01713248557

চাঁপাইনবাবগঞ্জে ১ নারীসহ ২ হেরোইন কারবারির যাবজ্জীবন

চাঁপাইনবাবগঞ্জে ১ নারীসহ ২ হেরোইন কারবারির যাবজ্জীবন চাঁপাইনবাবগঞ্জ ৭৭৫ গ্রাম হেরোইন বিক্রির উদ্দেশ্যে নিজেদের হেফাজতে রাখার অভিযোগে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দায়েরকৃত একটি মামলায় কাজল ও মরিয়ম বেগম নামে ২ জনকে যাবজ্জীবন কারাদন্ডের আদেশ দিয়েছেন আদালত। সেই সাথে কাজলকে ৫০ হাজার টাকা অর্থদন্ড অনাদায়ে ২ বছর ও মরিয়মকে ১০ হাজার টাকা অর্থদন্ড অনাদায়ে এক বছর বিনাশ্রম কারাদন্ডের আদেশ দেয়া হয়েছে। আজ বিকেলে চাঁপাইনবাবগঞ্জের সিনিয়র দায়রা জজ আদাীব আলী আসামীদের উপস্থিতিতে আদেশ প্রদান করেন। দন্ডিত কাজল চাঁপাইনবাবগঞ্জ শহরের ৪ নং ওয়ার্ডের দারিয়াপুর স্কুলপাড়া মহল্লার তৈয়মুরের ছেলে এবং মরিয়ম রাজশাহীর গোদাগাড়ী পৌর ২ নং ওয়ার্ডের মহিষালবাড়ি এলাকার ইউনুস আলীর স্ত্রী। মামলার বিবরণ ও আদালত সূত্রে জানা গেছে এবং রাষ্ট্রপক্ষের আইনজীবী(পিপি) নাজমুল আজম বলেন, ২০২০ সালের ৮ সেপ্টেম্বর বিকালে কাজলের শয়নকক্ষে চাঁপাইনবাবগঞ্জ র‌্যাব ক্যাম্পের অভিযানে ৭৭৫ গ্রাম হেরোইনসহ হাতেনাতে গ্রেপ্তার হয় কাজল ও মরিয়ম। এ ঘটনায় পরদিন চাঁপাইনবাবগঞ্জ সদর থানায় ২ জনকে আসামী করে মামলা করেন চাঁপাইনবাবগঞ্জ র‌্যাব ক্যাম্পের তৎকালীন উপ-পরিদর্শক-এসআই দ্বীন মোহাম্মদ। ২০২০ সালের ৩০ সেপ্টেম্বর মামলার তদন্ত কর্মকর্তা ও চাঁপাইনবাবগঞ্জ সদর থানার তৎকালীন উপ-পরিদর্শক(এসআই) আলমগির কবির ওই দু’জনকে অভিযুক্ত করে আদালতে চার্জশীট দাখিল করেন। ৯ জনের সাক্ষ্য, প্রমাণ ও শুনানী শেষে আদালত আজ ওই ২ জনকেই দোষী সাব্যস্ত করে সাজা ঘোষণা করেন। আসামীপক্ষে মামলা পরিচালনা করেন এড. ফরিদ আহমেদ জনি ও নূরে আলম সিদ্দিকী আসাদ।

চাঁপাইনবাবগঞ্জে মিনি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

চাঁপাইনবাবগঞ্জে মিনি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন চাঁপাইনবাবগঞ্জে ‘শেখ রাসেল মেমোরিয়াল সমাজ কল্যাণ সংস্থা’র আয়োজনে মিনি ফুটবল টুর্নামেন্ট শুরু হয়েছে। আজ বিকেলে নবাবগঞ্জ জেলা আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে প্রধান অতিথি হিসেবে এই টুর্নামেন্টের উদ্বোধন করেন চাঁপাইনবাবগঞ্জ সদর -৩ আসনের সংসদ সদস্য আব্দুল ওদুদ। শেখ রাসেল মেমোরিয়াল সমাজ কল্যাণ সংস্থার সভাপতি ও জেলা পরিষদের সাবেক সদস্য আব্দুল হাকিমের সভাপতিত্বে, অনুষ্ঠিত উদ্বোধন অনুষ্ঠানে নবাবগঞ্জ জেলা আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হারুণ অর রশিদ, চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার প্যানেল মেয়র-১, সালেহ উদ্দিন, উপপ্রচার ও প্রকাশনা সম্পাদক আয়াত নূর ইসলাম, শেখ রাসেল মেমোরিয়াল সমাজ কল্যাণ সংস্থার সাধারণ সম্পাদক জহির রায়হানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। টুর্নামেন্টে ২৪ ফুটবল দল অংশগ্রহণ করছে।

চাঁপাইনবাবগঞ্জে মোটরসাইকেল দূর্ঘটনায় ১ গৃহবধু নিহত

চাঁপাইনবাবগঞ্জে মোটরসাইকেল দূর্ঘটনায় ১ গৃহবধু নিহত চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলায় বৃষ্টিভেজা কাদা সড়কে একটি মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে, সড়কে ছিটকে পড়ে মোটরসাইকেল আরোহি গোলামী বেগম নামে ১ গৃহবধু নিহত হয়েছেন। তবে এ ঘটনায় অক্ষত অবস্থায় রক্ষা পেয়েছে ওই গৃহবধুর কোলে থাকা চার মাসের শিশুসন্তান আরিয়ান ও মোটরসাইকেল চালক ওই গৃহবধুর বড় ছেলে মাসুদ রানা। ওই গৃহবধুর শাজাহানপুর ইউনিয়নের নরেন্দ্রপুর পশ্চিমপাড়া গ্রামের বাবুল আখতারের স্ত্রী। পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, আজ সকালে শাজাহানপুর ইউনিয়নের নরেন্দ্রপুর মোন্নাপাড়া সাজার মাঠ নামক স্থানে মা-ছেলেসহ ৩জন একটি মোটরসাইকেলযোগে চিকিৎসা করতে যাবার সময় দূর্ঘটনাটি ঘটে। ঘটনার পর মাথার পেছনে জখম হওয়া ওই গৃহবধুকে স্থানীয়রা উদ্ধার করে জেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। চাঁপাইনবাবগঞ্জ সদর থানার উপ-পরিদর্শক(এসআই) এসএম জুবায়ের হোসেন বলেন, পুলিশ মরদেহ উদ্ধারের পর আবেদনের প্রেক্ষিতে পরিবারের নিকট হস্তান্তর করেছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের হয়েছে।

মহানন্দা নদী থেকে নারীর মরদেহ উদ্ধার

মহানন্দা নদী থেকে নারীর মরদেহ উদ্ধার  চাঁপাইনবাবগঞ্জে মহানন্দা নদী থেকে মিমজান (৬৫) নামে এক নারীর ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার দুপুরে চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার নামো নিমগাছী সংলগ্ন মহানন্দা নদী থেকে এই মরদেহ উদ্ধার করা হয়। মারা যাওয়া মিমজান শিবগঞ্জ উপজেলার ধাইনগর ইউনিয়নের রানীনগর মসজিদ টোলা গ্রামের মৃত জব্দুলের মেয়ে। চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মেহেদী হাসান জানান, দুপুরে নামো নিমগাছী গোরস্থান সংলগ্ন মহানন্দা নদীতে একটি মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পরে পুলিশ গিয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে। তিনি জানান, প্রথমে পরিচয় জানা না গেলেও পরে জানা যায়। তিনি আরো জানান, ধারণা করা হচ্ছে গোসল করতে গিয়ে ডুবে মারা যায় ওই নারী। এ ঘটনায় আইনি প্রক্রিয়া শেষে মরদেহটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

চাঁপাইনবাবগঞ্জে বজ্রপাতে নারীসহ ৩ জনের মৃত্যু

চাঁপাইনবাবগঞ্জে বজ্রপাতে নারীসহ ৩ জনের মৃত্যু  চাঁপাইনবাবগঞ্জ সদর ও নাচোল উপজেলায় বজ্রপাতে তিনজন নিহত হয়েছেন। বৃহস্পতিবার বিকেলে বজ্রপাত হলে তারা মারা যান। সদর উপজেলা নির্বাহী অফিসার মোছা. তাছমিনা খাতুন জানান, সদর উপজেলার গোবরাতলা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের আমারক গ্রামে বজ্রপাতে কমলা রানী (৫০) নামে এক নারী মারা গেছেন। মারা যাওয়া কমলা রানী ওই গ্রামের পরশ রায় পটলের স্ত্রী। গোবরাতলা ইউনিয়ন পরিষদের ৯নং ওয়ার্ড সদস্য মো. রাফেজ বলেন- বৃহস্পতিবার বিকেল সাড়ে ৫টার দিকে মুষলধারে বৃষ্টি শুরু হয়। এসময় নিজ বাড়িতে থাকা অবস্থায় বজ্রপাত হলে ঘটনাস্থলেই কমলা রানীর মৃত্যু হয়। অপরদিকে চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলায় বৃহস্পতিবার বিকেলে কৃষিজমিতে কাজ করার সময় বজ্রপাতে দুজনের মৃত্যু হয়েছে। তারা হলেন- নাচোল সদর ইউনিয়নের ৯নং ওয়ার্ডের ঝলঝলিয়া গ্রামের ওসমান আলী (৩০) ও গোমস্তাপুর উপজেলার শ্যামপুর এলাকার জিনারপুর গ্রামের মোহাম্মদ উজ্জ্বল (৫০)। স্থানীয়রা জানান, নাচোল উপজেলার নেজামপুর ইউনিয়নের কামারজগদইল দিঘীপাড়া গ্রামের পাশে কৃষিজমিতে ৬ জন কৃষক কাজ করছিলেন। বিকাল ৫টার দিকে বজ্রপাতে গুরুতর আক্রান্ত হন গোমস্তাপুর উপজেলার শ্যামপুর এলাকার জিনারপুর গ্রামের মন্তাজ আলীর ছেলে মোহাম্মদ উজ্জ্বল। এ সময় স্থানীয়রা তাকে দ্রুত নাচোল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক উজ্জলকে মৃত ঘোষণা করেন। অন্য ৫ কৃষক সুস্থ আছেন। অন্যদিকে উপজেলার ঝলঝলিয়া গ্রামে কৃষিজমিতে কাজ করার সময় ব্রজপাত হলে মৃত্যু হয় ওসমান আলীর। মৃত ওসমান ঝলঝলিয়া গ্রামের মাওলানা মোহা. আখেরের ছোট ছেলে। নাচোল থানার অফিসার ইনচার্জ তারেকুর রহমান সরকার জানান, জমিতে কৃষি কাজ করার সময় বজ্রপাত হলে পৃথক দুটি স্থানে দুজন কৃষকের মৃত্যুর খবর পেয়েছে পুলিশ। দুজনের মরদেহ স্থানীয়রা তাদের বাড়িতে নিয়ে গেছে। এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা সম্পন্ন করতে পুলিশ কর্মকর্তাদের মৃত্যু ব্যক্তিদের বাড়িতে পাঠানো হয়েছে।

দাদু ভাই ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ান লাহাপাড়া ফুটবল দল

দাদু ভাই ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ান লাহাপাড়া ফুটবল দল চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার ১২নং ওয়ার্ডের চরমোহনপুর মধ্যপাড়ায় দাদু ভাই ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ান হয়েছে লাহাপাড়া ফুটবল দল। এতে রানার্স আপ হয়েছে জিরো পয়েন্ট ফুটবল দল। আজ বিকেলে চরমোহনপুর মধ্যপাড়া ফুটবল মাঠে খেলায় নিদিষ্ট সময়ে কোন গোল করতে না পারায় খেলা ট্রাইবেকারে ৫-৪ গোলে লাহাপাড়া ফুটবল দল জিরো পয়েন্ট ফুটবল দলকে হারায়। খেলা শেষে পুরস্কার বিতরণ করেন, স্থানীয় কাউন্সিলর ইব্রাহিম, বিশিষ্ট ব্যবসায়ী , সমাজ সেবক ঠিকাদার সমিতির সাবেক সাধারণ সম্পাদক রুহুল আমিন রাসেল, ব্যবসায়ী নাজমুল হানানসহ অন্যন্যরা। শুরুর আগে ফাইনাল খেলার উদ্বোধন করেন বিশিষ্ট ব্যবসায়ী, সমাজ সেবক ঠিকাদার সমিতির সাবেক সাধারণ সম্পাদক রুহুল আমিন রাসেল।

চাঁপাইনবাবঞ্জে বাল্যবিবাহ নিরোধ কর্মশালা

চাঁপাইনবাবঞ্জে বাল্যবিবাহ নিরোধ কর্মশালা চাঁপাইনবাবগঞ্জে বাল্যবিবাহ নিরোধ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। আজ জেলা প্রশাসন ও জেলা মহিলা বিষয়ক অধিদপ্তর ইউএনএফপিএ ও মহিলা বিষয়ক অধিদপ্তরের যৌথ উদ্যোগে বাস্তবায়নাধীন একসিলারেটিং একশন টু এন্ড চাইল্ড ম্যারেজ ইন বাংলাদেশ ফেজ-২ প্রকল্পের আওতায় সদর উপজেলা পরিষদ হলরুমে এই কর্মশালা আয়োজন করে। অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট ইকতেখারুল ইসলামের সভাপতিত্বে অবহিতকরণ ও বাল্যবিবাহ নিরোধ কর্মশালায় প্রধান অতিথির বক্তব্য দেন জেলা প্রশাসক একেএম গালিভ খান। বিশেষ অতিথির বক্তব্য দেন মহিলা বিষয়ক অধিদপ্তর প্রধান কার্যালয়ের অতিরিক্ত পরিচালক নুরুল হাফিজ, সদর উপজেলা নির্বাহী অফিসার তাছমিনা খাতুন, ইউএনএফপিএ প্রোগ্রাম এনালিষ্ট আবু নাসের ও প্রকল্প পরিচালক জান্নাতুল ফেরদৌস। বক্তরা বাল্যবিয়ের কুফল ও এটি নিরোধের কার্যকর উপায়গুলো নিয়ে আলোচনা করেন।

চাঁপাইনবাবগঞ্জে বিশ^ জনসংখ্যা দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

চাঁপাইনবাবগঞ্জে বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ ‘অন্তর্ভুক্তিমূলক উপাত্ত ব্যবহার করি, সাম্যের ভিত্তিতে সহনশীল ভবিষ্যৎ গড়ি’ প্রতিপাদ্যে চাঁপাইনবাবগঞ্জে বিশ্ব জনসংখ্যা দিবস-২০২৪ উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। আজ বিকেলে জেলা প্রশাসক কার্যালয়ের আইসিটি ল্যাবে জেলা পরিবার পরিকল্পনা কার্যালয় এ অনুষ্ঠান আয়োজন করে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিেেসবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক এ কে এম গালিভ খান। জেলা প্রশাসনের স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক দেবেন্দ্র নাথ উঁরাও এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার আবুল কালাম সাহিদ, সদর উপজেলা নির্বাহী অফিসার তাছমিনা খাতুন ও সিভিল সার্জন কার্যালয়ের মেডিক্যাল অফিসার রাকিবুল ইসলাম। মুল প্রবন্ধ উপস্থপান করেন জেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের উপ-পরিচালক শহীদুল ইসলাম। অনুষ্ঠানে বক্তরা দিবসের তাৎপর্য, জনসংখ্যা পরিস্থিতি, জন্ম নিবন্ধনের গুরুত্ব এবং মাতৃ ও শিশুর স্বাস্থ্যসেবা নিয়ে আলোচনা করেন। সভা শেষে দিবসটি উপলক্ষে আয়োজিত প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করা হয়।

র‌্যাবের অভিযানে পরিত্যক্ত ৯ কেজি গাঁজা উদ্ধার

র‌্যাবের অভিযানে পরিত্যক্ত ৯ কেজি গাঁজা উদ্ধার চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা থেকে পরিত্যক্ত অবস্থায় ৯ কেজি গাঁজা উদ্ধার করেছে র‌্যাব। গতকাল রাত সাড়ে ১০টার দিকে ঝিলিম ইউনিয়নের পাওয়েল ইসলামপুর নামক স্থানে চাঁপাইনবাবগঞ্জ থেকে আমনুরাগামী সড়কের পাশ থেকে ওই গাঁজা উদ্ধার হয়। আজ সকালে চাঁপাইনবাবগঞ্জ র‌্যাব ক্যাম্পের প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, জব্দ গাঁজা প্রয়োজনীয় আইনগত ব্যবস্থাগ্রহণ সাপেক্ষে চাঁপাইনবাবগঞ্জ সদর থানায় জমা করা হয়েছে।

শিবগঞ্জে পদ্মার চরে সাপের কামড়ে এক গৃহবধুর মৃত্যু

শিবগঞ্জে পদ্মার চরে সাপের কামড়ে এক গৃহবধুর মৃত্যু শিবগঞ্জের পাঁকা ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের পদ্মার চরাঞ্চল নিশিপাড়া গ্রামে বিষাক্ত সাপের কামড়ে এক গৃহবধুর মৃত্যু হয়েছে। মৃত জেসমিন ৩ শিশু সন্তানের মা এবং তিনি ওই গ্রামের রাজমিস্ত্রী সায়েম আলীর স্ত্রী। পরিবার, পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, আজ সকালে মাটির বাড়ির বারান্দায় একটি ইঁদুরের গর্ত মাটি দিয়ে বন্ধ করার সময় ওই গর্তে থাকা গোখরা প্রজাতির সাপ গর্ত থেকে বেরিয়ে এসে জেসমিনের ডানপায়ের বুড়ো আঙ্গুলে কামড় দেয়। এসময় বাড়িতে থাকা তাঁর স্বামীসহ পরিবারের সদস্য ও প্রতিবেশিরা তাঁকে দ্রুত হাসপাতলে নিয়ে যাবার জন্য নিকটবর্তী নদীর ঘাটে নৌকায় তুলে নিয়ে যাবার সময় পথিমধ্যে জেসমিন মারা যায়। ঘটনার পর পরিবারের সদস্য ও প্রতিবেশিরা সাপটি গর্ত খুড়ে বের করে আহত করে আটকে রাখে এবং পরে সাপটির মৃত্যু হয়। শিবগঞ্জ থানার পরিদর্শক(তদন্ত) সুকোমল চন্দ্র দেবনাথ বলেন, ঘটনাটি তদন্ত করা হয়েছে। বিষাক্ত সাপের কামড়ে ওই গৃহবধুর মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে নিশ্চিত হওয়া গেছে। তবে তা রাসেলস ভাইপার নয়। এ ঘটনায় থানায় একটি জিডি করা হয়েছে।