চাঁপাইনবাবগঞ্জে তারুণ্যের উৎসব উপলক্ষে প্রয়াসের বৃক্ষ রোপন কর্মসূচি

চাঁপাইনবাবগঞ্জে তারুণ্যের উৎসব উপলক্ষে প্রয়াসের বৃক্ষ রোপন কর্মসূচি চাঁপাইনবাবগঞ্জে জুলাই-২৪ স্মরণে তারুণ্যের উৎসব উপলক্ষে বৃক্ষ রোপন কর্মসূচি পালন করেছে প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটি। আজ সকালে প্রয়াসের সমৃদ্ধি প্রকল্পের আওতায় চাঁপাই-পলশায় অবস্থিত প্রয়াসের ইউনিট-১ এ বৃক্ষরোপণ কর্মসূচি পালিত হয়। এসময় উপস্থিত ছিলেন, প্রয়াসের পরিচালক(কার্যক্রম) পঙ্কজ কুমার সরকার, সহকারি পরিচালক মু তাকিউর রহমান, ইউনিট-১ এর ব্যবস্থাপক অজিউর রহমান, সমৃদ্ধি কর্মসূচির উপজেলা সমন্বয়কারী তৌহিদুল ইসলাম, সহকারী সমন্বয়কারী মজলুম ইসলাম, সমৃদ্ধির স্বাস্থ্য কর্মকর্তা খলিল উদ্দিনসহ অন্যরা। এসময় ইউনিট-১ অফিস প্রঙ্গনে বনজ ও ফলদ গাছের চারা রোপনের পাশাপাশি সমৃদ্ধি কর্মসূচির প্রায় ৫০জন তরুণ-তরুনীর মাঝে বনজ ও ফলদ গাছের চারা বিতরণ করা হয়। এই বৃক্ষরোপন কর্মসূচি বাস্তবায়নে সার্বিক সহযোগিতায় ছিল পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন(পিকেএসএফ)।
ভোলাহাটে তারুন্যের উৎসব উপলক্ষে বৃক্ষ রোপন কর্মসূচী

ভোলাহাটে তারুন্যের উৎসব উপলক্ষে বৃক্ষ রোপন কর্মসূচী ভোলাহাটে তারুণ্যের উৎসব উপলক্ষে বৃক্ষ রোপন কর্মসূচী পালিত হয়েছে। আজ সকালে উপজেলা পরিষদ চত্বরে বিভিন্ন জাতের ফলদ ও বনজ চারা উপজেলার তরুণ তরুণী, কিশোর কিশোরী ও কৃষকের মাঝে বিতরণ করা হয়। বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সবার হাতে চারা তুলে দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মনিরুজ্জামান। এসময় উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ সুলতান আলী, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা রবিউল ইসলাম কবিরাজ। এসময় ভার্কের সমৃদ্ধি কর্মসূচির উপজেলা সমন্বয়কারী হাজেরা খাতুনসহ অন্যরা উপস্থিত ছিলেন। পরে উপজেলা পরিষদ চত্বরের এক পাশে আমড়া গাছের চারা রোপণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও অন্যান্য অতিথিগণ।
চাঁপাইনবাবগঞ্জে স্ত্রী হত্যায় স্বামীর যাবজ্জীবন

চাঁপাইনবাবগঞ্জে স্ত্রী হত্যায় স্বামীর যাবজ্জীবন চাঁপাইনবাবগঞ্জে পারিবাবরিক কলহের জেরে দুই শিশু সন্তানের জননী স্ত্রী তানজিলা বেগমকে ছুরি দিয়ে গলাকেটে হত্যার অভিযোগে দায়ের মামলায় স্বামী মধু মিয়া নামে এক যুবককে যাবজ্জীবন কারাদন্ডের আদেশ দিয়েছেন আদালত। সেই সাথে তাঁকে দশ হাজার টাকা অর্থদন্ড অনাদায়ে আরও ছয়মাস কারাদন্ডের আদেশ দেয়া হয়েছে। আজ সকাল সাড়ে ১১টার দিকে একমাত্র আসামীর উপস্থিতিতে চাঁপাইনবাবগঞ্জের দায়রা জজ মিজানুর রহমান আদেশ প্রদান করেন। দন্ডিত মধু শিবগঞ্জ উপজেলার মনাকষা ইউনিয়নের চৌধুরীপাড়া গ্রামের বজলুর রহমান ওরফে বজুর ছেলে। নিহত তানজিলা একই ইউনিয়নের সাতরশিয়া গ্রামের মৃত মশিউর রহমানের মেয়ে। মামলার বিবরণ ও আদালত সূত্রে জানা যায় এবং রাষ্ট্রপক্ষের আইনজীবী আব্দুল ওদুদ জানান, ২০২১ সালের ৬ জানুয়ারী সন্ধ্যায় পারিবারিক কলহের জেরে স্বামীর বাড়িতে স্বামীর হাতে খুন হন গৃহবধু তানজিলা। ধারাল ছুরি দিয়ে গলাকেটে তাঁকে হত্যা করা হয়। এ সময় ঘটনা টের পেয়ে প্রতিবেশীরা এগিয়ে এসে স্বামী মধু মিয়াকে আটক করে পুলিশে দেয়। পরদিন ২০২১ সালের ৭ জানুয়ারী এ ঘটনায় নিহতের ভাই জিয়ারুল শিবগঞ্জ থানায় মধুকে একমাত্র আসামী করে মামলা করেন। ২০২২ সালের ২৮ ফেব্রুয়ারী মামলার তদন্ত কর্মকর্তা (আইও) এবং শিবগঞ্জ থানার তৎকালীন পরিদর্শক আব্দুল মালেক একমাত্র মধুকে অভিযুক্ত করে আদালতে চার্জশীট দাখিল করেন। ১৩ জনের সাক্ষ্য, প্রমাণ ও শুনানীর পর আদালত আজ মধুকে দোষী সাব্যস্ত করে সাজা ঘোষণা করেন। আসামীপক্ষে মামলা পরিচালনা করেন এড. ইউসুফ আলী ইমন।
শিবগঞ্জে ৩২ কৃতি শিক্ষার্থীদের সম্মাননা প্রদান

শিবগঞ্জে ৩২ কৃতি শিক্ষার্থীদের সম্মাননা প্রদান শিবগঞ্জে ৩২ জন কৃতি শিক্ষার্থীর মাঝে সনদপত্র ও সম্মাননা ক্রেস্ট বিতরণ করা হয়েছে। আজ দুপুরে উপজেলা প্রশাসন ও জেলা শিক্ষা অফিসের যৌথ আয়োজনে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের পারফরমেন্স বেজড গ্র্যান্টস ফর সেকেন্ডারি ইন্সটিটিউশনস স্কিমের আওতায় উপজেলা পরিষদ মিলনায়তনে এসব কৃতি শিক্ষার্থীদের মাঝে সনদ ও ক্রেস্ট তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে এসএসসি পর্যায়ে ৮ জন, এইচএসসি পর্যায়ে ১২ জন, কারিগরি ৪, মাদ্রাসার আলিম পর্যায়ে ৪ ও দাখিলের ৪ জন শিক্ষার্থীকে দেয়া হয় সনদপত্র ও সম্মাননা ক্রেস্ট। পরে প্রত্যেক শিক্ষার্থীকে তিনটি করে বহুবর্ষজীবি ফুল গাছের চারা প্রদান করে উপজেলা প্রশাসন।
দায়িত্ব নিয়েই বলছি—সাফা, তুই বিয়ে কর

দায়িত্ব নিয়েই বলছি—সাফা, তুই বিয়ে কর অভিনয় জীবনের এক যুগ পেরিয়ে গেলেও তাদের বন্ধুত্ব এখনো অটুট। তৌসিফ মাহবুব ও সাফা কবির—দুজনই তরুণ প্রজন্মের জনপ্রিয় অভিনয়শিল্পী। এই জুটির বন্ধুত্বের সূচনা ‘অলটাইম দৌড়ের ওপর’ নাটকের শুটিং সেটে। এটি পরিচালনা করেন আদনান আল রাজীব। সেই প্রথম কাজই তাদের জীবনে নিয়ে আসে বিশেষ এক সম্পর্ক—গাঢ় বন্ধুত্ব। বন্ধু দিবসে সাফা কবিরকে শুভেচ্ছা জানাতে গিয়ে তৌসিফ মাহবুব বলেন, “১২ বছরের বন্ধুত্বে আমরা অনেক ঝগড়া করেছি, মারামারি করেছি, অভিমান করেছি। কিন্তু বন্ধুত্ব একটুও কমেনি।” এই দীর্ঘ সময়ে সাফাকেই মিডিয়ার সেরা বন্ধু মনে করেন তৌসিফ। বিয়ের পরামর্শ দিয়ে এ অভিনেতা বলেন, “তোকে (সাফা) একটা কথা কখনো বলিনি। সবাই বলেছে, আমি না বললেও চলত। কিন্তু এবার বন্ধুত্ব নয়, দায়িত্ব নিয়েই বলছি—সাফা, তুই বিয়ে কর!”
ক্যারিয়ারে প্রথম জাতীয় পুরস্কার মায়েদের উৎসর্গ করলেন রানি

ক্যারিয়ারে প্রথম জাতীয় পুরস্কার মায়েদের উৎসর্গ করলেন রানি বাংলা সিনেমা ‘বিয়ের ফুল’ দিয়ে ১৯৯৬ সালে অভিনয়জীবন শুরু করেছিলেন রানী মুখার্জি। সিনেমাটির পরিচালক ছিলেন তার বাবা রাম মুখোপাধ্যায়। একই বছরে মুক্তি পেয়েছিল তার প্রথম বলিউড সিনেমা ‘রাজা কি আয়েগি বরাত’। এরপরের গল্পটা শুধুই এগিয়ে যাওয়ার। রানী মুখার্জির ঝুলিতে আছে ‘গুলাম’, ‘কুচ কুচ হোতা হ্যায়’, ‘হে রাম’, ‘সাথিয়া’, ‘যুবা’, ‘পেহেলি’, ‘ব্ল্যাক’, ‘হাম তুম’, ‘বীর জারা’, ‘হিচকি’, ‘তালাশ’, ‘মর্দানি’র মতো আলোচিত সিনেমা। অভিনয়জীবনের ৩০ বছরে অসংখ্য পুরস্কার ও সম্মাননা পেয়েছেন এই অভিনেত্রী। তবে অধরা ছিল জাতীয় চলচ্চিত্র পুরস্কার। এবার সেই পুরস্কারও পেতে যাচ্ছেন তিনি। জাতীয় পুরস্কার যেকোনো শিল্পীর জন্য অনেক বড় সম্মানের বিষয়। তাই জাতীয় পুরস্কার জয়ের খবরে ভীষণই উৎফুল্ল অভিনেত্রী। এক বিবৃতিতে অভিনেত্রী বলেন, ‘মিসেস চ্যাটার্জি ভার্সেস নরওয়ে’তে অভিনয়ের জন্য জাতীয় পুরস্কার জয় করে আমি আপ্লুত, অভিভূত। আমার ৩০ বছরের অভিনয়জীবনের এটা প্রথম জাতীয় পুরস্কার। একজন শিল্পী হিসেবে আমি ভাগ্যবান যে কিছু অভিনব সিনেমায় কাজ করেছি। ওই সব সিনেমার জন্য আমি সবার অফুরান ভালোবাসা পেয়েছি। এ সিনেমায় আমার অভিনয়কে সম্মানিত করার জন্য জাতীয় পুরস্কারের জুরিদের ধন্যবাদ জানাতে চাই। এই মুহূর্তটা আমি আমার সিনেমার পুরো দল, প্রযোজক নিখিল আদভানি, মনীশা ও মধু, পরিচালক অসীমা ছিব্বারের সঙ্গে ভাগ করে নিতে চাই। এই স্বীকৃতি আমার ৩০ বছরের কাজ আর কাজের প্রতি আমার নিষ্ঠারই প্রমাণ। ২০২৩ সালে মুক্তি পেয়েছিল ‘মিসেস চ্যাটার্জি ভার্সেস নরওয়ে’। সত্য ঘটনার অবলম্বনে নির্মিত সিনেমাটি শুধু সমালোচক নন, সিনেমাপ্রেমীদের এক অন্য স্বাদ দিয়েছিল। বিশেষ করে রানীর স্বতঃস্ফূর্ত ও আবেগময় অভিনয় দর্শকের হৃদয় জয় করেছিল। এক মায়ের যন্ত্রণা, অসহায়তা, সাহস, আত্মত্যাগ ও অদম্য জেদকে পর্দায় তুলে ধরেছিলেন তিনি। এই পুরস্কারকে তাই সারা দুনিয়ার মাকে উৎসর্গ করেছেন রানী। বলিউডের এই অভিনেত্রী বিবৃতিতে আরও বলেছেন, আমাদের সিনেমাতে এক মায়ের কাহিনি বলা হয়েছে, যিনি তার সন্তানদের ফিরে পাওয়ার জন্য সবকিছু ত্যাগ করেছিলেন। এর কাহিনি আমার হৃদয়কে চূর্ণবিচূর্ণ করেছিল। সত্যিই সন্তানের প্রতি একজন মায়ের ভালোবাসা হয় শর্তহীন। মা হওয়ার পর তা আমি অনুভব করেছি। তাই এই জয়, এই সিনেমা আমার জন্য অত্যন্ত আবেগের এবং ব্যক্তিগত। আমরা সিনেমার মাধ্যমে এটাই তুলে ধরতে চেষ্টা করেছিলাম যে একজন মা তার সন্তানের জন্য পাহাড়কেও নাড়িয়ে দিতে পারেন। একজন মা-ই পারেন দুনিয়াকে এক সুন্দর জায়গা হিসেবে গড়ে তুলতে। ভক্তদের ধন্যবাদ জানিয়ে রানি বলেছেন, সারা দুনিয়ায় আমার যত অনুরাগী আছেন, তাদের আবারও ধন্যবাদ জানানোর জন্য এটা সঠিক সময় বলে আমার মনে হয়। আমার ৩০ বছরের ক্যারিয়ারে তারা আমাকে নিরলসভাবে সমর্থন করে এসেছেন। আপনাদের শর্তহীন ভালোবাসা আর সমর্থন আমার কাছে সব; ভালো কাজ করতে প্রেরণা জোগায়। আপনারা আমাকে সব ধরনের চরিত্রে ও কাহিনিতে আপন করে নিয়েছেন, আর আমার জন্য এটা অনেক বড় বিষয়। আপনাদের ব্যতীত আজ আমি কিছুই হতে পারতাম না।
টানা বৃষ্টিতে ঢাকার বাতাস আজ সহনীয়

টানা বৃষ্টিতে ঢাকার বাতাস আজ সহনীয় দূষিত শহরের তালিকায় বেশির ভাগ সময় শীর্ষ ১০ শহরের মধ্যে অবস্থান করে রাজধানী ঢাকা। তবে টানা বৃষ্টিতে ঢাকার বাতাসের মানে যথেষ্ট উন্নতি হয়েছে। আজ সকাল সাড়ে ৯ টায় বিশ্বের ১২৬টি শহরের মধ্যে ৭৯ স্কোর নিয়ে সহনীয় পর্যায়ে রয়েছে ঢাকার বাতাস। বায়ুর মান পর্যবেক্ষণকারী সংস্থা আইকিউএয়ারের সূচক থেকে এ তথ্য জানা গেছে। একই সময়ে ১৬২ স্কোর নিয়ে প্রথম স্থানে আছে গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রের রাজধানী কিনশাসা। এছাড়াও একই তালিকায় ১৫৩ স্কোর নিয়ে দ্বিতীয় স্থানে আছে সৌদি আরবের রাজধানী রিয়াদ। তৃতীয় অবস্থানে থাকা উগান্ডার রাজধানী কাম্পালার ১৫২ এবং রাজধানী ঢাকা ৭৯ স্কোর নিয়ে ২৪তম অবস্থানে রয়েছে।
ইসরায়েলের হামলায় আরও ৬২ ফিলিস্তিনি নিহত

ইসরায়েলের হামলায় আরও ৬২ ফিলিস্তিনি নিহত ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলের হামলায় একদিনে কমপক্ষে আরও ৬২ ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন। নিহতদের বেশিরভাগই খাদ্য সহায়তা সংগ্রহ করতে গিয়েছিলেন। আজ এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম আল জাজিরা। সংবাদমাধ্যমটি বলছে, গাজা উপত্যকায় গতকাল ভোর থেকে ইসরায়েলে হামলায় অন্তত ৬২ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন বলে আল জাজিরাকে জানিয়েছে স্থানীয় হাসপাতাল কর্তৃপক্ষ। নিহতদের মধ্যে ৩৮ জন এমন স্থান থেকে সহায়তা নিতে গিয়ে প্রাণ হারান, যেগুলো পরিচালনা করছে বিতর্কিত গাজা হিউম্যানিটারিয়ান ফাউন্ডেশন (জিএইচএফ)। এই সংস্থাটি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সমর্থনে পরিচালিত হচ্ছে।
১৫ বছর পর অভিনয়ে সালমান খানের দেহরক্ষী শেরা

১৫ বছর পর অভিনয়ে সালমান খানের দেহরক্ষী শেরা বলিউডের ভাইজান সালমান খানের ছায়াসঙ্গী তিনি। ভাইজানকে আঘাত করতে হলে আগে তাকে ঘায়েল করতে হবে। সালমানও ভাইয়ের মতো দেখেন তাকে। বলছি দেহরক্ষী শেরার কথা। ২০১১ সালে ‘বডিগার্ড’ সিনেমায় ছোট একটি দৃশ্যেও দেখা গিয়েছিল তাকে। এবার ১৫ বছর পর ফের ক্যামেরার সামনে দাঁড়াচ্ছেন সালমানের দেহরক্ষী। বিজ্ঞাপনের মডেল হচ্ছেন তিনি। ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমসের এক প্রতিবেদনে বলা হয়েছে, এরইমধ্যে শেষ হয়েছে বিজ্ঞাপনের শুটিং। রাখি বন্ধন উপলক্ষে নির্মিত এ বিজ্ঞাপনে শেরাকে দেখা যাবে ভাই হিসেবে। যখনই নারীরা কোনো বিপদে পড়বে তখন ভাই হয়ে উপস্থিত হবেন শেরা। নারীরাও তাকে দেবেন রাখি। শেষের দিকে শেরার মোবাইল ফোনে নীল আলো জ্বলতে দেখা যায়। সালমানের ফোন আসতেই ১০ মিনিটে সেখানে পৌঁছে যান বডিগার্ড শেরা, ঠিক যেমন ক্রেতাদের বাড়িতে ১০ মিনিটে ডেলিভারি হয়ে যায় প্রয়োজনীয় জিনিস। শেরার আসল নাম গুরমিত সিং জলি। ১৯৯৫ সাল থেকে সালমানের দেহরক্ষী হিসেবে কাজ করছেন তিনি। ২০১৭ সালে মুম্বাইয়ে জাস্টিন বিবারের কনসার্ট চলাকালীন তার দেহরক্ষী হিসেবেও ছিলেন। শুধু তাই নয়, ১৯৮৭ সালে মুম্বাই জুনিয়রের খেতাব পেয়েছিলেন তিনি। ১৯৮৮ সালে মিস্টার মহারাষ্ট্র জুনিয়র প্রতিযোগিতার রানার আপ হয়েছিলেন। ১৯৯০ সালে তিনি প্রথম দেহরক্ষী হিসেবে কাজ শুরু করেন এবং ১৯৯৫ সাল থেকে তিনি ভাইজানের দেহরক্ষী।
চাঁপাইনবাবগঞ্জে রেমিট্যান্স যোদ্ধা দিবস উদযাপন

চাঁপাইনবাবগঞ্জে রেমিট্যান্স যোদ্ধা দিবস উদযাপন চাঁপাইনবাবগঞ্জে শনিবার দুপুরে রেমিট্যান্স যোদ্ধা দিবস উদযাপন করা হয়েছে। দিবসটি উপলক্ষে জেলা প্রশাসন ও জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিস আলোচনা সভার আয়োজন করে। ছাত্র-জনতার জুলাই-আগস্ট গণঅভ্যুত্থান স্মরণে দিবসটি উদ্যাপন করা হয়। জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মো. আব্দুস সামাদ। অন্যদের মধ্যে বক্তব্য দেন— সিভিল সার্জন ডা. এ কে এম শাহাব উদ্দীন, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা আফাজ উদ্দিন, চাঁপাইনবাবগঞ্জ কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষ আব্দুর রহিম, জেলা প্রবাসী কল্যাণ ব্যাংকের ব্যবস্থাপক আসাদুজ্জামান, ইসলামী ব্যাংক পিএলসি’র কর্মকর্তা রুহুল আমিন, চাঁপাইনবাবগঞ্জ সরকারি মহিলা কলেজের প্রভাষক শফিকুল ইসলাম, ব্র্যাকের জেলা সমন্বয়ক মোমেনা খাতুন, প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটির কর্মকর্তা দুরুল ইসলাম, সফল রেমিট্যান্স যোদ্ধা মনিরুল ইসলাম, আলমগীর হোসেন, মো. লিটন। জেলা প্রশাসক তার বক্তব্যে বলেন— আমাদের রেমিট্যান্স যোদ্ধাদের দক্ষতার অভাবে কম দামে বেশি শ্রম বিক্রি করে থাকেন। তাই এখন থেকে যারা বিদেশে যাবেন, তারা যে কাজের জন্য যাচ্ছেন সেই কাজটি ভালোভাবে শিখে দক্ষতা অর্জন করে যাবেন। তাহলে ভালো কাজও পাবেন, সেই সঙ্গে ভালো বেতনও পাবেন এবং দেশ পাবে অনেক বেশি রেমিট্যান্স। তিনি দালালের মাধ্যমে বিদেশ না গিয়ে সরকারিভাবে যাবার জন্য সকলকে পরামর্শ দেন। পরে কয়েকজন সর্বোচ্চ রেমিট্যান্স যোদ্ধাকে তাদের স্বজনদের মাধ্যমে ক্রেস্ট প্রদান করে সম্মাননা জানানো হয়।