ে আদিবাসী নেতা টুনু পাহানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য দেন সুভাস চন্দ্র হেমব্রম, নরেশ হাসদা, স্মৃতি পাহান, ওয়াজেদ পারভেজ, জয়নাল আবেদীন, তরুন উরাওসহ অন্যরা। বিপুল সংখ্যক নারী-পুরষ সমাবেশে বক্তারা বলেন, ১৮৫৫ সালে বিট্রিশ সা¤্রাজ্যবাদী সরকারের শোষণের বিরুদ্ধে সাঁওতাল বিদ্রোহের মাধ্যমে যে সংগ্রাম শুরু হয়েছিল তা আজও চলছে। কাজেই সংগ্রামও চলবে। বিদ্রোহের অবিসংবদিত নেতা সিধু-কানুকে স্মরণ করে বক্তরা  আদিবাসী হিসাবে সাংবিধানিক স্বীকৃতি, সমতলের আদিবাসীদের জন্য পৃথক মন্ত্রণালয়, স্বাধীন ভূমি কমিশন গঠনসহ ১৯৫০ সালের রাষ্ট্রীয় প্রজাস্বত্ব আইনের ৯৭ ধারা কার্যকরের দাবি জানান। সভাশেষে র‌্যালী বের করা হয়।