গোমস্তাপুরে ইসলামী সাধারন কুইজ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

গোমস্তাপুরে ইসলামী সাধারন কুইজ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ গোমস্তাপুরে ইসলামী সাধারন কুইজ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। আজ বিকেলে বাঙ্গাবাড়ি ইউনিয়নের শ্যামপুরে এসএস টেকনিক্যাল এন্ড বিএম কলেজ মাঠে এই পুরস্কার বিতরণ করা হয়। ফি-সাবিলিল্লাহ উন্মুক্ত পাঠাগার আয়োজিত বার্ষিক কুইজ প্রতিযোগিতায় সভাপতিত্ব করেন রহনপুর পুর্নভবা মহানন্দা আইডিয়াল কলেজের প্রভাষক ড. মিজানুর রহমান। প্রধান অতিথি’র বক্তব্য দেন সাবেক সংসদ সদস্য আমিনুল ইসলাম। স্বাগত বক্তব্য দেন পাঠাগারের সেক্রেটারি প্রভাষক হাফিজুর রহমান মুর্শেদ। অন্য অতিথিদের মধ্যে বক্তব্য দেন আলিনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল কাশেম মুহাম্মদ মাসুম, বাঙ্গাবাড়ি ইউপি চেয়ারম্যান শহিদুল ইসলাম, পাঠাগারের প্রধান উপদেষ্টা সাইদুর রহমান মাষ্টার, বাঙ্গাবাড়ি ইউএস কলেজের অধ্যক্ষ মোস্তফা কামাল, পাঠাগারের উপদেষ্টা ও অবসরপ্রাপ্ত অধ্যক্ষ মাওলানা এনামুল হক, উপজেলা প্রেসক্লাবের সভাপতি আতিকুল ইসলাম আজমসহ অন্যরা। পরে বিভিন্ন প্রতিযোগিতার বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা।

নামাজ ও পশু কুরবানির মধ্যদিয়ে চাঁপাইনবাবগঞ্জে ঈদুল আজহা উদযাপন

নামাজ ও পশু কুরবানির মধ্য দিয়ে চাঁপাইনবাবগঞ্জে ঈদুল আজহা উদযাপন শনিবার (৭ জুন) দেশে মুসলমানদের দ্বিতীয় বড় ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল আজহা উদ্যাপিত হয়েছে। চাঁপাইনবাবগঞ্জেও এর ব্যতিক্রম হয় নি। ঈদগাহগুলোয় দুই রাকাত ঈদের নামাজ আদায় করেন মুসল্লিরা। বাড়ি ফিরে মহান আল্লাহ’র সন্তষ্টির জন্য পশু কুরবানী করেন। ত্যাগের মহিমায় ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্যদিয়ে সারাদেশের মতো চাঁপাইনবাবগঞ্জেও উদ্যাপিত হয় ঈদুল আজহা। ইসলামিক ফাউন্ডেশন সূত্রে জানা গেছে, চাঁপাইনবাবগঞ্জ জেলায় এবার ঈদগাহের সংখ্যাছিল ৫৪৮টি। তার মধ্যে সদর উপজেলায় ১৮৩টি, শিবগঞ্জ উপজেলায় ১৫৯টি, নাচোল উপজেলায় ৬১টি, গোমস্তাপুর উপজেলায় ১১৬টি এবং ভোলাহাট উপজেলায় ২৯টি। এছাড়াও মডেল মসজিদে ঈদের নামাজ আদায় করা হয়। এদিকে ঈদকে সামনে রেখে সকল প্রস্তুতি গ্রহণ করা হয়েছে প্রশাসনের পক্ষ থেকে এবং আইনশৃঙ্খলা রক্ষায় কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়। জেলা পুলিশের মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) এ.এন.এম. ওয়াসিম ফিরোজ বলেন- জেলাবাসীর সহযোগিতায় আর আইন শৃঙ্খলা বাহিনী কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে ঈদুল আজহা উদযাপিত হয়েছে। কোথাও কোনো অপ্রীডিতকর ঘটনার খবর পাওয়া যায় নি। এদিকে আবহাওয়াও ছিল অনুকুলে। নামাজ আদায় বা পশু কুরবানী করতে কোনো ভোগান্তি পোহাতে হয় নি। ধর্মীয় ভাবগাম্ভীর্য ও আর উৎসব মুখর পরিবেশে ঈদু আজহা উদযাপিত হয়েছে। অন্যদিকে ঈদুল আজহা উপলক্ষে টানা দশ দিনের ছুটি ভোগ করছেন সরকারি কর্মকর্তা-কর্মচারীরা।

চাঁপাইনবাবগঞ্জে সৌদি আরবের সাথে মিল রেখে দু’টি গ্রামে ঈদ-উল-আজহা উদযাপন,পশু কোরবানি

চাঁপাইনবাবগঞ্জে সৌদি আরবের সাথে মিল রেখে দু’টি গ্রামে ঈদ-উল-আজহা উদযাপন,পশু কোরবানি শিবগঞ্জ ও সদর উপজেলার দুটি গ্রামে সৌদি আরবের সাথে মিল রেখে একদিন পূর্বেই পবিত্র ঈদ-উল-আজহা উদযাপন করা হয়েছে। স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, আজ শিবগঞ্জের বিনোদপুর ইউনিয়নের ছিয়াত্তরবিঘি এবং সদরের দেবীনগর গ্রামে ঈদের নামাজ অনুষ্ঠিত হয়। শিবগঞ্জ থানার ওসি গোলাম কিবরিয়া বলেন, সকাল সাড়ে সাতটায় ছিয়াত্তরবিঘি গ্রামের একটি নির্মানাধীন মসজিদে ঈদের নামাজে দেড় শতাধিক নারী,পুরুষ এবং শিশু অংশ নেন। নারীদের জন্য পৃথক ব্যবস্থা ছিল। নামাজে ইমামতি করেন মাওলানা ইউসুফ আলী। পরে তাঁরা পশু কোরবানী করেন। নামাজে জেলার সদর, গোমস্তাপুর এবং নাচোল উপজেলা থেকে আসা মুসল্লীরার অংশ নেন। সদর থানার ওসি মতিউর রহমান বলেন, দেবীনগর গ্রামে সকালে অনুষ্ঠিত নামাজে প্রায় একশতজন নারী-পুরুষ অংশ নেন। আশপাশের গ্রামের মুসল্লীরাও এতে অংশ নেন। তিনি বলেন, কয়েক বছর থেকেই এ গ্রামে একদিন আগেই ঈদ পালন হচ্ছে।

চাঁপাইনবাবগঞ্জে ট্রাকের সাথে অটোরিক্সার সংঘর্ষে অটোরিক্সা চালক ও শিশুসহ নিহত ২,আহত ৫

চাঁপাইনবাবগঞ্জে ট্রাকের সাথে অটোরিক্সার সংঘর্ষে অটোরিক্সা চালক ও শিশুসহ নিহত ২,আহত ৫   গোমস্তাপুর উপজেলায় একটি ট্রাকের সাথে একটি যাত্রীবোঝাই অটোরিক্সার মুখোমুখি সংঘর্ষে অটোরিক্সার চালক এবং এক শিশুসহ দুজন নিহত হয়েছেন। নিহতরা হলেন গোমস্তাপুরের চৌডালা ইউনিয়নের বেনিচক গ্রামের আহসান হাবিবের ছেলে ও অটোরিক্সার চালক জাহিদ হাসান এবং বোয়ালিয়া ইউনিয়নের ঘাটনগর গ্রামের মিঠুন আলীর ছেলে হাসান আলী। এ ঘটনায় আহত আরও ৫জনকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, আজ সকাল সাড়ে ১০টার দিকে চৌডালা ইউনিয়নের গড়িয়াবাজার এলাকায় শিবগঞ্জের কানসাট বাজার থেকে গোমস্তাপুরের দিকে আসা একটি অটোরিক্সার সাথে বিপরীতে শিবগঞ্জমুখী একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হলে ৭ জন আহত হয়। তাঁদের নিকটস্থ শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে দুপুর ১২টার দিকে চিকিৎসক শিশু হাসানকে মৃত ঘোষণা করেন। বিকাল ৫টার দিকে তার পরিচয় নিশ্চিত হয়। অপরদিকে রাজশাহীতে চিকিৎসাধীন অটোচালক জাহিদ হাসান চিকিৎসাধীন অবস্থায় দুপুর আড়াইটার দিকে মারা যান। গোমস্তাপুর থানার অফিসার ইনচার্জ(ওসি) রইস উদ্দিন বলেন, পুলিশ ট্রাক আটক করেছে। তবে চালক পলাতক রয়েছে। তিনি আরও বলেন, পুলিশ মরদেহ উদ্ধার করে প্রয়োজনীয় আইনী ব্যবস্থা গ্রহণ শেষে আবেদনের প্রেক্ষিতে পরিবারের নিকট হস্তান্তর করেছে। এ ঘটনায় থানায় সড়ক পরিবহন আইনে মামলা হয়েছে।

গোমস্তাপুরে নিরাপদ আম উৎপাদন বিষয়ে কর্মশালা অনুষ্ঠিত

গোমস্তাপুরে নিরাপদ আম উৎপাদন বিষয়ে কর্মশালা অনুষ্ঠিত গোমস্তাপুর উপজেলার বাঙ্গাবাড়িতে ‘আম রপ্তানির জন্য চুক্তিবদ্ধ চাষের মাধ্যমে উত্তম কৃষিচর্চা (জিএপি ও হ্যাজার্ড অ্যানালাইসিস ক্রিটিক্যাল পয়েন্ট (এইচএসিসিপি)’র মাধ্যমে নিরাপদ আম উৎপাদন এবং এর প্রক্রিয়াজাতকরণ পণ্যের প্রশিক্ষণ কর্মশালা-২০২৫’ অনুষ্ঠিত হয়েছে। আজ বাঙ্গাবাড়ি ইউনিয়ন পরিষদের সম্মেলন কক্ষে এই প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। বাংলাদেশ ম্যাংগো প্রডিউসার মার্চেন্টস অ্যাসোসিয়েশনের উদ্যোগে এবং বিজনেস প্রমোশন কাউন্সিল, বাণিজ্য মন্ত্রণালয়ের সার্বিক সহযোগিতায় দিনব্যাপী অনুষ্ঠিত কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেনÍ রাধানগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শহিদুল ইসলাম। বাংলাদেশ ম্যাংগো প্রডিউসার মার্চেন্টস অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক আলহাজ মো. শুকুরুদ্দীনের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় বিশেষ অতিথি ছিলেনÍ চাঁপাইনবাবগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সাবেক সহসভাপতি মনোয়ারুল ইসলাম ডালিম, বাংলাদেশ ম্যাংগো প্রডিউসার মার্চেন্ট অ্যাসোসিয়েশনের সাবেক সাধারণ সম্পাদক এম কোরাইশী মিলুসহ অন্যরা। প্রশিক্ষণ কর্মশালার প্রধান আলোচক ছিলেন- কৃষি সম্প্রসারণ অধিদপ্তর জেলা কার্যালয়ের শস্য বিশেষজ্ঞ কৃষিবিদ ড. জহুরুল ইসলাম। কর্মশালায় মানবদেহের জন্য ক্ষতিকর কেমিকেলমুক্ত আম উন্নত পদ্ধতিতে উৎপাদন, আমের রোগ-পোকা দমন ও পরিচর্যার মাধ্যমে ফলন বৃদ্ধি এবং আম ও আমজাত পণ্য রপ্তানির সুযোগ বৃদ্ধিকরণের অঙ্গীকার ব্যক্ত করেন উপস্থিত ৭০ জন আমচাষি ও ব্যবসায়ীরা। প্রশিক্ষণ কর্মশালায় সর্বস্তরের আমচাষি ও ব্যবসায়ীরা ছাড়াও স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

জুলাই গণঅভ্যুত্থানে আহত-নিহতদের পরিবারের মধ্যে ঈদ উপহার বিতরণ

জুলাই গণঅভ্যুত্থানে আহত-নিহতদের পরিবারের মধ্যে ঈদ উপহার বিতরণ চাঁপাইনবাবগঞ্জে জুলাই গণঅভ্যুত্থানে আহত ও নিহতদের পরিবারের মধ্যে ঈদ উপহার বিতরণ করা হয়েছে। বুধবার দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক অনুষ্ঠানে তাদের মধ্যে এই উপহার বিতরণ করা হয়। জেলা প্রশাসক মো. আব্দুস সামাদের সভাপতিত্ব বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন— জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. আফাজ উদ্দিন, সিভিল সার্জন ডা. এ কে এম শাহাব উদ্দিন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. আনিসুর রহমান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা মো. আব্দুর রাহিমসহ আরো অনেকে। অনুষ্ঠানে ২০ জনকে অর্থ ও ঈদ উপহার এবং ৮ জনকে স্বাস্থ্যকার্ড প্রদান করা হয়। জেলা পরিষদের সহযোগিতায় জেলা প্রশাসন এই ঈদ উপহার বিতরণের আয়োজন করে।

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে অস্ত্র-গুলিসহ মদ্যপ বিএসএফ সদস্যকে আটকের পর বিএসএফ’র নিকট হস্তান্তর

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে অস্ত্র-গুলিসহ মদ্যপ বিএসএফ সদস্যকে আটকের পর বিএসএফ’র নিকট হস্তান্তর চাঁপাইনবাবগঞ্জের সদর উপজেলা সীমান্তে বাংলাদেশের অভ্যন্তরে অস্ত্র,গোলা-বারুদসহ মদ্যপ অবস্থায় ভারতীয় সীামান্তরক্ষী বাহিনী-বিএসএফ এর এক সদস্যকে আটকের পর বর্ডার গার্ড বাংলাদেশ-বিজিবি সদস্যদের হাতে সোপর্দ করেছে গ্রামবাসী। পরে তাঁকে কোম্পানী কামন্ডার পর্যায়ে পতাকা বৈঠকের মাধ্যমে বিএসএফ’র নিকট হস্তান্তর করেছে বিজিবি। পতাকা বৈঠকে বিএসএফ সদস্যের অস্ত্র-গোলাবারুদসহ মদ্যপ অবস্থায় বাংলাদেশে অবৈধ অনুপ্রবেশের কড়া প্রতিবাদ জাননো হয়েছে বলে জানিয়েছে বিজিবি। স্থানীয় ও বিজিবি সূত্র জানায়, আজ সকাল সাড়ে ৬টার দিকে নারায়নপুন ইউনিয়নের ২ নং ওয়ার্ডের সাতরশিয়া গ্রামে পোষাকধারী একজন বিএসএফ সদস্যকে একটি ৫.৫ এম.এম রাইফেলসহ প্রথমে আটক করে গ্রামবাসী। আটকের পর তাঁকে একটি কলাগাছের সাথে বেঁধে রাখা হয়। সকাল ৭টার দিকে ৫৩বিজিবির জোহরপুর বিওপি সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে ওই বিএসএফ সদস্যকে উদ্ধার করে নিয়ে যায়। সিনিয়র কনস্টেবল গনেশ মুতির্ (৪৩) নামের ওই বিএসএফ সদস্য তারকাঁটাবিহীন সীমান্তে গবাদিপশুর পেছনে দৌড়াতে দৌড়াতে সীমান্তের শুণ্য লাইন অতিক্রম করে বাংলাদেশে ঢুকে পড়ে বলে জানিয়েছে স্থানীয় সূত্র ও বিজিবি। বিজিবি জানায়, মেইন আন্তর্জাতিক সীমান্ত পিলার ১৯/৭ এস এর নিকট ঘটনাটি ঘটে। ওই বিএসএফ সদস্য ৭১ ব্এিসএফ ব্যাটালিয়নের নূরপুর ক্যাম্পে কর্মরত। ৫৩ বিজিবি অধিনায়ক লেফটেন্যন্ট কর্নেল ফাহাদ মাহমুদ রিংকু ্এক প্রেস বিজ্ঞপ্তিতে ঘটনাটি নিশ্চিত করে বলেন, সকাল সাড়ে ১১টায় পতাকা বৈঠকের মাধ্যমে বিধি মোতাবেক বিএসএফ’র ওই জওয়ানকে নিরাপদে হস্তান্তর করা হয়েছে। ওই জওয়ান বাংলাদেশের প্রায় ২শত থেকে ৩শত গজ অভ্যন্তরে প্রবেশ করেছিল বলেও জানান অধিনায়ক। ওই বিএসএফ সদস্য যে অবস্থায় যেভাবে বাংলাদেশে ঢুকে পড়েছিল তাতে সে যে কোন অঘটন ঘটাতে পারত বলেও মত প্রকাশ করেন অধিনায়ক। নারায়নপুর ইউপি চেয়ারম্যান নাজির হোসেন বলেন,সীমান্তে শুণ্যরেখার পাশে এখন এমনকি বাংলাদেশের নিয়ন্ত্রনাধীন এলাকাতেও গরু-ছাগল চরতে যায় না স্থানীয়রা। কখনও গেলেও বিএসএফ মাঝে মাঝে তাড়া করে। ২ নং ওয়ার্ড সদস্য রমজান আলী বলেন, ওই বিএসএফ সদস্য মদ্যপ, ক্ষিপ্ত অবস্থায় গালি দিতে দিতে বাংলাদেশের প্রায় আড়াইশ গজ ভেতরে ঢুকে পড়লে গ্রামবাসী ও মাঠে অবস্থানরত রাখালরা তাঁকে আটক করে। তাঁর মতিগতি ভাল ছিল না। অবস্থাদৃষ্টে মনে হয়েছে যে, সে গুলি চালাতেও প্রস্তুত ছিল।

চাঁপাইনবাবগঞ্জে ট্রাক্টরের ধাক্কায় ভটভটি চালক নিহত

চাঁপাইনবাবগঞ্জে ট্রাক্টরের ধাক্কায় ভটভটি চালক নিহত চাঁপাইনবাবগঞ্জে ট্রাক্টরের ধাক্কায় শরিফ হোসেন (৪৫) নামে এক ভটভটি চালক নিহত হয়েছেন। মঙ্গলবার সকালে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার ঝিলিম ইউনিয়নের আতাহার-নয়ানগন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত শরিফ উপজেলার বালিয়াডাঙ্গা-গোরস্থান মোড় এলাকার মৃত হারুন ওরফে হয়রান আলীর ছেলে। চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ওসি মতিউর রহমান জানান, সকালে নয়ানগর এলাকায় পেছন থেকে একটি ট্রাক্টর আমনুরাগামী লোহার সামগ্রী বোঝাই একটি ভটভটিকে ধাক্কা দেয়। এতে ভটভটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের একটি আমগাছের সঙ্গে ধাক্কা লাগে। এতে গুরুতর আহত হন শরিফ। খবর পেয়ে পরিবারের লোকেরা তাকে উদ্ধার করে ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। আইনানুগ ব্যবস্থাগ্রহণ শেষে পরিবারে তার মরদেহ হস্তান্তর করা হয়েছে বলে জানান ওসি।

গোমস্তাপুর ও শিবগঞ্জে দুটি সড়ক দুর্ঘটনায় দুজন নিহত

গোমস্তাপুর ও শিবগঞ্জে দুটি সড়ক দুর্ঘটনায় দুজন নিহত চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর ও শিবগঞ্জে দুটি সড়ক দুর্ঘটনায় দুজন নিহত হয়েছেন। নিহতরা হলেন— জেলার গোমস্তাপুর উপজেলার বাঙ্গাবাড়ী ইউনিয়নের ইসলামপুর গ্রামের ফেকু মোহাম্মদের ছেলে জাইদুল হক (৫৬) ও শিবগঞ্জ উপজেলার কানসাট ইউনিয়নের মুসলিমপুরের আয়নাল হকের ছেলে হযরত আলী (৪০)। গোমস্তাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) রইস উদ্দিন জানান, সোমবার দুপুর আড়াইটার দিকে মোটরসাইকেল চালিয়ে যাচ্ছিলেন জাইদুল হক। পথে বাঙ্গাবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা খেয়ে গুরুতর আহত হন। এসময় স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক জাইদুল ইসলামকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় অপমৃত্যু মামলা হবে বলেও জানান তিনি। এদিকে শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. গোলাম কিবরিয়া বলেন, রবিবার রাতে উপজেলার শাহবাজপুর ইউনিয়নের কয়লাবাড়ী এলাকায় ব্যাটারিচালিত দুটি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে রিকশাচালক হযরত আলী গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে পরিবারে মরদেহ বুঝিয়ে দেয়া হয়েছে বলে জানান ওসি।

শিবগঞ্জ ও গোমস্তাপুরে ডুবে শিশুসহ দুজনের মৃত্যু

শিবগঞ্জ ও গোমস্তাপুরে ডুবে শিশুসহ দুজনের মৃত্যু চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে নালা ও গোমস্তাপুর উপজেলায় মহানন্দায় ডুবে শিশুসহ দুজনের মৃত্যু হয়েছে। মারা যাওয়া দুজন হলেন— শিবগঞ্জ উপজেলার ধাইনগর ইউনিয়নের পীরগাছি দক্ষিণপাড়া এলাকার মো. জলিল মিয়ার ছেলে মো. জুনায়েদ (৭) গোমস্তাপুর উপজেলার আলিনগর গ্রামের বাইরুল ইসলামের ছেলে ইয়াসিন আল ইসলাম (২০)। শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) গোলাম কিবরিয়া জানান, সোমবার দুপুরে শিশু জুনায়েদ নানির বাড়ির পাশে সবার অজান্তে খাড়ি পার হতে গিয়ে পানিতে পড়ে যায়। পরে খাড়িতে মৃতদেহ ভেসে উঠলে স্থানীয়রা উদ্ধার করে। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। অন্যদিকে গোমস্তাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) রইস উদ্দিন বলেন, ইয়াসিন আল ইসলাম রবিবার দুপুরে মহানন্দা নদীতে গোসলে নেমে ডুবে যায়। তার সন্ধানে স্থানীয়রা অনেক খোঁজাখুঁজি করেন। পরে গোমস্তাপুর ফায়ার সার্ভিসকে খবর দেয়া হলে রাজশাহী থেকে ডুবুরিদল এসে আজ (গতকাল) সোমবার সকাল ৯টার দিকে নদী থেকে মৃত অবস্থায় তাকে উদ্ধার করে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নিয়ে পরিবারের মরদেহ হস্তান্তর করা হয়েছে।