01713248557

চাঁপাইনবাবগঞ্জে অস্ত্র মামলায় একজনের ১৭ বছর কারাদন্ড

চাঁপাইনবাবগঞ্জে অস্ত্র মামলায় একজনের ১৭ বছর কারাদন্ড চাঁপাইনবাবগঞ্জে অস্ত্র মামলায় ফারুক নামে একজনকে ১৭ কারাদন্ড দিয়েছেন আদালত। মঙ্গলবার দুপুরে চাঁপাইনবাবগঞ্জের সিনিয়র স্পেশাল ট্রাইব্যুনাল-১ এর বিচারক আদীব আলী আসামির উপস্থিতিতে এই দন্ড-াদেশ প্রদান করেন। দন্ডপ্রাপ্ত ফারুক সদর উপজেলার গোবরাতলা ইউনিয়নের অরুনবাড়ী এলাকার বদিউজ্জামানের ছেলে। রাষ্ট্রপক্ষের আইনজীবী (পিপি) নাজমুল আজম জানান, ২০২১ সালের ২৬ জুন গোপন সংবাদের ভিত্তিতে চাঁপাইনবাবগঞ্জ জেলা শিল্পকলা একাডেমির সামনে অভিযান চালায় র‌্যাব। অভিযানকালে র‌্যাবের উপস্থিতি টের পেয়ে একটি পাওয়ার টিলার ফেলে পালানোর সময় ১টি পিস্তল, ১টি ওয়ানশুটার গান, ১টি ম্যাগজিন ও ৪ রাউন্ড গুলিসহ ফারুককে আটক করা হয়। ওই দিনই র‌্যাবের নায়েব সুবেদার আব্দুস সাত্তার বাদী হয়ে চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানায় মামলা দায়ের করেন। মামলার তদন্ত কর্মকর্তা এসআই রনি কুমার দাস ২০২১ সালের ৮ জুলাই ফারুককে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দাখিল করেন। তিনি আরো জানান, মামলার দীর্ঘ শুনানি ও সাক্ষ্যগ্রহণ শেষে আদালতের বিচারক ফারুককে ১৯ (এ) ধারায় ১০ বছর এবং ১৯ (এফ) ধারায় ৭ বছরের সশ্রম কারাদ- প্রদান করেন। এক সাজা শেষে অপর সাজা ভোগ করতে হবে বলে রায়ে উল্লেখ করা হয়েছে।

চাঁপাইনবাবগঞ্জে ‘সরকারি ক্রয়ে নাগরিক সম্পৃক্ততা’ শীর্ষক কর্মশালা 

চাঁপাইনবাবগঞ্জে ‘সরকারি ক্রয়ে নাগরিক সম্পৃক্ততা’ শীর্ষক কর্মশালা চাঁপাইনবাবগঞ্জে ‘সরকারি ক্রয়ে নাগরিক সম্পৃক্ততা’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। আজ জেলা প্রশাসনের আইসিটি ল্যাবে এই কর্মশালা অুনষ্ঠিত হয়। কর্মশালায় বক্তারা বলেছেন, টেকসই উন্নয়নের জন্য প্রয়োজন টেকসই সরকরি ক্রয়। সরকারি ক্রয়ে স্বচ্ছতা ও জবাদিহিতা বাড়ানোর পাশাপাশি টেকসই ক্রয় নিশ্চিতে ভূমিকা রাখতে পারে নাগরিক সম্পৃক্ততা। এক্ষেত্রে সহায়ক ভূমিকা রাখবে ‘সরকারি ক্রয়বাতায়ন’ নামের সিটিজেন পোর্টাল। এই পোর্টাল থেকে সহজেই সরকারি ক্রয়ের সকল তথ্য পাচ্ছেন নাগরিকরা। এতে জেলাপর্যায়ে উন্নয়ন কাজের বিভিন্ন দিক পর্যবেক্ষণ করার সুযোগ তৈরি হয়েছে। এটি টেকসই ক্রয়ের লক্ষ্য অর্জনে সহায়ক ভূমিকা রাখতে পারবে। বাংলাদেশ পাবলিক প্রকিউরমেন্ট অথরিটি (বিপিপিএ) এই কর্মশালার আয়োজন করে। সহযোগিতায় ছিল বিপিপিএ’র পরামর্শক প্রতিষ্ঠান ডিনেট। কর্মশালায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন- বিপিপিএ’র পরিচালক ও সরকারের যুগ্ম সচিব মো. মাহফুজার রহমান। এতে সভাপতিত্ব করেন চাঁপাইনবাবগঞ্জের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট এ কে এম গালিভ খাঁন। অন্যদের মধ্যে বক্তব্য দেন- জেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ রুহুল আমিন, অতিরিক্ত পুলিশ সুপার আবুল কালাম সাহিদ, বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট আব্দুস সামাদ। সূচনা বক্তব্য দেন- বিপিপিএ’র উপপরিচালক শাখাওয়াত হোসেন। কর্মশালায় চাঁপাইনবাবগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আহমেদ মাহবুব-উল-ইসলাম, ডিনেট’র নির্বাহী পরিচালক শাহাদাত হোসেনসহ জেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, ব্যবসায়ী ও দরপত্রদাতা, নাগরিক সমাজের প্রতিনিধি ও গণমাধ্যমের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন। কর্মশালায় বিপিপিএ’র পরিচালক মাহফুজার রহমান বলেন, সরকারি ক্রয়ে স্বচ্ছতা, জবাবদিহিতা ও প্রতিযোগিতা বাড়ানোর পাশাপাশি সরকারি ক্রয় ব্যবস্থাকে টেকসই করার উদ্যোগ নেয়া হয়েছে। সরকারি ক্রয় ব্যবস্থা টেকসই করার উদ্দেশ্যে সাসটেইনেবল পাবলিক প্রকিউরমেন্ট (এসপিপি) পলিসি হয়েছে। খুব শিগগিরই কয়েকটি খাতে এসপিপি পাইলটিংয়ের পরিকল্পনা রয়েছে। তিনি বলেন, সরকারি ক্রয়ে স্বচ্ছতা ও জবাবদিহিতা আরো বাড়ানো এবং টেকসই সরকারি ক্রয় নিশ্চিত করতে সবার সম্মিলিত প্রচেষ্টা প্রয়োজন। ক্রয়কারী প্রতিষ্ঠান, দরপত্রদাতাদের পাশাপাশি নাগরিকদের ভূমিকাও এক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ। মাহফুজার রহমান বলেন, সরকারি ক্রয়ের নানা তথ্য নাগরিকদের জানাতে বিপিপিএ ‘সরকারি ক্রয় বাতায়ন’ নামে একটি সিটিজেন পোর্টাল চালু করেছে। এর মাধ্যমে সরকারি ক্রয়ের অনেক তথ্যই এখন নাগরিকদের হাতের নাগালে। এখান যে কেউ সহজেই জেনে নিতে পারছেন তার নিজ এলাকায় সরকারি ক্রয় বা উন্নয়ন কাজের নানা দিক। কোন জেলায় কত টাকার উন্নয়ন কাজ হচ্ছে বা হতে যাচ্ছে, কোন ঠিকাদার পেয়েছেন চুক্তি সম্পাদন নোটিশ, ইত্যাদি নানা তথ্য পাওয়া যাচ্ছে এক জায়গাতেই। তিনি বলেন, পোর্টালটির মাধ্যমে ক্রয়ের প্রধান সূচকগুলোর অবস্থান আঙ্গিকে দেখা ও বিশ্লেষণ করার দুয়ার উন্মুক্ত করা হয়েছে। আছে দরপত্র আহ্বান থেকে শুরু করে, দরপত্র উন্মুক্তকরণ, মূল্যায়ন, চুক্তি, কাজ সম্পন্নকরণ, অভিযোগ সম্পর্কিত বিষয়গুলো বিস্তারিত তথ্য। জেলাভিত্তিক তুলনামূলক চিত্রগুলোও দেখা যাচ্ছে সহজেই। একসঙ্গে সরকারি ক্রয় সম্পর্কিত এত তথ্য এর আগে কখনো কোথাও প্রকাশ করা হয়নি। এর মাধ্যমে নাগরিকদের জন্য স্থানীয় পর্যায়ের সরকারি ক্রয় পরিস্থিতি পর্যবেক্ষণেরও সুযোগ তৈরি হয়েছে। জেলা প্রশাসক চাঁপাইনবাবগঞ্জের বিভিন্ন উন্নয়ন কার্যক্রমসহ ‘সরকারি ক্রয়ে নাগরিক সম্পৃক্ততা’ বিষয়ে গুরুত্বপূর্ণ বক্তব্য দেন। এছাড়াও স্থানীয় জনসাধারণের সহযোগিতায় সদর উপজেলার ইসলামপুর ইউনিয়নে প্রায় ৬ কিলোমিটার রাস্তা পাকাকরণে জেলা প্রশাসনের সহযোগিতার কথাও তুলে ধরা হয়।

চাঁপাইনবাবগঞ্জে রথযাত্রা উপলক্ষে বিনামূল্যে লেবু জল বিতরণ

চাঁপাইনবাবগঞ্জে রথযাত্রা উপলক্ষে বিনামূল্যে লেবু জল বিতরণ চাঁপাইনবাবগঞ্জে শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা উপলক্ষে বিনামূল্যে লেবু জল বিতরণ করেছে মহানন্দা দারিদ্র্য বিমোচন সংস্থা। আজ বিকেলে রথযাত্রায় আগত ভক্ত ও দশনার্থীদের মাঝে এই শরবত বিতরণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন,  সংস্থার  সভাপতি জিতোন চৌধুরী, সহ-সভাপতি তোহুর আহমেদ তুষার, সম্পাদক শুব্রত সাহা-সহ অন্যরা। উল্লেখ্য, গত ৭ তারিখও স্বেচ্ছাসেবী সংগঠনটি শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা উপলক্ষে বিনামূল্যে লেবু জল বিতরণ করে। সংস্থাটিতে সনাতন ধর্মেরসহ মুসলমান ধর্মের মোট ৫০ জন সদস্য রয়েছে। মহানন্দা দারিদ্র্য বিমোচন সংস্থাটির লক্ষ্য ও উদ্দেশ্য হলো সকল ধর্মের ধর্মীয় কার্যাবলীর পাশাপাশি সুবিধাবঞ্চিত ও প্রান্তিক জনগোষ্ঠীর পাশে দাঁড়ানো। এটি একটি অরাজনৈতিক ও স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান।

শিবগঞ্জ ও ভোলাহাটে কৃষি প্রযুক্তি মেলা উদ্বোধন

শিবগঞ্জ ও ভোলাহাটে কৃষি প্রযুক্তি মেলা উদ্বোধন ২০২৩-২৪ অর্থবছরের কন্দাল জাতীয় ফসল উন্নয়ন প্রকল্পের আওতায় শিবগঞ্জে তিনদিন ব্যাপী কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন করা হয়েছে। আজ বিকেলে উপজেলা কৃষি অফিসের সামনে থেকে একটি র‌্যালী বের হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভায় মিলিত হয়। সভায় উপজেলা নির্বাহী অফিসার আফতাবুজ্জামান আল ইমরানের সভাপতিত্বে ভার্চুয়ালী যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্য দেন, সংসদ সদস্য ডা. সামিল উদ্দিন আহমেদ শিমুল। এতে বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান সৈয়দ নজরুল ইসলাম ও মহিলা ভাইস চেয়ারম্যান শিউলি বেগম। এসময় উপজেলা কৃষি অফিসার (ভারপ্রাপ্ত) সুনাইন বিন জামান, উপ-সহকারী কৃষি কর্মকর্তা আজম আলী, রিয়াজ উদ্দিন ও আজম আলীসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এদিকে, ভোলাহাট উপজেলা কৃষি অধিদপ্তরের আয়োজনে তিনদিন ব্যাপী কৃষি প্রযুক্তি মেলা উদ্বোধন করা হয়েছে। আজ সকালে উপজেলা কৃষি অধিদপ্তর কার্যালয় থেকে একটি র‌্যালী বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। উপজেলা নির্বাহী অফিসার তাহমিদা আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ -২ আসনের সংসদ সদস্য সদস্য জিয়াউর রহমান। স্বাগত বক্তব্য দেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ সুলতান আলী। এসময় আরো উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান কামাল উদ্দিন, মহিলা ভাইস-চেয়ারম্যান শাহাজাদী বিশ্বাস, জেলা পরিষদ সদস্য হোসেনে আরা পাখি, গোহালবাড়ী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ইয়াসিন আলী শাহসহ অন্যরা। মেলায় মোট ২৪টি স্টল রয়েছে। চলবে আগামী ১৭ জুলাই পর্যন্ত।

চাঁপাইনবাবগঞ্জে ফাঁস দেয়া দুই ঝুলন্ত মরদেহ উদ্ধার

চাঁপাইনবাবগঞ্জে ফাঁস দেয়া দুই ঝুলন্ত মরদেহ উদ্ধার চাঁপাইনবাবগঞ্জ শহর ও সদর উপজেলা থেকে রবিউল ইসলাম সাবু ও কুলসুম নামে দুই কিশোর কিশোরির গলায় ফাঁস দেয়া ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ দুপুরে রবিউলের ও গতকাল রাতে কুলসসুমের মরদেহে নিজ নিজ বাড়ির শয়নকক্ষের ছাদের বাঁশের তীরের সাথে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করা হয়। রবিউল সদর উপজেলার ইসলামপুর ইউনিয়নের চর ইসলামাবাদ চরি গ্রামের হুমায়ুন কবীরের ছেলে। অপরদিকে কুলসুম জেলা শহরের আলীনগর ভুতপুকুর মহল্লার ফজর আলীর স্ত্রী ও পাশের আলীনগর হাজির মোড় এলাকার ফজলুর মেয়ে। প্রাথমিকভাবে ঘটনা দুটি আত্মহত্যা বলে ধারণা করছে পুলিশ। উভয় ঘটনায় চাঁপাইনবাবগঞ্জ সদর থানায় পৃথক অপমৃত্যু মামলা হয়েছে। মামলাগুলোর তদন্ত শুরু করেছে পুলিশ। সদর থানার উপ-পরিদর্শক(এসআই) আকতারুজ্জামান বলেন, রবিউল গতকাল রাত থেকে আজ সকালের মধ্যে কোন এক সময় নিজ শোবার ঘরের দরজা ভেতর থেকে আটকিয়ে নাইলনের রশি দিয়ে গলায় ফাঁস দেয়। সকালে ঘরের জানালা ভেঙ্গে মরদেহ উদ্ধার হয়। রবিউল রাজমিস্ত্রীর কাজ করত। প্রেমঘটিত কারণে সে ঘটনাটি ঘটাতে পারে বলে সন্দেহ করছে পুলিশ। ঘটনার পর তার মোবাইল ফোন জব্দ করা হয়েছে। অপর দিকে সদর থানার পরিদর্শক (তদন্ত) নুরুল কাদির সৈকত কুলসুমের পিতার দায়েরকৃত অপমৃত্য মামলার বরাতে বলেন, ৪ মাস পূর্বে কুলসুমের বিয়ে হয়। গতকাল সন্ধ্যায় কুলসুম স্বামীর বাড়িতে নিজ শোবার ঘরে গলায় ওড়নার ফাঁস দিয়ে আত্মহত্যা করে। পারিবারিক কলহের জেরে সকলের অগোচরে ঘটনাটি ঘটে বলে কুলসুমের স্বামীর পরিবার জানিয়েছে। পুলিশ রাতেই মরদেহ উদ্ধার করে জেলা হাসপাতাল মর্গে পাঠায়। আজ দুপুরে ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের নিকট হস্তান্তর করা হয়।

এমআরএ’র গণশুনানি ও জনঅবহিতকরণ সভা

এমআরএ’র গণশুনানি ও জনঅবহিতকরণ সভা চাঁপাইনবাবগঞ্জে মাইক্রোক্রেডিট রেগুলেটরি অথরিটি (এমআরএ)’র উদ্যোগে দুটি সভা অনুষ্ঠিত হয়েছে। এর মধ্যে একটি গণশুনানি এবং আরেকটি তথ্য অধিকার আইন, ২০০৯ বিষয়ক জনঅবহিতকরণ। আজ সকালে জেলাশহরের বেলেপুকুরে অবস্থিত প্র্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটির প্রধান কার্যালয়ের নকীব হোসেন মিলনায়তনে এ দুটি সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথির বক্তব্যে এমআরএ’র নির্বাহী পরিচালক নূরে আলম মেহেদী বলেন, প্রয়াস চাঁপাইনবাবগঞ্জ এবং রাজশাহী এলাকায় অনেক দিন যাবত কাজ করে আসছে। তারা (প্রয়াস) শিক্ষা, স্বাস্থ্য ও সংস্কৃতি নিয়ে কাজ করে থাকে এবং গ্রাহকদের সঙ্গে প্রয়াসের সম্পর্ক যথেষ্ট ভালো। নূরে আলম মেহেদী বলেন, ক্ষুদ্রঋণ বিষয়ে সরকার আমাদেরকে (এমআরএ) দায়িত্ব দিয়েছে এবং আপনারা যারা গ্রাহক আছেন, আপনাদের কথাগুলো যাতে পরবর্তীতে বাস্তাবায়ন হয়, সেটার জন্য সরকার আমাদেরকে আইনি নির্দেশনা দিয়েছেন। তিনি আরো বলেন, আপনারা ক্ষুদ্রঋণের যথাযথ ব্যবহার করে আরো সামনের দিকে এগিয়ে যান। এ সময় তিনি বলেন, এমআরএ’র মাধ্যমে যারা ক্ষুদ্রঋণ কার্যক্রম পরিচালনা করছেন, তাদের ৯১ শতাংশ গ্রাহক হচ্ছে নারী। গণশুনানি ও জনঅবহিতকরণ সভায় বিশেষ অতিথি ছিলেন- এমআরএ’র উপপরিচালক মুহাম্মদ মিজানুর রহমান। জনঅবহিতকরণ সভায় আলোচক ছিলেন- এমআরএ’র তথ্য কর্মকর্তা ও উপপরিচালক রনজিত কুমার সরকার। সভায় সভাপতিত্ব করেন প্রয়াসের প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক হাসিব হোসেন। এসময় তিনি সদস্যদের উদ্দেশ্যে বলেন, আমি যত কাজের মধ্যে থাকব, যত মানুষের সাথে যুক্ত থাকব, যত তথ্য নিতে পারব এবং দিতে পারব তাহলে একে অপরে ভালো থাকব। হাসিব বলেন, আজকের অনুষ্ঠানের মাধ্যমে আপনারা এমআরএ, প্রয়াস বা ক্ষুদ্রঋণ প্রতিষ্ঠান সম্পর্কে ধারণা পেলেন। এখানে আপনারা যা শুনলেন, জানলেন সেগুলো আপনার সমিতিতে গিয়ে অন্য সদস্যদের বলবেন। তিনি বলেন, আমরা বিভিন্ন প্রযুক্তি নিয়ে কাজ করছি। একেকজন সদস্যকে একেক ধরনের প্রযুক্তি সহায়তা আমরা দিয়ে থাকি। এর মাধ্যমে একে অপরের জ্ঞানের বিস্তার লাভ করে। তিনি আরো বলেন, আসুন, আমরা সবাই একদল হয়ে দেশের স্বার্থে কাজ করি। আর আমাদের দল হচ্ছে বাংলাদেশ, সেই দলের সফলতা কামনা করছি। আমাদের বাংলাদেশের উন্নয়ন হোক, বাংলাদেশ বিশ্বের বুকে উন্নত দেশে হিসেবে প্রতিষ্ঠা পাক। সেখানে আমরা নিশ্চয় সফল হবো। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন প্রয়াসের পরিচালক পঙ্কজ কুমার সরকার। এসময় উপস্থিত ছিলেন- এমআরএ’র সহকারী পরিচালক উজ্জল আলী, প্রয়াসের পরিচালক (মানবসম্পদ প্রশাসন ও প্রশিক্ষণ বিভাগ) আলেয়া ফেরদৌস, যুগ্ম পরিচালক নাসের উদ্দিন, সিনিয়র সহকারী পরিচালক আবুল খায়ের খান, সহকারী পরিচালক জুলফিকার আলী, কনিষ্ঠ সহকারী পরিচালক মু. তাকিউর রহমান, ফিরোজ আলম ও আব্দুস সালাম, কর্মসূচি ব্যবস্থাপক শাহাদাৎ হোসেনসহ প্রয়াসের অন্য কর্মকর্তাবৃন্দ। গণশুনানিতে এমআরএ’র কর্মকর্তারা প্রয়াস সদস্যদের সমস্যা ও আর্থিকভাবে স্বাবলম্বী হওয়ার গল্প শোনেন।

চাঁপাইনবাবগঞ্জে ট্রাকের সাথে সংঘর্ষে মোটরসাইকেল চালক নিহত

চাঁপাইনবাবগঞ্জে ট্রাকের সাথে সংঘর্ষে মোটরসাইকেল চালক নিহত সদর উপজেলায় একটি ধানবোঝাই ট্রাকের সাথে একটি মোটরসাইকেলের সংঘর্ষে মোটরসাইকেল চালক ঘটনাস্থলেই নিহত হয়েছেন। তিনি শিবগঞ্জ মর্দানা বিকাশপাড়া মহল্লার ফজলুর ছেলে ওয়াহিদ। ফায়ার সার্ভিস, পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আজ সকালে জেলা সদর থেকে আমনুরাগামী সড়কের আতাহার এলাকায় বিপরীত দিক থেকে আসা ট্রাকটিকে সাইড দিতে গিয়ে এ সংঘর্ষ ঘটে। ঘটনার পর পুলিশ ট্রাকটি আটক করে। নিহত ওয়াহিদ আতাহার দক্ষিণশহর এলাকার একটি গরুর খামারের কর্মী ছিলেন। তিনি বাড়ি থেকে একাই মোটরসাইকেলযোগে খামারে যাবার সময় ঘটনার শিকার হন। চাঁপাইনবাবগঞ্জ ফায়ার সার্ভিস ষ্টেশনের লীডার হারুনুর রশীদ বলেন, ফায়ার সার্ভিস কর্মীরা খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে পুলিশকে বুঝিয়ে দেয়। চাঁপাইনবাবগঞ্জ সদর থানার ডিউটি অফিসার এএসআই খুরশিদা বানু বলেন, পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করেছে। এ ব্যাপারে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীণ।

চাঁপাইনবাবগঞ্জের ৩৫০টি প্রাথমিক বিদ্যালয়ে কাব-স্কাউট উপকরণ বিতরণ কার্যক্রম উদ্বোধন

চাঁপাইনবাবগঞ্জের ৩৫০টি প্রাথমিক বিদ্যালয়ে কাব-স্কাউট উপকরণ বিতরণ কার্যক্রম উদ্বোধন চাঁপাইনবাবগঞ্জের ৩৫০ টি প্রাথমিক বিদ্যালয়ে কাব-স্কাউট উপকরণ বিতরণ করা হয়েছে। আজ সকালে জেলার শিবগঞ্জ উপজেলায় এ বিতরন কার্যক্রম উদ্বোধন করেন বাংলাদেশ স্কাউটস রাজশাহী অঞ্চলের সম্পাদক ও বাংলাদেশ রেশম বোর্ড মহাপরিচালক আনোওয়ার হোসেন। অনুষ্ঠানে শিবগঞ্জ উপজেলা শিক্ষাঅফিসার পরিমল কুমার,চাঁপাইনবাবগঞ্জ জেলা স্কাউটস সম্পাদক গোলাম রশিদসহ কাব শিক্ষকরা উপস্থিত ছিলেন। জেলা স্কাউটস সম্পাদক গোলাম রশিদ জানান, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অর্থায়নে প্রাথমিক বিদ্যালয় সমূহের কাব স্কাউটিং স¤প্রসারণ (৪র্থ পর্য়ায়) প্রকল্পের আওতায় বাংলাদেশ স্কাউট থেকে প্রাপ্ত কাব উপকরণ হিসেবে প্রতিটি প্রাথমিক বিদ্যালয়ে একসেট ড্রাম,ফাস্ট এইড বক্স,পতাকা স্কার্ফসহ ২৩টি কাব-স্কাউট উপকরণ প্রদান করা হয়েছে। জেলার ৫ উপজেলার ৩৫০ টি বিদ্যালয়ে বিতরন শুরু হয়েছে। পর্যায়ক্রমে সকল শিক্ষা প্রতিষ্ঠানেই কাব উপকরণ প্রদান করা হবে। অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের স্কাউড লিডারসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

চাঁপাইনবাবঞ্জে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস উদযাপন

চাঁপাইনবাবঞ্জে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস উদযাপন ‘মাদকের আগ্রাসন দৃশ্যমান, প্রতিরোধেই সমাধান’– প্রতিপাদ্যে চাঁপাইনবাবগঞ্জে বর্নাঢ্য নানা আয়োজনে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস-২০২৪ উদযাপিত হয়েছে। আজ সকালে জেলা প্রশাসন ও জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের যৌথ আয়োজনে জেলা প্রশাসক কার্যালয় চত্বরে বেলুন উড়িয়ে দিবসের কার্যক্রম উদ্বোধন করা হয়। এরপর একটি শোভাযাত্রা শহর প্রদক্ষিণ শেষে প্রশাসক কার্যালয় চত্বরে বঙ্গবন্ধু মঞ্চে আলোচনা সভায় মিলিত হয়। জেলা প্রশাসক একএেম গালিভ খানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চাঁপাইনবাবগঞ্জের সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য জারা জাবীন মাহবুব। বিশেষ অতিথি ছিলেন পুলিশ সসুপার ছাইদুল হাসান, জেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা রুহুল আমিন, অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট ইকতেখারুল ইসলাম,সিভিল সার্জন ডা.এসএম মাহমুদুর রশিদ,বীর মুক্তিযোদ্ধা এড.আব্দুস সামাদ ও চাঁপাইনবাবগঞ্জে রহনপুর ব্যাটালিয়ন(৫৯বিজিবি) অধিনায়ক লে.কর্ণেল গোলাম কিবরিয়া। স¦াগত বক্তা ছিলেন জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিচালক আনিছুর রহমান খান। সভায় বক্তারা মাদকের আগ্রাসনের ভয়াবহতা তুলে ধরে একে প্রতিরোধ করতে জোর জনমত তৈরি ও মাদকবিরোধি যুদ্ধে সমাজের সকল শ্রেণী-পেশার অংশগ্রহণ নিশ্চিত করার আহ্ব¦ান জানান। সভাশেষে অতিথিরা দিবসটি উপলক্ষে শিক্ষার্থীদের অংশগ্রহণে অনুষ্ঠিত রচনা ও চিত্রাংকন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করেন।

চাঁপাইনবাবগঞ্জে প্রযুক্তির সহায়তায় সংঘটিত জেন্ডার-ভিত্তিক সহিংসতা মোকাবিলায় রেডিও মহানন্দার সম্প্রচারকারীদের প্রশিক্ষণ প্রদান

চাঁপাইনবাবগঞ্জে প্রযুক্তির সহায়তায় সংঘটিত জেন্ডার-ভিত্তিক সহিংসতা মোকাবিলায় রেডিও মহানন্দার সম্প্রচারকারীদের প্রশিক্ষণ প্রদান প্রযুক্তির সহায়তায় সংঘটিত জেন্ডার-ভিত্তিক সহিংসতা মোকাবিলায় কমিউনিটি রেডিওর সম্প্রচার বিষয়ে দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। আজ সকালে জেলা শহরের বেলেপুকুরে অবস্থিত প্রয়াসের নকীব হোসেন মিলনায়তনে এই কর্মশালা অনুষ্ঠিত হয়। এতে প্রশিক্ষণ প্রদান করেন, বিএনএনআরসি কর্তৃক আয়োজিত ট্রেনিং অব ফ্যাসিলেটেটরস-এ অংশগ্রহণকারী প্রয়াসের পরিচালক ও রেডিও মহানন্দার স্টেশন ম্যানেজার আলেয়া ফেরদৌস এবং প্রযোজক (অনুষ্ঠান ও খবর) নয়ন আলী। এছাড়াও কর্মশালায় প্রযুক্তির সহায়তায় সংঘটিত জেন্ডার-ভিত্তিক সহিংসতা বিষয়ে বক্তব্য দেন রেডিও মহানন্দার টেকনিক্যাল অফিসার রেজাউল করিম। এসময় উপস্থিত ছিলেন, পিএফটিআইএর টীম লিডার আহম্মেদ ফ্রান্স, রেডিও মহানন্দার সহকারী প্রযোজক (অনুষ্ঠান ও খবর) মৌটুসী চৌধুরী, সোনিয়া শীল, উম্মে আয়েশা সিদ্দিকা, সহকারি টেকনিক্যাল অফিসার শাহরিয়ার হোসেনসহ ২০ জন প্রশিক্ষণার্থী। কর্মশালায় প্রযুক্তির সহায়তায় সংঘটিত জেন্ডার-ভিত্তিক সহিংসতা কি? এর ধরণ, প্রভাব, এটি মোকাবেলায় ব্যক্তি পর্যায়ে করণীয়, সংশ্লিষ্ট অংশীজন তথা-সরকার, প্রযুক্তি কোম্পানী, নিয়ন্ত্রনকারী প্রতিষ্ঠান, কমিউনিটি রেডিওসহ গণমাধ্যম এবং নাগরিক সমাজ সংগঠনের করনীয় বিষয়ে আলোচনা করা হয়। সেই সাথে এটি মোকাবেলায় রেডিও মহানন্দায় অনুষ্ঠান সম্প্রচারের লক্ষে কর্ম-পরিকল্পনা তৈরি করা হয়। বিএনএনআরসি’র কারিগরি সহায়তায় দিনব্যাপী কর্মশালার আয়োজন করে রেডিও মহানন্দা ৯৮.৮এফএম। কর্মশালায় স্টেশন ম্যানেজার আলেয়া ফেরদৌস বলেন, বর্তমানে ইন্টারনেটের ব্যবহার যেমন পবড়েছে, সেই সঙ্গে বেড়েছে প্রযুক্তির সহায়তায় হয়রানিও। এ ক্ষেত্রে বয়স, শ্রেণি, পেশার পভদাভেদ না থাকলেও সবচেয়ে বেশি হয়রানি ও সহিংসতার শিকার হচ্ছেন নারীরা। বর্তমানে আমাদের দেশের নারীরা যেমন পরিবারে ও সমাজে অপরাধ ও অন্যায়ের শিকার হচ্ছে, তার চেয়ে বেশি শিকার হচ্ছে অনলাইন মাধ্যমগুলোতে। ইন্টারনেটে আপত্তিকর ছবি বা ভিডিও ছেড়ে দেওয়া, গোপন তথ্য বা একান্ত ব্যক্তিগত কথা বা ছবি ফাঁস, ব্ল্যাকমেইল করে টাকা হাতিয়ে নেওয়া, আইডি হ্যাক করা, যৌন নিপীড়নমূলক বার্তা পাঠানো, যৌন সম্পর্ক স্থাপনের প্রস্তাব, ঘৃণ্য ও আপত্তিকর যৌনতাপূর্ণ মন্তব্যের শিকার হচ্ছে নারীরা। সাইবার জগতের নতুন ফাঁদ ‘ডিপফেক’ ভিডিও বা ছবি। কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) সহায়তায় ভুয়া ভিডিও ও ছবি বানিয়ে সামাজিক মাধ্যমে ছড়িয়ে দেওয়ার মাধ্যমে প্রতিনিয়ত আমাদের দেশের কিশোরী ও নারীদের হেনস্তা করা হচ্ছে। এতে অনলাইন প্ল্যাটফর্মে নারীর অংশগ্রহণ বাধাগ্রস্ত হচ্ছে। এর প্রভাব পড়ছে অর্থনীতি, ডিজিটাল অগ্রযাত্রাসহ দেশের উন্নয়নের সব ক্ষেত্রে। তাই প্রযুক্তির সহায়তায় লিঙ্গ ভিত্তিক সহিংসতা মোকাবেলায় ব্যাপক সচেতনতা বাড়াতে হবে। এক্ষেত্রে সবাইকে নিজ নিজ জায়গা থেকে কাজ করতে হবে এবং নারীর জন্য নিরাপদ পরিবেশ তৈরি করতে হবে।