বছরের প্রথমদিনে চাঁপাইনবাবগঞ্জে আংশিক বই বিতরণ

বছরের প্রথমদিনে চাঁপাইনবাবগঞ্জে আংশিক বই বিতরণ চাঁপাইনবাবগঞ্জে এবার প্রাথমিক বিদ্যালয়ের জন্য প্রায় শতভাগ বই পাওয়া গেছে। এবার চাহিদা রয়েছে ৯ লাখ ২৬ হাজার বাইয়ের। এর বিপরীতে পাওয়া গেছে ৭ লাখ বই। জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. জেছের আলী এই তথ্য নিশ্চিত করে জানান, ৪র্থ ও ৫ম শ্রেণীর কিছু বই এখনো পাওয়া যায়নি। তবে দ্রুতই পাওয়া যাবে বলে তিনি আশবাদ ব্যক্ত করেন। অন্যদিকে ভারপ্রাপ্ত জেলা শিক্ষা অফিসার মো. আব্দুল মতিন জানান, শুধুমাত্র ৯ম ও ৭ম শ্রেণীর বাংলা, ইংরেজি ও অঙ্ক এই তিন বিষয়ের বই পাওয়া গেছে। তিনি জানান, বইয়ের চাহিদা রয়েছে ২৯ লাখ ৫৬ হাজার ৭৬৭টি। এর মধ্যে এখন পর্যন্ত পাওয়া গেছে ৮৯ হাজার ৮৪টি বই। তিনি আরো জানান, এই মুহূর্তে সঠিক তথ্য দেয়া কঠিন। কারণ বই নিয়ে একের পর এক গাড়ি আসছে। এদিকে যেসব বই পাওয়া গেছে সেসব বই বুধবার বছরের প্রথম দিন থেকেই স্কুলগুলো থেকে বিতরণ শুরু হয়েছে।

চাঁপাইনবাবগঞ্জে তিবনা ট্রাস্টের উদ্বোধন

চাঁপাইনবাবগঞ্জে তিবনা ট্রাস্টের উদ্বোধন চাঁপাইনবাবগঞ্জে তিবনা ট্রাস্ট এর শুভ উদ্বোধন করা হয়েছে। আজ সকালে সদর উপজেলার গোবরাতলা ইউনিয়নের চাঁপাই মহেষপুর গ্রামে ট্রাস্টের অধীনে পরিচালিত উম্মে মাকতুম অন্ধ মাদ্ররাসা ও স্কুল, বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের আশ্রয়কেন্দ্র “এ্যাঞ্জেল’স গার্ডেন’’ এবং আবুল হায়াত মিঞা ইতমখানার কার্যক্রম উদ্বোধন উপলক্ষে দোয়া মাহফিলের আয়োজন করা হয়। এতে ডা. আনোয়ার জাহিদের সভাপত্তিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মাওলানা মো. আব্দুল মতিন। এতে বিশেষ অতিথি ছিলেন, মুফতি মাওলানা মো. আলি আশরাফ।

ঝিলিমে বাল্যবিয়ে প্রতিরোধে উঠান বৈঠক

ঝিলিমে বাল্যবিয়ে প্রতিরোধে উঠান বৈঠক সদর উপজেলার ঝিলিম ইউনিয়নের ক্ষুদ্র জাতিসত্তার গ্রাম ফিল্টিপাড়ায় বাল্যবিয়ে, নারী ও শিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে করণীয় শীর্ষক উঠান বৈঠক মঙ্গলবার অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে গ্রামের প্রায় ৪০ জন নারী অংশ নেন। জেলা প্রশাসন ও ইউনিসেফের সহায়তায় বিকেলে এ উঠান বৈঠকের আয়োজন করে চাঁপাইনবাবগঞ্জে প্রথম আলো বন্ধুসভা। বাল্যবিয়ে কুফল ও প্রতিরোধে করণীয় বিষয় নিয়ে বৈঠকে বক্তব্য দেন- বাবুডাইং আলোর পাঠশালার প্রধান শিক্ষক আলী উজ্জামান নূর, সহকারী শিক্ষক সোনিয়া খাতুন, বন্ধুসভার সভাপতি আরাফাত মিলেনিয়াম, গ্রাম্য নারী কল্পনা মুরমু। অনুষ্ঠান সঞ্চালনা করেন বন্ধু সৈয়দ নাফিউল হাসান। সহযোগিতা করেন বন্ধুসভার প্রশিক্ষণ সম্পাদক সাঈদ মাহমুদ, বন্ধু জান্নাতুন ফেরদৌস, ইশতিয়াক আহমেদ পিয়াস, উৎস আসেফ।

রহনপুরে মৎস্যচাষিদের মধ্যে উপকরণ বিতরণ

রহনপুরে মৎস্যচাষিদের মধ্যে উপকরণ বিতরণ গোমস্তাপুর উপজেলার রহনপুরে চাষিদের মধ্যে মৎস্যচাষের বিভিন্ন উপকরণ বিতরণ করা হয়েছে। আজ কার্প ফ্যাটেনিং প্রদর্শনীর জন্য প্রয়াসের ১০ জন সদস্যকে মাছ চাষের হিসেবে চুন, রোটেনন, ঝাঁকি জাল, ইউরিয়া, টিএসপি, সবজি বীজ এবং রেকর্ড বুক দেয়া হয়। সেই সঙ্গে সদস্যদের মৎস্য চাষ বিষয়ক বিভিন্ন পরামর্শও দেয়া হয়। পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ)’র আর্থিক ও কারিগরি সহায়তায় প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটির সার্বিক ব্যস্থাপনায় সমন্বিত কৃষি ইউনিটের আওতায় (মৎস্য খাত) ২০২৪-২৫ অর্থবছরে জন্য প্রয়াসের রহনপুর শাখার অধীনস্থ সদস্যদের মধ্যে এসব উপকরণ বিতরণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন- প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটির গোমস্তাপুর অঞ্চলের আঞ্চলিক ব্যবস্থাপক আবুল কালাম আজাদ, ব্যবস্থাপক (অডিট) অলোকা রানী, মৎস্য কর্মকর্তা আব্দুর রাজ্জাক, রহনপুর শাখার শাখা ব্যবস্থাপক জামাল হোসেন।

শিবগঞ্জে ১৫টি ইউনিয়নে ৪ হাজার কম্বল বিতরণ

শিবগঞ্জে ১৫টি ইউনিয়নে ৪ হাজার কম্বল বিতরণ চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে ১৫টি ইউনিয়নে ৪ হাজার কম্বল বিতরণ করা হয়েছে। মঙ্গলবার বিকেলে উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের উদ্যোগে উপজেলা পরিষদ চত্বরে এসব কম্বল বিতরণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আফতাবুজ্জামান আল-ইমরান। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মিজানুর রহমান, উপজেলা সমাজসেবা কর্মকর্তা কাঞ্চন কুমার দাস, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা শাহিন আকতার ও সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তা রফিকুল ইসলামসহ অন্যরা। দরিদ্র ব্যক্তিদের কষ্ট লাঘবে জনসংখ্যা ও আয়তনের ভিত্তিতে কম্বল বিতরণ করা হয়েছে বলে জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা।

শিবগঞ্জে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন দ্বি-বার্ষিক সম্মেলন

শিবগঞ্জে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন দ্বি-বার্ষিক সম্মেলন শিবগঞ্জ উপজেলা শ্যামপুর ইউনিয়ন শাখার আয়োজনে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন দ্বি-বার্ষিক সম্মেলন ২০২৪ অনুষ্ঠিত হয়েছে। আজ দুপুরে শ্যামপুর হাজী মমতাজ মিঞা ডিগ্রি কলেজের হলরুমে বাংলাদেশ শ্রমিক কল্যান ফেডারেশন, শ্যামপুর ইউনিয়ন শাখার সভাপতি ইদ্রীস আলীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ শ্রমিক কল্যান ফেডারেশন, চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার সভাপতি মোজাম্মেল হক। এই সময় বক্তব্য দেন, জেলা শাখার সহ-সভাপতি সাইদুর রহমান, শ্যামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রবিউল ইসলাম, শিবগঞ্জ উপজেলা শাখার সাধারণ সম্পাদক শাহাদাত হোসাইন, সহ-সাধারন সম্পাদক, শফিকুল ইসলাম, উপদেষ্টা বাবুল ইসলাম, বাংলাদেশ শ্রমিক কল্যান ফেডারেশন, শ্যামপুর ইউনিয়ন শাখার উপদেষ্টা নাসির উদ্দিনসহ অন্যরা।

রহনপুর রাবেয়া বালিকা উচ্চ বিদ্যালয়ে ভর্তি পরীক্ষার রেজাল্ট প্রকাশ

রহনপুর রাবেয়া বালিকা উচ্চ বিদ্যালয়ে ভর্তি পরীক্ষার রেজাল্ট প্রকাশ গোমস্তাপুর রহনপুর রাবেয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেনির ভর্তি পরীক্ষা চূড়ান্ত ফলাফল প্রকাশিত হয়েছে। আজ ছাত্রীদের শ্রেণীবিন্যাস পরীক্ষা অনুষ্ঠিত হয়। বিকেলে বিদ্যালয়ের নোটিস বোর্ড মেধানুসারে এই ফলাফল প্রকাশ করা হয়। ক ও খ শাখায় ৬৪ জন করে ও গ শাখায় ৫৮ জনকে চুড়ান্ত করে ফল প্রকাশ করেন বিদ্যালয় কর্তৃপক্ষ। এরআগে গত ২৯ ডিসেম্বর লটারি মাধ্যমে ভর্তি পরীক্ষার্থীচ্ছু ছাত্রীদের বাছাই করা হয়। এ বিষয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষক কাওসার আলী বলেন, আগামী ১ জানুয়ারি থেকে ১২ জানুয়ারি পর্যন্ত মেধাফলে নির্বাচিত ছাত্রীদের ভর্তি করা হবে। তাদেরকে ৫ম শ্রেণির প্রশংসাপত্র সঙ্গে নিয়ে এসে ভর্তি হতে বলা হয়েছে।  

‘তারুণ্যের উৎসব’ উদযাপন উপলক্ষে র‌্যালি

‘তারুণ্যের উৎসব’ উদযাপন উপলক্ষে র‌্যালি ‘এসো দেশ বদলাই-পৃথিবী বদলাই’- এই স্লোগানে চাঁপাইনবাবগঞ্জে তারুণ্যের উৎসব উদযাপন উপলক্ষে আজ সকালে বর্ণাঢ্য র‌্যালি অনুষ্ঠিত হয়েছে। র‌্যালিতে নেতৃত্ব দেন জেলা প্রশাসক আব্দুস সামাদ। জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে র‌্যালিটি বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। র‌্যালি শুরুর আগে জেলা প্রশাসক বেলুন উড়িয়ে উৎসবের উদ্বোধন করেন। এসময় তিনি বলেন- আমরা সকলকে নিয়ে তারুণ্যের এই উৎসব উদ্যাপন করব। তিনি বলেন, আমরা যদি নিজেদের বদলাতে পারি তাহলে দেশ বদলে যাবে, একটি নতুন পৃথিবী গড়ে উঠবে। আমরা এক সাথে সবাই মিলে নতুন পৃথিবী গড়ে তুলব। র‌্যালিতে উপস্থিত ছিলেন- চাঁপাইনবাবগঞ্জের স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক দেবেন্দ্র নাথ উরাঁও, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) নাকিব হাসান তরফদার, অতিরিক্ত পুলিশ সুপার আবুল কালাম সাহিদ, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সহ-সমন্বয়ক কুবরাতুল আইন কানিজ, কেন্দ্রীয় স্বাস্থ্য কো-অর্ডিনেটর নিশাত আহমেদ, জেলা আহ্বায়ক আব্দুর রাহিম ও যুগ্ম আহ্বায়ক সুজন বিশ্বাসসহ সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ। প্রধান উপদেষ্টার কার্যালয়ের সার্বিক তত্ত্বাবধানে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের আয়োজনে এই কর্মসূচি বাস্তবায়ন করে চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসন।

শিবগঞ্জে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ভ্যান চালক নিহত

শিবগঞ্জে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ভ্যান চালক নিহত শিবগঞ্জ উপজেলায় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ব্যাটারিচালিত রিক্সাভ্যানচালক ও ক্ষুদ্র পেঁয়াজ ব্যবসায়ী নিহত হয়েছেন। তিনি শিবগঞ্জের কানসাট মকিমপুর গ্রামের বুদ্ধু মিয়ার ছেলে আরিফ হোসেন। স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, আজ দুপুরের দিকে সোনামসজিদ স্থলবন্দর মহাসড়কের কয়লাবাড়ি কেন্দ্রীয় ট্রাকস্ট্যান্ড এলাকায় ঘটনাটি ঘটে। জানা গেছে, সোনামসজিদ বন্দর থেকে পেঁয়াজ কিনে ভ্যানবোঝাই করে নিজেই ভ্যান চালিয়ে কানসাটের দিকে আসার সময় ভ্যানের সামনের চাকার এক্সেল ভেঙ্গে সড়কে ছিটকে পড়েন আরিফ। এ সময় বিপরীতে বন্দরগামী একটি দ্রুতগতির ট্রাকের নীচে চাপা পড়েন তিনি। তাঁকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। শিবগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) দেলোয়ার হোসেন বলেন, ঘটনার পরপরই ট্রাকটি বন্দর এলাকায় চলে যায়। সেটি শনাক্ত ও আটকে চেষ্টা চলছে। পুলিশ মরদেহ উদ্ধারের পর প্রয়োজনীয় আইনী ব্যবস্থাগ্রহণ শেষে আবেদনের প্রেক্ষিতে পরিবারের নিকট হস্তান্তর করেছে। এ ঘটনায় মামলা দায়েরের বিষয়টি প্রক্রিয়াধীন বলেও জানিয়েছে পুলিশ।

জেলায় ৯ দফা দাবি সরকারি গাড়িচালকদের, স্মারকলিপি প্রদান

জেলায় ৯ দফা দাবি সরকারি গাড়িচালকদের, স্মারকলিপি প্রদান বৈষম্যমুক্ত নবম জাতীয় পে-কমিশন গঠনসহ সরকারের কাছে ৯ দফা দাবি জানিয়ে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রদান করেছেন বাংলাদেশ সরকারি গাড়িচালক সমিতি চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখা। আজ সকালে সরকারি গাড়িচালকরা জেলা প্রশাসক আব্দুস সামাদ এর হাতে স্মারকলিপি তুলে দেন। এসময় বাংলাদেশ সরকারি গাড়িচালক সমিতি চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার সভাপতি আবুল কালাম আজাদ সাধারণ সম্পাদক রেজাউল করিম, সড়ক ও জনপথ বিভাগের গাড়িচালক মতিউর রহমান, মোঃ তৌহিদসহ জেলার বিভিন্ন সরকারি অফিসের গাড়িচালকগণ উপস্থিত ছিলেন। গাড়িচালকদের ৯ দফা দাবির মধ্যে রয়েছে-বৈষম্যমুক্ত নবম জাতীয় পে-কমিশন গঠন, পে-কমিশনে বাংলাদেশ সরকারি গাড়িচালক সমিতি কেন্দ্রীয় কমিটির প্রতিনিধি রাখা, বেতন স্কেলের বৈষম্য নিরসনে দশ ধাপে যৌক্তিক ব্যবধানে নবম পে স্কেল বাস্তবায়ন করতে হবে। পে-স্কেলে প্রত্যাহারকৃত হেভীছেলসহ ০৩টি টাইমস্কেল, সিলেকশন গ্রেডসহ বেতন জৈষ্ঠতা পূর্নবহাল করা, পে-স্কেল বাস্তবায়নের পূর্ব পর্যন্ত ৪০% মহার্ঘ ভাতা প্রজাতন্ত্রের সকল কর্মচারিকে প্রদান করা, সরকারি গাড়িচালক পদটি কারিগরি পদ হিসেবে ঘোষনা করা, সরকারি গাড়িচালক পদের নাম পরিবর্তন করে ‘মটর ট্রান্সর্পোট অপারেটর’ করা, সরকারি গাড়িচালক পদটি ব্লক পোষ্ট বাতিলপূর্বক যোগ্যতা অনুযায়ী পদোন্নতির ব্যবস্থা করা, সরকারি গাড়িচালকদের ড্রাইভিং লাইসেন্স নবায়ন পদ্ধতি সহজিকরণ, সরকারি গাড়িচালক সমিতি কেন্দ্রীয় কার্যালয় ও ট্রেনিং ইনিস্টিটিউট ভবনসহ ঢাকায় স্থায়ী জায়গা বরাদ্দ, গাড়িচালকদের অধিকাল ভাতার ঘণ্টা নিরুপণ মহামান্য হাইকোর্টের ন্যয় করা, গাড়িচালকদের ঝুঁকিভাতা ও রেশন ব্যবস্থা চালু, ঝুঁকি ভাতা প্রদান, আউটসোসিং প্রথা বাতিল পূর্বক স্থায়ী সকল সরকারি গাড়িচালক শূণ্যপদে অবিলম্বে নিয়োগ প্রদান করতে হবে।