মেসির খেলা গ্যালারিতে বসে দেখলেন দেশের ৩ তারা

মেসির খেলা গ্যালারিতে বসে দেখলেন দেশের ৩ তারা ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন-ফারিণ। অভিনয় নিয়ে ব্যস্ত সময় পার করছেন তারা। এবার মেসিদের খেলা উপভোগ করতে আর্জেন্টিনার জার্সি গায়ে জড়িয়ে যুক্তরাষ্ট্রের মেট লাইফ স্টেডিয়ামে ছুটে গেলেন তারা। একই দিনে কোপা আমেরিকায় যুক্তরাষ্ট্রের নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামের গ্যালারিতে বসে আর্জেন্টিনার ম্যাচ উপভোগ করেন বাংলাদেশের আরেক তারকা অভিনয়শিল্পী মীর সাব্বিরও। খেলা শুরুর নির্দিষ্ট সময়ের বেশ আগেই তারা পৌঁছে যান স্টেডিয়ামে। এদিন তাসনিয়া ফারিণ ফাঁকা গ্যালারিতে দাঁড়িয়ে ছবি তুলে তা ফেসবুকে পোস্ট করেন। আর ক্যাপশন লেখেন, ‘Never early for Messi!’ চিলিকে ১-০ গোলে হারিয়ে সবার আগে কোপার কোয়ার্টার ফাইনালে চলে গিয়েছে ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা। এই বিজয় দুই তারকার উচ্ছ্বাস আরো বাড়িয়ে দিয়েছে। বাংলাদেশের দুই তারকার মাঠে হাজির হওয়াটাও সার্থক হলো বলে মনে করছেন তাদের ভক্তরা। দুই সন্তানকে নিয়ে খেলার মাঠে পৌঁছান অভিনয়শিল্পী ও পরিচালক মীর সাব্বির। গণমাধ্যমে এ অভিনেতা বলেন, ‘এত মানুষ জীবনে কোনো দিন সামানসামনি দেখিনি। ৮০ হাজারের বেশি দর্শক খেলা দেখছেন। একসঙ্গে আনন্দ নিয়ে খেলা দেখছেন। গ্যালারিতে দেখলাম, প্রচুর বাংলাদেশিরাও আসছেন। অনেকের সঙ্গে আমার দেখা হয়েছে। তারাও দারুণ মজা করছেন। খেলার মাঠে আমার ছেলেরা বাংলাদেশের পতাকা উড়িয়েছে।
ভিক্ষা না চাইলে কেউ সাহায্যও করবে না: রিমি

ভিক্ষা না চাইলে কেউ সাহায্যও করবে না: রিমি বলিউড অভিনেত্রী রিমি সেন। ‘হাঙ্গামা’, ‘ধুম’-এর মতো সিনেমায় অভিনয় করে প্রশংসা কুড়িয়েছেন তিনি। দীর্ঘদিন ধরে অভিনয় থেকে দূরে রয়েছেন ভারতের জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত এই অভিনেত্রী। যশ-খ্যাতি পাওয়ার পরও কেন অভিনয়ে নেই রিমি? হিন্দুস্তান টাইমসকে রিমি সেন বলেন, “কমেডি সিনেমায় অভিনয় করতে করতে আমি ক্লান্ত হয়ে পড়েছিলাম, যেখানে আমার চরিত্র ফার্নিচারের মতো। এক কোণায় ফার্নিচারের মতো দাঁড়িয়ে থাকাই ছিল আমার কাজ। কিছু সিনেমায় আমি ভালো চরিত্রে অভিনয়ের সুযোগ পেয়েছি। যেমন— ‘হাঙ্গামা’, ‘জনি গাদ্দার’। আমি এ ধরনের কাজ করতে চেয়েছিলাম। অভিনয় ক্যারিয়ারে বলিউডের তারকা অভিনেতাদের সঙ্গে কাজ করেছেন রিমি সেন। এ তালিকায় রয়েছেন— অক্ষয় কুমার, অজয় দেবগন, জন আব্রাহাম প্রমুখ। কিন্তু এখনো কি তাদের সঙ্গে যোগাযোগ আছে? এ প্রশ্নের জবাবে রিমি বলেন, ‘না। আমি কারো কাছে সাহায্য চাইতে পারি না। ভিক্ষা না চাইলে কেউ সাহায্য করবে না। অন্যরা কেন নিজের স্বার্থ খুঁজবে না? কেউ কাউকে সাহায্য করতে কেন এগিয়ে যাবে?’ ‘পারমিতার একদিন’ সিনেমার মাধ্যমে রুপালি পর্দায় পা রাখেন রিমি সেন। ভারতীয় বাংলা সিনেমাটি ২০০০ সালে মুক্তি পায়। এরপর তেলেগু ভাষার দুটো সিনেমায় অভিনয় করেন রিমি। ২০০৩ সালে ‘হাঙ্গামা’ সিনেমার মাধ্যমে বলিউডে অভেষক ঘটে এই অভিনেত্রীর। রিমি অভিনীত উল্লেখযোগ্য সিনেমাগুলো হলো— ‘ধুম’, ‘ফির হেরা ফেরি’, ‘গোলমাল: ফান আনলিমিটেড’, ‘জনি গাদ্দার’ প্রভৃতি। তার অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘বুধিয়া সিং-বর্ন টু রান’। ২০১৬ সালে মুক্তি পায় এটি।