দেশে আরো ৩ প্রাণ কেড়ে নিল ডেঙ্গু

দেশে আরো ৩ প্রাণ কেড়ে নিল ডেঙ্গু এডিস মশাবাহিত ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় ৩ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরে এখন পর্যন্ত ১১৮ জনের মৃত্যুর তথ্য দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। গত এক দিনে ডেঙ্গু আক্রান্ত হয়ে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে ৪১২ জন। এনিয়ে চলতি বছরে ২৯ হাজার ৪৪ জন ডেঙ্গু রোগী চিকিৎসা নিয়েছে। গতকাল সকাল থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় এসব আক্রান্তের রেকর্ড করা হয়। আজ স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ অ্যান্ড ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের সংবাদ বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা গেছে। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, এখন পর্যন্ত ডেঙ্গুতে মৃত্যু হয়েছে ১১৫ জনের। ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা ২৯ হাজার ৪৪ জন। আর সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছে ২৭ হাজার ৬১৭ জন। গত ২৪ ঘণ্টায় ছাড়পত্র পেয়েছে ৩৮১ রোগী।
১৩৫% বেড়ে যুক্তরাষ্ট্রের পর্যটন ভিসা ফি বিশ্বের সর্বোচ্চ

১৩৫% বেড়ে যুক্তরাষ্ট্রের পর্যটন ভিসা ফি বিশ্বের সর্বোচ্চ আগামী ১ অক্টোবর ২০২৫ থেকে যুক্তরাষ্ট্রে পর্যটন ভিসা বি১/বি২ নিতে হলে দিতে হবে বাড়তি ফি। গত মাসে মার্কিন কংগ্রেসে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের চাপের মুখে ‘বিগ বিউটিফুল বিল’ পাস হওয়ার পর এই সিদ্ধান্ত কার্যকর হতে যাচ্ছে। সংবাদমাধ্যম ইউএসএ টুডে জানিয়েছে, আগে ভিসা ফি ছিল ১৮৫ ডলার। নতুন আইনে আরও ২৫০ ডলার যোগ হওয়ায় মোট ফি দাঁড়াল ৪৩৫ ডলার। এতে দেখা যাচ্ছে, ভিসার খরচ বেড়েছে ১৩৫ শতাংশেরও বেশি। এমনটি হলে পুরো বিশ্বে যুক্তরাষ্ট্রের পর্যটন ভিসার ফি হবে সর্বোচ্চ, জানিয়েছে ইউএসএ টুডে। মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, আইনি কাঠামো অনুযায়ী নতুন অর্থবছর শুরুর দিন ১ অক্টোবর থেকেই এ ফি কার্যকর হবে। যদিও ২০২৬ সাল থেকে কার্যকর হওয়ার বিষয়টিও আলোচনায় রয়েছে।
এমবাপ্পের জোড়া গোলে রিয়ালের জয়

এমবাপ্পের জোড়া গোলে রিয়ালের জয় লা লিগায় ওভিয়েদোর বিপক্ষে ম্যাচে একাদশ সাজিয়ে চমক দেন রিয়াল মাদ্রিদের কোচ জাবি আলোনসো। শুরুর তালিকায় জায়গা হয়নি ভিনিসিয়ুস জুনিয়রের। তবে বেঞ্চ থেকে মাঠে নেমেই নিজের উপস্থিতি জানান দেন তিনি। নিজে গোল করলেন, করলেন এমবাপ্পেকেও অ্যাসিস্ট। তাদের দুজনের দাপটেই ৩-০ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে মাদ্রিদ। ম্যাচের শুরুটা ছিল এমবাপ্পের। ৩৭ মিনিটে তার গোলেই এগিয়ে যায় দল। দ্বিতীয়ার্ধে রদ্রিগোর পরিবর্তে ৬৩ মিনিটে মাঠে নামেন ভিনি। ৮৩ মিনিটে তার পাস থেকে এমবাপ্পে করেন নিজের দ্বিতীয় গোল। আর যোগ হওয়া সময়ে ভিনিসিয়ুস নিজেই বল জালে জড়িয়ে দেন, নিশ্চিত করেন মাদ্রিদের বড় জয়। তবে গোল-অ্যাসিস্টের বাইরে ভিনির আচরণও আলোচনায় আসে। অ্যাসিস্ট করার পর রেফারির সঙ্গে উত্তপ্ত বাক্য বিনিময় করতে দেখা যায় তাকে। সতীর্থ এমবাপ্পে এগিয়ে এসে মুখ ঢেকে শান্ত করার চেষ্টা করেন। পরে গোল করার পর প্রতিপক্ষ সমর্থকদের সামনেই উদযাপন করেন ভিনি।
সৌদি আরবে ২২ হাজারের বেশি প্রবাসী গ্রেফতার এক সপ্তাহে

সৌদি আরবে ২২ হাজারের বেশি প্রবাসী গ্রেফতার এক সপ্তাহে সৌদি আরবে এক সপ্তাহে ২২ হাজারের বেশি প্রবাসীকে গ্রেফতার করা হয়েছে। আবাসন, শ্রম ও সীমান্ত সুরক্ষা আইন লঙ্ঘনের অভিযোগে তাদেরকে গ্রেফতার করা হয়। সৌদি আরবের স্বরাষ্ট্র মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে। মন্ত্রণালয় জানায়, গত ১৪ থেকে ২০ আগস্ট পর্যন্ত দেশের বিভিন্ন প্রান্তে অভিযান চালিয়ে ২২ হাজার ২২২ জন প্রবাসীকে গ্রেফতার করা হয়। দেশটির কর্মকর্তারা বলেছেন, গ্রেফতারকৃতদের মধ্যে আবাসন আইন লঙ্ঘনের ঘটনায় ১৩ হাজার ৫৫১ জন, সীমান্ত নিরাপত্তা আইন লঙ্ঘনে চার হাজার ৬৬৫ জন এবং শ্রম আইন লঙ্ঘনের দায়ে চার হাজার ছয়জন রয়েছেন। গ্রেফতারকৃত প্রবাসীদের মধ্যে ২০ হাজার জনকে দেশে ফেরত পাঠানোর আগে ভ্রমণের প্রয়োজনীয় নথি সংগ্রহের জন্য তাদের নিজ নিজ কূটনৈতিক মিশনে পাঠানো হয়েছে। এছাড়া ১২ হাজার ৯২০ জনকে ইতোমধ্যে সৌদি আরব থেকে নিজ নিজ দেশে প্রত্যাবাসন করা হয়েছে। এছাড়া অবৈধভাবে সীমান্ত পেরিয়ে সৌদি আরবে প্রবেশের চেষ্টার সময় গ্রেফতার হয়েছেন এক হাজার ৭৮৬ জন। একই সময়ে আবাসন ও কর্মবিধি লঙ্ঘনকারীদের পরিবহন এবং আশ্রয় দেওয়ায় সৌদিতে বসবাসরত ১৮ ব্যক্তিকেও গ্রেফতার করা হয়েছে।
নতুন মুখ নিয়ে পাকিস্তান নারী বিশ্বকাপের দল ঘোষণা

নতুন মুখ নিয়ে পাকিস্তান নারী বিশ্বকাপের দল ঘোষণা আইসিসি নারী ক্রিকেট বিশ্বকাপ-২০২৫ এর জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে পাকিস্তান নারী ক্রিকেট বোর্ড (পিসিবি)। আগামী ৩০ সেপ্টেম্বর থেকে ২ নভেম্বর পর্যন্ত চলবে এই আসর। নারী ক্রিকেট নির্বাচক কমিটি এই দল চূড়ান্ত করেছে। একই দল দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজও খেলবে, যা অনুষ্ঠিত হবে ১৬ থেকে ২২ সেপ্টেম্বর পর্যন্ত। এই দলে নেতৃত্ব দেবেন ফাতিমা সানা। আর সহ-অধিনায়ক হিসেবে থাকছেন মুনিবা আলী সিদ্দিকী। অভিজ্ঞ ডায়ানা বেগ থাকছেন নবীন খেলোয়াড়দের সঙ্গে মিশে দলকে শক্তিশালী করতে। প্রথমবার ওয়ানডে দলে ডাক পেয়েছেন ব্যাটার আয়মান ফাতিমা। যিনি সর্বশেষ আয়ারল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি খেলেছিলেন। দলে দুটি পরিবর্তন এসেছে। আইসিসি নারী বিশ্বকাপ বাছাইপর্ব থেকে গুল ফেরোজা ও নাজিহা আলভিকে সরিয়ে মূল দলে আনা হয়েছে আয়মান ফাতিমা ও সাদাফ শামাসকে। ওই দুইজনকে রাখা হয়েছে রিজার্ভ তালিকায়। বিশ্বকাপের প্রস্তুতি শুরু হবে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজের আগে, ২৯ আগস্ট থেকে। পাকিস্তান নারী দল বিশ্বকাপ মিশন শুরু করবে ২ অক্টোবর বাংলাদেশ নারীদের বিপক্ষে ম্যাচ দিয়ে। এরপর ৫ অক্টোবর অপেক্ষা করছে ভারত-পাকিস্তান মহারণ। গ্রুপ পর্বের শেষ ম্যাচ খেলবে ২৪ অক্টোবর, শ্রীলঙ্কার বিপক্ষে। পাকিস্তান নারী দলের বিশ্বকাপ স্কোয়াড ২০২৫: ফাতিমা সানা (অধিনায়ক), মুনিবা আলী সিদ্দিকী (সহ-অধিনায়ক), আলিয়া রিয়াজ, ডায়ানা বেইগ, আয়মান ফাতিমা, নাশরা সন্দহু, নাটালিয়া পারভেজ, ওমাইমা সোহেল, রামিন শামিম, সাদাফ শামাস, সাদিয়া ইকবাল, শাওয়াল জুলফিকার, সিদরা আমিন, সিদরা নবাজ (উইকেটকিপার), সাইদা আরুব শাহ। নন-ট্রাভেলিং রিজার্ভ: গুল ফেরোজা, নাজিহা আলভি, তুবা হাসান, উম্মে-হানি ও ওয়াহিদা আখতার।
লুট অস্ত্রের সন্ধান দিলে ৫০ হাজার থেকে ৫ লাখ টাকা পুরস্কার

লুট অস্ত্রের সন্ধান দিলে ৫০ হাজার থেকে ৫ লাখ টাকা পুরস্কার জুলাই গণঅভ্যুত্থান ঘিরে অস্থিরতার মধ্যে থানা ও বিভিন্ন স্থান থেকে লুট হওয়া অস্ত্র ও গুলির বিষয়ে তথ্য দিলে পুরস্কার দেবে সরকার। সোমবার (২৫ আগস্ট) সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আইনশৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির সভা শেষে স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী এ তথ্য জানান। তিনি জানান, লুট হওয়া বিভিন্ন ধরনের অস্ত্র ও গুলির সন্ধানদাতাদের পুরস্কৃত করা হবে এবং তথ্যদাতাদের পরিচয়ও গোপন রাখা হবে। তিনি বলেন, “পিস্তল ও শর্টগানের ক্ষেত্রে ৫০ হাজার টাকা, চায়না রাইফেলের ক্ষেত্রে এক লাখ টাকা, এসএমজির ক্ষেত্রে এক লাখ ৫০ হাজার টাকা ও এলএমজির ক্ষেত্রে ৫ লাখ টাকা হারে সন্ধানদাতাদের পুরস্কার দেওয়া হবে। তাছাড়া, প্রতি রাউন্ড গুলির ক্ষেত্রে ৫০০ টাকা হারে পুরস্কৃত করা হবে।”
চোরাচালানের অভিযোগে অঙ্কুশকে আটক করলো পুলিশ

চোরাচালানের অভিযোগে অঙ্কুশকে আটক করলো পুলিশ ওপার বাংলার জনপ্রিয় অভিনেতা অঙ্কুশ হাজরাকে আটক করেছে পুলিশ! জনপ্রিয় এ অভিনেতার বিরুদ্ধে পুলিশের গুরুতর অভিযোগ! অভিনয়ের আড়ালে চোরাচালান কাজেও জড়িত তিনি! অভিনয়ের পাশাপাশি অনুষ্ঠান সঞ্চালনায়ও ব্যাপক প্রশংসা কুড়িয়েছেন অঙ্কুশ। সম্প্রতি একটি টেলিভিশন অনুষ্ঠানের মঞ্চ থেকে তাকে চ্যাংদোলা করে তুলে নিয়ে যায় পুলিশ। এ ঘটনায় অনুষ্ঠান দেখতে আসা সকলকে চমকে যান! ঘাবড়ানোর কিছুই নেই। আসল ঘটনাটি তাহলে খুলে বলা যাক। ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে বলা হয়, সম্প্রতি ‘জি বাংলার’ এক অনুষ্ঠানে প্রেমিকা ঐন্দ্রিলা সেন এবং বিক্রম চট্টোপাধ্যায়ের সঙ্গে খুনসুটিতে মজেছিলেন অঙ্কুশ। অনুষ্ঠানের একপর্যায় অভিনেতার চোখ বেঁধে দেন ঐন্দ্রিলা। রসিকতা করে অঙ্কুশ বলেন, ‘আমার বেশি মাথা ঘুরলে কিন্তু সব মেয়েকেই ঐন্দ্রিলা দেখি। তখন বলবে না আমার দোষ।’ অঙ্কুশের চোখ বেঁধে দিয়ে মঞ্চ থেকে নেমে যান বিক্রম-ঐন্দ্রিলা। তখন মঞ্চে আসেন পুলিশরূপী ইনস্পেক্টর রতন থুড়ি সায়ন ঘোষ। অভিযোগ তোলেন, অঙ্কুশ নাকি মানকচু পাচারের চোরাকারবার করছেন। তার বিরুদ্ধে অভিযোগের প্রেক্ষিতে চ্যাংদোলা করে তুলে নিয়ে যায় সায়নের সঙ্গী সাথীরা। এ পর্যন্ত সবটাই ঠিকঠাক ছিল। মজার ছলে বেশ ভালোভাবেই চলছিল চোর-পুলিশ খেলা। এরপরেই আচমকা মেজাজ হারান অঙ্কুশ। অভিনয় হলেও এভাবে চ্যাংদোলা করে ধরে নিয়ে যাওয়াটা মোটেও মানতে পারেননি। নিজেকে সামলাতে না পেরে সেখানেই ক্ষোভ উগরে দেন তিনি। মঞ্চ এবং দর্শকাসনে থাকা সকলেই খানিক অবাক হয়ে যান। কিছুক্ষণ পরই বোঝা গেল দর্শকদের আনন্দ দিতেই রাগের অভিনয় করেছেন। ততক্ষণে অনুষ্ঠানে সবাই ঘাবড়ে যান। প্রসঙ্গত, পূজায় আসছে অঙ্কুশের সিনেমা ‘রক্তবীজ ২’। অ্যাকশন থ্রিলার ছবিতে খলনায়ক চরিত্রে একবারে অচেনা রূপে দেখা যাবে অভিনেতাকে। চরিত্রের নাম মুনির আলম। ছবির প্রথম ঝলকে উচ্ছ্বসিত অনুরাগীরা।
বাবা-মা হতে চলেছেন পরিণীতি চোপড়া-রাঘব চাড্ডা

বাবা-মা হতে চলেছেন পরিণীতি চোপড়া-রাঘব চাড্ডা মাস কয়েক ধরেই গুঞ্জন চলছে, মা হচ্ছেন পরিণীতি চোপড়া। কিন্তু প্রতিবারই সেই খবর নাকচ করে এসেছেন অভিনেত্রী। যদিও সম্প্রতি কপিল শর্মার শোয়ে এসে অভিনেত্রীর স্বামী রাঘব চাড্ডা জানান, খুব শিগগিরিই সুখবর দিতে চলেছেন। স্বামীর কথা শুনে চোখ বড় হয়ে যায় পরিণীতির। এই ঘটনার মাস খানেকের মধ্যেই সুখবর দিলেন পরিণীতি। কোলে আসছে সন্তান। ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজারের এক প্রতিবেদনে বলা হয়েছে, সোমবার (২৫ আগস্ট) ইনস্টাগ্রামে একটি মিষ্টি ছবি পোস্ট করেছেন অভিনেত্রী পরিণীতি চোপড়া। ছবিতে দেখা যাচ্ছে একটি ছোট্ট কেক, যার উপর আঁকা রয়েছে ছোট্ট দুটি পা। পায়ের ওপর লেখা 1+1=3 ব্যাস এইটুকুই। এইটুকুই যথেষ্ট বোঝার জন্য যে খুব তাড়াতাড়ি তাদের ঘরে আসতে চলেছে ছোট্ট সদস্য। পোষ্টের ক্যাপশনে পরিণীতি লেখেন, ‘আমাদের ছোট্ট ইউনিভার্স আসতে চলেছে। আমরা আশীর্বাদ ধন্য।’ ক্যাপশন দেখে একেবারে স্পষ্ট বাবা-মা হতে চলেছেন বলি অভিনেত্রী পরিণীতি চোপড়া এবং আম আদমি পার্টির নেতা ও রাজ্যসভার সাংসদ রাঘব চাড্ডা। কিন্তু রাঘব যে আগেভাগেই সুখবর দিয়ে দিয়েছিলেন তার প্রমাণ পাওয়া গেল সোমবার পরিণীতি এবং রাঘবের করা পোস্ট থেকে। তবে শুধু একটি কেকের ছবি নয় আরও একটি ছোট্ট ভিডিও পোস্ট করেছেন তারা, যেখানে দেখা যাচ্ছে গর্ভবতী স্ত্রীকে নিয়ে সকালে হাঁটতে বেরিয়েছেন রাঘব। বোঝাই যাচ্ছে, হাজার কাজের মধ্যেও স্ত্রীকে সম্পূর্ণ সময় দিচ্ছেন তিনি। রাঘব এবং পরিণীতির এই পোস্ট দেখে ভীষণ ভীষণ খুশি সকলে। ইতিমধ্যেই ক্যাপশনে বহু শুভাকাঙ্ক্ষী রাঘব এবং পরিনীতিকে তাদের আগামী দিনের জন্য শুভেচ্ছাবার্তা জানিয়েছেন। উল্লেখ্য, ২০২৩ সালে রাঘবকে বিয়ে করেছিলেন পরিণীতি। ২ বছরের মধ্যেই সকলকে সুখবর শোনালেন এই দম্পতি। যদিও এখন প্রায় সকলেই বিয়ের কয়েক বছরের মধ্যেই সুখবর শোনাচ্ছেন, যার মধ্যে এবার যোগ দিলেন পরিণীতিও।
কম্বোডিয়ায় রাষ্ট্রদ্রোহে অভিযুক্তদের নাগরিকত্ব বাতিলের আইন পাস

কম্বোডিয়ায় রাষ্ট্রদ্রোহে অভিযুক্তদের নাগরিকত্ব বাতিলের আইন পাস রাষ্ট্রদ্রোহের অভিযোগে দোষী সাব্যস্ত ব্যক্তিদের নাগরিকত্ব কেড়ে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে কম্বোডিয়া। সোমবার (২৫ আগস্ট) দেশটির পার্লামেন্ট এ আইন পাস করে। বিশ্লেষকরা এটিকে বিরোধীদের ওপর দীর্ঘদিন ধরে চলা ক্ষমতাসীন কম্বোডিয়ান পিপলস পার্টির অব্যাহত দমন-পীড়নের মধ্যে একটি নতুন পদক্ষেপ হিসেবে দেখছেন। সিপিপি-নিয়ন্ত্রিত জাতীয় পরিষদের ১২৫ জন সদস্যের মধ্যে ১২০ জনের অনুমোদিত এই বিলটি রাষ্ট্রকে ‘বিদেশি দেশের সঙ্গে ষড়যন্ত্র বা কম্বোডিয়ার স্বার্থের বিরুদ্ধে ষড়যন্ত্রের’ অভিযোগে অভিযুক্ত যে কোনো ব্যক্তির নাগরিকত্ব বাতিল করার অনুমতি দেবে। সুপ্রিম কোর্ট ২০১৭ সালে কম্বোডিয়ান ন্যাশনাল রেসকিউ পার্টি নিষিদ্ধ করার পর বিরোধীদের দমন করার তীব্র প্রচেষ্টার মধ্যে গ্রেপ্তার এড়াতে অনেক বিশিষ্ট রাজনৈতিক ব্যক্তিত্ব কম্বোডিয়া ছেড়ে পালিয়েছেন।
প্রথমবারের মতো ফিফা ই-বিশ্বকাপের বাছাইয়ে বাংলাদেশ

প্রথমবারের মতো ফিফা ই-বিশ্বকাপের বাছাইয়ে বাংলাদেশ চলতি বছরের ডিসেম্বরে সৌদি আরবের রিয়াদে অনুষ্ঠিত হবে ফিফা ই-বিশ্বকাপ। এর আগে ই-ফুটবল কনসোল, মোবাইল ও রকেট লীগ-এ তিন বিভাগের বাছাই অনুষ্ঠিত হবে অক্টোবরে। প্রথমবারের মতো এই টুর্নামেন্টে অংশগ্রহণ করবে বাংলাদেশ। সেই লক্ষ্যে খেলোয়াড় বাছাই করতে যাচ্ছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। আগামী ৫ সেপ্টেম্বর, ২০ সেপ্টেম্বর ও ৫ অক্টোবর, তিন বিভাগে তিন ধাপে অনুষ্ঠিত হবে বাছাইপর্ব। এখান থেকে বাছাইকৃত প্রার্থীরা বাংলাদেশের হয়ে প্রতিনিধিত্ব করবেন এশিয়া-ইস্ট ও ওশেনিয়া অনলাইন রিজিওনাল কোয়ালিফায়ার্সে। সেখান থেকে কনসোল বিভাগে ৩ দল ও মোবাইল বিভাগে ৪ জন খেলোয়াড় সরাসরি টিকিট পাবেন রিয়াদে অনুষ্ঠিতব্য ফিফা ই-বিশ্বকাপে খেলার। গতকাল সংবাদ সম্মেলনে বাফুফে সভাপতি তাবিথ আউয়াল বলেন, ‘আমরা আরেকটা যাত্রায় পা দিলাম, সেটা হলো ই-স্পোর্টস। সব খেলা ই-স্পোর্টসের আওতায় পড়ে। আমরা শুধু ফুটবল নিয়ে কাজ করবো। আমরা আশাবাদী, অন্যান্য দেশ যেভাবে ই-স্পোর্টসের মাধ্যমে ফুটবলে এগিয়ে যাচ্ছে, বাংলাদেশও সেভাবে তাল মিলিয়ে এগিয়ে যাবে।’ তিনি আরও বলেন, ‘এক সময় ই-স্পোর্টসকে কেবল বিনোদন হিসেবে দেখা হতো, কিন্তু এখন এটি বিশ্বজুড়ে প্রতিযোগিতামূলক ও বাণিজ্যিকভাবে সফল একটি ক্ষেত্র। বাংলাদেশের গেমারদের জয় শতাংশ বিবেচনা করলে আমরা আশাবাদী। খুব শিগগিরই বাংলাদেশের নাম শীর্ষ তালিকায় দেখা যাবে।’ প্রতিযোগিতামূলক ভিডিও গেমিংকে বিশ্বের বিভিন্ন দেশ আনুষ্ঠানিক স্বীকৃতি ও বৈধতা দেওয়ার ধারায় এবার যোগ হয়েছে হয়েছে বাংলাদেশের নামও। গত ১৩ই জুলাই এক প্রজ্ঞাপনে ‘ই-স্পোর্টস’কে এ স্বীকৃতি দেয় যুব ও ক্রীড়া মন্ত্রণালয়।