রাষ্ট্র সংস্কারে জাতীয় ঐকমত্য ও নাগরিক ভাবনা বিষয়ক গোলটেবিল

রাষ্ট্র সংস্কারে জাতীয় ঐকমত্য ও নাগরিক ভাবনা বিষয়ক গোলটেবিল চাঁপাইনবাবগঞ্জে ‘সচেতন, সংগঠিত ও সোচ্চার জনগোষ্ঠীই গণতন্ত্রের রক্ষাকবচ’ স্লোগানকে ধারণ করে রাষ্ট্র সংস্কারে জাতীয় ঐকমত্য ও নাগরিক ভাবনা বিষয়ক গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল ১০টা থেকে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে সুজন-সুশাসনের জন্য নাগরিক জেলা কমিটির উদ্যোগে এই গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হয়। চাঁপাইনবাবগঞ্জে সুজনের সম্পাদক মনোয়ার হোসেন জুয়েলের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে প্রধান অতিথি ছিলেন সুজনের কেন্দ্রীয় সমন্বয়ক দিলিপ কুমার সরকার। বিশেষ অতিথি ছিলেন— সুজনের রাজশাহী মহানগরের সভাপতি পিয়ার বক্স, রাজশাহী জেলার সভাপতি সফিউদ্দিন আহমেদ ও সহ-সম্পাদক ওয়ালিউর রহমান রাজু। বক্তারা বলেন, রাষ্ট্র সংস্কার দরকার। তাই রাষ্ট্রীয় সংস্কারে জাতীয় ঐক্য ও জনমত গঠনে বেশি বেশি গোলটেবিল বৈঠক প্রয়োজন। এছাড়াও আরো উপস্থিত ছিলেন— ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালের কনসালটেন্ট ডা. ইসমাইল হোসেন, চাঁপাইনবাবগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সিনিয়র সহসভাপতি খায়রুল ইসলাম, জেলা পূজা উদ্যাপন কমিটির সাধারণ সম্পাদক শ্রী ধনঞ্জয় চ্যাটার্জী ও উদ্যোক্তা ও সাবেক কাউন্সিলর নাজনীন ফাতেমা জিনিয়া।

শিবগঞ্জে রিকশা চালকদের মাঝে ক্যাপ বিতরণ

শিবগঞ্জে রিকশা চালকদের মাঝে ক্যাপ বিতরণ শিবগঞ্জে স্বেচ্ছাসেবী সংগঠন গৌড় শিবগঞ্জ ম্যাংগো সিটির উদ্যোগ ও সংগঠনের প্রধান উপদেষ্টা শিশু কিশোর ও নবজাতক রোগ বিশেষজ্ঞ ডা: মো.মাহফুজ রায়হানের পরামর্শে শিবগঞ্জ উপজেলার রিকশা চালকদের মাঝে ক্যাপ বিতরণ কর্মসুচি অনুষ্ঠিত হয়েছে। আজ সকালে উপজেলা চত্বরের এই কর্মসূচি উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার আজাহার আলী। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার মিজানুর রহমান, উপজেলা সমাজসেবা অফিসার নুরুল ইসলাম, গৌড় শিবগঞ্জ ম্যাংগো সিটি’র পরিচালক আলমগীর জয়, নারী উদ্যোক্তা শামিমা খাতুন, সিনিয়র এ্যাডমিন মোস্তফা আলী, সিনিয়র মডারেটর রাকিবুল ইসলাম এবং খাদিমুল ইসলামসহ অন্যান্যরা। সংগঠনের পরিচালক আলোমগীর জয় বলেন তীব্র রোদে রিকশা চালাতে চালকদের কষ্ট হচ্ছে, এ ভাবনা থেকে চালকদের কিছুটা স্বস্তি দিতে এমন কর্মসূচির উদ্যোগ নেওয়া হয়েছে।

শিবগঞ্জে আমের মৌসুমে যানজট নিরসন ও আমের সুষ্ঠ বাজারজাত নিশ্চিতকরণে সভা

শিবগঞ্জে আমের মৌসুমে যানজট নিরসন ও আমের সুষ্ঠ বাজারজাত নিশ্চিতকরণে সভা শিবগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী কানসাটে আমের মৌসুমে সৃষ্ট যানজট নিরসন ও আমের সুষ্ঠ বাজারজাত নিশ্চিত করতে একটি সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ বিকেলে শিবগঞ্জ উপজেলার কানসাট মিলিক মোড়ে অবস্থিত আম আড়ৎদার সমিতির কার্যালয়ে এ সভার আয়োজন করে শিবগঞ্জ উপজেলা আম আড়ৎদার সমিতি। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিবগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার আজাহার আলী। তিনি বলেন, আম চাঁপাইনবাবগঞ্জের অর্থনীতির প্রাণ। দেশের অন্যান্য অঞ্চলে এই জেলার আমের সুনাম ছড়িয়ে পড়েছে। এ সম্পদকে সঠিকভাবে কাজে লাগাতে হলে আমাদের সুষ্ঠু পরিবহন, বাজারজাত ও আইনশৃঙ্খলা নিশ্চিত করতে হবে। যানজট যেন কৃষক ও ব্যবসায়ীদের ক্ষতিগ্রস্ত না করে, সে জন্য প্রশাসন কঠোর পদক্ষেপ গ্রহণ করবে। কৃষকদের ন্যায্য মূল্য নিশ্চিতে আমরা সবসময় পাশে থাকব। আরও বক্তব্য দেন শিবগঞ্জ থানার তদন্ত ওসি স এম শাকিল হাসান উপজেলা কৃষি কর্মকর্তা নয়ন মিয়া, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান শহিদুল হক হায়দারী (শহিদ মিঞা), কানসাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সেফাউল মূলক, মোবারকপুর ইউনিয়নের চেয়ারম্যান মাহমুদুল হক হায়দারী (মাহমুদ মিঞা) এবং বাংলাদেশ ট্রাক ও কাভার্ডভ্যান ড্রাইভার্স ইউনিয়ন, কানসাট শাখার সভাপতি মো. সোহেল আহম্মেদ (ফিটু হাজী)সহ আমের আড়ৎদার সমিতির কার্য নির্বাহী কমিটির সদস্য ও আম চাষি। সভা শেষে শিবগঞ্জ আম আড়ৎদার সমিতির নতুন অফিস উদ্বোধন করা হয়।

প্রয়াসের মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত

প্রয়াসের মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত চাঁপাইনবাবগঞ্জে প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটির মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার সকাল ৯টায় জেলাশহরের বেলেপুকুরে অবস্থিত প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটির প্রধান কার্যালয়ের নকীব হোসেন মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। দিনব্যাপী অনুষ্ঠিত এই সভায় সভাপতিত্ব করেন সংস্থাটির প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক হাসিব হোসেন। প্রয়াসের পরিচালক (কার্যক্রম) পঙ্কজ কুমার সরকারের সঞ্চালনায় সভায় উপস্থিত ছিলেন, প্রয়াসের পরিচালক (মানব সম্পদ প্রশাসন ও প্রশিক্ষণ বিভাগ) আলেয়া ফেরদৌস, যুগ্ম পরিচালক নাসের উদ্দিন, সিনিয়র সহকারি পরিচালক আবুল খায়ের খান, সহকারী পরিচালক জুলফিকার আলী, মু. তাকিউর রহমান, কনিষ্ঠ সহকারী পরিচালক ফারুক আহমেদ, তানভির আহম্মেদ রিয়াদ, ফিরোজ আলম, আবুল কালাম আজাদ ও শাহাদাত হোসেনসহ, সকল আরএম, জোন প্রধান, আরএম (এমই), প্রকল্প ফোকাল পার্সন, প্রকল্প ব্যবস্থাপক ও সহযোগী সংস্থার প্রতিনিধি বৃন্দ। সভায় প্রয়াসের চলমান কার্যক্রম ও সংস্থার কর্মকর্তাদের দক্ষতা বৃদ্ধি বিষয়ে আলোচনা হয়। সেই সাথে সংস্থার কার্যক্রম দক্ষতার সাথে এগিয়ে নিতে উপস্থিত কর্মকর্তাদের দিকনির্দেশনা দেন প্রয়াসের প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক হাসিব হোসেন।

চাঁপাইনবাগঞ্জে বিশ্ব দুগ্ধ দিবস পালিত

চাঁপাইনবাগঞ্জে বিশ্ব দুগ্ধ দিবস পালিত চাঁপাইনবাবগঞ্জে বিশ্ব দুগ্ধ দিবস উপলক্ষ্যে র‌্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। দিবসটির এবারে প্রতিপাদ্য ছিলো “দুগ্ধের অপার শক্তিতে, মেতে উঠি একসাথে”। আজ সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে র‌্যালি বের হয়ে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভায় মিলিত হয়। জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. গোলাম মোস্তফার সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য দেন, স্থানীয় সরকার শাখার উপপরিচালক উজ্জল কুমার ঘোষ। আলোচনা শেষে ১৫ জন শিক্ষার্থীকে পুরস্কার হিসেবে নগদ টাকা ও সার্টিফিকেট প্রদান করা হয়। বিশেষ অতিথির বক্তব্য দেন, সিভিল সার্জন ডা. এ. কে. এম শাহাব উদ্দীন ও জেলা মৎস্য কর্মকর্তা মাহবুবুর রহমান। দুধের পুষ্টিগুণ নিয়ে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন দেন শিবগঞ্জ উপজেলার ভেটেরিনারী সার্জন ডা. আবু ফেরদৌস। এসময় অন্যানোর মধ্যে বক্তব্য দেন, নাচোল উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা কাওসার আলী, বরেন্দ্র কৃষি উদ্যোগের মুনজের আলম, ছাত্র প্রতিনিধি আব্দুর রহিম। চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসনের সহযোগিতায় দুগ্ধ দিবসের আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করে জেলা প্রাণিসম্পদ দপ্তর।

প্লাষ্টিক দূষণ রোধে চাঁপাইনবাবগঞ্জে মানববন্ধন

প্লাষ্টিক দূষণ রোধে চাঁপাইনবাবগঞ্জে মানববন্ধন বিশ্ব পরিবেশ উদযাপন উপলক্ষে প্লাষ্টিক দূষণ রোধসহ ১৪ দফা বাস্তবায়নের দাবিতে চাঁপাইনবাবগঞ্জে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। আজ সকাল সাড়ে ১১টার দিকে জেলা প্রশাসক কার্যালয় চত্বরে জেলা সনাক-টিআইাবি প্রায় ঘন্টাব্যাপী এই কর্মসূচি পালন করে। প্লাষ্টিকের নানা ক্ষতিকর দিক তুলে ধরে এসময় বক্তব্য দেন সনাক সভাপতি এড. সাইফুল ইসলাম রেজা, সহ-সভাপতি আশরাফুল আম্বিয়া সাগর, সদস্য মজিবুর রহমান, এনামুল হক, কানাই চন্দ্র দাস, কুশল কুমার শীল, উন্নয়ন সংগঠন এসআইএল ইন্টারন্যাশনালের নিকোলাস মুরুমু, আশা’র শফিকুল ইসলাম, ডেমোক্রাসি ওয়াচের রেজাউল করিমসহ অন্যরা। দিবসটি উপলক্ষে প্লাষ্টিক দূষণরোধে টিআইবি’র সুনর্দিষ্ট ১৪ দফা দাবি উপস্থাপন করেন আরমানি খাতুন। টিআইবি এরিয়া ম্যানেজার শফিকুল আলমের সঞ্চালনায় মানববন্ধনে বিভিন্ন শ্রেণী-পেশার অর্ধশতাধিক মানুষ অংশ নেন।

চাঁপাইনবাবগঞ্জে বিশ্ব তামাকমুক্ত দিবস পালিত

চাঁপাইনবাবগঞ্জে বিশ্ব তামাকমুক্ত দিবস পালিত চাঁপাইনবাবগঞ্জে বিশ্ব তামাকমুক্ত দিবস-২০২৫ পালিত হয়েছে। দিবসটির এবারের প্রতিপাদ্য হচ্ছে— ‘তামাক কোম্পানির কূটকৌশল উন্মোচন করি, তামাক ও নিকোটিনমুক্ত বাংলাদেশ গড়ি’। বিশ্ব তামাকমুক্ত দিবস উপলক্ষে শনিবার জেলা প্রশাসন র‌্যালি ও আলোচনা সভার আয়োজন করে। সকালে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে বেলুন উড়িয়ে র‌্যালির উদ্বোধন করেন জেলা প্রশাসক মো. আব্দুস সামাদ। পরে সেখান থেকে একটি র‌্যালি বের হয়। র‌্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক ঘুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভায় মিলিত হয়। র‌্যালিতে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আনিসুর রহমানসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, বিভিন্ন সরকারি দপ্তর ও সংস্থার কর্মকর্তা-কর্মচারীরা অংশ নেন।

চালের দাম কিছুটা কমেছে; বেড়েছে দেশী মুরগি

চালের দাম কিছুটা কমেছে; বেড়েছে দেশী মুরগি চাঁপাইনবাবগঞ্জে নতুন বোরো ধান ওঠার পর চালের দাম কিছুটা কমেছে। আজ জেলার নিউমার্কেট বাজার ঘুরে দেখা গেছে, আটাশ জাতের চাল বিক্রি হচ্ছে প্রতি কেজি ৬৫ টাকা। এছাড়া জিরাসাইল কিছুটা কমে বিক্রি হচ্ছে প্রতি কেজি ৭৫ টাকা। এদিকে দেশী মুরগি কিছুটা বেড়ে প্রতি কেজি ৫৭০ থেকে ৫৮০ টাকা, সোনালি মুরগি ২৮০ টাকা থেকে ২২০ টাকা, ব্রয়লার ১৫০ থেকে ১৬০ টাকা, লাল লেয়ার ২৭০ থেকে ২৮০ টাকা এবং সাদা লেয়ার ২২০ টাকা থেকে ২৩০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। অন্যদিকে, শাক-সবজি, মাছ-মাংস, ডাল, আটার দাম আগের মতোই রয়েছে বলে বিক্রেতারা জানিয়েছেন।

স্ত্রী হত্যার দায়ে স্বামীর যাবজ্জীবন কারাদন্ড

স্ত্রী হত্যার দায়ে স্বামীর যাবজ্জীবন কারাদন্ড চাঁপাইনবাবগঞ্জে স্ত্রী হত্যার দায়ে স্বামীকে যাবজ্জীবন কারাদণ্ড, ১০ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে আরো ৬ মাসের কারাদণ্ড দিয়েছেন আদালত। বৃহস্পতিবার বিকেলে চাঁপাইনবাবগঞ্জের দায়রা জজ মো. মিজানুর রহমান আসামির অনুপস্থিতিতে এ রায় ঘোষণা করেন। দণ্ডিত ব্যক্তি জেলার গোমস্তাপুর উপজেলার বাবুপুর গ্রামের মৃত তহুরুল ইসলামের ছেলে। রাষ্ট্রপক্ষের আইনজীবী (পিপি) মো. আবদুল ওদুদ মামলার বরাত দিয়ে জানান, ঘটনার প্রায় ৬-৭ মাস আগে রুবেলের সঙ্গে বিয়ে হয় ভোলাহাট উপজেলার খালেআলমপুর গ্রামের মৃত তামিজ মাহালতের মেয়ে মরিয়মের। বিয়ের পর মরিয়ম স্বামী রুবেলকে নিয়ে তার শ্বশুরবাড়ি চলে যায়। চার দিন পর তারা পুনরায় মরিয়মের বাবার বাড়িতে ফিরে আসে। কিন্তু থাকার জায়গা সংকুলান না হওয়ায় তারা একটি ভাড়াবাড়িতে বসবাস শুরু করে। ২০১৯ সালের ৩ ফেব্রুয়ারি যে কোনো সময় মরিয়ম ও তার স্বামী রুবেল ভাড়াবাড়ি হতে কাউকে কিছু না বলে চলে যায়। পরে ২০১৯ সালের ১৩ ফেব্রুয়ারি বিকেলে ভোলাহাটের খালেআলমপুর নিমগাছি এলাকার একটি ডোবায় কচুরিপানার মধ্য হতে মরিয়মের মরদেহ উদ্ধার করে পুলিশ। পিপি আরো জানান, এ ঘটনায় মরিয়মের মা আনজুরা খাতুন বাদী হয়ে মরিয়মের স্বামী মানিক আলী ওরফে রুবেলের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরো ৪-৫ জনের বিরুদ্ধে ভোলাহাট থানায় হত্যা মামলা দায়ের করেন। মামলার তদন্ত কর্মকর্তা ভোলাহাট থানার এসআই মো. বাবুল হোসেন তদন্ত শেষে ২০১৯ সালের ৩০ জুন মানিক আলী রুবেলকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দাখিল করেন।

ভোলাহাটে কর্মমুখর সময় কাটালেন জেলা প্রশাসক

ভোলাহাটে কর্মমুখর সময় কাটালেন জেলা প্রশাসক চাঁপাইনবাবগঞ্জ জেলার ভোলাহাটে দিনব্যাপী বিভিন্ন কর্মসূচিতে অংশ নিয়ে ব্যস্ত দিন কাটিয়েছেন জেলা প্রশাসক মো. আব্দুস সামাদ। বৃহস্পতিবার তিনি উপজেলার পীরগাছি কমিউনিটি ক্লিনিক, ভোলাহাট থানা, তেলীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, নেকজান বালিকা উচ্চ বিদ্যালয়, উপজেলা নির্বাহী অফিস, উপজেলা ভূমি অফিস, ভবানীপুরে মরুর ফসল সাম্মামের ক্ষেত, বজরাটেক শাহী জামে মসজিদের ঈদগাহের মাঠ ভরাটসহ মেহেরাব ও সীমানা প্রাচীর নির্মাণ কাজ পরিদর্শন করেন। এছাড়াও উপজেলা পরিষদ চত্বরে ঢেউটিন ও কৃষি উন্নয়ন প্রকল্পের হ্যান্ড স্প্রেয়ার মেশিন বিতরণ করেন। এ সময় জেলা প্রশাসকের সাথে ছিলেন— চাঁপাইনবাবগঞ্জ জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক ড. ইয়াছিন আলী, উপজেলা নির্বাহী অফিসার মো. মনিরুজ্জামান, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. সুলতান আলীসহ অন্যরা। সাম্মাম ফসল পরিদর্শন শেষে ভবানীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ভোলাহাট উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে মাঠ দিবস অনুষ্ঠিত হয়। এতে চাঁপাইনবাবগঞ্জ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক ড. ইয়াছিন আলীর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য দেন জেলা প্রশাসক মো. আব্দুস সামাদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন— উপজেলা নির্বাহী অফিসারা মো. মনিরুজ্জামান। সূচনা বক্তব্য দেন— উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. সুলতান আলী।