ঢাকা সফরে আসছেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী

ঢাকা সফরে আসছেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী দীর্ঘদিন স্থবির থাকা কূটনৈতিক সম্পর্ক নতুন মাত্রায় নিতে পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার আগস্টের তৃতীয় সপ্তাহে দ্বিপক্ষীয় সফরে ঢাকায় আসছেন। দুই দেশের পররাষ্ট্র দপ্তরের মধ্যে এ বিষয়ে সম্মতি হয়েছে। কূটনৈতিক সূত্রগুলো জানিয়েছে, সফরটি ২২ বা ২৩ আগস্টের মধ্যে অনুষ্ঠিত হতে পারে, এবং এতে কয়েকটি চুক্তি সই হওয়ার সম্ভাবনাও রয়েছে। সফরের মাধ্যমে ঢাকা-ইসলামাবাদ সম্পর্ক আরও ঘনিষ্ঠ করার বার্তা দিতে চায় পাকিস্তান। ওই সফর সামনে রেখেই দ্বিপক্ষীয় সম্পর্কের অগ্রগতি এগিয়ে নেওয়ার পরিকল্পনা রয়েছে উভয় দেশের।
চাকরি পাওয়া মুক্তিযোদ্ধার সন্তানদের তথ্য যাচাই: ফারুক-ই-আজম

চাকরি পাওয়া মুক্তিযোদ্ধার সন্তানদের তথ্য যাচাই: ফারুক-ই-আজম মুক্তিযোদ্ধার সন্তান পরিচয়ে চাকরি পাওয়া ৯০ হাজার সরকারি চাকরিজীবীর তথ্য সংগ্রহ করা হচ্ছে বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা ফারুক-ই-আজম। আজ দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ তথ্য জানান। মুক্তিযুদ্ধবিষয়ক উপদেষ্টা বলেন, মুক্তিযোদ্ধার সন্তান পরিচয়ে চাকরি পাওয়াদের তথ্য সংগ্রহের পর তাদের মধ্যে যারা ভুয়া মুক্তিযোদ্ধার সন্তান হিসেবে চাকরি নিয়েছেন, তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
মেসির চোট গুরুতর নয়, স্বস্তির খবর দিল ইন্টার মায়ামি

মেসির চোট গুরুতর নয়, স্বস্তির খবর দিল ইন্টার মায়ামি লিওনেল মেসিকে নিয়ে স্বস্ত্বির খবর দিয়েছে ইন্টার মায়ামি। আর্জেন্টাইন তারকার ডান পায়ের পেশির চোট খুব গুরুতর নয় বলে জানিয়েছে ক্লাবটি। তবে কিছুদিন মাঠের বাইরে থাকতে হবে তাকে। তার ফেরার নির্দিষ্ট সময় এখনও জানাতে পারেনি ক্লাবটি। গত শনিবার লিগস কাপে নেকাক্সার বিপক্ষে ম্যাচে শুরুর দিকেই চোট পান মেসি। খেলার চেষ্টা করেও শেষ পর্যন্ত একাদশ মিনিটে মাঠ ছাড়তে বাধ্য হন তিনি। গত মৌসুমে একাধিক চোটের কারণে ক্লাব ও জাতীয় দলের হয়ে বেশ কিছু ম্যাচ মিস করেছিলেন ৩৮ বছর বয়সী এই তারকা। তবে গতকাল প্রকাশিত এক বিবৃতিতে মায়ামি জানায়, মেসির চোট ‘মাইনর’।
চিলির কপার খনিতে আটকে পড়াদের সবাই নিহত

চিলির কপার খনিতে আটকে পড়াদের সবাই নিহত চিলির এল টেনিয়েন্ট কপার খনিতে ভয়াবহ ভূমিকম্পের পর টানেলে আটকে পড়া সব শ্রমিকের মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬ জনে। গতকাল দেশটির আঞ্চলিক প্রধান কৌঁসুলি অ্যাকিলিস কুবিলোস এ তথ্য নিশ্চিত করে জানান, ঘটনাটি নিয়ে একটি ফৌজদারি তদন্ত শুরু হয়েছে। চিলির রাষ্ট্রীয় খনিখনন সংস্থা কোডেলকো পরিচালিত এল টেনিয়েন্ট খনিটি বিশ্বের সবচেয়ে বড় ভূগর্ভস্থ তামার খনি। গত বৃহস্পতিবার স্থানীয় সময় একটি ৪ দশমিক ২ মাত্রার ভূমিকম্পে খনির কিছু টানেল ধসে পড়ে। ভূমিকম্পের পর প্রথমেই একজন শ্রমিকের মৃত্যুর খবর নিশ্চিত করা হয়। এরপর উদ্ধার অভিযান চলাকালে শনিবার ও রোববার সকালে আরও চারজনের মরদেহ উদ্ধার করা হয়। সর্বশেষ আটকে পড়া এক শ্রমিকের মরদেহ উদ্ধারের মধ্য দিয়ে মৃত্যুর সংখ্যা দাঁড়ায় ৬ জনে।
সৌদি আরবে একদিনে ৮ জনের মৃত্যুদন্ড কার্যকর

সৌদি আরবে একদিনে ৮ জনের মৃত্যুদন্ড কার্যকর সৌদি আরবে একদিনে ৮ জনের মৃত্যুদন্ড কার্যকর করা হয়েছে। চলতি বছরে এখন পর্যন্ত দেশটিতে ২৩০ জনের মৃত্যুদন্ড কার্যকর করা হয়েছে। দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যমের বরাতে গতকাল দুবাই থেকে এএফপি এক প্রতিবেদনে তথ্য জানিয়েছে। উপসাগরীয় দেশটিতে মৃত্যুদন্ড কার্যকরের হার বৃদ্ধির মধ্যেই বিশেষ করে মাদকের মামলায় দোষী সাব্যস্ত হওয়ার পর তাদের মৃত্যুদন্ড কার্যকর করা হলো। সৌদি প্রেস এজেন্সি (এসপিএ) এক প্রতিবেদনে জানিয়েছে, গত শনিবার নাজরানে সোমালিয়ার ৪ জন এবং ইথিওপিয়ার ৩ নাগরিকের মৃত্যুদন্ড কার্যকর করা হয়। সৌদি আরবে গাঁজা পাচারের দায়ে তাদের মৃত্যুদন্ড কার্যকর হয়। এ ছাড়া নিজ মাকে হত্যার অপরাধে মৃত্যুদন্ড কার্যকর করা হয় সৌদি আরবের এক যুবকের।
বিদেশি শিক্ষার্থী নেবে অস্ট্রেলিয়া, অগ্রাধিকারে দক্ষিণ-পূর্ব এশিয়া

বিদেশি শিক্ষার্থী নেবে অস্ট্রেলিয়া, অগ্রাধিকারে দক্ষিণ-পূর্ব এশিয়া অস্ট্রেলিয়া আগামী বছর, অর্থাৎ ২০২৬ সালে বিদেশি শিক্ষার্থীদের ভর্তির সীমা ৯ শতাংশ বাড়িয়ে ২ লাখ ৯৫ হাজার করবে। সোমবার (৪ আগস্ট) দেশটির সরকার জানিয়েছে, এ ক্ষেত্রে দক্ষিণ-পূর্ব এশিয়ার আবেদনকারীদের অগ্রাধিকার দেওয়া হবে। চলতি বছর আবাসনের দাম বৃদ্ধির সঙ্গে অভিবাসন রোধ করার জন্য মোট ২ লাখ ৭০ হাজার আসন বরাদ্দ করা করা হয়েছিল। সরকার জানিয়েছে, সফলভাবে আন্তর্জাতিক শিক্ষার্থীর সংখ্যা ‘নিয়ন্ত্রণের মধ্যে’ নামিয়ে আনার কারণে ২০২৬ সালে অতিরিক্ত ২৫ হাজার আসন বাড়ানো হচ্ছে। কোভিড ১৯-এর পর রেকর্ড সংখ্যক আন্তর্জাতিক শিক্ষার্থী দেশে ফিরে আসায় অস্ট্রেলিয়া ২০২৩ অর্থবছরে প্রায় ৬ লাখ শিক্ষার্থীর ভিসা দিয়েছিল। দেশটিতে সবচেয়ে বেশি শিক্ষার্থী যায় চীন এবং ভারত থেকে। এদিকে, ভিসা বাড়ানোর পাশাপাশি সরকার ২০২৪ সালে বিদেশি শিক্ষার্থীদের জন্য ভিসা ফি দ্বিগুণেরও বেশি বৃদ্ধি করেছে এবং নিয়মের ‘ফাঁক-ফোঁকর’ বন্ধ করার প্রতিশ্রুতি দিয়েছে- যার ফলে ক্রমাগত দেশটিতে অবস্থানের মেয়াদ বাড়ানোর অনুমতি কমতে পারে। চীনের ওপর অস্ট্রেলিয়ার অর্থনৈতিক নির্ভরতা কমাতে দেশটির প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজের লেবার সরকারের লক্ষ্য হলো দক্ষিণ-পূর্ব এশিয়ার সঙ্গে সম্পর্ক জোরদার করা।
শাহ নেয়ামতুল্লাহ কলেজের মানববন্ধন

শাহ নেয়ামতুল্লাহ কলেজের মানববন্ধন চাঁপাইনবাবগঞ্জে শাহ নেয়ামতুল্লাহ কলেজের লিজকৃত জমির ওপর দিয়ে রাস্তা অধিগ্রহণ ও গণশুনানি বন্ধের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে শিক্ষাপ্রতিষ্ঠানটি। একই দাবিতে জেলা প্রশাসককে স্মারকলিপিও দেয়া হয়েছে। আজ বেলা ১১টার দিকে জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে শাহ নেয়ামতুল্লাহ কলেজের শিক্ষক-শিক্ষার্থীরা এই মানববন্ধনে অংশগ্রহণ করেন। শাহ নেয়ামতুল্লাহ কলেজের সহকারী অধ্যাপক নুরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধনে অন্যদের মধ্যে বক্তব্য দেন, সহকারী অধ্যাপক মাহফুজুল হাসান ডন, প্রভাষক নওসাবাহ নওরীন নেহা, ফারহাত হোসাইন, চাঁপাইনবাবগঞ্জ জেলা কলেজ শিক্ষক-কর্মচারী কল্যাণ সমিতির সাংগঠনিক সম্পাদক ফিরোজ কবির, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা আব্দুর রাহিম, কলেজ শিক্ষার্থী আবু বক্কর, নওয়াব শরীফ মারুফ, উৎস আসেফসহ অন্যরা। মানববন্ধন শেষে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দেয়া হয়। স্মারকলিপিতে রাস্তা নির্মাণের জন্য কলেজের লিজপ্রাপ্ত জমি অধিগ্রহণ এবং ঘোষিত গণশুনানি আগামীকাল বাতিলের দাবি জানানো হয়। স্মারকলিপিতে বলা হয়, ১৯৭৯ সালের ১৩ জুলাই প্রতিষ্ঠিত শাহ নেয়ামতুল্লাহ কলেজ দীর্ঘ চার দশক ধরে এ অঞ্চলের শিক্ষায় উল্লেখযোগ্য অবদান রেখে আসছে। তৎকালীন মহকুমা প্রশাসকের অনুমোদনে মহারাজপুর ও হুজরাপুর মৌজায় মোট ৫.৫০৪৯ একর জমি কলেজের নামে ৩০ বছরের জন্য লিজ দেয়া হয়, যা পরবর্তীতে নবায়নের শর্তে আরো দুই দফা (৩০+৩০ বছর) নবায়নের অধিকার কলেজ কর্তৃপক্ষ অর্জন করে। বর্তমানে কলেজে উচ্চ মাধ্যমিক, স্নাতক (পাস) ও ৬টি অনার্স কোর্সসহ বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন প্রোগ্রাম পরিচালিত হচ্ছে। প্রায় ৬ হাজার শিক্ষার্থী অধ্যয়নরত। এ প্রতিষ্ঠানে বিজ্ঞান ভবন, আইসিটি ভবন, অডিটোরিয়াম, হোস্টেল, মসজিদসহ আধুনিক অবকাঠামো গড়ে উঠেছে। স্মারকলিপিতে উল্লেখ করা হয়, বিশ্বরোড সংলগ্ন কলেজের উত্তর পাশ দিয়ে বেলেপুকুরমুখী সংযোগ সড়ক নির্মাণের পরিকল্পনা করা হয়েছে, যা সরাসরি কলেজের লিজপ্রাপ্ত জমির মধ্য দিয়ে যাবে। এতে কলেজের মূল অ্যাকাডেমিক ও প্রশাসনিক ভবনসমূহ, আইসিটি ভবন, অডিটোরিয়াম ও হোস্টেলসহ অবকাঠামোগত কাঠামো ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হবে।
শিবগঞ্জে মাদকের বিরুদ্ধে মোবাইল কোর্টে ৫ জনকে দন্ড ও মামলা

শিবগঞ্জে মাদকের বিরুদ্ধে মোবাইল কোর্টে ৫ জনকে দন্ড ও মামলা শিবগঞ্জে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের জেলা কার্যালয়ের সহযোগিতায় মাদকের বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। আজ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট তৌফিক আজিজের নেতৃত্বে শিবগঞ্জ পৌরসভার আমবাজার এলাকা, শ্যামপুরের বাজিতপুর ও কানসাটের আব্বাসবাজার এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এসময় ৩ জনকে কারাদন্ড ও অর্থদন্ড প্রদান করা হয়। এর মধ্যে একজনকে ১ মাসের বিনাশ্রম কারাদন্ড ও অপর দুজনের প্রত্যেককে ১৫ দিনের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়। একই সাথে প্রায় ৩ কেজি পরিমাণ মাদক উদ্ধার করা হয়। এই ঘটনায় অপর দুই ব্যক্তির বিরুদ্ধে নিয়মিত মামলা দায়েরের ব্যবস্থা নেয়া হয়েছে। এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট তৌফিক আজিজ বলেনÍ মাদকের কালো থাবা থেকে যুবসমাজকে রক্ষা করতে শিবগঞ্জ উপজেলা প্রশাসন বদ্ধপরিকর। এসময় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের জেলা কার্যালয়ের পরিদর্শক ইলিয়াস হোসেন তালুকদারসহ অন্যরা উপস্থিত ছিলেন।
উপকারভোগীদের মধ্যে ভাতা ও ঋণ বিতরণ সমাজসেবার

উপকারভোগীদের মধ্যে ভাতা ও ঋণ বিতরণ সমাজসেবার চাঁপাইনবাবগঞ্জে সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় বয়স্ক ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা, অনগ্রসর জনগোষ্ঠীর বিশেষ ভাতা, অনগ্রসর জনগোষ্ঠীর শিক্ষাবৃত্তি, ভিক্ষুক পুনর্বাসন, পল্লী সমাজসেবা, পল্লী মাতৃকেন্দ্র, এসিড দগ্ধ ও প্রতিবন্ধী ব্যক্তিদের মধ্যে ঋণ বিতরণ করা হয়েছে। এর মধ্যে প্রায় ১ হাজার ১০০ জনকে ভাতা ও ৩১ জনকে ঋণ দেয়া হয়েছে। এছাড়া ১৫ জন ভিক্ষুককে পুর্নবাসন করা হয়। আজ সদর উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে আয়োজিত বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার নুরুল ইসলাম। এ সময় আরো উপস্থিত ছিলেন- উপজেলা কৃষি কর্মকর্তা সুনাইন বিন জামানসহ অন্যরা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা সমাজসেবা অফিসার কাঞ্চন কুমার দাস। সদর উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা কার্যালয় এই অনুষ্ঠানের আয়োজন করে।
বিভিন্ন আয়োজনে জুলাই শহীদদের স্মরণ করলেন স্কাউটাররা

বিভিন্ন আয়োজনে জুলাই শহীদদের স্মরণ করলেন স্কাউটাররা চাঁপাইনবাবগঞ্জে জুলাই শহীদদের স্মরণে আলোচনা সভা, চিত্রাঙ্কন, রচনা, উপস্থিত বক্তৃতা ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। আজ জেলা স্কাউট ভবনে এই আয়োজনে সদর উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের স্কাউট সদস্যরা অংশ নেন। দুপুরে প্রতিযোগিতার বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ স্কাউটস চাঁপাইনবাবগঞ্জ জেলার কোষাধ্যক্ষ আসলাম কবীর। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, জেলা স্কাউটস লিডার খসরু পারভেজ, চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা স্কাউটসের সম্পাদক মাইনুল ইসলাম, সহকারী লিডার ট্রেনার কে এ এম মাহফুজুর রহমানসহ বিভিন্ন ইউনিটের ইউনিট লিডারবৃন্দ।