গোমস্তাপুরে হত্যা মামলায় দুই আসামী রাজশাহী ও সিরাজগঞ্জে গ্রেপ্তার

গোমস্তাপুরে হত্যা মামলায় দুই আসামী রাজশাহী ও সিরাজগঞ্জে গ্রেপ্তার গোমস্তাপুর উপজেলার পার্বতীপুর ইউনিয়নের সুবইল গ্রামে আব্দুল বাসেদ আলী হত্যা মামলায় এজাহারনামীয় পলাতক দুই আসামীকে গ্রেপ্তার করেছে র‌্যাব। আটককৃতরা হলো- সুবইল গ্রামের মৃত রুস্তম আলীর ছেলে আরজেদ আলী টুনু এবং একই গ্রামের খাইরুল ইসলামের ছেলে সিয়াম আলী। আজ সকালে র‌্যাব-৫ ব্যাটালিয়নের চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের পাঠনো এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, মামলার পর র‌্যাব আসামী গ্রেপ্তারে তৎপরতা শুরু করে। এরই ধারাবাহিকতায় গতকাল বিকালে সিরাজগঞ্জের তাড়াশ থানার দবিরগঞ্জ বাজার হতে র‌্যাব-১২ এর সাথে যৌথ অভিযানে আরজেদ আলীকে এবং রাজশাহী মহানগরের মতিহার থানার তালাইমারী মোড় এলাকা থেকে সিয়ামকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারদের গোমস্তাপুর থানায় হস্তান্তর করা হয়েছে বলেও জানায় র‌্যাব। উল্লেখ্য, গত ৯ জুন শিশুদের ক্রিকেট খেলা নিয়ে সৃষ্ট গোলোযোগের সূযোগে পূর্ব শত্রুতার জেরে চাঞ্চল্যকর ঘটনাটি ঘটে। এসময় নিহতের নিকটাত্মীয় এক নারীসহ দু’জন গুরুতর আহত হন। এঘটনায় নিহতের মেয়ে গোমস্তাপুর থানায় মামলা করেন।

গোমন্তাপুরে বিতর্ক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

গোমন্তাপুরে বিতর্ক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ গোমস্তাপুরে দুর্নীতি বিরুদ্ধে তারণ্যের একতা গড়বে আগামীর শুদ্ধতা- বিষয়ে আয়োজিত দুর্নীতি প্রতিরোধ বিষয়ক বিতর্ক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। আজ সকালে উপজেলা সভাকক্ষে বিতর্ক প্রতিযোগিতায় রহনপুর রাবেয়া বালিকা উচ্চ বিদ্যালয় ও আলিনগর স্কুল ও কলেজ এই দুটি শিক্ষা প্রতিষ্ঠান এতে অংশ গ্রহণ করে। প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছে রহনপুর রাবেয়া বালিকা উচ্চ বিদ্যালয়। শেষ্ঠ বক্তা নির্বাচিত হয়েছেন আলিনগর স্কুল ও কলেজের দলনেতা নওশিন আতিয়া। দুর্নীতি দমন কমিশন ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি আয়োজিত বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ওই কমিটির সভাপতি আতিকুল ইসলাম আজম। পরে বিতরণ অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার জাকির মুন্সী প্রধান অতিথি থেকে বিজয়ী প্রতিষ্ঠানের হাতে পুরস্কার তুলে দেন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা তানভীর আহমেদ সরকার, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মুসহাক আলী, প্রাথমিক শিক্ষা অফিসার মুসাহাক আলী, উপজেলা একাডেমী সুপার ভাইজার আসমা খাতুন। বিতর্ক প্রতিযোগিতার বিচারকের দায়িত্ব ছিলেন রহনপুর পুনর্ভবা আইডিয়াল (পিএম) কলেজের সহকারী অধ্যাপক সাদিকুল ইসলাম, গোমস্তাপুর সোলেমান মিয়া ডিগ্রী কলেজে সহকারী অধ্যাপক আব্দুর রাকিব, খড়কাডাঙ্গা দাখিল মাদ্রাসার প্রভাষক নুরুজ্জামান বাবু এবং অনুষ্ঠানে সঞ্চালনা ও মডারেটর দায়িত্বে ছিলেন উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি সম্পাদক সারোয়ার জাহান সুমন।

শিশু ও মায়ের পুষ্টি চাহিদা পূরণে মাসরুম বিতরণ

শিশু ও মায়ের পুষ্টি চাহিদা পূরণে মাসরুম বিতরণ চাঁপাইনবাবগঞ্জে মা ও শিশুদের পুষ্টি চাহিদা পূরণে দরিদ্র উপকারভোগীদের মাঝে ৫০০শ প্যাকেট মাসরুম বীজ বিতরণ করা হয়েছে। আজ সকালে শহরের হর্টিকালচার সেন্টারে ২দিন ব্যাপি বসতবাড়িতে মাসরুম উৎপাদন বিষয়ক প্রশিক্ষণ শেষে এই বীজগুলো বিতরণ করা হয়। চাঁপাইনবাবগঞ্জ এরিয়া প্রোগ্রাম, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর আয়োজনে এবং কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সহযোগীতায় প্রশিক্ষণের সমাপনীতে প্রধান অতিথি ছিলেন, হর্টিকালচার সেন্টারের উপ পরিচালক কৃষিবিদ একেএম মনজুরে মাওলা ও বিশেষ অতিথি ছিলেন কৃষিবিদ ড. জহুরুল ইসলাম। প্রশিক্ষণ আয়োজনে সার্বিক সহযোগীতা প্রদান করেন সিনিয়র প্রোগ্রাম অফিসার মি. শ্যামল এইচ কস্তা ও সুজন গ্রেগরী, চাঁপাইনবাবগঞ্জ এরিয়া প্রোগ্রাম। প্রশিক্ষণ শেষে আজ ২০জন অতি দরিদ্র উপকারভোগীদের মাঝে ৫০০শত প্যাকেট মাসরুম বীজ বিতরণ করা হয়। অতিথিগণ তাদের বক্তব্যে বলেন যে, প্রান্তিক জনগোষ্ঠির জন্য মাসরুম একটা সময়উপযোগী প্রোটিন সমৃদ্ধি সবজি যার মধ্যে ঔষধি গুনাগুন রয়েছে। এই মাসরুম খেতেও সুস্বাদু যা আমাদের শরীরের পুষ্টি ঘাটতি পূরণসহ বানিজ্যিকভাবে উৎপাদন করে পরিবারের অর্থনৈতিক সমৃদ্ধিও আনতে পারে। উপ পরিচালক মহোদয় এ মাসরুম চাষের জন্য কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এর মাধ্যমে সার্বিক সহযোগীতা প্রদানের আশ^াস প্রদান করেন। অনুষ্ঠানের সভাপতি মি. জেমস বিশ^াস, এরিয়া প্রোগ্রাম ম্যানেজার, চাঁপাইনবাবগঞ্জ, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ উপকারভোগীদের উদ্দেশ্যে বলেন শিশু ও মায়েদের পুষ্টি সমস্যা নিরোসনে জন্য বসতবাড়ীতে মাসরুম চাষ খুবই গুরুত্বপূর্ণ যা অতি সহজে এবং কম খরচে আমরা উৎপাদন করতে পারি। তিনি যেকোন সমস্যায় ওয়ার্ল্ড ভিশন চাঁপাইনবাবগঞ্জ এপির সাথে যোগাযোগ রাখতে বলেন।

ভোলাহাটে কাব কার্নিভাল অনুষ্ঠিত

ভোলাহাটে কাব কার্নিভাল অনুষ্ঠিত বাংলাদেশ স্কাউট, প্রোগ্রাম বিভাগের ব্যবস্থাপনায় দিনব্যাপী নানা কর্মসূচির মধ্য দিয়ে কাব কার্নিভাল অনুষ্ঠিত হয়েছে। আজ সকালে বাংলাদেশ স্কাউট ভোলাহাট উপজেলা শাখার আয়োজনে রামেশ্বর পাইলট মডেল ইনস্টিটিউশনে অনুষ্ঠিত হয়। এসময় অনুষ্ঠানের উদ্বোধন করেন বাংলাদেশ স্কাউট ভোলাহাট উপজেলা শাখার সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার মোঃ মনিরুজ্জামান। অনুষ্ঠানে উপজেলা শিক্ষা অফিসার মুনমুন সুলতানা, সহকারী শিক্ষা অফিসার হুমায়ুন কবির, রামেশ্বর পাইলট মডেল ইনস্টিটিউশনের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক কোরবান আলী, কাব লিডার কামরুল হাসান বকুল, স্কাউটস লিডার আব্দুর রাকিবসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

রিকশাভ্যানকে বাঁচাতে গাছের সঙ্গে ধাক্কা বাসের  চারজন আহত

রিকশাভ্যানকে বাঁচাতে গাছের সঙ্গে ধাক্কা বাসের  চারজন আহত চাঁপাইনবাবগঞ্জে ব্যাটারিচালিত একটি রিকশাভ্যানকে বাঁচাতে গিয়ে দুর্ঘটনার স্বীকার হয়েছে একটি যাত্রীবাহী বাস। দুর্ঘটনায় রিকশাভ্যান ও বাসের ৪ জন যাত্রী আহত হয়েছেন। আজ সকালে চাঁপাইনবাবগঞ্জ-রাজশাহী মহাসড়কের সিসিডিবি মোড় এলাকায় এই দুর্ঘটনা ঘটে। আহতরা হলেন- চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার শংকরবাটি বটতলাহাট এলাকার মোরসালিন ও ফারুক, নাচোল উপজেলার মাঠপাড়া গ্রামের তরিকুল ইসলাম ও সোহেল। আহতদের ২৫০ শয্যাবিশিষ্ট চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালে ভর্তি করা হয়। তাদের মধ্যে মোরসালিন ও ফারুকের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদেরকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। চাঁপাইনবাবগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ মতিউর রহমান ঘটনাটি নিশ্চিত করেছেন। এদিকে সিসিডিবি মোড় এলাকার একটি ভিডিও ফুটেজে দেখা যায়, ঢাকা থেকে ছেড়ে আসা শ্যামলী পরিবহনের বাসটি যাত্রী নিয়ে চাঁপাইনবাবগঞ্জে আসছিল। সিসিডিবি মোড় এলাকায় ব্যাটারিচালিত একটি রিকশাভ্যান হঠাৎ ডান দিকে মোড় নিলে ভ্যানটিকে বাঁচাতে গিয়ে বাসটি বাম দিকে নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা খায়।

বন্দর থেকে ছেড়ে আসা পণ্যবাহী ট্রাকে চাঁদাবাজি বন্ধের দাবি

বন্দর থেকে ছেড়ে আসা পণ্যবাহী ট্রাকে চাঁদাবাজি বন্ধের দাবি চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ স্থলবন্দর থেকে ছেড়ে আসা পণ্যবাহী ট্রাকে সড়কে লাল পতাকা টাঙিয়ে অবৈধভাবে চাঁদাবাজি বন্ধের দাবি জানিয়েছেন চারটি সংগঠন। আজ দুপুরে সোনামসজিদ স্থলবন্দর আমদানি-রপ্তানিকারক গ্রুপের সম্মেলন কক্ষে এক যৌথ সংবাদ সম্মেলনে এই দাবি জানায় তারা। এই যৌথ সংবাদ সম্মেলনের আয়োজন করেÍ আমদানি-রপ্তানিকারক গ্রুপ, সোনামসজিদ স্থলবন্দর ট্রাক মালিক সমিতি, স্থলবন্দর সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশন ও স্থলবন্দর শ্রমিক সমন্বয় কমিটি। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে সোনামসজিদ স্থলবন্দর ট্রাক মালিক সমিতির সভাপতি আলমগীর হোসেন বলেন, কয়লাবাড়ী ট্রাক পার্কিংয়ের সামনে সড়কে চাঁপাইনবাবগঞ্জ জেলা ট্রাক মালিক গ্রুপ, শিবগঞ্জ উপজেলা ট্রাক মালিক সমিতি এবং জেলা ট্রাক, ট্যাংকলরি ও কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়ন প্রতি ট্রাক থেকে অবৈধভাবে ১৬০ টাকা থেকে সর্বোচ্চ ৫০০ টাকা পর্যন্ত চাঁদা আদায় করছে। এ নিয়ে স্থানীয় প্রশাসনকে অভিযোগ দিলেও কোনো সুরাহা হয়নি। উল্টো কয়েকদিন সোনামসজিদ স্থলবন্দর থেকে ছেড়ে যাওয়া পণ্যবাহী ট্রাক জেলাশহরের দ্বারিয়াপুরে আটকে রাখা হয়েছে। তিনি আরো বলেন, ট্রাক টার্মিনাল ব্যবহার করলে চাঁদা দিতে আমাদের কোনো আপত্তি নাই। তবে ট্রাক টার্মিনাল ব্যবহার না করে স্থলবন্দর থেকে পণ্য নিয়ে সড়ক দিয়ে যাতায়াত করলেও জেলা ট্রাক মালিক সমিতি এবং জেলা ট্রাক ট্যাংকলরি ও কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়ন গাড়ি আটকে চাঁদাবাজি করছে। সড়কে অবৈধ চাঁদাবাজি বন্ধ না হলে বন্দর সংশ্লিষ্ট সংগঠনগুলো সংবাদ সম্মেলনে কঠোর কর্মসূচির হুশিয়ারি দেন। সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেনÍ সোনামসজিদে আমদানি-রপ্তানিকারক গ্রুগের সভাপতি একরামুল হক, সাধারণ সম্পাদক আরিফ উদ্দিন, সোনামসজিদ সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সদস্য তোইনুর ইসলাম, সোনামসজিদ স্থলবন্দর শ্রমিক সমন্বয় কমিটির সভাপতি জমির উদ্দিনসহ অন্যরা। প্রসঙ্গত, এর আগে গত বৃহস্পতিবার চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ স্থলবন্দরে পণ্য পরিবহনে ট্রাক হতে অবৈধভাবে চাঁদা উত্তোলন বন্ধসহ ১৫ দফা দাবিতে সংবাদ সম্মেলন করে চাঁপাইনবাবগঞ্জ জেলা ট্রাক মালিক গ্রুপ ও জেলা ট্রাক, ট্যাংকলরি ও কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়ন। তারা ওই সংবাদ সম্মেলনে দাবি করে, সোনামসজিদ স্থলবন্দরে পণ্য পরিবহনে প্রতিটি ট্রাক হতে অবৈধভাবে ২ হাজার টাকা, বকশিশের নামে ৬০০ টাকা উত্তোলন করা হচ্ছে। সোনামসজিদ আমদানি-রপ্তানিকারক গ্রুপের কিছু নেতা, ৩১ শ্রমিক সংগঠনের সমন্বয় কমিটির নেতারা এই কাজটি করছেন বলে সংবাদ সম্মেলনে দাবি করা হয়। এরপর রবিবার পাল্টা সংবাদ সম্মেলন করা হলো।

সদর ও নাচোলে ৩০ কৃষককে দেয়া হলো আমন বীজ

সদর ও নাচোলে ৩০ কৃষককে দেয়া হলো আমন বীজ চাঁপাইনবাবগঞ্জের সদর উপজেলার গোবরাতলায় ও নাচোল উপজেলার ফতেপুরে ৩০ জন কৃষককে উচ্চ ফলনশীল ব্রি ধান-৫১, ৭৫, ৯০ ও ৯৩ জাতের আমন বীজ দেয়া হয়েছে। আজ প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটির ইউনিট-১ গোবরাতলায় ১৫ জনকে ও ইউনিটে-১১ ফতেপুরে ১৫ জনকে আমন মৌসুমের জন্য এই ধানবীজ দেয়া হয়। এসময় উপস্থিত ছিলেনÍ প্রয়াসের সহকারী কৃষি কর্মকর্তা মো. মনিরুজ্জামান ও সিফাত উল্লাহ। পল্ল কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ)’র সহযোগিতায় বীজ বিতরণ অনুষ্ঠানের আয়োজন করে প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটি। অনুষ্ঠানটির মিডিয়া পার্টনার দৈনিক গৌড় বাংলা ও রেডিও মহানন্দা ৯৮.৮ এফএম।

মহানন্দা নদী থেকে বৃদ্ধের মরদেহ উদ্ধার

মহানন্দা নদী থেকে বৃদ্ধের মরদেহ উদ্ধার চাঁপাইনবাবগঞ্জে মহানন্দা নদী থেকে এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ সকালে সদর উপজেলার ইসলামপুরের ইদু মাঝির ঘাটে ভাসমান অবস্থায় মরদেহটি উদ্ধার করা হয়। মারা যাওয়া সাইদুর রহমান সদর উপজেলার ইসলামপুর ইউনিয়নের লক্ষ্মীনারায়ণপুর-মেলকারপাড়ার মৃত সিরাজ উদ্দিনের ছেলে সাইদুর রহমান। চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মতিউর রহমান জানান, আজ সকালে মহানন্দা নদীর ইদু মাঝির ঘাটে সাইদুরের মরদেহ ভাসতে দেখে পুলিশকে খবর দেয় স্থানীয়রা। পরে সেখান থেকে মরদেহটি উদ্ধার করে পুলিশ। তিনি আরো জানান, গতকাল দিবাগত রাত থেকে ওই ব্যক্তি নিখোঁজ ছিল। সাইদুর রহমান ‘মানসিক ভারসাম্যহীন’ বলে জানিয়েছে তার পরিবার। তার শরীরে আঘাতের কোনো চিহ্ন পাওয়া যায়নি। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণের পর পরিবারে মরদেহ হস্তান্তর করা হয়েছে।

রেডিও মহানন্দার কার্যক্রম পরিদর্শনে রাজশাহী বেতারের প্রতিনিধি দল

রেডিও মহানন্দার কার্যক্রম পরিদর্শনে রাজশাহী বেতারের প্রতিনিধি দল চাঁপাইনবাবগঞ্জের কমিউিনিটি রেডিও ‘রেডিও মহানন্দা’র অনুষ্ঠান কার্যক্রম পরিদর্শন করেছেন বাংলাদেশ বেতার-রাজশাহী’র ৯ সদস্যের একটি প্রতিনিধি দল। ২০২৫-২৬ অর্থবছরের বার্ষিক কর্মসম্পাদন চুক্তির আওতায় আজ সকালে প্রথমে জেলাশহরের বেলেপুকুরে অবস্থিত রেডিও’র প্রধান কার্যালয়ের অন ইয়ার ও রেকর্ডিং স্টুডিও পরিদর্শন করেন। প্রতিনিধি দলের নেতৃত্বে ছিলেন-বাংলাদেশ বেতার-রাজশাহীর আঞ্চলিক পরিচালক কিশোর রঞ্জন মল্লিক। এসময় রেডিও মহানন্দার পক্ষে উপস্থিত ছিলেন- প্রয়াসের পরিচালক (মানব সম্পদ প্রশাসন ও প্রশিক্ষণ) ও রেডিও মহানন্দার স্টেশন ম্যানেজার আলেয়া ফেরদৌস, সহকারি স্টেশন ম্যানেজার রেজাউল করিম, প্রযোজক (অনুষ্ঠান ও খবর) নয়ন আলী ও সহকারী প্রযোজক (অনুষ্ঠান ও খবর) মৌটুসী চৌধুরী, সোনিয়া শীল ও উম্মে আয়েশা সিদ্দিকা। পরে প্রতিনিধি দলটি সদর উপজেলার গোবরাতলা ইউনিয়নের চাঁপাই পলশায় অবস্থিত রেডিও মহানন্দার রেকর্ডিং স্টুডিও, রেডিও টাওয়ার ও ব্রডকাস্ট রুম পরিদর্শন করেন। শেষে প্রয়াস ফোক থিয়েটার ইনস্টিটিউট-(পিএফটিআই)’র নাট্যকর্মীদের পরিবেশনায় গান, নৃত্য ও চাঁপাইনবাবগঞ্জের ঐতিহ্যবাহী লোকনাট্য গম্ভীরা উপভোগ করেন পরিদর্শন দল। গম্ভীরার মাধ্যমে রেডিও মহানন্দার কার্যক্রম তুলা ধরা হয়। এসময় আরো উপস্থিত ছিলেন, পিএফটিআই এর টিম লীডার আহম্মেদ সিদ্দিক ফ্রান্স, ইউনিট-১ এর ম্যানেজার অজিউর রহমান সহ পিএফটিআই’র নাট্যকর্মীবৃন্দ।

শিবগঞ্জে সড়ক দুর্ঘটনায় প্রতিবন্ধী ভিক্ষুকের মৃত্যু

শিবগঞ্জে সড়ক দুর্ঘটনায় প্রতিবন্ধী ভিক্ষুকের মৃত্যু শিবগঞ্জে সোনামসজিদ মহাসড়কে পেছন থেকে একটি খালি ট্রাকের ধাক্কায়, আখতারুল ইসলাম নামে হাতের ভর দিয়ে চলাচলকারী একজন প্রতিবন্ধী ভিক্ষুক পথচারী নিহত হয়েছেন। তিনি শিবগঞ্জের শ্যামপুর ইউনিয়নের শরৎনগর গ্রামের কালু মন্ডলের ছেলে। স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, আজ সকালে কানসাট সোলেমান মিয়া ডিগ্রী কলেজের সামনে সোনামসজিদ স্থলবন্দর মহাসড়কে ঘটনাটি ঘটে। সড়কের একপাশ দিয়ে চলার সময় পেছন থেকে সোনামসজিদ বন্দরগমাী একটি দ্রুতগতির ট্রাকের নিচে পিষ্ট হয়ে ঘটনাস্থলে মারা যান আখতারুল। ঘটনার পর পুলিশ খালি ট্রাকসহ এর হেলপারকে আটক করে। শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ-ওসি গোলাম কিবরিয়া বলেন, পুলিশ মরদেহ উদ্ধারের পর সড়ক দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে, প্রয়োজনীয় আইনী ব্যবস্থা গ্রহণ শেষে পরিবারের নিকট হস্তান্তর করেছে। এ ঘটনায় থানায় সড়ক পরিবহন আইনে মামলা দায়ের করা হয়েছে।