শিবগঞ্জে কাঞ্চন দাসকে বিদায় সংবর্ধনা দিল সনাতন সম্প্রদায়

শিবগঞ্জে কাঞ্চন দাসকে বিদায় সংবর্ধনা দিল সনাতন সম্প্রদায় শিবগঞ্জ উপজেলা সমাজসেবা কর্মকর্তা কাঞ্চন কুমার দাসকে বদলিজনিত বিদায় সংবর্ধনা দেয়ায়া হয়েছে। আজ দুপুরে শিবগঞ্জ উপজেলার সর্বস্তরের সনাতন সম্প্রদায়ের আয়োজনে বাবুপাড়া দুর্গামন্দির প্রাঙ্গণে এই বিদায় সংবর্ধনা দেয়া হয়। তর্তিপুর মহাশশ্মান কমিটির সভাপতি সাধন চন্দ্র মনিগ্রামের সভাপতিত্বে বক্তব্য দেন, সদ্য বিদায়ী উপজেলা সমাজসেবা কর্মকর্তা কাঞ্চন কুমার দাস, তর্তিপুর মহাশশ্মান কমিটির সাধারণ সম্পাদক কমল কুমার ত্রিবেদী, শ্রী গণপতি বারেক ও নাড়ু গোপাল পালসহ অন্যরা। এ সময় কাঞ্চন কুমার দাস বলেন, আমি আপনাদের কাছে আপনজন হয়ে থাকতে চাই। এখান থেকে চলে গেলেও পিছিয়ে পড়া সনাতন সম্প্রদায়ের উন্নয়নসহ বিভিন্ন বিষয়ে সাফল্য তাকে যেনো আনন্দ দেয় তিনি সে প্রত্যাশা করেন। তার এই দীর্ঘ সময়ের কার্যক্রমের সংশ্লিষ্টতায় কেউ যদি কোনো কষ্ট পেয়ে থাকেন, তিনি তার জন্য দুঃখ প্রকাশ ও ক্ষমা প্রার্থনা করেন। এছাড়া উপজেলার বিভিন্ন এলাকার সনাতন সম্প্রদায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। পরে সম্মাননার ক্রেস্ট তুলে দেয়া হয়।
আন্তর্জাতিক নারী দিবসে বালিয়াডাঙায় আলোচনা সভা

আন্তর্জাতিক নারী দিবসে বালিয়াডাঙায় আলোচনা সভা আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষ্যে বালিয়াডাঙা ইউনিয়নে মানপুর বেসরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ সকালে সদর উপজেলার মানপুর বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুর রহিমের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, পাঠানপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক ফারুকা বেগম। আরো উপস্থিত ছিলেন, নবাবগঞ্জ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মুফতি হানিফ মো: আব্দুল কাদের, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ- চাঁপাইনবাবগঞ্জের প্রোগ্রাম অফিসার উত্তম মন্ডল, বালিয়াডাঙা ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান আব্দুল মান্নানসহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ। অনুষ্ঠানটিতে সহযোগিতা করেছে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ- চাঁপাইনবাবগঞ্জ। অনুষ্ঠানে বক্তারা বলেন, নারীদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে পরিবার থেকেই। কন্যাশিশুদের পড়াশোনা, আত্মনির্ভরশীল হবার জন্য বিভিন্ন ধরনের উন্নয়ন ও দক্ষতামূলক কাজ শেখাতে হবে। যাতে করে তারা ভূলপথে বা উন্নয়নের ধরাছোয়ার বাইরে চলে না যায়। এছাড়াও পরিবারে ছেলেমেয়ে উভয় সন্তানের জন্য সমান খাবার ও অধিকারের ব্যবস্থা করতে হবে।
শিবগঞ্জে গরুকে গোসল করাতে গিয়ে নদীতে ডুবে শিশুর মৃত্যু

শিবগঞ্জে গরুকে গোসল করাতে গিয়ে নদীতে ডুবে শিশুর মৃত্যু শিবগঞ্জ উপজেলায় তর্তিপুর সেতু সংলগ্ন পাগলা নদীতে বাবার সাথে নিজেদের পোষা গরুকে গোসল করাতে নিয়ে গিয়ে মারুফ আলী নামে এক শিশুর ডুবে মৃত্যু হয়েছে। সে উজিরপুর ইউনিয়নের উত্তর উজিরপুর গ্রামের মাহিদুর রহমানের ছেলে ও স্থানীয় প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণীর ছাত্র ছিল। পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, আজ সকালে তর্তিপুর ব্রীজের পাশে পাগলা নদীতে বাবার সাথে নিজেদের গরুকে গোসল করাতে নিয়ে গিয়ে ডুবে যেতে থাকে সাঁতার না জানা মারুফ। তার বাবা ঘটনা টের পেয়ে তাকে টেনে তোলার চেষ্টা করে ব্যর্থ হলে স্থানীয়রা এগিয়ে এসে তাকে পানি থেকে টেনে তুলে। উদ্ধারের পরপরই মারুফকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে দুপুর পৌনে ১২টার দিকে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ(ওসি) গোলাম কিবরিয়া বলেন, পুলিশ মরদেহ উদ্ধারের পর প্রয়োজনীয় আইনী ব্যবস্থা গ্রহণ শেষে আবেদনের প্রেক্ষিতে লাশ পরিবারের নিকট হস্তান্তর করেছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।
জেলায় আন্তর্জাতিক নারী দিবস উদযাপন

জেলায় আন্তর্জাতিক নারী দিবস উদযাপন অধিকার, সমতা, ক্ষমতায়ন-নারী ও কন্যার উন্নয়ন-এই স্লোগানে চাঁপাইনবাবগঞ্জে আলোচনা সভার মধ্য দিয়ে আন্তর্জাতিক নারী দিবস উদযাপন করা হয়েছে। এ উপলক্ষ্যে আজ সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসন ও জেলা মহিলা বিষয়ক অধিদপ্তর এই সভার আয়োজন করে। আলোচনা সভায় প্রধান অতিথর বক্তব্য দেন, জেলা প্রশাসক আব্দুস সামাদ। বিশেষ অতিথির বক্তব্য দেন, পুলিশ সুপার রেজাউল করিম। সূচনা বক্তব্য দেন, জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক সাহিদা আখতার। অন্যদের মধ্যে বক্তব্য দেন, সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডা. সাইকী ওদুদ, সড়ক ও জনপথ বিভাগের উপসহকারী প্রকৌশলী জাকিয়া সুলতানা, জেলা জাতীয় মহিলা সংস্থার কর্মকর্তা শফিকুল ইসলাম খানশুর, ব্র্যাকের জেলা সমন্বয়ক মোমেনা খাতুন, ছাত্র নেতা আবদুর রাহিমসহ অন্যরা। প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক আব্দুস সামাদ বলেন-আমরা নারীদের জন্য সমানভাবে কাজের ও শিক্ষার পরিবেশ তৈরির সুযোগ সৃষ্টি করতে পারিনি। সেখানে তাদেরকে সমতা দিলে চলবে না, তাদেরকে ন্যায্যতা দিয়ে উঠিয়ে আনতে হবে। তিনি বলেন-নারীরা চান তাদের কাজের স্বীকৃতি, আমরা যারা পরিবারে পূরুষ আছি তারা নারীদের সম্মান করব, তাদের কাজের স্বীকৃতি দিব। একজন কর্মজীবী নারী ঘুম থেকে উঠে রান্না করবেন, সকলকে খাওয়াবেন, সন্তানের যতœ নিবেন, স্কুলে দেয়ার জন্য প্রস্তুত করবেন, তার পর স্বামীকে অফিস যাবার জন্য প্রস্তুত করে দিবেন, তারপর তিনি অফিসে যাবেন। অফিস থেকে ফিরে এসে আবার সংসারের সব কাজ তাকেই করতে হয়। অথচ আমরা তাকে কতটুকু মর্যাদা দিই। আমাদের এই মানসিকতা পরিবর্তন করতে হবে। নারীদের সুযোগ দিতে হবে। সৃষ্টিশীল কাজ নারীরাই বেশী করেন। সব ক্ষেত্রে নারীরা দক্ষতার সঙ্গে কাজ করছেন। জেলা প্রশাসক তাঁর বক্তব্যে জুলাই-আগস্ট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নারীদের সাহসী অংশগ্রহণের কথা তুলে ধরেন। পুলিশ সুপার রেজাউল করিম তাঁর বক্তব্যে নারীদের জন্য শুধু সেলাই মেশিন প্রশিক্ষণ নয়-তাদের জন্য আধুনিক প্রযুক্তি নির্ভর কাজ দেয়ার আহ্বান জানান। এদিকে, আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষ্যে বারিয়াডাঙা ইউনিয়নে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ সকালে সদর উপজেলার মানপুর বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুর রহিমের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, পাঠানপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক ফারুকা বেগম। আরো উপস্থিত ছিলেন, নবাবগঞ্জ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মুফতি হানিফ মো: আব্দুল কাদের, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ- চাঁপাইনবাবগঞ্জের প্রোগ্রাম অফিসার উত্তম মন্ডল, বালিয়াডাঙা ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান আব্দুল মান্নানসহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ। অনুষ্ঠানটিতে সহযোগিতা করেছে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ- চাঁপাইনবাবগঞ্জ। শিবগঞ্জে আন্তর্জাতিক নারী দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে আজ সকালে উপজেলা প্রশাসন ও জাতীয় মহিলা সংস্থার আয়োজনে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি র্যালি বের হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা প্রশাসনের হলরুমে আলোচনা সভায় মিলিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা ও জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান আজাহার আলীর সভাপতিত্বে বক্তব্য রাখেন, সহকারী কমিশনার (ভূমি) তৌফিক আজিজ, উপজেলা কৃষি কর্মকর্তা নয়ন মিয়া, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা উম্মে সুমাইয়া ও উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা শাহিন আকতারসহ অন্যরা। এছাড়া উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও নারীরা উপস্থিত ছিলেন। অন্যদিকে, নাচোলে আন্তর্জাতিক নারী দিবস উদযাপতি হয়েছে। শনিবার সকাল ১০টায় উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক অদিদপ্তরের আয়োজনে মিনি কন্সফারেন্স রুমে উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা প্রভাতি মাহাতোর সভাপতিত্বে আলোচনাসভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার নীলুফা সরকার। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) সুলতানা রাজিয়া, তথ্যসেবা কর্মকর্তা ইমরান হক, নাচোল প্রেস ক্লাবের সভাপতি অলিউল হক ডলার, সাংবাদিক এ্যাসোসিয়েনের সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম, মডেল প্রেসক্লাবের সভাপতি আবুল হোসেন, ব্র্যাকের কর্মসূচী সংগঠক জাহিদুল ইসলাম, ডাসকো ফাউন্ডেশনের প্রতিনিধি নিলুফার ইয়ামিন। এছাড়া অনুষ্ঠানে আরো অন্যেন্যের মধ্যে উপস্থিত ছিলেন সিনিয়র সাংবাদিক নুরুল ইসলাম বাবু, রিপোর্টাস ইউনিটির সভাপতি ইব্রাহীম আলী,সাধারণ সম্পাদক আব্দুল কাদের জিলানীসহ বিভিন্ন নারী উন্নয়ন সমিতির সদস্যবৃন্দ। আলোচনাসভায় স্বাগত বক্তব্যে প্রভাতি মাহাতো নারী দিবসের তাৎপর্য তুলে বক্তব্য প্রদান করেন। অনুষ্ঠানের প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার নীলুফা সরকার বলেন,“নারী প্রতি অবিচার বা নির্যাতন কোন না খেঅনভাবে পরিবার থেকে শুরু হয়। কন্যা শিশু সন্তানটি প্রথমে নির্যাতনের শিকার হয় তার পরিবার থেকে। পরিবার থেকে অধিকার,সমতা,ও নারীর ক্ষমতায়ন উঠে আসার দরকার। শুধু একটি দিবসই নারী দিবস হিসাবে পালন না করি। প্রতিদিন হবে নারী দিবস। প্রত্যেকদিন নারীকে সম্মান করতে হবে। নারী অধিকার ও পাপ্য সম্মানটুকু দিতে হবে। আমরা সকলে মানুষ । একজন নারীও মানুষ। নারীর সাথে মানুষের মত আচরন করতে হবে। একটি সুন্দর সমাজ প্রতিষ্ঠাই একাই পুরুষের দ্বারা উন্নয়ন সম্ভব নয়, একই নারী দ্বারা সম্ভব নয়। উভয় উভয়কে সম্মান করে হাতে হাত রেখে কাঁধে কাঁধ মিলিয়ে একে অন্যের প্রতি শ্রদ্ধা ও সম্মান রেখে কাজ করলে তখন আমাদের এ দিবসের সফলতা আসবে।”
চাঁপাইনবাবগঞ্জ-ঢালারচর বন্ধ,আন্তঃনগর পদ্মায় সংযোগ শাটল ট্রেন

চাঁপাইনবাবগঞ্জ-ঢালারচর বন্ধ, আন্তঃনগর পদ্মায় সংযোগ শাটল ট্রেন চাঁপাইনবাবগঞ্জ থেকে ঢালারচর ট্রেনটি বাতিল করে শাটল ট্রেন দেয়া হয়েছে। আন্তঃনগর পদ্মা এক্সপ্রেসের সঙ্গে সংযোগকারী ট্রেন হিসেবে এই শাটল ট্রেনটি দেয়া হয়েছে। আগামী ১০ মার্চ সোমবার থেকে দুপুর সোয়া ২টায় চাঁপাইনবাবগঞ্জের যাত্রীরা রাজশাহী থেকে আন্তঃনগর পদ্মা এক্সপ্রেসে ঢাকায় যেতে পারবেন। চাঁপাইনবাবগঞ্জ রেলস্টেশন মাস্টার মোহাম্মদ ওবায়দুল্লাহ জানান, ট্রেনটি চাঁপাইনবাবগঞ্জ শাটল-১ নামে ১০টা ৩৫ মিনিটে চাঁপাইনবাবগঞ্জে আসবে এবং দুপুর ২টা ১৫ মিনিটে শাটল-২ হয়ে চাঁপাইনবাবগঞ্জ থেকে রাজশাহীতে পৌঁছাবে বিকাল ৩টা ৪০ মিনিটে। এর ফলে ঢাকাগামী যাত্রীরা পদ্মায় অনায়াসে ঢাকা যেতে পারবেন। রেলওয়ে সূত্রে জানা গেছে, ঢালারচর ট্রেনটিই রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ পর্যন্ত শাটল ট্রেন নামে চলাচল করবে। তবে রাজশাহী-ঢালারচর পর্যন্ত ঢালারচর নামেই চলাচল করবে।
জেলায় গ্রাম আদালত কার্যক্রমের অর্ধবার্ষিক সমন্বয় সভা

জেলায় গ্রাম আদালত কার্যক্রমের অর্ধবার্ষিক সমন্বয় সভা জেলা পর্যায়ে গ্রাম আদালত কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা ও করণীয় শীর্ষক অর্ধবার্ষিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ সকালে জেলা প্রশাসন চাঁপাইনবাবগঞ্জ ও বাংলাদেশে গ্রাম আদালত সক্রিয়করণ ৩য় পর্যায় প্রকল্প আয়োজনের জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক আব্দুস সামাদের সভাপতিত্বে সমন্বয় সভায় প্রধান অতিথি ছিলেন চাঁপাইনবাবগঞ্জ জেলা ও দায়রা জজ মিজানুর রহমান। সভায় উপস্থিত ছিলেন, চাঁপাইনবাবগঞ্জ স্থানীয় সরকার শাখার ভারপ্রাপ্ত উপপরিচালক ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) নাকিব হাসান তরফদার, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আনিসুর রহমান, সদর উপজেলা নিবার্হী অফিসার তাছমিনা খাতুন, নাচোল উপজেলা নিবার্হী অফিসার নীলুফা সরকার, শিবগঞ্জ উপজেলা নিবার্হী অফিসার আজহার আলীসহ বাংলাদেশ গ্রাম আদালত সক্রিয়করণ তৃতীয় পর্যায় প্রকল্পের কর্মকর্তাগণ। বাংলাদেশের গ্রামীন এলাকার জনগণ বিশেষতঃ নারী ,জাতিগত সংখ্যালঘু এবং সুবিধাবঞ্চিত গোষ্ঠির মানুষের ন্যায়বিচারের সুযোগ বৃদ্ধি করা হচ্ছে প্রকল্পের মূল উদ্দেশ্য এবং স্থানীয় সরকার বিভাগ স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের বাস্তবায়নে ও সহযোগি সংস্থা ইকো সোশ্যাল ডেভলপমেন্ট অরগানাইজেশন ই এস ডিওর জেলার ৫টি উপজেলার ৪৫ টি ইউনিয়নে প্রত্যক্ষভাবে বাংলাদেশ গ্রাম আদালত সক্রিয়করণ ৩য় পর্যায় প্রকল্পে কাজ চলমান রয়েছে বলে জানান আয়োজকরা।
চাঁপাইনবাবগঞ্জে সিপিবির ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

চাঁপাইনবাবগঞ্জে সিপিবির ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত বাংলাদেশের কমিউনিস্ট পার্টি-সিপিবি’র ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকী চাঁপাইনবাবগঞ্জেও পালিত হয়েছে। আজ বেলা ১১টায় সিপিবি, চাঁপাইনবাবগঞ্জ জেলা কমিটির উদ্যোগে এ উপলক্ষে এক পথসভা অনুষ্ঠিত হয়। নবাবগঞ্জ সরকারি কলেজের সামনে অনুষ্ঠিত পথসভায় সভাপতিত্ব করেন জেলা কমিটির সভাপতি কমরেড ইসরাইল সেন্টু। এতে বক্তব্য দেন— জেলা কমিটির সদস্য ও কেন্দ্রীয় সংগঠক কমরেড অ্যাডভোকেট আবু হাসিব ও জেলা কমিটির সাধারণ সম্পাদক কমরেড কামাল উদ্দিন। বক্তারা পার্টির ৭৭ বছরের দেশের ঐতিহাসিক আন্দোলন সংগ্রামে অংশগ্রহণ ও ভূমিকার বর্ণনা করেন। এছাড়াও কৃষক শ্রমিক মেহনতি মানুষের অধিকার আদায়ের ইতিহাস, দরিদ্র জনগোষ্ঠীর ভাতের আন্দোলন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, সারাদেশে রেশনিং ব্যবস্থা চালু করাসহ নিত্যপণ্যের বাজার নিয়ন্ত্রণ, তেল গ্যাস খনিজসম্পদ রক্ষা জাতীয় কমিটির ব্যানারে দেশের জাতীয় সম্পদ রক্ষার আন্দোলনের ইতিহাস তুল ধরেন বক্তারা।
চাঁপাইনবাবগঞ্জে উত্তরবঙ্গ থেকে উপদেষ্টা নিয়োগের দাবিতে মানববন্ধন

চাঁপাইনবাবগঞ্জে উত্তরবঙ্গ থেকে উপদেষ্টা নিয়োগের দাবিতে মানববন্ধন উত্তরবঙ্গ থেকে উপদেষ্টা নিয়োগের দাবিতে চাঁপাইনবাবগঞ্জে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বারবার অবহেলার প্রতিবাদ ও বৈষম্যহীন বাংলাদেশ গড়তে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন জেলা শাখার আয়োজনে আজ বিকেলে নবাবগঞ্জ সরকারি কলেজ গেটের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বক্তারা বলেন, অন্তর্বর্তীকালীন সরকার গঠনের শুরু থেকেই দেখা যাচ্ছে, দেশের উত্তরবঙ্গ বৈষম্যের শিকার হচ্ছে। এই অঞ্চল থেকে এখন পর্যন্ত কোনো উপদেষ্টা নিয়োগ দেয়া হয়নি। অথচ স্বৈরাচার সরকারের বিরুদ্ধে বৈষম্যবিরোধী আন্দোলনে উত্তরবঙ্গের অবদান ছিল গুরুত্বপূর্ণ। এমনকি শত শত মানুষ আন্দোলনে গিয়ে হতাহতের ঘটনা ও প্রাণহানি হয়েছে। এরপরও উপদেষ্টা নিয়োগে উত্তরবঙ্গের প্রতি বৈষম্য করা হয়েছে। মানববন্ধনে বক্তব্য দেন, জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক আব্দুর রাহিম, সদস্য সচিব সাব্বির আহমেদ, মুখ্য সংগঠক মোত্তাসিন বিশ্বাস, যুগ্ম আহ্বায়ক মাহিন খানসহ অন্যরা।
চাঁপাইনবাবগঞ্জে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মোটরসাইকেল চালক ব্যবসায়ী নিহত

চাঁপাইনবাবগঞ্জে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মোটরসাইকেল চালক ব্যবসায়ী নিহত চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলায় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মোটরসাইকেল চালক তহরুল ইসলাম নামে লেদ মেশিন ব্যবসায়ী এক ব্যাক্তি নিহত হয়েছেন। তিনি নাচোল উপজেলার উজিরপুর আখিলা গ্রামের মৃত আলেফ শেখের ছেলে। পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, আজ বিকাল ৪টার দিকে ঝিলিম ইউনিয়নের ঝিলিম বাজার এলাকায় রাজশাহীর গোদাগাড়ী থেকে নাচোলগামী সড়কে ঘটনাটি ঘটে। সদর থানার ওসি মতিউর রহমান বলেন, নাচোলগামী ট্রাকটিকে ওভারটেক করতে গিয়ে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে ওই ট্রাকের পেছনের চাকায় পিষ্ট হন তহরুল। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। পুলিশ মরদেহ উদ্ধারের পর আবেদনের প্রেক্ষিতে পরিবারের নিকট হস্তান্তর করেছে। ঘটনার পরপরই ট্রাক চালক ট্রাক নিয়ে পালিয়ে যায়। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহন প্রক্রিয়াধীন বলেও জানান ওসি।
২৫ ও ২৬ মার্চ পালনে প্রস্তুতি সভা

২৫ ও ২৬ মার্চ পালনে প্রস্তুতি সভা চাঁপাইনবাবগঞ্জে ২৫ মার্চ গণহত্যা দিবস পালন এবং ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদ্যাপন উপলক্ষে স্থানীয় কর্মসূচি প্রণয়ন সংক্রান্ত প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকাল ১০টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসন এই সভার আয়োজন করে। জেলা প্রশাসক মো. আব্দুস সামাদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন- বীর মুক্তিযোদ্ধা তরিকুল আলম, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. আফাজ উদ্দিন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) নাকিব হাসান তরফদার, অতিরিক্ত পুলিশ (ক্রাইম অ্যান্ড অপস) এ.এন.এম. ওয়াসিম ফিরোজ, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা আব্দুর রাহিমসহ বীর মুক্তিযোদ্ধাগণ, সরকারি দপ্তর প্রধানগণ, শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ। বিস্তারিত আলোচনার পর দিবস দুটি যথাযোগ্য মর্যাদায় পালনের সিদ্ধান্ত হয়।