চাঁপাইনবাবগঞ্জ টাউন হাইস্কুলের ছাদ থেকে ক*কটেল উদ্ধার

চাঁপাইনবাবগঞ্জ টাউন হাইস্কুলের ছাদ থেকে ক*কটেল উদ্ধার চাঁপাইনবাবগঞ্জ শহর কেন্দ্রে ১৫ নং ওয়ার্ডের ইসলামপুর এলাকায় অবস্থিত টাউন হাইস্কুলের (নবাবগঞ্জ উচ্চ বিদ্যালয়) পুরাতন দোতলা ভবনের ছাদ হতে পরিত্যক্ত অবস্থায় ৩টি ককটেল উদ্ধার করেছে পুলিশ। এনিয়ে গত ৮ ডিসেম্বর থেকে ৫দিনে চাঁপাইনবাবগঞ্জ শহরের ৩টি গুরুত্বপূর্ণ স্থাপনা থেকে ৯টি ককটেল উদ্ধারের ঘটনা ঘটল। মাত্র ১ দিন আগে গত ১০ ডিসেম্বর জেলা নির্বাচন অফিসের বাউন্ডারির ভেতর থেকে ২টি ও এর আগে গত ৮ ডিসেম্বর চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার প্রধান ভবনের সামনের ফুল বাগানের পাশের ড্রেন থেকে ৪টি ককটেল উদ্ধার হয়। পৌর কর্তৃপক্ষ ও জেলা নির্বাচন অফিসারের দেয়া খবরে পুলিশ ককটেলগুলো উদ্ধার করে। পুলিশ জানায়, আজ বিকাল ৪টার দিকে গোপন সূত্রে খবর পাবার পর সদর থানা পুলিশের একটি দল বিকাল সাড়ে ৪টার দিকে ঘটনাস্থলে পৌঁছে টাউন হাইস্কুলের পুরাতন ভবনের ছাদ হতে দুটি লাল ও একটি কাল স্কচটেপ মোড়ানো ককটেল উদ্ধার করে থানায় নিয়ে আসে। উদ্ধার দলের নেতৃত্ব দেয়া সদর থানার উপ-পরিদর্শক (এসআই) মোসাব্বির আহমেদ বলেন, উদ্ধারের সময় ভবনটির ছাদ তালা দেয়া ছিল। তবে পাশাপাশি অবস্থিত স্কুলের নতুন চারতলা ভবন থেকে প্রথমে ওই ভবনের ছাদে যাওয়া হয়।পরে স্কুল কর্তৃপক্ষ একজন পিওন পাঠিয়ে ছাদ খোলার ব্যবস্থা করে। স্কুলের সহকারী গ্রন্থাগারিক মনিরুজ্জামান টিয়া বলেন,গত ১০ ডিসেম্বর বার্ষিক পরীক্ষা শেষ হবার পর স্কুল বন্ধ রয়েছে। সদর থানার পরিদর্শক (তদন্ত) এস.এম নুরুল কাদির সৈকত বলেন, কে বা কারা, কখন ও কি উদ্দেশ্যে স্কুলের ছাদে ককটেল রেখেছে তা তদন্ত করা হচ্ছে। এ ব্যাপারে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন। তিনি বলেন, সাম্প্রতিক শহরে ককটেল উদ্ধারের আরও দুটি ঘটনার ব্যাপারে প্রয়োজনীয় আ্ইনগত ব্যবস্থা নেয়া হয়েছে। চাঁপাইনবাবগঞ্জের পুলিশ সুপার রেজাউল করিম বলেন, ককটেল উদ্ধারের প্রতিটি ঘটনা গুরুত্ব দিয়ে তদন্ত করা হচ্ছে। এসব ঘটনায় জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তাওে কাজ করছে পুলিশ। চাঁপাইনবাবগঞ্জের বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণ ও উদ্ধারের ঘটনা নিয়মিত ঘটছে। এটি শক্ত হাতে দমন করা হবে। এ নিয়ে অনান্য আইন প্রয়োগকারী বাহিনীর সাথে বসা হবে। উল্লেখ্য বিগত সংসদ নির্বাচনের কয়েকদিন আগে জেলা নির্বাচন অফিসের বাউন্ডারি ওয়ালে টাউন হাইস্কুলে, আদালত চত্বরে, অফিসাসূ ক্লাবে ককটেল বিস্ফোরণ ঘটানো হয়। এসবব ঘটনায় মামলা হয় ও কয়েকজন গ্রেপ্তার হয়।

চাঁপাইনবাবগঞ্জে একদিনে ডেঙ্গুতে আরো ৩ জন আক্রান্ত

চাঁপাইনবাবগঞ্জে একদিনে ডেঙ্গুতে আরো ৩ জন আক্রান্ত চাঁপাইনবাবগঞ্জে গত মঙ্গলবার সকাল ৮টা থেকে বুধবার সকাল ৮টা পর্যন্ত নতুন করে আরো ৩ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন। এ নিয়ে চলতি বছর জেলায় ডেঙ্গু রোগে আক্রান্তের সংখ্যা দাঁড়াল ৫০৬ জনে। সিভিল সার্জন অফিস সূত্রে জানা গেছে, গত ২৪ ঘণ্টায় নতুন করে আরো ৩ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন। তাদের মধ্যে ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালে ২ জন ও নাচোল উপজেলা স্বাস্থ্য কমপেক্লক্সে ১ জন জন শনাক্ত হন। বর্তমানে ভর্তি আছেন ১২ জন রোগী। ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালে ১১ জন ও ভোলাহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১ জন রয়েছেন। তাদের মধ্যে ৫ জন পুরুষ, ৫ জন মহিলা ও ২ জন শিশু রয়েছেন। অন্যদিকে সুস্থ হওয়ায় ১ জনকে ছাড়পত্র দেয়া হয়েছে। ডেঙ্গুবিষয়ক প্রতিদিনের প্রতিবেদনে সিভিল সার্জন ডা. এস এম মাহমুদুর রশিদ এসব তথ্য নিশ্চিত করেছেন।

এবার ৮ ইউনিয়নে হবে না বোরো আবাদ : পানির স্তর ধরে রাখতে সিদ্ধান্ত বিএমডিএ’র

এবার ৮ ইউনিয়নে হবে না বোরো আবাদ : পানির স্তর ধরে রাখতে সিদ্ধান্ত বিএমডিএ’র এবার আসন্ন বোরো মৌসুমে চাঁপাইনবাবগঞ্জে ৮টি ইউনিয়নসহ রাজশাহীর গোদাগাড়ী ও তানোর এবং নওগাঁর নিয়ামতপুর, সাপাহার ও পোরশা উপজেলার উঁচু এলাকায় বোরো চাষাবাদ বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ-বিএমডিএ। এর ফলে এবার গমের আবাদ বৃদ্ধি পাবে। দীর্ঘদিন যাবৎ ভূগর্ভস্থ পানি ব্যাপকহারে উত্তোলনের ফলে পানির স্তর ভয়াবহ হারে নিচে নেম যাওয়ায় বিশেষজ্ঞদের মতমতের ওপর গুরুত্ব দিয়ে বোরো আবাদের মতো বেশি সেচের ফসল চাষাবাদ না করে তুলনামূলক কম পানি লাগে, এমন ফসল হিসেবে গমসহ অন্যান্য ফসল চাষাবাদের জন্য কৃষকদের উৎসাহিত করা হচ্ছে। চাঁপাইনববাগঞ্জ বিএমডিএ’র নির্বাহী প্রকৌশলী আল মামুনুর রশীদ জানান, বরেন্দ্র এলাকায় রাজশাহী, নওগাঁ ও চাঁপাইনবাবগঞ্জ জেলার ৮টি উপজেলায় ভূগর্ভস্থ পানির স্তর নিচে নেমে যাওয়ায় নলকূপগুলো হুমকির সম্মুখীন হয়েছে। অনেকগুলো নলকূপ পুনঃখনন বা পুনর্বাসন করতে হচ্ছে। কিন্তু ভূগর্ভে যথেষ্ট পানি না থাকায় ঠিক মতো পানি পাওয়া যাচ্ছে না। তিনি বলেন- বর্তমানে আমাদের নলকূপগুলোর পানির স্তর হচ্ছে ১০০ ফুট, কিন্তু এই স্তরে ঠিকমতো পানি পাওয়া যাচ্ছে না। বোরো ধানে সেচ লাগে ১১-১৮টি এবং সময় লাগে গড়ে ২ হাজার ঘণ্টা। অপরদিকে গমে লাগে মাত্র ২-৩টি সেচ। এদিকে যে পরিমাণ বৃষ্টি হয় তাতে ভূগর্ভে পানিভরণ হয় না। এইসব এলাকায় গড় বৃষ্টির চাহিদা ১৩০০ মিলিমিটার। পক্ষান্তরে সাম্প্রতিক বছরগুলোতে বৃষ্টি হয় গড়ে ১১০০ মিলিমিটার। এর মধ্যে ২০০ মিলিমিটার পানি গড়িয়ে চলে যায়। ফলে ৪০০ মিলিমিটার ঘাটতি থেকে যাচ্ছে। এমন অবস্থায় বরেন্দ্র অঞ্চলকে মরুকরণের হাত থেকে বাঁচাতে এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে। তিনি বলেন- যুক্তরাজ্যের ইউনিভার্সিটি অব বার্মিংহামের প্রফেসর কেন রুস্তন তার গবেষণায় মতামত দিয়ে বলেছেন, ‘উঁচু এলাকাগুলোকে টেকসই করতে হলে ভূগর্ভস্থ পানি পাম্পিং কমাতে পরিবর্তিত ফসল চাষাবাদ করতে হবে।’ নির্বাহী প্রকৌশল বলেন- এই এলাকা নিয়ে পানিসম্পদ মন্ত্রণালয়ের আওতায় ডব্লিউএআরপিও’র মাধ্যমে গবেষণা প্রতিষ্ঠান আইডব্লিউএমকে দিয়ে একটি গবেষণা কাজ সম্পন্ন করে। আইডব্লিউএম’র গবেষণায় বলা হয়েছে, এ অঞ্চলের পানি সংকটের তীব্রতা অনুযায়ী বিকল্প হিসেবে ভূউপরিস্থ পানির ব্যবহার করে পানির সমস্যা থেকে উত্তরণ করা সম্ভব। এসব এলাকায় পানির সংকট থাকায় ফসল চাষাবাদের পরিবর্তন করে বোরো ধান চাষের পরিবর্তে গম, যব, ভুট্টা, সরিষা, ছোলা, মাসকালাই বিভিন্ন শাকসবজি ইত্যাদি ক্যাশক্রপ চাষাবাদ এবং বিভিন্ন হর্টিকালচারাল ক্রপ যেমন- আম, পেয়ারা, ড্রাগন, বরই, মালটা ইত্যাদির বাগান তৈরি করা যেতে পারে। নির্বাহী প্রকৌশলী আল মামুনুর রশীদ বলেন- বিএমডিএ’র চেয়ারম্যান মহোদয় এই পরিস্থিতি থেকে টেকই ইরিগেশন ব্যবস্থাপনায় ফিরে আসতে এরই মধ্যে উপকারভোগী কৃষক ও বিএমডিএ’র কর্মকর্তাদের সঙ্গে দুই দফা মতবিনিময় করেছেন এবং মাঠের বাস্তব অবস্থা বিবেচনায় নিয়ে কৃষকদেরকে অনুপ্রাণিত করেছেন। তিনি বলেন- বোরো ধানে গড়ে সেচ লাগে ২ হাজার ঘণ্টা। পক্ষান্তরে গমে সেচ লাগে মাত্র ২-৩ ঘণ্টা। তিনি আরো বলেন- বোরোতে ৯৮০ ঘণ্টা সেচের ব্যাপারে কৃষকদের নির্দেশনা প্রদান করা হয়েছে। নতুন করে গোদাগাড়ী, তানোর, চাঁপাইনবাবগঞ্জ (আংশিক), নাচোল, গোমস্তাপুর, নিয়ামতপুর, সাপাহার, পোরশায় কোনো গভীর নলকূপ পুনর্বাসন করা যাবে না। কেননা এই সিদ্ধান্ত বাস্তবায়ন করা না গেলে এ এলাকায় মরুকরণ শুরু হবে। এদিকে কৃষকরা বলছেন, ধান চাষাবাদ করতে না পারলে আগামীতে ধানের দাম আরো বৃদ্ধি পাবে। জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক ড. পলাশ সরকার জানান, বিএমডিএ কর্তৃক বোরো ধান চাষাবাদে কৃষকদের নিরুৎসাহিত করার কারণে এবার গমের আবাদ বৃদ্ধি পাবে। তবে সিদ্ধান্তটি আগে পেলে ভালো হতো।

মনাকষা সীমান্তে বিজিবি’র হাতে ফেনসিডিলসহ যুবক আটক

মনাকষা সীমান্তে বিজিবি’র হাতে ফেনসিডিলসহ যুবক আটক শিবগঞ্জ উপজেলার মনাকষা সীমান্তে বিজিবির অভিযানে ৫০ বোতল ফেনসিডিলসহ সাহারুল ইসলাম নামে এক যুবক আটক হয়েছে। তিনি শিবগঞ্জের সাহপাড়া পন্ডিতপাড়া গ্রামের আব্দুর রশিদের ছেলে। আজ দুপুরে ৫৩ বিজিবি এক প্রেস বিজ্ঞপ্তিতে জানায়, সকাল ৮টার দিকে মনাকষা বিওপির একটি একটি বিশেষ টহলদল শিবগঞ্জের মনাকষা ই্উনিয়নের সীমান্তবর্তী রাঘববাটি গ্রামে গোপন তথ্যের ভিত্তিতে বিশেষ অভিযান চালায়। অভিযানে পঞ্চাশ বোতল ফেনসিডিলসহ আটক হন সাহারুল। ৫৩ বিজিবি অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মনির-উজ-জামান বলেন, আটককৃতকে শিবগঞ্জ থানায় হস্তান্তর কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

শিবগঞ্জে সাংবাদিকদের সঙ্গে ইউএনও’র মতবিনিময়

শিবগঞ্জে সাংবাদিকদের সঙ্গে ইউএনও’র মতবিনিময় চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে সাংবাদিকদের সঙ্গে উপজেলা নির্বাহী অফিসার মো. আফতাবুজ্জামান আল-ইমরানের মতবিনিময় সভা অনু্ষ্িঠত হয়েছে। বুধবার বিকেলে শিবগঞ্জ প্রেসক্লাব প্রেসক্লাব মিলনায়তনে এ সভার আয়োজন করে। শিবগঞ্জ প্রেসক্লাবের আহ্বায়ক হারুন অর রশিদের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন, সহকারী কমিশনার (ভূমি) তৌফিক আজিজ, সাংবাদিক আমিনুল হক সোনা প্রমূখ সাংবাদিক। এ সময় উপজেলা নির্বাহী অফিসার বলেন, উপজেলার সার্বিক উন্নয়নে আমাকে অনেক চ্যালেঞ্জ মোকাবিলা করতে হবে। তাই উপজেলার সার্বিক উন্নয়নের অগ্রযাত্রায় সকল সাংবাদিকের ইতিবাচক সহযোগিতা প্রয়োজন। এছাড়া সাংবাদিকরা উপজেলার বিভিন্ন সমস্যা তুলে ধরলে তিনি সেগুলোর বিষয়ে দৃষ্টি দেবেন বলে আশ্বস্ত করে বস্তুনিষ্ঠ ও নিরেপক্ষ সংবাদ পরিবেশনের জন্য সাংবাদিকদের প্রতি আহ্বান জানান। সভায় উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের প্রধান ও প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

চাঁপাইনবাবগঞ্জে বিশ্ব মানবাধিকার দিবস পালিত

চাঁপাইনবাবগঞ্জে বিশ্ব মানবাধিকার দিবস পালিত চাঁপাইনবাবগঞ্জে বিশ্ব মানবাধিকার দিবস পালিত হয়েছে। আজ র‌্যালি ও পথসভার মধ্যদিয়ে দিবসটি পালন করে বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন সংস্থা, চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখা। সকাল সাড়ে ১০টার দিকে জেলা প্রশাসকের কার্যালয় চত্বর থেকে র‌্যালি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে শহীদ স্মৃতি নামফলকের পাদদেশে পথসভায় মিলিত হয়। পথসভায় বক্তব্য দেন- জেলা মানবাধিকার বাস্তবায়ন সংস্থার সহসভাপতি ড. এমরান হোসেন, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোয়াজ্জেম হোসেন মেহেদিসহ অধ্যক্ষ মোহাম্মদ জোব্দুল হক, অ্যাডভোকেট অসলাম উদ দৌলা, শাহজাহান আলীসহ অন্যরা। সভা সঞ্চালনা করেন ড. শরিফুল ইসলাম। বক্তারা মানবাধিকার বাস্তবায়নে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান। কর্মসূচিতে জেলা ও উপজেলার মানবাধিকার কর্মীরা অংশগ্রহণ করেন।    

নাচোলে বিনামূল্যে হাইব্রিড ধানের বীজ বিতরণের উদ্বোধন

  নাচোলে বিনামূল্যে হাইব্রিড ধানের বীজ বিতরণের উদ্বোধন নাচোলে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে ৭৪০ জন প্রান্তিক কৃষকের মধ্যে বিনামূল্যে হাইব্রিড ধান বীজ বিতরণের উদ্বোধন করা হয়েছে। আজ সকালে উপজেলা পরিষদ চত্বরে এ কার্যক্রমের উদ্বোধন করা হয়। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন- উপজেলা নির্বাহী অফিসার নীলুফা সরকার। উপজেলা কৃষি অফিসার সলেহ্ আকরামের সভাপতিত্বে অনুষ্ঠিত বীজ বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- নাচোল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সফিকুল ইসলাম, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আবু রায়হান, পল্লী উন্নয়ন কর্মকর্তা হারুন অর রশিদসহ অন্যরা। কৃষি অফিসার সলেহ্ আকরাম জানান, ২০২৪-২৫ অর্থবছরে রবি মৌসুমে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় বোরো ধানের (হাইব্রিড) আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষে উপজেলার ৭৪০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মধ্যে বিনামূল্যে ২ কেজি করে হাইব্রিড বোরো ধান বীজ বিতরণ করা হচ্ছে। এবছর হাইব্রিড এসএল-৮ ও সংকর-৩ জাতের উচ্চ ফলনশীল ধান বীজ বিতরণ করা হচ্ছে। এ ধানের চারা ২১ থেকে ২৫ দিনের মধ্যে জমিতে রোপণ করতে হবে। পরিমিত সার, সেচ ও বালাইনাশক প্রয়োগ করলে বিঘাপ্রতি ফলন প্রায় ৩৫ থেকে ৩৬ মণ আশা করা যায়।  

চাঁপাইনবাবগঞ্জে ট্রাক্টর-ট্রলির ধাক্কায় রিক্সাচালক নিহত

চাঁপাইনবাবগঞ্জে ট্রাক্টর-ট্রলির ধাক্কায় রিক্সাচালক নিহত সদর উপজেলায় পেছন থেকে ট্রাক্টর-ট্রলির ধাক্কায় ব্যাটারিচালিত রিক্সাচালক কামরান আলী ভুটু নিহত হয়েছেন। তিনি চাঁপাইনবাবগঞ্জ শহরের রামকৃষ্টপুর মৃধাপাড়া মহল্লার মৃত জুলফিকার আলী মন্ডলের ছেলে। পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, আজ দুপুরে সদর উপজেলার ঝিলিম ইউনিয়নের ইউসুফনগর পুলপাড়া এলাকায় আঞ্চলিক সড়কে খালি রিক্সা নিয়ে যাবার সময় পেছন থেকে একটি খালি ট্রলির ধাক্কায় নিজ রিক্সার নিচে চাপা পড়েন ভুটু। এতে তিনি ঘটনাস্থলে বুকে আঘাত পেয়ে আহত হন। স্থানীয়রা তাঁকে উদ্ধার করে জেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসার পর বিকাল ৩টার দিকে ভুটুকে মৃত ঘোষণা করেন। ঘটনার পরপরই ট্রলি চালক ঘটনাস্থলে ট্রলি ফেলে পালিয়ে যায়। চাঁপাইনবাবগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ(ওসি) রইস উদ্দিন বলেন, পুলিশ মরদেহ উদ্ধার ও ট্রলি জব্দ করেছে। ট্রলি চালককে শনাক্তের চেষ্টা চলছে। মরদেহ প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে আবেদনের প্রেক্ষিতে পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে। এঘটনায় মামলার বিষয়টি প্রক্রিয়াধীন বলেও জানান ওসি।

জেলায় পৃথক মোটরসাইকেল দূর্ঘটনায় বাবা-ছেলে সহ নিহত ৪

জেলায় পৃথক মোটরসাইকেল দূর্ঘটনায় বাবা-ছেলে সহ নিহত ৪ চাঁপাইনবাবগঞ্জে পৃথক সড়ক দূর্ঘটনায় বাবা-ছেলেসহ ৩ জন নিহত ও ১ জন গুরুতর আহত হয়েছেন। আহতকে আশংকাজনক অবস্থায় উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়েছে। নিহতরা হলেন, গোদাগাড়ী উপজেলার ঠাকুর যৌবন দিগ্রাম ধোঁয়াপাড়া এলাকার আনসারের ছেলে ব্যবসায়ী রাজু এবং শিবগঞ্জের মোবারকপুর ইউনিয়নের কালীনগর লক্ষীপুর গ্রামের কৃষক মিজানুর রহমান ও তাঁর ছেলে শিবগঞ্জের কানসাট সোলেমান মিয়া ডিগ্রী কলেজের উচ্চ মাধ্যমিক শিক্ষার্থী সাগর। পুলিশ, ফায়ার সার্ভিস, হতাহতদের স্বজন, স্থানীয় ও হ্াসপাতাল সূত্রে জানা গেছে, আজ বিকেলে চাঁপাইনবাবগঞ্জ শহরের হরিপুর উপ-শহর এলাকায় চাঁপাইনবাবগঞ্জ-রাজশাহী মহসড়কে চাঁপাইনবাবগঞ্জ সদরমুখী একটি মোটরসাইকলের সাথে বিপরীত দিক থেকে আসা পাথরবোঝাই একটি ট্রাকের মখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল আরোহি রাজু ঘটনাস্থলে নিহত হন। গুরুতর আহত হন তার বন্ধু একই এলাকার নাসিরুলের ছেলে মোটরসাইকেল চালক সাগর। চাঁপাইনবাবগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ(ওসি) রইস উদ্দিন বলেন, ঘটনার পর ট্রাকটি পালিয়ে যায়। সেটি শনাক্ত ও আটকে অভিযান শুরু হয়েছে। পুলিশ মরদেহ উদ্ধার করেছে। পরবর্তী আইনগত ব্যবস্থাগ্রহণ প্রক্রিয়াধীন। এদিকে শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ গোলাম কিবরিয়া বলেন, আজ দুপুরে শিবগঞ্জের ছত্রাজিৎপুর ইউনিয়নের দশভাইয়াপাড়া এলাকায় সোনামসজিদ স্থলবন্দর মহাসড়কে শিবগঞ্জ সদরগামী একটি মোটরসাইকেলের সাথে বিপরীতে সোনামসজিদ স্থলবন্দর থেকে আসা একটি পশু খাদ্য বোঝাই ট্রাকের সংঘর্ষে মোটরসাইকেল চালক বাবা মিজানুর ঘটনাস্থলে নিহত হন। ঘটনাস্থলে আহত তাঁর ছেলে সাগরকে শিবগঞ্জ পুলিশের গাড়িতে উদ্ধার করে জেলা হাসপাতালে নিয়ে আসলে বিকাল ৩টার দিকে কর্তব্যরত চিকিৎসক ইসারুল ইসলাম তুষার তাঁকে মৃত ঘোষণা করেন। ঘটনার পর পুলিশ টাক ও এর চালককে আটক করেছে। পুলিশ মরদেহ উদ্ধার করেছে। পরবর্তী আইনগত ব্যবস্থাগ্রহণ প্রক্রিয়াধীন। গোমস্তাপুরে ট্রাকের ধাক্কায় ব্যাটারিচালিত অটোভ্যান চালকের মৃত্যু হয়েছে। আজ দুপুরে রহনপুর-আড্ডা আঞ্চলিক সড়কের তেঁতুলতলা এলাকায় এ ঘটনা ঘটে। নিহত ভ্যান চালকের নাম বাবর আলী। তিনি উপজেলার রহনপুর ইউনিয়নের পাথর পূজা গ্রামের বাসিন্দা মৃত খোদা বক্সের ছেলে। পুলিশ ও স্থানীয়রা জানায়, দুপুরে বাবর আলী নিজ বাড়ি পাথরপূজা থেকে ব্যাটারিচালিত অটোভ্যান নিয়ে রহনপুর যাচ্ছিলেন। পথে রহনপুর- আড্ডা আঞ্চলিক সড়কের তেঁতুলতলা এলাকায় বিপরীত দিক আসা একটি ট্রাক ভ্যানে ধাক্কা দেয়। ধাক্কা পেয়ে ভ্যান ও চালক বাবর আলী রাস্তায় পড়ে যায়। পরে ট্রাকটি তার দেহের উপর চলে গেলে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। এ বিষয়ে গোমস্তাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) খায়রুল বাসার জানান, পুলিশ বাবরের মরদেহ উদ্ধার করে। এ ঘটনায় গোমস্তাপুর থানায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে তিনি জানান।

চাঁপাইনবাবগঞ্জ পৌরসভায় শুরু হচ্ছে জিআইএস ডেটা সংগ্রহ

চাঁপাইনবাবগঞ্জ পৌরসভায় শুরু হচ্ছে জিআইএস ডেটা সংগ্রহ চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার জন্য জিওগ্র্যাফিক ইনফরমেশন সিস্টেম-জিআইএস ডেটা সংগ্রহ কার্যক্রম শুরু হচ্ছে। আজ তথ্য সংগ্রহকারীদের দুই দিনের কর্মশালায় এই তথ্য জানানো হয়। বেলা ১১টায় চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার সম্মেলন কক্ষে এই কর্মশালার উদ্বোধন করেন চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার প্রশাসক ও স্থানীয় সরকার চাঁপাইনবাবগঞ্জের উপপরিচালক দেবেন্দ্র নাথ উরাঁও। কর্মশালায় বক্তব্য দেন- পৌর নির্বাহী কর্মকর্তা মামুন অর রশিদ, নির্বাহী প্রকৌশলী তৌফিকুল ইসলাম, এসএনভি’র ক্লাস্টার কো-অর্ডিনেটর রেজাউল হুদা মিলন, জিপিএডি’র তাজুল ইসলাম তানভির। সঞ্চালনায় ছিলেন শহর পরিকল্পনাবিদ ইমরান হোসেন। এসএনভি-নেদারল্যান্ড সরকারের আর্থিক সহযোগিতায় ও জিপিএডি’র কারিগরি সহায়তায় কর্মশালায় জানানো হয়, তথ্য সংগ্রহকারীরা পৌরসভার প্রত্যেকটি বাড়িতে গিয়ে পরিবারের সদস্য সংখ্যা, পানি সরবরাহ, বর্জ্য ব্যবস্থাপনা, রাস্তার অবস্থা, সড়কবাতিসহ অন্যান্য বিষয়ে ডিজিটালি তথ্য সংগ্রহ করবেন। সেই তথ্য পৌরসভার ওয়েবসাইটে বিশেষ সফটওয়ারের মাধ্যমে আপলোড করা হবে। স্ট্যান্ডার্ড ডেটা কোয়ালিটি ম্যানেজমেন্ট, টেকসই আরবান ওয়াটার সাইকেল (এসইউডবলিউসি) প্রকল্পের অধীনে এইসব তথ্য সংগ্রহ করা হবে।