‘অভিমান নয়, দলের ভালোর জন্য’—নেতৃত্ব ছাড়ার কারণ জানালেন শান্ত

‘অভিমান নয়, দলের ভালোর জন্য’—নেতৃত্ব ছাড়ার কারণ জানালেন শান্ত ২০২৩ ওয়ানডে বিশ্বকাপের পর তিন ফরম্যাটেই বাংলাদেশের অধিনায়কত্বের দায়িত্ব পেয়েছিলেন নাজমুল হোসেন শান্ত। কিন্তু বছর না ঘুরতেই একে একে তিন ফরম্যাট থেকেই নেতৃত্ব ছাড়ছেন এই বাঁহাতি ব্যাটার। সর্বশেষ, কলম্বো টেস্টে শ্রীলঙ্কার কাছে ইনিংস ও ৭৮ রানে পরাজয়ের পর টেস্ট অধিনায়কত্ব থেকেও সরে দাঁড়ালেন তিনি। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে শান্ত বলেন, ‘আমার একটা ঘোষণা আছে। আমি বাংলাদেশের টেস্ট দলের অধিনায়কত্ব থেকে সরে দাঁড়াচ্ছি। এই ফরম্যাটে আমি আর নেতৃত্ব দিতে চাই না। এটা ব্যক্তিগত কোনো বিষয় নয়, একান্তই দলের স্বার্থে নেওয়া সিদ্ধান্ত। আমি বিশ্বাস করি, এতে দলের উপকার হবে। ’ তিনি বলেন, তিন ফরম্যাটে তিনজন অধিনায়ক থাকাটা দলীয় কাঠামোর জন্য উপযোগী নয়। তার ভাষায়, ‘গত কয়েক বছর ধরে আমি এই ড্রেসিংরুমে আছি। আমার ব্যক্তিগত মত, তিন ফরম্যাটে তিন অধিনায়ক থাকলে দল বিভক্ত হয়ে যেতে পারে। বোর্ডের ভিন্ন মত থাকতে পারে, আমি সেটা সম্মান করি। তবে আমি মনে করি, দলের ভালোই হবে যদি আমি সরে দাঁড়াই। ’ সম্প্রতি ওয়ানডে দলের অধিনায়ক করা হয়েছে মেহেদী হাসান মিরাজকে। তার আগেই টি-টোয়েন্টির নেতৃত্ব ছেড়েছিলেন শান্ত নিজেই। ফলে এমন সিদ্ধান্তের পেছনে ‘অভিমান’ কাজ করছে কি না—এই প্রশ্নও উঠেছে। শান্ত সেটা পরিষ্কারভাবে নাকচ করে বলেন, ‘আমি চাই না কেউ ভাবুক, এটা ওয়ানডে অধিনায়কত্ব হারানোর কোনো প্রতিক্রিয়া। এটা সম্পূর্ণ পেশাদার একটি সিদ্ধান্ত, দলের ভবিষ্যতের কথা মাথায় রেখেই নেওয়া। ’ তিনি আরও জানান, কয়েক দিন আগেই ক্রিকেট অপারেশন্স বিভাগকে সিদ্ধান্তটি জানিয়ে রেখেছিলেন। এর আগে গত বছরই শান্ত নেতৃত্ব ছাড়তে চেয়েছিলেন। তবে তৎকালীন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন তার অনুরোধে সেই সিদ্ধান্ত থেকে সরে আসেন শান্ত। সেবার তিনি শুধু টি-টোয়েন্টির দায়িত্বটা ছেড়ে দেন। তবে পরিসংখ্যান বলছে, অধিনায়কত্ব পেয়ে শান্ত আরও পরিণত হয়েছেন ব্যাট হাতে। যেখানে টেস্ট ক্যারিয়ারে তার গড় ৩২, সেখানে অধিনায়ক হিসেবে সেই গড় বেড়ে দাঁড়িয়েছে ৩৬-এ। টেস্টে তার ৭টি সেঞ্চুরির মধ্যে ৩টিই এসেছে অধিনায়ক থাকা অবস্থায়, সঙ্গে আছে আরও দুটি ফিফটি।
বাংলাদেশ থেকে পাট-কাপড়-সুতা আমদানিতে ভারতের নিষেধাজ্ঞা

বাংলাদেশ থেকে পাট-কাপড়-সুতা আমদানিতে ভারতের নিষেধাজ্ঞা ভারতের স্থলবন্দর দিয়ে বাংলাদেশের বোনা কাপড়, পাট ও সুতার পণ্য আমদানিতে নিষেধাজ্ঞা দিয়েছে দেশটি। শুক্রবার (২৭ জুন) ভারতের বৈদেশিক বাণিজ্য অধিদপ্তরের এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে, ভারত-বাংলাদেশ সীমান্তে স্থলবন্দর দিয়ে বাংলাদেশ থেকে কোনো পণ্য আমদানি হবে না। শুধু মুম্বাইয়ের নভোসেবা সমুদ্রবন্দর দিয়ে নির্দিষ্ট এসব পণ্য আমদানি করা যাবে। যার মধ্যে রয়েছে পাটজাত পণ্য, একাধিক ভাঁজের বোনা কাপড়, একক শণ সুতা, পাটের একক সুতা, ব্লিচ না করা পাটের বোনা কাপড়। এর আগে গত মে মাসে নিজেদের স্থলবন্দর দিয়ে বাংলাদেশের তৈরি পোশাক আমদানিতে নিষেধাজ্ঞা দিয়েছিল ভারত। ওই সময় এই পণ্য শুধুমাত্র মহারাষ্ট্রের নহভা শেভা এবং কলকাতা বন্দর দিয়ে আমদানির সুযোগ রেখেছিল দেশটি। বাংলাদেশ ভারতে প্রায় ৭০০ মিলিয়ন ডলারের তৈরি পোশাক রপ্তানি করে। স্থলবন্দর দিয়ে এ পণ্য আমদানিতে নিষেধাজ্ঞা দেওয়ায় এই খাতে বিরূপ প্রভাব পড়ার শঙ্কা তৈরি হয়েছিল। ভারতের বৈদেশিক বাণিজ্য অধিদপ্তর জানিয়েছে, বাংলাদেশ থেকে নেপাল ও ভুটানে যেসব পণ্য যাবে সেগুলোর ক্ষেত্রে এ নিষেধাজ্ঞা কার্যকর হবে না। কিন্তু এসব পণ্য পুনরায় রপ্তানি করা যাবে না।
ক্ষমতাসীন ট্রাম্পের ক্ষমতা বাড়াল সুপ্রিম কোর্ট

ক্ষমতাসীন ট্রাম্পের ক্ষমতা বাড়াল সুপ্রিম কোর্ট ক্ষমতাসীন ডোনাল্ড ট্রাম্পসহ মার্কিন যুক্তরাষ্ট্রের ভবিষ্যৎ প্রেসিডেন্টদের নির্বাহী ক্ষমতা বাড়িয়েছে সে দেশের সুপ্রিম কোর্ট। স্থানীয় সময় শুক্রবার (২৭ জুন) সুপ্রিম কোর্টের এক রায়ে প্রেসিডেন্টের নির্বাহী আদেশ আটকানোর বিষয়ে নিম্ন আদালতের ক্ষমতা সীমিত করা হয়েছে। এ রায়ের পর হোয়াইট হাউসের ব্রিফিং রুমে সাংবাদিকদের উদ্দেশে ডোনাল্ড ট্রাম্প উচ্ছ্বসিত হয়ে বলেছেন, “এটি বড় ও আশ্চর্যজনক সিদ্ধান্ত”। এতে ট্রাম্প প্রশাসন খুব খুশি বলেও জানিয়েছেন তিনি। মার্কিন প্রেসিডেন্ট বলেছেন, “এটি সংবিধান, ক্ষমতা পৃথকীকরণ এবং আইনের শাসনের জন্য স্মরণীয় বিজয়।”উচ্চ আদালতের এ সিদ্ধান্ত কেবল ডোনাল্ড ট্রাম্পের জন্মসূত্রে নাগরিকত্ববিষয়ক আদেশকেই সমর্থন করে না, বরং তার অন্যান্য নীতিগত পদক্ষেপ কার্যকর করতে সহায়ক হবে। এর আগে ট্রাম্পের বেশকিছু সিদ্ধান্ত আটকে দিয়েছিল নিম্ন আদালত।
না ফেরার দেশে ‘কাঁটা লাগা গার্ল’ শেফালি জারিওয়ালা

না ফেরার দেশে ‘কাঁটা লাগা গার্ল’ শেফালি জারিওয়ালা না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন ‘কাঁটা লাগা’ খ্যাত মডেল ও অভিনেত্রী শেফালি জারিওয়ালা। শুক্রবার (২৭ জুন) দিবাগত রাতে কার্ডিয়াক অ্যারেস্ট হয় তার, এরপর দ্রুত হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে বলে জানিয়েছে টাইমস অব ইন্ডিয়া। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৪২ বছর। জানা গেছে, হঠাৎ করে শেফালি অসুস্থতা বোধ করলে তাকে সঙ্গে সঙ্গে হাসপাতালে নিয়ে যান তার স্বামী, অভিনেতা পরাগ ত্যাগী। কিন্তু শেষ রক্ষা হয়নি। ১৯৮২ সালের ১৫ ডিসেম্বর গুজরাটের আহমেদাবাদে জন্মগ্রহণ করেন শেফালি জারিওয়ালা। আহমেদাবাদেই প্রাথমিক শিক্ষা শেষ করে ইঞ্জিনিয়ারিং পড়ার জন্য মুম্বাই পাড়ি দিয়েছিলেন তিনি। মাত্র ১৯ বছর বয়সে শোবিজে যাত্রা শুরু করেছিলেন- মডেল হয়েছিলেন ‘কাঁটা লাগা’ মিউজিক ভিডিওতে। এই গান তাঁকে এতটাই জনপ্রিয়তা দিয়েছিল যে, তিনি ‘কাঁটা লাগা গার্ল’ নামে পরিচিতি পেয়েছিলেন। রুপালি দুনিয়ায় যাঁরা কম বয়সেই নিজেদের জায়গা পাকা করে নিয়েছিলেন তাদের মধ্যে অন্যতম ছিলেন শেফালি। এক গানেই বদলে যায় তার ক্যারিয়ার। একাধিক টিভি শো-এ কাজ করেছেন। নাচের রিয়েলিটি শো ‘বুগি উগি’, ‘নাচ বালিয়ে ৫’ এবং ‘নাচ বালিয়ে ৭’-এ যোগ দিয়েছিলেন শেফালি। এর পাশাপাশি ‘বিগ বস ১৩’-এও অংশগ্রহণ করেছিলেন তিনি। ‘মুঝসে শাদি করোগি’ (২০০৪) এবং ‘হুডুগারু’ (২০১১) ছবিতেও অভিনয় করতে দেখা গেছে শেফালিকে। সম্প্রতি একাধিক ওয়েব সিরিজেও দেখা গেছে। ‘শয়তানি রাশমেন’ নামে একটি শোয়েও কাজ করেছেন। কাজের বাইরে শেফালির ব্যক্তিগত জীবনও ছিল আলোচনার কেন্দ্রে। ভালোবেসে সঙ্গীত পরিচালক হরমীত সিংয়ের সঙ্গে গাঁটছড়া বেঁধেছিলেন শেফালি। কিন্তু ২০০৯ সালে তাঁদের বিচ্ছেদ হয়। এরপর তার জীবনে আসে অভিনেতা পরাগ ত্যাগী। ২০১৪ সালে সাত পাক ঘুরেন পরাগ এবং শেফালি। এরপর তারা মুম্বাইয়ে সংসার পাতেন।
মেয়াদোত্তীর্ণ ভিসাধারীদের সুখবর সৌদি আরবের

মেয়াদোত্তীর্ণ ভিসাধারীদের সুখবর সৌদি আরবের সৌদি আরবে যেসব প্রবাসীর ভিজিট ভিসার মেয়াদ শেষ হয়েছে, তাদের জন্য স্বস্তির খবর দিল সৌদি পাসপোর্ট অধিদপ্তর জাওয়াজাত। নতুন এক ঘোষণায় জানানো হয়েছে, এসব ভিসাধারীরা এখন ৩০ দিনের মধ্যে বৈধভাবে দেশে ফেরার সুযোগ পাবেন। খবর সৌদি গ্যাজেটের। এ সুযোগ চালু হয়েছে গত ২৬ জুন থেকে, যা হিজরি ক্যালেন্ডারে ১ মহররম। ঘোষণায় বলা হয়েছে, যেসব প্রবাসীর ভিসার মেয়াদ শেষ হয়ে গেছে, তারা নির্ধারিত ফি ও জরিমানা পরিশোধ করে সৌদি আরব থেকে চূড়ান্ত প্রস্থানের জন্য আবেদন করতে পারবেন। আবেদনের নিয়ম : ভিসাধারীদেরকে আবেদন করতে হবে আবশের নামে পরিচিত সরকারি ইলেকট্রনিক প্ল্যাটফর্মের মাধ্যমে। সেখান থেকে তাওয়াসুল সেবা ব্যবহার করে এই প্রক্রিয়া সম্পন্ন করা যাবে। জাওয়াজাতের অনুরোধ : যারা এই সুবিধা নিতে চান, তারা যেন ৩০ দিনের মধ্যে আবেদন শেষ করেন। সময় শেষ হয়ে গেলে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা বা অতিরিক্ত জরিমানা হতে পারে। যারা এই সুযোগ পাবেন : যাদের ভিজিট ভিসার মেয়াদ শেষ হয়ে গেছে এবং যারা সৌদি আরব ছেড়ে নিজ দেশে ফিরতে চান। সাহায্যের পরামর্শ : যারা নিজে থেকে আবেদন করতে পারেন না, তারা পরিচিত কেউ বা কোনো নিকটস্থ ভিসা সেবা কেন্দ্রে যোগাযোগ করতে পারেন। ‘আবশের’ প্ল্যাটফর্ম ব্যবহারে সমস্যা হলে সাইবার ক্যাফের সহায়তা নেয়াও যেতে পারে। সৌদি সরকার আগে থেকেই এমন সুযোগ দিয়ে থাকে, যাতে বিদেশিরা দণ্ড ছাড়াই ও শান্তিপূর্ণভাবে দেশে ফিরতে পারেন। তাই যাদের ভিসা মেয়াদোত্তীর্ণ, তাদের সুযোগটি কাজে লাগানোর আহ্বান জানিয়েছে জাওয়াজাত।
কলম্বো টেস্টে হেরে অধিনায়কত্ব ছাড়লেন শান্ত

কলম্বো টেস্টে হেরে অধিনায়কত্ব ছাড়লেন শান্ত কলম্বো টেস্ট শুরুর আগেই গুঞ্জন ছিল নেতৃত্ব ছাড়তে পারেন নাজমুল হোসেন শান্ত। শ্রীলঙ্কার বিপক্ষে দ্বিতীয় তথা শেষ টেস্টে ইনিংস ব্যবধানে হারের পর সেই গুঞ্জনে সিলমোহর পড়ল। বাংলাদেশ দলের টেস্ট অধিনায়কের দায়িত্ব ছাড়লেন শান্ত। শনিবার (২৮ জুন) ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন তিনি। টেস্টের নেতৃত্ব ছাড়ার ঘোষণা দিয়ে শান্ত বলেন, ‘আমার একটা ঘোষণা ছিল আমি বাংলাদেশ দলের টেস্ট অধিনায়কত্বের দায়িত্ব থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিচ্ছি। আমি টেস্ট ফরম্যাটে আর অধিনায়কত্ব চালিয়ে যেতে চাই না।’ শান্ত বলেন, ‘আমি একটা জিনিস সবাইকে ক্লিয়ারলি মেসেজটা দিতে চাই যে, এটা কোনো পারসোনাল (ব্যক্তিগত) কিছু না। এটা দলের ভালোর জন্যই এই সিদ্ধান্তটা নেওয়া এবং এটাতে দলের ভালো কিছু হবে বলে আমি মনে করি। আমার ব্যক্তিগত মতামত যে তিন অধিনায়ক একটু ডিফিকাল্ট হতে পারে। পুরোটা দলের ভালোর জন্য আমি এখান থেকে সরে এসেছি।’ সম্প্রতি ওয়ানডে ফরম্যাটের অধিনায়ক হিসেবে নাজমুল হোসেন শান্তকে সরিয়ে দেয় বিসিবি। তার জায়গায় এসেছেন মেহেদি হাসান মিরাজ। এর আগে শান্ত নিজেই টি-টোয়েন্টি অধিনায়কত্ব ছেড়ে দিয়েছিলেন ব্যাটিংয়ে মনোযোগী হতে। সেইসময় বোর্ডকেও জানিয়েছিলেন, তিনি টেস্ট ও ওয়ানডে দল চালাতে চান। বোর্ড সভাপতি আমিনুল ইসলাম বুলবুল পরবর্তীতে বলেছিলেন, শান্তর অধিনায়কত্ব (ওয়ানডে) কেড়ে নেওয়া হয়নি। বরং বোর্ডের সবার সম্মতিতে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এমনকি শান্ত নিজেও খেলোয়াড়সুলভ মানসিকতায় এই সিদ্ধান্ত মেনে নিয়েছেন বলে উল্লেখ করেছিলেন বোর্ড সভাপতি।
চাঁপাইনবাবগঞ্জে সনাতন ধর্মাবলম্বীদের রথযাত্রা উৎসব পালিত

চাঁপাইনবাবগঞ্জে সনাতন ধর্মাবলম্বীদের রথযাত্রা উৎসব পালিত চাঁপাইনবাবগঞ্জে শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা উপলক্ষে শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। আজ বিকেলে শহরের হুজরাপুর, ওয়াল্টন মোড় বড় ইন্দারা মোড়, শিবতলা ও বারঘরিয়ায় বিপুল সংখ্যক দর্শনার্থীরা রথযাত্রায় অংশ নেন। এসময় আইনশৃঙ্খলা রক্ষাবাহিনী ও স্বেচ্ছাসেবকবৃন্দ রথযাত্রা সুষ্ঠুভাবে পালনে আগত দর্শনার্থীদের সহায়তা করেন। জেলাবাসীকে শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রার শুভেচ্ছা জানিয়েছেন বাংলাদেশ পুজা উদযাপন পরিষদ চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার সভাপতি ডাবলু কুমার ঘোষ ও সাধারণ সম্পাদক ধনঞ্জয় চক্রবর্তী।
চাঁপাইনবাবগঞ্জে সেরা সাঁতারুর খোঁজে সুইমিং ফেডারেশন

চাঁপাইনবাবগঞ্জে সেরা সাঁতারুর খোঁজে সুইমিং ফেডারেশন চাঁপাইনবাবগঞ্জ জেলা ক্রীড়া সংস্থার সুইমিং পুলে আজ ‘সেরা সাঁতারুর খোঁজে’ অর্থাৎ শিশু, কিশোর-কিশোরী সাঁতারুদের বাছাইপর্ব অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ নৌবাহিনীর সহযোগিতায় বাংলাদেশ সুইমিং ফেডারেশন এই কার্যক্রমের আয়োজন করে। এতে চাঁপাইনবাবগঞ্জ, রাজশাহী ও নওগাঁ জেলার প্রায় ৩০০ জন সাঁতারু অংশ নেন। সকালে প্রধান অতিথি হিসেবে চাঁপাইনবাবগঞ্জের জেলা প্রশাসক আব্দুস সামাদ বেলুন উড়িয়ে এ কার্যক্রমের উদ্বোধন করেন। এ উপলক্ষে জেলা ক্রীড়া অফিসার আবু জাফর মাহমুদুজ্জামানের সভাপতিত্বে এক সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে জেলা প্রশাসক, বিশেষ অতিথি হিসেবে সুইমিং ফেডারেশনের কোষাধ্যক্ষ মেজর (অব.) আতিকুর রহমান, নৌবাহিনীর কমান্ডার আলিমুল ইসলামসহ অন্যরা উপস্থিত ছিলেন। বক্তারা বলেন,বাংলাদেশের সাঁতারে যেসব জেলার অবদান উল্লেখযোগ্য, তার মধ্যে চাঁপাইনবাবগঞ্জ অন্যতম। গত সাফ গেমসে স্বর্ণপদক জয়ী সাঁতারু মো. রনি হচ্ছেন চাঁপাইনবাবগঞ্জের সন্তান। সুইমিং ফেডারেশনের সদস্য নূর-ই-আফরোজ জানান, সারা বাংলাদেশ থেকে ৯-১১ বছরের শিশু ও ১২ -১৫ বছর বয়সী ৬০০ জন কিশোর-কিশোরী বাছাই করা হবে। এদের ঢাকায় নিয়ে গিয়ে ১৫ দিনের প্রশিক্ষণের পর ৫০ জনকে বাছাই করা হবে। এই ৫০জনকে নৌবাহিনীর তত্তাবধানে দীর্ঘ দুইবছর প্রশিক্ষণ দেওয়া হবে। তখন তারা নৌবাহিনীর বিদ্যালয়ে লেখাপড়া করবে।
আম চাষে বাংলাদেশী চাষিদের সুযোগ দিবে আলজেরিয়া

আম চাষে বাংলাদেশী চাষিদের সুযোগ দিবে আলজেরিয়া বাংলাদেশ থেকে আম ও আমজাত পণ্য আমদানি করবে এবং সেদেশে আম চাষ ও প্রক্রিয়াজাতকরণের জন্য জমি, সেচ ও বিদ্যুৎ ব্যবহারে ট্যাক্স ফ্রি সুবিধাও দিবে আলজেরিয়া। এছাড়া চাঁপাইনবাবগঞ্জে আম সংরক্ষণের জন্য কোল্ড স্টোরেজ স্থাপন ও প্রক্রিয়াকরণ কেন্দ্রও গড়ে তুলতে চায় দেশটি। শুক্রবার বিকেলে চাঁপাইনবাবগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি ও বাংলাদেশ আলজেরিয়া বিজনেস ফোরাম (বিএবিএফ) যৌথভাবে আয়োজিত এক কনফারেন্সে বাংলাদেশে নিযুক্ত আলজেরিয়ার রাষ্ট্রদূত ড. আবদেলৌহাব সাইদানি এই তথ্য জানান। তিনি বলেন, আলজেরিয়ায় অনেক জমি অনাবাদি রয়েছে। সেই জমিতে আমরা আম বাগান গড়ে তুলতে আগ্রহী। এ জন্য বাংলাদেশিদের সহযোগিতা প্রয়োজন। তাছাড়া বাংলাদেশিরা সেখানে গিয়ে আম বাগান গড়ে তুলতে চায়লে বিনামূল্যে জমি দেয়া হবে। পাশাপাশি বিদ্যুৎ, গ্যাসসহ অন্যান্য সুযোগ সুবিধাও নিশ্চিত করা হবে। রাষ্ট্রদূত বলেন, বাংলাদেশ ও আলজেরিয়ার সম্পর্ক উন্নয়নে সরাসরি বিমান যোগাযোগ স্থাপনের চেষ্টাও করা হচ্ছে। এতে দুই দেশের বাণিজ্যিক সম্ভবনার দরজা খুলে যাবে। তিনি দুদেশের সাংস্কৃতিক বিষয় বিনিময়ের কথাও তুলে ধরেন। ‘আলজেরিয়ার সাথে কৃষি-বাণিজ্য এবং বিনিয়োগের সুযোগ অন্বেষণ ও কৃষিভিত্তিক আম প্রক্রিয়াকরণ শীর্ষক এই কনফারেন্সটি চাঁপাইনবাবগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএবিএফ এর সভাপতি মো. নূরুল মোস্তফা ও সম্পাদক আলী হায়দার। এসময় উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, চাঁপাইনবাবগঞ্জের উপ-পরিচালক ড. ইয়াছিন আলী, চাঁপাইনবাবগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সিনিয়র সহসভাপতি খায়রুল ইসলাম, সহসভাপতি আখতারুল ইসলাম রিমন, পরিচালক রাইহানুল ইসলাম লুনা ও মফিজ উদ্দিন, মনিরুল ইসলাম, মো. শুকুরুদ্দিন, আরিফ উদ্দিন ইতি, মো. জাহাঙ্গীর আলম, এম কোরাইশী, চাঁপাইনবাবগঞ্জ কৃষি অ্যাসোসিয়েশসের সাধারণ সম্পাদক মুনজের আলম মানিকসহ অন্যরা। এর আগে চাঁপাইনবাবগঞ্জে আঞ্চলিক উদ্যানতত্ত্ব গবেষণা কেন্দ্র পরিদর্শন করেন রাষ্ট্রদূত এবং পরে তিনি দেশের সব চেয় বড় আম বাজার কানসাট পরিদর্শন করেন।
সারাদেশে ডেঙ্গু ও করোনায় ৩ জনের মৃত্যু

সারাদেশে ডেঙ্গু ও করোনায় ৩ জনের মৃত্যু সারাদেশে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় ২ জন প্রাণ হারিয়েছেন। একই সময়ে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন আরও ১৫৯ জন। আজ স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো প্রতিবেদনে এ তথ্য জানা গেছে। প্রতিবেদনে বলা হয়, গতকাল সকাল ৮টা থেকে আজ সকাল ৮টা পর্যন্ত ডেঙ্গু আক্রান্তদের মধ্যে সবচেয়ে বেশি বরিশালে। এ নিয়ে চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে সারাদেশে ৪০ জনের মৃত্যু হয়েছে। আর আক্রান্ত হয়েছে ৯ হাজার ২২২ জন। এদিকে, গত ২৪ ঘণ্টায় দেশে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে ১ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে শনাক্ত হয়েছেন আরো ১০ জন। আজ বিকেলে স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনা ভাইরাস বিষয়ক এক প্রেসবিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় মোট ১৯৯ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। দেশে এখন পর্যন্ত করোনাভাইরাসে ২৯ হাজার ৫১৯ জন মারা গেছেন। তাদের মধ্যে চলতি বছর মারা গেছেন ২০ জন। এখন পর্যন্ত শনাক্ত হয়েছেন ২০ লাখ ৫২ হাজার ৭৩ জন।