01713248557

সদর উপজেলায় মাসকলাই বীজ ও সার পাচ্ছেন ১৯০০ কৃষক

সদর উপজেলায় মাসকলাই বীজ ও সার পাচ্ছেন ১৯০০ কৃষক চাঁপাইনবাবগঞ্জে সদর উপজেলার একটি পৌরসভা ও ১৪টি ইউনিয়নের ১ হাজার ৯০০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষক পাচ্ছেন এক বিঘা জমিতে আবাদের জন্য ৫ কেজি মাসকলাই বীজ, ১০ কেজি ডিএপি সার ও ১০ কেজি করে এমওপি সার। ২০২৪-২৫ অর্থবছরে খরিপ-২/২০২৪-২৫ মৌসুমে মাসকলাই ফসলের আবাদ এবং উৎপাদন বৃদ্ধির লক্ষে তাদের মধ্যে বিনামূল্যে এই বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হচ্ছে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা কার্যালয় এই বীজ ও সার বিতরণের আয়োজন করে। আজ বিকেলে সদর উপজেলা পরিষদ সংলগ্ন উপজেলা কৃষি অফিস চত্বরে বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন সদর উপজেলা নির্বাহী অফিসার মোছা. তাছমিনা খাতুন। এসময় সদর উপজেলা কৃষি অফিসার সঞ্জয় কুমার সরকার ও উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আনিসুল হক মাহমুদসহ অন্যরা।

ঘুষ-দুর্নীতিকে জিরো টলারেন্স : নবাগত জেলা প্রশাসক আব্দুস সামাদ

ঘুষ-দুর্নীতিকে জিরো টলারেন্স : নবাগত জেলা প্রশাসক আব্দুস সামাদ চাঁপাইনবাবগঞ্জের নবাগত জেলা প্রশাসক আব্দুস সামাদ বলেছেন, আমি ঘুষ-দুর্নীতির বিুরদ্ধে আমার জিরো টলারেন্স। এ জন্য আমি আমার অফিস থেকেই কাজ শুরু করব, আগে আমার অফিসকে শতভাগ দুর্নীতিমুক্ত করতে চাই। এরপর জেলার অন্যান্য সরকারি অফিসগুলোকেও দেখা হবে। এছাড়া মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে কঠোর ব্যবস্থাগ্রহণ করা হবে। জেলার সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন। নবাগত জেলা প্রশাসকের এই জেলায় যোগদান উপলক্ষে আজ বেলা সাড়ে ১১টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এই সভার আয়োজন করে জেলা প্রশাসন। জেলা প্রশাসক বলেন, চাঁপাইনবাবগঞ্জ জেলাকে ঘুষ,দুর্নীতি, মাদক ও সন্ত্রাসমুক্ত একটি মডেল জেলা হিসেবে গড়ে তুলতে চাই। মতবিনিময় সভায় অংশগ্রহণ করা সাংবাদিকরা চাঁপাইনবাবগঞ্জের উন্নয়নে নতুন জেলা প্রশাসককে বিভিন্ন পরামর্শ প্রদান করেন। সভায় জেলার প্রধান অর্থকরি ফসল আম উৎপাদন, বিপণন, বিদেশে রপ্তানি, আমজাত পণ্য উৎপাদন, ম্যাংগো ট্রাস্ট, সোনামসজিদ স্থলবন্দর, আন্তঃনগর ট্রেন, গম্ভীরা, পরিবেশ, যোগযোগ, বিদ্যুতের লোডশেডিংসহ উন্নয়নমূলক বিভিন্ন বিষয় উঠে আসে সাংবাদিকদের পরামর্শে। এছাড়াও মাদক, কিশোর গ্যাং, ভুয়া এনজিওদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের কথাও বলা হয়। এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আহমেদ মাহবুব-উল-ইসলাম, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ইকতেখারুল ইসলাম, জেলা তথ্য অফিসার আব্দুল আহাদসহ জেলা প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

চাঁপাইনবাবগঞ্জে শিশু বান্ধব আদালত পদ্ধতি নিয়ে প্রশিক্ষণ

চাঁপাইনবাবগঞ্জে শিশু বান্ধব আদালত পদ্ধতি নিয়ে প্রশিক্ষণ চাঁপাইনবাবগঞ্জে যৌন নির্যাতনের শিকার শিশু অনুসন্ধান,উদ্ধার এবং শিশু বান্ধব আদালত পদ্ধতি বিষয়ে সরকারি কর্মকর্তাদেও প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। আজ সকালে বেসরকারি উন্নয়ন সংগঠন এসিডি কয়েকটি বিদেশী সাহায্য সংস্থা ও উন্নয়ন সংগঠনের সহায়তায় পরিচালিত একটি প্রকল্পের আওতায় জেলা সমাজসেবা কার্যালয়ে এ প্রশিক্ষণ আয়োজন করে। প্রশিক্ষণে অতিথি ছিলেন সমাজসেবা অফিসার নুরুল ইসলাম। স্বাগত বক্তব্য দেন এসিডির প্রোগ্রাম ম্যানেজার মনিরুল ইসলাম। বক্তরা যৌন নির্যাতনের শিকার শিশু অনুসন্ধান,উদ্ধার ও শিশু বান্ধব আদালত পদ্ধতি নিয়ে আলোচনা ছাড়াও শিশুর অধিকার, বাল্যবিয়ে প্রতিরোধ, মানবাধিকার,কন্যা সন্তানের প্রতি সুদৃষ্টি রাখার বিষয়ে সকলের দৃষ্টি আকর্ষন করেন।

গোবরাতলা সরকারি প্রাথমিক বিদ্যালয় এর নাম পরিবর্তন মানবেন না এলাকাবাসী

গোবরাতলা সরকারি প্রাথমিক বিদ্যালয় এর নাম পরিবর্তন মানবেন না এলাকাবাসী চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার গোবরাতলা ইউনিয়নে অবস্থিত ‘গোবরাতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়’র নাম পরিবর্তন মানবেন না বলে জানিয়ে দিয়েছেন এলাকবাসী। একইসঙ্গে নতুন নাম বাতিল করে আগের নাম বহালে ৭ কর্মদিবসের সময়ও বেঁধে দিয়েছেন তারা। বুধবার বেলা ১১টায় গোবরাতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে আয়োজিত মানববন্ধনে নাম পরিবর্তন মানবেন না বলে জানান এলাকাবাসী। মানববন্ধনে প্রতিষ্ঠানটির বর্তমান ও সাবেক শিক্ষক-শিক্ষার্থী এবং অভিভাবক, গোবরাতলা এলাকাবাসী, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের সাবেক শিক্ষার্থী ও অভিভাবকরা অংশ নেন। ‘গোবরাতলা এলাকাবাসী’র ব্যানারে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বক্তারা বলেন, গত ৩ এপ্রিল ‘গোবরাতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে’র নাম পরিবর্তন করে ‘বকুলতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়’ নামকরণ করা হয়। শুধু এই বিদ্যালয় নয়, আশপাশের কয়েকটি উচ্চ মাধ্যমিক ও কলেজসহ স্বাস্থ্যকেন্দ্র এবং ইউনিয়ন পরিষদ ‘গোবরাতলা’ নামেই রয়েছে। এমনকি গোবরাতলা একটি গ্রামেরও নাম। বক্তারা আরো বলেন, গোবরাতলা নামটি এই অঞ্চলে মানুষের মুখে মুখে ও অন্তরে মিশে আছে। অথচ ‘শ্রুতিমধুর না’ এমন মিথ্যা অভিযোগে বিদ্যালয়ের নাম পরিবর্তন করা হয়েছে। কিন্তু গোবরাতলা গ্রাম, গোবরাতলা ইউনিয়ন পরিষদ, গোবরাতলা ইউনিয়ন স্বাস্থ্যকেন্দ্র, গোবরাতলা ভূমি অফিস, গোবরাতলা বাজার, গোবরাতলা মহিলা কলেজ, গোবরাতলা বালিকা উচ্চ বিদ্যালয়ের নাম বহাল রয়েছে। বক্তারা নতুন নাম বাতিল করে আগের নাম বহাল করতে ৭ কর্মদিবসের সময় বেঁধে দেন। দাবি না মানলে কঠোর আন্দোলন গড়ে তোলারও হুঁশিয়ারি দেন তারা। এ বিষয়ে বিদ্যালয়টির প্রধান শিক্ষক মো. সুজা উদ্দিন বলেন, গোবরাতলা সরকারি প্রাথমিক বিদ্যালয় নাম পরিবর্তন করে গত ৩ এপ্রিল ‘বকুলতলা’ সরকারি প্রাথমিক বিদ্যালয় নামকরণ করা হয়। সে সময় আমি এখানে কর্মরত ছিলাম না। শুধু আমাদের বিদ্যালয়ই নয়, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশে ২৪৭টি প্রাথমিক বিদ্যালয়ের নাম পরিবর্তন করা হয়। যার মধ্যে চাঁপাইনবাবগঞ্জ জেলায় ৪৮টি এবং সদর উপজেলাতেই ৪৭টি বিদ্যালয়ের নাম পরিবর্তন করা হয়েছে। তিনি বলেন- অভিভাবক, স্থানীয় বাসিন্দা, গণ্যমান্য ব্যক্তিবর্গ, জনপ্রতিনিধি ও বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির লোকজনের সঙ্গে আলোচনা করে আগের নাম বহাল রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। মানববন্ধনে উপস্থিত ছিলেন- বীর মুক্তিযোদ্ধা আতাউল ইসলাম আজিজী, গোবরাতলা মহিলা কলেজের অধ্যক্ষ সেলিম রেজা, গোবরাতলা বালিকা উচ্চ বিদ্যালযের প্রধান শিক্ষক মো. আশরাফুল ইসলাম মিলন, সাবেক প্রধান শিক্ষক মো. মুজিবুর রহমান, ইউপি সদস্য মতিউর রহমান মতু, স্থানীয় বাসিন্দা মো. রেজাউল করিম পলাশ, মো. আক্কাশ আলী, হিমেল চৌধুরী, মো. সজল আলী, মো. শ্যামল ইসলাম, মো. মানিক আলী, মো. হজরত আলী, শ্রী বাসুদেবসহ অভিভাবক ও স্থানীয়রা। গোবরাতলা মহিলা কলেজ ও গোবরাতলা বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরাও মানববন্ধনে অংশগ্রহণ করেন। এদিকে, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. জেহের আলী বলেন, বিদ্যালয়ের নাম পরিবর্তনে স্থানীয় বাসিন্দা ও শিক্ষক-শিক্ষার্থীর কোনো আপত্তি থাকলে তারা আমাদের সঙ্গে যোগাযোগ করলে নাম পুনর্বহালের বিষয়টি প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ে আবেদন করে তা সমাধান করা হবে। এরই মধ্যে এমন কয়েকটি বিদ্যালয়ের নাম পরিবর্তনের আবেদন পাওয়া গেছে।

প্রয়াসের মাছচাষের উপকরণ পেলেন ২০ চাষি

প্রয়াসের মাছচাষের উপকরণ পেলেন ২০ চাষি চাঁপাইনবাবগঞ্জের সদর উপজেলার গোবরাতলায় ২০ জন মৎস্যচাষির মধ্যে মাছ ও সবজি চাষবিষয়ক বিভিন্ন উপকরণ বিতরণ করা হয়েছে। বিতরণকৃত উপকরণের মধ্যে রয়েছে চুন, রোটেনন, টিএসপি ও ইউরিয়া সার, মাচা জাল, ঝাঁকি জাল, ব্লু নেট, সবজি বীজ, জি আই তার, তথ্য বুক ইত্যাদি। পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন-পিকেএসএফ’র সহযোগিতায় প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটি গোবরাতলা শাখায় বুধবার এইসব উপকরণ বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন- প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটির কনিষ্ঠ সহকারী পরিচালক ও সমন্বিত কৃষি ইউনিটের ফোকাল পারসন ফারুক আহমেদ, কৃষি কর্মকর্তা মো. মোস্তাফিজুর রহমান, প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. রাজিন বিন রেজাউল, আরএমটিপির প্রকল্প ব্যবস্থাপক রিফাত আমিন হীরা, মৎস্য কর্মকর্তা আব্দুর রাজ্জাক ও সহকারী মৎস্য কর্মকর্তা আব্দুল্লাহ আল ইমাম।

চাঁপাইনবাবগঞ্জে সরকারি মাধ্যমিক বিদ্যালয় শিক্ষকদের মানববন্ধন

চাঁপাইনবাবগঞ্জে সরকারি মাধ্যমিক বিদ্যালয় শিক্ষকদের মানববন্ধন চাঁপাইনবাবগঞ্জে মানববন্ধন কর্মসূচী পালন করেছে জেলার সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ। আজ সকালে চাঁপাইনবাবগঞ্জ প্রেসক্লাবের সামনে আয়োজিত কর্মসূচীতে ঢাকার শিক্ষা ভবনে সেসিপ প্রকল্পের কর্মকর্তা-কর্মচারীদের হাতে সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকদের নিগৃহীত হবার ঘটনার প্রতিবাদে এই কর্মসূচী আহব্বান করা হয়। মানববন্ধনে বক্তব্য দেন নবাবগঞ্জ হরিমোহন সরকারি উচ্চ বিদ্যারয়ের সিনিয়র শিক্ষক সৈয়দ মফিজুল ইসলাম, সহকারী শিক্ষক শফিকুল ইসলাম, আব্দুর রহমান, সাইমুম ইসলাম, নবাবগঞ্জ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক লিন্স হাসদা, সহকারী শিক্ষক আশফিকা তাহসিন বেবি প্রমুখ। বক্তরা বলেন, গতকাল শিক্ষা ভবনের সামনে ৩৫তম থেকে ৪১ তম বিসিএস ব্যাচে নন ক্যাডারে নিয়োগ পাওয়া ২০/২৫ জন শিক্ষকের উপর হামলার এই ঘটনাা ঘটে। এ ঘটনার দৃষ্টান্তমুলক বিচার দাবি করেন বক্তরা। কর্মসূচীতে সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকদের অনান্য দাবিও তোলা হয়।

গোদাগাড়ীতে র‌্যাবের হাতে ২ কেজি হেরোইনসহ গ্রেপ্তার ১

গোদাগাড়ীতে র‌্যাবের হাতে হেরোইনসহ গ্রেপ্তার ১ রাজশাহীর গোদাগাড়ী উপজেলায় চাঁপাইনবাবগঞ্জ র‌্যাব ক্যাম্পের অভিযানে ২ কেজি হেরোইনসহ সাইফুল ইসলাম(৪২) নামে এক ব্যাক্তি গ্রেপ্তার হয়েছে। সে নাটোরের সিংড়া থানার চকগোপাল এলাকার মৃত মজিবুর রহমানের ছেলে। র‌্যাব জানায়,গতকাল রাত ৯টার দিকে গোদাগাড়ীর সিএন্ডবি মোড়ে চাঁপাইনবাবগঞ্জ-রাজশাহী মহাসড়কের উপর অভিযান চালিয়ে হাতেনাতে সাইফুলকে গ্রেপ্তার করা হয়। চাঁপাইনবাবগঞ্জ র‌্যাব ক্যাম্পের প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, সাইফুল এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী। সীমান্ত এলাকা থেকে মাদক সংগ্রহ করে সে রাজশাহী সহ বিভিন্ন এলাকায় সরবরাহ জড়িত। তার বাড়ি নাটোর হলেও সে প্রায়ই গোদাগাড়ী সীমান্ত এলাকা থেকে মাদক সংগ্রহ করত। গোয়েন্দা সূত্রে সাইফুলের সন্দেহজনক চলাফেরার খবরে র‌্যাব নজরদারি বাড়িয়ে মহাসড়কে চেকপোষ্ট বসিয়ে একটি অটোরিক্সা তল্লাশী করে যাত্রীবেশী সাইফুলকে গ্রেপ্তার করে। এ ঘটনায় গোদাগাড়ী থানায় মামলা হয়েছে।

ভোলাহাটে কৃষকের মাঝে মাসকলাই বীজ ও সার বিতরণ

ভোলাহাটে কৃষকের মাঝে মাসকলাই বীজ ও সার বিতরণ ভোলাহাট উপজেলার ক্ষুদ্র এবং প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে মাসকলাই বীজ ও সার বিতরণ করা হয়েছে। আজ সকালে উপজেলা কৃষি কর্মকর্তার কার্যালয়ের সামনে ২০২৪-২৫ অর্থ বছরে খরিপ-২ মৌসুমে কৃষি প্রণোদনার আওতায় মাসকলাই উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র এবং প্রান্তিক কৃষকদের মাঝে বিনা মূল্যে বীজ ও সার বিতরণ কর্মসূচির আওতায় এসব সার-বীজ বিতরণ করা হয়। উপজেলা কুষি কর্মকর্তা কুষিবিদ সুলতান আলীর সভাপতিত্বে কৃষকদের হাতে সার-বীজ তুলে দেন প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার তাহমিদা আক্তার। এসময় উপস্থিত ছিলেন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ আশীষ কুমার দেবনাথ, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রতন কুমার নায়েক উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা সুবর্ণা খাতুন, উদ্ভিদ সম্প্রসারণ কর্মকর্তা আক্তারুল ইসলামসহ উপকারভোগী কৃষকবৃন্দ। উপজেলার ৪টি ইউনিয়নের ৬শ’ ৫০জন কৃষকের মাঝে ৫ কজি বীজ, ১০ কেজি ডিএপি ও ৫ কেজি করে এমওপি বিতরণ করা হয়।

বাল্যবিয়ে ও শিশুর প্রতি সহিংসতা বন্ধে সভা

বাল্যবিয়ে ও শিশুর প্রতি সহিংসতা বন্ধে সভা চাঁপাইনবাবগঞ্জে বাল্যবিয়ে রোধ এবং শিশুদের প্রতি সহিংসতা বন্ধ বিষয়ক সভা অনুষ্ঠিত হয়েছে। আজ দুপুরে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রে এই সভা অনুষ্ঠিত হয়। সভায় ইউনিসেফ’র পক্ষে উপস্থিত ছিলেন ইউনিসেফ বাংলাদেশ জাতীয় অফিসের জেন্ডার অফিসার তহমিনা হক, শিশু সুরক্ষা স্পেশালিস্ট মনিরা হাসান, শাবনাজ জাহেরিন, এস বি বি স্পেসালিস্ট তানিয়া সুলতানা, শিশু সুরক্ষা অফিসার (রাজশাহী ও রংপুর বিভাগ) জেসমিন হোসাইন, সোশ্যাল বিহেভিয়ার চেঞ্জ অফিসার (রাজশাহী ও রংপুর বিভাগ) মনজুর আহম্মেদ। এসময় তারা চাঁপাইনবাবগঞ্জের বাল্যবিয়ের কারণ ও এর প্রতিকার সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন। অন্যদের মধ্যে বক্তব্য দেন আমনুরা আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়েরে প্রধান শিক্ষক কুদরত ই খুদা, পুরোহিত রানা প্রতাপ, ইসলামী চিন্তাবিদ মো. আবু হানিফ, সদর উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা (প্রোগ্রাম অফিসার, অতিরিক্ত দায়িত্ব) উম্মে সুমাইয়া, সদর উপজেলা পরিষদের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান নাসরিন আখতার, ওয়ার্ল্ড ভিশনের চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রোগ্রাম অফিসার উত্তম মন্ডল, রেডিও মহানন্দার টেকনিক্যাল অফিসার রেজাউল করিম। এছাড়াও সভায় সরকারি-বেসরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি, শিক্ষক প্রতিনিধি, ধর্মীয় নেতৃবৃন্দ ও প্রতিবন্ধী ব্যক্তিদের প্রতিনিধি উপস্থিত ছিলেন। ইউনিসেফের অর্থায়নে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’র স্ট্রেনদেনিক সোশ্যাল অ্যান্ড বিহেভিয়ার চেঞ্জ প্রকল্প, চাঁপাইনবাবগঞ্জ ও শিবগঞ্জ উপজেলা এই সভার আয়োজন করে।

ডেঙ্গুতে একদিনে সদর ও ভোলাহাটে আক্রান্ত ৪ রোগী হাসপাতালে

ডেঙ্গুতে একদিনে সদর ও ভোলাহাটে আক্রান্ত ৪ রোগী হাসপাতালে চাঁপাইনবাবগঞ্জে শনাক্ত হতে শুরু করেছে ডেঙ্গু রোগী। ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রয়েছেন ৫ জন। তাদের মধ্যে আজ আক্রান্ত হয়ে ভর্তি হয়েছেন ৪ জন। অন্যদিকে ছাড়পত্র দেয়া হয়েছে ২ জনকে। ২৫০ শয্যাবিশিষ্ট চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মাসুদ পারভেজ জানান, আজ আক্রান্ত হয়েছে ২ জন এবং আগের ভর্তি হওয়া ২ জনকে ছাড়পত্র দেয়া হয়েছে। বর্তমানে ভর্তি আছেন ৩ জন রোগী। তিনি বলেন- কয়েকদিন থেকে গড়ে ২-৩ জন রোগী ভর্তি থাকছেন। এদিকে সিভিল সার্জন ডা. এস এম মাহমুদুর রশিদ জানান, এই মুহূর্তে শিবগঞ্জ, গোমস্তাপুর ও নাচোল উপজেলায় ডেঙ্গু রোগী শনাক্ত না হলেও শুধু ভোলাহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ২ জন ভর্তি আছেন।