সাড়ে ১২ হাজার কোটি টাকার মালিক ডুয়া লিপা

সাড়ে ১২ হাজার কোটি টাকার মালিক ডুয়া লিপা তিন দশক আগে, ১৯৮৮ সালে কসোভোতে যুদ্ধ শুরু হলে সেখানে আটকা পড়েন তার বাবা-মা। এরপর ১৯৯২ সালে শরণার্থী হিসেবে আশ্রয় নেন যুক্তরাজ্যে, সেখানেই থিতু হন। এর পর ১৯৯৫ সালে জন্ম নেন ডুয়া লিপা। গান দিয়ে অল্প বয়সেই পেয়েছেন তারকা খ্যাতি, শুধু তাই নয়, গড়েছেন সম্পদের পাহাড়ও। শুক্রবার ছিল এই পপ তারকার ৩০তম জন্মদিন। এই মুহূর্তে গান নিয়ে ইউরোপ, এশিয়া ও আমেরিকা ঘুরছেন তিনি, তার এই ট্যুরটির নাম ‘র্যাডিক্যাল অপটিমিজম ট্যুর’। এক অচেনা কিশোরী থেকে আন্তর্জাতিক তারকা হয়ে ওঠা—ডুয়া লিপা তার আন্তরিকতা ও নিঃসংকোচভাবে জীবন ও শিল্প ভাগ করে নেওয়ার মধ্য দিয়ে বিশ্বের কোটি ভক্তের হৃদয় জয় করেছেন। ১৫ বছর বয়সে সিলভিয়া ইয়ং থিয়েটার স্কুলে সংগীত এবং অভিনয়ের প্রশিক্ষণ শুরু করেন ডুয়া লিপা। সেসময় তিনি একজন ওয়েট্রেস এবং মডেল হিসেবে কাজ করার সাথে সাথে ইউটিউব এবং সাউন্ডক্লাউডে মৌলিক গান এবং কভার পোস্ট করেন, যতক্ষণ না ২০১৩ সালে তিনি একজন এজেন্টের সাথে চুক্তিবদ্ধ হন এবং তার পরেই ওয়ার্নার ব্রাদার্সের সাথে আনুষ্ঠানিকভাবে তার সংগীত ক্যারিয়ার শুরু করেন। ২০১৫ সালে, তিনি তার প্রথম একক গান প্রকাশ করেন, যার মধ্যে রয়েছে নিউ লাভ এবং বি দ্য ওয়ান, এবং ২০১৭ সালে, তিনি তার প্রথম অ্যালবাম প্রকাশ করেন, যেখানে পপ, নৃত্য এবং আরএন্ডবি মিশ্রিত হয়। নিউ রুলস এবং আইডিজিএএফের মতো হিট গানগুলো তাকে আন্তর্জাতিক স্বীকৃতি এবং পুরষ্কার এনে দেয়, যার মধ্যে সেরা নতুন শিল্পীর জন্য গ্র্যামিও অন্তর্ভুক্ত ছিল। ২০২০ সালে, ডুয়া ফিউচার নস্টালজিয়া প্রকাশ করেন, যার মধ্যে ডোন্ট স্টার্ট নাউ এবং লেভিটেটিং এর মতো হিট গান অন্তর্ভুক্ত ছিল, সেরা পপ ভোকাল অ্যালবামের জন্য গ্র্যামি এবং বছরের সেরা ব্রিটিশ অ্যালবামের জন্য একটি BRIT পুরস্কার জিতেছিলেন। গান দিয়ে শুধু খ্যাতিই পাননি ডুয়া লিপা, কাঁড়ি কাঁড়ি অর্থও উপার্জন করেছেন। এ বছর ‘ফোরটি আন্ডার ফোরটি রিচ লিস্ট’ প্রকাশ করছে দ্য সানডে টাইমস। তালিকায় ৩৪তম অবস্থানে রয়েছেন ব্রিটিশ–আলবেনিয়ান এ গায়িকা। তার মোট সম্পদের পরিমাণ বাংলাদেশি মুদ্রায় ১২ হাজার ৪২০ কোটি টাকা! ডুয়া লিপা দেখিয়ে দিয়েছেন যে, ধারাবাহিকতা এবং প্যাশন একটি সফল ক্যারিয়ার গড়ার চাবিকাঠি। গত এক দশকে এই গায়িকা নানা বাধা এবং সমালোচনার মুখোমুখি হয়েছেন, তবে তিনি এমন গুরুত্বপূর্ণ মাইলফলকও অর্জন করেছেন যা তাকে সমসাময়িক পপ জগতের অন্যতম প্রভাবশালী ব্যক্তিত্ব হিসেবে প্রতিষ্ঠিত করে। তার জীবনের গল্প একটি উদাহরণ যে, কিভাবে নিষ্ঠা সুযোগগুলোকে স্থায়ী সাফল্যে রূপান্তরিত করতে পারে। তার সর্বশেষ অ্যালবাম ছিল ‘র্যাডিক্যাল অপটিমিজম’, সেই একই শিরোনামে ওয়ার্ল্ড ট্যুরে বেড়িয়েছেন তিনি। গানের মানুষ ডুয়া লিপাকে অভিনয়েও দেখা যায়। ‘বার্বি’ দিয়ে ২০২৩ সালে অভিনয়ে অভিষেক ঘটেছে তার। এ ছাড়া ‘আরগাইল’ সিনেমায়ও তাকে দেখা গেছে।
বাংলাদেশকে সান্ত্বনার জয়ও দিলেন না সেঞ্চুরিয়ান হার্ভি

বাংলাদেশকে সান্ত্বনার জয়ও দিলেন না সেঞ্চুরিয়ান হার্ভি ট্রফি নিয়ে উচ্ছ্বাসে মাততে চেয়েছিলেন নুরুল হাসান সোহানরা। অস্ট্রেলিয়ায় খেলতে যাওয়ার আগে চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্যের কথা জানিয়েছিলেন বাংলাদেশ ‘এ’ দলের অধিনায়ক। তবে মুখে বলা সেই কথার প্রমাণ কাজে দিতে পারেননি সোহানরা। উল্টো গতবার ফাইনালে খেলার সুযোগ পেলেও এবার সেমিফাইনালেই উঠতে পারেনি তারা। আজ শেষ চার নিশ্চিত করতে হলে অসম্ভবকে জয় করতে হতো। সেটা যে ভীষণ কঠিন ছিল তা ম্যাচ শেষে ভালোভাবেই প্রমাণিত হয়েছে। নিজেদের এবং টুর্নামেন্টের গ্রুপ পর্বের শেষ ম্যাচে সান্ত্বনার জয়ও পায়নি বাংলাদেশ। উল্টো ৭ উইকেটের বড় পরাজয়ে দেশে ফেরার টিকিট কাটতে হচ্ছে বাংলাদেশকে। অন্যদিকে জয়ে শেষ চার নিশ্চিত করেছে অ্যাডিলেড স্ট্রাইকার্স একাডেমি। ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের জয়টি এনে দিয়েছেন সেঞ্চুরিয়ান ম্যাকেঞ্জি হার্ভি। তার বিধ্বংসী সেঞ্চুরিতেই শিরোপা ধরে রাখার সুযোগ পাচ্ছে অ্যাডিলেড। বাংলাদেশকে আজ একাই হারিয়ে দিয়েছেন হার্ভি। মৃত্যুঞ্জয় চৌধুরিকে যখন বাউন্ডারি হাঁকিয়ে অ্যাডিলেডের জয় নিশ্চিত করেন তখন তিন অংকও স্পর্শ করেন অস্ট্রেলিয়ার ওপেনার। তাতে ১১ বল হাতে রেখে জয় পায় অ্যাডিলেড। ১৭৬ রানে লক্ষ্য তাড়া করতে নেমে ওপেনিংয়ে ১২৩ রানের জুটি গড়েন হার্ভি ও জ্যাক উইন্টার। ব্যক্তিগত ৩৫ রানে উইন্টার ফিরলেও জয় নিয়েই মাঠ ছেড়েছেন হার্ভি। মাঝে হ্যারি নিয়েলসন (৩) ও টম ও’কননেল (৬) দ্রুত ফিরলেও হার্ভির ঝোড়ো সেঞ্চুরিতে জয় পেতে সমস্যা হয়নি অ্যাডিলেডের। চতুর্থ উইকেটে হ্যারি মান্নেতির সঙ্গে ৩৭ রানের জুটি গড়ে জয়ের কাজ সারেন তিনি। ১৯২. ৪৫ স্ট্রাইকরেটে খেলেছেন ১০২ রানের ইনিংস। টুর্নামেন্টের চতুর্থ সেঞ্চুরিয়ান ইনিংসটি সাজিয়েছেন ১৫ চার ও ১ ছক্কায়। অন্যদিকে ২৫ রানে অপরাজিত থাকেন মান্নেতি। বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ২ উইকেট নেন অফস্পিনার সাইফ হাসান। এর আগে টস জিতে চল্লিশোর্ধ্ব দুটি ইনিংসটি ৪ উইকেটে ১৭৫ রানের সংগ্রহ পায় বাংলাদেশ। দলের হয়ে সর্বোচ্চ ৫০ রান করেন ওপেনার জিশান আলম। আর টুর্নামেন্টে চতুর্থ অপরাজিত চল্লিশোর্ধ্ব ইনিংস খেলেও ফিফটির দেখা না পাওয়া আফিফ হোসেন করেছেন ৪৯ রান। প্রতিপক্ষের হয়ে ৪ উইকেটের তিনটিই নিয়েছেন হান্নো জ্যাকবস।
হঠাৎ অসুস্থ দেবের রুক্মিণী

হঠাৎ অসুস্থ দেবের রুক্মিণী কিছুদিন আগেই দাদুর মৃত্যুর খবর শুনে মুম্বাই থেকে কলকাতায় ফিরে এসেছিলেন রুক্মিণী মৈত্র। এই সময়টাতে পরিবারের সঙ্গে থাকার জন্যই তার আসা। এরমধ্যেই অসুস্থ হয়ে পড়লেন অভিনেত্রী। কী হয়েছে তার? সোশ্যালে অভিনেত্রী একটি ছবি পোস্ট করেছেন যেখানে দেখা যাচ্ছে তিনি বাড়ির পোশাকে ছবি তুলেছেন, চোখ মুখ একেবারে বিধ্বস্ত। ছবি দেখেই বোঝা যাচ্ছে তিনি ভীষণভাবে অসুস্থ। ছবির ক্যাপশনেও তিনি সেটাই উল্লেখ করেছেন। রুক্মিণী লিখেছেন, ভাইরাল জ্বরে আক্রান্ত তিনি। ক্রমাগত ১০২ ডিগ্রি জ্বরে বেহাল অবস্থা তার। যদিও এখন প্রকৃতির খামখেয়ালি আবহাওয়ার জেরে প্রায় সবারই একই অবস্থা। মনে করা হচ্ছে, হঠাৎ করে মুম্বাই থেকে কলকাতায় আসার ফলে ও আবহাওয়া বদলের কারণে এই শারীরিক সমস্যার সম্মুখীন হতে হয়েছে তাকে। যদিও কয়েকমাস আগেই অসুস্থতার জন্য হাসপাতালে ভর্তি হতে হয়েছিল রুক্মিণীকে। ফের আবারও অসুস্থ হয়ে পড়লেন তিনি। যদিও এই ভাইরাল জ্বর খুব বেশিদিন স্থায়ী থাকে না, তাই মনে করা হচ্ছে খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠবেন অভিনেত্রী। এদিকে বিগত বেশ কয়েক মাস ধরে যতবার দেব-শুভশ্রীর নাম উচ্চারিত হয়েছে ততবার খবরের শিরোনামে উঠে এসেছে রুক্মিণী মৈত্রেরও নাম। ‘ধূমকেতু’ ছবি নিয়ে তিনি কতটা আনন্দিত, দেব-শুভশ্রীকে এক মঞ্চে দেখে দেখে তিনি খুশি কিনা, এইসব প্রশ্ন বারবার ধেয়ে এসেছে অভিনেত্রীর দিকে। এমনকি রুক্মিণীকে নিয়ে বহু মিম তৈরি হয়েছে সোশ্যাল মিডিয়ায়। যদিও কিছুদিন আগেই সংবাদমাধ্যমের সঙ্গে সাক্ষাৎকার দিতে গিয়ে এইসব প্রশ্নের উত্তর দিয়েছেন তিনি। ‘ধূমকেতু’ ছবির প্রথম দিন থেকে তিনি ছবিটির সঙ্গে জড়িয়ে ছিলেন, তাই এই সিনেমা নিয়ে দেবের পাশাপাশি তিনিও একই ভাবে উৎসাহিত ছিলেন। অন্যদিকে দেব এবং শুভশ্রীকে নিয়ে বিন্দুমাত্র সমস্যা নেই তার। তিনি যে তার ভালোবাসার মানুষকে ভীষণভাবে বিশ্বাস করেন একথাও জানাতে ভোলেননি অভিনেত্রী। প্রসঙ্গত, রুক্মিণী মৈত্রকে সর্বশেষ দেখা গেছে ‘বিনোদিনী একটি নটীর উপাখ্যান’ ছবিতে। আপাতত তিনি নতুন ছবির চিত্রনাট্য শুনছেন বলে খবর।
কোনো অনিয়ম হলে পুরো কেন্দ্রের ভোট বাতিল বলেছেন সিইসি

কোনো অনিয়ম হলে পুরো কেন্দ্রের ভোট বাতিল বলেছেন সিইসি কোনো কেন্দ্রে অনিয়ম হলে পুরো কেন্দ্রের ভোট বাতিল করা হবে বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন। তিনি বলেন, ভোটের বাক্স দখলের নিয়ত থেকে থাকলে দয়া করে সরে আসুন। কঠোর অবস্থানে থাকব। আজ সকালে রাজশাহী আঞ্চলিক লোকপ্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রের (আরপিএটিসি) হল রুমে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে রাজশাহী অঞ্চলের নির্বাচন কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সিইসি বলেন, দেশের ক্রান্তি লগ্নে এই নির্বাচনের ওপর নির্ভর করছে দেশ কোন দিকে আগাবে। এদিকে, ফেব্রুয়ারিতে নির্বাচনের সব প্রস্তুতির কাজ চলমান রয়েছে বলে জানিয়েছেন, প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিন। আগামী দুই সপ্তাহের মধ্যে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে বলে জানান তিনি।
ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ২৪৭

ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ২৪৭ ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় ৪ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরে এ যাবত ডেঙ্গুতে মোট ১১৪ জনের মৃত্যু হয়েছে। এছাড়া গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ২৪৭ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। আজ স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে পাঠানো ডেঙ্গুবিষয়ক এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ২২৬ জন ডেঙ্গুরোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। চলতি বছরের এ যাবত ২৬ হাজার ৭৮১ জন ডেঙ্গুরোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। চলতি বছরের ২৩ আগস্ট পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়েছে ২৮ হাজার ২০২ জন।
ভোট কেন্দ্রেগুলোতে মোতায়েন থাকবে সাড়ে ৬ লাখ আনসার

ভোট কেন্দ্রেগুলোতে মোতায়েন থাকবে সাড়ে ৬ লাখ আনসার বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ বলেছেন, বর্তমান প্রেক্ষাপটের নির্বাচনী চ্যালেঞ্জ মোকাবিলায় সারা দেশের ভোট কেন্দ্রগুলোতে সাড়ে ৬ লাখ আনসার সদস্য মোতায়েন থাকবে। এ লক্ষ্যে নতুন করে ১ লাখ ৮০ হাজার আনসার সদস্যকে প্রশিক্ষণ দিয়ে তৈরি করা হয়েছে। আজ দুপুরে গাজীপুরের আনসার একাডেমিতে আয়োজিত সাধারণ আনসার সতেজকরণ প্রশিক্ষনের ৫ম ধাপ-এর সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি বক্তব্যে তিনি এসব কথা বলেন। আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ বলেন, মোবাইল অ্যাপ্লিকেশনের মাধ্যমে প্রতিটি ভোটকেন্দ্রে আনসার সদস্যদের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ থাকবে। যারা নাশকতার চেষ্টা করবেন তাদের বিরুদ্ধে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হবে।
২০২৬ সালের এইচএসসি মে-জুনে, পরীক্ষা পূর্ণাঙ্গ সিলেবাসে

২০২৬ সালের এইচএসসি মে-জুনে, পরীক্ষা পূর্ণাঙ্গ সিলেবাসে ২০২৬ সালের এইচএসসি, আলিম ও সমমান পরীক্ষা পূর্ণাঙ্গ পাঠ্যসূচি অনুযায়ী সব বিষয়ে পূর্ণসময়ে ও পূর্ণ নম্বরে অনুষ্ঠিত হবে। ২০২৬ সালের মে-জুন মাসে এ পরীক্ষা অনুষ্ঠিত হবে। আজ এ সংক্রান্ত একটি চিঠি ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে প্রকাশ করা হয়। এতে বলা হয়েছে, ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষে ভর্তি উচ্চ মাধ্যমিক স্তরের একাদশ শ্রেণির শিক্ষার্থীদের শ্রেণি কার্যক্রম ২০২৪ সালের আগস্টের দ্বিতীয় সপ্তাহ থেকে শুরু হয়েছে। এসব শিক্ষার্থী ২০২৬ সালের মে-জুন মাসে অনুষ্ঠেয় এইচএসসি, আলিম ও সমমান পরীক্ষায় অংশ নিবেন। ২০২৬ সালের এইচএসসি, আলিম ও সমমান পরীক্ষা জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড কর্তৃক নির্ধারিত পূর্ণাঙ্গ পাঠ্যসূচি অনুযায়ী সকল বিষয়ে পূর্ণসময়ে ও পূর্ণনম্বরে অনুষ্ঠিত হবে। সব শিক্ষাবোর্ড ও সংশ্লিষ্ট সব প্রতিষ্ঠানকে এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য বলা হয়েছে।
পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার ঢাকায়

পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার ঢাকায় পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার আজ দুপুরে দুদিনের সফরে ঢাকায় এসেছেন। পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার একটি বিশেষ ফ্লাইটে দুপুর ২টার দিকে ঢাকায় পৌঁছেছেন। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে স্বাগত জানান পররাষ্ট্রসচিব (দ্বিপক্ষীয় ও পূর্ব) আসাদ আলম সিয়াম। এসময় আরও উপস্থিত ছিলেন ঢাকায় নিযুক্ত পাকিস্তানের হাইকমিশনার ইমরান হায়দার। সূত্র জানায়, পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার ঢাকা সফরের দ্বিতীয় দিন আগামী রোববার প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস, পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনের সঙ্গে বৈঠক করবেন। বৈঠক শেষে দুদেশের মধ্যে ৬টি চুক্তি ও সমঝোতা সই হতে পারে।
ক্যামেরুনে অপহৃত ১০ শিশু উদ্ধার, আটক ৫০

ক্যামেরুনে অপহৃত ১০ শিশু উদ্ধার, আটক ৫০ ক্যামেরুনের উত্তরাঞ্চলে অভিযান চালিয়ে গত সপ্তাহে অপহরণ হওয়া ১০ শিশুকে উদ্ধার করা হয়েছে। তবে অপহৃতদের একজন মারা গেছে বলে জানিয়েছেন স্থানীয় গভর্নর। ফরাসি বার্তা সংস্থা এএফপি তাদের এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে। ক্যামেরুনের রাজধানী ইয়াউন্দে থেকে এএফপি জানায়, কাউসেরি থেকে বাসে করে মারোয়া যাওয়ার পথে সীমান্ত পার করে নাইজেরিয়ায় নিয়ে যাওয়ার পর থেকে শিশুদের জিম্মি রাখা হয়েছিল। তবে এ ঘটনায় ক্যামেরুন কর্তৃপক্ষ কোনো মন্তব্য করেনি। গত বৃহস্পতিবার ফার নর্থ প্রদেশের গভর্নর সামাজিক যোগাযোগ মাধ্যমে এক ভিডিও বার্তায় বলেন, নাইজেরিয়া ও চাঁদের সেনাবাহিনীসহ ক্যামেরুনের সেনাবাহিনী ও জিহাদি-বিরোধী টাস্কফোর্সের সদস্যরা অভিযান চালিয়ে ১০ শিশুকে উদ্ধার করেছে।
কেইনের হ্যাটট্রিক, বড় জয়ে মৌসুম শুরু জয় বায়ার্নের

কেইনের হ্যাটট্রিক, বড় জয়ে মৌসুম শুরু জয় বায়ার্নের ৬৪ থেকে ৭৮-এই ১৪ মিনিটে প্রতিপক্ষের রক্ষণ ল-ভ- করেন হ্যারি কেইন। ৩ বার বল জালে পাঠিয়ে করেন হ্যাটট্রিক। এতেই বড় জয়ে নতুন মৌসুম শুরু করেছে বায়ার্ন মিউনিখ। কেইনের হ্যাটট্রিকে আরবি লাইপজিগকে ৬-০ গোলে বিধ্বস্ত করেছে বাভারিয়ানরা। এছাড়া জোড়া গোলের দেখা পেয়েছেন মাইকেল ওলিস। আর একটি গোল করেছেন লিভারপুল থেকে বায়ার্নে আসা লুইস দিয়াজ। টটেনহাম থেকে ২০২৩ সালে বায়ার্নে যোগ দেওয়ার পর এটি কেইনের নবম হ্যাটট্রিক। শেষ মুহূর্তে বদলি হয়ে মাঠ ছাড়ার সময় দর্শকদের করতালিতে সিক্ত হন ইংল্যান্ড তারকা। বায়ার্নের অধিনায়ক জশুয়া কিমিখ ম্যাচ শেষে বলেছেন, কেইন শুধু গোল করে না, বরং সতীর্থদের দিয়ে করায় এবং রক্ষণেও সাহায্য করে। দলের জন্য এটাই সবচেয়ে বড় উপকার।