ভোলাহাটে কাব কার্নিভাল অনুষ্ঠিত

ভোলাহাটে কাব কার্নিভাল অনুষ্ঠিত বাংলাদেশ স্কাউট, প্রোগ্রাম বিভাগের ব্যবস্থাপনায় দিনব্যাপী নানা কর্মসূচির মধ্য দিয়ে কাব কার্নিভাল অনুষ্ঠিত হয়েছে। আজ সকালে বাংলাদেশ স্কাউট ভোলাহাট উপজেলা শাখার আয়োজনে রামেশ্বর পাইলট মডেল ইনস্টিটিউশনে অনুষ্ঠিত হয়। এসময় অনুষ্ঠানের উদ্বোধন করেন বাংলাদেশ স্কাউট ভোলাহাট উপজেলা শাখার সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার মোঃ মনিরুজ্জামান। অনুষ্ঠানে উপজেলা শিক্ষা অফিসার মুনমুন সুলতানা, সহকারী শিক্ষা অফিসার হুমায়ুন কবির, রামেশ্বর পাইলট মডেল ইনস্টিটিউশনের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক কোরবান আলী, কাব লিডার কামরুল হাসান বকুল, স্কাউটস লিডার আব্দুর রাকিবসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
দেশব্যাপী স্কাউটস কাব কার্নিভালের উদ্বোধন প্রধান উপদেষ্টার

দেশব্যাপী স্কাউটস কাব কার্নিভালের উদ্বোধন প্রধান উপদেষ্টার অন্তবর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বাংলাদেশ স্কাউটস এর দেশব্যাপী আয়োজিত কাব কার্নিভালের উদ্বোধন করেছেন। সারা দেশে ৫২৭টি জায়গায় একযোগে এই কার্নিভাল শুরু হয়েছে। আজ ঢাকার তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ের শাপলা হলে আয়োজিত এক অনুষ্ঠানে অধ্যাপক ইউনূস স্কাউটস কার্নিভালের উদ্বোধন করেন। একইসাথে তিনি বিজয়ী স্কাউট সদস্যদের হাতে শাপলা কাব অ্যাওয়ার্ড তুলে দেন।
রাষ্ট্রপতিকে স্পিকারের শপথ পড়ানো নিয়ে শুনানি ৭ জুলাই

রাষ্ট্রপতিকে স্পিকারের শপথ পড়ানো নিয়ে শুনানি ৭ জুলাই রাষ্ট্রপতিকে প্রধান বিচারপতির পরিবর্তে স্পিকারের শপথ পড়ানো সংক্রান্ত পঞ্চদশ সংশোধনীর বিধান প্রশ্নে জারি করা রুল শুনানির জন্য আগামী ৭ জুলাই দিন নির্ধারণ করেছেন হাইকোর্ট। আজ বিচারপতি শশাঙ্ক শেখর সরকার ও বিচারপতি কে এম জাহিদ সারওয়ারের সমন্বয়ে গঠিত একটি হাইকোর্ট ডিভিশন বেঞ্চ রুল শুনানির এই দিন নির্ধারণ করেন। রাষ্ট্রপতিকে দেশের প্রধান বিচারপতি শপথ পাঠ করানো সংক্রান্ত ৭২ সালের সংবিধানের বিধান পুনর্বহালে নির্দেশনা চেয়ে গীতিকবি শহীদুল্লাহ ফরায়জীর রিটের শুনানি নিয়ে গত ১১ মার্চ হাইকোর্ট রুল জারি করেন। আইনসচিব, মন্ত্রিপরিষদ বিভাগের সচিব ও সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেলকে এই রুলের জবাব দিতে বলা হয়।
মার্কিন নাগরিকদের জন্য নিরাপত্তা সতর্কতা জারি

মার্কিন নাগরিকদের জন্য নিরাপত্তা সতর্কতা জারি ইরান ও ইসরায়েলের মধ্যে চলমান সংঘাতের তীব্রতার কারণে বিশ্বজুড়ে নিরাপত্তা সতর্কতা জারি করেছে যুক্তরাষ্ট্র। বিদেশে অবস্থানরত মার্কিন নাগরিকদের বাড়তি সতর্কতা অবলম্বনের আহ্বান জানিয়েছে দেশটির পররাষ্ট্র দপ্তর। গতকাল স্থানীয় সময় এক বিবৃতিতে পররাষ্ট্র দপ্তর জানায়, ইসরায়েল ও ইরানের মধ্যে চলমান সংঘাতের কারণে মধ্যপ্রাচ্যে ভ্রমণ ব্যাহত হচ্ছে এবং অঞ্চলটির আকাশসীমা কখনো কখনো বন্ধ রাখা হচ্ছে। সিএনএনের প্রতিবেদনে বলা হয়েছে, পররাষ্ট্র দপ্তর পরামর্শ দিয়েছে, মার্কিন নাগরিকেরা যেন ভ্রমণের আগে সংশ্লিষ্ট দেশের তথ্য ও সাম্প্রতিক নিরাপত্তা সতর্কতাগুলো মন্ত্রণালয়ের ওয়েবসাইটে দেখে নেন। এদিকে যুক্তরাষ্ট্রের হোমল্যান্ড সিকিউরিটি বিভাগ এরই মধ্যে নিজ দেশেও ‘উচ্চমাত্রার হুমকি পরিস্থিতি’ সম্পর্কে সতর্কতা জারি করেছে।
চমক রেখেই শ্রীলঙ্কা সিরিজের ওয়ানডে দল ঘোষণা বিসিবির

চমক রেখেই শ্রীলঙ্কা সিরিজের ওয়ানডে দল ঘোষণা বিসিবির শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের জন্য মেহেদী হাসান মিরাজকে অধিনায়ক করে ১৬ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি। যেখানে বড় চমক মোহাম্মদ নাঈম শেখের অন্তর্ভুক্তি। দুই বছর পর দলে ফিরেছেন এই বাঁহাতি ব্যাটার। পুরো স্কোয়াডে একমাত্র চমক বলতে গেলে সেটাই। বাকি সবক্ষেত্রেই চেনা মুখেদের ওপর ভরসা রেখেছে বিসিবি। এ ছাড়া চোট কাটিয়ে দলে ফিরেছেন পেসার তাসকিন আহমেদও। আজ মিরপুরের শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে আয়োজিত সংবাদ সম্মেলনে প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন দল ঘোষণা করেন।
বিতর্কিত কান্ড করে শাস্তির মুখে ভারতের সহ-অধিনায়ক

বিতর্কিত কান্ড করে শাস্তির মুখে ভারতের সহ-অধিনায়ক ইংল্যান্ডের বিপক্ষে হেডিংলি টেস্টে এক বিতর্কিত ঘটনার জন্ম দিয়েছেন ভারতের সহ-অধিনায়ক ঋষভ পন্ত। আম্পায়ারের সিদ্ধান্তে প্রকাশ্য অসন্তোষ দেখিয়ে তিনি আইসিসির আচরণবিধি ভঙ্গ করেছেন বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় পন্তকে শাস্তির মুখোমুখি হওয়া লাগতে পারে। ঘটনাটি ঘটে ম্যাচের ৬১তম ওভারে। মোহাম্মদ সিরাজের করা ওভারের পঞ্চম বলে হ্যারি ব্রুক একটি বাউন্ডারি হাঁকানোর পর পন্ত বলের অবস্থা নিয়ে আপত্তি জানান এবং আম্পায়ার পল রাইফেলের কাছে বল বদলের আবেদন করেন। রাইফেল গজ দিয়ে বল পরীক্ষা করে জানান, বলে কোনো সমস্যা নেই। শেষ পর্যন্ত আবেদন প্রত্যাখ্যাত হলে পন্ত বিরক্তি প্রকাশ করে বলটি ব্যাকহ্যান্ডে মাটিতে ছুঁড়ে দেন এবং সেখান থেকে সরে দাঁড়ান। ঘটনার পরপরই পরবর্তী ওভারে আম্পায়ারদের বল পরীক্ষা করতে দেখা যায় এবং শুবমান গিল ও যশপ্রীত বুমরাহকেও আম্পায়ারদের সঙ্গে আলোচনায় জড়াতে দেখা যায়।
রিকশাভ্যানকে বাঁচাতে গাছের সঙ্গে ধাক্কা বাসের চারজন আহত

রিকশাভ্যানকে বাঁচাতে গাছের সঙ্গে ধাক্কা বাসের চারজন আহত চাঁপাইনবাবগঞ্জে ব্যাটারিচালিত একটি রিকশাভ্যানকে বাঁচাতে গিয়ে দুর্ঘটনার স্বীকার হয়েছে একটি যাত্রীবাহী বাস। দুর্ঘটনায় রিকশাভ্যান ও বাসের ৪ জন যাত্রী আহত হয়েছেন। আজ সকালে চাঁপাইনবাবগঞ্জ-রাজশাহী মহাসড়কের সিসিডিবি মোড় এলাকায় এই দুর্ঘটনা ঘটে। আহতরা হলেন- চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার শংকরবাটি বটতলাহাট এলাকার মোরসালিন ও ফারুক, নাচোল উপজেলার মাঠপাড়া গ্রামের তরিকুল ইসলাম ও সোহেল। আহতদের ২৫০ শয্যাবিশিষ্ট চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালে ভর্তি করা হয়। তাদের মধ্যে মোরসালিন ও ফারুকের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদেরকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। চাঁপাইনবাবগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ মতিউর রহমান ঘটনাটি নিশ্চিত করেছেন। এদিকে সিসিডিবি মোড় এলাকার একটি ভিডিও ফুটেজে দেখা যায়, ঢাকা থেকে ছেড়ে আসা শ্যামলী পরিবহনের বাসটি যাত্রী নিয়ে চাঁপাইনবাবগঞ্জে আসছিল। সিসিডিবি মোড় এলাকায় ব্যাটারিচালিত একটি রিকশাভ্যান হঠাৎ ডান দিকে মোড় নিলে ভ্যানটিকে বাঁচাতে গিয়ে বাসটি বাম দিকে নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা খায়।
বন্দর থেকে ছেড়ে আসা পণ্যবাহী ট্রাকে চাঁদাবাজি বন্ধের দাবি

বন্দর থেকে ছেড়ে আসা পণ্যবাহী ট্রাকে চাঁদাবাজি বন্ধের দাবি চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ স্থলবন্দর থেকে ছেড়ে আসা পণ্যবাহী ট্রাকে সড়কে লাল পতাকা টাঙিয়ে অবৈধভাবে চাঁদাবাজি বন্ধের দাবি জানিয়েছেন চারটি সংগঠন। আজ দুপুরে সোনামসজিদ স্থলবন্দর আমদানি-রপ্তানিকারক গ্রুপের সম্মেলন কক্ষে এক যৌথ সংবাদ সম্মেলনে এই দাবি জানায় তারা। এই যৌথ সংবাদ সম্মেলনের আয়োজন করেÍ আমদানি-রপ্তানিকারক গ্রুপ, সোনামসজিদ স্থলবন্দর ট্রাক মালিক সমিতি, স্থলবন্দর সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশন ও স্থলবন্দর শ্রমিক সমন্বয় কমিটি। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে সোনামসজিদ স্থলবন্দর ট্রাক মালিক সমিতির সভাপতি আলমগীর হোসেন বলেন, কয়লাবাড়ী ট্রাক পার্কিংয়ের সামনে সড়কে চাঁপাইনবাবগঞ্জ জেলা ট্রাক মালিক গ্রুপ, শিবগঞ্জ উপজেলা ট্রাক মালিক সমিতি এবং জেলা ট্রাক, ট্যাংকলরি ও কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়ন প্রতি ট্রাক থেকে অবৈধভাবে ১৬০ টাকা থেকে সর্বোচ্চ ৫০০ টাকা পর্যন্ত চাঁদা আদায় করছে। এ নিয়ে স্থানীয় প্রশাসনকে অভিযোগ দিলেও কোনো সুরাহা হয়নি। উল্টো কয়েকদিন সোনামসজিদ স্থলবন্দর থেকে ছেড়ে যাওয়া পণ্যবাহী ট্রাক জেলাশহরের দ্বারিয়াপুরে আটকে রাখা হয়েছে। তিনি আরো বলেন, ট্রাক টার্মিনাল ব্যবহার করলে চাঁদা দিতে আমাদের কোনো আপত্তি নাই। তবে ট্রাক টার্মিনাল ব্যবহার না করে স্থলবন্দর থেকে পণ্য নিয়ে সড়ক দিয়ে যাতায়াত করলেও জেলা ট্রাক মালিক সমিতি এবং জেলা ট্রাক ট্যাংকলরি ও কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়ন গাড়ি আটকে চাঁদাবাজি করছে। সড়কে অবৈধ চাঁদাবাজি বন্ধ না হলে বন্দর সংশ্লিষ্ট সংগঠনগুলো সংবাদ সম্মেলনে কঠোর কর্মসূচির হুশিয়ারি দেন। সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেনÍ সোনামসজিদে আমদানি-রপ্তানিকারক গ্রুগের সভাপতি একরামুল হক, সাধারণ সম্পাদক আরিফ উদ্দিন, সোনামসজিদ সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সদস্য তোইনুর ইসলাম, সোনামসজিদ স্থলবন্দর শ্রমিক সমন্বয় কমিটির সভাপতি জমির উদ্দিনসহ অন্যরা। প্রসঙ্গত, এর আগে গত বৃহস্পতিবার চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ স্থলবন্দরে পণ্য পরিবহনে ট্রাক হতে অবৈধভাবে চাঁদা উত্তোলন বন্ধসহ ১৫ দফা দাবিতে সংবাদ সম্মেলন করে চাঁপাইনবাবগঞ্জ জেলা ট্রাক মালিক গ্রুপ ও জেলা ট্রাক, ট্যাংকলরি ও কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়ন। তারা ওই সংবাদ সম্মেলনে দাবি করে, সোনামসজিদ স্থলবন্দরে পণ্য পরিবহনে প্রতিটি ট্রাক হতে অবৈধভাবে ২ হাজার টাকা, বকশিশের নামে ৬০০ টাকা উত্তোলন করা হচ্ছে। সোনামসজিদ আমদানি-রপ্তানিকারক গ্রুপের কিছু নেতা, ৩১ শ্রমিক সংগঠনের সমন্বয় কমিটির নেতারা এই কাজটি করছেন বলে সংবাদ সম্মেলনে দাবি করা হয়। এরপর রবিবার পাল্টা সংবাদ সম্মেলন করা হলো।
সদর ও নাচোলে ৩০ কৃষককে দেয়া হলো আমন বীজ

সদর ও নাচোলে ৩০ কৃষককে দেয়া হলো আমন বীজ চাঁপাইনবাবগঞ্জের সদর উপজেলার গোবরাতলায় ও নাচোল উপজেলার ফতেপুরে ৩০ জন কৃষককে উচ্চ ফলনশীল ব্রি ধান-৫১, ৭৫, ৯০ ও ৯৩ জাতের আমন বীজ দেয়া হয়েছে। আজ প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটির ইউনিট-১ গোবরাতলায় ১৫ জনকে ও ইউনিটে-১১ ফতেপুরে ১৫ জনকে আমন মৌসুমের জন্য এই ধানবীজ দেয়া হয়। এসময় উপস্থিত ছিলেনÍ প্রয়াসের সহকারী কৃষি কর্মকর্তা মো. মনিরুজ্জামান ও সিফাত উল্লাহ। পল্ল কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ)’র সহযোগিতায় বীজ বিতরণ অনুষ্ঠানের আয়োজন করে প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটি। অনুষ্ঠানটির মিডিয়া পার্টনার দৈনিক গৌড় বাংলা ও রেডিও মহানন্দা ৯৮.৮ এফএম।
মহানন্দা নদী থেকে বৃদ্ধের মরদেহ উদ্ধার

মহানন্দা নদী থেকে বৃদ্ধের মরদেহ উদ্ধার চাঁপাইনবাবগঞ্জে মহানন্দা নদী থেকে এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ সকালে সদর উপজেলার ইসলামপুরের ইদু মাঝির ঘাটে ভাসমান অবস্থায় মরদেহটি উদ্ধার করা হয়। মারা যাওয়া সাইদুর রহমান সদর উপজেলার ইসলামপুর ইউনিয়নের লক্ষ্মীনারায়ণপুর-মেলকারপাড়ার মৃত সিরাজ উদ্দিনের ছেলে সাইদুর রহমান। চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মতিউর রহমান জানান, আজ সকালে মহানন্দা নদীর ইদু মাঝির ঘাটে সাইদুরের মরদেহ ভাসতে দেখে পুলিশকে খবর দেয় স্থানীয়রা। পরে সেখান থেকে মরদেহটি উদ্ধার করে পুলিশ। তিনি আরো জানান, গতকাল দিবাগত রাত থেকে ওই ব্যক্তি নিখোঁজ ছিল। সাইদুর রহমান ‘মানসিক ভারসাম্যহীন’ বলে জানিয়েছে তার পরিবার। তার শরীরে আঘাতের কোনো চিহ্ন পাওয়া যায়নি। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণের পর পরিবারে মরদেহ হস্তান্তর করা হয়েছে।