খেলতে গিয়ে পরিবার নিয়ে সমুদ্র বিলাস সাকিবের

খেলতে গিয়ে পরিবার নিয়ে সমুদ্র বিলাস সাকিবের দীর্ঘদিন ধরে জাতীয় দলের বাইরে রয়েছেন সাকিব আল হাসান। তবে নিয়মিত খেলছেন ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট। পঞ্চমবারের মতো ক্যারিবীয় প্রিমিয়ার লিগে (সিপিএল) খেলছেন সাবেক বিশ্বসেরা এই অলরাউন্ডার। এবার অ্যান্টিগা অ্যান্ড বার্বুডা ফ্যালকনসের হয়ে খেলছেন সাবেক এই টাইগার অধিনায়ক। খেলার ব্যস্ততার মধ্যেই পরিবারের সঙ্গে সময় কাটাচ্ছেন সাকিব। সোমবার (১৮ আগস্ট) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি ছবি পোস্ট করেন সাবেক বিশ্বসেরা এই অলরাউন্ডার। ছবিতে দেখা যায়, স্ত্রী উম্মে আহমেদ শিশিরে সঙ্গে দুই মেয়ে ও ছেলেকে নিয়ে বেশ আয়েশ করে সমুদ্র বিলাস করছেন সাকিব। তবে ছবি ক্যাপশনে কিছুই লেখেননি সাকিব। এমনকি কোন সমুদ্রে তার ছিলেন সেটাও জানা যায়নি। এই প্রতিবেদন লেখা পর্যন্ত সাকিবের পোস্টে ৪ লাখ লাইক, প্রায় ৪২ হাজার কমেন্ট ও ৩ হাজার শেয়ার হয়েছে। এখন পর্যন্ত অ্যান্টিগা অ্যান্ড বার্বুডা ফ্যালকনসের হয়ে তিনটি ম্যাচ খেলেছেন সাকিব। দুই ম্যাচে ব্যাটে-বলে বিবর্ণ ছিলেন এই অলরাউন্ডার। তবে দুই ম্যাচের একটিতে জয় পেয়েছে সাকিবের দল। সেন্ট লুসিয়া কিংসের বিপক্ষে তাদের তৃতীয় ম্যাচটি বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়েছে।

নির্বাচন সামনে রেখে আইন-শৃঙ্খলা বাহিনীতে নিয়োগ 

নির্বাচন সামনে রেখে আইন-শৃঙ্খলা বাহিনীতে নিয়োগ ত্রয়োদশ নির্বাচন সামনে রেখে আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীতে ২৫ হাজার ৮৭১ জনকে নিয়োগ দেয়া হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী। আজ বিকেলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আইন-শৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির সভা শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে তিনি স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, পুলিশ বাহিনীতে ১৫ হাজার ৮৫১ জন, বর্ডার গার্ড বাংলাদেশে (বিজিবি) ৪ হাজার ৪৬৯ জন ও আনসার ৫ হাজার ৫৫১ জন নিয়োগ দেওয়া হয়েছে। এ ছাড়া ফ্যায়ার সার্ভিসে ২০৪ জনকে নিয়োগ দেওয়া হয়েছে।

৮৫ উপজেলা নির্বাচন কর্মকর্তাকে চাকরিতে পুনর্বহালের নির্দেশ

৮৫ উপজেলা নির্বাচন কর্মকর্তাকে চাকরিতে পুনর্বহালের নির্দেশ চারদলীয় জোট সরকারের আমলে নিয়োগপ্রাপ্ত ৮৫ জন উপজেলা নির্বাচন কর্মকর্তাকে চাকরিতে পুনর্বহালের নির্দেশ দিয়ে পূর্ণাঙ্গ রায় প্রকাশ করেছেন আপিল বিভাগ। রায়ে আবেদনকারী এসব উপজেলা নির্বাচন কর্মকর্তাকে বরখাস্তের পর থেকে প্রাপ্য বকেয়া বেতন ভাতা জ্যেষ্ঠতাসহ ফেরত দিতে বলা হয়েছে। এছাড়া এসব কর্মকর্তার বরখাস্ত থাকাকালীন সময়কে বিশেষ ছুটি হিসেবে বিবেচনা করতে বলা হয়েছে। আজ প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন আপিল বিভাগের ৫ বিচারপতির দেয়া এই রায়ের ১৭ পৃষ্ঠার পূর্ণাঙ্গ অনুলিপি প্রকাশ করেছেন। এর আগে ২০২২ সালে আবেদনকারীদের আপিল খারিজ করে দেয়া রায় পুনর্বিবেচনা চেয়ে করা পৃথক আবেদনের ওপর শুনানি শেষে গত ২৫ ফেব্রুয়ারি আপিল বিভাগ তাদের চাকরিতে পুনর্বহালের রায় দেন।  

বোরোতে ৪৯ টাকায় চাল ও ৩৬ টাকা দরে ধান সংগ্রহ

বোরোতে ৪৯ টাকায় চাল ও ৩৬ টাকা দরে ধান সংগ্রহ খাদ্য মন্ত্রণালয়ের ‘বোরো সংগ্রহ কর্মসূচির অধীনে’ লক্ষ্যমাত্রার চেয়ে বেশি ধান ও চাল সংগ্রহ করা হয়েছে। যা বাংলাদেশের ইতিহাসে সর্বোচ্চ সংগ্রহ। কর্মসূচিতে ৩ লাখ ৭৬ হাজার ৯৪২ মেট্রিক টন ধান সংগ্রহ করা হয়েছে। যা লক্ষ্যমাত্রা ৩ লাখ ৫০ হাজার মেট্রিক টনের বেশি। এছাড়া সিদ্ধ চাল সংগ্রহ করা হয়েছে ১৪ লাখ ৬ হাজার ৫৩৩ মেট্রিক টন যা লক্ষ্যমাত্রা ১৪ লাখ মেট্রিক টনের তুলনায় বেশি। মন্ত্রণালয় এবার ধান ৩৬ টাকা কেজি দরে এবং চাল ৪৯ টাকা কেজি দরে কিনেছে। সরকার এবার আতপ চাল সংগ্রহ করেছে ৫১ হাজার ৩০৭ মেট্রিক টন যা লক্ষ্যমাত্রা ৫০ হাজার মেট্রিক টনের তুলনায় বেশি।  

নির্বাচনের তারিখ ঘোষণা মিয়ানমারের সামরিক জান্তার

নির্বাচনের তারিখ ঘোষণা মিয়ানমারের সামরিক জান্তার জরুরি অবস্থা প্রত্যাহারের ১৭ দিন পর মিয়ানমারে জাতীয় নির্বাচনের তারিখ ঘোষণা করেছে জান্তা সরকার। প্রথম ধাপের কার্যক্রম শুরু হবে আগামী ২৮ ডিসেম্বর। আজ এক বিবৃতিতে দেশটির ইউনিয়ন ইলেকশন কমিশনের বিবৃতির বরাত দিয়ে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, নির্বাচনের প্রথম ধাপ শুরু হবে আগামী ২৮ ডিসেম্বর থেকে। পরবর্তী ধাপের তারিখ পরে ঘোষণা করা হবে। প্রতিবেদনে বলা হয়েছে, ২০২১ সালে রক্তাক্ত অভ্যুত্থানের মাধ্যমে জান্তা ক্ষমতা দখল করে গণতান্ত্রিকভাবে নির্বাচিত নেত্রী অং সান সুং চিকে কারারুদ্ধ করার পর এটিই হবে প্রথম ভোট।

মালদ্বীপে ট্যুরিস্ট ভিসায় কাজ করলে জেল-জরিমানা

মালদ্বীপে ট্যুরিস্ট ভিসায় কাজ করলে জেল-জরিমানা ট্যুরিস্ট ভিসায় মালদ্বীপ গিয়ে কাজের চেষ্টা করলে জেল ও জরিমানা হতে পারে। গতকাল মালদ্বীপের বাংলাদেশ হাইকমিশন এক সতর্কীকরণ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে। এতে উল্লেখ করা হয়, ভ্রমণ ভিসায় বা ট্যুরিস্ট ভিসায় মালদ্বীপ এসে বৈধভাবে কাজ করার কোনো সুযোগ নেই। ভ্রমণ ভিসায় মালদ্বীপ এলে কখনো ওয়ার্ক ভিসা পাওয়া সম্ভব নয়। এ ছাড়া ভ্রমণ ভিসায় মালদ্বীপ এসে কাজ করার চেষ্টা করলে জেল ও জরিমানা হতে পারে। মালদ্বীপ আসার আগে ওয়ার্ক পারমিট যাচাই করতে অনুরোধ করেছে মালদ্বীপ হাইকমিশন।  

নিউইয়র্কে ক্লাবে গুলি, নিহত ৩, আহত ১১

নিউইয়র্কে ক্লাবে গুলি, নিহত ৩, আহত ১১ যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক শহরের ব্রুকলিনে বন্দুকধারীর গুলিতে কমপক্ষে তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও অন্তত ১১ জন আহত হয়েছেন বলে জানিয়েছে পুলিশ। স্থানীয় সময় গতকাল মধ্যরাত ব্রুকলিনের ক্রাউন হাইটস এলাকায় ‘টেস্ট অব দ্য সিটি লাউঞ্জ’ নামের একটি নাইটক্লাবে এই গোলাগুলির ঘটনা ঘটে। নিউইয়র্ক পুলিশের কমিশনার জেসিকা টিসচ এক সংবাদ সম্মেলনে জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে-এই হামলায় একাধিক বন্দুকধারী জড়িত ছিল এবং একাধিক অস্ত্র ব্যবহার করা হয়েছে। তিনি আরও বলেন, ঘটনাস্থল থেকে অন্তত ৩৬টি গুলির খোসা উদ্ধার করা হয়েছে। এছাড়া কাছাকাছি একটি রাস্তা থেকে একটি আগ্নেয়াস্ত্রও জব্দ করা হয়েছে, যা এখন পরীক্ষা-নিরীক্ষা করছে পুলিশ। আহতদের মধ্যে আটজন পুরুষ ও তিনজন নারী রয়েছেন। তাদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পাকিস্তান নাম প্রত্যাহার করায় হকিতে সুযোগ বাংলাদেশের

পাকিস্তান নাম প্রত্যাহার করায় হকিতে সুযোগ বাংলাদেশের ভারতের রাজগিরিতে আসন্ন এশিয়া কাপ হকিতে শেষ মুহূর্তে বড় পরিবর্তন এসেছে অংশগ্রহণকারী দলের তালিকায়। নিরাপত্তাজনিত উদ্বেগের কারণ দেখিয়ে এ টুর্নামেন্টে না খেলার ঘোষণা দিয়েছে পাকিস্তান। তাদের অনুপস্থিতিতে সুযোগ পেয়েছে বাংলাদেশ। আগামী ২৭ আগস্ট থেকে শুরু হতে যাওয়া এই আসরে পাকিস্তানের বদলে অংশ নিচ্ছে বাংলাদেশ। এমন তথ্য প্রথম জানায় পাকিস্তানি সংবাদমাধ্যম জিও সুপার। আজ বাংলাদেশ হকি ফেডারেশন নিশ্চিত করে যে, আয়োজক এশিয়ান হকি ফেডারেশন (এএইচএফ) এবং হকি ইন্ডিয়ার পক্ষ থেকে তারা আনুষ্ঠানিক আমন্ত্রণ পেয়েছে এবং সেই আমন্ত্রণ গ্রহণ করে টুর্নামেন্টে অংশগ্রহণের সিদ্ধান্তও চূড়ান্ত করেছে।

এশিয়া কাপের দলে গিল-জায়সওয়ালের থাকা নিয়ে শঙ্কা

এশিয়া কাপের দলে গিল-জায়সওয়ালের থাকা নিয়ে শঙ্কা আগামী ৯ থেকে ২৮ সেপ্টেম্বর সংযুক্ত আরব আমিরাতে বসতে যাচ্ছে এশিয়া কাপ ক্রিকেটের আসর। টুর্নামেন্টকে সামনে রেখে ভারতীয় দলে জায়গা পাওয়া নিয়ে চলছে নানা জল্পনা। বিশেষ করে শুভমান গিল ও যশস্বী জায়সওয়ালকে দলে রাখা হবে কি না, সেটিই এখন আলোচনার কেন্দ্রবিন্দু। তবে ভারতীয় সংবাদমাধ্যম স্পোর্টস্টার জানিয়েছে, আগামীকাল ঘোষিত দলে এই দুই তরুণ তারকার অন্তর্ভুক্তি নাও হতে পারে। গৌতম গম্ভীরের কোচিংয়ে দুর্দান্ত সাফল্য পাওয়া মূল স্কোয়াডই ধরে রাখার পরিকল্পনা করছে টিম ম্যানেজমেন্ট। গম্ভীর দায়িত্ব নেওয়ার পর থেকে এখন পর্যন্ত খেলা ১৫টি টি-টোয়েন্টির মধ্যে ভারত জিতেছে ১৩টিতেই। অন্যদিকে, যশস্বী জয়সওয়ালও সমান ছন্দে রয়েছেন। তবু সংযুক্ত আরব আমিরাতের ধীর গতির উইকেট বিবেচনায় ভারতীয় ম্যানেজমেন্ট অভিজ্ঞ মিডল-অর্ডার ব্যাটারদের ওপরই ভরসা রাখতে চাইছে। সে কারণে শ্রেয়াস আইয়ার ও জিতেশ শর্মার দলে থাকার সম্ভাবনাই বেশি বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

দেশে ডেঙ্গুতে মৃত্যু নেই, হাসপাতালে ভর্তি ২০২

দেশে ডেঙ্গুতে মৃত্যু নেই, হাসপাতালে ভর্তি ২০২ দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মৃত্যু নেই। তবে একই সময়ে ২০২ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। আজ স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে পাঠানো ডেঙ্গুবিষয়ক এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। চলতি বছরে এ পর্যন্ত ডেঙ্গুতে ১০৪ জন মারা গেছেন। বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর মধ্যে বরিশাল বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৩৫ জন, চট্টগ্রাম বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৩৮ জন, ঢাকা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৫৫ জন, ঢাকা উত্তর সিটি করপোরেশনের ২৪ জন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ৩১ জন, খুলনা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ১২ জন, ময়মনসিংহ বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) পাঁচ জন, রাজশাহী বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) এক জন এবং সিলেট বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) এক জন রয়েছেন। ২৪ ঘণ্টায় কোন ২৪২ জন ডেঙ্গুরোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। চলতি বছরে এ পর্যন্ত মোট ২৪ হাজার ৫৭০ রোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছে। আজ পর্যন্ত মোট ডেঙ্গু আক্রান্ত হয়েছে ২৫ হাজার ৯১২ জন। এর মধ্যে ৫৯ শতাংশ পুরুষ এবং ৪১ শতাংশ নারী রয়েছে।