চাঁপাইনবাবগঞ্জে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত ৯ : দুজনকে রাজশাহীতে স্থানান্তর

চাঁপাইনবাবগঞ্জে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত ৯ : দুজনকে রাজশাহীতে স্থানান্তর চাঁপাইনবাবগঞ্জে ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালে ডেঙ্গু রোগীর সংখ্যা বাড়ছে। গত বুধবার ১৬ জন ভর্তি থাকলেও আজ ভর্তি রোগীর সংখ্যা বেড়ে দাঁড়ায় ১৯ জনে। তাদের মধ্যে নতুন করে ৯ জন আক্রান্ত হয়েছে। ২৫০ শয্যাবিশিষ্ট চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালের ডেঙ্গু বিষয়ক তথ্যে জানা গেছে, গত বুধবার ১৬ জন রোগী ভর্তি ছিল। তাদের মধ্যে ৪ জনকে ছাড়পত্র দেয়া হয়েছে। অন্যদিকে গত মঙ্গলবার মধ্যরাত থেকে গতকাল মধ্যরাত পর্যন্ত ২৪ ঘণ্টায় নতুন করে ভর্তি হয়েছে আরো ৯ জন। তাদের মধ্যে ২ জন পুরুষ, ৪ জন নারী ও ৩ জন শিশু রয়েছেন। ফলে ভর্তি রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৯ জনে। এছাড়া দুজনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। তাদের মধ্যে একজন পুরুষ ও একজন নারী রয়েছেন। আজ হাসপাতালের প্রতিদিনের ডেঙ্গু বিষয়ক প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে। প্রতিবেদনে আরো জানা গেছে, চলতি বছরের শুরু থেকে বৃহস্পতিবার পর্যন্ত ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালে ডেঙ্গু রোগীর সংখ্যা হচ্ছে ৫১১ জন।
চাঁপাইনবাবগঞ্জে জমি নিয়ে দ্বন্দের জেরে ছোট ভাইয়ের ছু*রিকা*ঘাতে বড়ভাই খু*ন

চাঁপাইনবাবগঞ্জে জমি নিয়ে দ্বন্দের জেরে ছোট ভাইয়ের ছু*রিকা*ঘাতে বড়ভাই খু*ন চাঁপাইনবাবগঞ্জ শহরে বসতবাড়ির জায়গা জমি নিয়ে দ্বন্দের জেরে ছোটভাই তৌহিদুল আলম ওরফে বিকাশ নামে এক যুবকের ছুরিকাঘাতে বড়ভাই আব্দুর রশিদ নামে এক ব্যাক্তি নিহত হয়েছেন। তারা শহরের ১২ নং ওয়ার্ডের চরমোহনপুর লাহাপাড়া মহল্লার বেলাল উদ্দিনের ছেলে। স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, গতকাল সন্ধ্যা ৭টার দিকে বসতবাড়ির নিকট গলি রাস্তায় বড়ভাই রশিদকে বুকে ও পিঠে ছুরি মেরে পালিয়ে যায় বিকাশ। ঘটনা টের পেয়ে পরিবারের সদস্য ও স্থানীয়রা তাঁকে আহতাবস্থায় উদ্ধার করে জেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। সদর থানার অফিসার ইনচার্জ(ওসি) মতিউর রহমান বলেন, পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা হাসপাতাল মর্গে পাঠিয়েছে। পলাতক বিকাশকে আটকে অভিযান এবং ঘটনার তদন্ত শুরু হয়েছে। তিনি আরও বলেন, দুই ভাইয়ের মধ্যে জমি নিয়ে ২০১৪ সাল থেকে বিরোধ ছিল। তাঁরা তিন ভাই ও পাঁচ বোন। এ ব্যাপারে মামলার বিষয়টি প্রক্রিয়াধীণ বলেও জানান ওসি। স্থানীয় সূত্র জানায়, গতকাল জমির বিরোধের জেরে বড়ভাই রশিদ ছোটভাই বিকাশকে মারধর করলে ক্ষিপ্ত হয়ে বিকাশ এ কাজ করে।
গোবরাতলা ইউপি চেয়ারম্যানের অপসারণ দাবিতে স্থানীয়দের মানববন্ধন

গোবরাতলা ইউপি চেয়ারম্যানের অপসারণ দাবিতে স্থানীয়দের মানববন্ধন পবিত্র ঈদুল আজহার আগে দুস্থ মানুষের জন্য সরকারি উপহার ভিজিএফের চাল বিতরণ না করাসহ বিভিন্ন অনিয়মের অভিযোগ তুলে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার গোবরাতলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের অপসারণ দাবিতে মানববন্ধন করেছেন স্থানীয়রা। আজ দুপুর ১২টার দিকে সদর উপজেলার মহিপুর কলেজ মোড়ে গোবরাতলা ইউনিয়ন পরিষদের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। ‘গোবরাতলা ইউনিয়নের সর্বসাধারণ জনগণ’র ব্যানারে অনুষ্ঠিত মানববন্ধনে বিভিন্ন রাজনৈতিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের নেতাকর্মী, সুশীল সমাজের প্রতিনিধি, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা এবং সুবিধাবঞ্চিত সাধারণ মানুষ অংশগ্রহণ করেন। মানববন্ধনে বক্তারা বলেন, অসহায় দরিদ্র মানুষের জন্য সরকার ঈদের আগে উপহার হিসেবে ভিজিএফের চাল বরাদ্দ দিয়েছে। সদর উপজেলার অন্যান্য ইউনিয়নের জনসাধারণ ভিজিএফের চাল পেলেও চেয়ারম্যানের উদাসীনতার কারণে গোবরাতলা ইউনিয়নে তা বিতরণ করা হয়নি। আগামী ৭ দিনের মধ্যে ব্যবস্থা গ্রহণ করা না হলে সড়ক অবরোধসহ কঠোর কর্মসূচির হুশিয়ারি দেন মানববন্ধনকারীরা। মানববন্ধনে বক্তব্য দেন, সুশাসনের জন্য নাগরিক-সুজন চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার সাংগঠনিক সম্পাদক আবু হানজালা, সাধারণ সম্পাদক তোহরুল ইসলাম তহুর, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা মাহিনুর রহমান মাহিনসহ অন্যরা। এ বিষয়ে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নুরুল ইসলাম বলেন, গোবরাতলা ইউনিয়নে ঈদের আগে কেন ভিজিএফের চাল বিতরণ করা হয়নি, তা ঈদের ছুটি শেষে অফিস খোলার পরপরই তদন্ত করে দেখা হবে। এ নিয়ে ইউপি চেয়ারম্যানের কোনো গাফিলতি পাওয়া গেলে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেয়ার জন্য সুপারিশ করা হবে।
বালিয়াডাঙ্গা কেন্দ্রীয় জামে মসজিদ পুনর্নির্মাণ কাজের উদ্বোধন

বালিয়াডাঙ্গা কেন্দ্রীয় জামে মসজিদ পুনর্নির্মাণ কাজের উদ্বোধন চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার বালিয়াডাঙ্গা ইউনিয়নের বালিয়াডাঙ্গা কেন্দ্রীয় জামে মসজিদ পুনর্নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে। গত মঙ্গলবার সকালে প্রধান উপদেষ্টার সহকারী একান্ত সচিব শাব্বীর আহমদ এ পুনর্নির্মাণ কাজের উদ্বোধন করেন। হাফেজ মো. আবুল হায়াতের কোরআন তেলাওয়াতের মাধ্যমে উদ্বোধনী অনুষ্ঠান শুরু হয়। বালিয়াডাঙ্গা কেন্দ্রীয় জামে মসজিদের সভাপতি আলহাজ মো. আব্দুল কাদেরের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে সূচনা বক্তব্য দেন— বালিয়াডাঙ্গা কেন্দ্রীয় জামে মসজিদের সাধারণ সম্পাদক মো. আব্দুস সবুর। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন— ক্যালিফোর্নিয়া স্টেট ইউনিভার্সিটির প্রফেসর ড. মো. শাহাবুল আলম স্বপন, নবাবগঞ্জ সরকারি মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ শিক্ষাবিদ ড. মো. সিরাজ উদ্দিন ও স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের উপজেলা প্রকৌশলী মো. আজহারুল ইসলাম। আরো বক্তব্য দেন— বালিয়াডাঙ্গা পল্লী উন্নয়ন সমিতির সভাপতি খুরশেদ আহম্মেদ বাদল ও প্রবীণ আইনজীবী মো. ইউসুফ আলী পিন্টু। ফলক উন্মোচন শেষে দোয়া পরিচালনা করেন বালিয়াডাঙ্গা কেন্দ্রীয় জামে মসজিদের খতিব ও বালিয়াডাঙ্গা ফাজিল মাদরাসার সহকারী অধ্যাপক মাওলানা মো. ওজায়ের। চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার বালিয়াডাঙ্গা ইউনিয়নের বালিয়াডাঙ্গা গ্রামের প্রাণকেন্দ্রে অবস্থিত বালিয়াডাঙ্গা কেন্দ্রীয় জামে মসজিদটি ১৮৫৫ সালে নির্মিত হয়। বিভিন্ন সময়ে কয়েক দফা সংস্কার করে চালু রাখার চেষ্টা করা হলেও বর্তমানে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের প্রায় দুই কোটি টাকা বরাদ্দ পেয়ে পুরোপুরি ভেঙে পুনর্নির্মাণ হতে যাচ্ছে
চাঁপাইনবাবগঞ্জে গুলশান গ্রুপের ঈদ গেট টুগেদার ফ্রেন্ডস এন্ড ফ্যামিলি নাইটস অনুষ্ঠিত

চাঁপাইনবাবগঞ্জে গুলশান গ্রুপের ঈদ গেট টুগেদার ফ্রেন্ডস এন্ড ফ্যামিলি নাইটস অনুষ্ঠিত চাঁপাইনবাবগঞ্জে গুলশান গ্রুপের আয়োজনে ঈদ গেট টুগেদার ফ্রেন্ডস এন্ড ফ্যামিলি নাইটস অনুষ্ঠিত হয়েছে। গতকাল রাতে নবাবগঞ্জ টাউন ক্লাবে গুলশান ক্লাবের সভাপতি মোঃ তাজিবুর রহমানের সভাপতিত্বে স্বাগত বক্তব্য দেন গুলশান গ্রুপের সাধারণ সম্পাদক মো. নাজমুল হাসান ননী। আমিনুল হক আবির সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন গ্রুপের অন্যতম সদস্য বিশিষ্ট ব্যবসায়ী রায়হানুল ইসলাম লুনা, জুলকারনাইন, ব্যাংকার আব্দুল হামিদ, কাউসার, রিংকু, কামরুল ইসলাম জুয়েল, রইস উদ্দিন প্রমূখ গুলশান গ্রুপের ফ্রেন্ডস এন্ড ফ্যামিলি অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি ছিলেন উপদেষ্টা শ্রী সুভাষদা মোঃ সেলিম মোহাম্মদ জামাল আব্দুল নাসের শ্রমিক নেতা আনারুল ইসলাম আনার বাবু জঙ্গি রাজশাহীর বন্ধু শহীদ পলাশ তারেক মাহবুব। আলোচনা সভা শেষে মনোঙ্গ সাংস্কৃতিক অনুষ্ঠান ও র্যাফেল ড্র অনুষ্ঠিত হয়।
চাঁপাইনবাবগঞ্জে বিজিবি এবং র্যাবের পৃথক অভিযানে; মোটরসাইকেলে পাচারকালে ২৪১ বোতল ফেনসিডিলসহ আটক ১

চাঁপাইনবাবগঞ্জে বিজিবি এবং র্যাবের পৃথক অভিযানে; মোটরসাইকেলে পাচারকালে ২৪১ বোতল ফেনসিডিলসহ আটক ১ শিবগঞ্জ উপজেলা সীমান্তে এবং গোমস্তাপুর উপজেলায় বিজিবি এবং র্যাবের ২টি পৃথক অভিযানে ২৪১ বোতল ফেনসিডিলসহ এক বাক্তি আটক এবং ২টি মোটরসাইকেল জব্দ হয়েছে। শিবগঞ্জে বিজিবি’র অভিযানে অভিনব কায়দায় মোটরসাইকেলে লুকিয়ে পাচারকালে ১৪১ বোতল ফেনসিডিল জব্দ হয়। ঈদ উপলক্ষে মাদক পাচার সম্ভবনার গোয়েন্দা তথ্যে অভিযানটি চালানো হয়। এদিকে গোমস্তাপুরে র্যাবের অভিযানে মাসুদ রানা নামে এক ব্যাক্তি মোটরসাইকেলে পাচারকালে ১০০ বোতল ফেনসিডিলসহ আটক হয়েছেন। তিনি জেলার শিবগঞ্জ উপজেলার গোপালপুর গ্রামের মঞ্জুর রহমানের ছেলে। চাঁপাইনবাবগঞ্জে ৫৯বিজিবি মহানন্দা ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিরয়িা বলেন, আজ সকাল সোয়া ১১টার দিকে বিনোদপুর ইউনিয়নের টাপ্পুর গ্রামে পাকা সড়কের উপর কিরণগঞ্জ সীমান্ত ফাঁড়ির একটি টহলদল যানবাহন তল্লাশী শুরু করে। মেইন আন্তর্জাতিক সীমান্ত পিলার ১৮০/১ এস হতে বাংলাদেশের প্রায় ১ কিলোমিটার ভেতরে ওই গ্রামে তল্লাশী চলাকালে একটি মোটরসাইকেল আরোহি দুই ব্যাক্তি তল্লাশীর মুখে একটি মোটরসাইকেল ফেলে পালিয়ে যায়। পরে বিজিবি ওই মোটরসাইকেলের তেলের ট্যাংকের মধ্যে থেকে ও সীট কভারের নীচ থেকে ১৪১ বোতল ফেনসিডিল উদ্ধার করে। এদিকে, র্যাব-৫ ব্যাটালিয়ন চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, বুধবার সকাল সাড়ে ৬টার দিকে গোমস্তাপুরের চর উদয়ননগর টোলঘর এলাকার সড়কে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালায় র্যাব। অভিযানে মোটরসাইকেলে পাচারকালে ১০০ বোতল ফেনসিডিলসহ আটক হন মাসুদ রানা। এসব ঘটনায় শিবগঞ্জ এবং গোমস্তাপুর থানায় পৃথক আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে।
করোনা ভাইরাস : সোনামসজিদ ইমিগ্রেশনে মেডিকেল টিমের কাজ শুরু

করোনা ভাইরাস : সোনামসজিদ ইমিগ্রেশনে মেডিকেল টিমের কাজ শুরু প্রতিবেশী দেশ ভারতে করোনা ভাইরাসের নতুন ধরনের সংক্রমণ বেড়ে যাওয়ায় দেশটির সঙ্গে বাংলাদেশের সীমান্তের স্থল ও নৌবন্দরগুলোর পাশাপাশি সবকটি বিমানবন্দরে স্ক্রিনিং বা স্বাস্থ্য পরীক্ষা জোরদার করা হয়েছে। জনসমাগমে সকলকে মাস্ক পরার নির্দেশনা দিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়। এর অংশ হিসেবে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে দেশের অন্যতম বৃহৎ স্থলবন্দর সোনামসজিদের ইমিগ্রেশনে এক সদস্যের মেডিকেল টিম বসানো হয়েছে। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ভারত থেকে আসা ভ্রমণকারীদের শরীরের জ্বর পরীক্ষা করছে মেডিকেল টিম। জ্বর শনাক্ত হলেই সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবহিত করা হচ্ছে। চাঁপাইনবাবগঞ্জের সিভিল সার্জন ডা. শাহাব উদ্দিন বলেন— ঈদের পর থেকে সোনামসজিদ স্থলবন্দরের ইমিগ্রেশনে মেডিকেল টিম কাজ শুরু করেছে। ভারত থেকে আসা ভ্রমণকারীদের শরীরে জ্বর থাকছে কিনা, করোনার কোনো লক্ষণ বোঝা যাচ্ছে কিনা তা পরীক্ষা করছেন। তিনি বলেন— করোনা পরীক্ষার কীটের জন্য বলা হয়েছে, পেলেই পরীক্ষা শুরু হবে। এদিকে কোভিড-১৯ সংক্রমণ হারের ঊর্ধ্বগতি বিবেচনা করে জনসমাগমপূর্ণ এলাকায় সকলকে মাস্ক পরার অনুরোধ জানিয়েছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়। গত ৬ জুন এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘কোভিড-১৯ সংক্রমণ হারের ঊর্ধ্বগতি বিবেচনা করে জনসমাগমপূর্ণ এলাকায় সকলকে মাস্ক পরার জন্য অনুরোধ করা হচ্ছে। বিশেষত বয়স্ক ও অসুস্থ ব্যক্তিদের এ ধরনের স্থান এড়িয়ে চলার পরামর্শও দেওয়া হয়।’
চাঁপাইনবাবগঞ্জে মহানন্দা নদীতে ভাসমান এক ব্যাক্তির মর*দেহ উদ্ধার

চাঁপাইনবাবগঞ্জে মহানন্দা নদীতে ভাসমান এক ব্যাক্তির মর*দেহ উদ্ধার চাঁপাইনবাবঞ্জ শহর ঘেঁষা মহানন্দা নদী থেকে মনিমুল হক নামে এক ব্যাক্তির ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তিনি শহরের রাজারামপুর মিস্ত্রীপাড়া মহল্লার মৃত মকবুল হোসেনের ছেলে। পূর্বে তিনি বিদেশে লোক পাঠানোর (আদম ব্যাপারী) কাজ করতেন। পরিবার, পুলিশ এবং স্থানীয় সূত্রে জানা গেছে, আজ সকাল ৮টার দিকে বাড়ি থেকে এক কিলোমিটারেরও বেশি দূরে শহরের নামো-রাজারামপুর এলাকায় তাঁর মরদেহ ভাসতে দেখে পুলিশে খবর দেয় স্থানীয়রা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে অজ্ঞাত হিসেবে তাঁর মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা হাসপাতাল মর্গে পাঠায়। বিকালে স্বজনরা তাকে শনাক্ত করে। এর আগে পুলিশ ব্যূরো অব ইনভেষ্টিগেশন-পিবিআই এর একটি টিম ঘটনাস্থলে পৌঁছে মরদেহ থেকে আলামত সংগ্রহ করে। মরদেহের বাম বগলের নীচে ও বাম বাহুর চামড়া ছিলা ছিল। এছাড়া দেহে বাহ্যিক কোন আঘাতের চিহ্ন নাই। সদর থানার অফিসসার ইনচার্জ(ওসি) মতিউর রহমান বলেন, মনিমুলের মৃত্যুর কারণ নিশ্চিত নয়। ময়নাতদন্ত প্রতিবদেন পেলেই তার মৃত্যুর কারণ জানা যাবে। পরিবারের বরাতে ওসি আরও বলেন, প্রদিনি সকালে বাড়ির নিকট ঘাটে তাঁর গোসল করতে যাওয়া অভ্যাস ছিল। রাতে তিনি বাড়িতে ছিলেন; হতে পারে সকালে গোসলে নেমে ডুবে তাঁর মৃত্যু হয়েছে। তার উচ্চ রক্তচাপের সমস্যাও ছিল।
চাঁপাইনবাবগঞ্জে বিদ্যুৎ স্পৃষ্টে ইলেকট্রিক মিস্ত্রীর মৃত্যু

চাঁপাইনবাবগঞ্জে বিদ্যুৎ স্পৃষ্টে ইলেকট্রিক মিস্ত্রীর মৃত্যু চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলায় বিদ্যূৎ স্পৃষ্টে আবু রায়হান নামে একজন ইলেকট্রিক মিস্ত্রীর মৃত্যু হয়েছে। তিনি মহারাজপুর ইউনিয়নের মাসানিয়াপাড়া এলাকার আনারুল ইসলামের ছেলে। পরিবার, পুলিশ এবং স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল দুপুর সোয়া ২টার দিকে নিজ বাড়িতে একটি ড্রিল মেশিনে কাজ করছিলেন রায়হান। এসময় তিনি অসতর্কতাবশত বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে পড়ে যান ও চিৎকার দেন। ঘটনা টের পেয়ে পরিবারের সদস্যরা তাঁকে উদ্ধার করে জেলা হাসপাতালে নিয়ে আসলে বিকেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মতিউর রহমান বলেন, পুলিশ মরদেহ উদ্ধারের পর প্রয়োজনীয় আইনী ব্যবস্থা গ্রহণ শেষে আবেদনের প্রেক্ষিতে পরিবারের নিকট হস্তান্তর করেছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের হয়েছে।
চাঁপাইনবাবগঞ্জে পৃথক ঘটনায় দুইজন নিহত

চাঁপাইনবাবগঞ্জে পৃথক ঘটনায় দুইজন নিহত চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলায় শিশুদের ক্রিকেট খেলাকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষে বাশেদ আলী বিশু (৬০) নামের একজন নিহত হয়েছেন। এঘটনায় আহত হয়েছেন আরো ৫-৬ জন। অন্যদিকে জেলার শিবগঞ্জ উপজেলার কামালপুরে জমিজমা নিয়ে বিরোধের জেরে মাসুদ রানা (৩৮) নামের একজন নিহত হয়েছেন। নিহত বিশু গোমস্তাপুর উপজেলার পার্বতীপুর ইউনিয়নের সুবইল গ্রামের আবুল হোসেনের ছেলে। আর নিহত মাসুদ শিবগঞ্জ উপজেলার দাইপুখুরিয়া ইউনিয়নের কামালপুর গ্রামের আলাউদ্দিনের ছেলে। গোমস্তাপুর থানার অফিসার ইনচার্জ ওসি রইস উদ্দিন জানান, সোমবার বেলা সাড়ে ১১ টার দিকে পার্বতীপুরের সুবইল গ্রামের ঈদগাহ মাঠে শিশুরা ক্রিকেট খেলছিল। মাঠে থাকা ছোট ছোট গাছে থাকা আমের ক্ষতি হবার আশঙ্কায় ক্রিকেট খেলতে নিষেধ করা হলে তাদের সঙ্গে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে দুপক্ষ লাঠি সোঠা নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে বাশেদ নিহত হন এবং আহত হন অন্তত ৫ থেকে ৬ জন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ২৫০ শয্যাবিশিষ্ট চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতাল মর্গে পাঠিয়েছে। এঘটনায় আইনগত পদক্ষেপ গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান ওসি রইস উদ্দিন। অন্যদিকে শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) গোলাম কিবরিয়া জানান, রবিবার রাত ১০টার দিকে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার দাইপুখুরিয়া ইউনিয়নের কামালপুর গ্রামে পারিবারিক জমি-জায়গা সংক্রান্ত বিরোধের জের ধরে মাসুদ রানার ওপর ধারালো অস্ত্র দিয়ে হামলা চালায় দুর্বৃত্তরা। এতে মাসুদ রানা নিহত হন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য জেলা হাসপাতাল মর্গে পাঠিয়েছে। ওসি আরো বলেন-এজাহার পেয়েছি মামলা প্রক্রিয়াধীন। ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।