রণবীরের সিনেমার সেটের ১২০ জন হাসপাতালে

রণবীরের সিনেমার সেটের ১২০ জন হাসপাতালে লাদাখের লেহ শহরে চলছিল বলিউড অভিনেতা রণবীর সিংয়ের আসন্ন সিনেমা ‘ধুরন্ধর’র শুটিং। রোববার (১৭ আগস্ট) রাতে সেখানে খাদ্যে বিষক্রিয়ায় আক্রান্ত হন শতাধিক কলাকুশলী। এরপর তাদের দ্রুত হাসপাতালে ভর্তি করা হয়। ভারতীয় সংবাদমাধ্যম জানায়, শুটিং সেটে উপস্থিত প্রায় ৬০০ জনের মধ্যে অনেকেই রাতের খাবার খাওয়ার পর পেটব্যথা, বমি, মাথা ঘোরা ও গ্যাসের সমস্যায় ভোগেন। তাদের মধ্যে ১২০ জনকে ভর্তি করা হয় লেহর এসএনএম হাসপাতালে। হাসপাতালের সুপারইনটেনডেন্ট বলেন, এমারজেন্সিতে প্রায় ১২০ জনকে ভর্তি করা হয়। প্রাথমিক চিকিৎসার পর অধিকাংশকে ছেড়ে দেওয়া হয়েছে। তবে ৫ জনকে এখনও পর্যবেক্ষণে রাখা হয়েছে। তিনি আরও জানান, কয়েকজনের ডিহাইড্রেশন ও তীব্র পেটব্যথা ধরা পড়ে। একজন ক্রু মেম্বার বলেন, প্রায় ১০০ জনের বেশি সদস্য হাসপাতালে ভর্তি হয়েছিলেন। চিকিৎসক ও নার্সরা খুব ভালোভাবে সেবা দিয়েছেন। পুলিশ সূত্র জানায়, শুটিং ইউনিটের প্রায় ৬০০ জনই ওই খাবার গ্রহণ করেছিলেন। খাবারের পরই বেশিরভাগের অসুস্থতা শুরু হয় এবং তাদের দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়। রণবীর সিংয়ের ‘ধুরন্ধর’ শুটিং শুরুর পর থেকেই আলোচনায়। এর আগে সেটে পাকিস্তানের পতাকা ব্যবহারের দৃশ্য ভাইরাল হলে বিতর্কে জড়ায় সিনেমাটি।

দক্ষিণী  সুপারস্টার রজনীকান্তের সিনেমায় মিঠুন

দক্ষিণী  সুপারস্টার রজনীকান্তের সিনেমায় মিঠুন ভারতের দক্ষিণী সিনেমার সুপারস্টার রজনীকান্ত ‘জেলার ২’ সিনেমার কাজ করছেন। ‘জেলার’ সিনেমার সিক্যুয়েল এটি। সিনেমাটিতে রজনীকান্তের সঙ্গে পর্দায় দেখা মিলবে আরেক সুপারস্টার মিঠুন চক্রবর্তীকে। ইতোমধ্যেই শুরু হয়েছে সিনেমার শুটিংয়ের কাজ। এটি পরিচালনা করছেন নেলসন দিলীপ কুমার। ভারতীয় সংবাদমাধ্যমের খবর, সিনেমার শুটিংয়েও অংশ নিয়েছেন মিঠুন চক্রবর্তী এবং চলতি সপ্তাহেই শুটিংয়ে যোগ দেবেন রজনীকান্ত। জানা যাচ্ছে, সিনেমাটিতে গুরুত্বপূর্ণ ভূমিকায় দেখা যাবে মিঠুন চক্রবর্তীকে। শুধু তাই নয় ভারতীয় চলচ্চিত্র জগতে এ এক অন্য মাইলস্টোন তৈরি করবে বলেও মনে করা হচ্ছে। এর আগে মিঠুন চক্রবর্তীর সিনেমা ‘ভ্রষ্টাচার’ ও ‘ভাগ্য বিধাতা’তে অতিথি চরিত্রে ধরা দিয়েছিলেন রজনীকান্ত। এবার একসঙ্গে দেখা যাবে তাদের দু’জনকে এক সিনেমায়। বলে রাখা যায়, ২০২৩ সালে মুক্তি পেয়েছিল নেলসন দিলীপ কুমারের পরিচালনায় ‘জেলর’। যা বিশ্বব্যাপী ৬০০ কোটির ব্যবসা করেছিল। এবার এই সিনেমার সিক্যুয়েলের শুটিং হবে চেন্নাইসহ ভারতের বিভিন্ন জায়গায়।

মারা গেছেন ‘থ্রি ইডিয়টস’খ্যাত বলিউড ও মারাঠি অভিনেতা 

মারা গেছেন ‘থ্রি ইডিয়টস’খ্যাত বলিউড ও মারাঠি অভিনেতা বলিউড ও মারাঠি সিনেমার জনপ্রিয় অভিনেতা অচ্যুত পোতদার মারা গেছেন। আমির খানের ব্লকবাস্টার ফিল্ম ‘থ্রি ইডিয়টস’-এ তাকে রাগী অধ্যাপকের ভূমিকায় দেখা গিয়েছিল। তার অভিনীত সেই চরিত্র আজও দর্শকদের মনে বিশেষ জায়গা করে রয়েছে। এ অভিনেতা সোমবার (১৮ আগস্ট) চিকিৎসাধীন অবস্থায় মারা যান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯১ বছর। ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেসের এক প্রতিবেদনে বলা হয়েছে, ভারতের ঠাণের জুপিটার হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি। শারীরিক জটিলতার কারণে অভিনেতার হাসপাতালে ভর্তি করা হলেও মৃত্যুর সঠিক কারণ জানানো হয়নি। মঙ্গলবার ঠাণেতেই তার শেষকৃত্য সম্পন্ন হওয়ার কথা। অভিনয়ের দীর্ঘ চার দশকের ক্যারিয়ারে অচ্যুত পোতদার কাজ করেছেন ১২৫টিরও বেশি হিন্দি ও মারাঠি ছবিতে। সমান দক্ষতায় বাণিজ্যিক থেকে সমালোচকদের প্রশংসিত- দুই ধরনের ছবিতেই অভিনয় করেছেন তিনি। তার উল্লেখযোগ্য ছবির মধ্যে রয়েছে- ‘আক্রোশ’, ‘আলবার্ট পিন্টো কো গুসা কিউঁ আতা হ্যায়’, ‘অর্ধসত্য’, ‘তেজাব’, ‘পরিন্দা’, ‘রাজু বন গয়া জেন্টলম্যান’, ‘দিলওয়ালে’, ‘রঙ্গিলা’, ‘বাস্তব’, ‘হাম সাথ সাথ হ্যায়’, ‘পরিণীতা’, ‘লাগে রাহো মুন্না ভাই’, ‘দাবাং ২’ এবং ‘ভেন্টিলেটর’। ২০০৯ সালে মুক্তি পাওয়া রাজকুমার হিরানির ‘থ্রি ইডিয়টস’-এ অধ্যাপকের ভূমিকায় তার উপস্থিতি আজও দর্শকের মনে রয়ে গেছে। বিশেষ করে তার মুখের সংলাপ, ‘আরে, কেহনা ক্যা চাহতে হো’- এখনও সোশ্যাল মিডিয়ায় জনপ্রিয় মিম হিসেবে ঘোরাফেরা করে। শুধু সিনেমাই নয়, ছোট পর্দাতেও ছিল তার শক্তিশালী উপস্থিতি। ‘ভারত এক খোঁজ’, ‘অল দ্য বেস্ট’ (দূরদর্শন), ‘প্রধান মন্ত্রী’ (জি টিভি), ‘আহত’ (১৯৯৫-২০০১, সনি টিভি), ‘ওয়াগলে কি দুনিয়া’ এবং ‘মাঝা হোশিল না’ (জি মারাঠি)-তে অভিনয় করে তিনি দর্শকদের মনে জায়গা করে নেন। অভিনয়ে আসার আগে পোতদারের জীবন ছিল ভিন্নপথে। মধ্যপ্রদেশের রেওয়ায় অধ্যাপনা করার পর তিনি ভারতীয় সেনাবাহিনীতে যোগ দেন এবং ১৯৬৭ সালে ক্যাপ্টেন পদে অবসর নেন। এরপর দীর্ঘ ২৫ বছর ইন্ডিয়ান অয়েলে উচ্চপদে কাজ করে ১৯৯২ সালে অবসর নেন। ৪৪ বছর বয়সে চলচ্চিত্রে পা রাখার পরই শুরু হয় তার অভিনয়যাত্রা। অচ্যুত পোতদারের মৃত্যুতে বলিউড ও মারাঠি চলচ্চিত্র অঙ্গনসহ টেলিভিশন দুনিয়া শোকস্তব্ধ।

গোমস্তাপুরে নারীকে গলাকেটে খুন, অর্ধগলিত মরদেহ উদ্ধার

গোমস্তাপুরে নারীকে গলাকেটে খুন, অর্ধগলিত মরদেহ উদ্ধার গোমস্তাপুরে প্রায় অর্ধগলিত গলাকাটা নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত নারী বাঙ্গাবাড়ী ইউনিয়নের শিশাটোলা গ্রামের মৃত মজিবুর রহমানের মেয়ে। গতকাল সন্ধ্যায় বাঙ্গাবাড়ী ইউনিয়নের যোগিবাড়ি বুড়িতলা গ্রাম সংলগ্ন একটি বিলের ধারের নির্জন আমবাগানে মরদেহটি দেখতে পাবার পর পুলিশে খবর দিলে ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে গোমস্তাপুর থানায় নিয়ে যায়। পুলিশ বলছে, ওই নারীকে ধারাল অস্ত্র দিয়ে গলাকেটে হত্যা করা হয়েছে। মরদেহের ডান উরুতেও একটি ধারাল অস্ত্রের আঘাত রয়েছে। তাঁর শাড়ীতে বাড়ির চাবির গোছা বাঁধা পাওয়া গেছে। গোমস্তাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) ওয়াদুদ আলম বলেন, আজ সকাল সাড়ে ১১টার দিকে ওই নারীর ছেলে, মেয়ে ও ভাই তাঁর পরিচয় নিশ্চিত করে। কে বা কারা এবং কেন ওই নারীকে খুন করেছে সেটি তদন্ত করে দেখা হচ্ছে। গত রবিবার সন্ধ্যা থেকে জেসমিন নিখোঁজ ছিলেন। পিবিআই ও সিআইডির ক্রাইমসিন ইউনিট ঘটনাস্থল পরিদর্শণ করেছে। তাঁরা মরদেহ থেকে আলামত সংগ্রহ করেছে। ওই নারীকে ধর্ষণ করা হয়েছে কিনা তা ময়নাতদন্তের পরই নিশ্চিত হওয়া যাবে বলেও জানান ওসি। এ ঘটনায় মামলার বিষয়টি প্রক্রিয়াধীণ। নিহতের ছেলে রাজমিস্ত্রী আলমগীর হোসেন(২৩) বলেন, তাঁর মা গত রোববার দুপুরের পর একই ইউনিয়নের ২ নং ওয়ার্ডের কামাত গ্রামে একমাত্র মেয়ে নাইমুল ইসলামের স্ত্রী আনোয়ারা বেগমের(১৭)বাড়ি বেড়াতে যায়। সন্ধ্যায় নিজ বাড়ি ফেরার পথে তিনি নিখোঁজ হন। কে বা কারা তাঁর মাকে হত্যা করতে পারেন সে সম্পর্কে কোন ধারণা দিতে পারেন নি আলমগীর। সংশ্লিস্ট ইউপি চেয়ারম্যান শহীদুল ইসলাম বলেন, অন্য কোথাও হত্যা করে ওইস্থানে মরদেহ নিয়ে যাবার সম্ভাবনা প্রায় নেই। যা ঘটার ওই স্থানেই ঘটেছে। স্থানীয়রা সন্ধ্যা ৭টার দিকে ওই এলাকায় ঘাস কাটতে গিয়ে মরদেহ দেখতে পায়। তিনি আরও বলেন, জেসমিনের প্রথম স্বামী ও সন্তানদের বাবা ৫ নং ওয়ার্ডের গোয়ালমোড় এলাকার আনারুল ইসলামের (১) সাথে ৮ বছর আগে ডিভোর্স হয়। পরে বাঙ্গবাড়ির ৮ নং ওয়ার্ডের ব্রজনাথপুরের আনারুল ইসলাম(২) নামে আরেক ব্যাক্তির সাথে বিয়ে হবার পর বছরাধিককাল পূর্বে তার সাথেও ডিভোর্স হয়। জেসমিনের প্রথম স্বামী আনারুল এখন প্রায় অসুস্থ। তবে শোনা যায় দ্বিতীয় স্বামী আনারুল (২) এর সাথে জেসমিনের কিছু সম্পর্ক ছিল। চেয়ারম্যান আরও বলেন, জেসমিন যে কামাত গ্রাম থেকে ফেরার পথে নিখোঁজ হন সেখান থেকে তাঁর মরদেহ পাবার স্থানটি সর্বোচ্চ দেড় কিলোমিটার দূরে অবস্থিত।

ফেব্রুয়ারিতেই নির্বাচন, পেছানোর সুযোগ নেই 

ফেব্রুয়ারিতেই নির্বাচন, পেছানোর সুযোগ নেই আগামী ফেব্রুয়ারিতেই নির্বাচন, জাতীয় নির্বাচন পেছানোর সুযোগ নেই বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল। তিনি বলেন, ‘জাতীয় নির্বাচন নিয় অন্তর্র্বতী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের ঘোষিত সময় থেকে পিছিয়ে আসার সুযোগ নেই। এরপর অন্তর্বর্তী সরকার বিদায় নেবে। আজ সচিবালয়ে সাংবাদিকদের এ কথা বলেন আইন উপদেষ্টা। আইন উপদেষ্টা বলেন, নির্বাচন অনুষ্ঠানের দায়িত্ব হচ্ছে সরকারের, দলের না। নির্বাচন অনুষ্ঠানে সরকার দৃঢ় প্রতিজ্ঞ।

নিরপেক্ষ নির্বাচনে সরকারকে সহযোগিতায় প্রস্তুত সেনাবাহিনী

নিরপেক্ষ নির্বাচনে সরকারকে সহযোগিতায় প্রস্তুত সেনাবাহিনী দেশ এখন জাতীয় নির্বাচনের দিকে যাচ্ছে উল্লেখ করে সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান বলেছেন, অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানে সরকারকে সহযোগিতা করার জন্য সেনাবাহিনী সব ধরনের প্রস্তুতি নিয়েছে। দীর্ঘ সময় ধরে সেনারা মাঠে দায়িত্ব পালন করছেন। তাই সবার সঙ্গে ভালো সম্পর্ক বজায় রাখতে হবে, দূরত্ব থাকলে তা দূর করতে হবে। আজ সকালে ঢাকা সেনানিবাসে ‘অফিসার্স অ্যাড্রেস’ অনুষ্ঠানে সেনা সদস্যদের উদ্দেশে দেওয়া বক্তব্যে এ কথা বলেন সেনাপ্রধান। সেনা সদস্যদের উদ্দেশে জেনারেল ওয়াকার-উজ-জামান বলেন, সেনাবাহিনী একটি পেশাদার সংগঠন। মাঠে দায়িত্ব পালনের সময় পেশাদারি দেখাতে হবে।

৪১ হাজার শিক্ষক নিয়োগের সুপারিশের ফল প্রকাশ

৪১ হাজার শিক্ষক নিয়োগের সুপারিশের ফল প্রকাশ বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ) ১৮তম শিক্ষক নিবন্ধন পরীক্ষার ফলাফল প্রকাশ করেছে। আজ সচিবালয়ে এই পরীক্ষায় উত্তীর্ণদের নিয়ে ষষ্ঠ নিয়োগ সুপারিশ কার্যক্রমের উদ্বোধন করেন শিক্ষা উপদেষ্টা সি আর আবরার। পরীক্ষায় মোট ১৮ লাখ ৬৫ হাজার ৭১৯ জন প্রার্থী আবেদন করেন। এর মধ্যে প্রিলিমিনারি পরীক্ষায় অংশ নেন ১৩ লাখ ৪০ হাজার ৮৩৩ জন। প্রিলিমিনারিতে উত্তীর্ণ হয়েছেন ৪ লাখ ৭৯ হাজার ৯৮১ জন। লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করেন ৩ লাখ ৪৮ হাজার ৬৮০ জন এবং উত্তীর্ণ হয়েছেন ৮৩ হাজার ৮৬৫ জন। মৌখিক পরীক্ষায় অংশ নেন ৮১ হাজার ২০৯ জন, যাদের মধ্যে ৬০ হাজার ৬৩৪ জন উত্তীর্ণ হয়েছেন।

স্থানীয় সরকার নির্বাচনে থাকছে না দলীয় প্রতীক

স্থানীয় সরকার নির্বাচনে থাকছে না দলীয় প্রতীক স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীকের বিধান বাতিল করে অধ্যাদেশ জারি করেছে সরকার। গতকাল রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এ অধ্যাদেশে সই করেছেন। এর ফলে ইউনিয়ন পরিষদ, উপজেলা পরিষদ, পৌরসভা ও সিটি করপোরেশন নির্বাচনে আর দলীয় প্রতীক থাকছে না। সব প্রার্থীই হবেন স্বতন্ত্র অর্থাৎ নির্দলীয়। গত ১ জুলাই স্থানীয় সরকার মন্ত্রণালয় সিটি করপোরেশন, পৌরসভা, উপজেলা ও ইউনিয়ন পরিষদ আইন সংশোধন করে চারটি আলাদা অধ্যাদেশের খসড়া মন্ত্রিপরিষদ বিভাগে পাঠায়। পরে ২৪ জুলাই উপদেষ্টা পরিষদের অনুমোদনের পর লেজিসলেটিভ ও সংসদবিষয়ক বিভাগের সম্মতি নিয়ে তা গেজেট আকারে প্রকাশ করা হয়। ২০১৫ সালে আওয়ামী সরকারের সময়ে আইন সংশোধন করে স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীকে ভোটের বিধান চালু করা হয়। সে আইনের সংশোধনী এবার বাতিল করা হলো।

জুলাইয়ে সড়ক দুর্ঘটনায় ঝরেছে ৪১৮ প্রাণ 

জুলাইয়ে সড়ক দুর্ঘটনায় ঝরেছে ৪১৮ প্রাণ গত জুলাই মাসে দেশে ৪৪৩টি সড়ক দুর্ঘটনায় ৪১৮ জন নিহত হয়েছেন। এসব দুর্ঘটনায় আহত হয়েছেন ৮৫৬ জন। দুর্ঘটনাগুলোর মধ্যে ১৩১টি মোটরসাইকেল দুর্ঘটনা। এতে নিহত হয়েছেন ১০৯ জন। আজ গণমাধ্যমে রোড সেফটি ফাউন্ডেশনের পাঠানো বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। ৯টি জাতীয় দৈনিক, ৭টি অনলাইন নিউজ পোর্টাল, বিভিন্ন ইলেক্ট্রনিক মিডিয়া এবং নিজস্ব তথ্যের ভিত্তিতে প্রতিবেদনটি তৈরি করেছে সংগঠনটি। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত জুলাইয়ে চারটি নৌ-দুর্ঘটনা ঘটে। এই দুর্ঘটনায় ৬ জন নিহত হয়েছেন। ২১টি রেল ট্র্যাক দুর্ঘটনায় ১৮ জন নিহত ও ৭ জন আহত হয়েছেন। এ ছাড়া মোটরসাইকেল চালক ও আরোহী ১০৯ জন, বাসের যাত্রী ৪১ জন, ট্রাক-পিকআপ আরোহী ৩০ জন, প্রাইভেটকার-মাইক্রোবাস-অ্যাম্বুল্যান্স আরোহী ২০ জন, থ্রি-হুইলার যাত্রী (সিএনজি-অটোরিকশা-অটোভ্যান) ১০৮ জন, স্থানীয়ভাবে তৈরি যানবাহনের যাত্রী (নসিমন-ভটভটি-পাখিভ্যান-মাহিন্দ্র) ১২ জন এবং বাইসাইকেল-রিকশা আরোহী ৬ জন নিহত হয়েছেন।

ভারতের ওপর থেকে বাণিজ্য নিষেধাজ্ঞা প্রত্যাহার চীনের

ভারতের ওপর থেকে বাণিজ্য নিষেধাজ্ঞা প্রত্যাহার চীনের যুক্তরাষ্ট্রের ঘোষিত ৫০ শতাংশ শুল্ক নিয়ে অস্থিরতার মধ্যে ভারতকে স্বস্তি দিল প্রতিবেশী দেশ চীন। বেইজিং জনিয়েছে, তারা ভারতে সার, রেয়ার আর্থ ম্যাগনেট ও টানেল বোরিং মেশিন রপ্তানির ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিয়েছে। গত মাসে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং য়ি-এর সঙ্গে বৈঠকে এই গুরুত্বপূর্ণ সামগ্রীতে নিষেধাজ্ঞা তুলে নেয়ার অনুরোধ জানিয়েছিলেন। আজ এ তথ্য জানিয়ে ইকোনমিক টাইমস এর প্রতিবেদনে বলা হয়, ওয়াং য়ি বর্তমানে দুই দিনের সফরে নয়াদিল্লিতে রয়েছেন। গতকাল দুই পররাষ্ট্রমন্ত্রীর মধ্যে আলোচনায় য়ি আশ্বস্ত করেছেন জয়শঙ্করকে। তিনি জানান, ভারতের অনুরোধ অনুযায়ী বেইজিং কর্তৃপক্ষ নিষেধাজ্ঞা তুলে নিতে পদক্ষেপ শুরু করেছে।