ভোলাহাটে নারীদের ক্যান্সার সচেতনতা বিষয়ক সেমিনার

ভোলাহাটে নারীদের ক্যান্সার সচেতনতা বিষয়ক সেমিনার বাংলাদেশের গ্রামীন জনপদে ক্যান্সার সম্পর্কে সচেতনতা বৃদ্ধি ও প্রতিরোধে সহায়তার লক্ষ্যে ভোলাহাটে সেমিনার অনুষ্ঠিত হয়েছে। আজ সকালে উপজলো পল্লীমঙ্গল ইনস্টিটিউট অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি ভবনে অনুষ্ঠিত এই সেমিনারের আয়োজন করে ডাইসিন গ্রুপ। বাংলাদেশ সরকারের ক্যান্সার শিক্ষা ও সচেতনতা কর্মস‚চির আওতায়, সাইফুন্নেসা মকবুল দাতব্য চিকিৎসালয় আয়োজিত সেমিনারে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন সাইফুন্নেসা মকবুল দাতব্য চিকিৎসালয়ের প্রতিষ্ঠাতা পরিচালক ডাঃ মুস্তাক ইবনে আইয়ুব। তিনি ক্যান্সারের প্রাথমিক লক্ষণ, প্রতিরোধের উপায় এবং নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার গুরুত্ব তুলে ধরে আলোচনা করেন। এসময় সেমিনারে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ও ইউনেস্কোর সাবিনা ইয়াসমিন, প্রভাষক কানিজ ফাতেমা, ভোলাহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের গাইনী বিশেষজ্ঞ ডা. মোসফিকা কাওসারী লিসাসহ অন্যরা। সেমিনারে বক্তারা ক্যান্সারের ঝুঁকি হ্রাস ও সঠিক খাদ্যাভ্যাসের উপর জোর দেন।

জার্মানির নির্বাচনে অংশ নিলেন চাঁপাইনবাবগঞ্জের সন্তান ড. আব্দুল হাই

জার্মানির নির্বাচনে অংশ নিলেন চাঁপাইনবাবগঞ্জের সন্তান ড. আব্দুল হাই জার্মানির সাবেক রাজধানী বন নগরীর নির্বাচনে কাউন্সিলর পদসহ তিনটি পদে প্রতিদ্বন্দ্বিতা করেছেন বাংলাদেশী-জার্মান সাংবাদিক ও উন্নয়ন গবেষক ড. আব্দুল হাই। তার জন্ম চাঁপাইনবাবগঞ্জের মহানন্দা নদীর তীরে। গত ১৪ সেপ্টেম্বর বন শহরের এ নির্বাচন অনুষ্ঠিত হয়। তবে ফলাফল ঘোষণা হতে আরো দুইতিন সময় লাগবে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। ড. আব্দুল হাই রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজি সাহিত্যে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। এরপর সেখান থেকেই সাংবাদিকতায় স্নাতকোত্তর ডিপ্লোমা নেন। তিনি সাংবাদিকতা শুরু করেন ২০০১ সালে ডেইলি স্টার পত্রিকার রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রতিনিধি হিসেবে। বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস) ও বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) রাজশাহী প্রতিনিধি হিসেবে ২০০১ থেকে ২০০৭ সাল পর্যন্ত দায়িত্ব পালন করেন। টেলিভিশন সাংবাদিকতায় বিশেষ কৃতিত্বের জন্য ২০০৫ ও ২০০৬ সালে বিটিভি থেকে বিশেষ সম্মাননা পুরস্কার পান। ২০০৯ থেকে ২০১৪ পর্যন্ত ডয়চে ভেলের বাংলা বিভাগ ও টেলিভিশন শাখায় কাজ করেন। ২০১৪ সালে জার্মানির বন ইউনিভার্সিটি, হোকশুলে বন-রাইন-জিগ ও ডয়চে ভেলে একাডেমির যৌথ মাস্টার্স প্রোগ্রাম অন ইন্টারন্যাশনাল মিডিয়া স্টাডিজ সফলভাবে সম্পন্ন করেন। পরে ২০২৩ সালে বন বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি গবেষণা সম্পন্ন করেন তিনি। গবেষণার পাশাপাশি তার নেশা আছে কবিতা আর গল্প লেখার। তার কবিতা, গল্প, প্রবন্ধ ও নিবন্ধ ইতোমধ্যে বাংলাদেশ, ভারত, জার্মানি এবং ফ্রান্স থেকে প্রকাশিত সাহিত্য সংকলন, সাময়িকী, পত্রিকা ও অনলাইন গণমাধ্যমে প্রকাশিত হয়েছে। ২০১৫ সাল থেকে জার্মান, বাংলা ও ইংরেজি তিন ভাষায় প্রকাশিত অনলাইন গণমাধ্যম ‘আওয়ার ভয়েস’ এবং বাংলা ও জার্মান ভাষায় প্রকাশিত প্রিন্ট ম্যাগাজিন ‘সীমান্ত’ সম্পাদনা করেন। ২০১৭ সাল থেকে ২০২১ সাল পর্যন্ত তিনি জার্মান উন্নয়ন সংস্থা ওয়ান ওয়ার্ল্ড নেটওয়ার্কে প্রকল্প পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছেন। ২০২০ সাল থেকে জার্মানির অন্যতম বৃহত্তম রাজনৈতিক দল সামাজিক গণতান্ত্রিক পার্টির (এসপিডি) সামনের সারির একজন নেতা হিসেবে বন নগরীতে দলের বিভিন্ন পদে দায়িত্ব পালন করছেন। গত ১৪ সেপ্টেম্বর বন সিটি কর্পোরেশন নির্বাচনে কাউন্সিলর, হার্টবার্গ জেলা কাউন্সিলে প্রতিনিধি ও বন সিটির ইন্টেগ্রেশন কাউন্সিলের সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতা করেন তিনি। সংবাদটি ঢাকা পোস্ট অনলাইন এর।

চাঁপাইনবাবগঞ্জে দুই বিচারপতিকে সংবর্ধনা জেলা আইনজীবী সমিতির

চাঁপাইনবাবগঞ্জে দুই বিচারপতিকে সংবর্ধনা জেলা আইনজীবী সমিতির বাংলাদেশ সুপ্রিম কোর্ট, হাইকোর্ট বিভাগের বিচারপতি সরদার মো. রাশেদ জাহাঙ্গীর ও বিচারপতি মাহমুদ হাসানকে সংবর্ধনা দিয়েছে চাঁপাইনবাবগঞ্জ জেলা আইনজীবী সমিতি। রবিবার সকাল সাড়ে ৯টায় জেলা আইনজীবী সমিতি ভবনে তাঁদেরকে এই সংবর্ধনা দেয়া হয়। জেলা আইনজীবী সমিতির সভাপতি মুহাম্মদ ইসাহাক আলীর সভাপতিত্বে সংবর্ধনা সংবর্ধনা অনুষ্ঠানে সূচনা বক্তব্য দেন জেলা ও দায়রা জজ মো. মিজানুর রহমান। এছাড়াও বক্তব্য দেন নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক খন্দকার হায়দার আলী, জেলা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট. মো. আবদুল ওদুদ, জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাডভোকেট গোলাম কবির ও সোলাইমান বিশু। অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মাহমুদুল ইসলাম কনক। বিচারপতি সরদার মো. রাশেদ জাহাঙ্গীর বলেছেন, জনগণই এই রাষ্ট্রের মালিক, আমি সাংবিধানিক আদালতের বিচারক। জেলা জজরা বাংলাদেশের জনগণের স্বাধীন বিচারিক ক্ষমতা প্রয়োগ করে থাকেন। সাংবিধানিক ও আইনগত কাঠামোর মধ্যে দিয়ে আমাদের চলতে হয়। জনগণের দেয়া ক্ষমতার অপব্যবহার করবার কোনো রকম অধিকার একজন বিচারকের নেই। আমি যদি শপথ ভঙ্গ করি আমি যদি সংবিধান ভঙ্গ করি তাহলে ওই চেয়ারে বসে থাকতে পারি না। বিচারপতি সরদার মো. রাশেদ জাহাঙ্গীর বলেন, ন্যায়বিচার প্রতিষ্ঠা, আইনের শাসন ও পেশাজীবী আইনজীবীদের ভূমিকা অপরিসীম। তিনি বার ও বেঞ্চের সম্পর্ক সুদৃঢ় করার ওপর গুরুত্বারোপ করেন এবং বিচারক ও আইনজীবীদের প্রতি আহ্বান জানান যাতে বিচার প্রার্থীরা ন্যায় বিচার থেকে বঞ্চিত না হয়। তিনি বলেন, “জেলা পর্যায়ে আইনজীবী সমাজ দেশের বিচারব্যবস্থার ভিত্তি শক্তিশালী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। জনগণের আস্থা ধরে রাখতে বিচারক ও আইনজীবীদের আন্তরিকতা ও সততার কোনো বিকল্প নেই।” সংবর্ধনা শেষে বিচারপতিরা আইনজীবীদের সাথে কুশল বিনিময় করেন এবং সমিতির কার্যক্রম পরিদর্শন করেন। এ সময় জেলা আইনজীবী সমিতির সাবেক সিনিয়র সহ-সভাপতি অ্যাডভোকেট মো নুরুল ইসলাম সেন্টু, অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত -১ এর অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর এডভোকেট মো. ময়েজ উদ্দিনসহ জেলা জজ আদালতের ও চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারকগণ, সিনিয়র ও নবীন আইনজীবীরা এসময় উপস্থিত ছিলেন।

চাঁপাইনবাবগঞ্জে অস্ত্র আইনে একজনকে বার বছর কারাদণ্ড

চাঁপাইনবাবগঞ্জে অস্ত্র আইনে একজনকে বার বছর কারাদণ্ড চাঁপাইনবাবগঞ্জে অস্ত্র আইনে মো. আল আমিন নামে একজনকে ১২ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত।  রবিবার চাঁপাইনবাবগঞ্জের দায়রা জজ এবং বিশেষ ট্রাইব্যুনাল-১ এর বিচারক মো. মিজানুর রহমান আসামির অনুপস্থিতিতে এই দণ্ডাদেশ ঘোষণা করেন। দণ্ডিত ব্যক্তি জেলার সদর উপজেলার গোবরাতলা ইউনিয়নের চাঁপাইমহেষপুর গোরস্থানপাড়ার মো. আকালু শেখে ছেলে। রাষ্ট্রপক্ষের আইনজীবী মো. আবদুল ওদুদ মামলার বরাত দিয়ে জানান, র‌্যাব-৫, চাঁপাইনবাবগঞ্জের একটি টহল দল গোপন সংবাদের ভিত্তিতে ২০২২ সালের ২৩ আগস্ট রাতে বীর শ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সেতুর টোল প্লাজা এলাকায় অভিযান চালায়। এসময় র‌্যাবের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টাকালে মো. আল আমিনকে গ্রেপ্তার করে এবং তার দেহ তল্লাশী করে একটি লোহার তৈরি পিস্তল, একটি ওয়ান শ্যুটারগান, দুইটি ম্যাগাজিন ও ৫ রাউন্ড পিস্তলের গুলি উদ্ধার করা হয়। এ ঘটনায় র‌্যাবের এসআই আকরামুল হক বাদী হয়ে সদর থানায় আস্ত্র আইনে মামলা দায়ের করেন। মামলাটির তদন্তকারী কর্মকর্তা সদর থানার এসআই শাহরিয়ার পারভেজ তদন্ত শেষে একই বছর ৫ সেপ্টেম্বর মো. আল আমিনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেন।

বারঘরিয়ায়  ইয়াবা ও গাঁজাসহ এক যুবক গ্রেপ্তার 

বারঘরিয়ায়  ইয়াবা ও গাঁজাসহ এক যুবক গ্রেপ্তার  চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলায় র‌্যাবের অভিযানে ২০০ পিস ইয়াবা ট্যাবলেট ও ৯০০ গ্রাম গাঁজাসহ মো: ইব্রাহীম(২২) নামে এক যুবক গ্রেপ্তার হয়েছেন। তিনি শিবগঞ্জ উপজেলার তারাপুর মিস্ত্রীপাড়া গ্রামের সায়েদ আলীর ছেলে। র‌্যাব জানায়, রোববার (১৪ সপ্টেম্বর) বিকাল সোয়া ৩টার দিকে বারঘরিয়া বাজার এলাকা থেকে ওইসব মাদকসহ গ্রেপ্তার হন ইব্রাহীম। রোববার সন্ধ্যা পৌনে ৬টায়  র‌্যাব-৫ ব্যাটালিয়নের চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের পাঠানো  প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়,  বারঘরিয়া বাজারে মাদকদ্রব্য ক্রয়-বিক্রয়ের গোপন খবরের ভিত্তিতে অভিযান চালানো হয়। অভিযানে  ২০০ পিস ইয়াবা ও ৯০০ গ্রাম গাঁজাসহ গ্রেপ্তার হন ইব্রাহীম। এ ঘটনায় চাঁপাইনবাবগঞ্জ সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে বলেও জানায় র‌্যাব।

সদর উপজেলার পলশায় খরা সহনশীল কৃষি পদ্ধতি প্রসারে প্রশিক্ষণ

সদর উপজেলার পলশায় খরা সহনশীল কৃষি পদ্ধতি প্রসারে প্রশিক্ষণ বরেন্দ্র অঞ্চলে জলবায়ু পরিবর্তনের নেতিবাচক প্রভাব মোকাবেলায় খরা সহনশীল কৃষি প্রযুক্তি বিস্তারের লক্ষ্যে সদর উপজেলার পলশায় দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। আজ সকালে চাঁপাই-পলশায় অবস্থিত রেডিও মহানন্দার অডিটোরিয়ামে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। কর্মশালায় উপস্থিত ছিলেন জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কৃষি সম্প্রসারণ অফিসার নাঈম উদ্দিন সরকার, উপ-সহকারী কৃষি অফিসার আকরামুল হক ও প্রকল্পের কৃষিবিদ ফয়জুল হক। কর্মশালায় বরেন্দ্র অঞ্চলের বাস্তব জলবায়ুগত চ্যালেঞ্জ তুলে ধরে করণীয় সম্পর্কে আলোচনা করেন প্রকল্প সমন্বয়কারী বকুল কুমার ঘোষ। এসময় আরো উপস্থিত ছিলেন, ইউনিট-০১ এর ব্যবস্থাপক ওজিউর রহমান, প্রকল্পের সিএমও সিভিল ওবাইদুল বারী সহ অন্যরা। এক্সটেনডেড কমিউনিটি ক্লাইমেট চেঞ্জ প্রজেক্ট-ড্রাউট (ইসিসিসিপি-ড্রাউট) প্রকল্পের আওতায়, পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন পিকেএসএফ ও গ্রীণ ক্লাইমেট ফান্ড জিসিএফ-এর সহযোগিতায় কর্মশালার আয়োজন করে প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটি। প্রশিক্ষণে বালিয়াডাঙ্গা ইউনিয়নের সিসিএজি সদস্য এবং স্থানীয় কৃষকগণ অংশ নেন। কর্মশালায় কৃষকদের জলবায়ু পরিবর্তনের প্রভাব, এর প্রতিকারমূলক ব্যবস্থা, টেকসই কৃষি অনুশীলন ও খরা সহনশীল কৃষি কৌশল সম্পর্কে সচেতন করা হয়। একইসাথে খরা সহিষ্ণু ফল ও ফসল নির্বাচন, বসতবাড়ির উঠানবাগান তৈরি, ভার্মিকম্পোস্ট প্রস্তুত এবং পানি সংরক্ষণ কৌশল নিয়ে হাতে-কলমে দিকনির্দেশনা দেওয়া হয়।

চাঁপাইনবাবগঞ্জে একদিনে ডেঙ্গুতে ১ ও ডায়রিয়ায় ২৮ জন আক্রান্ত

চাঁপাইনবাবগঞ্জে একদিনে ডেঙ্গুতে ১ ও ডায়রিয়ায় ২৮ জন আক্রান্ত চাঁপাইনবাবগঞ্জে গত ২৪ ঘণ্টায় নতুন করে শুধুমাত্র গোমস্তাপুরে একজনের দেহে ডেঙ্গুু শনাক্ত হয়েছে। তবে হাসপাতালে ভর্তি আছেন ১২ জন রোগী এবং ১ জনকে ছাড়পত্র দেয়া হয়েছে। বর্তমানে ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালে ভর্তি আছেন ৫ জন পুরুষ ও ২ জন মহিলাসহ ৭ জন, শিবগঞ্জে ২ জন পুরুষ ও ১ জন মহিলাসহ ৩ জন, গোমস্তাপুরে ১ জন পুরুষ ও ১ জন মহিলাসহ ২ জন রোগী। অন্যদিকে গোমস্তাপুর থেকে ১ জনকে ছাড়পত্র দেয়া হয়েছে। ২০২৪ সালের জানুয়ারি থেকে এখন পর্যন্ত জেলায় মোট ডেঙ্গু আক্রান্তের সংখ্যা দাঁড়াল ২ হাজার ৩৫২। সিভিল সার্জন অফিসের ডেঙ্গুবিষয়ক প্রতিদিনের প্রতিবেদনে শনিবার এই তথ্য জানানো হয়েছে। ডায়রিয়া চাঁপাইনবাবগঞ্জে গত ২৪ ঘণ্টায় নতুন করে আরো ২৮ জন ডায়রিয়ায় আক্রান্ত হয়েছেন। অপরদিকে সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন ১৮ জন রোগী। সিভিল সার্জন অফিসের প্রতিদিনের প্রতিবেদনে শনিবার জানানো হয়, গত ২৪ ঘণ্টায় নতুন করে আরো ২৮ জন ডায়রিয়ায় আক্রান্ত হয়েছেন। তাদের মধ্যে ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালে ১৪ জন, শিবগঞ্জে ৪ জন, গোমস্তাপুরে ৬ জন, নাচোলে ৪ জন আক্রান্ত হয়েছেন। অন্যদিকে সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন ১৮ জন রোগী। তাদের মধ্যে জেলা হাসপাতাল থেকে ৩ জন, শিবগঞ্জ থেকে ৬ জন, গোমস্তাপুর থেকে ৫ জন ও নাচোল থেকে ৪ জন বাড়ি ফিরেছেন।

চাঁপাইনবাবগঞ্জে নদ-নদীর পানি বৃদ্ধি অব্যহত

চাঁপাইনবাবগঞ্জে নদ-নদীর পানি বৃদ্ধি অব্যহত চাঁপাইনবাবগঞ্জ জেলার ওপর দিয়ে প্রবাহিত পদ্মা, মহানন্দা ও পুনর্ভবা নদীর পানি মাঝে কয়েকদিন কমলেও দুই দিন ধরে আবারো বাড়তে শুরু করেছে। গত ২৪ ঘণ্টায় পদ্মায় পানি বেড়েছে ১৩ সেন্টিমিটার, মহানন্দায় ১০ সেন্টিমিটার ও পুনর্ভবায় বেড়েছে ৮ সেন্টিমিটার। তবে এখনো পিৎসীমার অনেক নিচ দিয়েই প্রবাহিত হচ্ছে এই তিন নদীর পানি। উল্লেখ্য, পদ্মা নদীর বিপৎসীমা হচ্ছে ২২.০৫, মহানন্দার ২০.৫৫ ও পুনর্ভবার ২১.৫৫ মিটার। শনিবার চাঁপাইনবাবগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের পানির সমতল বিষয়ক প্রতিদিনের প্রতিবেদনে বলা হয়েছে, পদ্মা নদীর পাঁকা পয়েন্টে শুক্রবার সকাল ৯টা পর্যন্ত পানির সমতল ছিল ২০.৭১ মিটার; যা  শনিবার সকাল ৯টা পর্যন্ত ২৪ ঘণ্টায় ১৩ সেন্টিমিটার বেড়ে সমতল দাঁড়িয়েছে ২০.৮৪ মিটার। অন্যদিকে শুক্রবার সকাল ৯টা পর্যন্ত মহানন্দা নদীর খালঘাট পয়েন্টে পানির সমতল ছিল ১৮.৭৮ মিটার; যা  শনিবার সকাল ৯টা পর্যন্ত ১০ সেন্টিমিটার বৃদ্ধি পেয়ে সমতল দাঁড়িয়েছে ১৮.৮৮মিটার। অপরদিকে পুনর্ভবা নদীর রহনপুর পয়েন্টে শুক্রবার সকাল ৯টা পর্যন্ত পানির সমতল ছিল ১৮.৮০ মিটার; যা  শনিবার সকাল ৯টা পর্যন্ত ৮ সেন্টিমিটার বৃদ্ধি পেয়ে সমতল দাঁড়িয়েছে ১৮.৮৮ মিটার।

রাজশাহীতে বিজ্ঞান উৎসবে চাঁপাইনবাবগঞ্জের ৫ জন বিজয়ী

রাজশাহীতে বিজ্ঞান উৎসবে চাঁপাইনবাবগঞ্জের ৫ জন বিজয়ী বিজ্ঞানমনস্ক হওয়ার প্রত্যয়ে রাজশাহীতে অনুষ্ঠিত হলো বিকাশ-বিজ্ঞানচিন্তা— বিজ্ঞান উৎসবের আঞ্চলিক পর্ব। রাজশাহী বিভাগের আট জেলার বিভিন্ন বিদ্যালয়ের প্রায় ৭০০ শিক্ষার্থী অংশ নেন এই উৎসবে।  শনিবার এই উৎসব অনুষ্ঠিত হয়। উৎসবে কুইজ প্রতিযোগিতায় নিম্ন মাধ্যমিক (ষষ্ঠ-অষ্টম) পর্যায়ে প্রথম স্থান অধিকার করেছেন চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলা স্কুলের তাহমিদ উল ইসলাম এবং তৃতীয় স্থান অধিকার করেছেন ষষ্ঠ শ্রেণীর আব্দুল্লাহ আল মুহিত। অন্যদিকে মাধ্যমিক পর্যায়ে প্রথম স্থান অধিকার করেছেন একই বিদ্যালয়ের নবম শ্রেণীর শিক্ষার্থী মিনহাজুল মাহিম জীবন এবং সপ্তম স্থান অধিকার করেছেন নবম শ্রেণীর সামিন ইয়াসার সোহাগ। এছাড়া বিজ্ঞান প্রজেক্ট প্রতিযোগিতায় সপ্তম স্থান অধিকার করেছেন ষষ্ঠ শ্রেণীর তাহমিদ উল ইসলাম। বিজয়ীরা ঢাকায় অনুষ্ঠিতব্য জাতীয় পর্বে অংশ নেয়ার সুযোগ পাবেন বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। রাজশাহী সরকারি টিচার্স ট্রেনিং কলেজে অনুষ্ঠিত প্রতিযোগিতা শেষে পুরস্কার তুলে দেন রাজশাহী সরকারি টিচার্স ট্রেনিং কলেজের অধ্যক্ষ প্রফেসর বিশ্বজিৎ ব্যানার্জি ও বিজ্ঞান চিন্তার নির্বাহী সম্পাদক আবুল বাসারসহ অতিথিবৃন্দ।

এভারগ্রীণ-৮৯ চাঁপাইনবাবগঞ্জের নৌ ভ্রমণ অনুষ্ঠিত

এভারগ্রীণ-৮৯ চাঁপাইনবাবগঞ্জের নৌ ভ্রমণ অনুষ্ঠিত উননব্বই এর আহবানে মিলেছি আজ প্রাণের টানে এ স্লোগানকে সামনে রেখে এভারগ্রীণ-৮৯ চাঁপাইনবাবগঞ্জের নৌ ভ্রমণ অনুষ্ঠিত হয়েছে। আজ সারাদিনব্যাপী পদ্মা ও মহানন্দা নদীতে এ নৌ ভ্রমণ করা হয়। এর পূর্বে এভারগ্রীণ-৮৯ চাঁপাইনবাবগঞ্জের সভাপতি আবু সাঈদের সভাপতিত্বে সংক্ষিপ্ত আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান করা হয়। আলোচনা সভায় বক্তব্য দেন এভারগ্রীণ-৮৯ এর প্রতিষ্ঠাতা সভাপতি রায়হানুল ইসলাম লুনা, সাধারণ সম্পাদক হামিদুর রহমান , কোষাধ্যক্ষ টুটুল, নাজমুল আহসান ননী, রফিকুল ইসলাম বাবু সহ অন্যরা। নৌ ভ্রমণ অনুষ্ঠানটি উপস্থাপনা করেন এভারগ্রীণ-৮৯ এর সদস্য মারুফুল হক মারুফ।