বাংলাদেশে ভেদাভেদ না, সবার অধিকার সমান: সেনাপ্রধান

বাংলাদেশে ভেদাভেদ না, সবার অধিকার সমান: সেনাপ্রধান সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান বলেছেন, বাংলাদেশে সবার অধিকার সমান। এই দেশে ধর্ম ও বর্ণের কোনো ভেদাভেদ থাকবে না। সবাই সম্প্রীতি ও সৌহার্দ্য বজায় রেখে চলছি, ভবিষ্যতেও চলব। আজ বিকেলে ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে জন্মাষ্টমীর শোভাযাত্রা উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। বাংলাদেশ একটি সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ উল্লেখ করে সেনাপ্রধান বলেন, এই দেশে শত শত বছর ধরে হিন্দু-মুসলমান-বৌদ্ধ-খ্রিস্টান, পাহাড়ি বাঙালি, উপজাতি-সবাই মিলে আমরা অত্যন্ত শান্তিতে সম্প্রীতির সঙ্গে বসবাস করে যাচ্ছি।
নির্বাচনে বিদেশি পর্যবেক্ষকদের দিতে হবে ১৪ তথ্য

নির্বাচনে বিদেশি পর্যবেক্ষকদের দিতে হবে ১৪ তথ্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আন্তর্জাতিক নির্বাচন পর্যবেক্ষক ও গণমাধ্যমকর্মীদের একটি নির্দিষ্ট ফরমে আবেদন করতে হবে। এতে দিতে হবে ১৪ ধরনের তথ্য। ইসি কর্মকর্তারা জানিয়েছেন, সম্প্রতি বিদেশি সাংবাদিক ও পর্যবেক্ষকদের জন্য নতুন নীতিমালা জারি করা হয়েছে। এখন থেকেই বিদেশিরা আবেদন করতে পারবেন। নীতিমালা অনুযায়ী নির্বাচন কমিশন নির্ধারিত ফরমে আবেদন করতে ১৪ ধরনের তথ্য দিতে হবে। আবেদনকারীর অবশ্যই নিজের নাম, জন্ম তারিখ, সংস্থা বা দেশের নাম, পেশা, অভিজ্ঞতা থাকলে দেশ ও বিদেশের অভিজ্ঞতা, পাসপোর্ট নম্বর, পাসপোর্টের মেয়াদ, জাতীয়তা, বাংলাদেশে অবস্থানকালীন ঠিকানা, ইমেইল, ফোন নম্বর, আবেদন তারিখ ও স্বাক্ষর দিতে হবে। এ ছাড়া আবেদনের সঙ্গে সদ্য তোলা একটি ছবি, মেয়াদ থাকা পাসপোর্টের কপি ও সিভি সংযুক্ত করতে হবে। এরই মধ্যে আন্তর্জাতিক পর্যবেক্ষক সংস্থা আনফ্রেল ও ইউরোপীয় ইউনিয়ন ভোট পর্যবেক্ষণের আগ্রহ প্রকাশ করেছে।
বিমানবন্দরে ৯৮ বাংলাদেশিকে আটকালো মালয়েশিয়া

বিমানবন্দরে ৯৮ বাংলাদেশিকে আটকালো মালয়েশিয়া মালয়েশিয়ার কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দরে ৯৮ বাংলাদেশিকে আটকে দেওয়া হয়েছে। উড়োজাহাজে ঢাকা থেকে কুয়ালালামপুর গেলেও দেশটিতে প্রবেশের অনুমতি পাননি তারা। গতকাল এক প্রতিবেদনে এ তথ্য জানিয়ে মালয়েশীয় বার্তাসংস্থা বার্নামায় বলা হয়, মালয়েশিয়ার সীমান্ত নিয়ন্ত্রণ এবং সুরক্ষা সংস্থা একেপিএস বিমানবন্দরের প্রথম টার্মিনালে রাত ১টা থেকে সকাল ৭টা ৩০ মিনিট পর্যন্ত অভিযান চালায়। এ সময় সংস্থাটির কর্মকর্তারা ১৮১ জনের কাগজপত্র পরীক্ষা-নিরীক্ষা করেন। যার মধ্যে ৯৮ বাংলাদেশি মালয়েশিয়ায় প্রবেশের প্রয়োজনীয় ডকুমেন্টস দেখাতে পারেননি। পরে তাদের ‘নো টু ল্যান্ড’ নোটিশ দেওয়া হয়। দিনের বেলা যেহেতু কঠোর পরীক্ষা-নিরীক্ষা করা হয়, সেটি এড়াতে খুব সম্ভবত তারা ভোরে আসেন।
আগামী সোমবার ওয়াশিংটনে ট্রাম্প-জেলেনস্কি বৈঠক

আগামী সোমবার ওয়াশিংটনে ট্রাম্প-জেলেনস্কি বৈঠক ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি আগামী সোমবার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠকের জন্য ওয়াশিংটন যাচ্ছেন। আজ সকালে এক বার্তায় জেলেনস্কি এ তথ্য নিশ্চিত করে বলেন, সোমবার প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে যুদ্ধ শেষ করার সব খুঁটিনাটি আলোচনা করার পরিকল্পনা করছি। আমন্ত্রণের জন্য কৃতজ্ঞ। জেলেনস্কি জানান, এর আগে ট্রাম্পের সঙ্গে তার এক ঘণ্টারও বেশি সময় ধরে দীর্ঘ ও ফলপ্রসূ আলোচনা হয়েছে। প্রথমে দুই প্রেসিডেন্ট একান্তে বৈঠক করেন, পরে ইউরোপীয় নেতাদের অংশগ্রহণে যৌথ বৈঠক হয়। ইউক্রেনের প্রেসিডেন্ট বলেন, প্রতিটি ধাপে ইউরোপীয় নেতাদের উপস্থিতি চাই, যাতে আমেরিকার পাশাপাশি ইউরোপও একসঙ্গে নির্ভরযোগ্য নিরাপত্তা নিশ্চয়তা দিতে পারে।
বার্সার শিরোপা রক্ষার মিশন শুরু আজ রাতে

বার্সার শিরোপা রক্ষার মিশন শুরু আজ রাতে প্রাক মৌসুম প্রস্তুতিটা ভালোই হয়েছে বার্সেলোনার। প্রীতি ম্যাচে প্রতিপক্ষগুলোকে গোলের মালাই পরিয়েছেন হ্যান্সি ফ্লিকের শিষ্যরা। এশিয়া সফরে ৩ ম্যাচে করেছিল তারা ১৫ গোল। এরপর জোয়ান গাম্ফার ট্রফিতে কোমোর জালেও কাতালানরা বল পাঠিয়েছিল ৫ বার। গোল উৎসবের প্রতিশ্রুতি রেখে লা লিগার শিরোপা ধরে রাখার মিশনে নামছে বার্সা। আজ রাতে কাতালানরা খেলতে যাবে মায়োর্কায়। কাতালানদের শিরোপা ধরে রাখার স্বপ্নে এবারও হ্যান্সি ফ্লিকের তরুপের তাস হতে পারেন আঠারো বছরের তরুণ লামিন ইয়ামাল। অবশ্য আক্রমণভাবে রাফিনিয়া, রবার্ত লেভানদোস্কি এবং পেদ্রিদের সঙ্গে এবার যোগ হচ্ছেন মার্কাস রাশফোর্ডও। কিন্তু লা লিগার বেতন কাঠামোর মারপ্যাঁচে পড়ে এবারও নতুন খেলোয়াড় নিবন্ধন করা নিয়ে ঝামেলা পোহাতে হচ্ছে বার্সাকে।
বিজিবির অভিযানে মোটর সাইকেল ও ফেনসিডিল জব্দ, আটক ১

বিজিবির অভিযানে মোটর সাইকেল ও ফেনসিডিল জব্দ, আটক ১ চাঁপাইনবাবগঞ্জে গতকাল শুক্রবার বিকেলে অভিযান চালিয়ে পাঁচটি মোটর সাইকেল ও ফেনসিডিলসহ একজনকে আটক করেছে ৫৩ বিজিবি। আটক হওয়া যুবক জেলার সদর উপজেলার রামচন্দ্রপুর গ্রামের ফজলুর রহমানের ছেলে সাজিদ আহম্মেদ টুটুল (৩০)। চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়নের (৫৩ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল ফাহাদ মাহমুদ রিংকু জানান, শুক্রবার বিকেলে সাড়ে ৪টায় বাখেরআলী বিওপির টহলদল আলীমনগর ঘাট হতে ৭ কিলোমিটার পূর্ব দিকে ৪নং বেড়িবাঁধ এলাকায় টহল পরিচালনা করছিল। এ সময় গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে আম বাগানের মধ্যে মাদক সেবন করা হচ্ছে। ঘটনাস্থলে বিজিবির টহলদল উপস্থিতি হলে ৫টি মোটরসাইকেলের আরোহীরা মোটরসাইকেল ফেলে পালানোর চেষ্টা করে। তবে তাদের ১ জনকে সাজিদ আহম্মেদ টুটুল আটক করতে সক্ষম হয়। তার কাছ থেকে ১৫২ বোতল ভারতীয় ফেনসিডিল ও আটককৃত ব্যক্তির সহযোগিদের ফেলে যাওয়া ৫টি মোটরসাইকেল এবং ভারতীয় রুপি, বাংলাদেশী নগদ ৪৫ হাজার ৩৩০ টাকা, ২টি মোবাইল ফোন জব্দ করা হয়। পরবর্তীতে পালিয়ে যাওয়া ব্যক্তিরা এলাকার লোকজনকে সাথে নিয়ে বিজিবির টহল দলের ওপর মব সৃষ্টি করার চেষ্টা করে। এপ্রেক্ষিতে বিওপি হতে কোম্পানী কমান্ডারের নেতৃত্বে অতিরিক্ত টহলদল ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য জব্দকৃত মালামাল, ফেনসিডিল ও মোটরসাইকেলসহ চাঁপাইনবাবগঞ্জ সদর থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
সোনামসজিদ স্থলবন্দর দিয়ে এসেছে ১০০ টন পেঁয়াজ

সোনামসজিদ স্থলবন্দর দিয়ে এসেছে ১০০ টন পেঁয়াজ শিবগঞ্জ উপজেলার সোনামসজিদ স্থলবন্দর দিয়ে ভারত থেকে প্রায় ৮ মাস পরে পেঁয়াজ আমদানি শুরু হয়েছে। গতকাল বিকেলে ভারত থেকে চারটি গাড়িতে ১০০ মেট্রিক টন পেঁয়াজ বন্দরে প্রবেশ করেছে। বিষয়টি নিশ্চিত করে পানামা সোনামসজিদ পোর্ট লিংক লিমিডেটের ম্যানেজার মাইনুল ইসলাম জানান, দীর্ঘ ৫ মাস বন্ধ থাকার পর গতকাল ভারত থেকে ১০০ মেট্রিক টন পেঁয়াজ নিয়ে চারটি গাড়ি বাংলাদেশের সোনামসজিদ স্থল বন্দরে প্রবেশ করে। তিনি বলেন, দীর্ঘদিন বন্ধ থাকার পরে আবারো সোনামসজিদ স্থলবন্দরে পেঁয়াজ আমদানি শুরু হওয়ায় দেশের বাজারে পেঁয়াজের সরবরাহ বাড়বে আর বাজাও নিয়ন্ত্রণে থাকবে। তিনি বলেন-আজ এবং আগামীকাল সাপ্তাহিক ছুটির কারণে আমদানি বন্ধ রয়েছে। তবে রবিবার থেকে আবারও শুরু হবে। এদিকে সোনামসজিদ স্থলবন্দর উদ্ভিব সংগো নিরোধ কেন্দ্রের উপপরিচালক সমীর চন্দ্র ঘোষ জানান, গত ৩১ মার্চ থেকে ভারত থেকে আমদানি বন্ধ থাকার পর গতকাল ৪ গাড়িতে মোট ১০০ মেট্রিক টন পেঁয়াজ সোনামসজিদ স্থলবন্দরে প্রবেশ করেছে। ১৩ জন ব্যবসায়ির মোট ৪৭০ মেট্টিক টন পেঁয়াজ আমদানি হবে। ব্যবসায়িরা জানান, গত ৫ মাস আগে ভারত সরকার বাংলাদেশের সোনামসজিদ স্থলবন্দর দিয়ে পেঁয়াজ রপ্তানি বন্ধ করে দেয়। ফলে গত ৫ মাস বন্ধ থাকে পেঁয়াজ আমদানি। তবে আবার পেঁয়াজ আমদানি শুরু হওয়ায় পেঁয়াজের দাম কিছুটা কমে আসবে। এদিকে চাঁপাইনবাবগঞ্জ জেলা শহরের নিউ মার্কেট মুদিবাজারের আব্দুর রহমান বাবু জানান, আজ প্রতি কেজি পেঁয়াজ বিক্রি হয়েছে ৭৫ টাকায়।
চাঁপাইনবাবগঞ্জে কমেছে পদ্মায়, বৃদ্ধি অব্যাহত মহানন্দা ও পুনর্ভবায়

চাঁপাইনবাবগঞ্জে কমেছে পদ্মায়, বৃদ্ধি অব্যাহত মহানন্দা ও পুনর্ভবায় চাঁপাইনবাবগঞ্জ জেলার ওপর দিয়ে প্রবাহিত পদ্মা নদীর পানি গত ২৪ ঘণ্টায় এক সেন্টিমিটার কমলেও মহানন্দা ও পুনর্ভবা নদীর পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। আজ সকাল ৯টায় পদ্মা নদীর পানি পাঁকা পয়েন্টে বিপৎসীমার ৩৩ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছিল। এদিকে পদ্মায় পানি বৃদ্ধির কারণে চরাঞ্চলের প্রায় ২ হাজার হেক্টর জমির ফসল নিমজ্জিত হয়ে পড়েছে। শিবগঞ্জ ও সদর উপজেলার চরাঞ্চলে পানিবন্দি হয়েছেন হাজার হাজার পরিবার। চরাঞ্চলের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোয় পাঠদান বন্ধ হয়ে গেছে। গবাদিপশু নিয়ে বিপাকে পড়েছেন গ্রামবাসী। এ অবস্থায় মানবেতর জীবন যাপন করছেন চরাঞ্চলের মানুষ। অধিকাংশ টিউবওয়েল পানিতে তলিয়ে যাওয়ায় খাবার পানির সংকট দেখা দিয়েছে। আজ চাঁপাইনবাবগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের পানির সমতল বিষয়ক প্রতিদিনের প্রতিবেদনে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় পদ্মা নদীর পাঁকা পয়েন্টে বৃহস্পতিবার সকাল ৯টা পর্যন্ত পানির সমতল ছিল ২১.৭৩ মিটার; যা আজ সকাল ৯টা পর্যন্ত ২৪ ঘণ্টায় ১ সেন্টিমিটার কমে সমতল দাঁড়িয়েছে ২১.৭২ মিটার। অন্যদিকে গত বৃহস্পতিবার সকাল ৯টা পর্যন্ত মহানন্দা নদীর খালঘাট পয়েন্টে পানির সমতল ছিল ১৯.৭৭ মিটার; যা ২৪ ঘণ্টায় বৃদ্ধি পেয়ে শুক্রবার সকাল ৯টা পর্যন্ত পানির সমতল দাঁড়িয়েছে ১৯.৭৯ মিটার। এনদীর পানি বেড়েছে ২ সেন্টিমিটার। অপরদিকে পুনর্ভবা নদীর রহনপুর পয়েন্টে গত বৃহস্পতিবার সকাল ৯টা পর্যন্ত পানির সমতল ছিল ১৯.৯৪ মিটার; যা শুক্রবার সকাল ৯টা পর্যন্ত ৭ সেন্টিমিটার বৃদ্ধি পেয়ে সমতল দাঁড়িয়েছে ২০.০১ মিটার। পদ্মা নদীর বিপৎসীমা হচ্ছে ২২.০৫, মহানন্দার ২০.৫৫ ও পুনর্ভবার ২১.৫৫ মিটার।
মাদক মামলার সাজাপ্রাপ্ত এক আসামি গ্রেপ্তার

মাদক মামলার সাজাপ্রাপ্ত এক আসামি গ্রেপ্তার চাঁপাইনবাবগঞ্জে মাদক মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি টিয়া মিয়া নামে একজনকে গ্রেপ্তার করেছে র্যাব। গ্রেপ্তার টিয়া মিয়া সদর উপজেলার কৃষ্ণগোবিন্দপুর পাঠানপাড়ার মৃত বাবলুর রহমানের ছেলে। গতকাল রাতে র্যাব-৫, চাঁপাইনবাবগঞ্জের একটি দল মহরাজপুর মেলার মোড় এলাকা হতে তাকে গ্রেপ্তার করে। এক সংবাদ বিজ্ঞপ্তিতে র্যাব আরো জানায়, ধৃত টিয়া মিয়ার বিরুদ্ধে ২০১৮ সালে চাঁপাইনবাবগঞ্জ সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ১৯৯০ এর ১৯(১) এর ৯(ক) ধারায় মামলা হয়। মামলা হওয়ার পর তিনি নিজেকে আত্মগোপন করে পলাতক থাকেন। পরবর্তীতে আদালত তাকে দোষী সাব্যস্ত করে সশ্রম কারাদ- প্রদান করে সাজা পরোয়ানা জারী করেন। এরই প্রেক্ষিতে র্যাব-৫, চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের একটি আভিযানিক দল অভিযান পরিচালনা করে টিয়া মিয়াকে গ্রেপ্তার করে। পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাকে চাঁপাইনবাবগঞ্জ সদর থানায় হস্তান্তর করা হয় বলে র্যাব জানায়।
কেউ যেন শান্তি-শৃঙ্খলা ও ভ্রাতৃত্ব সম্প্রীতি নষ্ট করতে না পারে

কেউ যেন শান্তি-শৃঙ্খলা ও ভ্রাতৃত্ব সম্প্রীতি নষ্ট করতে না পারে দেশের সাম্প্রদায়িক সম্প্রীতি যেন কেউ নষ্ট করতে না পারে, সে জন্য সবাইকে সজাগ থাকার আহ্বান জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। শুক্রবার (১৫ আগস্ট) শুভ জন্মাষ্টমী উপলক্ষে দেওয়া এক বাণীতে তিনি এই আহ্বান জানান। বাণীতে ড. ইউনূস বলেন, ‘শুভ জন্মাষ্টমী উপলক্ষে দেশের সনাতন ধর্মাবলম্বী সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। ধর্মাবতার শ্রীকৃষ্ণ আজীবন ন্যায়, মানবপ্রেম ও শান্তির বাণী প্রচার করেছেন। সমাজে সাম্য ও শান্তি প্রতিষ্ঠায় তার শিক্ষা ও দর্শন আজও আমাদের অনুপ্রেরণা জোগায়। ’ তিনি বলেন, ‘সাম্প্রদায়িক সম্প্রীতি এ দেশের সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ। আবহমানকাল ধরে মানুষ এ ভূখণ্ডে ধর্ম-বর্ণ নির্বিশেষে পারস্পরিক সম্মান ও শ্রদ্ধার সঙ্গে নিজ নিজ ধর্ম পালন করে আসছে। ’ ‘ছাত্র-শ্রমিক-জনতার ঐক্যবদ্ধ গণ-অভ্যুত্থানের মধ্য দিয়ে গঠিত অন্তর্বর্তীকালীন সরকার সম্প্রীতির বন্ধন অটুট রাখতে বদ্ধপরিকর। কেউ যেন সমাজের শান্তি-শৃঙ্খলা ও ভ্রাতৃত্ব নষ্ট করতে না পারে, সে জন্য আমাদের সবাইকে সতর্ক থাকতে হবে,’-বলেন প্রধান উপদেষ্টা। বাণীতে তিনি আরও বলেন, ‘শ্রীকৃষ্ণের আদর্শ ও শিক্ষা পারস্পরিক সৌহার্দ্য ও ভ্রাতৃত্ববোধকে আরও সুদৃঢ় করবে বলে আমি বিশ্বাস করি। আসুন, সকলে মিলে গড়ে তুলি সাম্প্রদায়িক সম্প্রীতিতে ভরপুর, বৈষম্যমুক্ত এক নতুন বাংলাদেশ। ’