শাকিবের সিনেমার গল্প নিয়ে বিভ্রান্তি

শাকিবের সিনেমার গল্প নিয়ে বিভ্রান্তি ঢাকাই সিনেমার নায়ক শাকিব খানকে ঘিরে এক নতুন উত্তেজনার নাম ‘কালা জাহাঙ্গীর’ সিনেমা। বেশকিছুদিন আগে আগামী ঈদুল ফিতরে মুক্তির অপেক্ষায় থাকা এই সিনেমা নিয়ে সামাজিকমাধ্যমে শুরু হয়েছিল তুমুল চর্চা। সেসময় গুঞ্জন শোনা যায়, সিনেমাটি নাকি বাস্তব জীবনের আলোচিত চরিত্র ‘কালা জাহাঙ্গীর’র জীবনী অবলম্বনে তৈরি হতে চলেছে! তবে অবশেষে এ বিষয়ে মুখ খুলেছেন সিনেমাটির প্রযোজক শিরিন সুলতানা ও নির্মাতা আবু হায়াত মাহমুদ। এক বিবৃতিতে তারা জানান, এই সিনেমা কোনো ব্যক্তির জীবনী নির্ভর নয়। এটি সম্পূর্ণ মৌলিক গল্প। আজ দেওয়া এক লিখিত বিবৃতিতে নির্মাতা ও প্রযোজক বলেন, শাকিব খানকে নিয়ে আমরা যে সিনেমাটি করতে যাচ্ছি, সেটি নিয়ে কিছু ভুল তথ্য ছড়িয়েছে সামাজিকমাধ্যমে। যা আমাদের দৃষ্টিগোচর হয়েছে। সেখানে বলা হচ্ছে, আমরা যে সিনেমাটি নির্মাণের উদ্যোগ নিয়েছি সেটা কালা জাহাঙ্গীর নামক ব্যক্তির জীবনী নির্ভর, এই তথ্যটি একেবারে সঠিক নয়। আমাদের প্রোডাকশন হাউজ ‘ক্রিয়েটিভ ল্যান্ড’ এবং পরিচালক আবু হায়াত মাহমুদের পক্ষ থেকে এই ধরণের কোনো মন্তব্য কোথাও দেওয়া হয়নি। পরিষ্কারভাবে জানাচ্ছি, আমরা যে সিনেমাটি নির্মাণের উদ্যোগ নিয়েছি-সেটি নির্দিষ্ট কোনো ব্যক্তির জীবনী নির্ভর নয়। গুলিস্তান টু গুলশান সব ধরণের দর্শকের উপভোগের কথা মাথায় রেখে আমরা লার্জার দ্যান লাইফ স্কেলে সিনেমাটি নির্মাণের উদ্যোগ নিয়েছি। এটি ৯০ দশকের ঢাকাকে কেন্দ্র করে একটি গল্প, যেখানে ক্রাইম, লাভ-অ্যাকশন-ইমোশন, ফ্যামিলি ড্রামা সবকিছুই থাকবে। আমরা অনুরোধ জানাচ্ছি, আমাদের অফিশিয়াল স্টেটমেন্ট ব্যতীত অন্য কোথাও থেকে পাওয়া তথ্যের ওপর আপনারা বিশ্বাস করে বিভ্রান্ত হবেন না। সিনেমা নিয়ে পরিচালক আবু হায়াত মাহমুদ বলেন, পুরোদমে আমাদের সিনেমার প্রি-প্রোডাশনের কাজ চলছে। সিনেমাটি দর্শকনন্দিত ও সার্বিকভাবে সফল করতে দেশ ও দেশের বাইরে আমাদের একাধিক টিম নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তিনি আরও বলেন, শাকিব খান চুক্তিবদ্ধ হলেও এখনো সিনেমার নাম প্রকাশ হয়নি। আসছে আগস্টে আমরা সিনেমার নাম ঘোষণা করবো সঙ্গে বাড়তি চমক হিসেবে আরও কিছুও থাকতে পারে। মেজবাহ উদ্দিন সুমনের গল্পে সিনেমাটির লেন চিত্রনাট্য করেছেন মেজবাহ উদ্দিন সুমন ও মোহাম্মদ নাজিম উদ্দিন। সিনেমাটিতে শাকিবের সঙ্গে কারা অভিনয় করবেন সেটি এখনও চূড়ান্ত হয়নি। তবে সংশ্লিষ্ঠরা জানান, নভেম্বরে এর শুটিং শুরু হবে। এর আগেই বিস্তারিত জানানো হবে।

দেশে ডেঙ্গুতে ২ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৩৮৬

দেশে ডেঙ্গুতে ২ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৩৮৬ দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে দুইজনের মৃত্যু হয়েছে। একই সময়ে আরও ৩৮৬ জন ডেঙ্গু জ্বর নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। আজ স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। প্রতিবেদনে বলা হয়, চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ২০ হাজার ৭০২ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে শুধু জুলাই মাসেই ১০ হাজারের বেশি রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এছাড়া, রোগটিতে আক্রান্ত হয়ে চলতি বছরে এখন পর্যন্ত ৮১ জনের মৃত্যু হয়েছে। মারা যাওয়াদের মধ্যে ৪৬ জন পুরুষ ও ৩৫ জন নারী।

তারকা কেটি পেরি-সাবেক প্রধানমন্ত্রী ট্রুডোর প্রেমের গুঞ্জন

তারকা কেটি পেরি-সাবেক প্রধানমন্ত্রী ট্রুডোর প্রেমের গুঞ্জন পপ তারকা কেটি পেরি ও কানাডার সাবেক প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর প্রেমের গুঞ্জনে সয়লাব নেটদুনিয়া। মন্ট্রিয়ালের এক অভিজাত রেস্টুরেন্টে একান্তে রাতের খাবার উপভোগ করতে দেখা গেছে এই জুটিকে। তাদের ‘ঘনিষ্ঠ’ নৈশভোজের ছবি নিয়ে নেটিজেনদের মাঝে বেশ আলোচনা-সমালোচনা শুরু হয়েছে। পিপল ম্যাগাজিন-এর প্রতিবেদন অনুযায়ী, গত সোমবার সন্ধ্যায় তারা একসঙ্গে খাবার খান জাস্টিন ট্রুডো-কেটি পেরি। এছাড়া টিএমজেডে প্রকাশিত ভিডিওতে দেখা যায়, কেটি পেরি ট্রুডোর সঙ্গে কথোপকথনে সম্পূর্ণভাবে মগ্ন ছিলেন এবং টেবিলের ওপর ঝুঁকে কথা বলছিলেন। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, কড়া নিরাপত্তার মধ্যে এই জুটি ককটেল এবং লবস্টারসহ বিভিন্ন পদ উপভোগ করেন। এমনকি রেস্টুরেন্টের শেফ নিজেও তাদের সঙ্গে কথা বলতে আসেন এবং খাবার শেষে তারা দুজন রান্নাঘরে গিয়ে কর্মীদের ব্যক্তিগতভাবে ধন্যবাদ জানান। বর্তমানে কেটি পেরি কানাডায় তার কনসার্ট সফরে রয়েছেন। মন্ট্রিয়লের পাশাপাশি তার অটোয়াতেও পারফর্ম করার কথা রয়েছে। ব্যক্তিগত জীবনে সম্প্রতি দীর্ঘদিনের বাগদত্তা অরল্যান্ডো ব্লুমের সঙ্গে তার বিচ্ছেদের খবর নিশ্চিত করেছেন কেটি। ১০ বছরের বেশি সময় ধরে একসঙ্গে থাকা এই জুটির একটি কন্যা সন্তান রয়েছে, যার নাম ডেইজি ডাভ। চলতি মাসের শুরুর দিকেই তারা তাদের বিচ্ছেদের ঘোষণা দেন। তবে বিচ্ছেদের পরেও কেটি এবং ব্লুমকে তাদের মেয়ের সঙ্গে একটি পারিবারিক ছবিতে একসঙ্গে পোজ দিতে দেখা গেছে। অন্যদিকে, জাস্টিন ট্রুডোও ২০২৩ সালে তার স্ত্রী সোফি গ্রেগরি ট্রুডোর সঙ্গে ১৮ বছরের দাম্পত্য জীবনের ইতি টানেন। এই দম্পতির জাভিয়ের, এলা-গ্রেস এবং হ্যাড্রিয়েন নামে তিন সন্তান রয়েছে।

 সারাদেশে ১০২ এসিল্যান্ডকে প্রত্যাহার

সারাদেশে ১০২ এসিল্যান্ডকে প্রত্যাহার বিভিন্ন অঞ্চলে সহকারী কমিশনারের (ভূমি) দায়িত্বে থাকা বিসিএস (প্রশাসন) ক্যাডারের ১০২ কর্মকর্তাকে প্রত্যাহার করেছে সরকার। তাদের সিনিয়র সহকারী কমিশনার বা সহকারী কমিশনার হিসেবে পদায়নের জন্য বিভিন্ন বিভাগীয় কমিশনারের কার্যালয়ে ন্যস্ত করে আজ পৃথক ৮টি প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। একটি প্রজ্ঞাপনে বলা হয়েছে, বিসিএস (প্রশাসন) ক্যাডারের নিম্নবর্ণিত কর্মকর্তাদের সহকারী কমিশনার (ভূমি) হতে প্রত্যাহারপূর্বক সিনিয়র সহকারী কমিশনার/সহকারী কমিশনার হিসেবে পরবর্তী পদায়নের জন্য ঢাকা বিভাগের বিভাগীয় কমিশনারের অধীনে ন্যস্ত করা হলো। এভাবে তাদের চট্টগ্রাম, ময়মনসিংহ, সিলেট, খুলনা, রাজশাহী, বরিশাল ও রংপুর বিভাগের বিভাগীয় কমিশনারের অধীনে ন্যস্ত করার পৃথক প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

একাদশ শ্রেণিতে অনলাইনে ভর্তির আবেদন শুরু আজ 

একাদশ শ্রেণিতে অনলাইনে ভর্তির আবেদন শুরু আজ ২০২৫-২৬ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে অনলাইনে ভর্তির আবেদন আজ থেকে শুরু হয়েছে। প্রথম পর্যায়ের আবেদন চলবে আগামী ১১ আগস্ট পর্যন্ত। শিক্ষার্থীরা নির্ধারিত ওয়েবসাইট এর মাধ্যমে শুধুমাত্র অনলাইনে আবেদন করতে পারবে। ম্যানুয়ালি কোনো আবেদন গ্রহণ করা হবে না। এবারের ভর্তি প্রক্রিয়ায় আবেদন ফি নির্ধারণ করা হয়েছে ২২০ টাকা। একজন শিক্ষার্থী সর্বনিম্ন ৫টি ও সর্বোচ্চ ১০টি কলেজ পছন্দক্রমে নির্বাচন করতে পারবে। একজন শিক্ষার্থী যতগুলো কলেজে আবেদন করবে, তার মধ্য থেকে তার মেধা, কোটা ও পছন্দক্রমের ভিত্তিতে একটিমাত্র কলেজে ভর্তির জন্য নির্বাচিত হবে। বিজ্ঞান গ্রুপ থেকে এসএসসি উত্তীর্ণ শিক্ষার্থীরা উচ্চমাধ্যমিকে বিজ্ঞান, মানবিক ও ব্যবসায় শিক্ষা গ্রুপের যে কোনো একটি নির্বাচন করতে পারবেন। মানবিক ও ব্যবসায় শিক্ষা গ্রুপ থেকে উত্তীর্ণরা এ দুই গ্রুপের যে কোনো একটি নির্বাচন করতে পারবেন। ভর্তির জন্য কোনো পরীক্ষা নেওয়া হবে না, শিক্ষার্থীদের এসএসসি ও সমমান পরীক্ষার ফলের ভিত্তিতে ভর্তি করা হবে। এ বছর প্রথম ধাপে ভর্তির আবেদন চলবে ১১ আগস্ট পর্যন্ত। প্রথম ধাপের ফল প্রকাশ করা হবে ২০ আগস্ট রাত ৮টায়। এরপর আরও দুই ধাপে আবেদন গ্রহণ, ফল প্রকাশ, নিশ্চায়ন ও চূড়ান্ত ভর্তি শেষে আগামী ১৫ সেপ্টেম্বর একাদশ শ্রেণিতে ক্লাস শুরু করা হবে।

গুরুত্বপূর্ণ ব্যক্তিদের পদমর্যাদাক্রম নিয়ে রিভিউর রায় ৬ আগস্ট

গুরুত্বপূর্ণ ব্যক্তিদের পদমর্যাদাক্রম নিয়ে রিভিউর রায় ৬ আগস্ট দেশের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের রাষ্ট্রীয় পদমর্যাদার ক্রম নিয়ে আপিল বিভাগের রায়ের বিরুদ্ধে রিভিউ আবেদনের শুনানি শেষ হয়েছে। এ বিষয়ে আগামী ৬ আগস্ট আদেশ দেবেন আপিল বিভাগ। আজ সকালে বিচারপতি আশফাকুল ইসলামের নেতৃত্বে ৬ বিচারপতির আপিল বেঞ্চ আদেশের জন্য এ দিন ধার্য করেন। ইন্টারভেনর হিসেবে শুনানি করেন ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল। রাষ্ট্রপক্ষে অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার অনীক আর হক উপস্থিত ছিলেন। এর আগে গত ২৭ এপ্রিল দেশের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের রাষ্ট্রীয় পদমর্যাদার ক্রম নিয়ে আপিল বিভাগের রায়ের বিরুদ্ধে রিভিউ আবেদনের শুনানি শুরু হয়।

বাংলাদেশের শুল্ক কমাতে যুক্তরাষ্ট্রের ‘সবুজ সংকেত’

বাংলাদেশের শুল্ক কমাতে যুক্তরাষ্ট্রের ‘সবুজ সংকেত’ যুক্তরাষ্ট্রের সঙ্গে শুল্ক আলোচনার তৃতীয় ধাপের প্রথম দিন শেষ হয়েছে। বৈঠকে প্রথমবারের মতো বাংলাদেশের ওপর আরোপিত ৩৫ শতাংশ পাল্টা শুল্ক কমানোর বিষয়ে যুক্তরাষ্ট্রের কর্মকর্তাদের সবুজ সংকেত মিলেছে বলে বৈঠক সূত্রে জানা গেছে। যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে ইউএসটিআরের প্রধান কার্যালয়ে বাংলাদেশ সময় গতকাল দিবাগত রাত সাড়ে ১২টায় তৃতীয় দফার প্রথম দিনের আলোচনা শুরু হয়। আলোচনায় বাংলাদেশ দলের নেতৃত্ব দেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন। বাণিজ্য সচিব মাহবুবুর রহমান জানিয়েছেন, বাংলাদেশের ওপর আরোপিত ৩৫ শতাংশ পাল্টা শুল্ক (রেসিপ্রোকাল ট্যারিফ) কমানোর বিষয়ে চূড়ান্ত দরকষাকষির প্রথম দিনে যুক্তরাষ্ট্রের কাছ থেকে সবুজ সংকেত পাওয়া গেছে। শুল্ক যথেষ্ট পরিমাণ কমবে বলে জানিয়েছেন তিনি। তবে কত কমবে সেটি এখনও নির্ধারণ হয়নি।

রাশিয়ার উপকূলে ভূমিকম্প, কয়েক দেশে সুনামির সতর্কতা

রাশিয়ার উপকূলে ভূমিকম্প, কয়েক দেশে সুনামির সতর্কতা ৮ দশমিক ৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্পটি আঘাত হানার পর রাশিয়া, জাপান ও যুক্তরাষ্ট্রসহ কয়েক দেশে সুনামির সতর্কতা জারি করা হয়েছে। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বিবিসি। যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা জানায়, ৮ দশমিক ৭ মাত্রার ভূমিকম্পটি রাশিয়ার পেট্রোপাভলভস্ক-কামচাটস্কি থেকে প্রায় ৭৮ মাইল (১২৬ কিলোমিটার) দূরে, ভুগর্ভের ১৮ কিলোমিটার গভীরে আঘাত হানে। পরে ভূমিকম্পের মাত্রা সংশোধন করে ৮ দশমিক ৮ করা হয়। রাশিয়ার আঞ্চলিক জরুরি পরিস্থিতি বিষয়ক মন্ত্রী সের্গেই লেবেদেভ জানান, ভূমিকম্পের ফলে ৩-৪ মিটার উচ্চতার সুনামি তৈরি হয়েছিল। ভূমিকম্পে রাশিয়ায় বেশ কয়েকজন আহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির তাস নিউজ এজেন্সি। এদিকে ভূমিকম্পের পরপর সুনামির সতর্কতা জারি করা হয়েছে রাশিয়ায়।

নারী এশিয়ান কাপ ২০২৬এর ড্র, ব্র্যান্ড উন্মোচন ও ম্যাচসূচি প্রকাশ

নারী এশিয়ান কাপ ২০২৬এর ড্র, ব্র্যান্ড উন্মোচন ও ম্যাচসূচি প্রকাশ সিডনি টাউন হলে অনুষ্ঠিত হয়েছে এএফসি নারী এশিয়ান কাপ অস্ট্রেলিয়া ২০২৬-এর চূড়ান্ত ড্র অনুষ্ঠান, যেখানে একসাথে উন্মোচিত হয়েছে প্রতিযোগিতার অফিসিয়াল ব্র্যান্ড এবং ম্যাচের পূর্ণাঙ্গ সময়সূচি। ১২টি দেশের অংশগ্রহণে এবারের আসর বসতে যাচ্ছে অস্ট্রেলিয়ার পাঁচটি বিশ্বমানের ভেন্যুতে-সিডনি, পার্থ এবং গোল্ড কোস্টে, যা নিশ্চিত করছে এক মাসের দুর্দান্ত নারী ফুটবল উৎসব। আগামী ১ মার্চ পার্থ স্টেডিয়ামে স্বাগতিক অস্ট্রেলিয়া বনাম ফিলিপাইনস ম্যাচ দিয়ে পর্দা উঠবে এশিয়ার সবচেয়ে মর্যাদাপূর্ণ এই নারী ফুটবল টুর্নামেন্টের ২১তম আসরের। বিশেষ আকর্ষণের মধ্যে রয়েছে বাংলাদেশের অভিষেক ম্যাচ-যেখানে তারা মুখোমুখি হবে বর্তমান চ্যাম্পিয়ন চীনের বিপক্ষে। এই ‘ডেভিড বনাম গোলিয়াথ’ লড়াইটি অনুষ্ঠিত হবে ৩ মার্চ, ওয়েস্টার্ন সিডনি স্টেডিয়ামে।

উরুগুয়েকে হারিয়ে কোপা ফাইনাল-অলিম্পিকে ব্রাজিল

উরুগুয়েকে হারিয়ে কোপা ফাইনাল-অলিম্পিকে ব্রাজিল মেয়েদের কোপা আমেরিকায় ব্রাজিল সবসময়ই ফেভারিট। ৯ আসরের মধ্যে ৮ বারই শিরোপা ঘরে তুলেছে সেলেসাও মেয়েরা। আজ দশম আসরে উরুগুয়েকে ৫-১ গোলে উড়িয়ে দিয়েছে ব্রাজিলের মেয়েরা। দাপুটে এই জয়ে তারা এক ঢিলে দুটি পাখি শিকার করল। একইসঙ্গে কোপা আমেরিকার ফাইনাল ও ২০২৮ লস অ্যাঞ্জেলস অলিম্পিকে জায়গা নিশ্চিত করেছে ব্রাজিল। ইকুয়েডরের রদ্রিগো পাস দেলগাদো অলিম্পিক স্টেডিয়ামে প্রতিটি বিভাগেই দারুণ দাপট দেখিয়েছে ব্রাজিলের মেয়েরা। ম্যাচের প্রথমার্ধেই তারা উরুগুয়ের জালে তিনবার বল জড়ায়। দ্বিতীয়ার্ধে এক গোল করে ব্যবধান কমালেও তা যথেষ্ট ছিল না উরুগুইয়ানদের জন্য। এক লাল কার্ডে খানিক বাদেই ১০ জনের দলে পরিণত হয় উরুগুয়ে। পরে আরও দুই গোল হজম করে তারা রীতিমতো বিধ্বস্ত হয়েছে। বল পজেশনেও স্পষ্ট ব্যবধানে (৬৯ শতাংশ) এগিয়ে ছিল মার্তা সিলভারা। আগেরদিন গোলশূন্য ড্রয়ের পর টাইব্রেকারে আর্জেন্টিনাকে হারিয়ে ফাইনালে উঠেছিল কলম্বিয়া। আগামী শনিবার দিবাগত রাতে কোপার শিরোপা নির্ধারণী ফাইনালে লড়বে ব্রাজিল ও কলম্বিয়ার মেয়েরা। অবশ্য এই দুটি দেশই গ্রুপপর্বে একসঙ্গে ছিল, পরস্পরের দেখায় খেলার নিষ্পত্তি হয় ড্র দিয়ে। এখন পর্যন্ত উভয় দলই অপরাজেয়। ব্রাজিল ৫ ম্যাচের চারটিতে (আরেকটি ম্যাচ ড্র) এবং কলম্বিয়া তিন ম্যাচে (ড্র দুটিতে) জিতেছে।