সদর ও নাচোলে ৩০ কৃষককে দেয়া হলো আমন বীজ

সদর ও নাচোলে ৩০ কৃষককে দেয়া হলো আমন বীজ চাঁপাইনবাবগঞ্জের সদর উপজেলার গোবরাতলায় ও নাচোল উপজেলার ফতেপুরে ৩০ জন কৃষককে উচ্চ ফলনশীল ব্রি ধান-৫১, ৭৫, ৯০ ও ৯৩ জাতের আমন বীজ দেয়া হয়েছে। আজ প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটির ইউনিট-১ গোবরাতলায় ১৫ জনকে ও ইউনিটে-১১ ফতেপুরে ১৫ জনকে আমন মৌসুমের জন্য এই ধানবীজ দেয়া হয়। এসময় উপস্থিত ছিলেনÍ প্রয়াসের সহকারী কৃষি কর্মকর্তা মো. মনিরুজ্জামান ও সিফাত উল্লাহ। পল্ল কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ)’র সহযোগিতায় বীজ বিতরণ অনুষ্ঠানের আয়োজন করে প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটি। অনুষ্ঠানটির মিডিয়া পার্টনার দৈনিক গৌড় বাংলা ও রেডিও মহানন্দা ৯৮.৮ এফএম।

মহানন্দা নদী থেকে বৃদ্ধের মরদেহ উদ্ধার

মহানন্দা নদী থেকে বৃদ্ধের মরদেহ উদ্ধার চাঁপাইনবাবগঞ্জে মহানন্দা নদী থেকে এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ সকালে সদর উপজেলার ইসলামপুরের ইদু মাঝির ঘাটে ভাসমান অবস্থায় মরদেহটি উদ্ধার করা হয়। মারা যাওয়া সাইদুর রহমান সদর উপজেলার ইসলামপুর ইউনিয়নের লক্ষ্মীনারায়ণপুর-মেলকারপাড়ার মৃত সিরাজ উদ্দিনের ছেলে সাইদুর রহমান। চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মতিউর রহমান জানান, আজ সকালে মহানন্দা নদীর ইদু মাঝির ঘাটে সাইদুরের মরদেহ ভাসতে দেখে পুলিশকে খবর দেয় স্থানীয়রা। পরে সেখান থেকে মরদেহটি উদ্ধার করে পুলিশ। তিনি আরো জানান, গতকাল দিবাগত রাত থেকে ওই ব্যক্তি নিখোঁজ ছিল। সাইদুর রহমান ‘মানসিক ভারসাম্যহীন’ বলে জানিয়েছে তার পরিবার। তার শরীরে আঘাতের কোনো চিহ্ন পাওয়া যায়নি। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণের পর পরিবারে মরদেহ হস্তান্তর করা হয়েছে।

রেডিও মহানন্দার কার্যক্রম পরিদর্শনে রাজশাহী বেতারের প্রতিনিধি দল

রেডিও মহানন্দার কার্যক্রম পরিদর্শনে রাজশাহী বেতারের প্রতিনিধি দল চাঁপাইনবাবগঞ্জের কমিউিনিটি রেডিও ‘রেডিও মহানন্দা’র অনুষ্ঠান কার্যক্রম পরিদর্শন করেছেন বাংলাদেশ বেতার-রাজশাহী’র ৯ সদস্যের একটি প্রতিনিধি দল। ২০২৫-২৬ অর্থবছরের বার্ষিক কর্মসম্পাদন চুক্তির আওতায় আজ সকালে প্রথমে জেলাশহরের বেলেপুকুরে অবস্থিত রেডিও’র প্রধান কার্যালয়ের অন ইয়ার ও রেকর্ডিং স্টুডিও পরিদর্শন করেন। প্রতিনিধি দলের নেতৃত্বে ছিলেন-বাংলাদেশ বেতার-রাজশাহীর আঞ্চলিক পরিচালক কিশোর রঞ্জন মল্লিক। এসময় রেডিও মহানন্দার পক্ষে উপস্থিত ছিলেন- প্রয়াসের পরিচালক (মানব সম্পদ প্রশাসন ও প্রশিক্ষণ) ও রেডিও মহানন্দার স্টেশন ম্যানেজার আলেয়া ফেরদৌস, সহকারি স্টেশন ম্যানেজার রেজাউল করিম, প্রযোজক (অনুষ্ঠান ও খবর) নয়ন আলী ও সহকারী প্রযোজক (অনুষ্ঠান ও খবর) মৌটুসী চৌধুরী, সোনিয়া শীল ও উম্মে আয়েশা সিদ্দিকা। পরে প্রতিনিধি দলটি সদর উপজেলার গোবরাতলা ইউনিয়নের চাঁপাই পলশায় অবস্থিত রেডিও মহানন্দার রেকর্ডিং স্টুডিও, রেডিও টাওয়ার ও ব্রডকাস্ট রুম পরিদর্শন করেন। শেষে প্রয়াস ফোক থিয়েটার ইনস্টিটিউট-(পিএফটিআই)’র নাট্যকর্মীদের পরিবেশনায় গান, নৃত্য ও চাঁপাইনবাবগঞ্জের ঐতিহ্যবাহী লোকনাট্য গম্ভীরা উপভোগ করেন পরিদর্শন দল। গম্ভীরার মাধ্যমে রেডিও মহানন্দার কার্যক্রম তুলা ধরা হয়। এসময় আরো উপস্থিত ছিলেন, পিএফটিআই এর টিম লীডার আহম্মেদ সিদ্দিক ফ্রান্স, ইউনিট-১ এর ম্যানেজার অজিউর রহমান সহ পিএফটিআই’র নাট্যকর্মীবৃন্দ।

শিবগঞ্জে সড়ক দুর্ঘটনায় প্রতিবন্ধী ভিক্ষুকের মৃত্যু

শিবগঞ্জে সড়ক দুর্ঘটনায় প্রতিবন্ধী ভিক্ষুকের মৃত্যু শিবগঞ্জে সোনামসজিদ মহাসড়কে পেছন থেকে একটি খালি ট্রাকের ধাক্কায়, আখতারুল ইসলাম নামে হাতের ভর দিয়ে চলাচলকারী একজন প্রতিবন্ধী ভিক্ষুক পথচারী নিহত হয়েছেন। তিনি শিবগঞ্জের শ্যামপুর ইউনিয়নের শরৎনগর গ্রামের কালু মন্ডলের ছেলে। স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, আজ সকালে কানসাট সোলেমান মিয়া ডিগ্রী কলেজের সামনে সোনামসজিদ স্থলবন্দর মহাসড়কে ঘটনাটি ঘটে। সড়কের একপাশ দিয়ে চলার সময় পেছন থেকে সোনামসজিদ বন্দরগমাী একটি দ্রুতগতির ট্রাকের নিচে পিষ্ট হয়ে ঘটনাস্থলে মারা যান আখতারুল। ঘটনার পর পুলিশ খালি ট্রাকসহ এর হেলপারকে আটক করে। শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ-ওসি গোলাম কিবরিয়া বলেন, পুলিশ মরদেহ উদ্ধারের পর সড়ক দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে, প্রয়োজনীয় আইনী ব্যবস্থা গ্রহণ শেষে পরিবারের নিকট হস্তান্তর করেছে। এ ঘটনায় থানায় সড়ক পরিবহন আইনে মামলা দায়ের করা হয়েছে।

গোমস্তাপুরে বিদ্যুৎ কেন্দ্র পরিদর্শনে নৌ সচিব

গোমস্তাপুরে বিদ্যুৎ কেন্দ্র পরিদর্শনে নৌ সচিব নাচোল উপজেলার কসবা ইউনিয়নের চন্দনায় অবস্থিত ভারত থেকে আমদানি করা আদানির বিদ্যুৎ গ্রহণ কেন্দ্র (সাব স্টেশন) পরিদর্শন করেছেন নৌ পরিবহন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ও নেসকোর চেয়ারম্যান ইউসুফ আলী। আজ সকালে সফরের শুরুতে তিনি চন্দনায় ভারত থেকে আমদানি করা আদানির বিদ্যুৎ কেন্দ্র পরিদর্শন করেন। পরে তিনি গোমস্তাপুরে নেসকোর কার্যক্রম পরিদর্শন করেন। এসময় তাকে স্বাগত জানান গোমস্তাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা জাকির মুন্সি, নেসকোর নির্বাহী প্রকৌশলী প্রশান্ত কুমার রায়। তার সফর সঙ্গী হিসেবে বিদ্যুৎ বিভাগের উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সপ্তাহের বাজার দর : চাল ও আলুর মূল্য ঊর্ধ্বমুখি

সপ্তাহের বাজার দর : চাল ও আলুর মূল্য ঊর্ধ্বমুখি চাঁপাইনবাবগঞ্জে বেড়েছে চাল, আটা, আলু ও দেশী মুরগির দাম। ডাল, মাছ, মাংস, সবজির দাম গত সপ্তাহের মতোই রয়েছে। আজ সকালে জেলা শহরের নিউ মার্কেট কাঁচাবাজার ঘুরে এমনটাই জানা গেছে। বস্তায় চাল বিক্রেতা রুবেল জানান, আটাশ চাল প্রতিকেজি ৬৪ টাকা, গত সপ্তাহের তুলনায় ৪ টাকা বেড়ে মিনিকেট বিক্রি হচ্ছে ৭৬ টাকা, পাইজাম ৬০ টাকা, নাজির সাইল ৯০ টাকা, বাসমতি ১০০টাকা ও আতপ চাল ১২০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। অন্যদিকে মুদি দোকানদার আব্দুর রহমান বাবু জানান, ৫০ কেজির এক বস্তা চালের দাম বেড়েছে একশ টাকার বেশি। সাদা স্বর্ণা ৫২ টাকা থেকে ৫৪ টাকা, লাল স্বর্ণা ৫৬-৫৯ টাকা, আটাশ ৬৫ টাকা থেকে ৭০ টাকা, মিনিকেট ৮০-৮৫ টাকা কেজি দরে খুচরা বিক্রি হচ্ছে। এছাড়া মুশর ডাল ১০০-১৩০ টাকা, মটর ডাল ১৩০-১৪০ টাকা, খেসাড়ির ডাল ৮০-৯০ টাকা, ছোলার ডাল ১২০-১২৫ টাকা, খোলা গমের আটা ৪০ থেকে ৪২ টাকা, প্যাকেট আটা ৪৮-৫০ টাকা, পেঁয়াজ ৫৫ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। ডিম বিক্রি হচ্ছে প্রতি হালি ৪২ থেকে ৪৩ টাকায়। সবজি বিক্রেতা আব্দুল খালেক জানান, প্রতিকেজি ঢ্যাঁড়স বিক্রি হচ্ছে ৩৫-৪০ টাকা, ঝিঙ্গা ৫০টাকা, পটোল ২৫ টাকা, বেগুন ৫০ টাকা, বরবটি ৬০টাকা, দেশি শসা ৫৫ টাকা, করলা ৭০ টাকা, কচু ৬০ টাকা, পেঁপে ৩৫ টাকা, আলু ২৫ টাকা, কাঁচা মরিচ ১০০ টাকা, চাইনা গাজর ১৬০ টাকা, দেশি গাজর ৮০ টাকা, করলা ৭০ টাকা,কাঁচা কলা ৫০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। লাউ ও কুমড়ার জালি বিক্রি হচ্ছে প্রতি পিস ৩০ টাকা। মাছ বিক্রেতারা জানান, রুই ওজন ভেদে ২৬০ টাকা থেকে সাড়ে ৩শ টাকা, ছোট মিড়কা ২৪০ টাকা, কাতল ৩২০ টাকা থেকে ৫৫০ টাকা, পাঙ্গা ২০০ টাকা, বোয়াল ৮৫০ টাকা, আইড় ৮০০ টাকা, ট্যাংরা ৮০০ টাকা, পাবতা ৪০০ টাকা, সিং৫০০ টাকা, কই ২৫০ টাকা এবং ইলিম বিক্রি হচ্ছে ৮০০ টাকা থেকে ৩ হাজার ২শ টাকা কেজি দরে। মুরগি বিক্রেতারা জানান, দেশি মুরগি গত সপ্তাহে ছিল ৫০০-৫২০ টাকা এবং আজ দাম বেড়ে ৫৬০ টাকা, সোনালি ২২০ টাকা থেকে ২৫০ টাকা, ব্রয়লার ১৪৫ টাকা, প্যারেন্স ৩৮০ টাকা, লাল লিয়ার ২৮০ টাকা, সাদা লিয়ার ২৬০ কেজি। গরুর মাংস বিগ্রে হচ্ছে ৭৫০ টাকা কেজি।

শিবগঞ্জে বীর মুক্তিযোদ্ধা জালাল উদ্দিনের রাষ্ট্রীয় মর্যদায় দাফন

শিবগঞ্জে বীর মুক্তিযোদ্ধা জালাল উদ্দিনের রাষ্ট্রীয় মর্যদায় দাফন   শিবগঞ্জ উপজেলার নয়ালাভাঙ্গা ইউনিয়নের কমলাকান্তপুর গ্রামের বাসিন্দা বীর মুক্তিযোদ্ধা জালাল উদ্দিন ওরফে জালাল উদ্দিন মাষ্টার ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি অইন্না ইলাহি রাজিউন)। আজ দুপুর আড়াইটার দিকে নিজ বাসভবনে তিনি মারা যান। মৃত্যুকালে তিনি স্ত্রী, ১ ছেলে, ৩ মেয়ে সহ বহু গূণগ্রাহী রেখে গেছেন। বিকাল সাড়ে ৫টায় কমলাকান্তপুর গ্রামের জুম্মা মসজিদ প্রাঙ্গণে রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অব অনার প্রদানের পর রাত সাড়ে ৯টায় গ্রামের গোরস্থানে নামাজে জানাজা শেষে ওই গোরস্থানেই তাঁর দাফন সম্পন্ন হয়। গার্ড অব অনার প্রদানকালে উপস্থিত ছিলেন শিবগঞ্জের উপজেলা নির্বাহী অফিসার আজাহার আলী, শিবগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) দেলোয়ার হোসেন, বীর মুক্তিযোদ্ধা তরিকুল ইসলাম, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড সভাপতি মাহবুববুর রহমান মিজানসহ বিভিন্ন স্থানে মুক্তিযোদ্ধা সহ স্থানীয় গণ্যমান্য ব্যাক্তিবর্গ।

ঘোড়াপাখিয়া ইউনিয়নে বার্ষিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

ঘোড়াপাখিয়া ইউনিয়নে বার্ষিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ শিবগঞ্জ উপজেলার ঘোড়াপাখিয়া ইউনিয়নে সমৃদ্ধি কর্মসূচির আওতায় বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ, সম্মাননা প্রদান এবং উন্নয়ন মেলা অনুষ্ঠিত হয়েছে। আজ বিকেলে কালিনগর উচ্চ বিদ্যালয়ের হল রুমে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রয়াসের পরিচালক (কার্যক্রম) পঙ্কজ কুমার সরকার। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রয়াসের সহকারী পরিচালক মু. তাকিউর রহমান, কনিষ্ঠ সহকারী পরিচালক শাহাদাত হোসেন, ইউনিট-১৬ এর আঞ্চলিক ব্যবস্থাপক এজাজুল হক। সমৃদ্ধি কর্মসূচির সমন্বয়কারী তৌহিদুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন উপজেলা কর্মসূচি সমন্বয়কারী শাহাদাত আহমেদ, সহকারী উপজেলা সমন্বয়কারী মোশারফ হোসেন, সমৃদ্ধি স্বাস্থ্য কর্মকর্তা খলিল উদ্দিন ও আসমাউল হকসহ অন্যরা। অনুষ্ঠানে ২৬টি প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ। এছাড়াও ইউনিয়নের শ্রেষ্ঠ পিতা, শ্রেষ্ঠ সন্তান, শ্রেষ্ঠ যুব নারী, পুরুষ, ও শ্রেষ্ঠ প্রবীনের পুরস্কার প্রদান করা হয়। এর আগে বিদ্যালয় প্রঙ্গনে উন্নয়ন মেলায় অংশ নেওয়া ৫টি স্টল পরিদর্শন করেন অতিথিবৃন্দ। স্টলে ঐতিহ্যবাহী গ্রমীন খাবার, দেশীয় ফল প্রদর্শিত হয়। এছাড়াও প্রয়াস হসপিটালের স্বাস্থ্য কর্মকর্তা, স্বাস্থ্যসেবীগণ অনুষ্ঠানে আগত দর্শনার্থীদের প্রাথমিক চিকিৎসা প্রদার করেন। পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ)-র সহায়তায় অনুষ্ঠানের আয়োজন প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটি।

নয়াগোলায় বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস পালন

নয়াগোলায় বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস পালন   “স্বপ্নের ডানা ভর করি শিশুশ্রমের শৃঙ্খল ছিঁড়ি- এগিয়ে দৃপ্ত পায়ে আশার আগুন বুকে জ¦ালি” প্রতিপাদ্যে র‌্যালী ও আলোচনা সভার মধ্য দিয়ে বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস পালন করা হয়েছে। আজ সকালে নয়াগোলা উচ্চ বিদ্যালয়ে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের এসএসবিসি প্রকল্পের আওতায় চাঁপাইনবাবগঞ্জ এরিয়া প্রোগ্রাম এই র‌্যালী ও আলোচনা সভার আয়োজন করে। আলোচনা সভায় চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার ১ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর হাবিবুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, সদর উপজেলা সমাজসেবা অফিসার কাঞ্চন কুমার দাস। এসময় আরো উপস্থিত ছিলেন, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ চাঁপাইনবাবগঞ্জের এ.পি ম্যানেজার জেমস বিশ^াস, এ.পি প্রোগ্রাম অফিসার সুজন ডেবিড ডে ও শ্যামল হিউবার্ড, হাবিলদার কায়েস উদ্দীন, রেডিও মহানন্দার সহকারি ষ্টেশন ম্যানেজার রেজাউল করিম, মানপুর বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুর রহিমসহ পৌরসভা, বালিয়াডাঙা, ঝিলিম ও গোবরাতলা ইউনিয়নের, ভাটা ব্যবসায়ী, অটোরিক্সা মালিক, লেদ ব্যবসায়ী, হোটেল মালিক-শ্রমিক ইউনিয়নের সদস্যসহ স্থানীয় বিদ্যালয় ও এলাকার অভিভাবক ও সুধীবৃন্দ। এ.পি ম্যানেজার জেমস বিশ^াস সভায় জানান, ২০২২ সালের ৪র্থ জাতীয় শিশুশ্রম জরিপে দেখা যায়, বাংলাদেশে ৫ থেকে ১৭ বছর বয়সী ৩৯.৯৬ মিলিয়ন শিশু শ্রমে জড়িত আছে। আইএলও এবং ইউনিসেফ এর মতে দারিদ্র্যের হার ১ শতাংশ বাড়লে শিশুশ্রম অন্তত ০.৭ শতাংশ বৃদ্ধি পায়। ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ ৫৬টি এরিয়া প্রোগ্রাম, ১২ টি গ্রান্ট/পিএনএস প্রকল্প এবং উল্লেখযোগ্য সহযোগী সংস্থার মাধ্যমে ঝুঁকিপূর্ণ শ্রমে নিয়োজিত ৫০ হাজার ৩০০ শিশুর কাছে পৌছেছে এবং ২ লাখ ৮৩ হাজার শিশুকে পরোক্ষভাবে সহায়তা করছে। এছাড়াও ৩০ হাজার ঝরে পড়া শিশুকেশিক্ষার জন্য স্কুলে ফিরতে, ১৫ হাজার শিশুশ্রমিক ও স্কুল থেকে ঝরে পড়া শিশুদের এনএফই সেন্টারের মাধ্যমে অনানুষ্ঠানিক শিক্ষা ও সহযোগি সংস্থার মাধ্যমে ৫ হাজার শিশুকে কারিগরি শিক্ষা ও বৃত্তিমূলক প্রশিক্ষণ নিশ্চিত করেছে। এছাড়াও ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ গত বছরের অক্টোবর থেকে শিশুশ্রম মুক্ত ইউনিয়ন/স্লাম/ওয়ার্ড/উপজেলা/পৌরসভা ঘোষণার জন্য শিশুশ্রমের অনূকুল পরিবেশ তৈরির লক্ষ্যে উদ্যোগ গ্রহণ করেছে। এদিকে, প্রধান অতিথির বক্তব্যে সদর উপজেলা সমাজসেবা অফিসার কাঞ্চন কুমার দাস বলেন, শিশুশ্রম বন্ধ করতে সরকার বিভিন্ন উদ্যৌগ নিয়েছে, যেমন- বিনামুল্যে শিক্ষা ও উপবৃত্তি, অসহায়-দুস্থ-বিধবা-মাতৃত্বকালীন ভাতা সহ বিভিন্ন ধরনের কার্যক্রম অব্যাহত রেখেছে। এছাড়াও বৃত্তিমূলক কারিগরি শিক্ষাব্যবস্থা চালু করেছে। সরকারের পাশাপাশি ওয়ার্ল্ড ভিশন সহ বিভিন্ন এনজিওদেরও শিশুশ্রম প্রতিরোধে কাজ করতে হবে।

চাঁপাইনবাবগঞ্জে কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ খাতের সফল উদ্যোক্তাদের সম্মাননা প্রদান

চাঁপাইনবাবগঞ্জে কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ খাতের সফল উদ্যোক্তাদের সম্মাননা প্রদান নাচালে কৃষি ইউনিটের আওতায় কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ খাতের সফল উদ্যোক্তাদের সম্মাননা প্রদান করা হয়েছে। আজ সকালে নাচোল ব্যাডমিন্টন অডিটোরিয়ামে সম্মাননা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাজশাহী বিভাগীয় প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. আনন্দ কুমার অধিকারী। প্রয়াসের প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক হাসিব হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. গোলাম মোস্তফা, নাচোল উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. কাওসার আলী, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মো. ইমরুল কায়েস, প্রয়াসের কনিষ্ঠ সহকরী পরিচালক ফারুক আহমেদ, প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. রাজিন বিন রেজাউল, কৃষি কর্মকর্তা মোস্তাফিজুর রহমান, মৎস্য কর্মকর্তা আব্দুর রাজ্জাক। এসময় আরো উপস্থিত ছিলেন, সহকারী প্রাণিসম্পদ কর্মকর্তা এমদাদুল হক, সহকারী কৃষি কর্মকর্তা মো. সিফাতুল্লাহ ও মনিরুজ্জামান, সহকারী মৎস্য কর্মকর্তা আব্দুল্লাহ-আল-কাফী সহ নাচোল উপজেলার কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ খাতের আওতায় সফল উদ্যোক্তাগণ। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ডা. আনন্দ কুমার অধিকারী বলেন, সম্মাননা হচ্ছে ভালো কাছের মূল্যায়ন। এটা পেলে কাজ আগ্রহ আরো বেড়ে যায় এবং এটা দেখে অন্যরা উৎসাহিত হন। তারাও চেষ্টা করে এবং মনে করে সেও ভালো কাজ করলে সীকৃতি পাবে। এতে করে কৃষদের উৎপাদন আরো বাড়বে এবং নিজস্ব চাহিদা পূরণ করে বাইরে রপ্তানি করতে পারব। তবেই আমাদের দেশ অর্থনৈতিক ভাবে সনির্ভর হবে। তিনি আরো বলেন, এক সময় কোরবানির পশুর জন্য অন্য দেশের দিকে তাকিয়ে থাকতে হতো। এখন প্রাণিসম্পদে আমাদের দেশ সয়ংসম্পূর্ণ। এবছর কোরবানির পরেও প্রায় ৩০ লক্ষ কোরবানি উপযোগী পশু রয়েছে। এটা সম্ভব হয়েছে সবার সম্মিলিত প্রচেষ্টায়। এজন্য আপনাদের ধন্যবাদ জানাই। পাশাপাশি এই ধরনের আয়োজনের জন্য আমি প্রয়াসকে ধন্যবাদ জানাতে চাই। সেই সাথে এই ধরনের আয়োজন বড় পরিসরে করার জন্য অনুরোধ করব। অনুষ্ঠানে সভাপতির বক্তবে মো. হাসিব হোসেন বলেন, এই সমাজকে এগিয়ে নিতে হলে সবাইকে একসাথে কাজ করতে হবে। আসুন আমরা সকলে একসাথে কাজ করি। আগামীদিন হয়ে উঠুক মানুষের, আমাদের সকলের, সর্বোপরি বাংলাদেশের। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. গোলাম মোস্তফা বলেন, আমার চাকুরী জীবন শেষ পর্যায়ে। আমি বহু এনজিও’র সাথে কাজ করেছি। কিন্তু প্রয়াস এতো সুন্দর সুশৃঙ্খলভাবে কাজ করেছে। এখানে প্রাণি, মৎস্য ও কৃষি কর্মকর্তা নিয়োগ দিয়েছেন কৃষিকে এগিয়ে নেওয়ার জন্য। যেটা অন্য এনজিওতে আমার চোখে পড়েনি। তারা আমাদের দিয়ে কৃষকদের প্রশিক্ষণ দেওয়াচ্ছেন এবং কৃষি উদ্যোক্তা তৈরি করছেন। আসুন আমরা তাদের পাশে থাকি এবং একসাথে এগিয়ে যাই। অনুষ্ঠানে মোট ৬ জন উদ্যোক্তাকে সম্মাননা প্রদান করা হয়। এরমধ্যে কৃষি ইউনিটের আওতায় প্রাণিসম্পদ খাতে উত্তম ব্যবস্থাপনা নিশ্চিত করে গাভী পালনে সফল উদ্যোক্তা মো. আনোয়ার হোসেন ও রাজহাঁসের প্রাকৃতিক হ্যাচারী ব্যবহার করে বাচ্চা উৎপাদনে সফল উদ্যোক্তা মোসা. হিরা বেগম। মৎস্য খাতে আধা নিবিড় পদ্ধতিতে দেশি শিং-মাগুর-কার্প মিশ্র চাষে সফল উদ্যোক্তা মো. নাহিদ ইসলাম ও আধা নিবিড় পদ্ধতিতে কার্প ফ্যাটেনিং মাছ চাষে সফল উদ্যোক্তা মো. আরিফুল ইসলাম। এছাড়াও কৃষি খাতে পেঁয়াজ বীজ উৎপাদনে সফল উদ্যোক্তা মো. আব্দুল হাই ও নিরাপদ সবজি উৎপাদনে সফল উদ্যোক্তা মো. সেরাজুল হককে সম্মাননা প্রদান করা হয়। পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ)’র সহায়তায় সম্মাননা অনুষ্ঠানের আয়োজন করে প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটি।