প্রয়াসে আরএমটিপি প্রকল্প পরিদর্শনে পিকেএসএফ’র শফিকুল ইসলাম শাহেদ

প্রয়াসে আরএমটিপি প্রকল্প পরিদর্শনে পিকেএসএফ’র শফিকুল ইসলাম শাহেদ মোবারকপুরে বাণিজ্যিকভাবে আম উৎপাদন ও বাজারজাতকরণ উদ্যোগ পরিদর্শন করেছেন পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ)’র সাধারণ পর্ষদ সদস্য শফিকুল ইসলাম শাহেদ। এসময় তার সঙ্গে ছিলেন, পিকেএসএফ’র আরএমটিপি প্রকল্পের ভ্যালুচেইন প্রজেক্ট ম্যানেজার এরফান আলী। পরে বিকেলে শিবগঞ্জ উপজেলার মোবারকপুরে উদ্যোক্তাদের বাণিজ্যিকভাবে আম উৎপাদন ও বাজারজাতকরণ উদ্যোগ ও ঐতিহাসিক সোনামসজিদ পরিদর্শন করেন। এরপরে চাঁপাইনবাবগঞ্জ শহরের হুজরাপুরে মাইক্রোএন্টারপ্রাইজ কর্মকা-ের স্বপ্ন নকশি কর্নারের কাজ পরিদর্শণ করেন। পরিদর্শন দলে সঙ্গে ছিলেন, প্রয়াসের পরিচালক (মানব সম্পদ প্রশাসন ও প্রশিক্ষণ) আলেয়া ফেরদৌস এবং পরিচালক (কার্যক্রম) পঙ্কজ কুমার সরকার, প্রয়াসের কণিষ্ঠ সহকারি পরিচালক ফারুক আহমেদ, কৃষি কর্মকর্তা মোস্তাফিজুর রহমান, রেডিও মহানন্দার প্রযোজক (অনুষ্ঠান ও খবর) নয়ন আলীসহ অন্যরা। এর আগে, প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটি’র আরএমটিপি প্রকল্পের কার্যক্রম পরিদর্শনে ২দিনের জন্য চাঁপাইনবাগঞ্জ পৌছান পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ)’র সাধারণ পর্ষদ সদস্য শফিকুল ইসলাম শাহেদ। আজ দুপুরে প্রয়াসের প্রধান কার্যালয়ে পৌছালে তাকে ফুল দিয়ে বরণ করেন প্রয়াসের কর্মকর্তাবৃন্দ। এসময় তার সহধর্মিনী ও মেয়ে সঙ্গে ছিলেন। এছাড়াও, পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ)’র সাধারণ পর্ষদ সদস্য শফিকুল ইসলাম শাহেদ আগামীকাল সকালে সদর উপজেলায় আরএমটিপি প্রকল্পের আওতায় নিরাপদ মাংস ও দুগ্ধজাত পণ্যের বাজার উন্নয়ন ভ্যালুচেইন প্রকল্পের কার্যক্রম পরিদর্শন করবেন। পরে বিকেল কোল্ড ওয়েল প্রেসমেশিন ব্যবহপরে সরিষার তেল উৎপাদনের উদ্যোগ পরিদর্শণ ও চাষীদের সাথে মতবিনিময়, নাধাইকৃষ্ণপুরে সাঁওতাল পল্লী পরিদর্শণ, প্রয়াস ফোক থিয়েটার ইনস্টিটিউটের পরিবেশনা ও রেডিও মহানন্দার লাইভ অনুষ্ঠানে অংশ নেবেন।

ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৩৯২

ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৩৯২ দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে দুইজনের মৃত্যু হয়েছে। এই সময়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৩৯২ জন রোগী। সবচেয়ে বেশি বরিশাল বিভাগে ১২৬ জন। আজ বিকালে স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া দুইজনই নারী। আর হাসপাতালে ভর্তি ব্যক্তিদের মধ্যে ৩০৬ জনই ঢাকার বাইরের। চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে মারা গেছেন ৩৪ জন, যাদের মধ্যে ১৭ জন পুরুষ ও ১৭ জন নারী। এখন পর্যন্ত মোট হাসপাতালে ভর্তি হয়েছেন ৮ হাজার ১৫০ জন, যার মধ্যে ৪ হাজার ৮০৮ জন পুরুষ ও ৩ হাজার ৩৪১ জন নারী। স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গত বছর ডেঙ্গুতে মোট ৫৭৫ জনের মৃত্যু হয়।

 দেশে করোনায় আরো ৩ মৃত্যু, শনাক্ত ১৯

দেশে করোনায় আরো ৩ মৃত্যু, শনাক্ত ১৯ গত ২৪ ঘণ্টায় প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে নতুন করে আরো ৩ জনের প্রাণহানি হয়েছে। এ নিয়ে ভাইরাসটিতে দেশে মৃতের সংখ্যা বেড়ে ২৯ হাজার ৫১৮ জনে দাঁড়াল। অন্যদিকে, গত এক দিনে সারা দেশে ৪০৬টি নমুনা পরীক্ষা করে ১৯ জনের দেহে প্রাণঘাতী করোনা শনাক্ত হয়েছে। সোমবার (২৩ জুন) স্বাস্থ্য অধিদপ্তরের করোনা বিষয়ক নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তর জানায়, গত ২৪ ঘণ্টায় করোনায় চট্টগ্রামে ২ জন ও ঢাকায় একজন মারা গেছেন। তাদের একজনের ২ জন নারী ও একজন পুরুষ। এর মধ্যে একজনের বয়স ৬১ থেকে ৭০ বছরের মধ্যে। বাকি দুজনের মধ্যে একজন ৭১ থেকে ৮০ ও অন্যজন ৯১ থেকে ১০০ বছর বয়সী। সবমিলিয়ে চলতি বছরের প্রথম দিন থেকে সোমবার পর্যন্ত করোনায় ১৯ জন মারা গেছেন। এর মধ্যে ১১ জনই নারী। বাকি ৮ জন পুরুষ। অন্যদিকে গত একদিনে ঢাকায় ১৮২ জনের নমুনা পরীক্ষা করে ৯ জনের দেহে প্রাণঘাতী করোনাভাইরাস শনাক্ত হয়েছে। পাশাপাশি এই সময়ে চট্টগ্রামে ১২০ জনের নমুনা পরীক্ষায় ২ জন, রাজশাহীতে ১৯ জনের নমুনা পরীক্ষায় ৩ জন, ময়মনসিংহে ১০ জনের নমুনা পরীক্ষায় একজন ও কক্সবাজারে ১০ জনের নমুনা পরীক্ষায় একজনের করোনা শনাক্ত হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় করোনা শনাক্তের হার ৪ দশমিক ৬৮ শতাংশ। এছাড়া শনাক্ত বিবেচনায় ভাইরাসটিতে মৃত্যুর হার ১ দশমিক ৪ শতাংশ। আর সবমিলিয়ে এখন পর্যন্ত দেশে করোনায় ২৯ হাজার ৫১৮ জনের মৃত্যু হয়েছে।

গোমস্তাপুরে এক ফার্মেসীকে অর্থদন্ড

গোমস্তাপুরে এক ফার্মেসীকে অর্থদন্ড গোমস্তাপুরে মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখার দায়ে এক ফার্মেসীকে ২ হাজার টাকা অর্থদ- দিয়েছে ভ্রাম্যমান আদালত। আজ রহনপুর পৌরএলাকার কলেজ মোড়ে নুরনবীর ফার্মেসীতে অভিযান চালিয়ে তাকে এ অর্থদ- প্রদান করা হয়। ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও গোমস্তাপুর উপজেলা নির্বাহী অফিসার জাকির মুন্সী এই অর্থদ- প্রদান করেন। এসময় ওই এলাকার অন্য ফার্মেসীগুলোতে সতর্কমূলক নির্দেশনা প্রদান করা হয়। আদালত সূত্রে জানা যায়, আজ সকালে চাঁপাইনবাবগঞ্জ জেলা ঔষুধ তত্তাবধায়কের অভিযানে রহনপুর পৌর এলাকার কলেজে মোড়ের ফার্মেসীগুলোতে এই অভিযান পরিচালনা করা হয়। পরে ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার জাকির মুন্সী ঔষুধ ও কসমেটিকস আইন, ২০২৩ এর (খ) ধারায় ৪০ (ক) এবং ৪০ (খ) ধারায় সাবস্ত করে তাকে ২ হাজার টাকা অর্থদ- প্রদান করেন।

কবে আসবে অজয়ের ‘দৃশ্যম থ্রি’

কবে আসবে অজয়ের ‘দৃশ্যম থ্রি’ মালায়ালাম ভাষার বহুল আলোচিত সিনেমা সিরিজ ‘দৃশ্যম’। জিতু জোসেফ পরিচালিত এ সিরিজের প্রথম পার্ট মুক্তি পায় ২০১৩ সালে। দ্বিতীয় পার্ট মুক্তি পায় ২০২১ সালে। এ দুই পার্টে প্রধান চরিত্রে অভিনয় করেন মোহনলাল। এ সিরিজের তৃতীয় পার্ট নির্মাণের কাজ চলমান। তৃতীয় কিস্তিতে থাকবেন মোহনলাল। জিতু জোসেফ এসব তথ্য নিশ্চিত করেছেন। ২০১৫ সালে বলিউড পরিচালক নিশিকান্ত কামার ‘দৃশ্যম’ সিনেমা হিন্দি ভাষায় রিমেক করেন। হিন্দি ভাষার রিমেকে অভিনয় করেন অজয় দেবগন, টাবু, শ্রেয়া সরন, অক্ষয় খান্না। ৩৮ কোটি রুপি বাজেটের সিনেমাটি বক্স অফিসে আয় করেছিল ১১০ কোটি রুপি। এই সিরিজের দ্বিতীয় পার্ট ‘দৃশ্যম-টু’ রিমেক করেছেন পরিচালক অভিষেক পাঠক। অভিনয়শিল্পীরা অপরিবর্তিত রয়েছেন। সিনেমাটি নির্মাণে ব্যয় হয় ৫০ কোটি রুপি। ২০২২ সালে মুক্তিপ্রাপ্ত এ সিনেমাও বক্স অফিসে রাজত্ব করে। এটি আয় করে ৩৪৫ কোটি রুপি। এবার হিন্দি ভাষায় নির্মিত হতে যাচ্ছে ‘দৃশ্যম থ্রি’। পিঙ্কভিলা এ খবর প্রকাশ করেছে। একটি সূত্র সংবাদমাধ্যমটিকে বলেন, “গান্ধী জয়ন্তী (মহাত্মা গান্ধীর জন্মদিন) দৃশ্যম ফ্যাঞ্চাইজির জন্য খুবই তাৎপর্যপূর্ণ। তাই ২ অক্টোবর ‘দৃশ্যম থ্রি’ সিনেমার যাত্রা শুরু করবেন। এটি একটি ম্যারাথন শিডিউল, মহারাষ্ট্রের রিয়েল লোকেশনে ৩ মাস ধরে শুটিং হবে। পাশাপাশি স্টুডিওতেও দৃশ্যধারণের কাজ হবে। অজয় দেবগনের শুটিং শিডিউল চূড়ান্ত করা হয়েছে।” মুক্তির তারিখ জানিয়ে সূত্রটি বলেন, “২০২৬ সালের গান্ধী জয়ন্তীতে (২ অক্টোবর) প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ‘দৃশ্যম থ্রি’ সিনেমা। চিত্রনাট্যের কাজ শেষ। পরিচালক এখন সংলাপ নিয়ে কাজ করছেন। পুরো ‘দৃশ্যম’ পরিবার তৃতীয় কিস্তির জন্য পুনরায় একত্রিত হবে, যা বিজয় সালগাঁওকারের গল্পের সমাপ্তি ঘটাবে। এটি পরিচালনা করছেন অভিষেক পাঠক।” মালায়ালাম ভাষার ‘দৃশ্যম থ্রি’ সিনেমার শুটিং এখনো শুরু হয়নি। ফলে সংশয় দেখা দিয়েছে, এটি মালায়ালাম ভাষার ‘দৃশ্যম থ্রি’ সিনেমার রিমেক না কি মৌলিক গল্প। কেউ কেউ বলছেন, এটি মালায়লাম সিনেমার রিমেক। পাশাপাশি সময়ে মালায়ালাম ও হিন্দি ভার্সনের শুটিংয়ের পরিকল্পনা করেছেন তারা। সূত্রটি বলছেন, “আগামী জুলাই মাসে এ বিষয়ে চূড়ান্ত তথ্য জানতে পারব।”

মাতৃভূমিতে ফিরতে না পেরে কাঁদছেন জাফর পানাহি

মাতৃভূমিতে ফিরতে না পেরে কাঁদছেন জাফর পানাহি ইরানের খ্যাতিমান চলচ্চিত্র নির্মাতা ও স্বর্ণ পাম জয়ী জাফর পানাহি এখন অস্ট্রেলিয়ার সিডনিতে। ভিন দেশে থাকলেও তার মন পড়ে আছে নিজের যুদ্ধবিধ্বস্ত মাতৃভূমিতে। সিডনি ফিল্ম ফেস্টিভ্যালে অংশ নিতে গিয়ে তিনি দেশে ফিরতে পারছেন না—এই নির্মম বাস্তবতা জানিয়েছেন এক আবেগঘন ইনস্টাগ্রাম পোস্টে। এক প্রতিবেদনে জানা যায়, যুদ্ধ শুরু হওয়ার আগমুহূর্তে সিডনির উদ্দেশে রওনা হয়েছিলেন ইরানের ওই নির্মাতা। কিন্তু হঠাৎ করেই আকাশ ও স্থলপথ বন্ধ হয়ে যাওয়ায় তিনি কার্যত নিজ দেশে ফিরে যাওয়ার সব পথ হারিয়েছেন। চার দিন আগে পোস্ট করা বার্তায় তিনি লিখেছেন, প্রতিদিন চেষ্টা করছি দেশে ফেরার। আমার পরিবার, বিশেষ করে আমার মায়ের কাছে যাওয়ার পথ খুঁজি। কিন্তু সব পথ যেন বন্ধ। যখন নিজের মানুষগুলো প্রতিদিন যুদ্ধের শিকার হচ্ছে, তখন নিজেকে ভীষণ অসহায় লাগে। তিনি বলেন, যখন কোনো জাতির ভবিষ্যৎ কয়েকজন ক্ষমতাধর ও উচ্চাকাঙ্ক্ষী মানুষের হাতে জিম্মি হয়ে পড়ে, তখন আমাদের হাতে থাকে কেবল ক্ষোভ, বেদনা এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য সত্য উচ্চারণের দায়িত্ব। জাফর পানাহি বরাবরই স্পষ্ট ভাষায় যুদ্ধ ও নিপীড়নের বিরুদ্ধে কথা বলেছেন। তার সিনেমা যেমন ‘ট্যাক্সি তেহরান’, ‘নো বিয়ারস এবং ‘দিস ইজ নট আ ফিল্ম—সবগুলোতেই তিনি ব্যক্তি স্বাধীনতা, দমন-পীড়ন ও রাষ্ট্রীয় অগণতান্ত্রিকতার বিরুদ্ধে সাহসিকতার সঙ্গে অবস্থান নিয়েছেন। দীর্ঘ ক্যারিয়ারে বহুবার রাষ্ট্রীয় চাপ, নিষেধাজ্ঞা ও গ্রেপ্তারের মুখোমুখি হয়েছেন তিনি। তবুও থেমে যাননি। এবার যুদ্ধের বাস্তবতায় তিনি নিজেই যেন আরেকটা ‘ছবির’ চরিত্র হয়ে উঠেছেন—যেখানে তিনি পরবাসে বন্দি, আর হৃদয় পড়ে আছে মায়ের কোলে ফিরতে না পারার যন্ত্রণায়।

নাচোলে ভ্যান চালকের গলাকেটে হত্যা, উধাও ভ্যান ও মোবাইল

নাচোলে ভ্যান চালকের গলাকেটে হত্যা, উধাও ভ্যান ও মোবাইল নাচোল উপজেলা থেকে রাজু আহম্মেদ নামে একজন ব্যাটারিচালিত রিক্সাভ্যান চালকের গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তিনি নাচোল পৌর ৩ নং ওয়ার্ডের শ্রীরামপুর মহল্লার আব্দুল মোত্তালেবের ছেলে। স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, আজ ভোরের দিকে স্থানীয়দের দেয়া খবরে কসবা ইউনিয়নের পারিলা গ্রামের একটি আমবাগান সংলগ্ন হেয়ারিং বোন সড়কের উপর রাজুর মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। খবর পেয়ে পুলিশ সকালে ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। গতকাল রাত ১০টার দিকে মায়ের সাথে কথা বলার পর রাজুর আর কোন খোঁজ মেলেনি। নাচোল থানার অফিসার ইনচার্জ (ওসি) মনিরুল ইসলাম বলেন, রাজুর ভ্যান ও মোবাইল ফোন পাওয়া যায় নি। মরদেহের নিকট একটি চাকু পাওয়া গেছে।পুলিশ মরদেহ উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য জেলা হাসপাতাল মর্গে প্রেরণ করেছে। ওসি আরও বলেন, ঘটনার তদন্ত শুরু হয়েছে। মামলার বিয়টি প্রক্রিয়াধীণ। এদিকে পুলিশের উর্ধ্বতণ কর্মকর্তা, গোয়েন্দা পুলিশ(ডিবি), র‌্যাব, পিবিআই, সিআইডির ক্রাইমসিন ইউনিট সহ বিভিন্ন সংস্থা ঘটনাস্থল পরিদর্শন ও আলমত সংগ্রহ করেছে।

গোমস্তাপুরে হত্যা মামলায় দুই আসামী রাজশাহী ও সিরাজগঞ্জে গ্রেপ্তার

গোমস্তাপুরে হত্যা মামলায় দুই আসামী রাজশাহী ও সিরাজগঞ্জে গ্রেপ্তার গোমস্তাপুর উপজেলার পার্বতীপুর ইউনিয়নের সুবইল গ্রামে আব্দুল বাসেদ আলী হত্যা মামলায় এজাহারনামীয় পলাতক দুই আসামীকে গ্রেপ্তার করেছে র‌্যাব। আটককৃতরা হলো- সুবইল গ্রামের মৃত রুস্তম আলীর ছেলে আরজেদ আলী টুনু এবং একই গ্রামের খাইরুল ইসলামের ছেলে সিয়াম আলী। আজ সকালে র‌্যাব-৫ ব্যাটালিয়নের চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের পাঠনো এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, মামলার পর র‌্যাব আসামী গ্রেপ্তারে তৎপরতা শুরু করে। এরই ধারাবাহিকতায় গতকাল বিকালে সিরাজগঞ্জের তাড়াশ থানার দবিরগঞ্জ বাজার হতে র‌্যাব-১২ এর সাথে যৌথ অভিযানে আরজেদ আলীকে এবং রাজশাহী মহানগরের মতিহার থানার তালাইমারী মোড় এলাকা থেকে সিয়ামকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারদের গোমস্তাপুর থানায় হস্তান্তর করা হয়েছে বলেও জানায় র‌্যাব। উল্লেখ্য, গত ৯ জুন শিশুদের ক্রিকেট খেলা নিয়ে সৃষ্ট গোলোযোগের সূযোগে পূর্ব শত্রুতার জেরে চাঞ্চল্যকর ঘটনাটি ঘটে। এসময় নিহতের নিকটাত্মীয় এক নারীসহ দু’জন গুরুতর আহত হন। এঘটনায় নিহতের মেয়ে গোমস্তাপুর থানায় মামলা করেন।

গোমন্তাপুরে বিতর্ক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

গোমন্তাপুরে বিতর্ক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ গোমস্তাপুরে দুর্নীতি বিরুদ্ধে তারণ্যের একতা গড়বে আগামীর শুদ্ধতা- বিষয়ে আয়োজিত দুর্নীতি প্রতিরোধ বিষয়ক বিতর্ক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। আজ সকালে উপজেলা সভাকক্ষে বিতর্ক প্রতিযোগিতায় রহনপুর রাবেয়া বালিকা উচ্চ বিদ্যালয় ও আলিনগর স্কুল ও কলেজ এই দুটি শিক্ষা প্রতিষ্ঠান এতে অংশ গ্রহণ করে। প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছে রহনপুর রাবেয়া বালিকা উচ্চ বিদ্যালয়। শেষ্ঠ বক্তা নির্বাচিত হয়েছেন আলিনগর স্কুল ও কলেজের দলনেতা নওশিন আতিয়া। দুর্নীতি দমন কমিশন ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি আয়োজিত বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ওই কমিটির সভাপতি আতিকুল ইসলাম আজম। পরে বিতরণ অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার জাকির মুন্সী প্রধান অতিথি থেকে বিজয়ী প্রতিষ্ঠানের হাতে পুরস্কার তুলে দেন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা তানভীর আহমেদ সরকার, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মুসহাক আলী, প্রাথমিক শিক্ষা অফিসার মুসাহাক আলী, উপজেলা একাডেমী সুপার ভাইজার আসমা খাতুন। বিতর্ক প্রতিযোগিতার বিচারকের দায়িত্ব ছিলেন রহনপুর পুনর্ভবা আইডিয়াল (পিএম) কলেজের সহকারী অধ্যাপক সাদিকুল ইসলাম, গোমস্তাপুর সোলেমান মিয়া ডিগ্রী কলেজে সহকারী অধ্যাপক আব্দুর রাকিব, খড়কাডাঙ্গা দাখিল মাদ্রাসার প্রভাষক নুরুজ্জামান বাবু এবং অনুষ্ঠানে সঞ্চালনা ও মডারেটর দায়িত্বে ছিলেন উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি সম্পাদক সারোয়ার জাহান সুমন।

শিশু ও মায়ের পুষ্টি চাহিদা পূরণে মাসরুম বিতরণ

শিশু ও মায়ের পুষ্টি চাহিদা পূরণে মাসরুম বিতরণ চাঁপাইনবাবগঞ্জে মা ও শিশুদের পুষ্টি চাহিদা পূরণে দরিদ্র উপকারভোগীদের মাঝে ৫০০শ প্যাকেট মাসরুম বীজ বিতরণ করা হয়েছে। আজ সকালে শহরের হর্টিকালচার সেন্টারে ২দিন ব্যাপি বসতবাড়িতে মাসরুম উৎপাদন বিষয়ক প্রশিক্ষণ শেষে এই বীজগুলো বিতরণ করা হয়। চাঁপাইনবাবগঞ্জ এরিয়া প্রোগ্রাম, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর আয়োজনে এবং কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সহযোগীতায় প্রশিক্ষণের সমাপনীতে প্রধান অতিথি ছিলেন, হর্টিকালচার সেন্টারের উপ পরিচালক কৃষিবিদ একেএম মনজুরে মাওলা ও বিশেষ অতিথি ছিলেন কৃষিবিদ ড. জহুরুল ইসলাম। প্রশিক্ষণ আয়োজনে সার্বিক সহযোগীতা প্রদান করেন সিনিয়র প্রোগ্রাম অফিসার মি. শ্যামল এইচ কস্তা ও সুজন গ্রেগরী, চাঁপাইনবাবগঞ্জ এরিয়া প্রোগ্রাম। প্রশিক্ষণ শেষে আজ ২০জন অতি দরিদ্র উপকারভোগীদের মাঝে ৫০০শত প্যাকেট মাসরুম বীজ বিতরণ করা হয়। অতিথিগণ তাদের বক্তব্যে বলেন যে, প্রান্তিক জনগোষ্ঠির জন্য মাসরুম একটা সময়উপযোগী প্রোটিন সমৃদ্ধি সবজি যার মধ্যে ঔষধি গুনাগুন রয়েছে। এই মাসরুম খেতেও সুস্বাদু যা আমাদের শরীরের পুষ্টি ঘাটতি পূরণসহ বানিজ্যিকভাবে উৎপাদন করে পরিবারের অর্থনৈতিক সমৃদ্ধিও আনতে পারে। উপ পরিচালক মহোদয় এ মাসরুম চাষের জন্য কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এর মাধ্যমে সার্বিক সহযোগীতা প্রদানের আশ^াস প্রদান করেন। অনুষ্ঠানের সভাপতি মি. জেমস বিশ^াস, এরিয়া প্রোগ্রাম ম্যানেজার, চাঁপাইনবাবগঞ্জ, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ উপকারভোগীদের উদ্দেশ্যে বলেন শিশু ও মায়েদের পুষ্টি সমস্যা নিরোসনে জন্য বসতবাড়ীতে মাসরুম চাষ খুবই গুরুত্বপূর্ণ যা অতি সহজে এবং কম খরচে আমরা উৎপাদন করতে পারি। তিনি যেকোন সমস্যায় ওয়ার্ল্ড ভিশন চাঁপাইনবাবগঞ্জ এপির সাথে যোগাযোগ রাখতে বলেন।