01713248557

নার্সিং মহাপরিচালকের পদত্যাগের দাবিতে চাঁপাইনবাবগঞ্জে মানববন্ধন

নার্সিং মহাপরিচালকের পদত্যাগের দাবিতে চাঁপাইনবাবগঞ্জে মানববন্ধন নার্সিং পেশা ও নার্সদের নিয়ে কটূক্তি করায় নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরের মহাপরিচালক মাকসুরা নূরসহ নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তর এবং বাংলাদেশ নার্সিং ও মিডওয়াইফারি কাউন্সিলের সকল নন-নার্সিং প্রশাসন ক্যাডারদের অপসারণ এবং নার্সদের পদায়ন নিশ্চিত করার ১ দফা দাবিতে চাঁপাইনবাবগঞ্জ জেলা সদর ও ভোলাহাটে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন নার্সরা।  শনিবার ২৫০ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতাল ও ভোলাহাট উপজেলা স্বাস্থ্য কর্মপ্লেক্সে এই কর্মসূচি পালন করেন তারা। শনিবার দুপুরে নার্সিং সংস্কার পরিষদ জেলা কমিটির ব্যানারে ২৫০ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতাল প্রাঙ্গনে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। ঘণ্টব্যাপী মানববন্ধনে বক্তব্য দেন, ২৫০ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতালের নার্সিং সুপার ভাইজার আজিম উদ্দীন, সিনিয়র স্টাফ নার্স শামসুন নাহার, নার্সিং ইন্সট্রাক্টর ইনচার্জ মমতাজ বেগম, নার্সিং ইনস্টিটিউশনের শিক্ষার্থী সুমাইয়া আক্তার, তানজিয়া আক্তার, রহিমা খাতুনসহ অন্যরা। বক্তারা বলেন, ডিজিএনএম’র মহাপরিচালক মাকসুরা নুর নার্সিং পেশা ও নার্সদের কটূক্তি কিভাবে করতে পারেন, তিনি তো একজন আমলা। তাই তার মন্তব্যের জন্য দ্রুত সময়ের মধ্যে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তাকে সরিয়ে নার্সদের পদায়ন নিশ্চিত করতে হবে। সেই সাথে মিডওয়াইফারী অধিদপ্তরে এবং বাংলাদেশ নার্সিং ও মিডওয়াইফারী কাউন্সিলে নন-নার্সিং প্রশাসন ক্যাডারদের অপসারণ করতে হবে। অপসারণ করা না হলে আগামীতে কঠোর কর্মসূচির ঘোষণা দেয়া হবে বলেও মানববন্ধন থেকে বলা হয়। মানববন্ধনে উপস্থিত ছিলেন, ২৫০ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতালের সিনিয়র স্টাফ নার্সসহ বিভিন্ন নার্সিং কলেজের শিক্ষার্থীরা। অন্যদিকে চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে মানববন্ধন ও বিক্ষোভ করেছেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত নার্সরা। শনিবার বেলা ১১ টায় ভোলাহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্বরে এ কর্মসূচি পালন করেন তারা। এ সময় নার্সরা বলেন, নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরের মহাপরিচালক মাকসুরা নূর নার্সদের নিয়ে কটূক্তি করেছেন। এ অবস্থায় অনতিবিলম্বে তার এই বক্তব্যের জন্য তাকে নার্সদের কাছে ক্ষমা চেয়ে মহাপরিচালকের পদ থেকে পদত্যাগ করতে হবে। একই সঙ্গে মহাপরিচালকসহ সকল পদে নার্সদের পদায়ন দাবি করা হয়।

চাঁপাইনবাবগঞ্জে ট্রেনে কাটা পড়ে নারী নিহত

চাঁপাইনবাবগঞ্জে ট্রেনে কাটা পড়ে নারী নিহত চাঁপাইনবাবগঞ্জে ট্রেনে কাটা পড়ে শ্রীমতি সামিয়া রানী (৫৯) নামের কোল সম্প্রদায়ের এক নারী নিহত হয়েছেন। নিহত নারী জেলার সদর উপজেলার ঝিলিম ইউনিয়নের আজিরা বৈলঠা হোসেনডাঙ্গা এলাকার শ্রী বিশু কোলের কন্যা। শনিবার সকালে ঝিলিম ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের বড়পুকুড়িয়া সোনাতলা এলাকায় রেল লাইনে এই দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) এস এম জাকারিয়া। এদিকে রেল পুলিশের চাঁপাইনবাবগঞ্জের এসআই মো. আবুল বাশার জানান, শনিবার সকাল সাড়ে ৯টার দিকে বড়পুকুড়িয়া সোনাতলা এলাকায় রেল লাইনে কমিউটার ট্রেনে কাটা পড়ে মারা যান সামিয়া রানী। সামিয়া রানী দীর্ঘদিন যাবৎ মানসিকভাবে বিকারগ্রস্ত ছিলেন।

কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে মতবিনিময় করলেন নবাগত জেলা প্রশাসক

কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে মতবিনিময় করলেন নবাগত জেলা প্রশাসক চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে মতবিনিময় করেছেন নবাগত জেলা প্রশাসক মো. আব্দুস সামাদ। আজ সকালে বিদায়ী জেলা প্রশাসক এ কে এম গালিভ খাঁনের কাছ থেকে দায়িত্বভার গ্রহণের পর প্রথমে তিনি কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন। পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসনের আয়োজনে কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে মতবিনিময় করেন। এসময় স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক ও সরকারের উপসচিব দেবেন্দ্র নাথ উরাঁও, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আহমেদ মাহবুব-উল-ইসলামসহ অন্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন। চাঁপাইনবাবগঞ্জ জেলার নতুন এই জেলা প্রশাসক (ডিসি) ও জেলা ম্যাজিস্ট্রেট মো. আব্দুস সামাদ এর আগে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সংস্কার ও গবেষণা অনুবিভাগে কর্মরত ছিলেন। তিনি ২৪তম বিসিএস ব্যাচের একজন সদস্য।

চাঁপাইনবাবগঞ্জে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে ইলেকট্রিশিয়ানের মৃত্যু

চাঁপাইনবাবগঞ্জে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে ইলেকট্রিশিয়ানের মৃত্যু চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে আব্দুল করিম নামে এক ইলেকট্রিশিয়ানের মৃত্যু হয়েছে। সে ঘোড়াপাখিয়া ইউনিয়নের পার কৃষ্ণগোবিন্দপুর গ্রামের আবুল কাসেমের ছেলে। পরিবার ও পুলিশ সূত্র জানায়, আজ সকালে নিজ শয়নকক্ষে বৈদ্যুতিক কাজ করার সময় বিদ্যূৎস্পৃষ্ট হয়ে মাটিতে পড়ে যায় সে। তাকে আহত অবস্থায় জেলা হাসপাতালে নেয়া হলে সকাল ১০টার দিকে চিকিৎসক মৃত ঘোষনা করে। শিবগঞ্জ থানার উপ-পরিদর্শক(এসআই) খোকন চন্দ্র ভৌমিক বলেন,পুলিশ মরদেহ উদ্ধারের পর প্রয়োজনীয় আইনী ব্যবস্থা গ্রহণ শেষে আবেদনের প্রেক্ষিতে পরিবারের নিকট হস্তান্তর করেছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।

নাচোলে বিনামূল্যে বীজ ও সার বিতরণ

নাচোলে বিনামূল্যে বীজ ও সার বিতরণ চাঁপাইনবাবগঞ্জে নাচোলে ২০২৪-২৫ অর্থবছরে খরিফ-২ মৌসুমে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায়, গ্রীষ্মকালীন পেঁয়াজ ও মাসকালাই ফসলের আবাদ বৃদ্ধির ল„ক্ষে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মধ্যে বিনামূল্যে বীজ, রাসায়নিক সার ও অন্যান্য উপকরণ বিতরণের উদ্বোধন করা হয়েছে। বুধবার বেলা ১১টার দিকে উপজেলা পরিষদ চত্বরে নির্বাহী অফিসার নীলুফা সরকারের সভাপতিত্বে বীজ ও রাসায়নিক সার বিতরণের উদ্বোধন করা হয়। এসময় উপজেলা কৃষি অফিসার সলেহ্ আকরাম, কৃষি সম্প্রসারণ অফিসার আবদুন নুর, নেজামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমিনুল হক, নাচোল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সফিকুল ইসলাম, কসবা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাকারিয়া আল মেহরাবসহ কৃষি অফিসের বিভিন্ন কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন। উপজেলা কৃষি অফিসার সলেহ্ আকরাম জানান, ২০২৪-২৫ অর্থবছরে ১ হাজার ৪৫০ জন কৃষকের মধ্যে মাসকালাই ও ৫৫০ জন কৃষকের মধ্যে পেঁয়াজের বীজ, রাসায়নিক সার ও অন্যান্য উপকরণ বিতরণ করা হচ্ছে।

কোনো রাজনৈতিক দলের এজেন্ডা বাস্তবায়নে কাজ করবে না পুলিশ : নবাগত পুলিশ সুপার

কোনো রাজনৈতিক দলের এজেন্ডা বাস্তবায়নে কাজ করবে না পুলিশ : নবাগত পুলিশ সুপার চাঁপাইনবাবগঞ্জের নবাগত পুলিশ সুপার মো. রেজাউল করিম বলেছেন, পুলিশ কোনো রাজনৈতিক দলের বা গ্রুপের এজেন্ডা বাস্তবায়নে কাজ করবে না। পুলিশ আইনের মধ্যে থেকেই তার দায়িত্ব পালন করবে। পুলিশ বর্তমানে অন্তর্বর্তীকালীন সরকারের অধীন কাজ করছে। বুধবার সকাল সাড়ে ১০টায় পুলিশ সুপারের সম্মেলন কক্ষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি কথাগুলো বলেন। চাঁপাইনবাবগঞ্জে পুলিশ সুপার হিসেবে তার যোগদান উপলক্ষে এই মতবিনিময়ের আয়োজন করে জেলা পুলিশ। পুলিশ সুপার বলেন, মাদকের মতন খারাপ জিনিস হয় না, মাদক জাতিকে ধ্বংস করে দেয়, কাজেই মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স দেখাবে পুলিশ, পুলিশের কোনো সদস্যও যদি জড়িত থাকে এবং তার বিরুদ্ধে যদি তথ্যপ্রমাণ মিলে তাহলে তার বিরুদ্ধেও বিভাগীয় ব্যবস্থা নেয়া হবে। আয়নাঘর সম্পর্কিত এক প্রশ্নের জবাবে পুলিশ সুপার বলেন, চাঁপাইনবাবগঞ্জে কোনো আয়নাঘর থাকবে না, আইনের আলোকে যতটুকু সময় আটকে রাখার বিধান আছে, ততটুকুই রাখা হবে। এখানে কীভাবে এটা হয়েছে তা আমি দেখছি। সাংবাদিকদের প্রশ্নের জবাবে পুলিশ সুপার বলেন- কোনো ঘটনা ঘটলে তথ্য প্রদানের ক্ষেত্রে কোনো একজন অফিসারকে দায়িত্ব দেয়া থাকবে অথবা যে থানার অধীন ঘটনা ঘটবে সেই থানার ওসি কিংবা এসআই তথ্য দিবেন। যদি না দেন তাহলে আপনারা আমাকে ফোন করবেন। জরুরি কোনো বিষয় হলে প্রয়োজনে একাধিকবার ফোন করবেন। অথবা মেসেজ দেবেন। তবে আপনাদের প্রতি আমার অনুরোধ হচ্ছে, কোনো বক্তব্য নেয়ার পর যদি দেখেন কোনো অসামঞ্জস্য থেকে গেছে তাহলে সেই বক্তব্যটুকু বাদ দেবেন। পুলিশ সুপার রেজাউল করিম বলেছেন, জঙ্গি নাটক তদন্ত করা হবে। তবে শুধু চাঁপাইনবাবগঞ্জই নয়, সারাদেশে যেসব ঘটনা ঘটেছে তা কর্তৃপক্ষ তদন্ত করছে। পুলিশ বিশাল একটা বাহিনী, এটি একটি বড় কাজ। নবাগত পুলিশ সুপার বলেন- দেখেন ৫ আগস্টের পর মাঠপর্যায়ে পুলিশের যে স্থবিরতা তা আস্তে আস্তে কাঠিয়ে ওঠার চেষ্টা করা হচ্ছে। সেটার জন্য আগের সেটআপকে বদলি করা হচ্ছে এবং নতুন সেটআপ হচ্ছে অর্থাৎ পরিবর্তন হচ্ছে। আমাদের এখান থেকেই প্রায় ৫০-৬০ জন বদলি হয়ে গেছে, সেই জায়গায় নতুন লোক আসবে। আমি বলতে পারি, পুলিশ ইতোমধ্যেই সক্রিয় হয়ে গেছে। তবে আরেকটু সময় লাগবে, আপনারা সহযোগিতা করেন। স্থানীয় গণমাধ্যমের ওপর গুরুত্বারোপ করে পুলিশ সুপার বলেন- আমার প্রতিদিন সকাল হলেই স্থানীয় পত্রপত্রিকা দেখার প্রয়োজন। ঢাকার পত্রিকার খবর পরে দেখলেও চলবে কিন্তু স্থানীয় সংবাদ আগে দেখার দরকার। কারণ, কোনো সংবাদের গুরুত্ব থাকলে সেই বিষয়ে পদক্ষেপ নেয়া জরুরি, তা না হলে হয় বড় ধরনের ঘটনা ঘটে যাবে। তাই স্থানীয় পত্রপত্রিকাকে অধিক গুরুত্ব দিই। পুলিশ সুপার মতবিনিময়কালে বলেন- আমি জেনে খুবই খুশি হলাম, এখানে কমিউনিটি রেডিও আছে। সুযোগ পেলে রেডিওটি পরিদর্শনের ইচ্ছে ব্যক্ত করেন তিনি। এসময় উপস্থিত ছিলেন- অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) আবুল কালাম সাহিদ, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অফস) মো. নুরুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার (নবাবগঞ্জ সার্কেল) মো. জাহাঙ্গীর আলম, সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) এস এম জাকরিয়া। সাংবাদিকদের মধ্যে উপস্থিত ছিলেন- চাঁপাইনবাবগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি গোলাম মোস্তফা মন্টু ও সাধারণ সম্পাদক ফয়সাল মাহমুদ, সিটি প্রেস ক্লাব-চাঁপাইনবাবগঞ্জ’র সভাপতি কামাল সুকরানা ও সাধারণ সম্পাদক মেহেদী হাসানসহ অন্যান্য প্রেস ক্লাবের সভাপতি-সাধারণ সম্পাদক এবং দেশের বিভিন্ন পত্রিকা, টেলিভিশন ও অনলাইন পত্রিকার জেলা প্রতিনিধিগণ। এছাড়া স্থানীয় পত্রিকা হিসেবে দৈনিক চাঁপাই দৃষ্টির প্রকাশক ও সম্পাদক এমরান ফারুক মাসুম, দৈনিক গৌড় বাংলার প্রকাশক ও সম্পাদক হাসিব হোসেন, দৈনিক চাঁপাই দর্পণের প্রকাশক ও সম্পাদক আশরাফুল ইসলাম রঞ্জু এবং চাঁপাই চিত্রের নির্বাহী সম্পাদক ওয়ালিউজ্জামান রুবেল উপস্থিত ছিলেন। পরিচয়পর্বের পর সাংবাদিকদের কাছ থেকে জেলার বিভিন্ন সমস্যার কথা শুনেন পুলিশ সুপার। এসময় তিনি জানান, দেশের পরিস্থিতির উন্নতির সাথে সাথে আমাদের জেলার সমস্যাগুলো সমাধান করা হবে। এই জন্য কিছুটা সময় প্রয়োজন। উল্লেখ্য, ২৫তম বিসিএসের সদস্য পুলিশ সুপার রেজাউল করিম এর আগে সিরাজগঞ্জে পিবিআইয়ে কর্মরত ছিলেন। বরগুনা জেলার পাথরঘটা উপজেলার বাসিন্দা রেজাউল করিম ১৯৯২ সালে কালমেঘা মুসলিম মাধ্যমিক বিদ্যালয় থেকে এসএসসি ও ১৯৯৪ সালে বরগুনা সরকারি কলেজ থেকে এইচএসসি পাস করেন। পরে ২০০০ সালে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সমাজবিজ্ঞানে বিএসএস (অনার্স), এমএসএস ডিগ্রি অর্জন করেন ও জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে এলএলবি সম্পন্ন করেন। তিনি ২০০৬ সালের ২১ আগস্ট পুলিশ বাহিনীতে যোগ দেন। পুলিশ সুপার রেজাউল করিম ২ কন্যাসন্তানের জনক।

চাঁপাইনবাবঞ্জে পদ্মা’র তীরবর্তী ধানের জমিতে ১৪টি রাসেলস ভাইপার সাপ মারল কৃষকরা

চাঁপাইনবাবঞ্জে পদ্মা’র তীরবর্তী ধানের জমিতে ১৪টি রাসেলস ভাইপার সাপ মারল কৃষকরা শিবগঞ্জ উপজেলার পদ্মা নদীর তীরবর্তী পাঁকা ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের গমেরচর জামাইপাড়া এলাকার নদীঘেঁষা একটি ধানক্ষেতে আজ, গতকাল ও গত সোমবার ৩ দিনে বড়, ছোট ও মাঝারি তিন আকৃতির ১৪টি চন্দ্রবোড়া বা রাসেলস ভাইপার সাপ পিটিয়ে মেরে নদীতে ভাসিয়ে ও মাটিতে পুঁতে ফেলেছে জমির মালিক ও স্থানীয়রা। স্থানীয় সূত্র জানায়, পদ্মাপাড়ের ওই এলাকায় বহুপূর্ব থেকেই রাসেলস ভাইপারের উপদ্রব রয়েছে। কয়েকটি দূর্ঘটনাও ঘটেছে অতীতে। কৃষকরাসহ স্থানীয় সকলেই সাপটির প্রজাতি ভাল করে চেনে ও জানে। ইন্টারনেটের কারণে এখন তারা ওই সাপ সহজেই শনাক্ত করতে পারে বলেও দাবি স্থানীয়দের। গত ৩দিনে সাপগুলি কেটে রাখা ধানের নীচে পাওয়ার পর লাঠি দিয়ে পিটিয়ে মারার বিষয়টি নিশ্চিত করেছেন সংশ্লিস্ট ইউপি সদস্য মো.জালাল, গ্রাম পুলিশ জমশেদ আলী,২বিঘা ওই জমির মালিক কৃষক ইব্রাহীমের(৫৬) ছেলে সৈয়বুর(২৬) ও স্থানীয় বাসিন্দা শাহিন(২৮)। জানা গেছে, কেটে জমিতে ফেলে রাখা ধান গত সোমবার সকাল ১০টার দিকে আঁটি বাঁধতে গেলে ধানের নীতে সাপ দেখতে পান ইব্রাহীম ও তার ছেলেরা। তারা সোমবার ৬টি সাপ মারেন। এ সময় আশেপাশের বহু লোক জড়ো হয়ে যায়। ওইদিন পাশের জমির মালিক একরামুলে ছেলে টুটুল,মন্টুর ছেলে হবু, হুমায়ুন কবিরের ছেলে রুবেলরা আরও ৩টি সাপ মারেন। মঙ্গলবার দিনব্যাপী ইব্রাহীম ও তার ছেলেরা আরও ৩টি সাপ মারেন। বুধবার মারা পড়ে আরও ২টি সাপ।

গোমস্তাপুরে পূণর্ভবা নদীতে ডুবে শিশুর মৃত্যু

গোমস্তাপুরে পূণর্ভবা নদীতে ডুবে শিশুর মৃত্যু গোমস্তাপুর উপজেলার রহনপুর পৌরসভার হুজরাপুর বেগুনবাড়ি মহল্লার পাশে পূণর্ভবা নদীতে ডুবে আল আমিন নামে আড়াই বছরের একটি শিশুর মৃত্যু হয়েছে। সে ওই মহল্লার জালালের ছেলে। পুলিশ জানায়, আজ সকাল সাড়ে ১০টার দিকে মায়ের পিছু পিছু বাড়ির পেছনের নদীর ঘাটে যায় শিশুটি। পরে শিশুর মা কাজ শেষে বাড়ি ফিরলেও পিছে যাওয়া শিশুটির খোঁজ করতে ভুলে যায়। পরে শিশুটির খোঁজ শুরু করে দুপুর পৌনে ১২টার দিকে ঘাটের নিকট নদীতে শিশুটিকে মৃত ও ভাসমান অবস্থায় পাওয়া যায়। গোমস্তাপুর থানার রহনপুর পুলিশ তদন্ত কেন্দ্র উপ-পরিদর্শক(এসআই) সুজাউদ্দৌলা বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে মরদেহ উদ্ধার করে। পরে প্রয়োজনীয় আইনী ব্যবস্থা গ্রহণ শেষে আবেদনের প্রেক্ষিতে পরিবারের নিকট মরদেহ হস্তান্তর করা হয়। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।

শিবগঞ্জে ইট ভাটাকে ৩০ হাজার টাকা অর্থদন্ড, কার্যক্রম বন্ধের ঘোষণা

শিবগঞ্জে ইট ভাটাকে ৩০ হাজার টাকা অর্থদন্ড, কার্যক্রম বন্ধের ঘোষণা   শিবগঞ্জে একটি ইট ভাটাকে ৩০ হাজার টাকা অর্থদন্ড প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত। আজ বিকেলে উপজেলার শ্যামপুর ইউনিয়নের কয়লা দিয়াড় এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। এতে নেতৃত্ব দেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তৌফিক আজিজ। তিনি জানান, বিকেলে কয়লা দিয়াড় এলাকায় ৫টি ইটভাটায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় স্মার্ট ব্রিকসের মালিক মামুনুর রশীদকে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) (সংশোধিত) আইন, ২০১৯ এর ধারা ৪ লঙ্ঘনের অপরাধে ১৪ ধারায় ৩০ হাজার টাকা অর্থদন্ড ও পরবর্তী কার্যক্রম বন্ধ করার বিষয়ে সতর্ক করে দেয়া হয়। তিনি আরো জানান, এলাকার বিভিন্ন সচেতন নাগরিকদের অভিযোগের প্রেক্ষিতে অপর ইট ভাটাগুলোতে সহকারী পরিচালক, পরিবেশ অধিদপ্তর তদন্ত করে পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে। অভিযান পরিচালনায় পরিবেশ অধিদপ্তর ও শিবগঞ্জ থানা পুলিশ সহযোগিতা করে।

চাঁপাইনবাবগঞ্জে নতুন জেলা প্রশাসক নিয়োগ

চাঁপাইনবাবগঞ্জে নতুন জেলা প্রশাসক নিয়োগ চাঁপাইনবাবগঞ্জ জেলার নতুন জেলা প্রশাসক (ডিসি) ও জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে নিয়োগ পেয়েছেন  মোঃ আব্দুস সামাদ। তিনি জনপ্রশাসন মন্ত্রণালয়ের  সংস্কার ও গবেষণা অনুবিভাগে কর্মরত ছিলেন। তিনি ২৪বিসিএস  ব্যাচের একজন সদস্য।  জনপ্রশাসন মন্ত্রণালয়ের মাঠ প্রশাসন- ১ শাখার উপসচিব মোঃ ইব্রাহিম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এই তথ্য জানা গেছে।  একই প্রজ্ঞাপনে ৩৪ জন কর্মকর্তাকে বিভিন্ন জেলায় নিয়োগ দেওয়া হয়েছে। জনস্বার্থে জারিকৃত এই আদেশ অবিলম্বে কার্যক্রম হবে বলে প্রজ্ঞাপনে বলা হয়েছে। এদিকে, দেশের আরো ৩৪ জেলায় নতুন জেলা প্রশাসক প্রত্যাহার করা হয়েছে। সেইসঙ্গে নতুন করে প্রত্যাহার করা ডিসিদের জায়গায় ৩৪ জনকে পদায়নও করা হয়েছে। আজ জনপ্রশাসন মন্ত্রণালয় সূত্রে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে। সূত্র জানায়, ৩৪ জেলা থেকে ডিসি প্রত্যাহার করা হয়েছে এবং নতুন করে ৩৪ জনকে নিয়োগ দেওয়া হয়েছে। জনপ্রশাসন মন্ত্রণালয়ের মাঠ প্রশাসন শাখা থেকে এক প্রজ্ঞাপনে এ পদায়নের কথা জানানো হয়।