শিবগঞ্জে সাহিত্য মঞ্চের প্রথম বর্ষপূর্তি উদযাপন
![](https://radiomahananda.com/files/2024/12/1735216388900-1.jpg)
শিবগঞ্জে সাহিত্য মঞ্চের প্রথম বর্ষপূর্তি উদযাপন শিবগঞ্জে সাহিত্য মঞ্চের প্রথম বর্ষপূর্তি পালিত হয়েছে। এ উপলক্ষে আজ দুপুরে শিবগঞ্জ প্রেসক্লাব মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সাহিত্য মঞ্চের সভাপতি শাহ নাওয়াজ গামার সভাপতিত্বে বক্তব্য দেন, সাহিত্য মঞ্চের উপদেষ্টা সাবেক অধ্যক্ষ আতাউর রহমান, উপদেষ্টা অধ্যাপক মনিরুল ইসলাম, সহসভাপতি সাইদুর রহমান, কোষাধ্যক্ষ মামুন অর রশিদ, ডা. তড়িৎ কুমার সাহা ও শিবগঞ্জ ১ নম্বর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সিনিয়র সহকারী শিক্ষক রেখা রানী মনিগ্রামসহ অন্যরা। বক্তারা সাহিত্য মঞ্চের উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করেন। পরে অতিথিদের মাঝে উপহার সামগ্রী দেয়া হয়।
চাঁপাইনবাবগঞ্জে ট্রাক্টরের সাথে সংঘর্ষে মোটরসাইকেল আরোহি নিহত
![](https://radiomahananda.com/files/2024/12/download-7.jpg)
চাঁপাইনবাবগঞ্জে ট্রাক্টরের সাথে সংঘর্ষে মোটরসাইকেল আরোহি নিহত চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলায় সড়ক নির্মাণ কাজে ব্যবহৃত একটি রডবাহী ট্রাক্টর-ট্রলির সাথে সংঘর্ষে মোটরসাইকেল আরোহি মুসা নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। তিনি নাচোল পৌর বাসষ্ট্যান্ড থানাপাড়া এলাকার মৃত ইউনুসের ছেলে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আজ সকাল ১০টার দিকে জেলা সদর থেকে আমনুরাগামী নির্মানাধীন আঞ্চলিক সড়কের নির্মাণ সামগ্রী বহনকারী টাক্টরটি আমনুরা থেকে চাঁপাইনবাবগঞ্জ সদর আসছিল। পথিমধ্যে ঝিলিম ই্উনিয়নের আতাহার বুলন্দপুর এলাকায় একটি মোটরসাইকেল টাক্টরটিকে ওভারটেক করার সময় ট্রাক্টরটি আচমকা কিছুটা ঘুরলে মোটরসাইকেলের সাথে সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলের পেছনে বসা মুসা ছিটকে ট্রাক্টরের পেছনের চাকার নীচে পড়ে ঘটনাস্থলে আহত হন। স্থানীয়রা তাঁকে উদ্ধার করে জেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। সদর থানার অফিসার ইনচার্জ রইস উদ্দিন বলেন, ঘটনার পর পুলিশ ট্রাক্টরটি স্থানীয়দের সহায়তায় জব্দ করলেও এর চালক পালিয়ে গেছে। এ ঘটনায় মোটরসাইকেল চালক অক্ষত রয়েছেন। পুলিশ নিহতের মরদেহ উদ্ধারের পর আইনী প্রক্রিয়া শেষে আবেদনের প্রেক্ষিতে পরিবারের নিকট হস্তান্তর করেছে। এ ব্যাপারে সড়ক পরিবহন আইনে মামলার বিষয়টি প্রক্রিয়াধীণ বলেও জানান ওসি।
রেডিও মহানন্দার মাসিক কর্মী সমন্বয় সভা অনুষ্ঠিত
![](https://radiomahananda.com/files/2024/12/DSC_0784-1.jpg)
রেডিও মহানন্দার মাসিক কর্মী সমন্বয় সভা অনুষ্ঠিত চাঁপাইনবাবগঞ্জ জেলার একমাত্র কমিউনিটি রেডিও, রেডিও মহানন্দার মাসিক কর্মী সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ সকালে প্রয়াসের ইউনিট ১ গোবরাতলায় পিএফ টিআই এর হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রয়াস মানিবক উন্নয়ন সোসাইটির পরিচালক ও রেডিও মহানন্দার স্টেশন ম্যানেজার আলেয়া ফেরদৌস সভাপতিত্বে উপস্থিত ছিলেন রেডিও মহানন্দার ব্যবস্থাপনা কমিটির আহ্বায়ক গোলাম ফারুক মিথুন। টেকনিক্যাল অফিসার রেজাউল করিমের সঞ্চালনায় আরো উপস্থিত ছিলেন- প্রয়াস ফোক থিয়েটার ইনস্টিটিউটের টিম লিডার সাহেদ সিদ্দিক ফ্রান্সসহ রেডিওর কর্মী ও স্বেচ্ছাসেবকবৃন্দ। সভায় রেডিওর চলমান অনুষ্ঠানমালা, পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে অনুষ্ঠানের পরিকল্পনাসহ রেডিও মহানন্দায় সম্প্রচারিত অনুষ্ঠানের মানোন্নয়ন বিষয়ে আলোচনা করা হয়। এছাড়াও কর্মী ও স্বেচ্ছাসেবকদের আরো মনোযোগী হবার আহ্বান জানান স্টেশন ম্যানেজার আলেয়া ফেরদৌস।
![](https://radiomahananda.com/files/2024/12/CHAPAI-02-ARREST-WITH-YABA-BGB-NEWS-FROM-ZAKIR-26-12-24-1.jpg)
চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বিজিবি’র হাতে ভারতীয় ইয়াবাসহ আটক ২ শিবগঞ্জ উপজেলার ফতেপুর সীমান্তে বিজিবির অভিযানে এক হাজার তিনশত পিস ভারতীয় ইয়াবা সহ দু’জন আটক হয়েছে। আটককৃতরা হল শিবগঞ্জের বাবুপুর কাঁটাপাড়া গ্রামের ইসমাইলের ছেলে জিফরুল ও গমেরচর গ্রামের আব্দুল ওহাবের ছেলে জাহাঙ্গীর। আজ দুপুরে ৫৩ বিজিবির প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, গতকাল দিবাগত রাত সাড়ে ১২টার দিকে গোপন তথ্যের ভিত্তিতে ফতেপুর বিওপি’র একটি বিশেষ টহলদল দুর্লভপুর ইউনিয়নের সীমান্তবর্তী চরহাসানপুর গ্রামে একটি বিশেষ অভিযান চালায়। অভিযানকালে টহলদল সন্দেহজনক গতিবিধির দুই ব্যাক্তিকে একটি ব্যাগ হাতে আসতে দেখে থামার সংকেত দেয়। কিন্তু তারা ঘন কুয়াশার সূযোগে পালিয়ে যাবার চেষ্টা করলে টহলদল ধাওয়া করে তাদের আটক করে। এ সময় তাদের ব্যাগ তল্লাশীতে ১ হাজার ৩ শত পিস ভারতীয় ইয়াবা পাওয়া যায়। ৫৩ বিজিবি অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মনির-উজ-জামান বলেন, এ ঘটনায় জব্দ মাদকসহ আটকদের শিবগঞ্জ থানায় হস্তান্তর কার্যক্রম প্রক্রিয়াধীন। সীমান্তে বিজিবির কড়া নজরদারি অব্যহত রয়েছে বলেও জানান তিনি।
নাচোলে গৃহবধুকে কুপিয়ে হত্যা, মাদকাসক্ত স্বামাী আটক
![](https://radiomahananda.com/files/2024/12/download-5.jpg)
নাচোলে গৃহবধুকে কুপিয়ে হত্যা, মাদকাসক্ত স্বামাী আটক নাচোল উপজেলায় সানজিদা ওরফে সাজন বিবি নামে এক গৃহবধুকে ধারাল অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করেছে অজ্ঞাত পরিচয় দূবৃত্তরা। এ ঘটনায় তাঁর স্বামী কসবা ইউনিয়নের সোনাইচন্ডি বিজলীপাড়া গ্রামের একরামুলকে আটক করেছে পুলিশ। একরামুলের বিরুদ্ধে একাধিক মাদক ও মারামারি মামলা রয়েছে। তার বিরুদ্ধে মাদকাসক্তির অভিযোগও রয়েছে। স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, গতকাল ওই গ্রামের অদূরে একটি পেয়ারা বাগানের মধ্যে ঘটনাটি ঘটে। স্থানীয়রা ঘটনাটি টের পেয়ে গৃহবধুকে উদ্ধার করে সকাল সাড়ে ১১টার দিকে নিকটস্থ জেলার গোমস্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখান থেকে গৃহবধুকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হলে বিকাল ৪টার দিকে সেখানে চিকিৎসাধীন অবস্থায় সানজিদা মারা যান। নাচোল থানার অফিসার ইনচার্জ মনিরুল ইসলাম বলেন, গৃহবধুর মৃত্যুর খবর পাবার পর জেলার উর্ধতণ পুলিশ ওই গ্রামের নিকটের পেয়ারা বাগানে গিয়ে একরামুলকে আটক করা হয়। জানা গেছে, সে ওই পেয়ারার বাগানে প্রহরীর কাজ করে। তার দ্বিতীয় স্ত্রী সানজিদা সকাল সাড়ে ৯টার দিকে ছাগল চরাতে ওই বাগানের নিকট যাবার পর ঘটনার শিকার হন। প্রাথমিকভাবে পুলিশ ও স্থানীয়দের ধারণা, একরামুল ঘটনার সাথে জড়িত। সে নিজে বা লোক দিয়ে এ কাজ করিয়েছে। এর কারনও রয়েছে। সে সব খতিয়ে দেখা হচ্ছে। একরামুলের প্রথম স্ত্রী একই গ্রামে পৃথক বসবাস করে। প্রথম ঘরে একটি বিবাহিত মেয়ে সন্তান থাকলেও ২৫ বছর পূর্বে বিয়ে করা সানজিদার ঘরে একরামুলের কোন সন্তান নেই। তবে সে বর্তমানে দ্বিতীয় স্ত্রী সানজিদাকে নিয়েই থাকত। ওসি আরও বলেন, সানজিদার কোমর,পেট সহ দেহের বিভিন্নস্থানে ৮/১০টি ধারাল অস্ত্রের আঘাত রয়েছে। মরদেহ আজ রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতলে ময়নাতদন্ত হবার পর নাচোল আনা হবে। এ ঘটনায় মামলার বিষয়টি প্রক্রিয়াধীন বলেও জানান ওসি।
এনজিও মালিককে গ্রেপ্তার করে কারাগারে পাঠিয়েছে পুলিশ
![](https://radiomahananda.com/files/2024/12/CHAPAI-NGO-FROD-NEWS-AND-PIC-FROM-ZAKIR-26-12-24-2-1.jpg)
এনজিও মালিককে গ্রেপ্তার করে কারাগারে পাঠিয়েছে পুলিশ চাঁপাইনবাবগঞ্জ শহরে নিবিড় মানবিক উন্নয়ন সংস্থা নামে একটি এনজিও’র বিরুদ্ধে উচ্চহারে মূনাফা দেবার কথা বলে গ্রাহকদের সাথে প্রতারণা করে অন্তত: ১৪ কোটি টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে। এ ব্যাপারে ক্ষুদ্ধ গ্রাহকরা একাধিক মামলা করেছেন। মামলার পর পুলিশ এনজিও মালিক রাজশাহী গোদাগাড়ী উপজেলার বাসুদেবপুর গ্রামের শাহাজাহান আলীর ছেলে মতিউর রহমানকে গতকাল গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে। এদিকে টাকা ফেরত ও মতিউর সহ তার অর্থ আত্মসাতকারী চক্রের অন্য সদস্যদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমুলক শাস্তি দাবি করে মানববন্ধন ও বিক্ষোভ প্রদর্শণ করেছেন ভুক্তভোগী গ্রাহক ও এনজিও’র মাঠ পর্যায়ের কর্মীরা। আজ দুপুরে জেলা প্রশাসক কার্যালয় চত্বরে ঘন্টাব্যাপী মানববন্ধন শেষে তাঁরা জেলা প্রশাসককে স্মারকলিপি দেন। টাকা আদায়ে তাঁর প্রশাসনের হস্তক্ষেপ দাবি করেন। মানববন্ধনের বক্তা গ্রাহক ও কর্মীরা বলেন,২০১১ সালে মূলত: সদর উপজেলা ভিত্তিক এনজিওটি জেলা শহরের শান্তিমোড়ে অফিস খুলে কার্যক্রম শুরু করে। বর্তমানে এর সদস্য সংখ্যা প্রায় ১০ হাজার। গ্রাহকদের পাওনা ১২ কোটি টাকার বেশি। কিন্তু এমডি মতিউর গ্রাহকদের টাকা ফেরৎ নিয়ে দীর্ঘদিন যাবৎ গড়িমসি করে পালিয়ে যেতে উদ্যত হলে গত মঙ্গলবার(২৪ ডিসেম্বর) তাকে অফিসে আটকে পুলিশেরর হাতে তুলে দেয়া হয়। এনজিও কর্মীরা জানান,এনজিওটির সমবায় নিবন্ধন রয়েছে। কিন্তু আর্থিক প্রতিষ্ঠান হিসেবে টাকা লেনদেনের সরকারি অনুমোদন নেই। এনজিওটি নগদে ডিপিএস,চেকে এফডিআর ও বইয়ে ক্ষুদ্র ঋণের লেনদেন করত। মাঠকর্মীরা গ্রাহকদের নিকট থেকে এসব টাকা তুলে সরাসরি এমডিকে জমা দিতেন। তিনি জমি কেনা ও বিভিন্ন ব্যবসায় ওই টাকা বিনিয়োগ করতেন। তার একটি সংঘবদ্ধ চক্র রয়েছে প্রতারনার জন্য। মানববন্ধনে মাঠকর্মী ও ম্যানেজার তহমিনা খাতুন রুমা বলেন, গ্রাহকদের কাছ থেকে টাকা নিয়ে মালিককে দিয়েছি। এখন টাকা ফেরতের জন্য গ্রাহকদের প্রচন্ড চাপে রয়েছি। দ্রুত তাদের টাকা ফেরৎ দিতে হবে। অনবরত: দরিদ্র পাওনাদাররা ধরণা দিচ্ছেন। অনেকের জীবন সংসার বিপন্ন হবার উপক্রম। আমরা ১৩ জন কর্মীও এ জন্য মতিউরের নামে পৃথক পৃথক মামলা করেছি। মাঠকর্মী মিনারা খাতুনও একই কথা বলেন। গ্রাহক রাজু আহমেদ বলেন, তাঁর বিদেশ থেকে আনা সাড়ে ২৪ লক্ষ টাকা আত্মসাৎ হয়েছে। বিভিন্নভাবে জমানো ও বিভিন্ন কাজের বিভিন্ন অংকের টাকা লোপাট হবার কথা বলেন, সদর উপজেলার বিভিন্ন গ্রামের গ্রাহকরা। এর মধ্যে চাদলাই গ্রামের জোসনারা,সালেহা, নয়নশুকা গ্রামের রোজিল, তাজকেরা প্রমুখ রয়েছেন। ১০ লক্ষ টাকার এফডিআর করে কান্না করছিলেন শহরের ফুলবাগান এলাকার সাহিদা। এ ব্যাপারে সদও থানার অফিসার ইনচার্জ(ওসি) রইস উদ্দিন বলেন,গত মঙ্গলবার বিকালে বিক্ষদ্ধ গ্রাহকরা মতিউরকে পুলিশে দেয়। গত বুধবার এক গ্রাহক দুই থেকে আড়াইশ লোকের ১০ থকে ১২ কোটি টাকা আত্মসাতের অভিযোগে মতিউরসহ ১২ জনের নামে থানায় প্রতারণা মামলা করেন। ওইদিনই পুলিশ মতিউরকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠায়। মামলার তদন্ত কর্মকর্তা(আইও) ও সদর থানার উপ-পরিদর্শক (এসআই) রফিকুল ইসলাম বলেন, প্রতারণার পুরো তদন্ত শরু হয়েছে। তদন্তে বের হয়ে আসবে এনজিও’র মোট সদস্য,মোট গ্রাহক, মোট জামানত ও আত্মসাৎ হওয়া টাকার পরিমান। ক্ষুদ্রঋণ কার্যক্রম সম্পর্কেও জানা যাবে। প্রতারক চক্রের সকল সদস্যকে গ্রেপ্তার করা হবে বলেও জানান এ্ই পুলিশ কর্মকর্তা।
রানীহাটি পাঠাগারের উদ্যোগে শিক্ষার্থীদের জ্ঞান অন্বেষায় প্রতিযোগিতা
![](https://radiomahananda.com/files/2024/12/1-1-2-300x170-2.jpg)
রানীহাটি পাঠাগারের উদ্যোগে শিক্ষার্থীদের জ্ঞান অন্বেষায় প্রতিযোগিতা শিবগঞ্জ উপজেলার রানীহাটি সাধারণ পাঠাগারের উদ্যোগে ‘শিক্ষার্থীর জ্ঞান অন্বেষায়’ হাতের সুন্দর লেখা, সাধারণ জ্ঞান ও পাঠ্যসূচির আলোকে কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। আজ রানীহাটি উচ্চ বিদ্যালয়ে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। পাঠাগারটির কার্যনির্বাহী কমিটির সহসভাপতি জহিরুল করিম ডেভিডের সভাপতিত্বে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠান উপস্থিত ছিলেন- সরকারের অবসরপ্রাপ্ত যুগ্মসচিব ও পাঠাগারটির উপদেষ্টা মজিবুর রহমান, জেলা সমাজসেবা অধিদপ্তরের সমাজসেবা অফিসার (রেজিস্ট্রেশন) ফিরোজ কবির, রানীহাটি ডিগ্রি কলেজের অধ্যক্ষ আবুল বাসার, নয়ালাভাঙ্গা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল কালাম আজাদ, ঘোড়াপাখিয়া ১ নম্বর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিউটি খাতুন, পাঠাগারটির কার্যনির্বাহী কমিটির সদস্য আহসান হাবিবসহ অন্যরা। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন পাঠাগারটির সাধারণ সম্পাদক সিপারুল আনাম। পরে পাঠাগারকেন্দ্রিক নয়ালাভাঙ্গা, ছত্রাজিতপুর ও রানীহাটি ইউনিয়নের ৩য় শ্রেণী থেকে ১০ম শ্রেণীর ৩৭৫ জন শিক্ষার্থী ৩টি ক্যাটাগরিতে প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন। শেষে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।
চাঁপাইনবাবগঞ্জে হরিজন পল্লীতে কম্বল বিতরণ
![](https://radiomahananda.com/files/2024/12/4-12-300x132-2.jpg)
চাঁপাইনবাবগঞ্জে হরিজন পল্লীতে কম্বল বিতরণ চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার হরিজন পল্লীতে আজ সকালে কম্বল বিতরণ করা হয়েছে। এসময় ৫৮ জনকে এবং গতকাল রাতে পথের ধারে কালাইরুটি বিক্রেতা, মুচি ও প্রতিবন্ধী ৫০ জন মানুষের মধ্যে কম্বল বিতরণ করা হয়। ঢাকায় বসবাসকারী চাঁপাইনবাবগঞ্জের নারী স্ত্রী রোগ বিশেষজ্ঞ আঞ্জুমান আরার অর্থায়নে এই কম্বল বিতরণে সহয়তা করেন চাঁপাইনবাবগঞ্জে প্রথম আলো বন্ধুসভার উপদেষ্টা জহিরুল ইসলাম ও আনোয়ার হোসেন, সভাপতি আরাফাত মিলেনিয়াম, সদস্য নাফিউল ইসলাম জাহিদ হাসান, হরিজন পল্লীর মোড়ল রুবেল হাড়িসহ অন্যরা।
নাচোলে গৃহবধূকে কুপিয়ে হত্যা, স্বামী আটক
![](https://radiomahananda.com/files/2024/12/images-2-11.jpg)
নাচোলে গৃহবধূকে কুপিয়ে হত্যা, স্বামী আটক নাচোল উপজেলার কসবা ইউনিয়নের বিজলীপাড়া এলাকার একটি পেয়ারা বাগানে সাজন বিবি নামের এক নারীকে কুপিয়েছে দুর্বৃত্তরা। পরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়েছে। এঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য নিহতের স্বামী একরামুল হককে থানায় নিয়েছে পুলিশ। আজ সকাল ৯টার দিকে এ ঘটনা ঘটে। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, বিজলীপাড়া এলাকার একটি পেয়ারা বাগানে একরামুল ও তার স্ত্রী পাহারাদার হিসেবে কাজ করে। আজ সকালে একরামুল হকের দ্বিতীয় স্ত্রী সাজন বিবি পেয়ারা বাগানে একরামুল হকের জন্য খাবার নিয়ে যান। সেখানে কে বা কারা সাজন বিবিকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাথাড়ি কুপিয়ে গুরুতর জখম করে রেখে যায়। খবর পেয়ে পরিবারের লোকেরা সাজন বিবিকে উদ্ধার করে গোমস্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন। পরে সেখানে তার মৃত্যু হয়। এ ব্যাপারে নাচোল থানার অফিসার ইনচার্জ (ওসি) মনিরুল ইসলাম জানান, আমরা খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি এবং স্থানীয় লোকজনের সাথে কথা বলে জেনেছি একরামুল হক প্রায় মাদকাসক্ত থাকত। জিজ্ঞাসাবাদের জন্য একরামুল হককে থানায় নিয়ে আসা হয়েছে। কে বা কারা এ ঘটনা ঘটিয়েছে সে বিষয়ে তদন্তসাপেক্ষে আইনি ব্যবস্থা নেয়া হবে।
বিভিন্ন কর্মসূচিতে বড়দিন উদযাপন
![](https://radiomahananda.com/files/2024/12/5-5-300x145-2.jpg)
বিভিন্ন কর্মসূচিতে বড়দিন উদযাপন চাঁপাইনবাবগঞ্জে আজ প্রার্থনা, খেলাধুলা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও বিশেষ মোনাজাতের মধ্যদিয়ে বড়দিন উদযাপিত হয়েছে। বেলা ১১টার দিকে সদর উপজেলার আমনুরা লুথারেন মিশনে কেক কেটে দিবসের উদ্বোধন করেন জেলা প্রশাসক আব্দুস সামাদ। এসময় সদর উপজেলা নির্বাহী অফিসার তাছিমিনা খাতুন, মিশনটির ফাদার রেভারেন সুবান কিসুক, হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ জেলা শাখার সাধারণ সম্পাদক দিলিপ রায়, সদর উপজেলা শাখার সভাপতি অর্জন চৌধুরী, জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক ধনঞ্জয় চ্যাটার্জি, উত্তরবঙ্গ আদিবাসী ফোরামের সাধারণ সম্পাদক হিংগু মুর্মুসহ অন্যরা উপস্থিত ছিলেন। অন্যদিকে, গোমস্তাপুর উপজেলার বিভিন্ন স্থানে পৃথকভাবে বড়দিন উদযাপিত হয়। রহনপুর রাঙ্গামাটিয়া মিশনস্থ সেন্ট যোসেফ ক্যাথলিক চার্চে সবচেয়ে বড় অনুষ্ঠানের আয়োজন করা হয়। এদিকে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) নাকিব হাসান তরফদার, পুলিশ সুপার রেজাউল করিম, উপজেলা নির্বাহী অফিসার নিশাত আনজুম রহনপুর ক্যাথলিক চার্চ পরিদর্শন করেন। রহনপুর রাঙ্গামাটিয়া মিশনস্থ সেন্ট যোসেফ ক্যাথলিক চার্চের ফাদার সুশান্ত কস্তা বলেন, শান্তিপূর্ণভাবে উৎসবটি পালন করা হচ্ছে। আদিবাসী সমন্বয় পরিষদের সাধারণ সম্পাদক লুইস টুডু বলেন, গতকাল রাত সাড়ে ৮টায় খ্রিষ্টযোগ, ওই দিন দিবাগত রাত ১২টা ১ মিনিটে যিশুর জন্মের প্রার্থনা ও সকালে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়। আজ দিনব্যাপী রহনপুর রাঙ্গামাটিয়া মাঠে খেলাধুলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। গোমস্তাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) খায়রুল বাসার বলেন, আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশ নিয়োজিত রয়েছে।