
গোমস্তাপুরের বিভিষণ সীমান্তে বিএসএফ কর্তৃক ১৭ জন পুশইন গোমস্তাপুরের বিভিষণ সীমান্ত দিয়ে শিশুসহ ১৭ জনকে পুশইন করেছে বিএসএফ। আজ ভোর সাড়ে ছয়টার দিকে উপজেলার রাধানগর ইউনিয়নের বিভিষণ সীমান্তের ২১৯ বাই ৭১ পিলারের ১৬০ গজ বাংলাদেশের অভ্যন্তরে লালমাটিয়া এলাকা থেকে বিজিবি তাদের আটক করে। আটককৃতদের মধ্যে ৯ জন শিশু, ৪জন নারী ও ৪ জন পুরুষ রয়েছে। তারা কুড়িগ্রাম জেলার বিভিন্ন উপজেলার বাসিন্দা। বিজিবি তাদেরকে আটকের পর গোমস্তাপুর থানায় সোপর্দ করেছে। গোমস্তাপুর থানার ওসি রইস উদ্দীন বিষয়টি নিশ্চিত করেছেন। বিজিবি ও পুলিশ সূত্রে জানা গেছে, ভোর সাড়ে ছয়টার দিকে বিভিষণ সীমান্তের ২১৯/৭১ পিলারের ১৬০ গজ বাংলাদেশের অভ্যন্তরে লালমাটিয়া এলাকা থেকে বিজিবির একটি টহলদল তাদের আটক করে। আটকৃতরা জিজ্ঞাসাবাদে জানায়, তারা দীর্ঘদিন থেকে ভারতীয় অভ্যন্তরে বসবাস করে আসছিলেন। গত ১৭ মে ভারতীয় পুলিশ তাদেরকে হরিয়ানা প্রদেশ থেকে আটক করে ট্রেনযোগে হাওড়া জেলায় নিয়ে আসে। গত ২৪ মে হাওড়া থেকে বাসে করে ৮৮ ব্যাটালিয়ন বিএসএফ ইটাভাটা ক্যাম্পের কাছে হস্তান্তর করে। পরবর্তীতে তারা ওই সীমান্ত দিয়ে তাদের পুশইন করে। এদিকে বিকেলে রোকনপুর কোম্পানি ও ৮৮ ইটাভাটা বিএসএফ কোস্পানী পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে বলে জানা গেছে। এ বিষয়ে গোমস্তাপুর থানার ওসি রইসউদ্দীন জানান, বিএসএফ কর্তৃক পুশইন হওয়া ১৭ জনকে আটক করে বিজিবি। পরে তাদেরকে গোমস্তাপুর থানায় হস্তান্তর করে। তারা থানা হেফাজতে রয়েছে।
গোমস্তাপুরে সর্প দংশনে শিশুর মৃত্যু

গোমস্তাপুরে সর্প দংশনে শিশুর মৃত্যু গোমস্তাপুর উপজেলায় বিষাক্ত সর্প দংশনে সিফাত আলী নামে ৮ বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। সে রাধানগর ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের উপর সাগরাইল গ্রামের উকিলের ছেলে। স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, গতকাল দিবাগত রাত ১টার দিকে নিজ বাড়িতে ঘুমিয়ে ছিল সিফাত। এমন সময় একটি সাপ বিছানার উপর তার ডান হাতের আঙ্গুলে কামড় দেয়। এরপর তার কান্নাকাটি ও চিৎকারে বাড়ির সদস্যরা বিষয়টি টের পায়। ভোররাতে তাঁরা সিফাতকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। সংশ্লিস্ট ইউপি চেয়ারম্যান মতিউর রহমান এবং ওয়ার্ড সদস্য নুরুল ইসলাম বলেন, সাপের কামড়ে সিফাতের আঙ্গুল থেকে রক্ত বের হয়ে যায়। তবে সাপটি ধরা বা মারা সম্ভব হয়নি। গোমস্তাপুর থানার অফিসার ওসি রইস উদ্দিন ঘটনাটি নিশ্চিত করে বলেন, এ ব্যাপারে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে।
চাঁপাইনবাবগঞ্জে পৌনে তিন কেজি হেরোইন মামলায় দম্পতির যাবজ্জীবন

চাঁপাইনবাবগঞ্জে পৌনে তিন কেজি হেরোইন মামলায় দম্পতির যাবজ্জীবন চাঁপাইনবাবগঞ্জে পৌনে তিন কেজি হেরোইন বিক্রির উদ্দেশ্যে হেফাজতে রাখার অভিযোগে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দায়ের একটি মামলায় আব্দুস সামাদ এবং মর্জিনা খাতুন নামের এক দম্পতিকে যাবজ্জীবন কারাদন্ডের আদেশ দিয়েছেন আদালত। সেই সাথে উভয়কে পাঁচ হাজার টাকা করে অর্থদন্ড অনাদায়ে আরও ছয় মাস করে কারাদন্ডের আদেশ দেয়া হয়েছে। আজ বিকেলে চাঁপাইনবাবগঞ্জের দায়রা জজ মিজানুর রহমান আসামী মর্জিনা খাতুনের উপস্থিতিতে আদেশ প্রদান করেন। এ সময় তাঁর স্বামী আব্দুস সামাদ অনুপস্থিত ছিলেন। দন্ডিত সামাদ চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার কোদালকাঠি মধ্যচর গ্রামের ইস্কান্দার আলীর ছেলে। মামলার বিবরণ ও আদালত সূত্রে জানা যায় এবং রাষ্ট্রপক্ষের আইনজীবী(পিপি) আব্দুল ওদুদ বলেন, ২০২২ সালের ১৪ অক্টোবর রাতে র্যাব-৫ ব্যাটালিয়নের রাজশাহী ক্যাম্পের অভিযানে স্বামীর বাড়ি থেকে ২ কেজি ৭৫০ গ্রাম হেরোইনসহ গ্রেপ্তার হন মর্জিনা। অভিযানকালে তাঁর স্বামী সামাদ পালিয়ে যান। এ ঘটনায় পরদিন ১৫ অক্টোবর দম্পতিকে আসামী করে চাঁপাইনবাবগঞ্জ সদর থানায় মামলা করেন র্যাবের তৎকালীন উপ-পরিদর্শক (এসআই) মাসুম বিল্লাহ। ২০২৩ সালের ১৩মে মামলার তদন্ত কর্মকর্তা(আইও) এবং র্যাবের তৎকালীন উপ-পরিদর্শক (এসআই) তারিফুল ইসলাম শুধুমাত্র ওই দম্পতিকে অভিযুক্ত করে আদালতে চার্জশীট দাখিল করেন। ১৮ জনের সাক্ষ্য, প্রমাণ এবং শুনানী শেষে আদালত স্বামী এবং স্ত্রী দু’জনকেই দোষী সাব্যস্ত করে সাজা ঘোষণা করেন। আাসামীপক্ষে মামলা পরিচালনা করেন এড.রবিউল ইসলাম।
চাঁপাইনবাবগঞ্জে বাড়ছে ডেঙ্গু রোগী : হাসপাতালে ভর্তি ১২ জন

চাঁপাইনবাবগঞ্জে বাড়ছে ডেঙ্গু রোগী : হাসপাতালে ভর্তি ১২ জন চাঁপাইনবাবগঞ্জে বাড়ছে ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা। অন্যান্য বছর জুলাই-আগস্ট থেকে ডেঙ্গু দেখা দিলেও এবার মে মাসের শেষের দিকে এসে ডেঙ্গু দেখা দিয়েছে। ধারণা করা হচ্ছে আগাম বর্ষার কারণে এমনটা হয়েছে। এটাকে স্বাস্থ্য ঝুঁকি হিসেবে দেখছে স্বাস্থ্য বিভাগ। এখন থেকেই ব্যবস্থা গ্রহণ করা জরুরি বলেও মনে করা হচ্ছে। চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ, নাচোল, গোমস্তাপুর ও ভোলাহাট উপজেলায় ডেঙ্গু আক্রান্ত রোগীর কোনো তথ্য পাওয়া না গেলেও চাঁপাইনবাবগঞ্জ শহরের বালুবাগান এলাকায় ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা বেশি দেখা দিয়েছে। শনিবার রাত ৮টা থেকে রবিবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় নতুন করে ৭ জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছেন। এদিকে রবিবার সকল ৮ টার পর থেকে সন্ধ্যা পর্যন্ত আরো ৩ জন শনাক্তের তথ্য পাওয়া গেছে। তারা সবাই ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালে ভর্তি আছেন। ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালে আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. আব্দুস সামাদ বলেন, গত কয়েকদিন ধরে ডেঙ্গু রোগী শনাক্ত হচ্ছে। বর্তমানে হাসপাতালে ডেঙ্গু রোগী ভর্তি রয়েছে ১২ জন। অধিকাংশ রোগী চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার বালুবাগান মহল্লার। এই মহল্লায় কিছু কিছু ক্ষেত্রে সপরিবারে ডেঙ্গু রোগী শনাক্ত হচ্ছে। তিনি আরো বলেন- অন্যান্য বছর জুলাই-আগস্ট থেকে ডেঙ্গু দেখা দিলেও এবার মে মাসের শেষের দিকে এসেই ডেঙ্গু দেখা দিয়েছে। ধারণা করা হচ্ছে আগাম বর্ষার কারণে এমনটা হচ্ছে। এটা স্বাস্থ্য ঝুঁকিতে ফেলতে পারে। এখন থেকেই ব্যবস্থা গ্রহণ করা না হলে বড়ধরনের স্বাস্থ্য ঝুঁকি দেখা দিতে পারে বল মনে করেন এই স্বাস্থ্য কর্মকর্তা।
চাঁপাইনবাবগঞ্জে শিশু সুরক্ষায় শপথ গ্রহণ

চাঁপাইনবাবগঞ্জে শিশু সুরক্ষায় শপথ গ্রহণ চাঁপাইনবাবগঞ্জে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের আয়োজনে অনুষ্ঠিত হলো দুদিনের কর্মশালা। শিশু কল্যাণে পরিকল্পনা প্রণয়ন বিষয়ক এই কর্মশালায় সদর উপজেলায় শিশুর কল্যাণে সমস্যাগুলো চিহ্নিত করে এর অগ্রাধিকার নির্ণয় করা হয়। চিহ্নিত করা হয় বিভিন্ন সমস্যা। সেগুলো হলো; মা ও শিশুদের স্বাস্থ্য ও পুষ্টির অভাব, শিশু সুরক্ষার অভাব, গুণগত শিক্ষা এবং পারিবারিক অর্থনৈতিক অস্বচ্ছ্বলতা। এসকল সমস্যা সমাধানের জন্য ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের চাঁপাইনবাবগঞ্জ এরিয়া প্রোগ্রাম আগামী পাঁচ বছরের জন্য পঞ্চবার্ষিকী পরিকল্পনা প্রণয়ন করবে বলে কর্মশালায় জানানো হয়। নবাবগঞ্জ ক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত কর্মশালায় চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার নেতৃস্থানীয় ব্যক্তিগণ, স্থানীয় সরকার এবং সরকারি বিভিন্ন দপ্তর থেকে কর্মকর্তাগণ উপস্থিত থেকে শিশু কল্যাণে তাদের গুরুত্বপূর্ণ মতামত ও পরামর্শ তুলে ধরেন। শিশুর কল্যাণে ও সুরক্ষায় জনসচেতনতা বৃদ্ধিতে অংশগ্রহণকারীরা যে যার অবস্থান থেকে কাজ করবেন বল শপথগ্রহণ করেন। সঞ্চালনা করেন কর্মশালা ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের চাঁপাইনবাবগঞ্জ এরিয়া প্রোগ্রাম ম্যানেজার মি. জেমস বিশ্বাস। প্রোগ্রাম সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য সার্বিকভাবে সহযোগীতা করেন মি. সুজন গ্রেগরী, শ্যামল এইচ কস্তা, রিপন গমেজ ও উত্তম মন্ডল।
চাঁপাইনবাবগঞ্জে জাতীয় কবির জন্মবার্ষিকী উদযাপন

চাঁপাইনবাবগঞ্জে জাতীয় কবির জন্মবার্ষিকী উদযাপন আলোচনা, দলীয় সংগীত, নৃত্য, একক সংগীত ও আবৃিত্তর মধ্যদিয়ে চাঁপাইনবাবগঞ্জে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৬তম জন্মবার্ষিকী উদযাপিত হয়েছে। রবিবার জেলা প্রশাসন ও জেলা শিল্পকলা একাডেমি এই অনুষ্ঠানের আয়োজন করে। জেলা শিল্পকলা অ্যাকাডেমি মিলয়তনে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) সালমা আক্তার। আলোচক হিসেবে উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. বিপ্লব কুমার মজুমদার, নবাবগঞ্জ সরকারি কলেজের সহযোগী অধ্যাপক ও বিভাগীয় প্রধান (বাংলা) গোলাম মোস্তফা। অনুষ্ঠান সূচনা বক্তব্য প্রদান করেন জেলা কালাচারাল অফিসার মো. শাহাদৎ হোসেন। কবি নজরুল ১৩০৬ বঙ্গাব্দের ১১ জ্যৈষ্ঠ, মঙ্গলবার, ২৪ মে ১৮৯৯ খ্রিস্টাব্দে পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার আসানসোল মহকুমার চুরুলিয়া গ্রামে জন্মগ্রহণ করেন। দীর্ঘ বর্ণাঢ্য জীবনের সমাপ্তি ঘটে ১৯৭৬ সালের ২৯ আগস্ট। এদিন তিনি তৎকালীন পিজি হাসপাতালে মৃত্যুবরণ করেন মহাবিদ্রোহী ও প্রেমিক পুরুষ। কবির ইচ্ছানুসারে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) কেন্দ্রীয় মসজিদের পাশে তাকে সমাহিত করা হয়। আলোচনা অনুষ্ঠানে উঠে আসে কবির কবি জীবনের নানান দিক।
চাঁপাইনবাবগঞ্জে তিনদিনের ভূমি মেলার উদ্বোধন

চাঁপাইনবাবগঞ্জে তিনদিনের ভূমি মেলার উদ্বোধন নিয়মিত ভূমি উন্নয়ন কর প্রদান করি-নিজের জমি সুরক্ষিত রাখি-এই প্রতিপাদ্যে চাঁপাইনবাবগঞ্জে জেলা ও উপজেলা পর্যায়ে তিনদিনের ভূমি মেলা-উদ্বোধন করা হয়েছে। রবিবার সকাল ১১টায় সদর উপজেলা ভূমি অফিস প্রাঙ্গণে এ মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক মো. আব্দুস সামাদ। এউপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, এই মেলার লক্ষ্য ও উদ্দেশ্য হচ্ছে জনগণকে ভূমি সেবা সম্পর্কে অবহিত করা। কারণ, ভূমির সঙ্গে আমাদের সকলের নাড়ির সম্পর্ক। তিনি বেলন-সরকার ভূমি উন্নয়ন কর পরিশোধের বিষয়টি অত্যন্ত সহজ করে দিয়েছেন। আপনারা ইচ্ছে করলে ঘরে বসেই অথবা কোনো কম্পিউটারের দোকানে গিয়ে একটি আইডি খুলে ভূমি উন্নয়ন কর পরিশোধ করতে পারবেন। নামজারীর বিষয়টিও অনলাইনে করা হচ্ছে। অনলাইনের বিষটি যত দ্রুত সাধারণ জনগণ জানতে পারবেন বুঝতে পারবেন ততদ্রুতই জনদুর্ভোগ কমাতে পারব। জেলা প্রশাসক বলেন- আমাদের ভূমি অফিস, থানা পুলিশ, বিআরটিএ, সাবরেজিস্ট্রি অফিস, পৌরসভা অর্থাৎ যেখানে প্রত্যক্ষ সেবা দেয়া হয় ইে সব জায়গাগুলো নিয়ে জনসাধারণের যে পর্যবেক্ষণ তা সুখকর নয় উল্লেখ করে তিনি বলেন- আমাদের ভূমি অফিসগুলোকে আমরা মডেল ভূমি হিসেবে রূপান্তর করতে চাই। জনসেবার জন্য জন প্রশাসন এই কথাটি যেন স্লোগানে সীমাবদ্ধ না থাকে। ভূমি অফিস হবে জনবান্ধব। অনেক মানুষ আছেন যারা লেখাপড়া জানেন না। তাদের সঙ্গে ভালো ব্যবহার করতে হবে। আমাদের অফিস হবে জনবন্ধব, দুর্নীতি ও হয়রাণীমুক্ত সেবামূলক অফিস। তাহলেই এই মেলার স্বার্থকতা আসবে, জনসাধারণ সঠিক সময়ে সঠিকভাবে সেবা পাবেন। অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) ইকতেখারুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধন অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য দেন নবাবগঞ্জ সরকারি কলেজের ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক মুহাম্মদ মুস্তাফীজুর রহমান, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর, জেলা কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী মো. আনোয়ার হোসেন। সূচনা বক্তব্য দেন সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আঞ্জুমান সুলতানা। পরে চারজন সেবাগ্রহীতকাকে ডিসিআর, একজনকে খাতিয়ান ও তিনজনকে ভূমি অধিগ্রহণের চেক প্রদান করা হয়। মেলায় সাবরেজিস্ট্রে অফিস, জেলা প্রশাসনের কার্যালয়ের রাজস্ব শাখা, ভূমি অধিগ্রহণ শাখা, রেকর্ডরুম শাখা, উপজেলা ভূমি অফিস ও পৌর ভূমি অফিসের স্টলে ভূমি সেবা ও ভূমি রেজিস্ট্রেশনসহ ভূমি বিষয়ক তথ্যাবলি উপস্থাপন করা হচ্ছে এবং ই-নামজারীসহ অন্যান্যা সেবা প্রদান করা হচ্ছে। জেলা প্রশাসন ও সদর উপজেলা ভূমি অফিস এই মেলার আয়োজন করেছে। নাচোল : চাঁপাইনবাবগঞ্জের নাচোলে তিনদিনব্যাপী ভূমি মেলার উদ্বোধন করা হয়েছে। রবিবার সকাল ৯টার দিকে উপজেলা ভূমি অফিস চত্বরে ভুমি মালিকদের সেবা দ্রুততম সময়ে প্রদানের লক্ষ্যে এ মেলার উদ্বোধন করা হয়। ভূমি মেলায় উপজেলা ভূমি অফিস, ইউনিয়ন ভূমি অফিসের কর্মকর্তা-কর্মচারি ও সেবা গ্রহিতাদের অংশগ্রহণে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে রেলস্টেশন-নাচোল বাসস্ট্যান্ড রোড প্রদক্ষিণ শেষে উপজেলা ভূমি অফিস চত্বরে সেবা বুথের সামনে শেষ হয়। সেখানে মেলার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার নীলুফা সরকার। এসময় বিশেষ অতিথি হিসেবে উপজেলা সহকারী কমিশনা (ভূমি) সুলতানা রাজিয়া উপস্থিত ছিলেন। উদ্বোধনী অনুষ্ঠানে চার ইউনিয়নের ইউনিয়ন ভূমি সহকারী, সংশ্লিষ্ট ভূমি অফিসের কর্মকর্তা-কর্মচারিগণ উপস্থিত ছিলেন। শিবগঞ্জ : শিবগঞ্জ উপজেলা প্রশাসন ও উপজেলা ভূমি অফেসের আয়োজনে তিনদিনের ভূমি মেলা উদ্বোধন করা হয়েছে। রবিবার সকালে উপজেলা ভূমি অফিস প্রাঙ্গণে প্রধান অতিথি হিসেবে এ মেরার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মো. আজাহার আলী। সহকারী কমিশনার (ভূমি) মো. তৌফিক আজিজের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য দেন উপজেলা শিক্ষা অফিসার মো. মুসাব্বির হোসেন খান ও উপজেলা পল্লী উন্নয়ন অফিসার মো. শাহীন আকতার, দূর্লভপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম আজম, বীরমুক্তিযোদ্ধা বজলুর রশিদ সনু, শিবগঞ্জ বণিক সমিতির সভাপতি ইউসুফ আলী, ছাত্র প্রতিনিধি শাহাদাত ও আল বশরী সোহান। এছাড়া র্যালি বের করা হয়। এছাড়াও শিক্ষার্থীদের নিয়ে ভূমি কুইজ, গণশুনানিসহ মেলায় আগত সেবাগ্রহীতাগণকে ভূমি বিষয়ক নানাবিধ পরামর্শ ও সেবা প্রদান করা হয়। মেলায় ভূমি সেবা সহায়তা কেন্দ্রের মাধ্যমে সরকার নির্ধারিত ফি দ্বারা অনলাইন রেজিস্ট্রেশন, আবেদনপত্র দাখিল, ভূমি উন্নয়ন কর পরিশোধসহ অন্যান্য ভূমিসেবা গ্রহণের ব্যবস্থা রাখা হয়েছে। গোমস্তাপুর : চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে তিনদিনব্যাপী ভূমি মেলার উদ্বোধন করা হয়েছে। রবিবার বেলা সাড়ে দশটায় উপজেলা ভূমি কার্যালয়ে ফিতা কেটে এই মেলার উদ্বোধন করেন গোমস্তাপুর উপজেলার নির্বাহী অফিসার জাকির মুন্সি। পরে ভূমি কার্যালয় থেকে একটি র্যালি বের করা হয়। র্যালিটি ওই এলাকার সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। এ সময় উপস্থিত ছিলেন রহনপুর ইউনিয়ন ভূমি কর্মকর্তা আবু তাহের টিটু, উপজেলা প্রেসক্লাবের সভাপতি আতিকুল ইসলাম আজম, ভূমি অফিসের প্রধান সহকারী জুয়েল আলীসহ ওই অফিসের অন্য কর্মকর্তা-কর্মচারী ও সেবাগ্রহীতারা। উল্লখ্য, ভূমি সংক্রান্ত বিভিন্ন তথ্য ও সেবার জন্য কার্যালয় চত্বরে ৪ টি স্টল অংশ নিচ্ছে। ভোলাহাট : চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলায় ভূমি মেলার উদ্বোধন করা হয়েছে। রবিবার সকাল ১০টায় উপজেলা ভূমি অফিস চত্বরে মেলার উদ্বোধন করা হয়। উদ্বোধন শেষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা নির্বাহী অফিসার মো. মনিরুজ্জামান। বিশেষ অতিথির বক্তব্য দেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. সুলতান আলী, সমবায় কর্মকর্তা মো. সবুজ আলী, যুবউন্নয়ন কর্মকর্তা মো. রবিউল ইসলাম কবিরাজসহ অন্যরা।
গোবরাতলা ইউনিয়নে বাল্যবিবাহ প্রতিরোধে গম্ভীরা

গোবরাতলা ইউনিয়নে বাল্যবিবাহ প্রতিরোধে গম্ভীরা চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার দেলবাড়ী গ্রামে বাল্যবিবাহ ও নারীর প্রতি সহিংসতা বন্ধ বিষয়ক জনসচেতনতামূলক গম্ভীরা ও লোকসংগীত অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার বিকেলে গোবরাতলা ইউনিয়নের দেলবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত এই প্রচারণা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গোবরাতলা ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান নুরুল ইসলাম, আদিবাসী নেতা কর্ণেলিউস মুরমু, সোশ্যাল অ্যান্ড বিহেভিয়ার চেঞ্জ প্রকল্পের ব্যবস্থাপক উত্তম মণ্ডল ও আব্দুর রহিম, প্রয়াস ফোক থিয়েটার ইনস্টিটিউটের টিম লিডার আহম্মেদ ফ্রান্স, রেডিও মহানন্দার সহকারী স্টেশন ম্যানেজার রেজাউল করিমসহ অন্যান্যরা। ইউনিসেফের সহায়তায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের স্ট্রেনথেনিং সোশ্যাল অ্যান্ড বিহেভিয়ার চেঞ্জ প্রকল্প এই জনসচেতনতামূলক গম্ভীরা ও লোকসংগীত অনুষ্ঠানের আয়োজন করে। এতে স্থানীয় নেতৃবৃন্দ, সরকারি-বেসরকারি পেশাজীবী, শিক্ষক, অভিভাবক, ছাত্র-ছাত্রী, এনজিও প্রতিনিধি, যুব প্রতিনিধি ও শিশুরা উপস্থিত ছিলেন। গম্ভীরা ও লোকসংগীত পরিবেশন করে প্রয়াস ফোক থিয়েটার ইনস্টিটিউটের নাট্যকর্মীরা। গম্ভীরায় বাল্যবিবাহ ও নারীর প্রতি সহিংসতা বন্ধ করার বিষয়ে সবাইকে উৎসাহিত করা হয়।
রাণীহাটি ইউপির বাজেট ঘোষণা

রাণীহাটি ইউপির বাজেট ঘোষণা সদর উপজেলার ৬নং রাণীহাটি ইউনিয়ন পরিষদের ২০২৫-২০২৬ অর্থ বছরের উন্মুক্ত বাজেট ঘোষণা করা হয়েছে। আজ সকালে ইউনিয়ন পরিষদ কার্যালয়ের সামনে ইউপি চেয়ারম্যান রহমত আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় এ বাজেট ঘোষনা করা হয়। বাজেট ঘোষণা করেন ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা রেজাউল রহমান। বাজেটে আয় ধরা হয়েছে ২ কোটি ৭৬ লাখ ৪১ হাজার ৮৫৪ টাকা, ব্যয় ধরা হয়েছে ২ কোটি ৬৪ লাখ ৯৬ হাজার ৫৪ টাকা । বাজেটে উদ্বৃত্ত হিসেবে ১১ লাখ ৪৫ হাজার ৮০০টাকা দেখানো হয়েছে। এ সময় স্থানীয় শিক্ষক, ইমাম, রাজনৈতিক ও গণ্যমান্যসহ প্রায় দুই শতাধিক ব্যক্তি উপস্থিত ছিলেন।
চাঁপাইনবাবগঞ্জে শিশু কল্যাণে পরিকল্পনা প্রণয়ন বিষয়ক কর্মশালা শুরু

চাঁপাইনবাবগঞ্জে শিশু কল্যাণে পরিকল্পনা প্রণয়ন বিষয়ক কর্মশালা শুরু চাঁপাইনবাবগঞ্জে শিশু কল্যাণে পরিকল্পনা প্রণয়ন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হচ্ছে। ২দিনব্যাপী কর্মশালায় সদর উপজেলায় শিশুদের সার্বিক উন্নয়নে বিভিন্ন সমস্যা চিহ্নিত করে অগ্রাধিকার ভিত্তিতে আগামী পাঁচ বছরের জন্য পষ্ণবার্ষিকী পরিকল্পনা প্রণয়নের লক্ষে এই কর্মশালা আয়োজন করা হয়েছে। জেলা শহরের নবাবগঞ্জ ক্লাব মিলনায়তনে শনিবার থেকে আয়োজিত এই কর্মশালা শেষ হবে আজ রবিবার। কর্মশালায় চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার নেতৃস্থানীয় ব্যক্তিগণ, স্থানীয় সরকার এবং সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ অংশগ্রহণ করছেন। তারা শিশুর কল্যাণে তাদের গুরুত্বপূর্ণ মতামত ও পরামর্শ তুলে ধরছেন। শনিবার সকালে কর্মশালার উদ্বোধন করেন মি. লোটাস চিসিম, সিনিয়র ম্যানেজার, এরিয়া কো-অডিনেশন অফিস, রাজশাহী। তিনি এই এলাকায় শিশুদের সমস্যা চিহ্নিত করে তাদের অবস্থার উন্নয়নের জন্য আগামী পাঁচ বছর আমরা কি কি কাজ করতে পারি সেসকল বিষয় নিয়ে পরিকল্পনা তৈরিতে সহযোগিতা করতে বলেন। কর্মশালায় আরো উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মনিটিরিং স্পেশালিল্ট কৃষিবিদ মো. জহুরুল ইসলাম, ইন্টিগ্রেটেড লাইভলিহুডের টেকনিক্যাল প্রোগ্রাম ম্যানেজার মোহাম্মদ রুহুল আমিন, টেকনিক্যাল প্রোগ্রাম, মি. ম্যানুয়েল হাঁসদা, এরিয়া প্রোগ্রাম ম্যানেজার, ওয়ার্ল্ড ভিশন ধামইরহাট। কর্মশালা সঞ্চালনা করেন মি. জেমস বিশ্বাস, এরিয়া প্রোগ্রাম ম্যানেজার, ওয়ার্ল্ড ভিশন চাঁপাইনবাবগঞ্জ। কর্মশালা সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য সার্বিকভাবে সহযোগিতা করেন মি. সুজন গ্রেগরী, শ্যামল এইচ কস্তা, রিপনগমেজ ও উত্তমমন্ডল।