চাঁপাইনবাবগঞ্জে বিশ্ব ডিম দিবস উদযাপন

চাঁপাইনবাবগঞ্জে বিশ্ব ডিম দিবস উদযাপন “ডিম আছে প্রোটিন, খেতে হবে প্রতিদিন” – এই প্রতিপাদ্যে চাঁপাইনবাবগঞ্জে বিশ্ব ডিম দিবস-২০২৫ উদযাপন করা হয়েছে। আজ সকালে জেলা প্রাণিসম্পদ বিভাগের আয়োজনে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়। র্যালিটি জেলা প্রাণিসম্পদ অফিস প্রাঙ্গণ থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। র্যালি শেষে জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. গোলাম মোস্তফার সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন, জেলা কৃত্রিম প্রজনন কেন্দ্রের উপ-পরিচালক ডা. মো. এমরান আলী প্রামাণিক, জেলা ভেটেরিনারি অফিসার ডা. কবীর উদ্দীন আহমেদ, শিবগঞ্জ উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা শাহাদাৎ হোসেন, সদর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. শারমীন আক্তার, লাইভস্টক সার্ভিস প্রোভাইডার আব্দুস সালাম, প্রাণিসম্পদ সম্প্রসারণ কর্মকর্তা ডা. শামীমা নাসরিন সহ অন্যরা। সভায় বক্তারা জানান, ডিম সাশ্রয়ী, পুষ্টিকর ও সহজলভ্য খাবার হিসেবে দেশের পুষ্টি ঘাটতি দূরীকরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। তাই প্রতিদিনের খাদ্যতালিকায় ডিম অন্তর্ভুক্ত করার আহ্বান জানান তারা। এর আগে একটি বর্ণাঢ্য র্যালিতে পথচারীদের সেদ্ধ ডিম খাওয়ানো হয়।
বিসিসিসিআই এর পরিচালক হলেন চাঁপাইনবাবগঞ্জের জিন্নাতুল ইসলাম

বিসিসিসিআই এর পরিচালক হলেন চাঁপাইনবাবগঞ্জের জিন্নাতুল ইসলাম বাংলাদেশ চায়না চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (বিসিসিসিআই)-এর নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির দায়িত্ব হস্তান্তর ও গ্রহণ অনুষ্ঠান গতকাল বাংলাদেশের রাজধানী ঢাকার বিসিসিসিআই কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিসিসিসিআই-এর প্রশাসক ও বাণিজ্য মন্ত্রণালয়ের যুগ্মসচিব নারগিস মুরশিদা। তিনি আনুষ্ঠানিকভাবে নবনির্বাচিত সভাপতি খোরশেদ আলমের নিকট দায়িত্ব হস্তান্তর করেন। বিসিসিসিআই-এর ২৪ জন কার্যনির্বাহী সদস্য ২০২৫—২০২৭ মেয়াদের জন্য নির্বাচিত হয়েছেন। তাদের মধ্যে হেবেই উইলসন টেক্সটাইল কোম্পানী লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক, চাঁপাইনবাবগঞ্জ জেলার কৃতী সন্তান জিন্নাতুল ইসলাম পরিচালক (জনসংযোগ) হিসাবে নির্বাচিত হয়েছেন। তিনি হরিমোহন সরকারি উচ্চ বিদ্যালয় থেকে ১৯৯৬ সালে এসএসসি ও নবাবগঞ্জ সরকারি কলেজ থেকে ১৯৯৮ সালে এইচএসসি পাস করেছেন। পরবর্তীতে তিনি ঢাকায় বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে ব্যবসা প্রশাসনে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রী অর্জন করেন। উল্লেখ্য, তিনি চায়না সরকারের স্কলারশিপ নিয়ে ২০১০ সালে সাউথ চায়না ইউনিভার্সিটি অফ টেকনোলজি থেকে চায়না ভাষায় উচ্চতর শিক্ষা অর্জন করেন।
চাঁপাইনবাবগঞ্জে আইডিএফ’র কর্মী কর্মশালা অনুষ্ঠিত

চাঁপাইনবাবগঞ্জে আইডিএফ’র কর্মী কর্মশালা অনুষ্ঠিত দারিদ্র বিমোচনের সংগ্রামে আমরা অবিচল এ শ্লোগানে চাঁপাইনবাবগঞ্জে উন্নয়ন সংস্থা আইডিএফ’র কর্মী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। আজ শহরের বেলেপুকুরে অবস্থিত প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটির নকীব হোসেন মিলনায়তনে অনুষ্ঠিত কর্মশালায় রাজশাহী জোনের চাঁপাইনবাবগঞ্জ এরিয়ার কর্মী ও কর্মকর্তাবৃন্দ অংশ নেন। এতে আইডিএফ এর প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক জহিরুল আলম এর সভাপতিত্বে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, প্রয়াসের প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক হাসিব হোসেন, আইডিএফ’র প্রতিষ্ঠাতা সদস্য অধ্যাপক শহীদুল আমীন চৌধুরী ও সাধারণ পরিষদ সদস্য হোসনে আরা বেগম। দিনব্যাপী এই কর্মশালার আয়োজন করে ইন্টিগ্রেটেড ডেভেলপমেন্ট ফাউন্ডেশন (আইডিএফ)।
জেলা প্রশাসক ফুটবল টুর্নামেন্ট : ৯-১ গোলে বড় জয় শিবগঞ্জের

জেলা প্রশাসক ফুটবল টুর্নামেন্ট : ৯-১ গোলে বড় জয় শিবগঞ্জের চাঁপাইনবাবগঞ্জে চলমান জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের সোমবার ছিল শিবগঞ্জ বনাম নাচোল উপজেলা দলের খেলা। আক্রমন পাল্টা আক্রমনের মধ্য দিয়ে খেলা শুরু হয়। কিন্তু খেলা শুরুর ১৮ মিনিটের মাথায় মোমিনুলের গোলের সুবাদে ১-০ গোলে এগিয়ে যায় শিবগঞ্জ উপজেলা দল। এর পর ৩৩ মিনিটের মাথায় মাশরাফির গোলে আরো এগিয়ে যায় শিবগঞ্জ উপজেলা দল। এরপর আফিরে তাকাতে হয়নি শিবগঞ্জ উপজেলা দলকে। পুরো খেলায় মোমিনুল একাই করেন ৫ গোল এবং মাশরাফি করেন ৩ গোল আর আলমগীর করেন ১টি গোল। তবে ডিবক্সের মধ্যে ফাউল হলে নাচোল উপজেলা দল পেনাল্টি পেয়ে যায়। পেনাল্টি শট থেকে ১টি গোল করেন নাচোল উপজেলা দলের আল দিলুস। বিকেল সাড়ে ৩টায় শুরু হওয়া খেলায় ৯-১ গোলের বিরাট ব্যবধানে বড় জয় নিয়ে মাঠ ছাড়ে শিবগঞ্জ উপজেলা দল। তারুণ্যের উৎসব উদ্যাপন উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া সংস্থা যৌথভাবে এই টুর্নামেন্টের আয়োজন করে। নতুন স্টেডিয়ামে এই খেলা চলছে। এর আগে গত ১২ সেপ্টেম্বর বিকেলে চাঁপাইনবাবগঞ্জ নতুন স্টেডিয়ামে প্রধান অতিথি হিসেবে এই টুর্নামেন্টের উদ্বোধন করেন দুর্নীতি দমন কমিশন-দুদকের কমিশনার (তদন্ত) মিঞা মুহাম্মদ আলি আকবার আজিজী। ওই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মো. আব্দুস সামাদ।
চাঁপাইনবাবগঞ্জে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত ৩

চাঁপাইনবাবগঞ্জে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত ৩ চাঁপাইনবাবগঞ্জে কমতে শুরু করেছে ডেঙ্গুর প্রকোপ। গত ২৪ ঘণ্টায় নতুন করে ৩ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন। তাদের মধ্যে ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালের আন্তঃবিভাগে শনাক্ত হয়েছেন ১ জন, বিহর্ভিভাগে ২ জন শনাক্ত হন। বর্তমানে হাসপাতালে ভর্তি আছেন ৫ জন রোগী এবং ১০ জনকে ছাড়পত্র দেয়া হয়েছে। ভর্তি রোগীদের মধ্যে ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালে ১ জন পুরুষ ও ৪ জন নারীসহ ৫ জন রোগী রয়েছেন। অন্যদিকে, জেলা হাসপাতাল থেকে ৬ জনকে ও শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে ৩ জনকে ও গোমস্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে ছাড়পত্র দেয়া হয়েছে ১ জনকে। ২০২৪ সালের জানুয়ারি থেকে এখন পর্যন্ত জেলায় মোট ডেঙ্গু আক্রান্তের সংখ্যা দাঁড়াল ২ হাজার ৩৯০ জন এবং জেলা হাসপাতালের বহির্বিভাগে চলতি বছরে এখন পর্যন্ত ১ হাজার ২৮৪ জন। সিভিল সার্জন অফিস ও জেলা হাসপাতালের ডেঙ্গুবিষয়ক প্রতিদিনের প্রতিবেদনে আজ এই তথ্য জানানো হয়েছে।
নাচোলে শিক্ষক-কর্মচারীকে বিদায় সংবর্ধনা

নাচোলে শিক্ষক-কর্মচারীকে বিদায় সংবর্ধনা নাচোল পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের দুজন শিক্ষক ও ১জন অফিস সহায়কের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। তাঁরা অবসরে যাওয়ায় এই বিদায় সংবর্ধনার আয়োজন করা হয়। অবসরে যাওয়া শিক্ষক দ্বয় হলেন—আসাদুল্লাহ (গণিত), রফিকুল ইসলাম (বাংলা) এবং অফিস সহায়ক আব্দুল গণি। সোমবার বিদ্যালয় চত্বরে বেলা ১১টার দিকে আয়োজিত অনুষ্ঠানে প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) আনিকুল ইসলাম সভাপতিত্ব করেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, নাচোল সরকারি কলেজর অবসরপ্রাপ্ত অধ্যক্ষ শরিফুল ইসলাম ও হাফিজুর রহমান, নাচোল মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ ওবাইদুর রহমান, ঢাকা মার্কেল টাইল কোঅপারেটিভ ব্যাংকের অ্যাডভাইজার আবু তাহের মো. নূরুল্লা, সহকারী মাধ্যমিক শিক্ষা অফিসার দুলাল উদ্দিন, নাচোল পৌর জামায়াতের আমির মনিরুল ইসলাম, বিদ্যালয় পরিচালনা অ্যাডহক কমিটির সভাপতি দুরুল হোদা, কমিটির সাবেক সদস্য দেলোয়ার হোসেন ডালিম, নাচোল পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত সহকারী প্রধান শিক্ষক মোজাম্মেল হক মন্টু। অনুষ্ঠানের শুরুতে প্রধান শিক্ষকের সূচনা বক্তব্য শেষে বিদায়ী শিক্ষক-কর্মচারীর উদ্দেশ্যে মানপত্র পাঠ এবং স্মৃতি তুলে ধরেন অতিথিগণ। শেষে বিদায়ী শিক্ষক ও কর্মচারীর মাঝে সম্মানোনা ক্রেস্ট তুলে দেয়া হয়। বক্তারা নাচোল পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের ঐতিহ্য ফিরিয়ে আনতে সংশ্লিষ্ট দপ্তরসহ সকল শ্রেণী-পেশাজীবী মানুষের সর্বাত্মক সহযোগিতা কামনা করেন।
শিবগঞ্জে বীর মুক্তিযোদ্ধা রোজবুল হকের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

শিবগঞ্জে বীর মুক্তিযোদ্ধা রোজবুল হকের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন শিবগঞ্জ উপজেলার দূর্লভপুর ইউনিয়নর বাররশিয়া গ্রামের বীর মুক্তিযোদ্ধা রোজবুল হক ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি অইন্না ইলাহি রাজিউন)। আজ সকাল ৭টার দিকে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। মৃত্যুকালে তিনি স্ত্রী, ২ ছেলে, ৩ মেয়েসহ বহুগুণগ্রাহী রেখে গেছেন। আজ বিকেলে বাররশিয়া ঈদগাহ ময়দানে রাষ্ট্রীয় মর্য়াদায় গার্ড অব অনার প্রদানের পর জানাজার নামাজ শেষে পারিবারিক গোরস্থানে তাঁর দাফন সম্পন্ন হয়। দাফন অনুষ্ঠানে অংশ নেন শিবগঞ্জের সহকারী কমিশনার(ভূমি) তৌফিক আজিজ, শিবগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) কবির হোসেন, বীর মুক্তিযোদ্ধা তরিকুল ইসলাম, বজলার রশিদ সনু, সাবেক শিবগঞ্জ পৌর মেয়র কারিবুল হক রাজিন, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড সভাপতি মাহবুবুর রহমান মিজানসহ অন্যরা।
শিবগঞ্জে জলবায়ু সহিষ্ণু গাভীর সেড উদ্বোধন

শিবগঞ্জে জলবায়ু সহিষ্ণু গাভীর সেড উদ্বোধন শিবগঞ্জ উপজেলার কালুপুরে জলবায়ু সহিষ্ণু গাভীর সেড উদ্বোধন ও হস্তান্তর করা হয়েছে। আজ সকালে উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের বাস্তবায়নে প্রাণিসম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্পের অর্থায়নে সুবিধাভোগী কালুপুর গ্রামের খামারী আশরাফুল আলম রশিদের বাড়িতে এই সেড উদ্বোধন করা হয়। এসময় প্রধান অতিথি থেকে সেডের উদ্বোধন ও হস্তান্তর করেন উপজেলা নির্বাহী অফিসার আজাহার আলী। এতে উপজেলা প্রাণিসম্পদ অফিসার ডাঃ শাহাদাৎ হোসেনের সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তৌফিক আজিজ, কৃষি অফিসার নয়ন মিয়া এবং ভেটেনারি সার্জন ডাঃ আবু ফেরদৌসসহ অন্যরা। এসময় প্রাণিসম্পদ অফিসার ডাঃ মোঃ শাহাদৎ হোসেন বলেন, মাংস দুধ উৎপাদনের লক্ষ্যে ১০টি গাভী পালনের জন্য সেড নির্মাণ করে দেয়া হয়। এতে করে খামারিরা গাভী পালনে উদ্বুদ্ধ হবে।
শিবগঞ্জে অটোরিক্সার ধাক্কায় বৃদ্ধ নিহত

শিবগঞ্জে অটোরিক্সার ধাক্কায় বৃদ্ধ নিহত শিবগঞ্জ উপজেলায় অটোরিক্সার ধাক্কায় আব্দুল হামিদ নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। তিনি মোবারকপুর ইউনিয়নের লক্ষীপুর খড়কপুর গ্রামের মৃত আব্দুল হামিদের ছেলে। স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, গতকাল রাত সাড়ে ৭টার দিকে বাড়ির নিকটেই সোনামসজিদ মহাসড়ক পার হবার সময় একটি অটোরিক্সার ধাক্কায় গুরুতর আহত হন হামিদ। তাঁকে উদ্ধার করে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে আজ সকাল পৌনে ৬টার দিকে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। শিবগঞ্জ থানার উপ-পরিদর্শক(এসআই) ইমরান হোসেন বলেন, পুলিশ মরদেহ উদ্ধারের পর প্রয়োজনীয় আইনগত ব্যবস্থাগ্রহণের পর আবেদনের প্রেক্ষিতে পরিবারের নিকট হস্তান্তর করেছে। সংশ্লিষ্ট ইউপি সদস্য সবুজ আলী সুজন বলেন, গতকাল সন্ধ্যায় সড়ক পারারপারের সময় দৌড় দিলে অটোরিক্সার ধাক্কায় মাথায় আঘাত পেয়ে রক্তাত্ব হন বৃদ্ধ হামিদ। ঘটনার পর অটোরিক্সাটি পালিয়ে যায়। আজ সকালে আব্দুল হামিদ মারা যান।
গোমস্তাপুরে পুকুরের পানিতে ডুবে মাদ্রাসা ছাত্রের মৃত্যু

গোমস্তাপুরে পুকুরের পানিতে ডুবে মাদ্রাসা ছাত্রের মৃত্যু গোমস্তাপুর উপজেলায় পুকুরের পানিতে ডুবে তাসকিন ওরফে সজীব নামে এক কিশোরের মৃত্যু হয়েছে। সে গোমস্তাপুর বাজারপাড়া এলাকার মিঠুন ওরফে মিথুনের ছেলে এবং বাড়ির নিকটের গোমস্তাপুর তালেমুন কুরআন নুরানী মাদ্রাসা আবাসিক শিক্ষার্থী ছিল। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, আজ সকালে মাদ্রাসার আরও ৮/১০জন ছাত্রের সাথে মাদ্রাসার সামনে গোমস্তাপুর কলেজের নিজস্ব পুকুরে গোসল করতে নামে তাসকিন। গোসলের এক পর্যায়ে সাঁতার না জানা তাসকিন পানিতে তলিয়ে যায়। এসময় তার সাথে থাকা অন্য ছাত্র ও মাদ্রাসার শিক্ষকরা ঘটনা টের পেয়ে পেয়ে দ্রুত তাকে পানি থেকে তুলে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাসকিনকে মৃত ঘোষণা করেন। গোমস্তাপুর থানার অফিসার ইনচার্জ(ওসি) ওয়াদুদ আলম বলেন, পুলিশ মরদেহ উদ্ধারের পর প্রয়োজেনীয় আইনী ব্যবস্থা গ্রহণ শেষে আবেদনের প্রেক্ষিতে পরিবারের নিকট হস্তান্তর করেছে। এ ঘটনাায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।