01713248557

নন-এমপিও শিক্ষা প্রতিষ্ঠান এমপিওভুক্তির দাবিতে স্মারকিলিপি

নন-এমপিও শিক্ষা প্রতিষ্ঠান এমপিওভুক্তির দাবিতে স্মারকিলিপি চাঁপাইনবাবগঞ্জে স্বীকৃতিপ্রাপ্ত সকল চলমান নন-এমপিও শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওভুক্তির দাবিতে প্রধান উপদেষ্টা ও শিক্ষা উপদেষ্টা বরাবর স্মারকলিপি দেয়া হয়েছে।  আজ চাঁপাইনবাবগঞ্জের জেলা প্রশাসক মো. আব্দুস সামাদের মাধ্যমে স্মারলিপিটি দেয় ‘নন এমপিও শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষক-কর্মচারী পরিষদ।’ স্মারকলিপিতে আরো বলা হয়, ‘শিক্ষা কারিকুলাম এবং শিক্ষার্থীদের পাঠদান প্রক্রিয়া সরকারি, এমপিও, নন-এমপিও শিক্ষাপ্রতিষ্ঠানে অভিন্ন হওয়া সত্ত্বেও শুধুমাত্র নন-এমপিও শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীগণ বেতন-ভাতা থেকে বঞ্চিত এবং চরমভাবে বৈষম্যের শিকার। কোনো কোনো শিক্ষাপ্রতিষ্ঠান স্থাপনের বয়স ২৫ বছর বা তার চেয়েও বেশি। অনেক শিক্ষক-কর্মচারী বিনা বেতনে অবসরে গেছেন, কেউ কেউ বেতনবিহীন অবস্থায় রোগে শোকে মৃত্যুবরণ করেছেন। এমপিওভুক্তি একটি চলমান প্রক্রিয়া সরকার প্রতিবছর শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওভুক্ত করেন। দুঃখের বিষয় বিগত সরকার নির্বাহী আদেশে কিছু সংখ্যক শিক্ষাপ্রতিষ্ঠান রাজনৈতিক বিবেচনায় শর্ত শিথিলপূর্বক এমপিওভুক্ত করেছেন। প্রয়োজনীয় যোগ্যতা থাকার পরেও অনেক নন-এমপিও শিক্ষাপ্রতিষ্ঠানকে এমপিওভুক্তি হতে বঞ্চিত করেছেন। প্রতিবছর বাজেটে নন-এমপিও শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওভুক্তকরণের জন্য অর্থ বরাদ্দ থাকলেও অদৃশ্য কারণে এমপিওভুক্তকরণ বন্ধ রাখা হয়েছে। এ অবস্থায় বেতনবিহীন শিক্ষক-কর্মচারীদের দুর্ভোগ, দুর্দশা, বঞ্চনা, বৈষম্যের কথা বিবেচনা করে স্বীকৃতিপ্রাপ্ত চলমান সকল নন-এমপিও শিক্ষাপ্রতিষ্ঠান (স্কুল, কলেজ, মাদরাসা, কারিগরি ও ডিগ্রি কলেজ) একযোগে দ্রুততম সময়ের মধ্যে এমপিওভুক্তির প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের জন্য স্মারকলিপিতে অনুরোধ জানানো হয়। এসময় সংগঠনটির সভাপতি মো. আরিফুল ইসলাম ও সদস্য সচিব মো. মনিমুল হকসহ অন্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

হুজরাপুরে বৃক্ষ রোপণ ও চারা বিতরণ

হুজরাপুরে বৃক্ষ রোপণ ও চারা বিতরণ চাঁপাইনবাবগঞ্জে বৃক্ষরোপণ ও চারা বিতরণ করেছে স্বেচ্ছাসেবী সংগঠন মহানন্দা দারিদ্র্য বিমোচন সংস্থা। আজ দুপুরে চাঁপাইনবাবগঞ্জ জেলা শহরের হুজরাপুর এলাকায় বৃক্ষের চারা বিতরণ কর্মসূচির উদ্বোধন করেন সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান তসিকুল ইসলাম তসি। এ সময় উপস্থিত ছিলেন- চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার নারী কাউন্সিলর নাজনীন ফাতেমা জিনিয়া, পাঠানপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মারুফুল হক, রাম-সীতা মন্দিরের পুরোহিত শ্রী চন্দন পান্ডে, মহানন্দা দারিদ্র্য বিমোচন সংস্থার সভাপতি শ্রী জিতেন চৌধুরী। ২৫০টির বেশি ফলদ, বনজ, ঔষধি ও ফুলগাছের চারা বিতরণ করা হয়। যার মধ্যে অর্জুন, কাঞ্চন, কাঁঠাল, জলপাই, পেয়ারা, লেবু, কৃষ্ণচূড়া, পলাশ, শিউলি, বকুল ইত্যাদি রয়েছে। এসময় বক্তারা বলেন- আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে সুস্থ রাখতে ক্ষৃক্ষ রোপণের বিকল্প নেই। বর্তমান সময়ে আমাদের অস্তিত্ব টিকিয়ে রাখতে বৃক্ষরোপণ অপরিহার্য। বৃক্ষরোপণের উপকারিতা ও পরিবেশের ভারসাম্য বজায় রাখতে বৃক্ষরোপণের এই উদ্যোগ অবশ্যই প্রশংসার দাবি রাখে।

বিশ্ব ফার্মাসিস্ট দিবস পালিত

বিশ্ব ফার্মাসিস্ট দিবস পালিত চাঁপাইনবাবগঞ্জে আজ বিশ্ব ফার্মাসিস্ট দিবস পালিত হয়েছে। সকালে ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালে বাংলাদেশ ডিপ্লোমা ফার্মাসিস্ট অ্যাসোসিয়েশন (বিডিপিএ) চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার আয়োজনে দিবসটি পালন করা হয়। এসময় উপস্থিত ছিলেন- বিডিপিএ জেলা শাখার সহসভাপতি মো. ইসমাইল হোসেন, সাধারণ সম্পাদক মো. মনিরুজ্জামান সুইট, সাংগঠনিক সম্পাদক মো. জামাল উদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক মো. আল আমিনসহ ডিপ্লোমা ফার্মাসিস্টবৃন্দ। এ বছর দিবসটির প্রতিপাদ্য হচ্ছে- ‘ফার্মাসিস্ট বিশ্বব্যাপী স্বাস্থ্য সমস্যা মিটাচ্ছেন’। বক্তারা জানান, ২০১০ সাল থেকে বিশ্বে দিবসটি পালন শুরু হলেও বাংলাদেশে ২০১৪ সাল থেকে পালন শুরু হয়।

এবার পাঁচ উপজেলার ১৫৬টি পূজামণ্ডপে শারদীয় দুর্গোৎসব : চাঁপাইনবাবগঞ্জে আইনশৃঙ্খলা সংক্রান্ত বিশেষ সভা

এবার পাঁচ উপজেলার ১৫৬টি পূজামণ্ডপে শারদীয় দুর্গোৎসব : চাঁপাইনবাবগঞ্জে আইনশৃঙ্খলা সংক্রান্ত বিশেষ সভা এবার চাঁপাইনবাবগঞ্জ জেলার ৫টি উপজেলায় ১৫৬টি পুজামণ্ডপে অনুষ্ঠিত হবে শারদীয় দুর্গোৎসব। উৎসবকে সামনে রেখে জেলা প্রশাসনের আইনশৃঙ্খলা সংক্রান্ত বিশেষ সভা অনুষ্ঠিত হয়েছে। দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মো. আব্দুস সামাদ। সভায় বক্তব্য দেন- পুলিশ সুপার মো. রেজাউল করিম, ৫৯ বিজিবির অধিনায়ক লে. কর্নেল গোলাম কিবরিয়া, সেনাবাহিনীর কর্মকর্তা রাব্বি, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ইকতেখারুল ইসলাম, জেলা তথ্য অফিসার আবদুল আহাদ, সদর উপজেলা নির্বাহী অফিসার মোছা. তাছমিনা খাতুন, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার সভাপতি ডাবলু কুমার ঘোষ, যুগ্ম সম্পাদক শ্রী পলাশ দাস, সদর উপজেলা পূজা উদ্যাপন পরিষদের সভাপতি শ্রী স্বপন কুমার ঘোষ, সাধারণ সম্পাদক তরুণ সাহা, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের জেলা শাখার সাধারণ সম্পাদক দিলীপ রায়, বাংলাদেশ ব্রাহ্মণ সংসদের জেলা সভাপতি শ্রী বিধান ভট্টাচার্য, নাচোল পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক আশিষ কুমার চক্রবর্তী, শিবগঞ্জ পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক প্রশান্ত দাস, গোমস্তাপুর পূজা উদযাপন পরিষদের সভাপতি সোচিন বর্মণ, ভোলাহাট পূজা উদযাপন পরিষদের সভাপতি আশুতোষ ঘোষ, বারঘরিয়া বাইশ পুতুল মন্দিরের সাধারণ সম্পাদক মৃনাল কান্তি পাল ও নারী নেত্রী গৌরী চন্দ সিতু। সভায় জেলা প্রশাসক মো. আব্দুস সামাদ বলেন, এবার প্রতিটি পূজামণ্ডপ এলাকায় আইনশৃঙ্খলা ও নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করে সুষ্ঠু এবং আনন্দঘন পরিবেশে পূজার আয়োজন করা হবে। তিন স্তরে নিরাপত্তা ব্যবস্থার পাশাপাশি প্রতিটি পূজামণ্ডপকে সিসিটিভি ক্যামেরার আওতায় আনা হবে। আর প্রতিটি মণ্ডপে সুসজ্জিত স্বেচ্ছাসেবক দল এবং আনসার সদস্যরা সার্বক্ষণিক নিরাপত্তায় থাকবে। তিনি এজন্য আইনশৃঙ্খলা ও নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিতে মন্দির কমিটির নেতাদের সহযোগিতা কামনা করেন। সভায় উপস্থিত ছিলেন- বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, উপজেলা নির্বাহী অফিসার, জেলার বিভিন্ন পূজামণ্ডপের নেতৃবৃন্দ, পুরোহিত ও সুশীল সমাজের প্রতিনিধিরা।

চাঁপাইনবাবগঞ্জে ২৪ ঘন্টায় মহানন্দার পানি বৃদ্ধি পেয়েছে ৭ সেমি. ও পূণর্ভবার ৪ সেমি.

চাঁপাইনবাবগঞ্জে ২৪ ঘন্টায় মহানন্দার পানি বৃদ্ধি পেয়েছে ৭ সেমি. ও পূণর্ভবার ৪ সেমি. চাঁপাইনবাবগঞ্জে পদ্মার পানি বৃদ্ধি স্থিও হলেও মহানন্দা, পূণর্ভবা, পাগলাসহ সকল নদনদীরপানি বৃদ্ধি অব্যহত রয়েছে। স্থানীয়রা, প্রশাসন ও কৃষি বিভাগ জানিয়েছে, এতে তলিয়ে গেছে হাজার হাজার বিঘা নদী তীরবতী ও নীচু জমির মূলত: মাসকলাই সহ বিভিন্ন কৃষি ফসল। ক্ষতিগ্রস্থ কৃষকরে সংখ্যা বেড়ে হয়েছে ৬ হাজার ৮১০ জন ।  নিম্নাঞ্চল কিছু বাড়িতে পানি ঢুকে গেছে। তবে কাঁচা সড়ক তলিয়ে পানিবন্দি ও ক্ষতিগ্রস্থ হয়েছেন আরও বেশি পরিবার। কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠানে পাঠদান বন্ধ হয়ে গেছে। পাউবো সূত্র জানায়, চাঁপাইনবাবগঞ্জে পদ্মার বিপদসীমা ২২.০৫ মিটার। আজ সন্ধ্যা ৬টায় পদ্মা প্রবাহিত হচ্ছিল ২১.৩০ মিটারে। গত ২৪ ঘন্টায় পদ্মার পানি স্থিও রয়েছে। পদ্মা বিপদসীমার ৭৫ সেমি নীচ দিয়ে প্রবাহিত হচ্ছে। চাঁপাইনবাবগঞ্জের অপর প্রধান নদী মহানন্দার বিপদসীমা ২০.৫৫ মিটার। সন্ধ্যায় নদীটি প্রবাহিত হচ্ছিল ১৯.১৪ মিটারে। গত ২৪ ঘন্টায় মহানন্দার পানি বেড়েছে ৭ সেমি। জেলার অপর নদী গোমস্তাপুর উপজেলার পূর্ণভবার বিপদসীমা ২১.৫৫ মিটার। সন্ধ্যায় নদীটি ১৯.০৩ মিটারে প্রবাহিত হচ্ছিল। গত ২৪ ঘন্টায় এই নদীর পানি বেড়েছে ১৫ সেমি। জেলা পানি উন্নয়ন বোর্ড নির্বাহী প্রকৌশলী এস এম আহসান হাবিব বলেন, বন্যার আশংকা এখনও নেই। পদ্মা স্থিও হয়েছে। আজ থেকে জেলাবাপী শুরু হওয়া বৃষ্টিপাত ভারী আকারে দীর্ঘস্থায়ী না হলে বন্যার উপর প্রভাব পড়বে না। তবে সার্বিক পরিস্থিতির দিকে সতর্ক নজর রাখা হচ্ছে। ১/২ দিনের মধ্যে পানি কমতে শুরু করবে বলে আশা করা হচ্ছে। জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর উপ-পরিচালক ড. পলাশ সরকার বলেন, জেলার নদীগুলোর পানি বৃদ্ধির কারণে ক্ষতিগ্রস্থ ফসলী জমির পরিমান বেড়ে ১ হাজার ৯৮৯ হেক্টর হয়েছে। এর মধ্যে ১ হাজার ৯৩২ হেক্টরই মাসকলাই। সবচেয়ে বেশি আক্রান্ত হয়েছে জেলার শিবগঞ্জ উপজেলা। এরপর সদর ও গোমস্তাপুর উপজেলা রয়েছে আক্রান্তের তালিকায়। এখন পর্যন্ত ক্ষতিগ্রস্থ হয়েছেন ৬ হাজার ৮১০ জন কৃষক। যদি দ্রুত পানি নেমে যায় তবে কিছু ফসল রক্ষা পেতে পারে বলেও জানান তিনি। পরিস্থিতি উর্ধতণ ও সংশ্লিস্ট সকল মহলকে জানানো হয়েছে। কৃষি সাহায্য পাওয়া গেলে কর্ াহবে। শিবগঞ্জের উপজেলা নির্বাহী অফিসার আফতাবুজ্জামান আল-ইমরান বলেন, সব থেকে ক্ষতিগ্রস্থ হয়েছে পদ্মাবেষ্টিত পাঁকা ইউনিয়ন। ইউপি ভবন,পাঁকা সরকারি প্রাথমিক ও উচ্চ বিদ্যালয়ে পানি যে কোন সময় ঢুকে পড়বে। কিছু বাড়ির আঙ্গিনাতে পানি ঢুকে পড়েছে। প্রয়োজনে উঁচু স্থানে ও আশ্রয় কেন্দ্রে জনসাধারণকে সরিয়ে নেয়া হবে। এ ব্যাপারে প্রস্তুতি নেয়া হয়েছে। মনাকষা ও দূর্লভপুর ইউনিয়নও বন্যা হুমকির মুখে। ইউনিয়নগুলোতে তলিয়ে গেছে কাঁচা সড়ক। এতে পানিবন্দি হয়েছেন কিছু মানুষ। পাঁকা ইউপির ৫ নং ওয়ার্ড সদস্য রুহুল আমিন বলেন,অর্ধশতাধিক বাড়িতে পানি প্রবেশ করেছে। ৩নং ওয়ার্ড সদস্য রফিকুল ইসলাম বলেন, পানি বন্দি হয়েছেন কিছু পরিবার। সদর উপজেলা নির্বাহী অফিসার তাছমিনা খাতুন বলেন, নারায়ন ইউনিয়নে একটি আশ্রয় কেন্দ্র,একটি প্রাথমিক বিদ্যালয় ও একটি কম্যুনিটি ক্লিনিক ভাঙ্গণে বিলীন হয়েছে। ক্লিনিকটি সরিয়ে নেয়া হয়েছে। জলমগ্ন হয়েছে নদী তীরবর্তী অন্তত: ৩০টি বাড়িঘর। এর আগে ভাঙ্গণের কারণে ৪৬২ পরিবার বাড়ি সরিয়ে নেয়। আলাতুলি ইউনিয়নে ৪৬৩ পরিবার বাড়ি ভেঙ্গে সরিয়ে নিয়েছে। নারায়নপুর ইউপি চেয়ারম্যান নাজির হোসেন বলেন, ৪৬২ পরিবার যারা ভাঙ্গণে বাড়ি সরিয়ে নিয়েছে তারা নীচু অঞ্চলে যাওয়ায় এবার বন্যায় পানিবন্দি হয়েছে। একটি মাদ্রসায় পানি প্রবেশ করেছে ও একটি উচ্চ বিদ্যালয় পানিবন্দি। দুই উপজেলার ইউএনওরা জানান, সকল ক্ষয়ক্ষতির পরিমানের তালিকা করা হচ্ছে। শুকনো খাবারসহ প্রয়োজনে ত্রাণের জন্য প্রস্তুতি নেয়া হচ্ছে। পরিস্থিতি উর্ধতণ ও সংশ্লিস্ট সকল মহলকে জানানো হয়েছে।

রাজশাহীর রাজাবাড়িতে সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানেসমূহের সাথে আরএমটিপি প্রকল্পের সভা

রাজশাহীর রাজাবাড়িতে সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানেসমূহের সাথে আরএমটিপি প্রকল্পের সভা রাজশাহীর রাজাবাড়িতে সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানেসমূহের সাথে সভার আয়োজন করেছে প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটির আরএমটিপি প্রকল্প। আজ রাজাবাড়ীহাট দুগ্ধ ও গবাদি উন্নয়ন খামারের হল রুমে সভায় সভাপতিত্ব করেন প্রয়াসের কনিষ্ঠ সহকারি পরিচালক ফারুক আহমেদ। এতে অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভেটেরিনারি অ্যান্ড এনিমেল সাইনসেন্স বিভাগের প্রফেসর ডা. জালাল উদ্দীন সরদার, রাজশাহীর রাজাবাড়ীহাট দুগ্ধ ও গবাদি উন্নয়ন খামারের উপপরিচালক ড. মো. ইসমাইল হক, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ডা. আকতারুল ইসলাম। এসময় বক্তারা মানসম্মত দুধ উৎপাদন ও দুগ্ধজাত পণ্যে হিসেবে দই, মাঠা, টফি, ঘি, ছানা তৈরির জন্য উদ্বুদ্ধ করেন। পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ)’র ভ্যালু চেইনে সম্পৃক্ত স্টেকহোল্ডারদের টেকসই উন্নয়নের মাধ্যমে মানসম্মত দুধ উৎপাদন ও দুগ্ধজাত পণ্যের বহুমাত্রিকীকরণ প্রকল্পের আওতায় সভার আয়োজন করে প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটি। প্রয়াসের আরএমটিপি প্রকল্পের কার্যক্রম সম্পর্কে বিস্তারিত তথ্য তুলে ধরেন প্রকল্পের ফোকাল পার্সন ডা. রাজিন বিন রেজাউল। অনুষ্ঠান সঞ্চালনা করেন আরএমটিপি প্রকল্পের প্রকল্প ব্যবস্থাপক ডা. মাহমুদুল হাসান। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- আরএমটিপি প্রকল্পের সহকারী ভ্যালুচেইন ফ্যাসিলিটেটর জামাল উদ্দিন, হাসান আলী ও আকরাম আলী মোল্লা, প্রয়াসের অফিসার শাহরিয়ার শিমুলসহ অন্যরা।

বিপৎসীমা ছুঁইছুই পদ্মা নদীর পানি,পানিবন্দী সহস্রাধিক পরিবার

বিপৎসীমা ছুঁইছুই পদ্মা নদীর পানি,পানিবন্দী সহস্রাধিক পরিবার চাঁপাইনবাবগঞ্জে পদ্মা, মহানন্দা ও পুনর্ভবা নদীর পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। পদ্মা নদীর পশ্চিমপাড়ে বসবাসকারী পাঁকা, দুর্লভপুর ও নারায়ণপুর ইউনিয়নের নিম্নাঞ্চলের সহস্রাধিক পরিবার পানিবন্দী হয়ে পড়েছে। এরই মধ্যে মাসকলাইসহ অন্যান্য ফসলি জমি পানিতে তলিয়ে গেছে। কোনো কোনো শিক্ষাপ্রতিষ্ঠানে পাঠদান বন্ধ রাখা হয়েছে। পদ্মা নদীর পানি বিপৎসীমার ৭৬ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। নারায়ণপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান  নাজির হোসেন বলেন- মাসকলাইসহ বিভিন্ন ফসল পানিতে তলিয়ে গেছে। নারায়ণপুর দারুল হুদা মাদরাসায় পানি ঢুকে পড়ায় সেটিসহ অন্যান্য শিক্ষাপ্রতিষ্ঠানও বন্ধ হয়ে গেছে। তিনি বলেন- এর আগে ভাঙনের শিকার হয়ে যেসব পরিবার নতুন নতুন স্থানে সমতলে বসবাস করছিল সেইসব পরিবারগুলোও এরই মধ্যে পানিবন্দী হয়ে পড়েছে। অন্তত ৪০০ থেকে ৫০০ পরিবার এখন পানিবন্দী হয়ে পড়েছে। অন্যদিকে শিবগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার  আফতাবুজ্জামান-আল-ইমরান বলেন- পদ্মা নদীতে পানি বৃদ্ধি অব্যাহত থাকায় পাঁকা ও দুর্লভপুর ইউনিয়নের প্রায় ৭০০ পরিবার পনিবন্দী হয়ে পড়েছে। ঝুঁকিপূর্ণ মানুষদের জন্য আশ্রয় কেন্দ্রগুলো প্রস্তুত রয়েছে। শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখার বিষয়ে অবিলম্বে সিদ্ধান্ত হবে বলে তিনি জানান। এদিকে পদ্মায় পানি বৃদ্ধি পাওয়ায় নতুন করে আরো ২০০ হেক্টর জমির ফসল নিমজ্জিত হয়েছে। চাঁপাইনবাবগঞ্জ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক ড. পলাশ সরকার জানান, পদ্মার পানি বৃদ্ধির কারণে শিবগঞ্জ উপজেলার পাঁকা, উজিরপুর, দুর্লভপুর, ছত্রাজিতপুর, ঘোড়াপাখিয়া এবং সদর উপজেলার নারায়ণপুর, আলাতুলী, শাহাজাহানপুর ও চরবাগডাঙ্গা ইউনিয়নের ১ হাজার ৫৫৯ হেক্টর মাসকালাই, রোপা আউশসহ বিভিন্ন সবজি বন্যার পানিতে নিমজ্জিত হয়েছে। পদ্মায় পাঁকা পয়েন্টে মঙ্গলবার বিকেল ৩টায় পানির স্তর রেকর্ড করা হয় ২১.২৯ সেন্টিমিটার। এ নদীর বিপৎসীমা হচ্ছে ২২.০৫ মিটার। বিপৎসীমার ৭৬ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে পদ্মার পানি। অন্যদিকে মহানন্দার বিপৎসীমা হচ্ছে ২০.৫৫ মিটার। মঙ্গলবার বিকেল ৩টায় এ নদীর পানির স্তর মাপা হয় ১৯.০৭ মিটার। এ নদীর পানি বিপৎসীমার ১৪৮ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। অপর দিকে পুনর্ভবা নদীর পানি বিপৎসীমার ২.৫৩ মিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। এ নদীর বিপৎসীমা হচ্ছে ২১.৫৫ মিটার।

বাগডাঙ্গায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শিশুর মৃত্যু

বাগডাঙ্গায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শিশুর মৃত্যু চাঁপাইনবাবগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে হৃদয় সাহা (৬) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। মারা যাওয়া শিশু জেলার সদর উপজেলার সুন্দরপুর ইউনিয়নের বাগডাঙ্গা পূর্বপাড়ার শ্রী রাজিব সাহার ছেলে। মারা যাওয়া শিশুর পিতা শ্রী রাজিব সাহা জানান, সাংসারিক কাজে প্রায় সময়ই তাকে বাড়ির বাইরে থাকতে হয়। আজ  মঙ্গলবার বেলা ১১টার দিকে তার স্ত্রী শ্রীমতি সাথী রানী বাড়িতে রান্না করছিলেন। এসময় শিশু হৃদয় সাহা ঘরের ভেতর খেলাধুলা করছিল। একপর্যায়ে পানি গরম করার জগ কারেন্টের লাইনের সঙ্গে সংযোগ দিতে গেলে বিদ্যুৎস্পৃষ্ট হয়। পরে তাকে ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালে নেয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক হৃদয় সাহাকে মৃত ঘোষণা করেন। সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) এস এম জাকারিয়া ঘটনাটি নিশ্চিত করেছেন।

চাঁপাইনবাবগঞ্জে গাভী পালন বিষয়ক অনাবাসিক প্রশিক্ষণ ও বাজার সংযোগ কর্মশালা অনুষ্ঠিত

চাঁপাইনবাবগঞ্জে গাভী পালন বিষয়ক অনাবাসিক প্রশিক্ষণ ও বাজার সংযোগ কর্মশালা অনুষ্ঠিত চাঁপাইনবাবগঞ্জে গাভী পালন বিষয়ক অনাবাসিক প্রশিক্ষণ ও বাজার সংযোগ কর্মশালা (ভেল্যু চেইন) অনুষ্ঠানের আয়োজন করেছে প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটির আরএমটিপি প্রকল্প। আজ সকালে প্রয়াসের ইউনিট-২৩ নতুনহাটে এই প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। এতে প্রশিক্ষণ প্রদান করেন জেলা প্রাণিসম্পদ অফিসার ডা. গোলাম মোস্তফা। পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ)’র ভ্যালু চেইনে সম্পৃক্ত স্টেকহোল্ডারদের টেকসই উন্নয়নের মাধ্যমে মানসম্মত দুধ উৎপাদন ও দুগ্ধজাত পণ্যের বহুমাত্রিকীকরণ প্রকল্পের আওতায় এই প্রশিক্ষণ ও বাজার সংযোগ কর্মশালা (ভেল্যু চেইন) অনুষ্ঠানের আয়োজন করে প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটি। প্রয়াসের আরএমটিপি প্রকল্পের কার্যক্রম সম্পর্কে বিস্তারিত তথ্য তুলে ধরেন প্রকল্পের ফোকাল পার্সন ডা. রাজিন বিন রেজাউল। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- প্রয়াস হসপিটালের সিনিয়র ম্যানেজার হোসেন আলী, প্রয়াসের ইউনিট-২৩ নতুনহাট ব্যবস্থাপক ছানোয়ার হোসেন, আরএমটিপি প্রকল্পের প্রকল্প ব্যবস্থাপক ডা. মাহমুদুল হাসান, কৃষি কর্মকর্তা মোস্তাফিজুর রহমান, আরএমটিপি (সরিষা তেল) প্রকল্প ব্যবস্থাপক রিফাত আমিন হিরা, আরএমটিপি প্রকল্পের সহকারী ভ্যালুচেইন ফ্যাসিলিটেটর হাসান আলী, প্রয়াসের অফিসার শাহরিয়ার শিমুলসহ অন্যান্যরা।

চাঁপাইনবাবগঞ্জে মাধ্যমিক শিক্ষা জাতীয়করণের দাবিতে  শিক্ষকদের মানববন্ধন

চাঁপাইনবাবগঞ্জে মাধ্যমিক শিক্ষা জাতীয়করণের দাবিতে  শিক্ষকদের মানববন্ধন   বৈষম্য দূরীকরণে মাধ্যমিক স্তরের বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণ, জাতীয়করণের পূর্বে পর্যন্ত শিক্ষা প্রশাসন বিভিন্ন পদে সরকারি স্কুলের শিক্ষকদের পদায়ন বন্ধ রাখা ও শিক্ষা সংস্কার কমিশন গঠনের দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করেছেন শিবগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষা পরিবার। মানববন্ধন শেষে বিক্ষোভ মিছিল নিয়ে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে গিয়ে উপজেলা নির্বাহী অফিসার আকতাবুজ্জামান আল ইমরানের কাছে শিক্ষা উপদেষ্টা বরাবর স্বারক লিপি জমা দেন শিক্ষকরা। আজ সকালে উপজেলা শিক্ষা অফিসের সামনে ঘন্টা ব্যাপি চলা বন্ধনে বক্তব্য দেন, দুপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শামসুল হক, বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সিরাজুদ্দৌলা, বিনাদপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাবির উদ্দিন, শ্যামপুর উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক বাবুল ইসলাম, কানসাট উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক জাহাঙ্গীর আলমসহ অন্যরা। এসময় ৮০টি মাধ্যমিক উচ্চ বিদ্যালয়, ৫ টি মাদ্রাসা ও ২২ টি কলেজের শিক্ষকবৃন্দ অংশগ্রহণ করে। এদিকে, বৈষম্য দূরীকরণে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণ, জাতীয়করণের পূর্ব পর্যন্ত শিক্ষা প্রশাসনের বিভিন্ন পদে সরকারি স্কুলের শিক্ষকদের পদায়ন বন্ধ রাখা ও শিক্ষক সংস্কার কমিশন গঠনসহ ৪ দফা দাবিতে গোমস্তাপুরে মানববন্ধন, বিক্ষোভ মিছিল ও স্মারকলিপি প্রদান করেছে শিক্ষকরা। আজ বেলা সাড়ে ১১ টার দিকে মাধ্যমিক শিক্ষা অফিসের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। বেসরকারী (এমপিওভুক্ত) শিক্ষক-কর্মচারী ঐক্যজোট ও বাংলাদেশ মাদ্রাসা শিক্ষক সমিতির ব্যানারে আধা ঘন্টাব্যাপি চলে এই মানববন্ধন। এতে উপস্থিত ছিলেন গোমস্তাপুর উপজেলা বেসরকারি মাধ্যমিক শিক্ষক ও কর্মচারী কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক কাওসার আলী, সদস্য সচিব রফিকুল ইসলাম, যুগ্ম সম্পাদক জাহাঙ্গীর ইসলাম, মাদরাসা শিক্ষক ও কর্মচারী কল্যাণ সমিতির সভাপতি আব্দুল হাই সিদ্দিকী কামাল ও সেক্রেটার ইকরামুল হক, গোমস্তাপুর টিবিএম কলেজের অধ্যক্ষ শফিকুল ইসলামসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান ও শিক্ষকরা। মানববন্ধন শেষে শিক্ষক ও শিক্ষকনেতারা উপজেলা চত্বরে বিক্ষোভ মিছিল করে। পরে উপজেলা নির্বাহী অফিসার নিশাত আনজুম অনন্যার মাধ্যমে শিক্ষা উপদেষ্টা বরাবর তাদের ৪ দফা দাবি সম্বলিত স্মারকলিপি প্রদান করেন।