ট্রাইব্যুনালে হাজির হননি শেখ হাসিনা, ১৯ জুন চূড়ান্ত শুনানি

ট্রাইব্যুনালে হাজির হননি শেখ হাসিনা, ১৯ জুন চূড়ান্ত শুনানি আদালত অবমাননায় পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের পরও ট্রাইব্যুনালে হাজির হননি শেখ হাসিনা। আগামী ১৯ জুন এ মামলার চূড়ান্ত শুনানি হবে। আজ শুনানি শেষে এ আদেশ দেয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। ট্রাইব্যুনাল প্রসিকিউশন বলছে, পত্রিকায় বিজ্ঞপ্তি দেয়ার পরও হাজির হয়ে বা আইনজীবীর মাধ্যমে কোনো ব্যাখ্যা দেননি শেখ হাসিনা। এখন আইন অনুযায়ী, শাস্তি দিতে পারবে ট্রাইব্যুনাল।

সব চাকরির নিয়োগে বাধ্যতামূলক হচ্ছে এনআইডি 

সব চাকরির নিয়োগে বাধ্যতামূলক হচ্ছে এনআইডি জাতীয় পরিচয় নিবন্ধন (এনআইডি) অনুবিভাগের মহাপরিচালক এ এস এম হুমায়ুন কবীর বলেছেন, সরকারিসহ সব চাকরির নিয়োগের ক্ষেত্রে জাতীয় পরিচয়পত্র (এনআইডি) বাধ্যতামূলক করার উদ্যোগ নিচ্ছে নির্বাচন কমিশন (ইসি)। আজ বিকেলে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে সাংবাদিকদের তিনি এ কথা জানান। এ এস এম হুমায়ুন কবীর বলেন, চাকরি প্রাপ্তিতে ব্যবহৃত একাডেমিক তথ্যের সঙ্গে জাতীয় পরিচয়পত্রের তথ্য অমিল থাকার বিষয়টি নজরে এসেছে। এনআইডি আইনে বাধ্যবাধকতা রেখে চাকরি ক্ষেত্রে সব অফিস, প্রতিষ্ঠানসহ সব ক্ষেত্রে এনআইডির তথ্য রাখতে বলা হয়েছে।

ঈদকে ঘিরে কোনো নাশকতার তথ্য নেই: র‌্যাব

ঈদকে ঘিরে কোনো নাশকতার তথ্য নেই: র‌্যাব আসন্ন কোরবানির ঈদকে ঘিরে এখন পর্যন্ত কোনো ধরনের নাশকতার তথ্য পাওয়া যায়নি বলে জানিয়েছেন র‌্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক উইং কমান্ডার এম জেড এম ইন্তেখাব চৌধুরী। আজ রাজধানীর কারওয়ান বাজারে র‌্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, ঈদ উপলক্ষে দেশের প্রতিটি পশুর হাট, জনসমাগমপূর্ণ স্থান এবং সড়কপথে নিরাপত্তা জোরদার করা হয়েছে। র‌্যাব সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। তিনি জানান, কোরবানির পশুর হাট, আর্থিক লেনদেন, জনসমাগম এবং অনলাইন লেনদেনকে ঘিরে নিরাপত্তা নিশ্চিতে র‌্যাব ব্যাপক প্রস্তুতি নিয়েছে। গোয়েন্দা তথ্য এবং অনলাইন নজরদারি অনুযায়ী, এখন পর্যন্ত কোনো ধরনের নাশকতার তথ্য নেই।

পাকিস্তানে জেল থেকে পালিয়েছে ২১৩ কয়েদি

পাকিস্তানে জেল থেকে পালিয়েছে ২১৩ কয়েদি পাকিস্তানের করাচির মালির জেল থেকে অন্তত ২১৩ জন কয়েদি পালিয়েছে। পলাতক কয়েদিদের ধরতে বড় আকারের অভিযান শুরু করেছে দেশটির পুলিশ। আজ পাকিস্তান কর্তৃপক্ষ এই তথ্য নিশ্চিত করেছে। ডন ও জিও নিউজে সূত্রের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে, জেল থেকে পালানোর সময় অন্তত একজন নিহত হয়েছে এবং বেশ কয়েকজন নিরাপত্তা বাহিনীর সদস্য আহত হয়েছেন। এখন পর্যন্ত অন্তত ৮০ জন কয়েদিকে আবার গ্রেপ্তার করা হয়েছে এবং ১৩০ জনের বেশি কয়েদি এখনো পলাতক। জেল সুপার আরশাদ শাহ বলেছেন, ভূমিকম্পের সময় ৪ ও ৫ নং সার্কেলের বন্দিদের যখন তাদের ব্যারাক থেকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হচ্ছিল তখনই জেল থেকে পালানোর ঘটনা ঘটে। সিন্ধুর স্বরাষ্ট্রমন্ত্রী জিয়া-উল-হাসান এই ঘটনাকে সাম্প্রতিক বছরগুলোর মধ্যে সবচেয়ে গুরুতর প্রিজনব্রেক হিসেবে উল্লেখ করেছেন।

আজ রাতে ফাইনাল, নতুন চ্যাম্পিয়ন দল আইপিএলে

আজ রাতে ফাইনাল, নতুন চ্যাম্পিয়ন দল আইপিএলে আইপিএলের ট্রফিতে সাতটি দলের নাম লিখা আছে। আজ যারা আইপিএলের ফাইনালে খেলবে তাদের নাম নেই সেই ট্রফিতে। বিশ্বের সবচেয়ে বড় ফ্রাঞ্চাইজি ক্রিকেট টুর্নামেন্ট নতুন একটি চ্যাম্পিয়ন দল পেতে যাচ্ছে। আজ রাতেই হবে সেই অপেক্ষার সমাপ্তি। বিশ্বের সবচেয়ে বড় ক্রিকেট স্টেডিয়াম আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে রাত ৮টায় অনুষ্ঠিত হবে আইপিএলের ফাইনাল। মুখোমুখি হবে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ও পাঞ্জাব কিংস। পৃথক চারটি আসরে দুই দল ফাইনাল খেলেছে। কিন্তু শিরোপা ছোঁয়া হয়নি কারো। এবার কার মুখে হাসি ফোটে সেটাই দেখার।

নারী বিশ্বকাপেও ভারত-পাকিস্তান আলাদা, নিরপেক্ষ ভেন্যু শ্রীলঙ্কা

নারী বিশ্বকাপেও ভারত-পাকিস্তান আলাদা, নিরপেক্ষ ভেন্যু শ্রীলঙ্কা চলতি বছর সেপ্টেম্বর-নভেম্বরে ভারতে অনুষ্ঠিত হতে যাচ্ছে নারী ক্রিকেট বিশ্বকাপ। তবে ভারত-পাকিস্তানের রাজনৈতিক উত্তেজনা ও কূটনৈতিক টানাপোড়েনের প্রভাব পড়েছে এবারের আসরেও। ছেলেদের চ্যাম্পিয়নস ট্রফি খেলতে পাকিস্তানে যেতে ভারতের আপত্তির পর আইসিসির পক্ষ থেকে দুই দেশের ম্যাচগুলোর ক্ষেত্রে নিরপক্ষে ভেন্যু বাছাইয়ের সিদ্ধান্ত নেয়া হয়। যে কারণে নারী বিশ্বকাপে নিরপেক্ষ ভেন্যু হিসেবে যুক্ত হয়েছে শ্রীলঙ্কা। এশিয়ার এই দ্বীপদেশের রাজধানী কলম্বো এবার হোস্ট করবে পাকিস্তানের ৭টি গ্রুপ পর্বের ম্যাচ, যার মধ্যে ভারতের বিপক্ষেও একটি ম্যাচ রয়েছে। এছাড়া ইংল্যান্ডের বিপক্ষেও খেলার সম্ভাবনা রয়েছে এখানে। যদি পাকিস্তান সেমিফাইনাল কিংবা ফাইনালে ওঠে, তাহলে সেগুলিও হবে কলম্বোতেই। অন্যদিকে ভারতের ম্যাচগুলো হবে দেশের ভেতরে-বেঙ্গালুরু, গুয়াহাটি, ইন্দোর ও বিশাখাপত্তনম শহরে। পুরো আট দলের টুর্নামেন্টের পূর্ণাঙ্গ সূচি এখনো ঘোষণা করা হয়নি।

ওয়ানডে ক্রিকেটকে বিদায় হার্ড-হিটিং অলরাউন্ডার ম্যাক্সওয়েল

ওয়ানডে ক্রিকেটকে বিদায় হার্ড-হিটিং অলরাউন্ডার ম্যাক্সওয়েল   অস্ট্রেলিয়ার হার্ড-হিটিং অলরাউন্ডার গ্লেন ম্যাক্সওয়েল আনুষ্ঠানিকভাবে ওয়ানডে ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন। ৩৬ বছর বয়সী এই ক্রিকেটার এখন আগামী বছরের টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ের লক্ষ্যে পুরোপুরি মনোযোগী হতে চান। ২০২৬ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ (ভারত ও শ্রীলঙ্কায় অনুষ্ঠিতব্য), বিগ ব্যাশ লিগ এবং অন্যান্য বৈশ্বিক টুর্নামেন্টের প্রস্তুতিকে প্রাধান্য দিতেই এই সিদ্ধান্ত নিয়েছেন বলে জানিযেছেন ম্যাক্সওয়েল। ৩৬ বছর বয়সী এই ক্রিকেটার অস্ট্রেলিয়ার হয়ে ১৪৯টি ওয়ানডে ম্যাচে অংশ নেন। ৪টি শতক ও ২৩টি অর্ধশতকে ম্যাক্সওয়েল করেছেন ৩৯৯০ রান। স্ট্রাইক রেট ১২৬—ওয়ানডে ইতিহাসে আন্দ্রে রাসেলের পর দ্বিতীয় সর্বোচ্চ। বোলিংয়েও অবদান রেখেছেন ৭৭টি উইকেট নিয়ে। ২০২৩ বিশ্বকাপে আফগানিস্তানের বিপক্ষে তার ২০১ রানের ইনিংসটি আজও ক্রিকেটপ্রেমীদের মুখে মুখে। ৯১ রানে ৭ উইকেট পড়ে যাওয়ার পর অস্ট্রেলিয়াকে জয়ের বন্দরে পৌঁছে দেন একার হাতে। তার ২০২ রানের সেই ইনিংসকেই অনেকে ‘ওয়ানডে ইতিহাসের সেরা ইনিংস’ বলে আখ্যা দেন। সেই বিশ্বকাপেই অস্ট্রেলিয়া ফাইনালে ভারতকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়। অবসর প্রসঙ্গে ম্যাক্সওয়েল বলেন, ‘আমার মনে হচ্ছিল, শারীরিক অবস্থার কারণে ওয়ানডে ফরম্যাটে দলে আগের মতো অবদান রাখতে পারছি না। নির্বাচক জর্জ বেইলির সাথে আমার ভালো আলোচনা হয়েছিল। আমরা ২০২৭ বিশ্বকাপ নিয়ে কথা বলেছিলাম, এবং আমি তাকে বলেছিলাম, ‘আমার মনে হয় না আমি তখনো খেলতে পারব। তাই আমার পজিশনে অন্য খেলোয়াড়দের সুযোগ দেওয়া উচিত।’” নির্বাচক জর্জ বেইলিও ম্যাক্সওয়েলের প্রশংসা করে বলেন, ‘সে শুধু ব্যাটিং নয়, ফিল্ডিং ও বল করাতেও অসাধারণ। তার উৎসাহ, প্রতিভা এবং দেশের প্রতি নিষ্ঠা তাকে আলাদা করে তুলেছে।’ তিনি আরো যোগ করেন, ‘সৌভাগ্যবশত, টি-টোয়েন্টি ফরম্যাটে ম্যাক্সওয়েলের কাছ থেকে আমরা এখনো অনেক কিছু পেতে পারি। আশা করছি, আগামী বছরের টি-টোয়েন্টি বিশ্বকাপে সে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।’

আলিয়ার পর তৃষা, জানালেন ফাহাদের সঙ্গে কাজের ইচ্ছা

আলিয়ার পর তৃষা, জানালেন ফাহাদের সঙ্গে কাজের ইচ্ছা নিঃসন্দেহে বর্তমান ভারতীয় সিনেমার অন্যতম গুণী ও জনপ্রিয় অভিনেতা ফাহাদ ফাসিল। মালয়ালমের গণ্ডি পেরিয়ে তিনি তামিল-তেলেগুতেও দেখিয়েছেন নিজের অভিনয়ের দাপট। ফাহাদের সঙ্গে কাজ করাটা আনন্দদায়ক বলেই উল্লেখ করেছেন অনেক তারকা সহকর্মী। এবার দক্ষিণী সুন্দরী তৃষা কৃষ্ণানও জানালেন নিজের এক ইচ্ছার কথা।সম্প্রতি ‘ঠাগ লাইফ’ সিনেমার প্রচার অনুষ্ঠানে এ মন্তব্য করেন তৃষা। ফাহাদ ফাসিলের প্রশংসা করেন তৃষা জানান, ‘আবেশাম’ সাম্প্রতিক সময়ে তাঁর দেখা প্রিয় চলচ্চিত্রগুলোর একটি। এতে মুল ভূমিকায় অভিনয় করেছেন ফাহাদ। তৃষা বলেন, “আমি ফাহাদ ফাসিলের সঙ্গে কাজ করতে চাই, এতে কোনো সন্দেহ নেই। সিনেমার ঘরানা যাই হোক না কেন, তিনি অসাধারণ অভিনয় করেন। ‘আভেশাম’ আমার অন্যতম প্রিয় সিনেমা।”সম্প্রতি কান চলচ্চিত্র উৎসবে আলিয়া ভাটও ফাহাদের প্রশংসা করেন। ফাহাদ ফাসিলকে একজন দুর্দান্ত অভিনেতা উল্লেখ করে আলিয়া জানান, ‘আবেশাম’ তার অন্যতম প্রিয় সিনেমা। তিনি অবশ্যই কোনো একদিন ফাহাদের সঙ্গে কাজ করতে চান। তৃষাকে সামনে দেখা যাবে কমল হাসানের সঙ্গে ঠাগ লাইফে। সিনেমাটিতে কমল হাসানের সঙ্গে রোমান্সের দৃশ্য করে বেশ বিতর্কিত হয়েছেন এ অভিনেত্রী। তবে এসব গায়ে মাখতে রাজি নন তিনি। অন্যদিকে, ফাহাদ ফাসিল তার চলচ্চিত্র ‘ওদুম কুথিরা চাদুম কুথিরা’র শুটিং শেষ করেছেন। এছাড়া মারিসান এবং মামুত্তির সঙ্গে একটি সিনেমাতেও দেখা যাবে তাকে।

মায়ের মৃত্যুতে পাকিস্তানের ভিসা পাননি আদনান সামি

মায়ের মৃত্যুতে পাকিস্তানের ভিসা পাননি আদনান সামি ভারতের জনপ্রিয় সংগীতশিল্পী আদনান সামি এক সময় ছিলেন পাকিস্তানের নাগরিক। জন্ম পাকিস্তানে, তবে তার শিল্পীজীবনের সর্বোচ্চ স্বীকৃতি ও ভালোবাসা তিনি পেয়েছেন ভারতে। এদেশেই তিনি পেয়েছেন নাগরিকত্ব, পেয়েছেন ভারতের রাষ্ট্রীয় সম্মান পদ্মশ্রী। কিন্তু নিজের জন্মভূমি পাকিস্তানের সঙ্গে অভিজ্ঞতা বরাবরই তিক্ত বলে জানিয়েছেন তিনি। সম্প্রতি ভারতের জনপ্রিয় টেলিভিশন অনুষ্ঠান ‘আপ কি আদালত’-এ এসে আদনান সামি জানিয়েছেন, ২০২৪ সালের অক্টোবরে তার মা মারা গেলে তিনি পাকিস্তানে গিয়ে শেষকৃত্যে অংশ নিতে ভিসার আবেদন করেছিলেন। ভারত সরকার তাৎক্ষণিকভাবে তাকে ছাড়পত্র দিলেও পাকিস্তান তাকে ভিসা দেয়নি। আদনান বলেন, “আমি ওদের বললাম, আমার মা মারা গিয়েছেন। কিন্তু তারপরও তারা আমাকে ভিসা দেয়নি। আমি যেতে পারিনি। হোয়াটসঅ্যাপে ভিডিও কলে মায়ের শেষকৃত্য দেখতে হয়েছে আমাকে।” তিনি জানান, “আমি টাকার জন্য ভারতের নাগরিকত্ব নেইনি। পাকিস্তানে কোটি কোটি টাকার সম্পত্তি ফেলে এসেছি। ভারতের মানুষের ভালোবাসাই আমাকে এখানে টেনে এনেছে। একজন শিল্পীর কাছে ভালোবাসাই আসল। ভারত সেটা দিয়েছে, পাকিস্তান দেয়নি।” ২০১৬ সালে মোদি সরকারের সময় আদনান সামিকে ভারতের নাগরিকত্ব প্রদান করা হয়। তার আগে তিনি কানাডার নাগরিক ছিলেন। তার বাবা পাকিস্তানি সেনাবাহিনীতে ছিলেন এবং ভারতের বিরুদ্ধে যুদ্ধ করেছিলেন বলেও জানান গায়ক। তিনি বলেন, “এখানে এসে আমাকে সবকিছু নতুন করে শুরু করতে হয়েছে। কিন্তু এই দেশের মানুষ আমাকে গ্রহণ করেছে, তাদের ভালোবাসা আমাকে গড়ে তুলেছে। পাকিস্তানে সেই সম্মান আমি কখনও পাইনি।”

ইংলিশ চ্যানেল পাড়ি দিয়ে একদিনে ১২০০ অভিবাসীর যুক্তরাজ্যে প্রবেশ 

ইংলিশ চ্যানেল পাড়ি দিয়ে একদিনে ১২০০ অভিবাসীর যুক্তরাজ্যে প্রবেশ ইংলিশ চ্যানেল পাড়ি দিয়ে একদিনে যুক্তরাজ্যে প্রবেশ করেছে প্রায় ১২০০ অভিবাসী। যা চলতি বছর এখন পর্যন্ত একদিনে এটিই সর্বোচ্চ সংখ্যক অভিবাসনপ্রত্যাশীর ইংলিশ চ্যানেল পাড়ি দিয়ে যুক্তরাজ্যে প্রবেশের ঘটনা ঘটেছে। রবিবার (১ জুন) ব্রিটিশ গণমাধ্যম বিবিসি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। ব্রিটেনের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, গত শনিবার ১ হাজার ১৯৪ জন অভিবাসী ১৮টি ছোট নৌকায় করে দেশটিতে পৌঁছেছেন। এ নিয়ে ২০২৫ সালে চ্যানেল পাড়ি দেওয়া অভিবাসীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৪,৮১১ জনে, যা এ পর্যন্ত সর্বোচ্চ। যদিও ফ্রান্স ও যুক্তরাজ্য সরকার এই প্রবণতা থামাতে একাধিক পদক্ষেপ নিয়েছে। ফরাসি উপকূলীয় কর্তৃপক্ষ জানিয়েছে, শুক্রবার রাত থেকে শনিবার রাত পর্যন্ত তারা প্রায় ২০০ অভিবাসীকে উদ্ধার করেছে। যুক্তরাজ্যের প্রতিরক্ষামন্ত্রী জন হিলি এই সর্বশেষ আগমনকে ‘চমকে দেওয়ার মতো’ বলে উল্লেখ করেন। যদিও এটি ২০২২ সালের সেপ্টেম্বরের সেই রেকর্ডের চেয়ে কম, যখন একদিনে ১,৩০০ অভিবাসী ছোট নৌকায় এসে পৌঁছেছিল। তবে এই পরিস্থিতি বর্তমান প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের জন্য উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। অবৈধ অভিবাসন ইস্যুতে কড়া অবস্থান নেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন তিনি, বিশেষ করে কট্টর ডানপন্থিদের চাপের মুখে অভিবাসীর সংখ্যা কমিয়ে আনার প্রতিশ্রুতি রাখতে। ২০২২ সালে রেকর্ডসংখ্যক আগমনের পর ২০২৩ সালে কিছুটা কমে এলেও, আবারও ব্যাপকহারে চ্যানেল পাড়ি দেওয়ার প্রবণতা দেখা গেছে। গত বছর ৩৬,৮০০ জন অবৈধভাবে যুক্তরাজ্যে প্রবেশ করেছে। চলতি বছর এপ্রিলেই চ্যানেল পাড়ি দেওয়া অভিবাসীর সংখ্যা ১০,০০০ ছাড়িয়ে গেছে-যা ২০১৮ সালে রেকর্ড সংরক্ষণ শুরু হওয়ার পর সবচেয়ে আগেভাগেই এ মাইলফলক অতিক্রম। চলতি মাসেই প্রধানমন্ত্রী স্টারমার নতুন ও কঠোর অভিবাসন নীতি ঘোষণা করেছেন। এতে অভিবাসীরা নাগরিকত্ব পাওয়ার যোগ্য হতে যত সময় লাগবে, তা দ্বিগুণ করা হয়েছে। পাশাপাশি বিদেশি অপরাধীদের বিতাড়নের ক্ষমতা আরও বাড়ানো হয়েছে।