১০ম গ্রেডের দাবিতে টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের লিফলেট বিতরণ

১০ম গ্রেডের দাবিতে টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের লিফলেট বিতরণ চাঁপাইনবাবগঞ্জে ১০ম গ্রেডের (দ্বিতীয় শ্রেণী) দাবিতে লিফলেট বিতরণ কর্মসূচি পালন করেছেন ডিপ্লোমা মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টরা। গতকাল ও আজ চাঁপাইনবাবগঞ্জের বিভিন্ন এলাকায় এ কর্মসূচি পালন করেন তারা। এছাড়াও জেলা প্রশাসক, পুলিশ সুপার, সিভিল সার্জন, চাঁপাইনবাবগঞ্জ ক্লিনিক ও ডায়গনস্টিক ওনার্স অ্যাসোসিয়েশনসহ বিভিন্ন দপ্তরে স্মারকলিপি দেয়া হয়েছে। স্মারকলিপিতে বলা হয়, স্বাস্থ্য অধিদপ্তর, স্বাস্থ্য শিক্ষা ও পরিবার পরিকল্পনা অধিদপ্তরে স্বাস্থ্য সেবায় নিয়োজিত মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টগণ। রোগ নির্ণয় ও ঔষুধ ব্যবস্থাপনায় গুরুত্বপূর্ণ সেবাদান কার্যক্রমে তারা সম্পৃক্ত। তারা স্বাস্থসেবায় গুরুত্বপূর্ণ অবদান রাখলেও নানাবিধ সমস্যায় জর্জরিত। এ পেশায় সংস্কারের উদ্যোগ নেওয়া হয়নি। বরং অবহেলিত রয়েছে বছরের পর বছর। ডিপ্লোমা কোর্সধারীরা এরইমধ্যে ১১তম থেকে ১০ম গ্রেডে উন্নীত হলেও ডিপ্লোমা মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত রাখা হয়েছে। স্মারকলিপিতে অবিলম্বে ডিপ্লোমা মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের ১০ম গ্রেডে উন্নীত করার দাবি জানানো হয়। মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট সমন্বয় পরিষদের মূখ্য সংগঠক গোলাম ফারুক বলেন, আগামী ৩০ নভেম্বর ২ ঘণ্টা ও ৩ ডিসেম্বর অর্ধ দিবস কর্মবিরতির কর্মসূচি রয়েছে। এরপরও দাবি আদায় না হলে লাগাতার কমপ্লিট শাটডাউন কর্মসূচি পালিত হবে। কর্মসূচিতে উপস্থিত ছিলেন, মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট সমন্বয় পরিষদের মূখ্য সংগঠক গোলাম ফারুক, মেডিকেল টেকনোলজিস্ট অ্যাসোসিয়েশন, চাঁপাইনবাবগঞ্জের সভাপতি রেজাউল করিম, মেডিকেল টেকনোলজিস্ট ফোরাম, চাঁপাইনবাবগঞ্জের সভাপতি আল মামুন, অর্থ সম্পাদক আব্দুস সামাদ, রণভেরী টিমের উপদেষ্টা জাহাঙ্গীর আলম।
চাঁপাইনবাবগঞ্জে র্যাবের হাতে মাদকসহ আটক ৪

চাঁপাইনবাবগঞ্জে র্যাবের হাতে মাদকসহ আটক ৪ সদর উপজেলায় দুই পৃথক অভিযানে ৫৬ পিস ইয়াবা ও ৬৭০ গ্রাম গাঁজাসহ ৪ মাদক কারবারিকে আটক করেছে র্যাব। গতকাল রাতে অভিযান দুটি চালানো হয়। আটককৃতরা হলো- চাঁপাইনবাবগঞ্জ সদরের গাইনপাড়া ভাগ্যবানপুর গ্রামের এনামুলের ছেলে শাহীন, কদুরতলা লক্ষীপুর গ্রামের মৃত এনামুলের ছেলে কবির, চক আলমুপর গ্রামের মৃত মোস্তফার ছেলে মোমিন আলী ও একই গ্রামের মৃত বজলুর রহমানের ছেলে আবু হায়াত। আজ সকালে র্যাব-৫ রাজশহাহীর চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়ে, গতকাল রাতে গাইনপাড়া ভাগ্যবানপুর গ্রামের ঈদগাহ এলাকার একটি আমবাগান থেকে ২৯০ গ্রাম গাঁজাসহ আটক হন আবু হায়াত ও মমিন। এর আগে গতকাল রাত সাড়ে ৮টার দিকে সদরের মহারাজপুর ইউনিয়নের বালুবাগান এলাকার একটি জমি থেকে ৫৬ পিস ইয়াবা ও ৩৮০ গ্রাম গাঁজাসহ আটক হন শাহিন ও কবির। র্যাব আরও জানায় মাদকদ্রব্য কেনাবেচার গোপন খবরে চালানো অভিযানে গ্রেপ্তারদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে।
চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বিদেশী অস্ত্র, ভারতীয় গরু ও মদ জব্দ

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বিদেশী অস্ত্র, ভারতীয় গরু ও মদ জব্দ শিবগঞ্জ ও সদর উপজেলা সীমান্তে বিজিবির পৃথক ৩টি অভিযানে ৩টি বিদেশী ওয়ান শুটার গান, ৬ রাউন্ড গুলি, ২টি ভারতীয় গরু ও ৪৪ বোতল মদ জব্দ হয়েছে। তবে এসব অভিযানে কেউ আটক হয় নি। গতকাল রাত ৯টা থেকে আজ সকাল ৬টা পর্যন্ত এসব অভিযান চালানো হয়। বিজিবি জানায়, গতকাল রাতে শিবগঞ্জের চকপাড়া বিওপির একটি টহল দল শাহাবাজপুর ইউনিয়নের নলডুবি ব্রীজ এলাকায় অভিযান চালায়। এসময় পাগলা নদীর তীরে চালানো ওই অভিযানে মালিকবিহীন ওইসব আগ্নেয়াস্ত্র ও গুলি পাওয়া যায়। এসব অস্ত্র শিবগঞ্জ থানায় জমা করা হবে। এদিকে, আজ সকালে চাঁপাইনবাবগঞ্জের ৫৯ বিজিবি মহানন্দা ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া ব্যাটালিয়ন সদরে এক প্রেস ব্রিফিং এ বলেন, আসন্ন্ সংসদ নির্বাচনকে ঘিরে সন্ত্রাসীরা দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটাতে সীমান্ত দিয়ে অস্ত্র, গোলাবারুদ, বিস্ফোরক দ্রব্য চোরাচালান করতে পারে এমন সম্ভাবনা রয়েছে। এরই প্রেক্ষিতে অস্ত্রের চালান আসার গোয়েন্দা তথ্যে অভিযান চালিয়ে অস্ত্র ও গুলি জব্দ করা হয়। অধিনায়ক কিবরিয়া আরও বলেন, গত ৩ বছরে মহানন্দা ব্যাটালিয়ন আওতাধীন ৭৫ কিলোমিটার সীমান্তে অভিযান চালিয়েং ১৫ জন আসামী সহ ৩০টি পিস্তল, ৩৯২ রাউন্ড গুলি ও ৪১টি ম্যাগজিন জব্দ করেছে। বিজিবি আরও জানায়, গতকাল দিবাগত রাত ১টা থেকে আজ ভোর ৬টা পর্যন্ত চাঁপাইনবাবগঞ্জ ৫৩ বিজিবি ব্যাটালিয়ন সদরের সূর্যনারায়নপুর এলাকা থেকে ২টি ভারতীয় গরু ও শিবগঞ্জের মনাকষা ইউনিযনের গোপালপুর চর হতে ৪৪ বোতল ভারতীয় মদ জব্দ করে। আজ দুপুরে ৫৩ বিজিবি অথিনায়ক লেফটেন্যান্টকর্নেল কাজী মুস্তাফিজুর রহমান বলেন, ভারত থেকে চোরাচালানে গরু ও মাদকদ্রব্য এনে বিভিন্ন চরে লুকিয়ে রাখার গোপন খবরে অভিযানগুলো চালানো হয়। অভিযানে জহুরপুর বিওপি টহল দল গরু ও মনাকষা বিওপি টহল দল মদ জব্দ করে। এসব মালামালের মূল্য প্রায় ৪ লক্ষ টাকা। জব্দ গরু চাঁপাইনবাবগঞ্জ শুল্ক কার্যালয়ে ও মদ শিবগঞ্জ থানায় জমা করা হয়েছে বলেও জানান অধিনায়ক।
প্রফেসর তরিকুল ইসলাম স্মরণ পরিষদের বৃত্তি পেলেন ৩ শিক্ষার্থী

প্রফেসর তরিকুল ইসলাম স্মরণ পরিষদের বৃত্তি পেলেন ৩ শিক্ষার্থী চাঁপাইনবাবগঞ্জে ‘প্রফেসর তরিকুল ইসলাম স্মরণ পরিষদ’র বৃত্তি পেলেন নবাবগঞ্জ সরকারি কলেজের ৩ শিক্ষার্থী। বৃত্তিপ্রাপ্তরা হলেন—নবাবগঞ্জ সরকারি কলেজ থেকে এইচএসসি পরীক্ষায় এ বছর পাস করা তিন বিভাগের সর্বোচ্চ নম্বরপ্রাপ্ত বিজ্ঞান বিভাগের জীবন কর্মকার, বাণিজ্য বিভাগের রিফাত ইয়াসমিন ও মানবিক বিভাগের সুবর্ণা নওশীন। প্রত্যেককে নগদ সাত হাজার করে টাকা দেয়া হয়। বৃহস্পতিবার দুপুর ১২টায় নবাবগঞ্জ সরকারি কলেজের এন.এম. খাঁন অডিটোরিয়ামে এ বৃত্তি প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয়। পরিষদের আহ্বায়ক নবাবগঞ্জ সরকারি কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ সুলতানা রাজিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন কলেজটির অধ্যক্ষ আব্দুল আওয়াল। সূচনা বক্তব্য দিয়ে অনুষ্ঠান সঞ্চালনা করেন পরিষদের সদস্য সচিব শফিকুল আলম ভোতা। অন্যদের মধ্যে বক্তব্য দেন— সাবেক জজ গোলাম মুরশেদ, সোনালী ব্যাংকের অবসরপ্রাপ্ত সিনিয়র প্রিন্সিপাল অফিসার শরিফুল ইসলাম, পরিষদের কোষাধ্যক্ষ শামসুল হক গানু, নির্বাহী সদস্য রাজশাহী বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা বিভাগের অধ্যাপক আলমগীর স্বপন, অবসরপ্রাপ্ত অধ্যক্ষ সাইদুর রহমানসহ বিশিষ্টজনরা। বক্তারা বলেন, প্রফেসর তরিকুল ইসলাম এমন একজন ভালো মানুষ ছিলেন যে, আজও তাঁকে আমরা স্মরণ করি, তাঁকে মনে রেখেছি, ভালোবেসেছি। তাঁর আদর্শ, শিক্ষা, গুণগুলো মনে রাখার জন্য আমরা প্রতিষ্ঠা করেছি ‘প্রফেসর তরিকুল ইসলাম স্মরণ পরিষদ’। নতুন প্রজন্মকে তাঁকে চেনাতে এ পরিষদের উদ্যোগে সাত বছর থেকে দেয়া হচ্ছে শিক্ষাবৃত্তি। বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে দেয়া হয়েছে বইসহ আসবাবপত্র। রাজশাহীর গোদাগাড়ী উপজেলায় বাবুডাইং আলোর পাঠশালায় নির্মাণ করা হয়েছে একটি পাঠাগারও। দেয়া হয়েছে বইসহ উপকরণ। উল্লেখ্য, প্রফেসর তরিকুল ইসলাম ১৯৬৪ থেকে ১৯৮৮ সাল পর্যন্ত নবাবগঞ্জ সরকারি কলেজে উদ্ভিদবিদ্যা বিভাগে শিক্ষকতা করেছেন। এরপর ১৯৯৮ সাল পর্যন্ত তিনি নবাবগঞ্জ সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ পদে কর্মরত ছিলেন। তিনি রাজশাহীর গোদাগাড়ী উপজেলার হাতনাবাদ এলাকার বাসিন্দা ছিলেন।
ব্যক্তিপর্যায়ে শুদ্ধাচার চর্চা করতে হবে : কর্মশালায় জেলা প্রশাসক

ব্যক্তিপর্যায়ে শুদ্ধাচার চর্চা করতে হবে : কর্মশালায় জেলা প্রশাসক সরকারি-বেসরকারি সেবাপ্রদানকারী প্রতিষ্ঠানসমূহে সুশাসনের চর্চা শক্তিশালীকরণ এবং টেকসই উন্নয়ন অভীষ্ট অর্জনে যৌথভাবে কার্যক্রম বাস্তবায়নের অঙ্গীকার করেছেন চাঁপাইনবাবগঞ্জের সেবাপ্রদানকারী বিভিন্ন দপ্তর-প্রতিষ্ঠানের প্রতিনিধিগণ। চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসনের সার্বিক সহযোগিতায় সচেতন নাগরিক কমিটি-সনাক আয়োজিত এক কর্মশালায় তারা এই অঙ্গীকার ব্যক্ত করেন। বৃহস্পতিবার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ‘টেকসই উন্নয়ন অভীষ্ট অর্জনে করণীয় এবং প্রাতিষ্ঠানিক সুশাসন’ বিষয়ক এই কর্মশালায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা প্রশাসক মো. শাহাদাত হোসেন মাসুদ। তিনি তার বক্তব্যে বলেন, শুধু দুর্নীতি দমন কমিশন (দুদক) নয়, প্রতিটি প্রতিষ্ঠানকে দুর্নীতিবিরোধী সংস্থায় রূপান্তরিত করতে প্রয়োজন স্বচ্ছতা ও জবাবদিহিতা। তিনি আরো বলেন, আমাদের ব্যক্তিপর্যায়ে শুদ্ধাচার চর্চা করতে হবে। সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানে যারা দুর্নীতি করে তাদেরকে চিহ্নিত করে শাস্তির আওতায় আনতে হবে। অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য দেন— অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. নাকিব হাসান তরফদার। সনাক, চাঁপাইনবাবগঞ্জ’র সভাপতি সাইফুল ইসলাম রেজার সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় পাওয়ার পয়েন্ট উপস্থাপনা করেন টিআইবির কোঅর্ডিনেটর মো. আতিকুর রহমান। এতে প্রাতিষ্ঠানিক সুশাসন, এর উপাদান ও বৈশিষ্ট্যসমূহ, সুশাসনের ঘাটতি দূরীকরণে করণীয়, টেকসই উন্নয়ন অভীষ্ট পরিচিতি, লক্ষ্যমাত্রা, গুরুত্ব, উপাদানসমূহ এবং দুর্নীতি প্রতিরোধ ও সুশাসন প্রতিষ্ঠায় টেকসই উন্নয়ন অভীষ্ট-১৬ এর প্রয়োগ কৌশল, বাস্তবায়নে প্রতিবন্ধকতা ও করণীয় বিষয়ে আলোচনা করা হয়। অংশগ্রহণকারীগণ টেকসই উন্নয়ন অভীষ্ট অর্জন এবং প্রাতিষ্ঠানিক সুশাসন নিশ্চিতের লক্ষে একটি কর্মপরিকল্পনা প্রণয়ন করেন এবং তা পর্যায়ক্রমে বাস্তবায়নের অঙ্গীকার করেন। অন্যদের মধ্যে বক্তব্য দেন— ২৫০ শয্যাবিশিষ্ট চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মুহাম্মদ মশিউর রহমান, জেলা পরিবার পরিকল্পনা অফিসের উপপরিচালক শুকলাল বৈদ্য, সরকারি কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষ প্রকৌশলী মো. আবদুর রহিম, জেলা প্রাণিসম্পদ অফিসার ডা. মো. গোলাম মোস্তফা। কর্মশালায় চাঁপাইনবাবগঞ্জ জেলার ৬২টি দপ্তরের কর্মকর্তারা অংশগ্রহণ করেন।
চাঁপাইনবাবগঞ্জে একদিনে আরো ৫ জন ডেঙ্গু আক্রান্ত

চাঁপাইনবাবগঞ্জে একদিনে আরো ৫ জন ডেঙ্গু আক্রান্ত চাঁপাইনবাবগঞ্জে গত ২৪ ঘণ্টায় নতুন করে ৫ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন। তাদের মধ্যে ২৫০ শয্যাবিশষ্ট জেলা হাসপাতালের আন্তঃবিভাগে ৩ জন ও বহির্বিভাগে ২ জন শনাক্ত হয়েছেন। বর্তমানে জেলা ও উপজেলার বিভিন্ন হাসপাতালে ভর্তি আছেন ৯ জন রোগী। ভর্তি রোগীদের মধ্যে ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালে ৫ জন পুরুষ, শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ২ জন পুরুষ ও গোমস্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ২ জন পুরুষ রোগী ভর্তি রয়েছেন। অন্যদিকে জেলা হাসপাতালে ৫ জন রোগী সুস্থ হওয়ায় তাদেরকে ছাড়পত্র দেয়া হয়েছে। সিভিল সার্জন অফিস ও ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালের ডেঙ্গুবিষয়ক প্রতিদিনের প্রতিবেদনে বৃহস্পতিবার এই তথ্য জানানো হয়েছে। সিভিল সার্জন কার্যালয়ের হিসাবমতে, ২০২৪ সালের জানুয়ারি থেকে এখন পর্যন্ত জেলায় মোট ডেঙ্গু আক্রান্তের সংখ্যা দাঁড়াল ২ হাজার ৭৪৪ জন।
চাঁপাইনবাবগঞ্জে যাত্রীবাহী বাসের সংঘর্ষে কৃষক নিহত

চাঁপাইনবাবগঞ্জে যাত্রীবাহী বাসের সংঘর্ষে কৃষক নিহত চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলায় একটি যাত্রীবাহী বাসের সাথে মুখোমুখি সংঘর্ষে রফিকুল ইসলাম নামে বাইসাইকেল আরোহি একজন কৃষক নিহত হয়েছেন। তিনি গোবরাতলা ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের মৃত হযরত আলীর ছেলে। পুলিশ,পরিবার ও স্থানীয় সূত্র জানায়, আজ বিকাল সাড়ে ৩টার দিকে গোবরাতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে চাঁপাইনবাবগঞ্জ থেকে গোমস্তাপুর উপজেলাগামী সড়কে ঘটনাটি ঘটে। এতে ঘটনাস্থলেই নিহত হন রফিকুল। ঘটনার পর ফায়ার সার্ভিসের উদ্ধারকারী দল মরদেহ উদ্ধার করে পুলিশের নিকট হস্তান্তর করে। এদিকে, ঘটনার পর স্থানীয়রা বাসটি আটক করলেও এর চালক ও হেলপার পালিয়ে যায়। চাঁপাইনবাবগঞ্জ সদর থানার ওসি শাহিন আকন্দ বলেন, গোমস্তাপুরগামী বাসের সাথে মুখোমুখি সংঘর্ষে নিহত হন রফিকুল। পুলিশ মরদেহ উদ্ধার ও বাস জব্দ করেছে। এ ঘটনায় সড়ক পরিবহন আইনে মামলার বিষয়টি প্রক্রিয়াধীণ বলেও জানান ওসি।
চাঁপাইনবাবগঞ্জে টিআইবির দুর্নীতিবিরোধি আন্দোলনের অভিজ্ঞতা বিনিময় সভা

চাঁপাইনবাবগঞ্জে টিআইবির দুর্নীতিবিরোধি আন্দোলনের অভিজ্ঞতা বিনিময় সভা চাঁপাইনবাবগঞ্জ সচেতন নাগরিক কমিটি-সনাকের উদ্যোগে ‘স্থানীয় পর্যায়ে দুর্নীতিবিরোধী আন্দোলনের অভিজ্ঞতা বিনিময় সভা’ অনুষ্ঠিত হয়েছে। সভায় দুর্নীতিবিরোধী শপথ নেন অংশগ্রহণকারীরা। আজ শহরের শহিদ সাটু হল অডিটোরিয়ামে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন চাঁপাইনবাবগঞ্জ সনাক সভাপতি সাইফুল ইসলাম রেজা। স্বাগত বক্তব্য দেন সহ-সভাপতি আশরাফুল আম্বিয়া সাগর। কর্মসূচীর লক্ষ্য ও উদ্দেশ্য এবং দুর্নীতিবিরোধী সমাজিক আন্দোলন বেগবান করার বিষয়ে বিশদ আলোচনা করেন টিআইবি ঢাকা অফিসের কোঅর্ডিনেটর আতিকুর রহমান। অনুষ্ঠানে চাঁপাইনবাবগঞ্জ সনাকের বিগত এক বছরের কার্যক্রম তুলে ধরেন টিআইবির জেলা কোঅর্ডিনেটর শফিকুল ইসলাম। মুক্ত আলোচনায় বক্তব্য দেন সনাক সদস্য কানাই চন্দ্র দাস,মজিবুর রহমান, জাহেদুল আবেদীন মিঠু, শহিদুল হক ও এনামুল হক। সবায় ইয়েস ও এ্যকটিভ সিটিজেন গ্রুপের ২০ জন সদস্য তাঁদের মতামত ব্যক্ত করেন। অনুষ্ঠানে শপথ পাঠ করান সনাক সদস্য সেলিনা বেগম।
দেশের অর্থনীতিতে প্রাণিসম্পদের গুরুত্ব অনেক : জেলা প্রশাসক

দেশের অর্থনীতিতে প্রাণিসম্পদের গুরুত্ব অনেক : জেলা প্রশাসক চাঁপাইনবাবগঞ্জ জেলা সদর, শিবগঞ্জ, নাচোল, গোমস্তাপুর ও ভোলাহাট উপজেলায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী-২০২৫ উদ্বোধন করা হয়েছে। বুধবার সকালে জেলাশহরের হুজরাপুরে জেলা প্রাণিসম্পদ অধিদপ্তর চত্বরে বেলুন উড়িয়ে কর্মসূচির উদ্বোধন করা হয় এবং একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। পরে আলোচনা সভায় অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মো. শাহাদাত হোসেন মাসুদ বলেন, আমাদের অর্থনীতিকে এগিয়ে নিতে প্রাণিসম্পদের গুরুত্ব অনেক। তিনি খামারিদের উদ্দেশ্যে বলেন, জেলা প্রশাসন সমন্বয়ের জায়গা থেকে কাজ করে, আপনাদের কথা শুনতে চায়। জেলা প্রশাসন সবসময় আপনাদের পাশে আছে। তিনি আরো বলেন, রোগ নির্ণয়, পুষ্টি এবং গবাদিপশুর উন্নয়নের সাথে জড়িত ৫টি প্রকল্প এই জেলায় পরিচালিত হচ্ছে। সরকারি প্রকল্পের সুফল যেন বেনিফিশিয়ারিদের কাছে পৌঁছায়, সে দিকে নজর দিতে হবে। শাহাদাত হোসেন মাসুদ আরো বলেন, গরু চুরির বিষয়ে সর্বদা সজাগ রয়েছে পুলিশ প্রশাসন। এছাড়াও আমরা মোবাইল কোর্ট পরিচালনা করে গরু মোটাতাজাকরণ বিষয়ে খেয়াল রাখব। তিনি আরো বলেন, আমরা সবসময় টেকসই ও গুণগতমান সাসটেইন করব। আমাদের টেকসইয়ের জায়গাতে কাজ সবসময় চলমান থাকবে এবং গুণগতমানের ব্যাপারে কোনো ছাড় দেয়া যাবে না। তিনি আরো বলেন, আগামী নির্বাচনে আমরা সুষ্ঠু নিরপেক্ষ শান্তিপূর্ণ নির্বাচন করব, ভোট উৎসব করবো ইনশাআল্লাহ। সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন— পুলিশ সুপার মো. রেজাউল করিম, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক ড. ইয়াছিন আলী, জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. গোলাম মোস্তফা, জেলা মৎস্য কর্মকর্তা শাহিনুর রহমান। সূচনা বক্তব্য দেন, জেলা ভেটেরিনারি অফিসার ডা. কবির উদ্দিন আহমেদ। খামারিদের মধ্যে বক্তব্য দেন মুনজের আলম মানিক ও রাকিবুল আলম বাবু। বিশেষ অতিথির বক্তব্যে জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. গোলাম মোস্তাফা জানান, প্রদর্শনী আজকে বুধবার শেষ হবে কিন্তু আমাদের সপ্তাহব্যাপী বিভিন্ন কর্মসূচি পালিত হবে। যেমন ফ্রি ভ্যাকসিনেশন ক্যাম্পেইন, ইউনিয়ন পর্যায়ে ফ্রি ক্যাম্প, নারী ও তরুণ উদ্যোক্তাদের নিয়ে বৈঠক, কুইজ প্রতিযোগিতা ও স্কুল ফিডিং ক্যাম্পেইন। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন— উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. শারমিন আক্তার, ভেটেরিনার সার্জন মোছামত আশা আনার কলিসহ খামারি ও উদ্যোক্তারা। অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা প্রাণিসম্পদ অধিদপ্তরের এল.ই.ও. ডা. শামীমা নাসরিন। পরে সাংস্কৃতিক অনুষ্ঠানে গম্ভীরা পরিবেশিত হয়। জেলা প্রশাসন ও জেলা প্রাণিসম্পদ অধিদপ্তর এই কর্মসূচির আয়োজন করে। শিবগঞ্জ : চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে জাতীয় প্রাণিসম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে উপজেলা প্রশাসন ও উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের উদ্যোগে পৌর এলাকার পাইলিং মোড়ে ফিতা কেটে এ প্রদর্শনীর উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মো. আজাহার আলী। পরে বর্ণাঢ্য র্যালি বের হয়। উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. শাহাদৎ হোসেনের সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন— উপজেলা কৃষি কর্মকর্তা নয়ন মিয়া, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা সঞ্জয় কুমার সরকার, ভেটেরিনারি সার্জন ডা. আবু ফেরদৌস, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা শাহিন আকতার, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আবদুৎ তোয়াবসহ অন্যরা। প্রদর্শনীতে ৩০টি স্টলে হাঁস, মুরগি, পাখি, ঘোড়া ও উন্নত গরু-ছাগলসহ বিভিন্ন প্রজাতির পশু স্থান পেয়েছে। একই সঙ্গে খামারিরা তাদের খামারের সবচেয়ে আকর্ষণীয় ও বড় সাইজের গরু নিয়ে প্রদর্শনীতে অংশ নেন। গোমস্তাপুর : চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধন করা হয়েছে। বুধবার উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের উদ্যোগে র্যালি, আলোচনা সভা ও কেক কাটার মধ্য প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধন করা হয়। উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল চত্বরে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. ওয়াসিম আকরাম। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার জাকির মুন্সী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা সাকলাইন হোসেন। অন্যদের মধ্যে বক্তব্য দেন— ভেটেরিনারি সার্জন বরুণ কুমার প্রামানিক, প্রাণিসম্পদ উদ্যোক্তা মুসলেহউদ্দিন শিপলু সরকারসহ অন্যরা। পরে প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে আয়োজিত মেলার স্টল পরিদর্শন করেন অতিথিরা। নাচোল : চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রদর্শনীর উদ্বোধন করা হয়েছে। বুধবার উপজেলা প্রশাসন ও উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের উদ্যোগে র্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়। বেলা ১১টায় উপজেলা পরিষদ চত্বর থেকে বর্ণাঢ্য র্যালিটি বের হয়। উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. কাউসার আলীর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য দেন— উপজেলা নির্বাহী অফিসার (অতিরিক্ত দায়িত্ব) সুলতানা রাজিয়া। সঞ্চালনা করেন উপজেলা পল্লী উন্নয়ন অফিসার হারুন অর রশিদ। প্রদর্শনীর জন্য ৩০টি স্টল স্থান পায়। অতিথিবৃন্দ আধুনিক প্রযুক্তির আলট্রাশনোগ্রাফি, খড় ও ঘাস কাটার মেশিন, বিভিন্ন রোগবালাই দমনের ওষুধ এবং উন্নত জাতের গরু, মহিষ, ছাগল, ভেড়া, খরগোশ, হাঁস-মুরগি, টিয়াসহ বিভিন্ন প্রাণীর স্টল পরিদর্শন করেন। এসময় উপস্থিত ছিলেন— উপজেলা সিনিয়র মৎস্য অফিসার ইমরুল কায়েশ, উপজেলা কৃষি অফিসার সলেহ্ আকরাম, উপজেলা প্রাণিসম্পদ চিকিৎসক ডা. মাইদুর রহমান, নেজামপুর ইউপি চেয়ারম্যান আমিনুল হক এবং উপজেলা হিসাবরক্ষণ কর্মকর্তা শহিদুল ইসলাম। ভোলাহাট : চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রদর্শনীর উদ্বোধন করা হয়েছে। এ উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়। উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের আয়োজনে ও উপজেলা প্রশাসনের সহযোগিতায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রদর্শনীর র্যালিটি উপজেলা পরিষদ চত্বর থেকে বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে আলোচনা সভায় মিলিত হয়। আলোচনা সভায় সভাপতিত্ব করেন ভারপ্রাপ্ত উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. শাহজালাল। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন— ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী কমিশনার (ভূমি) মো. শামীম হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. সুলতান আলী। উপজেলা প্রাণিসম্পদ সম্প্রসারণ কর্মকর্তা মো. জামিল হাসানের সঞ্চালনায় আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন— ভোলাহাট থানার অফিসার ইনচার্জ মো. মতিউর রহমানসহ অন্যরা। উপজেলা পরিষদ চত্বরে প্রদর্শনীতে মোট ২৪টি স্টল অংশগ্রহণ করে। ২৬ নভেম্বর থেকে ২ ডিসেম্বর পর্যন্ত চলবে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রদর্শনী।
ইসিসিসিপি-ড্রাউট প্রকল্পের উদ্যোগে খরা মোকাবেলায় টেকসই কৃষির প্রশিক্ষণ

ইসিসিসিপি-ড্রাউট প্রকল্পের উদ্যোগে খরা মোকাবেলায় টেকসই কৃষির প্রশিক্ষণ বরেন্দ্র অঞ্চলে জলবায়ু পরিবর্তনের নেতিবাচক প্রভাব মোকাবেলায় খরা সহনশীল কৃষি প্রযুক্তি বিস্তারের লক্ষ্যে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার ঝিলিম ইউনিয়নে দিনব্যাপী প্রশিক্ষণের আয়োজন করা হয়েছে। আজ সকালে ৭নংচরঅনুপনগর ইউনিয়ন পরিষদে এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। এক্সটেনডেড কমিউনিটি ক্লাইমেট চেঞ্জ প্রজেক্ট-ড্রাউট (ইসিসিসিপি-ড্রাউট) প্রকল্পের আওতায়, পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) ও গ্রীণ ক্লাইমেট ফান্ড (জিসিএফ) – এর সহযোগিতায় প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটি এ প্রশিক্ষণের আয়োজন করে। প্রশিক্ষণে অংশগ্রহণ করেন ২০ জন সিসিএজি সদস্য। এ সময় সিসিএজি সদস্যদের জলবায়ু পরিবর্তনের প্রভাব, এর প্রতিকারমূলক ব্যবস্থা, টেকসই কৃষি অনুশীলন ও খরা সহনশীল কৃষি কৌশল সম্পর্কে ধারণা প্রদান করা হয়। একইসাথে খরা সহিষ্ণু ফল ও ফসল নির্বাচন, বসতবাড়ির উঠানবাগান তৈরি, ভার্মিকম্পোস্ট প্রস্তুত এবং পানি সংরক্ষণ কৌশল নিয়ে হাতে-কলমে নির্দেশনা দেওয়া হয়। কর্মশালায় উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের চাঁপাইনবাবগঞ্জ হর্টিকালচার সেন্টারের উপপরিচালক (ভারপ্রাপ্ত) মোঃ শামসুদ্দোহা ও উপ-সহকারী উদ্যানত্ববিদ মোঃ গোলাম মোস্তফা, রামচন্দ্রপুর হর্র্টিকালচার এবং প্রকল্পের মনিটরিং এন্ড ইভালুয়েশন অফিসার কৃষিবিদ মোঃ ফয়জুল হক। বরেন্দ্র অঞ্চলের বাস্তব জলবায়ুগত চ্যালেঞ্জ তুলে ধরে করণীয় সম্পর্কে গুরুত্বপূর্ণ বক্তব্য দেন প্রকল্প সমন্বয়কারী বকুল কুমার ঘোষ। প্রশিক্ষণের অন্যতম বিষয় ছিল পরিবেশবান্ধব কৃষি বিস্তারে জৈব সার ব্যবহারে কৃষকদের উৎসাহ দেওয়া। এই লক্ষ্যে ভার্মিকম্পোস্ট তৈরির উপায় ও উপকারিতা বিস্তারিতভাবে আলোচনা করা হয়। পাশাপাশি প্রয়াসের ইসিসিসিপি-ড্রাউট প্রকল্পের আওতায় চালু থাকা ঋণ কার্যক্রম সম্পর্কেও অবহিত করেন রিজিওনাল ম্যানেজার মোঃ রেজাউল ইসলাম এবং ইউনিট-১২ এর শাখা ব্যবস্থাপক মোসাঃ ইতিআরা খাতুন ।কর্মশালায় সহযোগিতা করেন সিএমও (সিভিল) মোঃ রোকনুজ্জামান এবং প্রশিক্ষণ কার্যক্রম সমন্বয় করেন প্রকল্প সমন্বয়কারী। প্রশিক্ষণে অংশগ্রহণকারী সদস্যরা জানান, এ ধরনের উদ্যোগ তাদের খরা পরিস্থিতিতে কৃষি অভিযোজন এবং নতুন প্রযুক্তিনির্ভর কৃষি পদ্ধতি গ্রহণে অনুপ্রাণিত করবে।