মালয়েশিয়ায় আরো বাংলাদেশির কাজের সুযোগ-বলেছেন প্রধান উপদেষ্টা

মালয়েশিয়ায় আরো বাংলাদেশির কাজের সুযোগ-বলেছেন প্রধান উপদেষ্টা মালয়েশিয়ার শ্রমবাজারে আরো অধিকসংখ্যক বাংলাদেশি কাজ করার সুযোগ পাবেন বলে আশা প্রকাশ করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। মালয়েশিয়া সফরের দ্বিতীয় দিনে আজ যৌথ সংবাদ সম্মেলনে এ আশা প্রকাশ করেন তিনি। এর আগে কুয়ালালামপুরে দেশটির প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে উচ্চ পর্যায়ের বৈঠক করেন। এরপর দুই দেশের মধ্যে ৫টি সমঝোতা স্মারক এবং ৩ টি সহযোগিতামূলক নোট বিনিময় স্বাক্ষর করা হয়। এর আগে গতকাল প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের ৩ দিনের মালয়েশিয়া সফরে যান। এদিকে, নতুন সরকারের জন্য আগামী ফেব্রুয়ারির মাঝামাঝি সময়ে জাতীয় নির্বাচনের জন্য বাংলাদেশ প্রস্তুত বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। আজ মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে দ্বিপাক্ষীক বৈঠক শেষে যৌথ ব্রিফিংয়ে তিনি এ কথা জানান।তিনি বলেন, আমরা নির্বাচনের জন্য প্রস্তুত। আগামী ফেব্রুয়ারির মাঝামাঝি নতুন সরকারের জন্য নির্বাচনের আয়োজন করবো। নির্বাচনের মাধ্যমে আমরা দেশকে স্বাভাবিকভাবে পরিচালনার পথে ফিরিয়ে আনতে পারবো। এজন্য আমাদের অনেক সহায়তা প্রয়োজন এবং আমরা মালয়েশিয়ার সহায়তা প্রত্যাশা করছি। বাংলাদেশের শান্তি প্রতিষ্ঠায় ড. ইউনুস গুরুত্বপূর্ণ ভূমিকা বলে মন্তব্য করেন মালয়শিয়ান প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহীম।  

পাম অয়েলের দাম লিটারে কমলো ১৯ টাকা

পাম অয়েলের দাম লিটারে কমলো ১৯ টাকা আন্তর্জাতিক বাজারে দাম কমায় পাম অয়েলের দাম লিটারে ১৯ টাকা কমিয়ে ১৫০ টাকা নির্ধারণ করেছে সরকার। আজ দুপুরে সচিবালয়ে বাণিজ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে ২০২৫-২৬ অর্থবছরের রপ্তানি লক্ষ্যমাত্রা নির্ধারণসংক্রান্ত সভা শেষে বাণিজ্য সচিব মাহবুবুর রহমান এ কথা জানান। বাণিজ্য সচিব বলেন, আন্তর্জাতিক বাজারে সয়াবিন তেলের দাম না কমায় সয়াবিন তেলের দাম এই মুহূর্তে কমানো সম্ভব হয়নি। তবে লিটারে ১৯ টাকা কমিয়ে ১৫০ টাকা নির্ধারণ করা হয়েছে পাম অয়েলের দাম।

শুল্ক বৃদ্ধি আরো ৯০ দিন স্থগিত রাখবে যুক্তরাষ্ট্র-চীন

শুল্ক বৃদ্ধি আরো ৯০ দিন স্থগিত রাখবে যুক্তরাষ্ট্র-চীন চলতি বছরের শুরুর দিকে ঘোষিত ৩ অঙ্কের শুল্ক আরোপ আরো ৯০ দিনের জন্য স্থগিত রাখতে একমত হয়েছে যুক্তরাষ্ট্র ও চীন। ফলে আগামী ১০ নভেম্বর পর্যন্ত শুল্ক স্থগিতের মেয়াদ বাড়ল। শুল্ক কার্যকরের কয়েক ঘণ্টা আগেই নতুন এই সময়সীমার ঘোষণা দেওয়া হয়। আজ এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি। বিশ্বের দুই বৃহত্তম অর্থনীতি গতকাল এক যৌথ বিবৃতিতে জানায়, এ বছরের শুরুর দিকে ঘোষিত অতিরিক্ত শুল্ক আরোপের সিদ্ধান্ত আরো ৩ মাসের জন্য স্থগিত থাকবে। এর আগে গত মাসে অনুষ্ঠিত আলোচনায় উভয়পক্ষই বৈঠককে ‘গঠনমূলক’ বলে উল্লেখ করেছিল।

বিশ্বকাপের আগে ৬টি প্রীতি ম্যাচ খেলবে ব্রাজিল

বিশ্বকাপের আগে ৬টি প্রীতি ম্যাচ খেলবে ব্রাজিল ২০২৬ বিশ্বকাপকে সামনে রেখে ছয়টি প্রীতি ম্যাচ খেলার পরিকল্পনা করেছে ব্রাজিল ফুটবল কনফেডারেশন (সিবিএফ)। ব্রাজিলের সংবাদমাধ্যম ‘গ্লোবো স্পোর্ত’ এক প্রতিবেদনে জানিয়েছে, অক্টোবরের ১০ তারিখ সিউলে দক্ষিণ কোরিয়া এবং ১৪ অক্টোবর টোকিওতে জাপানের বিপক্ষে মাঠে নামতে পারে ব্রাজিল। আগামী বছরের মার্চে ইউরোপিয়ান দলের বিপক্ষে প্রীতি ম্যাচের পরিকল্পনাও রয়েছে। ম্যাচগুলোর ভেন্যু নির্ধারণ হবে বাণিজ্যিক চুক্তির ভিত্তিতে। ২০২৬ বিশ্বকাপ শুরু হবে আগামী ১১ জুন, আয়োজক দেশ যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকো। জুনের শুরুতেও দুটি প্রীতি ম্যাচ খেলার সুযোগ রাখছে ব্রাজিল, তবে এ সিদ্ধান্ত কোচিং স্টাফের ওপর নির্ভর করবে। আগামী মাসে বাছাইপর্বের শেষ দুটি ম্যাচ খেলবে সেলেসাও। ৫ সেপ্টেম্বর রিও ডি জেনিরোয় চিলির বিপক্ষে নামবে তারা, আর ১০ সেপ্টেম্বর বলিভিয়ার মুখোমুখি হবে। ইতিমধ্যে বিশ্বকাপে খেলার যোগ্যতা নিশ্চিত করেছে সেলেসাওরা।

সদর উপজেলায় ১৫ পরিবারে ঢেউটিন ও টাকা বিতরণ

সদর উপজেলায় ১৫ পরিবারে ঢেউটিন ও টাকা বিতরণ চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলায় বিভিন্ন সময়ে অগ্নিকা-, কালবৈশাখী ঝড়, প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত দুস্থ ও অসহায় ১৫টি পরিবারবে গৃহ নির্মাণের জন্য ১৬ বান্ডিল ঢেউটিন ও নগদ ৩ হাজার করে টাকা দেয়া হয়েছে। সরকারের দুর্যোগ ববস্থাপনা অধিদপ্তর থেকে এই সহায়তা প্রদান করা হয়। আজ দুপুরে পরিবারগুলোর মধ্যে এই টিন ও টাকা বিতরণ করেন সদর উপজেলা নির্বাহী অফিসার নূরুল ইসলাম ও প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শাহিনূর আলম। এসময় উপজেলা সমাজসেবা অফিসার কাঞ্চর কুমার দাস, উপজেলা মাধ্যমিক অ্যাকাডেমিক সুপারভাইজার আব্দুল আলিম, সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসের প্রকৌশলী সারোয়ার পারভেজসহ অন্যরা উপস্থিত ছিলেন।

শিবগঞ্জে বন্যায় ক্ষতিগ্রস্তদের মধ্যে ত্রাণ বিতরণ

শিবগঞ্জে বন্যায় ক্ষতিগ্রস্তদের মধ্যে ত্রাণ বিতরণ শিবগঞ্জে পদ্মা নদীর ভাঙনে ক্ষতিগ্রস্ত ২৮৩ পরিবারকে চাল, শুকনো খাবার, ঢেউটিন ও চেক বিতরণ করা হয়েছে। আজ বিকেলে উপজেলার পাঁকার বোগলাউড়ি ও দুর্লভপুরের মনোহরপুর এলাকায় এসব পরিবারের মধ্যে খাদ্যসামগ্রী, ঢেউটিন ও চেক বিতরণ করেন জেলা প্রশাসক আব্দুস সামাদ। এ সময় উপস্থিত ছিলেনÍ উপজেলা নির্বাহী অফিসার আজাহার আলী, সহকারী কমিশনার (ভূমি) তৌফিক আজিজ ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মিজানুর রহমানসহ অন্যরা। এর মধ্যে পাঁকায় ১৫০ পরিবারকে ২০ কেজি করে জিআর চাল, দুর্লভপুরে ১২৯ পরিবারকে শুকনো খাবার ও ৩০ কেজি করে চাল, ৪ পরিবারকে ২ বান্ডিল করে ঢেউটিন, ৬ হাজার টাকার চেক এবং শুকনো খাবার দেয়া হয়। এছাড়া পানি বিশুদ্ধকরণের ট্যাবলেট দেয়া হয়।

শিবগঞ্জে মোটরসাইকেলসহ আন্ত:জেলা চোরচক্রের সদস্য গ্রেপ্তার

শিবগঞ্জে মোটরসাইকেলসহ আন্ত:জেলা চোরচক্রের সদস্য গ্রেপ্তার শিবগঞ্জ উপজেলায় অভিযান চালিয়ে আন্ত:জেলা মোটরসাইকেল চোরচক্রের সক্রিয় সদস্য রাহাত আলী নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। সেই সাথে তার দেয়া তথ্যে উদ্ধার করা হয়েছে ৮টি চোরাই মোটরসাইকেল। রাহাত শিবগঞ্জের দাদনচক আরাজীচৌকা গ্রামের শামিম উদ্দিনের ছেলে। গতকাল সকালে নিজ বাড়ি থেকে তাঁকে গ্রেপ্তার করে পুলিশ। আজ দুপুর আড়াইটার দিকে জেলা পুলিশের প্রেস বিজ্ঞপ্তিতে অভিযানের বিষয়টি নিশ্চিত করা হয়। অতিরিক্ত পুলিশ সুপার ওয়াসিম ফিরোজ জানান, গত ২৪ জুলাই সদর উপজেলার পুকুরপাড়া গ্রামের নিজ বাড়ি থেকে আব্দুস সাত্তার নামে এক ব্যাক্তির মোটরসাইকেল চুরি হয়। এ ঘটনায় তিনি ২৭ জুলাই সদর থানায় মামলা করেন। মামলার সূত্রে পুলিশ ওইদিন গোমস্তাপুর উপজেলার শুক্রবাড়ী এলাকায় মোটরসাইকেল চোর সন্দেহে জনতার হাতে আটক সোহেল রানা ও শিহাব আলী নামে ২ যুবককে গ্রেপ্তার করে। আদালতে ১৬৪ ধারায় দেয়া তাদের স্বীকারোক্তিমূলক জবানবন্দীতে দেয়া তথ্যে, পুলিশ রাহাতকে গ্রেপ্তার করে। রাহাতের দেয়া তথ্যে পুলিশ শিবগঞ্জের তারাপুর মোন্নাপাড়া গ্রামের মোহাম্মদ আলীর বাড়ি থেকে ৮টি চোরাই মোটরসাইকেল উদ্ধার করে। মামলার তদন্ত কর্মকর্তা ও সদর থানার উপ-পরিদর্শক(এসআই) হরেন্দ্রনাথ দেবদাশ জানান, রাহাতকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে এবং চোরচক্রের অন্য সদস্যদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যহত রয়েছে।  

শিবগঞ্জে হত্যা মামলার পলাতক আসামীকে মিরপুরে আটক

শিবগঞ্জে হত্যা মামলার পলাতক আসামীকে মিরপুরে আটক শিবগঞ্জ উপজেলার পাঁকা ইউনিয়নের রফিকুল হত্যা মামলার এজাহারনামীয় ৩নং আসামী পারুল হককে মিরপুর থেকে গ্রেফতার করেছে র‌্যাব-৫। গ্রেফতার পারুল হক শিবগঞ্জ উপজেলার পাঁকা ইউনিয়নের বাবুপুর গ্রামের আহসান আলীর ছেলে। আজ র‌্যাব-৫ এর পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে গতরাত ১টার দিকে মিরপুর থানার কল্যাণ নতুন বাজার এলাকা হতে পারুল হককে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামীকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলেও প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। উল্লেখ্য পারুল হক গত ১২ জুন শিবগঞ্জ থানায় দায়েরকৃত একটি হত্যা মামলার এজাহারনামীয় ৩নং আসামী। তিনি ঘটনার পর থেকে পলাতক ছিলেন।

গোমস্তাপুরে পানি সম্পদ বিষয়ক অবহিতকরণ কর্মশালা

গোমস্তাপুরে পানি সম্পদ বিষয়ক অবহিতকরণ কর্মশালা গোমস্তাপুরে পানি আইন-২০১৩ ও পানি বিধিমালা-২০১৮ বিষয়ক অবহিতকরণ এবং উপজেলার সমীক্ষা প্রকল্পের ফলাফলের উপর শুনানী ও মতামত সংক্রান্ত কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। আজ দুপুরে উপজেলা পরিষদ সভাকক্ষে অনুষ্ঠিত কর্মশালায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার জাকির মুন্সী। ভার্চুয়ালি প্রধান অতিথির বক্তব্য দেন পানি সম্পদ পরিকল্পনা সংস্থার (ওয়ারপো) মহাপরিচালক লুতফুর রহমান। বিশেষ অতিথির বক্তব্য দেন ওয়ারপো পরিচালক (পরিকল্পনা) নুর আলম। অন্য অতিথিদের মধ্যে বক্তব্য দেন পার্বতীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন, আলিনগর ইউপি চেয়ারম্যান আবুল কাশেম মুহাম্মদ মাসুম, উপজেলা প্রেসক্লাবের সভাপতি আতিকুল ইসলাম আজমসহ অন্যরা।

ভোলাহাটে উপকারভোগীদের মাঝে ভিডব্লিউবি কার্ড বিতরণ

ভোলাহাটে উপকারভোগীদের মাঝে ভিডব্লিউবি কার্ড বিতরণ ভোলাহাট উপজেলায় ২০২৫-২০২৬ চক্রের ভিডব্লিউবি কার্ড বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে। আজ সকালে উপজেলা পরিষদ চত্বরে সদর ইউনিয়নের উপকারভোগী নারীদের মাঝে এই কার্ড বিতরণ করা হয়। অনুষ্ঠানে উপস্থিত থেকে কার্ড বিতরণ করেন ভোলাহাট উপজেলা নির্বাহী অফিসার মনিরুজ্জামান। উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা নাসিম উদ্দিন। এ ছাড়া আরও উপস্থিত ছিলেন ভোলাহাট ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান আজিজুল ইসলাম এবং ইউনিয়ন পরিষদের সদস্যবৃন্দ। ভিডব্লিউবি কার্ডধারীরা প্রতি মাসে বিনামূল্যে ৩০ কেজি করে চাল পাবেন। দারিদ্র্যসীমার নিচে থাকা নারীদের জন্য সরকার পরিচালিত এই কর্মসূচি খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে। পর্যায়ক্রমে ভোলাহাট উপজেলার অন্যান্য ইউনিয়নের উপকারভোগীদের মাঝেও এই কার্ড বিতরণ করা হবে।