চাঁপাইনবাবগঞ্জ দু’দিনের টানা অভিযানে ৪টি ইটভাটা বন্ধ ঘোষণা প্রশাসনের, ১ লক্ষ ৯০ হাজার টাকা অর্থদন্ড

চাঁপাইনবাবগঞ্জ দু’দিনের টানা অভিযানে ৪টি ইটভাটা বন্ধ ঘোষণা প্রশাসনের, ১ লক্ষ ৯০ হাজার টাকা অর্থদন্ড চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ ও সদর উপজেলায় জেলা প্রশাসন ও জেলা পরিবেশ অধিদপ্তরের টানা দু’দিনের অভিযানে লাইসেন্সবিহীন চারটি ইটভাটা ফায়ার সার্ভিসের সাহায্যে পানি দিয়ে ও এক্সেভেটর দিয়ে ভেঙ্গে গুড়িয়ে দিয়েছে প্রশাসন। সেই সাথে ভাটা চারটিকে ১ লক্ষ ৯০ হাজার টাকা অর্থদন্ড করেছে ভ্রাম্যমাণ আদালত। জেলা পরিবেশ অধিদপ্তর সূত্র জানায়, আজ দুপুর ১২টা থেকে বিকাল ৩টা পর্যন্ত শিবগঞ্জের মনাকষা ইউনিয়নের দাদনচক আদিনা ফজলুল হক সরকারি কলেজ মোড় এলাকায় মেসার্স আরপিবি ও মেসার্স ভাটা ব্রিকস-এ এবং গতকাল দুপুর সাড়ে ১২টা থেকে বিকাল সাড়ে ৪টা পর্যন্ত সদর উপজেলার সুন্দরপুর ইউনিয়নের মরাপাগলা এলাকায় মেসার্স টাইগার ও মেসার্স নিউস্টার-২ ব্রিকস-এ অভিযান চালানো হয়। জেলা পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক আবু সাইদ বলেন,আজ শিবগঞ্জের আরপিবি ব্রিকসকে ৫০ হাজার, ভাটা ব্রিকসকে ১ লক্ষ এবং গত বুধবার সদরের ভাটা দুটিকে ২০ হাজার টাকা করে অর্থদন্ড করা হয়। ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন ২০১৩ এর ৫(২) ধারা অনুযাযী দন্ড আরোপ করা হয়। এসব ভাটার জেলা প্রশাসক কর্তৃক প্রদত্ত ইট পোড়ানো ও পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র না থাকায় অভিযান চালানো হয়। আজ ভ্রাম্যমাণ আদালতের অভিযানে নেতৃত্ব দেন জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট মীর আল মনসুর শোয়াইব ও গতকাল অভিযানে নেতৃত্ব দেন জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট আমিনুল ইসলাম।
চাঁপাইনবাবগঞ্জে নির্বাচন অফিস কর্মকর্তা-কর্মচারীদের মানববন্ধন

চাঁপাইনবাবগঞ্জে নির্বাচন অফিস কর্মকর্তা-কর্মচারীদের মানববন্ধন জাতীয় পরিচয়পত্র বা এনআইডি পরিষেবা স্বাধীন বাংলাদেশ নির্বাচন কমিশন হতে সবিধিবিদ্ধ নতুন কমিশনে স্থানান্তর পরিকল্পনাকে একটি কুট ষড়যন্ত্র দাবি করে এর প্রতিবাদে মানববন্ধন ও অবস্থান কর্মসূচী পালন করেছে চাঁপাইনবাবগঞ্জ জেলা ও সদর উপজেলা নির্বাচন অফিস কর্মকর্তা-কর্মচারীরা। বৃহস্পতিবার (১৩মার্চ) নির্বাচন কমিশন অফিসার্স এসোসিয়েসনের আয়োজনে জেলা ও সদর উপজেলা নির্বাচন অফিসের সামনের সড়কে কর্মসূচীতে অংশ নেন জেলা নির্বাচন অফিসার রেজাউল করিম, সদর উপজেলা নির্বাচন অফিসার মো. আসাদণজ্জামান,সদর উপজেলা সহকারী নির্বাচন অফিসার সাইফুল্লাহ খালেদ প্রমুখ। কর্মসুচী থেকে এনআইডি ও ভোটর তালিকা ইসির হাতে রেখে তা রক্ষার মাধ্যমে গণতন্ত্র নিশ্চিত করার আহব্বান জানানো হয়।
চাঁপাইনবাবগঞ্জে বীর মুক্তিযোদ্ধা লূৎফল হকের ইন্তেকাল,রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

চাঁপাইনবাবগঞ্জে বীর মুক্তিযোদ্ধা লূৎফল হকের ইন্তেকাল,রাষ্ট্রীয় মর্যাদায় দাফন শিবগঞ্জ উপজেলার উজিরপুর ইউনিয়নের মোল্লাটোলা গ্রামের বাসিন্দা বীর মুক্তিযোদ্ধা লূৎফল হক ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি অইন্না ইলাহি রাজিউন)। আজ ভোররাত তিনটার দিকে শিবগঞ্জের ঘোড়াপাখিয়া ইউনিয়নের গোলাপের হাট দুখুর মোড় এলাকায় তাঁর বর্তমান বাসস্থানে তিনি ইন্তেকাল করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, ২ ছেলে,২ মেয়ে সহ বহু গূণগ্রাহী রেখে গেছেন। দুপুর আড়াইটায় দুখুর মোড় গোরস্থানে রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অব অনার প্রদান শেষে জানাজা নামাজের পর ওই গোরস্থানে তাঁর দাফন সম্পন্ন হয়। দাফন অনুষ্ঠানে অংশ নেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আজাহার আলী,শিবগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) এস এম শাকিল হাসান, বীর মুক্তিযোদ্ধা তরিকুল ইসলাম, জেলা মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড সভাপতি মিজানুর রহমান সহ স্থানীয় গণ্যমাণ্য ব্যাক্তিবর্গ।
বিশ্ব গ্লুকোমা সপ্তাহ উপলক্ষে আলোচনা

বিশ্ব গ্লুকোমা সপ্তাহ উপলক্ষে আলোচনা বিশ্ব গ্লুকোমা সপ্তাহ উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সকালে বাংলাদেশ জাতীয় অন্ধকল্যাণ সমিতি, চাঁপাইনবাবগঞ্জ এই কর্মসূচির আয়োজন করে। সমিতির চেয়ারম্যান প্রকৌশলী খাদেমুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মসূচিতে উপস্থিত ছিলেন সমিতির ভাইস চেয়ারম্যান ও চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার সাবেক মেয়র মোহাম্মদ নজরুল ইসলাম, সাধারণ সম্পাদক আব্দুল হাকিম, যুগ্ম সম্পাদক রবিউল ইসলাম, কোষাধ্যক্ষ ইকবাল হোসেন, সদস্য আব্দুল হান্নান ও বাদল আলী, চাঁপাইনবাবগঞ্জ চক্ষু হাসপাতালের চক্ষু বিশেষ ডা. রুমানা আফরোজ লিয়া ও ডা. ইমরান জাভেদ। অনুষ্ঠান সঞ্চালনা করেন চক্ষু হাসপাতালের প্রশাসনিক কর্মকর্তা ইউসুফ আলী। বক্তারা বলেন- গ্লুকোমা রোগ হচ্ছে চোখের নীরব ঘাতক। আপনি বুঝতেই পারবেন না, ধীরে ধীরে আপনার চোখ নষ্ট হচ্ছে। তাই মাঝে মধ্যে চক্ষু বিশেষজ্ঞের কাছে গিয়ে চোখ পরীক্ষা করানো ভালো।
নামাজ-রোজার মতো যাকাতকেও গুরুত্ব দিতে হবে : জেলা প্রশাসক

নামাজ-রোজার মতো যাকাতকেও গুরুত্ব দিতে হবে : জেলা প্রশাসক চাঁপাইনবাবগঞ্জে ইসলামিক ফাউন্ডেশনের আয়োজনে ‘দারিদ্র্য বিমোচনে যাকাতের ভূমিকা’ শীর্ষক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। দুপুর ২ টায় জেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের সম্মেলন কক্ষে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে আলোচনা করেন জেলা প্রশাসক মো. আব্দুস সামাদ। তিনি তাঁর বক্তব্যে বলেন-আমার যে আয় তা হালাল করার জন্যই যাকাত আদায় করতে হবে। তা নাহলে আমার ধন সম্পদ হারাম হয়ে যাবে। তিনি বলেন ইসলামের যে ৫টি ফরজ স্তম্ভ রয়েছে তার মধ্যে অন্যতম হলো যাকাত। কাজেই যাকাত আদায় না করলে আমার ফরজ আদায় হবে না। জেলা প্রশাসক বলেন-আমরা যেমন নামাজ ও রোজাকে গুরুত্ব দিচ্ছি তেমনি যাকাতকেও গুরুত্ব দিতে হবে। যাকাত যাদের হক তাদের জন্য আদায় করা ফরজ, এই ফরজ আমাকে আদায় করতেই হবে। তিনি বলেন-যাকাতের অর্থ দিয়ে দরিদ্রদের সেলাই মেশিন দেয়া হয়ে থাকে। আমরা এই অর্থ দিয়ে দরিদ্র মানুষের ভাগ্যপরিবর্তনের জন্য আয়বর্ধন মূলক কাজেও ব্যবহার করতে পারি। তিনি যাকাত আদায় করার জন্য সকলের প্রতি আহ্বান জানান। ইসলামিক ফাউন্ডেশন জেলা কার্যালয়ের উপপরিচালক মো. গোলাম মোস্তফার সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান আলোচক হিসেবে আলোচনা করেন চাঁপাইনবাবগঞ্জ কামিল মাদ্রাসার অধ্যক্ষ ড. এমরান হোসেন। অন্যদের মধ্যে আলোচনা করেন চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার সাবেক মেয়র মাওলানা আব্দুল মতিন, বিশিষ্ট ব্যবসায়ী কামরুল আরেফিন বুলু। অনুষ্ঠানে ব্যবসায়ী ও সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা অংশগ্রহণ করেন। একই অনুষ্ঠানে ৩ বিভাগে হেফজ প্রতিযোগিতার ৯ জন বিজয়ীর মধ্যে ক্রেস্ট বিতরণ করা হয়। শেষে দোয়া করা হয়। দোয়ার অনুষ্ঠান পরিচালনা করেন মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের পেশ ইমাম মাওলানা মো. মুখতার আলী।
গোমস্তাপুরে যাত্রীদের জিম্মি করে ছিনতাই

গোমস্তাপুরে যাত্রীদের জিম্মি করে ছিনতাই চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে একটি চার্জার অটোভ্যানের যাত্রীদের জিম্মি করে ছিনতাইয়ের অভিযোগ উঠেছে। ছিনতাইকারীরা ওই চার্জার অটোভ্যানে থাকা ৬-৭ জন যাত্রীর কাছ থেকে নগদ টাকা, মোবাইল ফোন ও স্বর্ণালংকারসহ অটোভ্যানটি নিয়ে গেছে। গত মঙ্গলবার রাত ৮টার দিকে গোমস্তাপুর উপজেলার রহনপুর-আড্ডা আঞ্চলিক সড়কের নজরপুর এলাকায় এ ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে নজরপুর বাজারের পাশে ৬ থেকে ৭ জনের একটি সংঘবদ্ধ দল ওই অটোভ্যানটি দেশীয় ধারালো অস্ত্রের মুখে আটকিয়ে যাত্রীদের জিম্মি করে। এসময় তারা যাত্রীদের কাছে থাকা নগদ টাকা, মোবাইল ফোন ও স্বর্ণালং র এবং অটোভ্যানটি ছিনিয়ে নিয়ে চলে যায়। পরে স্থানীয়রা ঘটনাটি টের পেয়ে যাত্রীদের উদ্ধার করে। গোমস্তাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) রইস উদ্দিন ঘটনাটির সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। ছিনতাইকারীদের ধরতে পুলিশের অভিযান অব্যাহত আছে। উল্লেখ্য, ওই চাজার্র অটোভ্যানের যাত্রীরা পার্বতীপুর ইউনিয়নের পশ্চিম জগৎ গ্রাম এলাকায় একটি বিয়ের দাওয়াত খেয়ে নাচোল উপজেলার আঝইর এলাকায় যাওয়ার পথে নজরপুর বাজারে পৌঁছালে ছিনতাইয়ের শিকার হন।
গোমস্তাপুরে ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন বিষয়ক অবহিতকরণ সভা

গোমস্তাপুরে ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন বিষয়ক অবহিতকরণ সভা গোমস্তাপুরে জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন বিষয়ক উপজেলা বিষয়ক অবহিতকরণ ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়। উপজেলা স্বাস্থ্য বিভাগের আয়োজনে জাতীয় পুষ্টি সেবা, স্বাস্থ্য অধিদপ্তর, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের বাস্তবায়নে অনুষ্ঠিত অবহতিকরন সভায় সভাপতিত্ব করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আব্দুল হামিদ। এতে বক্তব্য দেন স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. আব্দুল আলিম, উপজেলা পরিবার পরিকল্পনা অফিসার আবু মাসুদ খান, উপজেলা প্রাথমিক সহকারী শিক্ষা অফিসার সুশান্ত কুমার বর্মন, উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা ফরহাদ হোসেন, উপজেলা প্রেসক্লাবের সভাপতি আতিকুল ইসলাম আজম। উল্লেখ্য, উপজেলার ১৯৪ টিকা কেন্দ্রে আগামী ১৫ মার্চ থেকে ৬-১১ মাস বয়সের ৪ হাজার ৪৫৯ জন ও ১২-৫৯ মাস বয়সের ৩৩ হাজার ৯৩৭ জন শিশুকে এ-প্লাস টিকা খাওয়ানোর লক্ষ্যমাত্রা ধরা হয়েছে।
চাঁপাইনবাবগঞ্জে চিকিৎসকদের কর্মবিরতি ও প্রতিবাদ সমাবেশ

চাঁপাইনবাবগঞ্জে চিকিৎসকদের কর্মবিরতি ও প্রতিবাদ সমাবেশ ম্যাটস, ডিএমএফ ইস্যুতে স্বাস্থ্য মন্ত্রণালয় কর্তৃক গৃহীত সিদ্ধান্তের বিরুদ্ধে এবং ৫ দফা দাবি আদায়ের লক্ষে চাঁপাইনবাবগঞ্জে ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালের চিকিৎসকবৃন্দরা কর্মবিরতি ও প্রতিবাদ সমাবেশ কর্মসূচি পালন করেছেন। মঙ্গলবার বেলা ১২টার দিকে জেলা হাসপাতালের সামনে চিকিৎসকরা মানববন্ধন করেন। প্রতিবাদ সমাবেশে উপস্থিত ছিলেনÑ ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মাসুদ পারভেজ, সহকারী পরিচালক মোয়াজ্জেম আলী খান চৌধুরী, আরএমও ডা. আব্দুস সামাদ, ডা. ইসমাইল হোসেন, ডা. মাহফুজ রায়হান, ডা. মোসলেহ উদ্দীন, ডা. রেজাউল করিম, ডা. হাজেরা খাতুন সুমি, ডা. ইসরাফিল হক, ডা. মোয়াজ্জেম হোসেন খানসহ অন্যরা। এই সময় চিকিৎসকরা জানান, আজকের পরিস্থিতিতে আমরা দেখতে পাচ্ছি, কিছু ব্যক্তি ডাক্তার হওয়ার জন্য রাস্তায় নামছেন, তবে বাংলাদেশের বিএমডিসি আইন অনুযায়ী শুধুমাত্র বিডিএস এবং এমবিবিএস পাস করা ছাড়া ডাক্তার পরিচয় দেওয়ার কারো সুযোগ নেই।
চাঁপাইনবাবগঞ্জে ৪৯০ গ্রাম হেরোইন মামলায় এক ব্যাক্তির যাবজ্জীবন

চাঁপাইনবাবগঞ্জে ৪৯০ গ্রাম হেরোইন মামলায় এক ব্যাক্তির যাবজ্জীবন চাঁপাইনবাবগঞ্জে চারশত নব্বই গ্রাম হেরোইন বিক্রির উদ্দেশ্যে নিজ হেফাজতে রাখার অভিযোগে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দায়েরকৃত একটি মামলায় জাকির আলী নামে এক ব্যাক্তিকে যাবজ্জীবন কারাদন্ডের আদেশ দিয়েছেন আদালত। সেই সাথে ওই ব্যাক্তিকে পাঁচ হাজার টাকা অর্থদন্ড অনাদায়ে আরও ৬ মাস কারাদন্ডেরও আদেশ দেয়া হয়েছে। আজ দুপুর আড়াইটার দিকে চাঁপাইনবাবগঞ্জের দায়রা জজ মিজানুর রহমান একমাত্র আসামীর উপস্থিতিতে দন্ডাদেশ ঘোষণা করেন। দন্ডিত জাকির শিবগঞ্জ উপজেলার শ্যামপুর ইউনিয়নের গোপালনগর গ্রামের মৃত আফসার আলী লুটুর ছেলে। মামলার বিবরণ ও আদালত সূত্রে জানা যায় এবং রাষ্ট্রপক্ষের আইনজীবী আব্দুল ওয়াদুদ জানান, ২০২৩ সালের ১৩ ফেব্রুয়ারী কানসাট মিলিক মোড় এলাকায় র্যাবের অভিযানে ৪৯০ গ্রাম হেরোইনসহ হাতেনাতে গ্রেপ্তার হন জাকির। এ ঘটনায় পরদিন ১৪ ফেব্রুয়ারী শিবগঞ্জ থানায় জাকির আলীকে একমাত্র আসামী করে মামলা করেন র্যাব-৫ রাজশাহী’র সদর কোম্পানীর তৎকালীন উপ-পরিদর্শক (এসআই) ফরহাদ হোসেন। ২০২৩ সালের ২৮ ফেব্রুয়ারী মামলার তদন্ত কর্মকর্তা ও শিবগঞ্জ থানার তৎকালীন উপ-পরিদর্শক (এসআই) হরেন্দ্রনাথ দেবদাশ জাকির আলীকে একমাত্র অভিযুক্ত করে আদালতে চার্জশীট দাখিল করেন। ৭ জনের সাক্ষ্য, প্রমাণ ও শুনানী শেষে আদালত আজ জাকির আলীকে দোষী সাব্যস্ত করে সাজা ঘোষণা করেন। আসামীপক্ষে মামলা পরিচালনা করেন এড. নূর-ই-আলম সিদ্দিকী আসাদ।
চাঁপাইনবাবগঞ্জে ধর্ষণের বিরুদ্ধে মানববন্ধন ও বিক্ষোভ অব্যহত, প্রধান উপদেষ্টাকে স্মারকলিপি

চাঁপাইনবাবগঞ্জে ধর্ষণের বিরুদ্ধে মানববন্ধন ও বিক্ষোভ অব্যহত, প্রধান উপদেষ্টাকে স্মারকলিপি দ্বিতীয় দিনের মত চাঁপাইনবাবগঞ্জে ধর্ষণ, ধর্ষক ও নিপীড়নের বিরুদ্ধে মানববন্ধন ও বিক্ষোভ প্রদর্শণ অব্যহত রয়েছে। সেই সাথে ধর্ষণের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ এবং ধর্ষকের শাস্তি মৃত্যুদন্ড নিশ্চিতের দাবিতে প্রধান উপদেষ্টাকে জেলা প্রশাসকের মাধ্যমে স্মারকলিপি দেয়া হয়েছে। এর আগে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে মানববন্ধন কর্মসূচী পালন করা হয়। আজ সকালে ৪২টি স্বেচ্ছাসেবী সংগঠনের মুখপাত্র জেলা স্বেচ্ছাসেবী প্ল্যাটফর্ম এ কর্মসূচীর আয়োজন করে। এতে যোগ দেন চিকিৎসক, নার্সিং শিক্ষার্থী ও শিক্ষক, বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থী সহ বিভিন্ন শ্রেনী-পেশার মানুষ। মানববন্ধন চলাকালে বক্তব্য দেন জেলা হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা ডা.আব্দুস সামাদ, শিশু রোগ বিশেষঞ্জ মাহফুজ রায়হান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মাহিন খান, স্বেচ্ছাসেবী ওয়ালিদ হাসান, ওয়ালিদ হাসান মাইনুল, মশিউর রহমান, আবু সালেক , নার্সিং শিক্ষক রোকাইয়া খাতুন প্রমুখ । বক্তরা বলেন,ধর্ষকের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদন্ড নিশ্চিত করতে হবে। আর এই অপরাধের বিচার দ্রুত নিশ্চিত করতে হবে। সাম্প্রতিককালে দেশে বিবেকহীন ধর্ষণকান্ড বেড়ে যাওয়ায় উদ্বেগ প্রকাশ করে বক্তরা বলেন, দেশবাসী লজ্জায় ডুবে গেছে। তীব্র ঘৃনা প্রকাশ করছেন বহু মানুষ। এখন দরকার কঠোর ও জরুরী প্রশাসনিক পদক্ষেপ। এদিকে, মাগুড়াতে ৮ বছরের শিশু ধর্ষণ ও সারাদেশে ধর্ষণের বিরুদ্ধে গোমস্তাপুরে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আজ সকালে রহনপুরের সাধারণ শিক্ষার্থবৃন্দ ব্যানারে এই বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলটি রহনপুর আহম্মদি বেগম সরকারি উচ্চ বিদ্যালয় মাঠ থেকে বের হয়ে রহনপুর পৌরএলাকার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা চত্বরে এসে শেষ হয়। সেখানে অনুষ্ঠিত প্রতিবাদ সভায় বক্তব্য দেন চাঁপাইনবাবগঞ্জ জেলা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যুগ্ম আহবায়ক রাসেল আলী, প্রসাদপুর কামিল মাদ্রাসার সহকারি শিক্ষক আব্দুল কাদের, রহনপুর পৌর ছাত্র শিবিরের সভাপতি নাজির উদ্দিন ,জ্ঞানচক্র একাডেমির সহকারী শিক্ষিকা ঐশী রায়। এ সময় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নেয়।