চাঁপাইনবাবগঞ্জে মাদক ও অস্ত্র মামলায় ২ জনের কারাদন্ড

চাঁপাইনবাবগঞ্জে মাদক ও অস্ত্র মামলায় ২ জনের কারাদন্ড চাঁপাইনবাবগঞ্জে মাদক মামলায় রবিউল ইসলাম নামে একজনকে যাবজ্জীবন কারাদন্ড দিয়েছেন আদালত। সেই সঙ্গে তাকে ৫ হাজার টাকা অর্থদন্ড অনাদায়ে আরো ৬ মাসের কারাদন্ড দিয়েছেন আদালত। এছাড়াও পৃথক আরেকটি অস্ত্র মামলায় আকতারুল হক নামে একজনকে ১০ বছর কারাদ- দেন আদালত। আজ দুপুরে চাঁপাইনবাবগঞ্জের দায়রা জজ ও স্পেশাল ট্রাইব্যুনাল-১ এর বিচারক মিজানুর রহমান আলাদাভাবে মামলা দুটির আসামিদের উপস্থিতিতে এই দন্ডাদেশ প্রদান করেন। মাদক মামলায় দ-প্রাপ্ত রবিউল ইসলাম সদর উপজেলার রামজীবনপুর-কাচারীর আনোয়ার হোসেনের ছেলে। আর অস্ত্র মামলায় দ-প্রাপ্ত আকতারুল ইসলাম জেলার ভোলাহাট উপজেলার বড় জামবাড়িয়া গ্রামের এন্তাজ আলীল ছেলে। রাষ্ট্রপক্ষের আইনজীবী আবদুল ওদুদ জানান, ২০২১ সালের ১৩ জানুয়ারি জেলার শিবগঞ্জ উপজেলার মোবারকপুর ইউনিয়নের টোলবাড়ি এলাকায় অভিযান চালায় র‌্যাব। অভিযানকালে র‌্যাবের উপস্থিতি টের পেয়ে পালানোর সময় দুটি ওয়ান শুটার গান ও দুই রাউন্ড গুলিসহ আকতারুলকে গ্রেপ্তার করা হয়। পরদিন র‌্যাবের ওয়ারেন্ট অফিসার মিজানুর রহমান বাদী হয়ে শিবগঞ্জ থানায় মামলা দায়ের করেন। মামলার তদন্তকারী কর্মকর্তা শিবগঞ্জ থানার এসআই বরুন সরকার ২০২১ সালের ৩১ জানুয়ারি আকতারুলকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দাখিল করেন। এই মামলায় আদালত তাকে ১০ বছরের কারাদন্ড দেন। অপর মামলার এজাহারের বরাত দিয়ে আবদুল ওদুদ আরো জানান, ২০২৩ সালের ১৬ নভেম্বর সদর উপজেলার বটতলাহাট-শান্তিমোড় সড়কের চৌধুরী মোড়ে চেকপোস্ট বসিয়ে তল্লাশি চালায় র‌্যাব। এ সময় একটি অটোরিকশায় তল্লাশি চালিয়ে ১ কেজি ১৩৪ গ্রাম হেরোইনসহ রবিউলকে গ্রেপ্তার করা হয়। পরদিন র‌্যাবের এসআই জাহেদুল ইসলাম বাদী হয়ে সদর থানায় মামলা দায়ের করেন। মামলার তদন্তকারী কর্মকর্তা সদর পুলিশ ফাঁড়ির এসআই শহীদুল ইসলাম ২০২৩ সালের ২৪ ডিসেম্বর আদালতে অভিযোগপত্র দাখিল করেন। মামলার শুনানি শেষে আদালত এই দন্ড প্রদান করেন।

শিবগঞ্জে বিদেশ-ফেরতদের পুনরেকত্রীকরণ কর্মশালা 

শিবগঞ্জে বিদেশ-ফেরতদের পুনরেকত্রীকরণ কর্মশালা শিবগঞ্জে নিরাপদ অভিবাসন ও বিদেশ-ফেরতদের পুনরেকত্রীকরণ বিষয়ে কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। আজ উপজেলা হল রুমে অনুষ্ঠিত কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা আজাহার আলী। কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শিবগঞ্জ উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আবদুৎ তোয়াব, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ শাহাদৎ হোসেন, শিবগঞ্জ উপজেলার পল্লী উন্নয়ন কর্মকর্তা শাহিন আক্তার, উপজেলা সমবায় কর্মকর্তা মাহাবুব আরিফ ও পরিসংখ্যান কর্মকর্তা মনিরুল ইসলাম। সভায় আরো উপস্থিত ছিলেন, প্রত্যাশা-২ প্রকল্পের রিজিওনাল এমআরএসসি কোঅর্ডিনেটর শামসুজ্জামান, স্পেশালিষ্ট ইকোনোমিক রিইন্টিগ্রেশন হুমায়ন কবিরসহ অন্যরা। উল্লেখ্য ইউরোপীয় ইউনিয়ন ও ব্র্যাকের যৌথ অর্থায়নে বাস্তবায়িত ‘ইমপ্রুভড সাসটেইনেবল রিইন্টিগ্রেশন অব বাংলাদেশি রিটার্নি মাইগ্রেন্টস প্রত্যাশা-২’ প্রকল্পের অধীনে কর্মশালাটি আয়োজন করা হয়।

চরঅনুপনগরে খরাসহিষ্ণু ফল ও ফসল চাষে প্রশিক্ষণ

চরঅনুপনগরে খরাসহিষ্ণু ফল ও ফসল চাষে প্রশিক্ষণ চাঁপাইনবাবগঞ্জে ‘খরাসহিষ্ণু ফল ও ফসলের চাষাবাদ’ বিষয়ক দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। আজ সদর উপজেলার চরঅনুপনগর ইউনিয়ন পরিষদ হলরুমে ‘এক্সটেনডেড কমিউনিটি ক্লাইমেট চেঞ্জ প্রজেক্ট-ড্রাউট (ইসিসিসিপি-ড্রাউট) প্রকল্পের আওতায় সিসিএজি সদস্যদের নিয়ে এ প্রশিক্ষণের আয়োজন করে প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটি। প্রকল্প বাস্তবায়নে সহযোগিতা করছে পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) ও গ্রিন ক্লাইমেট ফান্ড (জিসিএফ)। প্রশিক্ষণে জলবায়ু পরিবর্তনের প্রভাব, প্রশমন ব্যবস্থা, টেকসই কৃষি অনুশীলন এবং জলবায়ু স্থিতিস্থাপকতা বৃদ্ধির কৌশল নিয়ে আলোচনা করা হয়। অংশগ্রহণকারীদের খরাসহিষ্ণু ফল ও ফসলের জাত নির্বাচন, বসতবাড়িতে বাগান করার কৌশল, মাটির গুণাগুণ উন্নয়ন, পানি সংরক্ষণ এবং রাসায়নিক সারের বিকল্প হিসেবে কার্যকর ভার্মি কম্পোস্ট তৈরির প্রক্রিয়া সম্পর্কে ধারণা দেওয়া হয়। প্রশিক্ষণ প্রদান করেন সদর উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা কৃষিবিদ নায়েম উদ্দিন, চরঅনুপনগর ইউনিয়ন উপ-সহকারী কৃষি কর্মকর্তা নাসরিন সুলতানা ও প্রকল্পের কৃষিবিদ ফয়জুল হক। বরেন্দ্র অঞ্চলের খরা পরিস্থিতি মোকাবিলায় খাপ খাইয়ে চাষাবাদ বিষয়ে দিকনির্দেশনা দেন প্রকল্প সমন্বয়কারী বকুল কুমার ঘোষ। এছাড়া ঋণ কার্যক্রমের নীতিমালা ও ধরন নিয়ে আলোচনা করেন প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটির ইউনিট-১২ এর ব্যবস্থাপক ইতিআরা খাতুন। সার্বিক কার্যক্রম সম্পাদন করেন সিএমও সিভিল রোকনুজ্জামান।  

ফরম ফি বৃদ্ধির প্রতিবাদে গোমস্তাপুরে শিক্ষার্থীদের মানববন্ধন

ফরম ফি বৃদ্ধির প্রতিবাদে গোমস্তাপুরে শিক্ষার্থীদের মানববন্ধন গোমস্তাপুরে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনার্স দ্বিতীয় বর্ষ পরীক্ষার ফরম পূরণের ফি বৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ ও মানববন্ধন করেছেন শিক্ষার্থীরা। আজ দুপুরে রহনপুর ইউসুফ আলী সরকারি কলেজের প্রধান ফটকের সামনে দাড়িয়ে ঘণ্টাব্যাপি এ কর্মসূচি পালন করা হয়। বিক্ষোভ ও মানববন্ধন শেষে শিক্ষার্থীরা অধ্যক্ষ মনিরুল ইসলাম ডলারের কাছে স্মারকলিপি প্রদান করেন। এ বিষয়ে রহনপুর ইউসুফ আলী সরকারি কলেজের অধ্যক্ষ মনিরুল ইসলাম ডলার জানান, শিক্ষার্থীদের স্মারকলিপিটি গ্রহণ করেছি। তাদের দাবিগুলো জাতীয় বিশ্ববিদ্যালয়ে প্রেরণ করা হবে।

ডেঙ্গুতে একদিনে আরও ৪ জনের মৃত্যু

ডেঙ্গুতে একদিনে আরও ৪ জনের মৃত্যু ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও চার জনের মৃত্যু হয়েছে। এ সময় ৫৬৮ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। আজ স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গুবিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৩১ হাজার ৪৭৬ জন। এর মধ্যে ছাড়পত্র পেয়েছেন ২৯ হাজার ৮৬৮ জন। মারা গেছেন ১২২ জন।

পলিথিন পেলেই জব্দ হবে: হুঁশিয়ারি পরিবেশ উপদেষ্টার

পলিথিন পেলেই জব্দ হবে: হুঁশিয়ারি পরিবেশ উপদেষ্টার কারও কাছে পলিথিন পাওয়া গেলে তা জব্দ করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় এবং পানিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। আজ রাজধানীর কারওয়ান বাজারে পরিবেশবান্ধব পাটের ব্যাগ বাজারজাতকরণ কার্যক্রম উদ্বোধনকালে তিনি এ কথা বলেন। তিনি বলেন, একবার ব্যবহারযোগ্য পলিথিন শপিং ব্যাগ নিষিদ্ধের বিষয়টি এখন থেকে নিয়মিত বাজার পরিদর্শনের মাধ্যমে কঠোরভাবে বাস্তবায়ন করা হবে। এবার আর কাউকে ছাড় দেওয়া হবে না। তিনি বলেন, মাছ, মাংস কিংবা শাকসবজি-সবই পাটের ব্যাগে বহন করা সম্ভব। প্রায় সব সাইজের পাটের ব্যাগ সরকার ভর্তুকি দিয়ে কম দামে দিচ্ছে, শুধু বড় ব্যাগ ছাড়া। একটি ব্যাগ একবার কিনলে ৬ মাস থেকে ১ বছর পর্যন্ত ব্যবহার করা সম্ভব। এতে পরিবেশ রক্ষা পাবে, ভবিষ্যৎ প্রজন্মও সুরক্ষিত থাকবে।

দেশে ভোটার সংখ্যা ১২ কোটি ৬৩ লাখ

দেশে ভোটার সংখ্যা ১২ কোটি ৬৩ লাখ সর্বশেষ তথ্য অনুযায়ী দেশের মোট ভোটার সংখ্যা দাঁড়িয়েছে ১২ কোটি ৬৩ লাখ ৭ হাজার ৫০৪ জনে। এর মধ্যে পুরুষ ভোটার ৬ কোটি ৪১ লাখ ৪৫৫ জন, নারী ভোটার ৬ কোটি ২২ লাখ ৫ হাজার ৮১৯ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন ১ হাজার ২৩০ জন। আজ প্রকাশিত নির্বাচন কমিশনের ২০২৫ সালের সম্পূরক ভোটার তালিকায় এই তথ্য জানানো হয়েছে। রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে নিজ কার্যালয়ে ইসি সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ এই তথ্য জানান।

ভূমিসেবায় স্বচ্ছতা ও জনবান্ধব পরিবেশ অপরিহার্য

ভূমিসেবায় স্বচ্ছতা ও জনবান্ধব পরিবেশ অপরিহার্য ভূমি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব এ এস এম সালেহ আহমেদ বলেছেন, ভূমিসেবা প্রদানের ক্ষেত্রে স্বচ্ছতা, জবাবদিহিতা এবং জনবান্ধব পরিবেশ নিশ্চিত করা অপরিহার্য। দুর্নীতি ও হয়রানিমুক্ত সেবা প্রদানের মাধ্যমে নাগরিকদের সন্তুষ্টি বিধান করাই ভূমি মন্ত্রণালয়ের দায়িত্ব। আজ ভূমি মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে ‘সুশাসন ও নৈতিকতা সম্পর্কিত ধারণা এবং মূল্যবোধ শিক্ষার সাথে সুশাসনের সম্পর্ক’ বিষয়ক কর্মশালায় মুখ্য আলোচক হিসেবে তিনি এসব কথা জানান।

ইউক্রেনের সাবেক স্পিকারকে গুলি করে হত্যা

ইউক্রেনের সাবেক স্পিকারকে গুলি করে হত্যা ইউক্রেনের পশ্চিমাঞ্চলীয় লাভিভ শহরে গুলিতে নিহত হয়েছেন দেশটির সাবেক পার্লামেন্ট স্পিকার আন্দ্রি পারুবি। স্থানীয় সময় ৩০ আগস্ট দুপুরে অজ্ঞাত একজন বন্দুকধারী তাকে লক্ষ্য করে একাধিক গুলি চালায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয় এবং হামলাকারী পালিয়ে যায়। তাকে ধরতে দেশজুড়ে অভিযানে নেমেছে আইনশৃঙ্খলা বাহিনী। ইউক্রেনের প্রসিকিউটর জেনারেলের কার্যালয় জানায়, এ হত্যাকা-ের তদন্ত শুরু হয়েছে। এখনও হত্যাকারীর পরিচয় কিংবা উদ্দেশ্য সম্পর্কে বিস্তারিত জানা যায়নি। সংবাদমাধ্যমের খবরে বলা হয়, ৫৪ বছর বয়সী পারুবি ২০১৬ সালের এপ্রিলে ইউক্রেনের পার্লামেন্ট স্পিকার নির্বাচিত হন এবং ২০১৯ সালের আগস্ট পর্যন্ত দায়িত্ব পালন করেন। ২০১৩-১৪ সালে ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক স্থাপনের দাবিতে অনুষ্ঠিত ইউরোমাইদান আন্দোলনের অন্যতম নেতা ছিলেন তিনি।

তীব্র গরমে এশিয়া কাপের সূচিতে বড় পরিবর্তন

তীব্র গরমে এশিয়া কাপের সূচিতে বড় পরিবর্তন আমিরাতের তীব্র গরমের কারণে এশিয়া কাপ ক্রিকেট ২০২৫ এর ম্যাচ সূচিতে পরিবর্তন আনা হয়েছে। আয়োজকদের দেওয়া নতুন সূচি অনুযায়ী মোট ১৯ ম্যাচের মধ্যে ১৮টিই শুরু হবে আধাঘণ্টা দেরিতে, স্থানীয় সময় সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে অর্থাৎ, বাংলাদেশ সময় রাত সাড়ে ৮টায়। তবে ব্যতিক্রম থাকবে মাত্র একটি ম্যাচ। ১৫ সেপ্টেম্বর আবুধাবিতে অনুষ্ঠিতব্য সংযুক্ত আরব আমিরাত ও ওমানের খেলা শুরু হবে বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টায়। দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ১৪ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে ভারত পাকিস্তানের হাইভোল্টেজ এর ম্যাচ। ভারত তাদের টুর্নামেন্ট শুরু করবে ১০ সেপ্টেম্বর দুবাইয়ে স্বাগতিক সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে। গ্রুপপর্বের শেষ ম্যাচে ১৯ সেপ্টেম্বর আবুধাবিতে ওমানের মুখোমুখি হবে তারা। বাংলাদেশ তাদের অভিযান শুরু করবে ১১ সেপ্টেম্বর হংকংয়ের বিপক্ষে আবুধাবিতে। এরপর ১৩ সেপ্টেম্বর শ্রীলঙ্কা এবং ১৬ সেপ্টেম্বর আফগানিস্তানের বিপক্ষে লড়াইয়ের মধ্য দিয়ে গ্রুপপর্ব শেষ করবে টাইগাররা।