চাঁপাইনবাবগঞ্জে শিশু অধিকার সপ্তাহ উপলক্ষে আলোচনা সভা

চাঁপাইনবাবগঞ্জে শিশু অধিকার সপ্তাহ উপলক্ষে আলোচনা সভা চাঁপাইনবাবগঞ্জে শিশু অধিকার সপ্তাহ-২০২৫ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ১৪ই অক্টোবর, মঙ্গলবার সকালে শিশুমনি নিবাসের সম্মেলন কক্ষে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ, এসআইএল ইন্টারন্যাশনাল ও সিসিডিবি, চাঁপাইনবাবগঞ্জ শাখার সহায়তায় জেলা সমাজসেবা কার্যালয় এই সভার আয়োজন করে। এতে প্রধান অতিথি হিসিবে উপস্থিত ছিলেন, সমাজসেবা অধিদপ্তরের উপপরিচালক মোসা. উম্মে কুলসুম, সদর উপজেলা সমাজসেবা অফিসার কাঞ্চন কুমার দাস, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের এরিয়া প্রোগ্রাম ম্যানেজার জেমস বিশ্বাস, এসআইএল ইন্টারন্যাশনাল চাঁপাইনবাবগঞ্জ এর এরিয়া ম্যানেজার নিকোলাস মুরমুসহ অন্যরা। সভায় শিশু সুরক্ষা, বাল্যবিয়ে প্রতিরোধ এবং নারী ও শিশুর প্রতি সহিংসতা প্রতিরোধ বিষয়ে অলোচনা করেন অতিথিবৃন্দ।

রানীহাটিতে জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায় কৃষি প্রশিক্ষণ

রানীহাটিতে জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায় কৃষি প্রশিক্ষণ    বরেন্দ্র অঞ্চলে জলবায়ু পরিবর্তনের নেতিবাচক প্রভাব মোকাবেলায় খরা সহনশীল কৃষি প্রযুক্তি বিস্তারের লক্ষ্যে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার রানীহাটি ইউনিয়নে দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। আজ সকালে সদর উপজেলার রানীহাটিতে হর্টিকালচার সেন্টারে এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। প্রশিক্ষণে অংশগ্রহণ করেন ২০ জন সিসিএজি সদস্য। এসময় সিসিএজি সদস্যদের জলবায়ু পরিবর্তনের প্রভাব, এর প্রতিকারমূলক ব্যবস্থা, টেকসই কৃষি অনুশীলন ও খরা সহনশীল কৃষি কৌশল সম্পর্কে ধারণা প্রদান করা হয়। একইসাথে খরা সহিষ্ণু ফল ও ফসল নির্বাচন, বসতবাড়ির উঠানবাগান তৈরি, ভার্মিকম্পোস্ট প্রস্তুত এবং পানি সংরক্ষণ কৌশল নিয়ে হাতে-কলমে নির্দেশনা দেওয়া হয়। প্রশিক্ষণ কর্মশালায় উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সহকারী উপ-পরিচালক (পি.পি.) কৃষিবিদ আমির আব্দুল্লা মোঃ ওয়াহিদুজ্জামান ও সহকারী উপ-পরিচালক (হর্টিকালচার) কৃষিবিদ বুলবুল আহম্মেদ এবং প্রকল্পের কৃষিবিদ ফয়জুল হক। বরেন্দ্র অঞ্চলের বাস্তব জলবায়ুগত চ্যালেঞ্জ তুলে ধওে করণীয় সম্পর্কে গুরুত্বপূর্ণ বক্তব্য দেন প্রকল্প সমন্বয়কারী বকুল কুমার ঘোষ। প্রশিক্ষণের অন্যতম বিষয় ছিল পরিবেশবান্ধব কৃষি বিস্তারে জৈব সার ব্যবহারে কৃষকদের উৎসাহ দেওয়া। এই লক্ষ্যে ভার্মিকম্পোস্ট তৈরির উপায় ও উপকারিতা বিস্তারিতভাবে আলোচনা করা হয়। পাশাপাশি প্রয়াসের ইসিসিসিপি-ড্রাউট প্রকল্পের আওতায় চালু থাকা ঋণ কার্যক্রম সম্পর্কেও অবহিত করেন ইউনিট-১৬ এর শাখা ব্যবস্থাপক মোসলেমা খাতুন। কর্মশালায় সহযোগিতা করেন সিএমও সিভিল মোঃ রোকনুজ্জামান। পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) ও গ্রীণ ক্লাইমেট ফান্ড (জিসিএফ)-এর সহযোগিতায় এক্সটেনডেড কমিউনিটি ক্লাইমেট চেঞ্জ প্রজেক্ট- ড্রাউট (ইসিসিসিপি-ড্রাউট) প্রকল্পের আওতায়, এ প্রশিক্ষণের আয়োজন করে প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটি।  

শিবগঞ্জে র‌্যাবের অভিযানে ৩৫৫ পিস ইয়াবাসহ যুবক আটক

শিবগঞ্জে র‌্যাবের অভিযানে ৩৫৫ পিস ইয়াবাসহ যুবক আটক শিবগঞ্জ উপজেলায় অভিযান চালিয়ে ৩৫৫পিস ইয়াবাসহ এক যুবককে আটক করেছে র‌্যাব-৫। আটক যুবক উপজেলার উজিরপুর ইউনিয়নের উত্তর উজিরপুর গ্রামের মজিবুর রহমানের ছেলে জাহিদ। র‌্যাবের পাঠানো প্রেসবিজ্ঞপ্তিতে বলা হয়, মাদকদ্রব্য ক্রয় বিক্রয়ের গোপন খবরের ভিত্তিতে গতকাল রাতে জাহিদের বাড়িতে অভিযান চালিয়ে ৩৫৫ পিস ইয়াবাসহ তাঁকে হাতেনাতে আটক করা হয়। এ ঘটনায় শিবগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে জাহিদকে পুলিশে হস্তান্তর করা হয়েছে।

নাচোলে ইলা মিত্রের ২৩তম মৃত্যুবার্ষিকী পালিত

নাচোলে ইলা মিত্রের ২৩তম মৃত্যুবার্ষিকী পালিত   নাচোলে তেভাগা আন্দোলনের কিংবদন্তি নেত্রী ও কৃষক অধিকার আন্দোলনের পথিকৃৎ বিপ্লবী ইলা মিত্রের ২৩তম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। সোমবার সকালে উপজেলার নেজামপুর ইউনিয়নের রাওতাড়া গ্রামে অবস্থিত ‘ইলা মিত্র মঠ ও সংগ্রহশালা’ প্রাঙ্গণে এ উপলক্ষে আলোচনা সভার আয়োজন করে রানী ইলা মিত্র স্মৃতি সংসদ। আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন নাচোল উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সুলতানা রাজিয়া। বিশেষ অতিথি ছিলেন দৈনিক গৌড় বাংলার বার্তা সম্পাদক সাজিদ তৌহিদ। সভায় সভাপতিত্ব করেন রানী ইলা মিত্র স্মৃতি সংসদের সভাপতি বিধান সিং। সঞ্চালনা করেন সাংবাদিক মনিরুল ইসলাম। অন্যদের মধ্যে সাংবাদিক একেএম জিলানী ও আবুল হোসেনসহ আরো অনেকেই বক্তব্য দেন। প্রধান অতিথির বক্তব্যে সুলতানা রাজিয়া বলেন, রানী ইলা মিত্র ছিলেন কৃষক অধিকার ও নারীর মর্যাদার প্রতীক। তাঁর সংগ্রামী জীবন নতুন প্রজন্মকে অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াতে অনুপ্রেরণা জোগাবে। ইলা মিত্র কেবল তেভাগা আন্দোলনের নেত্রী ছিলেন তা কিন্তু নয়Í তিনি ইতিহাসের এক সাহসী নারী, যিনি নিপীড়নের মুখেও সত্যের পক্ষে ছিলেন। তাঁর জীবন থেকে শেখার আছে অনেক কিছু। আলোচনা সভা শেষে শতাধিক মানুষের জন্য আয়োজন করা হয় কাঙালিভোজের। উল্লেখ্য, ১৯২৫ সালের ১৮ অক্টোবর কলকাতায় জন্মগ্রহণ করেন ইলা মিত্র। ১৯৪৫ সালে তিনি চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার রামচন্দ্রপুরের জমিদার পরিবারের সন্তান রমেন্দ্রনাথ মিত্রের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন। ১৯৪৬ থেকে ১৯৪৮ সাল পর্যন্ত নাচোল অঞ্চলে চলা তেভাগা আন্দোলনে তিনি নেতৃত্ব দেন। এই আন্দোলনে নেতৃত্বের কারণে তাঁকে গ্রেপ্তার করা হয় এবং নির্মম নির্যাতনের শিকার হতে হয়। ২০০২ সালের ১৩ অক্টোবর কলকাতায় এই বিপ্লবী নারী মৃত্যুবরণ করেন।

চাঁপাইনবাবগঞ্জে একদিনে আরো ১২ জন ডেঙ্গু আক্রান্ত

চাঁপাইনবাবগঞ্জে একদিনে আরো ১২ জন ডেঙ্গু আক্রান্ত চাঁপাইনবাবগঞ্জে গত ২৪ ঘণ্টায় নতুন করে আরো ১২ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন। তাদের মধ্যে ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালের আন্তঃবিভাগে ২ জন পুরুষ ও ৫ জন নারীসহ ৭ জন, হাসপাতালটির বহির্বিভাগে ৩ জন ও গোমস্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ২ জন মহিলা রোগী শনাক্ত হন। বর্তমানে হাসপাতালে ভর্তি আছেন ১১ জন রোগী। এছাড়া ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতাল থেকে ৪ জনকে ছাড়পত্র দেয়া হয়েছে। অন্যদিকে অবস্থার অবনতি হওয়ায় গোমস্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে একজন রোগীকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। ভর্তি রোগীদের মধ্যে ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালে ২ জন পুরুষ ও ৫ জন মহিলাসহ ৭ জন, শিবগঞ্জ ১ জন পুরুষ ও ১ জন নারীসহ ২ জন এবং গোমস্তাপুরে ১ জন নারী ও ১ জন পুরুষ রোগী রয়েছেন। সিভিল সার্জন অফিস ও ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালের ডেঙ্গুবিষয়ক প্রতিদিনের প্রতিবেদনে আজ এই তথ্য জানানো হয়েছে।  

গোামস্তাপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

গোামস্তাপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত গোমস্তাপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে শোভাযাত্রা, অগ্নি নির্বাপক মহড়া ও আলোচনাসভা অনুষ্ঠিত হয়। আজ সকালে শোভাযাত্রাটি উপজেলা চত্বর থেকে বের হয়ে ওই এলাকার সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। সেখানে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের কর্মীরা অগ্নিনির্বাপক মহড়া প্রদর্শণ করে। পরে ‘সমন্বিত উদ্যোগে প্রতিরোধ করি দুর্যোগ’ এই প্রতিপাদ্যে আয়োজিত আলোচনাসভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার জাকির মুন্সী। অন্য অতিথিদের মধ্যে বক্তব্য দেন সহকারী কমিশনার ভূমি কৃষ্ণ চন্দ্র, উপজেলা ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা কর্মকর্তা আব্দুল আলিম, পল্লী উন্নয়ন কর্মকর্তা রাইসুল ইসলাম, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স কর্মকর্তা মাহাতাব উদ্দিন, শিক্ষক মাহবুবুল হকসহ অন্যরা।

চাঁপাইনবাবগঞ্জে বিজিবি’র উত্তর-পশ্চিম রিজিয়নের প্রেস ব্রিফিং

চাঁপাইনবাবগঞ্জে বিজিবি’র উত্তর-পশ্চিম রিজিয়নের প্রেস ব্রিফিং বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) উত্তর-পশ্চিম রিজিয়ন, রংপুরের আওতাধীন ১ হাজার ৬৬০ কিলোমিটার দীর্ঘ সীমান্ত এলাকায় চলতি বছরের প্রথম ৯ মাসে ৬০ কোটি টাকারও বেশী মূল্যের চোরাচালানী পন্য জব্দ করেছে বিজিবি। এসময় আটক হয়েছেন ৫০১ জন। চোরাচালান পন্যর মধ্যে রয়েছে বিভিন্ন প্রকার মাদকদ্রব্য, অস্ত্র ও গুলি, গবাদিপশু সহ বিভিন্ন মালামাল। রিজিয়নের অধীনে ৪টি সেক্টর ও ১৫টি ব্যাটালিয়ন রয়েছে। আজ সকাল ১১টায় বিজিবি’র উত্তর-পশ্চিম রিজিয়ন, রংপুরের পক্ষে রাজশাহী সেক্টরের আওতাধীন চাঁপাইনবাবগঞ্জ ৫৩ বিজিবি ব্যাটালিয়নের ব্যবস্থাপনায় অনুষ্ঠিত এক প্রেস ব্রিফ্রিং-এসব তথ্য প্রকাশ করেন ব্যাটালিয়ন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী মুস্তাফিজুর রহমান। অধিনায়ক বলেন, চলতি বছরের পহেলা জানুয়ারী থেকে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত  রিজিয়নের  আওতাধীন সীমান্তে জব্দ মালামালের মধ্যে রয়েছে ৭১ হাজার ৩৪০ বোতল ফেনসিডিল, ৯.৭৭৩ কেজি হেরোইন,২.০৬১ কেজি কোকেন,১২ হাজার ১২৭ বোতল মদ, ২ হাজার ৯১ কেজি গাঁজা,২৪ হাজার ৪৪৮ পিস ইয়াবা, ৮৫ হাজার ১৩১ পিস নেশার ইনজেকশন সহ বিপুল পরিমান অনান্য সিরাপ,ট্যাবলেট। জব্দ অস্ত্রের মধ্যে রয়েছে ৬ রাইন্ড গুলিসহ একটি বিদেশী পিস্তল, ৬টি এয়ারগান ও ৩৩ হাজার ১০০টি সিসাগুলি, ৭ কেজি গান পাওডার, ৯৯টি ককটেল এবং ৪০টি পেট্রোল বোমা।  জব্দ হয়েছে ১ হাজার ৪৫৭টি গরু ও ৬৬৪টি মহিষ। এছাড়াও জব্দ হয়েছে  ৮২৩ কেজি ওজনের ১৪টি কষ্টি পাথরের মুর্তি,৬৮০ গ্রাম স্বর্ন, ১৮৫টি মোটরসাইকেল, ১ হাজার ২৪৫ পিস মোবাইল ফোন, পোষাক ও কাপড়. রৌপ্য, চা, চিনি, পটকা, কারেন্ট জাল ইত্যাদি। অধিনায়ক বলেন, রিজিওনের সক্ষমতা বৃদ্ধিতে নতুন ৬টি বিওপি নির্মিত হয়েছে। তিনি আরও বলেন, নিয়মিত দায়িত্বের পাশাপাশি চলতি বছরের দুর্গাপুজায়  রিজিরিওনের আওতাধীন সীমান্তের ৮০৭টি মন্ডপের নিরাপত্তায় ১৩৮ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়। এছাড়াও বিজিবি নিয়মিত সীমান্তবাসীদের নিয়ে অবৈধ সীমান্ত পারাপার, জালনোট পাচার, মাদক চোরাচালান এবং  নারী ও শিশু পাচার সম্পর্কে জনসচেতনতামূলক সভা করছে। ব্রিফ্রিংকালে ব্যাটালিয়ন উপ-অধিনায়ক মেজর আসরারুর হক, সহকারী পরিচালক রফিকুল ইসলামসহ সংশ্লিস্টরা উপস্থিত ছিলেন।

বাল্যবিয়ে ও শিশুরপ্রতি সহিংসতা বন্ধে জনসচেতনতা বৃদ্ধির আহ্বান 

বাল্যবিয়ে ও শিশুরপ্রতি সহিংসতা বন্ধে জনসচেতনতা বৃদ্ধির আহ্বান    চাঁপাইনবাবগঞ্জে বাল্যবিয়ে প্রতিরোধ, শিশুর প্রতি সহিংসতা বন্ধ, শিশু অধিকার প্রতিষ্ঠা ও সুরক্ষা বিষয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ সকাল থেকে সদর উপজেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়। স্ট্রেংদেনিং সোসাল অ্যান্ড বিহেভিহার চেঞ্জ প্রকল্পের আওতায় এই সভার আয়োজন করে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ, চাঁপাইনবাবগঞ্জ অফিস। বালুগ্রাম আদর্শ কলেজের সহকারী অধ্যাপক জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় অন্যদের মধ্যে আলোচনায় অংশ নেন, সদর উপজেলা ইসলামিক ফাউ-েশনের ফিল্ড সুপারভাইজার আব্দুল অদুদ, রেডিও মহানন্দার সহকারী স্টেশন ম্যানেজার রেজাউল করিম, সূর্যের হাসি ক্লিনিকের ম্যানেজার শামীমা খাতুন, ইসলামপুর ইউনিয়ন পরিষদের নারী সদস্য ইয়াসমিন খাতুন, জেলা প্রশিক্ষণ প্রাপ্ত ইমাম সমিতির সভাপতি আব্দুর রহিম। সভা সঞ্চালনা করেন ওয়ার্ল্ড ভিশনের স্ট্রেংদেনিং সোসাল অ্যান্ড বিহেভিহার চেঞ্জ প্রকল্পের মাঠ সমন্বয়কারী তহুরুল ইসলাম। বাল্যবিয়ে প্রতিরোধ, শিশুরপ্রতি সহিংসতা বন্ধ, শিশু অধিকার প্রতিষ্ঠা ও সুরক্ষায় জনসচেতনা বৃদ্ধির আহ্বান জানান আলোচকগণ।

প্রয়াসের মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত

প্রয়াসের মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত চাঁপাইনবাবগঞ্জে প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটির মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ সকালে জেলাশহরের বেলেপুকুরে অবস্থিত প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটির প্রধান কার্যালয়ের নকীব হোসেন মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। দিনব্যাপী অনুষ্ঠিত এই সভায় সভাপতিত্ব করেন সংস্থাটির প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক হাসিব হোসেন। প্রয়াসের পরিচালক (কার্যক্রম) পঙ্কজ কুমার সরকারের সঞ্চালনায় সভায় উপস্থিত ছিলেন, প্রয়াসের পরিচালক (মানব সম্পদ ও প্রশাসন, প্রশিক্ষণ বিভাগ) আলেয়া ফেরদৌস, যুগ্ম পরিচালক নাসের উদ্দিন, জ্যেষ্ঠ সহকারি পরিচালক আবুল খায়ের খান, সহকারী পরিচালক মু. তাকিউর রহমান, কনিষ্ঠ সহকারী পরিচালক ফারুক আহমেদ, তানভির আহম্মেদ রিয়াদ, ফিরোজ আলম, আব্দুস সালাম ও আবুল কালাম আজাদসহ, সকল আরএম, জোন প্রধান, আরএম (এমই), প্রকল্প ফোকাল পার্সন, প্রকল্প ব্যবস্থাপক ও সহযোগী সংস্থার প্রতিনিধি বৃন্দ। সভায় প্রয়াসের চলমান কার্যক্রম ও সংস্থার কর্মকর্তাদের দক্ষতা বৃদ্ধি বিষয়ে আলোচনা হয়। সেই সাথে সংস্থার কার্যক্রম দক্ষতার সাথে এগিয়ে নিতে উপস্থিত কর্মকর্তাদের দিকনির্দেশনা দেন প্রয়াসের প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক হাসিব হোসেন।  

চাঁপাইনবাবগঞ্জে টাইফয়েড টিকাদান কর্মসূচির শুভ উদ্বোধন

চাঁপাইনবাবগঞ্জে টাইফয়েড টিকাদান কর্মসূচির শুভ উদ্বোধন চাঁপাইনবাবগঞ্জে শিশুদের টাইফয়েড টিকাদান শুরু হয়েছে। জেলায় ৯ মাস থেকে ১৫ বছর বয়সী ৪ লাখ ৯৭ হাজার ১৫৭ জন শিশু-কিশোরকে প্রথমবারের মতো টাইফয়েডের টিকা দেয়া হবে। আগামী ১৩ নভেম্বর পর্যন্ত মাসব্যাপী এই টিকাদান কর্মসূচি চলবে। কর্মসূচির অধীনে শিক্ষা প্রতিষ্ঠান পর্যায়ে ৩ লক্ষ ৪০ হাজার ৯০০ এবং কমিউনিটি পর্যায়ে ১ লক্ষ ৫৬ হাজার ২৫৩ জন শিশুকে টিকা দেয়া হবে। সিভিল সার্জন ডা.এ, কে, এম শাহাব উদ্দীন জানান, জেলায় এ পর্যন্ত টার্গেট শিশুদের ৪৫ শতাংশের রেজিষ্ট্রেশন সম্পন্ন হয়েছে। কমিউনিটি পর্যায়ে ১ নভেম্বর থেকে এই টিকা দেয়া শুরু হবে। ইসলামিক ফাউন্ডেশনের মাধ্যমে মসজিদভিত্তিক ও তথ্য অফিসের মাধ্যমে মাইকিং প্রচারণা চালানো হচ্ছে। এদিকে আজ সকালে সিভিল সার্জন কার্যালয়ের আয়োজনে জেলা শহরের হরিমোহন সরকারি উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থীদের টাইফয়েড টিকাদান ক্যাম্পেইনের উদ্বোধন করেন জেলা প্রশাসক আব্দুস সামাদ। এসময় উপস্থিত ছিলেন সিভিল সার্জন ডা.এ,কে, এম শাহাব উদ্দীন, ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালের তত্বাবধায়ক ডা.মুহাম্মদ মশিউর রহমান, জেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের উপ-পরিচালক শুকলাল বৈদ্য, অতিরিক্ত পুলিশ সুপার ইয়াসিন আরাফাত, ইসলামিক ফাউন্ডেশন চাঁপাইনবাবগঞ্জের উপ-পরিচালক গোলাম মোস্তফাসহ অন্যরা।