ব্যাংকে লেনদেন বন্ধ থাকবে আগামীকাল

ব্যাংকে লেনদেন বন্ধ থাকবে আগামীকাল ব্যাংক হলিডে উপলক্ষে আগামীকাল বন্ধ থাকবে ব্যাংকের লেনদেন। এ দিন বন্ধ থাকবে শেয়ারবাজারের লেনদেনও। তবে বাংলাদেশ ব্যাংকসহ সব ব্যাংকের প্রধান কার্যালয় ও গুরুত্বপূর্ণ শাখা খোলা থাকবে। বাংলাদেশ ব্যাংকের ছুটির তালিকা অনুযায়ী বছরের ১ জুলাই ও ৩১ ডিসেম্বর দু-দিন ‘ব্যাংক হলিডে’। এ কারণে এদিন কোনো ব্যাংক শাখা থেকে টাকা জমা বা উত্তোলন করা যাবে না। বন্ধ থাকবে চেক নিষ্পত্তি, ডিমান্ড ড্রাফট, পে অর্ডার, এটিএম থেকে নগদ উত্তোলন, মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে আন্তঃব্যাংক লেনদেনসহ অন্যান্য সব ধরনের লেনদেন।

হজ পালন শেষে দেশে ফিরেছেন ৬০ হাজার ৫১৩ হাজি

হজ পালন শেষে দেশে ফিরেছেন ৬০ হাজার ৫১৩ হাজি পবিত্র হজ পালন শেষে সৌদি আরব থেকে এখন পর্যন্ত দেশে ফিরেছেন ৬০ হাজার ৫১৩ জন বাংলাদেশি হজযাত্রী। আজ ধর্ম মন্ত্রণালয়ের হজ অফিস সূত্রে এ তথ্য জানা গেছে। সরকারি ব্যবস্থাপনায় ফিরেছেন ৫ হাজার ৭ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় ফিরেছেন ৫৫ হাজার ৫০৬ জন হাজি। চলতি মৌসুমে হজযাত্রী পরিবহনে অংশ নিয়েছে তিনটি এয়ারলাইন্সÍবিমান বাংলাদেশ এয়ারলাইন্স, সৌদি এয়ারলাইন্স এবং ফ্লাইনাস। এদের মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ফিরিয়ে এনেছে সর্বোচ্চ ২৬ হাজার ৭৬৭ জন হাজি। সৌদি এয়ারলাইন্স ফিরিয়েছে ২৪ হাজার ৯৭০ জন এবং ফ্লাইনাস ৮ হাজার ৭৭৬ জন। এ পর্যন্ত মোট ১৬০টি ফিরতি হজ ফ্লাইট পরিচালিত হয়েছে। এর মধ্যে বিমান বাংলাদেশ পরিচালনা করেছে ৭১টি, সৌদি এয়ারলাইন্স ৬৬টি এবং ফ্লাইনাস এয়ারলাইন্স ২৩টি ফ্লাইট। হজ অফিস জানিয়েছে, এই ফ্লাইট কার্যক্রম চলবে আগামী ১০ জুলাই পর্যন্ত।

সুদানে উত্তরপূর্বাঞ্চলে স্বর্ণ খনিতে ধস, নিহত ১১

সুদানে উত্তরপূর্বাঞ্চলে স্বর্ণ খনিতে ধস, নিহত ১১ সুদানের উত্তরপূর্বাঞ্চলে ঐতিহ্যবাহী একটি স্বর্ণের খনি আংশিক ধসে ১১ জন খনি শ্রমিক নিহত এবং আরো সাতজন আহত হয়েছেন। সুদানের সশস্ত্র বাহিনী (এসএএফ) ও র‌্যাপিড সাপোর্ট ফোর্সেস (আরএসএফ) এর মধ্যে তিন বছর ধরে চলা নৃশংস গৃহযুদ্ধের মধ্যেই দুর্ঘটনাটি ঘটেছে। সংবাদমাধ্যম আল জাজিরা জানিয়েছে, ২০২৩ সালের এপ্রিলে যুদ্ধ শুরু হওয়ার পর থেকে উভয় পক্ষের যুদ্ধক্ষেত্রের অর্থায়ন মূলত সুদানের স্বর্ণশিল্প থেকে পরিচালিত হচ্ছে। গতকাল প্রকাশিত এক বিবৃতিতে, সুদানিজ মিনারেল রিসোর্সেস কোম্পানি (এসএমআরসি) জানিয়েছে, হুয়াইদের প্রত্যন্ত মরুভূমি এলাকার ‘কির্শ আল-ফিল খনির স্থানীয়ভাবে খনন করা একটি সুড়ঙ্গে’ ধসের ঘটনাটি ঘটে। এই এলাকাটি সুদানের রেড সি রাজ্যের এসএএফ নিয়ন্ত্রিত শহর আতবারা ও হাইইয়ার মাঝামাঝি।

হারের সঙ্গে শেষ হলো ডি মারিয়ার ইউরোপ অধ্যায়

হারের সঙ্গে শেষ হলো ডি মারিয়ার ইউরোপ অধ্যায় ম্যাচের শেষ বাঁশি বাজার পর একপাশে উদযাপনে ব্যস্ত হয়ে পড়েন চেলসির খেলোয়াড় থেকে কোচিং স্টাফের সদস্যরা। অন্যপাশে হতাশা নিয়ে দাঁড়িয়ে ছিলেন বেনফিকার ফুটবলাররা। মাঠের এক পাশে দাঁড়িয়ে অঝরে চোখের পানি ফেলছিলেন আনহেল ডি মারিয়া। কেননা চেলসির কাছে হারের টুর্নামেন্ট থেকে বিদায় নেওয়ার পাশাপাশি এই আর্জেন্টাইন কিংবদন্তির ইতি টানলেন ইউরোপ অধ্যায়ের। ২০০৭ সালে তরুণ ডি মারিয়া আর্জেন্টাইন ক্লাব রোজারিও সেন্ট্রাল ছেড়ে বিশ্বজয়ের স্বপ্ন নিয়ে ফুটবলের সব চেয়ে বড় বাজার ইউরোপে পা রাখেন। ইউরোপে তার শুরুর গন্তব্য ছিল এই বেনফিকা। এরপর মাঝখানে রিয়াল মাদ্রিদ, ম্যানচেস্টার ইউনাইটেড, পিএসজি এবং জুভেন্টাসের মতো ইউরোপ কাঁপানো দলগুলোতে খেলেছেন। ক্যারিয়ারের গোধূলি বেলায় ৩৭ বছর বয়সে আবারও ফিরে যাবেন শৈশবের ক্লাব রোজারিও সেন্ট্রাল থেকে। সেখান থেকে টানতে চান বর্ণাঢ্য ক্যারিয়ারের ইতি।  

রামেক হাসপাতালে চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গু আক্রান্ত নারীর মৃত্যু

রামেক হাসপাতালে চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গু আক্রান্ত নারীর মৃত্যু চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় ফেরদৌসী নামের এক নারীর রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যু হয়েছে। তিনি রামেক হাসপাতালের নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রে (আইসিইউ)তে গত শনিবার সন্ধ্যায় মৃত্যুবরণ করেন। আজ দুপুরে রামেক হাসপাতালের মুখপাত্র শংকর কে বিশ্বাস মারা যাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। মারা যাওয়া ফেরদৌসী চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার পোলাডাঙ্গা পচাপুকুর এলাকার জাহাঙ্গীর আলমের মেয়ে। এর আগে গত ২৫ জুন রামেক হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় গোমস্তপুর উপজেলার রোকুনপুরের গোলাম রাব্বানীর ছেলে কবির হোসেনের মৃত্যু হয়। রামেক হাসপাতাল সূত্রে জানা গেছে, গত ২৩ জুন জ্বরসহ বিভিন্ন জটিলতা নিয়ে রামেক হাসপাতালে ভর্তি করা হয় ফেরদৌসীকে। ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় তার শারীরিক অবস্থার অবনতি হলে গত ২৫ জুন তাকে আইসিইউতে স্থানান্তর করেন চিকিৎসক। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এলাকাবাসী সূত্রে জানা গেছে, ডেঙ্গুতে আক্রান্ত হবার পর তাকে প্রথমে ২৫০ শয্যাবিশিষ্ট চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে অবস্থার অবনতি হলে তাকে রামেক হাসপাতালে স্থানান্তর করা হয়। রামেক হাসপাতাল সূত্রে জানা গেছে, বর্তমানে রামেক হাসপাতালে দুই বছরের শিশুসহ ১০ জন ডেঙ্গু রোগী চিকিৎসা নিচ্ছেন। তার মধ্যে ৩ জন নারী, ৬ জন পুরুষ ও ১ জন শিশু। এর মধ্যে ৪ জন চাঁপাইনবাবগঞ্জের, ৫ জন রাজশাহীর আর ১ জন নওগাঁ সদরের। শংকর কে বিশ্বাস বলেন, হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় এক নারীর মৃত্যু হয়েছে। হাসপাতালে ১০ জন চিকিৎসাধীন রয়েছেন।

রহনপুরে খেলোয়াড়কে লাঞ্ছিত করার প্রতিবাদে মানববন্ধন

রহনপুরে খেলোয়াড়কে লাঞ্ছিত করার প্রতিবাদে মানববন্ধন গোমস্তাপুরে ফুটবলার আব্দুল বাশিরকে লাঞ্ছিত করার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। আজ দুপুরে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। খেলোয়াড় ক্রীড়ামোদি ও ক্রীড়া সংগঠকবৃন্দের আয়োজন ও ব্যানারে ঘন্টা ব্যাপি চলে এই মানববন্ধন। মানববন্ধনে বক্তব্য দেন রহনপুর ক্রীড়া একাডেমির সভাপতি সাখাওয়াত হোসেন, রহনপুর ক্রীড়া একাডেমির সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান (সাগর), সাবেক খেলোয়াড় মাসুদ রানা পালানু, রহনপুর ফুটবলার দলের সদস্য আজিজুল ইসলাম, সাবেক খেলোয়াড় ইউসুফ আলী, সাবেক খেলোয়াড় সামিউল ইসলাম বকুল, তহিদুজ্জামান প্রমুখ। পরে বর্তমান ও সাবেক ফুটবল খেলোয়াড়রা বিচার চেয়ে ইউএনও’র কাছে আবেদন করেছেন। উল্লেখ্য, গত ২৭ জুন আলিনগর স্কুল এন্ড কলেজ মাঠে কৃতি ফুটবলার আব্দুল বাশির কে লাঞ্ছিত করা হয়। এঘটনায় নিরপেক্ষ তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার দাবি জানিয়েছেন বক্তারা।

চাঁপাইনবাবগঞ্জে আন্ত:জেলা চোরচক্রের মূলহোতা গ্রেপ্তার

চাঁপাইনবাবগঞ্জে আন্ত:জেলা চোরচক্রের মূলহোতা গ্রেপ্তার চাঁপাইনবাবগঞ্জ সদর এবং শিবগঞ্জ উপজেলায় সদর থানা পুলিশের অভিযানে আন্ত:জেলা মোটরসাইকেল চোরচক্রের মূলহোতা বারিকুল ইসলাম গ্রেপ্তার হয়েছেন। তাঁর হেফাজত হতে উদ্ধার হয়েছে চুরিকৃত ১০টি চোরাই মোটরসাইকেল। গ্রেপ্তার বারিকুল শিবগঞ্জ উপজেলার মনোহরপুর গ্রামের আকালুর ছেলে। গোপন খবরের ভিত্তিতে গতকাল ভোর থেকে দিনব্যাপী টানা অভিযানটি চালানো হয়। আজ দুপুর আড়াইটায় চাঁপাইনবাবগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার ওয়াসিম ফিরোজ জেলা পুলিশের এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, গতকাল সকালে সদর উপজেলার মহারাজপুর ইউনিয়নের মেলার মোড়ে একটি আমবগানে একটি চোরাই মোটরসাইকেল কেনা-বেচার সময় ওই মোটরসাইকেলসহ গ্রেপ্তার হন বারিকুল। এসময় তাঁর সহযোগী কয়েকজন দৌড়ে পালিয়ে যান। পরে বারিকুলের স্বীকারোক্তিতে তাঁর বসতবাড়ি থেকে উদ্ধার হয় চাঁপাইনবাবগঞ্জের সদরসহ জেলার বিভিন থানা এলাকা এবং পাশের বিভিন্ন জেলা থেকে চুুরিকৃত আরও ৯টি মোটরসাইকেল। সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মতিউর রহমান বলেন, এ ঘটনায় বারিকুল এবং তাঁর ৩ সহযোগীসহ ৪ জনের নামে মামলা করেছে পুলিশ। আজ গ্রেপ্তার বারিকুলকে আদালতে পাঠানো হয়েছে।  

চাঁপাইনবাবগঞ্জে বীজ সার ও গাছের চারা বিতরণ

চাঁপাইনবাবগঞ্জে বীজ সার ও গাছের চারা বিতরণ সদর উপজেলার ১ হাজার ৯০০ কৃষকের মধ্যে ৫ কেজি করে আমন ধানের বীজ ও ১০ কেজি করে ডিএপি ও এমপি সার বিতরণ করা হয়েছে। এছাড়াও ১৭০টি প্রতিষ্ঠানকে ৫টি করে নারিকেলের চারা; ২০ জন কৃষককে গ্রীষ্মকালীন কা- পেঁয়াজ বীজ; ৪৫০ জন কৃষককে ৫টি করে লেবু চারা; ২০০ জন কৃষককে ৫ প্যাকেট করে গ্রীষ্মকালীন সবজি বীজ এবং ৫ কেজি করে ডিএপি ও এমওপি সার; ৫৫০ জন কৃষককে ১ কেজি করে গ্রীষ্মকালীন পেঁয়াজ বীজ ও ২০ কেজি করে ডিএপি ও এমওপি সার, বেড়া ও কীটনাশক; ২০ জনকে তুলাবীজ, ২৫ কেজি ইউরিয়া, ৫০ কেজি করে ডিএপি ও এমওপি, ২ কেজি বোরণ, বালাইনাশক ৩ প্যাকেট ও হরমোন ১টি দেয়া হয়েছে। এছাড়াও ১০০ জনকে ৫টি করে আমের চারা, ১ হাজার ৬০০ জনকে নিম, বেল, জাম ও কাঁঠালের চারা ১টি করে দেয়া হয়েছে। ৩৫০ জনকে তালবীজ ও বেড়া দেয়া হয়েছে। এছাড়াও পেঁয়াজ সংরক্ষণে ১২টি এয়ার ফ্লো মেশিন দেয়া হয়েছে। আজ সদর উপজেলা কৃষি অফিস এসব বিতরণের আয়োজন করে। দুপুরে সদর উপজেলা পরিষদ চত্বরে এইসব বিতরণের উদ্বোধন করেন জেলা প্রশাসক আব্দুস সামাদ। এসময় চাঁপাইনবাবগঞ্জ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক ড. ইয়াছিন আলী, সদর উপজেলা নির্বাহী অফিসার নূরুল ইসলাম, সদর উপজেলা কৃষি অফিসার সুনাইন বিন জামান, উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার আনিসুল হক মাহমুদসহ অন্যরা উপস্থিত ছিলেন।

 লড়াই শেষে কোয়ার্টার ফাইনালে পালমেইরাস ও চেলসি

লড়াই শেষে কোয়ার্টার ফাইনালে পালমেইরাস ও চেলসি ক্লাব বিশ্বকাপ ফুটবলের কোয়ার্টার ফাইনালে উঠেছে ব্রাজিলিয়ান ক্লাব পালমেইরাস এবং ইংলিশ ক্লাব চেলসি। শনিবার (২৮ জুন) শেষ ষোলোর প্রথম ম্যাচে পালমেইরাস ১-০ গোলে হারিয়েছে স্বদেশি ক্লাব বোতাফাগোকে। নক আউটের দ্বিতীয় ম্যাচে চেলসি ৪-১ গোলে হারায় পর্তুগালের ক্লাব বেনফিকাকে। ফিলাডেলফিয়ার লিংকন ফিন্যান্সিয়াল ফিল্ড স্টেডিয়ামে ম্যাচের নির্ধারিত ৯০ মিনিটে গোল করতে পারেনি পালমেইরাস ও বোতাফাগো। নির্ধারিত সময় গোলশূন্য থাকায় ম্যাচটি অতিরিক্ত ৩০ মিনিটে গড়ায়। সেখানে ১০০ মিনিটে গোল করেন বদলি হিসেবে খেলতে নামা পালমেইরাসের পলিনহো। ডান দিক থেকে বল নিয়ে বোতাফাগোর দুই ডিফেন্ডারকে কাটিয়ে বক্সের ভেতর পলিনহোর দারুণ শটে ১-০ গোলে এগিয়ে যায় পালমেইরাস। ১১৬ মিনিটে ১০ জনের দলে পরিণত হয় পালমেইরাস। ম্যাচে দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়েন গুস্তাভো গোমেজ। শেষ পর্যন্ত পলিনহোর গোলে জয়ের স্বাদ নিয়ে শেষ আটের টিকিট পায় পালমেইরাস। ম্যাচ শেষে পালমেইরাস কোচ আবেল ফেরেইরা বলেন, ‘আমরা ভাল একটি ম্যাচ খেলেছি। পুরো ৯০ মিনিট এবং অতিরিক্ত সময়েও ভালো খেলেছে দল। জয়টা প্রাপ্য ছিল। জয়ের ধারা অব্যাহত রাখাই দলের মূল লক্ষ্য।’ এদিকে, চার্লটে নক আউটের দ্বিতীয় ম্যাচে চেলসি ও বেনফিকার মধ্যকার ম্যাচে প্রথমার্ধে কোন দলই গোল করতে পারেনি। ম্যাচের ৬৪ মিনিটে প্রথম গোল পায় চেলসি। রিস জেমসের দুর্দান্ত ফ্রি কিকে ১-০ ব্যবধানের লিড ধরে রেখে জয়ের পথেই ছিল চেলসি। তবে ইনজুরি টাইমের দ্বিতীয় অর্থাৎ ৯২ মিনিটে জিয়ানলুকা প্রেস্টিয়ান্নি দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়লে ১০ জনের দলে পরিণত হয় বেনফিকা। ৯৫ মিনিটে চেলসির মালো গুস্তোর হাতে বল লাগলে পেনাল্টি পায় বেনফিকা। পেনাল্টি থেকে ডি মারিয়া গোল করে ম্যাচে ১-১ সমতা ফেরান। শেষ পর্যন্ত নির্ধারিত সময়ে ড্র হলে অতিরিক্ত সময়ে গড়ায় ম্যাচটি। অতিরিক্ত সময়ের ১০৮ থেকে ১১৭ মিনিটের মধ্যে ৩ গোল করে জয়ের হাসি নিয়ে মাঠ ছাড়ে চেলসি। এ সময় দলের হয়ে গোল করেন ক্রিস্টোফার এনকুকু, পেদ্রো নেতো ও কিয়ারন ডিউসবুরি। আগামী শুক্রবার কোয়ার্টার ফাইনালে পালমেইরাসের বিপক্ষে খেলবে চেলসি।

ডেঙ্গুতে আরো ১ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৩৮৩

ডেঙ্গুতে আরো ১ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৩৮৩ দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে আরো একজনের মৃত্যু হয়েছে। একই সময়ে ডেঙ্গু আক্রান্ত ৩৮৩ জন হাসপাতালে ভর্তি হয়েছে। রবিবার (২৯ জুন) স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া একজন নারী। আর আক্রান্ত ব্যক্তিদের মধ্যে ৩২৩ জনই ঢাকার বাইরের। চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে মারা গেছে ৪২ জন, যাদের মধ্যে ২৩ জন পুরুষ ও ১৯ জন নারী। এখন পর্যন্ত মোট আক্রান্ত হয়েছে ৯ হাজার ৮৬৭ জন, যার মধ্যে পাঁচ হাজার ৮২৫ জন পুরুষ ও চার হাজার ৪২ জন নারী।