01713248557

চাঁপাইনবাবগঞ্জে প্রয়াসের মাসিক সমন্বয় সভা

চাঁপাইনবাবগঞ্জে প্রয়াসের মাসিক সমন্বয় সভা চাঁপাইনবাবগঞ্জে প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটির মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকাল থেকে জেলাশহরের বেলেপুকুরে অবস্থিত প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটির প্রধান কার্যালয়ের নকীব হোসেন মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। দিনব্যাপী অনুষ্ঠিত এই সভায় সভাপতিত্ব করেন সংস্থাটির প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক হাসিব হোসেন। প্রয়াসের পরিচালক পঙ্কজ কুমার সরকারের সঞ্চালনায় সভায় উপস্থিত ছিলেন- প্রয়াসের পরিচালক (মানবসম্পদ প্রশাসন ও প্রশিক্ষণ বিভাগ) আলেয়া ফেরদৌস, যুগ্ম পরিচালক নাসের উদ্দিন, সিনিয়র সহকারী পরিচালক আবুল খায়ের খান, সহকারী পরিচালক জুলফিকার আলী ও মমিনুল ইসলাম, কনিষ্ঠ সহকারী পরিচালক মু. তাকিউর রহমান, ফারুক আহমেদ, ফিরোজ আলম, আবুল কালাম আজাদসহ সকল জোনপ্রধান, আঞ্চলিক ব্যবস্থাপকসহ অন্যরা। সভায় প্রয়াসের চলমান কার্যক্রম ও সংস্থার কর্মকর্তাদের দক্ষতা বৃদ্ধি বিষয়ে আলোচনা হয়। সেই সাথে সংস্থার কার্যক্রম দক্ষতার সঙ্গে এগিয়ে নিতে উপস্থিত কর্মকর্তাদের দিকনির্দেশনা দেন প্রয়াসের প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক হাসিব হোসেন।

চাঁপাইনবাবগঞ্জের নদীগুলোয় পানি বাড়ছে

চাঁপাইনবাবগঞ্জের নদীগুলোয় পানি বাড়ছে চাঁপাইনবাবগঞ্জ জেলার ওপর দিয়ে প্রবাহিত পদ্মা, মহানন্দা ও পুনর্ভবা নদীতে পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। বিপৎসীমার বেশ কিছুটা নিচ দিয়ে পানি প্রবাহিত হচ্ছে। রবিবার বিকাল ৩টা পর্যন্ত পদ্মায় ২০.১০ মিটার, মহানন্দায় ১৮.০২ মিটার ও পুনর্ভবায় ১৮ মিটার পানির উচ্চতা রেকর্ড করেছে স্থানীয় পানি উন্নয়ন বোর্ড। পদ্মা নদীর বিপৎসীমা হচ্ছে ২২.০৫ মিটার, মহানন্দা ২০.৫৫ এবং পুনর্ভবা নদীর বিপৎসীমা ২১.৫৫ মিটার। চাঁপাইনবাবগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের উপ-সহকারী প্রকৌশলী ও বন্যা তথ্য কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা আবু সোয়েব এই তথ্য নিশ্চিত করেছেন। জেলার শিবগঞ্জ উপজেলার পাঁকা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আব্দুল মালেক জানান, গত এক সপ্তাহ থেকে পদ্মায় পানি বাড়ছে। তবে এখন পর্যন্ত কোনো ক্ষয়ক্ষতি হয়নি। উল্লেখ্য, শিবগঞ্জ উপজেলার পাঁকা ইউনিয়ন ও দুর্লভপুর ইউনিয়নের একাংশ এবং সদর উপজেলার নারায়ণপুর ইউনিয়নের অধিকাংশ এলাকা পদ্মা নদীর ওপারে পশ্চিমে অবস্থিত। দুর্লভপুর হতে চরবাগডাঙ্গা পর্যন্ত পদ্মা নদীর বেড়ি বাঁধ থাকায় পূর্বপাড়ে বন্যা না হলেও বিগত বছরগুলোতে পশ্চিমপাড়ে বন্যায় জনসাধারণ ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়।

সোনামসজিদ বন্দরে প্রবেশ করেছে আমাদানী পন্যবোঝাই ১৩৫ ভারতীয় ট্রাক

সোনামসজিদ বন্দরে প্রবেশ করেছে আমাদানী পন্যবোঝাই ১৩৫ ভারতীয় ট্রাক   চাঁপাইনবাবগঞ্জে কারফিউ জারির ১৬তম দিন আগামীকাল সকাল ৬টা থেকে রাত ১০টা পর্যন্ত টানা ১৬ ঘন্টা কারফিউ শিথিল থাকবে বলে জানিয়েছেন অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট ইকতেখারুল ইসলাম। তিনি জানান, জেলায় শান্তিপূর্ণভাবে কারফিউ বলবৎ রয়েছে। কারফিউ জারির পর এ পর্যন্ত জেলায় কোথাও কোন অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায় নি। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। এদিকে সোনামসজিদ স্থলবন্দরে আজ ৬৬টি পেঁয়াজ, ১টি কাঁচামরিচ ও ৬টি ডালসহ প্রবেশ করেছে ১৩৫টি আমদানী পণ্যবোঝাই ভারতীয় ট্রাক। সোনামসজিদ স্থলবন্দর সিএন্ডএফ এজেন্ট এসোসিয়েশন সাধারণ সম্পাদক আব্দুর রশিদ এসব তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, বন্দরে আমদানী-রপ্তানী,পণ্য লোড-আনলোড ও দেশ ব্যাপী পরিবহন পরিস্থতি স্বাভাবিক রয়েছে।

ইসিসিসিপি-ড্রাউট প্রকল্পের প্রশিক্ষণ কর্মশালা

ইসিসিসিপি-ড্রাউট প্রকল্পের প্রশিক্ষণ কর্মশালা চাঁপাইনবাবগঞ্জে খরা প্রতিরোধের লক্ষ্যে ভূ-উপরিস্থ পানি ধারণ পরিমাণ বৃদ্ধির লক্ষে পুকুর খনন বিষয়ে হাতেকলমে প্রশিক্ষণ প্রদান করা হয়েছে। গত বৃহস্পতিবার ‘বিল্ডিং ড্রাউট রেজিলিয়েন্স : এ ফিল্ড ডে অন পন্ড মেজারমেন্ট’ শিরোনামে একটি প্রশিক্ষণের আয়োজন করে প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটি। প্রশিক্ষণে বেশ কয়েকটি সংস্থার প্রতিনিধিরা অংশ নেন। সদর উপজেলার আমারকে প্রয়াস ভেড়া ও টার্কির প্রজনন খামারে দিনব্যাপী অনুষ্ঠিত কর্মশালায় প্রশিক্ষণ প্রদান করেনÑ বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ (বিএমডিএ) নাচোল জোনের সহকারী প্রকৌশলী রেজাউল করিম ও উপসহকারী প্রকৌশলী আব্দুল খালেক। প্রশিক্ষকগণ একটি পুকুরের আয়তন ও পুকুরের মাটি কাটার পরিমাণ নির্ণয় বিষয়ে অংশগ্রহণকারীদের হাতেকলমে প্রশিক্ষণ প্রদান করেন। গ্রীন ক্লাইমেট ফান্ডের অর্থায়নে পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ)’র সহযোগিতায় চাঁপাইনবাবগঞ্জে ‘এক্সটেনডেড কমিউনিটি ক্লাইমেট চেঞ্জ প্রজেক্ট-ড্রাউট (ইসিসিসিপি-ড্রাউট) নামে প্রকল্পটি বাস্তবায়ন করছে প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটি। এসময় উপস্থিত ছিলেন- পিকেএসএফ’র ব্যবস্থাপক এবং ইসিসিসিপি-ড্রাউট প্রকল্পের প্রকল্প সমন্বয়কারী মো. রবিউজ্জামান, প্রকৌশলী মোহাম্মদ নূর-ই-আলম, সহকারী প্রকল্প সমস্বয়কারী ইমরান হোসেন ও ওয়াহিদুল হক অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন- প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটির প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক হাসিব হোসেন, পরিচালক (মানবসম্পদ ও প্রশাসন বিভাগ) আলেয়া ফেরদৌস, কনিষ্ঠ সহকারী পরিচালক ও ইসিসিসিপি-ড্রাউট প্রকল্পের ফোকাল পার্সন আব্দুস সালাম, প্রকল্প সমন্বয়কারী বকুল কুমার ঘোষ, হিসাবরক্ষক সফিকুল ইসলামসহ রিসোর্স ইন্টিগ্রেশন সেন্টার (রিক), ওয়েভ ফাউন্ডেশন, এসকেএস ফাউন্ডেশন, মৌসুমী, শাপলাসহ প্রয়াসের অন্য কর্মকর্তাবৃন্দ।

জাতীয় শোক দিবসের প্রস্তুতি সভা জেলা প্রশাসনের

জাতীয় শোক দিবসের প্রস্তুতি সভা জেলা প্রশাসনের চাঁপাইনবাবগঞ্জে আগামী ৫ আগস্ট বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামালের ৭৫তম জন্মবার্ষিকী, ৮ আগস্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিবের ৯৪তম জন্মবার্ষিকী এবং ১৫ আগস্ট জাতীয় শোক দিবস পালন উপলক্ষে স্থানীয় কর্মসূচি প্রণয়ন সংক্রান্ত প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। আজ সকাল সাড়ে ১০টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসন এই সভার আয়োজন করে। সভায় দিবস তিনটি যথাযোগ্য মর্যাদায় পালনের জন্য বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়। সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক এ কে এম গালিভ খাঁন। দিবস তিনটি যথাযথ মর্যাদায় পালনের জন্য তিনি সকলের প্রতি আহ্বান জানান। সভায় গত বছরের কর্মসূচি পড়ে শোনান অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আহমেদ মাহবুব-উল-ইসলাম। সভায় উপস্থিত ছিলেন- জেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ রুহুল আমিন, জেলা প্রশাসনের স্থানীয় সরকার শাখার উপপরিচালক ও সরকারের উপসচিব দেবেন্দ্র নাথ উরাঁও, পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) আবুল কালাম সাহিদ, বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট আব্দুস সামাদসহ অন্যরা।

ভিক্ষুক পুনর্বাসনে সদর উপজেলায়  ছাগল প্রদান, শিবগঞ্জে  ক্ষুদ্র ঋণ বিতরণ

ভিক্ষুক পুনর্বাসনে সদর উপজেলায়  ছাগল প্রদান, শিবগঞ্জে  ক্ষুদ্র ঋণ বিতরণ চাঁপাইনবাবগঞ্জে ভিক্ষাবৃত্তি থেকে ফিরিয়ে এনে কর্মসংস্থানের ব্যবস্থা করে দিতে আরো চারজনকে ছাগল প্রদান করেছে সদর উপজেলা সমাজসেবা কার্যালয়। সরকারের ‘ভিক্ষুক পুনর্বাসন ও বিকল্প কর্মসংস্থান কর্মসূচি’র আওতায় সদর উপজেলার বিভিন্ন ইউনিয়নের চারজনকে ৩টি করে ছাগল প্রদান করা হয়। আজ  বিকেলে ছাগল বিতরণকালে উপস্থিত ছিলেন- উপজেলা পরিষদ চেয়ারম্যান তসিকুল ইসলাম তসি, উপজেলা নির্বাহী অফিসার তাছমিনা খাতুন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা নাছির উদ্দিন। বিতরণকালে জানানো হয়, ছাগলগুলো তারা বাড়িতে লালপালন করে ছাগলের সংখ্যা বৃদ্ধি করবে এবং তাতে তাদের কর্মসংস্থান সৃষ্টি হবে। ফলে তাদেরকে আর ভিক্ষা করতে হবে না। শিবগঞ্জে পল্লী সমাজসেবা (আরএসএস) প্রকল্পের আওতায় ৯ জন সদস্যের মাঝে ২ লাখ টাকা ক্ষুদ্র ঋণ বিতরণ করা হয়েছে। আজ দুপুরে উপজেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে কমলাকান্তপুর বিশ্বাসপাড়া এলাকায় সদস্যদের মাঝে এই ক্ষুদ্র ঋণ তুলে দেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা কাঞ্চন কুমার দাস। এ সময় তিনি বলেন, এ কার্যক্রমের মাধ্যমে পল্লী অঞ্চলে বসবাসরত ভূমিহীন, দারিদ্র্যসীমার নীচে বসবাসরত জনগোষ্ঠির মধ্যে সামাজিক সচেতনতা সৃষ্টি ও আয়বর্ধক কর্মসূচিতে তাদের সম্পৃক্ত করে দেশের সার্বিক উন্নয়নে তাদের অংশগ্রহণ নিশ্চিত করা হচ্ছে। তাছাড়া সচেতনতামূলক উদ্বুদ্ধকরণ এবং দক্ষতা উন্নয়ন, দরিদ্রতা বিমোচন ও জীবনযাত্রার মান উন্নয়নের পাশাপাশি দরিদ্র জনগণকে সংগঠিত করে উন্নয়নের মূল ¯্রােতধারায় নিয়ে আসা হবে। এছাড়া বাল্যবিবাহ প্রতিরোধ, নারী নির্যাতন ও যৌতুক বিরোধী সচেতনতা, মাদকদ্রব্যের অপব্যবহার রোধে সকলকে একযোগে কাজ কার আহবান জানান তিনি। এসময় আরও উপস্থিত ছিলেন ইউনিয়ন সমাজকর্মী রাহাতুজ্জামান, আল মামুন ও পলাশ আলীসহ অন্যরা।

চাঁপাইনবাবগঞ্জে ৬ মাসে রেমিটেন্স এসেছে ৬৪ দশমিক ৩ মিলিয়ন ডলার

চাঁপাইনবাবগঞ্জে ৬ মাসে রেমিটেন্স এসেছে ৬৪ দশমিক ৩ মিলিয়ন ডলার   চাঁপাইনবাবগঞ্জের রেমিটেন্স যোদ্ধারা চলতি বছরের জানুয়ারি থেকে জুন পর্যন্ত এই ৬ মাসে ৬৪ দশমিক ৩ মিলিয়ন ডলার রেমিটেন্স পাঠিয়েছেন। শুধু জুন মাসেই রেমিটেন্স পাঠিয়েছেন ১২ দশমিক ৯ মিলিয়ন ডলার। আজ দুপুরে জেলা অভিবাসন সমন্বয় কমিটির ত্রৈমাসিক সভায় এই তথ্য তুলে ধরেন জেলা কর্মসংস্থান ও জনশক্তি কার্যালয়ের সহকারী পরিচালক আখলাক-উজ-জামান। জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এই সভায় তিনি আরো জানান, চলতি বছরের জানুয়ারি থেকে জুন পর্যন্ত ৩ হাজার ৪৯৫ জন বিদেশ গমনেচ্ছু ব্যক্তি জেলা কর্মসংস্থান ও জনশক্তি কার্যালয়ে নিবন্ধন করেন। একই সময়ে মধ্যপ্রাচ্য, ইউরোপ ও মরিসাসের বিভিন্ন দেশে কর্মসংস্থানের জন্য গিয়েছেন ২ হাজার ৭৯৩ জন পুরুষ ও ৬২ জন নারী। এছাড়া জুন মাসে নিবন্ধন করেন ৭৩৮ জন। বিদেশ গিয়েছেন ৬৯৮ জন পুরুষ ও ২ জন নারী। একই সময়ে ১০ জন মৃত কর্মীর পরিবারকে অনুদান ও ২ জনকে ক্ষতিপূরণের অর্থ প্রদান করা হয়েছে। আখলাক-উজ-জামান আরো জানান, ২০২৩ সালে ১০ হাজার ৬৫৯ জন, ২০২২ সালে ৯ হাজার ১৮১ জন, ২০২১ সালে ৪ হাজার ২৯৪ জন ও ২০২০ সালে ১ হাজার ৮৮১ কর্মী ওইসব দেশে গিয়েছেন। জেলা প্রশাসক ও কমিটির সভাপতি এ কে এম গালিভ খাঁনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আরো উপস্থিত ছিলেন- সিভিল সার্জন ডা. এস এম মাহমুদুর রশিদ, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) আবুল কালাম সাহিদ, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর চাঁপাইনবাবগঞ্জের উপপরিচালক ড. পলাশ সরকার, জেলা মৎস্য কর্মকর্তা মাহবুবুর রহমানসহ অন্যরা।

চাঁপাইনবাবগঞ্জে অস্ত্র মামলার ১৩ বছর পর এক ব্যক্তির ১০ বছর সশ্রম কারাদন্ড

চাঁপাইনবাবগঞ্জে অস্ত্র মামলার ১৩ বছর পর একব্যক্তির ১০ বছর সশ্রম কারাদন্ড লাইসেন্সসবিহীন ১টি বিদেশী পিস্তল,২টি ম্যাগজিন ও ৬ রাউন্ড গুলি নিজ হেফাজতে রাখার অভিযোগে অস্ত্র আইনে দায়েরকৃত একটি মামলায় মাসুদ নামে একব্যক্তিকে ১০ বছর সশ্রম কারাদন্ডের আদেশ দিয়েছেন চাঁপাইনবাবগঞ্জের ষ্পেশাল ট্রাইবুনাল-২ এর বিচারক রবিউল ইসলাম। একই মামলার পৃথক অপর একটি ধারায় আসামীকে আরও ৭ বছর সশ্রম কারাদন্ডেরও আদেশ দেন আদালত। আদেশে উল্লেখ করা হয়, উভয় সাজা একত্রে কার্যকর হবে। আজ দুপুরে ট্রাইবুনাল একমাত্র আসামীর অনুপস্থিতিতে আদেশ প্রদান করেন। দন্ডিত মাসুদ শিবগঞ্জ উপজেলার কালিগঞ্জ খাসেরহাট গ্রামের মৃত বুল্লু ওরফে ভুলুর ছেলে। মামলার বিবরণ ও আদালত সূত্রে জানা গেছে এবং রাষ্ট্রপক্ষের আইনজীবী (অতিরিক্ত পিপি) রবিউল ইসলাম রবু বলেন, ২০১২ সালের ২৭ ফেব্রুয়ারী রাতে সদর উপজেলার বারঘরিয়া গোল চত্বরে বিজিবির হাতে ১টি পিস্তল, ২টি ম্যাগজিন ও ৬ রাউন্ড গুলিসহ হাতেনাতে গ্রেপ্তার হয় মাসুদ। এ ঘটনায় ওইদিন সদর থানায় চাঁপাইনবাবগঞ্জের তৎকালীন ৩৯ বিজিবি ব্যাটালিয়নের হাবিলদার বিজয় ভট্রাচার্য মাসুদসহ দুজনের নামে মামলা করেন। ২০১২ সালের ২১ মে মামলার তদন্ত কর্মকর্তা(আইও) ও তৎকালীন এলআই বিজিবি, রাজশাহীর (বিজিবি ও পুলিশের সমন্বয়কারী পুলিশ কর্মকর্তা) পুলিশ উপ-পরিদর্শক (এসআই) আখের আলী আদালতে শুধু মাসুদকে অভিযুক্ত করে চার্জশীট দাকিল করেন। ৬ জনের সাক্ষ্য, প্রমাণ ও দীর্ঘ শুনানীর পর ট্রাইবুনাল মাসুদকে দোষি সাব্যস্ত করে আদেশ প্রদান করেন। আসামীপক্ষে মামলা পরিচালনা করেন এড. নিয়ামত আলী নিয়াম।

গত ১০ দিনে রহনপুর রেলবন্দর দিয়ে প্রবেশ করেনি ভারতীয় আমদানী পণ্যবাহী ট্রেন

গত ১০ দিনে রহনপুর রেলবন্দর দিয়ে প্রবেশ করেনি ভারতীয় আমদানী পণ্যবাহী ট্রেন কারফিউ জারির পর ১০দিনে দেশের প্রায় সকল নৌ ও দেশের দ্বিতীয় বৃহত্তম সোনামসজিদ স্থলবন্দরসহ প্রায় সকল স্থলবন্দর চালু হলেও গোমস্তাপুর উপজেলার রহনপুর রেলবন্দর পথে প্রবেশ করে নি কোনও আমাদানী পন্যবাহী ভারতীয় ট্রেন (মালবাহী ওয়াগনের র‌্যাক)। গত ১৯ জুলাই শেষ আমদানী পণ্যবাহী ট্রেন রহনপুরে প্রবেশ করে। তবে কারফিউ জারির পূর্বে রহনপুর বন্দর দিয়ে প্রবেশ করা আমাদানী পন্যবাহী (খইল বা ডিওপি-ড্রাই ওয়েল কেক যা মাছ ও পশু খাদ্য) বোঝাই ৩টি ট্রেন যেগুলো রহনপুর রেলবন্দর পথে বাংলাদেশে প্রবেশের পর দেশের অভ্যন্তরে বিভিন্ন গন্তব্যে যাবার জন্য সদর উপজেলার আমনুরা জংশন রেলওয়ে ষ্টেশনে অপেক্ষমান ছিল তার মধ্যে ২টি কারফিউ এর মধ্যে নিজ নিজ গন্তব্যে পৌঁছেছে। এদিকে গত ২৫ জুলাই থেকে চাঁপাইনবাবগঞ্জসহ আঞ্চলিক রুটে ট্রেন চলাচলের সিদ্ধান্ত হলেও পরে তা বাতিল হয়। সরকার দেশে গত ১৯ জুলাই ট্রেন চলাচল বন্ধের পর গত ২০ জুলাই দেশে কারফিউ জারি হয়। এরপর থেকে জেলায় সকল শ্রেণির যাত্রী ও পণ্যবাহী ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। জেলায় বর্তমানে ভোর ৫টা থেকে রাত ১০টা পর্যন্ত টানা ১৭ ঘন্টা কারফিউ শিথিল রয়েছে। কারফিউ জারি রয়েছে রাত ১০টা থেকে ভোর ৫টা পর্যন্ত টানা ৭ ঘন্টা।

মারা গেছেন সাবেক অধ্যক্ষ যোবদুল হক 

মারা গেছেন সাবেক অধ্যক্ষ যোবদুল হক চাঁপাইনবাবগঞ্জের কৃতী সন্তান ও শিবগঞ্জ উপজেলার নয়লাভাঙ্গা গ্রামের মরহুম জুবের আলী বিশ্বাসের দ্বিতীয় পুত্র ও নবাবগঞ্জ সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ যোবদুল হক মারা গেছেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আজ সকাল ১০টায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে তিনি মৃত্যুবরণ করেন। তিনি দীর্ঘদিন যাবৎ বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮০ বছর। তিনি স্ত্রী এক ছেলে ও মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তার একমাত্র মেয়ে সৈয়দা বদরুন্নেসা রাজশাহী বরেন্দ্র কলেজে অধ্যাপক হিসেবে কর্মরত রয়েছেন। রাজশাহীতে আসর নামাজের পর তার প্রথম জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। দ্বিতীয় জানাজার নামাজ তার পৈতৃক নিবাস শিবগঞ্জ উপজেলার নয়লাভাঙা গ্রামে বাদ এশা অনুষ্ঠিত হয়। অধ্যক্ষ যোবদুল হকের মৃত্যুতে চাঁপাইনবাবগঞ্জের বিশিষ্টজনরা গভীর শোক প্রকাশ করে তার রুহের মাগরিফরাত কামনা এবং তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন।