কন্যাশিশুদের অবহেলা না করে তাদেরকে শিক্ষার আলোয় আলোকিত করুন : জেলা প্রশাসক
![](https://radiomahananda.com/files/2024/12/3-1-1-1024x557-1.jpg)
কন্যাশিশুদের অবহেলা না করে তাদেরকে শিক্ষার আলোয় আলোকিত করুন : জেলা প্রশাসক চাঁপাইনবাবগঞ্জে বাল্যবিয়ে ও শিশুদের ওপর সহিংসতা প্রতিরোধে পরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার বিকেলে ইউনিসেফ-বাংলাদেশের সহযোগিতায় জেলা প্রশাসন এই সভার আয়োজন করে। সভায় ৭০ জন আনসার সদস্য ও ৬টি স্বেচ্ছাসেবী সংগঠনের যুবরা অংশগ্রহণ করেন। জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য দেন- জেলা প্রশাসক মো. আব্দুস সামাদ। অংশগ্রহণকারীদের জেলা প্রশাসক বলেন, বর্তমানে বাল্যবিয়ের হারের দিক থেকে পিরোজপুর জেলা এক নম্বরে এবং চাঁপাইনবাবগঞ্জ জেলা দ্বিতীয় নম্বরে রয়েছে। এত প্রচার-প্রচারণার পরও কমছে না বাল্যবিয়ে। কাজেই পরিবার থেকেই সচেতনতার কাজটি শুরু করতে হবে। পিতা-মাতাকে বোঝাতে হবে। কন্যাশিশুদের অবহেলা না করে তাদেরকে শিক্ষার আলোয় আলোকিত করতে হবে। সচেতনতার কাজটি আমাদের যুবসমাজ ভালোভাবে করতে পারবেন। আনসার সদস্যরা জানতে পারেন কোন বাড়িতে বাল্যবিয়ে হচ্ছে, যখনই জানতে পারবেন তখনই প্রশাসনকে জানাবেন। স্থানীয় সরকার চাঁপাইনবাবগঞ্জের উপপরিচালক দেবেন্দ্র নাথ উরাঁওয়ের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন- উপজেলা নির্বাহী অফিসার মোছা. তাছমিনা খাতুন, ইউনিসেফ-বাংলাদেশের সোশ্যাল অ্যান্ড বিহেভিয়ার চেঞ্জ অফিসার মঞ্জুর আহমেদ। মুক্ত আলোচনায় সহকারী জেলা তথ্য অফিসার আব্দুল আহাদসহ অন্যরা অংশ নেন।
সদর উপজেলায় উচ্চ ফলনশীল বোরো ধানের বীজ বিতরণের উদ্বোধন
![](https://radiomahananda.com/files/2024/12/2-2-1024x573-1.jpg)
সদর উপজেলায় উচ্চ ফলনশীল বোরো ধানের বীজ বিতরণের উদ্বোধন চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলায় উচ্চ ফলনশীল বোরো ধানের বীজ পাচ্ছেন ২০২০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষক। ২০২৪-২৫ অর্থবছরে রবি মৌসুমে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় উচ্চ ফলনশীল বোরো ধানের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষে বিনামূল্যে এই ধান বীজ বিতরণ করা হচ্ছে। আজ সোমবার বিতরণ শেষ হবে। রবিবার বিকেলে এই বীজ বিতরণের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মোছা. তাছমিনা খাতুন। প্রত্যেক কৃষককে ২ কেজি করে এই বীজ দেয়া হচ্ছে। উদ্বোধনকালে সদর উপজেলা কৃষি অফিসার সুনাইন বীন জামান জানান, এই বীজ থেকে প্রতি বিঘায় ৪০ মণের উপর ধান উৎপন্ন হয়। বীজতলায় চারার বয়স ২৫-৩০ দিন এবং রোপণের পর ধান পাকার সময়কাল ১৩০-১৩৫ দিন। উপজেলা কৃষি অফিস আয়োজিত বীজ বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেনÑ উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার আনিসুল হক মাহমুদ, উপজেলা যুব উন্নয়ন অফিসার আবুল কালাম আজাদ, উপজেলা সিনিয়র মৎস্য অফিসার এলিজা খাতুন, অ্যাকাডেমিক সুপারভাইজার আব্দুল আলিমসহ অন্যরা।
চাঁপাইনবাবগঞ্জে পৃথক সড়ক দূর্ঘটনায় ২ জন নিহত
![](https://radiomahananda.com/files/2024/05/accidient.webp)
চাঁপাইনবাবগঞ্জে পৃথক সড়ক দূর্ঘটনায় ২ জন নিহত চাঁপাইনবাবগঞ্জে পৃথক সড়ক দূর্ঘটনায় ২জন নিহত হয়েছে। আজ সকালে শিবগঞ্জের মিলিক মোড়ে এক পথচারী বৃদ্ধা নিহত হন এবং গতকাল রাতে চাঁপাইনবাবগঞ্জ-রাজশাহী মহাসড়কের দারিয়াপুরে এক মটরসাইকেল চালক নিহত হন। শিবগঞ্জ থানার উপ-পরিদর্শক(এসআই) লিটন সরকার জানান, আজ সকাল ৯টার দিকে সোনামসজিদ স্থলবন্দর মহাসড়ক ধরে হেঁটে যাবার সময় মিলিক মোড় নামক স্থানে পেছন থেকে সোনামসজিদগামী একটি ট্রাক জাহানারাকে চাপা দেয়। স্থানীয়রা তাঁকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। নিহত নারী শিবগঞ্জের কানসাট সেলিমাবাদ খানপাড়া গ্রামের মৃত ওয়াজেদ খানের স্ত্রী। এ ব্যাপারে সড়ক পরিবহন আইনে মামলার বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে। এদিকে চাঁপাইনবাবগঞ্জ সদর থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুল হাই জানান, গতকাল রাত সাড়ে ১০টার দিকে চাঁপাইনবাবগঞ্জ-রাজশাহী মহাসড়কের দারিয়াপুর হাতাপাড়া এলাকায়, একটি মোটরসাইকেল ধান ও খড় বোঝাই ট্রলিটিকে ওভারটেক করার সময় ট্রলিতে ধাক্কা লেগে সড়কে ছিটকে পড়ে আহত হন। ঘটনার পরপরই স্থানীয়রা নাহিদকে উদ্ধার করে জেলা হাসপাতালে নিয়ে গেলে প্রাথমিক চিকিৎসা শেষে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। নিহত ব্যক্তি রাজশাহী মহানগরের চন্দ্রিমা থানার মেহেরচন্ডি দক্ষিনপাড়া মহল্লার আব্দুস সামাদের ছেলে নাহিদ। এ ঘটনায় আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন বলেও জানান পুলিশ কর্মকর্তা আব্দুল হাই।
চাঁপাইনবাবগঞ্জে মাদ্রাসা শিক্ষক-কর্মচারী কল্যাণ সমিতির বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত
![](https://radiomahananda.com/files/2024/12/5-1024x471-1.jpg)
চাঁপাইনবাবগঞ্জে মাদ্রাসা শিক্ষক-কর্মচারী কল্যাণ সমিতির বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত চাঁপাইনবাবগঞ্জে মাদ্রাসা শিক্ষক-কর্মচারী কল্যাণ সমিতির বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল ১০টা থেকে জেলা শহরের শহীদ সাটু অডিটরিয়ামে এই সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে চাঁপাইনবাবগঞ্জ কামিল মাদ্রাসার অধ্যক্ষ ড. মোহা. এমরান হোসেনকে সভাপতি ও শংকরবাটী হেফজুল উলুম এফকে কামিল মাদ্রাসার আরবি বিভাগের সহকারী অধ্যাপক আবুজার গিফারিকে সাধারণ সম্পাদক, মাওলানা মো. আব্দুল হাই কামাল সিদ্দিকীকে সিনিয়র সহ-সভাপতি মাওলানা মো. আব্দুল খালেক ও মাও আব্দুর রউফ, মো. আবু সালেহকে সহ-সভাপতি, মো. মুনিরুল ইসলামকে সাংগঠনিক সম্পাদক, মুহা. আব্দুল্লাহ আল মামুন হিসাব রক্ষক করে ৪ বছর মেয়াদি ৩১ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়। বিদায়ী সভাপতি চাঁপাইনবাবগঞ্জ কামিল মাদ্রাসার উপাধ্যক্ষ মো. আবু সালেহর সভাপতিত্বে ও মো. আবুজার গিফারির সঞ্চালনায় অনুষ্ঠিত সম্মেলনে উপস্থিত ছিলেন- সংগঠনটির প্রতিষ্ঠাতা সভাপতি ও চাঁপাইনবাবগঞ্জ কামিল মাদ্রাসার সাবেক অধ্যক্ষ এ কে এম মোস্তাফিজুর রহমান, উপদেষ্টা আলহাজ রফিকুল ইসলাম, শংকরবাটী হেফজুল উলুম এফকে কামিল মাদ্রাসার অধ্যক্ষ মো. আব্দুল খালেক, প্রসাদপুর কামিল মাদ্রাসার অধ্যক্ষ আব্দুল হাই সিদ্দিকী কামাল, হাজি এসান মোহাম্মদ কারিগরি কামিল মাদ্রাসার অধ্যক্ষ মো. আব্দুর রউফ, কানসাট ফাযিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলনা মো. আমিনুল ইসলামসহ অন্যান্য নেতৃবৃন্দ। পরে সম্মেলন থেকে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধান উপদেষ্টা বরাবর বিভিন্ন দাবি সংবলিত স্মারকলিপি প্রদান করা হয়। দাবিগুলোর মধ্যে রয়েছে- এমপিওভুক্ত বেসরকারি মাদ্রাসাগুলো সরকারিকরণ, দীর্ঘদিন থেকে মঞ্জুরিপ্রাপ্ত দাখিল, আলিম, ফাজিল ও কামিল মাদরাসাগুলোতে কর্মরত শিক্ষক-কর্মচারীদের চাকরি এমপিওভুক্তিকরণ, ইবতেদায়ী মাদ্রাসা ছাত্রদের উপবৃত্তি ও টিফিন, সরকারি শিক্ষক-কর্মচারীদের মতো বেসরকারি মাদ্রাসায় কর্মরত শিক্ষক-কর্মচারীদের পূর্ণ ঈদ বোনাস, বাড়ি ভাড়া ও চিকিৎসা ভাতা, প্রতিটি গ্রাম/মহল্লায় কমপক্ষে ১টি করে সরকারি ইবতেদায়ী মাদ্রাসা করা, বেসরকারি মাদ্রাসার শিক্ষক-কর্মচারীদের চাকরির বয়সসীমা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-কর্মচারীদের মতো ৬৫ বছর করা, ১৯৮২ সালের জনবল কাঠামো ১৯৮৯ সালের স্টাফিং প্যাটার্ন অনুযায়ী কামিল মাদ্রাসায় ৪র্থ শ্রেণীর কর্মচারী ছিল ১০ জন। কিন্তু ২০১৮ সালের জনবল কাঠামোতে করা হয়েছে ৪ জন। অতএব ১৯৮২ সালের জনবল কাঠামো অনুযায়ী কামিল মাদ্রাসায় ১০ জনসহ ফাজিল, আলিম ও দাখিল মাদ্রাসায় ৪র্থ শ্রেণীর কর্মচারীর সংখ্যা বৃদ্ধি করা।
রাজশাহীতে প্রয়াসের ২ দিনব্যাপী ষান্মাসিক অগ্রগতি সভা অনুষ্ঠিত
![](https://radiomahananda.com/files/2024/12/Proyas-Meeting-1024x502-1.jpg)
রাজশাহীতে প্রয়াসের ২ দিনব্যাপী ষান্মাসিক অগ্রগতি সভা অনুষ্ঠিত রাজশাহীতে প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটির দুই দিনব্যাপী ষান্মাসিক অগ্রগতি ও পর্যালোচনা সভা শেষ হয়েছে। শনিবার রাজশাহীর বায়ায় আশ্রয় ট্রেনিং সেন্টারে আয়োজিত সভার শেষ দিনে প্রধান অতিথি ছিলেন- প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটির প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক হাসিব হোসেন। প্রধান অতিথির বক্তব্যে হাসিব হোসেন বলেন, গত দুই দিনে আপনাদের যে কার্যক্রম দেখেছি তাতে আমার বিশ্বাস, আপনারা এতে উৎসাহিত হয়েছেন। আপনারা নিজেরা নিজেকে চিনতে পেরেছেন। কার কি আবস্থান, আপনারা সেটা দেখতে পেয়েছেন। এর মাধ্যমে নিজেকে আয়নায় দেখেছেন। এখন নিজের মধ্যে জেদ তৈরি করেন, নিজেকে আরো ভালো অবস্থানে নিয়ে যাওয়ার জন্য। আর যারা লিবারেল আছেন সমান্তরাল আছেন, তারা শিখনটাকে কাজে লাগিয়ে কাজের অগ্রগতি বাড়াতে চেষ্টা করুন। আপনাদের জন্য আমার বুকভরা ভালোবাসা রইল। সভায় সভাপতিত্ব করেন প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটির পরিচালক পঙ্কজ কুমার সরকার। এসময় অন্যানোর মধ্যে বক্তব্য দেন- প্রয়াসের পরিচালক (মানবসম্পদ প্রশাসন ও প্রশিক্ষণ বিভাগ) আলেয়া ফেরদৌস, যুগ্ম পরিচালক নাসের উদ্দিন, সিনিয়র সহকারী পরিচালক (অডিট) আবুল খায়ের খান, সহকারী পরিচালক জুলফিকার আলী, কনিষ্ঠ সহকারী পরিচালক ফিরোজ আলম, ফারুক আহমেদ, তাকিউর রহমান, আব্দুস সালাম, শাহাদৎ হোসেন, প্রয়াস হসপিটালের সিনিয়র ব্যবস্থাপক হোসেন আলী, রেইজ প্রকল্পের প্রকল্প ব্যবস্থাপক আলম বিশ্বাস, ইসিসিসিপি-ড্রাউট প্রকল্পের প্রকল্প ব্যবস্থাপক বকুল কুমার ঘোষ, প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. রাজিন বিন রেজাউল, ডেপুটি ম্যানেজার মেহেদী হাসান আসিফ, সহকারী ব্যবস্থাপক পঙ্কজ কুমার পাল। এসময় ইউনিট ব্যবস্থাপকগণ তাদের কাজের অগ্রগতি ও আগামী পরিকল্পনা উপস্থাপন করেন। সভায় মোট চারটি ক্যাটাগরিতে ৩১ জনকে উৎসাহমূলক পুরস্কার প্রদান করা হয়। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- প্রয়াসের কনিষ্ঠ সহকারী পরিচালক তানভীর আহমেদ রিয়াদ, আবুল কালাম আজাদ, সিনিয়র ব্যবস্থাপক (হিসাব) সফিকুল ইসলামসহ সকল জোনপ্রধান, ইউনিট ম্যানেজারসহ অন্যরা।
ডেঙ্গুতে চাঁপাইনবাবগঞ্জে একদিনে আক্রান্ত আরো ৫ জন
![](https://radiomahananda.com/files/2024/12/images-2-5.jpg)
ডেঙ্গুতে চাঁপাইনবাবগঞ্জে একদিনে আক্রান্ত আরো ৫ জন চাঁপাইনবাবগঞ্জে গতকাল সকাল ৮টা থেকে আজ সকাল ৮টা পর্যন্ত নতুন করে আরো ৫ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন। এ নিয়ে চলতি বছর জেলায় ডেঙ্গুরোগে আক্রান্তের সংখ্যা দাঁড়াল ৪৮৩ জনে। সিভিল সার্জন অফিস সূত্রে জানা গেছে, গত ২৪ ঘণ্টায় নতুন করে আরো ৫ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন। তাদের মধ্যে ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালে ৪ জন ও নাচোল উপজেলা স্বাস্থ্য কমপেক্লক্সে ১ শনাক্ত হন। বর্তমানে ভর্তি আছেন ১৩ জন রোগী। তাদের মধ্যে ৭ জন পুরুষ, ৩ জন নারী ও ৩ জন শিশু রয়েছেন। ভর্তি থাকা রোগীদের মধ্যে ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালে ১০ জন ও ভোলাহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৩ জন রয়েছেন। অন্যদিকে সুস্থ হওয়ায় ৫ জনকে ছাড়পত্র দেয়া হয়েছে এবং ২ জনের অবস্থার অবনতি হওয়ায় তাদেরকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ডেঙ্গুবিষয়ক প্রতিদিনের প্রতিবেদনে সিভিল সার্জন ডা. এস এম মাহমুদুর রশিদ এসব তথ্য নিশ্চিত করেছেন।
নাচোলে এক ব্যক্তির মরদেহ উদ্ধার
![](https://radiomahananda.com/files/2024/12/gopalgonz-20241024152421-1.jpg)
নাচোলে এক ব্যক্তির মরদেহ উদ্ধার নাচোলে কামরুল ইসলাম নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে নাচোল থানা পুলিশ। আজ সকাল ৯টার দিকে নাচোল ইউনিয়নের হাঁকরইল গ্রামের একটি পেয়ারা বাগানের পাশে ড্রেন থেকে মরদেহটি উদ্ধার করা হয়। মারা যাওয়া ব্যক্তি উপজেলার সূর্যপুর গ্রামের মৃত হোসেন আলীর ছেলে। নাচোল থানার অফিসার ইনচার্জ (ওসি) মনিরুল ইসলাম জানান, কামরুল ইসলামকে আজ সকালে হাঁকরইল মাঠের একটি পেয়ারা বাগানের পাশে ড্রেনের মধ্যে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয় এলাকাবাসী। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে কামরুলের মরদেহ উদ্ধার করে। পরে মরদেহটি ময়নাতদন্তের জন্য ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত রিপোর্ট পেলেই মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে ধারণা পাওয়া যাবে বলে জানান ওসি।
রাজশাহীতে প্রয়াসের ষান্মাসিক অগ্রগতি পর্যালোচনা সভা
![](https://radiomahananda.com/files/2024/12/DSC_1336-1.jpg)
রাজশাহীতে প্রয়াসের ষান্মাসিক অগ্রগতি পর্যালোচনা সভা রাজশাহীতে প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটির দুই দিনব্যাপী ষান্মাসিক অগ্রগতি ও পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ বিকেল রাজশাহীর বায়ায় আশ্রয় ট্রেনিং সেন্টারে সভায় প্রধান অতিথি ছিলেন প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটির প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক হাসিব হোসেন। সভার শুরুতে প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটিতে কর্মরত কালীন মৃত্যুবরণকারীদের বিদেহী আত্মার শান্তি কামনা করা হয়। প্রধান অতিথির বক্তব্যে হাসিব হোসেন বলেন, সকল কাজে প্রতিযোগিতা আছে থাকবে, প্রতিযোগিতা থাকলে কাজের গতি বাড়বে এর মাধ্যেমে আপনার কাজের পরিচয় দিতে পারবেন। এর জন্য দরকার চেষ্টা ও ধৈর্য্য তাহলে আপনি আগামীতে আরো এগিয়ে যাবেন। তিনি আরো বলেন, আমি একটা সময় প্রয়াস থেকে কোন বেতন পেতাম না। এখন আমিসহ আমরা সবাই বেতন পাই। আমাদের সাধারণ কমিটিতে যারা আছেন তারা কোন সম্মানী পাননা। তারা আমাদেরকে নিরলসভাবে সহযোগিতা করে যাচ্ছেন এ জন্য তাদের প্রতি আমরা কৃতজ্ঞ। তারা আমারদের পাশে আছে বলেই আমরা সামনের দিকে এগিয়ে যেতে পারছি। হাসিব হোসেন আরো বলেন, আপনারা যদি বিশ্বাস রেখে ধৈর্য্য নিয়ে এগিয়ে যান তাহলে সকল কাজে সফল হবেন। তিনি আরো বলেন, আজকে আপনাদের কাজের অগ্রগতির ভিত্তিকে নয়টি পুরস্কার প্রদান করা হবে। যারা পুরস্কার পাবেননা তারা মন খারাপ না করে আগামীতে কাজের গতি বাড়িয়ে পুরস্কার পাওয়ার যোগ্যতা অর্জন করেন। আমরা আগামীতে আরো বেশি করে পুরস্কার প্রদান করতে চায়। তিনি আরো বলেন, আমরা সবসময় চেষ্টা করবো ভালো কিছু করার জন্য। নিজেকে কখনো ছোট ভাববেন না। নিজেকে বড় ভাবেন আগামীতে আরো কিভাবে বড় হওয়া যায় সেটা ভাবেন। এর মাধ্যমে শুধু যে আপনি বড় হবেন তা না এর মাধ্যমে আপনার প্রতিষ্ঠান আপনার এলাকা বড় হোক এটাইতো প্রত্যাশা আমাদের। ছোট গোন্ডীতে যখন কাজ করবেন তখন মনে হবে নিজের জন্য কাজ করছেন যখন বড় পরিসরে কাজ করবেন তখন মনে হবে যে সবার জন্য কাজ কারছি। নিজের ভাবনাটাকে বাড়াবো। হাসিব হোসেন বলেন, আপনি যত শিখবেন তত উন্নতি করতে পারবেন। প্রয়াসের জন্য নিজের জন্য পরিবারের কথা ভেবে কাজের উন্নতি করি একটা সফলতার স্বাক্ষর রাখি। হাসিবে হোসেন বলেন আপনাদের মধ্যে থেকে আরো বড় পর্যায়ে প্রয়াসে কাজ করুক এটা আমার প্রত্যাশা। আমরা একে অপরের বন্ধু, সহযোদ্ধা হয়ে কাজ করতে চায় তাহলে আমাদের কাজের গতি আরো বাড়বে বলে আমি মনে করি। একসাথে কাজ করে আগামীতে আমরা আরো এগিয়ে যেতে চায়। আমাদের যারা স্টেকহোল্ডার আছে তাদের সহযোগিতার মাধ্যমে সামনে এগিয়ে নিতে চায়। আমাদের সকল বাঁধ বিপত্তি উপেক্ষা করে এগিয়ে যেতে হবে। তিনি আরো বলেন, আপনাদের পুরস্কৃত করার মধ্যে দিয়ে কাজের স্পৃহা বাড়ানো। আগামী ৬ মাসের কাজের অগ্রগতি সুন্দরভাবে হাতের মুঠোয় নিয়ে এগিয়ে যান, তাহলে আপনারা আগামীতে সফল হবেন। সভায় সভাপতিত্ব করেন প্রয়াসের পরিচালক পঙ্গজ কুমার সরকার। সভায় সূচনা বক্তব্য দেন প্রয়াসের পরিচালক (মানবসম্পদ প্রশাসন ও প্রশিক্ষণ বিভাগ) আলেয়া ফেরদৌস। সভায় প্রধান অতিথি হাসিব হোসেনেকে ফুল ও ক্রেস্ট দিয়ে বরণ করে নেন প্রয়াস কর্মীরা। এসময় উপস্থিত ছিলেন, প্রয়াসের যুগ্ম পরিচালক নাসের উদ্দিন, সিনিয়র সহকারী পরিচালক (অডিট) আবুল খায়ের খান, সহকারি পরিচালক জুলফিকার আলী, কনিষ্ঠ সহকারী পরিচালক ফিরোজ আলম, তানভীর আহমেদ, তাকিউর রহমান, আবুল কালাম আজাদ, শাহাদৎ হোসেনসহ সকল জোন প্রধান, আঞ্চলিক ব্যবস্থাপক, ইউনিট ব্যবস্থাপকসহ অন্যরা। পরে রাতে প্রয়াস ফোক থিয়েটার ইনস্টিটিউটের নাট্যকর্মীদের অংশগ্রহণে সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। অনুষ্ঠানটির মিডিয়া পার্টনার দৈনিক গৌড় বাংলা ও রেডিও মহানন্দা ৯৮.৮ এফএম।
জেলা ব্যবসায়ী ঐক্য পরিষদের ২২ বছর পূর্তি ও মিলন মেলা
![](https://radiomahananda.com/files/2024/12/Chapai-Pic1-1-1.jpg)
জেলা ব্যবসায়ী ঐক্য পরিষদের ২২ বছর পূর্তি ও মিলন মেলা চাঁপাইনবাবগঞ্জ জেলা ব্যবসায়ী ঐক্য পরিষদের ২২ বছর পূর্তি উপলক্ষে সাধারণ সভা ও মিলন মেলা অনুষ্ঠিত হয়েছে। আজ সকালে ম্যাংগো পার্কে এ সাধারণ সভা ও মিলন মেলা অনুষ্ঠিত হয়। জেলা ব্যবসায়ী ঐক্য পরিষদের সভাপতি নাহার গ্রæপের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক আলহাজ¦ রফিকুল ইসলামের সভাপতিত্বে সাধারণ সভা ও মিলন মেলায় প্রধান অতিথি ছিলেন, ড. মাওলানা কেরামত আলী। বিশেষ অতিথি ছিলেন, জেলা ব্যবসায়ী ঐক্য পরিষদের প্রধান উপদেষ্ঠা সাবেক সংসদ সদস্য অধ্যাপক লতিফুর রহমান, রাজশাহী ব্যবসায়ী ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক সেকেন্দোর আলী, জেলা ব্যবসায়ী ঐক্য পরিষদের উপদেষ্ঠা ডা. ইসমাইল হোসেন, মনিরুজ্জামানম মনির, রুহুল আমীন, বিশিষ্ট ব্যবসায়ী গোলাম আযম, ইউসুফ আলী, সাবেক কাউন্সিলর তোহরুল ইসলাম সোহেল। স্বাগত বক্তব্য দেন, জেলা ব্যবসায়ী ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক শওকত আলী। আলেচনা ও সাধারণ সভা শেষে জেলা ব্যবসায়ী ঐক্য পরিষদের নতুন কমিটিতে পুনরায় সভাপতি নাহার গ্রæপের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক আলহাজ¦ রফিকুল ইসলাম সভাপতি ও গোলাম ওয়াচের স্বত্বাধিকারী শওকত আলীকে সাধারণ সম্পাদক করে ২৭ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়। কমিটির অন্যান্য সদস্যরা হলেন, সিনিয়র সহ-সভাপতি রাহিমুল হক সিদ্দিকী, সহ-সভাপতি মোস্তাকিম হোসেন, তরিকুল আলম মোল্লা, আসরাফুল হোসেন, সহ-সস্পাদক মোখলেসুর রহমান, ইকবাল হোসেন, মোখলেসুর রহমান আলাল, আব্দুল হামিদ বাদশা, কোষাধ্যক্ষ ইয়াদুলহোসেন, সাংগঠনিক সম্পাদক অধ্যাপক দুরুল হোদা, সহ-সাংগঠনিক সম্পাদক আশরাফুল হক, ধর্ম বিষয়ক সম্পাদক মাওলানা আব্দুল বাসির, দপ্তর সম্পাদক অ্যাডভোকেট আব্দুল খালিদ, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক কাওসারুজ্জামান বকুল, প্রচার সম্পাদক আশিক পারভেজ শাহীন, নির্বাহী সদস্য তুখসেরুল মিজান, তাইজুল ইসলাম, শহিদুল ইসলাম, আবুল কালাম আজাদ, মোশারফ হোসেন, সোহেল রানা, সাজেদুর রহমান, দুরুল হোদা ও শাহিন আখতার।
চাঁপাইনবাবগঞ্জে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীদের নিয়ে লার্নিং শেয়ারিং ইভেন্ট অনুষ্ঠিত
![](https://radiomahananda.com/files/2024/12/DSC_1071.jpg)
চাঁপাইনবাবগঞ্জে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীদের নিয়ে লার্নিং শেয়ারিং ইভেন্ট অনুষ্ঠিত চাঁপাইনবাবগঞ্জে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সমস্যা সমাধানভিত্তিক কমিউনিটি রেডিও প্রকল্পের লার্নিং শেয়ারিং ইভেন্ট অনুষ্ঠিত হয়েছে। আজ সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠানে স্থানীয় সরকার শাখার উপপরিচালক দেবেন্দ্রনাথ উরাঁওএর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, জেলা প্রশাসক আব্দুস সামাদ। স্বাগত বক্তব্য দেন, রেডিও মহানন্দার প্রধান নির্বাহী কর্মকর্তা ও প্রয়াসের প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক হাসিব হোসেন। এতে বিশেষ অতিথির বক্তব্য দেন, অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) নাকিব হোসেন তরফদার, সদর উপজেলা নির্বাহী অফিসার তাছমিনা খাতুন, ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের উত্তরাঞ্চল প্রধান হাসিবুর রহমান বিলু, জেলা সমাজসেবা অধিদপ্তরের উপপরিচালক উম্মে কুলসুম, সমষ্টির প্রোগ্রাম কো-অডিনেটর জাহিদুল হক খান, জেলা তথ্য অফিসারের সহকারি তথ্য অফিসার আব্দুল ওহাব, চাঁপাইনবাবগঞ্জ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক, ক-সার্কেল (অতিরিক্ত দায়িত্ব খ-সার্কেল) ইলিয়াস হোসেন তালুকদার ও রেডিও মহানন্দার স্টেশন ম্যানেজার এবং প্রয়াসের পরিচালক(মানবসম্পদ প্রশাসন ও প্রশিক্ষণ বিভাগ) আলেয়া ফেরদৌস। প্রয়াসের কনিষ্ঠ সহকারি পরিচালক(প্রশিক্ষণ) আব্দুস সালামের সঞ্চালনায় অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, দৈনিক গৌড় বাংলার ব্যবস্থাপনা সম্পাদক আজিজুর রহমান শিশির, রেডিও মহানন্দার টেকনিক্যাল অফিসার রেজাউল করিম টুটুলসহ অন্যরা। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে আরো উপস্থিত ছিলেন, আদিবাসী নেতা ও সাবেক জনপ্রতিনিধি কর্ণেলিউস মুরমুসহ নাচোল, গোমস্তাপুর ও চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার বিভিন্ন এলাকা থেকে আসা আদিবাসী প্রতিনিধিবৃন্দ। অনুষ্ঠানে আদিবাসী প্রতিনিধিরা তাদের বিভিন্ন সমস্যা তুলে ধরেন। সমস্যাগুলোর মধ্যে ছিল- ভূমিহীন আদিবাসীদের আশ্রয়ন প্রকল্পের আওতায় পুনর্বাসন করা ও সরকারি খাস জমিতে আদিবাসীদের শ্মশানের ব্যবস্থা করা, নিরাপদ খাবার পানি সরবরাহের ব্যবস্থা করা, আদিবাসী এলাকার রাস্তা সংস্কার ও শ্মশানে যাবার রাস্তার ব্যবস্থা করা, আদিবাসীদের জীবনমান উন্নয়নে বিভিন্ন সরকারি সুযোগ সুবিধা প্রদান করা, মাদকাসক্তি ও উৎপাদন বন্ধের ব্যবস্থা করা, বাল্যবিয়ে প্রতিরোধে সহায়তা করা, আদিবাসী শিক্ষার্থীদের উপবৃত্তি প্রদান করা, মন্দিরে সরকারি সহায়তার ব্যবস্থা করা ইত্যাদি। এসব সমস্যা সমাধানে প্রধান অতিথির সহায়তা কামনা করেন আদিবাসী নেতৃবৃন্দ। এসময় প্রধান অতিথি ও বিশেষ অতিথিদ্বয় সমস্যাগুলো সমাধানে সার্বিক সহযোগিতার আশ্বাস দেন। অনুষ্ঠানে আদিবাসীদের পক্ষ থেকে তাদের সমস্যার কথা উল্লেখ করে জেলা প্রশাসক বরাবরে স্মারকলিপি প্রদান করেন আদিবাসী প্রতিনিধিবৃন্দ। উল্লেখ্য, প্রোমোটিং দ্য ভয়েস অব প্লেইনল্যান্ড এথনিক মাইনোরিটিজ ইন সিভিক স্পেস থ্রু কমিউনিটি মিডিয়া বিষয়ক প্রকল্পের আওতায় চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার দেলবাড়ি, নাধাইকৃষ্ণপুর, চম্পাতলা, জুগিডাইং, বাবুডাইং ফিল্টিপাড়া, গোমস্থাপুরের চাঁদপুর-বাহাদুরপাড়া, খুমিরাপাড়া ও নাচোল উপজেলার আদিবাসীদের নিয়ে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সমস্যা সমাধানভিত্তিক ৭টি কমিউনিটি সংলাপ করে রেডিও মহানন্দা। যা রেডিও মহানন্দা ‘সেতু বন্ধন’ নামক অনুষ্ঠানে সম্প্রচারিত হয়। সেই কমিউনিটি সংলাপে উঠে আসা সমস্যা ও অনুষ্ঠানে অংশ নেওয়া সরকারি কর্মকর্তা ও আদিবাসী প্রতিনিধিদের নিয়ে জেলা প্রশাসনের সাথে এই লারনিং শেয়ারিং ইভেন্ট এর আয়োজন করে রেডিও মহানন্দা। এই অনুষ্ঠানটি ইউরোপিয়ান ইউনিয়ন, ফ্রি প্রেস আনলিমিটেড ও আর্টিকেল নাইনটিন এর আর্থিক সহায়তায় এবং গণমাধ্যম বিষয়ক উন্নয়ন সংগঠন সমষ্টি ফাউন্ডেশনের কারিগরি সহায়তায় অনুষ্ঠিত হল।