ইনিংস হারের শঙ্কায় বাংলাদেশ, চমক রেখে দল ঘোষণা শ্রীলঙ্কার

ইনিংস হারের শঙ্কায় বাংলাদেশ, চমক রেখে দল ঘোষণা শ্রীলঙ্কার   কলম্বো টেস্টে চরম বিপদে পড়েছে বাংলাদেশ। চতুর্থ দিনেই ইনিংস হার উঁকি দিচ্ছে টাইগারদের। প্রথম ইনিংসে শ্রীলঙ্কার নেয়া ২১১ রানের লিডের জবাবে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে বিপর্যয়ে পড়েছে সফরকারীরা। ৯৬ রানে পিছিয়ে থেকে ৬ উইকেট হারিয়ে তৃতীয় দিন শেষ করেছে নাজমুল হোসেন শান্তর দল। দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে ভালো শুরুর আভাস দিয়ে ফের ব্যর্থ হন ওপেনার এনামুল হক বিজয়। তার বিদায়ের পরই আউট হন আরেক ওপেনার সাদমান ইসলাম। এরপর মুনিলুল হক ও শান্ত মিলে প্রতিরোধ গড়া চেষ্টা করেন। মুমিনুল ১৫ ও শান্ত ১৯ রান করে সাজঘরে ফিরে যান। এরপর মুশফিকুর রহিম ও লিটন দাস মিলে ইনিংস মেরামতের চেষ্টা করেন। তবে দিনের শেষ বেলায় আরও দুই উইকেট হারিয়ে চরম বিপর্যয়ে পড়ে বাংলাদেশ। শ্রীলঙ্কার পক্ষে প্রবাথ জয়সুরিয়া ও ধনাঞ্জয়া ডি সিলভা নিয়েছেন ২টি করে উইকেট। এদিকে, চলমান টেস্ট সিরিজ শেষে বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে সিরিজ খেলবে শ্রীলঙ্কা। আজ আসন্ন এই সিরিজেকে সামনে রেখে ১৬ সদস্যের দল ঘোষণা করেছে শ্রীলঙ্কা ক্রিকেট (এসএলসি)। বাংলাদেশের বিপক্ষে শ্রীলঙ্কাকে নেতৃত্ব দেবেন চারিথ আসালাঙ্কা। ১৬ সদস্যের এই দলে একমাত্র নতুন মুখ মিলান রতœনায়েকে। আগামী ২ জুলাই শুরু হবে ওয়ানডে সিরিজ। একই মাঠে দ্বিতীয় ওয়ানডে ম্যাচ হবে আগামী ৫ জুলাই। আর সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচ হবে ৮ জুলাই। এই ম্যাচটি অনুষ্ঠিত হবে পাল্লেকেলেতে।

কিংবদন্তি সৌরভের বাড়িতে নৈশভোজে সারা-আদিত্য

কিংবদন্তি সৌরভের বাড়িতে নৈশভোজে সারা-আদিত্য ভারতীয় ক্রিকেট ইতিহাসের কিংবদন্তি অধিনায়ক সৌরভ গাঙ্গুলীর জীবনী দেখা যাবে বড়পর্দায়। দীর্ঘদিন আলোচনায় ছিল মহারাজার বায়োপিকের পরিকল্পনা। জানা গেছে, সৌরভের বায়োপিকে দেখা যাবে সারা আলি খান-আদিত্য রায় কাপুরকে। বৃহস্পতিবার (২৬ জুন) সারা-আদিত্য জুটির নতুন সিনেমা ‘মেট্রো ইন দিনো’র প্রোমোশনের জন্য কলকাতায় এসেছিলেন। ছবির প্রোমোশন শেষে রাতে সৌরভ গাঙ্গুলীর বাড়িতে জমে নৈশভোজ। মেনুতে ছিল মাছ, সঙ্গে আলুপোস্ত আর আমের বিশেষ আয়োজন। রাত সোয়া ৯টার দিকে, বেহালার বীরেন রায় রোডে সাংবাদিকদের ভিড়। বৃষ্টিও রুখতে পারেনি মিডিয়া কর্মীদের উৎসাহ। প্রথমে কালো গাড়িতে পৌঁছান সৌরভ। কিছুক্ষণ পরেই সাদা বিএমডব্লিউ চড়ে হাজির সারা-আদিত্য। গেটের সামনে নামার সঙ্গে সঙ্গে শুরু হয় ক্যামেরার ফ্ল্যাশ আর প্রশ্নের ঝড়। নৈশভোজ শেষে রাত ১১টার দিকে হাসিমুখে বেরিয়ে এলেন সারা আলি খান আর আদিত্য রায় কাপুর। সারা বললেন,দাদার বাড়ির রান্নার কথা তো আলাদা করে বলতেই হয়। আর পরিবারটাও ঠিক ততটাই অসাধারণ। দাদার কাছ থেকে শুনলাম আমার ঠাকুমা শর্মিলা ঠাকুর আর দাদু মনসুর আলি খানের স্মৃতির গল্প। বক্তব্যের ফাঁকে সৌরভের পাশে হাসিমুখে দাঁড়িয়ে আদিত্য। সৌরভের বাড়ির আড্ডায় কী কী গল্প হল? আদিত্য বললেন, “দাদা মানেই ক্রিকেট। তার মুখে ২২ গজের এত গল্প শুনলাম, শরীরে কাঁটা দিয়ে উঠছিল।” তার কথা শেষ হওয়ার আগেই সারা হেসে যোগ করলেন, “আমার তো ক্রিকেট রক্তে। ঠাকুরদা ছিলেন ক্রিকেটার। আজ ইডেনে গিয়েছিলাম। সেই অভিজ্ঞতা আমৃত্যু মনে থাকবে।” পরিচালক অনুরাগ বসুর সঙ্গে কাজের অভিজ্ঞতা নিয়েও দুই তারকার উচ্ছ্বাস। “অনুরাগদার মতো মাপের পরিচালক যখন আমাদের বেছে নিয়েছেন, সেটা বড় সম্মানের ব্যাপার,”—বললেন সারা আর আদিত্য। আড্ডার একপর্যায়ে উঠে এল সৌরভের আসন্ন বায়োপিক ‘মহারাজ’-এর প্রসঙ্গও। আদিত্য কি সুযোগ পেলে করবেন? হাসিমুখে সৌরভ জানালেন, “কাজ এগোচ্ছে। দেখা যাক, পরিচালক বিক্রম মোতওয়ানে কী বলেন।” আদিত্য জানালেন, “এই ছবির কথা আগেই শুনেছি। সুযোগ পেলে দারুণ লাগবে।” সারাও মিষ্টি হেসে জানালেন, “আমি তো আছিই!” গল্প শেষে রাতের শহরের বুকে দ্রুত ছুটল তাঁদের গাড়ি। সৌরভের বাড়ি থেকে বেরিয়ে তাঁরা রওনা দিলেন পরবর্তী গন্তব্যের দিকে।

ভয় দেখাতে আসছেন ভারতের ‘জাতীয় ক্রাশ’ রাশমিকা

ভয় দেখাতে আসছেন ভারতের ‘জাতীয় ক্রাশ’ রাশমিকা   ‘পুষ্পা’ সিনেমা দিয়ে রীতিমতো বিশ্বব্যাপী পরিচিতি পেয়েছেন রাশমিকা মান্দানা। বনে গেছেন ভারতের ‘জাতীয় ক্রাশ’। সেদিক থেকে এখন ক্যারিয়ারের বেশ সুসময় পার করছেন অভিনেত্রী। এরমধ্যেই এবার দিলেন নতুন খবর। হাজির হচ্ছেন নতুন সিনেমা নিয়ে, তবে একদমই ভিন্ন রূপে। সিনেমাটির নাম ‘মাইশা’। শুক্রবার সোশ্যালে ছবিটির ফার্স্ট লুক পোস্টার উন্মোচিত হয়েছে। যেখানে তাকে দেখা গেছে, একজন তীব্র, রুক্ষ, আহত কিন্তু অদম্য নারীরূপে। পোস্টারে রাশমিকার রক্তমাখা মুখ, এলোমেলো চুল, হাতে তলোয়ার-আর চোখে জ্বলছে যুদ্ধের আগুন। যেন প্রতিপক্ষকে ছিন্নভিন্ন করতে গর্জে উঠছেন। প্রযোজনা সংস্থা ইনস্টাগ্রামে ছবিটি প্রকাশ করে ক্যাপশনে লিখেছে, দৃঢ়তায় গড়া, অটল ইচ্ছাশক্তিতে ভরপুর, সে গর্জে ওঠে। এটা কেবল শোনার জন্য নয়, ভয় জাগানোর জন্য। রাশমিকা নিজেও ফার্স্ট লুক শেয়ার করে সামাজিক যোগাযোগমাধ্যমে লিখেছেন, “আমি সবসময় চেষ্টা করি আপনাদের নতুন কিছু উপহার দিতে—ভিন্ন কিছু, দারুণ কিছু। আর ‘মাইশা’ ঠিক তেমনই এক প্রজেক্ট। এমন একটি চরিত্র, যা আগে কখনও করিনি। এমন এক জগৎ, যেটা আমিও আগে দেখিনি। এই চরিত্রটা তীব্র, রুক্ষ। আমি একদিকে নার্ভাস, অন্যদিকে অসম্ভব রোমাঞ্চিত। এটা কেবল শুরু…।” ‘মাইশা’ পরিচালনা করছেন রাওয়িনদ্রা পুল্লে। নির্মাতার ভাষ্য মতে, এটি হবে রাশমিকার ক্যারিয়ারের সবচেয়ে ভিন্নধর্মী চরিত্রগুলোর একটি। আর এই প্রথমবার তিনি এককভাবে একটি ছবির প্রধান মুখ হিসেবে পর্দায় হাজির হচ্ছেন-যা তাঁকে নতুন উচ্চতায় নিয়ে যেতে পারে। রাশমিকাকে সর্বশেষ দেখা গেছে সালমান খানের বিপরীতে ‘সিকান্দার’-এ। এ আর মুরুগাদোস পরিচালিত সেই ছবি বক্স অফিসে আশানুরূপ সাড়া ফেলতে পারেনি।

সামাজিক ব্যবসা পুরো বিশ্বকে বদলে দিতে পারে: প্রধান উপদেষ্টা

সামাজিক ব্যবসা পুরো বিশ্বকে বদলে দিতে পারে: প্রধান উপদেষ্টা বিগত সরকার সামাজিক ব্যবসা দিবস পালন করতে দেয়নি বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। আজ ১৫তম সামাজিক ব্যবসা দিবস উপলক্ষে সাভারের জিরাবোতে সামাজিক কনভেনশন সেন্টারে দুই দিনব্যাপী কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি এ কথা বলেন। ড. মুহাম্মদ ইউনূস বলেন, ডোনেশনের মাধ্যমে নয়, সামাজিক ব্যবসার মাধ্যমে জনগণের স্বাস্থ্যসেবা নিশ্চিত করা সম্ভব। সামাজিক ব্যবসা শুধু বাংলাদেশ নয়, বরং পুরো বিশ্বকে বদলে দেওয়ার ক্ষমতা রাখে। তবে তরুণরা বাংলাদেশকে অন্ধকার থেকে আলোতে নিয়ে এসেছে। এসময় চাকরি না খুঁজে তরুণদের উদ্যোক্তা হবার আহ্বান জানান তিনি। নিজেদের প্রয়োজনে নতুন বিশ্ব গড়ে তোলার আহ্বান জানান প্রধান উপদেষ্টা।

এবার প্রসেনজিৎ, শ্রাবন্তী, দর্শনা একসঙ্গে

এবার প্রসেনজিৎ, শ্রাবন্তী, দর্শনা একসঙ্গে অফট্রাকের সিনেমাতে প্রসেনজিৎ এবং শ্রাবন্তী দুইজনই আগে কাজ করেছেন এবার যুক্ত হলো দর্শনা বণিকের নাম। এই ত্রয়ীকে দেখা যাবে ‘দেবী চৌধুরানি’ সিনেমাতে। সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের অমর সৃষ্টি ‘দেবী চৌধুরানি’ এর আগে ছোট পর্দা ও বড় পর্দা দুই মাধ্যমেই এসেছে। এবার নতুন করে বড় পর্দায় আনছেন পরিচালক শুভ্রজিৎ মিত্র। সিনেমাটির শুটিংয়ের কাজ শেষ হয়েছে। ভারতীয় গণমাধ্যমের তথ্য, ২৬ জুন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের জন্মদিনে তারই জন্মভিটায় সিনেমার প্রচারণা শুরু করে ‘দেবী চৌধুরানি’ টিম। ‘দেবী চৌধুরানি’ উপন্যাস অবলম্বনে প্রসেনজিৎ, শ্রাবন্তী, দর্শনাদের নিয়ে এই সিনেমা নির্মাণ করেছেন পরিচালক শুভ্রজিৎ মিত্র। এই সিনেমাতে ভবানী পাঠক চরিত্রে দেখা যাবে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে। উপন্যাসের দুই অন্যতম চরিত্র নিশি হয়েছেন বিবৃতি চট্টোপাধ্যায় ও সাগরের চরিত্রে অভিনয় করবেন দর্শনা বণিক। প্রসেনজিৎ বলেন, ‘‘সিনেমাটি তৈরি হওয়ার পর থেকেই আমরা ভাবছিলোম এর প্রচার কবে থেকে শুরু করবো। আমার মনে হয়েছিল, এই দিনটা অর্থাৎ বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের জন্মদিনটা খুব গুরুত্বপূর্ণ। বাংলা সাহিত্যেই তো শুধু নয়, বঙ্কিমবাবু তো পুরো দেশেরই সাহিত্য জগতে এক উজ্জ্বল নাম। আজকের দিনে তাকে শ্রদ্ধা জানিয়ে আমরা মানুষের কাছে সিনেমার প্রচার শুরু করলাম।” পরিচালক শুভ্রজিৎ বলেন, ‘‘এটি বাংলার ইতিহাস নিয়ে তৈরি সিনেমা। ঐতিহাসিক চরিত্রগুলো জীবন্ত হয়ে উঠেছে সিনেমাতে।’’

ইরান থেকে ফিরতে ইচ্ছুক ২৮ বাংলাদেশি এখন পাকিস্তানে

ইরান থেকে ফিরতে ইচ্ছুক ২৮ বাংলাদেশি এখন পাকিস্তানে ইসরায়েল-ইরান যুদ্ধের কারণে ইরানে আটকে পড়েছিলেন অনেক বাংলাদেশি। যাদের মধ্যে ইরান থেকে বাংলাদেশে ফিরতে ইচ্ছুক ২৮ সদস্যের একটি দল সড়ক পথে পাকিস্তান পৌঁছেছে। গতকাল  রাতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়েছে, ২৮ বাংলাদেশি নাগরিকের এই দলটিকে পাকিস্তান সরকার প্রয়োজনীয় সহায়তা দিচ্ছে। অচিরেই তারা করাচি পৌঁছাবেন এবং সেখান থেকে বিমানযোগে দেশে ফিরবেন। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত ইরানে অবস্থিত বাংলাদেশ দূতাবাস অন্য প্রত্যাবাসন ইচ্ছুক বাংলাদেশিদের দেশে ফেরাতে সহযোগিতা অব্যাহত রাখবে। তেহরানে বাংলাদেশ দূতাবাস নিয়মিতভাবে সেখানে অবস্থানরত বাংলাদেশি নাগরিকদের সঙ্গে যোগাযোগ রক্ষা করছে। গত ১৩ জুন যুদ্ধ শুরু হওয়ার পরপরই ইরানে থাকা বাংলাদেশিদের জরুরি সহায়তার জন্য দূতাবাস দুটি হটলাইন নম্বর চালু করে, যাতে নাগরিকরা দ্রুত দূতাবাসের সঙ্গে যোগাযোগ করতে পারেন। পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, পরবর্তী ধাপে আরও বাংলাদেশিদের ফিরিয়ে আনার উদ্যোগ চলছে এবং সংশ্লিষ্ট সব কর্তৃপক্ষ এই প্রক্রিয়ায় সমন্বিতভাবে কাজ করছে।তবে ইরান-ইসরাইল যুদ্ধ বিরতি হওয়ায় অনেক বাংলাদেশি এখন ফিরতে চাইছেন না বলে জানান পররাষ্ট্র মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা।

ইঞ্জিনে ত্রুটি, ১৫৪ যাত্রী নিয়ে ঢাকায় জরুরি অবতরণ বিমানের

ইঞ্জিনে ত্রুটি, ১৫৪ যাত্রী নিয়ে ঢাকায় জরুরি অবতরণ বিমানের ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে উড্ডয়নের পরপরই ফিরে এলো বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের সিঙ্গাপুরগামী একটি ফ্লাইট। ইঞ্জিনে ক্রটি দেখা দেয়ায় ২৫০০ ফিট ওপরে ওঠানোর পর ফ্লাইটটি জরুরি অবতরণ করে। শুক্রবার সকালে বিমানের বিজি ৫৮৪ ফ্লাইটে এ ঘটনা ঘটে। ফ্লাইটটি বোয়িং ৭৩৭-৮০০ মডেলের এয়ারক্রাফট দিয়ে পরিচালিত হচ্ছিল। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্বাহী পরিচালকের মুখপাত্র মো. মাহমুদুল হাসান জানান, ফ্লাইটটি নিরাপদে অবতরণ করেছে। বিমানে মোট ১৫৪ জন যাত্রী এবং ৭ জন ক্রু সদস্য ছিলেন। সব যাত্রী-ক্রু নিরাপদ ও সুস্থ রয়েছেন। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর সূত্র জানায়, বিমানের ফ্লাইটটি বাংলাদেশ সময় ৮ টা ৩৮ মিনিটে বিমানবন্দর থেকে উড্ডয়ন করে। উড্ডয়নের পরপরই, প্রায় ২৫০০ ফিট উচ্চতায় পৌঁছালে বিমানের ক্যাপ্টেন ইঞ্জিন-সংক্রান্ত সমস্যার কথা জানিয়ে ঢাকায় ফিরে আসার সিদ্ধান্ত নেন। পরবর্তীতে বিমানটি বাংলাদেশ সময় ৮ টা ৫৯ মিনিটে সম্পূর্ণ নিরাপদে অবতরণ করে এবং বিমানবন্দরের বে-১৪ নম্বরে পার্ক করা হয়।

মালয়েশিয়ায় ৩৬ গ্রেপ্তার, ১৫ জনকে ‘নির্বাসন’

মালয়েশিয়ায় ৩৬ গ্রেপ্তার, ১৫ জনকে ‘নির্বাসন’ চরমপন্থার সঙ্গে জড়িত থাকার অভিযোগে ৩৬ বাংলাদেশিকে আটক করেছে মালয়েশিয়ার পুলিশ। আজ মালয়েশিয়ান সংবাদমাধ্যম দ্য নিউ স্ট্রেইটস টাইমসের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। আটক বাংলাদেশিরা “চরমপন্থী উগ্র মতবাদ” ও “সন্ত্রাসবাদী আদর্শ”-এর সঙ্গে যুক্ত একটি চরমপন্থী সামরিক আন্দোলনে সরাসরি জড়িত ছিল দাবি করেছে মায়য়েশিয়া স্বরাষ্ট্র মন্ত্রণালয়। মালয়েশিয়া স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, অন্য ১৫ জনের বিরুদ্ধে নির্বাসনের (দেশ থেকে বহিষ্কার) আদেশ জারি করা হয়েছে। বাকি ১৬ জনের বিরুদ্ধে ১৬ জনের বিরুদ্ধে উগ্রপন্থি সংগঠনের সঙ্গে জড়িত থাকার অভিযোগ তদন্তাধীন রয়েছেন।

শ্রীলঙ্কায় গেল ওয়ানডে দলে আরো ১০ জনের বহর

শ্রীলঙ্কায় গেল ওয়ানডে দলে আরো ১০ জনের বহর কলম্বোতে চলছে বাংলাদেশ ও শ্রীলঙ্কার মধ্যকার সিরিজের শেষ টেস্ট। এদিকে একই সময়ে ওয়ানডে সিরিজের প্রস্তুতির অংশ হিসেবে আজ দুপুরে শ্রীলঙ্কার উদ্দেশে দেশ ছেড়েছেন বাংলাদেশের ওয়ানডে দলের ১০ সদস্যের বহর। এই বহরে রয়েছেন তানজিম হাসান সাকিব, পারভেজ হোসেন ইমন, তানজিদ হাসান তামিম, রিশাদ হোসেন, তাওহীদ হৃদয়সহ স্কোয়াডের কয়েকজন গুরুত্বপূর্ণ সদস্য। দলের কন্ডিশনিং কোচ নাথান কেলিও এই বহরে আছেন। গত ২৩ জুন ১৬ সদস্যের ওয়ানডে দল ঘোষণা করে বিসিবি। দীর্ঘদিন পর জাতীয় দলে ফিরেছেন ওপেনার নাঈম শেখ। আগামী ২ জুলাই কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে শুরু হবে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। একই ভেন্যুতে দ্বিতীয় ওয়ানডে ৫ জুলাই, আর সিরিজের শেষ ওয়ানডে হবে ৮ জুলাই পাল্লেকেলেতে। বাংলাদেশের ওয়ানডে স্কোয়াড (শ্রীলঙ্কা সিরিজ)-এ আছেন-মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, নাঈম শেখ, নাজমুল হোসেন শান্ত, তাওহিদ হৃদয়, লিটন দাস, জাকের আলি অনিক, শামীম হোসেন পাটোয়ারী, রিশাদ হোসেন, তানভীর ইসলাম, মুস্তাফিজুর রহমান, তানজিম হাসান সাকিব, তাসকিন আহমেদ, নাহিদ রানা ও হাসান মাহমুদ।

তাইজুলের ফাইফারে ৪৫৮ রানে অলআউট শ্রীলঙ্কা

তাইজুলের ফাইফারে ৪৫৮ রানে অলআউট শ্রীলঙ্কা গল টেস্টে প্রথম ইনিংসে ৪৫৮ রানে অলআউট হয়ে ২১১ রানের লিড তুলে নিয়েছে শ্রীলঙ্কা। বাংলাদেশের হয়ে একাই লড়েছেন বাঁহাতি স্পিনার তাইজুল ইসলাম। নিয়েছেন ৫ উইকেট। দিনের শুরুতে ২ উইকেটে ২৯০ রানে খেলা শুরু করে শ্রীলঙ্কা। তবে আজ দুই সেশনে ৩৮.৫ ওভারে ১৬৮ রান তুলতেই গুটিয়ে যায় দলটি। এই সময়ে হারায় বাকি ৮ উইকেট। ম্যাচের মোড় ঘুরে যায় ১১৭তম ওভারের শুরুতে। সেই সময় ইনিংসের সবচেয়ে আক্রমণাত্মক ব্যাটার কুশল মেন্ডিস রান আউট হয়ে ফিরে যান। ৮৪ রানের ঝলমলে ইনিংস খেলেন তিনি, মাত্র ৮৭ বলে ৮টি চার ও ২টি ছক্কায় সাজানো ছিল তার ইনিংসটি। ওই ওভারেই আরেকটি গুরুত্বপূর্ণ উইকেট এনে দেন তাইজুল ইসলাম। শর্ট বল খেলতে গিয়ে মিড-অন অঞ্চলে সাদমান ইসলামের হাতে ধরা পড়েন আসিথা ফার্নান্ডো। এই উইকেটটি নিয়েই ইনিংসে নিজের ৫ উইকেট পূর্ণ করেন তাইজুল। যা দেশের বাইরে তার পঞ্চমবার ইনিংসে পাঁচ উইকেট নেওয়ার কীর্তি। সবমিলিয়ে টেস্ট ক্যারিয়ারে এটি তার ১৭তম ফাইফার। প্রথম ইনিংসে বাংলাদেশের করা ২৪৭ রানের জবাবে ৪৫৮ রানে থেমে যায় শ্রীলঙ্কার ইনিংস। ফলে ২১১ রানের বিশাল লিড পেয়ে যায় তারা। এর আগে প্রথম ইনিংসে বাংলাদেশ তুলেছিল ২৪৭ রান। ২১১ রান পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমেছে বাংলাদেশ।