আরএমটিপি ডেইরি প্রকল্প মাঠপর্যায়ের কার্যক্রম পরিদর্শন শেষ হলো

আরএমটিপি ডেইরি প্রকল্প মাঠপর্যায়ের কার্যক্রম পরিদর্শন শেষ হলো চাঁপাইনবাবগঞ্জে রুরাল মাইক্রোএন্টারপ্রাইজ ট্রান্সফরমেশন প্রজেক্ট (আরএমটিপি-ডেইরি) প্রকল্পের মাঠপর্যায়ের কার্যক্রম পরিদর্শন সোমবার শেষ হয়েছে। গত শনিবার থেকে মাঠপর্যায়ের কার্যক্রম পরিদর্শন শুরু করেন পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ)’র উপব্যবস্থাপক শাহরিয়ার আল মাহমুদ। সোমবার সকাল থেকে দুপুর পর্যন্ত চাঁপাইনবাবগঞ্জের প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটির ইউনিট-০১ এর পলশা, নশিপুর, শ্রীরামপুরে অবস্থিত চলমান প্রকল্পের কার্যক্রম পরিদর্শন করেন তিনি। এসময় তিনি প্রাণিসম্পদ খাতের আওতায় ভেড়ার পশম দিয়ে তৈরি কম্বল, কৃষি ইউনিটের আওতায় উচ্চমূল্যের ফল উৎপাদন প্রদর্শনী ও মৎস্য ইউনিটের আওতায় পুকুর পরিদর্শনও করেন। এসময় উপস্থিত ছিলেন- প্রয়াসের প্রাণিসম্পদ কর্মকর্তা ও আরএমটিপি ডেইরি প্রকল্পের ফোকাল পার্সন ডা. রাজিন বিন রেজাউল, কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোস্তাফিজুর রহমান, মৎস্য কর্মকর্তা আব্দুর রাজ্জাক, আরএমটিপি ডেইরি প্রকল্পের প্রকল্প ব্যবস্থাপক ডা. মাহমুদুল হাসান, প্রোডাক্ট প্রমোশন অ্যান্ড মার্কেটিং অফিসার কৃষিবিদ তোহরুল ইসলাম, সহকারী ভ্যালুচেইন ফ্যাসিলেটেটর হাসান আলী, আকরাম আলী মোল্লা ও আব্দুল্লাহ-আল-কাফি, প্রয়াসের অফিসার শাহরিয়ার শিমুল, সহকারী প্রণিসম্পদ কর্মকর্তা ইমদাদুল হক, সহকারী কৃষি কর্মকর্তা মো. মনিরুজ্জামান ও সিফাত উল্লাহ। পরিদর্শনকালে তিনি গাভী পালনে উদ্যোক্তা উন্নয়ন প্রদর্শনী ও ভার্মি কম্পোস্ট উৎপাদন, দুগ্ধ পণ্য বিক্রয় কেন্দ্র, ঘি উৎপাদন ও ঘাস চাষ প্রদর্শনী পরিদর্শন করেন। পিকেএসএফ’র সহযোগিতায় প্রকল্প বাস্তবায়নে কাজ করছে প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটি। উল্লেখ্য, প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটি রুরাল মাইক্রোএন্টারপ্রাইজ ট্রান্সফরমেশন প্রজেক্ট (আরএমটিপি) প্রকল্পের ভ্যালুচেইনে সম্পৃক্ত স্টেকহোল্ডারদের উন্নয়নের মাধ্যমে মানসম্মত দুধ উৎপাদন ও দুগ্ধজাত পণ্যের বহুমাত্রিকীকরণ উপপ্রকল্পের মাধ্যমে চাঁপাইনবাবগঞ্জ সদর, রাজশাহী সদর, গোদাগাড়ী, পবা ও মোহনপুর উপজেলায় কাজ করছে।
চাঁপাইনবাবগঞ্জে নারী ও শিশুর প্রতি সহিংসতা বন্ধসহ ১১ দাবিতে মানববন্ধন

চাঁপাইনবাবগঞ্জে নারী ও শিশুর প্রতি সহিংসতা বন্ধসহ ১১ দাবিতে মানববন্ধন নারী ও শিশুর প্রতি সহিংসতা বন্ধ ও বিচারের দাবিতে চাঁপাইনবাবগঞ্জে মানববন্ধন কর্মসূচি অব্যাহত রয়েছে। রবিবার বেলা ১১টায় জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) এর অনুপ্রেরণায় গঠিত সচেতন নাগরিক কমিটি (সনাক), চাঁপাইনবাবগঞ্জের আয়োজনে এই মানববন্ধন কর্মসূচি পালিত হয়। সবস্তরের মানুষের অংশগ্রহণে অনুষ্ঠিত মানববন্ধনে ১১টি দাবি তুলে ধরা হয়। সনাক সভাপতি সাইফুল ইসলাম রেজার সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধনে সূচনা বক্তব্য দেন সহসভাপতি আশরাফুল আম্বিয়া সাগর। নারী ও কন্যাশিশু নির্যাতন, ধর্ষণ ও সকল প্রকার সহিংসতা প্রতিরোধে সবাইকে সোচ্চার হওয়ার আহ্বান জানিয়ে বক্তব্য দেনÑ সনাক সদস্য সেলিনা বেগম, গোলাম ফারুক মিথুন, ওয়ালিউল আজিম, মজিবুর রহমান, সনাকের জেন্ডার বিষয়ক উপকমিটির আহ্বায়ক এনামুল হক, ইয়েস সদস্য কুশল কুমার শীল, টিআইবির ইন্টার্ন-প্রোগ্রাম নাজমিন খাতুন। মানববন্ধনে টিআইবি’র বিভিন্ন দাবি সংবলিত ধারণাপত্র পাঠ করেন সনাক সদস্য ড. দীপালী রাণী দাস ও ইয়েস সদস্য মো. ইসরাফিল। মানববন্ধন সঞ্চালনা করেন টিআইবির এরিয়া কোঅর্ডিনেটর শফিকুল ইসলাম। টিআইবি’র ১১টি দাবি হচ্ছেÑ ১. বৈষম্যবিরোধী আন্দোলন ও ‘নতুন বাংলাদেশ’র মূল চেতনার সঙ্গে সামঞ্জস্যপূর্ণভাবে নারী ও শিশু ধর্ষণ এবং সব ধরনের যৌন নির্যাতন, সহিংসতা ও বৈষম্য প্রতিহত করতে কার্যকর পদক্ষেপ গ্রহণ এবং এসব অপরাধের সাথে জড়িতদের দ্রুততম সময়ে দৃষ্টান্তমূলক বিচারের আওতায় আনার পাশাপাশি অপরাধের শিকার পরিবারকে সকল প্রকার সহায়তা প্রদান করা। ২. সকল ক্ষেত্রে ও পর্যায়ে নারীর অধিকার নিশ্চিত করা এবং এ লক্ষে প্রয়োজনীয় আইন সংস্কার ও বিদ্যমান আইনসমূহের কার্যকর প্রয়োগ নিশ্চিত করা। ৩. শিক্ষাপ্রতিষ্ঠান ও কর্মক্ষেত্রসহ সকল পরিবেশ ও পরিস্থিতিতে নারীর নিরাপত্তা বিধান নিশ্চিত করা। ৪. সকল রাজনৈতিক দল ও তাদের অঙ্গসংগঠন, পেশাজীবী সংস্থা, সকল প্রকার সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানে জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে নারী-পুরুষের সমঅধিকার ও সমমর্যাদার সুস্পষ্ট অঙ্গীকার ঘোষণাসহ চর্চা প্রতিষ্ঠার সমন্বিত উদ্যোগ নিতে হবে। ৫. টেকসই উন্নয়ন অর্জনের কর্মপরিকল্পনায় অভীষ্ট-৫ (জেন্ডার সমতা) ও ১৬ (শান্তি, ন্যায়বিচার ও কার্যকর প্রতিষ্ঠান)কে বিশেষ গুরুত্ব দিয়ে নারীর প্রতি সহিংসতা ও নির্যাতন বন্ধের পূর্বশর্ত হিসেবে দুর্নীতি নিয়ন্ত্রণসহ আইনের শাসন নিশ্চিত করতে হবে। নারীর প্রতি সহিংসতা ও নানা অজুহাতে যত্রতত্র হেনস্থা রোধে সামাজিক ও সাংস্কৃতিক আন্দোলন গড়ে তোলার পাশাপাশি রাষ্ট্রকে আরো সক্রিয় ভূমিকা পালন করতে হবে। ৬. নারী ও শিশু নির্যাতনসহ সকল প্রকার নারী অধিকার হরণের ক্ষেত্রে ন্যায়বিচার প্রতিষ্ঠায় দায়িত্বপ্রাপ্ত সকল প্রতিষ্ঠানকেÑ বিশেষ করে প্রশাসন, আইনপ্রয়োগকারী সংস্থাসহ সকল ক্ষেত্রে দুর্নীতি প্রতিরোধ, শুদ্ধাচার, জবাবদিহিতা ও সার্বিক সুশাসন নিশ্চিত করা। ৭. জেন্ডার সমতা অর্জনের হাতিয়ার হিসেবে ডিজিটাল প্রযুক্তি ও উদ্ভাবনে নারীর অভিগম্যতা নিশ্চিত, ইন্টারনেট ও প্রয়োজনীয় ইলেক্ট্রনিক ডিভাইস সুলভ করা এবং বিশেষায়িত প্রশিক্ষণের ব্যবস্থা করতে হবে। অনলাইনে সহিংসতা ও নির্যাতন থেকে নারীর সুরক্ষা নিশ্চিতে সচেতনতা বৃদ্ধিসহ বিশেষায়িত জাতীয় কৌশল প্রণয়ন ও বাস্তবায়ন করা। ৮. যে সকল ব্যক্তি বা প্রতিষ্ঠান পরিবারে, কর্মক্ষেত্রে, শিক্ষাঙ্গনে বা সমাজে নারী নির্যাতন প্রতিরোধে কাজ করছেনÑ তাদের উৎসাহিত, সঠিক প্রশিক্ষণ এবং প্রয়োজনীয় নীতিগত সহায়তা ও সুরক্ষা প্রদান করা। ৯. মহামান্য উচ্চ আদালতের নির্দেশনার আলোকে সকল প্রতিষ্ঠানে অভিযোগকারীর পরিচয় গোপন রাখার নিশ্চয়তাসহ নারীবান্ধব অভিযোগ প্রদান ও নিরসনের ব্যবস্থা থাকতে হবে; নারী নির্যাতন, ধর্ষণ ও যৌন হয়রানি বন্ধে ব্যক্তির রাজনৈতিক ও আর্থ-সামাজিক অবস্থান, মর্যাদা ও প্রভাব বিবেচনা না করে আইনের কঠোর প্রয়োগ নিশ্চিত করতে হবে এবং নারী ও শিশু নির্যাতনের মামলাগুলোর দ্রুত বিচার নিষ্পত্তি করা। ১০. নারীর প্রতি সকল ধরনের সহিংসতা প্রতিরোধ ও নারী-পুরুষের সমান অধিকার নিশ্চিতে সাধারণ জনগণের ইতিবাচক মানসিকতা সৃষ্টির লক্ষে কার্যকর প্রচারমূলক কার্যক্রম গ্রহণ করা। ১১. জাতীয় হেল্পলাইন ও অভিযোগ জানানোর হটলাইন নম্বরগুলোর প্রচার ও কার্যকরতা বৃদ্ধি করতে হবে।
চাঁপাইনবাবগঞ্জে পৃথক তিনটি সড়ক দুর্ঘটনায় শিশুসহ নিহত ২

চাঁপাইনবাবগঞ্জে পৃথক তিনটি সড়ক দুর্ঘটনায় শিশুসহ নিহত ২ চাঁপাইনবাবগঞ্জে পৃথক তিনটি সড়ক দুর্ঘটনায় শিশুসহ দুজন নিহত হয়েছেন। নিহতরা হলেনÑ নওগাঁর মান্দা উপজেলার ফেটগাঁও-পরানপুরের আসাদ আলীর ছেলে আল-আমিন (২৭) ও চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার শাহজাহানপুর ইউনিয়নের নরেন্দ্রপুর কাদির মোল্লের টোলা গ্রামের তাইফুর রহমানের ছেলে আবু সায়েম (৫)। সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মতিউর রহমান ও স্থানীয় সূত্র জানান, রবিবার সকালে চাঁপাইনবাবগঞ্জ জেলাশহরের পুরাতন বাজার আড়তে সবজি বিক্রি করে ভটভটি চালিয়ে বাড়ি ফিরছিলেন আল আমিন। পথে চাঁপাইনবাবগঞ্জ-আমনুরা সড়কের বুলনপুরে ট্রাক ও ভটভটির সংঘর্ষ হয়। এতে ট্রাকের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই মারা যান আল আমিন। এঘটনায় একই উপজেলার চকশল্লাহাট এলাকার নুরুল ইসলামের ছেলে মেহেদি হাসান মিলন আহত হন। স্থানীয়দের সহযোগিতায় আহত মিলনকে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মীরা উদ্ধার করে ২৫০ শয্যাবিশিষ্ট চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালে নিয়ে যান। অবস্থা গুরুতর হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ওসি মতিউর বলেন, ‘খবর পেয়ে পুলিশ আল আমিনের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে। এ ঘটনায় অভিযোগ পাওয়া গেছে, মামলা হবে।’ ওসি মতিউর রহমান আরো বলেনÑ রবিবার দুপুর ১২টার দিকে অটোর সাথে ধাক্কা লেগে সায়েম আলী নামে পাঁচ বছরের এক শিশু নিহত হয়। নিহত শিশু হুররুপাড়া এলাকায় রাস্তা পারাপারের সময় এ দুর্ঘটনা ঘটে। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ওসি আরো জানান, এছাড়াও লালাপাড়া চৌধুরী মোড় এলাকায় দুটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়েছে। এতে কয়েকজন আহত হয়েছেন। তবে তাৎক্ষণিকভাবে আহতদের পরিচয় জানা যায়নি বলে জানান ওসি মতিউর রহমান।
মাঠপর্যায়ের কার্যক্রম পরিদর্শনে পিকেএসএফের উপব্যবস্থাপক

আরএমটিপি ডেইরি প্রকল্প মাঠপর্যায়ের কার্যক্রম পরিদর্শনে পিকেএসএফের উপব্যবস্থাপক চাঁপাইনবাবগঞ্জে রুরাল মাইক্রোএন্টারপ্রাইজ ট্রান্সফরমেশন প্রজেক্ট (আরএমটিপি-ডেইরি) প্রকল্পের মাঠপর্যায়ের কার্যক্রম পরিদর্শন করেছেন পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ)’র উপব্যবস্থাপক শাহরিয়ার আল মাহমুদ। রবিবার সকাল থেকে দুপুর পর্যন্ত চাঁপাইনবাবগঞ্জের প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটির ইউনিট-২৩ এর চরমোহনপুরে চলমান প্রকল্পের কার্যক্রম পরিদর্শ করেন তিনি। এসময় উপস্থিত ছিলেন- প্রয়াসের প্রাণিসম্পদ কর্মকর্তা ও আরএমটিপি ডেইরি প্রকল্পের ফোকাল পার্সন ডা. রাজিন বিন রেজাউল, প্রকল্প ব্যবস্থাপক ডা. মাহমুদুল হাসান, প্রোডাক্ট প্রমোশন অ্যান্ড মার্কেটিং অফিসার কৃষিবিদ তোহরুল ইসলাম, সহকারী ভ্যালুচেইন ফ্যাসিলেটেটর হাসান আলী, আকরাম আলী মোল্লা, প্রয়াসের অফিসার শাহরিয়ার শিমুল। পরিদর্শনকালে তিনি গাভী পালনে উদ্যোক্তা উন্নয়ন প্রদর্শনী ও ভার্মি কম্পোস্ট উৎপাদন, প্রাণিসম্পদের খাদ্য বাজারজাতকরণ স্টল পরিদর্শন করেন। পিকেএসএফ’র সহযোগিতায় প্রকল্প বাস্তবায়নে কাজ করছে প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটি। উল্লেখ্য, প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটি রুরাল মাইক্রোএন্টারপ্রাইজ ট্রান্সফরমেশন প্রজেক্ট (আরএমটিপি) প্রকল্পের ভ্যালুচেইনে সম্পৃক্ত স্টেকহোল্ডারদের উন্নয়নের মাধ্যমে মানসম্মত দুধ উৎপাদন ও দুগ্ধজাত পণ্যের বহুমাত্রিকীকরণ উপপ্রকল্পের মাধ্যমে চাঁপাইনবাবগঞ্জ সদর, রাজশাহী সদর, গোদাগাড়ী, পবা ও মোহনপুর উপজেলায় কাজ করছে।
চাঁপাইনবাবগঞ্জে পরিবহন শ্রমিক ইউনিয়নের বিশেষ সাধারণ সভা

চাঁপাইনবাবগঞ্জে পরিবহন শ্রমিক ইউনিয়নের বিশেষ সাধারণ সভা চাঁপাইনবাবগঞ্জ জেলা বাস, মিনিবাস ও কোচ পরিবহন শ্রমিক ইউনিয়নের (রেজি. নং- রাজ. ৩০৬৩) বিশেষ সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার চাঁপাইনবাবগঞ্জ-রাজশাহী মহাসড়কের দুর্গাপুর মোড়ে পাসপোর্ট অফিস সংলগ্ন এলাকায় সংগঠনটির কার্যালয় চত্বরে এই সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন সংগঠনটির সভাপতি শহিদুল ইসলাম শহিদ ড্রাইভার। সূচনা বক্তব্য দেন- সংগঠনটির সাধারণ সম্পাদক আব্দুর রউফ জুলমাত। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- দপ্তর সম্পাদক কামরুজ্জামান কামরুল, শ্রমিক নেতা সাইফুল ইসলাম, ওয়ালিউল্লাহ মাহমুদ, সাদিকুল ইসলাম লিটন, এনামুল হকসহ অন্যরা। বক্তারা সংগঠনের স্বার্থে সকলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।
আরএমটিপি-ডেইরি প্রকল্পের মাঠ পর্যায়ের কার্যক্রম পরিদর্শণ

আরএমটিপি-ডেইরি প্রকল্পের মাঠ পর্যায়ের কার্যক্রম পরিদর্শণ রুরাল মাইক্রো এন্টারপ্রাইজ ট্রান্সফর্মেশন প্রজেক্ট (আরএমটিপি-ডেইরি) প্রকল্পের মাঠ পর্যায়ের কার্যক্রম পরিদর্শণ করেছেন পিকেএসএফ এর উপ-ব্যবস্থাপক শাহরিয়ার আল মাহমুদ। আজ সকাল থেকে দুপুর পর্যন্ত রাজশাহীতে প্রয়াসের ইউনিট-১৮ ও ইউনিট-২০ এর পবা ও মোহনপুর উপজেলায় বাস্তবায়িত কার্যক্রম পরিদর্শণ করেন। এসময় উপস্থিত ছিলেন প্রয়াসের প্রাণিসম্পদ কর্মকর্তা ও আরএমটিপি ডেইরি প্রকল্পের ফোকাল পার্সন ডা. রাজিন বিন রেজাউল, প্রকল্প ব্যবস্থাপক ডা. মাহমুদুল হাসান, প্রাডাক্ট প্রোমোশন অ্যান্ড মার্কেটিং অফিসার কৃষিবিদ তহুরুল ইসলাম ও সহকারি ভ্যালু চেইন ফ্যাসিলিটেটর আকরাম আলী মোল্লা। পরিদর্শনকালে তাঁরা ভ্রাম্যমান দুগ্ধ পণ্য বিক্রয় কেন্দ্র, গাভী পালন উদ্যোক্তা উন্নয়ন প্রদর্শনী এবং উদ্যোক্তা পর্যায়ে ভার্মি কম্পোস্ট উৎপাদন খামার পরিদর্শণ করেন। উল্লেখ্য প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটি রুরাল মাইক্রোএন্টারপ্রাইজ ট্রান্সফরমেশন প্রজেক্ট (আরএমটিপি) প্রকল্পের ভ্যালু চেইনে সম্পৃক্ত স্টেকহোল্ডারদের উন্নয়নের মাধ্যমে মানসম্মত দুধ উৎপাদন ও দুগ্ধজাত পণ্যের বহুমাত্রিকীকরণ উপপ্রকল্পের মাধ্যমে চাঁপাইনবাবগঞ্জ সদর রাজশাহী সদর, গোদাগাড়ী, পবা ও মোহনপুর উপজেলায় কাজ করছে।
রাজশাহীতে প্রয়াসের মাঠ পর্যায়ের কর্মকর্তাদের উদ্বুদ্ধকরণ সমাবেশ

রাজশাহীতে প্রয়াসের মাঠ পর্যায়ের কর্মকর্তাদের উদ্বুদ্ধকরণ সমাবেশ প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটির ক্ষুদ্রঋণ কার্যক্রম এর আওতায় রাজশাহী জোনের সকল মাঠ কর্মী, ও উর্ধতন কর্মকর্তাদের নিয়ে ক্ষুদ্রঋণ কার্যক্রমে স্বচ্ছতা, জবাবদিহিতা ও কার্যক্রম কে আরো বেগবান করার লক্ষ্যে মাঠ পর্যায়ের কর্মকর্তাদের উদ্বুদ্ধকরন সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আজ রাজশাহীর বায়ায় অবস্থিত আশ্রয় সেন্টারে সমাবেশে এরিয়া ভিত্তিক চলমান ক্ষুদ্রঋণ কার্যক্রম এর বর্তমান অবস্থা ও আগামীতে কিভাবে অগ্রগতি আনা যায়- তার উপর রিপোর্ট ভিত্তিক পর্যালোচনা করা করা হয়। সমাবেশে মার্ঠ পর্যায়ে বিভিন্ন সমস্যা নিয়ে তথ্য তুলে ধরেন মাঠ কর্মী ও ম্যানেজারবৃন্দ এবং সেই সকল সমস্যা কিভাবে সমাধান করা যাবে তার দিক নির্দেশনা প্রদান করে প্রতিষ্ঠানের পরিচালক (কার্যক্রম) পংকজ কুমার সরকার। অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটির প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক হাসিব হোসেন। সকলের উদেশ্যে বলেন ” মাঠ পর্যায়ের সকল সমস্যা সমাধান করে, সকলের প্রচেষ্টায় প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটি একটি আধুনিক মাইক্রোফিন্যান্স প্রতিষ্ঠান হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করবে এবং বাংলাদেশের প্রান্তিক জনগোষ্ঠীর জীবন মান উন্নয়নের জন্য ভুমিকা রাখবে। এর জন্য প্রতিষ্ঠানের কর্মীদের আরো বেশি দক্ষ্য হিসেবে গড়ে তোলার জন্য প্রতিষ্ঠান সকল ধরনের ব্যবস্থা গ্রহন করবে,এর পাশাপাশি কর্মী অফিসাররা আধুনিক তথ্য প্রযুক্তি ব্যবহার করে নিজেকে আরো বেশি দক্ষ করে তুলে সচ্চতা জবাবদিহিতা নিশ্চিত করে প্রান্তিক মানুষের জন্য কাজ করে যাবেন। সমাবেশে প্রয়াসের যুগ্ম পরিচালক নাসের উদ্দীন, সহকারি পরিচালক জুলফিকার আলীসহ রাজশাহী, পবা, ভবানীগঞ্জ, আত্রাই, নাটোর জোনের প্রধানসহ বিভিন্ন ইউনিট অফিস এর মোট ১৬৩ জন্য মাঠকর্মী ও কর্মকর্তা গন অংশগ্রহণ করেন।
জেলায় ২,৩২,৮৪৮ জন শিশুকে খাওয়ানো হলো ভিটামিন এ ক্যাপসুল

জেলায় ২,৩২,৮৪৮ জন শিশুকে খাওয়ানো হলো ভিটামিন এ ক্যাপসুল চাঁপাইনবাবগঞ্জে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের আওতায় ৬ থেকে ৫৯ বয়সী ২ লক্ষ ৩২ হাজার ৮৪৮ জন শিশুকে উচ্চ ক্ষমতার ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হয়েছে। এ উপলক্ষে সিভিল সার্জন কার্যালয়ের আয়োজনে জেলা হাসপাতালের ইপিআই কেন্দ্রে আজ সকাল সাড়ে ৯ টায় শিশুদের ভিটামিন এ ক্যাপসুল খাইয়ে ক্যাম্পেইনের উদ্বোধন করেন, জেলা প্রশাসক আেব্দুস সামাদ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা হাসপাতালের তত্বাবধায়ক ডা. মাসুদ পারভেজ, সিভিল সার্জন ডা. এ.কে.এম শাহাব উদ্দীন, জেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের উপ-পরিচালক শুকলাল বৈদ্য, সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সৈয়দ মোহাম্মদ সুমন, জেলা হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. আব্দুস সামাদ, সিভিল সার্জন কার্যালয়ের ইপিআই সুপারিনটেনডেন্ট এহেতেশামুল হকসহ অন্যরা। জেলার ৫টি উপজেলা ও ৪টি পৌরসভা এলাকার স্থায়ী, অস্থায়ী ও ভ্রাম্যমাণ ১ হাজার ২০৪ টি কেন্দ্রে সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ক্যাপসুল খাওয়ানো হয়। এজন্য কাজ করে ২ হাজার ৭৮২ জন স্বাস্থ্যকর্মী ও স্বেচ্ছাসেবী। যেসব শিশু অসুস্থ রয়েছে তারা সুস্থ হওয়ার পর ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে বলে জানান সিভিল সার্জন ডা. এ.কে.এম শাহাব উদ্দীন।
চাঁপাইনবাবগঞ্জ সদরে ১২৫ খামারিকে দেয়া হলো উপকরণ

চাঁপাইনবাবগঞ্জ সদরে ১২৫ খামারিকে দেয়া হলো উপকরণ চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলায় বিফ ফ্যাটেনিং ও মহিষ উৎপাদনকারী ৪টি প্রডিউসর দলের ১২৫ জন খামারির মধ্যে বিভিন্ন উকরণ বিতরণ করা হয়েছে। আজ প্রাণিসম্পদ অধিদপ্তরের প্রাণিসম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্পের আওতায় সদর উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল উপকরণগুলো বিতরণ করে। উপকরণের মধ্যে প্রত্যেক খামারিকে গোবর তোলার জন্য ১টি করে আয়রন বেলচা, ১টি করে ট্রলি, ১টি করে পানির পাম্প মটর, দুধের ঘনত্ব পরিমাপের জন্য ১টি করে ল্যাকটো মিটার, ২টি করে কম্ফোর্ট প্লাস্টিক ম্যাট দেয়া হয়। গোয়ালঘর পরিষ্কার-পরিচ্ছন্ন রেখে স্বাস্থ্যসম্মত উপায়ে গবাদি প্রাণি লালন-পালনের জন্য এসব উপকরণ বিতরণ করা হলো বলে জানানো হয়। দুপুরে জেলা শহরের হুজরাপুরে সদর উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল চত্বরে এইসব উপকরণ বিতরণ করেন জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. গোলাম মোস্তফা। এসময় সদর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. ইয়ামিন আলীসহ অন্যরা উপস্থিত ছিলেন। ডা. মো. গোলাম মোস্তফা খামারিদের বলেন- আপনারা ভাগ্যবান। আপনাদের গবাদি প্রাণিগুলো স্বাস্থ্যসম্মতভাবে লালন-পালনের জন্য এই উপকরণ পেলেন। এগুলো সঠিকভাবে কাজে লাগাবেন, নষ্ট করবেন না। আপনারা এখন থেকে দুধের ঘনত্ব পরিমাপ করতে পারবেন এবং দুধের ঘনত্ব অনুযায়ী দাম পাবেন। কোম্পানিগলো এখন থেকে আর ঠকাতে পারবে না।
এনআইডি সেবা ইসির কাছে রাখার দাবিতে মানববন্ধন

এনআইডি সেবা ইসির কাছে রাখার দাবিতে মানববন্ধন জাতীয় পরিচয়পত্র (এনআইডি) পরিষেবা নির্বাচন কমিশন (ইিস)’র অধীনে রাখার দাবিতে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি পালন করেছেন চাঁপাইনবাবগঞ্জ জেলা নির্বাচন অফিসের কর্মকর্তা-কর্মচারীরা। আজ বেলা ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত জেলা নির্বাচন অফিসের সামনে এই কর্মসূচি পালন করেন তারা। বাংলাদেশ নির্বাচন কমিশন অফিসার্স অ্যাসোসিয়েশন আয়োজিত কর্মসূচিতে অংশগ্রহণ করেন- জেলা নির্বাচন অফিসার মো. রেজাউল করিম, চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা নির্বাচন অফিসার মো. আসাদুজ্জামান, সহকারী উপজেলা নির্বাচন অফিসার মো. সাইফুল্লাহ খালেদ সাইফুনসহ চাঁপাইনবাবগঞ্জ জেলা নির্বাচন পরিবারের সকল কর্মকর্তা-কর্মচারীবৃন্দ। মানববন্ধনে জানানো হয়, শুরু থেকেই এনআইডি সেবা দিয়ে আসছে নির্বাচন কমিশন (ইসি)। বিগত আওয়ামী লীগ সরকার এ সেবা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের হাতে নিতে আইন সংশোধন করেছিল। তবে তা কার্যকর হয়নি। বর্তমানে অন্তর্বর্তী সরকার জন্মনিবন্ধন, এনআইডি ও পাসপোর্ট সেবা নিয়ে স্বতন্ত্র একটি কমিশন করার উদ্যোগ নিয়েছেন। এমন পরিস্থিতিতে এনআইডি সেবা নিজেদের হাতে রাখতে কর্মসূচি পালন করছেন ইসির কর্মকর্তারা। অন্যদিকে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জেও অনুরূপ কর্মসূচি পালন করেছেন নির্বাচন অফিসের কর্মকর্তা-কর্মচারীরা। আজ দুপুর ১২টার দিকে উপজেলা চত্বরে নির্বাচন অফিসের সামনে এই মানববন্ধন ও অবস্থান কর্মসূচি অনুষ্ঠিত হয়। মানববন্ধন ও অবস্থান কর্মসূচিতে অংশগ্রহণ করে শিবগঞ্জ উপজেলা নির্বাচন অফিসের কর্মকর্তা-কর্মচারীগণ। উপজেলা নির্বাচন কর্মকর্তা শাহ্ মো. আবুল কালাম আজাদ বলেন, ভোটার তালিকার ডাটাবেজ হতে জাতীয় পরিচয়পত্রের উৎপত্তি। ১৭ বছর ধরে নির্বাচন কমিশন ভোটার তালিকার পাশাপাশি জাতীয় পরিচয়পত্রের কার্যক্রম সাফল্যের সাথে সম্পন্ন করে আসছে। জাতীয় পরিচয়পত্র নির্বাচন কমিশনের কাছে সন্তানের মতো। এটা আমাদের নিজস্ব সম্পদ। কিন্তু সম্প্রতি একটি চক্র জাতীয় পরিচয়পত্রের কার্যক্রমকে আলাদা একটি কমিশন গঠন করে সেখানে হস্তান্তরের পাঁয়তারা করছে। এর প্রতিবাদে ও আমাদের সন্তানতুল্য জাতীয় পরিচয়পত্র কার্যক্রম বাংলাদেশ নির্বাচন কমিশনের অধীনে রাখার দাবিতে আমরা কর্মবিরতি কর্মসূচি পালন করছি। আমরা আশা করছি, সরকার আমাদের দাবির সাথে একমত থাকবে।