গির্জায় রোমান্স, বিপাকে পড়েছে ‘পরম সুন্দরী’
গির্জায় রোমান্স, বিপাকে পড়েছে ‘পরম সুন্দরী’ মুক্তির আগেই বিপাকে পড়েছে বলিউডের আসন্ন সিনেমা ‘পরম সুন্দরী’। জাহ্নবী কাপুর ও সিদ্ধার্থ মালহোত্রা অভিনীত সিনেমাটির গান গানগুলো ইতোমধ্যেই সাড়া ফেলেছে। তবে একটি গানের দৃশ্যের কারণে পড়তে হয়েছে বিপাকে। এই আপত্তি এসেছে খ্রিস্টান ধর্মাবলম্বীদের পক্ষ থেকে। ধর্মীয় ভাবাবেগে আঘাতের অভিযোগ তুলেছে তারা। মূলত একটি দৃশ্যে দেখা যায়, গির্জার ভেতরে প্রেমে মজেছেন জাহ্নবী ও সিদ্ধার্থ। কীভাবে ধর্মীয় স্থানে ঘনিষ্ঠ দৃশ্য দেখানো যায়, তা নিয়ে প্রশ্ন তুলেছেন তারা। খ্রিস্টান সংগঠন ‘দ্য ওয়াচডগ ফাউন্ডেশন’র পক্ষ থেকে সেন্ট্রাল বোর্ড অফ ফিল্ম সার্টিফিকেশন (সিবিএফসি)-কে একটি চিঠি পাঠানো হয়েছে। শুধু তাই নয়, মুম্বাই পুলিশ, তথ্য ও সম্প্রচার মন্ত্রনালায় ও মহারাষ্ট্র সরকারের কাছেও এই সংগঠনের পক্ষ থেকে চিঠি পাঠানো হয়েছে। এমনকি সিনেমার পরিচালককেও চিঠি পাঠিয়েছেন তারা। তাদের অনুরোধ, সিনেমা থেকে বাদ দিয়ে দিতে হবে ওই বিশেষ দৃশ্যটি। সংগঠনটি চিঠিতে জানিয়েছে, সাম্প্রতিক কালে ইচ্ছাকৃত ভাবে সিনেমাতে এমন কিছু দৃশ্য রাখা হয় যা নিয়ে বিতর্ক তৈরি হতে পারে। দর্শক টানতেই এটা হয়ে থাকে। এই প্রবণতা বন্ধ হওয়া উচিত বলে দাবি তাদের। বাকস্বাধীনতা এবং ধর্মীয় ভাবাবেগে আঘাত- এই দুইয়ের মধ্যে সামঞ্জস্য বজায় রাখার কথাও বলেছেন তারা। চিঠিতে বলা হয়েছে, গির্জা একটি পবিত্র স্থান। এখানে প্রার্থনা করা হয় ঈশ্বরের কাছে। গির্জার মধ্যে এমন অনভিপ্রেত দৃশ্য দেখানো যায় না। এই ধরনের দৃশ্য শুধু ধর্মীয় ও আধ্যাত্মিক ভাবাবেগেই আঘাত করে এমন নয়। সমগ্র ক্যাথলিক গোষ্ঠীকে আঘাত করেছে। বলে রাখা যায়, ম্যাডডক ফিল্মস প্রযোজিত ‘পরম সুন্দরী’ সিনেমাটি নির্মাণ করেছেন তুষার জালোটা। এটি বড়পর্দায় মুক্তি পেতে চলেছে আগামী ২৯ আগস্ট। রোমান্টিক ঘরনার সিনেমাটিতে সিদ্ধার্থ মালহোত্রা ও জাহ্নবী কাপুর ছাড়াও অভিনয় করেছেন অভিষেক বচ্চন, অক্ষয় খন্না, সঞ্জয় কাপুর, রাজীব খান্ডেলওয়াল প্রমুখ।
নির্লজ্জ দাবি ‘দ্য কেরালা স্টোরি’ অভিনেত্রীর

নির্লজ্জ দাবি ‘দ্য কেরালা স্টোরি’ অভিনেত্রীর ভারতের জাতীয় মঞ্চে সম্মানিত হয়েছে বিতর্কিত সিনেমা ‘দ্য কেরালা স্টোরি’। সিনেমাটি আদৌ এই সম্মানের যোগ্য কি না, তা নিয়ে প্রশ্ন উঠছে। সিনেমার বিরুদ্ধে রয়েছে মিথ্যাচারেরও অভিযোগ। কটাক্ষের শিকার হন এর অভিনেত্রী অদা শর্মাও। যা শুনে নিজেকে ‘নির্লজ্জ’ বলে দাবি করলেন এই অভিনেত্রী। ‘দ্য কেরালা স্টোরি’-র প্রভাবে ভুল তথ্য ছড়িয়েছে, এমন দাবি করেছেন অনেকেই। সম্প্রতি এক সাক্ষাৎকারে অদা বলেন, আমার নির্লজ্জ হতে কোনও অসুবিধা নেই। যারা এই সিনেমাটাকে নির্লজ্জ বলে দাবি করছেন, তাদের আসলে খুব গায়ে লেগেছে। আর সিনেমাতে মিথ্যাচার করা হলে, ওদের গায়ে লাগত না। অদার বক্তব্য, তিনি কোনও ভাবেই সন্ত্রাসবাদকে সমর্থন করতে পারবেন না। প্রত্যেকেরই ভিন্ন মতামত থাকতে পারে। তাই নিজের মতামত নিয়ে কোনও আক্ষেপ নেই বলেও তিনি জানান। ‘দ্য কেরালা স্টোরি’ তৈরির আগে ২৫ জন মহিলার সঙ্গে দেখা করেছিলেন অদা। তাদের থেকে ভয়ঙ্কর কিছু অভিজ্ঞতার কথা জানতে পেরেছিলেন তিনি। সেই ঘটনাগুলোই সিনেমাতে তুলে ধরা হয়েছে বলে দাবি তার। তাই এই সিনেমা তৈরি না হলেই বরং তিনি লজ্জিত বোধ করতেন। অভিনেত্রীর কথায়, ‘আমাদের দায়িত্ব এই ঘটনাগুলো সিনেমার মাধ্যমে তুলে ধরা। ’ সিনেমাটির পেছনে বিশেষ রাজনৈতিক দলের উদ্দেশ্য রয়েছে বলেও অভিযোগ উঠেছে। কিন্তু সেই দাবি মানতে নারাজ অদা। সিনেমাতেও তাই কোনও রাজনৈতিক দল বা রাজনীতিবিদের নাম উল্লেখ করা হয়নি। গল্পে শুধু এমন কিছু মহিলার কথা তুলে ধরা হয়েছে, যাদের মগজ ধোলাই করে পাচার করা হয়েছে। তাই অদার স্বীকারোক্তি, আমি এই মহিলাদের পাশে আছি। তাতে যদি মনে হয় রাজনৈতিক উদ্দেশ্য রয়েছে। তা মনে হলে হোক।
ফিট ও তারুণ্যের রহস্য জানালেন শাহরুখ খান

ফিট ও তারুণ্যের রহস্য জানালেন শাহরুখ খান আর কয়েক মাস পরেই ৬০ বছর পূর্ণ করবেন অভিনেতা শাহরুখ খান। তবে তাকে দেখে তা বোঝার উপায় নেই, তিনি এখনও ‘জওয়ান’। শুধু বড় পর্দাতেই নয়, বাস্তবেও বাদশার চেহারায় তারুণ্যের ছোঁয়া স্পষ্ট। কীভাবে এত সুস্থ সবল তিনি? কী এমন খাওয়াদাওয়া করেন তিনি? তা নিয়ে প্রশ্ন ওঠে প্রায়ই। শাহরুখ কাজে ডুবে থাকতে ভালবাসেন। তার পাশাপাশি সারা দিন পড়াশোনা করেন। ঘুমোতে যান প্রায় ভোর পাঁচটা নাগাদ। ঘুম থেকে উঠে পড়েন ৯টায়। কীভাবে এতটা সুস্থ থাকেন তিনি? পুরনো এক সাক্ষাৎকারে শাহরুখ জানিয়েছিলেন, তিনি কোন খাবার সবচেয়ে বেশি খান? অভিনেতা বলেছিলেন, “আমি গ্রিলড চিকেন খেতে খুব ভালবাসি। একেবারে নিরেট মাংস আর তার সঙ্গে ডিমের সাদা অংশ খাই।” এর পরেই তাকে প্রশ্ন করা হয়েছিল, এমন মেদহীন চেহারার জন্য আলাদা করে কী খান? হাসতে হাসতে শাহরুখ বলেছিলেন, ‘কিছুই না’। তারকা জানান, তিনি খুব মেপেই খাবার খান। সাদা রুটি, সাদা ভাত, মিষ্টি ত্যাগ করেছেন তিনি। বাড়ির খাবারের উপরেই ভরসা করেন তারকা। শুটিং থাকলেও বাড়ি থেকে নিয়ে যান খাবার। তবে শাহরুখ মাছ ও মুরগির মাংসের ভক্ত। তার সঙ্গে তাঁর রোজের খাবারে থাকে অঙ্কুরিত ছোলা। মাঝে মধ্যে সুস্বাদু খাবার খান শাহরুখ। অভিনেতা বলেন, “তন্দুরি চিকেনের সঙ্গে তন্দুরি রুটি আমার খুবই ভাল লাগে। তন্দুরি চিকেনের নেশা আছে আমার। বছরে ৩৬৫ দিন আমি এই চিকেন তন্দুরি খেয়ে কাটিয়ে দিতে পারি। আর মাঝে মধ্যে পাঁঠার মাংস খাই।”
উইজডেনের শতাব্দীর সেরা ১৫ টেস্ট সিরিজের দু’টিতে টাইগাররা

উইজডেনের শতাব্দীর সেরা ১৫ টেস্ট সিরিজের দু’টিতে টাইগাররা একবিংশ শতাব্দীর সেরা ১৫টি টেস্ট সিরিজের তালিকা প্রকাশ করেছে ‘ক্রিকেটের বাইবেল’খ্যাত মর্যাদাপূর্ণ ম্যাগাজিন উইজডেন। যেখানে জায়গা করে নিয়েছে বাংলাদেশের দু’টি ভিন্ন স্বাদের স্মৃতি-একটি জয়ে ভরপুর এবং আরেকটি তিক্ত হারের। উইজডেনের একবিংশ শতাব্দীর সেরা টেস্ট সিরিজের তালিকায় ১৫ নম্বরে রয়েছে ২০১৬ সালের বাংলাদেশ-ইংল্যান্ড সিরিজ। এছাড়া ২০২১ সালে কোভিড-পরবর্তী সময়ে বাংলাদেশের মাটিতে হওয়া ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজটি তালিকার ৭ম স্থানে রয়েছে। দুই ম্যাচের এই সিরিজেই অভিষেক হয়েছিল তরুণ স্পিনার মেহেদী হাসান মিরাজের। চট্টগ্রামে প্রথম টেস্টে সাব্বির রহমানের সাহসী ব্যাটিংয়ের পরও জয় হাতছাড়া হয় টাইগারদের। তবে মিরপুরে দ্বিতীয় টেস্টে মিরাজের ঘূর্ণিতে ইতিহাস রচনা হয়। ২৭৩ রানের লক্ষ্য তাড়া করতে নেমে বিনা উইকেটে ১০০ থেকে ১৬৪ রানে অলআউট হয়ে যায় ইংল্যান্ড। মিরাজ একাই নেন ৬ উইকেট, বাকি চারটি ভাগ করে নেন সাকিব আল হাসান, নিশ্চিত হয় ১০৮ রানের ঐতিহাসিক জয়। আরও উঁচুতে, ৭ম স্থানে জায়গা পেয়েছে ২০২১ সালে ওয়েস্ট ইন্ডিজের বাংলাদেশ সফর। কোভিড পরবর্তী সময়ে অনেকে ভেবেছিল দুর্বল স্কোয়াড নিয়ে আসা ক্যারিবিয়ানদের পক্ষে জয় সম্ভব নয়। কিন্তু চট্টগ্রাম টেস্টে কাইল মেয়ার্সের অবিশ্বাস্য ২১০ রানের অপরাজিত ইনিংসে ৩ উইকেটে জয় পায় ওয়েস্ট ইন্ডিজ। মিরপুরে দ্বিতীয় টেস্টেও প্রতিদ্বন্দ্বিতা জমে ওঠে, তবে শেষ হাসি হাসে অতিথিরা, ২-০ ব্যবধানে সিরিজ নিজেদের করে নেয়। তালিকার অন্য উল্লেখযোগ্য সিরিজের মধ্যে রয়েছে সর্বশেষ অ্যান্ডারসন-টেন্ডুলকার ট্রফি, যেখানে ইংল্যান্ড ও ভারতের পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ ২-২ ব্যবধানে ড্র হয়, এটি আছে ৫ নম্বরে। চতুর্থ স্থানে রয়েছে ২০২৩ সালের অ্যাশেজ, যা ইংল্যান্ড ও অস্ট্রেলিয়ার মধ্যে একই ব্যবধানে ড্র হয়েছিল। সবশেষে, একুশ শতকের সেরা টেস্ট সিরিজ হিসেবে স্বীকৃতি পেয়েছে ২০২০-২১ মৌসুমে ভারতের অস্ট্রেলিয়া সফর। প্রথম টেস্টে মাত্র ৩৬ রানে গুটিয়ে যাওয়ার পরও ভারত ২-১ ব্যবধানে সিরিজ জয় করে। উইজডেনের মতে, এটি প্রত্যাবর্তনের সবচেয়ে সুন্দর গল্প।
খাইবার পাখতুনখোয়া বৃষ্টির কারণে সৃষ্ট বন্যায় ৬০ জন নিহত

খাইবার পাখতুনখোয়া বৃষ্টির কারণে সৃষ্ট বন্যায় ৬০ জন নিহত পাকিস্তানের খাইবার পাখতুনখোয়ার বিভিন্ন জেলায় বৃষ্টিপাতজনিত ঘটনায় কমপক্ষে ৬০ জন নিহত এবং ১৪ জন আহত হয়েছেন। শুক্রবার প্রাদেশিক দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ (পিডিএমএ) এ তথ্য জানিয়েছে। জুনের শেষের দিক থেকে পাকিস্তানে মৌসুমি বৃষ্টিপাত- বিশেষ করে খাইবার পাখতুনখোয়া এবং উত্তরাঞ্চলে – ভয়াবহ বন্যা, ভূমিধস ও বাস্তুচ্যুতির ঘটনা ঘটেছে। জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ (এনডিএমএ) থেকে আপডেট করা দৈনিক তথ্য অনুসারে, ২৬ জুন থেকে পাকিস্তানের বেশ কয়েকটি অংশে আকস্মিক বন্যা ও মুষলধারে বৃষ্টিপাতের ফলে ১৪২ জন শিশু সহ কমপক্ষে ৩২৫ জন মারা গেছেন। এছাড়া ৭৪৩ জন আহত হয়েছেন। ডন ডটকম প্রকাশিত পিডিএমএর দৈনিক পরিস্থিতি প্রতিবেদন অনুসারে, সাম্প্রতিক আকস্মিক বন্যায় বাজাউর সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত জেলা ছিল, যেখানে ১৮ জন মারা গেছেন এবং আটজন আহত হয়েছেন। বটগ্রামে ১৫ জন প্রাণ হারিয়েছেন; মানশেরাতে ১৪ জন, লোয়ার দিরে পাঁচজন নিহত এবং চারজন আহত হয়েছেন; সোয়াতের চারজনের মৃত্যুর খবর পাওয়া গেছে; শাংলায় একজন নিহত এবং দুজন আহত হয়েছেন। রেসকিউ ১১২২ এর মুখপাত্র বিলাল আহমেদ ফৈজি ডন ডটকমকে বলেন, “আজ সকালে বাজাউরে, সালারজাই তহসিলের জাবররাই গ্রামে মেঘ ভাঙনের (ভারী বৃষ্টিপাত) কারণে আকস্মিক বন্যায় বেশ কয়েকজন আহত হওয়ার খবর পাওয়া গেছে। রেসকিউ ১১২২ এর কর্মীরা, বাসিন্দাদের সহযোগিতায়, এখন পর্যন্ত ১৬ জনের মৃতদেহ উদ্ধার করেছে এবং ধ্বংসস্তূপ ও বৃষ্টির পানি থেকে তিনজন আহতকে উদ্ধার করেছে।”
ইচ্ছা ছিলো না জিৎ যেভাবে সিনেমায় এলেন

ইচ্ছা ছিলো না জিৎ যেভাবে সিনেমায় এলেন ‘‘সিনেমায় আসার কোনো ইচ্ছা ছিলো না। বিল্ডিং ম্যাটারিয়ালস সাপ্লাইয়ে কাজ করতাম। আমার ছোট-খাটো একটা ব্যবসাও ছিলো। আর টুক-টাক মডেলিং করেছিলাম। এই করতে করতে বন্ধুরা ইন্সপায়ার করলো। ওরা বললো, বম্বে চলে যাও। এরপর বম্বে গেলাম । কিছু কমার্শিয়াল অ্যাড, মিউজিক ভিডিও করলাম। এরপর টলিউডে ‘সাথী’ হলো। তারপরে সব বদলে গেলো। তার মাঝখানে বন্ধুদের সামনে ছোট-খাটো মিমিক্রি করতে থাকতাম। কখনও রাজেশ খান্নার মতো ডান্স করতাম, আবার কখনও অমিতাভ বচ্চনের কণ্ঠ নকল করতাম। এখন যখন ভাবি তখন রিলেট করতে পারি, ওই কারণগুলো ছিলো বলেই আজ আমি সিনেমায়। এছাড়া সম্ভব হতো না।’’ – কথাগুলো বলছিলেন টলিউডের জনপ্রিয় অভিনেতা জিৎ। রচনা ব্যানার্জির উপস্থাপনায় ‘দিদি নম্বর ওয়ান’ অনুষ্ঠানে এসে এই স্বীকারোক্তি দেন জিৎ। সম্প্রতি জিৎ যুক্ত হয়েছেন জীবনীভিত্তিক সিনেমা ‘কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত’ সিনেমায়। ভারতীয় গণমাধ্যমের তথ্য, ‘‘চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠনের অন্যতম নায়ক অনন্ত সিংহ। তার জীবনী অবলম্বনে সিনেমা পরিচালনা করছেন পথিকৃৎ বসু। সিনেমার নাম ‘কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত’। নতুন এই সিনেমায় অভিনয় করবেন জিৎ।
প্রযুক্তিবিদদের আকৃষ্ট করতে নতুন ভিসা চালু চীনে

প্রযুক্তিবিদদের আকৃষ্ট করতে নতুন ভিসা চালু চীনে তরুণ বৈজ্ঞানিক ও প্রতিভাবান প্রযুক্তিবিদদের আকৃষ্ট করতে নতুন ভিসা চালু করতে যাচ্ছে চীন। স্টেট কাউন্সিলের সিদ্ধান্তের পর চীনের প্রধানমন্ত্রী লি ছিয়াং বিদেশিদের প্রবেশ ও প্রস্থানের বিষয়ে তার দেশের নিয়ন্ত্রণ সংশোধনের জন্য একটি ডিক্রিতে স্বাক্ষর করেছেন। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, চীন তার সাধারণ ভিসা বিভাগগুলোতে ‘কে ভিসা’ যোগ করবে। বিশেষ করে, যোগ্য তরুণ বিজ্ঞানী এবং প্রযুক্তি পেশাদারদের জন্য তৈরি করা হয়েছে এ ভিসা। এর জন্য আবেদনকারীদের অবশ্যই চীনা কর্তৃপক্ষের নির্ধারিত শর্ত, যোগ্যতা ও মানদণ্ড পূরণ করতে হবে এবং প্রয়োজনীয় কাগজপত্র জমা দিতে হবে। নতুন এ নিয়ম আগামী ১ অক্টোবর থেকে কার্যকর হবে। এর মাধ্যমে চীন বিদেশি প্রতিভাদের আকৃষ্ট করে নিজেদের প্রযুক্তিগত ও বৈজ্ঞানিক অগ্রগতি আরো দ্রুত করতে চাচ্ছে।
দেশে ডেঙ্গুতে মৃত্যু নেই, হাসপাতালে ভর্তি ১৩৪

দেশে ডেঙ্গুতে মৃত্যু নেই, হাসপাতালে ভর্তি ১৩৪ দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মৃত্যু নেই। তবে একই সময়ে ১৩৪ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। আজ স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে পাঠানো ডেঙ্গুবিষয়ক এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। চলতি বছরে এ পর্যন্ত ডেঙ্গুতে ১০৪ জন মারা গেছেন। বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর মধ্যে বরিশাল বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৩২ জন, চট্টগ্রাম বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ১৭ জন, ঢাকা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ২০ জন, ঢাকা উত্তর সিটি করপোরেশনে ১৪ জন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ২৪ জন, খুলনা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ১৪ জন, ময়মনসিংহ বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) চারজন ও রাজশাহী বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) নয়জন রয়েছেন। গত ২৪ ঘণ্টায় কোনো ডেঙ্গুরোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পায়নি। চলতি বছরের এ যাবত ২৪ হাজার ২০০ ডেঙ্গুরোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। চলতি বছরের ১৫ আগস্ট পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়েছে ২৫ হাজার ৭১০ জন।
দেশের সব আদালত প্রাঙ্গণে আগ্নেয়াস্ত্র বহনে নিষেধাজ্ঞা

দেশের সব আদালত প্রাঙ্গণে আগ্নেয়াস্ত্র বহনে নিষেধাজ্ঞা নিরাপত্তার স্বার্থে সুপ্রিম কোর্ট প্রাঙ্গণ, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালসহ দেশের সব অধস্তন আদালত ও ট্রাইব্যুনাল চত্বরে আগ্নেয়াস্ত্র, বিস্ফোরক দ্রব্য ও মাদকদ্রব্যসহ অবৈধ বস্তু বহনে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। এবিষয়ে গতকাল সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল আজিজ আহমেদ ভূঞার সই করা বিজ্ঞপ্তিতে বলা হয়, সুপ্রিম কোর্ট দেশের বিচার অঙ্গনের সর্বোচ্চ স্থান এবং গুরুত্বপূর্ণ স্থাপনা হিসেবে বিবেচিত। প্রধান বিচারপতি ও সুপ্রিম কোর্টের উভয় বিভাগের বিচারপতিরা সুপ্রিম কোর্টে বিচারকার্য পরিচালনা করে থাকেন। ফলে বাংলাদেশের প্রধান বিচারপতি, সুপ্রিম কোর্টের উভয় বিভাগের বিচারপতি, মামলা পরিচালনায় নিযুক্ত আইনজীবীসহ গুরুত্বপূর্ণ স্থাপনা হিসেবে সুপ্রিম কোর্টের নিরাপত্তা নিশ্চিতকরণ জরুরি।
ঢাকায় আসছেন পাকিস্তানের বাণিজ্যমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী

ঢাকায় আসছেন পাকিস্তানের বাণিজ্যমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী দুই দিনের ব্যবধানে ঢাকা সফরে আসছেন পাকিস্তানের বাণিজ্যমন্ত্রী জাম কামাল খান এবং উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার। এছাড়া, পাকিস্তানের অর্থমন্ত্রীর ঢাকা সফর নিয়েও চলছে আলোচনা। পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, ৪ দিনের সফরে আগামী ২১ আগস্ট পাকিস্তানের বাণিজ্যমন্ত্রী জাম কামাল খান ঢাকায় আসার কথা রয়েছে। এই সফরে দুই দেশের মধ্যে বাণিজ্য বাড়ানোর বিষয়ে আলোচনা প্রাধান্য পাবে। অন্যদিকে, আগস্টের তৃতীয় সপ্তাহে দ্বিপক্ষীয় সফরে ঢাকায় আসছেন পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার। তিনি আগামী ২৩ ও ২৪ আগস্ট ঢাকা সফর করার কথা রয়েছে।