চাঁপাইনবাবগঞ্জে একদিনে আরো ১০ জন ডেঙ্গু আক্রান্ত

চাঁপাইনবাবগঞ্জে একদিনে আরো ১০ জন ডেঙ্গু আক্রান্ত চাঁপাইনবাবগঞ্জে গত ২৪ ঘণ্টায় নতুন করে আরো ১০ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন। তাদের মধ্যে ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালের আন্তঃবিভাগে ৩ জন পুরুষ ও ৩ জন মহিলাসহ ৬ জন, হাসপাতালটির বহির্বিভাগে ২ জন, শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১ জন পুরুষ ও গোমস্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১ জন মহিলা রোগী শনাক্ত হন। বর্তমানে হাসপাতালে ভর্তি আছেন ১৮ জন রোগী। একই সময়ে ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতাল থেকে ৫ জন ও শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে ১ জনকে ছাড়পত্র দেয়া হয়েছে। ভর্তি রোগীদের মধ্যে ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালে ৪ জন পুরুষ ও ৭ জন মহিলাসহ ১১ জন, শিবগঞ্জে ২ জন পুরুষ ও ১ জন মহিলাসহ ৩ জন, গোমস্তাপুরে ১ জন পুরুষ ও ১ জন মহিলাসহ ২ জন এবং ভোলাহাটে ১ জন পুরুষ ও ১ জন মহিলা রোগী রয়েছেন। সিভিল সার্জন অফিস ও ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালের ডেঙ্গুবিষয়ক প্রতিদিনের প্রতিবেদনে আজ এই তথ্য জানানো হয়েছে। অন্যদিকে সিভিল সার্জন কার্যালয়ের হিসাবমতে, ২০২৪ সালের জানুয়ারি থেকে এখন পর্যন্ত জেলায় মোট ডেঙ্গু আক্রান্তের সংখ্যা দাঁড়াল ২ হাজার ৫১৮ জন।
গোমস্তাপুরে পানিতে ডুবে শিশুর মৃত্যু

গোমস্তাপুরে পানিতে ডুবে শিশুর মৃত্যু গোমস্তাপুরে গর্তের পানিতে ডুবে ১৩ মাসের এক শিশুর মৃত্যু হয়েছে। আজ সকাল সোয়া ৯টার দিকে উপজেলার পার্বতীপুর ইউনিয়নের পূর্ব ব্রাহ্মণ গ্রামে নিজেদের বাড়ির সামনের গর্তের পানিতে পড়ে এ দুর্ঘটনা ঘটে। মারা যাওয়া শিশু ওই গ্রামের মো. তহিরুল ইসলামের ছেলে আব্দুর রহমান। গোমস্তাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) ওয়াদুদ আলম ও স্থানীয় সূত্র জানান, সকাল সোয়া ৯টার দিকে বাড়ির পাশে খেলাধুলা করার সময় নিজেদের বাড়ির সামনের গর্তের পানির মধ্যে পড়ে মারা যায় শিশু আব্দুর রহমান। পরে তাকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
মহারাজপুরে বৃদ্ধের মৃতদেহ উদ্ধার

মহারাজপুরে বৃদ্ধের মৃতদেহ উদ্ধার চাঁপাইনবাবগঞ্জে এক বৃদ্ধের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। মারা যাওয়া ব্যক্তি জেলার সদর উপজেলার মহারাজপুর ইউনিয়নের মহারাজপুর বাবুর বাগান গ্রামের মৃত ঝডু রবিদাশের ছেলে সুচেন রবিদাশ। আজ সকাল সাড়ে ৯টায় চাঁপাইনবাবগঞ্জ-সোনামসজিদ মহসড়কের মহারাজুপর মেলার মোড় থেকে মৃতদেটি উদ্ধার করা হয়। অতিরিক্ত পুলিশ সুপার এএনএম ওয়াসিম ফিরোজ জানান, সুচেন রবিদাশ পেশায় মুচি ছিলেন এবং উচ্চ রক্তচাপজনিত অসুখে ভূগছিলেন। বুধবার দিবাগত গভীর রাতে ওষুধ কেনার কথা বলে বাড়ি থেকে বের হয়ে আর ফেরেননি। আজ সকালে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে মৃতদেহটি উদ্ধার করে পুলিশ। পরে ময়নাতদন্তের জন্য ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। ধারণা করা হচ্ছে, অসুস্থতাজনিত কারণে তার মৃত্যু হতে পারে।
চাঁপাইনবাবগঞ্জে শেষ হয়েছে স্বাস্থ্য পরিদর্শকদের দুই দিনব্যাপী প্রশিক্ষণ

চাঁপাইনবাবগঞ্জে শেষ হয়েছে স্বাস্থ্য পরিদর্শকদের দুই দিনব্যাপী প্রশিক্ষণ চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার বালিয়াডাঙ্গা ইউনিয়নে সমৃদ্ধি কর্মসূচির স্বাস্থ্য কার্যক্রমের আওতায় স্বাস্থ্য পরিদর্শকদের দুই দিনব্যাপী স্বাস্থ্যসেবা ও পুষ্টি বিষয়ক প্রশিক্ষণ আজ শেষ হয়েছে। গতকাল এই প্রশিক্ষণ শুরু হয়। এই দুই দিন প্রশিক্ষণ দেন প্রয়াস হসপিটালের আবাসিক মেডিকেল অফিসার ডা. মুক্তাদির আহমেদ ও ডা. মো. রহমাতুল্লাহ। পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ)’র সমৃদ্ধি কর্মসূচির আওতায় এই প্রশিক্ষণের আয়োজন করে প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটি। এসময় উপস্থিত ছিলেন— প্রয়াসের কনিষ্ঠ সহকারী পরিচালক (প্রশিক্ষণ) আব্দুস সালাম, আঞ্চলিক ব্যবস্থাপক ইমরান আলী, ইউনিট-১ ব্যবস্থাপক ওজিউর রহমান, সমৃদ্ধি কর্মসূচির উপজেলা সমন্বয়কারী তৌহিদুল ইসলাম, সহকারী উপজেলা সমন্বয়কারী মজলুম ইসলাম, সমৃদ্ধি স্বাস্থ্য কর্মকর্তা খলিল উদ্দিন।
বিসিসিসিআই এর পরিচালক হলেন চাঁপাইনবাবগঞ্জের জিন্নাতুল ইসলাম

বিসিসিসিআই এর পরিচালক হলেন চাঁপাইনবাবগঞ্জের জিন্নাতুল ইসলাম বাংলাদেশ চায়না চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (বিসিসিসিআই)-এর নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির দায়িত্ব হস্তান্তর ও গ্রহণ অনুষ্ঠান গতকাল বাংলাদেশের রাজধানী ঢাকার বিসিসিসিআই কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিসিসিসিআই-এর প্রশাসক ও বাণিজ্য মন্ত্রণালয়ের যুগ্মসচিব নারগিস মুরশিদা। তিনি আনুষ্ঠানিকভাবে নবনির্বাচিত সভাপতি খোরশেদ আলমের নিকট দায়িত্ব হস্তান্তর করেন। বিসিসিসিআই-এর ২৪ জন কার্যনির্বাহী সদস্য ২০২৫—২০২৭ মেয়াদের জন্য নির্বাচিত হয়েছেন। তাদের মধ্যে হেবেই উইলসন টেক্সটাইল কোম্পানী লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক, চাঁপাইনবাবগঞ্জ জেলার কৃতী সন্তান জিন্নাতুল ইসলাম পরিচালক (জনসংযোগ) হিসাবে নির্বাচিত হয়েছেন। তিনি হরিমোহন সরকারি উচ্চ বিদ্যালয় থেকে ১৯৯৬ সালে এসএসসি ও নবাবগঞ্জ সরকারি কলেজ থেকে ১৯৯৮ সালে এইচএসসি পাস করেছেন। পরবর্তীতে তিনি ঢাকায় বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে ব্যবসা প্রশাসনে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রী অর্জন করেন। উল্লেখ্য, তিনি চায়না সরকারের স্কলারশিপ নিয়ে ২০১০ সালে সাউথ চায়না ইউনিভার্সিটি অফ টেকনোলজি থেকে চায়না ভাষায় উচ্চতর শিক্ষা অর্জন করেন।
চাঁপাইনবাবগঞ্জে আইডিএফ’র কর্মী কর্মশালা অনুষ্ঠিত

চাঁপাইনবাবগঞ্জে আইডিএফ’র কর্মী কর্মশালা অনুষ্ঠিত দারিদ্র বিমোচনের সংগ্রামে আমরা অবিচল এ শ্লোগানে চাঁপাইনবাবগঞ্জে উন্নয়ন সংস্থা আইডিএফ’র কর্মী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। আজ শহরের বেলেপুকুরে অবস্থিত প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটির নকীব হোসেন মিলনায়তনে অনুষ্ঠিত কর্মশালায় রাজশাহী জোনের চাঁপাইনবাবগঞ্জ এরিয়ার কর্মী ও কর্মকর্তাবৃন্দ অংশ নেন। এতে আইডিএফ এর প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক জহিরুল আলম এর সভাপতিত্বে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, প্রয়াসের প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক হাসিব হোসেন, আইডিএফ’র প্রতিষ্ঠাতা সদস্য অধ্যাপক শহীদুল আমীন চৌধুরী ও সাধারণ পরিষদ সদস্য হোসনে আরা বেগম। দিনব্যাপী এই কর্মশালার আয়োজন করে ইন্টিগ্রেটেড ডেভেলপমেন্ট ফাউন্ডেশন (আইডিএফ)।
শিবগঞ্জে বীর মুক্তিযোদ্ধা মন্টু আলীকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

শিবগঞ্জে বীর মুক্তিযোদ্ধা মন্টু আলীকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন শিবগঞ্জ উপজেলার দূর্লভপুর গ্রামের বীর মুক্তিযোদ্ধা এবং সোনালী ব্যাংকের অবসরপ্রাপ্ত কর্মচারী মন্টু আলী ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি অইন্না ইলাহি রাজিউন)। গতকাল রাত ৯টায় বার্ধক্যজনিত কারণে নিজ বাসভবনে তিনি মারা যান। মৃত্যুকালে স্ত্রী, ৩ ছেলে, ২ মেয়ে সহ অসংখ্য গুণগ্রাহি রেখে গেছেন। আজ সকাল ১১টায় দূর্লভপুর কেন্দ্রীয় গোরস্থানে রাষ্টীয় মর্যাদায় গার্ড অব অনার প্রদানের জানাজার নামাজ শেষে তাঁর দাফন সম্পন্ন হয়। দাফন অনুষ্ঠানে অংশ নেন শিবগঞ্জ উপজলোর সহকারী কমিশনার(ভূমি) তৌফিক আজিজ, শিবগঞ্জ থানার উপ-পরিদর্শক(এসআই) লিটন সরকার, বীর মুক্তিযোদ্ধা তরিকুল ইসলামসহ অন্যরা।
কাশিয়াডাঙ্গায় র্যাবের অভিযানে, ২ কেজি গাঁজাসহ গ্রেফতার ২ মাদক ব্যবসায়ী

কাশিয়াডাঙ্গায় র্যাবের অভিযানে, ২ কেজি গাঁজাসহ গ্রেফতার ২ মাদক ব্যবসায়ী রাজশাহীর কাশিয়াডাঙ্গা থানা এলাকায় র্যাব-৫ এর অভিযানে ২ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। গতকাল বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে চাঁন্না সাকুর মোড়ে অভিযান চালিয়ে ২ কেজি গাঁজাসহ লাল্টু আলী ও শাকিবুল ইসলাম নামে ২জনকে গ্রেফতার করা হয়। র্যাব আরো জানায়, গ্রেফতারকৃতরা দীর্ঘদিন ধরে রাজশাহী অঞ্চলে মাদক ব্যবসার সঙ্গে জড়িত। এ ঘটনায় কাশিয়াডাঙ্গা থানায় নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।
ভোলাহাটে প্রয়াসের ফ্রি চিকিৎসা সেবা প্রদান

ভোলাহাটে প্রয়াসের ফ্রি চিকিৎসা সেবা প্রদান ভোলাহাটে প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটির আয়োজনে ফ্রি চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে। আজ সকাল সাড়ে ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত চিকিৎসা সেবা কার্যক্রম চলে। চাঁপাইনবাবগঞ্জ প্রয়াস হসপিটালের সহায়তায় চিকিৎসা সেবা প্রদান করেন, প্রয়াস হসপিটালের আবাসিক এমবিবিএস চিকিৎসক ডাঃ মুক্তাদির আহমেদ। এসময় উপস্থিত ছিলেন, প্রয়াসের কণিষ্ঠ সহকারী পরিচালক মু: তাকিউর রহমান, ভোলাহাট সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ পিয়ার জাহান, গোমস্তাপুর অঞ্চলের আঞ্চলিক ব্যবস্থাপক আবুল কালাম আজাদ, ভোলাহাট ইউনিট ব্যাবস্থাপক আবুল হাসনাতসহ অন্যরা। এ সময় উপজেলার প্রায় ৫০ জন অসুস্থ নারী পুরুষ চিকিৎসা সেবা গ্রহণ করেছেন।
নওগাঁয় র্যাবের হাতে ১ মাদক ব্যবসায়ী গ্রেফতার

নওগাঁয় র্যাবের হাতে ১ মাদক ব্যবসায়ী গ্রেফতার নওগাঁ জেলার ধামইরহাট থানাধীন আমাইতারা বাজার এলাকা থেকে ট্যাপেন্টাডলসহ ১ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব-৫। গতকাল র্যাব-৫ এর কোম্পানি কমান্ডার এর নেতৃত্বাধীন একটি আভিযানিক দল, মাদকদ্রব্য বেচাকেনা হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে নওগাঁ জেলার ধামইরহাট থানাধীন আমাইতারা বাজার এলাকায় অভিযান চালায়। এসময় ঐ এলাকা থেকে মোঃ তরিকুল ইসলাম নামে এক মাদক ব্যবসায়ীকে হাতেনাতে আটক করে। পরে গ্রেফতারকৃত আসামি স্বীকারোক্তিতে এবং সাক্ষীদের উপস্থিতিতে আটক তরিকুুল ইসলাম এর নিকট হতে ২৮২ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট ও অবৈধ মাদকদ্রব্য বিক্রয়ের কাজে ব্যবহৃত ০১টি মোবাইল ফোন উদ্ধার করা হয়। তরিকুল ইসলাম নওগাঁ জলোর ধামুইরহাট থানার রঘুনাথপুরের মোঃ আব্দুল মতিনের ছেলে। গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ অনুযায়ী নওগাঁ জেলার ধামইরহাট থানায় একটি মামলা রুজু করা হয়েছে।