গোমস্তাপুরের চৌডালায় শীতবস্ত্র বিতরণ

গোমস্তাপুরের চৌডালায় শীতবস্ত্র বিতরণ গোমস্তাপুর উপজেলার চৌডালা ইউনিয়নে শীতার্ত ও দুস্থ অসহায় মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। আজ সকালে ইউনিয়ন পরিষদ চত্বরে শীতবস্ত্রগুলো বিতরণ করা হয়। উপজেলা প্রশাসন আয়োজিত বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চৌডালা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম কিবরিয়া হাবিব, প্রশাসনিক কর্মকর্তা রবিউল ইসলাম, ইউনিয়ন পরিষদের সদস্য শরিফ উদ্দিন, নারী সদস্য রেবিনা ও সামেনা বেগমসহ এলাকার ব্যক্তিরা। এ সময় ওই ইউনিয়নের ২০০জন শীতার্ত ও দুস্থ মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।

নাচোলে তারুণ্যের ভাবনায় আগামীর ভবিষ্যত শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত

নাচোলে তারুণ্যের ভাবনায় আগামীর ভবিষ্যত শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত “এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই” এই প্রতিপাদ্যকে সামনে রেখে নাচোলে খোলসি দ্বিমুখী উচ্চ বিদ্যালয় মিলনায়তনে ফতেপুর ইউনিয়ন পরিষদের আয়োজনে তারুণ্যের ভাবনায় আগামীর ভবিষ্যত শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। আজ সকালে চেয়ারম্যান ইসমাইল হক অপুর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সহকারী কমিশনার ভূমি সবুজ হাসান। এছাড়া আরো বক্তব্য দেন উপজেলা প্রকৌশলী শাহিনুল ইসলাম, সহকারি প্রোগ্রামার (আইসিটি) সোহেল রানা, পল্লী সঞ্চয় ব্যাংকের শাখা ব্যবস্থাপক হাবিবুর রহমান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা দুলাল হোসেন, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আলমগীর হোসেন, মির্জাপুর কলেজের অধ্যক্ষ শেখ জাহাঙ্গীর আলম, খোলসি দ্বীমূখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক তোফিকুল ইসলাম, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের চাঁপাইনবাবগঞ্জ আহ্বায়ক কমিটির যুগ্ম আহ্বায়ক মিনহাজুল ইসলাম ও খাতিজা খাতুন মিম। এ ছাড়া বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকমন্ডলী ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন পল্লী উন্নয়ন কর্মকর্তা হারুন অর রশীদ। প্রধান অতিথি তার বক্তব্য বলেন, “নতুন উন্নয়নশীল বাংলাদেশ গড়ার প্রত্যয়ে তরুণদের অংশগ্রহণ খুবই গুরুত্বপূর্ণ। তাই আগামীর বাংলাদেশ গঠনে তারুণ্যের শক্তি কাজে লাগাতে হবে।” পরে জনস্বাস্থ্য রক্ষায় স্বাস্থ্য সম্মত শৌচাগার, হাত ধোয়ার চেয়ে অধিক গুরুত্বপূর্ণ এই বিষয়ের উপর ১০টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের নিয়ে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। পরে বিজয়ী ও বিজিতদের মাঝে পুরস্কার বিতরন করা হয়।

চাঁপাইনবাবগঞ্জে টাস্কফোর্স পরিচালিত ভ্রাম্যমাণ আদালতে রেস্তাাঁরা ও ফার্মেসীর অর্থদন্ড

চাঁপাইনবাবগঞ্জে টাস্কফোর্স পরিচালিত ভ্রাম্যমাণ আদালতে রেস্তাাঁরা ও ফার্মেসীর অর্থদন্ড চাঁপাইনবাবগঞ্জ শহরে জেলা টাস্কফোর্স পরিচালিত ভ্রাম্যমাণ আদালতে নোংরা পরিবেশে খাদ্য পরিবেশন ও মেয়াদোত্তীর্ণ ঔষধ রাখার দায়ে একটি রেস্তোরা ও একটি ফার্মেসিকে এক হাজার টাকা করে দুই হাজার টাকা অর্থদন্ড করা হয়েছে। আজ দুপুরে নতুনহাট এলাকায় অভিযান চালানো হয়। অভিযানে লিমা ফার্মেসি ও বিনয় মিষ্টান্ন ভান্ডারকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের ৫১ ও ৪৩ ধারায় অর্থদন্ড করেন জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট আমিনুল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) নাকিব হাসান তরফদার, জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক আসাদুজ্জামান রুমেল, জেলা স্যানিটারি ইন্সপেক্টর কোবাদ আলী,সদর থানার উপ-পরিদর্শক(এসআই) আব্দুল হাই প্রমুখ।

অধ্যাপক গোলাম কবিরের দাফন সম্পন্ন

অধ্যাপক গোলাম কবিরের দাফন সম্পন্ন চাঁপাইনবাবগঞ্জের কৃতী সন্তান রাজশাহী কলেজের সাবেক শিক্ষক, লেখক, গবেষক অধ্যাপক গোলাম কবির মো. নূরুল হুদার দাফন সম্পন্ন হয়েছে। বুধবার দুপুর ২টায় চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার আজাইপুর আরামবাগ পোল্লাডাঙ্গা গোরস্থানে নামাজে জানাজা শেষে তাঁকে দাফন করা হয়। জানাজায় রাজশাহী শিক্ষা বোর্ডের সাবেক চেয়ারম্যান হাবিবুর রহমানসহ শিক্ষক, মরহুমের ছাত্রসহ বহু মানুষ অংশগ্রহণ করেন। এর আগে গত মঙ্গলবার দুপুরে বার্ধক্যজনিত রোগে চিকিৎসাধীন অবস্থায় ঢাকার সামরিক হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি (ইন্না লিল্লাহি ওয়া ইন্ন ইলাহি রাজিউন)। অধ্যাপক গোলাম কবির চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার ১৪নং ওয়ার্ডের পোল্লাডাঙ্গা মহল্লার মাওলানা হেশাম উদ্দিনের ছেলে এবং প্রয়াত সাংবাদিক অধ্যাপক জিকেএম শামসুল হুদার ছোট ভাই ও সাংবাদিক শহীদুল হুদা অলকের চাচা। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৫ বছর। তিনি স্ত্রী, ২ ছেলেসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

মাদকবিরোধী শপথ পাঁচ শতাধিক কারাবন্দীর

মাদকবিরোধী শপথ পাঁচ শতাধিক কারাবন্দীর চাঁপাইনবাবগঞ্জ জেলা কারাগারে মাদক মামলায় আটক থাকা পাঁচ শতাধিক কারাবন্দী মাদকবিরোধী শপথ নিয়েছেন। বুধবার তাদেরকে শপথবাক্য পাঠ করান এবং প্রধান অতিথি হিসেবে দিক নির্দেশনামূলক বক্তব্য দেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. আব্দুস সামাদ। জেলা কারাগারে মাদক মামলায় আটক কারাবন্দীদের নিয়ে মাদকবিরোধী সচেতনতামূলক আলোচনা অনুষ্ঠানে কারাবন্দীদের এই শপথবাক্য পাঠ করানো হয়। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর চাঁপাইনবাবগঞ্জ জেলা কার্যালয় এই সভার আয়োজন করে। সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন- চাঁপাইনবাবগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো. তরিকুল ইসলাম, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর চাঁপাইনবাবগঞ্জ জেলা কার্যালয়ের উপপরিচালক মোহাম্মদ আনিছুর রহমান খাঁন। এতে সভাপতিত্ব করেন জেলা কারাগারের সুপার মো. শরিফুল ইসলাম। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন- জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট অনুজ চন্দ, চাঁপাইনবাবগঞ্জ কারা হাসপাতালের মেডিকেল অফিসার ডা. আহনাফ শাহরিয়ার। আলোচনা সভায় সূচনা বক্তব্য দেন জেলা কারাগারের জেলার মো. জাকির হোসেন। অনুষ্ঠান শেষে উপপরিচালক মোহাম্মদ আনিছুর রহমান খাঁন বলেন- বর্তমানে চাঁপাইনবাবগঞ্জ জেলা কারাগারে মাদক মামলায় আটক হয়ে পাঁচ শতাধিক কারাবন্দী রয়েছেন। এইসব কারাবন্দীদের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদানের পাশাপাশি তাদেরকে মাদকবিরোধী শপথবাক্য পাঠ করানো হয়েছে। আলোচনা শেষে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর চাঁপাইনবাবগঞ্জ জেলা কার্যালয়ের পক্ষ থেকে কারাবন্দীদের মধ্যে মাদকবিরোধী সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়েছে বলেও জানান তিনি।

বিভিন্ন স্থানে দুস্থদের মধ্যে কম্বল বিতরণ

বিভিন্ন স্থানে দুস্থদের মধ্যে কম্বল বিতরণ চাঁপাইনবাবগঞ্জে সিসিডিবির কার্যালয়, শিবগঞ্জে প্রবীণ হিতৈষী সংঘ ও নওগাঁর নিয়ামতপুর প্রেস ক্লাবে শীতার্ত মানুষের মধ্যে কম্বল বিতরণ করা হয়েছে। গতকাল বুধবার দুপুরে সিসিডিবি-এমএফপির উদ্যোগে ১০০ জন শীতার্ত মানুষের মধ্যে শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরণ করা হয়। জেলা শহরের স্বরূপনগরে সিসিডিবির কার্যালয়ে শীতবস্ত্র বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা নির্বাহী অফিসার মোছা. তাছমিনা খাতুন। এ সময় উপস্থিত ছিলেন- চাঁপাইনবাবগঞ্জ সিসিডিবির এলাকা সমন্বয়কারী সবুয়েল অধিকারী, সিসিডিবি-এমএফপির শাখা ব্যবস্থাপক মো. আলমগীর হোসেন ও ইস্রাফিল হোসেনসহ অন্যরা। অনুষ্ঠানে চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার ১০০ জন অসহায় ও প্রান্তিক মানুষের মধ্যে কম্বল বিতরণ করা হয়। এদিকে চাঁপাইনবাবগঞ্জেন শিবগঞ্জে প্রবীণ হিতৈষী সংঘের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। বুধবার বিকেলে শিবগঞ্জ পৌর মার্কেটের তৃতীয় তলায় সংগঠনটির নিজস্ব কার্যালযে কম্বল বিতরণের আয়োজন করা হয়। প্রবীণ হিতৈষী সংঘ শিবগঞ্জ উপজেলা শাখার সভাপতি আলহাজ মোহাম্মদ আকবর আলীর সভাপতিত্বে সংগঠনের দুস্থ সদস্যদের মধ্যে কম্বল বিতরণ করেন শিবগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মো. আজাহার আলী। এ সময় সংঘের সাধারণ সম্পাদক আলহাজ মো. আকবর হোসেন, কোষাধ্যক্ষ একরামুল রেজাসহ অন্য সদস্য্যরা উপস্থিত ছিলেন। অন্যদিকে নওগাঁর নিয়ামতপুর উপজেলা মডেল প্রেস ক্লাবের উদ্যোগে প্রধান উপদেষ্টার ত্রাণভা-ার হতে প্রাপ্ত কম্বল বিতরণ করা হয়। গতকাল বুধবার দুপুর ১২টায় উপজেলা পরিষদ চত্বরে অসহায় ও দুস্থ ৮০ জন নারী-পুরুষের মধ্যে কম্বলগুলো বিতরণ করা হয়। মডেল প্রেস ক্লাবের সভাপতি আব্দুল আজিজের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন- উপজেলা নির্বাহী অফিসার মেহেদী হাসান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা এনামুল হক, নিয়ামতপুর থানার অফিসার ইনচার্জ হাবিবুর রহমান, প্রবীণ সাংবাদিক নুরুল ইসলাম। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেনÑ মডেল প্রেস ক্লাবের সাবেক সভাপতি সিরাজুল ইসলাম, সহসভাপতি মোজাম্মেল হক, সাধারণ সম্পাদক আইনুল হক, সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক জাহাঙ্গীর আলম, কার্যকরী সদস্য আবু তালেব, সনজিত কুমার, সদস্য সেলিম, জয়নাল আবেদীন, আনোয়ার হোসেন, মেহেদী হাসান, সবুজ, ইলিয়াস হোসেন টুটুল।

শিবগঞ্জে সাংবাদিকদের সাথে ইউএনও’র মতবিনিময় শিবগঞ্জে কর্মরত সাংবাদিকদের সাথে পরিচিতি ও মতবিনিময় সভা করেছেন নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা আজাহার আলী। এ সময় তিনি বলেন, সাংবাদিকরা সমাজের দর্পন, বস্তুনিষ্ঠ সাংবাদ লেখনের মাধ্যমে আপনারা প্রশাসনকে এগিয়ে নিয়ে যাবেন। উপজেলার সার্বিক উন্নয়নে আমাকে চ্যালেঞ্জের মোকাবিলা করতে হবে। তাই উপজেলার সার্বিক উন্নয়নের অগ্রযাত্রায় সকল সাংবাদিকদের ইতিবাচক সহযোগিতা কামনা করেন তিনি। উপজেলা প্রশাসনের আয়োজনে আজ সকালে উপজেলা পরিষদ সভা কক্ষে এ মতবিনিময় সভা হয়। এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন শিবগঞ্জ প্রেসক্লাবের আহবায়ক হারুন আর রশিদ টুকু, উপজেলা প্রেসক্লাবের সভাপতি মামুন উর রশিদ, সাধারণ সম্পাদক নাদিম হোসেন, শিবগঞ্জ গৌড় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আলামিন আলী, সাবেক সভাপতি মাইনুল ইসলাম লাল্টু, সিনিয়র সাংবাদিক আহসান হাবীব, সফিকুল ইসলামসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

বাল্যবিয়ে বন্ধে শাহবাজপুরে চ্যাম্পিয়ন প্যারেন্টস ক্যাম্পেইন অনুষ্ঠিত

বাল্যবিয়ে বন্ধে শাহবাজপুরে চ্যাম্পিয়ন প্যারেন্টস ক্যাম্পেইন অনুষ্ঠিত বাল্যবিবাহ বন্ধ করি দেশের উন্নয়নে নারীর অংশগ্রহণ নিশ্চিত করি- এই প্রতিপাদ্যে এফএসটিআইপির প্রকল্পের আওতায় শিবগঞ্জ উপজেলার শাহবাজপুর ইউনিয়ন পরিষদে চ্যাম্পিয়ন প্যারেন্টস ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। আজ বিকেলে শাহবাজপুর ইউনিয়ন পরিষদের হলরুমে অনুষ্ঠিত আয়োজনে প্রধান অতিথি ছিলেন, ইউএসএআইডি’স ফাইট স্লেভারি অ্যান্ড ট্রাফিকিং-ইন-পারসনস অ্যাকটিভিটি-উইনরক ইন্টান্যাশন্যাল প্রকল্পের রিজিওনাল কো-অর্ডিনেটর আব্দুল্লাহ আল মামুন। জেলা প্রজেক্ট অফিসার শহিদুল ইসলাম মুকুলের সঞ্চালনায় ও ইউপি সদস্য হুমায়ন কবিরের সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন, প্রয়াসের এফএসটিআইপির প্রকল্পের প্রকল্প ব্যবস্থাপক দুরুল ইসলাম, ইউপি সদস্য কাশেদ আলী, আব্দুর রশীদ, প্রভাষক নুরতাজ আলমসহ শাহবাজপুর ইউনিয়নের বিভিন্ন শ্রেনীর পেশাজীবী মানুষ। উল্লেখ্য, ক্যাম্পেইনে বাল্যবিয়ে প্রতিরোধ করে প্যারেন্টস চ্যাম্পিয়ন হওয়ায় তৈমুর রহমান, নাজমা বেগম ও মো: ইব্রাহিমকে সম্মাননা ক্রেষ্ট তুলে দেন অতিথিরা। অনুষ্ঠানটি বাস্তবায়ন করছে প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটি।

নাচোলের বীর মুক্তিযোদ্ধা আব্দুর রশিদ সেন্টু’র ইন্তেকাল, রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

নাচোলের বীর মুক্তিযোদ্ধা আব্দুর রশিদ সেন্টু’র ইন্তেকাল, রাষ্ট্রীয় মর্যাদায় দাফন নাচোল উপজেলার কসবা ইউনিয়নের খেসবা গ্রামের বাসিন্দা বীর মুক্তিযোদ্ধা আব্দুর রশিদ সেন্টু ইন্তেকাল করেছেন-ইন্না লিল্লাহি অইন্না ইলাহি রাজিউন। গতকাল সন্ধ্যায় রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই ছেলে, দুই মেয়েসহ বহু গূণগ্রাহি রেখে গেছেন। আজ সকাল ১১টায় খেসবা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অব অনার প্রদানের পর জানাজা নামাজ শেষে ওই গ্রামের গোরস্থানে তাঁর দাফন সম্পন্ন হয়। দাফন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নাচোলের উপজেলা নির্বাহী অফিসার নীলুফা সরকার, নাচোল থানার অফিসার ইনচার্জ (ওসি) মনিরুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধাগণ, মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড উপজেলা সভাপতি ইসমাইল এবং স্থানীয় গণ্যমান্য ব্যাক্তিবর্গ। উল্লেখ্য, আব্দুর রশিদ সেন্টু শিবগঞ্জ উপজেলার দূর্লভপুর ইউনিয়নের বাররশিয়া গ্রামের মৃত মৃত মুসলিম মন্ডলের ছেলে।

তেপান্ন বছরেও পরিবর্তন হয়নি কৃষকের ভাগ্যের : সাজ্জাদ জহির চন্দন

তেপান্ন বছরেও পরিবর্তন হয়নি কৃষকের ভাগ্যের : সাজ্জাদ জহির চন্দন চাঁপাইনবাবগঞ্জে ‘কৃষি বাঁচাও, কৃষক বাঁচাও, দেশ বাঁচাও, গণঅভ্যুত্থানের আকাক্সক্ষায় শোষণ-বষম্যহীন সমাজ গড়, কৃষি ক্ষেত্রে আমূল সংস্কার করো’- এমন সব স্লোগানকে সামনে রেখে বাংলাদেশ কৃষক সমিতির কৃষক সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। রবিবার বেলা ১১টায় চাঁপাইনবাবগঞ্জ পৌর পার্কে এসব কর্মসূচির আয়োজন করে জেলা কৃষক সমিতি। সমাবেশে বাংলাদেশ কৃষক সমিতির কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক সাজ্জাদ জহির চন্দন বলেছেন, স্বাধীনতার ৫৩ বছর পার হলেও আমার দেশের কৃষকের ভাগ্যের কোনো পরিবর্তন হয়নি। কৃষকবান্ধবের কথা বলে যারাই ক্ষমতায় এসেছে, তারাই কৃষকের সঙ্গে প্রতারণা করেছে, কৃষকের কথা না ভেবে লুটেরা সিন্ডিকেটের কথা ভেবেছে। একদিকে কৃষক যখন তার ফসলের ন্যায্যমূল্য থেকে বঞ্চিত হয়, তখন মধ্যস্বত্বভোগীরা কৃষকের উৎপাদিত ফসলের লাভটা নিয়ে যায়। বিগত সরকার লুটেরাদের স্বার্থরক্ষায় বিদেশ থেকে চড়ামূল্যে সার কিনেছে আর সেই সার চড়ামূল্যে আমার কৃষককে কিনতে হয়েছে। অথচ আমাদের দেশের সার কারখানাগুলো সব বন্ধ করে দেয়া হয়েছে। চাঁপাইনবাবগঞ্জ জেলা কৃষক সমিতির সভাপতি বীর মুক্তিযোদ্ধা হুমায়ুন কবিরের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য দেনÑ কৃষক সমিতির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক আবিদ হাসান, সদস্য ও রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদের (রাকসু) সাবেক ভিপি রাগিব আহসান মুন্না, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার সভাপতি ইসরাইল সেন্টু, জেলা কৃষক সমিতির সহসভাপতি অ্যাডভোকেট আবু হাসিব ও হাসান আলী, সহসাধারণ সম্পাদক তৌফিকুল ইসলাম, সদস্য শারিফুল্লাহ গেদু মন্ডল, গোমস্তাপুর উপজেলা ক্ষেত মজুর সমিতির সাবেক সম্পাদক মোজাজুল হক। সমাবেশ পরিচালনা করেন কৃষক সমিতির জেলা কমিটির সাধারণ সম্পাদক কুমার মিলন পাল। বক্তারা কৃষকের স্বার্থে কৃষক সমিতির দাবিসমূহ মেনে নেয়ার আহ্বান জানান। যেসব দাবিতে সমাবেশ করা হয় তা হলোÑ ‘ফসলের লাভজনক দাম নিশ্চিত করা, প্রকৃত উৎপাদক কৃষকদের কৃষি কার্ড প্রদান। সার-বীজ-কীটনাশক-সেচসহ কৃষি উপকরণের দাম কমানো, নির্ধারিত দামে সার বিতরণ করা, বরেন্দ্র অঞ্চলে সেচের পানি বিতরণে ও গভীর নলকূপের অপারেটর নিয়োগে অনিয়ম-হয়রানি-দুর্নীতি বন্ধ করা। সেচ অপারেটরদের দৌরাত্ম্য রোধ করা। নদী, খাল, জলাশয় সংস্কার করে কৃষকদের পানির অবাধ ব্যবহার নিশ্চিত করা। বরেন্দ্র অঞ্চলের কৃষি কাজে সার্বক্ষণিক বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করা।”