ঢাকার বাতাস আজ ‘অস্বাস্থ্যকর’

ঢাকার বাতাস আজ ‘অস্বাস্থ্যকর’ বৃষ্টি কমে যাওয়ার পর আবারো অস্বাস্থ্যকর হয়ে উঠেছে মেগাসিটি ঢাকার বাতাস। আজ সকাল সাড়ে ১০টার দিকে আইকিউএয়ারের মানসূচকে ঢাকার গড় বায়ুমান ১৫৩। এ মান ‘অস্বাস্থ্যকর’ বলে বিবেচনা করা হয়। আজ বায়ুদূষণে শীর্ষ স্থানে আছে কঙ্গো প্রজাতন্ত্রের কিনসাসা। এই শহরের স্কোর ১৭৩। আর ১৫৪ স্কোর নিয়ে দ্বিতীয় স্থানে আছে ইন্দোনেশিয়ার জাকার্তা মানামা।
মালয়েশিয়ায় এক কারখানা থেকেই আটক ৩০৬ বাংলাদেশি

মালয়েশিয়ায় এক কারখানা থেকেই আটক ৩০৬ বাংলাদেশি মালয়েশিয়ায় ‘পরিচ্ছন্নতা’ সেক্টরের জন্য অনুমোদিত ওয়ার্ক পারমিট নিয়ে শিল্প কারখানায় কাজ করা সম্পূর্ণ অবৈধ। কিন্তু এই ওয়ার্ক পারমিট নিয়ে শিল্প কারখানায় কাজ করার অভিযোগে ৩০৬ বাংলাদেশিকে আটক করেছে দেশটির ইমিগ্রেশন বিভাগ। গতকাল বুকিত মের্তাজামের সিম্পাং আমপাটের একটি কারখানায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। ইমিগ্রেশন মহাপরিচালক দাতুক জাকারিয়া শাবান এক বিবৃতিতে জানান, গতকাল সকাল থেকে শুরু হওয়া এ অভিযানে মোট ৭৪৯ জনের কাগজপত্র তল্লাশি করা হয়েছে এবং এর মধ্যে ৩০৭ জনকে ইমিগ্রেশন আইনের অধীনে বিভিন্ন অপরাধে জড়িত থাকার অভিযোগে শনাক্ত করা হয়েছে।
মাদরাসার পঞ্চম শ্রেণিতে ফের চালু হচ্ছে বৃত্তি পরীক্ষা

মাদরাসার পঞ্চম শ্রেণিতে ফের চালু হচ্ছে বৃত্তি পরীক্ষা দেশের সব ইবতেদায়ি মাদরাসায় পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের জন্য বৃত্তি পরীক্ষা আবার চালু হচ্ছে। আগামী ডিসেম্বরেই এ পরীক্ষা অনুষ্ঠিত হবে। গতকাল বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক ড. কামরুল আহসানের সই করা একটি স্মারকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ডের আওতাধীন মাদরাসাগুলোতে অধ্যয়নরত শিক্ষার্থীরা পাঁচটি বিষয়ের ওপর পরীক্ষায় অংশ নেবে। বোর্ডের চিঠিতে বলা হয়েছে, ২০২৫ সালের ইবতেদায়ি বৃত্তি পরীক্ষা আগামী ২১, ২২, ২৩, ২৪ ও ২৮ ডিসেম্বর অনুষ্ঠিত হবে। প্রতিটি বিষয়ের জন্য ১০০ নম্বর করে বরাদ্দ থাকবে। মোট নম্বর হবে ৫০০।
স্পেনের এক শহরে ‘পাবলিক স্পেসে’ মুসলিম উৎসব নিষিদ্ধ

স্পেনের এক শহরে ‘পাবলিক স্পেসে’ মুসলিম উৎসব নিষিদ্ধ স্পেনের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় এক শহরে মুসলিমদের ঈদুল ফিতর ও ঈদুল আজহার মতো ধর্মীয় উৎসব সরকারি জনসাধারণের স্থানগুলোতে উদযাপন নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। যুক্তরাজ্য-ভিত্তিক সংবাদমাধ্যম গার্ডিয়ান গতকাল এই তথ্য জানিয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, দেশটির রক্ষণশীল পিপলস পার্টি (পিপি) মুরসিয়ার হুমিয়া শহরে এমন সিদ্ধান্ত নিয়েছে। মুসলিমদের জন্য স্পেনে এটাই প্রথমবারের মতো এই ধরনের নিষেধাজ্ঞা। এক প্রস্তাবনায় এ বিষয়ে বলা হয়েছে, নগরীর ক্রীড়া-জনকল্যাণমূলক কেন্দ্রগুলো কোনো ধর্মীয়, সাংস্কৃতিক বা সামাজিক কর্মকা-ে ব্যবহার করা যাবে না, যদি না তা স্থানীয় প্রশাসন কর্তৃক আয়োজিত হয় এবং আমাদের পরিচয়ের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ না হয়।
ফিফা র্যাঙ্কিংয়ে বাংলাদেশের মেয়েদের বিশাল লাফ

ফিফা র্যাঙ্কিংয়ে বাংলাদেশের মেয়েদের বিশাল লাফ গত মাসে মিয়ানমারে এএফসি এশিয়ান কাপ বাছাই ও ২০২৭ এর বিশ্বকাপের প্রাথমিক বাছাইয়ে দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়েছিল বাংলাদেশ নারী ফুটবল দল। ৩ ম্যাচে তুর্কমেনিস্তান, মিয়ানমার ও বাহরাইনকে উড়িয়ে প্রথমবারের মতো এশিয়ান কাপে খেলার যোগ্যতা অর্জন করেছে। আগস্টের নারী দলের ফিফা র্যাঙ্কিংয়ে সবচেয়ে বেশি উন্নতি করা দলের নাম বাংলাদেশ। আজ ফিফার হালনাগাদকৃত নারী দলের র্যাঙ্কিংয়ে ২৪ ধাপ এগিয়ে ১০৪ নম্বরে উঠেছে বাংলাদেশ নারী ফুটবল দল। এ সময়কালে সবচেয়ে বেশি ৮০ দশমিক ৫১ পয়েন্ট অর্জন করে তাক লাগিয়ে দিয়েছে বাংলাদেশের মেয়েরা। হালনাগাদকৃত র্যাঙ্কিং অনুযায়ী বাংলাদেশের রেটিং পয়েন্ট ১১৭৯ দশমিক ৮৭। আগের র্যাঙ্কিংয়ে যা ছিল ১০৯৯ দশমিক ৩৬। এখন পর্যন্ত বাংলাদেশের সেরা র্যাঙ্কিং ১০০তম। দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে বাংলাদেশের চেয়ে এগিয়ে আছে ভারত ও নেপাল। ৭ ধাপ এগিয়ে ৬৩ নম্বরে ভারত, আর ১৩ ধাপ এগিয়ে ৮৭ নম্বরে নেপাল।
পল-সুয়ারেজে কোয়ার্টার ফাইনালে মেসিহীন মায়ামি

পল-সুয়ারেজে কোয়ার্টার ফাইনালে মেসিহীন মায়ামি লুইস সুয়ারেজের দুর্দান্ত পারফরম্যান্সে লিগস কাপে পুমাসকে ৩-১ গোলে হারিয়েছে ইন্টার মায়ামি। গোলের পাশাপাশি সতীর্থদের দুটি গোলেও সহায়তা করেছেন উরুগুইয়ান এই তারকা। বাংলাদেশ সময় আজ ভোরে অনুষ্ঠিত ম্যাচে পাওয়া এই জয়ে লিগস কাপের নকআউট পর্ব তথা কোয়ার্টার ফাইনালে উঠে গেছে ডেভিড বেকহ্যামের দল। তবে এই ম্যাচে ছিলেন না লিওনেল মেসি। ডান পায়ের হালকা চোটের কারণে তিনি আপাতত মাঠের বাইরে। গত শনিবার নেকাক্সার বিপক্ষে ম্যাচের শুরুতেই চোট পেয়েছিলেন আর্জেন্টাইন জাদুকর। যদিও স্টেডিয়ামে উপস্থিত ছিলেন তিনি। তবে মাঠের বাইরে থেকে ম্যাচটি উপভোগ করেছেন দর্শক গ্যালারির স্যুট থেকে।
চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গুতে আক্রান্তের হার কমছে

চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গুতে আক্রান্তের হার কমছে চাঁপাইনবাবগঞ্জে ধীরে ধীরে উন্নতি হচ্ছে ডেঙ্গু পরিস্থিতির। গত ২৪ ঘণ্টায় একদিনে নতুন করে ডেঙ্গু আক্রান্ত হয়েছেন ৩৫ জন। তাদের মধ্যে ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালের ভেতর বিভাগে ১২ জন এবং শিবগঞ্জ ও গোমস্তাপুরে ১ জন করে রোগী শনাক্ত হয়েছেন। বর্তমানে ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালে ভর্তি আছেন ৩৩ জন রোগী। তাদের মধ্যে ১২ জন পুরুষ, ১৬ জন নারী ও ৫ জন শিশু রয়েছেন। একই সময়ে ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতাল থেকে ছাড়পত্র দেয়া হয়েছে ২ জনকে। এছাড়া অবস্থার অবনতি হওয়ায় একজন রোগীকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। চলতি বছরের জানুয়ারি থেকে এখন পর্যন্ত ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালে ভর্তি ডেঙ্গু রোগীর সংখ্যা দাঁড়াল ১ হাজার ৫০১ জনে। একই সময়ে বহির্বিভাগে মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়াল ১ হাজার ৩৪ জনে। ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতাল ও সিভিল সার্জন অফিসের ডেঙ্গুবিষয়ক প্রতিদিনের প্রতিবেদনে আজ এই তথ্য জানানো হয়েছে।
চাঁপাইনবাবগঞ্জে পদ্মা, মহানন্দা ও পুনর্ভবায় পানি বেড়েছে

চাঁপাইনবাবগঞ্জে পদ্মা, মহানন্দা ও পুনর্ভবায় পানি বেড়েছে জেলার ওপর দিয়ে প্রবাহিত পদ্মা, মহানন্দা ও পুনর্ভবা নদীর পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় পদ্মায় বেড়েছে ২৩ সেন্টিমিটার, মহানন্দায় বেড়েছে ১৫ সেন্টিমিটার ও পুনর্ভবায় পানি বেড়েছে ২২ সেন্টিমিটার। তবে তিন নদীর পানি এখনো বিপৎসীমার নিচ দিয়েই প্রবাহিত হচ্ছে। চাঁপাইনবাবগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের পানির সমতল বিষয়ক প্রতিদিনের প্রতিবেদনে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় পদ্মা নদীর পাঁকা পয়েন্টে গত মঙ্গলবার সকাল ৯টা পর্যন্ত পানির সমতল ছিল ২০.৫১ মিটার। যা আজ সকাল ৯টা পর্যন্ত ২৪ ঘণ্টায় বৃদ্ধি পেয়ে দাঁড়িয়েছে ২০.৭৪ মিটার। এই এই নদীর পানি বেড়েছে ২৩ সেন্টিমিটার। অন্যদিকে গতকাল সকাল ৯টা পর্যন্ত মহানন্দা নদীর খালঘাট পয়েন্টে পানির সমতল ছিল ১৮.৫৭ মিটার; যা ২৪ ঘণ্টায় বৃদ্ধি পেয়ে বুধবার সকাল ৯টা পর্যন্ত পানির সমতল দাঁড়িয়েছে ১৮.৭২ মিটার। অর্থাৎ এই নদীর পানি বেড়েছে ১৫ সেন্টিমিটার। অপরদিকে পুনর্ভবা নদীর রহনপুর পয়েন্টে গতকাল সকাল ৯টা পর্যন্ত পানির সমতল ছিল ১৮.৫৫ মিটার। যা বুধবার সকাল ৯টা পর্যন্ত বৃদ্ধি পেয়ে সমতল দাঁড়িয়েছে ১৮.৭৭ মিটার। অর্থাৎ এই নদীর পানি বেড়েছে ২২ সেন্টিমিটার। পদ্মা নদীর বিপৎসীমা হচ্ছে ২২.০৫, মহানন্দার ২০.৫৫ ও পুনর্ভবার ২১.৫৫ মিটার।
চাঁপাইনবাবগঞ্জে শেষ হলো ৮ দিনব্যাপী বৃক্ষমেলা

চাঁপাইনবাবগঞ্জে শেষ হলো ৮ দিনব্যাপী বৃক্ষমেলা চাঁপাইনবাবগঞ্জে শেষ হলো ৮ দিনব্যাপী বৃক্ষমেলা। আজ সকালে চাঁপাইনবাবগঞ্জ মঞ্চে জেলা প্রশাসনের সহযোগিতায় ও বনবিভাগের আয়োজনে অনুষ্ঠানে প্রধঅন অতিথি ছিলেন, জেলা প্রশাসক আব্দুস সামাদ। চাঁপাইনবাবগঞ্জের সহকারি বন সংরক্ষক মেহেদীজ্জামানের সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক নাকিব হাসান তরফদার, কালেক্টরেট গ্রীণভিউ উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষক নাসির উদ্দীন ও আব্দুল্লাহ আল মোহাইমেনসহ বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তাবৃন্দ। পরিবেশ সুরক্ষার জন্য বৃক্ষরোপণ এবং সবুজায়নের গুরুত্ব সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি করতে এই মেলার আয়োজন করে চাঁপাইনবাবগঞ্জের বনবিভাগ। মেলায় বিভিন্ন ধরনের গাছের চারা, ফলদ বৃক্ষ, ঔষধি গাছ এবং বিভিন্ন প্রকার ফুল ও ফলের প্রদর্শন ও বিক্রয় করা হয়। এছাড়াও, মেলা প্রাঙ্গণে বৃক্ষরোপণ বিষয়ক বিভিন্ন সেমিনার ও কর্মশালার আয়োজন করা হয়। মেলায় বনবিভাগ চাঁপাইনবাবগঞ্জ, আঞ্চলিক উদ্যানতত্ব ও গবেষণা কেন্দ্র, প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটি, বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষসহ ১১স্টল অংশগ্রহণ করে। পরে আলোচনা সভা শেষে, ১ম, ২য় ও ৩য় হওয়ায় খামারবাড়ি নার্সারি, রবিউল বনসাই এ্যান্ড এডেনিয়াম নার্সারি ও ভুটু নার্সারিকে পুরস্কার প্রদান করেন অতিথিবৃন্দ।
চাঁপাইনবাবগঞ্জ জেলা স্কাউটসের সম্পাদক গোলাম রশিদের ইন্তেকাল

চাঁপাইনবাবগঞ্জ জেলা স্কাউটসের সম্পাদক গোলাম রশিদের ইন্তেকাল চাঁপাইনবাবগঞ্জ জেলা স্কাউটসের সম্পাদক গোলাম রশিদ ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি অইন্না ইলাহি রাজিউন)। আজ সকাল ১১টার দিকে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। তিনি চাঁপাইনবাবগঞ্জ শহরের আরামবাগ মহল্লার মৃত গোলাম রাব্বানীর ছেলে। মৃত্যুকালে তিনি মা, স্ত্রী, তিন মেয়ে সহ বহু গুণগ্রাহী রেখে গেছেন। আজ রাত ১০টায় শহরের আজাইপুর-আরমবাগ মহল্লায় জানাজার নামাজ শেষে ওই গোরস্থানে তাঁর দাফন সম্পন্ন হয়। শহরের প্রিয়মুখ তরুন সংগঠক গোলাম রশিদের মৃত্যুর খবর চাঁপাইনবাবগঞ্জে এসে পৌঁছুলে শোকের ছায়া নেমে আসে। বিভিন্ন সামাজিক সংগঠন ও কর্মকান্ডে জড়িত গোলাম রশিদের মৃত্যুতে শোক প্রকাশ করেছে বিভিন্ন প্রতিষ্ঠান ও ব্যক্তি।