১২ দিনে দেশে এসেছে ১ বিলিয়ন ডলারের বেশি রেমিট্যান্স

১২ দিনে দেশে এসেছে ১ বিলিয়ন ডলারের বেশি রেমিট্যান্স চলতি আগস্টের প্রথম ১২ দিনে (১-১২ আগস্ট) দেশে এসেছে ১ বিলিয়ন ডলারের বেশি প্রবাসী আয়। বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ তথ্য অনুযায়ী, এ সময়ে প্রবাসীরা পাঠিয়েছেন ১০৫ কোটি ৪০ লাখ মার্কিন ডলার। ২০২৪ সালের আগস্টের প্রথম ১২ দিনে দেশে এসেছিল ৭২ কোটি ১০ লাখ ডলার। অর্থাৎ, এ বছরের একই সময়ে প্রায় ৩৩ কোটি ৩০ লাখ ডলার বেশি এসেছে, যা প্রবৃদ্ধি হিসেবে দাঁড়িয়েছে ৩৪ শতাংশ। গত জুলাই মাসে রেমিট্যান্স এসেছে ২৪৭ কোটি ডলার বা ২ দশমিক ৪৭ বিলিয়ন ডলার, যেখানে গত বছরের জুলাইয়ে এসেছিল ১৯১ কোটি ডলার।    

ভারতে ট্রাকের পেছনে তীর্থযাত্রীবাহী বাসের ধাক্কায় নিহত ১০

ভারতে ট্রাকের পেছনে তীর্থযাত্রীবাহী বাসের ধাক্কায় নিহত ১০ ভারতের পশ্চিমবঙ্গে ট্রাকের পেছনে তীর্থযাত্রীবাহী বাসের ধাক্কায় ১০ জন নিহত হয়েছেন। এই দুর্ঘটনায় আরো অন্তত ৩৫ জন আহত হয়েছেন বলে পুলিশ জানিয়েছে। আজ সকাল সাড়ে ৭টার দিকে পশ্চিমবঙ্গের পূর্ব বর্ধমান জেলার এনএইচ-১৯ সড়কে এই দুর্ঘটনা ঘটে। খবর হিন্দুস্তান টাইমস ও ইন্ডিয়ান এক্সপ্রেসের। পুলিশের এক কর্মকর্তা জানান, নিহতদের মধ্যে দুইজন নারীসহ ১০ জনই বিহারের বাসিন্দা। তারা গঙ্গাসাগর ও আরো কয়েকটি তীর্থস্থানে ঘুরতে এসেছিলেন। স্থানীয় সূত্রে জানা গেছে, ট্রাকচালক প্রকৃতির ডাকে সাড়া দিতে রাস্তার ধারে ট্রাক থামিয়েছিলেন। ঠিক সেই সময় তীর্থযাত্রীবাহী বাসটি পেছন দিক থেকে দ্রুতগতিতে এসে ট্রাকটিকে ধাক্কা মারে।

ঢাকা থেকে ৬ ক্রিকেটার যাচ্ছেন অস্ট্রেলিয়া

ঢাকা থেকে ৬ ক্রিকেটার যাচ্ছেন অস্ট্রেলিয়া গতকাল অস্ট্রেলিয়ায় শুরু হয়েছে ১১ দলের টপ এন্ড টি-টোয়েন্টি টুর্নামেন্ট। যেখানে লাল-সবুজের প্রতিনিধি হিসেবে খেলছে বাংলাদেশ ‘এ’ দল। এই টুর্নামেন্ট শেষে ২৮ থেকে ৩১ আগস্ট পর্যন্ত দক্ষিণ অস্ট্রেলিয়ার বিপক্ষে ৪ দিনের একটি ম্যাচ খেলার কথা রয়েছে বাংলাদেশের দ্বিতীয় সারির দলটির। যে ম্যাচটি আগামী বছর অস্ট্রেলিয়া সফরে টেস্ট সিরিজের প্রস্তুতির প্ল্যাটফর্ম হিসেবে দেখা হচ্ছে। এবার সেই ম্যাচ খেলার জন্য ঢাকা থেকে ৬ ক্রিকেটার যাচ্ছেন অস্ট্রেলিয়ায়। শাহাদাত হোসেন দিপু, ইফতেখার হোসেন ইফতি, অমিত হাসান, মাহমুদুল হাসান জয়, হাসান মুরাদ এবং পেসার এনামুল হক ৪ দিনের ম্যাচ খেলার জন্য অস্ট্রেলিয়া যাবেন। তারা দুটি পৃথক দলে ভাগ হয়ে আগামী ১৭ ও ১৮ আগস্ট অস্ট্রেলিয়ার উদ্দেশ্যে রওনা দেবেন।

রাজের বুকের বাঁ দিকটা চিনচিন-ঝিনঝিন কোনোটাই করে না

রাজের বুকের বাঁ দিকটা চিনচিন-ঝিনঝিন কোনোটাই করে না একসময় চুটিয়ে প্রেম করেছেন শুভ গাঙ্গুলি ও দেব। সেই প্রেম ভাঙার পর পরিচালক রাজ চক্রবর্তীকে বিয়ে করে সংসারী হয়েছেন শুভশ্রী। দেব নিজের জীবন জড়িয়েছেন অভিনেত্রী রুক্মিণী মৈত্রর সঙ্গে। দেব-শুভশ্রীর প্রেম ভাঙার পর মুখ দেখাদেখিও বন্ধ ছিল। পেশাগত কারণে ফের একমঞ্চে উপস্থিত হয়ে হইচই ফেলে দিয়েছেন এই যুগল। দেব-শুভশ্রী একমঞ্চে হাজির হওয়ার পর নেটিজেনরা দারুণভাবে চর্চায় মেতে ওঠেন। আক্রমণ করে মন্তব্য করেছেন রাজের প্রাক্তন স্ত্রী শতাব্দী। সোশ্যাল মিডিয়ায় দেওয়া পোস্টে তিনি লিখেন—“কিরে, কেমন লাগছে? আমারও ঠিক এরকমই লেগেছিল, ঠিক এইরকমই। বুঝলে তো? হিস্টোরি রিপিটস। বুকের বাঁ দিকটা চিনচিন করছে তো… আমারও করেছিল, ঠিক তেরো বছর আগে।” রাজের প্রাক্তন স্ত্রীর এই মন্তব্য নেট দুনিয়ায় ভাইরাল হয়। এ নিয়ে সরব হয়েছেন শুভশ্রীর বড় বোন অভিনেত্রী দেবশ্রী গাঙ্গুলি। তার ভাষায়, “না, বুকের বাঁ দিকটা ওর চিনচিন, ঝিনঝিন কোনোটাই করেনি। ওর নাম রাজ চক্রবর্তী। উনি শুধু সফল পরিচালক, প্রযোজক বা বিধায়ক নন, সফল স্বামী এবং বাবাও। শুধুই নিজের নির্বাচনী এলাকার মানুষদের নয়, নিজের পরিবারেরও যত্ন নিতে জানেন। রাজ চেনেন তার অভিনেত্রী স্ত্রী শুভশ্রী গাঙ্গুলিকে।” এই দেখা সেই দেখা নয়! রাজ জানেন, একটা সিনেমা কীভাবে দর্শকদের কাছে পৌঁছে দিতে হয়। রাজই তার স্ত্রীর সবচেয়ে বড় সমর্থক, উৎসাহদাতা, ‘চিয়ার লিডার’ বলেও জানান দেবশ্রী। শুভশ্রীর সবকিছুই জানেন দেবশ্রী। সেই অভিজ্ঞতার আলোকে বলেন, “আমি আমার ছোট বোনের জন্ম, বেড়ে ওঠা, ইন্ডাস্ট্রি জয় করা, দেবের সঙ্গে বন্ধুত্ব এবং মন ভাঙা—সবকিছুর সাক্ষী। আজ আমি খুব গর্ব করে, অহংকার করে বলি, শুভ শুধুই যে প্রত্যেক মুহূর্তে নিজেকে ভেঙেগড়ে দক্ষ অভিনেত্রী হয়েছে তা নয়। তারচেয়েও বড়, আমার বোন সাফল্যের শিখর ছুঁয়েও নিখুঁতভাবে নিজের সংসার, স্বামী-সন্তানের দেখভাল করছে। এই ভারসাম্য খুব কম মেয়ে রক্ষা করতে পারে।” দেব-শুভশ্রীর একমঞ্চে দাঁড়ানোর নেপথ্যে রয়েছেন রাজ ও রুক্মিণীর অবদান। তা উল্লেখ করে দেবশ্রী বলেন, “সে দিন নজরুল মঞ্চে ইতিহাস তৈরি হলো। তার নেপথ্যে শুধুই কি দেব বা শুভশ্রী? তা তো নয়। কী করে অস্বীকার করা যাবে তাদের জীবনসঙ্গীদের! তারা ভরসা রেখেছেন বলেই এই ‘ইতিহাস’ তৈরি হতে পারল। ভুলে যাবেন না, দেব-শুভশ্রী দু’জনেই পেশাদার। ওরা কাজ করে নিজের বাড়ি ফেরে। আমার বোন কারো বউ। দুই সন্তানের মা। দেব তেমনই কারো সন্তান, কারো প্রেমিক।” প্রশ্ন ছুড়ে দিয়ে দেবশ্রী গাঙ্গুলি বলেন, “আজ এই বয়সে এসে ওরা দু’জনেই জানে, কোথায় সীমা টানতে হয়। তাই রাজের বুকে চিনচিনে ব্যথা হয় না। বরং গর্বে বুক ফুলে ওঠে। ‘প্রাক্তন’ শব্দটা ভীষণ ভারী। সবার জন্যই। কিছু কিছু মানুষ সেই ভার সারা জীবন বহন করে চলে না। এটাও একটা ‘আর্ট’ মনে হয়। আবার নিজের জীবন নিজের মতো করে গুছিয়ে নেওয়াটাও তো এ রকম ‘আর্ট’ বা শিল্প। আপনারা কী বলেন?” শুভশ্রীর মানসিক পরিপক্কতার প্রশংসা করে দেবশ্রী বলেন, “তাহলে কি আমার বোন আগের তুলনায় অনেক সংযত? এখন আর আগের মতো নিজের আবেগ, অনুভূতি প্রকাশ করে না? আমি বলব, বয়স বাড়ার সঙ্গে সঙ্গে যেকোনো মানুষেরই বদল হয়। যদিও সবটাই নির্ভর করে সেই মানুষটার উপর। শুভ অবশ্যই নিজেকে সংযত করেছে। তাই বলে নিজের অনুভূতি প্রকাশ করে না, সে কথাই বা কী করে বলি? ও যে ভীষণ অনুভূতিপ্রবণ। এ প্রসঙ্গে নচিদার (নচিকেতা চক্রবর্তী) গানের কথায় বলতে হয়, ‘যার উষ্ণ আঁচে, ভালোবাসা বাঁচে…’। এখনো আমাদের দেখা হওয়ার পরে ও যেভাবে জড়িয়ে ধরে, মনের ক্লান্তি দূর হয়ে যায়। আমার মনে হয় শুভ জানে, আবেগ, অনুভূতি— এগুলো কার কাছে প্রকাশ করবে।” খানিকটা ব্যাখ্যা করে দেবশ্রী বলেন, “আমি একে ঠিক বদল বলব না। শুভ আগের তুলনায় অনেক বেশি অভিজ্ঞ হয়েছে। নিজের জীবন দিয়ে সঠিকটা বেছে নিতে শিখেছে। সারাক্ষণ চেষ্টা করে, পৃথিবীর সমস্ত নেতিবাচকতা থেকে নিজেকে দূরে রাখতে। আগের তুলনায় আরো আধ্যাত্মিক মনের হয়েছে। এটাও ওকে মাটির কাছাকাছি থাকতে সাহায্য করে। নিজের শিকড় শুভ কখনো ভোলে না। তাই হয়তো ঘরে-বাইরে আজ এত সফল। এটাও তো এক রকমের ‘আর্ট’!” রাজ পৃথিবীর শ্রেষ্ঠ স্বামী উল্লেখ করে দেবশ্রী বলেন, “এর জন্য রাজের ভূমিকা অনেক। একজন মেয়ের পরিবার এবং পেশা—দুটো দিকে ভারসাম্য রেখে চলা তখনই কঠিন, যখন নিজের জীবনের উপর তার কোনো নিয়ন্ত্রণ থাকে না। সংযত, সুশৃঙ্খল জীবনযাপন, স্বামী-সন্তান আর নিজের কাজের সময়ের সঙ্গে তাল মিলিয়ে চলা, সবটাই আমার ভগ্নিপতির মতো বর পেয়েছে বলেই শুভ পারে। সবকিছু দু’জনে ভাগ করে নেয়। আমি বাবা আমার জামাইকে নিয়ে একটু বেশিই পক্ষপাতদুষ্ট। আগেও বলেছি, এখনো বলি, আমার চোখে দেখা পৃথিবীর শ্রেষ্ঠ স্বামী রাজ চক্রবর্তী।”

৯৭ হিমালয় পর্বতে বিনামূল্যে আরোহণের সুযোগ নেপালে

৯৭ হিমালয় পর্বতে বিনামূল্যে আরোহণের সুযোগ নেপালে পর্যটন শিল্প বাড়াতে এবং দেশের প্রত্যন্ত অঞ্চলের প্রচারে নেপাল সরকার আগামী দুই বছর ৯৭টি হিমালয় পর্বতে আরোহণের জন্য পারমিট ফি মওকুফ করছে। মঙ্গলবার (১২ আগস্ট) নেপালের দ্য কাঠমান্ডু পোস্ট-এর বরাত দিয়ে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ তথ্য জানিয়েছে। নেপালের সরকার এর আগে জানিয়েছিল যে, আগামী ১ সেপ্টেম্বর থেকে বিশ্বের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ মাউন্ট এভারেস্ট আরোহণের খরচ বৃদ্ধি পাবে। এভারেস্ট আরোহণের পারমিট ফি ১১ হাজার ডলার থেকে বেড়ে ১৫ হাজার ডলার হচ্ছে-প্রায় এক দশকের মধ্যে যা প্রথম বৃদ্ধি। তবে এবার নতুন সুখবর দিয়ে জানিয়েছে, দেশের প্রত্যন্ত অঞ্চলের ৯৭টি পর্বতে বিনামূল্যে আরোহণ করা যাবে। নেপালের পর্যটন বিভাগ জানিয়েছে, দেশের ‘অজানা পর্যটন সম্ভাবনা ও গন্তব্যগুলোকে’ তুলে ধরা এই পদক্ষেপের লক্ষ্য। পর্বতারোহণ নেপালের বড় আয়ের উৎস, যেখানে বিশ্বের ১০টি সর্বোচ্চ পর্বত অবস্থিত। শুধু গত বছরেই দেশটি এ খাত থেকে আয় করেছে ৫৯ লাখ মার্কিন ডলার, যার তিন-চতুর্থাংশের বেশি এসেছে এভারেস্ট থেকে। যে ৯৭টি শৃঙ্গের ফি মওকুফ করা হবে, সেগুলো নেপালের কার্নালি ও সুদুরপশ্চিম প্রদেশে অবস্থিত। উচ্চতা ৫ হাজার ৯৭০ মিটার থেকে ৭ হাজার ১৩২ মিটার পর্যন্ত। নেপালের এই দুই প্রদেশই সবচেয়ে দরিদ্র ও অনুন্নত এলাকা হিসেবে পরিচিত। নেপালের পর্যটন বিভাগের মহাপরিচালক হিমাল গৌতম বলেন, “এসব পাহাড়ের অপরূপ সৌন্দর্য থাকা সত্ত্বেও এখানে পর্যটক ও পর্বতারোহীর সংখ্যা খুব কম। যাতায়াত অত্যন্ত কষ্টসাধ্য বলেই এমন হয়। আমরা আশা করি, নতুন বিধান এ পরিস্থিতি বদলাবে। এটি কর্মসংস্থান সৃষ্টি, আয় বৃদ্ধি এবং স্থানীয় অর্থনীতি শক্তিশালী করতে সহায়তা করবে।” গত দুই বছরে এই ৯৭টি শৃঙ্গে মাত্র ৬৮ জন পর্বতারোহী গেছেন। বিপরীতে, ২০২৪ সালে কেবল এভারেস্টের জন্য ৪২১টি আরোহণ পারমিট দেয়া হয়েছিল। ২০২৪ সালের এপ্রিল মাসে নেপালের সুপ্রিম কোর্ট পাহাড়ের ধারণক্ষমতা বিবেচনায় নিয়ে এভারেস্টসহ কয়েকটি শৃঙ্গে সীমিতসংখ্যক পারমিট দেওয়ার নির্দেশ দেয়। চলতি বছরের জানুয়ারিতে, নেপাল সরকার পারমিট ফিতে ৩৬ শতাংশ মার্ক-আপ ঘোষণা করে। মৌসুমের বাইরে, সেপ্টেম্বর-নভেম্বর সময়ে এভারেস্ট আরোহণের খরচ হবে ৭ হাজার ৫০০ ডলার এবং ডিসেম্বর-ফেব্রুয়ারি সময়ে ৩ হাজার ৭৫০ ডলার।

ফিরেছে ইতিহাস গড়া অনূর্ধ্ব-২০ বাংলাদেশ নারী ফুটবল দল

ফিরেছে ইতিহাস গড়া অনূর্ধ্ব-২০ বাংলাদেশ নারী ফুটবল দল বাংলাদেশ জুনিয়র নারী ফুটবল দল লিখলো নতুন ইতিহাস। সিনিয়রদের পথ অনুসরণ করে এবার এশিয়ান কাপে খেলার যোগ্যতা অর্জন করেছে অনূর্ধ্ব–২০ দলও। লাওসে অনুষ্ঠিত বাছাইপর্বে দুর্দান্ত লড়াই করে তিন ম্যাচে দুটি জয় ও ছয় পয়েন্ট নিয়ে সেরা তিন রানার্স–আপের একটি হয়ে আসন নিশ্চিত করেছে পিটার বাটলারের শিষ্যারা। ‘এইচ’ গ্রুপে ছিল শক্তিশালী দক্ষিণ কোরিয়া, পূর্ব তিমুর ও স্বাগতিক লাওস। লাওস ও তিমুর লেস্তেকে হারিয়ে দুর্দান্ত শুরু করে। শেষ ম্যাচে দক্ষিণ কোরিয়ার সঙ্গে প্রথমার্ধে হাড্ডাহাড্ডি লড়াই করে। কিন্তু দ্বিতীয়ার্ধে গিয়ে খেই হারায়। হেরে যায় ৬-১ ব্যবধানে। তাতে গ্রুপে দ্বিতীয় স্থানে থেকে শেষ করে বাংলাদেশ। শেষ ম্যাচে বড় ব্যবধানে হারলেও রানার্স–আপ দলগুলোর মধ্যে পয়েন্ট, গোল ব্যবধান ও পারফরম্যান্সে এগিয়ে থেকে নিশ্চিত হয় এশিয়ান কাপে খেলার স্বপ্ন। গতকাল সোমবার গভীর রাতে লাওস থেকে দেশে ফেরে এই স্বপ্ন–বিজয়ীরা। বিমানবন্দরে ফুটবল ফেডারেশন কর্মকর্তারা তাদের ফুলের শুভেচ্ছা জানান। ২০২৬ সালের এপ্রিলেই থাইল্যান্ডে বসবে অনূর্ধ্ব–২০ নারী এশিয়ান কাপের আসর। সেখানে লাল–সবুজের মেয়েরা প্রথমবারের মতো খেলতে নামবে মহাদেশের সেরাদের সঙ্গে।  

এমপি প্রার্থী হলে সবার জামানত বাজেয়াপ্ত হবে: জয়

এমপি প্রার্থী হলে সবার জামানত বাজেয়াপ্ত হবে: জয় আলোচিত অভিনেতা ও উপস্থাপক শাহরিয়ার নাজিম জয়। নানা ইস্যুতে কথা বলে থাকেন তিনি। এবার সংসদ নির্বাচনের বিষয়ে কথা বলেছেন তিনি। মঙ্গলবার (১২ আগস্ট) ফেসবুকে এক স্ট্যাটাসের মাধ্যমে বিষয়টি তুলে ধরেন জয়। তার দাবি, সুষ্ঠু নির্বাচন হলে নিজের এলাকা থেকে ভোটে দাঁড়িয়ে এমপি নির্বাচিত হবেন! এমনকি তার বিরোধী পক্ষের জামানতও বাজেয়াপ্ত হতে পারে। গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরকে নিয়ে প্রকাশিত একটি সংবাদের ছবি ফেসবুকে প্রকাশ করে ক্যাপশনে এসব দাবি করেন জয়। তিনি বলেন, জনগণ ক্ষমতায় দেখতে চায় আমাদের নুর ভাইকে। অবশ্যই উনি যদি ক্ষমতায় আসেন সবচেয়ে খুশি হব আমি। কারণ উনি প্রথম প্রতিবাদী ব্যক্তি, যিনি মানুষের কাছে সরল ইমেজ নিয়ে ভালোবাসার মানুষের কণ্ঠস্বর হিসেবে গ্রহণযোগ্য হয়েছেন। কিন্তু জনগণ সম্পর্কে কারো কোনো আইডিয়া নেই। আগামীবার কে যে ক্ষমতায় আসবে আল্লাহ ছাড়া কেউ জানে না। সুস্থ নির্বাচন হলে তিনি এমপি নির্বাচিত হবেন জানিয়ে জয় বলেন, সুস্থ নির্বাচন হলে শতভাগ বিএনপি ছাড়া আর কারো কোনো অস্তিত্ব থাকবে না। আবার ঠিক উল্টাটাও হতে পারে। বিএনপি যা ভাবছে তার উল্টা ঘটনা ফুটে উঠতে পারে। এবং এ কথাও বলে দিলাম- আমার এলাকায় আমি যদি এমপি প্রার্থী হই, তাহলে সব দলের সবার জামানত বাজেয়াপ্ত হবে। অবশ্যই সুষ্ঠু নির্বাচন হলে। আর ১৬ বছরের মতো নির্বাচন হলে আমার জামানত বাজেয়াপ্ত হবে। ভয় পাইয়েন না। কাউকে আন্ডারস্টিমিট কইরেন না। নিজের পরিবারের রাজনৈতিক প্রভাব প্রসঙ্গেও কথা বলেছেন জয়। তিনি বলেন, আমার দাদা ওই এলাকার তিনবারের এমপি ছিলেন মুসলিম লীগের। আমার চাচা ৯৮ শতাংশ ভোট পেয়ে উপজেলা চেয়ারম্যান ছিলেন। বর্তমানে তিনি শরীয়তপুর জেলা বিএনপির সহ-সভাপতি। আওয়ামী লীগের আব্দুর রাজ্জাকের ছেলে ভোটে দাঁড়ানোর আগে আমার দাদিকে সালাম করতেন। আব্দুর রাজ্জাকও সালাম করতেন। বিএনপির কিরণও সালাম করতেন। এই সালাম ছাড়া কেউ আগাতে পারতেন না। আমাদের অনুমতি ছাড়া ওই এলাকায় কেউ এমপি হতে পারেন না। এটাই বাস্তবতা। হাহাহাহাহাহা। জয়ের এই বক্তব্য নিয়ে সামাজিকমাধ্যমে চর্চা চলছে। আগামী নির্বাচন নিয়ে জয়ের মতো অনেকে নিজেদের মতামত ব্যক্ত করেছেন। অনেকে জয়কে জাতীয় নির্বাচনে প্রার্থী হওয়ার পরামর্শ দিয়েছেন। আবার কেউ কেউ তার কথার সমালোচনাও করেছেন।

সাদা পাথর লুট বন্ধে সরব ক্রিকেটার  রুবেল হোসেন

সাদা পাথর লুট বন্ধে সরব ক্রিকেটার  রুবেল হোসেন সিলেটের বিখ্যাত সাদা পাথর লুটের ঘটনায় হতভম্ব পুরো দেশের মানুষ। সামাজিক যোগাযোগের মাধ্যমে এ নিয়ে সমালোচনার ঝড় বয়ে যাচ্ছে। এবার বিষয়টি নিয়ে সরব হয়েছেন বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটার রুবেল হোসেন। মঙ্গলবার সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক পোস্টে তিনি লুট বন্ধ করে প্রকৃতি রক্ষার আহ্বান জানান। বাংলাদেশের জার্সিতে ১০৪ ওয়ানডে, ২৭ টেস্ট ও ২৮ টি-টোয়েন্টি খেলার অভিজ্ঞতাসম্পন্ন এই পেসার লেখেন— “সিলেটের সাদা পাথর নেই তো, হারাবে সিলেটের সৌন্দর্যের গল্প। সাদা পাথর লুটেদের থামাও। প্রকৃতি লুট নয়, প্রকৃতি রক্ষা করুন। ” গত কয়েকদিনে সাদা পাথর লুটের একাধিক ভিডিও ফেসবুকে ভাইরাল হয়েছে। জঘন্য এই কর্মকাণ্ডের বিরুদ্ধে বিভিন্ন পেশার মানুষ ও পর্যটকদের পাশাপাশি এবার সরব হলেন জাতীয় দলের এই পেসারও। স্থানীয় সূত্রে জানা গেছে, ৫ আগস্ট ছাত্র-জনতার আন্দোলনে শেখ হাসিনা সরকারের পতনের পর প্রশাসনিক শিথিলতার সুযোগে শুরু হয় পাথর লুট। কোম্পানীগঞ্জ উপজেলার ভোলাগঞ্জে অবস্থিত এই জনপ্রিয় পর্যটনকেন্দ্রে গত দুই সপ্তাহ ধরে লুটেরাদের তাণ্ডবে এলাকা লণ্ডভণ্ড হয়ে গেছে। পরিবেশবিদরা সতর্ক করে বলেছেন— এভাবে চলতে থাকলে সাদা পাথর পর্যটনকেন্দ্র বিলীন হয়ে যেতে পারে, এতে পরিবেশের মারাত্মক ক্ষতি হবে এবং সরকার হারাবে বড় অঙ্কের রাজস্ব।

প্রাথমিকের নতুন বই ছাপাতে ব্যয় ২০১ কোটি টাকা

প্রাথমিকের নতুন বই ছাপাতে ব্যয় ২০১ কোটি টাকা আগামী ২০২৬ শিক্ষাবর্ষে প্রাথমিক স্তরের প্রথম, দ্বিতীয় ও তৃতীয় শ্রেণির শিক্ষার্থীদের নতুন বই দিতে ৪ কোটি ৪ লাখ ৪২ হাজার ৪৯১ কপি পাঠ্যপুস্তক সংগ্রহ করা হবে। এসব বই মুদ্রণ (কাগজসহ), বাঁধাই ও সরবরাহে সরকারের ব্যয় হবে ২০০ কোটি ৯১ লাখ ৭৮ হাজার ৪৮০ টাকা। আজ সচিবালয়ে অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠকে এই অনুমোদন দেয়া হয়েছে। এই প্রস্তাবের অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ কমিটি। এই ৯৬টি লটে মোট ৪ কোটি ৪ লাখ ৪২ হাজার ৪৯১ কপি পাঠ্যপুস্তক রয়েছে। এই পাঠ্যপুস্তকগুলোর জন্য মোট ব্যয় হবে ২০০ কোটি ৯১ লাখ ৭৮ হাজার ৪৮০ টাকা।

দেশে ডেঙ্গুতে ১ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৩৮২

দেশে ডেঙ্গুতে ১ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৩৮২ গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও একজনের মৃত্যু হয়েছে। একই সময়ে সারাদেশে ৩৮২ ডেঙ্গুরোগী হাসপাতালে ভর্তি হয়েছে। আজ স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে পাঠানো ডেঙ্গুবিষয়ক এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, ২৪ ঘণ্টায় ৩৭০ ডেঙ্গুরোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছে। চলতি বছরে এ যাবত মোট ২৩ হাজার ৬৩৩ রোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছে। আজ পর্যন্ত মোট ডেঙ্গু আক্রান্ত হয়েছে ২৪ হাজার ৯৯৯ জন। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে একজন মারা গেছেন। চলতি বছরে এ যাবত ডেঙ্গুতে মোট ১০৩ জনের মৃত্যু হয়।