পদ্মায় নৌকাডুবিতে নিখোঁজ কিশোরীর খোঁজ মেলে নি ৩ দিনেও

পদ্মায় নৌকাডুবিতে নিখোঁজ কিশোরীর খোঁজ মেলে নি ৩ দিনেও   শিবগঞ্জ উপজেলায় বৈরী আবহাওয়ার মধ্যে পদ্মানদীতে নৌকাডুবিতে আয়েশা খাতুন সাথী নামে এক কিশোরী নিখোঁজ হয়েছেন। ওই কিশোরী পাঁকা ইউনিয়নের বাবুপুর মধ্যপাড়া গ্রামের বকুলের মেয়ে এবং বাবুপুর মধ্যপাড়া বালিকা উচ্চ বিদ্যালয়ের ৭ম শ্রেণীর ছাত্রী। গত বুধবার ৯জুলাই বিকাল ৪টার দিকে নানাবাড়ীতে বেড়াতে যাবার পথে নৌকাডুবিতে নিখোঁজ হবার পর আজ সন্ধ্যা পর্যন্ত ৩ দিনেও নিখোঁজ কিশোরীর কোন সন্ধ্যান মেলেনি বলে জানিয়েছে স্থানীয় সূত্র ও পুলিশ। পাঁকা ইউপি চেয়ারম্যান আব্দুল মালেক বলেন, গত বুধবার বিকালে বোগলাউড়ি জাইতপাড়া এলাকা থেকে ১-/১২ জন যাত্রী এবং কিছু মালপত্র নিয়ে ছোট নৌকাটি পাঁকা লক্ষীপুর শিয়ালপাড়া এলাকায় যাত্রা শুরু করে। ঘাট ছাড়ার পরপরই নৌকাটি ডুবে যায়। এসময় স্থানীয়দের সহায়তায় অন্য যাত্রীরা রক্ষা পেলেও নিখোঁজ হয় আয়েশা। তার সন্ধানে নদীতে নৌকা নিয়ে এবং নদীতীরে খোঁজ অব্যাহত রয়েছে বলেও জানান চেয়ারম্যান। শিবগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) এসএম শাকিল রেজা বলেন, নৌকাডুবিতে নিখোঁজ কিশোরীর এখনও সন্ধান পাওয়া যায় নি।

ইসলামপুরে ককটেল বিস্ফোরণ

  ইসলামপুরে ককটেল বিস্ফোরণ সদর উপজেলার ইসলামপুরে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। দুটি পক্ষের মধ্যে পূর্ব বিরোধের জের ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এই ঘটনা ঘটেছে বলে পুলিশ জানিয়েছে। পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, পূর্ব শত্রুতার জের ধরে গতকাল রাতে ধাওয়া পাল্টা ধওয়া ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এরই জের ধরে শুক্রবার সকালে আবারও উভয় পক্ষ মুখোমুখী অবস্থান নেয়। এ বিষয়ে চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ওসি মতিউর রহমান বলেন, পূর্বের একটি ঘটনায় মামলার জের ধরে দুটি পক্ষ বিবাদে জড়িয়ে পড়ে। ককটেল বিস্ফোরণ ঘটায়। কার সঙ্গে কার দ্বন্দ্ব? এমন প্রশ্নের জবাবে ওসি বলেন ঘটনাস্থলে যাচ্ছি, সবকিছু জেনে জানাতে পারব। এখন পর্যন্ত কোনো পক্ষই অভিযোগ করেনি। অভিযোগ পেলে ব্যবস্থা নেয়া হবে বলেও তিনি জানান।

ছত্রাজিতপুরে উন্নয়ন প্রকল্প পরিদর্শন ইউএনও’র

ছত্রাজিতপুরে উন্নয়ন প্রকল্প পরিদর্শন ইউএনও’র চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার ছত্রাজিতপুর ইউনিয়ন পরিষদের বিভিন্ন উন্নয়ন প্রকল্প পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী অফিসার মো. আজাহার আলী। শুক্রবার ছুটির দিনেও তিনি ঘরে বসে না থেকে পরিদর্শন করেন। এসময় উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার মো. মিজানুর রহমান, ছত্রাজিতপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. গোলাম রাব্বানী ছবিসহ ওয়ার্ড সদস্য, গ্রাম পুলিশরা উপস্থিত ছিলেন।

চাঁপাইনবাবগঞ্জে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত আরো ৯১ জন

চাঁপাইনবাবগঞ্জে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত আরো ৯১ জন চাঁপাইনবাবগঞ্জে গত ২৪ ঘণ্টায় আরো ৯১ জন ডেঙ্গু শনাক্ত হয়েছেন। এদের মধ্যে ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালে ভর্তি হয়েছেন ৫৯ জন। গোমস্তাপুরে ৩ জন। ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালের বহির্বিভাগে শনাক্ত হয়েছেন আরো ৬৩ জন। তারা বাড়িতে চিকিৎসা নিচ্ছেন। গত বৃহস্পতিবার সকাল ৮টা থেকে শুক্রবার সকাল ৮টা পর্যন্ত তারা শনাক্ত হন। বর্তমানে ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালে ভর্তি আছেন ৫৯ জন। তাদের মধ্যে ২২ জন পুরুষ, ৩৭জন মহিলা রয়েছেন। ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতাল ও সিভিল সার্জনের প্রতিদিনের প্রতিবেদনে এই তথ্য জানা গেছে। জেলা হাসপাতালের শুক্রবারের প্রতিবেদনে বলা হয়েছে, পূর্বের মোট ভর্তি রোগী ছিলেন ৫০ জন। তাদের মধ্যে ১৬ জন পুরুষ ও ২৬ জন মহিলা এবং ৮ জন শিশু ছিলেন। একই সময়ে ছাড়পত্র দেয়া হয়েছে ১৬ জনকে। এই ১৬ জনের মধ্যে ৭ জন পুরুষ ও ৬ জন মহিলা ও ৩ জন শিশু রয়েছেন। এছাড়া অবস্থার অবনতি হওয়ায় একজন পুরুষ ও ২ জন মহিলা রোগীকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। বর্তমানে ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালে ভর্তি আছেন ৫৯ জন। এই ৫৯ জনের মধ্যে ১৯ জন পুরুষ, ৩৪ জন মহিলা ও ৬ জন শিশু রয়েছেন। চলতি বছরের জানুয়ারি থেকে এখন পর্যন্ত ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালে ভর্তি ডেঙ্গু রোগীর সংখ্যা দাঁড়াল ৮৭৬ জনে। একই সময়ে বহির্বিভাগে মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়াল ৪০১ জনে।

ইকর’অ এর প্রধান কার্যালয় উদ্বোধন

ইকর’অ এর প্রধান কার্যালয় উদ্বোধন “পৃথিবীরকে গড়তে হলে, সবার আগে নিজেকে গড়ো” এ প্রতিপাদ্যকে সামনে রেখে ইকর’অ স্বেচ্ছাসেবী সংগঠনের প্রধান কার্যালয় উদ্বোধন ও ৪০ দিনের সালাত আদায় প্রতিযোগিতায় অংশ নেয়া শিশুদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে। আজ বিকেলে চাঁপাইনবাবগঞ্জ জেলা শহরের শাহ নেয়ামতুল্লাহ কলেজ মার্কেটের তৃতীয় তলায় উদ্বোধনী অনুষ্ঠানে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ করা হয়। সংগঠনটির সভাপতি ওবায়দুল হকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন শাহ নেয়ামতুল্লাহ কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. কামরুজ্জামান। বিশেষ অতিথি অতিথি হিসেবে বক্তব্য দেন ২৫০ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতালে মেডিকেল অফিসার ডা. মো. ইসমাইল হোসেন, বিশিষ্ট ব্যবসায়ী ও কামাল ইলেকট্রনিক্স অ্যান্ড ইলেকট্রিকের ইকবাল হোসেন, বিশিষ্ট ব্যবসায়ী একতা ভ্যারাইটিজ স্টোরের আলহাজ্ব মো. সাদিকুল ইসলাম, বিশিষ্ট ব্যবসায়ী ও বাবু স্টোরের মো. মেহেদী হাসান, চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার ৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিল রবিউল ইসলাম রবি, চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মনোয়ার হোসেন জুয়েল। অনুষ্ঠান সঞ্চালনা করেন সংগঠনটির সদস্য আব্দুর রউফ। এসময় উপস্থিত ছিলেন সংগঠনের সহ-সভাপতি শাহানুল ইসলাম, সাধারণ সম্পাদক খন্দকার হাসান ইমাম লিবন, সহ-সাধারণ সম্পাদক ফয়সাল আহমেদ, প্রচার সম্পাদক সোহেল রানা, সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক ওবায়দুর রহমান, কার্যকরী সদস্য হাবিবুর রহমান তারেকসহ অন্যরা। অনুষ্ঠানে ৪০ দিনের সালাত আদায় প্রতিযোগিতায় অংশ গ্রহণকারীদের মধ্যে আর্থিক পুরস্কার ক্রেস্ট বিতরণ করা হয়। শেষে দোয়া ও মোনাজাত করা হয়। এই আয়োজনের মধ্য দিয়ে ইকর’অ স্বেচ্ছাসেবী সংগঠন সামাজিক কল্যাণমূলক কর্মকাণ্ডে অংশ নেওয়ার প্রতিশ্রুতি ব্যক্ত করেন। ভবিষ্যতে প্রতিটি মানুষের পাশে দাঁড়ানো ও সমস্যা সমাধানে ভূমিকা রাখার প্রত্যয়ে তারা এগিয়ে যাওয়ার অঙ্গীকারও ব্যক্ত করেন।  

চাঁপাইনবাবগঞ্জে বীর মুক্তিযোদ্ধা সেরাজুল হকের ইন্তেকাল, রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

চাঁপাইনবাবগঞ্জে বীর মুক্তিযোদ্ধা সেরাজুল হকের ইন্তেকাল, রাষ্ট্রীয় মর্যাদায় দাফন চাঁপাইনবাবগঞ্জ শহরের পুরাতন বাজার বাসুনিয়াপট্টি মহল্লা নিবাসী বীর মুক্তিযোদ্ধা সেরাজুল হক (৭৪) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি অইন্না ইলাহি রাজিউন)। আজ সকাল সাড়ে ৭টার দিকে বার্ধক্যজনিত কারণে নিজ বাসভভনে তিনি মারা যান। মৃত্যুকালে তিনি স্ত্রী, ২ ছেলে,৪ মেয়েসহ বহু গূণগ্রাহী রেখে গেছেন। সন্ধ্যা ৬টায় শহরের নিমতলা কেন্দ্রীয় গোরস্থানে রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অব অনার প্রদানের বাদ মাগরিব ওই ঈদগাহে নামাজে জানাজা শেষে শহরের ফকিরপাড়া গোরস্থানে তাঁর দাফন সম্পন্ন হয়। গার্ড অব অনার প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আঞ্জুমান সুলতানা, চাঁপাইনবাবগঞ্জ পুলিশ লাইন্সের উপ-পরিদর্শক(এস্আই-সশস্ত্র) আব্দুল আলিম, বীর মুক্তিযোদ্ধা তরিকুল ইসলাম, মোস্তাক হোসেন, মোফাজ্জল হোসেন সহ স্থানীয় গণ্যমান্য ব্যাক্তিবর্গ।

প্রয়াসের যুব উন্নয়ন প্রশিক্ষণ

প্রয়াসের যুব উন্নয়ন প্রশিক্ষণ চাঁপাইনবাবগঞ্জে প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটির সমৃদ্ধি কর্মসূচির আওতায় সামাজিক স্বেচ্ছাসেবা নেতৃত্ব ও সম্প্রীতি শীর্ষক ব্যাচভিত্তিক দিনব্যাপী যুব উন্নয়ন প্রশিক্ষণ-২০২৫ শুরু হয়েছে। আজ শিবগঞ্জ উপজেলার ঘোড়াপাখিয়া ইউনিয়নের চুনাখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের হলরুমে এই প্রশিক্ষণ শুরু হয়। প্রশিক্ষণে প্রধান অতিথি ছিলেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের চাঁপাইনবাবগঞ্জ জেলা কার্যালয়ের উপপরিচালক চৌধুরী ইমরুল হাসান। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটির সহকারী পরিচালক মু. তাকিউর রহমান, চুনাখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মনিরুল ইসলাম, পারধুমিহায়াতপুর জামে মসজিদের ইমাম মাওলানা আব্দুল খালেক, প্রয়াসের ইউনিট ব্যবস্থাপক মোসা. মুসলিমা খাতুন, উপজেলা কর্মসূচি সমন্বয়কারী শাহাদাৎ আহমেদ, সহকারী উপজেলা কর্মসূচি সমন্বয়কারী মো. মোশাররোফ হোসেনসহ অন্যরা। পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশন-পিকেএসএফ’র সহযোগিতায় প্রশিক্ষণটি বাস্তবায়ন করছে প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটি।

চাঁপাইনবাবগঞ্জে মাদকের কুফল নিয়ে আলোচনা

চাঁপাইনবাবগঞ্জে মাদকের কুফল নিয়ে আলোচনা চাঁপাইনবাবগঞ্জে এনজিও, ক্লাব, ধর্মীয় প্রতিষ্ঠান ও সামাজিক সংগঠনভিত্তিক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের চাঁপাইনবাবগঞ্জ জেলা কার্যালয় এই সভার আয়োজন করে। বৃহস্পতিবার প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটির ইউনিট-১৬, গোলাপেরহাটে এই কর্মসূচির আয়োজন করা হয়। মাদকবিরোধী আলোচনা সভায় প্রধান আলোচক ছিলেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের চাঁপাইনবাবগঞ্জ জেলা কার্যালয়ের উপপরিচালক চৌধুরী ইমরুল হাসান। এছাড়াও আলোচনা করেন— উপপরিদর্শক মো. মোস্তাফিজুর রহমান, প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটির সহকারী পরিচালক মু. তাকিউর রহমান, চুনাখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মনিরুল ইসলাম, পারধুমিহায়াতপুর জামে মসজিদের ইমাম মাওলানা আব্দুল খালেক, প্রয়াসের ইউনিট ব্যবস্থাপক মোসা. মুসলিমা খাতুন, উপজেলা কর্মসূচি সমন্বয়কারী শাহাদাৎ আহমেদ, সহকারী উপজেলা কর্মসূচি সমন্বয়কারী মো. মোশাররোফ হোসেন, সমৃদ্ধি কর্মসূচির স্বাস্থ্য কর্মকর্তা মো. আসমাউল হক। পরে সকলকে মাদকবিরোধী শপথবাক্য পাঠ করানো হয়।

মায়ের ওপর হামলা : গণপিটুনিতে প্রাণ গেল মাদকাসক্ত ছেলের

মায়ের ওপর হামলা : গণপিটুনিতে প্রাণ গেল মাদকাসক্ত ছেলের চাঁপাইনবাবগঞ্জে মাকে মারধর করায় গণপিটুনিতে মাদকাসক্ত ছেলের মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে গত বুধবার রাতে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার রামচন্দ্রপুরহাট বাঘাইরপাড়া গ্রামে। নিহত যুবকের নাম মাহাবুবুল ইসলাম বাবু (২৮)। সে বাঘাইরপাড়া গ্রামের শীষ মোহাম্মদের ছেলে। পুলিশ ও স্থানীয়রা জানায়, বুধবার সকালে বাবু তার মাকে বেধড়ক মারধর করেন। এতে বাবুর মা আহত হন। নিজ মাকে মারধর করায় শাসন করতে গিয়ে প্রতিবেশী গণপিটুনি দিলে ঘটনাস্থালেই বাবুর মৃত্যু হয়। নিহতের মা হেনা বেগম বলেন, বাবু সকালে প্রথমে আমাকে মারধর করে। এ সময় বাবুকে তার বাবা শাসন করতে গেলে তাকেও মারধর করে। পরে তাদেরকে ছাড়াতে গেলে আমাকে ইট দিয়ে মেরে আহত করে বাবু। তিনি আরো বলেন, ছেলেকে শাসন করার জন্য স্বজনদের বললে এ সময় তারা বাবুকে শাসন করার জন্য মারধর করলে রাতে আমার ছেলে মারা যায়। চাঁপাইনবাবগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মতিউর রহমান জানান, নিহত বাবু মাদক কেনার জন্য বুধবার সকালে তার মায়ের কাছে টাকা চেয়ে না পেয়ে মাকে মারধর করে। বাবুর ইটের আঘাতে গাল ও কানে আঘাত পেয়ে আহত হয় মা। এ ঘটনার পর বুধবার রাত সাড়ে ৮টার দিকে বাড়ি ফিরে গেলে তার স্বজন ও প্রতিবেশীরা শাসনের উদ্দেশ্যে বাবুকে বেঁধে পেটায়। এতে ঘটনাস্থলেই বাবু মারা যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতাল মর্গে পাঠায়। এ ব্যাপারে নিহতের বোন বাদী হয়ে থানায় মামলা করেন বলেও জানান ওসি মতিউর।

চাঁপাইনবাবগঞ্জে দেড়কেজি হেরোইন মামলায় কারবারীর যাবজ্জীবন

চাঁপাইনবাবগঞ্জে দেড়কেজি হেরোইন মামলায় কারবারীর যাবজ্জীবন চাঁপাইনবাবগঞ্জে এক কেজি চারশত পঁচাশি গ্রাম হেরোইন বিক্রির উদ্দেশ্যে নিজ হেফাজতে রাখার অভিযোগে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দায়ের একটি মামলায় শামীম হোসেন নামে এক ব্যাক্তিকে যাবজ্জীবন কারাদন্ডের আদেশ দিয়েছেন আদালত। সেই সাথে তাঁকে পাঁচ হাজার টাকা অর্থদন্ড অনাদায়ে ছয় মাসের কারাদন্ডের আদেশ দেয়া হয়েছে। আজ বিকালে চাঁপাইনবাবগঞ্জের দায়রা জজ মিজানুর রহমান একমাত্র আসামীর উপস্থিতিতে আদেশ প্রদান করেন। দন্ডিত শামীম শিবগঞ্জ উপজেলার কানসাট ইউনিয়নের ২ নং ওয়ার্ডের কলোনীপাড়া গ্রামের মৃত আব্দুর রাজ্জাকের ছেলে। মামলার বিবরণ এবং আদালত সূত্রে জানা যায় এবং রাষ্ট্রপক্ষের আইনজীবী মো: আব্দুল ওয়াদুদ বলেন,২০২১ সালের ২৯ ডিসেম্বর শিবগঞ্জ পৌর ৬ নং ওয়ার্ডের রসুলপুর মোড়ে সড়কের উপর র‌্যাব-৫ ব্যাটালিয়নের চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের অভিযানে ১ কেজি ৪৮৫ গ্রাম হেরোইনসহ হাতেনাতে গ্রেপ্তার হন শামীম। এ ঘটনায় ওইদিন একমাত্র শামীমকে আসামী করে মামলা করেন র‌্যাবের তৎকালীন উপ-পরিদর্শক(এসআই) হাফিজুর রহমান। ২০২৩ সালের ২৬ জুন মামলার তদন্ত কর্মকর্তা (আইও) ও শিবগঞ্জ থানার তৎকালীন উপ-পরিদর্শক অপু কুমার একমাত্র শামীমকে অভিযুক্ত করে আদালতে মামলার চার্জশীট দাখিল করেন। ১৫ জনের সাক্ষ্য, প্রমাণ ও শুনানী শেষে আজ আদালত শামীমকে দোষী সাব্যস্ত করে সাজা ঘোষণা করেন। আসামীপক্ষে মামলা পরিচালনা করেন এড. মাসুদ রানা।