চাঁপাইনবাবগঞ্জে হজ যাত্রীদের দুদিনের প্রশিক্ষণ শুরু

চাঁপাইনবাবগঞ্জে হজ যাত্রীদের দুদিনের প্রশিক্ষণ শুরু চাঁপাইনবাবগঞ্জ জেলার সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় গমনেচ্ছু হজযাত্রীদের হজ বিষয়ক দুদিনের প্রশিক্ষণ শুরু হয়েছে। জেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রে এই প্রশিক্ষণ অনুষ্ঠিত হচ্ছে। আজ সকালে প্রধান অতিথি হিসেবে এই প্রশিক্ষণের উদ্বোধন করেন সরকারের যুগ্ম সচিব ও চাঁপাইনবাবগঞ্জের জেলা প্রশাসক আব্দুস সামাদ। বিশেষ অতিথি হিসেবে আলোচনা করেন ইসলামি ব্যাংক পিএলসি, চাঁপাইনবাবগঞ্জ শাখার এসএভিপি আবু সাঈদ আব্দুল্লাহ, রাহবারে হারামাইন ট্যুরস এন্ড ট্রাভেলসসের স্বত্বাধিকারী ও হাব প্রতিনিধি আবুল হোসাইন, জোড়গাছি বায়তুল আতিক জামে মসজিদের খতিব মাওলানা আব্দুল মাতিনসহ অন্যরা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চাঁপাইনবাবগঞ্জ জেলা ইসলামিক ফাউন্ডেশনের উপপরিচালক গোলাম মোস্তফা। ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের সহযোগিতায় ইসলামিক ফাউন্ডেশন চাঁপাইনবাবগঞ্জ জেলা কার্যালয় এই প্রশিক্ষণের আয়োজন করেছে। অনুষ্ঠানে জানানো হয় এবার চাঁপাইনবাবগঞ্জ জেলা থেকে এক হাজার একশ আটাশ জন হজযত্রী হজব্রপালনে সৌদি আরব যাবেন। তার মধ্যে ৪২ জন সরকারিভাবে এবং এক হাজার ৮৬ জন। আগামী ২৯ এপ্রিল থেকে হজযাত্রীরা চাঁপাইনবাবগঞ্জ থেকে যাত্রা শুরু করবেন বলে জানানো হয়।
সাবেক ইউপি চেয়ারম্যান ওমর আলী গ্রেপ্তার

চরবাগডাঙ্গা ইউপির সাবেক চেয়ারম্যান ওমর আলী গ্রেপ্তার চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার চরবাগডাঙ্গা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ওমর আলীকে গ্রেপ্তার করেছে যৌথবাহিনী। গত সোমবার দিবাগত রাত ৩টার দিকে অভিযান চালিয়ে নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তিনি ওই ইউনিয়নের চাকপাড়া গ্রামের মৃত আলতাফ হোসেনের ছেলে। চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মতিউর রহমান বলেন, ওমর আলীর বিরুদ্ধে বিস্ফোরকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একাধিক মামলা রয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে যৌথবাহিনী অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। পরে আজ মঙ্গলবার দুপুরে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে
নাচোলে বর্ণিল আয়োজনে পালিত হলো বর্ষবরণ

নাচোলে বর্ণিল আয়োজনে পালিত হলো বর্ষবরণ চাঁপাইনবাবগঞ্জ জেলার নাচোল উপজেলা প্রশাসনের আয়োজনে নববর্ষ ১৪৩২ বর্ষবরণ উৎসব পালিত হয়েছে। উপজেলা ৎফাঘষ চত্বরে সকাল ৮ টায় জাতীয় পতাকা উত্তোলন, বর্ণিল শোভাযাত্রা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পান্তাভাত পরিবেশনের মধ্য দিয়ে এই উৎসব অনুষ্ঠিত হয়। সোমবার সকাল সাড়ে ৮ টায় উপজেলা চত্বর থেকে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রাজিয়া সুলতানার নেতৃত্বে শুরু হওয়া শোভাযাত্রায় অং নেন, উপজেলা প্রশাসনের কর্মকর্তা ও কর্মচারী, শিক্ষক-শিক্ষার্থী, সাংস্কৃতিক সংগঠনের কর্মীরা এবং নানা বয়সী মানুষ। শোভাযাত্রায় মুখোশ, মাছধরা জাল, গরুর গাড়ি, লাঙ্গল, নিয়ে তুলে ধরা হয়েছে গ্রামীণ জীবন ও প্রকৃতি নির্ভর মানুষের সংগ্রামের রূপ ফুটে উঠে। হলুদ, লাল, সবুজ ও কমলা রঙের পোশাকে সাজেন সবাই। নারীদের মাথায় ফুলের মালা, হাতে রঙিন চুড়ি এবং শিশুদের মুখে উচ্ছ্বাস সব মিলিয়ে ছিলো প্রাণবন্ত পরিবেশ। শোভাযাত্রাটি উপজেলা চত্বর থেকে শুরু করে পৌর এলাকার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় উপজেলা চত্বরে শেষ হয়। সংক্ষিপ্ত আলোচনাসভা শেষে স্থানীয় শিল্পীদের অংশগ্রহণে সংগীত পরিবেশন করা হয়। এতে উপস্থিত দর্শকরা আনোন্দ উল্লাসে মেতে ওঠে। অপরদিকে নাচোল সরকারি কলেজ, মহিলা কলেজ, খুরশেদ মোল্লা সরকারি উচ্চ বালিকা বিদ্যালয়, মুন্সী হযরত আলী উচ্চ বিদ্যালয়, এশিয়ান স্কুল এন্ড কলেজ, বেগম মহসিন ফাজিল মাদ্রাসা তারা নিজ উদ্যোগে নিজ প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের নিয়ে বর্ষবরণ উৎসব পালন করেন।
চাঁপাইনবাবগঞ্জে নানা আয়োজনে বর্ষবরণ

চাঁপাইনবাবগঞ্জে নানা আয়োজনে বর্ষবরণ পুরোনোকে বিদায় জানিয়ে নতুন উদ্দীপনায় পথচলার নির্মল আনন্দে চাঁপাইনবাবগঞ্জে বরণ করা হচ্ছে বাংলা সন ১৪৩২কে। পুরাতন গ্লানি মুছে ফেলে নতুন উদ্যোমে এগিয়ে যাওয়ার প্রত্যয়ে নতুর বছরকে বরণ করা হচ্ছে। বর্ষবরণে চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসনসহ শিবগঞ্জ, গোমস্তাপুর, নাচোল ও ভোলাহাট উপজেলা প্রশাসন, সরকারি দপ্তর ও বেসরকারি দপ্তর, শিক্ষাপ্রতিষ্ঠান ও সামাজিক-সাংস্কৃতিক সংগঠন, এনজিও নানান কর্মসূচির আয়োজন করে। জেলা প্রশাসনের আয়োজনে সোমবার পহেলা বৈশাখ সকাল সাড়ে ৮টায় ‘বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা’ বের হয়। জেলা প্রশাসকের কার্যালয় চত্বর থেকে বর্ণিল শোভাযাত্রাটি শুরু হয়ে জেলা শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে চাঁপাইনবাবগঞ্জ মঞ্চে এসে শেষ হয়। শোভাযাত্রায় নজর কাড়ে ঐতিহ্যবাহী গরুর গাড়ি, মাথাল মাথায় ও কাস্তে হাতে কৃষক, মাছ ধরার জাল, কলসি কাঁকে গৃহবধূ, গায়ে হলুদ. পাল্কিসহ আবহমান বাংলার কৃষকের নানা উপকরণ। সেই সঙ্গে বাঙালির হাজার বছরের ঐতিহ্য ঢাকঢোল, নানা রকমের প্রতিকৃতি, অংশগ্রহণকারীদের নানান রংয়ের বাহারী পোশাক আর কুলায় লেখা শুভ নববর্ষ ইত্যাদি। শোভাযাত্রা শেষে মঞ্চের সামনে বেলুন উড়িয়ে দিনব্যাপী লোকজ মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক মো. আব্দুস সামাদ। সকাল সাড়ে ৯টায় চাঁপাইনবাবগঞ্জ মঞ্চে শুরু হয় দিনব্যাপী সাংস্কৃতিক অনুষ্ঠান। জাতীয় সংগীতের মাধ্যমে শুরু হয় অনুষ্ঠান। গাওয়া হয় এসোহে বৈশাখ এসো এসো গানটিসহ বৈশাখী গান। অনুষ্ঠানে জেলা শিল্পকলা অ্যাকাডেমি, প্রয়াস ফোক থিয়েটার ইনস্টিটিউটসহ বিভিন্ন শিল্পী গোষ্ঠী সংগীত পরিবেশন করে। মঞ্চের সামনে বসা দর্শকদের মধ্যে চাঁপাইনবাবগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি বিতরণ করে নানান ধরনের ঐতিহ্যবাহী খাবার। এর উদ্বোধন করেন জেলা প্রশাসক মো. আব্দুস সামাদ। অনুষ্ঠানে বিভিন্ন প্রতিযোগিতার বিজয়িদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। কর্মসূচিতে অংশগ্রহণ করেন পুলিশ সুপার মো. রেজাউল করিম, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. আফাজ উদ্দিন, সিভিল সার্জন ডা. শাহাব উদ্দিন, স্থানীয় সরকার শাখার উপ-পরিচালক উজ্জ্বল কুমার ঘোষ, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আনিসুর রহমান, সদর উপজেলা নির্বাহী অফিসার তাছমিনা খাতুন, প্রয়াস মানিবক উন্নয়ন সোসাইটির প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক হাসিব হোসেনসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা।
চাঁপাইনবাবগঞ্জে প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটির বর্ষবরণ

চাঁপাইনবাবগঞ্জে প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটির বর্ষবরণ চাঁপাইনবাবগঞ্জে জাঁকমকপূর্ণ পরিবেশে নতুন বছরকে বরণ করেছে প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটি। এ উপলক্ষে বর্ষবরণ আনন্দ শোভাযাত্রার আয়োজন করা হয়। সোমবার সাকলে বর্ষবরণ আনন্দ শোভাযাত্রাটি জেলা শহরের বেলেপুকুর থেকে শুরু হয়ে জেলা প্রশাসনের কর্মসূচিতে অংশগ্রহণ করে। বর্ষবরণ আনন্দ শোভাযাত্রায় নেতৃত্ব দেন, প্রয়াসের প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক হাসিব হোসেন। এসময় উপস্থিত ছিলেন, প্রয়াসের পরিচালক ও রেডিও মহানন্দার স্টেশন ম্যানেজার আলেয়া ফেরদৌস, পরিচালক পঙ্কজ কুমার সরকার, যুগ্ম পরিচালক নাসের উদ্দিন, সিনিয়র সহকারী পরিচালক আবুল খায়ের খান, সহকারী পরিচালক মু. তাকিউর রহমান, কনিষ্ঠ সহকারী পরিচালক ফারুক আহমেদ, ফিরোজ আলম, শাহাদাৎ হোসেন, আবুল কালাম আজাদসহ প্রয়াস, রেডিও মহানন্দা, প্রয়াস ফোক থিয়েটার ইনস্টিটিউট, প্রয়াস হাসপিটালসহ বিভিন্ন প্রকল্পের কর্মকর্তাসহ অন্যরা। বর্ষবরণ আনন্দা শোভাযাত্রা শেষে গ্রিন ভিউ উচ্চ বিদ্যালয়ের সামনে সংক্ষিপ্ত সমাবেশে শুভেচ্ছা বক্তব্য দেন প্রয়াসের প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক হাসিব হোসেন। তিনি বলেন, আমাদের মধ্যে শান্তি থাকলে রাষ্ট্রীয় জায়গায় শান্তি বজায় থাকবে- এই প্রত্যাশা আমাদের। আগামীর দিনগুলো যদি আমরা সুন্দরভাবে বিশ্লেষণ করতে পারি, অতীতের দিনগুলো বিশ্লেষণ করতে পারি তাহলে আমাদের পথচলাটা আমরা খুঁজে পাবো। তিনি আরো বলেন, আমরা খুব স্বল্প সময়ে আজকের আয়োজনে অংশগ্রহণ করেছি। গত ৪ বছরে রোজা, করোনার পর এবছর সর্বোচ্চ সংখ্যক মানুষ নিয়ে প্রয়াসের সবচেয়ে বড় আয়োজন। এজন্য কমিটি করে দিয়েছিলাম যারা খাবার, সাজ ও বিচারক কমিটিতে ছিলেন। সবথেকে বড় বিপদ বিচারক হওয়া, বিশেষ করে চিন্তা হয় কাউকে বেশি গুরুত্ব দেওয়া হলো কিনা এই প্রশ্নের মুখে পড়তে হয়। হাসিব হোসেন বলেন, এই সবকিছুর পরেও কবির ভাষায় বলতে চাই, মুছে যাক গ্লানি ঘুচে যাক জরা অগ্নি স্নানে শুচি হোক ধরা। আমাদের যত গ্লানি ছিলো এই অগ্নিস্নানের মধ্য দিয়ে তা দূরীভূত করবো। আমরা নিজেদের মধ্যে যদি সবাই ভালো থাকি তাহলে সবাই ভালো থাকবো। নিজেদের মধ্যে দুই একজন খারাপ থাকি তাহলেও কিন্তু সেটা ভালো নয়। সবাইকে নিয়ে ভালো থাকার চেষ্টা করাটা আমাদের মানবিক দায়িত্ব বা মানুষ হিসেবে দায়িত্ব। আরেকটি কথা, মানুষ কখনো পিছনে হাঁটতে পারে না। মানুষ সবসময় সামনে হাঁটে। সবাই একে অপরের সাথে মিলে এই নববর্ষে প্রতিজ্ঞাবদ্ধ হই, আগামী দিনকে যত গ্লানি যত জরা আছে তা অগ্নিস্নানে সুন্দর হয়ে উঠুক-আমি এই প্রত্যাশা করি। আনন্দ শোভাযাত্রা শেষে যেমন খুশি তেমন সাজোতে মোট ২২ জনকে উপহার প্রদান করা হয়।
চাঁপাইনবাবগঞ্জে প্রতারণার অভিযোগে গ্রেপ্তার এক

চাঁপাইনবাবগঞ্জে প্রতারণার অভিযোগে গ্রেপ্তার এক চাঁপাইনবাবগঞ্জে প্রতারণার মাধ্যমে বিদেশে নিয়ে চাকরি দেয়ার নামে অসহায় মানুষদের লাখ লাখ টাকা হাতিয়ে নেয়ার অভিযোগে মো. সিরাজুল ইসলাম (৫৪) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে র্যাব। গত শনিবার দিবাগত মধ্য রাতে বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহান সেতুর টোল প্লাজা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে র্যাব জানায়। গ্রেপ্তার হওয়া ব্যক্তি পিটিআই মাস্টারপাড়ার মৃত ফজলুর রহমানের ছেলে। রবিবার সকালে এক সংবাদ বিজ্ঞপ্তিতে র্যাব এই তথ্য জানিয়েছে। সংবাদ বিজ্ঞপ্তিতে র্যাব আরো জানায়, গ্রেপ্তার হওয়া ব্যক্তি দীর্ঘদিন ধরে প্রতারণা চক্রের সাথে সংঘবদ্ধভাবে গ্রামের সহজ সরল লোকদের বিদেশে নিয়ে ভালো বেতনের চাকরি প্রদানের প্রলোভন দেখিয়ে লাখ লাখ টাকা হাতিয়ে নিয়েছে। একজন ভুক্তভোগীর অভিযোগের ভিত্তিতে র্যাব-৫, চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের একটি দল গোয়েন্দা তথ্যের মাধ্যমে সিরাজুল ইসলামের অবস্থান নিশ্চিত হয়ে বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহান সেতুর টোল প্লাজা এলাকা অভিযান চালায়। অভিযানে সিরাজুল ইসলামকে গ্রেপ্তার করা হয়। এ ব্যাপারে চাঁপাইনবাবগঞ্জ জেলার সদর থানায় মামলা রুজু করা হয়েছে।
বাল্যবিবাহ বন্ধ, শিশুর অধিকার ও সুরক্ষায় পরিকল্পনামূলক সভা

বাল্যবিবাহ বন্ধ, শিশুর অধিকার ও সুরক্ষায় পরিকল্পনামূলক সভা চাঁপাইনবাবগঞ্জে বাল্যবিবাহ বন্ধ, শিশুর অধিকার ও সুরক্ষা এবং বাল্যবিবাহ মুক্তকরণে আলোচনা ও করণীয় শীর্ষক আলোচনা ও পরিকল্পনামূলক সভা অনুষ্ঠিত হয়েছে। আজ সকালে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের সম্মেলন কক্ষে, এসএসবিসি প্রকল্পের সহায়তায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর চাঁপাইনবাবগঞ্জ শাখা এই কর্মসূচির আয়োজন করে। ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের সোশ্যাল অ্যান্ড বিহেভিয়ার চেঞ্জ প্রকল্পের আওতায় আয়োজিত কর্মশালায় অংশগ্রহণ করেন, সরকারি কর্মকর্তা, স্থানীয় নেতৃবৃন্দ, স্বাস্থ্য ও সমাজকর্মী, ব্যভসায়ী প্রতিনিধি শিশু ও যুব সমাজের প্রতিনিধি ও ধর্মীয় নেতবৃন্দ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, বিশিষ্ট সমাজকর্মী ফারুকা বেগম, সোশ্যাল অ্যান্ড বিহেভিয়ার চেঞ্জ প্রকল্পের ব্যবস্থাপক উত্তম মন্ডল, আবদুর রহিমসহ অন্যান্যরা। আলোচনা ও পরিকল্পনামূলক সভায় অতিথিরা বাল্যবিয়ে ও শিশুর প্রতি সংহিসতা বন্ধে সচেতনতামূলক কার্যক্রম আরো জোরদার করার আহ্বান জানান। এই সময়ে বাল্য বিয়ে নিরোধ আইন, কারণ ও প্রতিরোধ, বন্ধে অভিভাবক ও সমাজের বিভিন্ন স্তরের মানুষের করণীয় শীর্ষক আলোচনা ও মতামত গ্রহণ করা হয় এবং প্রত্যেকে নিজ নিজ গ্রাম ও ওয়ার্ডকে বাল্যবিবাহ মুক্ত করার কর্মপরিকল্পনা গ্রহণ করেন।
ঢাকাস্থ চাঁপাইনবাবগঞ্জ জেলা সমিতির সভাপতি হলেন ইঞ্জিনিয়ার নূরুল

ঢাকাস্থ চাঁপাইনবাবগঞ্জ জেলা সমিতির সভাপতি হলেন ইঞ্জিনিয়ার নূরুল চাঁপাইনবাবগঞ্জ জেলা সমিতি, ঢাকার ২০২৫-২০২৮ মেয়াদের নির্বাহী কমিটির সভাপতি পদে ইঞ্জিনিয়ার মো. নুরুল ইসলাম ও সাধারণ সম্পাদক হিসেবে অ্যাডভোকেট দেলওয়ার হোসেন নির্বাচিত হয়েছেন। শনিবার সমিতির অ্যাডহক কমিটি ও নির্বাচন পরিচালনা কমিটির যৌথ সভায় এ ফলাফল ঘোষণা করা হয়। অ্যাডহক কমিটির আহ্বায়ক ইঞ্জিনিয়ার মো. মশিউর রহমান ও নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান মো. খায়রুল আনাম ফলাফল ঘোষণা করেন। পরে নবনির্বাচিত কমিটির নিকট দায়িত্বভার হস্তান্তর করেন। নির্বাহী কমিটির নির্বাচিত অন্য সদস্যরা হলেন— সহসভাপতি ফিরোজ আহম্মেদ ও ইঞ্জিনিয়ার নজরুল ইসলাম; সহসাধারণ সম্পাদক ফুরকান হাবিব; কোষাধ্যক্ষ মো. ইসমাইল হক; সাংগঠনিক সম্পাদক মো. সারিউল ইসলাম রাজু (সদর), মেজর (অব.) মো. আমিরুল ইসলাম (শিবগঞ্জ), মোহা. আবুল কালাম আজাদ (ভোলাহাট), মো. মশিদুল হক (নাচোল) ও মো. কামরুল হাসান (গোমস্তাপুর); প্রচার ও প্রকাশনা সম্পাদক মো. জহিরুল ইসলাম; ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক জিয়াউল হক সবুজ, শিক্ষা ও ছাত্রবিষয়ক সম্পাদক প্রকৌশলী শামিম আহমেদ; সমাজকল্যাণ সম্পাদক মো. আনারুল ইসলাম; মহিলা বিষয়ক সম্পাদক মোসা. রেবেকা সুলতানা ও দপ্তর সম্পাদক সৈয়দ নাজমুল ইসলাম মানিক। এছাড়া নির্বাহী সদস্য পদে নির্বাচিত হয়েছেন— মো. আবুল কালাম আজাদ, মো. দুরুল হুদা, আব্দুল কাদের, আনোয়ারুল শোয়েব, মো. শফিকুল ইসলাম, সারিউল ইসলাম, মো. শহিদুল ইসলাম, মো. মইফুল ইসলাম, মোহাম্মদ আশফাকুল আশেকীন, মো. মাহ্্ফুজ আলম, আনোয়ারুল ইসলাম মাসুম ও অ্যাড. ইব্রাহিম খলিল।
চাঁপাইনবাবগঞ্জে শিশু সুরক্ষা ও সংহিসতা প্রতিরোধে ৩ দিনব্যাপী কর্মশালার সমাপনী

চাঁপাইনবাবগঞ্জে শিশু সুরক্ষা ও সংহিসতা প্রতিরোধে ৩ দিনব্যাপী কর্মশালার সমাপনী চাঁপাইনবাবগঞ্জে শিশুর সুরক্ষা, সংহিসতা প্রতিরোধ ও মোকাবিলার জন্যে বিশেষ কৌশল হিসেবে ধর্মীয় নেতাদের মতামত ও প্রশিক্ষণ বিষয়ক ১০-১২ এপ্রিল পর্যন্ত ৩ দিনব্যাপী কর্মশালার সমাপনী অনুষ্ঠিত হয়েছে। আজ সকালে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের সম্মেলন কক্ষে, এসএসবিসি প্রকল্পের সহায়তায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এই কর্মসূচির আয়োজন করে। ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের সোশ্যাল অ্যান্ড বিহেভিয়ার চেঞ্জ প্রকল্পের আওতায় আয়োজিত কর্মশালায় অংশগ্রহণ করেন স্থানীয় ধর্মীয় নেতারা। অনুষ্ঠানে ইমাম আবুল কালাম আজাদের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রশিক্ষণ কর্মশালা পরিচালিত হয়। প্রশিক্ষণে ধর্মীয় নেতাদের বাল্য বিয়ে নিরোধ আইন, কারণ ও প্রতিরোধ, বন্ধে অভিভাবক ও ধর্মীয় নেতাদের করণীয় শীর্ষক আলোচনা করেন, চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার নারী ও শিশু কর্মকর্তা রোকসি খানম, নবাবগঞ্জ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মাওলানা মুফতী মো. আবদুল হানিফ কাদের ও ইসলামিক ফাউন্ডেশনের ফিল্ড সুপারভাইজার আতাউর রহমান এবং সোশ্যাল অ্যান্ড বিহেভিয়ার চেঞ্জ প্রকল্পের ব্যবস্থাপক উত্তম মন্ডল, আবদুর রহিমসহ অন্যান্যরা। প্রশিক্ষণে বক্তারা বাল্যবিয়ে ও শিশুর প্রতি সংহিসতা বন্ধে সচেতনতামূলক কার্যক্রম আরো জোরদার করার আহ্বান জানান। এই সময়ে ধর্মীয় নেতাদের বাল্য বিয়ে নিরোধ আইন, কারণ ও প্রতিরোধ, বন্ধে অভিভাবক ও ধর্মীয় নেতাদের করণীয় শীর্ষক আলোচনা ও মতামত গ্রহণ করা হয়। প্রশিক্ষণ কর্মশালায় ২০ জন ইমাম ও পুরোহিত অংশগ্রহণ করেন এবং প্রত্যেকে নিজ নিজ গ্রাম ও ওয়ার্ডকে বাল্যবিবাহ মুক্ত করার কর্মপরিকল্পনা গ্রহণ করেন।
চাঁপাইনবাবগঞ্জে প্রয়াসের মাঠপর্যায়ের কর্মকর্তাদের নিয়ে উদ্বুদ্ধকরণ সমাবেশ

চাঁপাইনবাবগঞ্জে প্রয়াসের মাঠপর্যায়ের কর্মকর্তাদের নিয়ে উদ্বুদ্ধকরণ সমাবেশ অনুষ্ঠিত চাঁপাইনবাবগঞ্জে প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটির মাঠপর্যায়ের কর্মকর্তাদের নিয়ে উদ্বুদ্ধকরণ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এই সমাবেশে চাঁপাইনবাবগঞ্জ সদর জোনের (সদর, রানীহাটি, শিবগঞ্জ ও নতুনহাট অঞ্চল) মাঠপর্যায়ের কর্মকর্তারা অংশ নেন। শনিবার চাঁপাইনবাবগঞ্জ শহরের রেহাইচরে অবস্থিত জেলা শিল্পকলা অ্যাকাডেমিতে এই উদ্বুদ্ধকরণ সমাবেশ অনুষ্ঠিত হয়। প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটির ক্ষুদ্রঋণ কার্যক্রমের আওতায় ক্ষুদ্রঋণ কার্যক্রমে স্বচ্ছতা, জবাবদিহিতা ও কার্যক্রমকে আরো বেগবান করার লক্ষে আয়োজিত সমাবেশে এলাকাভিত্তিক চলমান ক্ষুদ্রঋণ কার্যক্রমের বর্তমান অবস্থা ও আগামীতে কিভাবে অগ্রগতি আনা যায়, তার ওপর রিপোর্টভিত্তিক পর্যালোচনা করা হয়। সমাবেশে মাঠপর্যায়ের বিভিন্ন সমস্যা সম্পর্কিত তথ্য তুলে ধরেন মাঠকর্মী ও ইউনিট ম্যানেজারগণ। সমস্যার সমাধান কীভাবে করা যাবে তা নিয়ে আলোচনা করেন প্রয়াসের পরিচালক পঙ্কজ কুমার সরকার। সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটির প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক হাসিব হোসেন। তিনি সকলের উদেশ্যে বলেন— মাঠপর্যায়ের সকল সমস্যা সমাধান করে, সকলের প্রচেষ্টায় প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটিকে একটি আধুনিক মাইক্রোফিন্যান্স প্রতিষ্ঠান হিসেবে প্রতিষ্ঠিত করতে হবে এবং বাংলাদেশের প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নের জন্য ভূমিকা রাখতে হবে। এর জন্য প্রতিষ্ঠানের কর্মীদের আরো বেশি দক্ষ হিসেবে গড়ে তোলার জন্য প্রতিষ্ঠান সকল ধরনের ব্যবস্থা গ্রহণ করবে। এর পাশাপাশি কর্মী ও কর্মকর্তারা আধুনিক তথ্যপ্রযুক্তি ব্যবহার করে নিজেকে আরো বেশি দক্ষ করে তুলে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করে প্রান্তিক মানুষের জন্য কাজ করে যাবেন। সমাবেশে উপস্থিত ছিলেন— প্রয়াসের সহকারী পরিচালক মু. তাকিউর রহমান, কনিষ্ঠ সহকারী পরিচালক (প্রশিক্ষণ বিভাগ) আব্দুস সালাম, কনিষ্ঠ সহকারী পরিচালক মো. সাহাদাত হোসেন, চাঁপাইনবাবগঞ্জ সদর জোনের জোনাল ম্যানেজার মো. তরিকুল ইসলামসহ চাঁপাইনবাবগঞ্জ সদর, রানীহাটি, শিবগঞ্জ ও নতুনহাট জোনের আঞ্চলিক ব্যবস্থাপক, ইউনিট ম্যানেজার ও কর্মকর্তা এবং প্রয়াসের সহযোগী সংগঠনের প্রতিনিধিসহ বিভিন্ন প্রকল্পের সমন্বয়কারীগণ।