মাদককাণ্ডে নাম জড়ানো বিষয়ে মুখ খুললেন সাফা কবির

মাদককাণ্ডে নাম জড়ানো বিষয়ে মুখ খুললেন সাফা কবির মাদককাণ্ডে সম্পৃক্ততার অভিযোগে গেল বছরের ১৭ অক্টোবর ঢাকা আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গ্রেফতার হন নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্র অরিন্দম রায় দীপ। জিজ্ঞাসাবাদে বেরিয়ে আসে দেশের জনপ্রিয় অভিনেত্রী- সাফা কবির, মুমতাহিনা চোধুরী টয়া, তানজিন তিশা এবং সুনিধি নায়েকের নাম। ওই সময় মাদক সম্পৃক্ততা ঘিরে বিশেষ অনুসন্ধান শুরু করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (নারকোটিক্স)। মাদককাণ্ডে জড়িত থাকার বিষয়ে সরব হয়েছিলেন তিশা এবং টয়া। এই ঘটনার প্রায় এক বছর পর মুখ খুললেন ছোটপর্দার অভিনেত্রী সাফা কবির। সম্প্রতি ‘বিহাইন্ড দ্য ফ্রেম’ পডকাস্টে অংশ নেন সাফা। যেখানে ক্যারিয়ার ও জীবনের নানা বিষয়ে কথা বলেন তিনি। সেখানেই মাদককাণ্ডের খবর নিয়ে প্রথমবারের মতো কথা বলেন তিনি। সাফা কবির বলেন, নিউজটি দেখার পর পুরোপুরি শকড হয়েছিলাম। কী হচ্ছে এটা, এমনটাই শুধু ভাবছিলাম। এটা কেমন নিউজ। এরপর আর কোনো আপডেট কেউ দিতে পারল না। কিন্তু এমন খবর প্রকাশের পর আমার ক্ষতি হয়ে গেল। তিন-চারটা মিডিয়ার মেয়েকে নিয়ে যে নিউজটা করল, তারা একটিবার চিন্তা করল না? যে এ মেয়েগুলোর লাইফের কী হবে? সাফার মতে, না জেনে সামাজিকমাধ্যমে কোনো তথ্য ছড়িয়ে দেওয়া যেমন উচিত নয়, তেমনি প্রমাণ ছাড়া কাউকে অপরাধী ধরে নেওয়াও অন্যায়। এই অভিনেত্রী বলেন, আমরা হুজুগে অনেক কিছু করে ফেলি। কিন্তু চিন্তা করি না, এ ধরনের কর্মকাণ্ড মানুষের জীবন বা সমাজে কী প্রভাব ফেলবে। আমাদের একটা পরিবার আছে, ওয়ার্ক লাইফ আছে, এগুলো কি কেউ চিন্তা করে? এমনিতেই মিডিয়াকে মানুষ ভালো চোখে দেখে না। এই ধরনের খবরের কারণে মা-বাবাদের মনে ধারণা জন্মাল, তাদের সন্তানেরা এখানে সুরক্ষিত না, তাদের এখানে কাজ করতে দেওয়া যাবে না। আমার মনে হয়, যেকোনো কিছু করার আগে দুবার ভাবা দরকার। মাদককাণ্ডে নাম জড়ানোর পর একের পর এক কাজ হারাতে থাকেন সাফা। সে সময়ের দুর্বিষহ দিনে শোবিজের কয়েকজন বন্ধু তার পাশে দাঁড়িয়েছিলেন বলে ও জানান অভিনেত্রী।
হার দিয়ে বিশ্বকাপ বাছাইপর্ব শেষ করল ব্রাজিল-আর্জেন্টিনা

হার দিয়ে বিশ্বকাপ বাছাইপর্ব শেষ করল ব্রাজিল-আর্জেন্টিনা ২০২৬ বিশ্বকাপের দক্ষিণ আমেরিকা অঞ্চলের বাছাইপর্ব শেষ হয়েছে নাটকীয়ভাবে। ঘরের মাঠে ব্রাজিলকে হারিয়ে আশা জিইয়ে রেখেছে বলিভিয়া। অন্যদিকে একুয়েডরের মাঠে হেরে বাছাই শেষ করেছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। এল আলতোয় বলিভিয়া ব্রাজিলকে হারিয়েছে ১-০ গোলে। প্রথমার্ধের যোগ করা সময়ে পেনাল্টি থেকে গোল করেন মিগেল তেসেরোস। ব্রুনো গিমারাইসের ফাউলে পাওয়া স্পট কিকেই জয় নিশ্চিত করে স্বাগতিকরা। পুরো ম্যাচে বলিভিয়া নিয়েছিল ২৩টি শট, যার ১০টি ছিল লক্ষ্যে। বিপরীতে বল দখলে এগিয়ে থেকেও ব্রাজিল ১০ শটে মাত্র তিনটি লক্ষ্যে রাখতে পেরেছে। উচ্চতার কারণে ব্রাজিল নিজেদের স্বাভাবিক ছন্দ খুঁজে পায়নি। এই জয়ে ২০ পয়েন্ট নিয়ে সপ্তম হয়ে আন্তমহাদেশীয় প্লে-অফে জায়গা করে নিয়েছে বলিভিয়া। অন্যদিকে আগেই বিশ্বকাপ নিশ্চিত হলেও বাছাই শেষ হয়েছে ব্রাজিলের হারের মধ্য দিয়ে। একই সময়ে কলম্বিয়ার বিপক্ষে ৬-৩ গোলে হেরে যায় ভেনেজুয়েলা। দুইবার এগিয়েও শেষ পর্যন্ত বড় ব্যবধানে পরাজিত হয় তারা। লুইস সুয়ারেসের হ্যাটট্রিকে ভেঙে যায় তাদের স্বপ্ন। লাতিন আমেরিকা থেকে এখনও পর্যন্ত একমাত্র দল হিসেবে বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করতে পারেনি ভেনেজুয়েলা। কিটোয় আর্জেন্টিনাকে হারিয়েছে একুয়েডর। ৩১তম মিনিটে পাল্টা আক্রমণে এনর ভালেন্সিয়াকে পেছন থেকে ফাউল করে সরাসরি লাল কার্ড দেখেন নিকোলাস ওতামেন্দি। প্রথমার্ধের যোগ করা সময়ে আরেকটি ফাউলে ভিএআরের সাহায্যে পাওয়া পেনাল্টি থেকে দলকে এগিয়ে নেন ভালেন্সিয়া। দ্বিতীয়ার্ধে একুয়েডরের একজন খেলোয়াড়ও লাল কার্ড দেখে মাঠ ছাড়লেও আর্জেন্টিনা গোল শোধ করতে পারেনি। পুরো ম্যাচে তাদের কোনো শট লক্ষ্যে ছিল না। ১৮ ম্যাচে ১২ জয় ও ২ ড্রয়ে ৩৮ পয়েন্ট নিয়ে শীর্ষে থেকে বাছাই শেষ করেছে আর্জেন্টিনা। ২৯ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে শেষ করেছে একুয়েডর। দক্ষিণ আমেরিকা অঞ্চল থেকে সরাসরি বিশ্বকাপে জায়গা করে নিয়েছে আর্জেন্টিনা (৩৮), একুয়েডর (২৯), কলম্বিয়া (২৮), উরুগুয়ে (২৮), ব্রাজিল (২৮) ও প্যারাগুয়ে (২৮)। সপ্তম হয়ে প্লে-অফে গেছে বলিভিয়া (২০)। অষ্টম স্থানে থেকে বিদায় নিয়েছে ভেনেজুয়েলা (১৮)।
বিশ্বকাপ বাছাইয়ে মেসিকে ছাড়িয়ে রোনালদোর নতুন মাইলফলক

বিশ্বকাপ বাছাইয়ে মেসিকে ছাড়িয়ে রোনালদোর নতুন মাইলফলক ক্রিস্টিয়ানো রোনালদো আবারও ফুটবল ইতিহাসে নিজের নাম স্বর্ণাক্ষরে লিখলেন। সেই ইতিহাস গড়ার পথে পর্তুগিজ উইঙ্গার পেছনে ফেলেছেন চিরপ্রতিদ্বন্দ্বী লিওনেল মেসিকে। মঙ্গলবার হাঙ্গেরির বিপক্ষে ২০২৬ বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে (৩-২) জয়ের মধ্য দিয়ে রোনালদো ক্যারিয়ারের ৩৯তম বিশ্বকাপ বাছাই গোল করলেন। এতে তিনি গুয়াতেমালার সাবেক ফরোয়ার্ড কার্লোস রুইজের সঙ্গে যৌথভাবে বিশ্বকাপ বাছাইয়ে সর্বোচ্চ গোলদাতা হলেন। ৪০ বছর বয়সী রোনালদো ৫৮ মিনিটে পেনাল্টি থেকে গোলটি করেন, যা তার ক্যারিয়ারের ৯৪৩তম গোল। এই গোলের সুবাদে তিনি বাছাইয়ে লিওনেল মেসিকে (৩৬) তিন গোলে পেছনে ফেললেন। পাশাপাশি জাতীয় দলের হয়ে রোনালদোর গোলসংখ্যা দাঁড়াল ১৪১টিতে, যা বিশ্ব রেকর্ড।ম্যাচে হাঙ্গেরির বার্নাবাস ভার্গা দুটি গোল করে সমতা ফেরালেও শেষ মুহূর্তে হুয়াও কানসেলোর গোল পর্তুগালকে পূর্ণ তিন পয়েন্ট এনে দেয়। এর আগে প্রথম গোলটি করেছিলেন ম্যানসিটি তারকা বের্নার্দো সিলভা। এই জয়ের ফলে রবার্তো মার্টিনেজের শিষ্যরা দুই ম্যাচে দুই জয় নিয়ে গ্রুপ–‘এফ’-এর শীর্ষে রয়েছে ৬ পয়েন্ট নিয়ে। দ্বিতীয় স্থানে আছে আর্মেনিয়া ৩ পয়েন্ট নিয়ে।
ফেব্রুয়ারিতে শুরু টি-টোয়েন্টি বিশ্বকাপ, আয়োজক ভারত ও শ্রীলঙ্কা

ফেব্রুয়ারিতে শুরু টি-টোয়েন্টি বিশ্বকাপ, আয়োজক ভারত ও শ্রীলঙ্কা বিশ্ব ক্রিকেটের সবচেয়ে রঙিন আসর আবারও দোরগোড়ায়। আগামী ৭ ফেব্রুয়ারি থেকে পর্দা উঠছে ২০২৬ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপের, যা চলবে ৮ মার্চ পর্যন্ত। ক্রিকেটভিত্তিক জনপ্রিয় ওয়েবসাইট ইএসপিএনক্রিকইনফোর খবরে এমনটাই বলা হয়েছে। এবারের আসর যৌথভাবে আয়োজন করছে ভারত ও শ্রীলঙ্কা। আইসিসির পরিকল্পনা অনুযায়ী, ভারতের অন্তত পাঁচটি এবং শ্রীলঙ্কার দুটি ভেন্যুতে হবে ম্যাচ। ফাইনালের ভেন্যু নির্ধারণ করা হয়েছে দুই জায়গায়— আহমেদাবাদ বা কলম্বো। তবে পাকিস্তান ফাইনালে উঠলে ম্যাচ অনুষ্ঠিত হবে কলম্বোতে, অন্যথায় বিশ্বের সবচেয়ে বড় ক্রিকেট স্টেডিয়াম, আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে হবে শিরোপা লড়াই। রাজনৈতিক টানাপোড়েনের কারণে ভারত–পাকিস্তান একে অপরের মাটিতে খেলতে রাজি নয়। তিন বছর আগে হওয়া সমঝোতা অনুযায়ী এবারও একই নিয়ম মানা হবে। ফলে আয়োজক সমীকরণে থাকছে বাড়তি উত্তেজনা। ২০ দলের এ মহাযুদ্ধে এখন পর্যন্ত নিশ্চিত হয়েছে ১৫ দলের নাম। আফ্রিকা, এশিয়া ও পূর্ব এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল থেকে বাকি পাঁচটি দল আসবে বাছাইপর্বের মাধ্যমে। ইতিহাস গড়ে ইতালি প্রথমবারের মতো জায়গা করে নিয়েছে বিশ্বকাপে। ইতিমধ্যে যারা বিশ্বকাপ নিশ্চিত করেছে তারা হলো— বাংলাদেশ, ভারত, শ্রীলঙ্কা, আফগানিস্তান, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, যুক্তরাষ্ট্র, ওয়েস্ট ইন্ডিজ, নিউজিল্যান্ড, পাকিস্তান, আয়ারল্যান্ড, কানাডা, নেদারল্যান্ডস ও ইতালি। ফরম্যাট থাকছে আগের মতোই। ২০ দলকে ভাগ করা হবে চার গ্রুপে, প্রতিটিতে পাঁচটি করে দল। প্রতিটি গ্রুপ থেকে সেরা দুই দল যাবে সুপার এইটে। সেখান থেকে আবার দুই গ্রুপে ভাগ হয়ে লড়াই করবে সেমিফাইনালের জন্য। এরপরই শুরু হবে শিরোপা জয়ের শেষ লড়াই।
ভারতে অবৈধ বাংলাদেশিদের বিচার প্রক্রিয়া ১০ দিনের মধ্যে

ভারতে অবৈধ বাংলাদেশিদের বিচার প্রক্রিয়া ১০ দিনের মধ্যে ভারতে বসবাসরত অবৈধ বাংলাদেশিদের দ্রুত শনাক্ত ও বহিষ্কারের লক্ষ্যে নতুন পদক্ষেপ নিয়েছে আসামের বিজেপি সরকার। রাজ্যের মন্ত্রিসভা সম্প্রতি বিদেশিদের বহিষ্কারের জন্য একটি নতুন স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউর (এসওপি) অনুমোদন করেছে, যেখানে মাত্র ১০ দিনের মধ্যেই বিচারপ্রক্রিয়া শেষ করে বহিষ্কার কার্যকর করার বিধান রাখা হয়েছে। ১৯৫০ সালের ইমিগ্রেশন আইন অনুসারে এতদিন বিদেশি হিসেবে চিহ্নিত কোনো ব্যক্তিকে বহিষ্কারের চূড়ান্ত ক্ষমতা ফরেনার্স ট্রাইব্যুনালের হাতে ছিল। তবে নতুন ব্যবস্থায় সন্দেহভাজন অভিবাসীকে এখন সরাসরি জেলা প্রশাসক (ডিসি) ও অতিরিক্ত জেলা প্রশাসকের (এডিসি) সামনে হাজির হয়ে নাগরিকত্ব সংক্রান্ত নথি প্রমাণ করতে হবে। কর্মকর্তারা নথি যাচাই করে ১০ দিনের মধ্যে সিদ্ধান্ত জানাবেন। যদি তারা নথিতে সন্তুষ্ট না হন, তাহলে ১১তম দিনেই সংশ্লিষ্ট ব্যক্তিকে হোল্ডিং সেন্টারে পাঠানো হবে। সেখান থেকে প্রক্রিয়া শেষে বিএসএফের সহায়তায় সীমান্ত পেরিয়ে তাকে নির্বাসিত করা হবে। আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা মঙ্গলবার মন্ত্রিসভার বৈঠক শেষে জানান, ডিসির সিদ্ধান্তের পর সরকার সংশ্লিষ্ট ব্যক্তিকে ডিটেনশন ক্যাম্পে নিয়ে যাবে এবং বিএসএফকে সঙ্গে নিয়েই তাকে বাংলাদেশ বা পাকিস্তানে ফেরত পাঠানো হবে। তিনি আরও বলেন, ১৯৭১ সালের পর নাগরিকত্ব সংক্রান্ত যেসব বিষয়ে ডিসি বা এডিসি নিশ্চিত হতে পারবেন না, সেসব মামলা ফরেনার্স ট্রাইব্যুনালে পাঠানো হবে। ট্রাইব্যুনাল যদি প্রমাণ পায় যে অভিযুক্ত ব্যক্তি বিদেশি, তবে সঙ্গে সঙ্গেই নির্বাসন কার্যকর হবে। নতুন এসওপি নিয়ে মুখ্যমন্ত্রী বলেন, আসামে প্রবেশের ১২ ঘণ্টার মধ্যে বিদেশিকে সরাসরি ফেরত পাঠানোর ক্ষমতাও জেলা প্রশাসকের হাতে থাকবে। এখানে এনআরসির কোনো প্রভাব নেই। এনআরসিতে নাম থাকলেও কেউ বিদেশি হিসেবে প্রমাণিত হলে তাকে নির্বাসিত করা হবে। সুপ্রিম কোর্টও এ বিষয়ে স্পষ্ট রায় দিয়েছে। আসাম সরকারের হিসাবে, ইতোমধ্যে রাজ্য থেকে ৩০ হাজার ১২৮ জনকে ফেরত পাঠানো হয়েছে। নতুন এই প্রক্রিয়া কার্যকর হলে বহিষ্কারের সংখ্যা আরও বাড়বে বলে আশা করা হচ্ছে। আগামী ৭ থেকে ১০ দিনের মধ্যেই নতুন এসওপি কার্যকর হতে পারে বলে সূত্র জানিয়েছে।
কাতারে ইসরায়েলের হামলায় ‘খুশি নন’ ডোনাল্ড ট্রাম্প

কাতারে ইসরায়েলের হামলায় ‘খুশি নন’ ডোনাল্ড ট্রাম্প কাতারের রাজধানী দোহায় ইসরায়েলের হামলায় বিরক্তি প্রকাশ করে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, তিনি ‘খুশি নন’। গতকাল বিকেলের ওই হামলার কারণে এখন ভেস্তে যেতে বসেছে গাজায় যুদ্ধ বিরতি নিয়ে যুক্তরাষ্ট্রের উদ্যোগ। কারণ ইসরায়েল যেখানে হামলা করেছে সে ভবনেই আলোচনার জন্য বসেছিলেন ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের শীর্ষ কূটনৈতিক নেতারা। ইসরায়েলি গণমাধ্যমের খবর, ১৫টি ইসরায়েলি যুদ্ধবিমান ব্যবহার করে এই হামলা চালানো হয়, যেখানে একটি লক্ষ্যবস্তুতে ১০টি গোলাবারুদ নিক্ষেপ করা হয়েছিল। দোহার প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, তারা আটটি পৃথক বিস্ফোরণের শব্দ শুনেছেন। হামাস জানিয়েছে, তাদের পাঁচজন সদস্য নিহত হয়েছেন। তবে তাদের শীর্ষ নেতৃত্ব বেঁচে গেছে। হামাস বলেছে, এই হামলা ‘একটি জঘন্য অপরাধ, একটি স্পষ্ট আগ্রাসন এবং সমস্ত আন্তর্জাতিক নিয়ম ও আইনের স্পষ্ট লঙ্ঘন’। কাতার বলেছে, এই হামলা আন্তর্জাতিক আইনের ‘স্পষ্ট লঙ্ঘন’, পাশাপাশি কাতারের জন্য ‘গুরুতর হুমকি’। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প স্পষ্টতই ক্ষুব্ধ এবং হতাশা প্রকাশ করে বলেছেন, তিনি ‘এর প্রতিটি দিক নিয়ে অত্যন্ত অসন্তুষ্ট’। ট্রাম্প বলেন, হামলা চলাকালীন মার্কিন সেনাবাহিনীর কাছ থেকে তিনি হামলার কথা জানতে পেরেছেন। মধ্যপ্রাচ্যে আমেরিকার সবচেয়ে বড় সামরিক ঘাঁটি রয়েছে কাতারে, তাই আমেরিকার অনুমতি ছাড়া এ হামলা হয়েছে, তা বিশ্বাসযোগ্য নয় বলে মনে করছেন নিরাপত্তা বিশ্লেষকরা। যুক্তরাজ্য, ফ্রান্স এবং জাতিসংঘের নেতারা এই হামলার নিন্দা জানিয়েছেন। বাংলাদেশ সরকারও এ হামলার নিন্দা জানিয়েছে। বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে, এই ধরনের কর্মকাণ্ড কাতারের সার্বভৌমত্ব ও আঞ্চলিক অখণ্ডতার, আন্তর্জাতিক আইন এবং জাতিসংঘ সনদের নীতির স্পষ্ট লঙ্ঘন। এই বেআইনি এবং বিনা প্ররোচনায় আক্রমণের মুখে বাংলাদেশ ভ্রাতৃপ্রতিম কাতার সরকার এবং জনগণের সাথে দৃঢ় সংহতি প্রকাশ করে।
কিরগিজস্তান থেকে ফিরলেন প্রতারণার শিকার ১৮০ বাংলাদেশি

কিরগিজস্তান থেকে ফিরলেন প্রতারণার শিকার ১৮০ বাংলাদেশি পোশাক শিল্প ও নির্মাণ খাতে ভালো বেতনে চাকরির লোভ দেখিয়ে কিরগিজস্তানে যাওয়ার পরে সেখানে কাজ না পাওয়া ও প্রতারণার শিকার হওয়া ১৮০ বাংলাদেশি নাগরিক বিশকেক থেকে বিশেষ এক ফ্লাইটে দেশে ফিরেছেন। আজ ভোরে তারা ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান। পররাষ্ট্র মন্ত্রণালয়, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রবাসী কল্যাণ ডেস্ক ও সিভিল এভিয়েশন কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রাম ফেরত আসা এসব নাগরিককে বিমানবন্দরে অর্থ ও জরুরি সহায়তা দিয়েছে। ব্র্যাকের সহযোগী পরিচালক (মাইগ্রেশন প্রোগ্রাম ও ইয়ুথ প্ল্যাটফর্ম) শরিফুল হাসান বলেন, ‘বিদেশে বেশি বেতনের কাজের লোভ দেখিয়ে এই মানুষগুলোকে কিরগিজস্তানে নেওয়া হয়েছিল। অথচ সেখানে গিয়ে অনেকে কাজ পাননি, বেতন পাননি, ফলে নথিপত্রহীন হয়ে পড়েন। অনেকে ভয়াবহ নির্যাতনের শিকার হন। অনেকের পরিবার মুক্তিপণ দিতেও বাধ্য হয়েছে। ’ ব্র্যাক জানিয়েছে, বিমানবন্দরে বিদেশ-ফেরতদের জরুরি সহায়তা দিতে গত আট বছর ধরে কাজ করছে ব্র্যাক মাইগ্রেশন ওয়েলফেয়ার সেন্টার। সিভিল এভিয়েশন, শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষ, প্রবাসী কল্যাণ ডেস্ক, এপিবিএনসহ সবার সহযোগিতায় গত আট বছরে ৩৫ হাজারেরও বেশি মানুষকে নানা ধরনের সহযোগিতা করা হয়েছে। শুধু ২০২৪ সালেই ৪০ জন প্রবাসীকে বিশ্বের নানা দেশ থেকে উদ্ধার করা হয়েছে। মানবপাচার বিরোধী লড়াইয়ে ভূমিকা রেখে যুক্তরাষ্ট্রের টিআইপি হিরো-২০২৪ পুরস্কারে ভূষিত আল-আমিন নয়ন ও মালয়েশিয়া থেকে ফেরত আসা রায়হান কবিরসহ একটি দল মানবিক এই কাজে যুক্ত আছেন।
এমপিওভুক্ত প্রতিষ্ঠানে ৪১ হাজার ৬২৭ শিক্ষক নিয়োগের সুপারিশ

এমপিওভুক্ত প্রতিষ্ঠানে ৪১ হাজার ৬২৭ শিক্ষক নিয়োগের সুপারিশ বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ) এমপিওভুক্ত ১৮ হাজার ৮৯৩টি শিক্ষাপ্রতিষ্ঠানে ৪১ হাজার ৬২৭ জন প্রার্থীকে শিক্ষক হিসেবে নিয়োগের জন্য সুপারিশ করেছে। আজ এনটিআরসিএর সরকারি পরিচালক ফয়জার আহমেদ এ তথ্য জানিয়েছেন। আগামী ১৮ সেপ্টেম্বরের মধ্যে প্রার্থীর অনুকূলে নিয়োগপত্র প্রদান এবং যথারীতি যোগদানকৃত শিক্ষকদের এমপিওভুক্তির কার্যক্রম গ্রহণ করার জন্য সংশ্লিষ্ট সকলকে অনুরোধ করা হয়েছে।
৪৯তম বিসিএস পরীক্ষা ১০ অক্টোবর

৪৯তম বিসিএস পরীক্ষা ১০ অক্টোবর ৪৯তম (বিশেষ) বিসিএস পরীক্ষা-২০২৫-এর এমসিকিউ টাইপ লিখিত পরীক্ষা আগামী ১০ অক্টোবর শুক্রবার অনুষ্ঠিত হবে। সরকারি কর্ম কমিশনের পরীক্ষা নিয়ন্ত্রক (ক্যাডার) মাসুমা আফরীন আজ এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান। এতে বলা হয়, আগামী ১০ অক্টোবর সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত শুধু ঢাকা কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হবে। পরীক্ষার সময়সূচি, হলভিত্তিক আসন ব্যবস্থা ও গুরুত্বপূর্ণ নির্দেশনা পরবর্তী সময়ে বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের ওয়েবসাইট www.bpsc.gov.bd এবং দৈনিক জাতীয় পত্রিকায় প্রকাশ করা হবে।
ভোটকেন্দ্রের খসড়া প্রকাশ, সম্ভাব্য কেন্দ্র ৪২ হাজার ৬১৮টি

ভোটকেন্দ্রের খসড়া প্রকাশ, সম্ভাব্য কেন্দ্র ৪২ হাজার ৬১৮টি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটকেন্দ্রের খসড়া প্রকাশ করল নির্বাচন কমিশন (ইসি)। এতে কেন্দ্রের সংখ্যা দাঁড়াল ৪২ হাজার ৬১৮টি। আজ নির্বাচন ভবনে নির্বাচন কমিশন সচিব আখতার আহমেদ ভোটকেন্দ্রের সংখ্যা প্রকাশ করেন। ইসি সচিব বলেন, বর্তমানে ভোটার সংখ্যা ১২ কোটি ৬১ লাখ ৬১ হাজার ২০১ জন ভোটার। গড়ে তিন হাজার ভোটারের জন্য একটি কেন্দ্র ধরে মোট ৪২ হাজার ৬১৮টি কেন্দ্র নির্ধারণ করা হয়েছে। পুরুষদের জন্য ৬০০ জন ধরে ১ লাখ ১৪ হাজার ৯৩৯টি ভোটকক্ষ নির্ধারণ করা হয়েছে। আর মহিলাদের জন্য ৫০০ জন ধরে ১ লাখ ২৯ হাজার ১০৭টি কক্ষের সংখ্যা নির্ধারণ করা হয়েছে। মোট ভোটকক্ষ দাঁড়াচ্ছে ২ লাখ ৪৪ হাজার ৪৬টি। ইসি সচিব বলেন, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে কেন্দ্র ছিল ৪২ হাজার ১৫০টি। এবার ৪২ হাজার ৬১৮টি হয়েছে। আজ যে তালিকা প্রকাশ করা হলো, তার ওপর দাবি-আপত্তি ২৫ সেপ্টেম্বর পর্যন্ত নেওয়া হবে। দাবি-আপত্তি নিষ্পত্তি হবে ১২ অক্টোবর। আর চূড়ান্ত ভোটকেন্দ্র প্রকাশ করা হবে ২০ অক্টোবর। আগামী ফেব্রুয়ারির প্রথমভাগে সংসদ নির্বাচন ও ডিসেম্বরের প্রথমার্ধে তফসিল ঘোষণার লক্ষ্যে সকল কাজ এগিয়ে নিচ্ছে ইসি।