এশিয়া কাপের আগে আরেকটি সিরিজ খেলতে চান লিটন

এশিয়া কাপের আগে আরেকটি সিরিজ খেলতে চান লিটন অবশেষে বিশ্রামের ফুরসত মিলেছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের। শ্রীলঙ্কায় তিন ফরম্যাটের পূর্ণাঙ্গ সিরিজ শেষ হওয়ার তিনদিনের মাথায় তারা পাকিস্তানের বিপক্ষে ঘরের মাঠে টি-টোয়েন্টি সিরিজে নেমে পড়ে। ২-১ ব্যবধানে সিরিজ জয়ের পর আগামী এশিয়া কাপের আগে আর টাইগারদের কোনো সিরিজ নেই। আগস্টে ভারতের বিপক্ষে খেলার কথা থাকলেও সেটি পিছিয়ে গেছে এক বছরের জন্য। সব ঠিক থাকলে আগামী সেপ্টেম্বরে হতে পারে এশিয়া কাপ। তার আগপর্যন্ত খেলার সূচি নেই লিটন-শান্তদের সামনে। তবে আরেকটি দ্বিপাক্ষিক টি-টোয়েন্টি সিরিজ আয়োজনের চেষ্টায় রয়েছে বিসিবি। শেষ পর্যন্ত যদি সেটিও না হয়, তাহলে স্কিল এবং ফিটনেস ক্যাম্প করবেন দেশের ক্রিকেটাররা। তাসকিন আহমেদ এবং লিটন দাসরাও অবশ্য সিরিজ খেলার ইচ্ছা প্রকাশ করেছেন। গতকাল সংবাদ সম্মেলনে লিটন জানিয়েছেন, ‘(পাকিস্তান সিরিজ শেষে) পরে একটা সিরিজ হলে অবশ্যই আমাদের জন্য ভালো হয়।’ এ ছাড়া বিসিবি সিরিজ আয়োজনের চেষ্টা করছে বলে জানিয়েছেন তাসকিনও।
বাল্যবিবাহ এবং শিশুর প্রতি সহিংসতা বন্ধে সংলাপ অনুষ্ঠিত

বাল্যবিবাহ এবং শিশুর প্রতি সহিংসতা বন্ধে সংলাপ অনুষ্ঠিত চাঁপাইনবাবগঞ্জের বাল্যবিবাহ এবং শিশুর প্রতি সহিংসতা বন্ধে স্থানীয় জনপ্রতিনিধি, প্রভাব বিস্তারকারী স্টেকহোল্ডার/অংশীজনদের সাথে সংলাপ অনুষ্ঠিত হয়েছে। আজ সকালে সদর উপজেলার গোবরাতলা বালিকা উচ্চ বিদ্যালয়ে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের এসএসবিসি প্রকল্পের সহায়তায় চাঁপাইনবাবগঞ্জ শাখা এই কর্মসূচির আয়োজন করে। গোবরাতলা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আশরাফুল হক আজিজির সভাপতিত্বে উপস্থিত ছিলেন, গোবরাতলা ইউপির প্যানেল চেয়ারম্যান নুরুল ইসলাম, মহিপুর উচ্চ বিদ্যালয় সহকারী শিক্ষক উম্মে হানি, বেহুলা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শফিকুল ইসলাম, গোবরাতলা ইউপির স্বাস্থ্য পরিদর্শক আবদুল হক, মানপুর বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুর রহিম, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের চাঁপাইনবাবগঞ্জ শাখার প্রকল্প ব্যবস্থাপক উত্তম মন্ডলসহ স্থানীয় অভিভাকবৃন্দ, সমাজের সুধীবৃন্দ। সভায় আলোচনাকালে বক্তারা বলেন, সবাইকে বাল্য বিবাহের কুফল নিয়ে আলোচনা করতে হবে। শিশুর কোলে শিশু বড় ধরনের ক্ষতি হচ্ছে আমাদের সমাজে। আমাদের সকল স্তরের মানুষকে বাল্যবিবাহ বন্ধে জোর দিতে হবে।
সাফ অনূর্ধ্ব-২০এ সাগরিকার ৪ গোলে অপরাজিত চ্যাম্পিয়ন বাংলাদেশ

সাফ অনূর্ধ্ব-২০এ সাগরিকার ৪ গোলে অপরাজিত চ্যাম্পিয়ন বাংলাদেশ ‘এলেন, দেখলেন, জয় করলেন’। চিরকালীন প্রবাদটি মোসাম্মৎ সাগরিকার সঙ্গে সম্পূর্ণ প্রাসঙ্গিক। নিষেধাজ্ঞার জন্য তিন ম্যাচ ছিলেন না। আজ অলিখিত ফাইনালে ফিরেই ৪ গোল করেছেন। তার অসাধারণ পারফরম্যান্সে ৪-০ গোলে নেপালকে হারিয়ে সাফ অনূর্ধ্ব-২০ নারী সাফে অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ। বাংলাদেশ পাঁচ ম্যাচ শেষে ১৫ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষেই ছিল। শীর্ষস্থান ধরে রাখতে আজ নেপালের বিপক্ষে অন্তত ড্র করতে হতো স্বাগতিকদের। সহজ সমীকরণ মাথায় নিয়ে খেলতে নেমে নেপালকে ৪ গোল দিয়ে পূর্ণ ১৮ পয়েন্ট নিয়ে অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ। নেপাল দুই বার বাংলাদেশের বিপক্ষে হেরে ১২ পয়েন্ট নিয়ে রানার্স আপ হয়েছে। সাগরিকা প্রথমার্ধে একটি এবং দ্বিতীয়ার্ধে তিনটি গোল করেন। সাগরিকার এটি টুর্নামেন্টে দ্বিতীয় হ্যাটট্রিক। টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে হ্যাটট্রিক করেছিলেন এই ফরোয়ার্ড। পরের ম্যাচে নেপালের বিপক্ষে এক গোল করছিলেন। দ্বিতীয়ার্ধে নেপালের ডিফেন্ডার সিমরানের সঙ্গে হাতাহাতি করে লাল কার্ড দেখেন। এতে পরের তিন ম্যাচ খেলতে পারেননি। আজ ফিরেই আবার হ্যাটট্রিক করলেন। সাগরিকার তিনটি গোলই বেশ বুদ্ধিদীপ্ত। ৮ মিনিটে মিডফিল্ড থেকে থ্রু বল পান সাগরিকা। নেপালের ডিফেন্ডারদের পেছনে ফেলে বলের নিয়ন্ত্রণ নিয়ে এগিয়ে যান বাংলাদেশের ফরোয়ার্ড। নেপালের গোলরক্ষক বক্সের বাইরে এসে তাকে আটকাতে পারেননি। কোনাকুনি প্লেসিং শটে সাগরিকা বল জালে জড়ান। ৫২ মিনিটে বক্সের সামনে নেপালের তিন ডিফেন্ডারের মাঝে বল পান সাগরিকা। অসাধারণ দক্ষতায় বল রিসিভ করে খুব দ্রুত মুভ করে ডিফেন্ডারকে পেছনে ফেলেন। গোলরক্ষক পোস্ট থেকে বেরিয়ে আসেন। তার নাগাল পাওয়ার আগেই বল জালে পাঠান কুশলী ফরোয়ার্ড। হ্যাটট্রিক পূর্ণ করতে বেশি সময় নেননি সাগরিকা। পাঁচ মিনিট পর বাংলাদেশ অর্ধ থেকে বাড়ানো এক লম্বা বলে সাগরিকা ডিফেন্ডারের সঙ্গে তাড়া করে পেয়ে যান। এবারও তিনি দারুণ দক্ষতায় বল জালে পাঠান চোখের পলকেই। গ্যালারীর সামনে গোল উদযাপন করেন। ৭৬ মিনিটে আবারো সাগরিকার গোল। এবার বলের যোগানদাতা মুনকি আক্তার। আজকের দিনটি পুরোটাই সাগরিকার। অলিখিত ফাইনালেল মতো গুরুত্বপূর্ণ ম্যাচে তার চার গোলেই বাংলাদেশ চ্যাম্পিয়ন। নেপাল আগের ম্যাচে বাংলাদেশের বিপক্ষে দুই গোলে পিছিয়ে থেকে সমতা এনেছিল। ঐ ম্যাচে বাংলাদেশের বৃটিশ কোচ পিটার বাটলার দ্বিতীয়ার্ধে একাধিক পরিবর্তন করেছিলেন। এরপরই মূলত নেপাল খেলায় ফেরার সুযোগ পায়। আজকের ম্যাচে বাংলাদেশের জালে বলই পাঠাতে পারেনি প্রতিপক্ষ। প্রথমার্ধে কয়েকটি সুযোগ পেলেও দ্বিতীয়ার্ধে নেপালকে কোনো সুযোগই দেয়নি বাংলাদেশ।
চাঁপাইনবাবগঞ্জে হত্যা মামলার পলাতক ২ আসামী গ্রেফতার

চাঁপাইনবাবগঞ্জে হত্যা মামলার পলাতক ২ আসামী গ্রেফতার শিবগঞ্জে চঞ্চল্যকর হত্যা মামলার এজাহারনামীয় পলাতক ২ আসামীকে গ্রেফতার করেছে র্যাব। গ্রেফতারকৃতরা হলেন, শিবগঞ্জ উপজেলার চৈতন্যপুর গ্রামের সলেমান আলীর ছেলে সাদিকুল ইসলাম ও তার স্ত্রী মোকতারা বেগম। র্যাব-৫ এর পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গতরাত ৩টার দিকে নাচোল উপজেলার গোলাবাড়ী এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে গত ৬ জুলাই শিবগঞ্জ থানায় হত্যা মামলা দায়ের করা হয়। আসামীদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ঠ থানায় হস্তান্তর করা হয়েয়ে বলেও প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়। উল্লেখ্য গত ৫ জুলাই পারিবারিক জমি নিয়ে বিরোধের জেরে আপন চাচাতো ভায়ের হাসুয়ার আঘাতে খালেদা বেগম ওরফে শুকমন নামে এক গৃহবধু নিহত হন। তিনি ধাইনগর ইউনিয়নের ৯নং ওয়ার্ডের বড়মহেষপুর গ্রামের দুবাই প্রবাসী ইউসুফ আলীর স্ত্রী। তাঁর ৬ মাস বয়সী কন্যাশিশু রয়েছে। একই ঘটনায় আহত হয়েছেন নিহতের পিতা সৈবুর আলী, মা এরিনা বেগম এবং বোন লিপি খাতুন। ঐই ঘটনার পর থেকেই আসামীরা পলাতক ছিলেন। উক্ত ঘটনায় খালেদার পিতা সবুর আলী ৬ এপ্রিল শিবগঞ্জ থানায় গ্রেফতারকৃত আসামীসহ মোট ১৫ জনের নামে মামলা করেন।
ভোলাহাটে ফ্রি রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্প

ভোলাহাটে ফ্রি রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্প ভোলাহাট উপজেলায় ফ্রি ব্লাড গ্রুপ নির্ণয় ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। আজ সকাল ১০ টা থেকে সারাদিন ব্যাপি উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠনে ফ্রি ব্লাড গ্রুপিং করা হয়। ভোলাহাট মানবসেবা ফাউন্ডেশনের আয়োজনে আল জামিয়াতুল ইসলামিয়া মদিনাতুল উলুম ক্বওমী মাদ্রাসা, গোপিনাথপুর আশ্রাফূল উলুম তুহফানিয়া হাফিজিয়া মাদ্রাসা, ইমামনগর হাফিজিয়া ও কেরাতিয়া মাদ্রাসা, চরধরমপুর দারুল আকরাম ইবতেদায়ী মাদ্রাসার মোট ৩’শ ৬০ জন শিক্ষার্থীর ব্লাড গ্রুপ নির্ণয় করা হয়। এসময় উপস্থিত থেকে কার্যক্রম পরিচালনা করেণ, ভোলাহাট মানবসেবা ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা রাসেল আহমেদ, সদস্য শুভ, সুজন আলী, রজব আলী, মানিক, চাঁপাইনবাবগঞ্জ ব্লাড ডোনেট ফাউন্ডেশনের সাংগঠনিক সম্পাদক জনাব সোহেল রানা এবং সদস্য আসাদুজ্জামান প্রাণ।
শিবগঞ্জে নদীতে ডুবে ও বজ্রপাতে ৩ শিশুর মৃত্যু

শিবগঞ্জে নদীতে ডুবে ও বজ্রপাতে ৩ শিশুর মৃত্যু শিবগঞ্জ উপজেলায় পৃথক ঘটনায় পদ্মার শাখা নদীতে ডুবে দুই শিশু এবং বজ্রপাতে এক শিশু সহ ৩ শিশুর মৃত্যু হয়েছে। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, আজ দুপুর ও সকালে ঘটনাগুলো ঘটে। নদীতে ডুবে মৃতরা হল- উজিরপুর ইউনিয়নের উত্তর উজিরপুর মাঝাপাড়া গ্রামের মৃত ওমর আলীর ছেলে আনিম আলী ও একই গ্রামের মুকুল আলীর মেয়ে মিম। উভয়ই উত্তর উজিরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির শিক্ষার্থী ছিল। অপরদিকে, বজ্রপাতে মারা গেছে মনাকষা ইউনিয়নের চৌকা পন্ডিতপাড়া গ্রামের রাজু সিংহের ছেলে রহিত সিংহ। সে চৌকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিশু শ্রেণীর শিক্ষার্থী ছিল। উজিরপুর ইউপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাদিকুল ইসলাম বলেন, আজ দুপুর ১২টার দিকে একই গ্রামের ৩ শিশু বৃষ্টির মধ্যে ভিজতে ভিজতে গ্রামের অদূরে পদ্মার শাখা নদীতে গোসল করতে নামে। পরে তাদের একজন ফিরলেও অন্য দু’জন ফেরেনি। দ্রুত তাদের উদ্ধার তৎপরতা শুরু করা হলে দুপুর ১টার পর নদী থেকে আনিম ও মিমের মরদেহ উদ্ধার হয়। মনাকষা ইউপি চেয়ারম্যান মির্জা শাহাদৎ হোসেন খুররম বলেন, আজ সকাল ১০টার দিকে বিদ্যালয়ে ক্লাস করছিল রহিত। এক পর্যায়ে সে শিক্ষকের অনুমতি নিয়ে বাইরে যায়। এসময় বজ্রপাত হলে বিদ্যালয়ের সামনের একটি গাছের নীচে সে গুরুতর আহত হয়। তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। শিবগঞ্জ থানার পরিধর্শক(তদন্ত) এসএম শাকিল হাসান বলেন, পুলিশ মরদেহগুলো উদ্ধারের পর প্রয়োজনীয় আইনগত ব্যবস্থাগ্রহণ শেষে আবেদনের প্রেক্ষিতে পরিবারের নিকট হস্তান্তর করেছে।
চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গু আক্রান্ত আরো ৮৪ জন : হাসপাতালে ভর্তি ৬৪

চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গু আক্রান্ত আরো ৮৪ জন : হাসপাতালে ভর্তি ৬৪ চাঁপাইনবাবগঞ্জে উন্নতি হয়নি ডেঙ্গু পরিস্থিতির। একদিনে ডেঙ্গু আক্রান্ত হয়েছেন ৮৪ জন। এদের মধ্যে ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালের ভেতর বিভাগে ৩৩ জন এবং বহির্বিভাগে ৪৮ জন ও শিবগঞ্জে ৩ জন আক্রান্ত হয়েছেন। অন্যান্য উপজেলায় গত ২৪ ঘণ্টায় কেউ শনাক্ত হননি। বর্তমানে ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালে ৬০ জন, শিবগঞ্জে ৩ জন ভর্তি আছেন। ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতাল ও সিভিল সার্জন অফিসের প্রতিদিনের প্রতিবেদনে রবিবার এই তথ্য জানানো হয়েছে। ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালে ভর্তি ৬০ জনের মধ্যে ২৫ জন পুরুষ, ২৮ জন মহিলা ও ৭ জন শিশু রয়েছেন। একই সময়ে ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতাল থেকে ছাড়পত্র দেয়া হয়েছে ৩০ জনকে। এই ৩০ জনের মধ্যে ১৮ জন পুরুষ ও ৮ জন মহিলা ও ৪ শিশু রয়েছেন। অন্যদিকে অবস্থার অবনতি হওয়ায় ১ জন মহিলা রোগীকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। চলতি বছরের জানুয়ারি থেকে এখন পর্যন্ত ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালে ভর্তি ডেঙ্গু রোগীর সংখ্যা দাঁড়াল ১ হাজার ১৫৭ জনে। একই সময়ে বহির্বিভাগে মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়াল ৬৮৮ জনে।
আজ দুপুরের বৃষ্টিতে পানির নিচে শহরের কয়েকটি এলাকা

আজ দুপুরের বৃষ্টিতে পানির নিচে শহরের কয়েকটি এলাকা ভারী বৃষ্টিতে রবিবার চাঁপাইনবাবগঞ্জ জেলাশহরের কয়েকটি এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি হয়ে জনসাধারণকে চরম ভোগান্তিতে পড়তে হয়েছে। বিশেষ করে শিক্ষার্থীরা পড়ে বিপাকে। পরীক্ষা ও ক্লাস শেষে তাদের হাঁটুপানি ভেঙে ঘরে ফিরতে হয়েছে। রবিবার সকাল থেকেই শুরু হয় শ্রাবণের অঝোর ধারা। দুপুর সোয়া ১টা পর্যন্ত ঝরা বৃষ্টিতে জেলা প্রশাসকের কার্যালয় এলাকার সড়ক, গ্রিন ভিউ স্কুল সড়ক, সিভিল সার্জন কার্যালয় সড়ক, শহীদ সাটু হল ও ক্লাব সুপার মার্কেট সড়ক, পুরাতন স্টেডিয়াম সড়ক, নবাবগঞ্জ সরকারি কলেজ সড়ক, বড়ইন্দারা মোড়-নবাবগঞ্জ উচ্চ বিদ্যালয় সড়ক, নিমতলা-হাসপাতল সড়ক, বাতেন খাঁর মোড় সড়ক, জেলা মাধ্যমিক শিক্ষা অফিসারের কার্যালয়ের সামনের সড়কে ড্রেন উপচে রাস্তায় জলাবদ্ধতা সৃষ্টি হয়। বৃষ্টির মধ্যে ঘরমুখী মানুষ আটকা পড়ে। দুপুর সোয়া ১টার দিকে বৃষ্টি কমলে পথচারীদের কোথাও হাঁটু পানি তো কোথাও তার বেশি পানি ভেঙে চলাচল করতে হয়। শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর খেলার মাঠে পানি জমে যায়। হরিমোহন সরকারি উচ্চ বিদ্যালয়ের শিশু শিক্ষার্থীদের পানির মধ্যে মজা করে ফুটবল খেলতে দেখা যায়।
মীনা পালই সিনেমার মিষ্টি মেয়ে ‘কবরী’

মীনা পালই সিনেমার মিষ্টি মেয়ে ‘কবরী’ ১৯ জুলাই বাংলা সিনেমার মিষ্টি মেয়ে কবরীর জন্মদিন আজ। তার অভিনীত প্রথম সিনেমা ‘সুতরাং’। এই সিনেমায় জরিনা চরিত্র রূপায়ন করেছিলেন কবরী। এই নামটি দিয়েছিলেন কবি সৈয়দ শামসুল হক। আরও একটি নাম প্রস্তাব করেছিলেন তিনি ‘করবী’, তবে করবী নামের বদলে কবরী নামটিই বেশি পছন্দ করেন সুভাস দত্ত। এই নামের ভেতর চাপা পড়ে যায় কবরীর আসল নাম ‘মীনা পাল’। করবী অভিনীত সিনেমার মধ্যে রয়েছে—দেবদাস, বিনিময়, সারেং বৌ, ময়নামতি, নীল আকাশের নিচে, রংবাজ, তিতাস একটি নদীর নাম, আবির্ভাব, যে আগুনে পুড়ি, কখগঘঙ, আবির্ভাব, সোনালি আকাশ, দর্পচূর্ণ, সুজন সখি, মাসুদ রানা, গুন্ডা, আগন্তুক, কত যে মিনতি, স্মৃতিটুকু থাক, বেঈমান, রং বদলায়, ঢেউয়ের পরে ঢেউ, জলছবি, লালন ফকির, খেলাঘর, বলাকা মন, আমার জন্মভূমি, অঙ্গীকার, অবাক পৃথিবী, মতিমহল, লাভ ইন সিমলা, অনুরোধ, তৃষ্ণা, সাগর ভাসা, ঈমান, আরাধনা, নওজোয়ান, বধূ বিদায়, সোনার তরী, কলমিলতা, দুই জীবন, অপরাজিত নায়ক, দেমাগ, লাল সবুজের পালা, জীবনের গল্প, আমাদের সন্তান। কবরী জনপ্রিয়তা পেয়েছিলেন রাজ্জাক ও ফারুক সঙ্গে জুটি বেঁধে। অনেক সাধের ময়না আমার, ফুলের মালা পরিয়ে দিলে, হৈ হৈ রঙ্গিলা, সে যে কেন এলো না, গান হয়ে এলে, মনেরও রঙে রাঙাবো, ওরে নীল দরিয়া, সব সখিরে পার করিতে, গুন না গুন গান গাহিয়া, মোরা আর জনমে হংস মিথুন ছিলাম, আমি তোমার বধূ, পিঞ্জর খুলে দিয়েছি, তুমি আসবে বলে ভালোবাসবে বলে ইত্যাদি। অভিনয়ের জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কার, আজীবন সম্মাননা (২০১৩), বাচসাস পুরস্কার, লালন ফকির (১৯৭৩), সুজন সখি (১৯৭৫), দুই জীবন (১৯৮৮), আজীবন সম্মাননা (২০০৯)ইত্যাদি অর্জন করেন। কবরীর জীবনাবসান হয় ২০২১ সালের ১৭ এপ্রিল।
শুটিংয়ে আহত শাহরুখ, নেওয়া হচ্ছে যুক্তরাষ্ট্রে

শুটিংয়ে আহত শাহরুখ, নেওয়া হচ্ছে যুক্তরাষ্ট্রে শুটিংয়ের সময় গুরুতর আহত হয়েছেন বলিউড সুপার স্টার শাহরুখ খান। তার আসন্ন সিনেমা ‘কিং’-এর শুটিং চলাকালীন অ্যাকশন দৃশ্যে অভিনয় করার সময় এ ঘটনা ঘটে বলে জানা গেছে। ভারতীয় সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, ‘কিং’-এর শুটিংয়ের সময় পেশিতে আঘাত পেয়েছেন অভিনেতা। তার তীব্রতা এতটাই গুরুতর যে তাৎক্ষণিকভাবে বন্ধ করতে হয়েছে শুটিং। এমনকি একমাস শুটিং বন্ধ থাকবে বলেও জানা যাচ্ছে। এই মুহূর্তে উন্নত চিকিৎসার জন্য তড়িঘড়ি আমেরিকায় নিয়ে যাওয়া হচ্ছে শাহরুখ খানকে। প্রাথমিকভাবে চিকিৎসকের পরামর্শ টানা একমাস বিশ্রামে থাকতে হবে বলিউড বাদশাকে। তার শারীরিক অবস্থা অনুযায়ী সিনেমার শিডিউল ঠিক করা হবে। আর সাময়িকভাবে সিনেমার শুটিং বন্ধ করা হয়েছে। চলতি বছরের জুলাই আগস্ট শুটিং বন্ধ রাখার কথা ভাবছে ‘কিং’ প্রোডাকশন হাউজ। আর সেপেটস্বর অথবা অক্টোবর মাস থেকে আবারও শুটিং শুরু করার পরিকল্পনা করছে সংশ্লিষ্ট টিম। তবে পুরোটা নির্ভর করছে কিং খানের শারীরিক অবস্থার ওপর।