চাঁপাইনবাবগঞ্জ ট্রেনে কাটা পড়ে শিক্ষার্থীর নিহত

চাঁপাইনবাবগঞ্জ ট্রেনে কাটা পড়ে শিক্ষার্থীর নিহত চাঁপাইনবাবগঞ্জ রেলওয়ে স্টেশনের অদূরে বিদিরপুরে ট্রেনে কাটা পড়ে এইচএসসি পাস সেলিনা খাতুন (২০) নামের এক শিক্ষার্থী নিহত হয়েছেন। রবিবার বিকেল ৫টা ২৫ মিনিটের দিকে এই দুর্ঘটনা ঘটে। নিহত শিক্ষার্থী জেলার শিবগঞ্জ উপজেলার মহেষপুর গ্রামের সেলিম রেজার মেয়ে। চাঁপাইনবাবগঞ্জ রেলওয়ে পুলিশের ইনচার্জ আশীষ সরকার জানান, মল্লিকা (আইআর) ট্রেনটি রবিবার বিকেলে চাঁপাইনবাবগঞ্জ রেলস্টেশন থেকে রহনপুরের উদ্দেশ্যে ছেড়ে যায়। এসময় অল্প কিছুদূরে বিদিরপুর এলাকায় বিকেল ৫টা ২৫ মিনিটের দিকে সেলিনা খাতুন ট্রেনের নিচে কাটা পড়ে ঘটনাস্থলেই মারা যান। খবর পেয়ে রেলওয়ে পুলিশ মরদেহ উদ্ধার করেছে। ধারণা করা হচ্ছে, সেলিনা খাতুন আত্মহত্যা করতে পারেন। আশীষ কুমার আরো জানান, তার ব্যাগের মধ্যে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীন রাজশাহী কলেজের অনার্স ভর্তি পরীক্ষার কাগজপত্র ছিল। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
গোবরাতলায় ভিজিএফের চাল বিতরণ : চেয়ারম্যানের পক্ষে মানববন্ধন

গোবরাতলায় ভিজিএফের চাল বিতরণ : চেয়ারম্যানের পক্ষে মানববন্ধন চাঁপাইনবাবগঞ্জে ভিজিএফের চাল বিতরণ না করা নিয়ে গত ১১ জুন গোবরাতলা ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান মো. রবিউল ইসলাম টিপুর বিরুদ্ধে যে মানববন্ধন করা হয়েছে তাকে মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন দাবি করা হয়েছে। চেয়ারম্যানের বিরুদ্ধে অপপ্রচার চালানো হয়েছে দাবি করে সেই মানববন্ধনের বিরুদ্ধে পাল্টা মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকালে জেলার সদর উপজেলার মহিপুর কলেজ মোড়ে ইউনিয়ন পরিষদের সামনে ‘গোবরাতলা ইউনিয়নবাসী’র ব্যানারে এই কর্মসূচি পালন করা হয়। প্রায় এক ঘণ্টা ধরে চলা মানববন্ধনে ভিজিএফ কর্মসূচির দুই শতাধিক সুবিধাভোগী অংশ নেন। এ সময় বক্তারা বলেন, ঈদের আগে দুস্থ-অসহায় মানুষদের ভিজিএফের চাল দেয়ার কথা থাকলেও তারা পাননি। ইউনিয়ন পরিষদ থেকে জানানো হয়েছে, ৮ জন সদস্য সুবিধাভোগীর তালিকা না দেয়ায় ভিজিএফের চাল বিতরণ করা হয়নি। বক্তারা আরো বলেন, ইউনিয়নের সামাজিক নিরাপত্তা কর্মসূচিসহ বিভিন্ন উন্নয়ন প্রকল্পকে বাধাগ্রস্ত করছেন ইউনিয়ন পরিষদের ৮ সদস্য। তাদের বিরুদ্ধে কার্যকর পদক্ষেপ নেয়ার দাবিও জানান তারা। মানববন্ধনে বক্তব্য দেন— ইউনিয়ন বিএনপির সভাপতি শামসুল আলম, জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সহ-সাধারণ সম্পাদক আবুল হায়াত আবেদিন, স্থানীয় বাসিন্দা সৈয়দ মওদুদ আহমেদ, শাহিন আহমেদসহ ইউনিয়নের বিভিন্ন স্তরের জনসাধারণ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ। উল্লেখ্য, এর আগে গত ১১ জুন ভিজিএফের চাল বিতরণ না করাসহ বিভিন্ন ধরনের অভিযোগ তুলে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. রবিউল ইসলাম টিপুর বিরুদ্ধে ওই একই স্থানে মানববন্ধন অনুষ্ঠিত হয়।
চাঁপাইনবাবগঞ্জের হত্যা মামলার আসামি বগুড়ায় গ্রেপ্তার

চাঁপাইনবাবগঞ্জের হত্যা মামলার আসামি বগুড়ায় গ্রেপ্তার চাঁপাইনবাবগঞ্জের হত্যা মামলার এক আসামিকে বগুড়ায় গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার মো. আমিরুল ইসলাম (২৪) একটি হত্যা মামলার ৫নং আসামি। গত শনিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বগুড়া জেলার আদমদীঘি উপজেলার সান্তাহার রেলস্টেশন এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তাকে গ্রেপ্তারে র্যাব-৫ চাঁপাইনবাবগঞ্জ ও র্যাব-১২ বগুড়া যৌথ অভিযান চালায়। গ্রেপ্তার আমিরুল চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার কামালপুর গ্রামের মো. আব্দুর রাকিবের ছেলে। এক সংবাদ বিজ্ঞপ্তিতে র্যাব-৫ এই তথ্য জানিয়েছে। র্যাব আরো জানায়, গত ৮ জুন পূর্ব শত্রুতার জেরে কামালপুর গ্রামের মৃত আলাউদ্দিনের ছেলে মাসুদ রানার (৪১) ওপর পূর্বপরিকল্পিতভাবে হামলা চালায় এজাহারনামীয় আসামিরা। আশঙ্কাজনক অবস্থায় মাসুদ রানাকে উদ্ধার করে শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ওই ঘটনায় নিহতের স্ত্রী বাদী হয়ে চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলার প্রেক্ষিতে তথ্যপ্রযুক্তির সহায়তায় আসামিদেরকে গ্রেপ্তার করতে গোয়েন্দা তৎপরতা শুরু করে র্যাব। এরই একপর্যায়ে গোপন সংবাদের ভিত্তিতে র্যাব জানতে পারে, বগুড়া জেলার আদমদীঘি উপজেলা এলাকায় হত্যা মামলার ৫নং পলাতক আসামি আমিরুল ইসলাম অবস্থান করছে। এমন খবর পেয়ে র্যাব-৫, সিপিসি-১ চাঁপাইনবাবগঞ্জ ও র্যাব-১২, সিপিএসসি বগুড়ার যৌথ আভিযানিক দল সান্তাহার রেলস্টেশন এলাকায় অভিযান পরিচালনা করে। এসময় রেলস্টেশন ওভারব্রিজের নিচ হতে উল্লেখিত হত্যা মামলার এজাহারনামীয় পলাতক আসামি আমিরুল ইসলামকে গ্রেপ্তার করা হয়। হত্যা চেষ্টা মামলার ২ জন গ্রেপ্তার চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার রানীহাটি কলেজ মোড় এলাকা থেকে হত্যা চেষ্টা মামলার ২ ও ৩ নং আসামিকে গ্রেপ্তার করেছে র্যাব। গ্রেপ্তারকৃতরা হলেন— জেলার শিবগঞ্জ উপজেলার বাবুপুর মিরাটুলি গ্রামের মো. একরামুল হকের ছেলে হত্যা চেষ্টা মামলার ২ নম্বর আসামি মো. রাশিদুল (২৮) ও মো. আলেকের ছেলে একই মামলার ৩নং আসামি মো. রিংকু (২৪)। গত ১৩ জুন র্যাব-৫, চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের আভিযানিক দল এই অভিযান চালায়। এক সংবাদ বিজ্ঞপ্তিতে র্যাব এই তথ্য জানিয়েছে। র্যাব আরো জানায়, গ্রেপ্তারকৃতরা অন্য আসামিদের সঙ্গে নিয়ে বাদিনীর ছেলে মো. রানা বাবু (২৮)কে পূর্ব শত্রুতার জেরে দেশীয় অস্ত্র দিয়ে আঘাত করে। পরবর্তীতে বাদিনী ও স্থানীয় লোকজন রানা বাবুকে উদ্ধার করে ২৫০ শয্যাবিশিষ্ট চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালে চিকিৎসার জন্য প্ররণ করে। পরবর্তীতে ভিকটিমের মা বাদী হয়ে শিবগঞ্জ থানায় একটি হত্যা চেষ্টা মামলা দায়ের করেন।
চাঁপাইনবাবগঞ্জে নতুন করে ডেঙ্গুতে আক্রান্ত ২০ জন

চাঁপাইনবাবগঞ্জে নতুন করে ডেঙ্গুতে আক্রান্ত ২০ জন চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গুতে আক্রান্তের সংখ্যা বাড়ছে। গত ২৪ ঘণ্টায় নতুন করে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালে ভর্তি হয়েছেন আরো ২০ জন। তাদের মধ্যে ১৫ জন পুরুষ ও ৫ জন মহিলা রয়েছেন। ২৫০ শয্যাবিশিষ্ট চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালের ডেঙ্গু বিষয়ক তথ্যে জানা গেছে, পূর্বের রোগী ভর্তি ছিল ৩৩ জন। তাদের মধ্যে ১০ জন পুরুষ, ১ জন মহিলা ও ২ জন শিশুকে ছাড়পত্র দেয়া হয়েছে। আর একজন রোগীকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। বর্তমানে ভর্তি আছে ৩৯ জন রোগী। তাদের মধ্যে ১৭ জন পুরুষ, ১৮ জন মহিলা ও ৪ জন শিশু রোগী রয়েছে। চলতি বছরের শুরু থেকে রবিবার পর্যন্ত ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালে ডেঙ্গু রোগীর সংখ্যা দাঁড়াল ৫৬৪ জনে। ২৫০ শয্যাবিশিষ্ট চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মাসুদ পারভেজ এসব তথ্য নিশ্চিত করেছেন।
চাঁপাইনবাবগঞ্জে পাঁচ দিনের কৃষক প্রশিক্ষণ শুরু

চাঁপাইনবাবগঞ্জে পাঁচ দিনের কৃষক প্রশিক্ষণ শুরু ‘কৃষিই সমৃদ্ধি’— এই স্লোগানকে সামনে রেখে চাঁপাইনবাবগঞ্জে পাঁচ দিনব্যাপী কৃষক প্রশিক্ষণ শুরু হয়েছে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের ২০২৪-২৫ অর্থবছরের ক্লাইমেট স্মার্ট এগ্রিকালচার অ্যান্ড ওয়াটার ম্যানেজমেন্ট (সিএসএডব্লিউএম) (ডিএই পার্ট) প্রকল্পের আওতায় এই পশিক্ষণের আয়োজন করা হয়। প্রতিনিধিত্বশীল কৃষকদের দক্ষতা উন্নয়নে কৃষি কাজে আধুনিক পানি (সেচ ও নিকাশ) ব্যবস্থাপনা বিষয়ক এই প্রশিক্ষণে ৩০ জন নারী ও পুরুষ কৃষক অংশগ্রহণ করছেন। রবিবার সকাল ১০টা থেকে জেলাশহরের বেলেপুকুরে প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটির নকীব হোসেন মিলনায়তনে এই প্রশিক্ষণের আয়োজন করেছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের চাঁপাইনবাবগঞ্জ জেলা কার্যালয়। জেলা কার্যালয়ের উপরিচালক কৃষিবিদ ড. ইয়াছিন আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত প্রশিক্ষণের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন এবং প্রশিক্ষণের উদ্বোধন করেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের রাজশাহী অঞ্চলের অতিরিক্ত পরিচালক ড. আজিজুর রহমান। এ সময় জেলা প্রশিক্ষণ অফিসার মো. আতিকুল ইসলাম, শস্য বিশেষজ্ঞ কৃষিবিদ জহুরুল ইসলামসহ অন্যরা উপস্থিত ছিলেন। প্রধান অতিথি বলেন— প্রতিনিধিত্বশীল কৃষকদের দক্ষতা উন্নয়নে কৃষি কাজে আধুনিক পানি (সেচ ও নিকাশ) ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণ হলো একটি কর্মশালা বা কোর্স, যা নির্বাচিত বা প্রতিনিধিত্বশীল কৃষকদের কৃষি কাজে সেচ এবং নিষ্কাশন (নিকাশ) ব্যবস্থাপনার আধুনিক পদ্ধতিগুলো সম্পর্কে তাদের জ্ঞান ও দক্ষতা বৃদ্ধি করা হয়। এই প্রশিক্ষণ কৃষকদের ফসলের উৎপাদনশীলতা বাড়াতে এবং পানির সর্বোত্তম ব্যবহার করতে সহায়তা করে। এই পাঁচ দিনের প্রশিক্ষণে আপনারা অনেক কিছু শিখতে পারবেন এবং কৃষিতে বাস্তবে কাজে লাগাতে পারবেন।
চাঁপাইনবাবগঞ্জে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত ৯ : দুজনকে রাজশাহীতে স্থানান্তর

চাঁপাইনবাবগঞ্জে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত ৯ : দুজনকে রাজশাহীতে স্থানান্তর চাঁপাইনবাবগঞ্জে ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালে ডেঙ্গু রোগীর সংখ্যা বাড়ছে। গত বুধবার ১৬ জন ভর্তি থাকলেও আজ ভর্তি রোগীর সংখ্যা বেড়ে দাঁড়ায় ১৯ জনে। তাদের মধ্যে নতুন করে ৯ জন আক্রান্ত হয়েছে। ২৫০ শয্যাবিশিষ্ট চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালের ডেঙ্গু বিষয়ক তথ্যে জানা গেছে, গত বুধবার ১৬ জন রোগী ভর্তি ছিল। তাদের মধ্যে ৪ জনকে ছাড়পত্র দেয়া হয়েছে। অন্যদিকে গত মঙ্গলবার মধ্যরাত থেকে গতকাল মধ্যরাত পর্যন্ত ২৪ ঘণ্টায় নতুন করে ভর্তি হয়েছে আরো ৯ জন। তাদের মধ্যে ২ জন পুরুষ, ৪ জন নারী ও ৩ জন শিশু রয়েছেন। ফলে ভর্তি রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৯ জনে। এছাড়া দুজনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। তাদের মধ্যে একজন পুরুষ ও একজন নারী রয়েছেন। আজ হাসপাতালের প্রতিদিনের ডেঙ্গু বিষয়ক প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে। প্রতিবেদনে আরো জানা গেছে, চলতি বছরের শুরু থেকে বৃহস্পতিবার পর্যন্ত ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালে ডেঙ্গু রোগীর সংখ্যা হচ্ছে ৫১১ জন।
চাঁপাইনবাবগঞ্জে জমি নিয়ে দ্বন্দের জেরে ছোট ভাইয়ের ছু*রিকা*ঘাতে বড়ভাই খু*ন

চাঁপাইনবাবগঞ্জে জমি নিয়ে দ্বন্দের জেরে ছোট ভাইয়ের ছু*রিকা*ঘাতে বড়ভাই খু*ন চাঁপাইনবাবগঞ্জ শহরে বসতবাড়ির জায়গা জমি নিয়ে দ্বন্দের জেরে ছোটভাই তৌহিদুল আলম ওরফে বিকাশ নামে এক যুবকের ছুরিকাঘাতে বড়ভাই আব্দুর রশিদ নামে এক ব্যাক্তি নিহত হয়েছেন। তারা শহরের ১২ নং ওয়ার্ডের চরমোহনপুর লাহাপাড়া মহল্লার বেলাল উদ্দিনের ছেলে। স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, গতকাল সন্ধ্যা ৭টার দিকে বসতবাড়ির নিকট গলি রাস্তায় বড়ভাই রশিদকে বুকে ও পিঠে ছুরি মেরে পালিয়ে যায় বিকাশ। ঘটনা টের পেয়ে পরিবারের সদস্য ও স্থানীয়রা তাঁকে আহতাবস্থায় উদ্ধার করে জেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। সদর থানার অফিসার ইনচার্জ(ওসি) মতিউর রহমান বলেন, পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা হাসপাতাল মর্গে পাঠিয়েছে। পলাতক বিকাশকে আটকে অভিযান এবং ঘটনার তদন্ত শুরু হয়েছে। তিনি আরও বলেন, দুই ভাইয়ের মধ্যে জমি নিয়ে ২০১৪ সাল থেকে বিরোধ ছিল। তাঁরা তিন ভাই ও পাঁচ বোন। এ ব্যাপারে মামলার বিষয়টি প্রক্রিয়াধীণ বলেও জানান ওসি। স্থানীয় সূত্র জানায়, গতকাল জমির বিরোধের জেরে বড়ভাই রশিদ ছোটভাই বিকাশকে মারধর করলে ক্ষিপ্ত হয়ে বিকাশ এ কাজ করে।
গোবরাতলা ইউপি চেয়ারম্যানের অপসারণ দাবিতে স্থানীয়দের মানববন্ধন

গোবরাতলা ইউপি চেয়ারম্যানের অপসারণ দাবিতে স্থানীয়দের মানববন্ধন পবিত্র ঈদুল আজহার আগে দুস্থ মানুষের জন্য সরকারি উপহার ভিজিএফের চাল বিতরণ না করাসহ বিভিন্ন অনিয়মের অভিযোগ তুলে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার গোবরাতলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের অপসারণ দাবিতে মানববন্ধন করেছেন স্থানীয়রা। আজ দুপুর ১২টার দিকে সদর উপজেলার মহিপুর কলেজ মোড়ে গোবরাতলা ইউনিয়ন পরিষদের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। ‘গোবরাতলা ইউনিয়নের সর্বসাধারণ জনগণ’র ব্যানারে অনুষ্ঠিত মানববন্ধনে বিভিন্ন রাজনৈতিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের নেতাকর্মী, সুশীল সমাজের প্রতিনিধি, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা এবং সুবিধাবঞ্চিত সাধারণ মানুষ অংশগ্রহণ করেন। মানববন্ধনে বক্তারা বলেন, অসহায় দরিদ্র মানুষের জন্য সরকার ঈদের আগে উপহার হিসেবে ভিজিএফের চাল বরাদ্দ দিয়েছে। সদর উপজেলার অন্যান্য ইউনিয়নের জনসাধারণ ভিজিএফের চাল পেলেও চেয়ারম্যানের উদাসীনতার কারণে গোবরাতলা ইউনিয়নে তা বিতরণ করা হয়নি। আগামী ৭ দিনের মধ্যে ব্যবস্থা গ্রহণ করা না হলে সড়ক অবরোধসহ কঠোর কর্মসূচির হুশিয়ারি দেন মানববন্ধনকারীরা। মানববন্ধনে বক্তব্য দেন, সুশাসনের জন্য নাগরিক-সুজন চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার সাংগঠনিক সম্পাদক আবু হানজালা, সাধারণ সম্পাদক তোহরুল ইসলাম তহুর, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা মাহিনুর রহমান মাহিনসহ অন্যরা। এ বিষয়ে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নুরুল ইসলাম বলেন, গোবরাতলা ইউনিয়নে ঈদের আগে কেন ভিজিএফের চাল বিতরণ করা হয়নি, তা ঈদের ছুটি শেষে অফিস খোলার পরপরই তদন্ত করে দেখা হবে। এ নিয়ে ইউপি চেয়ারম্যানের কোনো গাফিলতি পাওয়া গেলে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেয়ার জন্য সুপারিশ করা হবে।
বালিয়াডাঙ্গা কেন্দ্রীয় জামে মসজিদ পুনর্নির্মাণ কাজের উদ্বোধন

বালিয়াডাঙ্গা কেন্দ্রীয় জামে মসজিদ পুনর্নির্মাণ কাজের উদ্বোধন চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার বালিয়াডাঙ্গা ইউনিয়নের বালিয়াডাঙ্গা কেন্দ্রীয় জামে মসজিদ পুনর্নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে। গত মঙ্গলবার সকালে প্রধান উপদেষ্টার সহকারী একান্ত সচিব শাব্বীর আহমদ এ পুনর্নির্মাণ কাজের উদ্বোধন করেন। হাফেজ মো. আবুল হায়াতের কোরআন তেলাওয়াতের মাধ্যমে উদ্বোধনী অনুষ্ঠান শুরু হয়। বালিয়াডাঙ্গা কেন্দ্রীয় জামে মসজিদের সভাপতি আলহাজ মো. আব্দুল কাদেরের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে সূচনা বক্তব্য দেন— বালিয়াডাঙ্গা কেন্দ্রীয় জামে মসজিদের সাধারণ সম্পাদক মো. আব্দুস সবুর। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন— ক্যালিফোর্নিয়া স্টেট ইউনিভার্সিটির প্রফেসর ড. মো. শাহাবুল আলম স্বপন, নবাবগঞ্জ সরকারি মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ শিক্ষাবিদ ড. মো. সিরাজ উদ্দিন ও স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের উপজেলা প্রকৌশলী মো. আজহারুল ইসলাম। আরো বক্তব্য দেন— বালিয়াডাঙ্গা পল্লী উন্নয়ন সমিতির সভাপতি খুরশেদ আহম্মেদ বাদল ও প্রবীণ আইনজীবী মো. ইউসুফ আলী পিন্টু। ফলক উন্মোচন শেষে দোয়া পরিচালনা করেন বালিয়াডাঙ্গা কেন্দ্রীয় জামে মসজিদের খতিব ও বালিয়াডাঙ্গা ফাজিল মাদরাসার সহকারী অধ্যাপক মাওলানা মো. ওজায়ের। চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার বালিয়াডাঙ্গা ইউনিয়নের বালিয়াডাঙ্গা গ্রামের প্রাণকেন্দ্রে অবস্থিত বালিয়াডাঙ্গা কেন্দ্রীয় জামে মসজিদটি ১৮৫৫ সালে নির্মিত হয়। বিভিন্ন সময়ে কয়েক দফা সংস্কার করে চালু রাখার চেষ্টা করা হলেও বর্তমানে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের প্রায় দুই কোটি টাকা বরাদ্দ পেয়ে পুরোপুরি ভেঙে পুনর্নির্মাণ হতে যাচ্ছে
চাঁপাইনবাবগঞ্জে গুলশান গ্রুপের ঈদ গেট টুগেদার ফ্রেন্ডস এন্ড ফ্যামিলি নাইটস অনুষ্ঠিত

চাঁপাইনবাবগঞ্জে গুলশান গ্রুপের ঈদ গেট টুগেদার ফ্রেন্ডস এন্ড ফ্যামিলি নাইটস অনুষ্ঠিত চাঁপাইনবাবগঞ্জে গুলশান গ্রুপের আয়োজনে ঈদ গেট টুগেদার ফ্রেন্ডস এন্ড ফ্যামিলি নাইটস অনুষ্ঠিত হয়েছে। গতকাল রাতে নবাবগঞ্জ টাউন ক্লাবে গুলশান ক্লাবের সভাপতি মোঃ তাজিবুর রহমানের সভাপতিত্বে স্বাগত বক্তব্য দেন গুলশান গ্রুপের সাধারণ সম্পাদক মো. নাজমুল হাসান ননী। আমিনুল হক আবির সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন গ্রুপের অন্যতম সদস্য বিশিষ্ট ব্যবসায়ী রায়হানুল ইসলাম লুনা, জুলকারনাইন, ব্যাংকার আব্দুল হামিদ, কাউসার, রিংকু, কামরুল ইসলাম জুয়েল, রইস উদ্দিন প্রমূখ গুলশান গ্রুপের ফ্রেন্ডস এন্ড ফ্যামিলি অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি ছিলেন উপদেষ্টা শ্রী সুভাষদা মোঃ সেলিম মোহাম্মদ জামাল আব্দুল নাসের শ্রমিক নেতা আনারুল ইসলাম আনার বাবু জঙ্গি রাজশাহীর বন্ধু শহীদ পলাশ তারেক মাহবুব। আলোচনা সভা শেষে মনোঙ্গ সাংস্কৃতিক অনুষ্ঠান ও র্যাফেল ড্র অনুষ্ঠিত হয়।