01713248557

ভোলাহাটে মহানন্দা নদীতে ডুবে যুবকের মৃত্যু

ভোলাহাটে মহানন্দা নদীতে ডুবে যুবকের মৃত্যু ভোলাহাট উপজেলায় মহানন্দা নদীতে ডুবে এক যুবকের মৃত্যু হয়েছে। মৃতব্যক্তি ভোলাহাট সদর ইউনিয়নের যাদুনগর গ্রামের সেন্টু মিয়ার ছেলে মামুন। তিনি পেশায় রিক্সাচালক ছিলেন। ফায়ার সার্ভিস ও পুলিশ জানায়, আজ দুপুর ১টার দিকে বাড়ির অদূরে মহানন্দার ঘাটে গোসলে নেমে ডুবে যান মামুন। স্থানীয়রা তাকে পৌনে ২টার দিকে পানি থেকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। ভোলাহাট থানার পরিদর্শক (তদন্ত) ইকবাল পাশা বলেন, পুলিশ মরদেহ উদ্ধারের পর প্রয়োজনীয় আইনী ব্যবস্থা গ্রহণ শেষে আবেদনের প্রেক্ষিতে পরিবারের নিকট হস্তান্তর করেছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।

গোমস্তাপুরে র‌্যাবের হাতে অস্ত্র মামলায় যাবজ্জীবন ও ৭ বছর সাজাপ্রাপ্ত পলাতক আসামী গ্রেপ্তার

গোমস্তাপুরে র‌্যাবের হাতে অস্ত্র মামলায় যাবজ্জীবন ও ৭ বছর সাজাপ্রাপ্ত পলাতক আসামী গ্রেপ্তার গোমস্তাপুর উপজেলায় র‌্যাবের অভিযানে অস্ত্র মামলায় যাবজ্জীবন ও ৭ বছর সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভূক্ত পলাতক আসামী জহিরুল ইসলাম গ্রেপ্তার হয়েছে। সে গোমস্তাপুরের চৌডালা ইউনিয়নের নন্দলালপুর গ্রামের সাদিকুল ইসলাম ওরফে কুলুর ছেলে। র‌্যাব জানায়, আজ ভোরে নিজ গ্রাম এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। সন্ধ্যায় চাঁপাইনবাবগঞ্জ র‌্যাব ক্যাম্পের প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, জহিরুল পেশাদার শীর্ষ অবৈধ অস্ত্র ব্যবসায়ী। ২০২২ সালের ১ জুন অস্ত্র বহনের সময় সে হাতেনাতে গ্রেপ্তার হয়। এ ঘটনায় গোমস্তাপুর থানায় অস্ত্র আইনে মামলা হয়। পরে ওই আসামী জামিনে মুক্ত হয়ে পলাতক থাকে। ২০২৪ সালের ৩০ জুন আদালত তাকে অস্ত্র মামলায় যাবজ্জীবন ও আরও ৭ বছর করাদন্ডে দন্ডিত করেন। গ্রেপ্তার জহিরুলকে গোমস্তাপুর থানায় হস্তান্তর করা হয়েছে।

চাঁপাইনবাবগঞ্জে ২৩টি স্বেচ্ছাসেবী মহিলা সমিতির মাঝে অনুদানের চেক বিতরণ

চাঁপাইনবাবগঞ্জে ২৩টি স্বেচ্ছাসেবী মহিলা সমিতির মাঝে অনুদানের চেক বিতরণ চাঁপাইনবাবগঞ্জে ২৩টি স্বেচ্ছাসেবী মহিলা সমিতির মাঝে ৬ লক্ষ ৭০ হাজার টাকার অনুদানের চেক বিতরণ করা হয়েছে। আজ দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসন ও জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে এক অনুষ্ঠানে বাংলাদেশ মহিলা কল্যাণ পরিষদের ২০২৩-২৪ অর্থবছরে অনুমোদনকৃত এসব চেক বিতরণ করা হয়। অতিরিক্ত জেলা প্রশাসক আহমেদ মাহবুব-উল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক একেএম গালিভ খান। এ সময় উপস্থিত ছিলেন জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক সাহিদা আক্তার ও বিভিন্ন মহিলা সমিতির প্রতিনিধিরা।

গোমস্তাপুরে বৃত্তিপাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা

গোমস্তাপুরে বৃত্তিপাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা গোমস্তাপুরে ৩য়, ৪র্থ ও ৫ম শ্রেণির বৃত্তিপাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়েছে। আজ সকালে রহনপুরের একটি কমিউনিটি সেন্টারে এই সংবর্ধনার আয়োজন করা হয়। উপজেলা কিন্ডার গার্টেন এসোসিয়েশনের আয়োজনে অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ওই এসোসিয়েশনের সভাপতি জিন্নাউল আউয়াল। অনুষ্ঠানে প্রধান অতিথি’র বক্তব্য দেন উপজেলা শিক্ষা অফিসার ইসাহাক আলী। সংগঠনের সাধারণ সম্পাদক সারওয়ার হাবিবের সঞ্চালনায় অন্য অতিথিদের মধ্যে বক্তব্য দেন রহনপুর মহিলা কলেজের অধ্যক্ষ আজিজুর রহমান, রহনপুর স্টেশন বাজার ব্যবসায়ী কল্যাণ বহুমুখী সমবায় সমিতি লিমিটেডের সভাপতি নাজমুল হুদা খান রুবেল, রহনপুর শিল্প ও বণিক সমিতি সভাপতি মাসুদ রানা, মেসার্স মারুফ ট্রেডার্সের ব্যবস্থাপনা পরিচালক আল মামুনসহ অন্যরা। এ সময় বিভিন্ন কিন্ডারগার্টেন প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক, শিক্ষক, কর্মচারী, অভিভাবক, শিক্ষার্থীরা। আলোচনা শেষে গোমস্তাপুর উপজেলা কিন্ডারগার্ডেন এসোসিয়েশনের অন্তর্ভুক্ত প্রতিষ্ঠানের ৩য়, ৪র্থ ও ৫ম শ্রেণির বৃত্তিপ্রাপ্তসহ ১১২ জন কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা দেওয়া হয়।

চাঁপাইনবাবগঞ্জে এনজিও কর্মীকে দলবদ্ধ ধর্ষণ ও হত্যার দায়ে ৪ জনের যাবজ্জীবন

চাঁপাইনবাবগঞ্জে এনজিও কর্মীকে দলবদ্ধ ধর্ষণ ও হত্যার দায়ে ৪ জনের যাবজ্জীবন চাঁপাইনবাবগঞ্জে খাতিজা খাতুন নামে একজন এনজিও কর্মীকে ধর্ষণ ও ধর্ষণ শেষে হত্যা এবং ওই নারীর ৪ বছর বয়সী চাচাতো বোন তাবাসুমকে হত্যা চেষ্টার দায়ে নারী ও শিশু নির্যাতণ দমন আইনে দায়ের একটি মামলায় ৪ জনকে যাবজ্জীবন কারাদন্ড, ১ লক্ষ টাকা করে অর্থদন্ড,অনাদায়ে ২ বছর কারাদন্ডসহ একই মামলার অন্য ধারায় দন্ডিত ৪ জনের বিভিন্ন জনকে বিভিন্ন মেয়াদে কারাদন্ড ও অর্থদন্ডের আদেশ দিয়েছেন আদালত। বিচারক আদেশে উল্লেখ করেছেন, সকল দন্ডিতের ক্ষেত্রে সকল দন্ড একত্রে কার্যকর হবে। এছাড়া মামলায় অপরাধ প্রমাণিত না হওয়ায় অপর ৪ আসামীকে বেকসুর খালাস দেন আদালত। আজ বিকালে চাঁপাইনবাবগঞ্জের নারী ও শিশু নির্যাতণ দমন ট্রাইবুনালের বিচারক নরেশ চন্দ্র সরকার দন্ডিতদের উপস্থিতিতে আদেশ প্রদান করেন। দন্ডিতরা হলেন শিবগঞ্জ উপজেলার আখিরা গ্রামের আতাউর রহমানের ছেলে আব্দুল জলিল, একই গ্রামের মন্টুর ছেলে মোহাম্মদ আলী সাদ্দাম, আব্দুল মান্নানের ছেলে হেলাল আলী ও মৃত আইয়ুব আলীর ছেলে আওয়াল হোসেন। মামলার বিবরণ ও আদালত সূত্রে জানা যায় এবং ষ্পেশাল পিপি এনামুল হক বলেন, দন্ডিত হেলালের সাথে মোবাইলের মাধ্যমে প্রেমের সম্পর্ক হয় খাতিজার। ২০১৮ সালের ৯ আগষ্ট দিবাগত রাতে দন্ডিত হেলাল ও তার সহযোগিরা হেলালের সাথে খাতিজার বিয়ের তারিখ ঠিক করার কথা বলে খাতিজা ও তার শিশু বোনকে আখিরা গ্রামের একটি আখক্ষেতে নিয়ে যায়। সেখানে একাধিকজন তাকে ধর্ষণ করে,একাধিকজন অপরাধ সংগঠনে সাহায্য করে ও পরে তাদের কেউ কেউ খাতিজাকে শ^াসরোধে ও আঘাতে হত্যা করে, কেউ কেউ বাধা না দিয়ে অপরাধ সংগঠিত হতে দেয় এবং অপরাধিরা শিশু তাবাসুমকেও হত্যার জন্য আছাড় মারে। তবে সে ভাগ্যক্রমে বেঁচে যায়। পরদিন সকালে আখক্ষেত থেকে খাতিজার মরদেহ ও তাবাসুম জীবিত উদ্ধার হয়। এ ঘটনায় ওইদিন শিবগঞ্জ থানায় অজ্ঞাতদের নামে মামলা করেন নিহতের পিতা ও শিবগঞ্জের লাওঘাটা গ্রামের আলাউদ্দিন। ২০২১ সালের ১৫ এপ্রিল পিবিআই,রাজশাহীর উপ-পরিদর্শক(এসআই) সাইদুর রহমান ৮ জনকে অভিযুক্ত করে চার্জশীট দাখিল করেন। ২২ জনের সাক্ষ্য, প্রমাণ ও শুনানী শেষে আদালত আজ ৪ জনকে দোষি সাব্যস্ত করে সাজা ঘোষনা করেন। আসামীপক্ষে মামলা পরিচালননা করেন এড, মিজানুর রহমান ও অন্যরা।

চাঁপাইনবাবঞ্জে দেনাদারের পিটুনিতে পাওনাদরের মৃত্যু

চাঁপাইনবাবঞ্জে দেনাদারের পিটুনিতে পাওনাদরের মৃত্যু চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলায় পাওনা আড়াই হাজার টাকা আদায়কে কেন্দ্র করে মারামারিতে পাওনাদার বাদল আলী নামে একজন রিক্সাচালক প্রাণ হারিয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। তিনি বালিয়াডাঙ্গা ইউনিয়নের যাদুপুর বিশ^াসপাড়া গ্রামের মৃত মঞ্জুর আলীর ছেলে। পুলিশ, পরিবার ও স্থানীয় সূত্রে জাানা গেছে, আজ দুপুরে ওই গ্রামে ঘটনাটি ঘটে। ঘটনার পর থেকে দেনাদার একই গ্রামের আব্দুর রাকিবের ছেলে মইনুদ্দিন পলাতক রয়েছে। পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা হাসপাতাল মর্গে পাঠিয়েছে। সদর থানার অফিসার ইনচার্জ এসএম জাকারয়িা বলেন, মইনুদ্দিনের নিকট আড়াই হাজার টাকা পেতেন বাদল। দুপুরে সেই টাকা চাওয়াকে কেন্দ্র করে মইনুদ্দিনের বাড়ির নিকট দু’জনের মধ্যে বিবাদ ও মারামারি হয়। এতে মইনুদ্দিনের পিটুনিতে দেহের বিভিন্ন স্থানে আঘাতপ্রাপ্ত হন বাদল। তাঁর গলা ও ঘাড়ে আঘাতের চিহ্ন রয়েছে। ঘটনার পরপরই বাড়ি ফেরার পথে তাঁর মৃত্যু হয়। ওসি আরও জানান, পুলিশ ঘটনার বিস্তারিত তদন্ত শুরু করেছে। এ ব্যাপারে মামলার বিষয়টি প্রক্রিয়াধীণ বলেও জানান তিনি।

চাঁপাইনবাবগঞ্জে পরিত্যক্ত ১ কেজি হেরোইন উদ্ধার করেছে র‌্যাব

চাঁপাইনবাবগঞ্জে পরিত্যক্ত ১ কেজি হেরোইন উদ্ধার করেছে র‌্যাব  চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার বারঘরিয়া স্লুইস গেট এলাকায় র‌্যাবের অভিযানে পরিত্যক্ত এক কেজি ষাট গ্রাম হেরোইন উদ্ধার হয়েছে। গতকাল রাত ১১টার দিকে সীমান্ত থেকে মাদক চোরাচালানের গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পূর্ব পরিকল্পনায় থাকা র‌্যাবের একটি দল মহানন্দা নদী পাড় থেকে হেরোইন উদ্ধার করে। তবে র‌্যাবের উপস্থিতি টের পেয়ে এ সময় মাদক ব্যবসায়ীরা মাদখ ফেলে পালিয়ে যায়। আজ বেলা সাড়ে ১১টায় চাঁপাইনবাবগঞ্জ র‌্যাব ক্যাম্পের প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। জব্দ হেরোইন প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা শেষে সদর থানায় হস্তান্তর করা হয়েছে বলেও জানায় র‌্যাব।

চাঁপাইনবাবগঞ্জে কমেছে পদ্মা সহ জেলার প্রধান ৩ নদীর পানি, মানুষের মধ্যে কমেছে বন্যা আতংক

চাঁপাইনবাবগঞ্জে কমেছে পদ্মা সহ জেলার প্রধান ৩ নদীর পানি, মানুষের মধ্যে কমেছে বন্যা আতংক চাঁপাইনবাবগঞ্জ সদর ও শিবগঞ্জ উপজেলা দিয়ে বয়ে যাওয়া পদ্মা, জেলার ৫টি উপজেলার উপর দিয়ে বয়ে যাওয়া মহানন্দা এবং জেলার গোমস্তাপুর উপজেলা দিয়ে বয়ে যাওয়া পূণর্ভবা সহ গত ২৪ ঘন্টায় জেলার ৩ প্রধান নদীর পানি কমেছে। বিপদসীমার অনেক নীচ দিয়ে প্রবাহিত হচ্ছে ওই ৩ টি নদীর পানি। গত কয়েক দিনে গড়ে পানি কমতে থাকায় নদীপাড়ের মানুষের মধ্যে কমে এসেছে বন্যা আতংক। চাঁপাইনবাবগঞ্জে পদ্মা’র বিপদসীমা ২২.০৫ মিটার। আজ সন্ধ্যা ৬টায় এটি প্রবাহিত হচ্ছিল ২০.৫১ মিটারে। গতকাল সন্ধ্যা ৬টায় এটি রেকর্ড হয় ২০.৫৯ মিটার, ২৪ ঘন্টায় পানি কমেছে ৮ সেমি। জেলার অপর প্রধান নদী মহানন্দার বিপদসীমা ২০.৫৫ মিটার, যা আজ সন্ধ্যায় এটি প্রবাহিত হচ্ছিল ১৮.৪৭ মিটারে, ২৪ ঘন্টায় পানি কমেছে ৩ সেমি। জেলার অপর নদী জেলার গোমস্তাপুর উপজেলার পূণর্ভবার বিপদসীমা ২১.৫৫ মিটার। আজ সন্ধ্যায় এটির প্রবাহ রেকর্ড করা হয় ১৮.৪৪ মিটার। গতকাল সন্ধ্যায় এটি ২০.৪৮ মিটারে প্রবাহিত হচ্ছিল, ২৪ ঘন্টায় পানি ৩ সেমি কমেছে বলে নিশ্চিত করেছে জেলার পানি উন্নয়ন বোর্ড সূত্র।

চাঁপাইনবাবগঞ্জে হেরোইন কারবারির যাবজ্জীবন

চাঁপাইনবাবগঞ্জে হেরোইন কারবারির যাবজ্জীবন চাঁপাইনবাবগঞ্জে ১ কেজি ৫০ গ্রাম হেরোইন বিক্রির উদ্দেশ্যে নিজ হেফাজতে রাখার অপরাধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দায়ের একটি মামলায় মনিরুল ইসলাম নামে এক ব্যক্তিকে যাবজ্জীবন সশ্রম কারাদন্ড, ৫০ হাজার টাকা অর্থদন্ড অনাদায়ে আরও ৬ মাস কারাদন্ডের আদেশ দিয়েছে আদালত। গতকাল চাঁপাইনবাবগঞ্জের অতিরিক্ত দায়রা জজ প্রথম আদালতের বিচারক রবিউল ইসলাম আসামীর উপস্থিতিতে আদেশ প্রদান করেন। দন্ডিত মনিরুল শহরের বেলেপুকুর মহল্লার সাইদুর রহমানের ছেলে। একই মামলায় অপরাধ প্রমাণিত না হওয়ায় অপর আসামী উজ্জলকে বেকসুর খালাস দেন আদালত। অতিরিক্ত পিপি রবিউল ইসলাম রবু বলেন, ২০১৯ সালের ১ ফেব্রুয়ারী চাঁপাইনবাবগঞ্জ র‌্যাব ক্যাম্পের অভিযানে চাঁপাইনবাবগঞ্জ শহরের দারিয়াপুর এলাকা থেকে গ্রেপ্তার হয় মনিরুল। ১৭ জনের সাক্ষ্য, প্রমাণ ও শুনানী শেষে আদালত গতকাল মনিরুলকে দোষী সাব্যস্ত করে আদেশ প্রদান করেন।

সদর উপজেলার আলীনগর ও পলশা উচ্চ বিদ্যালয় রেডিও মহানন্দা ক্লাব শ্রোতাক্লাব পরিদর্শন

সদর উপজেলার আলীনগর ও পলশা উচ্চ বিদ্যালয় রেডিও মহানন্দা ক্লাব শ্রোতাক্লাব পরিদর্শন সদর উপজেলায় জেলার উন্নয়ন সংস্থা প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটির বাস্তবায়নে BD Rural WASH for HCD  প্রকল্পের আওতায়, রেডিও মহানন্দা ৯৮.৮ এফএম’র বিভিন্ন শ্রোতাক্লাব পরিদর্শন করলেন বিডি রুরাল ওয়াস ফর এইচসিডি প্রকল্পের সোশ্যাল সেফগার্ড কনসালটেন্ট এনামুল হক। আজ সকালে সদর উপজেলার আলীনগর ও পলশা উচ্চ বিদ্যালয় রেডিও মহানন্দা ক্লাব শ্রোতাক্লাব পরিদর্শন করেন এবং এসময় রেডিও মহানন্দার বিভিন্ন শ্রোতাক্লাবের সদস্যদের সাথে কথা বলেন। এসময় উপস্থিত ছিলেন- প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটির পরিচালক (মানবসম্পদ ও প্রশাসন বিভাগ) ও রেডিও মহানন্দার স্টেশন ম্যানেজার আলেয়া ফেরদৌস, রেডিও মহানন্দার টেকনিক্যাল অফিসার রেজাউল করিম, সহকারী প্রযোজক (অনুষ্ঠান ও খবর) শাহরিয়ার শিমুল ও সোনিয়া শীল। পরিদর্শনকালে আরো উপস্থিত ছিলেন, চাঁপাইনবাবগঞ্জ পৌরশহরের আলীনগর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এতাহার আলী, সহকারি শিক্ষক মোসা: নুরুন নাহার ও সদর উপজেলার পলশা উচ্চ বিদ্যালয়ের সহকারি প্রধান শিক্ষক মোস্তাক হোসেনসহ শিক্ষার্থীরা। রেডিও মহানন্দা পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ)’র সহযোগিতায় বিডি রুরাল ওয়াস ফর এইচসিডি প্রকল্পের মাধ্যমে নিরাপদ ব্যবস্থাপনায় স্যানিটেশন (২গর্তবিশিষ্ট টয়লেট নির্মাণ), হাত ধোয়া ব্যবস্থাপনা, মাসিক স্বাস্থ্যবিধি ব্যবস্থাপনা, নিরাপদ ব্যবস্থাপনায় পানি, শিশুর জন্য উন্নত ওয়াস আচরণ নিয়ে কাজ করছে।