চাঁপাইনবাবগঞ্জ-ঢালারচর বন্ধ,আন্তঃনগর পদ্মায় সংযোগ শাটল ট্রেন

চাঁপাইনবাবগঞ্জ-ঢালারচর বন্ধ, আন্তঃনগর পদ্মায় সংযোগ শাটল ট্রেন চাঁপাইনবাবগঞ্জ থেকে ঢালারচর ট্রেনটি বাতিল করে শাটল ট্রেন দেয়া হয়েছে। আন্তঃনগর পদ্মা এক্সপ্রেসের সঙ্গে সংযোগকারী ট্রেন হিসেবে এই শাটল ট্রেনটি দেয়া হয়েছে। আগামী ১০ মার্চ সোমবার থেকে দুপুর সোয়া ২টায় চাঁপাইনবাবগঞ্জের যাত্রীরা রাজশাহী থেকে আন্তঃনগর পদ্মা এক্সপ্রেসে ঢাকায় যেতে পারবেন। চাঁপাইনবাবগঞ্জ রেলস্টেশন মাস্টার মোহাম্মদ ওবায়দুল্লাহ জানান, ট্রেনটি চাঁপাইনবাবগঞ্জ শাটল-১ নামে ১০টা ৩৫ মিনিটে চাঁপাইনবাবগঞ্জে আসবে এবং দুপুর ২টা ১৫ মিনিটে শাটল-২ হয়ে চাঁপাইনবাবগঞ্জ থেকে রাজশাহীতে পৌঁছাবে বিকাল ৩টা ৪০ মিনিটে। এর ফলে ঢাকাগামী যাত্রীরা পদ্মায় অনায়াসে ঢাকা যেতে পারবেন। রেলওয়ে সূত্রে জানা গেছে, ঢালারচর ট্রেনটিই রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ পর্যন্ত শাটল ট্রেন নামে চলাচল করবে। তবে রাজশাহী-ঢালারচর পর্যন্ত ঢালারচর নামেই চলাচল করবে।
জেলায় গ্রাম আদালত কার্যক্রমের অর্ধবার্ষিক সমন্বয় সভা

জেলায় গ্রাম আদালত কার্যক্রমের অর্ধবার্ষিক সমন্বয় সভা জেলা পর্যায়ে গ্রাম আদালত কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা ও করণীয় শীর্ষক অর্ধবার্ষিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ সকালে জেলা প্রশাসন চাঁপাইনবাবগঞ্জ ও বাংলাদেশে গ্রাম আদালত সক্রিয়করণ ৩য় পর্যায় প্রকল্প আয়োজনের জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক আব্দুস সামাদের সভাপতিত্বে সমন্বয় সভায় প্রধান অতিথি ছিলেন চাঁপাইনবাবগঞ্জ জেলা ও দায়রা জজ মিজানুর রহমান। সভায় উপস্থিত ছিলেন, চাঁপাইনবাবগঞ্জ স্থানীয় সরকার শাখার ভারপ্রাপ্ত উপপরিচালক ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) নাকিব হাসান তরফদার, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আনিসুর রহমান, সদর উপজেলা নিবার্হী অফিসার তাছমিনা খাতুন, নাচোল উপজেলা নিবার্হী অফিসার নীলুফা সরকার, শিবগঞ্জ উপজেলা নিবার্হী অফিসার আজহার আলীসহ বাংলাদেশ গ্রাম আদালত সক্রিয়করণ তৃতীয় পর্যায় প্রকল্পের কর্মকর্তাগণ। বাংলাদেশের গ্রামীন এলাকার জনগণ বিশেষতঃ নারী ,জাতিগত সংখ্যালঘু এবং সুবিধাবঞ্চিত গোষ্ঠির মানুষের ন্যায়বিচারের সুযোগ বৃদ্ধি করা হচ্ছে প্রকল্পের মূল উদ্দেশ্য এবং স্থানীয় সরকার বিভাগ স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের বাস্তবায়নে ও সহযোগি সংস্থা ইকো সোশ্যাল ডেভলপমেন্ট অরগানাইজেশন ই এস ডিওর জেলার ৫টি উপজেলার ৪৫ টি ইউনিয়নে প্রত্যক্ষভাবে বাংলাদেশ গ্রাম আদালত সক্রিয়করণ ৩য় পর্যায় প্রকল্পে কাজ চলমান রয়েছে বলে জানান আয়োজকরা।
চাঁপাইনবাবগঞ্জে সিপিবির ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

চাঁপাইনবাবগঞ্জে সিপিবির ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত বাংলাদেশের কমিউনিস্ট পার্টি-সিপিবি’র ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকী চাঁপাইনবাবগঞ্জেও পালিত হয়েছে। আজ বেলা ১১টায় সিপিবি, চাঁপাইনবাবগঞ্জ জেলা কমিটির উদ্যোগে এ উপলক্ষে এক পথসভা অনুষ্ঠিত হয়। নবাবগঞ্জ সরকারি কলেজের সামনে অনুষ্ঠিত পথসভায় সভাপতিত্ব করেন জেলা কমিটির সভাপতি কমরেড ইসরাইল সেন্টু। এতে বক্তব্য দেন— জেলা কমিটির সদস্য ও কেন্দ্রীয় সংগঠক কমরেড অ্যাডভোকেট আবু হাসিব ও জেলা কমিটির সাধারণ সম্পাদক কমরেড কামাল উদ্দিন। বক্তারা পার্টির ৭৭ বছরের দেশের ঐতিহাসিক আন্দোলন সংগ্রামে অংশগ্রহণ ও ভূমিকার বর্ণনা করেন। এছাড়াও কৃষক শ্রমিক মেহনতি মানুষের অধিকার আদায়ের ইতিহাস, দরিদ্র জনগোষ্ঠীর ভাতের আন্দোলন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, সারাদেশে রেশনিং ব্যবস্থা চালু করাসহ নিত্যপণ্যের বাজার নিয়ন্ত্রণ, তেল গ্যাস খনিজসম্পদ রক্ষা জাতীয় কমিটির ব্যানারে দেশের জাতীয় সম্পদ রক্ষার আন্দোলনের ইতিহাস তুল ধরেন বক্তারা।
চাঁপাইনবাবগঞ্জে উত্তরবঙ্গ থেকে উপদেষ্টা নিয়োগের দাবিতে মানববন্ধন

চাঁপাইনবাবগঞ্জে উত্তরবঙ্গ থেকে উপদেষ্টা নিয়োগের দাবিতে মানববন্ধন উত্তরবঙ্গ থেকে উপদেষ্টা নিয়োগের দাবিতে চাঁপাইনবাবগঞ্জে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বারবার অবহেলার প্রতিবাদ ও বৈষম্যহীন বাংলাদেশ গড়তে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন জেলা শাখার আয়োজনে আজ বিকেলে নবাবগঞ্জ সরকারি কলেজ গেটের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বক্তারা বলেন, অন্তর্বর্তীকালীন সরকার গঠনের শুরু থেকেই দেখা যাচ্ছে, দেশের উত্তরবঙ্গ বৈষম্যের শিকার হচ্ছে। এই অঞ্চল থেকে এখন পর্যন্ত কোনো উপদেষ্টা নিয়োগ দেয়া হয়নি। অথচ স্বৈরাচার সরকারের বিরুদ্ধে বৈষম্যবিরোধী আন্দোলনে উত্তরবঙ্গের অবদান ছিল গুরুত্বপূর্ণ। এমনকি শত শত মানুষ আন্দোলনে গিয়ে হতাহতের ঘটনা ও প্রাণহানি হয়েছে। এরপরও উপদেষ্টা নিয়োগে উত্তরবঙ্গের প্রতি বৈষম্য করা হয়েছে। মানববন্ধনে বক্তব্য দেন, জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক আব্দুর রাহিম, সদস্য সচিব সাব্বির আহমেদ, মুখ্য সংগঠক মোত্তাসিন বিশ্বাস, যুগ্ম আহ্বায়ক মাহিন খানসহ অন্যরা।
চাঁপাইনবাবগঞ্জে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মোটরসাইকেল চালক ব্যবসায়ী নিহত

চাঁপাইনবাবগঞ্জে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মোটরসাইকেল চালক ব্যবসায়ী নিহত চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলায় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মোটরসাইকেল চালক তহরুল ইসলাম নামে লেদ মেশিন ব্যবসায়ী এক ব্যাক্তি নিহত হয়েছেন। তিনি নাচোল উপজেলার উজিরপুর আখিলা গ্রামের মৃত আলেফ শেখের ছেলে। পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, আজ বিকাল ৪টার দিকে ঝিলিম ইউনিয়নের ঝিলিম বাজার এলাকায় রাজশাহীর গোদাগাড়ী থেকে নাচোলগামী সড়কে ঘটনাটি ঘটে। সদর থানার ওসি মতিউর রহমান বলেন, নাচোলগামী ট্রাকটিকে ওভারটেক করতে গিয়ে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে ওই ট্রাকের পেছনের চাকায় পিষ্ট হন তহরুল। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। পুলিশ মরদেহ উদ্ধারের পর আবেদনের প্রেক্ষিতে পরিবারের নিকট হস্তান্তর করেছে। ঘটনার পরপরই ট্রাক চালক ট্রাক নিয়ে পালিয়ে যায়। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহন প্রক্রিয়াধীন বলেও জানান ওসি।
২৫ ও ২৬ মার্চ পালনে প্রস্তুতি সভা

২৫ ও ২৬ মার্চ পালনে প্রস্তুতি সভা চাঁপাইনবাবগঞ্জে ২৫ মার্চ গণহত্যা দিবস পালন এবং ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদ্যাপন উপলক্ষে স্থানীয় কর্মসূচি প্রণয়ন সংক্রান্ত প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকাল ১০টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসন এই সভার আয়োজন করে। জেলা প্রশাসক মো. আব্দুস সামাদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন- বীর মুক্তিযোদ্ধা তরিকুল আলম, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. আফাজ উদ্দিন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) নাকিব হাসান তরফদার, অতিরিক্ত পুলিশ (ক্রাইম অ্যান্ড অপস) এ.এন.এম. ওয়াসিম ফিরোজ, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা আব্দুর রাহিমসহ বীর মুক্তিযোদ্ধাগণ, সরকারি দপ্তর প্রধানগণ, শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ। বিস্তারিত আলোচনার পর দিবস দুটি যথাযোগ্য মর্যাদায় পালনের সিদ্ধান্ত হয়।
পিছিয়ে পড়া জনগোষ্ঠীর সাথে জনসংযোগ শীর্ষক সেমিনার

পিছিয়ে পড়া জনগোষ্ঠীর সাথে জনসংযোগ শীর্ষক সেমিনার ‘প্রবাসীর অধিকার আমাদের অঙ্গীকার, বৈষম্যহীন বাংলাদেশ, আমাদের সবার, ‘নিয়ম মেনে বিদেশ গেলে অর্থ সম্মান দুই-ই মেলে’- এমন সব স্লোগানকে সামনে রেখে বুধবার চাঁপাইনবাবগঞ্জ জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসের আয়োজনে সেমিনার অনুষ্ঠিত হয়েছে। দক্ষতা উন্নয়ন ও কর্মসংস্থানের জন্য পিছিয়ে পড়া জনগোষ্ঠীর সাথে জনসংযোগ-২০২৫ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্য দেন- জেলা প্রশাসক মো. আব্দুস সামাদ। জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সেমিনারে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) নাকিব হাসান তরফদার। মূল প্রবন্ধ উপস্থাপন করেন- জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসের সহকারী পরিচালক মো. আখলাক-উজ-জামান। আলোচনায় অংশ নেন- চাঁপাইনবাবগঞ্জ কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষ মো. আব্দুর রহিম, প্রবাসী কল্যাণ ব্যাংক চাঁপাইনবাবগঞ্জ শাখার সেকেন্ড অফিসার কার্তিক কুমার প্রাং, জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক আব্দুল মান্নান, জেলা ট্রাক ট্যাংকলরি ও কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের সভাপতি সাইদুর রহমান, সফল প্রবাসী সুমন আলী, হরিজন সম্প্রদায়ের রথিন্দ্র নাথ। জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক সাহিদা আখতার, জেলা সমাজসেবা অধিদপ্তরের উপপরিচালক উম্মে কুলসুমসহ বিভিন্ন পেশার প্রতিনিধিরা সেমিনারে অংশগ্রহণ করেন। বক্তারা দেখে-শুনে, জেনে-বুঝে বিদেশ যাবার পরামর্শ দেন।
চাঁপাইনবাবগঞ্জে সড়ক দূর্ঘটনায় ইন্সুরেন্স কর্মকর্তা নিহত

চাঁপাইনবাবগঞ্জে সড়ক দূর্ঘটনায় ইন্সুরেন্স কর্মকর্তা নিহত শিবগঞ্জ উপজেলায় একটি ওষুধ কোম্পানীর কাভার্ড ভ্যানের সাথে সংঘর্ষে সড়কে ছিটকে পড়ার পর ইটবোঝাই ট্রাক্টর ট্রলির নীচে চাপা পড়ে মাসুদ রানা নামে মোটরসাইকেল চালক এক যুবকের মৃত্যু হয়েছে। মাসুদ শিবগঞ্জের মনাকষা ইউনিযনের ৪ নং ওয়ার্ডের রানীনগর গ্রামের মৃত আইনাল হকের ছেলে ও ট্রাষ্ট ্ইসলামী লইফ ইন্সুরেন্স কোম্পানীর মনাকষা ব্রাঞ্চ ম্যানেজার ছিলেন। পুলিশ, সহকর্মী ও স্থানীয় সূত্রে জানা যায়, আজ সকাল সাড়ে ৯টার দিকে চাঁপাইনবাবগঞ্জ সদর থেকে মোটরসাইকেলযোগে মনাকষা ফেরার পথে মনাকষা বনকুল মোড়ে আঞ্চলিক সড়কে বিপরীত দিক থেকে আসা ওষুধ কোম্পানীর গাড়ির ধাক্কায় সড়কে ছিটকে পড়েন মাসুদ। এ সময় বিপরীত দিক থেকে আসা অপর একটি ইটবোঝাই ট্রাক্টর ট্রলির নীচে চাপা পড়েন তিনি। ঘটনাস্থলে আহত মাসুদকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাঁকে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। কিন্তু সেখানে নেবার পূর্বেই তাঁর মৃত্যু হয়। শিবগঞ্জ থানার ওসি গোলাম কিবরিয়া বলেন, এ ঘটনাায় পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।
জেলা কারাগারে অবৈধ, বেআইনী লেনদেন ও অনিয়মের বিরুদ্ধে বিক্ষোভ

জেলা কারাগারে অবৈধ, বেআইনী লেনদেন ও অনিয়মের বিরুদ্ধে বিক্ষোভ চাঁপাইনবাবগঞ্জ জেলা কারাগারে বন্দী সংক্রান্ত বিভিন্ন কার্যক্রমে অবৈধ ও বেআইনী লেনদেন হচ্ছে এবং কারাগারে বিভিন্ন অনিয়ম চলছে দাবি করে এর প্রতিবাদে জেল গেটে বিক্ষোভ ও অবস্থান কর্মসূচী পালিত হয়েছে। আজ সকালে ‘সাধারণ ছাত্র-জনতা, চাঁপাইনবাবগঞ্জ জেলা’ ব্যানারে বৈষম্যবিরোধি ছাত্র আন্দোলন ও ছাত্র অধিকার পরিষদ, চাঁপাইনবাবগঞ্জের নেতাকর্মীরা কর্মসূচীতে যোগ দেন। কর্মসূচী চলাকালে বক্তব্য দেন, বৈষম্যবিরোধি ছাত্র আন্দোলনের মূখপাত্র মুত্তাসিন বিশ^াস, নুর আশিক তানভীর, সাদ হোসেন মুজাহিদ, গণ অধিকার পরিষদের ওয়ালিদ হাসান, ছাত্র অধিকার পরিষদের মাহিন খানসহ অন্যরা। বক্তরা কারা কর্তৃপক্ষের বিরুদ্ধে অভিযোগ করে বলেন, মাদক ব্যবসায়ীসহ কিছু বন্দী টাকার বিনিময়ে কারাগারে বেশি সুবিধা পেলেও সাধারণ বন্দীরা অবহেলিত। কারাগারে চলছে ঘুষ বানিজ্য, সিট বানিজ্য। মোবাইল ফোন ও ক্যান্টিন সুবিধা নিতে অনেক বেশী টাকা লাগে। বন্দীদের সাথে দেখা করিয়ে দেয়ার জন্য প্রচুর টাকা নেয়া হয় স্বজনদের নিকট থেকে। কারা হাসপাালে চলছে সিট বানিজ্য। অথচ যে সব অসুস্থ সাধারণ কয়েদী ও হাজতীর চিকিৎসা প্রয়োজন তাঁরা তা পায় না। মাদক ব্যবসায়ীরা বিশেষ সুবিধা পায়। জামিন হওয়া আসামী ছাড়তেও টাকা নেয়া হয় নতুবা তাঁদেও মুক্তি বিলম্বিত হয়। এমনকি বন্দীদের দিয়ে বর্জ্য পরিস্কার ও পশু পালণের মত কাজও করানো হয় এই কারাগারে। এসব গোপন কিছু নয়। বিভিন্ন উদহারণ তুলে ধরে তাঁরা বলেন,সকলেই এখন এসব অবৈধ কারবার সম্পর্কে জানে। বক্তরা এসব বেআইনী লেনদেনের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারী উচ্চারণ করে বলেন, অবিলম্বে এসব কারবার বন্ধ করতে হবে। জেল কর্তৃপক্ষকে ৭ দিনের আল্টিমেটাম দিয়ে ছাত্র নেতারা বলেন, এ সব বন্ধ না হলে জেলখানা ঘেরাও সহ বৃহত্তর কর্মসূচী দেয়া হবে। কর্তৃপক্ষ কোনভাবেই ছাড় পাবেন না। এব্যাপারে জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট আব্দুস সামাদ বলেন, অভিযোগকারীরা যদি লিখিত আকারে কোন সুনির্দিষ্ট অভিযোগ দেয় তবে তা তদন্ত করে দেখা হবে। তদন্তেই প্রকৃত অবস্থা উঠে আসবে। সেই অনুযাযী ব্যবস্থা নেয়া হবে।
মা ও শিশুদের পুষ্টি চাহিদা পূরণে বসতবাড়িতে মাসরুম উৎপাদন বিষয়ক প্রশিক্ষণ

মা ও শিশুদের পুষ্টি চাহিদা পূরণে বসতবাড়িতে মাসরুম উৎপাদন বিষয়ক প্রশিক্ষণ মা ও শিশুদের পুষ্টি চাহিদা পূরণে বসতবাড়িতে মাসরুম উৎপাদন বিষয়ক ২ দিন ব্যাপী প্রশিক্ষণ শুরু হয়েছে। চাঁপাইনবাবগঞ্জ এরিয়া প্রোগ্রাম, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর আয়োজনে এবং কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, চাঁপাইনবাবগঞ্জ এর সহযোগীতায় মা ও শিশুদের পুষ্টি চাহিদা পূরণে ৫ ও ৬ মার্চ এই প্রশিক্ষণ অনুষ্ঠিত হবে। আজ সকালে হর্টিকালচার সেন্টারে প্রশিক্ষণের উদ্বোধন করেন এবং অংশগ্রহণকারীদের উদ্দেশ্যে পরামর্শ ও মাসরুম চাষে উৎসাহ প্রদান করেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ পরিচালক, কৃষিবিদ ড. পলাশ সরকার। বিশেষ অতিথি ছিলেন হর্টিকালচার সেন্টারের উপ পরিচালক কৃষিবিদ এ.কেএম মনজুরে মাওলা। অতিথিগণ তাদের বক্তব্যে বলেন যে, প্রান্তিক জনগোষ্ঠির জন্য মাসরুম একটা সময়উপযোগী প্রোটিন সমৃদ্ধি সবজি যার মধ্যে ঔষধি গুনাগুন রয়েছে। এই মাসরুম খেতেও সুস্বাদু যা আমাদের শরীরের পুষ্টি ঘাটতি পূরণসহ বানিজ্যিকভাবে উৎপাদন করে পরিবারের অর্থনৈতিক সমৃদ্ধিও আনতে পারে। উপ পরিচালক মহোদয়গণ এ মাসরুম চাষের জন্য কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এর মাধ্যমে অংশগ্রহনকারীদের সার্বিক সহযোগীতা প্রদানের আশ^াস প্রদান করেন। উল্লেখ্য ২ দিনব্যাপি প্রশিক্ষণ পরিচালনা করবেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের জে এম আর এস কৃষিবিদ ড. মো. জহুরুল ইসলাম। এছাড়া উক্ত প্রশিক্ষণে অংশগ্রহনকারীদের শিশু ও মায়েদের পুষ্টি সমস্যা নিরোসনের জন্য বসতবাড়ীতে মাসরুম চাষের গুরুত্ব তুলে ধরেন ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের এরিয়া প্রোগ্রাম ম্যানেজার মি. জেমস বিশ^াস, এবং টেকনিক্যাল প্রোগ্রাম স্পেশালিস্ট, ইফতেখার উদ্দিন আহমেদ, এসিও। উক্ত প্রশিক্ষণ আয়োজনে সার্বিক সহযোগীতা প্রদান করেন সিনিয়র প্রোগ্রাম অফিসার মি. শ্যামল এইচ কস্তা ও সুজন গ্রেগরী।