চাঁপাইনবাবগঞ্জে তিনদিনের তারুণ্যের উৎসবের উদ্বোধন
চাঁপাইনবাবগঞ্জে তিনদিনের তারুণ্যের উৎসবের উদ্বোধন চাঁপাইনবাবগঞ্জে লোকনাট্য সমারোহের মধ্যদিয়ে শুরু হয়েছে তিনদিনের তারুণ্যের উৎসব। শনিবার বিকেলে পুরাতন স্টেডিয়ামে প্রধান অতিথি হিসেবে এই উৎসবের উদ্বোধন করেন এবং বক্তব্য দেন জেলা প্রশাসক মো. আব্দুস সামাদ। বাংলাদেশ শিল্পকলা অ্যাকাডেমির নাট্যকলা ও চলচ্চিত্র বিভাগ আয়োজিত উৎসবের উদ্বোধন অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন পুলিশ সুপার মো. রেজাউল করিম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো. তরিকুল ইসলাম। সূচনা বক্তব্য দেন, জেলা কালচারাল অফিসার ফারুকুর রহমান ফয়সল। জেলা প্রশাসক মো. আব্দুস সামাদ বলেন- মাননীয় প্রধান উপদেষ্টার দপ্তর সরাসরি এই তারুণের উৎসবের দেখভাল করছে। সেই আরো বেশ কিছু মন্ত্রণালয় কাজ করছে। জেলা প্রশাসক বলেন-আমাদের যুব সমাজকে একটি সুস্থ সাংস্কৃতিক পরিবেশ দেয়ার জন্যই এই লোকনাট্য উৎসব, এই তারুণ্যের উৎসব। আমরা চাই মাদকমুক্ত অপসংস্কৃতিমুক্ত আমাদের এই দেশ। সেকারণে তারুণ্যের এই উৎসবের পাশাপাশি, আমাদের গ্রাম বাংলার খেলাধুলা নিয়েও পর্যায়ক্রমে কর্মকাণ্ড পরিচালিত হবে। এজন্য জেলা ও উপজেলা ক্রীড়া সংস্থার মাধ্যমে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী খেলাধুলার আয়োজন করা হবে। শুধু তাই নয়-আমাদের পরিবেশ ও বন মন্ত্রণালয়ের মাধ্যমে আমরা পরিবেশের দূষণ রোধে কী কী করণীয় আছে এবং কীভাবে আমরা আমাদের পরিবেশকে সুন্দর রাখতে পারি তা নিয়ে কর্মসূচি গৃহীত হয়েছে, সেগুলো বাস্তবায়িত হবে। এছাড়াও আমাদের প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে বিদ্যালয় আঙ্গিনা পরিষ্কার পরিচ্ছন্ন রাখাসহ বিদ্যালয়ের পরিবেশ যেন সুন্দর থাকে সেই নিয়েও কর্মসূচি গ্রহণ করা হয়েছে। এসব কর্মসূচিতে আমি সংশ্লিষ্ট সকলের ব্যাপক অংশগ্রহণ কামনা করছি। উদ্বোধনী অনুষ্ঠানে প্রথমে মহানন্দা ইসলামি শিল্পী গোষ্ঠীর শিল্পীরা তাদের পরিবেশনা উপস্থাপন করেন। পরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এরপর সঞ্চারী শিল্পী গোষ্ঠী ও প্রয়াস ফোক থিয়েটার ইনস্টিটিউট পরিবেশন করে লোকনট্য। তিনদিনের এই উৎসবে জেলার ১৭টি শিল্পীগোষ্ঠী অংশগ্রহণ করছে।
যাত্রীবাহী পরিবহন শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত নেতৃবৃন্দের শপথ গ্রহণ
যাত্রীবাহী পরিবহন শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত নেতৃবৃন্দের শপথ গ্রহণ চাঁপাইনবাবগঞ্জ জেলা বাস, মিনিবাস ও কোচ পরিবহন শ্রমিক ইউনিয়নের (যাত্রীবাহী) নতুন কমিটির সদস্যদের শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার হরিপুর-খোসালডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। নতুন কার্যনির্বাহী কমিটির সদস্যদের শপথবাক্য পাঠ করান নব নির্বাচিত সভাপতি মো. শহিদুল ইসলাম শহিদ। এ সময় উপস্থিত ছিলেন, জেলা বাস, মিনিবাস ও কোচ পরিবহন শ্রমিক ইউনিয়নের নির্বাচন পরিচালনা কমিটির সদস্য অ্যাডভোকেট আবু হাসিব, অ্যাডভোকেট শামসুদ্দীন, চাঁপাইনবাবগঞ্জ জেলা সড়ক পরিবহন মালিক গ্রুগের সিনিয়র সহ-সভাপতি মো. আব্দুল কাদের কামাল, সাধারণ সম্পাদক খালেকুজ্জামান শামীম, জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক মো. রবিউল ইসলাম, সাথী এন্টার প্রাইজের চেয়ারম্যান মো. মোখলেসুর রহমানসহ অন্যরা। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মাহফুজুর রহমান। এরআগে সদ্য বিদায়ি বছরের ৩১ ডিসেম্বর বিনাপ্রতিদ্বন্দ্বীতায় সভাপতি পদে শহিদুল ইসলাম ও সাধারণ সম্পাদক পদে মো. আব্দুর রউফ যুলমাত নির্বাচিত হন। নতুন এই কমটির সদস্য মোট ১৩জন। নবনির্বাচিতরা আগামী দুবছর যাত্রীবাহী পরিবহন শ্রমিক ইউনিয়নকে নেতৃত্ব দেবেন।
উদীচীর ১০ম জেলা সম্মেলন অনুষ্ঠিত
উদীচীর ১০ম জেলা সম্মেলন অনুষ্ঠিত ঐতিহ্যবাহী সাংস্কৃতিক সংগঠন বাংলাদেশ উদীচী শিল্পী গোষ্ঠী, চাঁপাইনবাবগঞ্জ জেলা সংসদের দশম সম্মেলন-২০২৫ অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনের দ্বিতীয় পর্বে কাউন্সিল অধিবেশনে বর্তমান সভাপতি অ্যাডভোকেট এবিএম সাইদুল ইসলাম পূণরায় সভাপতি ও গোলাম মওলা সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। এছাড়া ২০২৫-২৬ ইং দ্বি-বার্ষিক মেয়াদে ২৫ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে। শহরের শিল্পকলা মার্কেটে অবস্থিত উদীচী জেলা কার্যালয় থেকে বর্ণাঢ্য শোভাযাত্রার মাধ্যমে দিবসের কর্মসূচি শুরু করা হয়। শোভাযাত্রাটি শহরের প্রধান পথগুলো ঘুরে শহীদ সাটু হল মার্কেটের তৃতীয় তলায় অনুষ্ঠানস্থলে এসে শেষ হয়। অনুষ্ঠানের শুরুতে জাতীয় সংগীত ও সংগঠনের সংগীতের সাথে সাথে জাতীয় ও সাংগঠনিক পতাকা উত্তোলন করা হয়। এরপর অনুষ্ঠান উদ্বোধন করেন চাঁপাইনবাবগঞ্জ পরিবার পরিকল্পনা বিভাগের অবসরপ্রাপ্ত উপ-পরিচালক ডা. আব্দুস সালাম। শুরু হয় আলোচনা সভা। উদীচী জেলা সংসদ সভাপতি সাইদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উদীচী কেন্দ্রীয় সংসদের সহ-সভাপতি জুলফিকার আহমেদ সোহাগ। বক্তব্য দেন জেলা সংসদ সাধারণ সম্পাদক ও সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক আমীরুল মোমেনীন জীবন, সাবেক সাধারণ সম্পাদক গোলাম ফারুক মিথুন, গোলাম মওলা, সেলিনা বানু, সাদিকুল ইসলামসহ অন্যরা। বক্তরা দেশের সমসাময়িক সাংস্কৃতিক অবস্থা তুলে ধরেন। তাঁরা বলেন প্রগতিশীল সাংস্কৃতিক সংগঠন হিসেবে উদীচী দৃঢ়ভাবে তার অবস্থান ধরে রাখবে।, বাঙালি সংস্কৃতি চর্চা করে যাবে। পূর্বেও বহুবার উদীচীকে দমিয়ে দেয়ার চেষ্টা করা হয়েছে। উদীচীর উপর সহিংস হামলা করেছে প্রতিক্রিয়াশীলরা। কিন্তু উদীচীকে থামানো সম্ভব হয় নি। ভবিষ্যতেও তারা সফল হবে না। বিকালে দ্বিতীয় পর্বে কাউন্সিল অধিবেশনে নবনির্বাচিত কমিটি গঠন করা হয়।
শিবগঞ্জ সীমান্ত দিয়ে ভারতে অনুপ্রবেশের দায়ে আটক ১
শিবগঞ্জ সীমান্ত দিয়ে ভারতে অনুপ্রবেশের দায়ে আটক ১ শিবগঞ্জ উপজেলার সোনামসজিদ সীমান্ত দিয়ে ভারতে অবৈধভাবে অনুপ্রবেশের দায়ে মাহাবুব মোল্লা নামে এক যুবককে আটক করে থানায় সোপর্দ করেছে বিজিবি। আটক ব্যক্তি মাদারীপুর জেলার রাজৈর ইশিবপুর ইউনিয়নের পশ্চিম শখারপাড় গ্রামের রহমান মোল্লার ছেলে। আজ বিকেলে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে শিবগঞ্জ থানা পুলিশ। শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম কিবরিয়া বিষয়টি নিশ্চিত করে জানান, গতকাল সোনামসজিদ সীমান্ত দিয়ে ভারতে অবৈধভাবে অনুপ্রবেশের চেষ্টা করছিলেন মাহাবুব মোল্লা। এসময় স্থানীয় বিজিবি সদস্যরা তাকে আটক করে থানায় সোপর্দ করে। পরে বিজিবির দায়ের করা মামলায় তাকে আদালতে প্রেরণ করা হয়। আদালত তার জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
ভোলাহাট সীমান্তে ফেনসিডিল ও মোটরসাইকেলসহ যুবক আটক
ভোলাহাট সীমান্তে ফেনসিডিল ও মোটরসাইকেলসহ যুবক আটক ভোলাহাট উপজেলা সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবির অভিযানে ২১৫ বোতল ফেনসিডিল ও একটি মোটরসাইকেলসহ এক যুবক গ্রেপ্তার হয়েছে। আটক যুবক ভোলাহাটের ফুটানীবাজার আলালপুর গ্রামের হাবিবুর রহমানের ছেলে নাজমুল হোসেন নাজিম। আজ সকালে মহানন্দা বিজিবি ব্যাটালিয়নের প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, আজ ভোররাতের ভোলাহাট বিওপির একটি টহলদল গোয়েন্দা সূত্রের খবরে সীমান্তের ভেতরে ভোলাহাট ইউনিয়নের হাউসপুর প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায় অভিযান চালায়। অভিযানে ২১৫ বোতল ফেনসিডিল ও মোটরসাইকেলসহ আটক হয় নাজিম। মহানন্দা ব্যাটালিয়ন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া বলেন, এঘটনায় আটক যুবককে জব্দ মালামালসহ ভোলাহাট থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন।
চাঁপাইনবাবগঞ্জের মহাডাঙ্গায় ট্রেনে ধাক্কা খেয়ে মৃত্যু একজনের
চাঁপাইনবাবগঞ্জের মহাডাঙ্গায় ট্রেনে ধাক্কা খেয়ে মৃত্যু একজনের চাঁপাইনবাবগঞ্জে ট্রেনে ধাক্কা খেয়ে ইব্রাহিম খলিলুল্লাহ নামে মানসিক ভারসাম্যহীন এক ব্যক্তির মৃত্যু হয়েছে। আজ বিকেলে চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার মহাডাঙ্গা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। মারা যাওয়া ব্যক্তি জামালপুর জেলার মাদারগঞ্জ উপজেলার জাংগালিয়া গ্রামের মৃত আমির উদ্দিনের ছেলে। মারা যাওয়া ব্যক্তির ভাইয়ের বরাত দিয়ে সদর থানার এসআই আসগর আলী এই তথ্য নিশ্চিত করেন। তিনি আরো জানান, ধারণা করা হচ্ছে মানসিক ভারসাম্যহীন ইব্রাহিম খলিলুল্লাহ সম্ভবত বিকেল ৪টার দিকে ট্রেন থেকে পড়ে মাথায় আঘাতপ্রাপ্ত হন। পরে এক রিকশাওয়ালা তাকে ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালে নিয়ে আসেন। হাসপাতালের জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা শেষে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন এবং রাজশাহী নিয়ে যাবার প্রস্তুতিকালে তিনি মারা যান। চাঁপাইনবাবগঞ্জ রেলওয়ে পুলিশের এসআই মো. রফিকুল ইসলাম ঘটনার সত্য নিশ্চিত করে বলেন, বৃহস্পতিবার বিকেল ৪টার দিকে মহাডাঙ্গা এলাকায় ঘটনাটি ঘটেছে। এ ব্যাপারে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে তিনি জানান।
চাঁপাইনবাবগঞ্জে বিদ্যুৎপৃষ্ট হয়ে নির্মাণ শ্রমিকের মৃত্যু
চাঁপাইনবাবগঞ্জে বিদ্যুৎপৃষ্ট হয়ে নির্মাণ শ্রমিকের মৃত্যু চাঁপাইনবাবগঞ্জে বিদুৎপৃষ্ট হয়ে হাসিব আলী নামের এক নির্মাণ শ্রমিক নিহত হয়েছেন। মারা যাওয়া তরুণ চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার ঘাটিয়ালপাড়া মহল্লার আব্দুস সালামের ছেলে। মারা যাওয়া তুরুণের স্বজন, পুলিশ ও হাসপাতাল সূত্রে জানা গেছে, আজ সকালে জেলা শহরের মিস্ত্রিপাড়া এলাকায় দোতলা ভবনে কাজ করতে গিয়ে বিদুৎপৃষ্ট হয়ে গুরুতর আহত হলে স্থানীয় বাসিন্দা ও অন্য শ্রমিকরা উদ্ধার করে ২৫০ শয্যাবিশষ্ট জেলা হাসপাতালে নিয়ে যান। চিকিৎসকরা জানান, হাসপাতালে নেয়ার আগেই তার মৃত্যু হয়। ঘটনাটি নিশ্চিত করে সদর থানার ওসি রইস উদ্দিন বলেন- আইনানুগ ব্যবস্থা শেষে পরিবারের নিকট মরদেহ হস্তান্তর করা হয়েছে।
জাতীয় সমাজসেবা দিবস উদযাপন হুইলচেয়ার, ঋণ ও লাঠি বিতরণ এবং সেরা সংগঠন ও সমাজকর্মীকে ক্রেস্ট প্রদান
জাতীয় সমাজসেবা দিবস উদযাপন হুইলচেয়ার, ঋণ ও লাঠি বিতরণ এবং সেরা সংগঠন ও সমাজকর্মীকে ক্রেস্ট প্রদান চাঁপাইনবাবগঞ্জ জেলায় বৃহস্পতিবার ওয়াকাথন, কল্যাণ রাষ্ট্রবিষয়ক মুক্ত আড্ডা, প্রতিবন্ধীদের মধ্যে হুইলচেয়ার ও ঋণ বিতরণের মধ্যদিয়ে পালিত হয়েছে জাতীয় সমাজসেবা দিবস-২০২৫। ‘নেই পাশে কেউ যার-সমাজসেবা আছে তার’- এই স্লোগানকে সামনে রেখে জেলা সদরে জেলা প্রশাসন ও জেলা সমাজসেবা কার্যালয়সহ উপজেলা পর্যায়ে উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা কার্যালয় এসব কর্মসূচির আয়োজন করে। আজ সকালে জেলা প্রশাসকের কার্যালয় চত্বর থেকে ওয়াকাথন শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে জেলা প্রশাসকের কার্যালয়ের তৃতীয় তলায় আইসিটি ল্যাবে কল্যাণ রাষ্ট্রবিষয়ক মুক্ত আড্ডা অনুষ্ঠিত হয়। জেলা সমাজসেবা অধিদপ্তরের উপপরিচালক উম্মে কুলসুমের সভাপতিত্বে অনুষ্ঠিত আড্ডায় প্রধান অতিথির বক্তব্য দেন জেলা প্রশাসক আব্দুস সামাদ। বিশেষ অতিথির বক্তব্য দেন- অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) আবুল কালাম সাহিদ, সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডা. রেশমা খাতুন, প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটির কনিষ্ঠ সহকারী পরিচালক ফারুক আহমেদ, অ্যাঞ্জেল গার্ডেনের প্রতিষ্ঠাতা আমিনুল ইসলাম, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চাঁপাইনবাবগঞ্জ শাখার আহ্বায়ক আব্দুর রাহিম ও মুখ্য সংগঠক মোত্তাসিন বিশ্বাস। সঞ্চালনা করেন সমাজসেবা কার্যালয়ের সমাজসেবা অফিসার ফিরোজ কবির। জেলা প্রশাসক মো. আব্দুস সামাদ বলেন- কাজ করলে সেই কাজের কিছু ভুলভ্রান্তি হবে। তবে দেখতে হবে আমাদের উদ্দেশ্যটা আসলে কী? তিনি বলেনÑ সরকারের সামাজিক সুরক্ষার যেসকল কর্মসূচি রয়েছে সেগুলোর উপকারভোগী নির্বাচন করার ক্ষেত্রে জনপ্রতিনিধিদের সম্পৃক্ত করা আছে, সেই হিসেবে জনপ্রতিনিধিদের দায়িত্ব আছে তাদেরকে সঠিকভাবে নিয়মনীতির আঙ্গিকে নির্বাচন করতে হবে। এ ক্ষেত্রে শুধু জনপ্রতিনিধি এককভাবে নয়, আমাদের সকলের দায়িত্ব হচ্ছে সরকারের নীতিমালা অনুযায়ী যেন আমরা তা করি। এখন আমাদের সুযোগ এসেছে সঠিকভাবে উপকারভোগী নির্বাচন করার। জেলা প্রশাসক বলেনÑ উপকারভোগী নির্বাচনে কিছু বাণিজ্য যে হয়নি তা কিন্তু বলা যাবে না। সকল ক্ষেত্রে অনিয়ম-দুর্নীতি আগেও হয়েছে। এখন আমাদের সচেতন থাকতে হবে। বৈষম্যবিহীন যন্ত্রণাবিহীন যে নতুন সমাজ গঠনের প্রত্যয়ে জুলাই-আগস্টে ছাত্রভাইদের প্রত্যক্ষ অংশগ্রহণে, তাদের তত্ত্বাবধানে যে বিপ্লব হয়েছে, এই বিপ্লব-উত্তর বাংলাদেশে আমরা যেন সঠিকভাবে উপকারভোগী নির্বাচন করে আমাদের দায়িত্ব সঠিকভাবে পালন করতে পারি, সে বিষয়ে সজাগ থাকতে হবে। আমরা যেন জনবান্ধবভাবে মানুষকে সেবা দিতে পারি, আমাদের সেই চেষ্টা করতে হবে। বক্তাদের মতামতের প্রেক্ষিতে প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক এসব কথা বলেন। অনুষ্ঠানে দুজনকে হুইলচেয়ার ও কয়েকজনকে ভাতার বই প্রদান করা হয়। নাচোলেও জাতীয় সমাজসেবা দিবস পালিত হয়েছে। বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে নাচোল উপজেলা প্রশাসন ও সমাজসেবা কার্যালয়ের আয়োজনে উপজেলা পরিষদ মিনি কনফারেন্স রুমে কল্যাণ রাষ্ট্রবিষয়ক মুক্ত আড্ডা অনুষ্ঠিত হয়। সমাজসেবা অফিসার সোহেল রানার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে আড্ডায় আংশ নেন- ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী কমিশনার (ভূমি) সবুজ হাসান। এসময় নাচোল সরকারি কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ হাফিজুর রহমান, নেজামপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আমিনুল হক, নাচোল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সফিকুল ইসলাম, কসবা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জাকারিয়া আল মেহেরাব, সিনিয়র মৎস্য অফিসার ইমরুল কায়েস, সোনাইচন্ডী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুর রহিম ও বৈষম্যবিরোধী আন্দোলনের শিক্ষার্থীরাসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান, সাংবাদিক ও শিক্ষার্থীরা বিভিন্ন বিষয়ের ওপর আলোচনা করেন। শেষে ২১ জনের মধ্যে ৪ লাখ টাকার ঋণ বিতরণ করা হয়। গোমস্তাপুরে জাতীয় সমাজসেবা দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে ওয়াকাথন, কল্যাণ রাষ্ট্রবিষয়ক মুক্ত আড্ডা ও হুইলচেয়ার বিতরণ করা হয়। আজ সকাল সাড়ে ১০টায় উপজেলা পরিষদ চত্বর থেকে ওয়াকাথন শুরু হয়ে এলাকার প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই এসে শেষ হয়। পরে উপজেলা সভাকক্ষে আয়োজিত আড্ডায় সভাপতিত্ব করেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা নূরুল ইসলাম। অতিথিদের মধ্যে বক্তব্য দেন- উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উপসহকারী প্রকৌশলী ইউসুফ আলী, উপজেলা প্রেস ক্লাবের সভাপতি আতিকুল ইসলাম আজম। এ সময় অন্যদের মধ্যে বক্তব্য দেন- সাবেক কাউন্সিলর ও স্বেচ্ছাসেবী সংগঠক ইউসুফ আলী, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক সারওয়ার জাহান সুমন, আলিনগর প্রতীতি সাধারণ পাঠাগারের সাধারণ সম্পাদক শরিফউদ্দীন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা রাসেল আলী, ডাসকো প্রতিনিধি সুশান্ত চন্দ্র শীল। আলোচনা শেষে চারজনকে হুইলচেয়ার তুলে দেন অতিথিরা। এছাড়া সমাজসেবায় অবদান রাখার জন্য উপজেলার ৯টি স্বেচ্ছাসেবী সংগঠনকে এবং ৩ জন সমাজকর্মীকে ক্রেস্ট তুলে দেওয়া হয়। উপজেলা প্রশাসন ও স্থানীয় সমাজসেবা কার্যালয় আয়োজিত কর্মসূচিতে বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধি, ইমাম, বেসরকারি উন্নয়ন সংস্থা ডাসকো ফাউন্ডেশনসহ এনজিও প্রতিনিধি ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন। শিবগঞ্জে জাতীয় সমাজসেবা দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে আজ সকালে উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে ওয়াকাথন, কল্যাণ রাষ্ট্রবিষয়ক মুক্ত আড্ডা, পুরস্কার বিতরণ, হুইলচেয়ার ও লাঠি বিতরণ করা হয়। উপজেলা সমাজসেবা কর্মকর্তা কাঞ্চন কুমার দাসের সঞ্চালনায় অনুষ্ঠিত আড্ডায় প্রধান অতিথির বক্তব্য দেন- উপজেলা নির্বাহী অফিসার মো. আফতাবুজ্জামান আল-ইমরান। এ সময় উপস্থিত ছিলেন- সহকারী কমিশনার (ভূমি) তৌফিক আজিজ, উপজেলা প্রকৌশলী ছাবের আলী, শিবগঞ্জ পৌরসভার প্রশাসনিক কর্মকর্তা আবদুল বাতেন, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বজলুর রশিদ সনু ও বীর মুক্তিযোদ্ধা আবদুল মান্নানসহ অন্যরা। এছাড়া সমাজসেবা কার্যালয়ের উপকারভোগী ও কর্মচারীরা উপস্থিত ছিলেন। উপজেলা সমাজসেবা চত্বরে আয়োজিত অনুষ্ঠানে শেষে পল্লী সমাজসেবা-আরএসএস মাতৃকেন্দ্র ও প্রতিবন্ধী ঋণ নিয়ে স্বাবলম্বী তিনজনকে পুরস্কার, ৬ জনকে হুইলচেয়ার ও ৪ জনকে লাঠি দেয়া হয়।
গোমস্তাপুরে জাতীয় সমাজসেবা দিবস পালিত
গোমস্তাপুরে জাতীয় সমাজসেবা দিবস পালিত গোমস্তাপুরে জাতীয় সমাজসেবা উপলক্ষে শোভাযাত্রা, আলোচনাসভা ও হুইল চেয়ার বিতরণ করা হয়েছে। ‘নেই পাশে কেউ যার, সমাজসেবা আছে তার এই প্রতিপাদ্যকে সামনে রেখে আজ সকালে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি ওই এলাকার প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই এসে শেষ হয়। পরে উপজেলা সভাকক্ষে আয়োজিত আলোচনাসভায় সভাপতিত্ব করেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা নূরুল ইসলাম। অতিথির মধ্যে বক্তব্য দেন উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উপসহকারী প্রকৌশলী ইউসুফ আলী, উপজেলা প্রেসক্লাবের সভাপতি আতিকুল ইসলাম আজম। এ সময় কল্যানরাষ্ট্র বিনির্মাণ বিষয়ক মুক্ত আড্ডায় বক্তব্য দেন সাবেক কাউন্সিলর ও স্বেচ্ছাসেবী সংগঠক ইউসুফ আলী, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারন সম্পাদক সারওয়ার জাহান সুমন, আলিনগর প্রতীতি সাধারণ পাঠাগারের সাধারণ সম্পাদক শরিফউদ্দীন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা রাসেল আলী, ডাসকো প্রতিনিধি সুশান্ত চন্দ্র শীলসহ অনেকে। আলোচনা শেষে চারজনকে প্রতিবন্ধী হুইল চেয়ার তুলে দেন অতিথিরা। এছাড়া সমাজসেবায় অবদান রাখার জন্য উপজেলার ৯ জন স্বেচ্ছাসেবী সংগঠনকে এবং ৩ জন সমাজকর্মীকে অনুষ্ঠানে ক্রেস্ট তুলে দেওয়া হয়। উপজেলা প্রশাসন ও স্থানীয় সমাজসেবা কার্যালয় আয়োজিত আলোচনাসভায় বিভিন্ন দপ্তরের কর্মকর্তা,সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধি, ইমাম, বেসরকারী উন্নয়ন সংস্থাসহ এনজিও প্রতিনিধি ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
সদর ও শিবগঞ্জে শীতার্তদের মধ্যে কম্বল বিতরণ
সদর ও শিবগঞ্জে শীতার্তদের মধ্যে কম্বল বিতরণ চাঁপাইনবাবগঞ্জ জেলা শহরে এবং শিবগঞ্জে শীতার্ত মানুষের মধ্যে কম্বল বিতরণ করা হয়েছে। আজ বিকেলে চাঁপাইনবাবগঞ্জ শহরের মহানন্দা বাস টার্মিনাল এলাকায় এসএসসি ১৯৮৮ ব্যাচের শিক্ষার্থীদের সমন্বয়ে গঠিত ‘সারাবাংলা-৮৮ ফাউন্ডেশনে’র উদ্যোগে কম্বল বিতরণ করা হয়। বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- সারাবাংলা-৮৮ ফাউন্ডেশনের চাঁপাইনবাবগঞ্জ জেলা প্যানেলের সমন্বয়কারী কামরুল হাসান জুয়েল, আমিনুল হক আবির, এনটিভির স্টাফ করেসপন্ডেন্ট শহীদুল হুদা অলক, গ্রিনভিউ উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক রোখসানা আহমসহ অন্যরা। অনুষ্ঠানে চাঁপাইনবাবগঞ্জ শহরের ১০০জন শীতার্ত মানুষের মধ্যে এই কম্বল বিতরণ করা হয়। অন্যদিকে শিবগঞ্জে সমাজের অসহায় দরিদ্র খেটে খাওয়া ছিন্নমূল মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। আজ দুপুরে শিবগঞ্জ উপজেলার মনাকষা হুমায়ন রেজা উচ্চ বিদ্যালয় মাঠে ২ হাজার মানুষের মধ্যে এসব শীতবস্ত্র বিতরণ করা হয়। সাবেক ছাত্রনেতা সাদিকুর রহমানের উদ্যোগে এসব শীতবস্ত্র বিতরণ করা হয়।