এলপি গ্যাসের নতুন দাম নির্ধারণ আগামীকাল

এলপি গ্যাসের নতুন দাম নির্ধারণ আগামীকাল চলতি আগস্ট মাসের তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) নতুন মূল্য আগামীকাল নির্ধারণ করা হবে। বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের (বিইআরসি) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, সৌদি আরামকো ঘোষিত এবছরের আগস্ট মাসের সৌদি সিপি অনুযায়ী, এই মাসের জন্য ভোক্তা পর্যায়ে বেসরকারি এলপিজির মূল্য সমন্বয় সম্পর্কে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের নির্দেশনা আগামীকাল বিকেলে ঢাকার কমিশন কার্যালয়ের শুনানি কক্ষে প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে ঘোষণা করা হবে। এর আগে, গত ২ জুলাই সবশেষ সমন্বয় করা হয় এলপি গ্যাসের দাম। সে সময় ১২ কেজি সিলিন্ডারের দাম ৩৯ টাকা কমিয়ে ১ হাজার ৩৬৪ টাকা নির্ধারণ করা হয়।

মেধাবী জাতি তৈরিতে শিক্ষকদের ভূমিকা গুরুত্বপূর্ণ: শিক্ষা উপদেষ্টা

মেধাবী জাতি তৈরিতে শিক্ষকদের ভূমিকা গুরুত্বপূর্ণ: শিক্ষা উপদেষ্টা এখনই সময় একটি মেধাবী জাতি তৈরী করার। এতে শিক্ষকদের ভূমিকা অনেক গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেছেন শিক্ষা উপদেষ্টা চৌধুরী রফিকুল আবরার। আজ সকালে ঢাকা কলেজে বিসিএস জেনারেল এডুকেশন অ্যাসোসিয়েশনের এর উদ্যােগে ‘জুলাই গণঅভ্যুত্থান ও শিক্ষা ক্যাডারের ভাবনা’ শীর্ষক আলোচনা সভায় তিনি একথা বলেন। তিনি বলেন, সময় এসেছে তরুনদের শ্রেণীকক্ষে ফিরে যাওয়ার, দেশ গড়ার কারিগড় হিসাবে তৈরী করার। একটা অস্থির সময় পার করছে সবাই, যা বিচক্ষণতার মধ্যে দিয়ে পার করতে হবে। শিক্ষার ক্ষেত্রে বিশ্বমানের মাপ কাঠিতে নিজেদের বিবেচনা করার জন্য কাজ করছে সরকার।

ইন্টারনেট ব্যান্ডউইথে নতুন রেকর্ড গড়ল বিএসসিপিএলসি

ইন্টারনেট ব্যান্ডউইথে নতুন রেকর্ড গড়ল বিএসসিপিএলসি আন্তর্জাতিক ইন্টারনেট ব্যান্ডউইথ পরিবহনে ৪ টেরাবাইট প্রতি সেকেন্ড সরবরাহের নতুন রেকর্ড গড়েছে বাংলাদেশ সাবমেরিন ক্যাবলস পিএলসি (বিএসসিপিএলসি)। স্টারলিংকের মাধ্যমে জুলাই মাসে কৃত্রিম উপগ্রহভিত্তিক ইন্টারনেট সেবা চালুর পর ১ আগস্ট এই মাইলফলক অর্জন করে বিএসসিপিএলসি। এর আগে, বাংলাদেশ সাবমেরিন ক্যাবলস পিএলসি প্রথমবারের মতো আন্তর্জাতিক ব্যান্ডউইথ পরিবহনে ৩ টেরাবাইট/সেকেন্ডের মাইলফলক অতিক্রম করে। প্রতিষ্ঠানটি ২৮ এপ্রিল ৩ দশমিক ৩৪ টিবিপিএস ব্যান্ডউইথ ব্যবহার করেছে, যা মাস শেষে ৩ দশমিক ৪৬ টিবিপিএসে পৌঁছাতে পারে বলে ধারণা করা হচ্ছে। দায়িত্বপ্রাপ্ত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব তার ব্যক্তিগত ফেসবুক আইডিতে এসব তথ্য প্রকাশ করেন।

৩৯ বাংলাদেশিকে ফেরত পাঠালো যুক্তরাষ্ট্র

৩৯ বাংলাদেশিকে ফেরত পাঠালো যুক্তরাষ্ট্র যুক্তরাষ্ট্রে অবৈধভাবে অবস্থানের অভিযোগে ৩৯ বাংলাদেশিকে দেশে ফেরত পাঠিয়েছে মার্কিন প্রশাসন। ফেরত আসা যাত্রীদের ইমিগ্রেশন কার্যক্রম এখনও চলমান রয়েছে। আজ সকাল ৬টা ৪৫ মিনিটে দেশটির সামরিক বিমান সি সেভেন্টিনে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন বাংলাদেশিরা। গতকাল পররাষ্ট্র মন্ত্রণালয়ের কনস্যুলার ও কল্যাণ অনুবিভাগের এক বার্তায় বলা হয়েছিল, মার্কিন সামরিক বাহিনীর বিমানে করে ৬১ বাংলাদেশিকে ফেরত পাঠানো হচ্ছে। তবে বাংলাদেশে এসেছেন ৩৯ জন বাংলাদেশি। এর আগে বিভিন্ন সময় আরও ১১৮ বাংলাদেশি নাগরিককে ফেরত পাঠায় দেশটি। শিক্ষকদের প্রাপ্য মর্যাদা ফিরিয়ে দিতেও অন্তবর্তী সরকার সচেষ্ট বলেও মন্তব্য করেন শিক্ষা উপদেষ্টা।

প্রথমবার পাকিস্তান সফরে যাচ্ছেন পেজেশকিয়ান

প্রথমবার পাকিস্তান সফরে যাচ্ছেন পেজেশকিয়ান দুই দিনের রাষ্ট্রীয় সফরে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদ আসছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। পাক পররাষ্ট্র দপ্তর জানিয়েছে, ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান আজ প্রধানমন্ত্রী শেহবাজ শরীফের আমন্ত্রণে ইসলামাবাদে আসছেন। বিবৃতিতে বলা হয়, পেজেশকিয়ানের সঙ্গে ইরানের পররাষ্ট্রমন্ত্রী, সিনিয়র মন্ত্রী এবং অন্যান্য উচ্চপদস্থ কর্মকর্তারাসহ একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধিদল থাকবেন। তার অবস্থানকালে পেজেশকিয়ান পাকিস্তানের রাষ্ট্রপতি আসিফ আলী জারদারির সঙ্গে দেখা করবেন এবং প্রধানমন্ত্রী শেহবাজ শরীফের সঙ্গে প্রতিনিধি পর্যায়ের আলোচনা করবেন। ইরানের প্রেসিডেন্ট হিসেবে এটি পেজেশকিয়ানের প্রথম সরকারি পাকিস্তান সফর।

এশিয়ান কাপ বাছাইয়ে অংশ নিতে দেশ ছাড়লেন আফঈদা-সাগরিকারা

এশিয়ান কাপ বাছাইয়ে অংশ নিতে দেশ ছাড়লেন আফঈদা-সাগরিকারা আগামী ৬ আগস্ট থেকে অনূর্ধ্ব-২০ নারী এশিয়ান কাপ বাছাইয়ের মিশন শুরু করবে বাংলাদেশ। সেই লক্ষ্যে দুপুরে লাওসের বিমানে উঠেছে লাল-সবুজের প্রতিনিধিরা। আজ দুপুরে নিজের ভেরিফায়েড ফেসবুক পেইজে এক পোস্টে দেশ ছাড়ার বিষয়টি নিশ্চিত করেছে বাংলাদেশ অধিনায়ক আফঈদা খন্দকার। ঘরের মাঠে অপরাজিত থেকে সাফে শিরোপা জিতেছিল বাংলাদেশ। সাগরিকাদের এবারের মিশন অনূর্ধ্ব-২০ উইমেন্স এশিয়ান কাপ বাছাই। এই টুর্নামেন্টকে সামনে রেখে শক্তিশালী স্কোয়াড ঘোষণা করেছেন কোচ পিটার বাটলার। বাছাইপর্বে ‘এইচ’ গ্রুপে বাংলাদেশের তিন প্রতিদ্বন্দ্বী দল দক্ষিণ কোরিয়া, লাওস ও পূর্ব তিমুর। ৬ আগস্ট বাংলাদেশের প্রতিপক্ষ স্বাগতিক লাওস। ৮ আগস্ট পূর্ব তিমুর আর ১০ আগস্ট দক্ষিণ কোরিয়ার মুখোমুখি হবেন বাংলাদেশের মেয়েরা।  

জন্ম ও মৃত্যু নিবন্ধন টাস্কফোর্স ও সংশ্লিষ্ট অংশীজনের সাথে মতবিনিময়

জন্ম ও মৃত্যু নিবন্ধন টাস্কফোর্স ও সংশ্লিষ্ট অংশীজনের সাথে মতবিনিময় জেলা জন্ম ও মৃত্যু নিবন্ধন টাস্কফোর্স ও সংশ্লিষ্ট অংশীজনের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ বিকেলে জেলা প্রসাশকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মন্ত্রীপরিষদ বিভাগ (সমন্বয় ও সংস্কার) এর সচিব জাহেদা পারভীন। জেলা প্রশাসক আব্দুস সামাদের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রনালয়ের সচিব এ এইচ এম সফিকুজ্জামান, রাজশাহী বিভাগীয় কমিশনার খোন্দকার আব্দুল আজিম ও মন্ত্রীপরিষদ বিভাগের যুগ্মসচিব মুর্শিদা শারমিন। চাঁপাইনবাবগঞ্জে জেলার জন্ম ও মৃত্যু নিবন্ধন টাস্কফোর্স কমিটির সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। সভায় প্রধান অতিথির বক্তব্যে জাহেদা পারভীন বলেন, চলতি বছরের শুরুর দিকে জন্ম ও মৃত্যু নিবন্ধন কার্যক্রমে প্রথম ১০ জেলার মধ্যে একটি ছিল চাঁপাইনবাবগঞ্জ। চলতি মাসে সেটি অনেক পিছিয়ে গেছে। সভায় জন্ম ও মৃত্যু নিবন্ধনে আবারো চাঁপাইনবাবগঞ্জের আবারো ভালো দেখতে চান প্রধান অতিথি। এটি বাস্তবায়নে সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক আব্দুস সামাদ সংশ্লিষ্ঠ সকলের সহযোগিতা কামনা করেন।

সোনামসজিদ সম্প্রসারণের উদ্যোগ নেয়া হবে- নৌ পরিবহন উপদেষ্টা

সোনামসজিদ স্থলবন্দর সম্প্রসারণের উদ্যোগ নেয়া হবে- নৌ পরিবহন উপদেষ্টা শ্রম ও কর্মসংস্থান এবং নৌ পরিবহন মন্ত্রণালয়ের উপদেষ্টা বিগ্রেডিয়ার জেনারেল (অব.) ড.এম সাখাওয়াত হোসেন বলেছেন, সোনামসজিদ অনেক পুরোনো ও গুরুত্বপূর্ণ স্থলবন্দর। ২০০৬ সালে এই বন্দর প্রতিষ্ঠিত হয়। ভবিষ্যতে এই বন্দর আন্ত:দেশীয় বানিজ্যের সংযোগও হতে পারে। কাজেই এটি সম্প্রসারণ করা দরকার। পরিধী বাড়ানো দরকার। আমরা বিশ^ব্যাংককে দিয়ে কয়েকটি বন্দর করিয়েছে। যদি সম্ভব হয়, পরবর্তীতে যদি বিশ^ব্যাংকের নতুন প্রকল্প থাকে, তবে তারা নিলে সোানামসজিদের সম্প্রসারণ সহজ হবে। উপদেষ্টা আরও বলেন, বন্দরে কিছু সমস্যা রয়েছে। এসব দেখার জন্য জেলা প্রশাসককে বলা হয়েছে। একটি ৩ কিলোমিটার সড়ক করতে হবে। বন্দরের ইয়ার্ড তৈরির জন্য জায়গা জমি দেখা হচ্ছে। কিছু জমি রয়েছে খাস। আবার কিছু ব্যাক্তি মালিকানাধীণ। সেগুলো নিলে খরচ হবে। জেলা প্রশাসন সকল সমস্যা চিহ্নিত করে উন্নয়নের জন্য যতটুকু জমি দরকার সেটি সহ পরিকল্পনা পাঠালে ব্যয় বোঝা যাবে। তখন এ ব্যাপারে উদ্যোগ নেয়া যাবে। শ্রমিকদের জন্য একটি হাসপাতাল নির্মাণের কথাও বলেন তিনি। তিনি বন্দর ব্যবহারকারীদের বিভিন্ন দাবির কথাও তুলে ধরেণ। আজ দুপুরে শিবগঞ্জ উপজেলায় সোনামসজিদ স্থলবন্দর পরিদর্শণে এসে বন্দর পরিচালনাকারী বেসরকারি অপারেটর প্রতিষ্ঠান পানামা সোনামসজিদ পোর্ট লিংক লিমিটেড সভাকক্ষে অংশীজনদের সাথে মতবিনিময় সভায় এবং সভা শেষে সাংবাদিকদের এসব কথা বলেন উপদেষ্টা সাখাওয়াত। নৌ পরিবহন মন্ত্রণালয়ের আওতাধীন বাংলাদেশ স্থালবন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান মানজারুল মান্নানের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন, শ্রম ও কর্মসংস্তান মন্ত্রণালয়ের সচিব এ এইচ এম সফিকুজ্জামান, জেলা প্রশাসক আব্দুস সামাদ, পুলিশ সুপার রেজাউল করিম, জেলা চেম্বার সভাপতি আব্দুল ওয়াহেদ, পানামা চেয়ারম্যান আতিকুর রহমান খান, ব্যবস্থাপনা পরিচালক জাহুরা নওসাবা সহ প্রশাসন, কাস্টমস ও বন্দর কর্মকর্তা এবং ব্যবসায়ী ও ট্রেড ইউনিয়ন নেতৃবৃন্দ। পরে, বিকেলে উপদেষ্টা চাঁপাইনবাবগঞ্জ সার্কিট হাউসে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনের আর্থিক সহায়তার চেক বিতরণ করেন। চিকিৎসা এবং শিক্ষার জন্য ১৫ জনের মাঝে চেক বিতরণ করা হয়।    

‘সর্বকালের সেরা’, মা হওয়ার পর প্রথম জন্মদিনে কিয়ারা

‘সর্বকালের সেরা’, মা হওয়ার পর প্রথম জন্মদিনে কিয়ারা চলতি বছরের জুলাই মাসেই মা-বাবা হয়েছেন বলিউডের তারকা দম্পতি কিয়ারা আদভানি এবং সিদ্ধার্থ মালহোত্রা। গেল ১৫ জুলাই তাদের সংসার আলো করে এসেছে কন্যাসন্তান। আপাতত সদ্যোজাত সন্তানকে নিয়েই দিন কাটছে তাদের। এদিকে বৃহস্পতিবার (৩১ জুলাই) ৩৪ বছরে পা রাখলেন কিয়ারা। মা হওয়ার পর প্রথম জন্মদিন ছিল তার। এ কারণেই এবারের অনুভূতিটাও বিশেষ। কিয়ারার কথায়, ‘আমার সর্বকালের সেরা জন্মদিন পালন করলাম। ’ বৃহস্পতিবার দিনভর বলিউডের সহকর্মী, অনুরাগীদের শুভেচ্ছাবার্তার জোয়ারে ভেসেছেন কিয়ারা এই চিত্রতারকা। তবে এদিন নিজের জন্মদিন নিয়ে কোনও পোস্ট তিনি করেননি। কিন্তু রাত পোহাতেই শুক্রবার স্বামী-সন্তানের জন্য কলম ধরলেন অভিনেত্রী। সঙ্গে তার জন্মদিন উদযাপনের ঝলকও দেখালেন কেকের ছবি শেয়ার করে। সেখানে দেখা যায়, ধবধবে সাদা কেক। তার ওপরে সুন্দর ডিজাইন করা ছোট্ট পুতুল বসানো। দেখে মনে হচ্ছে যেন, এক পরীর কোলে শান্তির আশ্রয় নিয়েছে সদ্যোজাত। যেহেতু সদ্য মা হয়েছেন কিয়ারা, সে কারণেই এমন থিম কেকের আয়োজন করেছেন সিদ্ধার্থ। আর স্বামীর এমন আয়োজনেই আপ্লুত অভিনেত্রী। কেকের ছবি শেয়ার করে কিয়ারা লেখেন, আমার সন্তান, আমার স্বামী, আমার মা-বাবা, পরিবারের সবার ভালোবাসায় জীবনের সেরা জন্মদিনটা কাটালাম। দারুণ অনুভূতি। নিজেকে আশীবার্দধন্য মনে হচ্ছে। জন্মদিনের শুভেচ্ছা জানানোর জন্য সবাইকে ধন্যবাদ জানাতেও ভুলেননি কিয়ারা। অভিনেত্রীর এমন সংসারে সুখের ঝলক দেখে খুশি তার অনুরাগীরাও। উল্লেখ, ‘শেরশাহ’ সিনেমার শুটিং সেট থেকেই প্রেমের সম্পর্কে জড়ান সিদ্ধার্থ-কিয়ারা। তারপর এ জুটির প্রেম-বিয়ে নিয়ে আলোচনা কম হয়নি। সর্বশেষ ২০২৩ সালের ৭ ফেব্রুয়ারি রাজস্থানের জয়সালমীরে সাতপাকে বাঁধা পড়েন তারা।

অনূর্ধ্ব-১৯ ত্রিদেশীয় সিরিজে জিম্বাবুয়েকে উড়িয়ে ফাইনালে বাংলাদেশ

অনূর্ধ্ব-১৯ ত্রিদেশীয় সিরিজে জিম্বাবুয়েকে উড়িয়ে ফাইনালে বাংলাদেশ দক্ষিণ আফ্রিকার কাছে অল্প ব্যবধানে হারের পর দ্রুত ঘুরে দাঁড়াল বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দল। আজ হারারের স্পোর্টস ক্লাব মাঠে স্বাগতিক জিম্বাবুয়েকে ৮ উইকেটে উড়িয়ে দিয়ে ত্রিদেশীয় সিরিজের ফাইনাল নিশ্চিত করেছে টাইগার যুবারা। এই জয়ে ৪ ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে নেট রানরেটের ব্যবধানে দক্ষিণ আফ্রিকাকে পেছনে ফেলে আবারও পয়েন্ট তালিকার শীর্ষে উঠে এসেছে বাংলাদেশ। সমান সংখ্যক ম্যাচে প্রোটিয়াদেরও পয়েন্ট ৬। অন্যদিকে, জিম্বাবুয়ে এখনো জয়শূন্য। তারা চার ম্যাচেই হেরে পয়েন্ট টেবিলের তলানিতে। আগামী ১০ আগস্ট হারারেতে অনুষ্ঠিত হবে ফাইনাল। টস জিতে বোলিংয়ে নামা বাংলাদেশ শুরু থেকেই নিয়ন্ত্রণ ধরে রাখে। পেসার ইকবাল হোসেন ইমন ও স্পিনার সানজিদ মজুমদার এবং স্বাধীন ইসলামের দুর্দান্ত বোলিংয়ে মাত্র ২২.৩ ওভারে ৮৯ রানেই গুটিয়ে যায় জিম্বাবুয়ে। ইমন ৭ ওভারে ২৭ রানে শিকার করেন ৪ উইকেট। সানজিদ ২৬ রানে ২টি ও লেগস্পিনার স্বাধীন ইসলাম মাত্র ১ রানে ২ উইকেট নিয়ে বিপর্যয় সৃষ্টি করেন।