রাশিয়ার উপকূলে ভূমিকম্প, কয়েক দেশে সুনামির সতর্কতা

রাশিয়ার উপকূলে ভূমিকম্প, কয়েক দেশে সুনামির সতর্কতা ৮ দশমিক ৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্পটি আঘাত হানার পর রাশিয়া, জাপান ও যুক্তরাষ্ট্রসহ কয়েক দেশে সুনামির সতর্কতা জারি করা হয়েছে। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বিবিসি। যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা জানায়, ৮ দশমিক ৭ মাত্রার ভূমিকম্পটি রাশিয়ার পেট্রোপাভলভস্ক-কামচাটস্কি থেকে প্রায় ৭৮ মাইল (১২৬ কিলোমিটার) দূরে, ভুগর্ভের ১৮ কিলোমিটার গভীরে আঘাত হানে। পরে ভূমিকম্পের মাত্রা সংশোধন করে ৮ দশমিক ৮ করা হয়। রাশিয়ার আঞ্চলিক জরুরি পরিস্থিতি বিষয়ক মন্ত্রী সের্গেই লেবেদেভ জানান, ভূমিকম্পের ফলে ৩-৪ মিটার উচ্চতার সুনামি তৈরি হয়েছিল। ভূমিকম্পে রাশিয়ায় বেশ কয়েকজন আহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির তাস নিউজ এজেন্সি। এদিকে ভূমিকম্পের পরপর সুনামির সতর্কতা জারি করা হয়েছে রাশিয়ায়।

নারী এশিয়ান কাপ ২০২৬এর ড্র, ব্র্যান্ড উন্মোচন ও ম্যাচসূচি প্রকাশ

নারী এশিয়ান কাপ ২০২৬এর ড্র, ব্র্যান্ড উন্মোচন ও ম্যাচসূচি প্রকাশ সিডনি টাউন হলে অনুষ্ঠিত হয়েছে এএফসি নারী এশিয়ান কাপ অস্ট্রেলিয়া ২০২৬-এর চূড়ান্ত ড্র অনুষ্ঠান, যেখানে একসাথে উন্মোচিত হয়েছে প্রতিযোগিতার অফিসিয়াল ব্র্যান্ড এবং ম্যাচের পূর্ণাঙ্গ সময়সূচি। ১২টি দেশের অংশগ্রহণে এবারের আসর বসতে যাচ্ছে অস্ট্রেলিয়ার পাঁচটি বিশ্বমানের ভেন্যুতে-সিডনি, পার্থ এবং গোল্ড কোস্টে, যা নিশ্চিত করছে এক মাসের দুর্দান্ত নারী ফুটবল উৎসব। আগামী ১ মার্চ পার্থ স্টেডিয়ামে স্বাগতিক অস্ট্রেলিয়া বনাম ফিলিপাইনস ম্যাচ দিয়ে পর্দা উঠবে এশিয়ার সবচেয়ে মর্যাদাপূর্ণ এই নারী ফুটবল টুর্নামেন্টের ২১তম আসরের। বিশেষ আকর্ষণের মধ্যে রয়েছে বাংলাদেশের অভিষেক ম্যাচ-যেখানে তারা মুখোমুখি হবে বর্তমান চ্যাম্পিয়ন চীনের বিপক্ষে। এই ‘ডেভিড বনাম গোলিয়াথ’ লড়াইটি অনুষ্ঠিত হবে ৩ মার্চ, ওয়েস্টার্ন সিডনি স্টেডিয়ামে।

উরুগুয়েকে হারিয়ে কোপা ফাইনাল-অলিম্পিকে ব্রাজিল

উরুগুয়েকে হারিয়ে কোপা ফাইনাল-অলিম্পিকে ব্রাজিল মেয়েদের কোপা আমেরিকায় ব্রাজিল সবসময়ই ফেভারিট। ৯ আসরের মধ্যে ৮ বারই শিরোপা ঘরে তুলেছে সেলেসাও মেয়েরা। আজ দশম আসরে উরুগুয়েকে ৫-১ গোলে উড়িয়ে দিয়েছে ব্রাজিলের মেয়েরা। দাপুটে এই জয়ে তারা এক ঢিলে দুটি পাখি শিকার করল। একইসঙ্গে কোপা আমেরিকার ফাইনাল ও ২০২৮ লস অ্যাঞ্জেলস অলিম্পিকে জায়গা নিশ্চিত করেছে ব্রাজিল। ইকুয়েডরের রদ্রিগো পাস দেলগাদো অলিম্পিক স্টেডিয়ামে প্রতিটি বিভাগেই দারুণ দাপট দেখিয়েছে ব্রাজিলের মেয়েরা। ম্যাচের প্রথমার্ধেই তারা উরুগুয়ের জালে তিনবার বল জড়ায়। দ্বিতীয়ার্ধে এক গোল করে ব্যবধান কমালেও তা যথেষ্ট ছিল না উরুগুইয়ানদের জন্য। এক লাল কার্ডে খানিক বাদেই ১০ জনের দলে পরিণত হয় উরুগুয়ে। পরে আরও দুই গোল হজম করে তারা রীতিমতো বিধ্বস্ত হয়েছে। বল পজেশনেও স্পষ্ট ব্যবধানে (৬৯ শতাংশ) এগিয়ে ছিল মার্তা সিলভারা। আগেরদিন গোলশূন্য ড্রয়ের পর টাইব্রেকারে আর্জেন্টিনাকে হারিয়ে ফাইনালে উঠেছিল কলম্বিয়া। আগামী শনিবার দিবাগত রাতে কোপার শিরোপা নির্ধারণী ফাইনালে লড়বে ব্রাজিল ও কলম্বিয়ার মেয়েরা। অবশ্য এই দুটি দেশই গ্রুপপর্বে একসঙ্গে ছিল, পরস্পরের দেখায় খেলার নিষ্পত্তি হয় ড্র দিয়ে। এখন পর্যন্ত উভয় দলই অপরাজেয়। ব্রাজিল ৫ ম্যাচের চারটিতে (আরেকটি ম্যাচ ড্র) এবং কলম্বিয়া তিন ম্যাচে (ড্র দুটিতে) জিতেছে।  

প্রাথমিকের বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণের দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন

প্রাথমিকের বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণের দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন প্রাথমিকের বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণের দাবিতে চাঁপাইনবাবগঞ্জে মানববন্ধন করেছেন কিন্ডারগার্টেন বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা। আজ জেলা প্রশাসক কার্যালয় চত্বরে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধন শেষে জেলা প্রশাসক বরাবর স্মারকলিপিও দেয়া হয়। সকাল ১০টায় শুরু হওয়া মানববন্ধনে শিক্ষার্থীদের হাতে বিভিন্ন স্লোগান সংবলিত প্ল্যাকার্ড দেখা যায়। মানববন্ধনে বক্তারা বলেন, “আজকের শিশু আগামীর ভবিষ্যৎ। কিন্ডারগার্টেন স্কুলে অধ্যয়নরত কোমলমতি শিক্ষার্থীদের বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ না দিয়ে সরকার শিশুদের মৌলিক অধিকার থেকে বঞ্চিত করছে।” তারা বলেন, দেশে প্রায় ৬০ হাজার কিন্ডারগার্টেন স্কুলে প্রায় ১ কোটি শিক্ষার্থী লেখাপড়া করছে এবং শহরাঞ্চলের ৬০-৭০ শতাংশ শিশুই এ ধরনের প্রতিষ্ঠানে অধ্যয়ন করছে। বক্তারা আরো জানান, গত ১৭ জুলাই প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের একটি পরিপত্রে পুনরায় চালু হওয়া বৃত্তি পরীক্ষায় শুধুমাত্র সরকারি বিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণের সুযোগ রাখা হয়েছে, যা কিন্ডারগার্টেন শিক্ষার্থীদের প্রতি স্পষ্ট বৈষম্যের বহিঃপ্রকাশ। অথচ ২০০৯ সাল থেকে কিন্ডারগার্টেন শিক্ষার্থীরাও সমাপনী পরীক্ষার মাধ্যমে বৃত্তির জন্য প্রতিযোগিতায় অংশগ্রহণ করে সাফল্যের নজির রেখেছে। মানববন্ধনে বক্তারা দাবি করেন, শিক্ষা কোনো শ্রেণী বিভাজনের বিষয় নয়, এটি সকল শিশুর মৌলিক অধিকার। তারা বলেন, “বৈষম্যবিরোধী সরকার ক্ষমতায় থেকেও যদি শিশুদের এমন বৈষম্যের মধ্যে ফেলে, তবে তা সরকারের নীতির সঙ্গেও সাংঘর্ষিক।” বক্তারা চলতি বছর থেকেই বৃত্তি পরীক্ষাসহ প্রাথমিক শিক্ষার সকল কার্যক্রমে কিন্ডারগার্টেন শিক্ষার্থীদের সমান অংশগ্রহণ নিশ্চিত করার আহ্বান জানান এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেন। মানববন্ধনে বক্তব্য দেন- চাঁপাইনবাবগঞ্জ শহরের ইম্পেরিয়াল ইন্টারন্যাশনাল স্কুলের শিক্ষার্থীর অভিভাবক প্রকৌশলী শফিকুল ইসলাম, অভিভাবক উম্মে রায়হান, শিক্ষার্থী ফাতেমা জামান ও হাসিবা খাতুন, প্যারামাউন্ট স্টান্ডার্ড স্কুলের শিক্ষার্থী আব্দুর রহমান। প্রায় ঘণ্টাব্যাপী এ মানববন্ধন চলে। মানববন্ধনে শহরের বিভিন্ন কিন্ডারগার্টেন বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা অংশ নেন।

গুজবে কান দেবেন না-ফেসবুক প্রতিক্রিয়া তাসকিনের

গুজবে কান দেবেন না-ফেসবুক প্রতিক্রিয়া তাসকিনের জাতীয় দলের তারকা পেসার তাসকিন আহমেদের বিরুদ্ধে শৈশবের এক বন্ধুকে মারধর ও প্রাণনাশের হুমকির অভিযোগ উঠেছে। অভিযোগকারী সিফাতুর রহমান সৌরভ মিরপুর মডেল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। তিনি দাবি করেন, তাসকিন তাকে ফোনে ডেকে মিরপুরে নিয়ে গিয়ে শারীরিকভাবে লাঞ্ছিত করেন। তবে এই অভিযোগকে পুরোপুরি ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করেছেন তাসকিন। আজ বিকেলে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক স্ট্যাটাসে তিনি বলেন, ‘সবাইকে অনুরোধ, গুজবে বিভ্রান্ত হবেন না। আমি আমার ছোটবেলার বন্ধুর গায়ে হাত তুলেছি—এমন একটা ঘটনায় অনেক কিছু ঘটে যাচ্ছে। আমি মনে করি, এমন গুজবে কান দিয়ে কেউ বিভ্রান্ত হবেন না এবং অন্য কাউকেও বিভ্রান্ত করবেন না। এটা আমার, আমার পরিবার এবং আমার বন্ধুর জন্য সম্মানজনক না। যা ঘটেছে, সেজন্য বন্ধু ও আমার মধ্যে কথা হয়েছে। এটা যে পর্যায়ে গেছে, তা কোনোভাবেই এমন হওয়ার কথা নয়। শুধু একটা কথাই বলতে চাই—বিষয়টা অন্য, বাস্তবতা ভিন্ন। (মিথ্যা, বানোয়াট ও উদ্দেশ্যপ্রণোদিত)। আশা করি সত্যের পক্ষেই থাকবেন, সত্য কখনো মিথ্যা হয় না। ’ এর আগে এক সংবাদমাধ্যমে তাসকিন বলেন, ‘আমার বিরুদ্ধে যে অভিযোগ তোলা হয়েছে, তা সম্পূর্ণ মিথ্যা। আমি বাসা বদলের কাজে ব্যস্ত ছিলাম। কাউকে মারিনি। উদ্দেশ্যপ্রণোদিতভাবে আমাকে বিব্রত করতে এই জিডি করা হয়েছে। ’ তিনি আরও বলেন, ‘আমার বন্ধু রসি নামে একজনকে ওরা (সৌরভরা) মারধর করেছে। আমি শুধু মোহাম্মদপুর থানার ওসিকে ফোন করে জানিয়েছিলাম। এরপর পুলিশ গিয়ে ওদের খুঁজেছে। এরপর ওরা উল্টো আমার নামে জিডি করেছে। ’ তাসকিন জানান, ঘটনাটিকে কেন্দ্র করে পারিবারিকভাবেও যোগাযোগ হয়েছে। তিনি বলেন, “ওর খালা আমার বাবাকে ফোন দিয়ে বিচার দিয়েছিল। আমার বাবা কিছুই জানতেন না। পরে শুনে বলেন, ‘ওরা তো ছোটবেলার বন্ধু, এসব ভুল–বোঝাবুঝি ঠিক হয়ে যাবে। ’ আসলে আমি ওদের সঙ্গে গত কয়েক মাস মিশি না, তাই ওর মাথা খারাপ হয়ে গেছে। ” এদিকে বিসিবিও বিষয়টি আমলে নিয়েছে। বোর্ডের পরিচালক ও আম্পায়ার্স কমিটির চেয়ারম্যান ইফতেখার রহমান মিঠু বলেন, ‘মিডিয়াতে খবরটি দেখে বিসিবির শীর্ষ কর্মকর্তারা বিষয়টি খেয়াল করেছেন। ইতোমধ্যে তদন্ত শুরু হয়েছে। এটি সত্যি হলে খুবই দুঃখজনক। ’ তিনি আরও যোগ করেন, ‘একজন আইকন প্লেয়ারের এমন ঘটনায় জড়ানো ঠিক নয়। এখনই বেশি কিছু বলছি না, আগে সত্যতা নিশ্চিত হোক। ’ এদিকে পুলিশ সূত্র জানায়, রোববার রাতে সনি সিনেমা হলের সামনে ঘটনাটি ঘটে। বিষয়টি তদন্তাধীন রয়েছে বলে নিশ্চিত করেছেন মিরপুর থানার অফিসার ইন চার্জ (ওসি) সাজ্জাদ হোসেন। তার ভাষায়, ‘একটি অভিযোগ পেয়েছি, তদন্ত করে সত্যতা যাচাই করছি। সম্প্রতি পাকিস্তানের বিপক্ষে তৃতীয় টি–টোয়েন্টিতে খেলার পর তাসকিন পুনর্বাসনের জন্য বিশ্রামে ছিলেন। কিছুদিন আগেই গোড়ালির চোটের চিকিৎসা শেষে ইংল্যান্ড থেকে দেশে ফিরেছেন তিনি।

ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ৩৯৪

ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ৩৯৪ সারাদেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ২৪ ঘণ্টায় দুইজনের মৃত্যু হয়েছে। একই সময়ে ডেঙ্গু আক্রান্ত ৩৯৪ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। আজ স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া দুইজনই পুরুষ। আর আক্রান্ত ব্যক্তিদের মধ্যে ৩১২ জনই ঢাকার বাইরের। চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে মারা গেছেন ৭৮ জন, যাদের মধ্যে ৪৩ জন পুরুষ ও ৩৫ জন নারী। এখন পর্যন্ত মোট আক্রান্ত হয়েছেন ১৯ হাজার ৯২৩ জন, যার মধ্যে ১১ হাজার ৬৮০ জন পুরুষ ও ৮ হাজার ২৪৩ জন নারী।  

গোমস্তাপুরে শ্রেষ্ঠ শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার বিতরণ

গোমস্তাপুরে শ্রেষ্ঠ শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার বিতরণ গোমস্তাপুরে পিবিজিএসআই স্কিমের আওতায় ২০২২-২৩ সালের উপজেলার শ্রেষ্ঠ শিক্ষার্থী পুরস্কার এবং উচ্চ মাধ্যমিক সমাপণী পুরস্কারপ্রাপ্ত শিক্ষার্থীদের ক্রেস্ট ও সার্টিফিকেট বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। আজ সকালে উপজেলা পরিষদ সভাকক্ষে এই অনুষ্ঠানে রাজশাহী কলেজের অধ্যক্ষ যহুর আলী প্রধান অতিথি থেকে শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার তুলে দেন। উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস এবং চাঁপাইনবাবগঞ্জ জেলা শিক্ষা অফিসের আয়োজনে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার জাকির মুন্সী। অন্য অতিথিদের মধ্যে বক্তব্য দেন জেলা শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) আব্দুল মতিন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মুসাহাক আলি, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর রাজশাহীর মনিটরিং অফিসার শাহাদাত হোসেন, রহনপুর পুনর্ভবা মহানন্দা আইডিয়াল কলেজের অধ্যক্ষ ইমতিয়াজ মাসরুর, চৌডালা দাখিল মাদ্রাসার সুপার একরামুল হক, আলিনগর বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলাউদ্দিন, অভিভাবক রুহুল আমিন, রহনপুর ইউসুফ আলী কলেজের শিক্ষার্থী মনোয়ার হোসেন মুন্না ও চৌডালা দাখিল মাদ্রাসার শিক্ষার্থী নিশাত আনজুম। উল্লেখ্য, পারফরমেন্স বেজড গ্র্যান্টস ফর সেকেন্ডারি ইন্সটিটিউশনস স্কিম, এসইডিপি মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর শিক্ষা মন্ত্রনালয় আয়োজিত পুরস্কার বিতরণ অনুষ্ঠানে উপজেলার ৩৯ জন শ্রেষ্ঠ শিক্ষার্থীকে ক্রেস্ট ও সার্টিফিকেট তুলে দেন অতিথিরা।

রেডিও মহানন্দা ৯৮.৮ এফএম এর উপদেষ্টা কমিটির সভা অনুষ্ঠিত

রেডিও মহানন্দা ৯৮.৮ এফএম এর উপদেষ্টা কমিটির সভা অনুষ্ঠিত রেডিও মহানন্দা ৯৮.৮ এফএম এর উপদেষ্টা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। আজ সকালে সদর উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ের সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন- সদর উপজেলা নির্বাহী অফিসার ও রেডিও মহানন্দার উপদেষ্টা কমিটির সভাপতি নুরুল ইসলাম। সভায় আরো উপস্থিত ছিলেন- বাংলাদেশ বেতার রাজশাহীর সহকারী পরিচালক (অনুষ্ঠান) তনুশ্রী সান্যাল, উপজেলা প্রানিসম্পদ কর্মকর্তা ডা: শারমিন আক্তার, চাঁপাইনবাবগঞ্জ চেম্বার অব কমার্সের সিনিয়র সহ-সভাপতি খাইরুল ইসলাম, উপজেলা সমাজসেবা অফিসার কাঞ্চন কুমার দাস, আদিবাসীদের প্রতিনিধি কর্ণেলিউস মুরমুসহ অন্যান্যরা। এসময় আরো উপস্থিত ছিলেন, প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটির প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক এবং রেডিও মহানন্দার প্রধান নির্বাহী কর্মকর্তা হাসিব হোসেন, রেডিও মহানন্দার উপদেষ্টা কমিটির সদস্য সচিব ও স্টেশন ম্যানেজার আলেয়া ফেরদৌস, সহকারী স্টেশন ম্যানেজার রেজাউল করিম, প্রযোজক নয়ন আলী ও সহকারী প্রযোজক উম্মে আয়েশা সিদ্দিকা। সভায় মানব পাচার প্রতিরোধ, মাদকাসক্তির কুফল, চাঁপাইনবাবগঞ্জে ব্র্যান্ডিং আম নিয়ে কন্টেন্ট তৈরীসহ অন্যান্য বিষয়ে অনুষ্ঠান নির্মানের উপর গুরুত্বারোপ করা হয়।  

চাঁপাইনবাবগঞ্জে র‌্যাবের হাতে মাদকসহ গ্রেপ্তার ২

চাঁপাইনবাবগঞ্জে র‌্যাবের হাতে মাদকসহ গ্রেপ্তার ২ শিবগঞ্জ ও সদর উপজেলায় র‌্যাবের দু’টি পৃথক অভিযানে ৯৯ বোতল ফেনসিডিল এবং ৩৮০ গ্রাম গাঁজাসহ দু’জন আটক হয়েছেন। আটকরা হলেন, শিবগঞ্জের বাররশিয়া গ্রামের তরিকুল ইসলামের ছেলে সোহেল রানা এবং সদর উপজেলার লক্ষীপুর বানঝাপাড়া গ্রামের সিরাজুল আলীর ছেলে রাকিব আলী। গতকাল সন্ধ্যা ও বিকালে অভিযানগুলো চালানো হয়। গতকাল রাতে চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে র‌্যাব জানায়, সন্ধ্যার দিকে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে শিবগঞ্জ বাজার এলাকায় ইসলামী ব্যাংক শাখার নীচে অভিযান চালায়। অভিযানে বিক্রয়ের জন্য আমের ক্যারেটে রাখা ৯৯ বোতল ফেনসিডিলসহ গ্রেপ্তার হন সোহেল রানা। এর আগে বিকেলে সদর উপজেলার লক্ষীপুর কামারপাড়া কমিউনিটি ক্লিনিকের সামনে থেকে ৩৮০ গ্রাম গাঁজাসহ গ্রেপ্তার হয় রাকিব আলী। এসব ঘটনায় সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক মামলা হয়েছে বলেও জানায় র‌্যাব।

রাকসু নির্বাচনের তফসিল ঘোষণা, ভোট ১৫ সেপ্টেম্বর

রাকসু নির্বাচনের তফসিল ঘোষণা, ভোট ১৫ সেপ্টেম্বর রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে। আগামী ১৫ সেপ্টেম্বর নির্বাচন অনুষ্ঠিত হবে। আজ বিকেলে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে তফসিল ঘোষণা করেন রাকসুর নির্বাচন কমিশনার অধ্যাপক এনামুল হক। নির্বাচন কমিশনারের ঘোষণা অনুযায়ী, আগামী ৩১ জুলাই আচরণবিধি প্রকাশ, ৬ আগস্ট খসড়া ভোটার তালিকা প্রকাশ, ৭ ও ১০-১২ আগস্ট ভোটার তালিকায় আপত্তি গ্রহণ ও নিষ্পত্তি, ১৪ আগস্ট চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে। ১৭-১৯ আগস্ট মনোয়নপত্র বিতরণ, ২১ ও ২৪-২৫ আগস্ট মনোনয়নপত্র দাখিল, ২৭-২৮ আগস্ট মনোনয়নপত্র বাছাই, ৩১ আগস্ট প্রার্থীদের প্রাথমিক তালিকা প্রকাশ, ২ সেপ্টেম্বর মনোনয়নপত্র প্রত্যাহার, ৪ সেপ্টেম্বর প্রার্থীদের চূড়ান্ত তালিকা প্রকাশ, ১৫ সেপ্টেম্বর ভোটগ্রহণ শেষে ভোট গণনা ও ফলাফল ঘোষণা করা হবে।