যমজ তিন সন্তান দেখতে গেলেন গোমস্তাপুর ইউএনও

যমজ তিন সন্তান দেখতে গেলেন গোমস্তাপুর ইউএনও চাঁপাইনবাবগঞ্জ জেলার গোমস্তাপুর উপজেলার বোয়ালিয়া ইউনিয়নের ২নং ওয়ার্ডের কাঞ্চনতলা গ্রামের সুমা খাতুন গত ১৬ এপ্রিল রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে তিনটি ফুটফুটে যমজ সন্তানের জন্ম দেন। তিন সন্তানের মধ্যে দুই মেয়ে আমেনা, মোমেনা ও ছেলে মোমিন। বাবা মামুন আলী দিনমজুর। যার প্রতিটি দিন কাটে কষ্টে। মা সুমা খাতুন একজন গৃহিণী। অভাব-অনটনের মাঝে যমজ তিনটি সন্তানের জন্ম নিয়ে দুশ্চিন্তায় দিন কাটছিল মামুন-আসমা দম্পতির। বিষয়টি উপজেলা নির্বাহী অফিসার নিশাত আনজুম অনন্যাকে জানানো হলে তিনি গত রবিবার দুপুর ২টার দিকে দরিদ্র পরিবারের সেই ছোট্ট ঘরে বাচ্চাগুলোকে দেখার জন্য ছুটে যান। সেখানে গিয়ে তিনি কোলে তুলে নেন একে একে তিন নবজাতককে। আদর করেন মায়ের মতো। বাচ্চাগুলোকে দেখভাল করার জন্য ওই দম্পতিকে বেশ কিছু কোটার দুধ, ফিডার, বাচ্চাদের পোশাক ও তোয়ালে দিয়ে আসেন। একজন সরকারি কর্মকর্তার এমন মানবিক ও মাতৃসুলভ আচরণ দেখে এলাকার জনসাধারণের মধ্যে বেশ চাঞ্চল্যের সৃষ্টি হয়। এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার নিশাত আনজুম অনন্যা জানান, মানবিক কারণে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে যমজ শিশুগুলোকে সহযোগিতা করা হয়েছে। বাবা দিনমজুর। অর্থনৈতিক অনটনের কারণে আগামীতে এ সহযোগিতা অব্যাহত থাকবে। বাচ্চাগুলোকে দেখভাল করার জন্য স্থানীয় স্বাস্থ্যকর্মীকে খোঁজখবর নেয়ার কথা বলা হয়েছে।
অনূর্ধ্ব-১৬ বালকদের দিনব্যাপী ক্রিকেট প্রতিযোগিতা

অনূর্ধ্ব-১৬ বালকদের দিনব্যাপী ক্রিকেট প্রতিযোগিতা চাঁপাইনবাবগঞ্জে অনূর্ধ্ব-১৬ বালকদের দিনব্যাপী ক্রিকেট প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। সোমবার বাংলাদেশ ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসূচি ২০২৪-২৫ এর আওতায় চাঁপাইনবাবগঞ্জ জেলা ক্রীড়া অফিস এই প্রতিযোগিতার আয়োজন করে। আ.আ.ম মেসবাহুল হক বাচ্চু ডাক্তার স্টেডিয়ামে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। সকাল ৯টায় উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন করেন জেলা প্রশাসক মো. আব্দুস সামাদ। জেলা ক্রীড়া অফিসার আবু জাফর মাহমুদুজ্জামান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। প্রতিযোগিতায় ৪টি ক্রিকেট অ্যাকাডেমির ৬০ জন খেলোয়াড় অংশগ্রহণ করেন। চূড়ান্ত প্রতিযোগিতায় ইন্টার ক্রিকেট গার্ডেন দলকে ৯ উইকেটে পরাজিত করে স্পোর্টস ইউনিটি দল চ্যাম্পিয়ন হয়। প্রতিযোগিতা শেষে বিজয়দের মধ্যে পুরস্কার ও ট্রফি বিতরণ করা হয়। এসময় জেলা ক্রীড়া সংস্থার সাবেক সাধারণ সম্পাদক মো. মোস্তাফিজুর রহমান, আহ্বায়ক কমিটির সদস্য মো. ফানসুর রহমান, মো. রিজয়ান ও মো. খালেকুজ্জামান, ক্রিকেট বোর্ডের সাবেক সদস্য মো. সায়েম আলীসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান থেকে আগত শিক্ষকম-লী, ক্রীড়া সংগঠক, জেলা ক্রীড়া অফিস ও জেলা ক্রীড়া সংস্থার কর্মকর্তা-কর্মচরীবৃন্দ উপস্থিত ছিলেন।
গোদগাড়ী সীমান্তে ২ কেজি হেরোইনসহ যুবক আটক

গোদগাড়ী সীমান্তে ২ কেজি হেরোইনসহ যুবক আটক গোদাগাড়ী সীমান্তে মোটরসাইকেলযোগে পাচারকালে বিজিবির অভিযানে ২ কেজি হেরোইনসহ হাসান নামে এক যুবককে আটক করা হয়েছে। আটক ব্যক্তি গোদাগাড়ী আষাড়িয়াদহ ইউনিয়নের দিয়াড় মানিকচর গ্রামের মোখলেসুর রহমানের ছেলে। বিজিবি জানায়, গতকাল বিকেলে আষাড়িয়াদহ ইউনিয়নের চরভুবনপাড়া গ্রামে নিয়মিত টহলের সময় মোটরসাইকেলে মাদক চোরাচালান সম্ভাবনার গোপন খবর পায় বিজিবির একটি টহলদল। এক পর্যায়ে সন্দেহজনক একটি মোটরসাইকেলে দু’জনকে আসতে দেখে টহলদল তাদের থামার সংকেত দেয়। কিন্তু তারা মোটরসাইকেল ফেলে দৌড়ে পালানোর চেষ্টা করলে টহলদল ধাওয়া করে হাসানকে আটক করে। পরে তার মোটরসাইকেলে থাকা একটি ব্যাগ তল্লাশী করে ২ কেজি ভারতীয় হেরোইন পাওয়া যায়। ৫৩ বিজিবি অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মনির-উজ-জামান বলেন, এঘটনায় গোদাগাড়ী থানায় মামলা হয়েছে।
মহানন্দা সেতু থেকে নদীতে ঝাঁপ: নিখোঁজ তরুনের মরদেহ ১৩ ঘন্টা পর উদ্ধার

মহানন্দা সেতু থেকে নদীতে ঝাঁপ: নিখোঁজ তরুনের মরদেহ ১৩ ঘন্টা পর উদ্ধার চাঁপাইনবাবগঞ্জ শহর প্রান্তের পুরাতন মহানন্দা সেতুর (বীরশ্রেষ্ঠ শহীদ ক্যাপ্টেন মহিউদ্দীন জাহাঙ্গীর সেতু) উপর থেকে নদীতে ঝাঁপ দিয়ে নিখোঁজ শামীম নামে তরুনের মরদেহ প্রায় ১৩ ঘন্টা পর উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরী দল। ফায়ার সার্ভিস, পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আজ সকাল সোয়া ৮টার দিকে নদী থেকে মরদেহ উদ্ধার হয়। এর আগে গতকাল সন্ধ্যা পৌনে ৭টার দিকে সেতুর মাঝামাঝি অংশ থেকে রেলিং টপকে নদীতে ঝাঁপ দেয় ওই তরুন। সে চাঁপাইনবাবগঞ্জ শহরের টিকরামপুর উত্তরপাড়া মহল্লার মো: জালালের ছেলে এবং টিকরামপুর দারুল উলুম মাদ্রাসা থেকে চলতি বছরের দাখিল পরীক্ষা দিচ্ছিল। তার দুটি পরীক্ষা বাকী ছিল। সূত্রগুলো আরও জানায়, প্রেমঘটিত কারণে শামীম নদীতে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করে বলে ধারণা করা হচ্ছে। চাঁপাইনবাবগঞ্জ ফায়ার সার্ভিস ষ্টেশনের ইনচার্জ হারুনুর রশিদ বলেন, ওই তরুন নদীতে ঝাঁপ দেয়ার সাথে সাথে লোকজন চিৎকার-চেঁচামেচি শুরু করলে নদীতে নৌকা নিয়ে থাকা মাঝিরা এগিয়ে গিয়ে ওই তরুনকে উদ্ধারে তৎপরতা শুরু করে। তবে তাঁকে রাতে উদ্ধার করা যায় নি। সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মতিউর রহমান বলেন, পুলিশ মরদেহ উদ্ধারের পর ময়নাতদন্ত শেষে পরিবারের নিকট হস্তানর করেছে। এঘটনায় থানায় একটি অপমৃুত্য মামলা হয়েছে।
রামচন্দ্রপুরে নিরাপদ আম উৎপাদন শীর্ষক কর্মশালা

রামচন্দ্রপুরে নিরাপদ আম উৎপাদন শীর্ষক কর্মশালা চাঁপাইনবাবগঞ্জে ‘আম রপ্তানির জন্য চুক্তিবদ্ধ চাষের মাধ্যমে উত্তম কৃষিচর্চা (জিএপি ও হ্যাজার্ড অ্যানালাইসিস ক্রিটিক্যাল পয়েন্টের (এইচএসিসিপি) মাধ্যমে নিরাপদ আম উৎপাদন এবং এর প্রক্রিয়াজাতকরণ পণ্যের প্রশিক্ষণ কর্মশালা-২০২৫’ অনুষ্ঠিত হয়েছে। রবিবার জেলার সদর উপজেলার রামচন্দ্রপুরহাটে রানীহাটি ইউনিয়ন পরিষদের সম্মেলন কক্ষে এই প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। বাংলাদেশ ম্যাংগো প্রডিউসার মার্চেন্টস অ্যাসোসিয়েশনের উদ্যোগে এবং বিজনেস প্রমোশন কাউন্সিল, বাণিজ্য মন্ত্রণালয়ের সার্বিক সহযোগিতায় দিনব্যাপী অনুষ্ঠিত কর্মশালায় প্রধান অতিথি ছিলেন রানীহাটি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. রহমত আলী। বাংলাদেশ ম্যাংগো প্রডিউসার মার্চেন্টস অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক আলহাজ মো. শুকুরুদ্দীনের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় বিশেষ অতিথি ছিলেন- চাঁপাইনবাবগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সাবেক সহসভাপতি মো. মনোয়ারুল ইসলাম ডালিম, রামচন্দ্রপুর হর্টিকালচার সেন্টারের নার্সারি তত্ত্বাবধায়ক খন্দকার মো. মাহতাব হোসেনসহ অন্যরা। প্রশিক্ষণ কর্মশালার প্রধান আলোচক ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর জেলা কার্যালয়ের শস্য বিশেষজ্ঞ কৃষিবিদ ড. জহুরুল ইসলাম। কর্মশালায় মানবদেহের জন্য ক্ষতিকর কেমিকেলমুক্ত আম উন্নত পদ্ধতিতে উৎপাদন, আমের রোগ-পোকা দমন ও পরিচর্যার মাধ্যমে ফলন বৃদ্ধি এবং আম ও আমজাত পণ্য রপ্তানির সুযোগ বৃদ্ধিকরণের অঙ্গীকার ব্যক্ত করেন উপস্থিত ৭০ জন আমচাষি ও ব্যবসায়ীরা। প্রশিক্ষণ কর্মশালায় সর্বস্তরের আমচাষি ও ব্যবসায়ীরা ছাড়াও স্থানীয় গণ্যমান্য ব্যক্তি প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
শিবগঞ্জে কাঁচা ঘাস খেয়ে ৩ গাভীর মৃত্যু ও অসুস্থ ২ গরু

শিবগঞ্জে কাঁচা ঘাস খেয়ে ৩ গাভীর মৃত্যু ও অসুস্থ ২ গরু শিবগঞ্জে কাঁচা ঘাস খেয়ে তিনটি গাভী মারা গেছে। এতে আরো দুটি গরু অসুস্থ হয়ে পড়েছে। মারা যাওয়া গাভী তিনটির বর্তমান বাজারমূল্য প্রায় সাড়ে তিন লাখ টাকা। আজ সকালে উপজেলার বিনোদপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের বিশ্বনাথপুর ছয় ঘরিয়া গ্রামের সাদেকুল ইসলাম ঘোষের বাড়িতে এ ঘটনা ঘটে। স্থানীয়রা জানায়, সকালে উপজেলার বাখোরালি বাজার থেকে কাঁচা ঘাস কিনে পাঁচটি গাভীকে খাওয়ালে কিছুক্ষণ পর গাভীগুলো অসুস্থ হয়ে পড়ে। এ সময় উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালে যোগাযোগ করেন সাদেকুল ঘোষ। এক ঘণ্টা পর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. শাহাদাৎ হোসেন ঘটনাস্থলে এসে অসুস্থ গাভীগুলোকে প্রাথমিক চিকিৎসা প্রদান করেন এবং মৃত তিনটি গাভীর আলামত সংগ্রহ করে নিয়ে যান। উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. শাহাদাৎ হোসেন বলেন, অল্প বয়সের কাঁচা ঘাস নাইট্রোপয়োজন সৃষ্টি হওয়ায় অতিরিক্ত কাঁচা ঘাস খাওয়ার কারণে গাভীগুলো মারা যেতে পারে বলে ধারণা করা হচ্ছে। আলামত সংগ্রহ করে রাজশাহী পরীক্ষাগারে পাঠানো হয়েছে। রিপোর্ট পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।
বরেন্দ্র অঞ্চলে ভূগর্ভস্থ পানির স্তর বৃদ্ধি করবে বৃষ্টি

বরেন্দ্র অঞ্চলে ভূগর্ভস্থ পানির স্তর বৃদ্ধি করবে বৃষ্টি চাঁপাইনবাবগঞ্জের বরেন্দ্র অঞ্চলে ভূগর্ভস্থ পানির স্তর বৃদ্ধি করবে ম্যানেজড একুইফার রিচার্জ (এমএআর) কার্যক্রম। ঘরের ছাদে কিংবা টিনের ছাইনিতে পড়া বৃষ্টির পানি ফিলট্রেশন করে পাইপলাইনের মাধ্যমে একটি নির্দিষ্ট বোরহোলে ফেলা হবে। এরফলে বৃষ্টির পানি গড়িয়ে ড্রেনে বা জলাশয়ে কিংবা খাল বিলে না গিয়ে সরাসরি বোরহোলে পড়বে এবং ভূগর্ভের পানির স্তর পুনর্ভরণ হবে। খরাপ্রবণ বরেন্দ্র অঞ্চলে জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবেলায় এবং ভূগর্ভস্থ পানির স্তর উন্নয়নের লক্ষ্যে এক্সটেনডেড কমিউনিটি ক্লাইমেট চেঞ্জ (ইসিসিসিপি)-ড্রাউট প্রকল্পের আওতায় এই কার্যক্রমটি বাস্তবায়ন করছে প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটি। আজ সকালে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার ঝিলিম ইউনিয়ন পরিষদ চত্বরে প্রধান অতিথি হিসেবে এই কাজের উদ্বোধন করেন চাঁপাইনবাবগঞ্জের জেলা প্রশাসক আব্দুস সামাদ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটির প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক হাসিব হোসেন। তিনি তার বক্তব্যে জানান, ২০২৪-২৫ অর্থবছরে সদর উপজেলার সাতটি ইউনিয়নে মোট ৪০টি এমএআর স্থাপন কার্যক্রম শুরু হয়েছে। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী অফিসার তাছমিনা খাতুন, সহকারী কমিশনার জাহিদ হাসান, ঝিলিম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম লুৎফুল হাসান। অনুষ্ঠানে প্রয়াসের পরিচালক এবং ইসিসিসিপি ড্রাউট প্রকল্পের ফোকাল পারসন পঙ্কজ কুমার সরকার সূচনা বক্তব্য দেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন প্রয়াসের কনিষ্ঠ সহকারি পরিচালক আব্দুস সালাম। এসময় ইসিসিসিপি ড্রাউট প্রকল্প সমন্বয়কারী বকুল কুমার ঘোষ, ঝিলিম ইউনিয়নের প্রশাসিনক কর্মকর্তা মৃনাল কান্তি পালসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, জনপ্রতিনিধি ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। প্রকল্পটিতে আর্থিক ও কারিগরি সহায়তা দিচ্ছে গ্রিন ক্লাইমেট ফান্ড জিসিপি ও পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ)। এই প্রকল্পের মূল উদ্দেশ্য হলো বরেন্দ্র অঞ্চলে খরা প্রতিরোধে বৃষ্টির পানি ভূগর্ভে সংরক্ষণের মাধ্যমে পানির স্তর বাড়ানো। এমএআর স্থাপনার পাশাপাশি খাল ও পুকুর খননের মাধ্যমে ভূ-উপরিস্থ পানির ধারণ ক্ষমতা বৃদ্ধি এবং খরা সহনশীল ফসল ও ফল চাষে পানি ব্যবস্থাপনায় কার্যকর অবদান রাখা হচ্ছে। এই প্রকল্প জলবায়ু পরিবর্তনজনিত চ্যালেঞ্জ মোকাবেলায় একটি সময়োপযোগী ও উদ্ভাবনী উদ্যোগ হিসেবে উল্লেখযোগ্য ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন অতিথিবৃন্দ। উল্লেখ্য, ভূগর্ভের পানির স্তর দিনদিন ভয়াবহারে নিচে নেমে যাওয়ায় চলতি বোরো মৌসুমে এবার ঝিলিম ইউনিয়নসহ সদর, নাচোল ও গোমস্তাপুর উপজেলার ৮টি ইউনিয়নে ধান চাষে কৃষকদের নিরুৎসাহিত করে বরেন্দ্র বহুমুখি উন্নয়ন কর্তৃপক্ষ বিএমডিএ।
ভোলাহাট প্রেসক্লাবের সাবেক সভাপতির মেয়ে ‘জামাইয়ের’ মৃত্যু

ভোলাহাট প্রেসক্লাবের সাবেক সভাপতির মেয়ে ‘জামাইয়ের’ মৃত্যু ভোলাহাট প্রেসক্লাবের সাবেক সভাপতি ও সাপ্তাহিক ভোলাহাট সংবাদের সম্পাদক গোলাম কবিরের ছোট মেয়ে জামাই সিভিল ইঞ্জিনিয়ার সাব্বির হোসাইন আর নেই। তিনি আজ রবিবার বেলা ১১টার দিকে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন (ইন্না লিল¬াহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তিনি স্ত্রী, তিন বছরের একটি শিশু সন্তান, বাবা-মা, শ্বশুর-শাশুড়িসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তাঁর দাফন আজ রাত ৯টায় ঘোড়াদহ কেন্দ্রীয় কবরস্থানে সম্পন্ন হবে। সাব্বির হোসাইন পাবনা জেলার সুজানগর উপজেলার ঘোড়াদহ গ্রামের বিল¬াল খানের সন্তান। তিনি ভোলাহাট উপজেলার সাংবাদিক গোলাম কবিরের ছোট মেয়ের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে সুখী সংসার করছিলেন। গত ২২ এপ্রিল ঢাকার শেরেবাংলা নগরে ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস অ্যান্ড হসপিটালে তাঁর ব্রেইন টিউমারের অপারেশন করা হয়। পরে অবস্থার অবনতি হলে তাঁকে আইসিইউতে নেওয়া হয় এবং সেখানেই তিনি শেষ নিঃশ্বস ত্যাগ করেন। তাঁর বিদেহী আতœার মাগফিরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবারের পক্ষ থেকে সবাইকে দোয়ার অনুরোধ জানিয়েছে মরহুমরে শ্বশুর গোলাম কবির, মহান আল¬াহ রাব্বুল আলামীন তাঁকে জান্নাতুল ফেরদাউস দান করেন। সাব্বির হোসাইনের অকালমৃত্যুতে গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছেন স্থানীয় সাংবাদিক, রাজনীতিবিদ এবং সুশীল সমাজের প্রতিনিধিগণ।
শিবগঞ্জে বীর মুক্তিযোদ্ধা রেজাউল করিমের ইন্তেকাল

শিবগঞ্জে বীর মুক্তিযোদ্ধা রেজাউল করিমের ইন্তেকাল শিবগঞ্জ উপজেলার বীর মুক্তিযোদ্ধা রেজাউল করিম ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি অ ইন্না ইলাহি রাজিউন)। আজ সকাল ১১টায় জেলা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। তিনি মনাকষা ইউনিযনের ১ নং ওয়ার্ডের চৌকা খড়িয়াল গ্রামের বাসিন্দা ছিলেন। মৃত্যুকালে তিনি চার ছেলে ও দুই মেয়েসহ বহু গুণগ্রাহী রখে গেছেন। আজ সন্ধ্যা ৬টার সময় নিজ গ্রামের আমবাগানে তাঁকে রাষ্ঠ্রীয় মর্যাদায় গার্ড অব অনার প্রদান করা হয়। এসময় উপস্থিত ছিলেন, শিবগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তৌফিক আজিজ, শিবগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) মোজাম্মেল হক, বীর মুক্তিযোদ্ধা মোস্তফা, মোয়াজ্জেম হোসেন মন্টু, ওয়ার্ড সদস্য কাজল আলী সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। রাতে খড়িয়াল কেন্দ্রীয় গোরস্থানে জানাজা নামাজের পর ওই গোরস্থানে তাঁর দাফন সম্পন্ন হয়।
প্রয়াসের মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত

প্রয়াসের মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত চাঁপাইনবাবগঞ্জে প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটির মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ সকাল ৯টায় জেলাশহরের বেলেপুকুরে অবস্থিত প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটির প্রধান কার্যালয়ের নকীব হোসেন মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। দিনব্যাপী অনুষ্ঠিত এই সভায় সভাপতিত্ব করেন সংস্থাটির প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক হাসিব হোসেন। প্রয়াসের পরিচালক (কার্যক্রম) পঙ্কজ কুমার সরকারের সঞ্চালনায় সভায় উপস্থিত ছিলেন, যুগ্ম পরিচালক নাসের উদ্দিন, সিনিয়র সহকারি পরিচালক আবুল খায়ের খান, সহকারী পরিচালক জুলফিকার আলী, মু. তাকিউর রহমান, সহকারী পরিচালক ফারুক আহমেদ, তানভির আহম্মেদ রিয়াদ, ফিরোজ আলম, আবুল কালাম আজাদ ও শাহাদাত হোসেনসহ, সকল আরএম, জোন প্রধান, আরএম (এমই), প্রকল্প ফোকাল পার্সন, প্রকল্প ব্যবস্থাপক ও সহযোগী সংস্থার প্রতিনিধিবৃন্দ। সভায় প্রয়াসের চলমান কার্যক্রম ও সংস্থার কর্মকর্তাদের দক্ষতা বৃদ্ধি বিষয়ে আলোচনা হয়। সেই সাথে সংস্থার কার্যক্রম দক্ষতার সাথে এগিয়ে নিতে উপস্থিত কর্মকর্তাদের দিকনির্দেশনা দেন, প্রয়াসের প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক হাসিব হোসেন।