ক্যান্সার নিয়ে সর্বজনীন সচেতনতা বাড়ানোর আহ্বান প্রধান উপদেষ্টার

ক্যান্সার নিয়ে সর্বজনীন সচেতনতা বাড়ানোর আহ্বান প্রধান উপদেষ্টার প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস সারাদেশে বিভিন্ন ক্যান্সার রোগের বিষয়ে সচেতনতা বাড়ানোর আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, ফ্যাটি লিভারজনিত ও স্তন ক্যান্সারের মতো মারাত্মক রোগ এখন দেশের মানুষের প্রাণহানির বড় কারণ হয়ে দাঁড়িয়েছে, অথচ অধিকাংশ ক্ষেত্রেই প্রতিরোধ সম্ভব। আজ শনিবার ঢাকায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় সিঙ্গাপুরের ক্যানসার বিশেষজ্ঞ প্রফেসর তো হান চংয়ের সঙ্গে এক বৈঠকে তিনি এই আহ্বান জানান। বৈঠকে উপস্থিত ছিলেন সিঙ্গাপুর ন্যাশনাল ক্যান্সার সেন্টারের সিনিয়র কনসালট্যান্ট প্রফেসর তো হান চং, সিংহেলথ ডিউকুএনইউএস গ্লোবাল হেলথ ইনস্টিটিউটের ডেপুটি ডিরেক্টর বিজয়া রাও এবং সিংহেলথ ও এডিনবারা ন্যাপিয়ার বিশ্ববিদ্যালয়ের হেলথ কেয়ার ম্যানেজমেন্ট বিশেষজ্ঞ কালউইন্ডার কউর। প্রধান উপদেষ্টা বলেন, দক্ষিণ এশিয়ায় বর্তমানে অ-সংক্রামক রোগ যেমন ক্যান্সার, ডায়াবেটিস ও হৃদরোগ মৃত্যুর প্রধান কারণ হয়ে উঠেছে। তাঁর মতে, এসব রোগের চিকিৎসা ব্যয়বহুল এবং সাধারণ মানুষের নাগালের বাইরে, তাই প্রতিরোধই সবচেয়ে কার্যকর পথ। প্রফেসর ইউনূস বলেন, ‘এই রোগগুলো সম্পর্কে সারা দেশে সচেতনতা তৈরি করতে হবে। ক্যান্সার বা হৃদরোগের চিকিৎসা অনেক সময় নাগালের বাইরে চলে যায়। প্রতিরোধমূলক ব্যবস্থা সহজ ও সাশ্রয়ী করতে হবে, বিশেষ করে মধ্যবিত্ত ও নিম্নবিত্ত পরিবারের জন্য।’ বৈঠকে প্রফেসর তো হান চং বলেন, ফ্যাটি লিভার এখন দক্ষিণ এশিয়ার শত কোটি মানুষের শরীরে নীরবে বাসা বাঁধছে, যা ভবিষ্যতে লিভার ক্যান্সারসহ নানা জটিল রোগের কারণ হতে পারে। ‘এই রোগ নিয়ে আরও বড় পরিসরে সচেতনতা জরুরি’ বলেন তিনি। প্রধান উপদেষ্টা নারীদের জন্য সাশ্রয়ী মূল্যে স্তন ক্যান্সার শনাক্তকরণ কর্মসূচি আরো বিস্তৃত করার ওপর জোর দেন। পাশাপাশি বাংলাদেশ ও সিঙ্গাপুরের মধ্যে চিকিৎসা খাতে সহযোগিতা বাড়ানোর আহ্বান জানান, বিশেষ করে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের প্রশিক্ষণ কার্যক্রমে।
জেলেদের জীবন-জীবিকা নিশ্চিত করা অত্যন্ত জরুরি : মৎস্য উপদেষ্টা

জেলেদের জীবন-জীবিকা নিশ্চিত করা অত্যন্ত জরুরি : মৎস্য উপদেষ্টা মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার বলেছেন, মৎস্যজীবীদের জীবন-জীবিকা, পরিচয় ও তাদের শ্রমের প্রাতিষ্ঠানিক স্বীকৃতিকেও মূল্যায়নের আওতায় আনতে হবে। তিনি বলেন, জলজ জীববৈচিত্র্যে বাংলাদেশ অত্যন্ত সমৃদ্ধ-তাই পরিবেশ মূল্যায়নে শুধু ইকোলজিক্যাল দৃষ্টিকোণ থেকে বিবেচনা করাই যথেষ্ট নয়, এর পাশাপাশি প্রাকৃতিক মৎস্যসম্পদ সংরক্ষণ ও জেলেদের সামাজিক সুরক্ষাও নিশ্চিত করতে হবে। আজ শনিবার সকালে সিক্স সিজনস হোটেলে অনুষ্ঠিত ৭ম সেন্টার ফর সাসটেইনেবল ডেভেলপমেন্ট সম্মেলন ২০২৫-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি একথা বলেন। সেন্টার ফর সাসটেইনেবল ডেভেলপমেন্ট ও ইউনিভার্সিটি অফ লিবারেল আর্টস বাংলাদেশ (ইউল্যাব) যৌথভাবে এ সম্মেলন আয়োজন করেছে। মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা বলেন, দেশের প্রাণীজ প্রোটিনের বড় অংশ আসে মাছ, ডিম ও অন্যান্য প্রাণীজাত পণ্য থেকে, যা মূলত ক্ষুদ্র খামারিরা উৎপাদন করছেন এবং তাদের বেশিরভাগই নারী। কিন্তু তাদের এই অবদান নীতিনির্ধারণী পর্যায়ে এখনো যথাযথ গুরুত্ব পাচ্ছে না। উপদেষ্টা আরো বলেন, বাংলাদেশের ১ লাখ ১৮ হাজার ৮১৩ বর্গকিলোমিটার সামুদ্রিক জলসীমা রয়েছে এবং জলজ জীববৈচিত্র্যে আমরা অত্যন্ত সমৃদ্ধ হলেও আমাদের সামুদ্রিক মৎস্যসম্পদ এখনো যথাযথভাবে ব্যবহৃত হচ্ছে না। তিনি বলেন, এর পাশাপাশি অবকাঠামোগত উন্নয়ন ও সড়ক নির্মাণে পর্যাপ্ত কালভার্ট না থাকায়, বহু স্থানে জলপ্রবাহ বাধাগ্রস্ত হচ্ছে— যা মাছের বিচরণ ও প্রাকৃতিক উৎপাদন ব্যবস্থাকে নেতিবাচকভাবে প্রভাবিত করছে।
সমবায়ভিত্তিক আত্মনির্ভরশীল বাংলাদেশ গড়া সম্ভব-প্রধান উপদেষ্টা

সমবায়ভিত্তিক আত্মনির্ভরশীল বাংলাদেশ গড়া সম্ভব-প্রধান উপদেষ্টা প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, সমবায়ভিত্তিক অর্থনৈতিক কার্যক্রম পরিচালনার মাধ্যমে একটি আত্মনির্ভরশীল বাংলাদেশ গড়ে তোলা সম্ভব। তিনি বলেন, বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার সমবায় খাতকে আধুনিক ও গতিশীল করতে নানামুখী উদ্যোগ গ্রহণ করেছে। কৃষি, মৎস্য, পশুপালন, সঞ্চয় ও ঋণদান এবং কুটিরশিল্প প্রভৃতি ক্ষেত্রে সমবায়ভিত্তিক অর্থনৈতিক কার্যক্রম পরিচালনার মাধ্যমে একটি আত্মনির্ভরশীল বাংলাদেশ গড়ে তোলা সম্ভব। আগামীকাল ৫৪তম জাতীয় সমবায় দিবস’ উপলক্ষে দেওয়া এক বাণীতে প্রধান উপদেষ্টা এসব কথা বলেন।
১৫ ফেব্রুয়ারির মধ্যেই সংসদ নির্বাচন- বলেছেন শফিকুল আলম

১৫ ফেব্রুয়ারির মধ্যেই সংসদ নির্বাচন- বলেছেন শফিকুল আলম প্রধান উপদেষ্টার প্রেস সচিব মোহাম্মদ শফিকুল আলম জোর দিয়ে বলেছেন, আগামী ফেব্রুয়ারির ১৫ তারিখের মধ্যেই সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে এবং‘এটাকে পেছানোর মতো কোনো শক্তি নেই। এছাড়া গণভোটের বিষয়ে প্রধান উপদেষ্টা সিদ্ধান্ত নেবেন বলে তিনি জানিয়েছেন। আজ সকালে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) ‘জুলাই কন্যা ফাউন্ডেশন’-এর উদ্যোগে আয়োজিত ‘মাইন্ডব্রিজ ও নলেজ কম্পিটিশন’-এ প্রধান অতিথির বক্তব্যে তিনি এই ঘোষণা দেন। তিনি উল্লেখ করেন, যেকোনো সিদ্ধান্ত নেয়া হোক না কেন, জাতীয় নির্বাচন সময়মতোই হবে।
আরও ৩১০ বাংলাদেশিকে ফেরত পাঠালো লিবিয়া

আরও ৩১০ বাংলাদেশিকে ফেরত পাঠালো লিবিয়া অবৈধ ও অনিয়মিতভাবে লিবিয়ায় বসবাস করা এবং স্বেচ্ছায় দেশে ফিরতে আগ্রহী আরও ৩১০ জন বাংলাদেশিকে লিবিয়ার সরকার আজ দেশে ফেরত পাঠিয়েছে। এই ফেরত আসা অভিবাসীদের মধ্যে কয়েকজন অসুস্থ এবং অপহরণের শিকার হয়ে উদ্ধার পরবর্তীতে দেশে ফিরেছেন। সকাল ৮টয় তাঁদের বহনকারী বিমান হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। এই নিয়ে একই প্রক্রিয়ায় চলতি অক্টোবর মাসে ৩টি ফ্লাইটে মোট ৯২৮ জন বাংলাদেশি দেশে ফিরলেন। এই ফিরে আসা অভিবাসীদের বেশিরভাগই অবৈধভাবে সেখানে বসবাস করতেন। দূতাবাস জানিয়েছে, আজকের চার্টার ফ্লাইটে দুজন নারীসহ দেশটির মিসরাতা শহরের ২১১ জন এবং ত্রিপলির ৯৯ জন অভিবাসী দেশে ফিরেছেন। বর্তমানে ত্রিপলী ও বেনগাজীতে আরও কিছু বাংলাদেশি আটক রয়েছেন, তাদেরও দ্রুত দেশে পাঠাতে দূতাবাস কাজ করছে।
মাদ্রাসার ৮ম শ্রেণির বৃত্তি পরীক্ষার ফরম পূরণ শুরু ২ নভেম্বর

মাদ্রাসার ৮ম শ্রেণির বৃত্তি পরীক্ষার ফরম পূরণ শুরু ২ নভেম্বর আগামী ২ নভেম্বর থেকে শুরু হচ্ছে মাদ্রাসার অষ্টম শ্রেণির বৃত্তি পরীক্ষার ফরম পূরণ কার্যক্রম। বৃত্তি পরীক্ষায় অংশ নিতে আগ্রহী শিক্ষার্থীরা নির্ধারিত সময়ের মধ্যে তাদের নিজ নিজ শিক্ষা প্রতিষ্ঠানের মাধ্যমে ফরম পূরণ করতে পারবে। তবে নির্ধারিত সময় শেষে কোনোভাবেই ফরম গ্রহণ করা হবে না। গতকাল বোর্ডের প্রকাশিত বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়েছে। এতে জানানো হয়, বোর্ড অনুমোদিত দাখিল, আলিম, ফাযিল ও কামিল মাদ্রাসায় অধ্যয়নরত ৮ম শ্রেণির সর্বোচ্চ ৪০ শতাংশ শিক্ষার্থী এই বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ পাবে। প্রতিটি পরীক্ষার্থীর জন্য বোর্ড ফি বাবদ ৪০০ টাকা অনলাইনে বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের অনুকূলে জমা দিতে হবে এবং কেন্দ্র ফি বাবদ ২০০ টাকা সংশ্লিষ্ট মাদ্রাসায় জমা দিতে হবে।
রাজশাহীর পুঠিয়ায় র্যাব-৫ এর অভিযানে ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার

রাজশাহীর পুঠিয়ায় র্যাব-৫ এর অভিযানে ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার রাজশাহীর পুঠিয়ায় র্যাব-৫ এর অভিযানে ২ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। আজ ভোরে গোপন সংবাদের ভিত্তিতে বিড়ালদহ মাজার এলাকায় অভিযান চালিয়ে প্রায় ৩৮ কেজি ২০০ গ্রাম গাঁজা, ১টি পিকআপ, ২ টি মোবাইলসহ সীমকার্ড ও নগদ ২ হাজার ৫০০ টাকা পরিবহনের সময় শেখ ফয়সাল মিয়া ও আলম নামে ২জনকে গ্রেফতার করা হয়। র্যাব-৫ এর প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, র্যাব-৫ এর আভিযানিক দল, ঐ ২ জন মাদক ব্যবসায়ী মাদকের একটি বড় চালান নিয়ে হবিগঞ্জ জেলার সীমান্তবর্তী এলাকা থেকে রাজশাহী অভিমুখে আসছে এমন তথ্যের ভিত্তিতে তাদরে গতিবিধি পর্যবেক্ষন করে, নাটোর- রাজশাহী মহাসড়কের উপর চেকপোস্ট পরিচালনা করে ০২ জনকে অভিনব কায়দায় বহন করা উল্লেখিত আলামতসহ হাতেনাতে গ্রেফতার করা হয়। প্রেস বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, গ্রেফতারকৃতরা দীর্ঘদিন ধওে আন্ত:জেলা মাদক চক্রের সদস্য এবং রাজশাহী মাদক ব্যবসার সঙ্গে জড়িত। এ ঘটনায় পুঠিয়া থানায় মাদক আইনে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।
নওগাঁর ব্যবসায়ী অপহরণ: মূলহোতা শাহাজান গ্রেফতার, ভিকটিম উদ্ধার

নওগাঁর ব্যবসায়ী অপহরণ: মূলহোতা শাহাজান গ্রেফতার, ভিকটিম উদ্ধার নওগাঁর ব্যবসায়ী আলমগীর হোসেনকে অপহরণের ঘটনায় ৭০ লাখ টাকা মুক্তিপণ দাবিকারী চক্রের মূলহোতা মো. শাহাজান কে গ্রেফতার করেছে র্যাব-৫। একই সঙ্গে অপহৃত আলমগীর হোসেন কে ঢাকা জেলার সাভারের নতুনপাড়া এলাকা থেকে উদ্ধার করা হয়েছে। র্যাব-৫ এর পেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে গতরাত ১টা ৩৫ মিনিটে র্যাব-৫ ও র্যাব-৪ এর যৌথ অভিযানে শাহাজানকে গ্রেফতার ও ভিকটিমকে অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়। শাহাজানের বাড়ি ভোলার লালমোহন উপজেলার চর কচুপিয়া গ্রামে। বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়, ব্যবসায়ী আলমগীর হোসেন ঢাকায় আত্মীয়ের বাসায় যাওয়ার পথে নওগাঁ বাসস্ট্যান্ড থেকে নিখোঁজ হন। পরে অজ্ঞাত ব্যক্তিরা তার পরিবারের সঙ্গে যোগাযোগ করে ৭০ লাখ টাকা মুক্তিপণ দাবি করে এবং টাকা না দিলে প্রাণে হত্যার হুমকি দেয়। এ ঘটনায় আলমগীরের ছেলে নওগাঁ সদর থানায় মামলা দায়ের করেন। এঘটনায় গ্রেফতার আসামিকে নওগাঁ সদর থানায় হস্তান্তর করা হয়েছে।
জমি নিয়ে বিরোধে চাঞ্চল্যকর মোস্তফা শেখ হত্যা মামলার ২ নম্বর আসামি রফিক শেখ গ্রেপ্তার

জমি নিয়ে বিরোধে চাঞ্চল্যকর মোস্তফা শেখ হত্যা মামলার ২ নম্বর আসামি রফিক শেখ গ্রেপ্তার রাজশাহীর আলোচিত মোস্তফা শেখ হত্যা মামলার এজাহারনামীয় ২ নম্বর আসামি রফিক শেখকে সাতক্ষীরার শ্যামনগর এলাকা থেকে যৌথ অভিযানে গ্রেপ্তার করেছে র্যাব-৫ রাজশাহী ও র্যাব-৬ সাতক্ষীরা। র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল দুপুর ১২টা ৫৫ মিনিটে শ্যামনগর উপজেলার শংকরকাঠি এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। মামলার এজাহার সূত্রে জানা যায়, জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে গত ২১ অক্টোবর দুপুরে রাজশাহীর চারঘাট উপজেলার বাসাদিয়াড় গ্রামে মোস্তফা শেখকে লোহার হাসুয়া ও চাপাতি দিয়ে কুপিয়ে হত্যা করা হয়। হামলায় নিহতের পরিবারের আরও কয়েকজন আহত হন। এ ঘটনায় মোস্তফা শেখের ছেলে ওমর ফারুক বাদী হয়ে চারঘাট থানায় ১১ জনকে আসামি করে হত্যা মামলা দায়ের করেন। পুলিশ ইতোমধ্যে এই মামলায় রহমত উল্লাহ ও দেলোয়ার হোসেনকে গ্রেপ্তার করেছে। র্যাব জানায়, রফিক শেখকে পরবর্তী আইনগত প্রক্রিয়ার জন্য রাজশাহীর চারঘাট থানায় হস্তান্তর করা হয়েছে।
বন্যপ্রাণী রক্ষায় প্রতিটি জেলায় স্বেচ্ছাসেবী নেটওয়ার্ক গঠন করা হবে

বন্যপ্রাণী রক্ষায় প্রতিটি জেলায় স্বেচ্ছাসেবী নেটওয়ার্ক গঠন করা হবে: পরিবেশ ও বন উপদেষ্টা দেশের প্রতিটি জেলায় বন বিভাগকে সহায়তার জন্য স্বেচ্ছাসেবী নেটওয়ার্ক গড়ে তোলা হবে বলে জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন ও পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। আজ রবিবার রাজধানীর আগারগাঁওয়ে আন্তর্জাতিক মিঠাপানির ডলফিন দিবস উপলক্ষে বন অধিদপ্তর আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। উপদেষ্টা বলেন, এতে প্রাণী উদ্ধার ও সুরক্ষায় দ্রুত ব্যবস্থা নেওয়া সম্ভব হবে। তিনি বন্যপ্রাণী সংরক্ষণে স্বতঃস্ফূর্তভাবে কাজ করা সকলকে ধন্যবাদ জানান। রিজওয়ানা হাসান বলেন, “মানুষ ও বন্যপ্রাণীর মঙ্গল একসূত্রে গাঁথা। আমরা যদি প্রাণীদের বাঁচাই, প্রকৃতি আমাদেরও বাঁচাবে।” তিনি আরও বলেন, “ডলফিন নদীর সুস্থতার প্রতীক। যেখানে ডলফিন টিকে থাকে, সেখানে নদীও টিকে থাকে—আর নদী টিকে থাকলেই মানুষ বাঁচে।” তিনি উল্লেখ করেন, “বন্যপ্রাণী রক্ষায় শুধু আইন নয়, মনস্তাত্ত্বিক ও আচরণগত পরিবর্তনও জরুরি। যদি মানুষ নিরীহ প্রাণীর প্রতি নিষ্ঠুর হয়, তা সমাজের মূল্যবোধের অবক্ষয়ের প্রতিফলন।” অনুষ্ঠানে প্রধান বন সংরক্ষক মো. আমীর হোসাইন চৌধুরী সভাপতিত্ব করেন। এ সময় ড. মো. জাহাঙ্গীর আলম, ড. ইশতিয়াক সোবহা, মো. ছানাউল্যা পাটওয়ারী ও মো. রেজাউল করিম চৌধুরী বক্তব্য দেন। অনুষ্ঠানে ‘গাঙ্গেয় ডলফিন সংরক্ষণ হ্যান্ডবুক’-এর মোড়ক উন্মোচন ও ডলফিন বিষয়ক প্রদর্শনীও অনুষ্ঠিত হয়।