দেশে ফিরেছেন ৬৫ হাজার হাজি, মৃত্যু ৪২ জনের

দেশে ফিরেছেন ৬৫ হাজার হাজি, মৃত্যু ৪২ জনের হজ পালন শেষে দেশে ফিরেছেন ৬৪ হাজার ৮৬৪ জন হাজি। আর হজ করতে গিয়ে সৌদি আরবে মারা গেছেন ৪২ জন বাংলাদেশি। গতকাল ধর্ম মন্ত্রণালয়ের হজ পোর্টালের সর্বশেষ বুলেটিনে বলা হয়, এখন পর্যন্ত ১৭৬টি ফ্লাইটে হাজিরা দেশে ফিরেছেন। এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ৮২টি ফ্লাইটে ২৯ হাজার ৮৬০ জন এবং সৌদিয়া এয়ারলাইন্সের ৭১টি ফ্লাইটে ২৬ হাজার ২২৮ জন এবং সৌদি আরবের আরেক উড়োজাহাজ সংস্থা ফ্লাইনাসের ২৩টি ফ্লাইটে ৮ হাজার ৭৭৬ জন হাজি দেশে ফিরেছেন। ধর্ম মন্ত্রণালয় বলছে, ইতোমধ্যে ফিরতি পথের ৭৯ শতাংশ ফ্লাইট পরিচালনা করা হয়েছে। এসব ফ্লাইটে ৭৬ শতাংশ হাজি দেশে ফিরেছেন।
তালিবানকে স্বীকৃতিদানকারী প্রথম দেশ রাশিয়া

তালিবানকে স্বীকৃতিদানকারী প্রথম দেশ রাশিয়া প্রথম দেশ হিসেবে রাশিয়া আফগানিস্তানের তালিবান সরকারকে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দিয়েছে। আফগান পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকি এই সিদ্ধান্তকে ‘সাহসী’ পদক্ষেপ হিসেবে বর্ণনা করেছেন। গতকাল কাবুলে রাশিয়ার রাষ্ট্রদূত দিমিত্রি ঝিরনভের সঙ্গে সাক্ষাৎকালে মুত্তাকি রাশিয়ার এই স্বীকৃতিকে ‘ইতিবাচক সম্পর্ক ও পারস্পরিক সম্মানের নতুন অধ্যায়’ হিসেবে উল্লেখ করেন এবং এটিকে অন্য দেশগুলোর জন্য ‘উদাহরণ’ বলে দাবি করেন। তালিবানরা ২০২১ সালের আগস্টে ক্ষমতায় আসার পর থেকে আন্তর্জাতিক স্বীকৃতি ও বিনিয়োগের চেষ্টা চালিয়ে আসছে, যদিও মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ বাড়ছে। রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, ইসলামিক এমিরেট অব আফগানিস্তানের সরকারকে স্বীকৃতি দেয়ার মাধ্যমে দুই দেশের মধ্যে বাণিজ্য, শক্তি, কৃষি, পরিবহন ও অবকাঠামো খাতে সহযোগিতা আরও দৃঢ় হবে। এ ছাড়া, রাশিয়া আফগানিস্তানকে সন্ত্রাস ও মাদকবিরোধী লড়াইয়ে সাহায্য অব্যাহত রাখবে।
শ্রীলঙ্কা থেকে দুই দিনের জন্য যুক্তরাজ্যে যাচ্ছেন সিমন্স

শ্রীলঙ্কা থেকে দুই দিনের জন্য যুক্তরাজ্যে যাচ্ছেন সিমন্স স্বাগতিক শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে সিরিজ নিয়ে ব্যস্ত সময় পার করছে বাংলাদেশ দল। প্রথম ওয়ানডেতে ৭৭ রানে হেরেছে টাইগাররা। আগামীকাল দ্বিতীয় ওয়ানডেতে মাঠে দুই দল। তবে এমন সময়ে দলের প্রধান কোচ ফিল সিমন্সকে পাচ্ছেন না টাইগার ক্রিকেটাররা। দুই দিনের জন্য যুক্তরাজ্যে যাচ্ছেন তিনি। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ক্রিকেট পরিচালনা বিভাগের ব্যবস্থাপক নাফিস ইকবাল তথ্যটি নিশ্চিত করে জানান, সিমন্সের যুক্তরাজ্যে যাওয়ার বিষয়টি আগে থেকে নির্ধারিত ছিল। ৭ জুলাই আবার শ্রীলঙ্কায় দলের সঙ্গে যোগ দেবেন সিমন্স। যুক্তরাজ্যে গত ফেব্রুয়ারিতেই চিকিৎসককে দেখানোর কথা ছিল সিমন্সের। তবে ওই সময় বাংলাদেশ দলের হয়ে আইসিসি চ্যাম্পিয়নস ট্রফিতে ব্যস্ত থাকায় যেতে পারেননি।
হৃদয় ভাঙলে আলমারি পরিষ্কার করি-আদিত্য রায় কাপুর

হৃদয় ভাঙলে আলমারি পরিষ্কার করি-আদিত্য রায় কাপুর বলিউড অভিনেতা আদিত্য রায় কাপুর। ক্যারিয়ারের ১ যুগ পার করেছেন এই অভিনেতা। এরই মধ্যে বেশ কটি সফল সিনেমা উপহার দিয়েছেন। কাজের পাশাপাশি প্রেম জীবন নিয়ে বহুবার খবরের শিরোনাম হয়েছেন ৩৯ বছরের আদিত্য। আদিত্যর পরবর্তী সিনেমা ‘মেট্রো ইন দিনো’। এ সিনেমায় কথিত প্রেমিকা সারা আলী খানের সঙ্গে জুটি বেঁধে অভিনয় করেছেন তিনি। এটি পরিচালনা করেছেন অনুরাগ বসু। আগামী ৪ জুলাই মুক্তি পাবে সিনেমাটি। এ উপলক্ষে সিনেমাটির টিম নিয়ে একটি পডকাস্টে হাজির হন আদিত্য। আর সেখানে বেশ বিব্রতকর পরিস্থিতিতে পড়েন এই নায়ক। এ আলাপচারিতায় সঞ্চালক আদিত্যর কাছে জানতে চান, কেউ হৃদয় ভাঙলে (প্রেম ভেঙে গেলে) কী করেন? জবাবে আদিত্য রায় কাপুর বলেন, “কেউ হৃদয় ভাঙলে আলমারি পরিষ্কার করি।” এ কথা শুনে সঞ্চালক জানতে চান, আপনার আলমারি কী অপরিষ্কার থাকে? এ কথা শুনে হাসতে থাকেন আদিত্যসহ অন্যরা। এ সময় সারা আলী খানের কাছেও একই প্রশ্ন রাখা হয়। তবে সাইফ আলী খানের কন্যা পরিষ্কার জানান, তার কখনো কেউ ভাঙেনি। মাঝে মধ্যে মন খারাপ হয়। একই প্রশ্ন রাখা হয় ‘মেট্রো ইন দিনো’ সিনেমার অন্যতম অভিনেত্রী কঙ্কনা সেন শর্মার কাছেও। কঙ্কনা সেন শর্মা বলেন, “সত্যি বলতে এসব আমি মনে রাখি না। কিছু সময় মন খারাপ থাকে। তখন পরিষ্কার করি। নিজেকে কোনো কাজে ব্যস্ত রাখি।”
পাকিস্তান বিতর্কে নাসিরুদ্দিন শাহ দিলজিতের পাশে

পাকিস্তান বিতর্কে নাসিরুদ্দিন শাহ দিলজিতের পাশে দিলজিৎ দোসাঞ্ঝ ‘সর্দারজি ৩’ সিনেমায় একাধিক পাকিস্তানি শিল্পীদের সঙ্গে অভিনয় করে ভারতীয়দের রোষানলে পড়েছেন। এ ঘটনায় ক্ষমা চেয়েও রক্ষা পাননি তিনি। ভারতজুড়ে তার সিনেমা বয়কটের ডাক উঠেছে। বিশেষ করে পহেলগাঁম হামলার পর পাকিস্তানি শিল্পীদের ভারতীয় শোবিজে কাজ করতে দিতে নারাজ সবাই। এ কারণে নতুন সিনেমা নিয়ে ঝামেলায় পড়েছেন দিলজিৎ। এর মাঝেই তার পাশে দাঁড়িয়ে রীতিমতো বোমা ফাটালেন নাসিরুদ্দিন শাহ। এ প্রমঙ্গে নাসিরুদ্দিন শাহের মন্তব্য, ‘আমি দিলজিৎ দোসাঞ্ঝের পাশে রয়েছি। “জুমলা পার্টি”র লোকজন অপেক্ষাই করেছিল, কখন তাকে আক্রমণ করা যায়। ওই দলের লোকেরা হয়তো ভাবছে, অবশেষে দিলজিৎকে আক্রমণ করার জন্য কিছু একটা ইস্যু পাওয়া গেছে। তবে সিনেমার কাস্টিংয়ের দায়িত্ব তো দিলজিতের নয়, ওটা পরিচালকের। যাকে নিয়ে কেউ কথাই বলছেন না। পরিচালককে কেউ চেনেই না। আসলে দিলজিতের গোটা বিশ্বে খ্যাতি রয়েছে। তাই সবাই ওকে আক্রমণের জন্য বেছে নিয়েছে। তার মনে তো বিষ নেই। তাই সিনেমার অভিনেতাদের নিয়ে আগে থেকে ও কিছু ভাবেনি।’ তিনি আরও বলেন, ‘যারা দিলজিতের বিরোধিতা করছে তারা চায়, যে প্রতিটি ভারতীয় তাদের পাকিস্তানি বন্ধুবান্ধব এবং পরিবারের সদস্যদের সাথে সম্পর্ক ছিন্ন করুক। এই গুন্ডাদের মূল উদ্দেশ্য, ভারত-পাকিস্তানের জনগণের মধ্যে ব্যক্তিগতভাবে যোগাযোগ বন্ধ করে দেওয়া। পাকিস্তানে আমার ঘনিষ্ঠ আত্মীয়স্বজন এবং কিছু প্রিয় বন্ধুবান্ধব আছেন। তাই কেউ আমাকে তাদের সঙ্গে দেখা করতে বা ভালোবাসা বিনিময়ে বাধা দিতে পারে না। এবং যারা আমাকে “পাকিস্তানে যাও” বলবেন, তাদের প্রতি আমার প্রতিক্রিয়া হল “আপনি কৈলাসে যান”।’ পহেলগাঁমে বৈসরন উপত্যকায় ধর্মের নামে নির্বিচারে হত্যাকাণ্ডের ঘটানোর সন্ত্রাসে পাকিস্তানের বিরুদ্ধে নতুন করে ভারতের মনে ক্ষোভ-বিদ্বেষের সঞ্চার হয়েছে। যার কারণে রোষানলে পড়তে হচ্ছে পাকিস্তানি তারকাদেরও। প্রতিবেশী দেশের তারকাদের শোকপ্রকাশ দেখে নেটপাড়ার একাংশ কঠিন হৃদয়ের বলেও কটাক্ষ করেছেন। শুধু তাই নয়, বারবার বিশ্বাসঘাতকতার অভিযোগে পাকিস্তানের কোনো শিল্পীকেই ভারতের আসতে দিতে নারাজ চলচ্চিত্র সংগঠনগুলো। জঙ্গিহামলার কারণে প্রতিবেশী দেশের শিল্পীরা যখন রোষানলে, তখন এমন আবহে পাকিস্তানের সুন্দরী হানিয়া আমিরের সঙ্গে পর্দায় রোম্যান্সে মজেছেন দিলজিৎ দোসাঞ্ঝ। আর সেই ভিডিও প্রকাশ্যে আসতেই প্রতিবাদে জ্বলে উঠেছিলেন নেটনাগরিকরা। এবার আপত্তি জানিয়েছে বিজেপিপন্থী চলচ্চিত্র সংগঠন। জানা গেছে, ‘সর্দার ৩’ সিনেমায় হানিয়া আমির, নাসির চিন্যোতি, ড্যানিয়েল খাওয়ার এবং সেলিম আলবেলার মতো একাধিক পাকিস্তানি তারকা রয়েছে। এ কারণেই দিলজিতের কাণ্ডজ্ঞান নিয়ে ওই চলচ্চিত্র সংগঠনগুলো ক্ষেপেছে।
বাংলাদেশ-শ্রীলঙ্কা প্রথম ওয়ানডে আগামীকাল

বাংলাদেশ-শ্রীলঙ্কা প্রথম ওয়ানডে আগামীকাল টেস্ট সিরিজ শেষ। এবার ওয়ানডেতে মুখোমুখি হওয়ার পালা। বাংলাদেশ ও শ্রীলঙ্কা এবারের দ্বিপক্ষীয় সিরিজে তিনটি ওয়ানডে খেলবে। তিন ম্যাচ সিরিজের প্রথম ম্যাচ আগামীকাল অনুষ্ঠিত হবে। কলম্বোর আর প্রেমাদাসা স্টেডিয়ামে হবে ম্যাচটি। দিবারাত্রির ম্যাচটি বাংলাদেশ সময় বিকেল ৩টায় শুরু হবে। সরাসরি দেখাবে টি স্পোর্টস। দুই দলের এটি একাদশতম দ্বিপক্ষীয় সিরিজ। এর আগের দশ দ্বিপক্ষীয় সিরিজের ছয়টিতে শ্রীলঙ্কা জিতেছে। বাংলাদেশের জয় দুটিতে। দুটিতে সিরিজ অমীমাংসিত থেকে। এছাড়া মহাদেশীয়, বৈশ্বিক প্রতিযোগিতা মিলিয়ে দুই দল ৫৭ ম্যাচে মুখোমুখি হয়েছে। যেখানে সাফল্যের হার বেশি শ্রীলঙ্কারই। ৪৩ ম্যাচে জিতেছে তারা। বাংলাদেশ তাদের হারাতে পেরেছে ১২ ম্যাচে। ২ ম্যাচে কোনো ফল আসেনি। তবে অতীতের পরিসংখ্যানের সঙ্গে সাম্প্রতিক পারফরম্যান্সে ব্যবধান রয়েছে। দুই দলের সবশেষ দুই দ্বিপক্ষীয় সিরিজ বাংলাদেশ জিতেছে। এছাড়া শেষ ৯ মুখোমুখি লড়াইয়ের ৫টিতেই জিতেছে বাংলাদেশ। যেখানে ২০২৩ সালের দিল্লির বিশ্বকাপের ম্যাচও রয়েছে। টাইমড আউটের কারণে যে ম্যাচ স্বর্ণাক্ষরে লেখা আছে। লম্বা সময় পর বাংলাদেশ এবার পূর্ণাঙ্গ সিরিজ খেলতে শ্রীলঙ্কা গেছে। সবশেষ ২০১৭ সালে দুই টেস্ট, তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলেছিল দুই দল। এবারও টেস্ট সিরিজ দিয়ে শুরু হয়েছিল সফর। গলে প্রথম ম্যাচে বাংলাদেশ দারুণ পারফর্ম করেছিল। একটু সাহসিকতা দেখালে ম্যাচটা নিজেদের পক্ষেও আনতে পারত। কিন্তু কলম্বোর এসএসসিতে দ্বিতীয় ম্যাচে অসহায় আত্মসমর্পণ করে বাংলাদেশ। যার ফলে টেস্ট সিরিজ খোয়াতে হয় ১-০ ব্যবধানে। একই সঙ্গে টেস্ট চ্যাম্পিয়নশিপের চতুর্থ চক্রে একটি পরাজয়কে সঙ্গী করে বাংলাদেশ। এবার ওয়ানডের পালা। দুই বছর পর বাংলাদেশ শ্রীলঙ্কায় ওয়ানডে খেলবে। সবশেষ এশিয়া কাপে দুই দলের দেখা হয়েছিল। এরপর দিল্লি ও চট্টগ্রামে চার ওয়ানডে খেলে দুই দল। ২০২৪ সালে বাংলাদেশ সফরে গিয়ে ২-১ ব্যবধানে ওয়ানডে সিরিজ হারায় শ্রীলঙ্কা। এবার ঘরের মাঠে তারা কী প্রতিশোধ নিতে পারবে? সময়ের কাছেই প্রশ্নটা তোলা থাক। এই ম্যাচ দিয়ে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু হবে মেহেদী হাসান মিরাজের। শান্তর কাছ থেকে অধিনায়কত্ব ‘ছিনিয়ে’ মিরাজকে ওয়ানডে অধিনায়ক করা হয়েছে। বোর্ডের সিদ্ধান্ত ভালোভাবে নেননি শান্ত। এজন্য টেস্ট অধিনায়কত্ব ছেড়েছেন। যা নিশ্চিতভাবেই মিরাজের ওপর বাড়তি চাপ তৈরি করতে যাচ্ছে। মিরাজকে এর আগেও অস্থায়ী অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করতে হয়েছে শান্তর অনুপস্থিতিতে। গত বছর ওয়েস্ট ইন্ডিজ সফরে। যেখানে ৩-০ ব্যবধানে হোয়াইটওয়াশ হয়েছিল বাংলাদেশ। এবার মিরাজ যুগ পাকাপাকিভাবে শুরু হতে যাচ্ছে। এবার তার অধীনে বাংলাদেশ কেমন করে সেটাই দেখার।
সঞ্চয়পত্রের নতুন মুনাফার হার কার্যকর আজ

সঞ্চয়পত্রের নতুন মুনাফার হার কার্যকর আজ জাতীয় সঞ্চয় অধিদপ্তরের আওতায় পরিচালিত পাঁচটি সঞ্চয় কর্মসূচির মুনাফার হার কমিয়ে প্রজ্ঞাপন জারি করেছে অর্থ মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ সম্পদ বিভাগ। স্কিমের ধরন অনুযায়ী নতুন মুনাফার হার সর্বোচ্চ ১১ দশমিক ৮২ শতাংশ থেকে ১১ দশমিক ৯৮ শতাংশ পর্যন্ত করা হয়েছে। আজ থেকে এই মুনাফার হার কার্যকর হবে। এর আগে গত ১ জানুয়ারি সঞ্চয়পত্রের মুনাফার হার নির্ধারণ করা হয়। সে সময় স্কিমের ধরন অনুযায়ী মুনাফার হার সর্বোচ্চ নির্ধারণ করা হয়েছিল ১২ দশমিক ২৫ শতাংশ থেকে ১২ দশমিক ৫৫ শতাংশ পর্যন্ত। রাষ্ট্রপতির আদেশে সোমবার (৩০ জুন) সঞ্চয়পত্রের নতুন হার নির্ধারণ করে প্রজ্ঞাপন জারি করা হয়। এতে স্বাক্ষর করেন সহকারী সচিব মো. মোবারক হোসেন। মুনাফার হার কমানো পাঁচ স্কিমের মধ্যে রয়েছে- পরিবার সঞ্চয়পত্র, পাঁচ বছর মেয়াদি বাংলাদেশ সঞ্চয়পত্র, তিন মাস অন্তর মুনাফাভিত্তিক সঞ্চয়পত্র, পেনশনার সঞ্চয়পত্র এবং পোস্ট অফিস ফিক্সড ডিপোজিট বা ডাকঘর সঞ্চয় ব্যাংক মেয়াদী হিসাব। আগের মতো সঞ্চয়পত্রের বিনিয়োগকারীদের দুটি ধাপ রাখা হয়েছে। প্রথম ধাপ ৭ লাখ ৫০ হাজার টাকার নিচের বিনিয়োগকারী। দ্বিতীয় ধাপটি হলো ৭ লাখ ৫০ হাজার টাকার ওপরের বিনিয়োগকারী। প্রজ্ঞাপনে জাতীয় সঞ্চয় স্কিমের আওতায় ওয়েজ আর্নার ডেভেলপমেন্ট বন্ড, ইউএস ডলার প্রিমিয়াম বন্ড, ইউএস ডলার ইনভেস্টমেন্ট বন্ড এবং ডাকঘর সঞ্চয় ব্যাংক সাধারণ হিসাব এই চারটি স্কিমের মুনাফার হার অপরিবর্তিত রাখা হয়েছে।
যারা ইনসিকিউরড তারাই নিজেদের ব্যক্তিগত জীবন বিক্রি করে : জয়া

যারা ইনসিকিউরড তারাই নিজেদের ব্যক্তিগত জীবন বিক্রি করে : জয়া নিজের অভিনয় দিয়ে দুই বাংলার অগণিত দর্শকের মন জয় করে নিয়েছেন জয়া আহসান। আজ ঢাকায়, তো কাল কলকাতায়, এ যেন তার এখন চিরচেনা রুটিন। আজ জনপ্রিয় এ তারকার জন্মদিন। বিশেষ এই দিনে ভক্ত-অনুরাগীদের শুভেচ্ছা ও ভালোবাসায় সিক্ত হচ্ছেন জয়া। তাদের প্রতি কৃতজ্ঞতা জানাতেও ভোলেননি তিনি। কাজ নিয়ে কথা বলতে পছন্দ করলেও নিজের ব্যক্তিগত জীবন গোপন রাখতে চান। এটা তার সচেতন সিদ্ধান্ত বলেই জানিয়েছেন তিনি। জয়া আহসান বলেন, ‘একদমই আমার সচেতন সিদ্ধান্ত। আমি মনে করি, রিলেশনশিপ, ব্যক্তিগত বিষয় যত বেশি লোকের জানাজানি হবে—তত বেশি সম্পর্ক নষ্ট হয়, এটা আমার বিশ্বাস।’ জয়ার প্রেম নিয়েও প্রায়ই কথা উঠে, এমন প্রসঙ্গে অভিনেত্রী স্পষ্ট বললেন, ‘একা আছি কি না, এটা একমাত্র আমিই বলতে পারব। এটার উত্তর আমি দেব না, একা আছি কি নেই। কিন্তু দর্শক জয়া আহসানের যে ইমেজটা দেখে, তাতে তো ভালো লাগে। কারণ এ ইমেজটাই তো আমি তৈরি করতে চেয়েছিলাম। সেটাই আছে। আমি আমার ব্যক্তিগত জায়গায় অনুপ্রবেশ করতে দিতে চাই না আসলে। ব্যক্তিগত তো আসলে ব্যক্তিগত। ওটা আমার কাজের জীবনে কোনো উপকারে আসবে না। ’তাহলে কেন আমি তা খামোখা প্রকাশ করব? আমি শুধু কাজ দিয়ে দর্শকের খুব আগ্রহের জায়গায় রয়েছি। কাজ দিয়ে যারা আগ্রহের জায়গা নেই, কাজ নিয়ে যারা ইনসিকিউরড তারাই নিজেদের ব্যক্তিগত জীবন, সংগ্রাম বিক্রি করে—সেগুলো আমার পছন্দ নয়। আমরা সেটা করার প্রয়োজন হয়নি।
ফাঁস হওয়া ফোনালাপে থাইল্যান্ডের প্রধানমন্ত্রী সাময়িক বরখাস্ত

ফাঁস হওয়া ফোনালাপে থাইল্যান্ডের প্রধানমন্ত্রী সাময়িক বরখাস্ত থাইল্যান্ডের সাংবিধানিক আদালত দেশটির প্রধানমন্ত্রী পেতংতার্ন সিনাওয়াত্রাকে বরখাস্ত করেছে। সাবেক কম্বোডিয়ান নেতা হুন সেনের সাথে ফাঁস হওয়া ফোনালাপের কারণে তিনি পদত্যাগের চাপে ছিলেন। পেতংতার্ন তাকে চাচা বলে সম্বোধন করেছেন এবং একজন থাই সামরিক কমান্ডারের সমালোচনা করেছেন। এই ক্লিপটি জনসাধারণের ক্ষোভের জন্ম দিয়েছে। তাকে বরখাস্ত করার জন্য একটি আবেদন করা হয়েছে, যা আদালত এখন বিবেচনা করছে। এর ফলে পায়েতংতার্ন হলেন শক্তিশালী সিনাওয়াত্রা বংশের তৃতীয় রাজনীতিবিদ যিনি তাদের মেয়াদ শেষ করার আগেই ক্ষমতা হারান। দুই সপ্তাহ আগে একটি গুরুত্বপূর্ণ রক্ষণশীল মিত্র ক্ষমতা ত্যাগ করার পর তার ক্ষমতাসীন জোট ইতিমধ্যেই ক্ষীণ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ঝাঁপিয়ে পড়ছে। গত মে মাসে থাইল্যান্ড ও কম্বোডিয়ার বিতর্কিত এক সীমান্ত অঞ্চলে দুই দেশের সেনাদের মধ্যে সংঘর্ষ হয়। এতে দুই দেশের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। তবে থাই প্রধানমন্ত্রী পেতংতার্নের সঙ্গে কম্বোডিয়ার সাবেক প্রধানমন্ত্রী হুন সেনের ফোনের আলোচনা ফাঁস হলে পরিস্থিতি ঘোলাটে হয়ে ওঠে। ফোনালাপে পেতংতার্ন থাইল্যান্ডের এক সেনা কর্মকর্তার সমালোচনা করেন এবং হুন সেনকে ‘আংকেল’ বলে ডেকে তাঁর প্রতি অতিমাত্রায় নমনীয় আচরণ করেন বলে জনগণের মধ্যে ধারণা তৈরি হয়। এরপরই পেতংতার্নের পদত্যাগের দাবিতে রাজপথে নামেন মানুষ। সাংবিধানিক আদালতে পিটিশন দায়ের করা হয়। সাংবিধানিক আদালতে আজ ভোটাভুটি হয়। আদালত ৭-২ ভোটে প্রধানমন্ত্রী পেতংতার্নকে বরখাস্তের সিদ্ধান্ত নেন। প্রধানমন্ত্রী পেতংতার্নকে আত্মপক্ষ সমর্থনের জন্য ১৫ দিনের সময় দেওয়া হয়েছে। এ সময়ে থাইল্যান্ডের উপপ্রধানমন্ত্রী সুরিয়া জুংরুংরুয়াংকিত দেশের ভারপ্রাপ্ত নেতার দায়িত্ব পালন করবেন। থাইল্যান্ডে সেনাবাহিনীর প্রকাশ্যে সমালোচনার সুযোগ নেই বললে চলে। কারণ, দেশটির সেনাবাহিনী রাজনীতিতে দীর্ঘদিন ধরে ব্যাপক প্রভাব বজায় রেখে আসছে। ফোনালাপ ফাঁস হওয়ার পর প্রধানমন্ত্রী পেতংতার্ন দুঃখ প্রকাশ করেছেন।
ম্যানসিটিকে কাঁদিয়ে রূপকথার জয়ে শেষ আটে আল হিলাল

ম্যানসিটিকে কাঁদিয়ে রূপকথার জয়ে শেষ আটে আল হিলাল ক্লাব বিশ্বকাপের নক আউট পর্বে সবচেয়ে বড় চমক দেখালো সৌদি আরবের ক্লাব আল হিলাল। রূপকথার জয়ে ম্যানচেস্টার সিটিকে বিদায় করে কোয়ার্টার-ফাইনালে পৌঁছে গেল আল হিলাল। বাংলাদেশ সময় মঙ্গলবার (১ জুলাই) সকাল পৌনে ১০টায় শেষ হওয়া ম্যাচে অতিরিক্ত সময়ে গড়ানো রোমাঞ্চে ঠাসা ম্যাচে পেপ গুয়ার্দিওলার দলকে ৪-৩ গোলে হারায় সৌদি আরবের ক্লাবটি। আল হিলালের জয়ের নায়ক মার্কোস লেওনার্দো। প্রথমার্ধে ১-০ গোলে পিছিয়ে থাকা দলকে দ্বিতীয়ার্ধের শুরুতেই সমতায় ফেরান ২২ বছর বয়সী ফরোয়ার্ড। পরে ১১৩তম মিনিটে জয়সূচক গোলটিও করেন তিনি। আরেক ব্রাজিলিয়ান মালকমও করেন একটি গোল। আল হিলালের বাকি গোলটি করেন সেনেগালের ডিফেন্ডার কালিদু কুলিবালি। ম্যাচজুড়ে অসাধারণ পারফরম্যান্সে বারবার দলকে রক্ষা করেন আল হিলালের গোলকিপার বোনু। ম্যান সিটির হয়ে জালের দেখা পান বের্নার্দো সিলভা, আর্লিং হালান্ড ও ফিল ফোডেন। অরল্যান্ডোর ক্যাম্পিং ওয়ার্ল্ড স্টেডিয়ামে বল নিয়ন্ত্রণে রাখা, গোলে শট, সব পরিসংখ্যানেই অনুমিতভাবেই বিশাল ব্যবধানে এগিয়ে ছিল ম্যানচেস্টার সিটি। ম্যাচের ৬৯ শতাংশ সময় বল ছিল তাদের কাছে। গোলে ৩০টি শট নেয় তারা, এর ১৪টি ছিল লক্ষ্যে। কিন্তু কাজে লাগে কেবল ৩টি। আল হিলাল গোলে শট নেয় ১৭টি। তবে লক্ষ্যে ছিল কেবল ৬টি। এর ৪টিতেই সফল হয়ে বাজিমাত করে তারা। ম্যাচের নবম মিনিটে জটলা থেকে গোল করে সিটিকে এগিয়ে দেন বের্নার্দো সিলভা। তবে আল হিলালের ফুটবলারদের জোর প্রতিবাদে কান দেননি রেফারি। ২৪তম মিনিটে আরেকটি সুবর্ণ সুযোগ পায় সিটি। এবার হালান্ডের পাস থেকে বক্সের ভেতর বল পেয়ে সাভিনিয়ো গোলকিপার বোনুকে কাটিয়ে যান। কিন্তু বোনু হাল ছাড়েননি। নিজেকে দ্রুত সামলে নিয়ে সাভিনিয়োর শট ঠেকিয়ে দেন তিনি। সিটির আক্রমণ চলতে থাকে। ৩০, ৩৮ ও ৪৪তম মিনিটে তিন দফায় দলকে রক্ষা করেন বোনু। দ্বিতীয়ার্ধের শুরু থেকে বদলে যায় চিত্র। প্রথম মিনিটেই সমতায় ফেরে আল হিলাল। বিপজ্জনকভাবে বল নিয়ে সিটির বক্সে ঢুকে যান মালকাম। জটলার মধ্যে এক পর্যায়ে তার শট ফিরিয়ে দেন সিটির গোলকিপার এদেরসন, কিন্তু সিটির একজনের পায়ে লেগে আসা বলে হেড করে জালে পাঠান লেওনার্দো। ছয় মিনিট পর আল হিলাল এগিয়ে যায় চোখধাঁধানো এক পাল্টা আক্রমণে। নিজেদের বক্সের ঠিক বাইরে থেকে দুর্দান্ত এক পাস বাড়ান জোয়াও কান্সেলো। মাঝমাঠের একটু ওপর থেকে বল নিয়ে গুলির বেগে এগিয়ে যান মালকাম, সিটির বক্সে ঢুকে গোলকিপারকে পরাস্ত করেন তিনি নিখুঁত ফিনিশিংয়ে। মিনিট তিনেক পরই কর্নার থেকে জটলার মধ্যে হালান্ডের টোকায় সমতায় ফেরে সিটি। সিটি এরপর দফায় দফায় আক্রমণ করতে থাকে। কিন্তু কখনও অল্পের জন্য বল চলে যায় বাইরে দিয়ে, কখনও বাধার দেয়াল হয়ে দাঁড়ান বোনু। ৮৫তম মিনিটে বোনুর দারুণ এক সেভের পর ফিরতি বলে গোললাইন থেকে কোনোমতে রক্ষা করেন আল হিলালের আলি লাজামি। একটু পরই বক্সের বাইরে থেকে নেওয়া রুবেন দিয়াসের জোরাল শট ঠেকান বোনু। ৯০ মিনিট শেষে অতিরিক্ত সময়ের পঞ্চম মিনিটে রুবেন নেভেসের কর্নার থেকে দারুণ হেডে আল হিলালকে এগিয়ে দেন কুলিবালি। ১০৪তম মিনিটে গোছানো আক্রমণ থেকে হায়ান শেহকির অসাধারণ ক্রস থেকে ফোডেনের চমৎকার ফিনিশিংয়ে আবার সমতায় ফেরে সিটি। কিন্তু শেষ রক্ষা হয়নি পেপ গার্দিওলার দলের। ১১৩তম মিনিটে সের্গেই মিলিনকোভিচের হেড ডাইভ দিয়ে রক্ষা করেন সিটি গোলকিপার, কিন্তু বল যায় সামনেই থাকা লেওনার্দোর কাছে। বল তার পেটে লাগার পর তিনি পড়িমরি করে পড়ে গেলেও কোনেরকমে পা ছুঁইয়ে পাঠাতে পারেন জালে। পরের সময়টায় গোলের জন্য মরিয়া হয়ে ওঠে সিটি। এর ফাঁকে সুযোগ পেয়ে পাল্টা আক্রমণ করে আল হিলাল। কিন্তু দুই দলের খেলায়ই তো ক্লান্তির ছাপ স্পষ্ট। কোনো দলই আর গোল করতে পারেনি। এ দিনের আগের এক ম্যাচে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের রানার্স আপ ইন্টার মিলানকে ২-০ গোলে হারিয়ে চমক দেখায় ফ্লুমিনেসি। তাদের সঙ্গেই কোয়ার্টার-ফাইনালে লড়বে আল হিলাল। এটি তাই নিশ্চিত, সেমি-ফাইনালে খেলবে ব্রাজিল কিংবা সৌদি আরবের একটি ক্লাব।