জন্মদিনে ধুরন্ধর’-এ ভয়ংকর রূপে ঝড় তুললেন রণবীর

জন্মদিনে ধুরন্ধর’-এ ভয়ংকর রূপে ঝড় তুললেন রণবীর নিজের ৪০তম জন্মদিনে অনুরাগীদের জন্য বড়সড় উপহার দিলেন বলিউড সুপারস্টার রণবীর সিং। প্রকাশ করলেন তার নতুন সিনেমা ‘ধুরন্ধর’-এর ফার্স্ট লুক টিজার। রোববার (৬ জুলাই) দুপুরে নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে ফার্স্ট লুকের একটি ভিডিও শেয়ার করেন রণবীর। ক্যাপশনে লেখেন, ‘একটা নরক উঠবে! দ্য আননোন ম্যান’-এর আসল গল্প সামনে আসবে।’ ভিডিওর শুরুতেই দেখা যায় একটি আলো-আধারি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন তিনি, পেছনে ভেসে আসছে তাঁর কণ্ঠস্বর। মুহূর্তেই ভয়ংকর রূপে হাজির হন তিনি—রক্তাক্ত মুখ, লম্বা চুল, গালজোড়া লম্বা দাড়ি আর সিগারেট হাতে। টিজারে দারুণ অ্যাকশন দৃশ্য ও চরিত্রের গা ছমছমে অভিব্যক্তি দর্শকদের মধ্যে আগ্রহ জাগিয়েছে। এ ছবিতে রণবীরের সঙ্গে আরও আছেন সঞ্জয় দত্ত, অক্ষয় খান্না, আর মাধবন ও অর্জুন রামপাল। ভক্তদের অনেকেই মন্তব্য করেছেন, “অবশেষে কামব্যাক!”, “এটা আগুন!”—ফার্স্ট লুক ঘিরে ব্যাপক সাড়া ফেলেছে সোশ্যাল মিডিয়ায়। পরিচালনায় আছেন আদিত্য ধর, যিনি এর আগে ‘উরি’–এর মতো সুপারহিট ছবি উপহার দিয়েছেন। ‘ধুরন্ধর’ মুক্তি পাবে ৫ ডিসেম্বর ২০২৫-এ।

 লুকিয়ে রাখা বাচ্চা এনে দিলে ২০ হাজার ডলার ভিক্ষা: তিশা

লুকিয়ে রাখা বাচ্চা এনে দিলে ২০ হাজার ডলার ভিক্ষা: তিশা ছোট পর্দার আলোচিত অভিনেত্রী তানজিন তিশা। কাজের বাইরেও নানা কারণে আলোচনায় থাকেন। শোবিজ অঙ্গনের তারকাদের সঙ্গে প্রেমের সম্পর্কে জড়ানোর গুঞ্জনে একাধিকবার খবরের শিরোনাম হয়েছেন। একাধিক গোপন বিয়ে, এক সন্তানের মা হয়েছেন— এমন খবরও পেয়েছেন তানজিন তিশা। চিত্রনায়ক জায়েদ খান সঞ্চালিত ‘ফ্রাইডে নাইট উইথ জায়েদ খান’ অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত হয়ে বিয়ে ও সন্তান প্রসঙ্গে কথা বলেন তানজিন তিশা। গতকাল তানজিন তিশার বেশ কটি ছবি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে। তাতে শিশুসন্তানের সঙ্গে দেখা যায় তাকে। দাবি করা হয়— “এই শিশু তানজিন তিশার।” এসব ছবি এখন অন্তর্জালে ভাইরাল। এ ঘটনার কয়েক ঘণ্টা পর ফেসবুকে দেওয়া পোস্টে ক্ষোভ ঝারেন ৩২ বছর বয়সি তিশা। অন্তর্জালে ছড়িয়ে পড়া শিশুর পরিচয় দিয়ে এ স্ট্যাটাসে তানজিন তিশা বলেন, “অসভ্যদের জন্য সুবর্ণ সুযোগ! যে অসভ্যরা আমার আদরের ভাগ্নে-ভাগ্নিকে নিয়ে তোলা ছবি; আমার লুকিয়ে রাখা সন্তান হিসেবে ভুঁইফোড় অনলাইন পোর্টালে নিউজ করে ২০ ডলার উপার্জনের জন্য!” ২০ হাজার ডলার ভিক্ষা দেওয়ার ঘোষণা দিয়ে তানজিন তিশা বলেন, “সেই সব অসভ্যদের বলছি— এখন পর্যন্ত আমার লুকিয়ে রাখা যত বাচ্চাকাচ্চা আছে তাদের আমার কাছে পৌঁছে দিলে ২০ হাজার ডলার ভিক্ষা দিবো। যদি বাচ্চাকাচ্চাগুলোকে আমার কাছে পৌঁছাতে না পারিস তো? নিজ গালে, নিজ উদ্যোগে, জুতা মার তালে তালে।”

নাচোলে চোরাই মোটরসাইকেলসহ যুবক আটক

নাচোলে চোরাই মোটরসাইকেলসহ যুবক আটক নাচোল উপজেলা থেকে চোরাই মোটরসাইকেলসহ এক যুবককে আটক করা হয়েছে। আটক যুবক তিনি নাচোল পৌর শ্রীরামপুর মহল্লার শামিমের ছেলে রকি। পুলিশ জানায়, গতকাল সন্ধ্যার দিকে নাচোল রেলওয়ে স্টেশন এলাকা সংলগ্ন শ্রীরামপুর এলাকা থেকে রকিকে আটক করা হয়। গতকাল রাতে চাঁপাইনবাবগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার ওয়াসিম ফিরোজ রকিকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন। নাচোল থানার অফিসার ইনচার্জ (ওসি) মনিরুল ইসলাম বলেন, রকির নামে পূর্বের একটি মামলা রয়েছে। গোপন খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে তাঁকে একটি চোরাই মোটরসাইকেলসহ আটক করা হয়। এ ঘটনায় মামলা দায়েরের বিষয়টি প্রক্রিয়াধীণ বলেও জানান ওসি।

জুলাই অভ্যুত্থানে ১১ মেয়ে ও ১৩৫ শিশু শহীদ – শারমিন মুরশিদ

জুলাই অভ্যুত্থানে ১১ মেয়ে ও ১৩৫ শিশু শহীদ – শারমিন মুরশিদ অন্তর্বর্তী সরকারের সমাজ কল্যাণ উপদেষ্টা শারমিন মুরশিদ বলেছেন, দেশের ইতিহাসে এই প্রথমবার জুলাই অভ্যুত্থানে ১১ মেয়ে ও ১৩৫ শিশু শহীদ হয়েছে। তাদের পরিবারের চোখের জল মুছতে চাই। আজ সকালে নারায়ণগঞ্জের শহরের নয়ামাটি এলাকায় ৬ বছর বয়সী শহীদ শিশু রিয়া গোপের পরিবারের খোঁজখবর নিতে গিয়ে তিনি এসব কথা বলেন। উপদেষ্টা শারমিন মুরশিদ বলেন, ব্যস্ততার অজুহাত দেব না, নানা ব্যস্ততার জন্য ছুটে আসতে পারিনি। কিন্তু এবার পুরো জুলাই মাসকেই ডেডিকেটেড করেছি, জুলাই আন্দোলনে যারা চলে গেছে তাদের কাছে গিয়ে বলা যে আমরা তোমাদের ভুলিনি এবং তোমাদের ভুলব না। শহীদদের যে কারণে এই আত্মত্যাগ একটি সুন্দর সমাজ ও নিরাপদ বাংলাদেশ সেটি গড়তে কাজ করছে অন্তর্বর্তীকালীন সরকার। ২৪-র জুলাই অভ্যুত্থানে যারা শহীদ হয়েছেন, যাদের আত্মত্যাগের বিনিময়ে দেশ স্বৈরাচারমুক্ত হয়েছে, তাদের শ্রদ্ধায় স্মরণ রাখবে রাষ্ট্র ও দেশের মানুষ।

‘মবে’ জড়িতদের ছাড় নয় বলেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা

‘মবে’ জড়িতদের ছাড় নয় বলেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা মব বা দলবদ্ধ হানাহানির ঘটনায় জড়িতদের কোনোভাবেই ছাড় দেয়া হবে না বলে স্পষ্ট বার্তা দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি বলেছেন, অপরাধী যতই শক্তিশালী হোক না কেন, তাকে খুঁজে বের করে আইনের আওতায় আনা হবে। আজ রাজধানীর উত্তরা পূর্ব থানা পরিদর্শন শেষে উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, আগে এমন অনেক ঘটনা (মব) ঘটলেও খবর পেতাম না। এখন সামাজিক যোগাযোগ ম্যাধ্যমে বিস্তৃত পরিসরে সব তথ্য পাওয়া যাচ্ছে। আগের চেয়ে মবের সংখ্যা অনেকটা কমে এলেও সম্প্রতি কিছু এলাকায় আবারও এমন ঘটনা ঘটেছে। এসব নিয়ে অত্যন্ত কঠোর অবস্থানে আছি। ভবিষ্যতেও মবের সঙ্গে কেউ জড়িত থাকলে তাকে আইনের আওতায় আনা হবে বলে জানান স্বরাষ্ট্র উপদেষ্টা।

সারা দেশে ডেঙ্গু আক্রান্ত ১২ হাজার ছাড়াল

সারা দেশে ডেঙ্গু আক্রান্ত ১২ হাজার ছাড়াল গত ২৪ ঘণ্টায় সারা দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে কেউ মারা যাননি। এই সময়ে মোট ডেঙ্গু আক্রান্ত হয়েছেন আরও ৩১৭ জন। চলতি বছরের ৬ জুলাই পর্যন্ত মোট ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১২ হাজার ২৭১ জনে। আজ স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে পাঠানো ডেঙ্গুবিষয়ক এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, ২৪ ঘণ্টায় ৩২৫ জন ডেঙ্গুরোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। চলতি বছরে এ যাবত মোট ১০ হাজার ৯৯৮ জন রোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। চলতি বছরের ৬ জুলাই পর্যন্ত মোট ডেঙ্গু আক্রান্ত হয়েছে ১২ হাজার ২৭১ জন। চলতি বছরে এ যাবত ডেঙ্গুতে ৪৫ জন মারা গিয়েছেন।

হজ করে দেশে ফিরলেন ৬৬ হাজার ৩৬২ বাংলাদেশি

হজ করে দেশে ফিরলেন ৬৬ হাজার ৩৬২ বাংলাদেশি পবিত্র হজ সম্পন্ন করে দেশে ফিরেছেন ৬৬ হাজার ৩৬২ বাংলাদেশি। এদিকে হজ পালনকালে এখন পর্যন্ত ৪৩ বাংলাদেশির মৃত্যু হয়েছে। আজ ধর্ম মন্ত্রণালয়ের হজ ব্যবস্থাপনা পোর্টালের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। এয়ারলাইন্স, সিভিল এভিয়েশন অথরিটি অব বাংলাদেশ, বাংলাদেশ হজ অফিস ঢাকা ও সৌদি আরবের সূত্রে হজ বুলেটিনের আইটি হেল্প ডেস্ক জানিয়েছে, গতকাল রাত ৩টা নাগাদ দেশে প্রত্যাবর্তনকারী হাজির সংখ্যা ৬৬ হাজার ৩৬২ জন। এরমধ্যে সরকারি মাধ্যমে দেশে ফিরেছেন ৫ হাজার ৭ জন। এছাড়া বেসরকারি ব্যবস্থাপনায় আরও ৬১ হাজার ৩৩৫ জন হাজি দেশে ফিরেছেন। অন্যদিকে দেশে ফেরা হজের ১৮৫টি ফ্লাইটের মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের মাধ্যমে ৩১ হাজার ১৬৫ জন, সৌদি এয়ারলাইন্সের মাধ্যমে ২৬ হাজার ৪২১ এবং ফ্লাইনাস এয়ারলাইন্সের মাধ্যমে দেশে ফিরেছেন ৮ হাজার ৭৭৬ জন বাংলাদেশি। এদিকে চলতি বছর হজ পালন করতে গিয়ে এ পর্যন্ত মোট ৪৩ জন বাংলাদেশি মারা গেছেন।

আজ ১০ মহররম পবিত্র আশুরা

আজ ১০ মহররম পবিত্র আশুরা আজ ১০ মহররম। মুসলমানদের জন্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ ও শোকাবহ দিন। হিজরি বর্ষের প্রথম মাস মহররমের ১০ তারিখ পবিত্র আশুরা হিসেবেও পরিচিত। আল্লাহর রহমত ও ক্ষমা পাওয়ার আশায় ধর্মপ্রাণ মুসলমানরা নফল রোজা, নামাজ, দান-খয়রাত ও জিকির-আসকারের মধ্য দিয়ে দিনটি পালন করেন। হিজরি মহররম মাসের দশম দিনটি তাৎপর্যপূর্ণ। সবশেষ ফোরাত নদীর তীরে কারবালার প্রান্তরে শেষ নবী হযরত মুহাম্মদ (সা.)-এর প্রিয় দৌহিত্র ইমাম হোসাইন (রা.)-এর এই তারিখে শাহাদত বিশ্বব্যাপী মুসলমানদের কাছে শোক ও ত্যাগের মহিমার এক অনন্য অনুষঙ্গ। দিনটি উপলক্ষ্যে বাণী দিয়েছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।

টেক্সাসে আকস্মিক বন্যায় মৃত্যু ৫১ জনের, নিখোঁজ বহু শিশু

টেক্সাসে আকস্মিক বন্যায় মৃত্যু ৫১ জনের, নিখোঁজ বহু শিশু   যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যের মধ্যাঞ্চলে আকস্মিক বন্যায় ১৫ শিশুসহ অন্তত ৫১ জনের মৃত্যু হয়েছে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে আজ বলা হয়েছে, এখন পর্যন্ত ৮৫০ জনকে উদ্ধার করা সম্ভব হয়েছে। তবে এখনও নিখোঁজ রয়েছেন অনেকে। বন্যায় সবচেয়ে ভয়াবহভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে রাজ্যের কের কাউন্টি। সেখানে প্রাণ হারিয়েছেন ৪৩ জন। গুয়াদালুপে নদীর তীরে অবস্থিত একটি খ্রিস্টান শিশু-ক্যাম্প থেকে নিখোঁজ রয়েছে আরও ২৭ জন শিশু। কের কাউন্টির শেরিফ ল্যারি লেইথা বলেন, যতক্ষণ না প্রত্যেক নিখোঁজকে খুঁজে পাওয়া যাচ্ছে, ততক্ষণ উদ্ধার অভিযান থামবে না। টেক্সাসের ট্র্যাভিস কাউন্টি ও টম গ্রিন কাউন্টি থেকেও প্রাণহানির খবর পাওয়া গেছে। রাজ্যের গভর্নর গ্রেগ অ্যাবোট এক সংবাদ সম্মেলনে জানান, পরিস্থিতি মোকাবিলায় তিনি একটি ঘোষণাপত্রে স্বাক্ষর করেছেন।

গাজা যুদ্ধবিরতি আলোচনায় সম্মত ইসরাইল

গাজা যুদ্ধবিরতি আলোচনায় সম্মত ইসরাইল হামাস ‘অবিলম্বে’ যুদ্ধবিরতির আলোচনা শুরু করতে প্রস্তুত বলে জানানোর পর ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু একটি প্রতিনিধিদলকে কাতারে পাঠাচ্ছেন। গাজা থেকে এএফপি জানিয়েছে, এই দল যুদ্ধবিরতি ও জিম্মি মুক্তি নিয়ে আলোচনা করতে রওয়ানা দিবে। তবে নেতানিয়াহু জানিয়েছেন, যুদ্ধবিরতির খসড়া নিয়ে হামাস যে সংশোধনী দিয়েছে, তা ইসরাইলের কাছে ‘অগ্রহণযোগ্য’। আগামীকাল যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে নেতানিয়াহুর বৈঠক হওয়ার কথা রয়েছে। এরই মধ্যে ট্রাম্প প্রায় ২১ মাস ধরে চলা গাজা যুদ্ধ থামাতে নতুন করে চেষ্টা শুরু করেছেন। এদিকে এমন প্রচেষ্টা চলার সময়ে গাজার বেসামরিক প্রতিরক্ষা সংস্থা জানিয়েছে, গতকাল ইসরাইলি হামলায় সেখানে অন্তত ৪২ জন নিহত হয়েছে।