আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির প্রতিবাদে গোমস্তাপুরে মানববন্ধন

আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির প্রতিবাদে গোমস্তাপুরে মানববন্ধন গোমস্তাপুরে দেশব্যাপী নারীদের বিরুদ্ধে নিপীড়ন, ধর্ষন, অনলাইনে হেনস্তা আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। আজ সকালে উপজেলা পরিষদ চত্বরে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। রহনপুর পৌর যুব, সেচ্ছাসেবক, ছাত্রদল আয়োজিত মানববন্ধনে বক্তব্য দেন চাঁপাই নবাবগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক সহসভাপতি আব্দুল্লাহ, গোমস্তাপুর উপজেলা সেচ্ছাসেবকদলের সদস্য সচিব আরিফুল ইসলাম আরিফ, রহনপর পৌর যুবদলের সিনিয়র যুগ্ন আহবায়ক পিয়ারুল ইসলাম, রহনপুর পৌর স্বেচ্ছাসেবক দল নেতা মোঃ রতন, সাবেক উপজেলার যুগ্ন আহবায়ক আসিফ আহমদ, স্বেচ্ছাসেবক নেতা সুমাইল, যুবনেতা হৃদয় ও ছাত্রনেতা তন্ময়সহ অনেকে। মানববন্ধনে বক্তারা বলেন, অবিলম্বে এই সব ধর্ষনকারীদের দ্রুত বিচারের আওতায় এনে ফঁসির রায় কার্যকর করতে হবে নইলে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে বলে তারা জানান।
চাঁপাইনবাবগঞ্জে ২৩২৮৪৮ শিশুকে খাওয়ানো হবে ভিটামিন ‘এ’ ক্যাপসুল

চাঁপাইনবাবগঞ্জে ২৩২৮৪৮ শিশুকে খাওয়ানো হবে ভিটামিন ‘এ’ ক্যাপসুল চাঁপাইনবাবগঞ্জে আগামী ১৫ মার্চ ২ লাখ ৩২ হাজার ৮৪৮ জন শিশুকে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে। তার মধ্যে ৬ থেকে ১১ মাস বয়সী শিশু রয়েছে ২৮ হাজার ৩৩৯ জন এবং ১২ মাস থেকে ৫৯ মাস বয়সী শিশু রয়েছে ২ লাখ ৪ হাজার ৫০৯ জন। সোমবার দুপুরে চাঁপাইনবাবগঞ্জ সিভিল সার্জন অফিসে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে এই তথ্য জানান, সিভিল সার্জন ডা. এ কে শাহাব উদ্দিন। তিনি আরো জানান, আগামী ১৫ মার্চ সারাদেশে একযোগে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন ২০২৫ অনুষ্ঠিত হবে। চাঁপাইনবাবগঞ্জে সবমিলিয়ে ১ হাজার ২০৪টি টিকা কেন্দ্রে ৬ থেকে ১১ মাস বয়সী ২৮ হাজার ৩৩৯ জন শিশুকে একটি করে নীল রঙের এবং ১২ মাস থেকে ৫৯ মাস বয়সী ২ লাখ ৪ হাজার ৫০৯ জন শিশুকে একটি করে লাল রঙের ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে। এজন্য ১৯১ জন স্বাস্থ্যকর্মী, ১৭৯ জন পরিবার পরিকল্পনা বিভাগের কর্মী এবং ২ হাজার ৪১২ জন স্বেচ্ছাসেবক দায়িত্ব পালন করবে। সিভিল সার্জন বলেন- ১৫ মার্চ কোনো শিশু যদি অসুস্থ থাকে তবে তাদের ভিটামিন খাওয়ানো হবে না। সুস্থ হয়ে গেলে পরবর্তী ১০ দিনের মধ্যে নির্ধারিত টিকাদান কেন্দ্রে খাওয়ানো হবে। ব্রিফিংয়ে সিভিল সার্জন ভিটামিন ‘এ’ প্লাসের গুণাগুণ তুলে ধরেন। অন্যদের মধ্যে বক্তব্য দেনÑ নাচোল উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ড. কামাল উদ্দিন। তিনি বলেন ভিটামিন ‘এ’ প্লাস খাওয়ানোর ফলে কোনো কোনো শিশুর বমি ভাব বা পাতলা পায়খানা হতে পারে। তবে তাতে ভয়ের কোনো কারণ নেই।
জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালন

জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালন দুর্যোগের পূর্বাভাস প্রস্তুতি, বাঁচায় প্রাণ ক্ষয়ক্ষতি’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে চাঁপাইনবাবগঞ্জ জেলায় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে শোভাযাত্রা, অগ্নিকা- বিষয়ক মহড়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। গোমস্তাপুর : সোমবার সকাল ১০টায় এ উপলক্ষে শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি উপজেলা চত্বর থেকে বের হয়ে ওই এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। পরে উপজেলা সভাকক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন সহকারী কমিশনার (ভূমি) কৃষ্ণ চন্দ্র। বক্তব্য দেন- উপজেলা কৃষি অফিসার তানভীর আহমেদ সরকার, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আব্দুল আলিম, আনসার ভিডিপি কর্মকর্তা ফরহাদ হোসেন, উপজেলা প্রেস ক্লাবের সভাপতি আতিকুল ইসলাম আজম, গোমস্তাপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স ইনচার্জ মাহতাব উদ্দিনসহ অন্যরা। নাচোল : চাঁপাইনবাবগঞ্জের নাচোলে জাতীয় দুর্যোগ প্রস্ততি দিবস-২০২৫ উপলক্ষে আলোচনা সভা ও অগ্নিনির্বাপক মহড়া অুনষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের বাস্তবায়নে সোমবার দুপুর ১২টার দিকে উপজেলার কসবা ইউনিয়নের গোলাবাড়ী উচ্চ বিদ্যালয় মাঠে এই কর্মসূচি বাস্তবায়ন করা হয়। উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা দুলাল হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- কসবা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাকারিয়া আল মেহেরাব। এছাড়াও সহকারী উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার দুলাল উদ্দিন খান, প্রকল্প বাস্তবায়নের কার্য-সহকারী শাহিন রেজাসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, ফায়ার সার্ভিস কর্মী এবং ওই বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। আলোচনা শেষে অগ্নিনির্বাপক মহড়া অনুষ্ঠিত হয়। মহড়া প্রদর্শন করেন নাচোল ফায়ার সার্ভিস স্টেশন মাস্টার এমদাদুল হক। এছাড়া সদর, শিবগঞ্জ ও ভোলাহাট উপজেলাতেও দিবসটি পালন করা হয়।
জেলা পরিষদের ইফতার ও দোয়া মাহফিল

জেলা পরিষদের ইফতার ও দোয়া মাহফিল চাঁপাইনবাবগঞ্জ জেলা পরিষদের আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অুনষ্ঠিত হয়েছে। সোমবার বিকেলে শহরের হুজরাপুরে জেলা পরিষদ চত্বরে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতা করেন জেলা পরিষদের প্রশাসক ও জেলা প্রশাসক মো. আব্দুস সামাদ। সূচনা বক্তব্য দেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. আফাজ উদ্দিন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) ইকতেখারুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার আবুল কালাম সাহিদ, জেলা প্রশাসনের নেজারত ডেপুটি কালেক্টর মীর আল মনসুর শোয়াইব, জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. গোলাম মোস্তফা, জেলা এলজিইডির নির্বাহী প্রকৌশলী আনোয়ার হোসেন, জেলা পরিষদের সহকারী প্রকৌশলী ওবায়দুল হকসহ অন্যরা। দোয়া পরিচালনা করেন মাওলানা মুস্তাকিম বিল্লাহ নিশান।
দ্বারিয়াপুরে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে প্রাণ গেল এক চালকের

দ্বারিয়াপুরে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে প্রাণ গেল এক চালকের চাঁপাইনবাবগঞ্জে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে সাদ্দাম হোসেন (৩৬) নামে এক ট্রাকচালক নিহত হয়েছেন। নিহত সাদ্দাম রাজশাহীর পবা উপজেলার ডাংগীরপাড়া রামচন্দ্রপুর এলাকার সাইদুর রহমানের ছেলে। এ সময় একজন আহত হয়েছেন। আহতের নাম-পরিচয় পাওয়া যায়নি। সোমবার ভোরে চাঁপাইনবাবগঞ্জ-রাজশাহী মহাসড়কে চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার দ্বারিয়াপুর নতুন ট্রাক টার্মিনাল এলাকায় এই দুর্ঘটনা ঘটে। চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মতিউর রহমান জানান, ভোরে চাঁপাইনবাবগঞ্জের দ্বারিয়াপুর নতুন ট্রাক টার্মিনাল এলাকায় দুটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে একটি ট্রাকের চালক সাদ্দাম ঘটনাস্থলেই মারা যায়। পরে স্থানীয়দের সহযোগিতায় পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা মরদেহ উদ্ধার করে। পরে মরদেহটি ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতাল মর্গে পাঠানো হয়। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান ওসি।
সিন্ডিকেট করে অবৈধভাবে পণ্য ছাড়ের অভিযোগ : সোনামসজিদ বন্দরে দুদকের অভিযান

সিন্ডিকেট করে অবৈধভাবে পণ্য ছাড়ের অভিযোগ : সোনামসজিদ বন্দরে দুদকের অভিযান চাঁপাইনবাবগঞ্জ-১ (শিবগঞ্জ) আসনের সাবেক সংসদ সদস্য ডা. সামিল উদ্দিন আহমেদ শিমুলের বিরুদ্ধে সোনামসজিদ স্থলবন্দরে সিন্ডিকেট তৈরি করে ঘুষের বিনিময়ে শুদ্ধ ব্যতীত ব্যবসায়ীদের পণ্য ছাড় করিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে। আর এর সত্যতা যাচাই করতে দুর্নীতি দমন কমিশনের কেন্দ্রীয় কার্যালয় ৩ সদস্যের একটি দল সোনামসজিদ স্থলবন্দরে অভিযান চালিয়েছে। সোমবার দিনব্যাপী দুর্নীতি দমন কমিশনের প্রধান কার্যালয়ের নির্দেশে দুর্নীতি দমন কমিশনের গঠিত ৩ সদস্যের প্রতিনিধি দলটি এ অভিযানে আসে। দলটি বিভিন্ন দপ্তরে অভিযান চালায় এবং প্রয়োজনীয় নথিপত্র সংগ্রহ করে। কমিটির সদস্যরা হলেন- দুর্নীতি দমন কমিশন, সমন্বিত জেলা কার্যালয়, রাজশাহীর সহকারী পরিচালক মো. ইসমাইল হোসেন; উপসহকারী পরিচালক মো. বোরহান উদ্দিন এবং অপর উপসহকারী পরিচালক মো. মাহবুবুর রহমান। সহকারী পরিচালক মো. ইসমাইল হোসেন জানান, দুদকের কেন্দ্রীয় কার্যালয়ের নির্দেশে তারা সোনামসজিদ স্থলবন্দরের জিরো পয়েন্টে অবস্থিত কাস্টমস কার্যালয়, সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের কার্যালয় এবং বন্দর পরিচালনাকারী প্রতিষ্ঠান পানামা পোর্ট লিংক লিমিটিডের কার্যালয়ে গিয়ে বিভিন্ন নথি যাচাই-বাছাই ও তথ্য-প্রমাণ সংগ্রহ করেছেন। এ নিয়ে তদন্ত করা হবে। অভিযোগের সত্যতা মিললে আইনগত ব্যবস্থা নেয়া হবে। এ ব্যাপারে বন্দর পরিচালনাকারী প্রতিষ্ঠান পানামা পোর্ট লিংক লিমিটেডের বন্দর ম্যানেজার মঈনুল ইসলাম জানান, দুদকের একটি দল তাদের কাছে বিগত বছরগুলোর পণ্য আমদানির বিভিন্ন তথ্য দেখতে চান এবং যাচাই-বাছাই করেন। পরে তারা কয়েকজন ঊর্ধ্বতন কর্মকর্তাকে নিয়ে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন।
ধর্ষণের প্রতিবাদ ও ধর্ষকদের ফাঁসির দাবিতে বিক্ষোভ-সমাবেশ

ধর্ষণের প্রতিবাদ ও ধর্ষকদের ফাঁসির দাবিতে বিক্ষোভ-সমাবেশ সারাদেশে ধর্ষণের প্রতিবাদ ও ধর্ষকদের আইনের আওতায় এনে দ্রুত ফাঁসির দাবিতে চাঁপাইনবাবগঞ্জে বিক্ষোভ-সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার সাধারণ শিক্ষার্থী ও জাতীয়তাবাদী ছাত্রদলের উদ্যোগে পৃথক আয়োজনে এমন কর্মসূচি পালন করা হয়। শিক্ষার্থীরা বিক্ষোভ-সমাবেশ থেকে ধর্ষকদের দ্রুত প্রকাশ্যে ফাঁসির দাবি জানান। বেলা ১১টার দিকে জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে শহীদ স্মৃতি নামফলকের পাদদেশে অনুষ্ঠিত শিক্ষার্থীদের বিক্ষোভ সমাবেশে বক্তব্য দেন- জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক আব্দুর রাহিম, যুগ্ম আহ্বায়ক আকিব মিয়া, মুখ্য সংগঠক মোত্তাসিন বিশ্বাস, সদস্য সচিব সাব্বির আহমেদ, শিক্ষার্থী সীমা খাতুন, ফরহাদ হোসেন, মাহিনুল ইসলাম, রাহাত আলী, মাহিন খান, খাতিজা খাতুন মীম, বায়োজিদ ইসলাম জীবন, শারমীন জান্নাত মিষ্টি। অন্যদিকে জেলা ছাত্রদলের আহ্বায়ক ইউসুফ আলী রাজার নেতৃত্বে নবাবগঞ্জ সরকারি কলেজের সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয়। এসময় জেলা ছাত্রদলের সদস্য সচিব সাদ্দাম হোসেন, সদস্য জাকির আলী, নবাবগঞ্জ সরকারি কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের ছাত্র মিরাজ আলীসহ অন্য নেতারা উপস্থিত ছিলেন।
ঝিলিম ইউনিয়নে সেনাবাহিনীর অভিযান বিপুল পরিমান দেশীয় বাংলা মদ উদ্ধার

ঝিলিম ইউনিয়নে সেনাবাহিনীর অভিযান বিপুল পরিমান দেশীয় বাংলা মদ উদ্ধার চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার ঝিলিম ইউনিয়নের আতাহির বুলনপুরে মনা ঠাকুরের মদের ভাটিতে অভিযান চালিয়ে দেশীয় তৈরি বাংলা মদ ও মদ তৈরির সরঞ্জাম উদ্ধার করেছে সেনাবাহিনী। গত শনিবার রাতে এই অভিযান চালানো হয়। পরে উদ্ধার করা মদ ও সরঞ্জাম সদর থানায় জমা দেয়া হয়। সদর থানার এসআই হরেন্দ্র নাথ জানান, মনতোষ কুমার ওরফে মনা ঠাকুরের মদের ভাটি তল্লাশি করে সেনাবাহিনী ১১টি ট্রামে ২০০ লিটার করে দৈশীয় তৈরি বাংলা মদ, ৩ হাজার ১৫৫টি মদ ভর্তি বোতল, তিনটি মোটরসাইকেল ও ১৩ হাজার ৯৫৭ টাকা উদ্ধার করে সদর থানায় জমা দেয়। সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মতিউর রহমান বলেন, শনিবার রাতে সেনাবাহিনীর একটি দল আমনুরার দিকে যাচ্ছিল। পথে মনা ঠাকুরের মদের ভাটির সামনে কয়েকজন লোকের ভিড় দেখে সেনাবাহিনীর দলটি সেখানে যায়। এসময় লোকজন পালিয়ে যায়। আদালতের মাধ্যমে এইসব মদসহ অন্যান্য সরঞ্জাম ধ্বংস করা হবে বলে জানান সদর থানার ওসি মতিউর রহমান।
রাজশাহীতে ট্রাক-মোটর সাইকেল সংঘর্ষে নিহত ২ জন শিবগঞ্জের বাসিন্দা

রাজশাহীতে ট্রাক-মোটর সাইকেল সংঘর্ষে নিহত ২ জন শিবগঞ্জের বাসিন্দা রাজশাহীতে ট্রাকের সঙ্গে মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষে শিবগঞ্জের ২ জন নিহত হয়েছেন। আজ বিকেল সাড়ে ৩টায় রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ মহাসড়কের পবা উপজেলার হরিপুর কালুর ডাইং এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- শিবগঞ্জ উপজেলার তেলকুপি গ্রামের সেন্টু আলীর ছেলে সাদ্দাম আলী ও একই উপজেলার চাঁনশিকারি খাসেরহাট গ্রামের মানিক আলীর ছেলে শামীম ওসমান। রাজশাহীর দামকুড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) সিদ্দিকুর রহমান এ তথ্য নিশ্চিত করে জানান, মোটর সাইকেল চালক কোনো কারণে রং সাইডে গিয়ে বিপরীত দিক থেকে আসা পাথরভর্তি ট্রাকের নিচে পড়ে যায়। এসময় দুমড়ে-মুচড়ে গিয়ে মোটরসাইকেলটিতে আগুন ধরে যায়। আর মাথায় আঘাত পেয়ে ঘটনাস্থলেই মারা যান দুই আরোহী। ওসি জানান, ঘটনার পর ট্রাকচালক পালিয়েছেন। নিহতদের মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহতদের স্বজনদেরও খবর দেওয়া হয়েছে। তারা এলে আইনি প্রক্রিয়া শেষে মরদেহ হস্তান্তর করা হবে।
মহিলা সংস্থায় প্রশিক্ষণ নেয়া নারী উদ্যোক্তারা পাচ্ছেন ২৭ লাখ টাকা

মহিলা সংস্থায় প্রশিক্ষণ নেয়া নারী উদ্যোক্তারা পাচ্ছেন ২৭ লাখ টাকা চাঁপাইনবাবগঞ্জে ৫০ জন নারী উদ্যোক্তার মধ্যে চেক বিতরণ করা হয়েছে। এ ছাড়া আরো ২শ জনের মধ্যে বিতরণ করা হবে। মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের অধিনস্থ জাতীয় মহিলা সংস্থার তৃণমূল পর্যায়ে অর্থনৈতিক ক্ষমতায়নে নারী উদ্যোক্তাদের বিকাশ সাধন প্রকল্পের আওতায় প্রশিক্ষণার্থীদের মধ্যে এই চেক বিতরণ বিতরণ করা হয়। বিজনেস ম্যানেজমেন্ট, ই-কমার্স, ফ্যাশন ডিজাইন, ইন্টেরিয়র ডিজাইন অ্যান্ড ইভেন্ট ম্যনেজম্যান্ট, বিউটিফিকেশন, ক্যাটারিং এই ৫ টি ট্রেডে ৫০ জন করে ২৫০ জন নারী উদ্যোক্তা হিসেবে প্রশিক্ষণ নিচ্ছেন। তারা তাদের ভাতা বাবদ পাচ্ছেন প্রায় ২৭ লাখ টাকা। আজ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ৫০ জনের মধ্যে চেক বিতরণ করেন অনুষ্ঠানের সভাপতি জাতীয় মহিলা সংস্থা চাঁপাইনবাবগঞ্জের চেয়ারম্যান জেলা প্রশাসক আব্দুস সামাদ। জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত চেক বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পুলিশ সুপার রেজাউল করিম, জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক সাহিদা আখতার, জেলা জাতীয় মহিলা সংস্থার কর্মকর্তা শফিকুল ইসলাম খানশুর ছাত্র নেতা আবদুর রাহিমসহ অন্যরা। জেলা প্রশাসন ও তৃণমূল পর্যায়ে অর্থনৈতিক ক্ষমতায়নে নারী উদ্যোক্তাদের বিকাশ সাধন প্রকল্প, চাঁপাইনবাবগঞ্জ সদর এই চেক বিতরণের আয়োজন করে। অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা জাতীয় মহিলা সংস্থার প্রশিক্ষক আসাদুজ্জামান।