ফিলিস্তিনকে ৪ দেশের স্বীকৃতি- স্বাগত জানাল বাংলাদেশ

ফিলিস্তিনকে ৪ দেশের স্বীকৃতি- স্বাগত জানাল বাংলাদেশ ফিলিস্তিনকে রাষ্ট্রকে কানাডা, অস্ট্রেলিয়া, যুক্তরাজ্য ও পর্তুগালের স্বীকৃতি দেওয়ার ঘটনাকে স্বাগত জানিয়েছে বাংলাদেশ। পররাষ্ট্র উপদেষ্টা বলেন, এই স্বীকৃতি চূড়ান্ত স্বাধীনতা প্রাপ্তির ক্ষেত্রে একটি পদক্ষেপ। তবে ফিলিস্তিনের জনগণকে আরো পথ পাড়ি দিতে হবে বলে মনে করে তিনি বলেন, যুক্তরাজ্য, কানাডা, অস্ট্রেলিয়া ও পর্তুগালের স্বীকৃতির মধ্য দিয়ে দেড়‘শর বেশি দেশের প্রত্যক্ষ সমর্থন পেলেন স্বাধীনতাকামী ফিলিস্তিনিরা। তিনি বলেন, বিশ্বের আরেক প্রভাবশালী পশ্চিমা দেশ ফ্রান্স শিগগিরই ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেবে বলে জানিয়েছে। এটি হলে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের পাঁচটি স্থায়ী সদস্য দেশের মধ্যে চারটিরই স্বীকৃতি পাবে ফিলিস্তিন।
৪ দিনের সফরে মালয়েশিয়া গেলেন সেনাবাহিনী প্রধান

৪ দিনের সফরে মালয়েশিয়া গেলেন সেনাবাহিনী প্রধান ‘১৪তম ইন্দো-প্যাসিফিক আর্মি চিফস্ কনফারেন্স’ এ যোগদানের জন্য ৪ দিনের সরকারি সফরে মালয়েশিয়া গেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। আজ মালয়েশিয়ার উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেন তিনি। মার্কিন ইন্দো-প্যাসিফিক কমান্ড ও মালয়েশিয়ান ডিফেন্স ফোর্সের যৌথ আয়োজনে কুয়ালামপুরে অনুষ্ঠিতব্য এ সম্মেলনে ইন্দো-প্যাসিফিক অঞ্চলের স্থলবাহিনীর সেনাপ্রধানগণ উপস্থিত থাকবেন। সেখানে মৈত্রী ও সহযোগিতা জোরদার, অভিন্ন চ্যালেঞ্জসমূহ মোকাবেলায় মতবিনিময় এবং আঞ্চলিক সংকটে সমন্বিত পদক্ষেপ গ্রহণের বিষয়ে আলোচনা করার কথা রয়েছে। সফর শেষে সেনাবাহিনী প্রধান আগামী ২৭ সেপ্টেম্বর বাংলাদেশে ফেরার কথা রয়েছে।
নিউইয়র্কের উদ্দেশে ঢাকা ত্যাগ প্রধান উপদেষ্টার

নিউইয়র্কের উদ্দেশে ঢাকা ত্যাগ প্রধান উপদেষ্টার অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস জাতিসংঘ সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনে যোগ দিতে গতকাল রাতে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন। প্রধান উপদেষ্টা ও তাঁর সফরসঙ্গীদের বহনকারী এমিরেটস এয়ারলাইন্সের একটি বাণিজ্যিক ফ্লাইট রাত ১ টা ৪০ মিনিটে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে উড্ডয়ন শুরু করে। প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এই তথ্য নিশ্চিত করেছেন। সফরসূচি অনুযায়ী, অধ্যাপক ইউনূস ২২ সেপ্টেম্বর নিউইয়র্কে পৌঁছাবেন এবং ২৬ সেপ্টেম্বর সাধারণ পরিষদের অধিবেশনে ভাষণ দেবেন। এছাড়া তিনি একাধিক উচ্চপর্যায়ের বৈঠক এবং গুরুত্বপূর্ণ বৈশ্বিক অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন।
ডেঙ্গুতে একদিনে সর্বোচ্চ ৯ মৃত্যু, হাসপাতালে ভর্তিও সর্বোচ্চ

ডেঙ্গুতে একদিনে সর্বোচ্চ ৯ মৃত্যু, হাসপাতালে ভর্তিও সর্বোচ্চ দেশে ডেঙ্গুতে একদিনে সর্বোচ্চ ৯ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৭৪০ জন রোগী, যা চলতি বছরের একদিনের হিসাবে সর্বোচ্চ। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, এ নিয়ে এ বছর ডেঙ্গুতে মোট ১৭৯ জনের মৃত্যু এবং ৪১ হাজার ৮৩১ জনের হাসপাতালে ভর্তি হওয়ার ঘটনা ঘটল। রোববার প্রকাশিত বুলেটিনে জানানো হয়, সর্বশেষ দুই দিনে মারা যাওয়া ১২ জনের মধ্যে শনিবার মারা গেছেন তিনজন। মৃতদের মধ্যে ৬ জন পুরুষ ও ৬ জন নারী, বয়স ২৪ থেকে ৬৫ বছরের মধ্যে। মৃতদের মধ্যে— বরিশালের শের-ই-বাংলা মেডিকেল কলেজে ৩ জন কুর্মিটোলা জেনারেল হাসপাতালে ২ জন বরগুনার পাথরঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ২ জন ঢাকা মেডিকেল, মুগদা মেডিকেল, ডিএনসিসি কোভিড হাসপাতাল, ময়মনসিংহ মেডিকেল ও চট্টগ্রামের এভার কেয়ার হাসপাতালে ১ জন করে মারা গেছেন। মাসওয়ারি মৃত্যু: সেপ্টেম্বরেই সবচেয়ে বেশি ৫৭ জন মারা গেছেন। জুলাইয়ে ৪১ জন, আগস্টে ৩৯ জন, জুনে ১৯ জন, এপ্রিলে ৭ জন, জানুয়ারিতে ১০ জন, ফেব্রুয়ারিতে ৩ জন এবং মে মাসে ৩ জনের মৃত্যু হয়েছে। মার্চে কারও মৃত্যু হয়নি। হাসপাতালে ভর্তির মাসওয়ারি চিত্র: জুলাইয়ে সর্বোচ্চ ১০,৬৮৪ জন ভর্তি হয়েছেন। আগস্টে ভর্তি হয়েছেন ১০,৪৯৬ জন। সেপ্টেম্বরে (২১ সেপ্টেম্বর পর্যন্ত) ভর্তি হয়েছেন ১০,৩৫৫ জন। গত ২৪ ঘণ্টায় ভর্তি হওয়া রোগীদের মধ্যে সবচেয়ে বেশি ২৩৯ জন ঢাকার দুই সিটি করপোরেশন এলাকায়। এ ছাড়া ঢাকার বাইরে— ঢাকা বিভাগে ১৪৫ ময়মনসিংহে ২২ চট্টগ্রামে ৭৭ খুলনায় ৫২ রাজশাহীতে ২৮ রংপুরে ৩ বরিশালে ১৬৬ সিলেটে ৮ জন ভর্তি হয়েছেন। বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে ২,০২১ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন, এর মধ্যে ঢাকায় ৭৫৬ এবং ঢাকার বাইরে ১,২৬৫ জন। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, ২০০০ সাল থেকে ডেঙ্গুর তথ্য সংগ্রহ শুরু হয়। এর মধ্যে সবচেয়ে ভয়াবহ বছর ছিল ২০২৩, যখন আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন ৩ লাখ ২১ হাজার ১৭৯ জন এবং মারা গিয়েছিলেন ১,৭০৫ জন।
নির্বাচন পদ্ধতি দলগুলোর পছন্দের ওপর নির্ভর করছে : শফিকুল আলম

নির্বাচন পদ্ধতি দলগুলোর পছন্দের ওপর নির্ভর করছে : শফিকুল আলম প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, আসন্ন নির্বাচনে পিআর (প্রোপোরশনাল রিপ্রেজেন্টেশন) নাকি বিদ্যমান পদ্ধতিতে ভোট হবে—সে সিদ্ধান্ত রাজনৈতিক দলগুলোর ওপরই নির্ভর করছে। রোববার রাজধানীর কারওয়ান বাজারে দ্য ডেইলি স্টার-এর সম্মেলন কক্ষে গবেষণা সংস্থা ‘ইনোভেশন’ আয়োজিত এক অনুষ্ঠানে জরিপের ফলাফল উপস্থাপন উপলক্ষে তিনি এ মন্তব্য করেন। শফিকুল আলম বলেন, জরিপের তথ্য-উপাত্তই প্রমাণ করে সরকারের প্রতি জনগণের আস্থা রয়েছে। তিনি আরো যোগ করেন, “জরিপে অংশ নেওয়া ৯৫ শতাংশ মানুষ ভোট দিতে চায়—এটা প্রমাণ করে সামনের নির্বাচন হবে অন্তর্ভুক্তিমূলক। সবাই ভোট দিতে এলে নির্বাচনের মান ভালো হবেই।” অনুষ্ঠানে প্রকাশিত জরিপে দেখা যায়—দেশের ৫৬ শতাংশ মানুষ এখনো পিআর পদ্ধতি সম্পর্কে অবগত নয়। তবে ২১.৮ শতাংশ পিআর চান, আর ২২.২ শতাংশ চান না। জরিপে অংশ নেওয়া ১০ হাজার ৪১৩ জনের মধ্যে ৬৯.৯ শতাংশের মতে অন্তর্বর্তীকালীন সরকারই নিরপেক্ষ নির্বাচন আয়োজন করতে সক্ষম হবে।
৫ আগস্ট থানা থেকে লুট হওয়া বুলেটপ্রুফ জ্যাকেট ও ওয়াকিটকি উদ্ধার

৫ আগস্ট থানা থেকে লুট হওয়া বুলেটপ্রুফ জ্যাকেট ও ওয়াকিটকি উদ্ধার জয়পুরহাট সদর থানায় গত বছরের ৫ আগস্ট অগ্নিসংযোগ ও লুটের ঘটনায় হারিয়ে যাওয়া বুলেটপ্রুফ জ্যাকেট ও ওয়াকিটকি উদ্ধার করেছে র্যাব-৫। শনিবার (২০ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৫, সিপিসি-৩ এর একটি দল সদর উপজেলার পশ্চিম দেবীপুর এলাকায় এ অভিযান চালায়। র্যাব জানায়, অভিযানের সময় দুষ্কৃতকারীরা র্যাবের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়। পরে স্থানীয়দের উপস্থিতিতে পরিত্যক্ত অবস্থায় নেভি ব্লু রঙের একটি বুলেটপ্রুফ জ্যাকেট (যার গায়ে “POLICE” লেখা) এবং একটি ওয়াকিটকি (Vertex Standard লেখা) উদ্ধার করা হয়। উদ্ধারকৃত সরঞ্জাম জয়পুরহাট সদর থানায় হস্তান্তর করা হয়েছে। উল্লেখ্য ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার বিজয় উল্লাসের সময় দুর্বৃত্তরা জয়পুরহাট সদর থানায় হামলা চালিয়ে অগ্নিসংযোগ ও লুটপাট করে। এ সময় থানায় থাকা আগ্নেয়াস্ত্র, গোলাবারুদ ও বিভিন্ন সরঞ্জামাদি লুট হয়ে যায়। ইতোমধ্যে র্যাব-৫ এর অভিযানে থানার লুট হওয়া অস্ত্র ও সরঞ্জামের মধ্যে ২১ রাউন্ড তাজা গুলি, একটি সাউন্ড গ্রেনেড ও দুইটি ওয়াকিটকি উদ্ধার করা হয়েছে। সর্বশেষ বুলেটপ্রুফ জ্যাকেট ও ওয়াকিটকি উদ্ধারের মাধ্যমে উদ্ধার অভিযান আরও এগিয়েছে। র্যাব জানিয়েছে, লুট হওয়া বাকি অস্ত্র ও সরঞ্জাম উদ্ধারে তৎপরতা অব্যাহত রয়েছে। একইসাথে এলাকাবাসীকে তথ্য দিয়ে আইনশৃঙ্খলা বাহিনীকে সহযোগিতা করার আহ্বান জানানো হয়েছে।
জয়পুরহাটে হত্যা মামলার এজাহারভুক্ত আসামি লিটন গ্রেফতার

জয়পুরহাটে হত্যা মামলার এজাহারভুক্ত আসামি লিটন গ্রেফতার জয়পুরহাট জেলার কালাই থানার বহুল আলোচিত হত্যা মামলার এজাহারভুক্ত পলাতক আসামি মো. হাফিজার রহমান লিটন (৩৫)কে গ্রেফতার করেছে র্যাব-৫। তিনি কালাই উপজেলার পশ্চিম কুজাইল গ্রামের মৃত মুনসুর আলীর ছেলে। র্যাব জানায়, ২০ সেপ্টেম্বর (শনিবার) বিকেল সাড়ে ৩টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৫, সিপিসি-৩ এর একটি দল কালাই থানার বাকড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। উল্লেখ্য গত ২ জানুয়ারি ২০২৫ বিকেলে স্থানীয় কৃষক আব্দুল মালেক খান সার দেওয়ার জন্য নিজ বাড়ি থেকে বের হয়ে যান। রাতে আর বাড়ি না ফেরায় পরিবার খোঁজাখুঁজি শুরু করে। পরদিন সকালে কুজাইল মৌজার একটি আলুক্ষেতে তার মরদেহ উদ্ধার হয়। প্রথমে বিষয়টি অপমৃত্যু মামলা হিসেবে নথিভুক্ত করা হলেও (ইউডি মামলা নং-০১/২৫, তারিখ ৩ জানুয়ারি ২০২৫), ভিসেরা রিপোর্টে মাথায় আঘাতজনিত কারণে মৃত্যুর বিষয়টি স্পষ্ট হয়। এরপর বাদীর আবেদনের প্রেক্ষিতে আদালতের নির্দেশে কালাই থানায় হত্যা মামলা রুজু করা হয়। পরবর্তীতে মামলার অধিকতর তদন্তভার সিআইডি জয়পুরহাটকে দেওয়া হয়। তাদের আবেদনের ভিত্তিতে র্যাব-৫ বিভিন্ন স্থানে অভিযান চালায় এবং অবশেষে মূল আসামি লিটনকে গ্রেফতার করতে সক্ষম হয়। গ্রেফতারকৃত লিটনকে সিআইডি জয়পুরহাটের কাছে হস্তান্তর করা হয়েছে। মামলার অন্য আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে র্যাব।
নওগাঁয় র্যাবের হাতে ১ মাদক ব্যবসায়ী গ্রেফতার

নওগাঁয় র্যাবের হাতে ১ মাদক ব্যবসায়ী গ্রেফতার নওগাঁ জেলার ধামইরহাট থানাধীন আমাইতারা বাজার এলাকা থেকে ট্যাপেন্টাডলসহ ১ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব-৫। গতকাল র্যাব-৫ এর কোম্পানি কমান্ডার এর নেতৃত্বাধীন একটি আভিযানিক দল, মাদকদ্রব্য বেচাকেনা হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে নওগাঁ জেলার ধামইরহাট থানাধীন আমাইতারা বাজার এলাকায় অভিযান চালায়। এসময় ঐ এলাকা থেকে মোঃ তরিকুল ইসলাম নামে এক মাদক ব্যবসায়ীকে হাতেনাতে আটক করে। পরে গ্রেফতারকৃত আসামি স্বীকারোক্তিতে এবং সাক্ষীদের উপস্থিতিতে আটক তরিকুুল ইসলাম এর নিকট হতে ২৮২ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট ও অবৈধ মাদকদ্রব্য বিক্রয়ের কাজে ব্যবহৃত ০১টি মোবাইল ফোন উদ্ধার করা হয়। তরিকুল ইসলাম নওগাঁ জলোর ধামুইরহাট থানার রঘুনাথপুরের মোঃ আব্দুল মতিনের ছেলে। গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ অনুযায়ী নওগাঁ জেলার ধামইরহাট থানায় একটি মামলা রুজু করা হয়েছে।
শহীদ স্মরণে অঙ্কিত বিশেষ গ্রাফিতি ‘জুলাই বীরত্ব’ ও ‘জুলাই আত্মত্যাগ’র উদ্বোধন

শহীদ স্মরণে অঙ্কিত বিশেষ গ্রাফিতি ‘জুলাই বীরত্ব’ ও ‘জুলাই আত্মত্যাগ’র উদ্বোধন জুলাই ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের শহীদ স্মরণে অঙ্কিত বিশেষ গ্রাফিতি ‘জুলাই বীরত্ব’ ও ‘জুলাই আত্মত্যাগ’র উদ্বোধন করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী । আজ দুপুরে পদ্মা সেতুর মাওয়া ও জাজিরা প্রান্তে এ গ্রাফিতি উদ্বোধন করেন তিনি। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে রেলপথ মন্ত্রণালয়ের সচিব মো. ফাহিমুল ইসলাম উপস্থিত ছিলেন। এছাড়াও সেতু বিভাগের সচিব (রুটিন দায়িত্ব), মুন্সিগঞ্জ ও শরীয়তপুরের জেলা প্রশাসক ও পুলিশ সুপারসহ অনেকে উপস্থিত ছিলেন। এসময় স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, এই প্রজন্ম ও আগামীর প্রজন্মকে জানতে হবে-জুলাইয়ের সেই গণঅভ্যুত্থান কেবল একটি আন্দোলন নয়, বরং ছিল অন্যায়ের বিরুদ্ধে দাঁড়িয়ে সত্য ও ন্যায় প্রতিষ্ঠার সংগ্রাম। ছাত্র-জনতার নেতৃত্বে সেই আন্দোলন গণমানুষের প্রত্যাশাকে একত্রিত করে জাতিকে নতুন দিশা দিয়েছিল। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, এ ধরণের উদ্যোগ তরুণ সমাজকে অনুপ্রাণিত করবে সত্য, ন্যায়, স্বাধীনতা ও গণতন্ত্রের চেতনায় উজ্জীবিত হতে। তিনি আরও বলেন, আমাদের দায়িত্ব হবে তাদের এ ত্যাগকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা এবং একইসঙ্গে দেশকে এগিয়ে নেওয়ার জন্য তাদের আদর্শকে ধারণ করা। শহীদদের স্বপ্নের বাংলাদেশ গড়ে তুলতে তিনি সবাইকে আহ্বান জানান, যে বাংলাদেশে থাকবে ন্যায়, সমতা ও মানবিকতার অবিচল প্রতিশ্রুতি। জুলাই পুনর্জাগরণ ও তারুণ্যের উৎসব-২০২৫ উদ্যাপন উপলক্ষে পদ্মা সেতুর উভয় প্রান্তের ম্যুরাল চত্বরে জুলাই বিপ্লবের বীরত্ব ও আত্মত্যাগকে মূল উপজীব্য করে ঐতিহাসিক ঘটনাকে স্মরণীয় করে রাখার উদ্দেশ্যে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খানের নির্দেশনা এবং সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকীর পরামর্শ অনুযায়ী গ্রাফিতি অঙ্কন করা হয়েছে। এজন্য সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের উপদেষ্টা এবং সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টাকে বিশেষ ধন্যবাদ জ্ঞাপন করেন স্বরাষ্ট্র উপদেষ্টা।
আগামীকাল শারদীয় দুর্গোৎসবের পুণ্য লগ্ন শুভ মহালয়া

আগামীকাল শারদীয় দুর্গোৎসবের পুণ্য লগ্ন শুভ মহালয়া বাঙালি হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গোৎসবের পুণ্য লগ্ন শুভ মহালয়া আগামীকাল। এদিন থেকেই শারদীয় দুর্গোৎসবের ক্ষণ গণনা শুরু হচ্ছে। ভোরের আলো ফুটে ওঠার সঙ্গে সঙ্গে পিতৃপক্ষ শেষে শুরু হচ্ছে দেবীপক্ষ। চন্ডীপাঠের মধ্য দিয়ে মর্ত্যে দেবী দুর্গাকে জানানো হবে আহ্বান। মহালয়া উপলক্ষে চন্ডীপাঠ ছাড়াও বিভিন্ন মন্দির ও মণ্ডপে মহালয়ার ঘট স্থাপন ও বিশেষ পূজা অনুষ্ঠিত হবে। মূলত মহালয়া মানেই দুর্গাপূজার দিন গণনা শুরু হয়ে যাওয়া। মহালয়া দুর্গোৎসবের একটি গুরুত্বপূর্ণ অংশ। পুরাণে আছে- দুর্গোৎসবের তিনটি পর্ব- মহালয়া, বোধন আর সন্ধিপূজা। মহামায়া অসীম শক্তির উৎস। পুরাণ মতে, মহালয়ার দিনে, দেবী দুর্গা মহিষাসুর বধের দায়িত্ব পান। শিবের বর অনুযায়ী কোনো মানুষ বা দেবতা কখনো মহিষাসুরকে হত্যা করতে পারবে না। ফলে অসীম ক্ষমতাশালী মহিষাসুর দেবতাদের স্বর্গ থেকে বিতাড়িত করে এবং বিশ্বব্রহ্মাণ্ডের অধীশ্বর হতে চায়। তাই ব্রহ্মা, বিষ্ণু ও শিব ত্রয়ী সম্মিলিতভাবে ‘মহামায়া’র রূপে অমোঘ নারীশক্তি সৃষ্টি করলেন এবং দেবতাদের দশটি অস্ত্রে সুসজ্জিত হয়ে সিংহবাহিনী নিয়ে দেবী দুর্গা ৯ দিনব্যাপী যুদ্ধে মহিষাসুরকে পরাজিত ও হত্যা করে। মহালয়ার ভোর থেকেই শুরু হয় পূর্বপুরুষদের উদ্দেশে তর্পণ করা। সনাতন ধর্মে বলা হয়, পিতৃপক্ষে প্রয়াত আত্মারা স্বর্গ থেকে মর্ত্যলোকে আসেন। মৃত আত্মীয়পরিজন ও পূর্বপুরুষদের আত্মার মঙ্গল কামনা করেন অনেকে। পূর্বপুরুষদের উদ্দেশে জল-তিল-অন্ন উৎসর্গ করে তর্পণ করা হয়। আগামী ২৮ সেপ্টেম্বর ষষ্ঠীপূজার মাধ্যমে দুর্গাপূজা শুরু হলেও মূলত আগামীকাল থেকেই দুর্গাপূজার আগমনধ্বনি শোনা যাবে। দুর্গাপূজার এই সূচনার দিনটি সারা দেশে বেশ আড়ম্বরের সঙ্গে উদযাপিত হবে। মহালয়া উপলক্ষে বিভিন্ন মন্দির ও পূজা কমিটি বিভিন্ন কর্মসূচি পালন করবে। মহানগর সর্বজনীন পূজা কমিটির উদ্যোগে ঢাকেশ্বরী জাতীয় মন্দির মেলাঙ্গনে কেন্দ্রীয় পূজা মণ্ডপে, ঢাকাস্থ রামকৃষ্ণ মঠ ও রামকৃষ্ণ মিশন, বরদেশ্বরী কালীমাতা মন্দির, ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হল, সিদ্ধেশ্বরী মন্দির, রমনা কালী মন্দির, স্বামীবাগে লোকনাথ ব্রহ্মচারী আশ্রম ও মন্দির, রামসীতা মন্দির, জয়কালী মন্দিরসহ বিভিন্ন পূজামণ্ডপে ভোর থেকেই চন্ডীপাঠ, চন্ডীপূজা ও বিশেষ পূজার মধ্য দিয়ে মহালয়ার ঘট স্থাপন করা হবে।