ঈদ উপলক্ষে টানা ৯ দিন বন্ধের পর কর্মচঞ্চল সোনামসজিদ স্থলবন্দর

ঈদ উপলক্ষে টানা ৯ দিন বন্ধের পর কর্মচঞ্চল সোনামসজিদ স্থলবন্দর পবিত্র ঈদ-উল-ফিতর-২০২৫ উপলক্ষে দেশের দ্বিতীয় বৃহত্তম চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার সোনামসজিদ স্থলবন্দরে সকল প্রকার আমদানী-রপ্তানী ও সিএন্ডএফ সংক্রান্ত কার্যক্রম গত ২৮ মার্চ থেকে গত ৫ এপ্রিল শনিবার পর্যন্ত টানা ৯দিন বন্ধের পর গতকাল থেকে যথারীতি পূণরায় চালু হয়েছে। কর্মচঞ্চল হয়েছে বন্দর। বন্দর সূত্র জানায়, ৯ দিন বন্ধের মধ্যে গত ২৮ মার্চ শুক্রবার সাপ্তাহিক ছুটি যুক্ত ছিলো। এরপর সোনামসজিদ আমদানী রপ্তানীকারক গ্রুপ ও সিএন্ডএফ এজেন্ট এসোসিয়েশনের যৌথ সিদ্ধান্তে ঈদ উপলক্ষে ২৯ মার্চ শনিবার থেকে ৮দিন টানা বন্দরে আমদানী রপ্তানী কার্যক্রম বন্ধ ঘোষণা করে। তবে ছুটির মধ্যে বন্দরে আভ্যন্তরীন লোড-আনলোড, জরুরী পণ্য পরিবহনসহ কিছু কার্যক্রম চালু ছিল। সোনামসজিদ স্থলবন্দর সিএন্ডএফ এজেন্ট এসোসিয়েশন আহব্বায়ক মোস্তাফিজুর রহমান ও বন্দর পরিচালনাকারী বেসরকারী অপারেটর প্রতিষ্ঠান পানামা সোনামসজিদ পোর্ট লিংক লিমিটেডের ম্যানেজার অপারেশন কামাল খান বলেন, আজ সকাল সাড়ে ১০টার দিকে বন্দরে আমদানীকৃত ভারতীয় পন্যবাহী ট্রাক প্রবেশ শুরু করে। এর মধ্যে রয়েছে চাল,পাথর,খইল, ভূষি, নারিকেল সহ বিভিন্ন পন্যবাহী ট্রাক। এদিকে সোনামসজিদ ইমিগ্রেশন পথে ভারতের সাথে যাত্রী চলাচল ঈদের দিনসহ প্রতিদিনই চালু ছিল বলে জানিয়েছে ইমিগ্রেশন সূত্র।
৩০৯ জন মা ও শিশুকে স্বাস্থ্য সেবা দিয়েছে পরিবার পরিকল্পনা বিভাগ

৩০৯ জন মা ও শিশুকে স্বাস্থ্য সেবা দিয়েছে পরিবার পরিকল্পনা বিভাগ চাঁপাইনবাবগঞ্জে পরিবার পরিকল্পনা বিভাগ ঈদুল ফিতরের ছুটিতেও কার্যক্রম চালু রেখেছে। গত ২৮ মার্চ হতে শুক্রবার দুপুর ২টা পর্যন্ত প্রতিদিন ২৪ ঘণ্টা সেবা কেন্দ্র এবং মডেল ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র চালু রাখা হয়েছিল। এসময় সেবা কেন্দ্র এবং মডেল ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে ৫২ জনকে প্রসবপূর্ব সেবা, ৩৮ জনকে প্রসব সেবা, ৪৪ জনকে প্রসবোত্তর সেবা, ৪৩ জনকে নবজাতক সেবা এবং ৩ জনকে প্রসবোত্তর পিপিএফপি সেবা দেয়া হয়েছে। এছাড়া চাঁপাইনবাবগঞ্জ মা ও শিশু কল্যাণ কেন্দ্রে সেবাগ্রহীতাদের মধ্য থেকে ১৯ জনকে প্রসবপূর্ব সেবা, ১৩ জনকে প্রসব সেবা, ১৮ জনকে প্রসবোত্তর সেবা এবং নবজাতক সেবা দেয়া হয়েছে ১৭ জনকে। এই ৮ দিন ছুটিকালীন জেলায় মোট ৩০৯ জনকে মা ও শিশু স্বাস্থ্য সেবা দেয়া হয়েছে। যোগাযোগ করা হলে চাঁপাইনবাবগঞ্জ জেলা পরিবার পরিকল্পনা বিভাগের উপপরিচালক শুকলাল বৈদ্য এই তথ্য নিশ্চিত করে বলেন- প্রসূতি মা ও নবজাতকের কথা বিবেচনায় রেখে ঈদুল ফিতরের ছুটির মধ্যেও জেলার সেবা কেন্দ্র এবং মডেল ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রগুলো চালু রাখা হয়েছে; যাতে সেবাগ্রহীতারা এই সেবা থেকে বঞ্চিত না হয়।
সপ্তাহের বাজারদর : ডিমের হালি আবার ৪০ পেঁয়াজের দাম বাড়তি

সপ্তাহের বাজারদর : ডিমের হালি আবার ৪০ পেঁয়াজের দাম বাড়তি চাঁপাইনবাবগঞ্জে চাল, ডাল, আটা-ময়দার দাম গত সপ্তাহের মতো থাকলেও এক হালি ডিমের দাম আবার ৪০ টাকায় ঠেকেছে। তবে গত সপ্তাহের তুলনায় কিছুটা কমেছে বেগুনের দাম। অন্যদিকে বেড়েছে ভালো মানের গরুর মাংস, মুরগি ও পেঁয়াজের দাম। শুক্রবার সকালে চাঁপাইনবাবগঞ্জ জেলাশহরের নিউমার্কেট কাঁচাবাজার ঘুরে ক্রেতা-বিক্রেতাদের সঙ্গে কথা বলে এমনটাই জানা গেছে। নিউমার্কেটের আব্দুর রহমান বাবু জানান, জিরাসাইল ও মিনিকেট চাল বিক্রি হচ্ছে প্রতি কেজি ৮৫ টাকা। সাদা স্বর্ণা বিক্রি হচ্ছে প্রতি কেজি ৫০-৫২ টাকা, লাল স্বর্ণা ৫৬-৫৮ টাকা, ৬৩ ধানের চাল বিক্রি হচ্ছে ৯০ টাকা, আটাশ চাল বিক্রি হচ্ছে থেকে ৭৫-৭৬ টাকা কেজি দরে। এছাড়া প্রতি কেজি পেঁয়াজ বিক্রি হচ্ছে ৪০ টাকা, চিনি ১২০ টাকা, মসুর ডাল ১১০-১৩০ টাকা, দেশী ছোলার ডালের দাম ১৪০ টাকা, খেসাড়ির ডাল ১২০ টাকা, মটর ডাল ১৪০ টাকা, মাসকলাইয়ের ডাল ১৭০-১৮০ টাকা প্রতি কেজি হিসেবে বিক্রি হচ্ছে। আর ৪ টাকা বেড়ে ডিম বিক্রি হচ্ছে প্রতি হালি ৪০ টাকায়। তিনি জানান, খোলা আটা ৩৮-৪০ টাকা ও প্যাকেট আটা ৪৫-৫০ টাকা কেজি, এক লিটারের বোতলজাত সয়াবিন ১৭৫ টাকা দরে বিক্রি হচ্ছে। এদিকে সবজি বিক্রেতা তাইফুর রহমান জানান, বেগুনের দাম মানভেদে প্রতি কেজি বিক্রি হচ্ছে ৫০-৬০ টাকা, আলু ২০-২৫ টাকা, সজনে ডাটা কিছুটা কমে বিক্রি হচ্ছে ৭০-৮০ টাকা, দেশী করোলা ৭০-৮০ টাকা, ঢেঁড়শ কিছুটা কমে বিক্রি হচ্ছে ৬০ টাকা, পটোল ৬০ টাকা, কাঁচকলা ৩৫-৪০ টাকা, পেঁপে ৩৫-৪০ টাকা, মিষ্টি কুমড়া ৩০ টাকা, শসা ৫৫-৬০ টাকা, গাজরের দাম বেড়ে প্রতি কেজি বিক্রি হচ্ছে ৫০ টাকা, কাঁচামরিচ ৮০ টাকা, টমেটো ৩০-৫০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। এছাড়া প্রতি পিস লাউ বিক্রি হচ্ছে ৪০ টাকায়। এদিকে মাছ বিক্রেতারা জানান, ছোট মিরকা মাছ বিক্রি হচ্ছে ২২০ টাকা, রুই ওজনভেদে ২৬০-৩৫০ টাকা, বড় কাতলা ৩২০ টাকা, সিলভার কার্প ২০০ টাকা, শোল ৭০০ টাকা, ট্যাংরা ৮০০-১১০০ টাকা, পাবদা ৩৫০-৪০০ টাকা, সিং ৬০০-৮০০ টাকা, ছোট বোয়াল ৬০০ টাকা, আইড় মাছ বিক্রি হচ্ছে ৭৫০ টাকা থেকে ১ হাজার টাকা, পাঙ্গাস ১৬০ টাকা, বাঁশট ৩৬০ টাকা, পিয়ালি ৬০০ টাকা, রাইখড় ৬০০ টাকা, পুঁটি ৩৫০ টাকা, ময়া ৩৫০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। এদিকে মুরগি বিক্রেতা শরিফুল ও আলম জানান, দেশী মুরগি প্রতি কেজি বিক্রি হচ্ছে ৫৪০ টাকা, সোনালি বা পাকিস্তানি মুরগি বিক্রি হচ্ছে ২৮০ টাকা, লাল লেয়ার ৩৩০ টাকা, সাদা লিয়ার ২৮০ টাকা, প্যারেন্স মুরগি ৪০ টাকা এবং ব্রয়লার বিক্রি হচ্ছে ১৯০-২০০ টাকা কেজি। অন্যদিকে মাংস বিক্রেতা সেলিম জানান, ভালো মানের গরুর মাংস ৭৫০-৮০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। এছাড়া ছাগলের মাংস ৯০০-১১০০ টাকা এবং ভেড়ার মাংস ১০০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।
চাঁপাইনবাবগঞ্জে ১৭০০ কোটি টাকার বাঁধ নির্মাণ প্রকল্প গ্রহণ পাউবো’র

চাঁপাইনবাবগঞ্জে ১৭০০ কোটি টাকার বাঁধ নির্মাণ প্রকল্প গ্রহণ পাউবো’র শিবগঞ্জে প্রায় ২৫ কিলোমিটার পদ্মা নদীর ভাঙন কবলিত এলাকা রক্ষায় ১৭০০ কোটি টাকার স্থায়ী বাঁধ নির্মাণ প্রকল্প গ্রহণ করা হয়েছে। আজ দুপুরে শিবগঞ্জ উপজেলার দুর্লভপুর ইউনিয়নের দোভাগী, ঝাইলপাড়া গ্রামে পদ্মা নদীর ভাঙন কবলিত এলাকা পরিদর্শন শেষে এসব কথা জানিয়েছেন, পানিসম্পদ মন্ত্রণালয়ের উন্নয়ন অনুবিভাগের অতিরিক্ত সচিব ড. আ. ন. ম. বজলুর রশীদ। তিনি আরো বলেন-আপনারা দেখতেই পাচ্ছেন, পদ্মার নদীর ভাঙনের কারণে এই এলাকাটি অত্যন্ত ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। গত কয়েক বছর ধরে নদী ভাঙনের কারণে খুবই খারাপ অবস্থায় রয়েছে। পদ্মা নদীর অন্যান্য এলাকায় পাড় বেঁধে ফেলা হয়েছে। বাকি ২৫ কিলোমিটার এলাকায় ভাঙন প্রতিরোধে স্থায়ীভাবে বাঁধ নির্মাণের জন্য প্রকল্প হাতে নেয়া হয়েছে। এমনকি প্রকল্পের সম্ভাব্যতা যাচাই সম্পন্ন হয়েছে। আমরা আশাবাদী, সরকার অনুমোদন দিলেই দ্রুত সময়ের মধ্যে কাজ শুরু করা যাবে। ২৫ কিলোমিটার এলাকায় নদী রক্ষা বাঁধ নির্মাণ হলে পদ্মা নদীতে আর কোনো পাড় বাঁধায়ের কাজ থাকবে না এবং এতে ফসলী জমি ও বসতবাড়ি রক্ষা করা যাবে। বস্থায়ীভাবে বসতবাড়ি ও ফসলী জমি রক্ষার জন্য এই বড় প্রকল্পটি প্রয়োজন আছে এবং সরকারও এই অর্থের সংস্থান করবেন বলে আশাবাদ ব্যক্ত করেন অতিরিক্ত সচিব ড. আ. ন. ম. বজলুর রশীদ। পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আহসান হাবীব বলেন, প্রকল্পের আওতায় সদর ও শিবগঞ্জ উপজেলার ২৫ কিলোমিটার পদ্মা নদীর এলাকাজুড়ে বাঁধ নির্মাণ করা হবে। এরমধ্যে ৪ কিলোমিটার নদী ড্রেজিং কার্যক্রম অন্তর্ভুক্ত করা হয়েছে এই প্রকল্পে। আশা করছি, আগামী বর্ষা মৌসুমের আগেই প্রকল্পের চূড়ান্ত অনুমোদন পেতে বাকি সকল ধাপ সম্পন্ন করতে পারব। প্রকল্পটি বাস্তবায়ন হলে এই এলাকার লোকজন স্থায়ীভাবে নদী ভাঙন থেকে রক্ষা পাবে। নদী ভাঙন কবলিত এলাকা পরিদর্শন শেষে অতিরিক্ত সচিব ড. আ. ন. ম. বজলুর রশীদ স্থানীয় জনপ্রতিনিধি ও বিভিন্ন শ্রেণীপেশার মানুষের সাথে মতবিনিময় করেন। এসময় উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক আব্দুস সামাদ, শিবগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার আজাহার আলী, চাঁপাইনবাবগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আহসান হাবীবসহ অন্যরা।
চাঁপাইনবাবগঞ্জের বিনোদন স্পটগুলো শিশুদের কলকালিতে মুখরিত

চাঁপাইনবাবগঞ্জের বিনোদন স্পটগুলো শিশুদের কলকালিতে মুখরিত চাঁপাইনবাবগঞ্জে ঈদুল ফিতরের দিন থেকেই বিনোদন স্পটগুলো সকল বয়সের মানুষের ভিড়ে মুখরিত থাকছে। দুপুর গড়ানোর পর থেকে ছোট্ট সোনামণিদের নিয়ে পরিবারের লোকেরা ভিড় করছেন। ঈদের ছুটিতে আসা পরিবার পরিজনদের সঙ্গে সময় কাটাতে বিনোদন স্পটগুলোতে আসছেন জেলার বাইরে থাকা মানুষ। চাঁপাইনবাবগঞ্জে জেলা শহরে শিশুদের বিনোদনের প্রধান আকর্ষণীয় স্থান কালেক্টরেট শিশু পার্ক ও জোসনারা শিশু পার্ক। বিকেল থেকে রাত পর্যন্ত দর্শনার্থীদের পদচারণায় মুখর থাকছে বিনোদন স্পটদুটি। এ ছাড়াও ‘শেখ হাসিনা সেতু’ ‘বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সেতু’, ‘বারঘরিয়া দৃষ্টিনন্দন পার্ক’, ‘সোনামসজিদ, তাহখানা, নাচোল স্বপ্নপল্লী, আতাহার নয়ানগরের বিনোদন পার্ক, বাবুডাইং, এগ্রো পার্কসহ বিভিন্ন বিনোদন কেন্দ্রে ভিড় জমাচ্ছেন জেলাবাসী।
গোমস্তাপুরে মিলন মেলা, কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ও রক্তের গ্রুপ নির্ণয়

গোমস্তাপুরে মিলন মেলা, কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ও রক্তের গ্রুপ নির্ণয় ‘মানবসেবায় আমাদের বন্ধন অটুট থাকুক’ এই স্লোগানে গোমস্তাপুরে রক্তদাতাদের বার্ষিক মিলনমেলা, কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ও বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচি পালিত হয়েছে। আজ সকাল থেকে দুপুর পর্যন্ত উপজেলার রাধানগর ইউনিয়নের আক্কেলপুর ঘোলাদিঘী গ্রামে দুবইল হাফেজিয়া মাদরাসায় এসব কর্মসূচির আয়োজন করে প্রভাতী রক্তদান সংগঠন। রক্তদাতাদের মিলনমেলা অনুষ্ঠানে অতিথি হিসেবে বক্তব দেন, বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সরকারি কলেজের অধ্যক্ষ মেসবাহুল আলম, রাধানগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মতিউর রহমান, অর্থপেডিক সার্জন ডা. নাজির হোসেন, প্রভাতী রক্তদান সংগঠনের উপদেষ্টা মাইনুল ইসলাম, চাড়ালডাঙ্গা বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মনিরুল ইসলাম, সংগঠনটির সাধারণ সম্পাদক আল জুবায়েরসহ অন্যরা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, প্রভাতী রক্তদান সংগঠনের সভাপতি লুৎফর রহমান। অনুষ্ঠানে এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া ৪৫ জন শিক্ষার্থীকে সংবর্ধনা দেয়া হয়। এছাড়াও দুই শতাধিক মানুষের রক্তের গ্রুপ নির্ণয় করা হয়। বার্ষিক মিলনমেলায় সহস্রাধিক রক্তদাতা অংশগ্রহণ করেন।
চাঁপাইনবাবগঞ্জে নিখোঁজের দুইদিন পর যুবকের মরদেহ উদ্ধার

চাঁপাইনবাবগঞ্জে নিখোঁজের দুইদিন পর যুবকের মরদেহ উদ্ধার চাঁপাইনবাবগঞ্জে নিখোঁজের দুইদিন পর আকাশ নামে এক হোটেল শ্রমিকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ দুপুরে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার ঝিলিম ইউনিয়ন পরিষদের পাশের দরগা পুকুর থেকে ভাসমান অবস্থায় তার মরদেহটি উদ্ধার করা হয়। নিহত আকাশ ঝিলিম ইউনিয়নের আমনুরা বালিকা পাড়ার মৃত আয়নাল হকের ছেলে। নিহতের ছোট ভাই আশিক জানান, গত ৩০ মার্চ রবিবার রাতে হোটেলের কাজ শেষে ঈদের বাজার নিয়ে বাড়ি আসবে বলে ফোনে পরিবারের সঙ্গে কথা হয়। এরপর আমার ভাই নিখোঁজ হয়। অনেক খোঁজাখুঁজি করে কোথাও পাওয়া যানি। তিনি আরো জানান, আজ সকালে একজন এসে জানায় পুকুরে কি যেন ভাসছে। পরে দেখা যায় আমার ভাইয়ের মরদেহ। চাঁপাইনবাবগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার, (ক্রাইম অ্যান্ড অপস্) এ.এন.এম. ওয়াসিম ফিরোজ জানান, ঝিলিম ইউনিয়ন পরিষদের পাশে দরগা পুকুরে মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পরে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ২৫০ শয্যাবিশষ্ট জেলা হাসপাতাল মর্গে পাঠানো হয়। ময়না তদন্ত রিপোর্ট পেলেই বোঝা যাবে এঘটার আসল কারণ। এ ঘটনায় জিডি করা হয়েছে।
নাচোলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গেলেন এক তরুণ

নাচোলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গেলেন এক তরুণ নাচোলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সারোয়ার জাহান শাওন নামের এক তরুণের মৃত্যু হয়েছে। মারা যাওয়া তরুণ নাচোল উপজেলার কসবা ইউনিয়নের কলিহার গ্রামের জিয়াউর রহমানের ছেলে। আজ দুপুরে নিজ বাড়িতে এ দুর্ঘটনা ঘটে। নাচোল থানার ওসি মনিরুল ইসলাম জানান, আজ দুপুরে দিকে নিজেদের বাড়ির আঙ্গিনায় খড়ের গাদায় অগ্নিকা-ের ঘটনা ঘটে। এসময় শাওন পুকুর থেকে মটরের সাহায্যে পানি দিতে গিয়ে বিদুৎ্যস্পৃষ্ট হয়। এসময় আশঙ্কাজনক অবস্থায় পরিবারের লোকজন উদ্ধার করে নাচোল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঈদুল ফিতরের খুশির এই দিনে মর্মান্তিক এই দুর্ঘটনায় পরিবারে শোকের ছায়া নেমে আসে। নিহতের পিতা জিয়াউর রহমান জানান, আজ রাত ৯টায় কলিহার পূর্বপাড়া প্রাথমিক বিদ্যালয় চত্বরে জানাজা শেষে তাকে ওই গ্রামে দাফন করা হয়।
চাঁপাইনবাবগঞ্জে ট্রেনে কাটা পড়ে একব্যক্তি নিহত

চাঁপাইনবাবগঞ্জে ট্রেনে কাটা পড়ে একব্যক্তি নিহত চাঁপাইনবাবগঞ্জে ট্রেনে কাটা পড়ে মনিরুল ইসলাম (৪৫) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। গত রবিবার রাতে চাঁপাইনবাবগঞ্জ রেলওয়ে স্টেশনে এদর্ঘটনা ঘটে। নিহত ব্যক্তি জেলার সদর উপজেলার ইসলামপুর ইউনিয়নের নতুন ইসলামপুর গ্রামের ফোরসেদ আলীর ছেলে। চাঁপাইনবাবগঞ্জ রেল পুলিশের এসআই আশীষ সকার জানান রবিবার রাত আনুমানিক ৮টার দিকে চাঁপাইনবাবগঞ্জ রেলওয়ে স্টেশনের পূর্ব দিকে ১নং প্লাটফর্ম এলাকায় ট্রেনে উঠতে বনলতা ট্রেনে উঠতে গিয়ে বা নামতে গিয়ে পড়ে যান মনিরুল ইসলাম। এসময় তিনি কাটা পড়ে ঘটনাসখলেই মারা যান।
চাঁপাইনবাবগঞ্জে ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্যদিয়ে ঈদুল ফিতর উদযাপন

চাঁপাইনবাবগঞ্জে ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্যদিয়ে ঈদুল ফিতর উদযাপন চাঁপাইনবাবগঞ্জে ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্যদিয়ে ঈদুল ফিতর উদযাপিত হয়েছে। আজ চাঁপাইনবাবগঞ্জ জেলা ও সদর উপজেলা মডেল মসজিদসহ জেলার ৫৮৫টি ঈদগাহে পবিত্র ঈদুল ফিতরের নামাজ আদায় করেন মুসল্লিরা। এর মধ্যে সদর উপজেলায় ১৮৩টি, শিবগঞ্জ উপজেলায় ১৬৩টি, নাচোল উপজেলায় ৬১টি, গোমস্তাপুর উপজেলায় ১৪৮টি এবং ভোলাহাট উপজেলায় ৩০টি ঈদগাহে ঈদুল ফিতরের নামাজ অনুষ্ঠিত হয়। ফকিরপাড়া কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে সকাল সোয়া ৭টায় প্রথম ও সকাল ৮টায় দ্বিতীয় জামায়াত অনুষ্ঠিত হয়। প্রথম জামায়াতে মুসল্লিদের সঙ্গে ঈদের নামাজ আদায় করেন জেলা প্রশাসক মো. আব্দুস সামাদ। পরে তিনি জেলা মডেল মসজিদেও বাসীর উদ্দেশ্যে শান্তির বাণী শোনার এবং মুসল্লিদের সয্গে কোলাকুলি করেন। সকাল পৌনে ৮টায় জেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংকৃতিক কেন্দ্রে ঈদের জামায়াত অনুষ্ঠিত হয়। এখানে মহিলাদের জন্যও ব্যবস্থা করা হয়। সকাল সাড়ে ৭টায় শাহ নেয়ামতুল্লাহ কলেজ মাঠে ঈদের জামায়াত অনুষ্ঠিত হয়। নাচোলে ইলামিত্র সংগ্রহশালায় দর্শননার্থীদের মধ্যে সামান্য হট্টগোল ছাড়া গোটা জেলার কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশসহ আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা ছিলেন সজাগ।