চাঁপাইনবাবগঞ্জে নদ-নদীর পানি বৃদ্ধি অব্যহত

চাঁপাইনবাবগঞ্জে নদ-নদীর পানি বৃদ্ধি অব্যহত চাঁপাইনবাবগঞ্জ জেলার ওপর দিয়ে প্রবাহিত পদ্মা, মহানন্দা ও পুনর্ভবা নদীর পানি মাঝে কয়েকদিন কমলেও দুই দিন ধরে আবারো বাড়তে শুরু করেছে। গত ২৪ ঘণ্টায় পদ্মায় পানি বেড়েছে ১৩ সেন্টিমিটার, মহানন্দায় ১০ সেন্টিমিটার ও পুনর্ভবায় বেড়েছে ৮ সেন্টিমিটার। তবে এখনো পিৎসীমার অনেক নিচ দিয়েই প্রবাহিত হচ্ছে এই তিন নদীর পানি। উল্লেখ্য, পদ্মা নদীর বিপৎসীমা হচ্ছে ২২.০৫, মহানন্দার ২০.৫৫ ও পুনর্ভবার ২১.৫৫ মিটার। শনিবার চাঁপাইনবাবগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের পানির সমতল বিষয়ক প্রতিদিনের প্রতিবেদনে বলা হয়েছে, পদ্মা নদীর পাঁকা পয়েন্টে শুক্রবার সকাল ৯টা পর্যন্ত পানির সমতল ছিল ২০.৭১ মিটার; যা  শনিবার সকাল ৯টা পর্যন্ত ২৪ ঘণ্টায় ১৩ সেন্টিমিটার বেড়ে সমতল দাঁড়িয়েছে ২০.৮৪ মিটার। অন্যদিকে শুক্রবার সকাল ৯টা পর্যন্ত মহানন্দা নদীর খালঘাট পয়েন্টে পানির সমতল ছিল ১৮.৭৮ মিটার; যা  শনিবার সকাল ৯টা পর্যন্ত ১০ সেন্টিমিটার বৃদ্ধি পেয়ে সমতল দাঁড়িয়েছে ১৮.৮৮মিটার। অপরদিকে পুনর্ভবা নদীর রহনপুর পয়েন্টে শুক্রবার সকাল ৯টা পর্যন্ত পানির সমতল ছিল ১৮.৮০ মিটার; যা  শনিবার সকাল ৯টা পর্যন্ত ৮ সেন্টিমিটার বৃদ্ধি পেয়ে সমতল দাঁড়িয়েছে ১৮.৮৮ মিটার।

রাজশাহীতে বিজ্ঞান উৎসবে চাঁপাইনবাবগঞ্জের ৫ জন বিজয়ী

রাজশাহীতে বিজ্ঞান উৎসবে চাঁপাইনবাবগঞ্জের ৫ জন বিজয়ী বিজ্ঞানমনস্ক হওয়ার প্রত্যয়ে রাজশাহীতে অনুষ্ঠিত হলো বিকাশ-বিজ্ঞানচিন্তা— বিজ্ঞান উৎসবের আঞ্চলিক পর্ব। রাজশাহী বিভাগের আট জেলার বিভিন্ন বিদ্যালয়ের প্রায় ৭০০ শিক্ষার্থী অংশ নেন এই উৎসবে।  শনিবার এই উৎসব অনুষ্ঠিত হয়। উৎসবে কুইজ প্রতিযোগিতায় নিম্ন মাধ্যমিক (ষষ্ঠ-অষ্টম) পর্যায়ে প্রথম স্থান অধিকার করেছেন চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলা স্কুলের তাহমিদ উল ইসলাম এবং তৃতীয় স্থান অধিকার করেছেন ষষ্ঠ শ্রেণীর আব্দুল্লাহ আল মুহিত। অন্যদিকে মাধ্যমিক পর্যায়ে প্রথম স্থান অধিকার করেছেন একই বিদ্যালয়ের নবম শ্রেণীর শিক্ষার্থী মিনহাজুল মাহিম জীবন এবং সপ্তম স্থান অধিকার করেছেন নবম শ্রেণীর সামিন ইয়াসার সোহাগ। এছাড়া বিজ্ঞান প্রজেক্ট প্রতিযোগিতায় সপ্তম স্থান অধিকার করেছেন ষষ্ঠ শ্রেণীর তাহমিদ উল ইসলাম। বিজয়ীরা ঢাকায় অনুষ্ঠিতব্য জাতীয় পর্বে অংশ নেয়ার সুযোগ পাবেন বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। রাজশাহী সরকারি টিচার্স ট্রেনিং কলেজে অনুষ্ঠিত প্রতিযোগিতা শেষে পুরস্কার তুলে দেন রাজশাহী সরকারি টিচার্স ট্রেনিং কলেজের অধ্যক্ষ প্রফেসর বিশ্বজিৎ ব্যানার্জি ও বিজ্ঞান চিন্তার নির্বাহী সম্পাদক আবুল বাসারসহ অতিথিবৃন্দ।

এভারগ্রীণ-৮৯ চাঁপাইনবাবগঞ্জের নৌ ভ্রমণ অনুষ্ঠিত

এভারগ্রীণ-৮৯ চাঁপাইনবাবগঞ্জের নৌ ভ্রমণ অনুষ্ঠিত উননব্বই এর আহবানে মিলেছি আজ প্রাণের টানে এ স্লোগানকে সামনে রেখে এভারগ্রীণ-৮৯ চাঁপাইনবাবগঞ্জের নৌ ভ্রমণ অনুষ্ঠিত হয়েছে। আজ সারাদিনব্যাপী পদ্মা ও মহানন্দা নদীতে এ নৌ ভ্রমণ করা হয়। এর পূর্বে এভারগ্রীণ-৮৯ চাঁপাইনবাবগঞ্জের সভাপতি আবু সাঈদের সভাপতিত্বে সংক্ষিপ্ত আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান করা হয়। আলোচনা সভায় বক্তব্য দেন এভারগ্রীণ-৮৯ এর প্রতিষ্ঠাতা সভাপতি রায়হানুল ইসলাম লুনা, সাধারণ সম্পাদক হামিদুর রহমান , কোষাধ্যক্ষ টুটুল, নাজমুল আহসান ননী, রফিকুল ইসলাম বাবু সহ অন্যরা। নৌ ভ্রমণ অনুষ্ঠানটি উপস্থাপনা করেন এভারগ্রীণ-৮৯ এর সদস্য মারুফুল হক মারুফ।

কক্সবাজারে প্রয়াসের কর্মনিষ্ঠদের গৌরব যাত্রা ও শিখন সমাবেশ অনুষ্ঠিত

কক্সবাজারে প্রয়াসের কর্মনিষ্ঠদের গৌরব যাত্রা ও শিখন সমাবেশ অনুষ্ঠিত প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটির কর্মকর্তাদের নিয়ে কক্সবাজারের একটি হোটেলে কর্মনিষ্ঠদের গৌরব যাত্রা ও শিখন সমাবেশ বিষয়ক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। গতকাল রাতে সমাবেশে সভাপতিত্ব করেন প্রয়াসের প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক হাসিব হোসেন। এ সময় অন্যানোর মধ্যে বক্তব্য দেন প্রয়াসের পরিচালক (মানবসম্পদ প্রশাসন ও প্রশিক্ষণ বিভাগ) আলেয়া ফেরদৌস, পরিচালক (কার্যক্রম) পঙ্কজ কুমার সরকার, যুগ্ম পরিচালক নাসের উদ্দিনসহ অন্যরা। অনুষ্ঠানে বিভিন্ন ক্যাটাগরীতে মোট ৪০ জনকে পুরস্কার প্রদান করা হয়। এছাড়াও সমাবেশ শেষে র‌্যাফেল ড্র অনুষ্ঠিত হয়।

সাংবাদিক আশরাফুল ইসলাম রঞ্জু’র মা সাকেরা বেগমের দাফন সম্পন্ন

সাংবাদিক আশরাফুল ইসলাম রঞ্জু’র মা সাকেরা বেগমের দাফন সম্পন্ন দৈনিক “চাঁপাই দর্পণ” পত্রিকার প্রকাশক ও সম্পাদক আশরাফুল ইসলাম রঞ্জুর মা সাকেরা বেগম ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। শুক্রবার দিবাগত রাত পোঁনে ২ টার দিকে বার্ধক্যজনিত কারণে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল প্রায় ৭৫ বছর। মরহুমা সাকেরা বেগম চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার মহারাজপুর ইউনিয়নের মোহাম্মদপুর গ্রামের মরহুম রফিকুল ইসলামের স্ত্রী। মৃত্যুকালে তিনি ৪ ছেলে ও ১ মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। আজ শনিবার দুপুর ২ টা ৩০ মিনিটে স্থানীয় মোহাম্মদপুর দাখিল মাদ্রসা মাঠে তাঁর নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক অঙ্গনের বিভিন্ন ব্যক্তিত্ব, সাংবাদিক, আত্মীয়-স্বজনসহ সর্বস্তরের মানুষ অংশগ্রহণ করেন। পরে পারিবারিক কবরস্থানে মরহুমার দাফন সম্পন্ন হয়। তাঁর পারিবারিক সূত্র জানায়, তিনি ছিলেন একজন ধর্মপ্রাণ, দানশীলা, অতিথিপরায়ণ, স্নেহময়ী ও গুণী নারী। প্রতিবেশী, আত্মীয়-স্বজন ও এলাকার মানুষদের প্রতি তাঁর ছিল অগাধ মমতা। সমাজে অসহায় মানুষের পাশে দাঁড়ানো, দরিদ্র পরিবারের সাহায্য করা, ধর্মীয় কাজকর্মে সক্রিয় অংশগ্রহণ এবং নারীদের মাঝে সচেতনতা সৃষ্টিতে তাঁর অবদান এলাকাবাসীর কাছে স্মরণীয় হয়ে থাকবে। পরিবারের প্রতি আন্তরিক ভালোবাসা ও সমাজের প্রতি দায়িত্বশীল মনোভাব তাঁকে করে তুলেছিল সকলের প্রিয় ব্যক্তিত্ব। তাঁর মৃত্যুতে শুধু পরিবার নয়, সমাজ হারালো একজন নিবেদিত প্রাণ মহীয়সী নারীকে। মরহুমার সন্তান সাংবাদিক আশরাফুল ইসলাম রঞ্জু জানান, পরিবারের কাছে তিনি ছিলেন নির্ভরতার স্তম্ভ। সন্তানদের প্রতি সীমাহীন মমতা আর ত্যাগ তাঁকে করে তুলেছিল অমূল্য। আমার জীবনের প্রতিটি ধাপে মায়ের দোয়া ছিল পথচলার মূল শক্তি। আজ সেই মায়ের ছায়া সরে যাওয়ায় ভেঙে পড়েছে পুরো পরিবার। মরহুমার মৃত্যুতে “চাঁপাই দর্পণ” পরিবারসহ চাঁপাইনবাবগঞ্জের সাংবাদিক সমাজ, রাজনৈতিক ও সামাজিক মহল শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। এদিকে সাংবাদিক আশরাফুল ইসলাম রঞ্জু ও তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছে রেডিও মহানন্দা পরিবার।

সোনামসজিদে হযরত শাহ নেয়ামতুল্লাহ(র.) এর ওরস অনুষ্ঠিত

সোনামসজিদে হযরত শাহ নেয়ামতুল্লাহ(র.) এর ওরস অনুষ্ঠিত শিবগঞ্জ উপজেলার ঐতিহাসিক গৌড়ের ছোট সোনামসজিদের অদূরে অবস্থিত তোহাখানা মসজিদ সংলগ্ন হযরত শাহ নেয়ামতুল্লাহ (র.) এর মাজার ঘিরে বার্ষিক ওরস অনুষ্ঠিত হয়েছে। এতে দেশের বিভিন্ন জেলা থেকে আসা হাজারো মুসল্লী অংশ নেন। প্রতিবছর ভাদ্র মাসের শেষ শুক্রবার এই ওরস অনুষ্ঠিত হয়। ওরসের মূল অনুষ্ঠান ছিল বাদ জুম্মা আখেরী মোনাজাত। বিশেষ এই দোয়ায় দেশ ও জাতির মঙ্গল কামনা করা হয়। এবার আখেরি মোনাজাতে অংশ নেন দুদক কমিশনার মিয়া মোহাম্মদ আলি আকবর আজিজী, অতিরিক্ত জেলা প্রশাসক ফয়সাল রায়হান, শিবগঞ্জের ইউএনও আজাহার আলী, অতিরিক্ত পুলিশ সুপার ইয়াসিন আরাফাত, শিবগঞ্জের এসি ল্যান্ড তৌফিক আজিজ, শিবগঞ্জ থানার ওসি গোলাম কিবরিয়া সহ সরকারি কর্মকর্তাসহ বহু মানুষ। তবে বৃষ্টির কারণে ওরসের কার্যক্রমে এবার কিছুটা সমস্যা হয়। এদিকে ওরস ঘিরে সোনামসজিদ স্থলবন্দর মহাসড়ক ও ঐতিহাসিক স্থান সমূহ সংলগ্ন সড়কগুলির দুপাশে বসেছে গ্রামীণ মেলা। মেলায় রয়েছে খাবার, খেলনা, মনোহারি ও রকমারি সহ বিভিন্ন দোকানপাট।

চাঁপাইনবাবগঞ্জে আবার বাড়ছে পদ্মা মহানন্দার পানি

চাঁপাইনবাবগঞ্জে আবার বাড়ছে পদ্মা মহানন্দার পানি চাঁপাইনবাবগঞ্জ জেলার ওপর দিয়ে প্রবাহিত পদ্মা ও মহানন্দা নদীর পানি আবার বাড়তে শুরু করেছে। গত ২৪ ঘণ্টায় এই দুই নদীর পানি ৭ সেন্টিমিটার করে বেড়েছে। অন্যদিকে পুনর্ভবা নদীর পানি কমেছে ১ সেন্টিমিটার। আজ চাঁপাইনবাবগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের পানির সমতল বিষয়ক প্রতিদিনের প্রতিবেদনে বলা হয়েছে, পদ্মা নদীর পাঁকা পয়েন্টে গতকাল সকাল ৯টা পর্যন্ত পানির সমতল ছিল ২০.৫৪ মিটার; যা আজ সকাল ৯টা পর্যন্ত ২৪ ঘণ্টায় ৭ সেন্টিমিটার বেড়ে সমতল দাঁড়িয়েছে ২০.৬১ মিটার। অন্যদিকে গতকাল সকাল ৯টা পর্যন্ত মহানন্দা নদীর খালঘাট পয়েন্টে পানির সমতল ছিল ১৮.৬৭ মিটার; যা আজ সকাল ৯টা পর্যন্ত ৭ সেন্টিমিটার বৃদ্ধি পেয়ে সমতল দাঁড়িয়েছে ১৮.৭৪ মিটার। অপরদিকে পুনর্ভবা নদীর রহনপুর পয়েন্টে গতকাল সকাল ৯টা পর্যন্ত পানির সমতল ছিল ১৮.৭৬ মিটার; যা আজ সকাল ৯টা পর্যন্ত ১ সেন্টিমিটার কমে সমতল দাঁড়িয়েছে ১৮.৭৫ মিটার। উল্লেখ্য, পদ্মা নদীর বিপৎসীমা হচ্ছে ২২.০৫, মহানন্দার ২০.৫৫ ও পুনর্ভবার ২১.৫৫ মিটার।

 চাঁপাইনবাবগঞ্জে ২৪ ঘণ্টায় ডায়রিয়ার আক্রান্ত আরো ৪০ জন

 চাঁপাইনবাবগঞ্জে ২৪ ঘণ্টায় ডায়রিয়ার আক্রান্ত আরো ৪০ জন চাঁপাইনবাবগঞ্জে গত ২৪ ঘণ্টায় নতুন করে আরো ৪০ জন ডায়রিয়ায় আক্রান্ত হয়েছেন। অপরদিকে সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন ৫৪ জন রোগী। সিভিল সার্জন অফিসের প্রতিদিনের প্রতিবেদনে আজ জানানো হয়, গত ২৪ ঘণ্টায় নতুন করে আরো ৪০ জন ডায়রিয়ায় আক্রান্ত হয়েছেন। তাদের মধ্যে ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালে ২২ জন, শিবগঞ্জে ৩ জন, গোমস্তাপুরে ৫ জন, নাচোলে ৭ জন ও ভোলাহাটে ৩ জন আক্রান্ত হয়েছেন।অন্যদিকে সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন ৫৪ জন রোগী। তাদের মধ্যে জেলা হাসপাতাল থেকে ২২ জন, শিবগঞ্জ থেকে ৩ জন, গোমস্তাপুর থেকে ৫ জন ও নাচোল থেকে ৭ জন ও ভোলাহাট থেকে ৩ জন। বর্তমানে ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালে ভর্তি রয়েছেন ৩৯ জন রোগী।

চাঁপাইনবাবগঞ্জে ১ দিনে ডেঙ্গুতে আরো ১০ জন আক্রান্ত

চাঁপাইনবাবগঞ্জে ১ দিনে ডেঙ্গুতে আরো ১০ জন আক্রান্ত চাঁপাইনবাবগঞ্জে গত ২৪ ঘণ্টায় নতুন করে আরো ১০ জন ডেঙ্গু আক্রান্ত হয়েছেন। তাদের মধ্যে ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালের আন্তঃবিভাগে ৪ জন, বহির্বিভাগে ২ জন এবং শিবগঞ্জে ২ জন, গোমস্তাপুরে ১ জন ও ভোলাহাটে ১ জন শনাক্ত হন।বর্তমানে ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালে ভর্তি আছেন ১৪ জন। তাদের মধ্যে ৭ জন পুরুষ, ৭ জন মহিলা রোগী রয়েছেন। অন্যদিকে শিবগঞ্জে ৩ জন, গোমস্তাপুরে ৩ জন ও ভোলাহাটে ১ জন রোগী ভর্তি আছেন। চলতি বছরের জানুয়ারি থেকে এখন পর্যন্ত ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালে ভর্তি ডেঙ্গু রোগীর সংখ্যা হচ্ছে ১ হাজার ৮১৬ জন। একই সময়ে বহির্বিভাগে মোট শনাক্ত রোগীর সংখ্যা হচ্ছে ১ হাজার ২৫৯ জন। ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতাল ও সিভিল সার্জন অফিসের ডেঙ্গুবিষয়ক প্রতিদিনের প্রতিবেদনে আজ এই তথ্য জানানো হয়েছে।

চাঁপাইনবাবগঞ্জে ২ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি  গ্রেপ্তার

চাঁপাইনবাবগঞ্জে ২ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি  গ্রেপ্তার চাঁপাইনবাবগঞ্জে র‌্যাবের অভিযানে মাদক মামলায় ২ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি মো. সাদ্দাম হোসেন (৩২) নামের একজন গ্রেপ্তার হয়েছেন। বুধবার বেলা ১১টার দিকে মহানন্দা বাসস্ট্যান্ড সংলগ্ন নাঈম উদ্দিন হোটেলের সামনে হতে তিনি গ্রেপ্তার হন। গ্রেপ্তার ব্যক্তি জেলার গোমস্তাপুর উপজেলার নুনগোলা কেডিসিপাড়ার মৃত আ. খালেকের ছেলে। এক সংবাদ বিজ্ঞপ্তিতে বুধবার র‌্যাব এই তথ্য জানিয়েছে। র‌্যাব আরো জানায়, গ্রেপ্তার হওয়া মো. সাদ্দাম হোসেন মাদকসহ অন্যান্য ধারার ১১টি মামলার আসামি। তার বিরুদ্ধে চাঁপাইনবাবগঞ্জ জেলার গোমস্তাপুর থানায় ২০২২ সালের ২০ অক্টোবর ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ৩৬(১) সারণির ১০(ক)/৪১ ধারায় মামলা হয়। মামলা নম্বর-২৩, জিআর-৩৩৫/২২। মামলা হওয়ার পর তিনি আদালত হতে এই মামলাসহ অন্যান্য মামলায় জামিনে মুক্ত হয়ে নিজেকে আত্মগোপন করে পলাতক ছিলেন। পরবর্তীতে বিজ্ঞ আদালত মামলায় প্রাপ্ত সাক্ষ্য প্রমাণে তাকে দোষী সাব্যস্ত করে ২ বছরের সশ্রম কারাদণ্ড প্রদান করে সাজা পরোয়ানা জারি করেন। তাকে গ্রেপ্তারের জন্য অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি র‌্যাব ছায়া তদন্ত শুরু করে এবং গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করে। এরই ধারাবাহিকতায় র‌্যাব-৫, সিপিসি-১, চাঁপাইনবাবগঞ্জের একটি আভিযানিক দল বুধবার অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে এবং পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য গোমস্তাপুর থানায় হস্তান্তর করা হয়।