01713248557

চাঁপাইনবাবগঞ্জে দুটি কলেজে অধ্যক্ষের অপসারণ দাবি

চাঁপাইনবাবগঞ্জে দুটি কলেজে অধ্যক্ষের অপসারণ দাবি চাঁপাইনবাবগঞ্জে পৃথকভাবে বীরশ্রেষ্ঠ শহীদ ক্যাপ্টেন মহিউদ্দীন জাহাঙ্গীর সরকারি কলেজের অধ্যক্ষ এজাবুল হক বুলি ও নামোশংকরবাটী কলেজের অধ্যক্ষ আব্দুল জলিলের অপসারণ দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছেন কলেজ দুটির শিক্ষক-শিক্ষার্থীরা। এছাড়াও আব্দুল জলিলের ভাই নামোশংকরবাটী কলেজের উপাধ্যক্ষ শরিফুল আলমেরর পদত্যাগ দাবি করা হয়। মঙ্গলবার সকালে শহরের স্বরূপনগরে অবস্থিত বীরশ্রেষ্ঠ শহীদ ক্যাপ্টেন মহিউদ্দীন জাহাঙ্গীর কলেজ চত্বরে জমায়েত হন কলেজের শিক্ষক-শিক্ষার্থীরা। সেখানে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য দেন- কলেজের শিক্ষার্থী আরিফ হোসেন, মোসাদ্দেক আলী, প্রভাষক সৈয়দা রেহানা আশরাফি, জোনাব আলী। সমাবেশে বক্তারা বিভিন্ন অনিয়ম তুলে ধরে ২৪ ঘণ্টার মধ্যে অধ্যক্ষ এজাবুল হক বুলির অপসারণ দাবি করেন। পরে একটি বিক্ষোভ মিছিল চাঁপাইনবাবগঞ্জের জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এসে অবস্থান নেয় এবং জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি প্রদান করেন শিক্ষকরা। অন্যদিকে নামোশংকরবাটী কলেজে বৈষম্যবিরোধী ছাত্র-শিক্ষক সমাজ অধ্যক্ষ ও উপাধ্যক্ষের নামে ২৩টি অভিযোগ এনে পদত্যাগের দাবিতে জমায়েত হন। অধ্যক্ষ-উপাধ্যক্ষ অনুপস্থিত থাকায় ছাত্র ও শিক্ষকরা ঘরোয়া সভা করেন এবং আজ বুধবার আবারো জমায়েত হবার ঘোষণা দেন।

ইস্ট ওয়েস্ট মিডিয়া কমপ্লেক্সে হামলার প্রতিবাদে মানববন্ধন

ইস্ট ওয়েস্ট মিডিয়া কমপ্লেক্সে হামলার প্রতিবাদে মানববন্ধন ইস্ট ওয়েস্ট মিডিয়া কমপ্লেক্সে হামলা ও ভাঙচুরের প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন গণমাধ্যমকর্মীরা। মঙ্গলবার দুপুরে চাঁপাইনবাবগঞ্জ প্রেস ক্লাবের সামনে সর্বস্তরের গণমাধ্যমকর্মীদের ব্যানারে এই কর্মসূচি পালন করা হয়। ইস্ট ওয়েস্ট মিডিয়া কমপ্লেক্সটিতে কালের কণ্ঠ, বাংলাদেশ প্রতিদিন, ডেইলি সান, বাংলানিউজটোয়েন্টিফোর ডটকম, নিউজটোয়েন্টিফোর টিভি, টি-স্পোর্টস ও ক্যাপিটাল এফএম রেডিওর অফিসে হামলা ও ভাঙচুরের ঘটনার সঙ্গে জড়িতদের অবিলম্বে গ্রেপ্তারের দাবি জানান বক্তারা। মানববন্ধন চলাকালে বক্তব্য দেন- চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ও মাছারাঙ্গা টিভির জেলা প্রতিনিধি ডাবলু কুমার ঘোষ, চাঁপাইনবাবগঞ্জ প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ও ইন্ডিপেন্ডেন্ট টিভির ফয়সাল মাহমুদ, যমুনা টিভির মনোয়ার হোসেন জুয়েল, নিউজ টোয়েন্টিফোর ও বাংলাদেশ প্রতিদিন প্রতিনিধি রফিকুল আলম, দেশ টিভির প্রতিনিধি তারেক রহমান, গোমস্তাপুর উপজেলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক নূর মোহাম্মদ। মানববন্ধনে জেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার প্রতিনিধিগণ অংশগ্রহণ করেন।

র‌্যাবের অভিযানে চরবাগডাঙ্গায় ১ কেজি হেরোইন উদ্ধার

র‌্যাবের অভিযানে চরবাগডাঙ্গায় ১ কেজি হেরোইন উদ্ধার চাঁপাইনবাবগঞ্জ জেলার সদর উপজেলার চরবাগডাঙ্গা ইউনিয়নের গোয়ালডুবি এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় ১ কেজি ১০০ গ্রাম হেরোইন উদ্ধার করেছে র‌্যাব। গত সোমবার রাত সাড়ে ১১টার দিকে এই অভিযান চালানো হয়। মঙ্গলবার সকালে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, র‌্যাব-৫, চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের একটি দল গোয়ালডুবি এলাকায় পদ্মা নদীর পাড়ে অভিযান পরিচালনা চালায় র‌্যাব। এসময় সেখানে নৌকা থেকে অজ্ঞাত এক ব্যক্তি একটি ব্যাগ গ্রহণের সময় র‌্যাবের আভিযানিক দলের উপস্থিতি টের পেয়ে সে ব্যাগ ফেলে পালিয়ে যায়। পরবর্তীতে নিরপেক্ষ সাক্ষীদের সম্মুখে ব্যাগে থাকা ১ কেজি ১০০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়।

চাঁপাইনবাবগঞ্জে ৮ দফা দাবিতে হিন্দু সম্প্রদায়ের বিক্ষোভ সমাবেশ, প্রধান উপদেষ্টাকে স্মারকলিপি

চাঁপাইনবাবগঞ্জে ৮ দফা দাবিতে হিন্দু সম্প্রদায়ের বিক্ষোভ সমাবেশ, প্রধান উপদেষ্টাকে স্মারকলিপি চাঁপাইনবাবগঞ্জে ৮ দফা দাবিতে সমাবেশ ও বিক্ষোভ কর্মসূচী পালন করেছে হিন্দু সম্প্রদায়। আজ সকালে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে কর্মসূচী শেষে জেলা প্রশাসকের মাধ্যমে সরকারের প্রধান উপদেষ্টাকে স্মারকলিপি দেয়া হয়। চাঁপাইনবাবগঞ্জের সর্বস্তরের হিন্দু সম্প্রদায়ের ব্যানারে প্রণব কুমার পালের সভাপতিত্বে সমাবেশে স্বাগত বক্তব্য দেন পলাশ দাস। আরও বক্তব্য দেন শ্যাম কিশোর দাস গোস্বামী, পুজা উদযাপন পরিষদ কেন্দ্রিয় সদস্য ডা. তড়িৎ সাহা, পরিষদ জেলা সভাপতি ডাবলু কুমার ঘোষ, সাধারণ সম্পাদক ধনঞ্জয় চ্যাটার্জি, জেলা হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ যুগ্ম সম্পাদক নিবাস কর্মকার, সদস্য হিংগু মুর্মু, বিধান ভট্টাচার্য, নাচোল পুজা উদযাপন পরিষদ সভাপতি সুধেন বর্মণ, আদিবাসী নেত্রী বিচিত্রা তির্কি, আদিবাসী একাডেমি সভাপতি বিধান সিং, শিবগঞ্জ পুজা উদযাপন সভাপতি কুনাল মুখার্জী, গোমস্তাপুর পুজা উযাপন পরিষদ সভাপতি শচিন বর্মনসহ অন্যরা। বিক্ষোভ সমাবেশে বক্তারা দাবি করেন, সরকার পরিবর্তনজনিত পরিস্থিতিতে সারাদেশে মন্দির ভাংচুর, হিন্দুদের উপর হামলা, চাঁদাবজি, লুটপাটের মত ঘটনা ঘটেছে। তারা এসব ঘটনার প্রতিবাদ করে জড়িতদের গ্রেফতার ও বিচার দাবি করেন।

চাঁপাইনবাবগঞ্জে বাল্যবিবাহ এবং শিশুদের প্রতি সহিংসতা বন্ধে আলোচনা সভা

চাঁপাইনবাবগঞ্জে বাল্যবিবাহ এবং শিশুদের প্রতি সহিংসতা বন্ধে আলোচনা সভা চাঁপাইনবাবগঞ্জে বাল্যবিবাহ এবং শিশুর প্রতি সহিংসতা বন্ধ করার বিষয়ে জনপ্রতিনিধি, প্রভাব বিস্তারকারী স্টেকহোল্ডার/ অংশীজনদের সাথে সংলাপ অনুষ্ঠিত হয়েছে। আজ সকালে চাঁপাইনবাবগঞ্জ পৌরশহরের হরিপুর বালিকা উচ্চ বিদ্যালয় হলরুমে ইউনিসেফের অর্থায়নে স্ট্রেংদেনিং সোশ্যাল অ্যান্ড বিহেভিয়ার চেঞ্জ প্রকল্পের আওতায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ-এ এই সংলাপের আয়োজন করে। সংলাপে ‘বাল্যবিয়ে রোধ করা আমাদের দায়িত্ব’ প্রতিপাদ্যে চাঁপাইনবাবগঞ্জে বাল্যবিয়ে রোধে এবং শিশুদের প্রতি সহিংসতা বন্ধে সামাজিক সচেতনতা বাড়াতে এবং যথাসময়ে আইনের আশ্রয় নেয়ার আহ্বান জানানো হয়। আলোচনা সভার সূচনা করেন, হরিপুর বালিকা উচ্চ বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি একরামুল হক। এসময় আরও উপস্থিত ছিলেন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাসির আখতার, ওয়ার্ল্ড ভিশন চাঁপাইনবাবগঞ্জ এর ম্যানেজার উত্তম মন্ডল, সহকারী শিক্ষক বাবর আলী, উম্মে জামিলা বেগমসহ অভিভাবক, ইমাম ও অত্র প্রতিষ্ঠানের শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ। এছাড়া, আজকের প্রতিপাদ্যের উপর শিক্ষার্থীদের পক্ষে বক্তব্য দেন অত্র প্রতিষ্ঠানের দশম শ্রেণির শিক্ষার্থী সুনাইদাহ সোহা এবং মরিয়ম মুক্তা।

মাদক মামলায় একজনের যাবজ্জীবন কারাদণ্ড

চাঁপাইনবাবগঞ্জে মাদক মামলায় একজনের যাবজ্জীবন কারাদণ্ড চাঁপাইনবাবগঞ্জে মাদক মামলায় শহিদুল ইসলাম (৪৫) নামে একজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। সেই সঙ্গে তাকে ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো ২ বছরের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন। রবিবার দুপুরে চাঁপাইনবাবগঞ্জের সিনিয়র দায়রা জজ মোহা. আদীব আলী আসামির উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন। দণ্ডপ্রাপ্ত শহিদুল চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার শাহজাহানপুর ইউনিয়নের হাকিমপুর গ্রামের মৃত শাজাহান আলীর ছেলে। রাষ্ট্রপরে আইনজীবী নাজমুল আজম জানান, ২০২১ সালের ২ অক্টোবর গোপন সংবাদের ভিত্তিতে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার শাহজাহানপুর ইউনিয়নের হাকিমপুর এলাকায় অভিযান চালায় র‌্যাব। অভিযানে র‌্যাবের উপস্থিতি টের পেয়ে মোটরসাইকেল ফেলে পালানোর সময় ৫০০ গ্রাম হেরোইনসহ শহিদুলকে আটক করা হয়। ঘটনার দিন র‌্যাবের নায়েব সুবেদার মো. আনছার আলী বাদী হয়ে চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানায় মামলা করেন। মামলার তদন্তকারী কর্মকর্তা পুলিশের এসআই আশীষ সরকার তদন্ত শেষে ২০২১ সালের ২৬ অক্টোবর শহিদুলকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দাখিল করেন। মামলার দীর্ঘ শুনানি ও সাক্ষ্যগ্রহণ শেষে আদালতের বিচারক এই দণ্ডাদেশ প্রদান করেন।

চাঁপাইনবাবগঞ্জে সাময়িকভাবে বন্ধ মহানন্দা সেতুর টোল আদায়

চাঁপাইনবাবগঞ্জে সাময়িকভাবে বন্ধ  মহানন্দা সেতুর টোল আদায় জনসাধারণের দাবীতে চাঁপাইনবাবগঞ্জের বীর শ্রেষ্ঠ শহীদ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সেতু (মহানন্দা সেতু)’র টোল আদায় আপাতত বন্ধ করেছে সেনাবাহিনী। গতকাল সকাল থেকে এই টোল আদায় বন্ধ করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ সেনাবাহিনীর চাঁপাইনবাবগঞ্জ জেলার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা লে. কর্ণেল রাজ, চাঁপাইনবাবগঞ্জ সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী সানজিদা আফরীন ঝিনুক এবং বীর শ্রেষ্ঠ শহীদ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সেতু (মহানন্দা সেতু)’র ইজাদার হাম্মাদ আলী। জেলা প্রশাসক এ কে এম গালিভ খাঁন বলেন, টোল আদায় বন্ধে জেলা প্রশাসনের পক্ষ থেকে কোনো সিদ্ধান্ত দেওয়া হয়নি। আইনশৃঙ্খলা রক্ষার স্বার্থে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সিদ্ধান্তে সাময়িকভাবে টোল আদায় বন্ধ হয়েছে। জানা গেছে, চাঁপাইনবাবগঞ্জের বীর শ্রেষ্ঠ শহীদ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সেতু (মহানন্দা সেতু)’র টোল আদায় ফ্রী করে দেয়ার জন্য জেলার বিভিন্ন সংগঠন দাবী করে আসছিল। কিন্তু কোন কিছুতেই কাজ হয়নি। সম্প্রতি আওয়ামীলীগ সরকার পতনের পর দেশে অন্তর্বর্তীকালিন সরকার দায়িত্ব নেয়ার পর শিক্ষার্থীরা বিভিন্ন যৌক্তিক দাবী জানায়। এরই প্রেক্ষিতে গত ১২ আগস্ট গণঅধিকার পরিষদ জেলা শাখার নেতৃবৃন্দ জেলার সাধারণ মানুষের দীর্ঘদিনের দাবীর বিষয়টি নিয়ে গতকাল সকালে বিক্ষোভ কর্মসুচী পালনের ঘোষণা দেয়। বিষয়টি চাঁপাইনবাবগঞ্জে দায়িত্বপ্রাপ্ত সেনা কর্মকর্তার নজরে আসে। গতকাল সকালে সেনাবাহিনীর চাঁপাইনবাবগঞ্জে দায়িত্বপ্রাপ্ত সেনা কর্মকর্তা লে. কর্ণেল রাজ সেনা সদস্যদের প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের নির্দেশনা দেন। প্রেক্ষিতে সেনাবাহিনীর একটি দল মঙ্গলবার সকাল ১০টার দিকে বীর শ্রেষ্ঠ শহীদ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সেতু (মহানন্দা সেতু)’র টোল আদায় কার্যক্রম বন্ধ করে দেন এবং পরবর্তী নির্দেশনা না দেয়া পর্যন্ত টোল আদায় কার্যক্রম বন্ধ রাখতে বলেন সেনাবাহিনীর আদেশে টোল আদায় কার্যক্রম বন্ধ করে দেন ইজারাদার। এজন্য সংশ্লিষ্ট ইজাদারকে পরবর্তী নির্দেশনা না দেয়া পর্যন্ত মহানন্দা সেতু’র টোল আদায় বন্ধ রাখার জন্য বলা হয়েছে। তিনি আরও বলেন, দেশের পরিস্থিতি স্বাভাতিক হলে সেনাবাহিনীর সদস্যরা আবারও নিজ দায়িত্বে টোল আদায় কার্যক্রম চালু করে দেয়ার প্রতিশ্রুতিও দিয়েছেন চাঁপাইনবাবগঞ্জে দায়িত্বপ্রাপ্ত সেনা কর্মকর্তা। এদিকে, গতকাল সকালে গণঅধিকার কর্মসূচীর প্রস্তুতি নেয়ার সময় সেনাবাহিনীর নেতৃত্বে বিজিবির একটি দল টোল প্লাজায় এসে টোল আদায় বন্ধ করে কর্মসূচী পালনকারীদের শান্ত করে। পরে গণঅধিকার পরিষদের নেতৃবৃন্দ কর্মসূচী স্থগিত করেন। বীর শ্রেষ্ঠ শহীদ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সেতু (মহানন্দা সেতু)’র ইজাদার  হাম্মাদ আলী বলেন, দেশে বাংলাদেশ সেনাবাহিনীর কার্যক্রমগুলো খুবই উপযোগী এবং অবশ্যই ভালো। আমিও চাই বীর শ্রেষ্ঠ শহীদ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সেতু (মহানন্দা সেতু)’র টোল আদায় ফ্রী করে দেয়া হোক। আমারও যানবাহন আছে। আমি এবং আমরা সকলেই উপকৃত হবো। তিনি বলেন, আমরা গত জুলাই/২৪ মাসে টোল প্লাজায় দায়িত্ব নিয়েছি সরকারের কাছে নিয়মমাফিক। রীতিমত সরকারের নিয়ম মোতাবেক ইজারার অর্থ, প্রয়োজনীয় ভ্যাট-ট্যাক্স দিয়ে মহানন্দা সেতুর টোল ইজারা নিয়েছি। এই টোল ইজারায় প্রায় ৪০ জন অংশীদার রয়েছে। এখন হঠাৎ করে টোল আদায় বন্ধ করে দেয়ার আমরা চরম ক্ষতির মধ্যে পড়বো। তিনি বলেন, আমাদের লোকজনসহ সব মিলিয়ে প্রতিদিন প্রায় সাড়ে ৩ লক্ষ টাকা খরচ হয়। এছাড়াও ব্যাংক লোন নিয়ে আমিসহ অনেক অংশীদারই এখানে অর্থ জোগান দিয়েছেন। এ ব্যাপারে বাংলাদেশ সেনাবাহিনীর চাঁপাইনবাবগঞ্জ জেলা দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা লে. কর্ণেল রাজ বলেন, জনগণের দাবীর প্রেক্ষিতে এবং দেশের এমন অবস্থায় জেলায় কোন অস্থিশিল পরিস্থিতির সৃষ্টি হোক এটা আমরা চায় না। এরই প্রেক্ষিতে জেলা প্রশাসক, পুলিশ সুপারসহ জেলার বিভিন্ন গণ্যমান্য ব্যক্তিবর্গের সাথে আলোচনা করে বীর শ্রেষ্ঠ শহীদ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সেতু (মহানন্দা সেতু)’র টোল আদায় কার্যক্রম আপাতত বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়া হয়েছে। তিনি বলেন, যেহেতু সরকার বীর শ্রেষ্ঠ শহীদ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সেতু (মহানন্দা সেতু)’র টোল ইজারা দিয়েছেন, সেহেতু বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দেখবে। যেহেতু ইজারাদাররা অর্থ দিয়ে ইজারা নিয়েছেন, সেহেতু ইজারাদাররা ক্ষতিগ্রস্থ হোক, এটাও আমরা চায় না। কিন্তু দেশের এমন পরিস্থিতে যেন কোন সমস্যার সৃষ্টি না হয়, সেজন্য আপাতত সার্বিক পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত টোল আদায় বন্ধ রাখতে বলা হয়েছে, ইজারাদারও বিষয়টি মেনে নিয়েছেন। জেলার সার্বিক পরিস্থিতি স্বাভাবিক রাখতে সকলের আন্তরিক সহযোগিতা কামনা করেন বাংলাদেশ সেনাবাহিনীর চাঁপাইনবাবগঞ্জ জেলার দায়িত্বপ্রাপ্ত এই কর্মকর্তা। উল্লেখ্য, সোমবার গণঅধিকার পরিষদ জেলা শাখার উদ্যোগে জেলার সাধারণ মানুষের দীর্ঘদিনের দাবীর বিষয়টি নিয়ে গতকাল সকালে বিক্ষোভ কর্মসুচী পালনের ঘোষণা দেয়। কর্মসূচীর প্রস্তুতি নেয়ার সময় সেনাবাহিনীর নেতৃত্বে বিজিবির একটি দল টোলা প্লাজায় এসে টোল আদায় বন্ধ করে কর্মসূচী পালনকারীদের শান্ত করে। পরে গণঅধিকার পরিষদের নেতৃবৃন্দ কর্মসূচী স্থগিত করেন। উল্লেখ্য, ১৯৯৩ সালে নির্মানের পর থেকে মহানন্দা সেতুতে এখনো টোল আদায় অব্যাহত রয়েছে।

চাঁপাইনবাবগঞ্জে হেরোইন কারবারি ট্রাক চালকের যাবজ্জীবন

চাঁপাইনবাবগঞ্জে হেরোইন কারবারি ট্রাক চালকের যাবজ্জীবন চাঁপাইনবাবগঞ্জে দেড় কেজি হেরোইন বিক্রির উদ্দেশ্যে নিজ হেফাজতে রাখার দায়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দায়েরকৃত একটি মামলায় এক ট্রাক চালককে যাবজ্জীবন কারাদন্ড, ৫০ হাজার টাকা অর্থদন্ড অনাদায়ে আরও ২ বছর বিনাশ্রম কারাদন্ডের আদেশ দিয়েছে আদালত। সাজাপ্রাপ্ত ব্যক্তি গোদাগাড়ী উপজেলার গোগ্রাম ইউনিয়নের রানীনগর কুমুরপুর গ্রামের মৃত মুরসাদি’র ছেলে বেলাল হোসেন। আজ দুপুরে চাঁপাইানবাবগঞ্জের সিনিয়র দায়রা জজ আদীব আলী একমাত্র আসামীর উপস্থিতিতে আদেশ প্রদান করেন। মামলার বিবরণ ও আদালত সূত্রে জানা  যায় এবং রাষ্ট্রপক্ষের আইনজীবী(পিপি) নাজমুল আজম বলেন, ২০২১ সালের ১১ জানুয়ারী রাতে চাঁপাইনবাবগঞ্জ শহরের  দারিয়াপুর ট্রাক টার্মিনাল এলাকায় চাঁপাইনবাবগঞ্জ-রাজশাহী মহাসড়কে র‌্যাব ক্যাম্পের চেকপোষ্টে রাজশাহীগামী ট্রাকসহ গ্রেপ্তার হয় চালক বেলাল। এসময় ট্রাকের কেবিন তল্লাশী করে দেড়কেজি হেরোইন পাওয়া যায়। এঘটনায় পরদিন সদর থানায় বেলালকে একামত্র আসামী করে মামলা করেন র‌্যাবের তৎকালীন উপ-পরিদর্শক (এসআই) তোফাজ্জল হোসেন। ২০১১ সালের ১৯ ফেব্রুয়ারী মামলার তদন্ত কর্মকর্তা (আইও) ও সদর থানার উপ-পরিদর্শক (এসআই) ওবাইদুল হক বেলালকে একমাত্র অভিযুক্ত করে আদালতে চার্জশীট দাখিল করেন। ৭ জনের সাক্ষ্য, প্রমাণ ও শুনানী শেষে আদালত মঙ্গলবার বেলালকে দোষি সাব্যস্ত করে চার্জশীট দাখিল করেন।

গোমস্তাপুরে জেলা প্রশাসকের মতবিনিময়

গোমস্তাপুরে জেলা প্রশাসকের মতবিনিময় দেশের চলমান পরিস্থিতিতে আইন-শৃঙ্খলা স্বাভাবিক রাখতে গোমস্তাপুরে জনপ্রতিনিধি, সরকারি কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভা করেছে জেলা প্রশাসক একেএম গালিভ খাঁন। আজ দুপুরে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা সভাকক্ষে অনুষ্ঠিত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার নিশাত আনজুম অনন্যা। এসময় অন্য অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার ছাইদুল হাসান, চাঁপাইনবাবগঞ্জ জেলার সেনাবাহিনীর দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা লেফটেন্যান্ট কর্নেল শান্ত রাজ, ৫৯ বিজিবির মেজর ইমরুল কায়েশ, উপজেলা পরিষদের চেয়ারম্যান আশরাফ হোসেন আলিম, রহনপুর পৌরসভার মেয়র মতিউর রহমান খাঁনসহ সরকারি কর্মকর্তা ও জনপ্রতিনিধিরা।

চাঁপাইনবাবগঞ্জে ডাকাতি প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ গ্রেপ্তার ৪

চাঁপাইনবাবগঞ্জে ডাকাতি প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ গ্রেপ্তার ৪ চাঁপাইনবাবগঞ্জ শহরে ডাকাতি প্রস্তুতিকালে বড় ছোরা, লাঠি, রডসহ ৪ জনকে আটক করে পুলিশে সোপর্দ করেছে স্থানীয় জনতা। আজ ভোররাতে চাঁপাইনবাবগঞ্জ-সোনামসজিদ স্থলবন্দর মহাসড়কের বীরশ্রেষ্ঠ জাহাঙ্গীর সেতুর টোলঘর চত্বর থেকে ওই ৪ জনকে আটক করে স্থানীয়রা। পরে পুলিশকে খবর দিলে তাদের চাঁপাইনবাবগঞ্জ থানায় নিয়ে যায় পুলিশ। আটকরা হলো, চাঁপাইনবাবগঞ্জ পৌরএলাকার আজাইপুর পোলাডাঙ্গার বাসিন্দা জাহিদ হাসান, খাইরুল ইসলাম, মোহাম্মদ লিখন ও আরিফ। পুলিশ জানায়, ভোররাতে টোলঘর এলাকায় সড়কে চলাচল করা বিভিন্ন যানবহনে ডাকাতির প্রস্তুতি নিচ্ছিলো ওই ৪ জন। এসময় স্থানীয়রা টের পেয়ে সংঘবদ্ধ হয়ে তাদেরকে আটক করে। সদর মডেল থানার অফিসার ইনচার্জ(ওসি) মেহেদী হাসান বলেন, এ ঘটনায় মামলা হয়েছে। আটকদের আদালতে পাঠানো হয়েছে।