রেডিও মহানন্দার কার্যক্রম পরিদর্শনে রাজশাহী বেতারের প্রতিনিধি দল

রেডিও মহানন্দার কার্যক্রম পরিদর্শনে রাজশাহী বেতারের প্রতিনিধি দল চাঁপাইনবাবগঞ্জের কমিউিনিটি রেডিও ‘রেডিও মহানন্দা’র অনুষ্ঠান কার্যক্রম পরিদর্শন করেছেন বাংলাদেশ বেতার-রাজশাহী’র ৯ সদস্যের একটি প্রতিনিধি দল। ২০২৫-২৬ অর্থবছরের বার্ষিক কর্মসম্পাদন চুক্তির আওতায় আজ সকালে প্রথমে জেলাশহরের বেলেপুকুরে অবস্থিত রেডিও’র প্রধান কার্যালয়ের অন ইয়ার ও রেকর্ডিং স্টুডিও পরিদর্শন করেন। প্রতিনিধি দলের নেতৃত্বে ছিলেন-বাংলাদেশ বেতার-রাজশাহীর আঞ্চলিক পরিচালক কিশোর রঞ্জন মল্লিক। এসময় রেডিও মহানন্দার পক্ষে উপস্থিত ছিলেন- প্রয়াসের পরিচালক (মানব সম্পদ প্রশাসন ও প্রশিক্ষণ) ও রেডিও মহানন্দার স্টেশন ম্যানেজার আলেয়া ফেরদৌস, সহকারি স্টেশন ম্যানেজার রেজাউল করিম, প্রযোজক (অনুষ্ঠান ও খবর) নয়ন আলী ও সহকারী প্রযোজক (অনুষ্ঠান ও খবর) মৌটুসী চৌধুরী, সোনিয়া শীল ও উম্মে আয়েশা সিদ্দিকা। পরে প্রতিনিধি দলটি সদর উপজেলার গোবরাতলা ইউনিয়নের চাঁপাই পলশায় অবস্থিত রেডিও মহানন্দার রেকর্ডিং স্টুডিও, রেডিও টাওয়ার ও ব্রডকাস্ট রুম পরিদর্শন করেন। শেষে প্রয়াস ফোক থিয়েটার ইনস্টিটিউট-(পিএফটিআই)’র নাট্যকর্মীদের পরিবেশনায় গান, নৃত্য ও চাঁপাইনবাবগঞ্জের ঐতিহ্যবাহী লোকনাট্য গম্ভীরা উপভোগ করেন পরিদর্শন দল। গম্ভীরার মাধ্যমে রেডিও মহানন্দার কার্যক্রম তুলা ধরা হয়। এসময় আরো উপস্থিত ছিলেন, পিএফটিআই এর টিম লীডার আহম্মেদ সিদ্দিক ফ্রান্স, ইউনিট-১ এর ম্যানেজার অজিউর রহমান সহ পিএফটিআই’র নাট্যকর্মীবৃন্দ।
গত ২৪ ঘণ্টায় করোনায় ৫ জনের মৃত্যু

গত ২৪ ঘণ্টায় করোনায় ৫ জনের মৃত্যু গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ৫ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরে আজ পর্যন্ত ১৬ জনের মৃত্যু হলো। আজ স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনাভাইরস সংক্রান্ত প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনা আক্রান্ত হয়েছে ৩৬ জন। এ নিয়ে দেশে এ পর্যন্ত মোট রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২০ লাখ ৫১ হাজার ৯৭৮ জনে। নতুন করে পাঁচজন মারা যাওয়ায় মৃতের সংখ্যা বেড়ে ২৯ হাজার ৫১৫ জনে দাঁড়িয়েছে।
২৪ ঘণ্টায় ডেঙ্গুতে একজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৩২৯

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে একজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৩২৯ দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় একজনের মৃত্যু হয়েছে। একই সময়ে সারাদেশে হাসপাতালে ভর্তি হয়েছেন ৩২৯ জন ডেঙ্গুরোগী। আজ স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে পাঠানো ডেঙ্গুবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ৩০১ ডেঙ্গুরোগী। চলতি বছরে এখন পর্যন্ত ছাড়পত্র পেয়েছেন ছয় হাজার ৮১৭ জন, মারা গেছেন ৩২ জন। এ বছরের জানুয়ারি থেকে এ পর্যন্ত সবমিলিয়ে ৭ হাজার ৭৫৮ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। চলতি বছরে এ পর্যন্ত ডেঙ্গুতে মৃত্যু হয়েছে ৩২ জনের।
চাঁপাইনবাবগঞ্জে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত ২১ জন, দেশে মৃত্যু ১

চাঁপাইনবাবগঞ্জে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত ২১ জন, দেশে মৃত্যু ১ চাঁপাইনবাবগঞ্জে বেড়েছে ডেঙ্গু রোগীর সংখ্যা। গত ২৪ ঘণ্টায় নতুন করে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালে ভর্তি হয়েছেন আরো ২১ জন। নতুন আক্রান্তদের মধ্যে ১১ জন পুরুষ, ৯ জন নারী ও ১ জন শিশু রয়েছেন। ২৫০ শয্যাবিশিষ্ট চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালের ডেঙ্গু বিষয়ক তথ্যে জানা গেছে, পূর্বের রোগী ভর্তি ছিল ২৬ জন। এই ২৬ জনের মধ্যে ছাড়পত্র দেয়া হয়েছে ২ জনকে। এই ২ জনের মধ্যে ১ জন পুরুষ ও ১ জন শিশু রয়েছেন। এছাড়া ১ জন শিশু রোগীকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। বর্তমানে ভর্তি রোগী আছেন ৪৪ জন। চলতি বছরের শুরু থেকে আজ পর্যন্ত ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালে ডেঙ্গু রোগীর সংখ্যা দাঁড়াল ৬৬৬ জনে। ২৫০ শয্যাবিশিষ্ট চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মাসুদ পারভেজ এসব তথ্য নিশ্চিত করেছেন। গতকাল সকাল ৮টা থেকে শনিবার সকাল ৮টা পর্যন্ত একদিনে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৩৫২ জন রোগী, যা চলতি বছরে একদিনে সর্বোচ্চ ভর্তি। একইসঙ্গে এ সময়ে ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু হয়েছে। আজ স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়েছে, একদিনে সারা দেশে ৪১৩ জন ডেঙ্গু রোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। এ নিয়ে চলতি বছর ছাড়পত্র পেয়েছেন ৬ হাজার ৫১৬ জন।
শিবগঞ্জে সড়ক দুর্ঘটনায় প্রতিবন্ধী ভিক্ষুকের মৃত্যু

শিবগঞ্জে সড়ক দুর্ঘটনায় প্রতিবন্ধী ভিক্ষুকের মৃত্যু শিবগঞ্জে সোনামসজিদ মহাসড়কে পেছন থেকে একটি খালি ট্রাকের ধাক্কায়, আখতারুল ইসলাম নামে হাতের ভর দিয়ে চলাচলকারী একজন প্রতিবন্ধী ভিক্ষুক পথচারী নিহত হয়েছেন। তিনি শিবগঞ্জের শ্যামপুর ইউনিয়নের শরৎনগর গ্রামের কালু মন্ডলের ছেলে। স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, আজ সকালে কানসাট সোলেমান মিয়া ডিগ্রী কলেজের সামনে সোনামসজিদ স্থলবন্দর মহাসড়কে ঘটনাটি ঘটে। সড়কের একপাশ দিয়ে চলার সময় পেছন থেকে সোনামসজিদ বন্দরগমাী একটি দ্রুতগতির ট্রাকের নিচে পিষ্ট হয়ে ঘটনাস্থলে মারা যান আখতারুল। ঘটনার পর পুলিশ খালি ট্রাকসহ এর হেলপারকে আটক করে। শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ-ওসি গোলাম কিবরিয়া বলেন, পুলিশ মরদেহ উদ্ধারের পর সড়ক দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে, প্রয়োজনীয় আইনী ব্যবস্থা গ্রহণ শেষে পরিবারের নিকট হস্তান্তর করেছে। এ ঘটনায় থানায় সড়ক পরিবহন আইনে মামলা দায়ের করা হয়েছে।
গোমস্তাপুরে বিদ্যুৎ কেন্দ্র পরিদর্শনে নৌ সচিব

গোমস্তাপুরে বিদ্যুৎ কেন্দ্র পরিদর্শনে নৌ সচিব নাচোল উপজেলার কসবা ইউনিয়নের চন্দনায় অবস্থিত ভারত থেকে আমদানি করা আদানির বিদ্যুৎ গ্রহণ কেন্দ্র (সাব স্টেশন) পরিদর্শন করেছেন নৌ পরিবহন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ও নেসকোর চেয়ারম্যান ইউসুফ আলী। আজ সকালে সফরের শুরুতে তিনি চন্দনায় ভারত থেকে আমদানি করা আদানির বিদ্যুৎ কেন্দ্র পরিদর্শন করেন। পরে তিনি গোমস্তাপুরে নেসকোর কার্যক্রম পরিদর্শন করেন। এসময় তাকে স্বাগত জানান গোমস্তাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা জাকির মুন্সি, নেসকোর নির্বাহী প্রকৌশলী প্রশান্ত কুমার রায়। তার সফর সঙ্গী হিসেবে বিদ্যুৎ বিভাগের উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
গোমস্তাপুরে ইসলামী সাধারন কুইজ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

গোমস্তাপুরে ইসলামী সাধারন কুইজ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ গোমস্তাপুরে ইসলামী সাধারন কুইজ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। আজ বিকেলে বাঙ্গাবাড়ি ইউনিয়নের শ্যামপুরে এসএস টেকনিক্যাল এন্ড বিএম কলেজ মাঠে এই পুরস্কার বিতরণ করা হয়। ফি-সাবিলিল্লাহ উন্মুক্ত পাঠাগার আয়োজিত বার্ষিক কুইজ প্রতিযোগিতায় সভাপতিত্ব করেন রহনপুর পুর্নভবা মহানন্দা আইডিয়াল কলেজের প্রভাষক ড. মিজানুর রহমান। প্রধান অতিথি’র বক্তব্য দেন সাবেক সংসদ সদস্য আমিনুল ইসলাম। স্বাগত বক্তব্য দেন পাঠাগারের সেক্রেটারি প্রভাষক হাফিজুর রহমান মুর্শেদ। অন্য অতিথিদের মধ্যে বক্তব্য দেন আলিনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল কাশেম মুহাম্মদ মাসুম, বাঙ্গাবাড়ি ইউপি চেয়ারম্যান শহিদুল ইসলাম, পাঠাগারের প্রধান উপদেষ্টা সাইদুর রহমান মাষ্টার, বাঙ্গাবাড়ি ইউএস কলেজের অধ্যক্ষ মোস্তফা কামাল, পাঠাগারের উপদেষ্টা ও অবসরপ্রাপ্ত অধ্যক্ষ মাওলানা এনামুল হক, উপজেলা প্রেসক্লাবের সভাপতি আতিকুল ইসলাম আজমসহ অন্যরা। পরে বিভিন্ন প্রতিযোগিতার বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা।
মারা গেছেন চিত্রনায়িকা তানিন সুবহা

মারা গেছেন চিত্রনায়িকা তানিন সুবহা ঢাকাই চলচ্চিত্রের অভিনেত্রী তানিন সুবহা মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। সুবহার মৃত্যুর খবরটি নিশ্চিত করেছেন অভিনেতা ও চলচ্চিত্র শিল্পী সমিতির সাংগঠনিক সম্পাদক জয় চৌধুরী। সোমবার রাজধানীর ধানমন্ডির একটি বেসরকারি হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) লাইফ সাপোর্টে থাকা অবস্থায় তার মৃত্যু হয়। চিত্রনায়ক জয় চৌধুরী বলেন, চিকিৎসকরা পরিবারের সঙ্গে আলাপ করেছিলেন যে, আজ সন্ধ্যা ৭টায় লাইফ সাপোর্ট খুলে দিতে চান। এ নিয়ে কথাও হচ্ছিল, আমিও ছিলাম সেখানে। কিন্তু হাসপাতাল থেকে আমি একটু কাজে বাইরে আসার পরেই ওর পরিবার থেকে আমাকে ফোন করে জানাল, ডাক্তাররা আন-অফিশিয়ালি তানিন সুবহাকে মৃত ঘোষণা করেছে। আমি হাসপাতালেই যাচ্ছি আবার। গত ২ জুন হঠাৎ অসুস্থ হয়ে পড়েন ঢাকাই চলচ্চিত্রের পরিচিত মুখ তানিন সুবহাই। পরে রাজধানীর আফতাবনগরের একটি ক্লিনিকে নেওয়া হয় তাকে। সেখানে প্রাথমিক চিকিৎসার পর বাসায় ফিরলে সন্ধ্যার দিকে আবারও অসুস্থ হয়ে পড়েন। সেই সময় তাৎক্ষণিক বনশ্রীর একটি হাসপাতালে নেওয়া তাকে। সেখানে অবস্থার অবনতি দেখে ধানমন্ডির একটি হাসপাতালে নেওয়া হয় অভিনেত্রীকে। তানিন সুবহা ছোট পর্দার পাশাপাশি বড় পর্দাতেও সমানভাবে কাজ করে গেছেন।
রিঙ্কুর বাজিমাত, এমপির সঙ্গে গাঁটছড়া বাধলেন

রিঙ্কুর বাজিমাত, এমপির সঙ্গে গাঁটছড়া বাধলেন ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে ৫ বলে ৫ ছক্কা মেরে রিঙ্কু সিং এমন আলোচনায় এসেছিলেন যে, তার দল কলকাতা নাইট রাইডার্সের মালিক শাহরুখ খান তার বিয়েতে নাচবেন বলে কথা দিয়েছিলেন। শুধু তা-ই বলিউড বাদশাহর মেয়ে সুহানা খানের সঙ্গে রিঙ্কুর প্রেম চলছে এমন খবরও ছড়িয়ে পড়ে। বিশেষ করে শাহরুখ তার মান্নাতে রিঙ্কুকে ডিনারে ডাকায় গুঞ্জনটা আরো চর্চা হওয়া শুরু করে। কিন্তু সেসবের আদতে কিছুই হয়নি। আইপিএলের পর ভারতের জার্সি গায়ে জড়িয়ে মহাতারকা হয়েছেন রিঙ্কু। এবার বাজিমাত করলেন গাঁটছড়া বেধে। ভারতের রাজনীতিতে প্রিয়া সরোজ এখন পরিচিত মুখ। রাজনীতিতে নবাগত এবং বর্তমানে ভারতের সবচেয়ে কম বয়সী নারী এমপি প্রিয়া সরোজ। তার সঙ্গেই নিজের দ্বিতীয় ইনিংস শুরু করেছেন রিঙ্কু। দুজন প্রেম করেই বিয়ের পিঁড়িতে বসেছেন। চলতি বছরের জানুয়ারিতে তাদের সম্পর্কের খবর সামনে আসে। এরপর পারিবারিক আলোচনায় বিয়ের আনুষ্ঠানিক আলোচনা সম্পন্ন হয়। রোববার লক্ষ্ণৌর একটি সাত তারকা হোটেলে তাদের বাগদান হয়। আর বিয়ের আনুষ্ঠানিকতা অনুষ্ঠিত হবে ১৮ নভেম্বর, বেনারসে। ২০২৩ সালের আইপিএলের পরেই প্রিয়ার সাথে বন্ধুত্বের ঘনিষ্ঠতা বাড়ে রিঙ্কুর। তারপরেই শুরু হয় দুজনের প্রেম। অবশেষে তাদের চারহাত এক হলো। রিঙ্কু সর্বশেষ জাতীয় দলে খেলেছেন ফেব্রুয়ারিতে, ইংল্যান্ডের বিপক্ষে। আইপিএলে খেলেন শাহরুখ খানের দল কলকাতা নাইট রাইডার্সে। কলকাতার হয়ে শিরোপা জিতেছিলেন মারকুটে ব্যাটসম্যান।
থাইল্যান্ডে দুটি প্রস্তুতি ম্যাচ খেলার চেষ্টা বাংলাদেশের

থাইল্যান্ডে দুটি প্রস্তুতি ম্যাচ খেলার চেষ্টা বাংলাদেশের জর্ডানে ত্রিদেশীয় সিরিজ শেষ করে গত বৃহস্পতিবার ঢাকায় ফিরেছে বাংলাদেশ নারী ফুটবল দল। কাগজ-কলমের শক্তিতে অনেক এগিয়ে থাকা ইন্দোনেশিয়া ও জর্ডানের বিপক্ষে ড্র করে ফিরেছে তারা। আগামীকাল থেকে আবারও অনুশীলন শুরু করবেন বাংলাদেশের কোচ পিটার বাটলার। চলতি মাসে জুনের শেষ দিকে মিয়ানমারে নারী এশিয়ান কাপের বাছাইয়ে খেলতে যাবে দল। ২৩ জুন শুরু হবে এশিয়ান কাপ বাছাই। বাংলাদেশ, বাহরাইন, তুর্কমেনিস্তান ও স্বাগতিক মিয়ানমারকে নিয়ে ‘সি’ গ্রুপের খেলা শুরু হবে ২৯ জুন। প্রথম দিনই বাংলাদেশের ম্যাচ, প্রতিপক্ষ বাহরাইন। মিয়ানমারের এই গুরুত্বপূর্ণ মিশন সামনে রেখে বাংলাদেশের জন্য আরও দুটি প্রস্তুতি ম্যাচ আয়োজনের চেষ্টা করছে বাফুফে। আজ সেই আভাস দিয়ে বাফুফের নারী উইংয়ের চেয়ারপার্সন মাহফুজা আক্তার কিরণ বলেছেন, আমরা চেষ্টা করছি মিয়ানমার যাওয়ার আগে দল থাইল্যান্ডে দুটি প্রস্তুতি ম্যাচ খেলবে।