ভোলাহাট ও শিবগঞ্জ সীমান্তে বিজিবির পৃথক অভিযানে আটক ৪

ভোলাহাট ও শিবগঞ্জ সীমান্তে বিজিবির পৃথক অভিযানে আটক ৪ ভোলাহাট উপজেলার জেকে পোলাডাংগা সীমান্তে অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের পর পূণরায় বাংলাদেশে ফেরত আসার পথে ৩ বাংলাদেশীকে আটক করেছে বিজিবি। আটক ৩ জনের বিরুদ্ধে চোরাচালানে জড়িত থাকার অভিযোগ করেছে বিজিবি। আটকরা হলেন, গোমস্তাপুর উপজেলার চৌডালা গ্রামের এমতাজুলের ছেলে শামিম হোসেন, একই গ্রামের সঞ্জয় কর্মকারের ছেলে পলাশ কর্মকার ও শিবগঞ্জ উপজেলার শিবনারায়নপুর গ্রামের ছাত্তারের ছেলে মিজানুর রহমান। বিজিবি জানায়, তাঁরা অনুমতি ছাড়া নদীপথে নৌকাযোগে চোরাচালানের উদ্দেশ্যে অবৈধভবে ভারতের অভ্যন্তরে প্রবেশ করে। বিজিবির একটি টহলদল তাঁদের গতিবিধি পর্যবেক্ষণ করে বাংলাদেশে ফেরত আসার সময় আজ ভোরে আটক করে। এসময় তাঁদের নিকট বাংলাদেশী সিমসহ ৩টি মোবাইল ফোন ও ৭০ ভারতীয় রুপী পাওয়া যায়। আজ দুপুরে ৫৯বিজিবি মহানন্দা ব্যাটালিয়নের পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে, সীমান্তে অবৈধ অনুপ্রবেশের অভিযোগে ৩ জনকে আটকের ঘটনাটি নিশ্চিত করা হয়। ৫৯ বিজিবি অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া বলেন, এ ঘটনায় ভোলাহাট থানায় মামলা করে গ্রেপ্তারদের পুলিশে সোপর্দ করা হয়েছে। অন্যদিকে, একই দিন সকালে সোনামসজিদ সীমান্তের কানসাট এলাকায় অভিযান চালিয়ে শিবগঞ্জ উপজেলার উমরপুর গ্রামের সেতাবুর রহমানের ছেলে মিজানুর রহমান আটক করে বিজিবি। এসময় তার কাছ থেকে ৩.৭ কেজি ভারতীয় গাঁজা ও একটি ব্যাটারি চালিত ভ্যান জব্দ করা হয়।
পেঁয়াজে আইপি উন্মুক্তকরণের দাবি সোনামসজিদ আমদানিকারকদের

পেঁয়াজে আইপি উন্মুক্তকরণের দাবি সোনামসজিদ আমদানিকারকদের ভারত থেকে পেঁয়াজ আমদানির ক্ষেত্রে ইমপোর্ট পারমিট (আইপি) উন্মুক্তকরণের দাবি জানিয়েছেন আমদানিকারকেরা। আমদানি বাড়লে খুচরা বাজারে পেঁয়াজের দাম ৪০ টাকায় নেমে আসবে বলেও দাবি করেন। আজ বিকালে শিবগঞ্জ উপজেলার সোনামসজিদ আমদানি-রপ্তানিকারক গ্রুপ মিলনায়তনে সংবাদ সম্মেলন করে এ দাবি জানান আমদানিকারকেরা। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পড়েন সোনামসজিদ আমদানি-রপ্তানিকারক গ্রুপের সভাপতি আলহাজ¦ একরামুল হক। সংবাদ সম্মেলনে জানানো হয়, আগস্টে কয়েকজন আমদানিকারককে ৫০ মেট্রিক টন করে পেঁয়াজ আমদানির অনুমতি দেওয়া হয়। মাত্র দুদিন পরে আবারও বন্ধ করে দেওয়া হয় অনুমতি। তবে পরবর্তীতে একটি সিন্ডিকেট আদালতের আদেশের মাধ্যমে আইপি নেওয়ার চেষ্টা করছে। এটি হলে পেঁয়াজের বাজার একটি সিন্ডিকেটের হাতে চলে যাবে। এ জন্য পেঁয়াজের আইপি উন্মুক্ত করে দেওয়ার দাবি জানান তারা। আমদানিকারকেরা দাবি করেন, আমদানি বন্ধ হয়ে যাওয়ায় পেঁয়াজের দাম ৮০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। আমদানি বাড়লে দাম ৪০ টাকার মধ্যেই চলে আসবে। সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন, সোনামসজিদ আমদানি-রপ্তানিকারক গ্রুপের সাধারণ সম্পাদক আরিফ উদ্দিন ইতি, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন, সাংগঠনিক সম্পাদক মাসুদ রানা, কোষাধ্যক্ষ নাজমুল হোসেন, দপ্তর সম্পাদক মাসুম বিল্লাহ ও আমদানিকারক আবদুল আওয়ালসহ অন্যরা।
শিবগঞ্জে অপহৃত মুদি দোকানী উদ্ধার, ৫ অপহরণকারী আটক

শিবগঞ্জে অপহৃত মুদি দোকানী উদ্ধার, ৫ অপহরণকারী আটক শিবগঞ্জে এক মুদি ব্যবসায়ীকে অপহরণের অভিযোগে পাঁচ অপহরণকারীকে আটক করেছে পুলিশ। গতকাল রাতে উপজেলার মোবারকপুর ইউনিয়নের গোলাপ বাজারে অভিযান চালিয়ে অপহৃতকে উদ্ধার করা হয়। আটক করা হয় ৫ অপহরণকারীকে। আজ দুপুরে শিবগঞ্জ থানার ওসি গোলাম কিবরিয়া এ তথ্য নিশ্চিত করেছেন। অপহৃত মুদি ব্যবসায়ী উপজেলার দাইপুখুরিয়া ইউনিয়নের বাগবাড়ি গ্রামের শাওবান হোসেন সাবানের ছেলে সানি আহম্মেদ। আটক অপহরণকারীরা হল- উপজেলার জমিনপুর মধ্যপাড়া গ্রামের হাবিবুরের ছেলে আরিফ হোসেন, নাসিরের ছেলে মোয়াজ্জেম হোসেন, কালিগঞ্জ লজিবটোলার মালেকের ছেলে আল আমিন, এরাদত বিশ্বাসটোলার মৃত নাজেলের ছেলে রাজু ও শিবগঞ্জ পৌরসভার দৌলতপুর-মোড়লটোলার রবিউলের ছেলে রাজু হোসেন। পুলিশ জানায়, বাগবাড়ি বাজারে দীর্ঘদিন ধরে মুদিখানার ব্যবসা করে আসছেন সানি আহম্মেদ। প্রতিদিনের ন্যায় গতকাল রাতে সানি আহম্মেদ মুদি দোকান বন্ধ করে তার দুই বন্ধু দুলাল ও সোহেলকে সঙ্গে নিয়ে একটি মোটরসাইকেলযোগে নিজ বাড়ির উদ্দেশ্যে রওনা হন। এ সময় বাগবাড়ি ফিল্ড বাজারের সুদামের বাড়ির সামনে পৌঁছালে ৮-৯ জন ব্যক্তি মোটরসাইকেলের গতিরোধ করে তাকে মাইক্রোবাসে তুলে নিয়ে অজ্ঞাতস্থানে চলে যায়। পরে তার দুই বন্ধু পরিবারকে অপহরণের বিষয়টি জানায়। পুলিশ আরও জানায়, খবর পেয়ে রাতেই উপজেলার মোবারকপুর ইউনিয়নের গোলাপ বাজারে অভিযান চালিয়ে অপহৃত সানি আহম্মেদকে উদ্ধার করে থানা পুলিশ। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে ৫ অপহরণকারীকে আটক করে থানায় আনা হয়। জব্দ করা হয় অপহরণে ব্যবহৃত একটি মাইক্রোবাস। শিবগঞ্জ থানার ওসি গোলাম কিবরিয়া বলেন, এ ঘটনায় থানায় অপহৃতের মা শ্যামলী বেগম বাদি হয়ে মামলা করেছেন। বাকি আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে।
ভোলাহাটে ভিক্ষুক পুনর্বাসনে গরু ও ছাগল বিতরণ

ভোলাহাটে ভিক্ষুক পুনর্বাসনে গরু ও ছাগল বিতরণ ভোলাহাট উপজেলায় ভিক্ষুক পুনর্বাসন কার্যক্রমের আওতায় ২০ জন উপকারভোগীর মাঝে গরু ও ছাগল বিতরণ করা হয়েছে। আজ সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের সামনে ৯ জনকে ৪টি করে ছাগল ও ১১ জনকে ১টি করে গরু বিতরণ করেণ উপজেলা নির্বাহী অফিসার মো. মনিরুজ্জামন। উপজেলা সমাজসেবা অধিদপ্তরের আয়োজনে এ বিতরণ অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা নাসিম উদ্দিন, বিএমডিএ’র সহকারী প্রকৌশলী লোকমান হাকিম, যুব কর্মকর্তা রবিউল ইসলাম কবিরাজ, দলদলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোজাম্মেল হক চুটুসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা-কর্মচারী ও উপকারভোগীরা। উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মনিরুজ্জামন উপকারভোগীদের বলেন, সরকার অসহায় জনগোষ্ঠীকে স্বাবলম্বী করতে নানা কর্মসূচি গ্রহণ করেছে। এরই অংশ হিসেবে এ ধরনের পুনর্বাসন কার্যক্রম পরিচালিত হচ্ছে। এই গরু ছাগলগুলো বিক্রি করে দেওয়া যাবে না। এগুলো যতœ সহকারে লালন-পালন করবেন। নিয়মিত পরিচর্যা করলে পশুগুলো বৃদ্ধি পাবে এবং এর মাধ্যমে বাড়তি আয় নিশ্চিত হবে। ভবিষ্যতে সংখ্যা বৃদ্ধির মাধ্যমে উপকারভোগীরা স্বাবলম্বী হয়ে নিজেদের জীবিকা নির্বাহে সক্ষম হবেন বলে প্রত্যাশা করেন।
৬ বছর পর নিজ দেশে ফিরলেন ভারতীয় নাগরিক

৬ বছর পর নিজ দেশে ফিরলেন ভারতীয় নাগরিক অবৈধ অনুপ্রবেশের দায়ে ৬ মাস সাজাপ্রাপ্ত ভারতীয় নাগরিক রামদেব মাহাতোকে নিজ দেশে ফিরিয়ে দেয়া হয়েছে। আজ দুপুরে শিবগঞ্জ উপজেলার সোনামসজিদ স্থলবন্দর আইসিপি গেট দিয়ে বাংলাদেশ ও ভারতের ইমিগ্রেশন পুলিশ এবং বিজিবি ও বিএসএফের ঊর্ধ্বতন কর্মকর্তাদের উপস্থিততে তাকে ভারতের কাছে হস্তান্তর করা হয়। নিজ মাতৃভূমিতে ফিরে যাওয়া ব্যক্তি রামদেব মাহাতো (৬০) ভারতের বিহার প্রদেশের বাতিয়া জেলার মাজালিয়া থানার গুদারা পঞ্চায়েত এলাকার বাসিন্দা তিনি। তার পিতার নাম তাপা মাহাতো। তিনি ২০১৮ সালের ৩০ নভেম্বর অবৈধভাবে বাংলাদেশে অনুপ্রবেশকালে চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে আটক হন। পরবর্তীতে আদালত তাকে ৬ মাস সাজা দেন। ২০১৯ সালের ২৯ মে সাজা শেষে মুক্তি পাওয়ার কথা থাকলেও সঠিক ঠিকানা না থাকায় দীর্ঘদিন কারাগারেই থাকতে হয় তাকে। দীর্ঘ প্রচেষ্টার পর স্বেচ্ছাসেবী ও গণমাধ্যম কর্মী শামসুল হুদার চেষ্টায় ২০২৪ সালের ২০ নভেম্বর রামদেব মাহাতোর পরিবারকে খুঁজে পাওয়া যায়। দীর্ঘ প্রচেষ্টার পর উভয় দেশের সম্মতিতে আইনী প্রক্রিয়া শেষে সোমবার ভারতের কাছে তাকে হস্তান্তর করা হয়। রামদেব মাহাতো নিজ দেশে ফিরে যাবার আগ মুহুর্তে আনন্দে কেঁদে ফেলেন। এ সময় তিনি স্বেচ্ছাসেবক ও গণমাধ্যম কর্মী শামসুল হুদার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেন। এ ব্যাপারে স্বেচ্ছাসেবক ও গণমাধ্যম কর্মী শামসুল হুদা জানান, চাঁপাইনবাবগঞ্জ জেলা কারাগারের জেলার মো. জাকির হোসেন তাকে জানান, তার জেলে ১০ জন প্রত্যাবাসন বন্দী সাজা শেষে নিজ দেশে ফেরার অপেক্ষায় রয়েছে। সঠিক ঠিকানা না থাকায় তাদের ফেরানো যাচ্ছেনা। সে তালিকা মোতাবেক তিনি ডিজিটাল প্রযুক্তির মাধ্যমে বিহারের পশ্চিম চাঁমপাড়ান জেলার গুদ্রা গ্রামের খোঁজ পেয়ে গ্রাম পঞ্চায়েত লাল বাচ্চা যাদবের সঙ্গে যোগাযোগ করেন। পরে রামদেবের ছবি পাঠিয়ে গতবছরের ২০ নভেম্বর পরিবারের খোঁজ পাবার তিন দিন পর ২৩ নভেম্বর তিনি বিষয়টি প্রমাণসাপেক্ষে প্রয়োজনীয় সব তথ্য-উপাত্তসহ বাংলাদেশের সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানালে তারা ভারতীয় দূতাবাসকে জানায়। পরবর্তীতে নাগরিকত্ব যাচাই-বাছাই শেষে ভারতীয় দূতাবাস ২০২৪ সালের ১৮ মার্চ রামদেব মাহাতোর ছাড়পত্র বাংলাদেশ পররাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠায়। এরপর বিভিন্ন দপ্তর ও মন্ত্রণালয়ের আনুষ্ঠানিকতা শেষ হবার ফেরত পাঠানো হলো।
চাঁপাইনবাবগঞ্জে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত ১

চাঁপাইনবাবগঞ্জে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত ১ চাঁপাইনবাবগঞ্জে কমেছে ডেঙ্গুতে আক্রান্তের হার। গত ২৪ ঘণ্টায় ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালের বহির্বিভাগে নতুন করে মাত্র ১জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছে। হাসপাতালে ভর্তি আছেন ৮ জন রোগী এবং ২ জনকে ছাড়পত্র দেয়া হয়েছে। বর্তমানে ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালে ভর্তি আছেন ৪ জন পুরুষ ও ২ জন নারীসহ ৬ জন, শিবগঞ্জে ১ জন পুরুষ, গোমস্তাপুরে ১ জন নারী রোগী। অন্যদিকে জেলা হাসপাতাল থেকে ১ জনকে ও গোমস্তাপুর থেকে ১ জনকে ছাড়পত্র দেয়া হয়েছে। এখন পর্যন্ত জেলায় মোট ডেঙ্গু আক্রান্তের সংখ্যা দাঁড়াল ২ হাজার ৩৫৮ জন এবং জেলা হাসপাতালের বহির্বিভাগে চলতি বছরে এখন পর্যন্ত ১ হাজার ২৬৩ জন। সিভিল সার্জন অফিস ও জেলা হাসপাতালের ডেঙ্গুবিষয়ক প্রতিদিনের প্রতিবেদনে আজ এই তথ্য জানানো হয়েছে।
চাঁপাইনবাবগঞ্জে পরিত্যক্ত ককটেল বিস্ফোরণ

চাঁপাইনবাবগঞ্জে পরিত্যক্ত ককটেল বিস্ফোরণ সদর উপজেলায় একটি পারিবারিক গোরস্থানের সীমানা প্রাচীরের পাশে মাটির নীচে মজুদকৃত একটি ককটেল স্তুপে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, গতকাল গভীর রাতে রানীহাটী ইউনিয়নের উপর ধুমিহায়াতপুর গ্রামে অবস্থিত ওই গোরস্থানের পাশে প্রচন্ড বিস্ফোরণে ধসে পড়ে গোরস্থানের পাকা সীমানা প্রাচীরের বেশ কিছু অংশ। বিকট শব্দে আতংকিত হয়ে পড়েন এলাকাবাসী। পরে আজ সকালে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে ও বিস্ফোরণের আলামত সংগ্রহ করে। স্থানীয় সূত্রে ওই মজুদ থেকে এক সাথে ১২/১৫ টি ককটেলের বিস্ফোরনের খবর পাওয়া গেলেও পুলিশ বলছে সর্বাধিক ৬/৭টি ককটেলের বিস্ফোরণ ঘটতে পারে। সদর থানার অফিসার ইনচার্জ(ওসি) মতিউর রহমান বলেন, মাটির নীচে মজুদকৃত ঠিক কতগুলো ককটেল বিস্ফোরণ ঘটেছে তা বিস্তারিত তদন্ত ছাড়া বলা সম্ভব নয়। স্থানীয়রা বিভিন্ন সংখ্যার কথা বলছেন। ঘটনার তদন্ত শুরু হয়েছে। কে বা কারা কি উদ্দেশ্যে ওইস্থানে ককটেল মজুদ করেছিল তা বের করার চেষ্টা চলছে। এ ব্যাপারে পরবর্তী আইনগত ব্যবস্থাগ্রহণ প্রক্রিয়াধীণ।
নাচোলে ট্রাকের সাথে সংঘর্ষে মোটরসাইকেল চালক নিহত

নাচোলে ট্রাকের সাথে সংঘর্ষে মোটরসাইকেল চালক নিহত নাচোলে পণ্যবাহী একটি ট্রাকের সাথে সংঘর্ষে আবুল কালাম আজাদ নামে এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। নিহত গোমস্তাপুর সদর ইউনিয়নের নয়াদিয়াড়ি গ্রামের সাদেক আলী বিষুর ছেলে। আজ দুপুরে ফতেপুর গ্রামের রাস্তার চাঁপাইনবাবগঞ্জ থেকে গোমস্তাপুরগামী সড়কে ঘটনাটি ঘটে। পুলিশ, পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, মোটরসাইকেলযোগে গোমস্তাপুর যাবার পথে একটি রিক্সাভ্যানকে সাইড দিতে গিয়ে বিপরীত দিক থেকে আসা ট্রাকের সাথে সংঘর্ষে ঘটনাস্থলেই মারা যান মোটরসাইকেল চালক আবুল কালম আজাদ। তিনি ঢাকায় একটি গার্মেন্টসে কর্মরত ছিলেন। তিনি এক নিকটাত্মীয়ের জানাযায় অংশ নিতে ঢাকা থেকে মোটরসাইকেল চালিয়ে বাড়ি ফেরার পথে দূর্ঘটনার কবলে পড়ে নিজেই মারা যান। ঘটনার পরপরই ট্রাক ফলে চালক ও সহকারী পালিয়ে যায়। নাচোল থানার অফিসার ইনচার্জ (ওসি) মনিুরল ইসলাম বলেন, পুলিশ ফায়ার সার্ভিসের সহায়তায় মরদেহ উদ্ধার ও ট্রাকটি আটক করেছে। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থাগ্রহণ প্রক্রিয়াধীণ।
ভোলাহাটে নারীদের ক্যান্সার সচেতনতা বিষয়ক সেমিনার

ভোলাহাটে নারীদের ক্যান্সার সচেতনতা বিষয়ক সেমিনার বাংলাদেশের গ্রামীন জনপদে ক্যান্সার সম্পর্কে সচেতনতা বৃদ্ধি ও প্রতিরোধে সহায়তার লক্ষ্যে ভোলাহাটে সেমিনার অনুষ্ঠিত হয়েছে। আজ সকালে উপজলো পল্লীমঙ্গল ইনস্টিটিউট অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি ভবনে অনুষ্ঠিত এই সেমিনারের আয়োজন করে ডাইসিন গ্রুপ। বাংলাদেশ সরকারের ক্যান্সার শিক্ষা ও সচেতনতা কর্মস‚চির আওতায়, সাইফুন্নেসা মকবুল দাতব্য চিকিৎসালয় আয়োজিত সেমিনারে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন সাইফুন্নেসা মকবুল দাতব্য চিকিৎসালয়ের প্রতিষ্ঠাতা পরিচালক ডাঃ মুস্তাক ইবনে আইয়ুব। তিনি ক্যান্সারের প্রাথমিক লক্ষণ, প্রতিরোধের উপায় এবং নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার গুরুত্ব তুলে ধরে আলোচনা করেন। এসময় সেমিনারে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ও ইউনেস্কোর সাবিনা ইয়াসমিন, প্রভাষক কানিজ ফাতেমা, ভোলাহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের গাইনী বিশেষজ্ঞ ডা. মোসফিকা কাওসারী লিসাসহ অন্যরা। সেমিনারে বক্তারা ক্যান্সারের ঝুঁকি হ্রাস ও সঠিক খাদ্যাভ্যাসের উপর জোর দেন।
জার্মানির নির্বাচনে অংশ নিলেন চাঁপাইনবাবগঞ্জের সন্তান ড. আব্দুল হাই

জার্মানির নির্বাচনে অংশ নিলেন চাঁপাইনবাবগঞ্জের সন্তান ড. আব্দুল হাই জার্মানির সাবেক রাজধানী বন নগরীর নির্বাচনে কাউন্সিলর পদসহ তিনটি পদে প্রতিদ্বন্দ্বিতা করেছেন বাংলাদেশী-জার্মান সাংবাদিক ও উন্নয়ন গবেষক ড. আব্দুল হাই। তার জন্ম চাঁপাইনবাবগঞ্জের মহানন্দা নদীর তীরে। গত ১৪ সেপ্টেম্বর বন শহরের এ নির্বাচন অনুষ্ঠিত হয়। তবে ফলাফল ঘোষণা হতে আরো দুইতিন সময় লাগবে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। ড. আব্দুল হাই রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজি সাহিত্যে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। এরপর সেখান থেকেই সাংবাদিকতায় স্নাতকোত্তর ডিপ্লোমা নেন। তিনি সাংবাদিকতা শুরু করেন ২০০১ সালে ডেইলি স্টার পত্রিকার রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রতিনিধি হিসেবে। বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস) ও বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) রাজশাহী প্রতিনিধি হিসেবে ২০০১ থেকে ২০০৭ সাল পর্যন্ত দায়িত্ব পালন করেন। টেলিভিশন সাংবাদিকতায় বিশেষ কৃতিত্বের জন্য ২০০৫ ও ২০০৬ সালে বিটিভি থেকে বিশেষ সম্মাননা পুরস্কার পান। ২০০৯ থেকে ২০১৪ পর্যন্ত ডয়চে ভেলের বাংলা বিভাগ ও টেলিভিশন শাখায় কাজ করেন। ২০১৪ সালে জার্মানির বন ইউনিভার্সিটি, হোকশুলে বন-রাইন-জিগ ও ডয়চে ভেলে একাডেমির যৌথ মাস্টার্স প্রোগ্রাম অন ইন্টারন্যাশনাল মিডিয়া স্টাডিজ সফলভাবে সম্পন্ন করেন। পরে ২০২৩ সালে বন বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি গবেষণা সম্পন্ন করেন তিনি। গবেষণার পাশাপাশি তার নেশা আছে কবিতা আর গল্প লেখার। তার কবিতা, গল্প, প্রবন্ধ ও নিবন্ধ ইতোমধ্যে বাংলাদেশ, ভারত, জার্মানি এবং ফ্রান্স থেকে প্রকাশিত সাহিত্য সংকলন, সাময়িকী, পত্রিকা ও অনলাইন গণমাধ্যমে প্রকাশিত হয়েছে। ২০১৫ সাল থেকে জার্মান, বাংলা ও ইংরেজি তিন ভাষায় প্রকাশিত অনলাইন গণমাধ্যম ‘আওয়ার ভয়েস’ এবং বাংলা ও জার্মান ভাষায় প্রকাশিত প্রিন্ট ম্যাগাজিন ‘সীমান্ত’ সম্পাদনা করেন। ২০১৭ সাল থেকে ২০২১ সাল পর্যন্ত তিনি জার্মান উন্নয়ন সংস্থা ওয়ান ওয়ার্ল্ড নেটওয়ার্কে প্রকল্প পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছেন। ২০২০ সাল থেকে জার্মানির অন্যতম বৃহত্তম রাজনৈতিক দল সামাজিক গণতান্ত্রিক পার্টির (এসপিডি) সামনের সারির একজন নেতা হিসেবে বন নগরীতে দলের বিভিন্ন পদে দায়িত্ব পালন করছেন। গত ১৪ সেপ্টেম্বর বন সিটি কর্পোরেশন নির্বাচনে কাউন্সিলর, হার্টবার্গ জেলা কাউন্সিলে প্রতিনিধি ও বন সিটির ইন্টেগ্রেশন কাউন্সিলের সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতা করেন তিনি। সংবাদটি ঢাকা পোস্ট অনলাইন এর।