01713248557

শিবগঞ্জে স্কুলছাত্র করিম হত্যার প্রতিবাদে বিক্ষোভ-মানববন্ধন

শিবগঞ্জে স্কুলছাত্র করিম হত্যার প্রতিবাদে বিক্ষোভ-মানববন্ধন শিবগঞ্জে আবদুল করিম নামে নবম শ্রেণির এক স্কুল শিক্ষার্থীকে নৃশংসভাবে কুপিয়ে হত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। আজ দুপুরে আদিনা ফজলুল হক সরকারি কলেজ ও এলাকাবাসীর ব্যানারে উপজেলার মনাকষা ঈদগাহ চত্বর থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় সেখানে গিয়ে মানববন্ধন কর্মসূচিতে মিলিত হয়। ঘণ্টাব্যাপি চলা মানববন্ধনে বক্তব্য দেন, নিহত স্কুল শিক্ষার্থীর বাবা আবদুস সাত্তার, বড় ভাই শহিদুল ইসলাম, মা কারিমা বেগম ও রিপন আলীসহ অন্যরা। বক্তারা- হত্যাকারীদের দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। মানববন্ধনে আবদুল করিমের সহপাঠি ও এলাকাবাসীসহ শতাধিক মানুষ অংশ নেয়। উল্লেখ্য, গত ২৬ আগস্ট রাতে পূর্ব শত্রুতার জেরে উপজেলার মনাকষা ইউনিয়নের হাউসনগর গ্রামের আবদুস সাত্তারের ছেলে ও হুমায়ুন রেজা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী নবম শ্রেণির ছাত্র আবদুল করিমকে নৃশংসভাবে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা।

ভোলাহাটে পোনামাছ অবমুক্তকরণ

ভোলাহাটে পোনামাছ অবমুক্তকরণ ভোলাহাট উপজেলা মৎস্য অধিদপ্তরের আয়োজনে পোনা মাছ অবমুক্তকরণ করা হয়েছে। আজ সকালে উপজেলা পরিষদ চত্বরের আনন্দ পুকুরে পোনা মাছ অবমুক্তকরণ করা হয়। উদ্বোধনী সময় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার তাহমিদা আক্তার, জেলা মৎস্য কর্মকর্তা মাহবুবুর রহমান, উপজেলা মৎস্য কর্মকর্তা ওয়ালিউল ইসলাম, উপজেলা সমাজসেবা কর্মকর্তা নাসিম উদ্দিন, প্রানি সম্পদ কর্মকর্তা আশিষ দেবনাথসহ অন্যান্য কর্মকর্তারা। ২০২৪-২০২৫ অর্থ বছরের রাজস্ব খাতের অর্থায়ণে ২৪৩ কেজি পোনা মাছ উপজেলার মোট ৮টি জলাশয়ে অবমুক্ত করা হয়েছে বলে নিশ্চিত করেছেন উপজেলা মৎস্য কর্মকর্তা ওয়ালিউল ইসলাম।

চাঁপাইনবাবগঞ্জে ২৪ ঘন্টায় ৭ সেমি বেড়েছে পদ্মা’র পানি, আপাতত বন্যার আশংকা নেই বলছে পাউবো; খাদ্যসহ বিভিন্ন মালামাল মজুদ করছে মানুষ

চাঁপাইনবাবগঞ্জে ২৪ ঘন্টায় ৭ সেমি বেড়েছে পদ্মা’র পানি, আপাতত বন্যার আশংকা নেই বলছে পাউবো; খাদ্যসহ বিভিন্ন মালামাল মজুদ করছে মানুষ চাঁপাইনবাবগঞ্জে বন্যা আতংক দেখা দিয়েছে। ভীত সন্ত্রস্থ হয়ে পড়েছে মানুষ। অনেকেই প্রয়োজনীয় সামগ্রী খাবারসহ বিভিন্ন মালামাল মজুদ শুরু করেছেন। যদিও পানি উন্নয়ন বোর্ড বলছে, আপাতত বন্যার কোন আশংকা নেই। গতকাল সংবাদ মাধ্যমে চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে অবস্থিত ফারাক্কা বাঁধের সকল গেট হঠাৎ করে খুলে দেবার খবরে জেলাজুড়ে চাঞ্চল্য সৃষ্টি হয়। জেলার সবত্রই এ নিয়ে শুরু হয় আলোচনা। ফেইসবুকে এ সংক্রান্ত বিভিন্ন তথ্য মানুষের আতংক বাড়ায়। এমনকি ফরাক্কার নিকবর্তী নদীতীরেবত জনপদে জনগণকে সতর্ক করে মাইকিংও করা হয়। যদিও পানি উন্নয়ন বোার্ড, প্রশাসন, নদীতীরবর্তী এলাকার জনপ্রতিনিধি,সাধারণ মানুষ বা দায়িত্বশীল কোন কর্তৃপক্ষ হঠাৎ অস্বাভাবিক পানি বাড়ার বা বন্যা সৃষ্টির কোন তথ্য গতকাল রাতে নিশ্চিত করে নি। তবে সম্প্রতি দেশের পূর্বাঞ্চলে হঠাৎ করে ভয়াবহ বন্যার কারণে মানুষ এমনিতেই আতংকে রয়েছে। গতকাল বিকাল থেকে সবসময় মানুষ পানি বাড়ার খবর জানতে ও দেখতে ভীড় জমাচ্ছে নদীর তীরে। তাদের সাথে কথা বলে বোঝা যায়, মানুষের মনে এখনও অতিমাত্রায় আতংক রয়েছে। আজ দুপুরে জেলা শহরের পুরাতন বাজারের ব্যবসায়ী মো. পান্না(৫৩) জানান, এক শ্রেণির মানুষের মধ্যে মজুদ প্রবণতা লক্ষ করা যাচ্ছে। বাজার ঘুরেও একই চিত্র চোখে পড়ে। ওই ব্যবসায়ী ভারতের মালদহ ও মুর্শিদাবাদে তাঁর নিজ আত্মীয় স্বজনদের সাথে যোগাযোগ করেছেন জানিয়ে বলেন, সেখানে এমন কোন পরিস্থিতির সৃষ্টি এখনও হয় নি যে তা প্রভাব চট করে বাংলাদেশে পড়বে। তবে প্রাকৃতিক দূর্যোগের ব্যাপারে আগাম কিছই বলা যায় না বলেও তিনি স্বীকার করেন। আজ সন্ধ্যা সাড়ে ৭টায় চাঁপাইনববাবগঞ্জ পাউবো’র ভারপ্রাপ্ত উপ-বিভাগীয় প্রকৌশলী ময়েজ উদ্দিন বলেন, চাঁপাইনবাবগঞ্জে পদ্মা’র বিপদসীমা ২২.০৫ মিটার। গত সোমবার সন্ধ্যা ৬টায় পাঁকা ইউনিয়নের পাংখা পয়েণ্টে পদ্মা’র প্রবাহ রেকর্ড করা হয় ২০.৪৮ মিটার। যা মঙ্গলবার সন্ধ্যা ৬টায় রেকর্ড করা হয়েছে ২০.৫৫ মিটার। গত ২৪ ঘন্টায় পানি বেড়েছে ৭ সে.মি। গত ১২ ঘন্টায় পানি বাড়ে নি। জেলার অপর প্রধান নদী মহানন্দার বিপদসীমা ২০.৫৫মিটার। সোমবার সন্ধ্যায় এটি রেকর্ড হয় ১৮.৪৯ মিটার। মঙ্গলবার সকালে এটি রেকর্ড হয় ১৮.৫১ মিটার। এটি ২ সেমি বেড়েছে। জেলার অপর নদী পূণর্ভবার বিপদসীমা ২১.৫৫ মিটার। মঙ্গলবার সকালে এটি ১৮.৫০ মিটার উচ্চতায় প্রবাহিত হচ্ছিল। প্রকৌশলী ময়েজ বলেন, ফারাক্কার গেট সংক্রান্ত তথ্য সংবাদ মাধ্যমের। পানি উন্নয়ন বোর্ডের নিজস্ব কোন তথ্য নেই এ সম্পর্কে। তবে গেট খোলা থাকলেও আপাতত: বন্যার কোন আংশকা নেই। তবে সতর্ক থাকা হচ্ছে। আতংকিত হবার মত কিছু এখনও ঘটে নি। এদিকে আজ সন্ধ্যায় ফারাক্কার সবচেয়ে নিকটবর্তী জেলার শিবগঞ্জ উপজেলার পাঁকা ইউপি চেয়ারম্যান আব্দুল মালেক বলেন, গেট খোলার সংবাদ শোনা গেছে। তবে এর প্রতিক্রিয়া বোঝা যায় নি। পানি যা বেড়েছে তা স্বাভাবিক। বিগত ২৪ ঘন্টায় আধা ইঞ্চির মত। ইউনিয়ন থেকে ফারাক্কা প্রায় ৩০ কিলোমিটার দূরে। ফলে জেলা প্রশাসন থেকে এ ব্যাপারে সতর্ক থাকতে বলা হয়েছে। সকল ইউপি সদস্য,গ্রাম পুলিশ,ইউপি সচিবসহ সতর্ক রয়েছেন। ইউনিয়নের সর্বনিম্নাঞ্চল ৩ নং ওয়ার্ড সদস্য রফিকুল ইসলাম বলেন, পানি তেমন বাড়ে নি। পদ্মার গহীনের চরাঞ্চলসহ সকল জনপদ নিরাপদ রয়েছে এখন পর্যন্ত। সকল কর্তৃপক্ষ খবর রাখছেন। পরিস্থিতির দিকে নজর রাখা হচ্ছে।

চাঁপাইনবাবগঞ্জে রেডিও মহানন্দা ৯৮.৮ এফএম’র বিভিন্ন শ্রোতাক্লাব পরিদর্শন

চাঁপাইনবাবগঞ্জে রেডিও মহানন্দা ৯৮.৮ এফএম’র বিভিন্ন শ্রোতাক্লাব পরিদর্শন চাঁপাইনবাবগঞ্জে রেডিও মহানন্দা ৯৮.৮ এফএম’র বিভিন্ন শ্রোতাক্লাব পরিদর্শন করলেন বিডি রুরাল ওয়াস ফর এইচসিডি প্রকল্পের সোশ্যাল সেফগার্ড কনসালটেন্ট মুহাম্মদ এনামুল হক। আজ সকালে নাচোল উপজেলার ফতেপুরে শ্রোতাক্লাব পরিদর্শন করেন তিনি। এসময় তিনি রেডিও মহানন্দার বিভিন্ন শ্রোতাক্লাবের সদস্যদের সাথে কথা বলেন। রেডিও মহানন্দা পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ)’র সহযোগিতায় বিডি রুরাল ওয়াস ফর এইচসিডি প্রকল্পের মাধ্যমে নিরাপদ স্যানিটেশন ব্যবস্থাপনা, হাত ধোয়া ব্যবস্থাপনা, মাসিক স্বাস্থ্যবিধি ব্যবস্থাপনা, নিরাপদ পানি ব্যবস্থাপনা, শিশুর জন্য উন্নত ওয়াস আচরণ নিয়ে কাজ করছে। এসময় উপস্থিত ছিলেন প্রাস মানবিক উন্নয়ন সোসাইটির পরিচালক (মানবসম্পদ ও প্রশাসন বিভাগ) ও রেডিও মহানন্দার স্টেশন ম্যানেজার আলেয়া ফেরদৌস, প্রয়াসের সহকারী পরিচালক জুলফিকার আলি, ইউনিট-১১ ফতেপুর ব্যবস্থাপক আনোয়ার হোসেন, রেডিও মহানন্দার টেকনিক্যাল অফিসার রেজাউল করিম, সহকারী প্রযোজক ( অনুষ্ঠান ও খবর) শাহরিয়ার হোসেন ও সোনিয়া শীল। পরে তিনি প্রয়াসের সদস্যদের নিরাপদ স্যানিটেশন ব্যবস্থাপনা পরিদর্শন করেন।

নেপালে শুরু হয়েছে কমিউনিটি রেডিও’র প্রশিক্ষকদের ৫ দিনব্যাপী (টিওটি) কর্মশালা

নেপালে কমিউনিটি রেডিওর প্রশিক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা শুরু নেপালে ৫ দিনব্যাপী প্রশিক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা (টিওটি) শুরু হয়েছে। এতে বাংলাদেশসহ এশিয়া-প্যাসিফিক অঞ্চলের ৫টি দেশের কমিউনিটি রেডিও’র প্রতিনিধিগণ অংশ নিয়েছেন। সোমবার সকালে নেপালের রাজধানী কাঠমুন্ডুতে ময় মনোর বুটিক হোটেলে এই কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- কর্মশালার কো-ফ্যাসিলেটেটর সুমন বাসনেট ও ওয়াং ইন্জ। কর্মশালায় প্রশিক্ষণ প্রদান করছেন সিঙ্গাপুরের প্রশিক্ষক জুয়েলিং লিন ও উইলসোন গোহ। কর্মশলায় বাংলাদেশের কমিউনিটি রেডিও, রেডিও পল্লীকণ্ঠের স্টেশন ম্যানেজার মো. মেহেদী হাসান, রেডিও নলতার স্টেশন ম্যানেজার মো. সেলিম হোসাইন শাহরিয়ার, রেডিও মহানন্দার প্রযোজক নয়ন আলীসহ নেপালের ৩ জন, ইন্দোনেশিয়ার ৩ জন, ভারতের ২ জন ও তিমুর-লেস্তের ১ জন করে মোট ১২ জন প্রশিক্ষণার্থী এই কর্মশালায় অংশ নিয়েছেন। CAMECO ও জার্মানির অর্থনৈতিক উন্নয়ন ও সহযোগিতা বিষয়ক মন্ত্রণালয়ের আর্থিক সহায়তায় ৫ দিনব্যাপী এই প্রশিক্ষণ কর্মশালাটি আয়োজন করছে AMARC এশিয়া প্যাসিফিক। কমিউনিটি রেডিও কর্মীদের জন্য প্রশিক্ষণ প্রোগ্রামের আওতায় অনুষ্ঠিত এই কর্মশালার উদ্দেশ্য হলো- এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের দরিদ্র জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে কমিউনিটি রেডিও’র কর্মীদের দক্ষতা বৃদ্ধি করা। কর্মশালায় বাংলাদেশ থেকে অংশ নেয়া রেডিও পল্লীকণ্ঠের স্টেশন ম্যানেজার মেহেদী হাসান বলেন, আন্তর্জাতিক পর্যায়ের এই কর্মশালা থেকে প্রশিক্ষক হিসেবে অর্জিত জ্ঞান আমার কমিউনিটি রেডিওতে কাজে লাগাতে পারব। এই কর্মশালায় বিভিন্ন দেশের ব্রডকাস্টারদের কাছ থেকে অনেক কিছু শিখতে পারছি। যা আমার কমিউনিটি রেডিওতে কাজে লাগানোর পাশাপাশি, দেশের অন্য কমিউনিটি রেডিওতে ছড়িয়ে দিতে পারলে তারাও উপকৃত হবে। টিওটি কর্মশালায় অংশ নেয়া আরেক প্রশিক্ষণার্থী রেডিও নলতার স্টেশন ম্যানেজার সেলিম হোসাইন শাহরিয়ার বলেন, সিঙ্গাপুর থেকে আসা প্রশিক্ষকদ্বয়ের প্রশিক্ষণে অংশ নিতে পেরে আমি খুবই আনন্দিত। এই প্রশিক্ষণ কর্মশালাটি আমাকে একজন দক্ষ প্রশিক্ষক হয়ে গড়ে উঠতে সহায়তা করবে। এর ফলে আমি আগামীতে আমার অর্জিত জ্ঞান কমিউনিটি মিডিয়ার উন্নয়নে দক্ষ প্রশিক্ষক হিসেবে নিজেকে গড়ে তুলতে পারব। এদিকে বাংলাদেশ থেকে অংশ নেয়া আরেক প্রশিক্ষণার্থী রেডিও মহানন্দার প্রযোজক নয়ন আলী বলেন, আন্তর্জাতিক পর্যায়ের এরকম কর্মশালায় অংশ নিতে পেরে খুবই আনন্দিত। কর্মশালা থেকে অর্জিত জ্ঞান আমাকে ভবিষ্যতে প্রশিক্ষক হিসেবে গড়ে উঠতে সহায়তা করবে। যা আমার কমিউনিটি রেডিও সহকর্মীদের মাঝে ছড়িতে দিতে পারলে, তারাও দক্ষতার সাথে কমিউনিটির উন্নয়নে ভূমিকা রাখতে পারবে। উল্লেখ্য, এই প্রকল্পের আওতায় চলতি বছরের ১৩-১৭ মে ৫ দিনব্যাপী অনুষ্ঠিত প্রশিক্ষণে বাংলাদেশের ৫টি কমিউনিটি রেডিওর স্টেশন ম্যানেজারসহ এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের ৫টি দেশের মোট ২৯ জন প্রশিক্ষণার্থী অংশ নেন। এতে রেডিও মহানন্দার স্টেশন ম্যানেজার আলেয়া ফেরদৌসসহ বাংলাদেশের আরো ৪টি কমিউনিটি রেডিওর স্টেশন ম্যানেজার অংশ নিয়েছিলেন।

চাঁপাইনবাবগঞ্জে ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী উদযাপিত

চাঁপাইনবাবগঞ্জে ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী উদযাপিত চাঁপাইনবাবগঞ্জে সনাতন ধর্মাবলম্বীদের ভগবান শ্রীকৃষ্ণের আবির্ভাব তিথিতে শুভ জন্মাষ্টমী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ সকালে জেলা জন্মষ্টমী উদযাপন কমিটির আয়োজনে শহরের শিবতলা চরজোতপ্রতাপ দূর্গামাতা ঠাকারানী মন্দিরে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসনের স্থানীয় সরকার শাখার উপ-পরিচালক দেবেন্দ্র নাথ উঁরাও। কমিটির সভাপতি শ্যাম কিশোর দাস গোস্বামীর সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন কমিটির সাধারণ সম্পাদক নারু গোপাল পাল। এসময় আরও উপস্থিত ছিলেন, জেলা পুজা উদযাপন পরিষদ সভাপতি ডাবলু কুমার ঘোষ, জেলা হিন্দু বৌদ্ধ খ্রীষ্টান ঐক্য পরিষদ সাধারণ সম্পাদক দিলীপ রায়, হিন্দু সম্প্রদায়ের নেতা বিধান ভট্টাচার্য, রানা প্রতাপ আচার্য, মন্দির কমিটি সাধারণ সম্পাদক অজিত দাস, জেলা প্রধান ডাকঘরের সাবেক পোষ্টমাষ্টার লক্ষণ দাস, ইসকন প্রচার কেন্দ্র সাধারণ সম্পাদক আশ্রয় নরোত্তম দাস, তরুন সাহাসহ অন্যরা। এদিকে, জেলা প্রশাসন ও হিন্দু ধর্শীয় কল্যান ট্রাষ্টের আয়োজনে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জন্মাস্টমী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে হিন্দু ধর্মীয় নেতাসহ আদিবাসী ও মন্দিরভিত্তিক গণশিক্ষা কার্যক্রমের শিক্ষকরা উপস্থিত ছিলেন।

মহানন্দায় মিলল অজ্ঞাত মরদেহ

মহানন্দায় মিলল অজ্ঞাত মরদেহ চাঁপাইনবাবগঞ্জের মহানন্দা নদী থেকে অজ্ঞাত এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রবিবার সকালে চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার রাজরামপুর-মালোপাড়া এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। তবে অজ্ঞাত ব্যক্তির পরিচয় শনাক্তের চেষ্টা করছে পুলিশ। ধারণা করা হচ্ছে তার বয়স আনুমানিক ৪০ বছর। চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) এস এম জাকারিয়া বলেন, মহানন্দা নদীতে একটি মরদেহ দেখতে পেলে পুলিশকে খবর দেয় স্থানীয়রা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে। বর্তমানে মরদেহটি ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

বেজলাইন সার্ভের জন্য তথ্য সংগ্রহের লক্ষ্যে প্রয়াসের কার্যক্রম দেখলেন বাকৃবির প্রফেসর রায়হান

বেজলাইন সার্ভের জন্য তথ্য সংগ্রহের লক্ষ্যে প্রয়াসের কার্যক্রম দেখলেন বাকৃবির প্রফেসর রায়হান বেজলাইন সার্ভের জন্য তথ্য সংগ্রহের লক্ষ্যে চাঁপাইনবাবগঞ্জে প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটির বিভিন্ন কার্যক্রম পরিদর্শন করেছেন বাংলাদেশ কৃষি বিশ^বিদ্যালয়ের (বাকৃবি) ডেইরি সায়েন্স বিভাগের প্রফেসর রায়হান হাবিব।  রবিবার সকালে সদর উপজেলার গোবরাতলায় দুধ উৎপাদক, প্রক্রিয়াজাতকারক, গোখাদ্য উৎপাদক, কেঁচো সার উৎপাদকদের সঙ্গে কথা বলে তথ্য সংগ্রহ করেন তিনি। সেখান থেকে তিনি নসিপুরের দুগ্ধ প্রক্রিয়াজাতকরণ ইউনিট পরিদর্শন করেন। পরে বিকেলে রাজশাহীর গোদাগাড়ীতে প্রয়াসের ব্ল্যাক বেঙ্গল ব্রিডিং ফার্ম ও ডেইরি ফার্মে যান রায়হান হাবিব। সেখানে তিনি তথ্য সংগ্রহের পাশাপাশি ফার্মের কর্মকর্তা-কর্মচারীদের বিভিন্ন পরামর্শ দেন। পরিদর্শনকালে প্রফেসর রায়হান হাবিবের সঙ্গে ছিলেন প্রয়াসের কনিষ্ঠ সহকারী পরিচালক ফারুক আহমেদ, প্রাণিসম্পদ কর্মকর্তা ও আরএমটিপি ডেইরি প্রকল্পের ফোকাল পার্সন ডা. রাজিন বিন রেজাউল, কৃষি কর্মকর্তা মোস্তাফিজুর রহমান, আরএমটিপি ডেইরি প্রকল্পের ভ্যালুচেইন ফ্যাসিলিটেটর ডা. মাহমুদুল হাসান, প্রোডাক্ট প্রোমোশন অফিসার আবদুল ওয়াদুদসহ অন্যরা।

গ্রিনভিউ স্কুল : রোকসানা আহমদকে স্বপদে বহালের দাবিতে মানববন্ধন

গ্রিনভিউ স্কুল : রোকসানা আহমদকে স্বপদে বহালের দাবিতে মানববন্ধন চাঁপাইনবাবগঞ্জে অভিজাত শিক্ষাপ্রতিষ্ঠান নামে খ্যাত গ্রিনভিউ স্কুলের সদ্য পদত্যাগ করা প্রধান শিক্ষক রোকসানা আহমদকে জোরপূর্বক পদত্যাগে বাধ্য করার প্রতিবাদে মানববন্ধন করেছেন অভিভাবক ও শিক্ষার্থীরা। রবিবার সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে অনুষ্ঠিত মানববন্ধন থেকে সাবেক শিক্ষক রোকসানা আহমদকে আবারো তার পদে পুনর্বহালের দাবি জানান বক্তারা। মানববন্ধনে বক্তব্য দেন- অ্যাডভোকেট এবিএম সাইদুল ইসলাম, অ্যাডভোকেট আবু হাসিব, গ্রিনভিউ উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মাহমুদা আহমেদসহ অন্যরা। বক্তারা বলেন, গ্রিনভিউ উচ্চ বিদ্যালয়ে বিশৃঙ্খলা সৃষ্টি করে, শিক্ষক রোকসানা আহমদকে জোর করে পদত্যাগে বাধ্য করা হয়েছে। এটা অন্যায়, আইনের পরিপন্থী। তাকে স্বপদে আবারো পুনর্বহাল করে গ্রিনভিউ উচ্চ বিদ্যালয়ের পুরনো ঐতিহ্য ফিরিয়ে আনার দাবি জানান তারা। গ্রিনভিউ উচ্চ বিদ্যালয়ের শিক্ষিকা মাহমুদা আহমদ বলেন, সহকর্মী হিসেবে আমি রোকসানা আহমদের সঙ্গে দীর্ঘদিন ধরে কাজ করেছি। উনার (রোকসানা আহমদ) সঙ্গে যে অন্যায়টা করা হয়েছে, এটা কোনোভাবেই কাম্য নয়। উনাকে আবার প্রধান শিক্ষক পদে ফিরিয়ে আনা উচিত। পরে অভিভাবক ও শিক্ষার্থীরা জেলা প্রশাসক এ কে এম গাঁলিভ খানের নিকট স্মারকলিপি প্রদান করে। স্মারকলিপিতে রোকসানা আহমদকে প্রধান শিক্ষকের পদে পনর্বহালের দাবি জানানো হয়।

বিভিন্ন দাবিতে নাচোলে ক্ষুদ্র নৃগোষ্ঠীর মানুষদের বিক্ষোভ মিছিল,সমাবেশ ও স্মারকলিপি পেশ

বিভিন্ন দাবিতে নাচোলে ক্ষুদ্র নৃগোষ্ঠীর মানুষদের বিক্ষোভ মিছিল,সমাবেশ ও স্মারকলিপি পেশ বিভিন্ন দাবিতে নাচোল উপজেলায় ক্ষুদ্র নৃগোষ্ঠীর মানুষেরা বিক্ষোভ মিছিল, সমাবেশ ও স্মারকলিপি পেশ কর্মসূচী পালন করেছে। দাবির মধ্যে রয়েছে নিরাপত্তা,ভূমি ও পুকুর জবর দখল রোধ,বসত উচ্ছেদের চেষ্টা ও ভীতি প্রদর্শণ বন্ধ করা, সমতলের আদিবাসিদের জন্য পৃথক মন্ত্রণালয় গঠন করা ও অন্তবর্তীকালীন সরকারের একজন উপদেষ্টাকে আদিবাসি সংক্রান্ত দায়িত্ব দেয়া। আজ দুপুরে সম্মিলিত আদিবাসী সমাজের ব্যানারে এই কর্মসূচী পালিত হয়। এতে জেলার নাচোল, গোমস্তাপুর ও সদর উপজেলার বিভিন্ন ক্ষুদ্র নৃগোষ্ঠীর কয়েকশত নারী-পুরুষ ও শিক্ষার্থী অংশ নেন। নাচোল সদর বাসষ্ট্যান্ড মোড়ে জড়ো হয়ে অবস্থান নেয়ার মাধ্যমে কর্মসূচী শুররু হয়। পরে সেখান থেকে মিছিল বের হয়ে উপজেলা পরিষদে গিয়ে সমাবেশ হয়। জাতীয় আদিবাসী পরিষদের কেন্দ্রীয় সভাপতি বিচিত্রা তির্কির সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন উত্তরবঙ্গ আদিবাসী ফোরাম কেন্দ্রীয় সভাপতি হিংগু মুর্মু,সাধারণ সম্পাদক প্রভাত টুডু, জহরলাল এককা,নাচোলের রানী ইলা মিত্র সংসদ আহব্বায়ক বিধান সিং,নাচোল পুজা উদযাপন পরিষদ নেত্রী রঞ্জনা বর্মন, নির্যাতিত আদিবাসী গোমস্তাপুরের মাধাইপুর গ্রামের বিথি তুরি সরদার প্রমুখ। বক্তরা বলেন, রানৈতিক পট পরিবর্তণের পর আদিবাসীরা বারবার নির্যাতিত হয়। কিন্তু তাৎক্ষনিকভাবে কেউ এগিয়ে আসেনা। কিন্তু এদশে তো আদিবাসীদেরও। এদমে জন্মেছি। এদেশে মরব। দেশ ছেড়ে কোথাও যাব না। তারা আদিবাসিদের প্রতি বঞ্চনা বৈষম্যর প্রতিবাদ করেন। শেষে ্উপজেলা নির্বাহী অফিসারের মাধমে ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টাকে স্মারকলিপি দেয়া হয়।