চাঁপাইনবাবগঞ্জে নতুন ডেঙ্গু রোগী ২৪ জন

চাঁপাইনবাবগঞ্জে নতুন ডেঙ্গু রোগী ২৪ জন চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গু পরিস্থিতির ধীরে ধীরে উন্নতি হচ্ছে। গত ২৪ ঘণ্টায় নতুন করে ডেঙ্গু আক্রান্ত হয়েছেন ২৪ জন। তাদের মধ্যে ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালের ভেতর বিভাগে ১২ জন ও বহির্বিভাগে ১১ জন এবং নাচোলে ১ জন শনাক্ত হয়েছেন। বর্তমানে ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালে ভর্তি আছেন ১৭ জন রোগী। তাদের মধ্যে ৩ জন পুরুষ, ৯ জন নারী ও ৫ জন শিশু রয়েছেন। একই সময়ে ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতাল থেকে ছাড়পত্র দেয়া হয়েছে ৭ জনকে। এই ৭ জনের মধ্যে ৩ জন পুরুষ, ৩ জন নারী ও ১ জন শিশু রয়েছেন। চলতি বছরের জানুয়ারি থেকে এখন পর্যন্ত ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালে ভর্তি ডেঙ্গু রোগীর সংখ্যা দাঁড়াল ১ হাজার ৫৭৯ জনে। একই সময়ে বহির্বিভাগে মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়াল ১ হাজার ৮১ জনে। ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতাল ও সিভিল সার্জন অফিসের ডেঙ্গুবিষয়ক প্রতিদিনের প্রতিবেদনে আজ এই তথ্য জানানো হয়েছে।

ডায়রিয়া : চাঁপাইনবাবগঞ্জে একদিনে আক্রান্ত আরো ৫৮ জন

ডায়রিয়া : চাঁপাইনবাবগঞ্জে একদিনে আক্রান্ত আরো ৫৮ জন চাঁপাইনবাবগঞ্জে ডায়রিয়া পরিস্থিতির তেমন উন্নতি হয়নি। প্রতিদিনই আক্রান্তের খবর আসছে। গত ২৪ ঘণ্টায় নতুন করে আরো ৫৮ জন ডায়রিয়ায় আক্রান্ত হয়েছেন। অপরদিকে সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন ৯০ জন। সিভিল সার্জন অফিস ও ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালের প্রতিদিনের প্রতিবেদনে শনিবার জানানো হয়, গত ২৪ ঘণ্টায় নতুন করে আরো ৫৮ জন ডায়রিয়ায় আক্রান্ত হয়েছেন। তাদের মধ্যে ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালে ২৯ জন, শিবগঞ্জে ৮ জন, গোমস্তাপুরে ৮ জন, নাচোলে ৬ জন ও ভোলাহাটে ৭ জন আক্রান্ত হয়েছেন। অন্যদিকে সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন ৯০ জন রোগী। তাদের মধ্যে জেলা হাসপাতাল থেকে ৬১ জন, শিবগঞ্জ থেকে ৭ জন, গোমস্তাপুর থেকে ১২ জন, নাচোল থেকে ৬ জন ও ভোলাহাট থেকে ৪ জন রয়েছেন। বর্তমানে ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালে ভর্তি রয়েছেন ৪৪ জন রোগী।

ডেঙ্গু : চাঁপাইনবাবগঞ্জে নতুন রোগী ১০ জন

ডেঙ্গু : চাঁপাইনবাবগঞ্জে নতুন রোগী ১০ জন চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গু পরিস্থিতির ধীরে ধীরে উন্নতি হচ্ছে। গত ২৪ ঘণ্টায় একদিনে নতুন করে ডেঙ্গু আক্রান্ত হয়েছেন আরো ১০ জন। তারা সবাই ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালের ভেতর বিভাগে শনাক্ত হয়েছেন। তাদের মধ্যে ৩ জন পুরুষ ও ৭ জন মহিলা রয়েছেন। বর্তমানে ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালে ভর্তি আছেন ২৩ জন রোগী। তাদের মধ্যে ৬ জন পুরুষ, ১৫ জন মহিলা ও ২ জন শিশু রয়েছেন। একই সময়ে ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতাল থেকে ছাড়পত্র দেয়া হয়েছে ২ জনকে। এছাড়া অবস্থার অবনতি হওয়ায় একজন রোগীকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। চলতি বছরের জানুয়ারি থেকে এখন পর্যন্ত ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালে ভর্তি ডেঙ্গু রোগীর সংখ্যা দাঁড়াল ১ হাজার ৫৫৬ জনে। একই সময়ে বহির্বিভাগে মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়াল ১ হাজার ৬৪ জনে। গত ২৪ ঘণ্টায় বহির্বিভাগে কোনো রোগী শনাক্ত হয়নি। ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতাল ও সিভিল সার্জন অফিসের ডেঙ্গুবিষয়ক প্রতিদিনের প্রতিবেদনে শনিবার এই তথ্য জানানো হয়েছে।

গোদাগাড়ীতে নারীর আর্থিক অন্তর্ভুক্তি ত্বরান্বিত করণ বিষয়ক কর্মশালা 

গোদাগাড়ীতে নারীর আর্থিক অন্তর্ভুক্তি ত্বরান্বিত করণ বিষয়ক কর্মশালা রাজশাহীর গোদাগাড়ীতে আর্থিক পরিষেবায় নারীর আগ্রযাত্রা শীর্ষক ‘‘নারীর আর্থিক অন্তর্ভুক্তি ত্বরান্বিত করণ’’ বিষয়ক দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। আজ গোদাগাড়ীর সাফিনাপার্কে অনুষ্ঠিত কর্মশালায় উপস্থিত ছিলেন, বাংলাদেশ ব্যাংকের প্রধান নির্বাহী পরিচালক রূপ রতন পাইন। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ)’র মহাব্যবস্থাপক সেলিনা শরীফ, মাইক্রোক্রেডিট রেগুলেটরী অথরিটির যুগ্ম-পরিচালক (গবেষণা ও পাবলিকেশন শাখা) রনজিত কুমার সরকার ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সমাজ বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. ওয়ারদাতুল আকমাম। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন বাংলাদেশ ব্যাংকের পরিচালক(সুপারভিশন) শামসুল আরেফিন। এসময় আরো উপস্থিত ছিলেন, প্রয়াসের প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক হাসিব হোসেন, পরিচালক পঙ্কজ কুমার সরকার, এনজিও শতফুল বাংলাদেশ এর প্রতিনিধি, বিভিন্ন বেসরকারি ব্যাংকের প্রতিনিধি ও তাদের উদ্যোক্তাগণ উপস্থিত ছিলেন। প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটির স্টল পরিদর্শনের সময় প্রয়াসের পক্ষে আরো উপস্থিত ছিলেন, জেষ্ঠ সহকারি পরিচালক আবুল খায়ের খান, সহকারি পরিচালক মু. তাকিউর রহমান, কনিষ্ঠ সহকারি পরিচালক আব্দুস সালাম, শাহদাৎ হোসেন সহ অন্যরা।  

চাঁপাইনবাবগঞ্জে আন্তর্জাতিক আদিবাসী দিবস পালিত

চাঁপাইনবাবগঞ্জে আন্তর্জাতিক আদিবাসী দিবস পালিত আন্তর্জাতিক আদিবাসী দিবস উপলক্ষে সদর উপজেলার আতাহারে আলোচনা সভা, সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। আদিবাসীদের অধিকার প্রতিষ্ঠা ও ভবিষ্যৎ গঠনে কৃত্রিম বুদ্ধিমত্তার সার্থক প্রয়োগ- প্রতিপাদ্যে আজ দিনব্যাপী এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। বিকেলে আতাহর যুগিডাইং কমিউনিটি সেন্টারে অনুষ্ঠানে সদর উপজেলা পারগানা কর্নেলিউস মুরমুর সভাপতিত্বে উপস্থিত ছিলেন, বালুগ্রাম আদর্শ কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ গোলাম ফারুক মিথুন, উত্তরবঙ্গ আদিবাসী ফোরামের কেন্দ্রীয় কমিটির সভাপতি হিঙ্গু মুরমু, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ চাঁপাইনবাবগঞ্জ উত্তম মন্ডল, বাংলাদেশ পুজা উদযাপন পরিষদের জেলা শাখা সভাপতি ডাবলু কুমার ঘোষ, রেডিও মহানন্দার সহকারি স্টেশন ম্যানেজার রেজাউল করিমসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। সাংস্কৃতিক প্রতিযোগিতা ও আলোচনা ষবা শেষে বিকেলে অতিথিরা বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন। অনুষ্ঠানটি এসআইএল ইন্টারন্যাশন্যাল বাংলাদেশের সহযোগিতায় গ্রাম কমিটি, সিবিও ও পারাগানা পরিষদ আয়োজন করে। এদিকে, নানা আয়োজনে গোমস্তাপুরে আন্তর্জাতিক আদিবাসী দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে শোভাযাত্রা, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। আজ উপজেলার পার্বতীপুর ইউনিয়নের কাশরইল কিনুপাড়া ফুটবল মাঠে দিনব্যাপী এসব অনুষ্ঠানের আয়োজন করা হয়। দিবসটি পালনে গোমস্তাপুর উপজেলাসহ পার্শ্ববর্তী উপজেলার অধিবাসীরা অনুষ্ঠানে অংশ নেয়। সকালে শোভাযাত্রাটি ফুটবল মাঠ থেকে বের হয়ে ওই এলাকার গ্রামগুলো ঘুরে একই স্থানে এসে শেষ করে। ডেসকো-থ্রাইভ প্রকল্প সহযোগিতায় পার্বতীপুর ইউনিয়ন নারী মঞ্চ ও কাঁশরইল কিনুপাড়া যুব উন্নন ক্লাব আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন নারীমঞ্চের সভাপতি ও ইউনিন পরিষদের নারী সদস্য শ্রীমতি লক্ষি র্তিকী। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন পার্বতীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোয়াজ্জেম হেসেন। অন্য অতিথিদের মধ্যে বক্তব্য দেন হেকস/ইপার বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর ডোরা চৌধুরী, পার্টনারশিপ ম্যানেজার ও সিনিয়র প্রোগ্রাম অ্যাডভাইজার জেন্ডার ডাইভারসিটি এন্ড অ্যাডভোকেসী সাইবুন নেসা, সিনিয়র পার্টনারশিপ কো অর্ডিনেটর আ ফ ম রুকুনুল ইসলাম, ডাসকো ফাউন্ডেশনের ডিরেক্টর প্রোগ্রামস জাহাঙ্গীর আলম খানসহ অনেকে। আলোচনা শেষে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়। রাধানগর নারী ফুটবল দল বনাম পার্বতীপুর নারী ফুটবল দল অংশ গ্রহণ করে। নির্ধারিত সময় কোন দল গোল করতে না পারায় টাইব্রেকারে পার্বতীপুর নারী ফুটবল দল জয়লাভ করে। খেলা শেষে আদিবাসীদের সাংস্কৃতিক অনুষ্ঠান ও নাটক মঞ্চস্থ করা হয়। অন্যদিকে, নাচোলে ৩২তম আন্তর্জাতিক আদিবাসী দিবস উদপাতি হয়েছে। আজ সকালে আদিবাসী একাডেমি চত্বও থেকে নাচোল আদিবাসী একাডেমি আয়োজনে ও বেসরকারি উন্নয়ন সহযোগী সংস্থা এসেডো ও গণস্বাক্ষরতা অভিযান এর যৌথ সহযোগীতা আদিবাসী নারী-পুরুষের অংশগ্রহণে রংবেরঙের ফেস্টুন ও জাতীয় পতাকা হাতে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা পৌর এলাকার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনাসভা অনুষ্ঠিত হয়। আদিবাসী একাডেমির সভাপতি বিধান সিং এর সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন বেসরকারি উন্নয়ন সহযোগী সংস্থা এসেডোর নির্বাহী পরিচালক রবিউল আলম, নাচোল প্রেসক্লাবের সভাপতি ও উপজেলা এ্যডভোকেসী প্লার্ট ফর্মে সভাপতি-অলিউল হক ডলার, ক্রীড়া ও রাজনৈতিক ব্যাক্তিত্ব ইসরাইল সেন্টু, একাডেমির সাধারণ সম্পাদক বাবুলাল টপ্প, এসেডোর সংস্থার ফাইনান্স ম্যানেজার আজাহার আলী, একাডেমির সাবেক সভাপতি জতিন হেমরোম, সদস্য রঞ্জনা বর্মন। এ ছাড়া শোভাযাত্রায় অংশগ্রহন করেন নাচোল থানার অফিসার ইনচার্জ মনিরুল ইসলাম, এসেডোর মাঠকর্মী ডেইজি ও সুমি খাতুনসহ আদিবাসী নারী-পুরুষ।

ডায়রিয়ায় চাঁপাইনবাবগঞ্জে একদিনে আক্রান্ত ৫৪ জন

ডায়রিয়ায় চাঁপাইনবাবগঞ্জে একদিনে আক্রান্ত ৫৪ জন চাঁপাইনবাবগঞ্জে ডায়রিয়া পরিস্থিতির উন্নতি হয়নি। গত ২৪ ঘণ্টায় নতুন করে আরো ৫৪ জন ডায়রিয়ায় আক্রান্ত হয়েছেন। অপরদিকে সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন ৪৩ জন। সিভিল সার্জন অফিস ও ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালের প্রতিদিনের প্রতিবেদনে আজ জানানো হয়, গত ২৪ ঘণ্টায় নতুন করে আরো ৫৪ জন ডায়রিয়ায় আক্রান্ত হয়েছেন। তাদের মধ্যে ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালে ৩১ জন, শিবগঞ্জে ১৩ জন, গোমস্তাপুরে ৭ জন ও ভোলাহাটে ৩ জন আক্রান্ত হয়েছেন। অন্যদিকে সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন ৪৩ জন রোগী। তাদের মধ্যে জেলা হাসপাতাল থেকে ১৬ জন, শিবগঞ্জ থেকে ৮ জন, গোমস্তাপুর থেকে ৯ জন, নাচোল থেকে ৭ জন ও ভোলাহাট থেকে ৩ জন রয়েছেন। বর্তমানে ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালে ভর্তি রয়েছেন ৩২ জন রোগী।

পাচারের অভিযোগে ঝিলিমে জরিমানা খুচরা সার ডিলারকে

পাচারের অভিযোগে ঝিলিমে জরিমানা খুচরা সার ডিলারকে নিজ এলাকার বাইরে অন্য ইউনিয়নে সার পাচারের অভিযোগে সদর উপজেলার ঝিলিম ইউনিয়নের জামতলা বাজারের খুচরা সার ডিলার মেসার্স আনোয়ার ট্রেডার্সের প্রোপ্রাইটর হাসেনুর ইসলামকে ১০ হাজার টাকা অর্থদ- দেয়া হয়েছে। আজ দুপুরে মোবাইল কোর্টের বিচারক সদর উপজেলা নির্বাহী অফিসার নুরুল ইসলাম এই দ- দেন। মোবাইল কোর্টে থাকা সদর উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার আনিসুল হক মাহমুদ জানান, মেসার্স আনোয়ার ট্রেডার্সের প্রোপ্রাইটর হাসেনুর ইসলাম তার দোকান থেকে ৭ বস্তা ডিএপি, ৩ বস্তা ইউরিয়া ও ৩ বস্তা এমওপিসহ অনুসার ও কীটনাশক নাচোল উপজেলার হাটবাকইলে পাচার করছিলেন। খবর পেয়ে অভিযান চালিয়ে রাস্তা থেকে সেই সার ভ্যানসহ আটক করেন উপজেলা কৃষি অফিসার সুনাইন বিন জামান ও উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার আনিসুল হক মাহমুদ। পরবর্তীতে উপজেলা নির্বাহী অফিসার নুরুল ইসলাম মোবাইল কোর্ট পরিচালনা করে অভিযুক্ত ডিলারকে ১০ হাজার টাকা অর্থদ- প্রদান করেন এবং সমুদয় সার এলাকার কৃষকদের মধ্যে বিক্রির ব্যবস্থা করেন।  

ডেঙ্গুতে চাঁপাইনবাবগঞ্জে নতুন রোগী ৩৮ জন

ডেঙ্গুতে চাঁপাইনবাবগঞ্জে নতুন রোগী ৩৮ জন চাঁপাইনবাবগঞ্জে গত ২৪ ঘণ্টায় একদিনে নতুন করে ডেঙ্গু আক্রান্ত হয়েছেন আরো ৩৮ জন। তাদের মধ্যে ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালের ভেতর বিভাগে ২১ জন এবং বহির্বিভাগে ১৬ জন ও গোমস্তাপুরে একজন রোগী শনাক্ত হয়েছেন। বর্তমানে ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালে ভর্তি আছেন ২৬ জন রোগী। তাদের মধ্যে ১৩ জন পুরুষ, ১১ জন নারী ও ২ জন শিশু রয়েছেন। একই সময়ে ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতাল থেকে ছাড়পত্র দেয়া হয়েছে ২৭ জনকে। এছাড়া অবস্থার অবনতি হওয়ায় একজন রোগীকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। চলতি বছরের জানুয়ারি থেকে এখন পর্যন্ত ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালে ভর্তি ডেঙ্গু রোগীর সংখ্যা দাঁড়াল ১ হাজার ৫৩৪ জনে। একই সময়ে বহির্বিভাগে মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়াল ১ হাজার ৫০ জনে। ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতাল ও সিভিল সার্জন অফিসের ডেঙ্গুবিষয়ক প্রতিদিনের প্রতিবেদনে আজ এই তথ্য জানানো হয়েছে।

জেলা স্বাস্থ্য অধিকার ফোরামের সামাজিক নিরীক্ষণ ও অ্যাডভোকেসি

জেলা স্বাস্থ্য অধিকার ফোরামের সামাজিক নিরীক্ষণ ও অ্যাডভোকেসি স্বাস্থ্যসেবার মানোন্নয়নে চাই সমতা, জবাবদিহিতা ও অংশগ্রহণ প্রতিপাদ্যে চাঁপাইনবাবগঞ্জে জেলা স্বাস্থ্য অধিকার ফোরামের আয়োজনে সামাজিক নিরীক্ষণ ও অ্যাডভোকেসি অনুষ্ঠিত হয়েছে। আজ সকালে জেলা শহরের বেলেপুকুরে প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটির প্রধান কার্যালয়ের নকীব হোসেন মিলনায়তনে অ্যাডভোকেসি অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন, অবসরপ্রাপ্ত অধ্যক্ষ ও জেলা স্বাস্থ্য অধিকার ফোরামের সভাপতি প্রফেসর সুলতানা রাজিয়া, জেলা স্বাস্থ্য অধিকার ফোরামের সাধারণ সম্পাদক ও প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটির প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক হাসিব হোসেন, নাচোল উপজেলা স্বাস্থ্য অধিকার ফোরামের সভাপতি ও অবসরপ্রাপ্ত অধ্যক্ষ হাফিজুর রহমান, সাধারণ সম্পাদক ও প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটির কনিষ্ঠ সহকারি পরিচালক ফারুক আহমেদসহ জেলা ও উপজেলা স্বাস্থ্য অধিকার ফোরামের সদস্যবৃন্দ। প্রশিক্ষনের উদ্বোধনী বাংলাদেশ হেল্থ ওয়াচের প্রোগ্রাম ম্যানেজার মোরশেদ আলম। প্রশিক্ষণ পরিচালনা করেন বাংলাদেশ হেলথ ওয়াচের কনসালটেন্ট সুভাশিষ চন্দ্র মহন্ত। উল্লেখ্য, স্থানীয় পর্যায়ে স্বাস্থ্য অধিকার ও স্বাস্থ্যসেবার মানোন্নয়নে জনসচেতনতা সৃষ্টি, স্বচ্ছতা তৈরি, জবাবদিহিতা বৃদ্ধি এবং সকল পর্যায়ে জনঅংশগ্রহণ নিশ্চিত করে স্বাস্থ্যসেবা খাতে টেকসই উন্নয়ন সহায়ক পরিবেশ সৃষ্টির লক্ষে কাজ করছে চাঁপাইনবাবগঞ্জ জেলা ও উপজেলা স্বাস্থ্য অধিকার ফোরাম এবং যুব ফোরাম। এতে সহযোগিতা করছে বাংলাদেশ হেলথ ওয়াচ ও প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটি।

নাচোলে কর্মব্যস্ত দিন পার করলেন জেলা প্রশাসক আব্দুস সামাদ

নাচোলে কর্মব্যস্ত দিন পার করলেন জেলা প্রশাসক আব্দুস সামাদ নাচোলে কর্মব্যস্ত দিন পার করলেন জেলা প্রশাসক আব্দুস সামাদ। আজ সকাল সাড়ে ১০টায় উপজেলা মিনি কনফারেন্স রুমে বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের সাথে মতবিনিময় করেন। মতবিনিময় শেষে ভুমি অধিগ্রহণের ক্ষতিপূরণ বাবদ চেক বিতরণ, উপজেলা পরিষদ চত্বরে বৃক্ষ রোপন করেন। পরে গুঠইল সরকারি প্রাথমিক বিদ্যালয়, মুন্সি হযরত আলী উচ্চ বিদ্যালয়, মাক্তাপুর কমিউনিটি ক্লিনিক, নাচোল ইউনিয়ন পরিষদ, বিভিন্ন উন্নয়ন প্রকল্প, নাচোল পৌরসভা, ডিজিটাল সেন্টার, পওে দুপুওে ইউনিয়ন ভূমি অফিস ও নাচোল সদর ভূমি অফিস পরিদর্শন করেন জেলা প্রশাসক। এসময় নাচোল উপজেলা নির্বাহী অফিসার কামাল হোসেন, সহকারী কমিশনার (ভূমি) জাহিদ হাসান, ওসি মনিরুল ইসলাম, কৃষি অফিসার সলেহ্ আকরাম, সিনিয়র মৎস্য কর্মকর্তা ইমরুল কায়েস, বিএমডিএ সহকারী প্রকৌশলী রেজাউল করিম, পল্লী উন্নয়ন কর্মকর্তা- কর্মচারীরা উপস্থিত ছিলেন।