বাল্যবিয়ে ও শিশুরপ্রতি সহিংসতা বন্ধে জনসচেতনতা বৃদ্ধির আহ্বান 

বাল্যবিয়ে ও শিশুরপ্রতি সহিংসতা বন্ধে জনসচেতনতা বৃদ্ধির আহ্বান    চাঁপাইনবাবগঞ্জে বাল্যবিয়ে প্রতিরোধ, শিশুর প্রতি সহিংসতা বন্ধ, শিশু অধিকার প্রতিষ্ঠা ও সুরক্ষা বিষয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ সকাল থেকে সদর উপজেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়। স্ট্রেংদেনিং সোসাল অ্যান্ড বিহেভিহার চেঞ্জ প্রকল্পের আওতায় এই সভার আয়োজন করে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ, চাঁপাইনবাবগঞ্জ অফিস। বালুগ্রাম আদর্শ কলেজের সহকারী অধ্যাপক জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় অন্যদের মধ্যে আলোচনায় অংশ নেন, সদর উপজেলা ইসলামিক ফাউ-েশনের ফিল্ড সুপারভাইজার আব্দুল অদুদ, রেডিও মহানন্দার সহকারী স্টেশন ম্যানেজার রেজাউল করিম, সূর্যের হাসি ক্লিনিকের ম্যানেজার শামীমা খাতুন, ইসলামপুর ইউনিয়ন পরিষদের নারী সদস্য ইয়াসমিন খাতুন, জেলা প্রশিক্ষণ প্রাপ্ত ইমাম সমিতির সভাপতি আব্দুর রহিম। সভা সঞ্চালনা করেন ওয়ার্ল্ড ভিশনের স্ট্রেংদেনিং সোসাল অ্যান্ড বিহেভিহার চেঞ্জ প্রকল্পের মাঠ সমন্বয়কারী তহুরুল ইসলাম। বাল্যবিয়ে প্রতিরোধ, শিশুরপ্রতি সহিংসতা বন্ধ, শিশু অধিকার প্রতিষ্ঠা ও সুরক্ষায় জনসচেতনা বৃদ্ধির আহ্বান জানান আলোচকগণ।

প্রয়াসের মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত

প্রয়াসের মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত চাঁপাইনবাবগঞ্জে প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটির মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ সকালে জেলাশহরের বেলেপুকুরে অবস্থিত প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটির প্রধান কার্যালয়ের নকীব হোসেন মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। দিনব্যাপী অনুষ্ঠিত এই সভায় সভাপতিত্ব করেন সংস্থাটির প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক হাসিব হোসেন। প্রয়াসের পরিচালক (কার্যক্রম) পঙ্কজ কুমার সরকারের সঞ্চালনায় সভায় উপস্থিত ছিলেন, প্রয়াসের পরিচালক (মানব সম্পদ ও প্রশাসন, প্রশিক্ষণ বিভাগ) আলেয়া ফেরদৌস, যুগ্ম পরিচালক নাসের উদ্দিন, জ্যেষ্ঠ সহকারি পরিচালক আবুল খায়ের খান, সহকারী পরিচালক মু. তাকিউর রহমান, কনিষ্ঠ সহকারী পরিচালক ফারুক আহমেদ, তানভির আহম্মেদ রিয়াদ, ফিরোজ আলম, আব্দুস সালাম ও আবুল কালাম আজাদসহ, সকল আরএম, জোন প্রধান, আরএম (এমই), প্রকল্প ফোকাল পার্সন, প্রকল্প ব্যবস্থাপক ও সহযোগী সংস্থার প্রতিনিধি বৃন্দ। সভায় প্রয়াসের চলমান কার্যক্রম ও সংস্থার কর্মকর্তাদের দক্ষতা বৃদ্ধি বিষয়ে আলোচনা হয়। সেই সাথে সংস্থার কার্যক্রম দক্ষতার সাথে এগিয়ে নিতে উপস্থিত কর্মকর্তাদের দিকনির্দেশনা দেন প্রয়াসের প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক হাসিব হোসেন।  

চাঁপাইনবাবগঞ্জে টাইফয়েড টিকাদান কর্মসূচির শুভ উদ্বোধন

চাঁপাইনবাবগঞ্জে টাইফয়েড টিকাদান কর্মসূচির শুভ উদ্বোধন চাঁপাইনবাবগঞ্জে শিশুদের টাইফয়েড টিকাদান শুরু হয়েছে। জেলায় ৯ মাস থেকে ১৫ বছর বয়সী ৪ লাখ ৯৭ হাজার ১৫৭ জন শিশু-কিশোরকে প্রথমবারের মতো টাইফয়েডের টিকা দেয়া হবে। আগামী ১৩ নভেম্বর পর্যন্ত মাসব্যাপী এই টিকাদান কর্মসূচি চলবে। কর্মসূচির অধীনে শিক্ষা প্রতিষ্ঠান পর্যায়ে ৩ লক্ষ ৪০ হাজার ৯০০ এবং কমিউনিটি পর্যায়ে ১ লক্ষ ৫৬ হাজার ২৫৩ জন শিশুকে টিকা দেয়া হবে। সিভিল সার্জন ডা.এ, কে, এম শাহাব উদ্দীন জানান, জেলায় এ পর্যন্ত টার্গেট শিশুদের ৪৫ শতাংশের রেজিষ্ট্রেশন সম্পন্ন হয়েছে। কমিউনিটি পর্যায়ে ১ নভেম্বর থেকে এই টিকা দেয়া শুরু হবে। ইসলামিক ফাউন্ডেশনের মাধ্যমে মসজিদভিত্তিক ও তথ্য অফিসের মাধ্যমে মাইকিং প্রচারণা চালানো হচ্ছে। এদিকে আজ সকালে সিভিল সার্জন কার্যালয়ের আয়োজনে জেলা শহরের হরিমোহন সরকারি উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থীদের টাইফয়েড টিকাদান ক্যাম্পেইনের উদ্বোধন করেন জেলা প্রশাসক আব্দুস সামাদ। এসময় উপস্থিত ছিলেন সিভিল সার্জন ডা.এ,কে, এম শাহাব উদ্দীন, ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালের তত্বাবধায়ক ডা.মুহাম্মদ মশিউর রহমান, জেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের উপ-পরিচালক শুকলাল বৈদ্য, অতিরিক্ত পুলিশ সুপার ইয়াসিন আরাফাত, ইসলামিক ফাউন্ডেশন চাঁপাইনবাবগঞ্জের উপ-পরিচালক গোলাম মোস্তফাসহ অন্যরা।  

চাঁপাইনবাবগঞ্জে একদিনে আরো ২ জন ডেঙ্গু আক্রান্ত

চাঁপাইনবাবগঞ্জে একদিনে আরো ২ জন ডেঙ্গু আক্রান্ত চাঁপাইনবাবগঞ্জে গত ২৪ ঘণ্টায় নতুন করে আরো ২ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন। তাদের মধ্যে গোমস্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১ জন নারী ও নাচোল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১ জন পুরুষ রোগী শনাক্ত হন। বর্তমানে হাসপাতালে ভর্তি আছেন ৭ জন রোগী। এছাড়া ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতাল থেকে ৬ জনকে ও নাচোল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে ১ জনকে ছাড়পত্র দেয়া হয়েছে। অন্যদিকে অবস্থার অবনতি হওয়ায় গোমস্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে ১ জন রোগীকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। ভর্তি রোগীদের মধ্যে ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালে ২ জন পুরুষ ও ২ জন নারীসহ ৪ জন, শিবগঞ্জ ১ জন পুরুষ ও ১ জন নারীসহ ২ জন এবং গোমস্তাপুরে ১ জন নারী রোগী রয়েছেন। সিভিল সার্জন অফিসের ডেঙ্গুবিষয়ক প্রতিদিনের প্রতিবেদনে আজ এই তথ্য জানানো হয়েছে।

মাদক মামলায় দুজনের যাবজ্জীবন কারাদন্ড

মাদক মামলায় দুজনের যাবজ্জীবন কারাদন্ড   চাঁপাইনবাবগঞ্জে মাদক মামলায় ২ জনকে যাবজ্জীবন কারাদন্ড, ২০ হাজার টাকা করে অর্থদন্ড অনাদায়ে আরো ৬ মাসের কারাদন্ড দিয়েছেন আদালত। আজ বিকেলে চাঁপাইনবাবগঞ্জের অতিরিক্ত দায়রা জজ আব্দুল্লাহ আল মামুন এই রায় ঘোষণা করেন। দন্ডপ্রাপ্তরা হলেন- চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার বালুবাগান মহল্লার ভাড়াটিয়া মুকুল রানার স্ত্রী ববিতা খাতুন ও চরবাগডাঙ্গা ইউনিয়নের ফাটাপাড়া মালবাগডাঙ্গা গ্রামের আমীর আলীর ছেলে জুয়েল রানা। রায় ঘোষণার সময় ববিতা আদালতে উপস্থিত ছিলেন এবং জুয়েলা রানা পলাতক রয়েছেন। মামলার বরাত দিয়ে অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর ময়েজ উদ্দিন জানান, ২০২৩ সালের ১৪ অক্টোবর বালুবাগান মহল্লায় ববিতার ভাড়াবাড়ি ও জুয়েল রানার বেলেপুকুরের বাড়িতে পৃথক অভিযান চালায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর চাঁপাইনবাবগঞ্জ জেলা কার্যালয়ের সদস্যরা। অভিযানে ববিতার বসতঘর থেকে ৭৫০ গ্রাম ও জুয়েলের বাড়ি থেকে ২০০ গ্রাম হেরোইন উদ্ধার করে। সেই সঙ্গে ববিতা ও জুয়েল রানাকে গ্রেপ্তার করা হয়। একই দিন জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিপ্তরের উপপরিদর্শক আসাদুর রহমান বাদী হয়ে সদর থানায় মামলা দায়ের করেন। মামলার তদন্তকারী কর্মকর্তা জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক ইলিয়াস হোসেন তালুকদার তদন্ত শেষে ববিতা খাতুন ও জুয়েল রানাকে অভিযুক্ত করে একই বছরের ১৫ নভেম্বর আদালতে অভিযোগপত্র দাখিল করেন।

ডায়রিয়ায় চাঁপাইনবাবগঞ্জে ২৪ ঘণ্টায় আক্রান্ত আরো ৪৭ জন

ডায়রিয়ায় চাঁপাইনবাবগঞ্জে ২৪ ঘণ্টায় আক্রান্ত আরো ৪৭ জন   চাঁপাইনবাবগঞ্জে গত ২৪ ঘণ্টায় নতুন করে আরো ৪৭ জন ডায়রিয়ায় আক্রান্ত হয়েছেন। সিভিল সার্জন অফিসের প্রতিদিনের প্রতিবেদনে আজ জানানো হয়, নতুন করে আক্রান্ত ৪৭ জনের মধ্যে সদরে ৩০ জন, শিবগঞ্জে ৯ জন, গোমস্তাপুরে ৮ জন আক্রান্ত হয়েছেন। অন্যদিকে সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন ৩৪ জন রোগী। তাদের মধ্যে জেলা হাসপাতাল থেকে ১৪ জন, শিবগঞ্জ থেকে ১২ জন, গোমস্তাপুর থেকে ৮ জন রোগী বাড়ি ফিরেছেন।

ডেঙ্গুতে চাঁপাইনবাবগঞ্জে একদিনে আরো ৪ জন আক্রান্ত

ডেঙ্গুতে চাঁপাইনবাবগঞ্জে একদিনে আরো ৪ জন আক্রান্ত চাঁপাইনবাবগঞ্জে গত ২৪ ঘণ্টায় নতুন করে আরো ৪ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন। তাদের মধ্যে ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালের আন্তঃবিভাগে ৩ জন ও গোমস্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১ জন শনাক্ত হন। বর্তমানে হাসপাতালে ভর্তি আছেন ১৩ জন রোগী। এছাড়া গোমস্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে ১ জনকে ছাড়পত্র দেয়া হয়েছে। ভর্তি রোগীদের মধ্যে ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালে ৮ জন পুরুষ ও ২ জন নারীসহ ১০ জন, শিবগঞ্জ ১ জন পুরুষ ও ১ জন নারীসহ ২ জন এবং গোমস্তাপুরে ১ জন নারী রোগী রয়েছেন। সিভিল সার্জন অফিসের ডেঙ্গুবিষয়ক প্রতিদিনের প্রতিবেদনে আজ এই তথ্য জানানো হয়েছে।

পানি কমেছে পদ্মা মহানন্দায়, সামান্য বেড়েছে পুনর্ভবায়

পানি কমেছে পদ্মা মহানন্দায়, সামান্য বেড়েছে পুনর্ভবায়   জেলার ওপর দিয়ে প্রবাহিত পদ্মা ও মহানন্দা পানি কমতে শুরু করেছে। তবে পুনর্ভবা নদীর পানি সামন্য বৃদ্ধি পেয়েছে। গত ২৪ ঘণ্টায় পদ্মায় ৮ সেন্টিমিটার ও মহানন্দায় ৩ সেন্টিমিটার পানি কমেছে। অন্যদিকে পুনর্ভবায় পানি বেড়েছে ২ সেন্টিমিটার। আজ চাঁপাইনবাবগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের পানির সমতল বিষয়ক প্রতিদিনের প্রতিবেদনে বলা হয়েছে, পদ্মা নদীর পাঁকা পয়েন্টে শুক্রবার সকাল ৯টা পর্যন্ত পানির সমতল ছিল ১৯.৮০ মিটার, আজ সকাল ৯টা পর্যন্ত ২৪ ঘণ্টায় ৮ সেমিন্টমিটার কমে সমতল দাঁড়িয়েছে ১৯.৭২ মিটার। অন্যদিকে গতকাল সকাল ৯টা পর্যন্ত মহানন্দা নদীর খালঘাট পয়েন্টে পানির সমতল ছিল ১৭.৯৫ মিটার; যা আজ সকাল ৯টা পর্যন্ত ৩ সেন্টিমিটার কমে সমতল দাঁড়িয়েছে ১৭.৯২ মিটার। অপরদিকে পুনর্ভবা নদীর রহনপুর পয়েন্টে গতকাল সকাল ৯টা পর্যন্ত পানির সমতল ছিল ১৭.৯৮ মিটার; যা আজ সকাল ৯টা পর্যন্ত ২ সেন্টিমিটার বেড়ে সমতল দাঁড়িয়েছে ১৮.০০ মিটার। উল্লেখ্য, পদ্মা নদীর বিপৎসীমা হচ্ছে ২২.০৫, মহানন্দার ২০.৫৫ ও পুনর্ভবার ২১.৫৫ মিটার। বিপৎসীমার অনেক নিচ দিয়েই প্রবাহিত হচ্ছে এই তিন নদীর পানি।

এমপিওভুক্ত শিক্ষকদের পাওনা আদায়ে বিক্ষোভ ও আলোচনা সভা

এমপিওভুক্ত শিক্ষকদের পাওনা আদায়ে বিক্ষোভ ও আলোচনা সভা চাঁপাইনবাবগঞ্জে নন-এমপিও শিক্ষক কর্মচারীদের এমপিওভুক্তকরণ ও এমপিও ভুক্ত শিক্ষক কর্মচারীদের বাড়িভাড়া, বোনাস, চিকিৎসা, অবসর ভাতা ও কল্যাণ তহবিলের পাওনাদি আদায়ের দাবিতে বিক্ষোভ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।  আজ চাঁপাইনবাবগঞ্জ শহরের শাহনেয়ামতুল্লাহ কলেজ শিক্ষক মিলনায়তনে বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশন চাঁপাইনবাবগঞ্জের ব্যানারে এ কর্মসূচি পালিত হয়। বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশন চাঁপাইনবাবগঞ্জের সভাপতি ও মহিপুর ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক আবুল হাসানের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন, রাজাবাড়ী ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক আবু বকর। অন্যান্যের মধ্যে বক্তব্য দেন, শাহনেয়ামতুল্লাহ কলেজের অধ্যক্ষ শরিফুল আলম, নবাবগঞ্জ মহিলা ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ ইলিয়াস উদ্দিন, নামোশংকরবাটি কলেজের সহকারী অধ্যাপক শহিদুল ইসলাম, নবাবগঞ্জ কামিল মাদ্রাসার মুফাসির আব্দুল মতিন, চরমোহনপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রফিকুল ইসলাম, আলীনগর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আতাহার আলীসহ অন্যরা। অনুষ্ঠানটি উপস্থাপনা করেন আদর্শ শিক্ষক ফেডারেশন চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক কামরুজ্জামান। বক্তরা বলেন, ‘অত্যন্ত দুঃখের বিষয়, এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা মাত্র এক হাজার টাকা বাড়ি ভাড়া, ৫০০ টাকা চিকিৎসা ভাতা ও ৫০ শতাংশ উৎসব ভাতা পান। অথচ একই কারিকুলামের অধীনে একই সিলেবাস, একই একাডেমিক সময়সূচি, একইভাবে প্রশ্নপত্র প্রণয়ন ও উত্তরপত্র মূল্যায়নে নিয়োজিত থেকে আর্থিক সুবিধার ক্ষেত্রে সরকারি ও বেসরকারি শিক্ষক-কর্মচারীদের মধ্যে রয়েছে পাহাড় সমান বৈষম্য। ‘তা ছাড়া বেসরকারি শিক্ষক-কর্মচারীদের চাকরির নিরাপত্তা নেই, আর্থিক নিশ্চয়তা নেই, সামাজিক মর্যাদা নেই, অবসর ও কল্যাণের নিশ্চয়তা নেই। শিক্ষকদের গুণগত মান উন্নয়ন করতে হলে শিক্ষকদের চাকরি জাতীয়করণের বিকল্প নেই। জাতীয়করণ ত্বরান্বিত করার লক্ষ্যে অবিলম্বে শিক্ষক-কর্মচারীদের সরকারি নিয়মে বাড়ি ভাড়া, চিকিৎসা ভাতা ও উৎসব ভাতা দিতে হবে।

সীমান্তে অবৈধ অস্ত্রের প্রবেশ রোধে কঠোর অবস্থানে আইনশৃঙ্খলা রক্ষাবাহিনী

সীমান্তে অবৈধ অস্ত্রের প্রবেশ রোধে কঠোর অবস্থানে আইনশৃঙ্খলা রক্ষাবাহিনী চাঁপাইনবাবগঞ্জের সীমান্ত দিয়ে ভারত থেকে অবৈধ অস্ত্র,গুলি বা বিস্ফোরকের প্রবেশ রোধে কঠোর অবস্থানে রয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ বিবিজি, র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন র‌্যাব এবং পুলিশের বিভিন্ন  ইউনিট সহ বাহিনীগুলো। সামনে নির্বাচনকে ঘিরে এই অবস্থান আরও জোরদার করা হয়েছে বলে জানিয়েছেন বাহিনীগুলোর কর্মকর্তারা। চাঁপাইনবাবগঞ্জের ৫টি উপজেলার মধ্যে সদর,শিবগঞ্জ,গোমস্তাপুর  এবং ভোলাহাট উপজেলা ভারত সীমান্ত ঘেরা। এর মধ্যে রয়েছে নদী সীমান্ত। রয়েছে কাঁটাতারের বেড়াবিহীনও কিছু সীমান্ত।  সমগ্র চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে মোতায়েন রয়েছে বিজিবি’র ৩টি পৃথক ব্যাটালিয়ন। বাহিনীগুলো সূত্রে জানা যায়,চাঁপাইনবাবগঞ্জ সীমান্তকে মাদক,অস্ত্রসহ বিভিন্ন পণ্য চোরাচালানের  অন্যতম রুট হিসেবে চিহ্নিত করা হলেও সাম্প্রতিককালে অস্ত্র উদ্ধারের তেমন কোন ঘটনা ঘটে নি। অতীতের বহু ইতিহাস থাকলেও স্পর্শকাতর চাঁপাইনবাবগঞ্জ সীমান্ত দিয়ে অস্ত্র আসছে এমন তথ্য কোন বাহিনীর তরফে বা স্থানীয় কোন সূত্রে  সম্প্রতি জানা যায় নি। তবে সম্ভাবনার কথা উড়িয়ে দেয় নি কেউ। বিগত ৬ সপ্তাহে দুটি ঘটনার কথা জানা গেছে। গত ২৩ সেপ্টেম্বর শিবগঞ্জ সীমান্তে বিজিবি ও র‌্যাবের যৌথ অভিযানে ১টি বিদেশী পিস্তল, ৬ রাউন্ড গুলি ও ২টি ম্যাগজিন উদ্ধার হয়। এর আগে গত ২৪ আগষ্ট সদর উপজেলা সীমান্তে ৭ কেজি বিস্ফোরক তৈরীর উপাদান উপাদান জব্দ করে বিজিবি। ঘটনাগুলোই কেউ আটক না হলেও ৫ জনকে পলাতক আসামী করে মামলা করে বিজিবি। চাঁপাইনবাবগঞ্জের ২টি বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া, কাজী মুস্তাফিুজুর রহমান ও পাশ্ববর্তী ১৬ বিজিবি নওগাঁ ব্যাটলিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আরিফুল ইসলাম মাসুম বলেন, জেলার কোনো সীমান্ত দিয়ে কোনক্রমেই অস্ত্র পাচার হতে দেয়া হবে না। তবে এ সংক্রান্ত নজরদারি কঠোর করা হবে। অন্যদিকে, র‌্যাব-৫ ব্যাটালিয়নের চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্প কমান্ডার লেফটেন্যান্ট (বিএন) সাঈদ মাহমুদ সাদান বলেন, বিজিবির পাশাপাশি র‌্যাবও সীমান্ত দিয়ে অস্ত্র ঢুকছে কিনা তা নজরদারি করছে। সুনির্দিষ্ট তথ্য পেলেই যথাযথ প্রক্রিয়ায় অভিযান চালানো হবে। এদিকে, চাঁপাইনবাবগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার ওয়াসিম ফিরোজ বলেন, সীমান্তে অস্ত্র ঢোকার সাম্প্রতিক তেমন কোন তথ্য বা ইঙ্গিত নেই। তবে জোর গোয়েন্দা নজরদারি চলছে।