দেশে ফিরেছেন তেহরানে আটকে ২৮ বাংলাদেশি

দেশে ফিরেছেন তেহরানে আটকে ২৮ বাংলাদেশি ইরান-ইসরায়েল যুদ্ধের কারণে তেহরানে আটকে পড়া বাংলাদেশিদের মধ্যে প্রথম দফায় ২৮ জন দেশে এসে পৌঁছেছেন। পাকিস্তান ও দুবাই হয়ে আজ সকাল সাড়ে ৭টার দিকে শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে এসে পৌঁছেছেন তারা। এদিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা গণমাধ্যমকে জানান, ইরান থেকে দুবাই হয়ে ২৮ বাংলাদেশি নাগরিক দেশে ফিরেছেন। গতকাল তারা পাকিস্তানের করাচি থেকে দুবাইয়ের উদ্দেশে রওয়ানা দেন। সেখান থেকে বিমানযোগে ঢাকায় আসেন। জানা যায়, ইরান-ইসরায়েল সংঘাতের পরিপ্রেক্ষিতে তেহরান থেকে প্রথম দফায় গত ২৫ জুন সড়ক পথে ২৮ জন বাংলাদেশি রওয়ানা দেন। এদের মধ্যে বেশিরভাগই নারী, শিশু ও সেখানে চিকিৎসা নিতে যাওয়া রোগী। তারা তেহরান থেকে সড়ক পথে বেলুচিস্তানের তাফতান সীমান্ত দিয়ে পাকিস্তানে প্রবেশ করেন। এদিকে, ইরান থেকে দেশে ফেরার জন্য ইতোমধ্যেই ২৫০ জন বাংলাদেশি তেহরান দূতাবাসে নিবন্ধন করেছেন। এসব বাংলাদেশিকে ধাপে ধাপে বাংলাদেশে ফিরিয়ে আনার পরিকল্পনা ছিল সরকারের। তবে সংঘাত থেমে যাওয়ার পর পরিস্থিতি এখন স্বাভাবিক হয়ে আসছে। আর ইরানে আন্তর্জাতিক ফ্লাইট চলাচল স্বাভাবিক হলে নিজ উদ্যোগেই বাংলাদেশিরা ফিরতে পারবেন।

তীব্র তাপপ্রবাহে বিপর্যস্ত ইউরোপ, রেড অ্যালার্ট জারি

তীব্র তাপপ্রবাহে বিপর্যস্ত ইউরোপ, রেড অ্যালার্ট জারি নজিরবিহীন তাপপ্রবাহে বিপর্যস্ত ইউরোপের বিভিন্ন দেশ। ফ্রান্স, ইতালি, স্পেন, জার্মানি, পর্তুগাল, গ্রিসসহ অনেক দেশে জারি করা হয়েছে সর্বোচ্চ মাত্রার তাপ সতর্কতা। শুধু ফ্রান্সেই মঙ্গলবার প্যারিসসহ অন্তত ১৬টি অঞ্চলে জারি করা হয়েছে ‘রেড অ্যালার্ট’। পাশাপাশি আরও ৬৮টি অঞ্চলে রয়েছে কম ঝুঁকির ‘অরেঞ্জ অ্যালার্ট’। দেশটির জলবায়ু বিষয়ক মন্ত্রী এটিকে ‘নজিরবিহীন’ পরিস্থিতি বলে উল্লেখ করেছেন। এদিকে এক সপ্তাহের বেশি সময় ধরে চলা এই তাপপ্রবাহের কারণে ফ্রান্সজুড়ে প্রায় ২০০টি স্কুল সম্পূর্ণ বা আংশিকভাবে বন্ধ করে দেওয়া হয়েছে। অনেক দেশে প্রস্তুত রাখা হয়েছে জরুরি চিকিৎসা সেবা। জনসাধারণকে ঘরের বাইরে না যেতে এবং রোদে কাজ না করতে বলা হচ্ছে। ইতালির ২১টি শহরে রেড অ্যালার্ট জারি হয়েছে, যার মধ্যে রয়েছে রোম, মিলান, ভেনিস এবং সার্ডিনিয়া দ্বীপ। দেশটির জরুরি চিকিৎসা বিভাগের সহ-সভাপতি জানিয়েছেন, তাপজনিত অসুস্থতা ও হিটস্ট্রোকের ঘটনা অন্তত ১০ শতাংশ বেড়েছে। ফ্রান্সের দক্ষিণ কর্বিয়েরেস পর্বতমালায় রবিবার কয়েকটি বনে আগুন ছড়িয়ে পড়ে। স্থানীয় বাসিন্দাদের সরিয়ে নিতে হয়েছে। বন্ধ করে দেয়া হয় একটি মোটরওয়ে। ইতোমধ্যে আগুন নিয়ন্ত্রণে এসেছে বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন। তুরস্কের ইজমির অঞ্চল থেকেও সরিয়ে নেওয়া হয়েছে অন্তত ৫০ হাজার মানুষকে। দাবানলে পুড়ে গেছে অন্তত ২০টি ঘরবাড়ি। ঘণ্টায় ১২০ কিলোমিটার বেগে বাতাসের কারণে আগুন দ্রুত ছড়িয়ে পড়ছে। ক্রোয়েশিয়া ও গ্রিসের উপকূলীয় এলাকাতেও দাবানল ছড়িয়ে পড়েছে, সরিয়ে নেওয়া হয়েছে স্থানীয় বাসিন্দাদের। যুক্তরাজ্যে হিথ্রো বিমানবন্দরে সোমবার তাপমাত্রা রেকর্ড করা হয় ৩৩.১ ডিগ্রি সেলসিয়াস। উইম্বলডনে ছিল ৩২.৯ ডিগ্রি, যা টেনিস টুর্নামেন্টটির ইতিহাসে সর্বোচ্চ। পর্তুগালের রাজধানী লিসবনসহ সাতটি জেলায় রেড অ্যালার্ট। জার্মানিতে তাপমাত্রা ৩৮ ডিগ্রির কাছাকাছি পৌঁছাতে পারে বলে পূর্বাভাস। সার্বিয়ায় ইতিহাসের সবচেয়ে উষ্ণতম দিন পার করেছে বুধবার। বসনিয়া ও হার্জেগোভিনার রাজধানী সারায়েভোয় বৃহস্পতিবার রেকর্ড করা হয় ৩৮.৮ ডিগ্রি সেলসিয়াস। উত্তর ম্যাসেডোনিয়ার স্কোপজেতে শুক্রবার তাপমাত্রা ছিল ৪২ ডিগ্রি সেলসিয়াস।

গোমস্তাপুরে ব্যস্ত সময় পার করলেন জেলা প্রশাসক

গোমস্তাপুরে ব্যস্ত সময় পার করলেন জেলা প্রশাসক গোমস্তাপুরে ব্যস্ত সময় পার করলেন জেলা প্রশাসক আব্দুস সামাদ। আজ সকালে প্রথমে তিনি উপজেলা চত্বরে দেশীয় ফল মেলা, গার্ডেন টিলারের উদ্বোধন, কৃষকদের মধ্যে বিনামূল্য সবজি বীজ ও কৃষি উপকরণ এবং হত দরিদ্রের মধ্যে টেউটিন বিতরণ করেন। পরে তিনি উপজেলা সভাকক্ষে পার্টনার কংগ্রেস কর্মশালায় অংশ নেন। উপজেলা কৃষি বিভাগ আয়োজিত প্রোগ্রাম অন এগ্রিকালচার অ্যান্ড ট্রান্সফরমেশনফর নিউট্রিশন এন্টারপ্রেনরশিপ অ্যান্ড রেসিলিয়েন্স ইন বাংলাদেশ (পার্টনার) এর আওয়াত দিনব্যাপী এই পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত হয়। কৃষির উৎপাদন বৃদ্ধি, উন্নত জাত সম্প্রসারণ, কৃষি পণ্যের সুষ্ঠু বাজারজাতকরণ, খাদ্যের গুণগত মান উন্নয়ন এবং নিরাপদ খাদ্য নিশ্চিত করতে প্রান্তিক কৃষকদের মধ্যে তথ্য ও প্রযুক্তি ছড়িয়ে দেয়ার লক্ষে এ কর্মশালার আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ পরিচালক ড. ইয়াছিন আলী। কর্মশালায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক আব্দুস সামাদ। অন্য অতিথিদের মধ্যে বক্তব্য দেন গোমস্তাপুর উপজেলা নির্বাহী অফিসার জাকির মুন্সী, গোমস্তাপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার হাসান তারেক, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের প্রশিক্ষণ কর্মকর্তা আতিকুল ইসলাম, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা শুভ ভৌমিক ও জেসমিন আক্তার লাবনীসহ জুনিয়র মনিটরিং অফিসার ড.জহুরুল ইসলাম। এছাড়া বিকেলে তিনি রহনপুর ও আলিনগর ইউনিয়ন ভূমি অফিস পরিদর্শন করেছেন।

গোমস্তাপুরে ব্যস্ত সময় পার করলেন জেলা প্রশাসক

গোমস্তাপুরে ব্যস্ত সময় পার করলেন জেলা প্রশাসক গোমস্তাপুওে ব্যস্ত সময় পার করলেন জেলা প্রশাসক আব্দুস সামাদ। আজ সকালে প্রথমে তিনি উপজেলা চত্বরে দেশীয় ফল মেলা, গার্ডেন টিলারের উদ্বোধন, কৃষকদের মধ্যে বিনামূল্য সবজি বীজ ও কৃষি উপকরণ এবং হত দরিদ্রের মধ্যে টেউটিন বিতরণ করেন। পরে তিনি উপজেলা সভাকক্ষে পার্টনার কংগ্রেস কর্মশালায় অংশ নেন। উপজেলা কৃষি বিভাগ আয়োজিত প্রোগ্রাম অন এগ্রিকালচার অ্যান্ড ট্রান্সফরমেশনফর নিউট্রিশন এন্টারপ্রেনরশিপ অ্যান্ড রেসিলিয়েন্স ইন বাংলাদেশ (পার্টনার) এর আওয়াত দিনব্যাপী এই পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত হয়। কৃষির উৎপাদন বৃদ্ধি, উন্নত জাত সম্প্রসারণ, কৃষি পণ্যের সুষ্ঠু বাজারজাতকরণ, খাদ্যের গুণগত মান উন্নয়ন এবং নিরাপদ খাদ্য নিশ্চিত করতে প্রান্তিক কৃষকদের মধ্যে তথ্য ও প্রযুক্তি ছড়িয়ে দেয়ার লক্ষে এ কর্মশালার আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ পরিচালক ড. ইয়াছিন আলী। কর্মশালায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক আব্দুস সামাদ। অন্য অতিথিদের মধ্যে বক্তব্য দেন গোমস্তাপুর উপজেলা নির্বাহী অফিসার জাকির মুন্সী, গোমস্তাপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার হাসান তারেক, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের প্রশিক্ষণ কর্মকর্তা আতিকুল ইসলাম, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা শুভ ভৌমিক ও জেসমিন আক্তার লাবনীসহ জুনিয়র মনিটরিং অফিসার ড.জহুরুল ইসলাম। এছাড়া বিকেলে তিনি রহনপুর ও আলিনগর ইউনিয়ন ভূমি অফিস পরিদর্শন করেছেন।  

‘হেরা ফেরি থ্রি’-তে ফিরছেন বাবু ভাইয়া

‘হেরা ফেরি থ্রি’-তে ফিরছেন বাবু ভাইয়া বলিউডের বহুল প্রতীক্ষিত কমেডি ফ্র্যাঞ্চাইজি ‘হেরা ফেরি থ্রি’–তে শেষ পর্যন্ত থাকছেন বর্ষীয়ান অভিনেতা পরেশ রাওয়াল। ‘বাবু ভাইয়া’ চরিত্রে তাকে ছাড়া সিনেমার কল্পনাই যেন করতে পারছিলেন না ভক্তরা। সম্প্রতি এক সাক্ষাৎকারে পরেশ নিজেই নিশ্চিত করেছেন তার ফেরার কথা। পরেশ বলেন—“না, এখন আর কোনো সমস্যা নেই। সব জটিলতা মিটে গেছে। এমন একটি জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজিতে আমাদের বাড়তি সতর্ক থাকতে হয়। কারণ দর্শকদের ভালোবাসার প্রতিদান দিতে আমাদের দায়িত্ব রয়েছে।” তিনি আরও জানান, “আগেও ছবিতে থাকার কথা ছিল, এখনও আছি। আমরা সবাই সৃজনশীল মানুষ— প্রিয়দর্শন, অক্ষয়, সুনীল— সবাই বহুদিনের বন্ধু। শুধু একটু সমন্বয়ের দরকার ছিল, সেটাও হয়ে গেছে।” এর আগে গুঞ্জন ওঠে, অক্ষয় কুমারের প্রযোজনা প্রতিষ্ঠান ‘কেপ অফ গুড ফিল্মস’ ২৫ কোটি টাকার ক্ষতিপূরণ চেয়ে পরেশ রাওয়ালকে আইনি নোটিশ পাঠিয়েছিল। যদিও অভিনেতা পরে ১১ লাখ টাকার সাইনিং অ্যামাউন্ট ফেরত দেন ১৫% সুদ-সহ। তখন অনেকেই ধরে নিয়েছিলেন, তিনি আর থাকছেন না সিনেমাটিতে। এদিকে, অভিনেত্রী সোনাক্ষী সিনহা-ও মন্তব্য করেন—“পরেশ রাওয়ালকে ছাড়া ‘হেরা ফেরি থ্রি’ কল্পনাই করা যায় না।” পরেশ রাওয়ালের বক্তব্য প্রকাশ্যে আসতেই সামাজিক মাধ্যমে উচ্ছ্বাসে ফেটে পড়েছেন ভক্তরা। একজন লেখেন, “আজকের সেরা খবর! হেরা ফেরি ৩ আসছে, আর বাবু ভাইয়াও ফিরছেন। অক্ষয়, সুনীল আর পরেশকে একসঙ্গে দেখার অপেক্ষা আর সহ্য হচ্ছে না!” এই ফ্র্যাঞ্চাইজির আগের দুই কিস্তি ‘হেরা ফেরি’ (২০০০) ও ‘ফের হেরা ফেরি’ (২০০৬) দর্শকদের মাঝে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছিল।

দেশে একদিনে রেকর্ড ৪২৯ জনের ডেঙ্গু শনাক্ত

দেশে একদিনে রেকর্ড ৪২৯ জনের ডেঙ্গু শনাক্ত গতকাল সকাল ৮টা থেকে  আজ সকাল ৮টা পর্যন্ত (একদিনে) ডেঙ্গু আক্রান্ত হয়ে ৪২৯ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। আক্রান্তের এই সংখ্যা চলতি বছরে একদিনে এখন পর্যন্ত সর্বোচ্চ। এসব রোগীদের মধ্যে সবচেয়ে বেশি ১৪৯ জন আক্রান্ত বরিশাল বিভাগে। তবে এই সময়ে ডেঙ্গুতে নতুন করে কারও মৃত্যু হয়নি। আজ স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়েছে, হাসপাতালে নতুন ভর্তিদের মধ্যে বরিশাল বিভাগে ১৪৯ জন, চট্টগ্রাম বিভাগে ৫৭ জন, ঢাকা বিভাগে (সিটি কর্পোরেশনের বাইরে) ৬১, ঢাকা উত্তর সিটিতে ৪২ জন, ঢাকা দক্ষিণ সিটিতে ৪৫ জন, খুলনা বিভাগে ২১ জন এবং রাজশাহী বিভাগে ৫৪ জন নতুন রোগী ভর্তি হয়েছেন। এদিকে একদিনে সারাদেশে ৩৫৮ জন ডেঙ্গু রোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। এ নিয়ে চলতি বছর ছাড়পত্র পেয়েছেন ৯ হাজার ৮৭ জন।  চলতি বছরের জানুয়ারি থেকে এখন পর্যন্ত সবমিলিয়ে ১০ হাজার ২৯৬ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। তবে বছরের এখন পর্যন্ত ডেঙ্গুতে মৃত্যু হয়েছে ৪২ জনের।

পলশায় প্রয়াসের দুধের পুষ্টি বিষয়ক ক্যাম্পেইন

পলশায় প্রয়াসের দুধের পুষ্টি বিষয়ক ক্যাম্পেইন চাঁপাইনবাবগঞ্জের পলশায় বিশ্ব দুগ্ধ দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ পলশা আলিম মাদ্রাসায় অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য দেন প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটির কনিষ্ঠ সহকারী পরিচালক ফারুক আহমেদ, প্রয়াসের রেইজ প্রকল্পের কো-অর্ডিনেটর আলম বিশ্বাস, পলশা আলিম মাদ্রাসার সহ-সুপার মাওলানা জাকিরুল ইসলাম, প্রয়াসের আরএমটিপি প্রকল্পের ফোকাল পার্সন ডা. রাজিন বিন রেজাউল, কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোস্তাফিজুর রহমানসহ অন্যরা। এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- আরএমটিপি প্রকল্পের প্রকল্প ব্যবস্থাপক ডা. মাহমুদুল হাসান, প্রোডাক্ট প্রোমোশন অ্যান্ড মার্কেটিং অফিসার কৃষিবিদ তোহরুল ইসলাম, সহকারী ভ্যালুচেইন ফ্যাসিলিটেটর আব্দুল্লাহ আল কাফি, আকরাম আলী মোল্লা, আব্দুল আলিম, প্রয়াসের অফিসার শাহরিয়ার শিমুল, সহকারী প্রাণিসম্পদ কর্মকর্তা ইমদাদুল হক, সহকারী কৃষি কর্মকর্তা মো. মনিরুজ্জামান ও সিফাতউল্লাহ । অনুষ্ঠানে শিক্ষার্থীদের ম্যাংগো ফ্লেভার ড্রিংকস খাওয়ানো হয়। এছাড়া বিশ্ব দুগ্ধ দিবস উপলক্ষে কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়। প্রতিযোগিতায় বিজয়ী ৩ জনকে পুরস্কৃত করা হয়। পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ)’র ভ্যালু চেইনে সম্পৃক্ত স্টেকহোল্ডারদের টেকসই উন্নয়নের মাধ্যমে মানসম্মত দুধ উৎপাদন ও দুগ্ধজাত পণ্যের বহুমাত্রিকীকরণ প্রকল্পের আওতায় অনুষ্ঠানটির আয়োজন করে প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটি। এই প্রকল্পটি চাঁপাইনবাবগঞ্জ, রাজশাহী ও গোদাগাড়ী উপজেলার প্রয়াসের জাগরণ ও অগ্রসর ৫ হাজার সদস্যদের নিয়ে তাদের কার্যক্রম পরিচালনা করছে। উল্লেখ্য, গত ১ জুন ছিল বিশ্ব দুগ্ধ দিবস। এবারের প্রতিপাদ্য ‘ দুগ্ধের অপার শক্তিতে, মেতে উঠি একসাথে’।

চাঁপাইনবাবগঞ্জে সাঁওতাল বিদ্রোহ দিবস ও সাঁওতালি সংস্কৃতি মেলা

চাঁপাইনবাবগঞ্জে সাঁওতাল বিদ্রোহ দিবস ও সাঁওতালি সংস্কৃতি মেলা সদর উপজেলার আমনুরায় সাঁওতাল বিদ্রোহ দিবস ও সাঁওতালি সংস্কৃতি মেলা অনুষ্ঠিত হয়েছে। আজ আমনুরা মিশন স্কুল মাঠে সাঁওতাল বিদ্রোহের ১৭০ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) নাকিব হাসান তরফদার। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, সদর উপজেলা সমাজসেবা অফিসার কাঞ্চন কুমার দাস, মেনোনাইট সেন্ট্রাল কমিটি বাংলাদেশ প্রতিনিধি গ্রেগ ভ্যানডেরবিল্ট, প্রোগ্রাম অফিসার জেমস কিস্কুসহ স্থানীয় নেতৃবৃন্দ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ন্যাশনাল এজেন্সি ফর গ্রীণ রিভ্যুলেশন (এনএজিআর)’র নির্বাহী পরিচালক স্টেফান সরেন। অনুষ্ঠানে সাঁওতাল বিদ্রোহ দিবসের প্রবন্ধ পাঠ করেন এনএজিআর’র প্রোগ্রাম ম্যানেজার প্রদীপ হেমব্রম। আলোচনা সভায় আরো বক্তব্য দেন এনএজিআর’র নির্বাহী পরিচালনা পর্ষদ এর সদস্য ও উত্তরবঙ্গ আদিবাসী ফোরাম কেন্দ্রীয় কমিটির সভাপতি হিঙ্গু মুরমু, রবীন্দ্রনাথ হেমব্রম, ঝিলিম ইউপি সদস্য মাসুদ পারভেজ সহ অন্যরা। মেনোনাইট সেন্ট্রাল কমিটি (এমসিসি)’র অর্থায়নে, উত্তরবঙ্গ আদিবাসী ফোরাম ও আমনুরা মিশন যুব উন্নয়ন সংঘের সহযোগিতায় এই অনুষ্ঠানের আয়োজন করে ন্যাশনাল এজেন্সি ফর গ্রীণ রিভ্যুলেশন (এনএজিআর)। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন প্রদীপ হেমব্রম। অনুষ্ঠানে সাঁওতালি নেতৃবৃন্দ সাঁওতাল বিদ্রোহের ইতিহাস ও তাদের বিভিন্ন সমস্যরা কথা তুলে ধরেন। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে নাকিব হাসান তরফদার বলেন, আপনাদের যেকোন সমস্যা নিয়ে আমাদের কাছে আসবেন। আপনাদের সকল সমস্যা গুরুত্বসহারে সমাধানের সর্বাত্ত্বক চেষ্ঠা করব। অনুষ্ঠানে এনএজিআর’র নির্বাহী পরিচালক স্টেফান সরেন বলেন, এমসিসি’র অর্থায়নে সাঁওতালি ভাষায় রাজশাহী ও চাঁপাইনবাবগঞ্জ জেলার ৪টি উপজেলায় ১৫ টি প্রাক প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষা প্রদান করা হচ্ছে। এছাড়াও এনএজিআর অনগ্রসর জনগোষ্ঠীর মধ্যে শিক্ষা, স্বাস্থ্য, শান্তি স্থাপন, ঐতিহ্য-সংস্কৃতি সংরক্ষণ এবং সামাজিক সচেতনতা নিয়ে কাজ করছে। আমাদের লক্ষ্য হচ্ছে শিক্ষিত এবং বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠায় বাংলাদেশ সরকারকে সহযোগিতা করা। নির্বাহী পরিচালনা পর্ষদ এর সদস্য ও উত্তরবঙ্গ আদিবাসী ফোরাম কেন্দ্রীয় কমিটির সভাপতি হিঙ্গু মুরমু বলেন, আজকে সাঁওতাল বিদ্রোহের ১৭০ বছর পরেও সাঁওতাল জাতিসহ অন্যান্য অনগ্রসর জনগোষ্ঠী নিপীড়িত। ব্রিটিশ মহাজন, জোতদারদের বিরুদ্ধে এই সাঁওতালরা তীর ধনুক নিয়ে বুক চিতিয়ে রুখে দাড়িয়েছিল। আজ আবারও আমাদের সংঘবদ্ধ হতে হবে সমাজে বৈষম্যর বিরুদ্ধে সম্মিলিতভাবে তবেই সিধু-কানহু-চাঁদ-ভাইরোর নেতৃত্বে সংগঠিত হুল স্বার্থক হবে। অনুষ্ঠানে সংস্কৃতি মেলার ৩টি স্টলে সাঁওতাল বিদ্রোহের ইতিহাস ও সাঁওতালি সংস্কৃতি তুলে ধরা হয়। এছাড়াও সাঁওতালি ঐতিহ্য ও রীতির ডোবঃ-যোহার, সাঁওতালি দং, লাগড়ে, সহরায়, লাকেড়বানাম, দাঁসায়, ডানটা গান ও নাচ প্রদর্শন করা হয়। অনুষ্ঠানে চাঁপাইনবাবগঞ্জ সদর, নাচোল, গোদাগাড়ী ও নেয়ামতপুরের ৭’শতাধিক সাঁওতালি অংশ নেন।

আবু সাঈদ হত্যা মামলায় ২৬ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

আবু সাঈদ হত্যা মামলায় ২৬ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনের সময় নিহত আবু সাঈদ হত্যা মামলায় রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি হাসিবুরসহ ২৬ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। আজ দুপুরে এ আদেশ দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২। এর আগে আজ বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনের সময় নিহত বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র আবু সাঈদ হত্যা মামলার আনুষ্ঠানিক অভিযোগ ট্রাইব্যুনালে দাখিল করা হয়। এমামলায় ৩০ জনকে আসামি করা হয়েছে। গত ১৫ জুন জুলাই গণ-অভ্যুত্থানে রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র আবু সাঈদ হত্যা মামলায় আগামী ১৪ জুলাই তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

৪৪তম বিসিএসের চূড়ান্ত ফল আজ

৪৪তম বিসিএসের চূড়ান্ত ফল আজ ৪৪তম বিসিএসের চূড়ান্ত ফলাফল আজ প্রকাশ করা হচ্ছে। সন্ধ্যার মধ্যে সরকারি কর্ম কমিশনের (পিএসসি) ওয়েবসাইটে এই ফল প্রকাশ করা হবে বলে জানা গেছে। পিএসসির এক কর্মকর্তা জানিয়েছেন, ৪৪তম বিসিএসের ফল তৈরির কাজ শেষ পর্যায়ে রয়েছে। সবকিছু ঠিক থাকলে আজ এ ফলাফল প্রকাশ করা হবে। এদিকে চূড়ান্ত ফলাফলে প্রায় ৪০০টি ক্যাডার পদ বাড়ানোর প্রক্রিয়া শুরু করা হলেও শেষ পর্যন্ত তা বাড়ছে না। ফলে বিজ্ঞপ্তিতে থাকা শূন্য পদগুলোতে নিয়োগে সুপারিশ করবে। উল্লেখ্য, গত ৮ এপ্রিল পিএসসির প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠান শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে পিএসসি চেয়ারম্যান মোবাশ্বের মোনেম বলেছিলেন, ৪৪তম বিসিএস দ্রুত শেষ করার জন্য সবচেয়ে গুরুত্ব দিয়ে কাজ করছি। ৪৪তম বিসিএসের ভাইভা ১৭ জুনের মধ্যে শেষ করা হবে।